যখন ৩ মাস পড়ার পর হাল ছেড়ে দিতে ইচ্ছে করে তখন আপনাদের মতো শ্রদ্ধাভাজন অগ্রজ দের এই কথা গুলো মনের ভেতর যেন গেথে যায়। উল্লাসে মেতে ওঠে আমার সেই অক্লান্ত পরিশ্রমে আর সাধনায় থাকা পরিশ্রান্ত হয়ে হেরে যেতে বসা মনটা। ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ❤️❤️❤️❤️❤️❤️
ম্যাম, চাকরি সংসার সামলে পড়াশোনা কিভাবে করেছেন? সময়ের বন্টন কিভাবে করতেন তখন? সংসারের কাজ, চাকরি,পড়াশোনা কখন কি করতেন এগুলো নিয়ে একটা ভিডিও বানালে ভালো হয়।
অনেক দামী কথা বললেন।আমরা যারা বিবাহিত মেয়েরা আছি।তাদের জন্য পড়ালেখা করাটা কষ্ট হলেও নিজের একটা পরিচিতির জন্য অবশ্যই অনেক কষ্ট করতে হবে।আমি তো অনেক কম স্বাধীনতা পায়।কোনো জরুরি কাজ ছাড়া আমাকে ঘর থেকে বেরও হতে দেওয়া হয়না।ক্লাস অনেক সময় করতে পারতাম না ওরা চাইতোনা বলে।৪৪ তম পরীক্ষা অনেক খারাপ হয়েছে এমন অনেক প্রশ্ন আসছে যা আমি পারি কিন্তু ভালো মত প্রস্তুতি না নেওয়ার ফলে পারিনি।আপনাকে দেখলে আমার খুব ভালো লাগে।আপনা আপনি অনুপ্রেরণা কাজ করে।দোয়া করবেন আমার জন্য আমি যেনো নিজেকে একটা ভালো জায়গায় দাড় করাতে পারি।আপনিও অনেক ভালো থাকবেন।
লাখো মানুষের কোটি প্রশ্নের উওর এখানে।না বলা কিছু সামান্য সত্যি বলতে পেরেছি এখানে,কারন সব বলতে গেলে ঘন্টা পেরিয়ে যাবে। ঘুমিয়ে নয় প্রতিদিন ২০ ঘন্টা পরিশ্রম করে অবশেষে আজকের এই অবস্থান। কিভাবে চাকরি করে বিসিএস এর জন্য পড়বেন? সংসার সামলে কিভাবে পড়বেন? টিউশনি করি কিভাবে চাকরি পাবো? আমার বাসায় তেমন সাপোর্ট নাই কিভাবে আমি পারবো? এমন সব প্রশ্নের সকল উওর পেয়ে যাবেন এক ভিডিওতে।
আপু আমি আপনার ভার্সিটির জুনিয়র, আজকে নিয়ে তিনটা বিসিএস দিলাম এবং ফেইল করবো, টিউশনি করি ২/৩ টা, বাড়ির কোনো সাপোর্ট পাইনা,উল্টো বাড়িতেই আমার হেল্প করতে হয়, আমাকে পরামর্শ দেন আপু, আমার কি উচিত।
আপু আপনার এই কথা গুলো কতটা যে অনুপ্রেরণা দিলো বুঝাতে পারবো না।ইনশাআল্লাহ আমিও পারব। কারণ আমি অনেক পরিশ্রম করতে পারি। এই মূহুর্তে অনেক খারাপ পরিস্থিতিতে আছি, পড়াশোনায় যে কারণে সময় কম দিতে পারি। কিন্তু পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমি আমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেই ছাড়বো, ইনশাআল্লাহ।
It is a valuable video I have ever seen. Mam I think that you have to share your journey in such a way which matches with many person's life. Thank you.
অসংখ্য ধন্যবাদ ম্যাম..আপনার কথাগুলো অনেক সাহস জোগায়, আমি জাতীয় থেকে অনার্স নিউ ৪র্থ বর্ষে আছি, এখন থেকে শুরু করতে চাচ্ছি, আপনার সবগুলো ভিডিও দেখি, দোয়া রাখবেন ম্যাম❤️
@@shameemanasrin6936 মেধা মননে আমাদের আরও ভালো ভালো নির্দেশনা দিন।দোয়া রইল।খুব ভালো একটা কাজ করছেন। অনেকেই হয়তো এটাকে শুধুই কন্টেন্ট ভাববে, কিন্তু সুফল পাবেই এটার মাধ্যমে।।
আস সালামু আলাইকুম ম্যাম। নিঃসন্দেহে বিসিএস অনেক আকর্ষণীয় একটা চাকুরী। কিন্তু বিসিএস এর বাইরে ও তো অনেক পেশা আছে। বিসিএস কে যেভাবে হাইলাইট করে এটার জন্য জীবনের ৪/৫ বছর দিয়ে দেয়া হয় বা নিজের ভেতর অন্য কোন গুণাবলী আছে কি না তা যাচাই করে দেখা হয় না বা পরিবার সমাজ অন্য কোনো পেশা এখন ও বিসিএস এর সম পর্যায়ে সম্মান দেয় না এজন্য অনেক টা ই বেকারত্ব সমস্যা তৈরি হচ্ছে দেশে। উন্নত দেশগুলোতে প্রতিটা কাজকে ই মূল্য দেয়া হয়।যেহেতু আপনি অনেক বড় দায়িত্ব এ আছেন তাই অনুরোধ থাকল বিসিএস এর পাশাপাশি অন্য পেশাগুলোকে ও যাতে মূল্যায়ন করা হয় সে ধারণা টা ও সমাজে তৈরি করতে সাহায্য করবেন। আপনার এ কথা গুলো খুব ভাল লেগেছে যে বসে থেকে ই বিসিএস এর প্রস্তুতি নিতে হবে বা অন্য কোন চাকুরী করা যাবে না তা ঠিক নয়।আবার আপনি এ ও বলেছেন সকল দায়িত্ব ই পালন করতে হবে এখনকার অনেক গার্ডিয়ান এটা বুঝতে পারে না। তারা ভাবে শুধু পড়াশোনা ই জীবন।
Mam,, few questions from mine! 1)U tried so hard,,harder infact but failed. Is it ever happened to you? If so,,then how you recovered and get the courage again to read those same book and sit for the exam again? Or what would be ur suggestion to a hard worked failed examinee? 2) what do u think about 44?? Is it Enough 110/111 for a both cadre examinee? Is there any facilities for both cadre regarding cutmarks? Thanks in advance!
সরকারি ব্যাংক এর ভাইভাতে অনার্স এর রেজাল্ট, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এইসব বিষয় এর জন্য ভাইভার নাম্বার বা চাকরি হওয়া না হওয়া তে কি কোন প্রভাব থাকে ??
Please please please- Sir BCS circular theke viva board porjonto khoto time lagbe and preliminary er pore exam dite khoto time written hote khoto time result Kobe dibe tar pore khoto time pore viva te dakbe viva er pore result dibe khokon verification khoto time lagbe total khota preliminary theke appointment letter porjonto kon step e khoto time lagbe seta niye details e akta video korle khob khob Valo Hoy. Ata niye TH-cam e kono video Ney so akta details e video korle Valo hoy.
আসসালামু আলাইকুম আপু। আমি ইংরেজী সাহিত্য নিয়ে অনার্স করেছি এখন মাস্টার্স করছি। এইবার ৪৪ বিসিএস প্রিলিতে অংশগ্রহণ করেছি কিন্ত আমি অংকে কিছুটা কঁাচা। অনেকেই পরামর্শ দিয়েছে যে ক্লাস সিক্স থেকে টেনের অংক বই শেষ করতে। এখন আমি কি প্রিলি পাশের জন্য শর্ট টেকনিকে ম্যাথ শিখব?বইগুলো থেকে নাকি লিখিত আকারে বড় করে শিখব?লিখিত আকারে শিখলে কি পরবর্তীতে আমার লিখিততে কাজে দিবে? আপনি যদি উপদেশ দিতেন তো খুব উপকার হতো। আমি এইটা নিয়ে খুব সমস্যায় আছি।
ম্যাম আমি ডিগ্রি পরেছি। ৩১ মে মাস্টারস শেষ হয়েছে কিন্তু রেজাল্ট দেয়নি। কিন্তু আমার খুব প্রবল ইচ্ছে বি সি এস দিব।কিন্তু আমি পরিবারে একমাত্র উপাজন করি। রাএ ১০ টা পরযন্ত বাহিরে কাজ করতে হয়। কিভাবে সময় বের করে পরব।
ম্যাম আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স করছি,,,আৃার রেজাল্ট ফার্স্ট ক্লাস মে বি আসবেনা,,,এটা কি বিসিএস এর জন্য কোনো প্রভব ফেলবে?প্লিজ জানাবেন।অনেক টেনশন এ আছি।
ম্যাম,আপনার প্রতিটি ভিডিও আমাকে অনেক অনুপ্রানিত করে।ম্যাম, প্রাইমারি বা অন্য কোনো সরকারি চাকরিতে জয়েন এর জন্য শুধু মাস্টার্স এর প্রশংসা পত্র জমা দিলে হয় নাকি অনার্সের প্রশংসা পত্র টাও জমা দিতে হয়? (অনার্স মাস্টার্স একই বিশ্ববিদ্যালয়ের একই সাবজেক্ট থেকে কমপ্লিট করা) আমার মাস্টার্স এর মূল প্রশংসা পত্র টি আছে, অনার্সের টার প্রিন্ট উঠে উঠে গিয়েছে!
আপু একটা কথা বলি? শিরোনাম টি যদি সামান্য একটু বদলাতেন । যদি একের পর এক চাকরি বদল এই শিরোনাম না দিয়ে। একাধিক চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হ ওয়া এই শব্দটা লিখতেন। একই বিষয় বোঝাত কিন্তু তা আর একটু দৃষ্টি কটু কম লাগে। সুশ্রাব্য শোনায়। কখনো কখনো একটি মাত্র শব্দের কারণে মানুষ ভুল বোঝাবুঝির স্বীকার হয়।
আসসালামু আলাইকুম আমি বিগত ২.৫ বছর থেকে সবজায়গায় failure হচ্ছি,আমার কোন achievement নাই। দিনদিন আমার সবকিছু থেকে আশা চলে যাচ্ছে। আমার আর টিকে থাকতে ইচ্ছে করছে না,অর্থাৎ এই যুদ্ধে থাকতে ভালো লাগছে না আর।দয়া করে একটু বলবেন, কি করা উচিত আমার বা কিভাবে কি করলে কোন সমাধান হবে আমার? ধন্যবাদ আপনাকে।
@@shameemanasrin6936 thank u so much...but 45 tomo prilir jonno ami jodi oracle boi ta valo vabe ses kori...taile ki math a valo korte parbo?plz aktu bolben ..
@@shameemanasrin6936 আপু আমার আম্মু অসুস্থ, কম বয়স কিন্তু ব্রেন স্ট্রোক করছে,,। আর লোক/মানুষ পাওয়া যায় না,, এখান টায়" তা হলে একটু সময় বেড় করে পড়লে কি যে কোন একটা চাকরি ধরা যাবে,,, য্যমন,, নিবন্ধন, প্রাইমারি,, উপজেলা ভিত্তিক,,?
আপু,,, ওয়েমারে বৃত্ত ভরাট করার সময়, ভুল উত্তরের জায়গায় অল্প বৃত্ত ভরাট করছি,,,তারপর সঠিক উত্তরের জায়গায় বৃত্ত ভরাট করছি,,,, computer কি এটা ভুল হিসাবে দেখবে??
আপু লিখিত প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা- আলাদা ভিডিও দিবেন।কিভাবে ভালো নাম্বার পাওয়া যায়। আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছি। আপনার কাছে চির কৃতজ্ঞ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা।
আলাদা করে দেয়া কঠিন তবে লিখিত নিয়ে কিছু ভিডিও আমার চ্যানেলে আছে কষ্ট করে প্লেলিস্টে গিয়ে দেখবেন।
আপু আপনি খুব intelligent. আজকাল intelligent মানুষ রা বিপদে আছে। সাবধান এ থাকবেন।
যখন ৩ মাস পড়ার পর হাল ছেড়ে দিতে ইচ্ছে করে তখন আপনাদের মতো শ্রদ্ধাভাজন অগ্রজ দের এই কথা গুলো মনের ভেতর যেন গেথে যায়। উল্লাসে মেতে ওঠে আমার সেই অক্লান্ত পরিশ্রমে আর সাধনায় থাকা পরিশ্রান্ত হয়ে হেরে যেতে বসা মনটা।
ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
❤️❤️❤️❤️❤️❤️
অনেক শুভকামনা।
লেগে থাকুন সফল হবেন একদিন
ধন্যবাদ ম্যাম, প্রতিটা মানুষের সাফল্যের পেছনে অনেক ত্যাগ থাকে,অধ্যাবসয় থাকে, তারপরই সেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করে।
ধন্যবাদ।
সেই কষ্ট গুলো মানুষ বুঝতে চায় নাহ।
ম্যাম, চাকরি সংসার সামলে পড়াশোনা কিভাবে করেছেন? সময়ের বন্টন কিভাবে করতেন তখন? সংসারের কাজ, চাকরি,পড়াশোনা কখন কি করতেন এগুলো নিয়ে একটা ভিডিও বানালে ভালো হয়।
যেকোনো এককেন্দ্রিক টিপস-ট্রিকসের চেয়ে জীবন গল্প থেকে অভিজ্ঞতা শেয়ার করাই বেশি ফলপ্রসূ ❣️
অনেক দামী কথা বললেন।আমরা যারা বিবাহিত মেয়েরা আছি।তাদের জন্য পড়ালেখা করাটা কষ্ট হলেও নিজের একটা পরিচিতির জন্য অবশ্যই অনেক কষ্ট করতে হবে।আমি তো অনেক কম স্বাধীনতা পায়।কোনো জরুরি কাজ ছাড়া আমাকে ঘর থেকে বেরও হতে দেওয়া হয়না।ক্লাস অনেক সময় করতে পারতাম না ওরা চাইতোনা বলে।৪৪ তম পরীক্ষা অনেক খারাপ হয়েছে এমন অনেক প্রশ্ন আসছে যা আমি পারি কিন্তু ভালো মত প্রস্তুতি না নেওয়ার ফলে পারিনি।আপনাকে দেখলে আমার খুব ভালো লাগে।আপনা আপনি অনুপ্রেরণা কাজ করে।দোয়া করবেন আমার জন্য আমি যেনো নিজেকে একটা ভালো জায়গায় দাড় করাতে পারি।আপনিও অনেক ভালো থাকবেন।
প্রিলির পড়া ঠিক করে পড়া না থাকলে এই কনফিউশান তৈরি হয়।আপনি পড়াগুলো ঠিক করে শেষ করুন এবং প্রচুর পরিশ্রম করুন সফলতা আসবে আপনারো।দোয়া রইলো
আলহামদুলিল্লাহ্ আপু আপনার কথা শুনে ভালো লাগে আর মনের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যায় ।
এই যুদ্ধটাই শক্তি,,, সামনে এগিয়ে যাওয়ার।
লাখো মানুষের কোটি প্রশ্নের উওর এখানে।না বলা কিছু সামান্য সত্যি বলতে পেরেছি এখানে,কারন সব বলতে গেলে ঘন্টা পেরিয়ে যাবে।
ঘুমিয়ে নয় প্রতিদিন ২০ ঘন্টা পরিশ্রম করে অবশেষে আজকের এই অবস্থান।
কিভাবে চাকরি করে বিসিএস এর জন্য পড়বেন?
সংসার সামলে কিভাবে পড়বেন?
টিউশনি করি কিভাবে চাকরি পাবো?
আমার বাসায় তেমন সাপোর্ট নাই কিভাবে আমি পারবো?
এমন সব প্রশ্নের সকল উওর পেয়ে যাবেন এক ভিডিওতে।
আপু আমি আপনার ভার্সিটির জুনিয়র, আজকে নিয়ে তিনটা বিসিএস দিলাম এবং ফেইল করবো, টিউশনি করি ২/৩ টা, বাড়ির কোনো সাপোর্ট পাইনা,উল্টো বাড়িতেই আমার হেল্প করতে হয়, আমাকে পরামর্শ দেন আপু, আমার কি উচিত।
আমারো কোনো সাপোর্ট ছিলো নাহ,তবে মনে বল ছিলো আর লেগে থাকার চেষ্টা ছিলো।প্রচুর কষ্ট করতে হবে তাহলে সফল হবে।
ইং শা আল্লাহ আমিও পারবো
দোআ রাখবেন আপু
💖💖💖
আপু আপনার এই কথা গুলো কতটা যে অনুপ্রেরণা দিলো বুঝাতে পারবো না।ইনশাআল্লাহ আমিও পারব। কারণ আমি অনেক পরিশ্রম করতে পারি। এই মূহুর্তে অনেক খারাপ পরিস্থিতিতে আছি, পড়াশোনায় যে কারণে সময় কম দিতে পারি। কিন্তু পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমি আমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেই ছাড়বো, ইনশাআল্লাহ।
অনেক ধন্যবাদ, আপু।
সুন্দর এবং অনুপ্রেরণামূলক কথা বলার জন্য।
শুভকামনা
অসংখ্য ধন্যবাদ!
অনেক গোছানো আলোচনা। আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলার কারণে বিষয় গুলো অনুসরণ করার জন্য সাহস পাই।
ধন্যবাদ।
আসলে বাস্তবতা বড়ো কঠিন সবার জন্য তবে অসম্ভব নয় কিছু।
আল্লাহু আকবার!!
আপুর মত পরিশ্রম করব ইনশাআল্লাহ।
ম্যাম আপনার কথাগুলো সত্যিই অনুপ্রেরণা দেয়। আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আচ্ছালাম।
ধন্যবাদ
ajker ta best chillo apu.very effective. thanks a lot.
thanks a lot
ভালোবাসা নিবেন ম্যাম 🥰আপনার কথাগুলো শুনে আত্মবিশ্বাস বেড়ে যায়❤️
সেই আত্মবিশ্বাসকে কাজে লাগান
Mam, Your inspiration is very effective to us.
Carry on & go ahead
Bless you & bless your parents.
Amin
It is a valuable video I have ever seen. Mam I think that you have to share your journey in such a way which matches with many person's life. Thank you.
Thanks a lot
বাস্তবিকই বলেছেন ''আসলেই কষ্ট তবে অসম্ভব নয়''
ধন্যাবাদ ম্যাম 💗
শুভকামনা
khub inspired lage ...onk struggle korcen mam apni....Alhamdulliah khub e valo lage apnk
যুদ্ধ ছাড়া জীবনে জয় নেই
Mem apnar kotha guli mentally support hoi onk
Thank u very much mem❤️
Assalamualaikum.... Apni ekta inspiration meyeder jonno.
অনেক ধন্যবাদ
আল্লাহ যেন আপনাকে আরও বড় জায়গায় নিয়ে যায় এই দোয়া করি।
আমিন আমিন।
শুভকামনা আপনার জন্য।
আপু আপনার কথাগুলো শুনে মোটিভেট পাই অনেক সাহস পাই
খুব ভালো লাগলো আপু। আসলে আপনি যে অবস্থায় থেকে বিসিএস দিয়েছেন আমার এখন ঠিক সেই অবস্থা। চেষ্টা চালাচ্ছি। ৪১,৪৩ টিকেছি। দোয়া করবেন আপু
যতো দিন সফল না হবেন চেষ্টা চালাতে থাকবেন
Apu apner number ta ektu diben Kotha boltam ektu
আসলামুয়ালাই কুম,আপু আপনার ভিডিও দেখে অনুপ্রেরণা পাই,,,স্পৃহা পাই❤
Thank you mam!
Onkkk santi pelam apnr kotha sune!❤️
শুভকামনা
ম্যাম 😍😘 আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক অনেক উপকৃত হলাম💓💝💝💕🥰🥰♥️♥️
আমিন।
দোয়া রইলো
You are my inspiration.. Love you apu ❤️
Many many thanks
You're our inspiration ma'am.
Thank you
Ma'am অসাধারণ। আপনার সাথে আমার দেখা করার অনেক ইচ্ছা।
এত গভীরভাবে কেউ বলেনি,প্রচন্ড ইমপ্রেস হয়েছি,অসংখ্য ধন্যবাদ ম্যাম🎆
কাজে লাগিয়ে এগিয়ে যান
Onek vlobasi mam Apu apnr Kotha gulo .
💝💝
অনেক ধন্যবাদ আপু।
Kub valo laglo...❤❤
ম্যাম আপনার ফেসটা আমার কাছে মনে হয় মডেল অভিনেত্রী নাইলা নাঈমের মতো।।
Awesome Mam
I salute u. Mam
welcome
অনুপ্রাণিত হলাম!
অসংখ্য ধন্যবাদ ম্যাম..আপনার কথাগুলো অনেক সাহস জোগায়, আমি জাতীয় থেকে অনার্স নিউ ৪র্থ বর্ষে আছি, এখন থেকে শুরু করতে চাচ্ছি, আপনার সবগুলো ভিডিও দেখি, দোয়া রাখবেন ম্যাম❤️
দোয়া ও শুভকামনা
Assalamualikum apu. Oshadharon!
আপু... লিখিত সম্পর্কে সঠিক দিক নির্দেশনা মূলক ভিডিও চাই, আমাদের নতুনদের জন্যে।
আপনি 💜
ওকে দিবো
@@shameemanasrin6936 ধন্যবাদ... ম্যাম
আজকেএ পর থেকে আপনার ফ্যান হয়ে গেলাম। ❤
ধন্যবাদ ও শুভকামনা
খুব ভালো লাগলো কথাগুলো ❤️
অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ম্যাম।।
আপনার কথায় নিজের ভিতরটা গতি পায়।দিক নির্দেশনা মানুষকে উন্নত করে।অবচেতন মনে করে।একবার উন্নত হয়ে গেলে সেই মানুসকিতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।
সঠিক বলেছেন ধন্যবাদ
@@shameemanasrin6936 মেধা মননে আমাদের আরও ভালো ভালো নির্দেশনা দিন।দোয়া রইল।খুব ভালো একটা কাজ করছেন। অনেকেই হয়তো এটাকে শুধুই কন্টেন্ট ভাববে, কিন্তু সুফল পাবেই এটার মাধ্যমে।।
আস সালামু আলাইকুম ম্যাম। নিঃসন্দেহে বিসিএস অনেক আকর্ষণীয় একটা চাকুরী। কিন্তু বিসিএস এর বাইরে ও তো অনেক পেশা আছে। বিসিএস কে যেভাবে হাইলাইট করে এটার জন্য জীবনের ৪/৫ বছর দিয়ে দেয়া হয় বা নিজের ভেতর অন্য কোন গুণাবলী আছে কি না তা যাচাই করে দেখা হয় না বা পরিবার সমাজ অন্য কোনো পেশা এখন ও বিসিএস এর সম পর্যায়ে সম্মান দেয় না এজন্য অনেক টা ই বেকারত্ব সমস্যা তৈরি হচ্ছে দেশে। উন্নত দেশগুলোতে প্রতিটা কাজকে ই মূল্য দেয়া হয়।যেহেতু আপনি অনেক বড় দায়িত্ব এ আছেন তাই অনুরোধ থাকল বিসিএস এর পাশাপাশি অন্য পেশাগুলোকে ও যাতে মূল্যায়ন করা হয় সে ধারণা টা ও সমাজে তৈরি করতে সাহায্য করবেন। আপনার এ কথা গুলো খুব ভাল লেগেছে যে বসে থেকে ই বিসিএস এর প্রস্তুতি নিতে হবে বা অন্য কোন চাকুরী করা যাবে না তা ঠিক নয়।আবার আপনি এ ও বলেছেন সকল দায়িত্ব ই পালন করতে হবে এখনকার অনেক গার্ডিয়ান এটা বুঝতে পারে না। তারা ভাবে শুধু পড়াশোনা ই জীবন।
আপু আপনার কথা গুলো শুনলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়।
শুভকামনা
Written subject alada alada video den please 🙏 mem
Apu you are my inspiration
আপু, সংসার, বাচ্চা সামলে কিভাবে সফল হওয়া যায় সে বিষয়ে একটা ভিডিও দিয়েন।
এটাই তেমন ভিডিও
Thank you Apa....
welcome
@@shameemanasrin6936 Apu...nibondhon ar prili tikte kichu suggestion den....
আপু আমিও আপনার মত একজন সফল ব্যক্তি হতে চাই। কিন্ত দুইটা বাচ্চা প্লাস সংসারের কাজ। একবার ভাবী পারবো কিন্ত আরেকবার ভাবী আমার দ্বারা সম্ভব না।
মানুষ চেষ্টা করলে সব সম্ভব।
Mam,, few questions from mine!
1)U tried so hard,,harder infact but failed.
Is it ever happened to you?
If so,,then how you recovered and get the courage again to read those same book and sit for the exam again? Or what would be ur suggestion to a hard worked failed examinee?
2) what do u think about 44??
Is it Enough 110/111 for a both cadre examinee?
Is there any facilities for both cadre regarding cutmarks?
Thanks in advance!
সরকারি ব্যাংক এর ভাইভাতে অনার্স এর রেজাল্ট, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এইসব বিষয় এর জন্য ভাইভার নাম্বার বা চাকরি হওয়া না হওয়া তে কি কোন প্রভাব থাকে ??
নাহ তেমন প্রভাব নেই,,শত শত মানুষের তো চাকরি হচ্ছে
Please
Apu BCS writing quality develop korar jonno kon kon book porbo Akta video dile Valo Hoi.
আচ্ছা
Inspiration Apu ❤️❤️
Apu,ami 44th bcs er somoi 15 din tana pore chance peyesi.ami married.basay guest chilo tana.but,sob kore ki poriman kosto kore tikci mone pore gelo.setar kichudin porei chilo 43th written. Setau diyechi basay guest chilo tana.sobaik dakhe tarpor exam diyechi.akhono result paini.janina vlo kichu ashbe kina.
ম্যাডাম, বাংলাদেশ বিষয়াবলী এবং অান্তর্জাতিক প্রিলি এবং রিটেনের জন্য কোন কোন বই ভালো হবে একটু বলবেন প্লিজ.. বেসিক ভিউ বইটি কি রিটেন কভার করার মতো?
Apu BCS preliminary theke joining letter porjonto specific khoto somoy lage tar Akta video dile Valo Please Apu...........
আচ্ছা
Salute mam.
দোয়া রইলো
ধন্যবাদ ম্যাম❤️
শুভকামনা
আপু আপনার সব ভিডিও দেখলাম
Please please please-
Sir BCS circular theke viva board porjonto khoto time lagbe and preliminary er pore exam dite khoto time written hote khoto time result Kobe dibe tar pore khoto time pore viva te dakbe viva er pore result dibe khokon verification khoto time lagbe total khota preliminary theke appointment letter porjonto kon step e khoto time lagbe seta niye details e akta video korle khob khob Valo Hoy. Ata niye TH-cam e kono video Ney so akta details e video korle Valo hoy.
আচ্ছা সামনে করবো
Thank you so much.
Welcome
Thanks a lot mam.....
welcome
আপ্নার কথা গুলো আমি ভারত থেকে শুনে থাকি
অসংখ্য ধন্যবাদ,, ভারতেও আমার চ্যানেলের দর্শক আছে জেনে ভালো লাগলো
Mam Ami arts nia pori Amar kache ki bcs HOA kothin ???amader school sir bolche BCS a arts er question Beshi ase
আপনাকে অসংখ্য ধন্যবাদ
Mam Written er sob subject er jonno ki ki porbo kun boi valo hobe egula niye alada alada vedio dile khub valo hoto.
সিলেবাস দেখুন পিএসসিতে।
পথটা অনেক বন্ধুর ছিলো
জি,,,ধন্যবাদ
Thank you so much maam.
Welcome
Apu,baby ase. Primary school job kori. Kivabe time ke utilise korbo???
জব যেহেতু করেন তাহলে রাত ছাড়া সময় নেই এবং রাতে বাবুকে কারো কাছে দিয়ে পড়তে হবে।
আসসালামু আলাইকুম আপু। আমি ইংরেজী সাহিত্য নিয়ে অনার্স করেছি এখন মাস্টার্স করছি। এইবার ৪৪ বিসিএস প্রিলিতে অংশগ্রহণ করেছি কিন্ত আমি অংকে কিছুটা কঁাচা। অনেকেই পরামর্শ দিয়েছে যে ক্লাস সিক্স থেকে টেনের অংক বই শেষ করতে। এখন আমি কি প্রিলি পাশের জন্য শর্ট টেকনিকে ম্যাথ শিখব?বইগুলো থেকে নাকি লিখিত আকারে বড় করে শিখব?লিখিত আকারে শিখলে কি পরবর্তীতে আমার লিখিততে কাজে দিবে? আপনি যদি উপদেশ দিতেন তো খুব উপকার হতো। আমি এইটা নিয়ে খুব সমস্যায় আছি।
হ্যা লিখে করলে পরে লিখিততে কাজে দেয়
@@shameemanasrin6936 আপু অনেক ধন্যবাদ❤️
Mem...45 tomo bcs prilir jonno oracle math boi ta jodi valo vabe koyekbar ses korte pari tahole ki math er jonno valo hobe?
হবে
ম্যাম আমি ডিগ্রি পরেছি। ৩১ মে মাস্টারস শেষ হয়েছে কিন্তু রেজাল্ট দেয়নি। কিন্তু আমার খুব প্রবল ইচ্ছে বি সি এস দিব।কিন্তু আমি পরিবারে একমাত্র উপাজন করি। রাএ ১০ টা পরযন্ত বাহিরে কাজ করতে হয়। কিভাবে সময় বের করে পরব।
অসংখ্য ধন্যবাদ
শুভকামনা
ম্যাম আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স করছি,,,আৃার রেজাল্ট ফার্স্ট ক্লাস মে বি আসবেনা,,,এটা কি বিসিএস এর জন্য কোনো প্রভব ফেলবে?প্লিজ জানাবেন।অনেক টেনশন এ আছি।
ম্যাম,আপনার প্রতিটি ভিডিও আমাকে অনেক অনুপ্রানিত করে।ম্যাম, প্রাইমারি বা অন্য কোনো সরকারি চাকরিতে জয়েন এর জন্য শুধু মাস্টার্স এর প্রশংসা পত্র জমা দিলে হয় নাকি অনার্সের প্রশংসা পত্র টাও জমা দিতে হয়?
(অনার্স মাস্টার্স একই বিশ্ববিদ্যালয়ের একই সাবজেক্ট থেকে কমপ্লিট করা)
আমার মাস্টার্স এর মূল প্রশংসা পত্র টি আছে, অনার্সের টার প্রিন্ট উঠে উঠে গিয়েছে!
শেষেরটা দিতে হয় জানতাম
আপু একটা কথা বলি? শিরোনাম টি যদি সামান্য একটু বদলাতেন । যদি একের পর এক চাকরি বদল এই শিরোনাম না দিয়ে। একাধিক চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হ ওয়া এই শব্দটা লিখতেন। একই বিষয় বোঝাত কিন্তু তা আর একটু দৃষ্টি কটু কম লাগে। সুশ্রাব্য শোনায়। কখনো কখনো একটি মাত্র শব্দের কারণে মানুষ ভুল বোঝাবুঝির স্বীকার হয়।
ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য।
মেম আমার জবের বয়শ ২ বছর ৬ মাস আছে।শূন্য থেকে এখন শূন্য থেকে শুরু করে আমি কি পারবো।
২.৫ বছর আর সার্কুলার ধরে রেখে আরো ২ বছর মোট প্রায় ৪.৫ বছর আছে,,,পারবেন আশা করি
আসসালামু আলাইকুম
আমি বিগত ২.৫ বছর থেকে সবজায়গায় failure হচ্ছি,আমার কোন achievement নাই। দিনদিন আমার সবকিছু থেকে আশা চলে যাচ্ছে। আমার আর টিকে থাকতে ইচ্ছে করছে না,অর্থাৎ এই যুদ্ধে থাকতে ভালো লাগছে না আর।দয়া করে একটু বলবেন, কি করা উচিত আমার বা কিভাবে কি করলে কোন সমাধান হবে আমার?
ধন্যবাদ আপনাকে।
আমি তো ৫ বছরে সফলতা পেয়েছি অনেকে ৮বছরে পায়,, এতো আগে হতাশ কেনো হন জানি নাহ
@@shameemanasrin6936 ঐ ৫ বছরে আপনার হয়তো কিছু না কিছু সাফল্য ছিল, পরিপূর্ণ না হলেও আংশিক। কিন্তু আমার কোন কিছু নাই,just zero
তবুও আশা রাখতে হবে
আমি তো চেষ্টা করি।কিন্তু হলে গেলে সব ভুল করি ফেলি।এই নিয়ে কতগুলো bcs দিলাম।হলো নাহ।খুব কষ্ট লাগছে।আমি কি পারবো নাহ😭😭😭😭
আপনার পড়া ভালো করে হয়নি ঝাপসা পড়া কখনো মনে থাকে নাহ।
nijer thaka khao a e manage kortre kostw hoe jay caile o kisu korte pari na, ai obosthay ki kora jay
একদিন আমিও এই অবস্থায় ছিলাম
আমি ব্যাংকের চাকরির জন্য শুরু থেকে শুরু করতে চাচ্ছি আমাকে কিছু পরামর্শ দেন
একটা ব্যাংক জব কিনে পড়া শুরু করুন।
Mem..45 tomo bcs er jonno math er jonno kon boi ta valo hobe?plz aktu bolben
ওরাকলটা পড়তে পারেন
@@shameemanasrin6936 thank u so much...but 45 tomo prilir jonno ami jodi oracle boi ta valo vabe ses kori...taile ki math a valo korte parbo?plz aktu bolben ..
আপু,বাচ্চা নিয়ে পড়া যাচ্ছে নাহ্,, কি করা যেতে পারে/বা কি করতে পারি...
মানুষ রাখুন নাহলে সময় বের করতে পারবেন না।
@@shameemanasrin6936 আপু আমার আম্মু অসুস্থ, কম বয়স কিন্তু ব্রেন স্ট্রোক করছে,,। আর লোক/মানুষ পাওয়া যায় না,, এখান টায়" তা হলে একটু সময় বেড় করে পড়লে কি যে কোন একটা চাকরি ধরা যাবে,,, য্যমন,, নিবন্ধন, প্রাইমারি,, উপজেলা ভিত্তিক,,?
ami jodi o jani amake dia kicchu hobe na tobu o apnar kothagula shunle proshanti lage, keno lage janina.
এটি একটি খুব ভাল এবং সাহায্যকারী ভিডিও৷ ব্যবহারকারীর নাম: andy07
সরকারি ৯ম/১০ গ্রেডের চাকরি করলে বি সি এস লিখিত দেওয়ার সময় কি ছুটি দেয়?নাকি সমস্যা হয়
ছুটি দেয়
Mam Bangla er mato sob subject er full boi er nam gulo bolben
আপু,,, ওয়েমারে বৃত্ত ভরাট করার সময়, ভুল উত্তরের জায়গায় অল্প বৃত্ত ভরাট করছি,,,তারপর সঠিক উত্তরের জায়গায় বৃত্ত ভরাট করছি,,,, computer কি এটা ভুল হিসাবে দেখবে??
এটা ভুল
Apu apni daron bojhan
আপু ফার্স্ট চয়েজ পুলিশ, আর সেকেন্ডে প্রসাশন থাকলে কি প্রসাশন ক্যাডার পাওয়া যাবে?
আপনার মার্কস থাকলে আর পুলিশ শেষ হয়ে ওটা থাকলে পাবেন
Mam,family r baby samlia job preparation neya kub tuf hoye jacce
আসলেই কষ্ট তবে অসম্ভব তো নয়
@@shameemanasrin6936 ❤
Assalamu alaikum ma'am
Bcs exam (preli, written, viva shoho) deyar kotodin por final result dey?
১ থেকে ১.৫ বছর লেগে যায় যোগাদান করতে
Tnx mam
welcome
@@shameemanasrin6936 Your speech inspire us💔
NSI job preparation niye bolben please
জি এটা নিয়ে বলবো এক ভিডিওতে কারন এটার প্রশ্ন বাইরে কখনো পাওয়া যায় নাহ
আপনি জবের জন্য কোন কোচিং সেন্টারে কোচিং করেছেন?
আপু আমি আপনার ডেপ্ট এর জুনিয়র।
ইকোনমিক্স ডিপার্টমেন্ট এ থাকাকালীন কি বিসিএস এর পড়াশুনা করেছিলেন?
করলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতেন?
ধন্যবাদ।
নাহ তখন কোনো চাকরির পড়া পড়িনি।
আপু আপনারা কি অন্য সকল চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেছেন
সকল নয় তবে কিছু পরীক্ষা তো দিয়েছি।
salut mam.