শিক্ষা ব্যবস্থার সংস্কার সাহসী সিদ্ধান্ত, কিন্তু সময়োপযোগী কি না? (Podcast- 89) ইয়াহিয়া আমিন পডকাস্ট

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ส.ค. 2024
  • বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় নতুন পরিবর্তন কেন আনা হয়েছে? এই শিক্ষা পদ্ধতি কি বাচ্চাদের জন্য উপকারী হবে নাকি তারা অবনতির দিকে যাবে? অনলাইনমুখী শিক্ষাব্যবস্থা কেন বাচ্চাদের জন্য ভুল পদ্ধতি হতে পারে? সাংবাদিকতার ভিন্ন ধরনগুলো কি এবং কেন সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকতা বৃদ্ধি পাচ্ছে এগুলোসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সাংবাদিক ফারাবি হাফিজের সাথে।
    🎤Speaker:
    Farabi Hafiz
    Journalist, Channel 24
    🎧Soundcloud Link- / qpamb
    📌Watch My Popular Videos👇
    ✅Healthy Spirituality (Part-3) : বিষণ্ণতা মুছে যাক
    • Healthy Spirituality (...
    ✅আত্মনিয়ন্ত্রণ কিভাবে করবেন: ২টি উপায়
    • আত্মনিয়ন্ত্রণ কিভাবে ...
    ✅জীবনের অর্থ কী? | Perspective Podcast (Ep:16)
    • জীবনের অর্থ কী? | Pers...
    Timestamp:
    00:00 - Intro
    01:00 - Guest-এর পরিচয়
    01:42 - নতুন শিক্ষাব্যবস্থা নিয়ে মতামত!
    12:16 - এই সংস্করণের উদ্যোগ কেন সঠিক?
    18:18 - শিক্ষাব্যবস্থার অগোছালোতা!
    21:56 - উন্নত দেশ গড়ে তোলার জন্য উদ্যোগ!
    32:53 - অনলাইনমুখী শিক্ষার খারাপ দিক!
    39:57 - শিক্ষকদের ট্রেনিং-এর প্রয়োজনীয়তা!
    44:37 - সাংবাদিকতার ভিন্ন ধরণ!
    50:11 - সাংবাদিকতার মাধ্যমে মানুষের সাথে সংযুক্ত!
    53:43 - কিভাবে টেলিভিশনে টিকে থাকা যাবে?
    1:04:36 - কেন Creative Kids প্রতিষ্ঠা করা হয়?
    1:11:41 - Outro
    #ইয়াহিয়া_আমিন_পডকাস্ট
    #ইয়াহিয়া_আমিন_আরজে_কিবরিয়া
    #ইয়াহিয়া_আমিন_সূরা_আন_নাবা
    #ইয়াহিয়া_আমিন_কোরআন_ও_মনোবিজ্ঞান
    #ইয়াহিয়া_আমিন_সূরা_আদ_দ্বোহা
    .....................................................................
    আমি ইয়াহিয়া মো. আমিন।
    Lead Psychologist of LifeSpring.
    এই চ্যালেনে আমি Philosophy and Spirituality, Relationship, Entrepreneurship নিয়ে কথা বলব।
    চ্যানেল টা সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলতে পারবেন এখানেঃ / @yahiaamin
    .....................................................................
    অ্যাপয়েন্টমেন্ট নিতে ও অন্যান্য তথ্য জানতে কল করুনঃ
    09638 505 505 । ২৪ ঘন্টা
    WhatsApp: 01763 438148
    #podcast #education #educationsystem
    .....................................................................
    তাছাড়া আমাদের বিভিন্ন কোর্স করতে পারবেন।
    Life Mapping:
    Relation and Intimacy Training: www.lifespringint.com/courses...
    School Of Life:
    Positive Parenting: www.lifespringint.com/courses...
    .....................................................................
    ►You can follow me on my Socials:
    • LinkedIn: / life. .
    • Lifespring Website: www.lifespringint.com/
    • Facebook Page: / lifespringin. .
    • Instagram: / lifespringi. .
    • Email: yahia@lifespringint.com
    • Whatsapp : 01924-764580
    • TikTok: cutt.ly/jLuNgtt
    📌Amazon Podcast: cutt.ly/sVMxVVy
    📌 Google Podcast: cutt.ly/KVMx2Vi
    📌Soundcloud: cutt.ly/IVMxM7V
    📌Spotify: cutt.ly/4wr7AvdG
    ভাল লাগলে ভিডিও টি শেয়ার করতে পারেন আপনার সোশাল মিডিয়ায়। আমাকে ট্যাগ করতে ভুলবেন না।

ความคิดเห็น • 2.2K

  • @fahimmehedisonar2986
    @fahimmehedisonar2986 8 หลายเดือนก่อน +57

    ড. সলিমুল্লাহ খান স্যারের সাথে একটা পডকাস্ট করেন ভাইয়া। সময়োপযোগী একটা পডকাস্ট হবে এবং আমাদের সবার জন্য একটা শিক্ষনীয় আলাপ করবেন স্যার আশা করছি।

  • @farukhossain8208
    @farukhossain8208 7 หลายเดือนก่อน +81

    যারা এই শিক্ষা কার্যক্রম তৈরী করেছে, ওদের সন্তানদের এই শিক্ষার আওতায় আনা হোক।

    • @marufsiddiquee1027
      @marufsiddiquee1027 7 หลายเดือนก่อน

      ওদের বাচ্চাদের পড়াবেনা বলেই এ চক্রান্ত।

    • @mahbubhossain6802
      @mahbubhossain6802 7 หลายเดือนก่อน

      হুম

    • @FaruqulIslam-fz5lu
      @FaruqulIslam-fz5lu 6 หลายเดือนก่อน +1

      সহমত

  • @rumanaakther452
    @rumanaakther452 7 หลายเดือนก่อน +36

    মুখস্থ বিদ্যা আমার কখনোই পছন্দ ছিলোনা। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা যে দূর্বল জায়গাগুলোর চিহ্নিত করার দরকার।

  • @aanbds
    @aanbds 7 หลายเดือนก่อน +13

    খুবই ভালো আলোচনা।Thanks.আমি যখন জার্মানিতে এলাম আমার মেয়ে কিন্ডারগাটেনে যাওয়া শুরু করলো। ভাবতাম আমাদের দেশের কথা ভাবতাম আমাদের যদি এরকম করে শিখাতো।এরকম শিক্ষাব‍‍্যবস্তা যদি হতো দেশের জন্য কতইনা ভালো হতো।বলেরাখি এখানে 5বছর বয়স পযন্ত কোনো রকমের বই বা পড়াশোনা করানো হয়না শুরু ভাষা ও চারিত্রিক গঠন মূল‍্যক শিক্ষাই শিখানো হয়।গল্প,গান ও খেলাদূলার মাধ্যমে।
    তবে মজার ব‍্যাপার যখন মেয়ে স্কুলে যেতে শুরু করলো আমি মেয়েকে জিজ্ঞেস করতাম তোমার বই নাই?(বই ওদের আছে কিন্তু সেটা শুধু ক্লাসেই থাকতো)।জিগ‍্যেস করতাম তোমাকে হুময়োর্ক দেয়না কেনো?(হুমওয়ার্ক দিতো খুবই কম)।তখন বলতাম,আমরা কত পড়াশুনা করতাম, সারাদিন পড়া আর পড়া।কিন্তু অবাক ব‍্যাপার ও কিছুদিনেই এতোকিছু সিখেছে যা অবাক করার মতন "মাইব্লুইং"।
    ।যখন সে ক্লাস 6এ পড়ে আমি অনেক দিন তার স্কুলে যেতে পারিনি,অনেক দিন পরেই ওদের স্কুলে যাই, ওর এক মেডামের সাথে দেখা হয়, সে আমার মেয়েকে উদেশ‍্য করে ওর ননস্টপ প্রশংসায় করছে,আমিতো পুরাই হতোবাক।বলেকি আমার মেয়েতো সারাদিন ভুলেও পড়াশোনা করেনা।এই পড়েনা বলে সারাদিন কিছু না কিছু মেয়েকে বলতা।আমারা কত পড়াতাম আর তুমি পড়াশোনা করোইনা এই সেই আরো কতকি বলতাম।
    বর্তমানে আমার মেয়ে খুবই ফাস্টক্লাস একটি স্কুলে পড়াশোনা করছে।আমিতো মহা খুশী।
    তবে এদেশের ক্লাস 3থেকে পরিক্ষা নেওয়া হয় এবং ইংরেজি শিখানু শুরু করে।প্রচুর এসাইনমেন্ট করায় ও ক্লাসটেস্ট করায় ।এবং প্রথম শ্রেণি থেকে 3য় শ্রেণি পযন্ত,কেরেক্টা ছাটিফিকেট দেয় এবং ও কিরকম সেগুলোর খুজে খুজে বের করে শিক্ষক।এবং এক কথায় ABC -123,রিডিং পড়া,যোগ -বিয়ো করা পাশাপাশি খেলাদোলা চারুকলা শিখায় 1থম থেকে।3শ্রেনি থেকে পড়াশোনা চাপ আস্থে আস্তে বাড়াতে থাকে।বলেরাখি জার্মানির পড়ালেখা প্রচণ্ড কঠিন।ওদের শিক্ষকদের পাড়ানুদ যে কৌশল পুরাই আলাদা।এত সুন্দর করে শিখায়।মারামারি রাগারাগি কিছু নাই।বাচ্চারা বাড়ি থেকে স্কুলে থাকতে বেশি পছন্দ করে।
    একন কথা হলো,
    আপনাদের সাথে আমি ও একমত আমাদের দেশের প্রকৃত শিক্ষক বতর্মানে খুবই অভাব,(বলে রাখি,জার্মানিতে স্কুল শিক্ষকদের স্কুলের বাচ্চাদের টিউশনি করার অনুমতি নেই),কিন্তু বাংলাদেশে?
    প্রশ্ন হলো দুর্নীতি?
    এই দেশে(জার্মানাতে) দুর্নীতি বন্ধুদের জন্য যত দ্রুত সম্ভব আইন তৈরি করা হয়।
    কিন্তু বাংলাদেশে আইন তৈরী হলে ও দুর্নীতি করার বিপরীত পন্থা দ্রুত বের করা হয়।ভয়টাতো এখানেই 😢!কথা গুলো বললাম কারণ অনেক পিতামাতা এই শিক্ষা ব‍্যাবস্তা নিয়ে ভৃত।তাই বলবো এই শিক্ষা ব‍্যাবস্তা কিন্তু ভিষন ভালো কিন্তু এখানে শিক্ষকদের ভূমিকা সবচাইতে বেশি।এই শিক্ষার জন্য নয় প্রকৃত শিক্ষক এর জন্য আন্দোলন করেন কাজে লাগবে!

  • @abdullahkafi697
    @abdullahkafi697 8 หลายเดือนก่อน +43

    আমার ছেলে মাদ্রাসায় পড়ে সেখানে ছোট থেকে অনেক কাজ শিখাইছে মাশাআল্লাহ বাসায় আসলে আমাকে অনেক অনেক হেল্প করে

    • @forkanulislam2221
      @forkanulislam2221 8 หลายเดือนก่อน +3

      MASHAALLAH ❤

    • @bdcaptainn
      @bdcaptainn 8 หลายเดือนก่อน

      আলহামদুলিল্লাহ

    • @movie_lover1990
      @movie_lover1990 8 หลายเดือนก่อน +2

      হ্যাঁ৷ আর এটা স্কুলে শিখালেই সমস্যা 😂😂

    • @bdcaptainn
      @bdcaptainn 8 หลายเดือนก่อน +4

      @@movie_lover1990 স্কুলে কোন কাজ শিখায় যা বাস্তব জীবনে কাজে লাগে?

    • @mobarakhossain5686
      @mobarakhossain5686 7 หลายเดือนก่อน

      কোন মাদ্রাসা বাচ্চা পরাচ্চেন

  • @nazninprodhan4990
    @nazninprodhan4990 8 หลายเดือนก่อน +22

    যে শিক্ষা পদ্ধতি চালু করুক সেটা হতে হবে প্লে ক্লাস থেকে ,ষষ্ঠ সপ্তম শ্রেনী থেকে নয়। আমার বাচ্চা সপ্তম শ্রেণীতে পড়ে সে যা শিখেছিলো আগের শিক্ষা পদ্ধতিতে এখন সেটাও সে পারছেনা, সুতরাং হুট করে এসব চাপিয়ে দেয়া মানে আমরা এটাই বুঝি যে আমাদের বাচ্চাদের গিনিপিগ বানানো, এবং তার ভবিষ্যত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এই শিক্ষা ব্যবস্থা। তাই আপনাদের মত ঞ্জানী মানুষদের কাছে আমরা ভালো কিছু শুনতে চাই।

  • @footballworld8166
    @footballworld8166 7 หลายเดือนก่อน +64

    অনেক সুন্দর আলোচনা , সব স্তরে এই ব্যবস্থা চালু করা উচিত। বিসিএস , বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সব স্তরে মুখস্থ বিদ্যা বন্ধ করা উচিত।

  • @kazipuspo8167
    @kazipuspo8167 7 หลายเดือนก่อน +8

    এই কথাগুলো মন দিয়ে সবার শুনা উচিত। আর শিক্ষা মন্ত্রী র আবসই শুনা উচিত ❤

  • @rr-hl7zk
    @rr-hl7zk 8 หลายเดือนก่อน +196

    এই জায়গাতে একজন শিক্ষাবীদ দরকার ছিল। ড. সলিমুল্লাহ খান বেস্ট অপশন হতে পারত।

    • @CD-ip7zz
      @CD-ip7zz 8 หลายเดือนก่อน

      প্রাতিষ্ঠানিক শিক্ষা, সাধারণত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রাপ্ত, অনেক সফল ক্যারিয়ারের ভিত্তি তৈরি করে। তবে বর্তমানে সারা বিশ্বে ভাল রেজাল্ট সহ উচ্চ শিক্ষিত বেকার সংখ্যাই বেশি।এখানে কিছু মূল সুবিধা রয়েছে: দক্ষতা অর্জন: আনুষ্ঠানিক শিক্ষা একটি নির্বাচিত ক্ষেত্রের সাথে প্রাসঙ্গিক নির্দিষ্ট দক্ষতা এবং জ্ঞান শেখানোর জন্য ডিজাইন করা একটি কাঠামোগত পাঠ্যক্রম প্রদান করে।আমাদের জানা দরকার আনুষ্ঠানিক শিক্ষাই কিন্তু সফলতার একমাত্র উপায় না।অনেকেই বিশ্বাস করেন যে শিক্ষাই সাফল্যের চাবিকাঠি। এই কারণেই পিতামাতারা প্রায়শই তাদের সন্তানদের শিক্ষিত করার জন্য প্রচুর অর্থ এবং সময় ব্যয় করেন। বর্তমানে বহু সফল মানুষ আছে যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। যাইহোক, এটি একটি আনুষ্ঠানিক শিক্ষা ছাড়া সফল হওয়ার সম্ভাবনা অনেক কম। প্রকৃতপক্ষে, একজনের যত বেশি শিক্ষা আছে, তার উপার্জনের সম্ভাবনা তত বেশি। কিন্তু, এটি লক্ষ করা গুরুত্বপূর্ণ যে বিল গেটস এবং মার্ক জুকারবার্গ, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে দুজন, উচ্চশিক্ষায় সুযোগ বিশ্ববিদ্যালয়ে পেয়েও ছেড়ে দিয়েছিলেন । কারণ তারা আগেই দক্ষতা অর্জনে সফল হয়েছিলেন,উচ্চশিক্ষার আর কোন প্রয়োজন ছিল না।আমাদের আসেপাশে অনেক দক্ষ লোকজন আছে যাদের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই যেমন :- দক্ষ ইলেক্ট্রিশিয়ান, কার-মেকানিক,মোবাইল টেকনিশিয়াল,গরুর মাংসের ব্যবসায়ী, মুদিব্যবসায়ি এরা একজন অফিস ক্যারানির চেয়েও বেশি উপার্জন করছে। যাদের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।

    • @mujeebull3974
      @mujeebull3974 8 หลายเดือนก่อน +3

      hm

    • @mountaintoocean1898
      @mountaintoocean1898 7 หลายเดือนก่อน +1

      Right 👍

    • @mahbubhossain6802
      @mahbubhossain6802 7 หลายเดือนก่อน +1

      হুম

    • @mahbubhossain6802
      @mahbubhossain6802 7 หลายเดือนก่อน +1

      হুম

  • @multiplevlog32
    @multiplevlog32 8 หลายเดือนก่อน +221

    ফিনল্যান্ড এর প্রাইমারি শিক্ষকদের যোগ্যতা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট এবং এডুকেশন অ্যান্ড রিসার্চের শিক্ষকের যোগ্যতার সমান, সুতরাং তাদের সাথে কোনো প্রস্তুতি ছাড়া তালমিলানো বোকামি ছাড়া আর কিছুই না

    • @Jannatulferdous002
      @Jannatulferdous002 8 หลายเดือนก่อน +13

      ভাই, আপনি ভুল বলছেন।
      আপনি ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছু জানেনই না।
      আমাদের দেশে যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্কুল কলেজের শিক্ষকদের চেয়ে বেশি সম্মান করা হয়, ওই দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চেয়ে প্রাইমারী স্কুলের শিক্ষকদের বেশি গুরুত্ব - সুযোগ সুবিধা দেয়া হয়।
      আর যারা এই দেশের শিক্ষক তারা ঔই দেশের বাছাইপর্ব থেকে রিজেক্ট হওয়া শিক্ষকদের সমান ও না।
      ফিন ল্যান্ড এর শিক্ষা ব্যবস্থা নবয়ে একটু রিসার্চ করিয়েন।

    • @sumaiyaislam841
      @sumaiyaislam841 8 หลายเดือนก่อน +1

      😂

    • @SidAmadeusRyan
      @SidAmadeusRyan 8 หลายเดือนก่อน +4

      Is our culture, our values, our infrastructure, population density,job market, social community,our standard of living, anything has any resemblance to Finland? But our education system has to be inspired by Finland, you know Fazlur Rahman Khan was one of the engineer of the development of empire state building , he had no Finland education system 😂 . It's just what to say .... Just show off alike propaganda ..... In my opinion , instead of Finland we need teaching environment like super 30 movie . If you don't make them strong they will be soft and be out of the competition in this harsh reality . The route they have taken is wrong and impractical .

    • @serazummunirofficial7604
      @serazummunirofficial7604 7 หลายเดือนก่อน +5

      নতুন একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে আসবেন শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছেন ৭ দিন আর বলবেন শিক্ষকরা কিছু জানেনা। তারা কি এই কারিকুলামে পড়ে আসছে যে জানবে??

    • @enayethossain110
      @enayethossain110 7 หลายเดือนก่อน

      বাংলাদেশ এ কি আছে?

  • @mizanurrahmananik8038
    @mizanurrahmananik8038 7 หลายเดือนก่อน +10

    বুয়েটের ছাত্র আবরার ফাহাদের মৃত্যুর খবর পড়তে গিয়ে উনি চোখে পানি ধরে রাখতে পারেননি। দেশপ্রেম,দায়বদ্ধতা,নতুনত্ব,বিচক্ষণতা উনার মাঝে খুঁজে পাই। শুভকামনা আগামী দিনের জন্য ফারাবী হাফিজ ভাই ❤

  • @user-zv7sk8wh1z
    @user-zv7sk8wh1z 7 หลายเดือนก่อน +25

    যে দেশের মানুষ রাস্তায় ঘুমায়,সে দেশকে ফিনল্যান্ডের সাথে তুলনা করা ঠিক নেই। যে দেশের মানুষ তিনবেলা খেতে পায় না,তার জন্য সর্বদা চিন্তিত থাকতে হয়।সে দেশে কখনো এমন শিক্ষা ব্যবস্থা সময়োপযোগী নয়,এটাই বাস্তবসম্মত।

  • @Legal637
    @Legal637 8 หลายเดือนก่อน +187

    আগে ফিনল্যান্ডের প্রশাসন কেমন, মন্ত্রীপরিষদ কেমন সেটা দেখতে হবে, তারপর শিক্ষা ব্যবস্থা,,,তাই না?

    • @mohammadsamiul6085
      @mohammadsamiul6085 8 หลายเดือนก่อน

      একদম। আগে ফিনল্যান্ড এর মানুষজন এর ব্যবহার কেমন এবং বাংলাদেশের মানুষজনের ব্যবহার কেমন সেটাও দেখতে হবে। কোই উচ্চ মানসিকতার লোকজন ফিনল্যান্ডের আর কথায় বাংলাদেশী লোকজন। যাদের মাথায় কিনা চাকরি ছাড়া জীবন অচল। ব্যবসা করা মানে মানসম্মান নষ্ট করা ইত্যাদি। আগে এইসব মানসিকতা ঠিক করতে হবে। তারপর আসবে প্রশাসন, মন্ত্রীপরিষদ এবং শিক্ষা ব্যবস্থা

    • @TechTrix76
      @TechTrix76 8 หลายเดือนก่อน

      এখন আপনি যাদের তৈরি করবেন এরাই ভবিষ্যতে আপনার দেশের মন্ত্রী এমপি হবে।গোড়া থেকে পরিবর্তন করতে হয়। মন্তব্য করার আগে বুঝে করুন।

    • @castleofsand9648
      @castleofsand9648 7 หลายเดือนก่อน +3

      পরিবর্তন ছোট ছোট ধাপে ধাপে হয় একবারে না

    • @ArifulIslam-ye8ei
      @ArifulIslam-ye8ei 7 หลายเดือนก่อน +3

      ছোট বড় ধাপ যা-ই হোক, রাজনীতি ঠিক না হলে কোনো কিছুই ঠিক হবে না। এই নিয়ম ঐ নিয়ম যা ই করুক।

  • @tarequeaman
    @tarequeaman 8 หลายเดือนก่อน +1147

    ভাই ড. সলিমুল্লাহ খান কে নিয়ে আসবেন সময় করে। বাংলাদেশ কিছু শিখতে পারবে তার মত যোগ্য শিক্ষকের কাছে থেকে। বাংলাদেশে সলিমুল্লাহ খান আর একটা নাই।

    • @sohelkhan-vm8lx
      @sohelkhan-vm8lx 8 หลายเดือนก่อน +15

      সেটাই

    • @necropolis6052
      @necropolis6052 8 หลายเดือนก่อน +18

      Totally agree, I think he is more suitable for this topic.

    • @rezaurreza826
      @rezaurreza826 8 หลายเดือนก่อน +7

      So true

    • @siddikurrahman8596
      @siddikurrahman8596 8 หลายเดือนก่อน +7

      Yes,agree.

    • @mrfaizullah8634
      @mrfaizullah8634 8 หลายเดือนก่อน +11

      ভালো মানুষ নিয়ে আসবে না।

  • @asifmia13
    @asifmia13 7 หลายเดือนก่อน +60

    এই শিক্ষা ব্যবস্থা টা প্রথমিকভাবে শুধুমাত্র প্রথমিক পর্যায়ে চালু করা উচিৎ ছিলো।
    এরপরে ধাপে ধাপে এর কর্যক্রম সম্প্রসারণ করা উচিৎ ছিলো

    • @user-em8qh9cl9s
      @user-em8qh9cl9s 7 หลายเดือนก่อน

      এই ফিনল্যান্ড প্রেমিক কে জুতাপেটা করতে পারলে শান্তি পাইতাম।

    • @hossenforhadpoyozon9862
      @hossenforhadpoyozon9862 7 หลายเดือนก่อน

      ekmot

    • @user-fw8ri9sz8s
      @user-fw8ri9sz8s 7 หลายเดือนก่อน

      Right

    • @julhasuddin5123
      @julhasuddin5123 7 หลายเดือนก่อน +2

      প্রথম শ্রেণী থেকে শুরু করা উচিৎ ছিলো।

  • @user-og6vh7np4z
    @user-og6vh7np4z 6 หลายเดือนก่อน +1

    এতো সুন্দর বাস্তবমুখী আলোচনা ❤।যদি ২০২৪ সাল এভাবে শুরু হতো - নতুন শিক্ষা কার্যক্রম অনুযায়ী শিক্ষকমন্ডলীদের ট্রনিং দিয়ে শিক্ষা মন্ত্রণালয় ১ম শ্রেণি থেকে শুরু করতো নতুন শিক্ষা কার্যক্রম এই বাচ্চারা ২য় ৩য়.. ধারাবাহিক ভাবে উপর ক্লাসে উঠতো নতুন শিক্ষা কার্যক্রম অনুযায়ী।হয়তো একটু সময় লাগতো তবে হয়তো কাঙ্খিত ফলাফল পাওয়া যেত।আর বাকি ক্লাসগুলো যেভাবে চলছিল সেভাবেই চলতো।

  • @MdMustakim-qd2sy
    @MdMustakim-qd2sy 8 หลายเดือนก่อน +310

    বর্তমান শিক্ষার অবস্থা দেখে মানুষ এখন ছেলেমেয়েদের মাদ্রাসায় দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ।

    • @xyz.bunny-rabbit1234
      @xyz.bunny-rabbit1234 8 หลายเดือนก่อน

      হ্যা,,,মাদরাসায় দিবে,,,ছেলেদের বলাৎকার করার জন্য,,।

    • @anjansarker501
      @anjansarker501 8 หลายเดือนก่อน +1

      😬😬😬

    • @Shawon8432
      @Shawon8432 8 หลายเดือนก่อน +4

      এমনটাই হওয়া উচিত ❤

    • @rasalkhalad1253
      @rasalkhalad1253 8 หลายเดือนก่อน +14

      আমাদের দেশের মাদ্রাসা শিক্ষার একটু সংস্কার করলে ৯০% মানুষ মাদ্রাসায় যাবে

    • @rasalkhalad1253
      @rasalkhalad1253 8 หลายเดือนก่อน +1

      বড় ভাই শিক্ষা ব্যবস্থা নতুন পদ্ধতি চালু করার আগে শিক্ষা পতিস্ঠান গুলো পরিবর্তন কতটা করেছে ৪০ বছর আগের শিক্ষা করা শিক্ষক দের দিয়ে কি ভাবে সম্ভব

  • @rabinmallick7318
    @rabinmallick7318 8 หลายเดือนก่อน +373

    শিক্ষামন্ত্রী বলেছেন ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থার সাথে মিল রেখে আমাদের শিক্ষাব্যবস্থাকে সংস্কার করা হয়েছে।
    প্রশ্ন হচ্ছে ফিনল্যান্ডে শিক্ষা খাতে কত টাকা ব্যয় করে আর আমরা শিক্ষা খাতে কত টাকা ব্যয় করি?

    • @Home-yh1sy
      @Home-yh1sy 8 หลายเดือนก่อน

      সঠিক বলেছেন,,,এরা তো আছে শুধু নিজেদের পকেট ভর্তি করার ধান্দায়,,,,

    • @jenyayasminmukta2081
      @jenyayasminmukta2081 8 หลายเดือนก่อน +6

      একদম সত্যি কথা ভাই

    • @rriyadh169
      @rriyadh169 8 หลายเดือนก่อน +10

      হ্যা, মিল কিছুটা আছে কিন্তু অমিল অনেক বেশি। কেউ ফিনল্যান্ড এর শিক্ষা ব্যবস্থার একটু গভীরে ঢুকলেই পরিষ্কার ধারণা পাবেন। Finland এর শিক্ষা ব্যবস্থাতেও পরীক্ষা আছে।

    • @user-wg3ck9hg4i
      @user-wg3ck9hg4i 8 หลายเดือนก่อน +6

      তাইলে বিদেশি শিক্ষা ফলো করার কথা বলেন কেন???

    • @mohammadsamiul6085
      @mohammadsamiul6085 8 หลายเดือนก่อน +20

      ​​@@rriyadh169হো ভাই আমি ফিনল্যাণ্ড এ থাইকা দেখলাম নাহ বাচ্চাদের পরীক্ষা নিচ্ছে আর আপনি বাংলাদেশে থেকে বুঝলেন ফিনল্যাণ্ড এ পরীক্ষা নিচ্ছে বাচ্চাদের 😂🤣

  • @GkGk-uu4br
    @GkGk-uu4br 7 หลายเดือนก่อน +5

    আসা করছি আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে আল্লাহ্ মালিক ।

  • @sksagor227
    @sksagor227 7 หลายเดือนก่อน +4

    যে তোমাকে সত্যি ভালোবাসবে" পরিস্থিতি যেমনই হোক না কেনো, সে তোমাকে কখনও ছেড়ে যাবে না! ❤️☺️

  • @MizanurRahman-js1cm
    @MizanurRahman-js1cm 8 หลายเดือนก่อน +14

    বর্তমান শিক্ষাক্রম চালু করার পূর্বে শিক্ষক নিয়োগ পদ্ধতি, ম্যানেজিং কমিটির পুনর্গঠন, কমিটির কার্যপরিধি, শিক্ষকদের বেতন মান, অবকাঠামো গত উন্নয়ন করূ উচিৎ ছিল।

  • @mohammeda.bashar2697
    @mohammeda.bashar2697 8 หลายเดือนก่อน +10

    ইয়াহিয়া ভাই, বিপ্লবের মাধ্যমেও সংস্কার/পরিবর্তন হয়, আবার বিবর্তনের মাধ্যমেও সংস্কার হয়। বিপ্লবের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করার চেয়েও বিবর্তনের মাধ্যমে পরিবর্তন করা উত্তম। প্রকৃতি বিপ্লবের চেয়েও বিবর্তনকে অগ্রাধিকার এবং উৎসাহ দেয়। ধন্যবাদ

  • @GLS911
    @GLS911 7 หลายเดือนก่อน +20

    ইসলাম শিক্ষায় প্রাক্টিক্যালি নামাজ শেখানো দরকার। বই এ নামাজ না শিখিয়ে , প্রাক্টিক্যালি নামাজের সঠিক নিয়ম কানুন শেখানো উচিত। ❤

  • @jyotsnadebnath7140
    @jyotsnadebnath7140 6 หลายเดือนก่อน +1

    আলোচনাটা খুবই ভালো লাগছে। আমার মনে হয় বর্তমান শিক্ষা ব্যাবস্হা ঠিক আছে। অবকাঠামো ঠিক করে বর্তমান শিক্ষা চালু করতে গেলে আরো ১০০ বছর দেরি হবে।

  • @naifasshow3546
    @naifasshow3546 8 หลายเดือนก่อน +14

    ভালো লাগলো আলোচনা টা। আমরা সবাই বুঝি তারা কেন বুঝে না। পক্ষ বিপক্ষ অবস্থান না নিয়ে, বরং আলোচনার মাধ্যমে একটি সমাধানে আসতে হবে। যাতে করে জাতি আলোর পথ দেখতে পায়।

  • @Monirhossain-or2tx
    @Monirhossain-or2tx 8 หลายเดือนก่อน +16

    অনুষ্ঠানটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম অনেক তথ্যবহুল আলোচনা অনেক ভালো লাগলো দুজনের উপস্থাপনা

  • @cutushan9735
    @cutushan9735 7 หลายเดือนก่อน

    আমার বাচ্চারা যখন পড়ত, আর ঘরের এসব কাজকর্ম শিখাত, আমি খুশি হইতাম।
    অবকাঠামো ও উচ্চশিক্ষার সাথে অবশ্যই সমন্বয় জরুরি। নিজকে মেনেজ করতে না পারা বড় বড় সনদের কাছে শূন্য।
    ফারাবী আমার প্রিয় ছেলে। ভালো লাগল আলোচনা। মধ্যপন্থা ও সহনীয় পদক্ষেপ দরকার

  • @taslimamarzan7269
    @taslimamarzan7269 7 หลายเดือนก่อน

    পুরো পডকাস্ট দেখলাম!
    শুনলাম,
    কানাডায় বসে!
    অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে, আমি নিজের সাথে কানেক্ট করতে পেরেছি।
    ভালো লাগলো।
    ক্রিয়েটিভ কিডস প্রোগ্রাম জেনে খুব ভালো লাগলো, সুন্দর উদ্দ্যোগ,
    অসাধারণ।।

  • @ShameOnBDgov
    @ShameOnBDgov 8 หลายเดือนก่อน +16

    When Two Humble guys meet with each other 🥰❤️

  • @mdkhalilmdkhalil7916
    @mdkhalilmdkhalil7916 8 หลายเดือนก่อน +26

    ভাই 6,7এর বাচ্চা’দের জন্য এই ব্যবস্থ নেয়া ঠিক হয়নাই এটা প্লে নর্সারি থেকে শুরু করা উচিত ছিলো।বিদেশি স্কুল গুলোর কথা বললেন সেখানেতো ছোট থেকে শুরু করে।

    • @hasan-ahmed-25
      @hasan-ahmed-25 8 หลายเดือนก่อน +1

      vai eta 1 theke i shuru

    • @gulnaharbegum7760
      @gulnaharbegum7760 8 หลายเดือนก่อน

      Assalamualaikum sir, I am upset to listen to this discussion and hope you will discuss that this system is applicable from play group to class three in Finland, Switzerland and in other developed country. Not from grade 6 and grade 7… and why we only focus on cooking food items? Why not for learning swimming? Do you know sir, some teachers tell the answer in the class and said open your book and see the answer. Sadly enough the students who go to their teacher’s house for coaching can get good grade i.e triangle. Sir, teachers asked to their kids to copy one article from Google without mentioning references..which could lead to plagiarism..please sir say something correctly about which one is applicable for which age group.. 😢😢

    • @mahbubhossain6802
      @mahbubhossain6802 7 หลายเดือนก่อน

      হুম

  • @sayfulislam7284
    @sayfulislam7284 7 หลายเดือนก่อน +1

    ড. সলিমুল্লাহ স্যারকে নিয়ে আসলে ভালো হবে। তিনি শিক্ষা নিয়ে খুবই সুন্দর চিন্তা করেন......
    অনুরোধ ড. সলিমুল্লাহ স্যারকে দেখতে চাই

  • @TuhidaKhatun-gm9xy
    @TuhidaKhatun-gm9xy 6 หลายเดือนก่อน +1

    এমন শিক্ষাব্যাবস্থা যদি সত্যি হয় তাহলে আমাদের দেশের শিক্ষার্থীদের অনেক উন্নতি হবে 😊😊😊😊😊😊😊😊😊

  • @sajidurrahman0
    @sajidurrahman0 8 หลายเดือนก่อน +12

    দিলেন সালাম, আর উনি বললেন আলহামদুলিল্লাহ্। আল্লাহ উনাকে আসল শিক্ষিত করুন,আমিন।

  • @didar96
    @didar96 8 หลายเดือนก่อน +11

    ইয়াহিয়া ভাই, ফিনল্যান্ডের মত আমরা একটা নির্বাচন পাবো কবে। সত্যি কথা বলতে আপনারো মনে একই প্রশ্ন। তবে দুঃখের আপনি এ বিষয় কোন পডকাস্টও করতে পারবেন না।😂

    • @MR-sd2bk
      @MR-sd2bk 8 หลายเดือนก่อน

      😂😂

    • @user-wg3ck9hg4i
      @user-wg3ck9hg4i 8 หลายเดือนก่อน

      বিম্পি জামাতরে জিগান
      ৯৬ ও ২০০৬ সালে নির্বাচন দেয়নাই কেন ???

  • @proshantoghosh9362
    @proshantoghosh9362 7 หลายเดือนก่อน +12

    আসলে নতুন শিক্ষাক্রম যারা বুঝে সেভাবে শিক্ষকদের নিয়োগ দেওয়া হোক।

  • @shirinakhter1300
    @shirinakhter1300 7 หลายเดือนก่อน +2

    এই স্যারের বক্তব্য ১০০% সঠিক। কিন্তু বাংলাদেশের শিক্ষামন্ত্রী তো সেটা বুঝলেন না। ২৫০ গ্রামের জায়গায় ১০০০ গ্রাম শিক্ষক শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিল।

  • @golamsarower5144
    @golamsarower5144 8 หลายเดือนก่อน +17

    যারা এই শিক্ষা কার্যক্রম সংস্কারের সাথে জড়িত তাদের ছেলে মেয়েরা কোথায়
    পড়ে ? আগে এটা জানা খুব জরুরী ।

    • @fahmidasanam622
      @fahmidasanam622 8 หลายเดือนก่อน

      একমত ভাই

    • @theuncutrides
      @theuncutrides 8 หลายเดือนก่อน

      bangladesh e amon kore poray na deikha e bairer desh e porte pathay.

  • @sh_bd24
    @sh_bd24 8 หลายเดือนก่อน +9

    আমরা সাধারণ জনগণ এই শিক্ষা নীতির বিরুদ্ধে। আমরা অশিক্ষিত মূর্রক্ষ হলেও আমরা সর্ব সাধারণ অন্তত কোনটা ভালো,আর কোনটা মন্দ এই বোধ বুদ্ধিহীন নই।একটি মুসলিম রাষ্ট্রের সঙ্গে সাম্জস্যপূর্ণ রেখে এই কারিকুলামের ও পাঠ্য পুস্তক সংশোধন চাই।✊🏻

  • @md.masumbillah1616
    @md.masumbillah1616 7 หลายเดือนก่อน

    ভাই, ড. সলিমুল্লাহ খান কে একদিন নিয়ে আসেন ৷ এই বিষয়ের উপরে তার মতামত, আলোচনা, সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ ৷ তাঁর মতো সুযোগ্য শিক্ষকের নিকট থেকে সকলের অনেক কিছুই শেখার আছে ৷

  • @easylearningwithisrat2023
    @easylearningwithisrat2023 7 หลายเดือนก่อน

    ফারাবী ভাই আপনার যুক্তির সাথে আমি সহমত। প্রথম থেকেই আমি অন্য সকল গার্ডিয়ান কে এগুলোই বলি। আমাদের শিক্ষা খাতে ইনভেস্ট নেই কিন্তু চাপায় দেয়া হয়েছে। আমি বাড্ডায় একটি স্কুলের গার্ডিয়ান মিটিংয়ে এটা নিয়ে কথা বলেছিলাম। সামনে বসে থাকা স্কুলের চেয়ারম্যান ও প্রধান শিক্ষক এর এটিচিউড দেখে মনে হলো উনারা নিজেরাও বুঝলেন না ।
    এজন্যই আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত।

  • @hoquetune5780
    @hoquetune5780 8 หลายเดือนก่อน +30

    সব মেনেও বলবো ব্যঙ,সাইকেল,ডিম ভাজি এসব কি রকম শিক্ষা.?
    যেখানে মানুষ কিছু জিনিস প্রকৃতিক ভাবেই শিখে.!

    • @gajra_ful
      @gajra_ful 8 หลายเดือนก่อน

      😂😂

    • @mdsolimanhossian2018
      @mdsolimanhossian2018 8 หลายเดือนก่อน

      এগুলা ভারতের

  • @user-vd3cs5yh8s
    @user-vd3cs5yh8s 8 หลายเดือนก่อน +23

    যার অন্তরে কুরআন নেই তার অন্তর উজাড় গৃহবৎ।আল হাদীস।

  • @anamicajahanmaya9803
    @anamicajahanmaya9803 8 หลายเดือนก่อน

    ফারাবী হাফিজকে এই শিক্ষা ব্যবস্থায় ভর্তি করে দেয়া হোক।

  • @srtvrs9952
    @srtvrs9952 7 หลายเดือนก่อน

    এই আলোচনা টা সরকার আর শিক্ষা মন্ত্রণালয়ে পোওছানো দরকার এতো সুন্দর আলোচনা

  • @fouziahnicesong4394
    @fouziahnicesong4394 8 หลายเดือนก่อน +5

    ফারাবী হাফিজ
    আমারও সবচেয়ে পছন্দের সংবাদ পাঠক। ♥️
    তার পরিবারও অসাধারণ! 😍

    • @tahsin_adnan
      @tahsin_adnan 8 หลายเดือนก่อน

      বাল 😂😂😂😂এক গরু আরেক গরুরে পছন্দ করে

  • @ahiyantechshop
    @ahiyantechshop 8 หลายเดือนก่อน +21

    শিক্ষকদের উন্নত জীবনমান, যুগ উপযোগী প্রশিক্ষণ এবং মানসম্মত বেতন কাঠামো নিশ্চিত না করেই কারিকুলাম বাস্তবায়নের হিড়িক পড়ে গেছে যা সত্যিই খুব দুঃখজনক। যে শিক্ষকদের হাত ধরেই পুরো কারিকুলাম বাস্তবায়িত হবে, তাদের স্বার্থ এখানে পুরোপুরি অগ্রাহ্য করা হয়েছে।

    • @anjansarker501
      @anjansarker501 8 หลายเดือนก่อน

      শিক্ষকদের বেতন কাঠামো এখন যথেষ্ট পরিমাণে মানসম্মত । এখন শিক্ষক মানসম্মত বেতন পাওয়ার পরেও যদি মানসম্মত শিক্ষা না দেয় তাহলে সেটা শিক্ষকদের সমস্যা । আর প্রশিক্ষণের কথা বলছেন, এই পদ্ধতি মাত্র শুরু হয়েছে। যখন প্রথম সৃজনশীল শুরু হয়েছিল তখনও শিক্ষকরা কিছুই বুঝতে পারছিল না । কিছুদিন পর থেকে তো সবই বুঝতে পেরেছে । এইটারও যথাযথ প্রশিক্ষন খুব শীঘ্রই দেয়া হবে ।

  • @atiqurrahman371
    @atiqurrahman371 7 หลายเดือนก่อน

    আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ, প্রিয় ভাই এই কথাগুলো আমি ইতিপূর্বে আমার ফেসবুক এ শেয়ার করেছিলাম।
    দীর্ঘ সময় ফ্রান্সের থাকার ফলে আমি এখানকার যে নিয়ম-কানুনগুলো দেখেছি যা আমাকে নিয়মিতই অবাক করেছে।
    ইউরোপের প্রায় প্রতিটা দেশে এই সিস্টেমেই পড়াশোনা চলে, আমি যখন ফ্রান্সের স্কুল-কলেজে পড়াশোনা করেছি তখন আমাদেরকে স্কুলেই সাঁতার শেখানো হতো, যারা পড়াশোনায় দুর্বল তাদের জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থা রয়েছে।

  • @rapidaction7944
    @rapidaction7944 7 หลายเดือนก่อน

    Curriculum নিয়ে কথা বলতে আসছে একজন নিউজ প্রেজেন্টার!! বাহ্ কী অদ্ভুদ!

  • @Shajjad_Khan
    @Shajjad_Khan 8 หลายเดือนก่อน +17

    ভাই সলিমুল্লাহ স্যার কে নিয়ে আসলে খুশি হতাম❤

  • @nayemislam5294
    @nayemislam5294 8 หลายเดือนก่อน +11

    কালকে আমার এসএসসি ক্লাস টেস্ট তাই আমি ভিডিওটি পুরো দেখতে পারলাম না, তবে ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে নতুন শিক্ষা কার্যক্রম নিয়ে কিছু বলেছ। আমি মানি নতুন শিক্ষা কার্যক্রম খুবই ভালো কিন্তু এটা শিখানোর মত কোন শিক্ষক গেরামের কোন স্কুল মাদ্রাসায় নাই। আমার ছোট ভাই ক্লাস সিক্সে পড়ে আমি ওর বই সম্পূর্ণ দেখেছি, এবং ওর শিক্ষক ওরে যা প্রতিদিন পড়া দেয় তা দেখলে যেকোনো পাগলের ও মাথা খারাপ হয়ে যাবে। যেমন কোন পৃষ্ঠার কোন চিত্র পছন্দ হলে সেটি আঁকতে দিয়ে দেয় সেটি কোন জায়গায় আঁকতে বলা থাকুক বা নাই থাকুক, বেশিরভাগই সেটি আঁকতে বলা থাকে না। তারপরে দেখা যাচ্ছে ইসলাম শিক্ষার টিচার বিজ্ঞান সাবজেক্ট পড়াচ্ছেন, স্বাভাবিকভাবেই তিনি বর্তমান শিক্ষাক্রমের বিজ্ঞান বই পড়াতে পারবেন না কারণ এগুলো গাইড ভিত্তিক নয় বাস্তব প্রসঙ্গিক। আপনারা শুধু একটা জিনিস খেয়াল করছেন যে গার্ডিয়ান এরা এটি নিয়ে বিরোধিতা করছে কিন্তু এর কারণটা কি আপনাদের জানা আছে? শিক্ষকরা এরকম আজেবাজে ভিত্তিহীন Home Work বাসায় করতে দেয় এগুলো দেখলে গার্ডিয়ানের মাথা তো খারাপ হবেই। শিক্ষকদের কিছু বলা হলে তারা বলে আমরা নিজেরাই কিছু বুঝিনা আপনাদের কি বলবো আগে আপনাদের এই সমস্যা সমাধান করা উচিত তার পরে নতুন শিক্ষা গ্রহণ চালু করা উচিত ছিল।।।
    কথাগুলো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম বাকিটা আপনাদের বিষয় ❤

    • @anjansarker501
      @anjansarker501 8 หลายเดือนก่อน +1

      যখন প্রথম সৃজনশীল পদ্ধতি আসছিল তখনও আমরা এমন কথাই বলেছিলাম । যে কোন জিনিস প্রথম অবস্থাতেই পারফেক্ট হয় না । আমরা যাই দেখি তাতেই আমাদের মাথা খারাপ হয়ে যায় । জিনিসটা কেন করা হচ্ছে তা চিন্তা না করেই ফালাফালি শুরু করে দেই । আমরা পরিবর্তন নিতে পারি না । কিন্তু পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের এই পরিবর্তনগুলো মেনে নিয়েই চলতে হবে । আজ হয়ত আমাদের কাছে বিষয়টা গোলমেলে লাগতেছে, কিন্তু ২ বছর পরে আমরা এই বিষয়েই অভ্যস্ত হয়ে যাব এবং পরবর্তী প্রজন্ম এই পরিবর্তনের সুফল অবশ্যই পাবে ।

  • @ButamNiha-qk3lw
    @ButamNiha-qk3lw 8 หลายเดือนก่อน +12

    Acquiring reading skills is crucial for a child's overall well-being and development. It is very important for every teacher to realize the importance or necessity of lessons. Reading skills play a major role in a child's personal achievement, social development or academic success, above all in future professional development. Apart from reading skills in particular, language education brings achievement and fame to a nation and the education system should be such that every citizen becomes self-reliant and skilled and plays a role in building a country free from unemployment. Science and Information Technology should be given a lot of attention.🇧🇩🌏🎓🌙💞💝💯

    • @rahmanmizanur3727
      @rahmanmizanur3727 7 หลายเดือนก่อน

      yes. Lebel 3 students reading story books and confirm by parents our students cannot read out the name of the book they are compering with England/Netherlands, High schools are High school thous are not play ground go and find the school final exam questions

  • @abdulrahat2068
    @abdulrahat2068 8 หลายเดือนก่อน +1

    বাংলাদেশের নিয়োগ বর্তমান নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমাদের সম্মানিত অতিথির আরও ভালো করে জানা উচিৎ।

  • @newtrend17
    @newtrend17 8 หลายเดือนก่อน +21

    আমাদের প্রতিবেশী দেশগুলো কি এই কারিকুলামের শিক্ষানীতি গ্রহণ করেছে?? নাকি আমরা জ্ঞান গরিমায় সকলেই ছাপিয়ে গেছি 😅।

  • @kawkabnadim
    @kawkabnadim 8 หลายเดือนก่อน +82

    যেখানে ভালো দিক চিন্তা করলে ২০% পাওয়া যাবে, সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে অবিভাবক দের চিন্তার কারন অবশ্যই থাকবে!

    • @CD-ip7zz
      @CD-ip7zz 8 หลายเดือนก่อน

      প্রাতিষ্ঠানিক শিক্ষা, সাধারণত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রাপ্ত, অনেক সফল ক্যারিয়ারের ভিত্তি তৈরি করে। তবে বর্তমানে সারা বিশ্বে ভাল রেজাল্ট সহ উচ্চ শিক্ষিত বেকার সংখ্যাই বেশি।এখানে কিছু মূল সুবিধা রয়েছে: দক্ষতা অর্জন: আনুষ্ঠানিক শিক্ষা একটি নির্বাচিত ক্ষেত্রের সাথে প্রাসঙ্গিক নির্দিষ্ট দক্ষতা এবং জ্ঞান শেখানোর জন্য ডিজাইন করা একটি কাঠামোগত পাঠ্যক্রম প্রদান করে।আমাদের জানা দরকার আনুষ্ঠানিক শিক্ষাই কিন্তু সফলতার একমাত্র উপায় না।অনেকেই বিশ্বাস করেন যে শিক্ষাই সাফল্যের চাবিকাঠি। এই কারণেই পিতামাতারা প্রায়শই তাদের সন্তানদের শিক্ষিত করার জন্য প্রচুর অর্থ এবং সময় ব্যয় করেন। বর্তমানে বহু সফল মানুষ আছে যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। যাইহোক, এটি একটি আনুষ্ঠানিক শিক্ষা ছাড়া সফল হওয়ার সম্ভাবনা অনেক কম। প্রকৃতপক্ষে, একজনের যত বেশি শিক্ষা আছে, তার উপার্জনের সম্ভাবনা তত বেশি। কিন্তু, এটি লক্ষ করা গুরুত্বপূর্ণ যে বিল গেটস এবং মার্ক জুকারবার্গ, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে দুজন, উচ্চশিক্ষায় সুযোগ বিশ্ববিদ্যালয়ে পেয়েও ছেড়ে দিয়েছিলেন । কারণ তারা আগেই দক্ষতা অর্জনে সফল হয়েছিলেন,উচ্চশিক্ষার আর কোন প্রয়োজন ছিল না।আমাদের আসেপাশে অনেক দক্ষ লোকজন আছে যাদের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই যেমন :- দক্ষ ইলেক্ট্রিশিয়ান, কার-মেকানিক,মোবাইল টেকনিশিয়াল,গরুর মাংসের ব্যবসায়ী, মুদিব্যবসায়ি এরা একজন অফিস ক্যারানির চেয়েও বেশি উপার্জন করছে। যাদের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।

    • @suxoo4
      @suxoo4 8 หลายเดือนก่อน +3

      Lol

  • @bmaniktutorial
    @bmaniktutorial 7 หลายเดือนก่อน +3

    চমৎকার বিশ্লেষণ অনেক কিছু জানতে পেরেছি। ধন্যবাদ।

  • @abrintokhandokar8791
    @abrintokhandokar8791 8 หลายเดือนก่อน +1

    হাফীজ সাহেবকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই,শুধুমাত্র ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার দিকে ফলো করলেই কি হবে,বিশ্বের অনেকগুলো দেশ আছে সেই
    দেশগুলোর শিক্ষা ব্যবস্থার দিকেও তো ফলো করতে হবে,চীন জাপান আমেরিকা রাশিয়া ইতালি রোমানিয়া ফ্রান্স আফ্রিকা,আপনাদের মত কিছু হাফেজ সাহেব এই ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন কিছু শিক্ষা ব্যবস্থার জন্য চেষ্টা করছেন বাংলাদেশে,

  • @taniatonu5316
    @taniatonu5316 8 หลายเดือนก่อน +35

    আমার পরিচিত একজন কে এস এস সি পরিক্ষা দিতে কালসী থেকে উত্তরা পর্যন্ত হেঁটে যেতে হয়েছে কারন প্রধানমন্ত্রী সেই পথেই কোথাও যাচ্ছিলেন রাস্তা বন্ধ ছিল😢😢

    • @anjansarker501
      @anjansarker501 8 หลายเดือนก่อน +1

      আবালের মত কথা বইলেন না । প্রধানমন্ত্রী কোন রাস্তা দিয়ে গেলে খুব বেশী হইলে ৩০ মিনিট রাস্তা বন্ধ থাকে । ৩০ মিনিট লেটের জন্য কালসী থেকে উত্তরা পর্যন্ত হেটে যাওয়ার প্রয়োজন পরে না । কালসী থেকে উত্তরা পর্যন্ত হেটে যেতে কত সময় লাগে সেটা জানেন তো ? আর রাস্তা যদি বন্ধই থাকে তাহলে হেটে কিভাবে গেল ?

    • @tasnia8651
      @tasnia8651 8 หลายเดือนก่อน +4

      Rasta 30 minutes bondho thakle koto lomba jam hoy r sheta chuthte koto time lage apnar idea ase?

    • @Mujib-body-Guard-Of-Surwardhy
      @Mujib-body-Guard-Of-Surwardhy 8 หลายเดือนก่อน

      ​@@tasnia8651উনার আইডিয়া হবে কেমনে? অবৈধ টাকায় উড়োজাহাজে যাতায়াত করে।😂😂

  • @AlAmin.Pathan
    @AlAmin.Pathan 8 หลายเดือนก่อน +4

    Thank you so much for making this episode with Farabi Hafiz BhaI. *Awaiting for next episode with Farabi Hafiz Bhai...*

  • @Tahsin_Ahmad149
    @Tahsin_Ahmad149 7 หลายเดือนก่อน

    Just Amazing Explanation! Love 💕 you guys🎉

  • @mostazzober
    @mostazzober 6 หลายเดือนก่อน

    Well said ! both of them are genius. We learn a lot about new curriculum of our education .

  • @solaimanhosen52
    @solaimanhosen52 8 หลายเดือนก่อน +29

    বর্তমান প্রেক্ষাপটে এই আলোচনা খুবই সময়োপযোগী, ধন্যবাদ আপনাদের কে।

  • @rumakhan2248
    @rumakhan2248 8 หลายเดือนก่อน +4

    এতো দিন পর এই বিষয়ের উপর যথাযথ আলোচনা পেলাম ধন্যবাদ আপনাদের এগুলো তুলে ধরার জন্য

  • @baborali1495
    @baborali1495 6 หลายเดือนก่อน

    আমি চায়নায় একটা সামরিক একাডেমিতে ডিপ্লোমা করেছি,সেখানে শিক্ষকগণ যেমন ছাত্রের লেখাপড়ার মূল্যায়ন করে থাকে তেমনি ভাবে ছাত্ররাও শিক্ষকের পাঠদানের যোগ্যতার মূল্যায়নের ব্যবস্হা আছে, বাংলাদেশে এই ছাত্র কর্তৃক শিক্ষকের পাঠদানের মূল্যায়ণ ব্যাবস্থা থাকলে, শিক্ষকদের যোগ্যাতা বৃদ্ধি পাবে মতপোষণ করি।

  • @sksmtv4306
    @sksmtv4306 7 หลายเดือนก่อน +3

    ফারাবি ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন

  • @shahanazakter843
    @shahanazakter843 8 หลายเดือนก่อน +3

    ইয়াহিয়া আমীন ভাই আসলামুআলাইকুম। আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। দোয়া করি আল্লাহ আপনাকে সব সময় শারীরিক ও মানসিক ভাবে ভালো রাখুন।

  • @anushreerani2119
    @anushreerani2119 8 หลายเดือนก่อน +3

    অনেক অনেক ধন্যবাদ যে কথাগুলো আমরা গুছিয়ে বলতে পারিনা সেই মনের কথাগুলো শুনলাম আল্লাহ আপনাদের ভালো রাখুন

  • @insight-7859
    @insight-7859 7 หลายเดือนก่อน

    বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে অত্যন্ত তথ্যবহুল আলোচনা।
    শিক্ষা ব্যবস্থার সংস্কার সাহসী সিদ্বান্ত কিন্তু সময়োপযোগী কিনা?

  • @nihar5818
    @nihar5818 7 หลายเดือนก่อน

    Wonderful discussion you ve discussion. Excellent one it is. Thanks.

  • @rinatfouzia8745
    @rinatfouzia8745 8 หลายเดือนก่อน +33

    অনেক যৌক্তিক আলোচনা।ভবিষ‍্যতে উচ্চশিক্ষায় ভর্তি এবং চাকরির নিয়োগ পরীক্ষায় ও পরিবর্তন আসবে আশা করি।

    • @Atiq0002
      @Atiq0002 8 หลายเดือนก่อน

      Specially, in BCS. Koto kisu je khamoka mukhosto kora lage.

    • @shahanjakter8856
      @shahanjakter8856 8 หลายเดือนก่อน +1

      অনেক সুন্দর আলচোনা ভালো লাগলো

    • @CD-ip7zz
      @CD-ip7zz 8 หลายเดือนก่อน

      প্রাতিষ্ঠানিক শিক্ষা, সাধারণত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রাপ্ত, অনেক সফল ক্যারিয়ারের ভিত্তি তৈরি করে। তবে বর্তমানে সারা বিশ্বে ভাল রেজাল্ট সহ উচ্চ শিক্ষিত বেকার সংখ্যাই বেশি।এখানে কিছু মূল সুবিধা রয়েছে: দক্ষতা অর্জন: আনুষ্ঠানিক শিক্ষা একটি নির্বাচিত ক্ষেত্রের সাথে প্রাসঙ্গিক নির্দিষ্ট দক্ষতা এবং জ্ঞান শেখানোর জন্য ডিজাইন করা একটি কাঠামোগত পাঠ্যক্রম প্রদান করে।আমাদের জানা দরকার আনুষ্ঠানিক শিক্ষাই কিন্তু সফলতার একমাত্র উপায় না।অনেকেই বিশ্বাস করেন যে শিক্ষাই সাফল্যের চাবিকাঠি। এই কারণেই পিতামাতারা প্রায়শই তাদের সন্তানদের শিক্ষিত করার জন্য প্রচুর অর্থ এবং সময় ব্যয় করেন। বর্তমানে বহু সফল মানুষ আছে যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। যাইহোক, এটি একটি আনুষ্ঠানিক শিক্ষা ছাড়া সফল হওয়ার সম্ভাবনা অনেক কম। প্রকৃতপক্ষে, একজনের যত বেশি শিক্ষা আছে, তার উপার্জনের সম্ভাবনা তত বেশি। কিন্তু, এটি লক্ষ করা গুরুত্বপূর্ণ যে বিল গেটস এবং মার্ক জুকারবার্গ, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে দুজন, উচ্চশিক্ষায় সুযোগ বিশ্ববিদ্যালয়ে পেয়েও ছেড়ে দিয়েছিলেন । কারণ তারা আগেই দক্ষতা অর্জনে সফল হয়েছিলেন,উচ্চশিক্ষার আর কোন প্রয়োজন ছিল না।আমাদের আসেপাশে অনেক দক্ষ লোকজন আছে যাদের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই যেমন :- দক্ষ ইলেক্ট্রিশিয়ান, কার-মেকানিক,মোবাইল টেকনিশিয়াল,গরুর মাংসের ব্যবসায়ী, মুদিব্যবসায়ি এরা একজন অফিস ক্যারানির চেয়েও বেশি উপার্জন করছে। যাদের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।

    • @anjansarker501
      @anjansarker501 8 หลายเดือนก่อน +1

      অবশ্যই পরিবর্তন আসবে । যাদের থেকে এই শিক্ষা পদ্ধতি শুরু হয়েছে তারা ঐ পর্যন্ত যেতে যেতে সব কিছুই পরিবর্তন হয়ে যাবে ।

  • @jeremiahpippins5961
    @jeremiahpippins5961 8 หลายเดือนก่อน +147

    আমার মতামত হলো সমস্ত স্কুল ও কলেজে কুরআন ও ইসলামের মোলিক শিক্ষা করা উচিত

    • @rashedulmatin2048
      @rashedulmatin2048 7 หลายเดือนก่อน

      আপনি বাংলা অর্থ সহ কোরান শিখে আমাদের শিখান।

    • @rashedulmatin2048
      @rashedulmatin2048 7 หลายเดือนก่อน +3

      বিশ্ব বাটপার আমরা ভিষন ধার্মিক!

    • @marufsiddiquee1027
      @marufsiddiquee1027 7 หลายเดือนก่อน

      এটা করবেনা ওরা,কারন তখন তো সুদ ঘুস আর দুর্নি তি করতে পারবেনা।

    • @shaonprodhan1765
      @shaonprodhan1765 7 หลายเดือนก่อน

      মূর্খ

    • @minariv8300
      @minariv8300 7 หลายเดือนก่อน

      You can't build home with qoran idiot you can't grow technology idiot

  • @mdzaman8530
    @mdzaman8530 7 หลายเดือนก่อน

    অনেক অনেক শুভকামনা রইলো আপনাদের জন্য।
    খুব ভালো লেগেছে 👋👌🤗

  • @sayedmarwan248
    @sayedmarwan248 8 หลายเดือนก่อน +5

    ফারাবী ভাইয়ের জন্য সবসময় দোয়া।আর উনি সবচেয়ে বেশি দোয়া পেয়েছিলো করোনাক্রান্ত হবার পরে।আল্লাহ উনাকে নেক হায়াত ও উপকা্রী জ্ঞান দান করুক।

  • @syedrafiqul4063
    @syedrafiqul4063 7 หลายเดือนก่อน

    Apnader alochona bastob shammato,Apnaderke dhannabad.

  • @saiyedurshuvo3236
    @saiyedurshuvo3236 7 หลายเดือนก่อน

    অনেক গঠনমূলক আলোচনা।
    এখানে অভিভাবকদের অভিযোগগুলো শুধু মাত্র এই শিক্ষা ব্যবস্থার উপর নয়।
    এখানে অনেক বিষয় জড়িত আছে।
    বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেসব সিলেবাস যুক্ত করা হয়েছে তা আমাদের সাথে সামঞ্জস্য নয়।
    এখানে অনেক নেগেটিভ বিষয় যুক্ত হয়েছে যেগুলো পরিবার থেকে সবাই শিখতে পারে।

  • @user-tb3ok9ft9z
    @user-tb3ok9ft9z 8 หลายเดือนก่อน +16

    ইয়াহিয়া স্যারের অবদান এ সমাজ সত্যি মনে রাখবে❤️

  • @dgartstarashhomedecorillus9579
    @dgartstarashhomedecorillus9579 8 หลายเดือนก่อน +31

    সময়োপযোগী হতে নিজের পেশা কিংবা শিক্ষা সিস্টেমে অবশ্যই পরিবর্তন আনা দরকার নয়তো পিছিয়ে থাকতে হবে। প্রয়োজনে শিক্ষকদেরও নির্ধারিত সময় অন্তর অন্তর পরীক্ষা দিয়ে তাদের যোগ্যতা ও অভিজ্ঞার প্রমান দিতেহবে, এমন বাছাই শিক্ষকদের কাছে ছাত্র- ছাত্রীরা আপডেট শিক্ষায় শিক্ষিত হয়ে তা যাপিত জীবনে প্রয়োগ করতে পারবে। নতুন শিক্ষিত বেকারদের জন্য পার্টটাইম কাজের ব্যবস্থা করতে হবে নইলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাবে কিভাবে।

    • @dristyislam-qc3ni
      @dristyislam-qc3ni 7 หลายเดือนก่อน +1

      🥰🥰🥰😍😍😍🤩🤩🤩

    • @jahurulhoq7577
      @jahurulhoq7577 7 หลายเดือนก่อน +1

      ১২৫০০ দিয়া এতো চাপ কেউ নিবেনারে, মামা।

  • @techwithdipufrom0ton621
    @techwithdipufrom0ton621 6 หลายเดือนก่อน

    You have touched on a pressing issue. Keep up your good work

  • @user-fq8sw9bl9b
    @user-fq8sw9bl9b 8 หลายเดือนก่อน

    Farabi bhi sobtkeke asol kothata bolte parlen, aikhane sobche lovoban hocche teachers society ❤

  • @sarminakter6652
    @sarminakter6652 8 หลายเดือนก่อน +10

    Just super.... podcast টা খুবই সময় উপযোগী।।। এই পডকাস্ট এর খুবই দরকার ছিল।।।। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইয়াহিয়া আমিন ভাই ❤❤❤❤❤ আপনার প্রত্যেকটা podcast just মারাত্মক ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 পুরা to the point এ কথা🔥

  • @mesbahulislam522
    @mesbahulislam522 8 หลายเดือนก่อน +4

    Nowadays this is a good discussion for upcoming problems.🎉. Appreciate able. Thanks a lot.❤

  • @shawkath
    @shawkath 7 หลายเดือนก่อน +22

    Five key takeaways:
    Educational Reform Debate: The podcast discusses the necessity and timing of educational reforms, questioning whether these changes are appropriate and timely in the current context.
    Shift Towards Practical Knowledge: There's an emphasis on the transition from traditional educational methods to more practical, skill-based learning, reflecting the needs of the modern world.
    Journalism and Communication: The conversation touches upon the evolution of journalism and communication, contrasting traditional methods with current and future trends, including the role of social media.
    Challenges of Digital Age: The podcast addresses the challenges and opportunities presented by the digital age, such as online learning, screen addiction, and the impact on psychological development and socialization.
    Importance of Holistic Development: It highlights the importance of comprehensive educational programs that foster psychological development, socialization, confidence, and communication skills in students.

    • @alamgirpatwary4082
      @alamgirpatwary4082 7 หลายเดือนก่อน

      দিন ৮০😊😊😊🎉😂😂

    • @mstshahanarakhatun2943
      @mstshahanarakhatun2943 7 หลายเดือนก่อน

      ভভবভভব্দপ্তঙঙ্গ সকালের সোনালী আলোয়🌞 মনের জানালা খুলে দেখো আজকের দিনটা কত সুন্দর… 🌈Good Morning🌈সকালের সোনালী আলোয়🌞 মনের জানালা খুলে দেখো আজকের দিনটা কত সুন্দর… 🌈Good Morning🌈ক্ষ ৈচ চ্চ❤❤😂😂😊সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার। পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর। 🎁🎂🎉 শুভ জন্মদিন 🎉🎂🎁চচ্ছ্রচর্খখ চ্চচ
      ​@@alamgirpatwary4082

    • @mathematicsatozsolutions2431
      @mathematicsatozsolutions2431 6 หลายเดือนก่อน

      0:23 0:23

  • @sheikhfahim650
    @sheikhfahim650 7 หลายเดือนก่อน

    Convince করার মতো আলোচনা ...... I wish if education minister could be convinced through this.......

  • @naifasshow3546
    @naifasshow3546 8 หลายเดือนก่อน +4

    ভাই একদম সহমত। শিক্ষার সাথে কর্মের যোগানের কোন মিল ছিল না এবং নেই আমাদের আগের শিক্ষা ব‍্যবস্থায়।
    এবং আমার প্রশ্ন, বতর্মান শিক্ষা ব‍্যবস্থায় সেই লেকিংস টা কী পূরণ হবে?
    উচিৎ কর্মমুখী এবং নৈতিক শিক্ষা।
    ইংরেজিতে যোগাযোগ করার দক্ষতা স্কুল থেকেই শিখুক। এবং শিখুক অনেক অনেক দক্ষতা।
    যেমন : সিরামিক নিয়ে আমাদের দেশের প্রচুর সম্ভবনা, আইটি সেক্টর, ফ্রিল‍ান্সিং, আরও আরও অনেক কিছু।

  • @mirzaabbass
    @mirzaabbass 8 หลายเดือนก่อน +2

    Coaching center: I think it's necessary. I have seen coaching centers everywhere in first world countries.
    Infrastructure: BD's educational infrastructure is zero.
    Teachers qualification and salary: Both need to be adequate and smart. You didn't mention it on your podcast. This is one of the most important issues. You can't get the best teacher with poor salary.
    Guardians issue: I believe most guardians in the city arena are up-to-date.
    At the end, whole system need to be state of the art as they are inter-related. Thanks for the podcast anyways.

  • @ummezuhaifa160
    @ummezuhaifa160 7 หลายเดือนก่อน

    Very important discussion very important & contemporary topic 👍👍👍

  • @Siyam-smith
    @Siyam-smith 7 หลายเดือนก่อน +1

    নিজ জায়গা থেকে পরিবর্তন হতে হবে,,,✌️🇧🇩

  • @mdasadullahsikdar4527
    @mdasadullahsikdar4527 8 หลายเดือนก่อน +16

    এই ভিডিও থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে...!

  • @shuburnachodhuary3368
    @shuburnachodhuary3368 8 หลายเดือนก่อน +67

    Sorry to say no one tells about adding coding language and learning Third language such as Arabic or any other UN's officials language.

    • @shohagUniverse
      @shohagUniverse 8 หลายเดือนก่อน +2

      One of the best comment.

    • @greengalaxy8873
      @greengalaxy8873 8 หลายเดือนก่อน +2

      Good comment. Very much underrated.

    • @CD-ip7zz
      @CD-ip7zz 8 หลายเดือนก่อน

      Institutional education, usually obtained through schools, colleges and universities, lays the foundation for many successful careers. But today the number of highly educated unemployed with good results is high all over the world. Here are some key advantages: Skill acquisition: Formal education provides a structured curriculum designed to teach specific skills and knowledge relevant to a chosen field. Not the only way. Many believe that education is the key to success. This is why parents often spend a lot of money and time to educate their children. Today there are many successful people who do not have formal education. However, it is much less likely to succeed without a formal education. In fact, the more education one has, the higher one's earning potential. But, it is important to note that Bill Gates and Mark Zuckerberg, two of the richest people in the world, dropped out of university despite the opportunity for higher education. Because they were already successful in acquiring skills, there was no need for higher education. We have many skilled people around us who have no formal education like:- skilled electricians, car-mechanics, mobile technicians, beef traders, grocers, they are more than an office clerk. earning Those who have no formal education.

    • @Foad_Ahmed
      @Foad_Ahmed 8 หลายเดือนก่อน +1

      Good initiative may took.
      But else!
      You're appreciated for your thought shared here.

    • @shailashahidullah4812
      @shailashahidullah4812 8 หลายเดือนก่อน

      Awesome!

  • @itsforyou2456
    @itsforyou2456 7 หลายเดือนก่อน +2

    ভাই প্র্যাকটিক্যাল শিক্ষা ব্যবস্থাকে আমি সাধুবাদ জানাই।কিন্তু আমার আপত্তি হলো আমাদেরসংস্কৃতি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরকম বিষয়গুলো অবশ্যই অবশ্যই পরিহার করতে হবে। আর নচেৎ এই উদ্যোগ ক্লোপস বা বুমেরাং হবে।

    • @user-pr4wo3si9j
      @user-pr4wo3si9j 7 หลายเดือนก่อน

      ধর্মীয় অনুভূতিতে আঘাত বিষয়ে বলতে গেলে তো মাদ্রাসা শিক্ষাকেই শ্রেষ্ঠ বলতে হয় । প্রথম মানুষ আদম মাটি দিয়ে তৈরি । আধুনিক শিক্ষায় এটা মানা হয় না । আর না মানলে তো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে । এইরকম অনেক আছে ।

  • @krakik
    @krakik 6 หลายเดือนก่อน

    সাংবাদিক সাহেবর প্রতিটা কথার ই যুক্তি আছে।

  • @mdashik5867
    @mdashik5867 8 หลายเดือนก่อน +4

    অনেক সুন্দর আলোচনা।এরকম ভিডিও এর আশায় ‍ছিলাম। ধন্যবাদ।

  • @jobayerhossain31
    @jobayerhossain31 8 หลายเดือนก่อน +8

    সবাই বলতেছেন দক্ষতা অর্জন করছে।একজন শিক্ষককে ১০০ শিক্ষার্থীকে মূল্যয়ন করতে হয়।সেটা কিভাবে সম্ভব?আর দেখান এই বছর কি কি দক্ষতা অর্জন করছে শিক্ষার্থীরা।

  • @mdfoyazmamun7498
    @mdfoyazmamun7498 7 หลายเดือนก่อน +1

    কারুকেলাম শিক্ষা আমাদের খুব প্রয়োজন।।পুরাতন শিক্ষা মন্ত্রী করতে চাইছেন।

  • @uddinuddin7873
    @uddinuddin7873 7 หลายเดือนก่อน

    তোমাদের মতো শিক্ষিতরাই বাবা, মাকে বৃদ্ধাশ্রম রাখে।

  • @muazbdvoice6892
    @muazbdvoice6892 8 หลายเดือนก่อน +30

    I have relatives in Florida, USA, one in Japan, three in Italy, and three in London, UK. I talked to everyone on video calls and watched their classes on TH-cam, the way their children follow the school and the curriculum, 20% of them are out of step with our current education, those who call modern, jumping like dogs and screeching like crows, are misleading the truth.

    • @ijshawon4379
      @ijshawon4379 8 หลายเดือนก่อน

      The fact is western parents are leaning towards homeschooling. They don't want to educate their children homosexuality and more like this type of hypocrisy.

    • @ummhabibaferdaushi7960
      @ummhabibaferdaushi7960 8 หลายเดือนก่อน +3

      Change should be started from primary level,,not in class 9, 10

    • @j.Hasan007
      @j.Hasan007 8 หลายเดือนก่อน

      I’m living in Spain before uk. If compare with bd, it’s like 100 yrs behind. Absolutely hiding something.

    • @iwillkillyouforsure
      @iwillkillyouforsure 7 หลายเดือนก่อน

      You're gay. 🗿

    • @syedashaheenakhan6425
      @syedashaheenakhan6425 7 หลายเดือนก่อน +1

      YOU are absolutely right.

  • @imranahmed1815
    @imranahmed1815 8 หลายเดือนก่อน +88

    If they really wanted to change the education system then add coding to the curriculum. In my opinion coding must be taught along with maths. This would enhance children's logical thinking at great extent.

    • @faisalrifat3289
      @faisalrifat3289 8 หลายเดือนก่อน +8

      Scratch programming is already added in class 4,5 and Data algorithms in class 7

    • @imranahmed1815
      @imranahmed1815 8 หลายเดือนก่อน +2

      @@faisalrifat3289 wow didn't know that. That's a very good decision.Now I'm starting to appreciate this change.😃

    • @sazzad7575
      @sazzad7575 8 หลายเดือนก่อน

      Agreed!!

    • @softknowledge9248
      @softknowledge9248 8 หลายเดือนก่อน

      20 yrs poreo coding diye solution hobe ta kivabe sure hoben?

    • @imranahmed1815
      @imranahmed1815 8 หลายเดือนก่อน +2

      @@softknowledge9248 Bhai coding kora or math solve kora egula manush r logical thinking increase kore problem solving skills increase kore brain r as a result 20 years pore bolen or 100 years pore bolen manush r problem skills thakte hobe because duniyate problem r obav kokhono hobe na so ai skills thakata chotobela theke grow kora uchit.

  • @mohammadabdalhossain2557
    @mohammadabdalhossain2557 7 หลายเดือนก่อน +2

    এই বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ডঃ সলিমুল্লাহ স্যারের মতামতের বিশ্লেষণ জানতে চাই।

  • @shamimhasan9322
    @shamimhasan9322 7 หลายเดือนก่อน

    Excellent Discussion On Education Curriculum...tnx

  • @zakiatasnim6651
    @zakiatasnim6651 8 หลายเดือนก่อน +11

    মাশাল্লাহ অনেক সুন্দর যুগ উপযোগী আলোচনা...💞💞💞

    • @CD-ip7zz
      @CD-ip7zz 8 หลายเดือนก่อน

      প্রাতিষ্ঠানিক শিক্ষা, সাধারণত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রাপ্ত, অনেক সফল ক্যারিয়ারের ভিত্তি তৈরি করে। তবে বর্তমানে সারা বিশ্বে ভাল রেজাল্ট সহ উচ্চ শিক্ষিত বেকার সংখ্যাই বেশি।এখানে কিছু মূল সুবিধা রয়েছে: দক্ষতা অর্জন: আনুষ্ঠানিক শিক্ষা একটি নির্বাচিত ক্ষেত্রের সাথে প্রাসঙ্গিক নির্দিষ্ট দক্ষতা এবং জ্ঞান শেখানোর জন্য ডিজাইন করা একটি কাঠামোগত পাঠ্যক্রম প্রদান করে।আমাদের জানা দরকার আনুষ্ঠানিক শিক্ষাই কিন্তু সফলতার একমাত্র উপায় না।অনেকেই বিশ্বাস করেন যে শিক্ষাই সাফল্যের চাবিকাঠি। এই কারণেই পিতামাতারা প্রায়শই তাদের সন্তানদের শিক্ষিত করার জন্য প্রচুর অর্থ এবং সময় ব্যয় করেন। বর্তমানে বহু সফল মানুষ আছে যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। যাইহোক, এটি একটি আনুষ্ঠানিক শিক্ষা ছাড়া সফল হওয়ার সম্ভাবনা অনেক কম। প্রকৃতপক্ষে, একজনের যত বেশি শিক্ষা আছে, তার উপার্জনের সম্ভাবনা তত বেশি। কিন্তু, এটি লক্ষ করা গুরুত্বপূর্ণ যে বিল গেটস এবং মার্ক জুকারবার্গ, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে দুজন, উচ্চশিক্ষায় সুযোগ বিশ্ববিদ্যালয়ে পেয়েও ছেড়ে দিয়েছিলেন । কারণ তারা আগেই দক্ষতা অর্জনে সফল হয়েছিলেন,উচ্চশিক্ষার আর কোন প্রয়োজন ছিল না।আমাদের আসেপাশে অনেক দক্ষ লোকজন আছে যাদের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই যেমন :- দক্ষ ইলেক্ট্রিশিয়ান, কার-মেকানিক,মোবাইল টেকনিশিয়াল,গরুর মাংসের ব্যবসায়ী, মুদিব্যবসায়ি এরা একজন অফিস ক্যারানির চেয়েও বেশি উপার্জন করছে। যাদের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।

  • @odessy0000
    @odessy0000 8 หลายเดือนก่อน +56

    Our neighbouring country India, did not make such drastic decisions about their educational system, yet their students are doing so well globally. Then, why totally alter the curriculum in Bangladesh?! Instead, we should change the questionnaire pattern asked in exams. Make them practical and application based rather than mugging up a bunch of stuff and reiterating everything memorized. So, I completely agree with him.

    • @xmurshedz
      @xmurshedz 8 หลายเดือนก่อน +7

      ​@@thesilentkiller3882Why are we obsessed with earth only why not Mars?

    • @RavarsenBlogspot
      @RavarsenBlogspot 8 หลายเดือนก่อน

      India is not the standard, it is mediocrity.

    • @asrafulislamfahim4283
      @asrafulislamfahim4283 8 หลายเดือนก่อน +2

      ​@@thesilentkiller3882Do we have infrastructure, equipment, budget & skilled teachers in our educational Institutions like Sweden or Finland?

    • @the80386
      @the80386 8 หลายเดือนก่อน +3

      indian students are not "doing so well globally" once you consider the proportion. the students doing well are the exceptions who did well despite their indian education. and they usually excel in corporate and/or research sector _after_ completing postgraduate education and/or research in western countries and eventually becoming citizens, revoking their indian citizenships in the process.