নারীদেরকে সমাজ যে ভুল গল্প বলে! | (Podcast- 85) | ইয়াহিয়া আমিন পডকাস্ট

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 1.7K

  • @Ridiyaa
    @Ridiyaa 10 หลายเดือนก่อน +86

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,আমি অত্যন্ত সৌভাগ্যবান, কারন আমি সঠিক পথেই আছি। মাত্র সাড়ে সতেরো বছর বয়সেই পডকাস্টটা দেখছি।
    অত্যন্ত সৌভাগ্যবান আমি কারণ এই অল্প বয়সেই আমি বাস্তবতা এবং ম্যাচিউরিটি জিনিসটা বুঝতে পেরেছি। আমাকে চাইলেও এখন কেউ manipulate করতে পারবেনা। আমার নিজের কালো রং, মোটা শরীর নিয়ে অনেক কথাই শুনেছি, কিন্তু সব সময় সেগুলো ইগনোর করতে শিখেছি। আল্লাহ আমাদের সকল মেয়েকে এই তৌফিক দান করুক, আমিন আমিন আমিন।। 🤲🤲🤲🤲

  • @syedarashida5319
    @syedarashida5319 9 หลายเดือนก่อน +25

    ডাঃ সুষম রেজার ভক্ত হয়ে গেছি আমি।এতো সুন্দর করে গুছিয়ে যুক্তিসংগত কথা কিভাবে কেউ বলতে পারে।মা শাহ আল্লাহ ❤️❤️

  • @mubinzakwan2190
    @mubinzakwan2190 10 หลายเดือนก่อน +245

    নারী স্বাধীনতা নিয়ে এত সুন্দর চিন্তা কেউ কোনদিন করেনি. সমাজের এই অবস্থার জন্য মিডিয়া দায়ী

    • @sultanasuma6331
      @sultanasuma6331 10 หลายเดือนก่อน +6

      একদম ঠিক কথা

    • @rjsharminkhan
      @rjsharminkhan 10 หลายเดือนก่อน +6

      না, আসলে আমাদের সমাজের মানুষ দায়ী

    • @selimhossain7161
      @selimhossain7161 10 หลายเดือนก่อน

      শুধু মিডিয়া দ্বায়ী? নিজের বিবেক বুদ্ধি, লোভ-লালসা এগুলো দ্বায়ী নয়?

    • @mohammadKhalisdar
      @mohammadKhalisdar 9 หลายเดือนก่อน

      আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা খায়বর আক্রমণ করি। অতঃপর মহান আল্লাহ্‌ যখন এ দুর্গ জয় করিয়ে দেন, তখন সাফিয়্যা বিনত হুয়াই এর সৌন্দর্যের কথা তাঁর নিকট বর্ণিত হয়। (এ যুদ্ধে) তার স্বামী নিহত হয়, যখন তিনি ছিলেন নববধূ মাত্র। তখন রাসূল তাকে পসন্দ করেন। অতঃপর তিনি তাকে নিয়ে রওয়ানা হন, এমনকি যখন ‘সাদ্দা-সাহবা’ নামক স্থানে পৌছান, তখন তিনি হালাল হয়ে যান। অতঃপর তিনি তার সাথে সহবাস করেন।

    • @user-ic7is6ji9l
      @user-ic7is6ji9l 8 หลายเดือนก่อน +1

      Right

  • @shimunahar4939
    @shimunahar4939 10 หลายเดือนก่อน +241

    যার নিজের প্রতি শ্রদ্ধাবোধ নেই, সেই পারে নিজের শরীরকে এভাবে বিক্রি করতে, নিজেকে অন্যের কাছে পণ্য হিসেবে তুলে ধরতে। আপনাদের আলোচনাটা বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ও শুভ কামনা রইলো আপনাদের জন্যে।🌷💕🙏

    • @Mayaislamicvideo-wbgb
      @Mayaislamicvideo-wbgb 10 หลายเดือนก่อน +4

      ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য

    • @user-sk2zg8he8q
      @user-sk2zg8he8q 10 หลายเดือนก่อน +1

      Akdom thik bolcho apu.

    • @jasminakter5372
      @jasminakter5372 9 หลายเดือนก่อน +1

      Akdom jogopojugi

    • @MdSaiful-uc9rt
      @MdSaiful-uc9rt 9 หลายเดือนก่อน +1

      ইসলামী আইন মেনে চলুন। আল্লাহকে ভয় করুন।

    • @mohammadKhalisdar
      @mohammadKhalisdar 9 หลายเดือนก่อน

      আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, কেউ ব্যথার অভিযোগ করলে নবী তাঁর মুখের থুথু বের করে তাতে মাটি মিশিয়ে বলতেনঃ ‘‘আমাদের এ পৃথিবীর মাটিতে আমাদের কারো থুথু মিশালে আমাদের রবের আদেশে আমাদের রোগী ভালো হয়ে যায়।(1)

  • @nashrinjahan1828
    @nashrinjahan1828 10 หลายเดือนก่อน +703

    আমার মতে এই লেকচারের উপর প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাস নেওয়া উচিত। ❤

    • @pinkyhossain7070
      @pinkyhossain7070 10 หลายเดือนก่อน +10

      ryt

    • @zuairiaafrin8627
      @zuairiaafrin8627 10 หลายเดือนก่อน +12

      School ay ... Suru kra drkr

    • @mathhackerpro5031
      @mathhackerpro5031 10 หลายเดือนก่อน +8

      College e o proyojon.

    • @BDrobiul406
      @BDrobiul406 10 หลายเดือนก่อน +3

      That's a great idea..I think your a intelligent girl....

    • @ImranHossain-kp1cn
      @ImranHossain-kp1cn 10 หลายเดือนก่อน +2

      Right .
      😢 Very sad

  • @ashikurrahmanpritom8054
    @ashikurrahmanpritom8054 10 หลายเดือนก่อน +67

    অসাধারণ ❤ এক কথায় সমাজ কে বাঁচাতে আপনাদের অনেক প্রয়োজন ❤

  • @fariaahad1269
    @fariaahad1269 10 หลายเดือนก่อน +120

    অসাধারণ লাগলো ৷
    একজন নারী হিসেবে, একজন স্ত্রী ও মা হিসেবে এবং সর্বোপরি একজন মানুষ হিসেবে আমি অনেকগুলো information পেলাম এবং সমৃদ্ধ হলাম ৷ আমি এই পডকাস্টটির প্রতিটা আঙ্গিক বোঝার জন্য তিনবার শুনলাম ৷
    সত্যিই এভাবে এমন করে নারী-পুরুষের স্বাধীনতার মনোস্তাত্বিক বিশ্লেষণ, সূস্হ এবং অসুস্থ সম্পর্কের justification আমি এর আগে এতো চমৎকার ভাবে কখনো শুনিনি ৷
    আলোচকদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা ৷

    • @user-nb7oj6ow5d
      @user-nb7oj6ow5d 10 หลายเดือนก่อน +1

      🌼🌼🌼

    • @msnobota
      @msnobota 10 หลายเดือนก่อน

      হাজার প্রকল্পের একটি প্রক্ল্প তোমাদের ধীরে ধীরে গর্তে ঢুকানোর প্রকল্প।

    • @warrior...c....w...
      @warrior...c....w... 10 หลายเดือนก่อน +2

      🙏🙏🙏

    • @mohammadKhalisdar
      @mohammadKhalisdar 9 หลายเดือนก่อน

      আইশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি কাপড়ের তৈরী স্ত্রী পুতুল নিয়ে খেলা করতাম। অধিকাংশ সময় রাসূল আমার কাছে এমন সময় আসতেন, যখন অন্যান্য বালিকারা আমার কাছে উপস্থিত থাকতো। আর তিনি যখন ঘরে প্রবেশ করতেন, তখন তারা চলে যেত এবং যখন তিনি বাইরে যেতেন, তখন তারা আবার আসতো।

    • @mohammadKhalisdar
      @mohammadKhalisdar 9 หลายเดือนก่อน

      আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ‘আমরা মাসজিদে উপস্থিত ছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেনঃ ইহুদীদের এলাকায় চলো। ‘আমরা তাঁর সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূল দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেনঃ হে ইহুদী সম্প্রদায়! তোমরা ইসলাম কবূল করো শান্তিতে থাকবে। তারা বললো, হে আবুল কাসিম! আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলম তাদেরকে আবার বললেনঃ তোমরা ইসলাম কবূল করো, নিরাপত্তা পাবে। তারা বললো, হে আবুল কাসিম! আপনি পৌঁছে দিয়েছেন। রাসূল তাদেরকে বললেনঃ এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিলো। তৃতীয় বারও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেনঃ জেনে রাখো! এ ভুখন্ডের মালিকানা আল্লাহ ও তাঁর রাসূলের। আমি তোমাদের এ ভূখন্ড থেকে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো। অন্যথায় জেনে রাখো! এ ভূখন্ডের মালিক আল্লাহ ও তাঁর রাসূল।

  • @sksummary
    @sksummary 10 หลายเดือนก่อน +56

    প্রত্যেকটি কলেজ ও ইউনিভার্সিটিতে ১ম সেমিষ্টারে মেয়েদের ও ছেলেদের আলাদা আলাদা ভাবে ভিডিওটি দেখানো ও এই ব্যাপারে একটি শর্ট কোর্স বাধ্যতামূলক করা উচিত।।

  • @nizamuddin538
    @nizamuddin538 10 หลายเดือนก่อน +197

    প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটির পাঠ্য পুস্তকে এই লেকচারটি অন্তর্ভূক্ত করলে হাজারো মেয়ে প্রস্টিটিউট থেকে নিজেকে রক্ষা করতে পারতো। অসংখ্য ধন্যবাদ ডাক্তার সুষমা মেডাম এবং সকল আলোচকদের ❤

    • @mdakramhossain4470
      @mdakramhossain4470 10 หลายเดือนก่อน

      কিন্তু ভাই কষ্টের বিষয় টা হলো আমাদের পাঠ্যপুস্তক সব গাজাখুরি গল্প দিয়ে ভরা।
      বিশেষ করে ক্লাস 6-7 যা পড়ানো হচ্ছে তা তো সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। যেমন- কেউ জন্মগ্রহণ এর মাধ্যমে লিঙ্গ নির্ধারণ হয় না, সে ধীরে ধীরে বড় হলে তা হয়। ( যা মূলত পশ্চিমা LGBTQ এর মতবাদ)
      আবার, বেগম রোকেয়ার অবরোধ বাসিনী থেকে কিছু অংশ তুলে আনা হয়েছে যেখানে এক বোরকা পড়া নারী নাকি একবার রেললাইন এ পড়ে যায়, তারপর সে কোনো পুরুষ কে তাকে বাচাতে দেয় নি পর্দার জন্য, তারপর সে ট্রেনে কাটা পড়ে।
      আবার নাকি, কোন বোরকা পড়া নারী কে দেখে নাকি বাচ্চারা সবাই ভূত ভেবে পালিয়ে যায়।
      তো এইসব জিনিস বাচ্চাদের পড়ালে তারা ইসলাম কে বোঝার আগেই ইসলামের ব্যাপার এ নেগেটিভ মেন্টালিটি নি এ বেড়ে উঠে।

    • @towhidarman1881
      @towhidarman1881 10 หลายเดือนก่อน +4

      টিক❤

    • @XALONEieditz
      @XALONEieditz 10 หลายเดือนก่อน +1

      Q to Dr. Shushma-What is the science behind sexual arousal for a person? Does open dress up attract sexually the opposite genders?

    • @MdIqbal-sh7tp
      @MdIqbal-sh7tp 10 หลายเดือนก่อน +4

      ক্লাস টেনে অথবা কলেজ থেকে শুরু করা প্রয়োজন!

    • @md.mustakahmed3402
      @md.mustakahmed3402 9 หลายเดือนก่อน

      Right ❤

  • @tomjerry2811
    @tomjerry2811 10 หลายเดือนก่อน +11

    এমন গঠনমূলক আলোচনা প্রত্যেকের চেতনার জায়গায় আমূল-পরিবর্তন আনতে সহায়ক হবে।অনেক ভালো লাগলো এবং অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এমন সুন্দর একটি আগামীর জন্য কাজ করছেন।😊

  • @sarminshila2505
    @sarminshila2505 10 หลายเดือนก่อน +43

    অনেক অনেক কার্যকরী বক্তব্য ইনারা রিলিজ করেন।সম্মান স্বয়ংক্রিয়ভাবে চলে আসে।ইনারা ভালো সামাজিক কাঠামো নির্মাণের নেতৃত্ব দিচ্ছেন।এগিয়ে যান।

  • @gdprince0072
    @gdprince0072 9 หลายเดือนก่อน +11

    আসসালামুয়ালিকুম, আপনাদের টপিকের প্রত্যেকটা কথায় সমাজের জন্য দেশ ও রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিতে অবশ্যই পাঠ্যপুস্তকে থাকা উচিত।

  • @sarminakter6652
    @sarminakter6652 10 หลายเดือนก่อน +165

    আমার এরকম সামাজিক বিষয়ক podcast খুবই ভালো লাগে।।।। ইয়াহিয়া আমিন ভাই please এমন podcast আরো দেন,, আমার perspective টাই change হয়ে যায় ❤❤❤❤ আর আপনার podcast গুলো খুবই ভালো লাগে,,, আপনার almost সব podcast আমি দেখি।। এমনকি একটি podcast 2 বারও দেখেছি

    • @bodipbhola9566
      @bodipbhola9566 10 หลายเดือนก่อน +4

      I am also, dear sister

    • @Allargolam-bh4nq
      @Allargolam-bh4nq 10 หลายเดือนก่อน

      সুরা আহযাব আয়াত ৩২ যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পুরুষদের সাথে কথাপোকথনে কোমল ও মিষ্টি রসালো কন্ঠে কথা বলো না,যাতে পুরুষদের দূর্বলচিও তারা প্রলুব্ধ হয়, স্বাভাবিক ও কর্কশ ভাষায় কথা বলবে। এই আয়াত ধারা বুঝা যায় পুরুষদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা হারাম। আয়াত ৩৩ এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রথম মূর্খ যুগের মত নিজেদের প্রদর্শন করে বেড়িও না

    • @rjhira5505
      @rjhira5505 10 หลายเดือนก่อน

      ​@@bodipbhola95660
      0l
      0
      😊L0
      L0
      😊
      0😊
      0

    • @rjhira5505
      @rjhira5505 10 หลายเดือนก่อน +1

      00

    • @AbdullahGalib-ui2ge
      @AbdullahGalib-ui2ge 10 หลายเดือนก่อน

      Call him dad.

  • @kazitipu2003
    @kazitipu2003 9 หลายเดือนก่อน +12

    এটা অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পডকাস্ট। এই বিষয়ে আরো পর্ব হওয়া উচিত বলে আমি মনে করি। ইয়াহিয়া ভাইকে মহান রব উত্তম প্রতিদান দান করুক।

    • @Tahasinafatema
      @Tahasinafatema 8 หลายเดือนก่อน

      ভনড ডাক্তারদের মালিক ইয়াহিয়া বাটপার

  • @ismatruchy4882
    @ismatruchy4882 10 หลายเดือนก่อน +74

    ড:ইয়াহিয়া আমিন, ড: সুষমা রেজা এবং ড: মুনমুন জাহান এই তিন জন মানুষ আমাকে অনেক অনুপ্রাণিত করেন,এতো সুন্দর আলোচনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের

    • @Allargolam-bh4nq
      @Allargolam-bh4nq 10 หลายเดือนก่อน

      সুরা আহযাব আয়াত ৩২ যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পুরুষদের সাথে কথাপোকথনে কোমল ও মিষ্টি রসালো কন্ঠে কথা বলো না,যাতে পুরুষদের দূর্বলচিও তারা প্রলুব্ধ হয়, স্বাভাবিক ও কর্কশ ভাষায় কথা বলবে। এই আয়াত ধারা বুঝা যায় পুরুষদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা হারাম। আয়াত ৩৩ এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রথম মূর্খ যুগের মত নিজেদের প্রদর্শন করে বেড়িও না

    • @kowsarahmed4794
      @kowsarahmed4794 9 หลายเดือนก่อน +2

      Same to me

    • @Allargolam-bh4nq
      @Allargolam-bh4nq 9 หลายเดือนก่อน

      @@kowsarahmed4794 সুরা আহযাব আয়াত ৩২ যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পুরুষদের সাথে কথাপোকথনে কোমল ও মিষ্টি রসালো কন্ঠে কথা বলো না,যাতে পুরুষদের দূর্বলচিও তারা প্রলুব্ধ হয়, স্বাভাবিক ও কর্কশ ভাষায় কথা বলবে। এই আয়াত ধারা বুঝা যায় পুরুষদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা হারাম। আয়াত ৩৩ এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রথম মূর্খ যুগের মত নিজেদের প্রদর্শন করে বেড়িও না

    • @Tahasinafatema
      @Tahasinafatema 8 หลายเดือนก่อน

      ​@@kowsarahmed47943 idiots yahia susma khusal

    • @fareaislam6681
      @fareaislam6681 7 หลายเดือนก่อน

      tindai batpar .

  • @RafiyaFerdous
    @RafiyaFerdous 9 หลายเดือนก่อน +6

    আমাদের সমাজ ব্যবস্থা যে ভাবে না বুঝে বা ভুল বুঝে অধপতনের দিকে যাচ্ছে সেখান থেকে বের হবার জন্য এই ধরনের আলোচনা বা ইনফ্লুএন্সার আরও বেশি দরকার। ধন্যবাদ পডকাস্ট।

    • @Tahasinafatema
      @Tahasinafatema 8 หลายเดือนก่อน

      সুষমা রেজার মত মহিলারা ডাক্তার হইতেছে দেখেই দেশে এত abortion বাড়তেছে এটা কি খেয়াল করছন?

  • @mohammadnasir1905
    @mohammadnasir1905 10 หลายเดือนก่อน +49

    One of the best podcast so far!
    দুজন আপুই অত্যন্ত চমৎকারভাবে পয়েন্টগুলি তুলে ধরেছেন ও ব্যাপারগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন! প্রত্যেকটা মানুষের বিশেষকরে মেয়েদের এই আলোচনাটা দেখা উচিত।

  • @mdatiarrahman7357
    @mdatiarrahman7357 9 หลายเดือนก่อน +11

    আমিন ভাই আসসালামু আলাইকুম। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আপনার এই আলোচনা খুবই দরকার। আমরা আশা করি এই ধরনের আলোচনা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য কিছুটা হলেও উপকারে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া

  • @ataur417
    @ataur417 10 หลายเดือนก่อน +195

    নারী অধিকার নিয়ে গলাবাজি করা ফেমিনিস্ট দের এ পডকাস্টে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে।আল্লাহ হেদায়াত দান করুন।

    • @lilpingpeep9939
      @lilpingpeep9939 10 หลายเดือนก่อน +1

      কাঠমোল্লা কোথাকার তোর মা বোনের দেখা আল্লাহ তোরে হেদায়েত দিবো

    • @mvarietystore686
      @mvarietystore686 10 หลายเดือนก่อน +4

      @mksrker আপনি ত মাথা মোটা,

    • @ataur417
      @ataur417 10 หลายเดือนก่อน

      @@mvarietystore686 কি জন্য ভাই?

    • @Allargolam-bh4nq
      @Allargolam-bh4nq 10 หลายเดือนก่อน

      সুরা আহযাব আয়াত ৩২ যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পুরুষদের সাথে কথাপোকথনে কোমল ও মিষ্টি রসালো কন্ঠে কথা বলো না,যাতে পুরুষদের দূর্বলচিও তারা প্রলুব্ধ হয়, স্বাভাবিক ও কর্কশ ভাষায় কথা বলবে। এই আয়াত ধারা বুঝা যায় পুরুষদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা হারাম। আয়াত ৩৩ এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রথম মূর্খ যুগের মত নিজেদের প্রদর্শন করে বেড়িও না

    • @power_playyyy
      @power_playyyy 10 หลายเดือนก่อน +11

      ঠিক একই ভাবে, আপনার মতো ধর্মান্ধদের জন্যও মেসেজ আছে। ইসলামের ইতিহাস ভাল করে দেখেন নারীদের কীভাবে ট্রিট করা হতো ঐ সময়

  • @samihakhanom5886
    @samihakhanom5886 9 หลายเดือนก่อน +11

    চেহারা বা গায়ের রং নিয়ে নিজের পরিবারের মানুষের কাছ থেকেই অনেক কথা শুনতে হয়।এতে করে আমাদের মনে অনেক খারাপ প্রভাব পরে।এই বিষয় টা নিয়ে ৩ জনের একসাথে একটা ভিডিও চাই,যেনো তাদের কে বোঝাতে পাড়ি

    • @user-fo6lt2kk3f
      @user-fo6lt2kk3f 2 หลายเดือนก่อน

      Amar life a o ai AK kahene,gayer Rong kalo bole sobay Kotha sunato, Amar first love se o Amake Kotha sunease 😢

  • @Simplefoodie001
    @Simplefoodie001 10 หลายเดือนก่อน +251

    Dr. Shushama Reza speaks so well, and her logics are always on point. I would love to see her start her own podcast someday.

    • @taposhroy48
      @taposhroy48 10 หลายเดือนก่อน

      Her youtube channel is th-cam.com/channels/w-rgpcNUPNgpyAVBJ2fueg.html

    • @InSearchOfN0thing
      @InSearchOfN0thing 10 หลายเดือนก่อน +4

      agreed

    • @bajlurrashid743
      @bajlurrashid743 10 หลายเดือนก่อน +1

      চোখ তো দেখছি কথা কয় ...

    • @InSearchOfN0thing
      @InSearchOfN0thing 10 หลายเดือนก่อน +17

      @@bajlurrashid743 you are a grown man. have some shame. seems like you got kids.

    • @followertrue
      @followertrue 10 หลายเดือนก่อน +2

      Her speech is not for mass people. Because she delivered her Banglish speech (like Mixed salat. No taste nowhere ) for elite class of society.

  • @Arif-Billah-Angur
    @Arif-Billah-Angur 9 หลายเดือนก่อน +35

    আলহামদুলিল্লাহ! পুরো সময়টা জুড়ে মনোযোগের সাথে শুনলাম!নিজের জীবনকে সুন্দর রাখতে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ছিলো।

    • @mohammadKhalisdar
      @mohammadKhalisdar 9 หลายเดือนก่อน

      আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা খায়বর আক্রমণ করি। অতঃপর মহান আল্লাহ্‌ যখন এ দুর্গ জয় করিয়ে দেন, তখন সাফিয়্যা বিনত হুয়াই এর সৌন্দর্যের কথা নবীর নিকট বর্ণিত হয়। (এ যুদ্ধে) তার স্বামী নিহত হয়, যখন তিনি ছিলেন নববধূ মাত্র। তখন রাসূল তাকে পসন্দ করেন।

  • @F2H16
    @F2H16 10 หลายเดือนก่อน +42

    ড: মুনমুন জাহান has got an amazing level of patience. It's an art to listen to others, and she had done it with perfection even when she wasn't given any room to share her thoughts.🙂

    • @Zeba003
      @Zeba003 10 หลายเดือนก่อน +12

      I think they gave the message,, doesnt matter who spoke the most... Lets not say things like this... This sounds quite biased

    • @F2H16
      @F2H16 10 หลายเดือนก่อน +3

      ​@@Zeba003 Make no mistake, Dr. Shushama Reza is an eloquent person and I do agree that it was an insightful exchange. But I just spoke my mind.

    • @mohammadKhalisdar
      @mohammadKhalisdar 9 หลายเดือนก่อน

      ইবনু উমার (রাঃ) সূত্রে নাবী থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ কোন কিছুতে অশুভ কিছু যদি থাকে, তবে তা হবে ঘোড়া, বাড়ি ও নারীতে।

  • @mujibullah3337
    @mujibullah3337 8 หลายเดือนก่อน +3

    আলহামদুলিল্লাহ। এমন ব্যক্তিত্ববানদের নিকট এমন অসাধারণ বক্তব্য শুনে মনটা ভরে গেল। আশা করি এই Discussion সকলের নিকট পৌছে যাবে,ইনশাআল্লাহ।

  • @md.anwarulislam5488
    @md.anwarulislam5488 10 หลายเดือนก่อน +17

    অসাধারণ এক কথায় । এখানে প্রদত্ত তথ্য, বিশ্লেষন এবং ব্যাখ্যাসমূহ যেকারো চিন্তার জগৎকে বদলে দেয়ার জন্য যথেষ্ট । আমার মনে হয় এই বিষয় নিয়ে আরো কথা বলার সুযোগ আছে । ইয়াহিয়া ভায়ের কাছে অনুরোধ আপনারা এই আলোচনাগুলো কিভাবে আরো মানুষের কাছে পৌছানো যায় সেব্যাপারে দৃষ্টিপাত করবেন । আমাদের সমাজের নারী পুরুষ উভয়ই বর্তমানে স্বাধীনতার ভুল ব্যাখ্যায় দীক্ষিত ।

  • @lilysultana92
    @lilysultana92 10 หลายเดือนก่อน +6

    আজকের আলোচনায় আমার মনের কথাগুলো বলছিলো।যে কথা আমি কখনো হয়তো গুছিয়ে বলতে পারতাম নাহ বা কাউকে বুঝানোও সম্ভব ছিলো নাহ।
    আলহামদুলিল্লাহ এখন একটু হলে শান্তি পাচ্ছি।🥰🥰🥰🥰
    আমি অনেক খুশি এমন একটা গুরুত্বপূর্ণ লেকচার দেওয়া জন্য।জাজাকাল্লাহ খইরান।

    • @mirajhossain8833
      @mirajhossain8833 9 หลายเดือนก่อน

      আসসালামু আলাইকুম

  • @farhanafayez3383
    @farhanafayez3383 10 หลายเดือนก่อน +24

    আপনারা তিনজনই দুর্দান্ত। কিন্তু ডক্টর সুষমার কথাগুলো মারাত্মক লেভেলের আন্ডারস্টেন্ডিং থেকে বলা। খুব ভাল লাগলো আপনাদের ডিসকাশন। Luv u guys 💚

    • @shahanjakter8856
      @shahanjakter8856 9 หลายเดือนก่อน

      ধন্যবাদ আপনাদের

  • @rapidaction7944
    @rapidaction7944 9 หลายเดือนก่อน +31

    প্রত্যেকটা শেয়াল চায় মুরগির স্বাধীনতা: সোহাগ ভাই। এটাই একবাক্যে পুরো এপিসোড
    Good luck

  • @tasnuvamuhtasim9131
    @tasnuvamuhtasim9131 10 หลายเดือนก่อน +21

    The patience Dr. Munmun has is immaculate.

  • @pritomroy3113
    @pritomroy3113 9 หลายเดือนก่อน +2

    খুবই খুবই সময় উপযোগী আলোচনা৷ যা সমাজের বুকে আছে,কিন্তু মানুষের মুখে নাই৷
    যদি পারতাম এলাকার চৌরাস্তায় মাল্টিমিডিয়া লাগায় সবাইকে বর্তমান প্রেক্ষাপটটাকে দেখাইতাম৷
    সার্থক হোক আপনাদের ব্যক্তিত্ব৷ ❤

  • @rajuhaazi5602
    @rajuhaazi5602 10 หลายเดือนก่อน +27

    আপনাদের সব কথা গুলো শুনেছি ধন্যবাদ আপনাদের কে, গুড়ে ফিরে আলিম উলামাদের কথা শুনা প্রতিটা পরিবারের শুনা জরুরি ।

    • @Allargolam-bh4nq
      @Allargolam-bh4nq 10 หลายเดือนก่อน

      সুরা আহযাব আয়াত ৩২ যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পুরুষদের সাথে কথাপোকথনে কোমল ও মিষ্টি রসালো কন্ঠে কথা বলো না,যাতে পুরুষদের দূর্বলচিও তারা প্রলুব্ধ হয়, স্বাভাবিক ও কর্কশ ভাষায় কথা বলবে। এই আয়াত ধারা বুঝা যায় পুরুষদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা হারাম। আয়াত ৩৩ এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রথম মূর্খ যুগের মত নিজেদের প্রদর্শন করে বেড়িও না

  • @user-xr7jf5nx5x
    @user-xr7jf5nx5x 10 หลายเดือนก่อน +43

    A very good discussion ❤ Thank you for enlightening us. My sister is a college going teen-ager. I would definitely suggest her this podcast!

    • @jubaraheb
      @jubaraheb 7 หลายเดือนก่อน

      University of Derby 😂😂

  • @RazuAhmed-wl4eq
    @RazuAhmed-wl4eq 10 หลายเดือนก่อน +8

    1 যুগ শিক্ষার সমান জ্ঞান অর্জন করলাম একটা ভিডি দেখে। ধন্যবাদ ইয়াহিয়া আমিন ভাই।

  • @abulkalamazad5820
    @abulkalamazad5820 9 หลายเดือนก่อน +3

    আপনাদের এই আলোচনার মাধ্যমে অনেক নারী ও পুরষের জীবনে সুখ ও শান্তি বয়ে নিয়ে আসুক। আপনাদের প্রতি রইলো শুভ কামনা।

  • @shahnajhaque6416
    @shahnajhaque6416 10 หลายเดือนก่อน +7

    They Both r Natural Beauty!! @dr.Munmun Jahan & Dr sushma Reza... wearing saree with hijab mashallah looking so pretty no over makeup-- simplicity is the beauty of nature. they r Example & Idol..

  • @user-zo6qi6jm5c
    @user-zo6qi6jm5c 10 หลายเดือนก่อน +2

    আমার মতে এই লেকচারের উপর প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাস নেওয়া উচিত।
    প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটির পাঠ্য পুস্তকে এই লেকচারটি অন্তর্ভূক্ত করলে হাজারো মেয়ে প্রস্টিটিউট থেকে নিজেকে রক্ষা করতে পারতো।
    অসংখ্য ধন্যবাদ ডাক্তার সুষমা মেডাম,এবং সকল আলোচকদের

  • @mohammadaminulhoque807
    @mohammadaminulhoque807 10 หลายเดือนก่อน +11

    যুগোপযোগী আলোচনা। সকলের এই আলোচনা শোনা উচিত। আমদের সমাজকে পরিবর্তনের জন্য আমাদের সকলের এই আলোচনা থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানা উচিত।।

    • @Allargolam-bh4nq
      @Allargolam-bh4nq 10 หลายเดือนก่อน

      সুরা আহযাব আয়াত ৩২ যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পুরুষদের সাথে কথাপোকথনে কোমল ও মিষ্টি রসালো কন্ঠে কথা বলো না,যাতে পুরুষদের দূর্বলচিও তারা প্রলুব্ধ হয়, স্বাভাবিক ও কর্কশ ভাষায় কথা বলবে। এই আয়াত ধারা বুঝা যায় পুরুষদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা হারাম। আয়াত ৩৩ এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রথম মূর্খ যুগের মত নিজেদের প্রদর্শন করে বেড়িও না

  • @sohelranashohrab5562
    @sohelranashohrab5562 8 หลายเดือนก่อน +1

    আমার লাইফে এমন যুক্তিযুক্ত ও উপকারী আলোচনা কখনো দেখিনি। ধন্যবাদ আপনাদের এমন একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য।

  • @mdmonayemkhan7354
    @mdmonayemkhan7354 10 หลายเดือนก่อน +18

    Alhamdulillah, all 3 persons here are the assets of Mighty Allah SWT. Salute you all. Go ahead please!

  • @ummerumanpriya2730
    @ummerumanpriya2730 8 หลายเดือนก่อน +9

    আজকের মেয়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ লেকচার।❤❤❤

  • @user-dp9jw6ir5e
    @user-dp9jw6ir5e 10 หลายเดือนก่อน +6

    ইয়াহিয়া ভাইয়ার ১৫ মিনিটের মধ্যের কথাটা খুবই গুরুত্বপূর্ণ ও বাস্তবধর্মী।

    • @HafezAlamin24
      @HafezAlamin24 10 หลายเดือนก่อน

      সহমত ❤

  • @Naturalvideography
    @Naturalvideography 10 หลายเดือนก่อน

    Very Important Discussion ... ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @armanalfoysalturno2118
    @armanalfoysalturno2118 10 หลายเดือนก่อน +55

    Yahia Amin thank you for this amazing podcast...the two women who are sitting beside you are the symbol of real woman with personality & definition of self identity...A classy valued individual

    • @mohammadKhalisdar
      @mohammadKhalisdar 9 หลายเดือนก่อน +1

      সূনান আত তিরমিজী (তাহকীককৃত)
      অধ্যায়ঃ ১৯/ যুদ্ধাভিযান
      পাবলিশারঃ হুসাইন আল-মাদানী
      ‏পরিচ্ছদঃ ৪১. আহলে কিতাবদের সালাম প্রদান প্রসঙ্গে
      ১৬০২। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা ইয়াহুদী-নাসারাদের প্রথমে সালাম প্রদান করো না। তোমরা রাস্তায় চলাচলের সময় তাদের কারো সাথে দেখা হলে তাকে রাস্তার কিনারায় ঠেলে দিও।

  • @salsabil5601
    @salsabil5601 9 หลายเดือนก่อน +6

    আরো চাই এই ধরনের আলোচনা।এগুলো সম্পর্কে যতো বেশি আলোচনা হবে ততো বেশি সমাজটা সুন্দর হয়ে উঠবে।আর আপনারা ৩জনই যখন একসাথে তখন মনে হয় এই আলোচনাগুলো যাতে শেষ না হয় আরো শুনতে ইচ্ছে করে। আর বিশেষ করে পেরেন্টিং সম্পর্কে আলোচনাটা আমার বেস্ট লাগে যাতে সামনের জীবনের জন্য নিজেকে গড়ে তুলতে পারি 😊

  • @satyamshivamsundaram-shahed
    @satyamshivamsundaram-shahed 10 หลายเดือนก่อน +16

    Impressive, Important and Informative Discussion. Hope it helps people understand life! Thank you! Salute to all three of you!🙏🤲

  • @faysalahmad2501
    @faysalahmad2501 10 หลายเดือนก่อน +70

    সমস্ত সমস্যার সমাধান পুর্ন ইসলাম মানার মধ্যে রয়েছে।তাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইসলাম কে ফলো করতে হবে।

    • @user-pr4fv7xo2t
      @user-pr4fv7xo2t 10 หลายเดือนก่อน

    • @Wanda_Maximoff_
      @Wanda_Maximoff_ 9 หลายเดือนก่อน

      Islam is a checkmate

    • @sadiaislam6580
      @sadiaislam6580 9 หลายเดือนก่อน +2

      কথায় আছে না যে, অল্প বিদ্যা ভয়ংকর।।আপনার অবস্থা তেমন।। ইসলাম সম্পর্কে আপনার আরও রিসার্চ করা উচিত,,, ট্রস্ট মি যে নবীকে নিয়ে আজ আপনি এসব কথা বলছেন তার মহব্বতে পড়ে যাবেন।।

    • @chayandebnath142
      @chayandebnath142 9 หลายเดือนก่อน

      ​@@sadiaislam6580 apu ashif Mohiuddin er sathe TH-cam e jojajog karen sab jante parben

    • @mohammadKhalisdar
      @mohammadKhalisdar 9 หลายเดือนก่อน

      আনাস ইবনু মালিক (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ‘আমরা খায়বারে আক্রমণ করি। মহান আল্লাহ যখন এ দুর্গ জয় করালেন তখন হুয়াইয়ের কন্যা সফিয়্যাহর সৌন্দর্যের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে বর্ণনা করা হয়। তিনি সদ্য বিবাহিতা ছিলেন এবং তার স্বামী এ যুদ্ধে নিহত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের জন্য পছন্দ করলেন। অতঃপর তাকে নিয়ে সেখান থেকে রওয়ানা হলেন। ‘আমরা সাদ্দুস-সাহবা নামক জায়গাতে পৌঁছলে তিনি মাসিক ঋতু থেকে পবিত্র হন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে নির্জনবাস করেন।

  • @ashrafalam5472
    @ashrafalam5472 10 หลายเดือนก่อน +20

    ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ,,, ভাইয়া একটা আবদার,,, ভাইয়া ইংরেজিটা কম ব্যবহার করলে বুঝতে সহজ হবে। আমরা তো এত উচ্চশিক্ষিত না ইংলিশ কম বুঝি অনুগ্রহ করে বাংলা ভাষা ব্যাপারটা বেশি তাহলে বুঝতে সহজ হবে আমাদের জন্য আর আপনাদের অনুষ্ঠান অনেক ভালো লাগে করবেন। দোয়া রইলো ভাইয়া

  • @lamaoneforu
    @lamaoneforu 9 หลายเดือนก่อน +1

    আমার বাম পাশের ডাক্তারনিকে মনে ধরে গেলো l দুজনেই চমৎকার বলে যাচ্ছেন l প্রাণ খুলে মনের কথা গুলো বলে যাচ্ছেন অবলীলায় l ধন্যবাদ, সুন্দর অনুষ্ঠানের জন্য l
    তিন দিন ধরে দেখছি l মাশাআল্লাহ l

  • @onirbanmohi8820
    @onirbanmohi8820 10 หลายเดือนก่อน +8

    ei podcast ta asolei joss hoise. ar ekhaner trio tao onek perfect chilo. ekjon er kotha arekjon tan diye expand korche!! very fascinating..
    very cool .

  • @MTanvir99
    @MTanvir99 9 หลายเดือนก่อน +7

    প্রত্যেকে যদি তাদের ধর্মীয় মতাদর্শ ফলো করে তবে সবার জীবন অসম্ভব সুন্দর ও সহজ হবে । নিজের ওপর পরীক্ষা করে দেখতে পারে সবাই ।
    আর সবাই যদি কোন বিনিময় আশা না করে যারযার দায়িত্ব পালন করতো তবে হয়তো অভিযোগ গুলি দূরে চলে যেত আর সম্পর্ক গুলি অনেক কাছে আসতো । মনে রাখা দরকার, সবার আগে পরিবার এরপর বাকি সব । আর পরিবারের একটা চেইন আছে, বাবা মা ভাই বোন ।
    সমাজে পুরুষ নারীর প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী ।

  • @sonymi5642
    @sonymi5642 10 หลายเดือนก่อน +44

    মেয়েরা ছেলে, ছেলেরা মেয়ে ছাড়া চলতে পারবেনা। যদি ভালো থাকতে পারতো তাহলে আল্লাহ আদম আ: এর জন্য হাওয়া আ: কে তৈরি করতেন না। 💁🏻‍♂️🤗

    • @raindrop4465
      @raindrop4465 10 หลายเดือนก่อน

      ​@@anonymoussoul3343আপনি ডাক্তার দেখান।

    • @helluvarizz
      @helluvarizz 10 หลายเดือนก่อน

      ​@@anonymoussoul3343যেই জিনিস নিয়া তুমার জ্ঞান নাই সেই জিনিস নিয়া তুমার মতামত না দেওয়ায় ভালো। আল্লাহ যা যা জিনিস তৈরি করছেন তা সব কিছুই যৌক্তিক তুমার মতন নগন্য তুচ্ছ মানের জ্ঞান নিয়া আল্লাহর জ্ঞান নিয়া প্রশ্ন তুলতে যাইয়ো না।

    • @user-nb7oj6ow5d
      @user-nb7oj6ow5d 10 หลายเดือนก่อน +1

      🌼🌼🌼

  • @premandadas8427
    @premandadas8427 4 หลายเดือนก่อน +1

    এই ভিডিও টা প্রচুর পরিমাণে শেয়ার করা উচিত সবার। যাতে মানুষের সচেতন হতে পারে

  • @md.matiutrrahaman4734
    @md.matiutrrahaman4734 10 หลายเดือนก่อน +44

    I think every university should have a class on this lecture.❤

    • @MdIqbal-sh7tp
      @MdIqbal-sh7tp 10 หลายเดือนก่อน +3

      ক্লাস টেনে অথবা কলেজ থেকে শুরু করা প্রয়োজন!!

  • @gowithshaquil
    @gowithshaquil 10 หลายเดือนก่อน +1

    সম্পূর্ণ ভিডিও দেখেও অনেক মেয়ে বুঝবে না। সম্পূর্ণ আলোচনাই আমার এতোদিনের মনের কথা। আমার ভাবনা চিন্তা আজ আপনারা তুলে ধরলেন। ধন্যবাদ সবাইকে

  • @hoomanAdnan
    @hoomanAdnan 10 หลายเดือนก่อน +26

    Good talks Ma'sha'Allah ❤
    & Dr. Shushama is on another level today! 🔥🏆
    Salam From CTG 🇧🇩

  • @sakhter5432
    @sakhter5432 10 หลายเดือนก่อน +1

    ❤খুবই সুন্দর একটা প্রগ্রাম । সারা দুনিয়ার মানুষের কাছে এই বার্তাগুলো পৌছে দেয়ার জন্য বেশী বেশী শেয়ার করা প্রয়োজন ।
    বিশেষ করে, Teenagers দের জন্য।

  • @lotzoffunz3472
    @lotzoffunz3472 10 หลายเดือนก่อน +5

    ইয়াহিয়া আমিন ভাইয়া এবং আপুদের পোগ্রামে , আমাদের সমাজের ম্যান্টালিটি কেমন তা বুঝা যায়, অনেক কুসংস্কার সম্পর্কে জানতে পারছি,
    আমাদের সমাজে প্রচলিত ইসলামিক মনোভাব, সামাজিক মানসিকতা পরিবর্তন হওয়া উচিত।
    আমাদের সমাজ অনেক ক্ষেত্রে পার্ফেক্ট না।
    আপনাদের প্রোগ্রাম / পডকাস্ট আমাদের সমাজে সচেতনতা বৃদ্ধি করছে। এরাকম প্রোগ্রাম / আলোচনা আমাদের সমাজ, জীবন সুন্দর হচ্ছে।
    ইয়াহিয়া আমিন ভাইয়া এবং প্রোগ্রাম যারা অংশগ্রহণ করেছে, সহায়তা করেছে, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এমন প্রোগ্রাম করে আমাদের সমাজ সুন্দর ও সচেতনতা বৃদ্ধি করার জন্য।❤❤❤

  • @kingsleadershikder843
    @kingsleadershikder843 9 หลายเดือนก่อน +3

    আমাদের সমাজে আপনাদের এই আলোচনাটুকু খুবই খুবই এবং খুবই জরুরী

  • @AbdulHanan-ed3we
    @AbdulHanan-ed3we 10 หลายเดือนก่อน +5

    আসসালামু আলাইকম। আলোচনাটা এত দারুন,এত প্রানবন্ত,অনেক অনেক সুন্দর আলোচনা করেছেন।বর্তমান সুগোপযোগী আলোচনা সবাই শুনা উচিত।

  • @mim7520
    @mim7520 10 หลายเดือนก่อน +5

    সময় উপযোগী পডকাস্ট।
    Very significant for today’s society 💯

  • @matrix.driver
    @matrix.driver 10 หลายเดือนก่อน +7

    To be honest, this is one of your top podcast I would say. Topic is about women but I learned many things form it.

  • @sahidabu6723
    @sahidabu6723 3 หลายเดือนก่อน

    আপনাদের সব কথা গুলো শুনেছি ধন্যবাদ আপনাদের কে। দুজন আপুই অত্যন্ত চমৎকারভাবে পয়েন্টগুলি তুলে ধরেছেন ও ব্যাপারগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন! প্রত্যেকটা মানুষের বিশেষকরে মেয়েদের এই আলোচনাটা দেখা উচিত।এটা অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পডকাস্ট।

  • @kamruzzamanminto5026
    @kamruzzamanminto5026 10 หลายเดือนก่อน +5

    What a marketing stratege 🤔 I know Mr.Yahia well educated but thumbnails was too poor like as well as in General TH-camrs. Dr. Shusama Reza always she decent lecturer, I appreciate her speech.

  • @mdshahinalam5238
    @mdshahinalam5238 9 หลายเดือนก่อน +5

    আপনাদের আলোচনা শুনে খুবই মুগ্দ্ব হলাম।আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক।আমিন

  • @shamimhossain-vq7pg
    @shamimhossain-vq7pg 10 หลายเดือนก่อน +9

    ১০০% সঠিক যার লজ্জা নাই তার কিছুই না। লজ্জা না থাকলে তার পক্ষে সবকিছু করা সম্ভব বিশেষ করে যত অপকর্ম খারাপ কাজ আছে।

  • @sabbirsarkar4707
    @sabbirsarkar4707 9 หลายเดือนก่อน +2

    পুরো ভিডিওটা দেখলাম মনথেকে দোয়া রইলো আপনাদের জন্য ❤ ডাক্তার সুষমা আশা করি আপনার কথাগুলো আমার ব্যক্তিগত জীবনে অনেক কাজে দেবে ইনশাল্লাহ ❤

  • @md.sohelrana1471
    @md.sohelrana1471 10 หลายเดือนก่อน +53

    প্রথমত নারী ও পুরুষ উভয়কেই বুঝতে হবে, আমাদের কেন সৃষ্টি করা হয়েছে? আর এজন্য শিক্ষিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর বুঝতে হবে পুরুষ এবং নারী একে অপরকে ছাড়া থাকা সম্ভব নয়। প্রত্যেকটি নারীকে বুঝতে হবে কোন পুরুষ তার অধীনে থাকতে চাইবে না, আর চাইলেও সেই নারী কখনো স্বস্তি অনুভব করবে না।
    আর যতক্ষণ না নারীরা বুঝতে পারবে না তাদের স্বাধীনতা মানে সমাজের বিশৃংখলা, হোক সেটা পুরুষদেরই তৈরি, ততদিন নারীদের পুরুষ ভক্ষণ করতেই থাকবে এবং সমাজ অতি দ্রুত নষ্ট হয়ে যাবে।
    আসুন আমরা নারী-পুরুষ সকলে মিলে ধর্মীয় জ্ঞান অর্জন করি এবং সঠিক ধর্ম কোনটি খুঁজে বের করি।

    • @Allargolam-bh4nq
      @Allargolam-bh4nq 10 หลายเดือนก่อน

      সুরা আহযাব আয়াত ৩২ যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পুরুষদের সাথে কথাপোকথনে কোমল ও মিষ্টি রসালো কন্ঠে কথা বলো না,যাতে পুরুষদের দূর্বলচিও তারা প্রলুব্ধ হয়, স্বাভাবিক ও কর্কশ ভাষায় কথা বলবে। এই আয়াত ধারা বুঝা যায় পুরুষদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা হারাম। আয়াত ৩৩ এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রথম মূর্খ যুগের মত নিজেদের প্রদর্শন করে বেড়িও না

    • @tapashirabeya930
      @tapashirabeya930 10 หลายเดือนก่อน

      My opinion is same to u

    • @simaislam6828
      @simaislam6828 10 หลายเดือนก่อน

      পুরুষ ভাবে নারীরা পুরুষদের ওপর কতৃত্ব করতে চায় এটি একটি ভুল ধারণা। নারী পুরুষ যদি পরস্পরের পরিপূরক হতে চায়,নারী পুরুষ উভয়কে মর্যাদা ও সম্মান করতে হবে।

    • @Use.For.Daily.
      @Use.For.Daily. 10 หลายเดือนก่อน

      সুন্দর বলেছেন।।। ❣️❣️

    • @taraktapadar4107
      @taraktapadar4107 10 หลายเดือนก่อน +2

      Onk to holo purush der odhine nari thaka .....ebr uchit Narider odhine purush thaka

  • @ginasworld6119
    @ginasworld6119 10 หลายเดือนก่อน +8

    Great to see such bold and much needed discussion on current societal issues. My love and du'a. May Allah bless and reward your noble efforts.

    • @mohammadKhalisdar
      @mohammadKhalisdar 9 หลายเดือนก่อน

      জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) বলেন, আমার কাছে উমর ইবনু খাত্তাব (রাযিঃ) বর্ণনা করেন যে, তিনি রসূল কে বলতে শুনেছেন যে, নিশ্চয়ই আমি ইয়াহুদী ও খ্ৰীষ্টান সম্প্রদায়কে আরব উপ-দ্বীপ থেকে বের করে দেবো। তারপর মুসলিম ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দেবো না।

  • @westlondon-ch9ub
    @westlondon-ch9ub 10 หลายเดือนก่อน +11

    বিয়ের পূর্বে যৌন চাহিদা মেটাতে পারলে বিয়ের কি দরকার? বিয়ে তো একটা দায়িত্ব চাকরির মতো,,,পরাধীন হয়ে থাকা,তাহলে বিয়ে করে সংসার করার কোনো অর্থই হয়না,,এইহলো আমাদের একশ্রেণির ছেলেমেয়েদের মনমানসিকতা,,
    অথচ আমরা যখন বিয়ে করছিনা,তখন ঠিকিই (Gf-Bf) নিয়ে লাইফ ইঞ্জয় করছি,কেউ পর্নোগ্রাফি দেখে নিজের ক্ষতি করে চলেছে,এভাবেই আমরা বিয়ের পূর্বে অনেক ক্ষতি করে চলি,যা বিয়ের পরে,এসব অনেক কাজই সমাধান হয় যায়,,আমরা excuse দিতে বেশি পছন্দ করি,বিশেষ করে মেডিকেল সাইন্সের দোহাই দেই,,,কিন্তু বিয়ের পূর্বে যেসব অবাধে মেলামেশা,অশ্লীল ভিডিও দেখা, অতিরিক্ত মাস্টারবেশনে আসক্তি,রাত জাগা আমাদের মস্তিষ্ক মনস্তাত্ত্বিক ক্ষতি করে চলেছে,তা কিন্তু আমরা এড়িয়ে যাই।।
    আপনাদের মত মানুষদের খোলামেলা আলোচনা,অন্ধকারের পদযাত্রীকে আলোকিত করবে আশাকরি in sha allah

    • @MNR_un
      @MNR_un 10 หลายเดือนก่อน

      হে মানবজাতি! কিসে তোমাকে বিভ্রান্ত করলো তোমার মহিমান্বিত প্রতিপালক রবের ব্যাপারে।
      সূরাহ: ইনফিতর (বিদীর্ণ/ ফাটল/ ভাঙ্গন), আয়াত: ৬।

  • @user-dy8xp2hr1e
    @user-dy8xp2hr1e 8 หลายเดือนก่อน +1

    বতর্মান সমাজে এই আলোচনা জরুরী হয়ে পড়েছে । সবাইকে ধন্যবাদ ।

  • @mdborhanuddin5126
    @mdborhanuddin5126 10 หลายเดือนก่อน +5

    আলোচনা খুব ভালো লাগলো। তবে ফ্রিডম ইজ নট ফ্রি। বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে যা মন চায় তা করা উচিত নয়। কারণ পরিবারের প্রধান সে পুরুষ কিংবা নারী হতে পারে। তিনি সন্তানের ইচ্ছাগুলোকে মেনে নিবেন যখন নিশ্চিত হবেন নিরাপত্তা আছে। যেমন ক্যালিফোর্নিয়ায় আমার ছেলের বউ যখন গাড়ি চালিয়ে দূরে কোথাও কফি খেতে যায় তখন আমি এখানে বসে দুশ্চিন্তা করছি না। কিন্তু একই ঘটনা মিরপুরে ঘটলে যেতেই হয়তো দেব না। কাজেই ফ্রিডম ইজ নট ফ্রি।

  • @mdgolamrasulrafsan5211
    @mdgolamrasulrafsan5211 หลายเดือนก่อน

    বর্তমান সমাজের আত্মার চিকিৎসা খুবই দরকার। আপনাদের এই আলোচনা ভীষণ Effective হবে। আশা করি আলোচনা চালিয়ে যাবেন। ধন্যবাদ ❤

  • @taslimaakterlima1930
    @taslimaakterlima1930 10 หลายเดือนก่อน +10

    ইয়াহিয়া আমিন ভাই জোসস স্টোরি টেলার। বাঘ-বিল্লু গল্প শুনে আমি হাসতে হাসতে শেষ একটা সিরিয়াস গম্ভীর আলোচনার মাঝে।

  • @khalilnabi9229
    @khalilnabi9229 8 หลายเดือนก่อน +2

    আপনাদের আলোচনার জন্য ধন্যবাদ।
    ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রেখে জীবন যাপন করা অধিক সম্মান জনক। মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা হিসেবে এবং তাঁর প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। এটা অবশ্য ই লালন করতে হবে। মনে রাখলে উত্তম যে Human desire is insatiable . তাই অল্পে তুষ্ট থাকলে টেনশন থেকে অনেকটা মুক্ত থাকা যায়।
    খালি হাতে আসা যাওয়ার খেলা চলতেই থাকবে। তাই মহান মালিক এর দয়া ও রহমতের ছায়াতলে সুরক্ষিত থেকে জীবন যাপন করা সর্বোত্তম।
    ইহকাল ও পরকালে সকল কর্মের জবাবদিহি করতে হবে এবং ফল ভোগ করতে হবে।

  • @soburshaik1897
    @soburshaik1897 10 หลายเดือนก่อน +6

    আলোচনাটা এত দারুন, এত প্রাণবন্ত, দারুন আলোচনা করেছেন আপনাদেরকে স্যালুট।আই লাভ ইউ অল গাইজ।

  • @abdal9582
    @abdal9582 10 หลายเดือนก่อน +5

    একটা মেয়ে কি ধরনের মানসিকতা নিয়ে বড় হচ্ছে তা অনেকটাই নির্ভর করে সে কি ধরনের পরিবারে বেড়ে উঠছে তার উপর। সবচেয়ে বড় কথা হলো তাকে যদি এটা বোঝানো যায় যে সে নিজেকে কি আল্লাহর
    পছন্দের বান্দা হিসেবে তৈরি করবে নাকি শয়তানের দেখানো রাস্তায় চলবে তাহলে হয়তো সুন্দরভাবে বেঁচে থাকা একটি মেয়ের জন্য অনেকটাই সহজ হবে।

  • @user-xq1tw8hv5v
    @user-xq1tw8hv5v 9 หลายเดือนก่อน +7

    মুহ্তারাম/মুহ্তারিমা, আসসালামু'আলাইকুম... আপনাদের সকল আলোচনার সমাধান হচ্ছে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নিয়ে জীবন অতিবাহিত করা। ইন-শা-আল্লাহ সব ঠিক হয়ে যাবে!

  • @sayebhaque5330
    @sayebhaque5330 10 หลายเดือนก่อน +7

    মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার মতো একটা ভিডিও । ❤

  • @farihanuzhat1634
    @farihanuzhat1634 10 หลายเดือนก่อน +34

    Very intellectual and in depth discussion. I really appreciate this attempt. Moreover, various perspective on this topic really helped me to some extent enlarge my mind. However, I would like to request you to add references to research papers regarding the issues you deal with. That too will help many to have further detailed reading. Thank you so much for enlightening us, keep up with the efforts❣️

  • @user-hk9su5yr6v
    @user-hk9su5yr6v 10 หลายเดือนก่อน +12

    যাই বলুন না কেন ইসলামের মহান আদর্শই সমস্ত সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র পদ্ধতি

    • @user-fx7tr1tn8z
      @user-fx7tr1tn8z 10 หลายเดือนก่อน +1

      Right. Jodi bhuje bolen

    • @towhidulislam5877
      @towhidulislam5877 10 หลายเดือนก่อน

      ​@niceflower6656islamer ondhota nai,ondhota apnar mind e

  • @Nahid_Hasan9420
    @Nahid_Hasan9420 10 หลายเดือนก่อน +4

    এত সুন্দর একটি পডকাস্ট করার জন্য আপনাদের কে জানাই ধন্যবাদ। বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ আলোচনা।

  • @gautamgangopadhyay3036
    @gautamgangopadhyay3036 9 หลายเดือนก่อน +19

    অসৎচরিত্র মানুষের জন্য স্বাধীনতা নয়,শিক্ষিত এবং মার্জিতদের জন্যই স্বাধীনতা!

    • @mohammadKhalisdar
      @mohammadKhalisdar 9 หลายเดือนก่อน

      ‘আলী (রাঃ) এক সম্প্রদায়কে আগুনে পুড়িয়ে ফেলেন। এ সংবাদ ‘আবদুল্লাহ্ ইবনু ‘আব্বাস (রাঃ)-এর নিকট পৌঁছলে তিনি বলেন, ‘যদি আমি হতাম, তবে আমি তাদেরকে জ্বালিয়ে ফেলতাম না। কেননা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর আযাব দ্বারা কাউকে আযাব দিবে না। বরং আমি তাদেরকে হত্যা করতাম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক তার দ্বীন বদলে ফেলে, তাকে হত্যা করে ফেল।’

    • @Tahasinafatema
      @Tahasinafatema 8 หลายเดือนก่อน

      হু সাধীনতা অর্থ হলো পুরুষরা ধর্ষন করা এবং মেয়েরা সার্টিফিকেট নিয়ে ঘোমটা দিয়া বসে থাকা- ভনড ড.সুষমা রেজা

  • @md.ariyankhan2965
    @md.ariyankhan2965 9 หลายเดือนก่อน +1

    অব্শ্যই আপনাদের লেকচার মুল্যবান ছিল
    ।আমার মনে হয় এ বিষয়গুলো নাইন টেনের ক্লাশের ছাত্রীদের বুঝানো উচিত।কারণ এ বয়সের মেয়েরাই বেশি খারাপের দিকে চলে য়ায।

  • @mdanamulhaq95
    @mdanamulhaq95 9 หลายเดือนก่อน +4

    সময়োপযোগির লেকচার❤️ আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারলাম ☘

  • @forhadulislam8625
    @forhadulislam8625 9 หลายเดือนก่อน +4

    What an informative, logical and intellectual discussion! May Allah enhance our knowledge and wisdom!

  • @liakotshikder4845
    @liakotshikder4845 9 หลายเดือนก่อน +4

    অনেক সুন্দর আলোচনা। ইসলাম মানুষ কে ইহকালিন এবং পরকালীন মুক্তি দেয়। আল্লাহ আপনাদের হায়াতে তাইয়েবা দান করুন।

  • @atoar.hossain
    @atoar.hossain 9 หลายเดือนก่อน +1

    অনেক ভালো লাগলো। কিন্তু আমার কিছু পর্যবেক্ষণ আছে:- হাজার হাজার বছর ধরে এই সমাজ ব্যবস্থার পর্যায়ক্রমে পরিবর্তন হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতায় পরিবর্তন হতে থাকবে প্রাকৃতিক নিয়মে। কখনো যুদ্ধ, কখনো দামামা, কখনো অত্যাধুনিকতার দৌড় শুরু হবে, কখনো অতিতে ফেলা আসা দিন গুলোকে পাবার জন্য ভবিষ্যতকে অবমুল্যায়ন করবে। আজকের এইরকম বিশ্লেষণ ভবিষ্যতেও হতে থাকবে নতুন নতুন সমস্যা ও সম্ভবনা নিয়ে। এই ভাবে একটা জীবন পৃথিবীর সকলকে রেখে অনন্ত পথযাত্রায় পাড়ি দিবেন। (সাধারণত: কোন ভিডিওতে মন্তব্য করি না, কিন্তু কি ভেবে যেন আজ অনেক বড় মতামত দিয়ে ফেললাম। কোন ভুল হলে মার্জনা প্রত্যাশিত)

  • @learningsgalaxy
    @learningsgalaxy 10 หลายเดือนก่อน +9

    wow!!! what a thumbnail and what a psychology ..... not adult only first if some teenager see that he or she will first click the video

  • @imtonmoy.
    @imtonmoy. 9 หลายเดือนก่อน

    ছেলে ও মেয়ে উভয়েরই এখান হতে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বললে ভুল হবে প্রতিটা লাইন থেকেই শেখার বিষয় রয়েছে।আমি পারলে তো আমার আশে পাশের সকলকেই এই টপিক টা দেখাতাম।আপনারা ৩ জনই আমার অনেক ভালোবাসা ও শ্রদ্ধা জানবেন, ধন্যবাদ।🌼

  • @the_world-of-islamic-shorts
    @the_world-of-islamic-shorts 10 หลายเดือนก่อน +5

    This is the episode that, everyone should to watch if they have the power to understand it.
    Salute !

  • @tahershikder3526
    @tahershikder3526 10 หลายเดือนก่อน +1

    আমি নিজেও একজন সাইকোথেরাপিস্ট। যারাই আলোচনা করছেন তাদের এ কাজকে আমি মানুষ ও সমাজের জন্য উঁচু মানের অত্যাবশ্যক সেবা হিসেবে অভিহিত করছি। যেহেতু কনসাস এবং সাব কুন্সাস শব্দগুলো এসেছে, তাই বিজ্ঞ বক্তাবৃন্দের এ ব্যপার এ আরো জানা দরকার। সেইসাথে কার্যকরি, সময়োপযোগী সমাধান আসা দরকার।

  • @user-ks8mg2sx2p
    @user-ks8mg2sx2p 9 หลายเดือนก่อน +8

    আমাদের চাওয়া পাওয়া অনেক বেশি এটাই সমস্যা, আমাদের উচিত অল্পতে তুষ্টি থাকা , এবং পরোকালে জান্নাতের আশা করা , এবং সেই অনুযায়ী আমল করা ।

    • @mohammadKhalisdar
      @mohammadKhalisdar 9 หลายเดือนก่อน +1

      ইবনু উমার (রাঃ) সূত্রে নাবী থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ কোন কিছুতে অশুভ কিছু যদি থাকে, তবে তা হবে ঘোড়া, বাড়ি ও নারীতে।

  • @kamrunnahar9388
    @kamrunnahar9388 10 หลายเดือนก่อน +7

    Thank you, very helpful discussion for mental health.Please make a Podcast for teenage girl .

  • @mihnahid6329
    @mihnahid6329 9 หลายเดือนก่อน +1

    এত সুন্দর সাবলীল সময়োপযোগী আলোচনা খুব কমই হয়!
    ধন্যবাদ আপনাদের!

  • @mondiraghoshgolpo
    @mondiraghoshgolpo 10 หลายเดือนก่อน +10

    Like some people, I also agree to the point that this topics should be taken in class in every University.🌸

    • @mohammadKhalisdar
      @mohammadKhalisdar 9 หลายเดือนก่อน

      যে সব মহিলা নিজেদেরকে নাবী এর নিকট সমর্পণ করেছিলেন, খাওলা বিনতে হাকীম তাদেরই একজন ছিলেন।
      কিন্তু যখন কোরআনের এ আয়াত অবর্তীর্ণ হল- “হে মুহাম্মাদ! তোমাকে অধিকার দেয়া হল যে নিজ স্ত্রীগণের মধ্য থেকে যাকে ইচ্ছা আলাদা রাখতে পার।” আয়িশা (রাঃ) বলেন, ইয়া রাসুলাল্লাহ! আমার মনে হয়, আপনার রব আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার ত্বড়িৎ ব্যবস্থা নিচ্ছেন।

  • @fahadmostofa5825
    @fahadmostofa5825 9 หลายเดือนก่อน +1

    অসাধারন আলোচনা, আমাদের সমাজে নারীদের ধর্মীয় বা ইসলামিক নলেজ পাওয়ার সুযোগ খুব সংকুচিত। এটা অনেকখানি কারন আমাদের এই ডিরেইল হয়ে যাওয়ার পেছনে।

  • @ataur417
    @ataur417 10 หลายเดือนก่อน +6

    একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে নিজেকে তৈরী করতে পারলেই পরিবার ,সমাজ , রাষ্ট্রে নারী তার হারানো শালীনতা ,অধিকার , গুরুত্ব খুজে পাবে।

    • @Allargolam-bh4nq
      @Allargolam-bh4nq 10 หลายเดือนก่อน

      সুরা আহযাব আয়াত ৩২ যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পুরুষদের সাথে কথাপোকথনে কোমল ও মিষ্টি রসালো কন্ঠে কথা বলো না,যাতে পুরুষদের দূর্বলচিও তারা প্রলুব্ধ হয়, স্বাভাবিক ও কর্কশ ভাষায় কথা বলবে। এই আয়াত ধারা বুঝা যায় পুরুষদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা হারাম। আয়াত ৩৩ এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রথম মূর্খ যুগের মত নিজেদের প্রদর্শন করে বেড়িও না

  • @MdNayem-ji3hk
    @MdNayem-ji3hk 9 หลายเดือนก่อน +2

    এই লেকচারটি সকল ছেলে মেয়েদের একবার হলেওশোনা উচিত।

  • @zamanfamily5542
    @zamanfamily5542 10 หลายเดือนก่อน +9

    Assalamualaikum wr wb respected brother and sister, beneficial lecture, but believe me, we are not practicing Islam, with out Islam nobody can be a good men or women, Quran is our guide book,

  • @familypictures6289
    @familypictures6289 9 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ রইল।
    আপনারা আলোচনা পুরুষদের নিয়ে করুন। তাহলে মেয়েদের যে সংকট দেখছেন সেটা বহুলাংশে কমে যাবে স্বাভাবিক ভাবেই। সেটা একটা টেকসই পজিটিভ পরিবর্তন হবে পুরুষ এবং নারী উভয়ের জন্য।