আমি একজন বীরভূমের মানুষ। জানতাম না, বীরভূমে এমন অট্টালিকা সমৃদ্ধ গ্রাম আছে যা এত ঐতিহ্য বহন করে। খুব ভালো লাগলো এগুলো জেনে। সুব্রত বাবু এবং প্রতিবেদককে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
বীরভূম জেলার পরিচিতি শুধুমাত্র শান্তিনিকেতন কেন্দ্রীক,অজানা এই তথ্য তুলে ধরার,জন্য অসংখ্য ধন্যবাদ। চুরুলিয়া কবি নজরুল ইসলামের জন্মস্থান কিন্তু অনেকের কাছে এই বিষয় অজানা যদি সম্ভব হয় একটা প্রতিবেদন তুলে ধরলে সবার আগ্রহ বাড়বে
@@HelloIndiaBangla চেষ্টা অবশ্যই করতে হবে কারন এটা আপনাদের দায়ীত্ব চুরুলিয়া নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া অ্যকাডেমিতে কবির ব্যবহৃত সব জিনিস রয়েছে সিগুলি তুলে ধরলে ভালে হয় আশায় থাকলাম।
আপনার প্রতিবেদনগুলি এককথায় অনবদ্য। ধারাবিবরনে বিন্দুমাত্র জড়তা নেই। ছবিগুলোও অতি সুন্দর ভাবে তোলা। আমি নিজেও বীরভূম জেলার লাভপুরের অধিবাসী। বীরভূমে বহু এমন জায়গা রয়েছে। এই জেলায়, আপনি নিশ্চয় জানেন, পাঁচটি সতীপিঠ। লাভপুর ফুল্লরা সতীপিঠ তারমধ্যে একটি। ধন্যবাদ।
আমি কুণ্ডলা বেড়াতে গিয়েছিলাম। হ্যাঁ বর্তমানে জীর্ণ অট্টালিকা গ্রাম। পূর্বে খুবই উন্নত ছিল ওই জমিদার গ্রাম। কি ছিল না গ্রামে! এককথায় বলি শহরে যা ছিল না সেগুলি ছিল কুণ্ডলা গ্রামে। ওই মুখার্জি পরিবারের বিশ্বজিৎ মুখার্জি মহাশয়ের সাথে 1983 সালে ট্রেণিং কলেজে একই রুমে একবছর ছিলাম। বয়সে আমার সিনিয়র ছিলেন। আচার আচরণে দেখেছিলাম জমিদারী ছাপ।খুব ভালো ব্যবহার পেয়েছিলাম ওনার কাছে।
ভিডিও দেখে খুব খুশি হলাম। সরকারের কি কোন ভূমিকা থাকতে পারে না এই গ্ৰামকে পুনরুজ্জীবিত করার আর পুরানো ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার। এখানে ও অনেক কিছু করার সুযোগ সুবিধা রয়েছে। ভিডিও করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ।
কুন্ডলা গ্রাম নিয়ে যে ভিডিও টা করেছেন খুব ভালো লাগল,কারণ যে জমিদার বাড়ি কথা তুলে ধরেছেন সেটা আমার মায়ের মামার বাড়ি, আমার দিদা মুখোপাধ্যায়ের বাড়ি মেয়ে, আমার ভাই ও লিখে পাঠিয়েছে ,হিমেল Chatterjee ।
খুব ভালো লাগলো। তবে একটা বিষয় বুঝতে পারলাম না- অন্য কোন গ্রামবাসী নেই ওখানে। যে দশম পুরূষের সাক্ষাৎকার নিলেন, বলতে বাধ্য হচ্ছি- তিনি যে বাড়ীর অন্দরমহল দেখালেন, সেখানে ও পরিচ্ছন্নতার যথেষ্ট অভাব। অবিলম্বে ব্যবস্থা না নিলে আরও দূর্দিন দেখতে হবে। শিবমন্দির গুলি সাজিয়ে তুলে, আরও উন্নয়নমূলক কাজ করে ( যা একটি মন্তব্যে দেখতে পেলাম) অবস্থার উন্নতি করা যায়। যাইহোক অনেক ধন্যবাদ আপনাকে এরকম অসাধারণ ভিডিওর জন্য
কুন্ডলা আমার নিজের বাড়ি। সেখানকার সাথে যোগাযোগ বর্তমান। প্রতিবেদন টি ভালো লাগলো। অনেক তথ্য এখনও অজানা রয়ে গেল। সুব্রত বাবু যে মলুটি গ্ৰামের কথা বলেছেন,সেটি আমার মামার বাড়ি।মলুটি নিয়ে একটা প্রতিবেদন করুন।
Hello sir saty আপনার প্রতিবেদন না দেখলে অনেক কিছু না জানা থেকে যাই আজকের এই প্রতিবেদন জেলা বাসির মন করা আর নানাওজনা দিক জানা যায় আপনার অবিনাশ পুরো দারুন আর আজ কুণ্ডলা মজার বিষয় হলো অবিনাশ পুর আমার মামার বাড়ি আর কুন্দলা আমার মেয়ে এর শশুর বাড়ি আমার জামাই এর নাম কুণ্ডলার মুখেরজী বাড়ির শ্রী সুব্রত মুখেরজি খুব ভালো লাগলো আপনাকে অজস্র ধন্যবাদ
কুন্ডলা গ্ৰামের আপনার প্রতিবেদন আমার দারুণ মন ছুঁয়ে গেছে। খুবই ভালো লাগলো আপনার বাচনভঙ্গি। তবে সাউন্ডের একটু সমস্যা হচ্ছে। আমি বীরভূম জেলার সিউড়ি শহরে থাকি। কুন্ডলা গ্ৰাম হয়ে কতো যাওয়া আসা করেছি,কিন্তু কোনোদিন যায় নি। আপনার ভিডিওতে অনেক কিছু জানতে পারলাম। বীরভূম জেলায় এইরকম প্রচুর পরিমাণে পুরানো অট্টালিকা অনেক অনেক জমিদার ও রাজাদের আছে। আপনি যদি এইগুলো ভিডিও আকারে প্রকাশ করেন, তাহলে খুবই ভালো হয়। আপনি ভালো থাকুন ও সুস্থ থাকুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Asadharon video.khub valo laglo. Ekhane ki sabai jete pare dekhate jonno?Kolkata thake ki vabe jabo jadi days kore janan to kitaggo thak bo.video tar jonno anak anak Dhannobad.
The real pictures of the buildings owned by the then landlords are glorious. Above all I convey my thanks to the representative of Hello India for his contribution to this hard work, " Searching for amazing facts".
অসংখ্য ধন্যবাদ দাদা অনেক ভালো লাগলো আমি বাংলাদেশ থেকে দেখছি আর অনেক ইতিহাস আপনার মাধ্যমে জানতে পারলাম ভালোলাগা থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলাম যাতে আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও বা ইতিহাস আপনার মাধ্যমে পেতে পারি আমার চ্যানেল ট্রাভেল এন্ড নিউজ বিডির পক্ষ থেকে আপনার প্রতি রইল শুভেচ্ছা
প্রতিবেদনটি কেমন লাগলো -আপনার মন্তব্য দিয়ে জানাবেন ।
Khub sundor 😊.
ধন্যবাদ আমাদের গ্রামে আসার জন্য ,এবং পুরনো দিনের এই গ্রামের ইতিহাস তুলে ধরার জন্য
আমার বাবার মামার বাড়ি।
কতবার গেছি।
আপনার এই প্রতিবেদন দেখে অনেক পুরোনো কথা মনে পড়লো।
ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
আমি একজন বীরভূমের মানুষ। জানতাম না, বীরভূমে এমন অট্টালিকা সমৃদ্ধ গ্রাম আছে যা এত ঐতিহ্য বহন করে। খুব ভালো লাগলো এগুলো জেনে। সুব্রত বাবু এবং প্রতিবেদককে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
Na na mamata begam er tmc karo west Bengal samandhe bhalo janba
খুব ভালো প্রতিবেদন এবং সমৃদ্ধ হলাম দাদা
প্রতিবেদন অত্যন্ত ভালো লাগলো। জীবন্ত ইতিহাসের চিহ্ন দেখতে ইচ্ছে করছে। ইতিহাস শ্মশানেও শেষ হয় না। নব নব রুপে নিজের মহিমা বজায় রাখে।
ধন্যবাদ। সুন্দর মন্তব্য।
অসাধারণ
কিন্ত এই অমূল্য সম্পদগুলির সংরক্ষণ প্রয়োজন আছে
ধন্যবাদ ।
বীরভূম জেলার পরিচিতি শুধুমাত্র শান্তিনিকেতন কেন্দ্রীক,অজানা এই তথ্য তুলে ধরার,জন্য অসংখ্য ধন্যবাদ।
চুরুলিয়া কবি নজরুল ইসলামের জন্মস্থান
কিন্তু অনেকের কাছে এই বিষয় অজানা
যদি সম্ভব হয় একটা প্রতিবেদন তুলে ধরলে সবার আগ্রহ বাড়বে
ওকে। নিশ্চয় চেষ্টা করবো।
@@HelloIndiaBangla চেষ্টা অবশ্যই করতে হবে
কারন এটা আপনাদের দায়ীত্ব চুরুলিয়া নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া অ্যকাডেমিতে কবির ব্যবহৃত সব জিনিস রয়েছে সিগুলি তুলে ধরলে ভালে হয়
আশায় থাকলাম।
@@kazireziasultanasiddiqui619 Thanks.
@@kazireziasultanasiddiqui619 নজরুলের নিয়ে অত মাতামাতির কোনো কারন নেই।
@@ArunSingh-ry2pt কাকে নিয়ে মাতামাতি করা উচিত....???? জানালে ভালো হয়
আপনার প্রতিবেদনগুলি এককথায় অনবদ্য। ধারাবিবরনে বিন্দুমাত্র জড়তা নেই। ছবিগুলোও অতি সুন্দর ভাবে তোলা। আমি নিজেও বীরভূম জেলার লাভপুরের অধিবাসী। বীরভূমে বহু এমন জায়গা রয়েছে। এই জেলায়, আপনি নিশ্চয় জানেন, পাঁচটি সতীপিঠ। লাভপুর ফুল্লরা সতীপিঠ তারমধ্যে একটি। ধন্যবাদ।
আমার বাড়ি সিউড়ি। কিছু কিছু জানতাম। কিন্তু নতুন অনেক কিছু জানলাম।
Khub valo lage choto choto Bengali history take jante. Osonkhoyo dhonnobad..
গা ছমছম করা সুন্দর স্নিগ্ধ গ্ৰাম
ধন্যবাদ।
আপনার ভিডিও দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গেছিলাম, অতীত মনকে নাড়া দিয়ে গেল। ধন্যবাদ।
ধন্যবাদ।
অপূর্ব!!নবদ্বীপ থেকে দেখছি,দারুণ লাগছে তথ্য সমৃদ্ধ এই ভিডিও।
শুভ দীপাবলী। ভালো থাকবেন।
অত্যন্ত সুন্দর একটি প্রতিবেদন। খুব ভালো লাগলো।
👍🏻darun lagche joto dekhchi ar sunchi 🤔 Toto valolagche pitoler Roth dekhlam ☺️ khub khub khub valo laglo ☺️🌹🌹🌹
Thanks.
Bah khub sundar laglo dekhte. Birbhum anek oitijjho purno. Archaeological survey of India ke janan jate Heritage building hisabe porigonito hoi. Thanks
ধন্যবাদ।
এক অজানা কে জানানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
Thanks.
@@HelloIndiaBangla
Welcome
Khub sundar video but kibhabe jete hoi seta jana gelo na
আমি কুণ্ডলা বেড়াতে গিয়েছিলাম।
হ্যাঁ বর্তমানে জীর্ণ অট্টালিকা গ্রাম।
পূর্বে খুবই উন্নত ছিল ওই জমিদার গ্রাম।
কি ছিল না গ্রামে! এককথায় বলি শহরে যা ছিল না সেগুলি ছিল কুণ্ডলা গ্রামে।
ওই মুখার্জি পরিবারের বিশ্বজিৎ মুখার্জি মহাশয়ের সাথে 1983 সালে ট্রেণিং কলেজে একই রুমে একবছর ছিলাম। বয়সে আমার সিনিয়র ছিলেন।
আচার আচরণে দেখেছিলাম জমিদারী ছাপ।খুব ভালো ব্যবহার পেয়েছিলাম ওনার কাছে।
ধন্যবাদ ।
খুব সুন্দর প্রতিবেদন
ধন্যবাদ সুব্রত।
কুণ্ডলা গ্রাম সম্বন্ধে আমার দীর্ঘদিনের কৌতূহল ছিল। খুব ভাল লাগল তথ্যগুলি জেনে।
তথ্য সংগ্রহকারীকে আমার নমস্কার জানাই।
ধন্যবাদ।
আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে। পথনির্দেশনা খুবই দুর্বল।
আপনার ভিডিও দেখলে অনেক অজানা তথ্য জানা যায়...এই ধরনের ভিডিও শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
ধন্যবাদ ।
অসাধারণ । ভীষণ ভালো লাগল। এই ইতিহাস সংরক্ষণ এবং প্রচার প্রয়োজন।
ধন্যবাদ।
ক্ষনিক সুখের উল্লাসে
আজি মন হাঁসে মোর,
খুন হাঁসে।
Thanks
Khub bhalo information thanks for sharing
Thanks for your comment.
ভারি সুন্দর প্রতিবেদন ।
ধন্যবাদ।
অামি বোলপুরের৷ দারুন লাগল৷
Thanks.
ভ।লো ল।গলো ,ধন্যবাদ।
ভিডিও দেখে খুব খুশি হলাম।
সরকারের কি কোন ভূমিকা থাকতে পারে না এই গ্ৰামকে পুনরুজ্জীবিত করার আর পুরানো ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার।
এখানে ও অনেক কিছু করার সুযোগ সুবিধা রয়েছে।
ভিডিও করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ।
Thanks.
Birbhum district labpur ps Dwarka gram niye ak ta vedio korun।
Okay Ami chesta korbo. Thanks for your comment.
Excellent rendition........... loved it...
Hi sir
Aaponar protibadan khub sundor,Ami aaponar songa kotha bolta chai.
খুব ভাল
ধন্যবাদ।
Osadharon, laglo 👏
Thanks for your comment.
Dhanyabad. Bondhur biyer subade, ei khane 3 ratri baser sujog hoyechhilo. Indrakamal Mukhopadhyay der barite. Khub bhalo laglo. Bohu purono katha mone pore gyalo.
ধন্যবাদ।
@@HelloIndiaBangla welcome
একটি ঐতিহাসিক তথ্যসমৃদ্ধ ভিডিও। দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
Thanks.
Purono jinis dekhle mon kharap hoye jai. Dadu Thakuma k khub miss kori
Thanks for your comment.
খুব সুন্দর লাগলো।মন ভরে গেল।ধন্যবাদ দাদা।আরও এরকম ভিডিও দেখবার আশায় রইলাম।
ধন্যবাদ।
খুব ভালো লাগলো ভিডিও টি
Thanks for your comment.
তীব্র গরমে দুর্গাপুর থেকে বাইক চালিয়ে যে পরিশ্রম করে আপনি ভিডিও বানালেন তার জন্য আপনাকে স্যালুট জানাই। খুব ভাল হয়েছে।
I want to communicate with Subrata Mukherjee of kundala on thinking he is my college friend. Phone number is required.
প্রিয় ভাইজান, ভিডিও টি দেখলাম এবং আপনাদের গ্রামের ইতিহাস শুনলাম। খুবই ইতিহাস সমৃদ্ধ। ধন্যবাদ ইউটিউবার এবং আপনাকে।আপনারই মোহাম্মদ মাছুম বাংলাদেশি।
@@aharkendro ধন্যবাদ ।
ধন্যবাদ ।
কুন্ডলা গ্রাম নিয়ে যে ভিডিও টা করেছেন খুব ভালো লাগল,কারণ যে জমিদার বাড়ি কথা তুলে ধরেছেন সেটা আমার মায়ের মামার বাড়ি, আমার দিদা মুখোপাধ্যায়ের বাড়ি মেয়ে, আমার ভাই ও লিখে পাঠিয়েছে ,হিমেল Chatterjee ।
Okay so many thanks.
Khub bhalo laglo..tobe bhabchi sara gram jure ottalika, sobai jomidar chilen tobe gorib manushgulo kothay thakto.
Gramer pase gorib manushera thaken possibly. Thanks for your comment.
দারুণ দারুণ ভালো লাগলো ভাই ধন্যবাদ আপনাকে 🙏🙏❤️❤️
সর্বমঙ্গলা মায়ের মন্দিরের কথা উল্লেখ করলে ভালো লাগত।তবে এখনও যথেষ্ট প্রানবন্ত।
Khub bhalo laglo dada.Apanar video dekhe anek natun kichu jana jay.
অনেক ধন্যবাদ।
ভীষণ ভালো লাগলো
Thanks for your comment.
এটা আমার মামাবাড়ি। আমার দাদুর নাম ত্রিশূলধারী Mukherjhee। খুব ভালো লাগলো এই ভিডিও দেখে।
Thanks for your comment.
আপনার ভিডিও মনটাকে কোথায় নিয়ে যায়, খুব ভালো লাগলো ধন্যবাদ
Thank you.
আবার নতুন স্বাদের নতুন একটি প্রতিবেদন । ভালো লাগলো ।
Thanks.
দারুণ জায়গা দেখালেন দাদা
Khub Valo laglo Dada.
Thanks for your comment.
খুব ভালো লাগলো। তবে একটা বিষয় বুঝতে পারলাম না- অন্য কোন গ্রামবাসী নেই ওখানে। যে দশম পুরূষের সাক্ষাৎকার নিলেন, বলতে বাধ্য হচ্ছি- তিনি যে বাড়ীর অন্দরমহল দেখালেন, সেখানে ও পরিচ্ছন্নতার যথেষ্ট অভাব। অবিলম্বে ব্যবস্থা না নিলে আরও দূর্দিন দেখতে হবে। শিবমন্দির গুলি সাজিয়ে তুলে, আরও উন্নয়নমূলক কাজ করে ( যা একটি মন্তব্যে দেখতে পেলাম) অবস্থার উন্নতি করা যায়। যাইহোক অনেক ধন্যবাদ আপনাকে এরকম অসাধারণ ভিডিওর জন্য
ধন্যবাদ।
Khub bhalo laglo. Kundala amar mayer mamar bari..shobha rani mukherjee amar dida. Khub bhalo hoi keu jodi nalhati kodya ghoshal bari samparke alokpat koren ebong maluti samparke
আমাকে details দেবেন। বিশেষ করে নলহাটি Kodya ঘোষাল বাড়ি সম্পর্কে। আপনার হোয়াটস আপ নম্বর দেবেন আমি যোগাযোগ করে নেব। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏🙏
ধন্যবাদ।
❤❤good report ❤❤well done
কুন্ডলা আমার নিজের বাড়ি। সেখানকার সাথে যোগাযোগ বর্তমান। প্রতিবেদন টি ভালো লাগলো। অনেক তথ্য এখনও অজানা রয়ে গেল। সুব্রত বাবু যে মলুটি গ্ৰামের কথা বলেছেন,সেটি আমার মামার বাড়ি।মলুটি নিয়ে একটা প্রতিবেদন করুন।
বোলপুর বা সিউড়ি থেকে কি ভাবে কুণ্ডলা যাবো? বাস স্টপ কোথায়?
এটা কোন পঞ্চায়েত?
@@apurbasar8901 Suri Station theke kache. Apni google map e dekhe nite paren. Thanks for your comment.
Please apnar what's app no amake deben . Thanks for your comment.
খুব সুন্দর লাগল
ধন্যবাদ।
Monta udas hoye galo
Very nice.
Darun laglo
ধন্যবাদ।
Hello sir saty আপনার প্রতিবেদন না দেখলে অনেক কিছু না জানা থেকে যাই আজকের এই প্রতিবেদন জেলা বাসির মন করা আর নানাওজনা দিক জানা যায় আপনার অবিনাশ পুরো দারুন আর আজ কুণ্ডলা মজার বিষয় হলো অবিনাশ পুর আমার মামার বাড়ি আর কুন্দলা আমার মেয়ে এর শশুর বাড়ি আমার জামাই এর নাম কুণ্ডলার মুখেরজী বাড়ির শ্রী সুব্রত মুখেরজি খুব ভালো লাগলো আপনাকে অজস্র ধন্যবাদ
L
Dhanyabad! Asadharan ak swarna khonir sandhan dieyechen aapni! Video protibedanti khub bhalo korechhen!
Thanks for your comment.
খুব ভালো লাগলো ধন্যবাদ তোমাকে ভাই
Thanks for your comment.
সাবস্ক্রাইব করলাম বাংলাদেশ থেকে,,,,।
Thanks for your comment and thanks for subscribing channel.
আজ প্রথম আপনার ভিডিও দেখলাম খুব ভালো লাগল ।
Thanks for your comment.
চকদিঘীর রাজবাড়ী নিয়ে vdo করুন ,
অনেক কিছু জানতে পারলাম,,,,,, আপনাকে অসংখ্য ধন্যবাদ !
ধন্যবাদ।
Apnar chaneler ami niomito darsak. Anek kichu jana jai. Suveccha roilo.
Thanks for your comment.
First visit dada khub valo laglo anek kichu jante parlam. Khub sundor vabe ajana tothyo tule dhorechyen soti asadharon laglo. Valo thakben.💐👍
Thanks for your comment. Valo thakben.
কুন্ডলা গ্ৰামের আপনার প্রতিবেদন আমার দারুণ মন ছুঁয়ে গেছে। খুবই ভালো লাগলো আপনার বাচনভঙ্গি। তবে সাউন্ডের একটু সমস্যা হচ্ছে। আমি বীরভূম জেলার সিউড়ি শহরে থাকি। কুন্ডলা গ্ৰাম হয়ে কতো যাওয়া আসা করেছি,কিন্তু কোনোদিন যায় নি। আপনার ভিডিওতে অনেক কিছু জানতে পারলাম। বীরভূম জেলায় এইরকম প্রচুর পরিমাণে পুরানো অট্টালিকা অনেক অনেক জমিদার ও রাজাদের আছে। আপনি যদি এইগুলো ভিডিও আকারে প্রকাশ করেন, তাহলে খুবই ভালো হয়। আপনি ভালো থাকুন ও সুস্থ থাকুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ অপনাকে।
এটা দেখে খুব ভালো লাগছে,,এটা আমার মায়ের মামার বাড়ি ।।।
ওকে। ধন্যবাদ।
Sattie khub valo laglo .
Thanks for your comment.
Asadharon video.khub valo laglo. Ekhane ki sabai jete pare dekhate jonno?Kolkata thake ki vabe jabo jadi days kore janan to kitaggo thak bo.video tar jonno anak anak Dhannobad.
Apni dekhte aste paren. Tabe prai sab baritei tala chabi. Onekei baire thaken. Kayek jon bangsodhar ekhon grame thaken. Thanks for your comment.
Khub valo lagechhe...ei poribarer ki ekjon chhilen DSP er famous orthopaedic surgeon Dr D . Mukhopadhyay ??? Onar o Birbhum dt a badi chhilo.
Hai... Onar bari ti ekhane 3:55 second a dyakhano hoache... Sarbamangala mandir-er just opposite-a... 😊
অনেক তথ্য জানতে পারলাম
অজানা তথ্য জানলাম এবং দেখলাম।
ভাল লাগল, তবে অতীতের গভীরে গেলে আরও ভাল হতো।
Thanks for your comment.
প্রত্নতত্ত্ব অধিদপ্তর কোথায় ? এগুলো সংরক্ষণ জরুরি।
Thanks for your comment.
বাহ বেশ ভালো স্টোরি।
Thanks for your comment.
Osadharon representation
ধন্যবাদ ভাই।
Khub Valo lagbe thakar babostha korle. Tour Korte aneke asbe. Kolkata.
ধন্যবাদ মতামত জানানোর জন্য।
The real pictures of the buildings owned by the then landlords are glorious. Above all I convey my thanks to the representative of Hello India for his contribution to this hard work, " Searching for amazing facts".
Thank you Sir. I heartily giving you thanks for your encouraging words.
Valo laglo. Kintu kolkata theke train e kothai neme kivabe jabo
Valo laglo
Thanks for your comment.
অসংখ্য ধন্যবাদ দাদা অনেক ভালো লাগলো আমি বাংলাদেশ থেকে দেখছি আর অনেক ইতিহাস আপনার মাধ্যমে জানতে পারলাম ভালোলাগা থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলাম যাতে আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও বা ইতিহাস আপনার মাধ্যমে পেতে পারি আমার চ্যানেল ট্রাভেল এন্ড নিউজ বিডির পক্ষ থেকে আপনার প্রতি রইল শুভেচ্ছা
আমি আছি আপনার সাথে।
Birbhum er Bhadrapur a asen ekhbar Maharaja Nandakumar jir emon bari niye ekhta video banan
খুব ভালো লাগলো
Thanks for your comment.
আমি ওই গ্রামে বেরাতে গিয়েছিলাম, খুব সুন্দর জায়গা, গ্রামে মানুষ জন খুব কম।
Thanks for your comment.
ভালো লাগলো ধন্যবাদ
Thanks.
Khub sundor
Thanks for your comment.
A historical informative attractive video
Thanks.
Khub sundor hoyeche...
Thanks for your comment.
Apurva!Ki bishal kando karkhana bhabteo bhalo lage!Sir apnaneo anek 2 dhonyobad,eto sundor ei post er jonno.Subroto saheb keo anek dhanyabad,sab tathya dewar jonno.E ek itihash.Amra hoito konodin jete parbo na,tobe apner vlog sei abhab puro kore diyeche.Darun, darun!❤ from Bengaluru.
Thanks for your comment.
R ektu boro kore vdo korun / bhalo lage bole taratari ses hoe jae.
Ei Mukherjee poribarei Amar masir bari thanks you
Thanks for your comment.
ঈদ মোবারক। অসাধারন সুন্দর একটি পরিবেশনা। দেখে চমৎকৃত হলাম এবং রেখে গেলাম একরাশ মুগ্ধতা।
নিয়মিত একে অপরের ভিডিওগুলি দেখলেই না আন্তরিকতা বৃদ্ধি পাবে।🙏
ধন্যবাদ ।
@@HelloIndiaBangla ভাই, শুধু ধন্যবাদ দিলে খুশি হবোনা। মাঝে মাঝে আমার ভিডিওগুলিও দেখে আসবেন। আমিতো প্রতিদিন আপনারগুলি দেখি।
@@singer_ashim Certainly.
Very nice video ❤️❤️❤️
(Pranab Traveller's)
ধন্যবাদ।
খুব সুন্দর
Thanks for your comment.
খুব ভালো লাগলো আমি ও ভিডিও করেছি বীরভুম নিয়ে আমন্ত্রন রইলো দাদা। খুব ভালো ভাবে পেশ করলেন।
Thanks for your comment.
Badsha da khub sundar bolecho
Thanks.