How does he handle pain এই অধ্যায়টা শুনতে গিয়ে অনেক কিছু শিখলাম, বিশেষ করে জীবনে নতুন কিছু করার তাগিদ আর দিনের শেষে একটা সময়ে এসে সেটাকে 'Switch off' করে বিশ্রাম নেওয়া, নিজের সাথে অথবা নিজের কাছের মানুষজনের সাথে সময় কাটানো। খুব প্রয়োজন। এই switch on আর switch off টা ঠিক সময়ে জীবনে করতে পারা, এর মূল্য অপরিসীম। পরমব্রত চিরকালই দুর্দান্ত অভিনেতা এবং একজন জ্ঞানী মানুষ হিসেবে আমার অন্যতম প্রিয় হয়ে থাকবেন।
পরম ইংরেজী শব্দের বদলে বাংলা শব্দ ব্যবহারের চেষ্টা করছে। আগের চেয়ে অনেক ভালো বাংলা বলছে। ভালো লাগলো। "ডিপ্লোম্যাটিক" বলেই "কূটনৈতিক" বললো। আরো একটা শব্দে এই প্রচেষ্টা খেয়াল করলাম, শব্দটা এই মুহূর্তে মনে পড়ছে না। স্বস্তিকাও এই বিষয় টা করছে। এই সাক্ষাৎকারের সঞ্চালকও এটা করতে চেষ্টা করতে পারেন। সকলে মিলে অনর্গল বাংলা বললে সাধারণ মানুষ ও তাই করবে। বাংলা টা সুন্দর শোনাবে।
Abhijan movie ta Hoichoi te ashle amra Jara miss korechi Tara dekte parvo Bcos I v followed Soumitra Sir right from my childhood Had an opportunity of a workshop while I was at CU decades back, please try to pass on the message
ভাই আপনি ভীষণ ঠিক কথা বলেছেন শুধু একটি বিষয় খেয়াল রাখতে পারলে আরও ভালো হতো যদি পরম / স্বস্তিকা চেষ্টা 'করছে' না লিখে 'করছেন' লিখতেন তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি সম্মান এবং শ্রদ্ধা দুটিই প্রদর্শিত হতো।🙏🏽
@mandritachatterjee2918 আমি ইচ্ছে করেই লিখেছি। মা কালী কে যখন তুই করে বলা যায় এদের ও বলা যায়। বিশেষ করে সাক্ষাৎকারেই যখন তুই করে বলা যাচ্ছে বা আপনি বলার চল উঠে গেছে... তখন😀
I cried listening to you Parambrata. I am 90 yrs old living in a retirement block in the UK…. kintu Kolkata is home… shetai cheyechhilam o chai. A friend calls me Phoenix Layers and layers of shekha… shei niye eka chola. Lost my husband to leukaemia at age 29. …. Tarpor theke living and learning curve. A teacher all my life and lived it. Khub bhalo rounded mind tomar. Bhalo theko
Jobe theke Parambrata ke tv te dekhechi, sedin theke suru kore ajo akirokom valo lage!! Tokhon bodhhoy class 9 e portam. Thanks to this channel, good luck..
Longform podcast er magic tai holo intimacy..jeta ei 20-25 minutes nagad kore khule prokash paye.. such podcasts are therapeutic for listeners too...really great episode ..thanks for being a great host and thanks to parambrata to open up...
Ekhane ondhokar ar Vog ,,--- ❤❤❤Parambrata ekdom amader vein take akre dhore niyeche,Amara lukiye hok ar na lukiye hok ,vuter golpo ,sunte porte are dekhte khub valo basi,ar chai banglay erom dhoroner kaj korar jonno thank you ,❤thank you so much.
মাঝের কয়েক টা দিন একটু দেখা হচ্ছিলনা এই পডকাস্ট গুলো.. গতকাল জয়দীপ স্যার এর পডকাস্ট টা দারুন লাগলো.. R আজকে পরমের কথা গুলো - ও খুবই ভালো লাগলো... আরও পডকাস্ট আসুক... আরও বড়ো হোক..
I’m absolutely captivated by the Slow Form Interview and the other incredible shows you create-they’re genuinely some of my favourites! Both of your channels are nothing short of outstanding, and the work you and Premasis do is truly inspiring and deeply appreciated. Hats off to both of you!
অরুণাভবাবুর সবচেয়ে বড় গুণ যাঁর সাক্ষাৎকার নিচ্ছেন তাঁকে নিজের কথা বলার সুযোগ দেওয়া।পপুলার সিনেমার সংজ্ঞা দিতে গেলে তপন সিংহ'র গল্প হলেও সত্যি,অথবা তরুণ মজুমদারের পলাতক,নিমন্ত্রণ,শহর থেকে দূরে,রাজেন তরফদারের অন্তরীক্ষ এই সিনেমাগুলোর উদাহরণ কেন দেওয়া হয়না
বাংলার বললে কম বলা হবে এটা ভারতবর্ষের অন্যতম সেরা podcast channel এর একটা। প্রথম থেকেই দেখছি। মাঝে যে সব episode দেখতে পেরেছি তা নয় তবে প্রথম থেকে আজ অবধি যা যা দেখেছি ভালো লেগেছে
Khub bhalo episode... In fact soul connection er sob episode e khub e enriching... Ekta manush ke anek ta chena jay jana jay, r tar obhigyota jeebon bodh dorshok der somriddho kore ...
Renewed love. Anek bhalobasha ar subechcha roilo agami dine aro sundor bhabhe egiye cholar janno. Khub Bhalo proshno o kora hoyeche Param ke - abhinandan.
অনেকদিন পর একটা ভালো পডকাস্ট শুনলাম। একটা অনুরোধ, একবার শাশ্বত চ্যাটার্জিকেও ডাকুন। আমি নিজে একজন সিনেমার ছাত্র। ইচ্ছা আছে ভবিষ্যতে গল্প বলার। এই সব মানুষের কথা শুনেও অনেক কিছু শেখা যায় আর সেই চেষ্টাই আমি করছি। ধন্যবাদ এরকম একটা আড্ডার শ্রোতা হওয়ার সুযোগ দেওয়ার জন্য।
দারুণ লাগল। অত্যন্ত প্রিয় পরিচালক, প্রযোজক এবং অভিনেতা পরমব্রতর আগামী সবকটি কাজের দিকেই তাকিয়ে থাকব, বিশেষত 'ভোগ' এর দিকে। 'অভিযান' মুক্তির সময় দেখে অসাধারণ লেগেছিল। আবার দেখার বড় ইচ্ছে, খারাপ লাগল শুনে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতন কিংবদন্তী শিল্পীর বায়োপিক বিক্রী হচ্ছে না। তাও প্রতীক্ষায় রইলাম খুব শীঘ্র কোন OTT তে দেখতে পাবার আশায়।
পরমব্রত আমি আপনার ফ্যান। আপনার কাছে একটা অনুরোধ। আপনি এতগুলো নতুন কাজের কথা বললেন, request করছি, আপনার 'শরতে আজ' সিরিজটির যদি কোনো দ্বিতীয় সিজন আনেন। ওই সিরিজটি আমার অদ্ভুত ভালো লাগে। এবং অন্তত 15-20বার দেখেছি।
@@KrisnaChakraborty-m8p বাহ বাহ! দেশ ভাগ, উপমহাদেশে ধর্ম দিয়ে যতো বিভাজন, সব দোষ এখন বাংলাদেশ এর একার?? যেন ওপারের কোন মুসলিম আর দেশ ভাগ বা নানা কোন্দলে বাংলাদেশে ঢোকে নি আর কোন ঘরছাড়া মানুষ। এই উপমহাদেশে ধর্ম ভিত্তিক রাজনীতি, ধর্মের ভিত্তিতে দেশভাগ এইসব মনস্তত্ত্ব বৃটিশদের সিরিঞ্জ দিয়ে ঢোকানো। মুসলমানদের আবার সভ্যতার দরকার কি, এরা থাকবে চাষাভুষা....ইংরেজদের দাসত্ব করে এদের ওপর সপাটে চাবুক মারা যাবে!! সভ্যতার পীঠ হবে কলকাতা...বঙভঙ্গ হওয়ার আগে এই নাক উঁচু স্বজাতির প্রতি শ্লেষ রাখা কলকাতার বাবু মহল কি সেই দায় এড়াতে পারে?? এখন সব দায়ের ঠেকা পড়েছে বাংলাদেশের।
Khub vlo lgle sune!!!! Ami ekhn earnest learner hisebe ask korte chaitam j Martin scorcese r making niye ki motamot ba uni thik ki vbe vagen mking k bole mne hye .... Parambrata chattopadhyay er perspective ta sunte pele mone hye sttyi enriched hotam
Ami ekjon je eii Porom sir anar request korechilam apni enechen thank you Dada apnak. Kober theke bolchi Sreelekha Mitra k anar kotha apni toh sunchen na. R porom sir apnake bolchi Param Param Param Param Param Sundar eto valo kore nijer bari ta k barir moto kore rekhechen ekti chele hoye tar jonno🙏🙏🙏.
পরম তো সেই কবে থেকেই ভীষণ প্রিয় একজন মানুষ আমার। ওর থেকে বয়সে আমি অনেকটাই বড় কিন্তু ওর মতো শিক্ষিত ও পরিণত একজন মানুষের থেকে আজকের কথাগুলো শুনে আরো মুগ্ধ হয়ে গেলাম। আরো অনেক দূরে ওকে দেখতে চাই। ভালো থেকো তোমরা দুজনেই ❤❤
I have a crush on him from the time when I was in U.KG. He is sooooo intellectual and charming . He looks the as same as the way he used to look when I was in U.KG
The most refined Bengali film personality. Please invite him again!! Also, Mr. Anchor, please correct your pronunciation of the word "genre". You can hear Parambrata pronouncing it correctly.
@@bonggirlshining ..Um. . .but for some words. .G is pronounced like J, right ?...For instance, 'Gender' 'Gentle' etcetera...So I don't see any difference as such...I've heard some Hollywood directors pronouncing the word 'genre' as xio-n-ruh in their interviews...Don't know if this's a bit of a stylized version. .but it would've been better if you would've cared to explain a li'l more what exactly you meant about the correct pronounciation of that word...But never mind... . 🙂
Soumitra Chattopadhyay er por, intellectual bengali hisebe gorbo bodh hoi, Parambrata ke dekhle. Jokhon Param bollo Soumitra Chattopadhaya was his subject.....I became speechless. Soumitra Chatterjee r theke amra sudhu encouraged hote pari...gorbo bodh korte pari...sadharon manush ei tuku e toh bhabbe. Koi take bujhte toh chesta kori na amra keu....There are several way to show respect to our legends....Param..sotti tomake dekhe amar nijeke bengali bole gorbo bodh hoi....
How does he handle pain এই অধ্যায়টা শুনতে গিয়ে অনেক কিছু শিখলাম, বিশেষ করে জীবনে নতুন কিছু করার তাগিদ আর দিনের শেষে একটা সময়ে এসে সেটাকে 'Switch off' করে বিশ্রাম নেওয়া, নিজের সাথে অথবা নিজের কাছের মানুষজনের সাথে সময় কাটানো। খুব প্রয়োজন। এই switch on আর switch off টা ঠিক সময়ে জীবনে করতে পারা, এর মূল্য অপরিসীম। পরমব্রত চিরকালই দুর্দান্ত অভিনেতা এবং একজন জ্ঞানী মানুষ হিসেবে আমার অন্যতম প্রিয় হয়ে থাকবেন।
পরম ইংরেজী শব্দের বদলে বাংলা শব্দ ব্যবহারের চেষ্টা করছে। আগের চেয়ে অনেক ভালো বাংলা বলছে। ভালো লাগলো। "ডিপ্লোম্যাটিক" বলেই "কূটনৈতিক" বললো। আরো একটা শব্দে এই প্রচেষ্টা খেয়াল করলাম, শব্দটা এই মুহূর্তে মনে পড়ছে না। স্বস্তিকাও এই বিষয় টা করছে। এই সাক্ষাৎকারের সঞ্চালকও এটা করতে চেষ্টা করতে পারেন।
সকলে মিলে অনর্গল বাংলা বললে সাধারণ মানুষ ও তাই করবে। বাংলা টা সুন্দর শোনাবে।
Abhijan movie ta Hoichoi te ashle amra Jara miss korechi Tara dekte parvo
Bcos I v followed Soumitra Sir right from my childhood
Had an opportunity of a workshop while I was at CU decades back, please try to pass on the message
ভাই আপনি ভীষণ ঠিক কথা বলেছেন শুধু একটি বিষয় খেয়াল রাখতে পারলে আরও ভালো হতো যদি পরম / স্বস্তিকা চেষ্টা 'করছে' না লিখে 'করছেন' লিখতেন তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি সম্মান এবং শ্রদ্ধা দুটিই প্রদর্শিত হতো।🙏🏽
@mandritachatterjee2918 আমি ইচ্ছে করেই লিখেছি। মা কালী কে যখন তুই করে বলা যায় এদের ও বলা যায়। বিশেষ করে সাক্ষাৎকারেই যখন তুই করে বলা যাচ্ছে বা আপনি বলার চল উঠে গেছে... তখন😀
@@AnacheKanache-qw6yc
..আরে বাবা. .সেটা তো দু'জনেই বন্ধুস্থানীয়...কাছাকাছি বয়সী...আবার শুরুতেই অরুণাভ দা বললেন যে উনি পরমের একটা ছবিতে সহ-পরিচালকের কাজও করেছেন...পূর্বপরিচিত. .সে'কারণেই হয়তো একে অপরকে 'তুই' সম্বোধনে কথা বলছেন ওঁরা. .যেটাতে ওনারা দু'জনেই হয়তো স্বচ্ছন্দ...সব অতিথিদের সাথেই কি উনি তুই-তাখারি ক'রে কথা বলেন নাকি যে, বলছেন 'আপনি' ক'রে বলার চলাটাই উঠে গেছে ?...অদ্ভূত একটা লজিক দিলেন মশাই !
Very deep conversation ❤ love this episode .
রূপমের সাথে এক টা এপিসোড হোক্ !
‘অ্যাসিড’ নস্টালজিয়া ।
I cried listening to you Parambrata. I am 90 yrs old living in a retirement block in the UK…. kintu Kolkata is home… shetai cheyechhilam o chai.
A friend calls me Phoenix Layers and layers of shekha… shei niye eka chola. Lost my husband to leukaemia at age 29. …. Tarpor theke living and learning curve. A teacher all my life and lived it.
Khub bhalo rounded mind tomar.
Bhalo theko
Sorry…. 80 not 90
@@IndiraSen-v6g
..খুব ভালো লাগলো আপনার কমেন্টটা প'ড়ে...একটু কষ্টও হলো...খুব ভালো থাকবেন ম্যা'ম...শরীরের যত্ন নেবেন... . 🙏🏼
Apni o bhalo thakun, masima
May you live happily and greatly
পরমকে আমার খুবই ভালো লাগে। এই সাক্ষাৎকারে পরমকে খুব পরিণত লাগলো। এতো খোলাখুলি কথা বলেছে,যার ফলে ওর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা বেড়ে গেলো পরম ভালো থাকুক। ❤
Aamader Chaitanya mahaprabhu ❤ porombroto
LQ @@abhijitgoswami6712
Have always loved Param. Very real.
I just ❤this conversation. Param er proti bhalobasa anek anek bere gelo. Arunava apnake anek anek dhonaybad. ❤❤❤❤
Jobe theke Parambrata ke tv te dekhechi, sedin theke suru kore ajo akirokom valo lage!! Tokhon bodhhoy class 9 e portam. Thanks to this channel, good luck..
পরম, অরুনাভ র আলোচনা আমাকে ভীষণ ভাবে মুগ্ধ করেছে। তোমরা এগিয়ে যাওয়ার।
খুব মনোগ্রাহী সাক্ষাৎকার পরম। খুব সহজ করে আলোচনাটা করেছো। ভালো থেকো।
In my experience, best podcast till date. Parambratar fan 2000 theke. In depth kotha shune bhishon bhalolaglo.
Longform podcast er magic tai holo intimacy..jeta ei 20-25 minutes nagad kore khule prokash paye.. such podcasts are therapeutic for listeners too...really great episode
..thanks for being a great host and thanks to parambrata to open up...
Thank you for this podcast Sir . 😊❤🙏
অনেক পরিণত হয়েছেন পরমব্রত। খুব ভালো লাগলো অকপট পরমব্রত কে ❤
Dhannyabad ei asadharon podcast er jannya 🙏 Param ke khub bhalo lagto, kintu ajke mugdho holam ❤ agami dingulir jannya shubhechha janalam ❤
খুব সমৃদ্ধ হলাম, ভীষণ ভালো লাগলো 🙂
Khub bhalo laglo ei episode ta. Thank you for this conversation. ❤
ভীষণ ভালো লাগলো এই আড্ডা সেশন। পরমব্রত চট্টোপাধ্যায়ের কথা শুনতে বরাবরই ভালো লাগে। এই এপিসোডটি বেশ জমেছে। খুব সুন্দর প্রশ্ন, ভালো আলোচনা।
Lorain ami Dekhechi, dotty bujhte parini keno chobita chollo na
..'লড়াই' সত্যিই একটা ভালো ছবি...সবদিক থেকেই... .
Ekhane ondhokar ar Vog ,,--- ❤❤❤Parambrata ekdom amader vein take akre dhore niyeche,Amara lukiye hok ar na lukiye hok ,vuter golpo ,sunte porte are dekhte khub valo basi,ar chai banglay erom dhoroner kaj korar jonno thank you ,❤thank you so much.
One of the greatest lesson about life, I got here 1:32:14
And I mean it.
মাঝের কয়েক টা দিন একটু দেখা হচ্ছিলনা এই পডকাস্ট গুলো.. গতকাল জয়দীপ স্যার এর পডকাস্ট টা দারুন লাগলো.. R আজকে পরমের কথা গুলো - ও খুবই ভালো লাগলো... আরও পডকাস্ট আসুক... আরও বড়ো হোক..
This person is extremely knowledgeable and well red person , plus he has so mgch experience ❤i have so much respect for him.
Param khuub bhalo thako aneak baro hoe gecho sustha thako Ananda thako aneak adar r ashirbad❤
খুব সুন্দর হয়েছে
উপথাপনা❤❤❤❤
ভীষণ ভাল লাগল ❤
Very maturely entertain podcast 👍👍👍👍
খুব ভালো লাগলো 🥰 অসংখ্য শুভেচ্ছা ও শুভ কামনা রইল 🙏🏽
Honestly nijeke dosh bhalo r opinion gulo accept kore spostho bhabe kotha bolte , ei first time param da k dekhlam ❤
Just wow.. loved it..
..উনি হয়তো নিজের ভুল থেকে শিখেছেন... .
I’m absolutely captivated by the Slow Form Interview and the other incredible shows you create-they’re genuinely some of my favourites! Both of your channels are nothing short of outstanding, and the work you and Premasis do is truly inspiring and deeply appreciated. Hats off to both of you!
সম্ভব হলে আদিত্য বিক্রম সেনগুপ্ত কে নিয়ে আসুন।
Ekdom
Ini ke?
Uni ki koren?
Onar movie theatrical release pacche. Now's the right time.
এক কথায় দারুন ভালো 🎉
Nikosh kalo chaya ami dekhechi khub valo legeche
লড়াই ছবিটি আমার দারুন লেগেছিল।
নতুন ভাবে বুঝতে পারলাম মানুষ পরমব্রত কে...ভালো লাগলো 😊
Ajker episode ta shottiy khub bhalo hoyeche! Thank you Soul Connection for such an insightful conversation.
একটা সম্পূর্ণ আড্ডা। পরমব্রত একজন প্রাণের শিল্পী। আড্ডা থেকে খুব সমৃদ্ধ হলাম। বিশেষ করে তন্ত্র শাস্ত্র নিয়ে উনি অনেক কথা আবার মনে করিয়ে দিলেন।
অরুণাভবাবুর সবচেয়ে বড় গুণ যাঁর সাক্ষাৎকার নিচ্ছেন তাঁকে নিজের কথা বলার সুযোগ দেওয়া।পপুলার সিনেমার সংজ্ঞা দিতে গেলে তপন সিংহ'র গল্প হলেও সত্যি,অথবা তরুণ মজুমদারের পলাতক,নিমন্ত্রণ,শহর থেকে দূরে,রাজেন তরফদারের অন্তরীক্ষ এই সিনেমাগুলোর উদাহরণ কেন দেওয়া হয়না
Thoroughly Enjoyed!!
বাংলার বললে কম বলা হবে এটা ভারতবর্ষের অন্যতম সেরা podcast channel এর একটা। প্রথম থেকেই দেখছি। মাঝে যে সব episode দেখতে পেরেছি তা নয় তবে প্রথম থেকে আজ অবধি যা যা দেখেছি ভালো লেগেছে
Jana Ajarar Anando Mela . Parambrata Chatterjee.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Darun laglo Podcast ta
Khub bhalo episode... In fact soul connection er sob episode e khub e enriching... Ekta manush ke anek ta chena jay jana jay, r tar obhigyota jeebon bodh dorshok der somriddho kore ...
Param babu ke self analysis korte dekhe khub bhalo laglo. Manusher Ota darkar for betterment.
ভীষণ ভালো লাগলো 👍
Porom er chorom ❤
Loved it.Thank you.
Parambrata Chatterjee 😍😍😍😍
Renewed love. Anek bhalobasha ar subechcha roilo agami dine aro sundor bhabhe egiye cholar janno. Khub Bhalo proshno o kora hoyeche Param ke - abhinandan.
Renewed love. Anek bhalobasha ar subechcha roilo agami dine aro sundor bhabhe egiye cholar janno.
খুব ভালো লাগলো,পরম দার কথা খুব ভালো লাগে,অনেক কিছু শিখি
Chatoo Bandho.all the best.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
বাহ্ ❤❤❤❤
অনেকদিন পর একটা ভালো পডকাস্ট শুনলাম। একটা অনুরোধ, একবার শাশ্বত চ্যাটার্জিকেও ডাকুন। আমি নিজে একজন সিনেমার ছাত্র। ইচ্ছা আছে ভবিষ্যতে গল্প বলার। এই সব মানুষের কথা শুনেও অনেক কিছু শেখা যায় আর সেই চেষ্টাই আমি করছি। ধন্যবাদ এরকম একটা আড্ডার শ্রোতা হওয়ার সুযোগ দেওয়ার জন্য।
Daroon. Ek ghonta 40 minuter khub monograhi alochona
Sunday Suspense 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
Durdanto! Param is my favorite.
Program is superb!
God bless you and your family.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Parambrata is very talented personalty I like this.❤❤❤❤
Eto valo legegche duto web series e.. Aro besi besi erokm series dekhte chai..
Paka param ke amar chirokal i khub bhalo lage. Thanks for such a lovely - insightful conversation with Param.
Durdanto akta Podcast ❤❤❤
Mir a Akbar Ano please
Mirchi Deep Ghosh keo chai
Asadharon.
Ki sundor bollen param da...❤❤❤
খুব ভালো লাগল।আর ঐ ষ্টিরিওটাইপ প্রশ্ন না করার জন্য ধন্যবাদ।
Hat's off both of you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Lovely episode after a long time
Ki bhalo lagche Paramer Bangla bola ta❤! Shrutusukhokor...
পরম এর প্রজ্ঞা খুব গভীর... আলোচনা শুধু মনগ্রাহী হয়নি পাশাপাশি শ্রোতাদের সমৃদ্ধ ও করেছে.... ভালো লাগলো... ❤
I watch his "pralay"for lots of times.
দারুণ লাগল। অত্যন্ত প্রিয় পরিচালক, প্রযোজক এবং অভিনেতা পরমব্রতর আগামী সবকটি কাজের দিকেই তাকিয়ে থাকব, বিশেষত 'ভোগ' এর দিকে। 'অভিযান' মুক্তির সময় দেখে অসাধারণ লেগেছিল। আবার দেখার বড় ইচ্ছে, খারাপ লাগল শুনে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতন কিংবদন্তী শিল্পীর বায়োপিক বিক্রী হচ্ছে না। তাও প্রতীক্ষায় রইলাম খুব শীঘ্র কোন OTT তে দেখতে পাবার আশায়।
Very nice conversation ☺️
অভিযান খুঁজে খুঁজে পাগল হয়ে গেছিলাম
পরমব্রত আমি আপনার ফ্যান। আপনার কাছে একটা অনুরোধ। আপনি এতগুলো নতুন কাজের কথা বললেন, request করছি, আপনার 'শরতে আজ' সিরিজটির যদি কোনো দ্বিতীয় সিজন আনেন। ওই সিরিজটি আমার অদ্ভুত ভালো লাগে। এবং অন্তত 15-20বার দেখেছি।
..কোন OTT প্ল্যাটফর্মে বলুন তো ?
খুব ভালো লাগলো। হুমায়ুন আহমেদ সম্পর্কে বিশ্লেষনটার প্রতি শ্রদ্ধা।
পরম কে খুব ভাল লাগে।আমি বাংলাদেশে থেকে বলছি,সে আমার দেখা অন্যতম বাংগালী সুদর্শন অভিজাত নায়ক। অন্য রকম সৃজনশীল।
Enarao Bangladesh theke palaya aisha.Rwitik Ghataker bangsher pola. Apnara khedaya dia khub bhala korchen. Bangladeshe dwaitta laia tago sarbanash korteshe.koren,apnago desh udaia
@@KrisnaChakraborty-m8p বাহ বাহ! দেশ ভাগ, উপমহাদেশে ধর্ম দিয়ে যতো বিভাজন, সব দোষ এখন বাংলাদেশ এর একার?? যেন ওপারের কোন মুসলিম আর দেশ ভাগ বা নানা কোন্দলে বাংলাদেশে ঢোকে নি আর কোন ঘরছাড়া মানুষ। এই উপমহাদেশে ধর্ম ভিত্তিক রাজনীতি, ধর্মের ভিত্তিতে দেশভাগ এইসব মনস্তত্ত্ব বৃটিশদের সিরিঞ্জ দিয়ে ঢোকানো। মুসলমানদের আবার সভ্যতার দরকার কি, এরা থাকবে চাষাভুষা....ইংরেজদের দাসত্ব করে এদের ওপর সপাটে চাবুক মারা যাবে!! সভ্যতার পীঠ হবে কলকাতা...বঙভঙ্গ হওয়ার আগে এই নাক উঁচু স্বজাতির প্রতি শ্লেষ রাখা কলকাতার বাবু মহল কি সেই দায় এড়াতে পারে?? এখন সব দায়ের ঠেকা পড়েছে বাংলাদেশের।
Khub vlo lgle sune!!!! Ami ekhn earnest learner hisebe ask korte chaitam j Martin scorcese r making niye ki motamot ba uni thik ki vbe vagen mking k bole mne hye .... Parambrata chattopadhyay er perspective ta sunte pele mone hye sttyi enriched hotam
Nice podcast… Khub bhalo laglo
Podcast main হচ্ছে প্রশ্ন.. সঠিক প্রশ্নে উল্টো দিকের বক্তার নিজের আসল অনুভুতির প্রকাশ ঘটে. যেটা এই Podcast এ সফল..দারুণ লাগলো Podcast টি.
..একেবারেই✅✅
Param da r baro fan ami. Khatha gulu sune khub bhalo laglo.
Ami ekjon je eii Porom sir anar request korechilam apni enechen thank you Dada apnak.
Kober theke bolchi Sreelekha Mitra k anar kotha apni toh sunchen na.
R porom sir apnake bolchi Param Param Param Param Param Sundar eto valo kore nijer bari ta k barir moto kore rekhechen ekti chele hoye tar jonno🙏🙏🙏.
Ritwik Chakraborty please
পরম তো সেই কবে থেকেই ভীষণ প্রিয় একজন মানুষ আমার। ওর থেকে বয়সে আমি অনেকটাই বড় কিন্তু ওর মতো শিক্ষিত ও পরিণত একজন মানুষের থেকে আজকের কথাগুলো শুনে আরো মুগ্ধ হয়ে গেলাম। আরো অনেক দূরে ওকে দেখতে চাই। ভালো থেকো তোমরা দুজনেই ❤❤
Stunning...
Darun chilo podcast ta.
Abhijaan OTT te ele khub bhalo laagbe. Ekhon ki dekhar kono upae nei ?
Rabindrasangeet fits in and tune and sync in with every mood.With age my fascination has increased with time.
Please vog cinema hall e realese korun
I have a crush on him from the time when I was in U.KG. He is sooooo intellectual and charming . He looks the as same as the way he used to look when I was in U.KG
Khub valo lage parom ke..boudi canteen amar khub valo legeche..shubhasree k darun laglo
Finally 😊
The most refined Bengali film personality. Please invite him again!! Also, Mr. Anchor, please correct your pronunciation of the word "genre". You can hear Parambrata pronouncing it correctly.
..হ্যাঁ. .এই শব্দটার সঠিক উচ্চারণ নিয়ে একটু কনফিউশন আছে...কেউ কেউ এটিকে "জেনার" বলেন. . . আবার কেউ বলেন "জনরা"...কোনটা ঠিক ?
@A.Netizen.Since.2010 "Genre" is the right pronunciation. Also, not "j" sound.
@@bonggirlshining
..Um. . .but for some words. .G is pronounced like J, right ?...For instance, 'Gender' 'Gentle' etcetera...So I don't see any difference as such...I've heard some Hollywood directors pronouncing the word 'genre' as xio-n-ruh in their interviews...Don't know if this's a bit of a stylized version. .but it would've been better if you would've cared to explain a li'l more what exactly you meant about the correct pronounciation of that word...But never mind... . 🙂
1:39:36 ভোগ বানালে পুরো uncut যেরকম গল্পে বর্ণনা আছে সেরকম রাখতেই হবে। Sunday suspense এর কোয়ালিটি ম্যাচ করতে না পারলে দর্শক খাবে না।
টোটা রায় চৌধুরীর সঙ্গে একটি সাক্ষাৎকার নিয়ে আসুন।
Thik
Er por Abir Chatterjee , Ritwick chakrborty daa, Rudranil Ghosh eder keo anun podcast
Aamio Abir Chatterjee r kothai likhte jachchhilam...😅
Rudranil chatterjee er podcast dekhte hole Katha o connection er channel ta dekhun
@@ahelibhattacharya4937ta likhe felo...deri korona
Also Saswata Chatterjee sir,Raima Sen,Arjun Chakraborty,Sabyasachi Chakraborty sir
Agreed
এই লোকটা কে এত্ত ভালো লাগে সেই ছোটবেলা থেকে৷ কি সুন্দর দেখতে, কি সুন্দর কথা বলে ❤
Nikosh chaya khub sundor legeche bhog tao asha kori er thekeo aro voyanok hobe.
Bhog ta ektu creepy banale karon ota otai demand kore.
আশীষ বিদ্যার্থীর পডকাস্টের পরে আবারও একটা ভাল পডকাস্ট দেখলাম ।
parambrata never gets old. sei 10 year ageu jerokom chilo ekhono ek e rokom. kuch to raaz hai😁😁
..Did you mean 'black magic' by any chance ?😅
পরমের বাংলা বলা খুব সুন্দর, উচ্চমার্গীয় ব্যাপার একটা আছে।একইভাবে সে যখন ইংরেজি বলে সেটাও সুন্দর।
❤
Soumitra Chattopadhyay er por, intellectual bengali hisebe gorbo bodh hoi, Parambrata ke dekhle. Jokhon Param bollo Soumitra Chattopadhaya was his subject.....I became speechless. Soumitra Chatterjee r theke amra sudhu encouraged hote pari...gorbo bodh korte pari...sadharon manush ei tuku e toh bhabbe. Koi take bujhte toh chesta kori na amra keu....There are several way to show respect to our legends....Param..sotti tomake dekhe amar nijeke bengali bole gorbo bodh hoi....