পুরান ঢাকার জমিদার বাড়ি যেনো প্রাচীন ঐতিহ্যের আস্ত ভাণ্ডার || Old Zamindar Bari of Puran Dhaka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 922

  • @Sumonkhan-lz2np
    @Sumonkhan-lz2np 3 ปีที่แล้ว +324

    জমিদারের এই উত্তরসূরীর , ব্যবহার অনেক চমৎকার । একেই বলে , ব্যবহারে বংশের পরিচয় । দোয়া রইল ভাইটির প্রতি ।

  • @mdabdulhakim8558
    @mdabdulhakim8558 3 ปีที่แล้ว +127

    সত্যি ব্যবহারে বংশের পরিচয় এমন একটা লোকের মনে কোনো অহংকার নেই ❤️form🇮🇳

  • @adhnanamin8645
    @adhnanamin8645 3 ปีที่แล้ว +175

    ৪০০ বছর আগের কোরান দেখতে পেয়ে খুব ভালো লাগলো।

    • @sudipadhikari9752
      @sudipadhikari9752 2 ปีที่แล้ว +1

      Baler dhormo dhormo sob jaygay anis to sala brain washed public sob .

    • @nurislam8221
      @nurislam8221 2 ปีที่แล้ว +2

      @@sudipadhikari9752 তুই একটা জারজ সন্তান

    • @mohamednahid2049
      @mohamednahid2049 2 ปีที่แล้ว +2

      @@sudipadhikari9752 sob kichu er age dhormo tor moto malayon bhujbe na seita

    • @abuzaformohammedaman9205
      @abuzaformohammedaman9205 2 ปีที่แล้ว

      @@sudipadhikari9752 Ai suwor ar baccha tor ato somossa kiser re.

    • @colonelbd
      @colonelbd 2 ปีที่แล้ว

      হে hmmmm

  • @gajjalybhuiyan73
    @gajjalybhuiyan73 3 ปีที่แล้ว +55

    তারা শুধু জমিদারি ই ছিলেন না, তার পূর্ব পুরুষ ছিলেন মাওলানা, উচ্চ শিক্ষিত, অনেক গুনের অধিকারী। খুব ভালো লাগলো। তাদের ব্যবহার দেখে আমি মুগ্ধ।

  • @zisan012
    @zisan012 3 ปีที่แล้ว +275

    উনার ব্যাবহার দেখলেই বুঝা যায় উনি কোন বংশের ❤️ ভালোবাসা রইল

    • @sujon5483
      @sujon5483 3 ปีที่แล้ว +1

      Ami onak happy ai vodeo ta dhaki

  • @santanumukherjee9865
    @santanumukherjee9865 3 ปีที่แล้ว +23

    এত বড় বংশের সন্তান অথচ কি অমায়িক এনার ব‍্যাবহার। প্রাচীন ঐতিহ্য কে রক্ষায় ওনার উৎসাহ এবং উদ্দীপনা সত্যিই অতুলনীয়। ওনার প্রচেষ্টা সর্বাত্মক ভাবে সফল হোক , ঈশ্বরের কাছে সেই কামনাই করি। একদম আলাদা ধরনের একটি এপিসোড। 👌👌

    • @NiazYou
      @NiazYou 3 ปีที่แล้ว +2

      Imran bhai, is also a iconic person of travel industry since last 25 to 30 years. He was worked with Gulf Air and many more airlines & travel trade in Dhaka, Bangladesh. His behavior is really amazing. Wish his good health & prosperity for heritage home.

  • @dbsjdhdhd9809
    @dbsjdhdhd9809 2 ปีที่แล้ว +22

    400 বছর আগের করান দেখে মুগ্ধ হলাম, ইমরান ভাইকে অনেক ধন্যবাদ জানাই,আপনাকে যে এত সুন্দর করে সম্মান দিয়ে সবকিছু প্রদর্শন করার জন্য বিশেষ ধন্যবাদ ওনাকে এবং আপনাকেও ধন্যবাদ

  • @nurnobi1466
    @nurnobi1466 3 ปีที่แล้ว +12

    আমার মনে হয় উনি পৃথিবীর সেরা মানুষ যে পূর্ব পুরুষের জিনিস গুলো যত্নে রেখেছে ধন্যবাদ আপনাকে

  • @anulekhadaskanungo2306
    @anulekhadaskanungo2306 2 ปีที่แล้ว +29

    আমি পশ্চিমবঙ্গের অধিবাসী, আমার পূর্ব পুরুষদের আদি নিবাস চট্টগ্রাম।আমি কোনদিন পাইনি তবে অদ্ভুত একটা টান অনুভব করি,আর বাঙালির প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি অসম্ভব ভালোবাসা আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যদি কখনো যেতে পারি নিশ্চয়ই এসব কিছুর স্বাদ নিয়ে ধন্য হব।

    • @mintudatta9819
      @mintudatta9819 ปีที่แล้ว

      Hay tan ta amder thakatai savabik ,karon ke bolte pare oi Oitihasih nidorsongulir hoyto beskichu totkalin amder hindu raja ba jomidarder barir theke Luthkora tader songroher bostu chilo ja ajj kaler koral tufane choriyachitiya geche ,kaon ajj ar tader kichu sonrakhito nei .Ektu chinta kore dekhun je jomidar tar jomidari matro 1800 stabdite sthapon korechen tar songroher somtho bostu 300 ,/400-athoba 500 bochorer puraton tahole ei durov bostu gulo sei somy nischoi kono anno raj ba Jomidarder adorer songroher bostu chilo ebon tara baboharo korten ,segulo ,tarpor hat bodol hoya ajj onar kache onar purbo puruser dara songrohe eseche ,are jara er original malikchilen tara ajj itihaser patatheke muche gachen karon tara onn dhormer chilen .

    • @galaxyj4884
      @galaxyj4884 ปีที่แล้ว

      I Like you

    • @abubokkor911
      @abubokkor911 11 หลายเดือนก่อน +1

      আপনাকে স্বাগতম জানাই আমাদের বাংলাদেশে অবশ্যই আসবেন অবশ্যই আমাদের সোনার বাংলা ঘুরে দেখবেন কতটা মায়া স্নেহ জড়িয়ে আছে ❤️❤️❤️

    • @hasanreyad326
      @hasanreyad326 6 หลายเดือนก่อน

      আমি চট্টগ্রামের, প্রয়োজনে জানাবেন

    • @touhidulhaque8605
      @touhidulhaque8605 5 หลายเดือนก่อน

      আসুন বাংলাদেশে। এসে আপনার পূর্ব পুরুষদের দেখে যান।

  • @mahapatraamit
    @mahapatraamit 3 ปีที่แล้ว +269

    আমি ভারতবর্ষ হইতে দেখছি আপনার ভিডিও , আর ভাবছি অতিতে যখন ভারতবর্ষ এক ছিল তখন আমাদের সোনার বাংলা কতই না সমৃদ্ধ ছিল , আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসী ,

    • @noobossgaming6028
      @noobossgaming6028 3 ปีที่แล้ว +18

      ধন্যবাদ দাদা 🇧🇩
      সম্ভব হলে বাংলাদেশ একবার ঘুরে যাবেন।

    • @alamgiralamgirhossain8334
      @alamgiralamgirhossain8334 3 ปีที่แล้ว +16

      দুই বাংলা আবার এক হবো ইনশা আল্লাহ

    • @faruk3602
      @faruk3602 3 ปีที่แล้ว

      th-cam.com/video/L8OwHeVF1YQ/w-d-xo.html

    • @mdabdullahmasum650
      @mdabdullahmasum650 3 ปีที่แล้ว +2

      ভারতবর্ষ কবে এক ছিল?

    • @MdIqbal-sh7tp
      @MdIqbal-sh7tp 2 ปีที่แล้ว +6

      @@mdabdullahmasum650 1948সালের আগে ভারতবর্ষ এক ছিল!!

  • @mehedihasansohag3689
    @mehedihasansohag3689 3 ปีที่แล้ว +62

    এককথায় অসাধারণ। জমিদার জাদা ইমরান সাহেব, আসলেই স্বভাবেই বংশের পরিচয়।

  • @ExplorerArka
    @ExplorerArka 3 ปีที่แล้ว +186

    ভদ্রলোক আপনাকে দেখে খুবই Excited হয়ে গিয়েছিলেন।।। খুব ভালো ভাবে বুঝিয়ে ও ঘুরিয়ে দেখালেন।।।🇮🇳 🤝 🇧🇩

    • @msquaremikat
      @msquaremikat 3 ปีที่แล้ว +15

      উনি এমনই,,উনি যারা যাই সবার সাথেই এমন ব্যাবহার করেন,,উনার ওখানে যে কেওই যেতে পারেন,,অতিথিপরায়ণ উনি খুব

    • @mdrahat2338
      @mdrahat2338 3 ปีที่แล้ว +1

      @@msquaremikat আপনি ঠিক বলেছেন.

    • @zahidulalam2243
      @zahidulalam2243 3 ปีที่แล้ว +1

      @@mdrahat2338 oö

    • @mioshasan8372
      @mioshasan8372 3 ปีที่แล้ว

      We dont have to india

    • @mdrahat2338
      @mdrahat2338 3 ปีที่แล้ว +1

      @@mioshasan8372 what do you mean 🙄

  • @samjedalam6305
    @samjedalam6305 3 ปีที่แล้ว +92

    ব্যাবহার বংশের পরিচয়
    যা ইমরান ভাইকে দেখে উপলব্ধি করলাম❤️

  • @jakirahmed5103
    @jakirahmed5103 2 ปีที่แล้ว +9

    এত পুরোনো জিনিস দেখে আমি মুগ্ধ
    কি সুন্দর ছিলো তখনকার রাজার আমল আসবাবপত্র। সত্যি আমি মুগ্ধ।
    ধন্যবাদ সালাউদ্দিন ভাই

  • @ahshanhabib6259
    @ahshanhabib6259 3 ปีที่แล้ว +35

    আবু মোহাম্মদ ইমরান ভাইকে অসংখ্য ধন্যবাদ। তিনি খুব যত্ন করে মূল্যবান জিনিসগুলো সংরক্ষণ করেছেন। সুমন ভাইয়ার ভিডিও প্রতিনিয়ত আমাকে সমৃদ্ধ করে। গর্ব হয় আমি তার বিভাগের (এমসিজে) অনুজ।

  • @devbappa493
    @devbappa493 3 ปีที่แล้ว +55

    জমিদার বংশের অতুলনীয় আভিজাত্যের দুর্দান্ত সংরক্ষণ তথা প্রদর্শন। সুমন ভাই ও বিরাজদার মতো সত্যিকারের জহুরীকে পেয়ে উনি অত্যন্ত উৎসাহিত।

  • @rayhancomputer1215
    @rayhancomputer1215 2 ปีที่แล้ว +11

    যাদুঘরে টিকেট কেটে ঢুকেও এতো সুন্দর নিদর্শন হয়তো দেখতে পাওয়া যায় না! ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাইকে বাংলার ইতিহাস এবং ঐতিহ্যকে আমাদের সামনে এভাবে তুলে ধরার জন্য!

    • @AJmygolpo
      @AJmygolpo 2 ปีที่แล้ว

      টিকেট কেটে ডুকলেও ছবি তুলতে নিষেধ করবে।

  • @dipankardey5264
    @dipankardey5264 3 ปีที่แล้ว +134

    আমি ইন্ডিয়া থেকে আপনার ভিডিও দেখি। খুব ভালো লাগে আপনার ভিডিও দেখতে।

    • @twistofjoy
      @twistofjoy 3 ปีที่แล้ว +9

      ধন্যবাদ। আমাদের দুই বাংলা সব সময়ে যাতে সুন্দর সম্পর্ক নিয়ে থাকতে পারে

    • @shokharonjonshil2046
      @shokharonjonshil2046 3 ปีที่แล้ว

      ⁰llo8l

    • @diyasmom2749
      @diyasmom2749 3 ปีที่แล้ว +5

      আমার বাডি আলিপুরদুয়ার ভিডিও ভালো লাগে দাদাভাই ইন্ডিয়া 🥰🥰

    • @parvezvlogs83
      @parvezvlogs83 3 ปีที่แล้ว +1

      Same

    • @tanvirsohel9951
      @tanvirsohel9951 3 ปีที่แล้ว +3

      Dipankar Dey tomake thanks video dekhar jonno

  • @kanizfarzana1330
    @kanizfarzana1330 3 ปีที่แล้ว +45

    ব্যবহার বংশের পরিচয়, আর ওনার ব্যবহার , আন্তরিকতায় উনি সেই প্রমাণ দিয়েছেন❤️❤️❤️❤️

  • @nirmalmitra1364
    @nirmalmitra1364 2 ปีที่แล้ว +9

    এটা একটা বিশ্ব মানের জাদুঘর, কোন সন্দেহের অবকাশ নেই। সবার প্রতি অফুরন্ত শুভেচ্ছা ও ভালবাসা রইল ।।

  • @tonnitonni9119
    @tonnitonni9119 3 ปีที่แล้ว +5

    ইমরান সাহেবের ব্যবহার খুবই আন্তরিক। কি সুন্দর করে যত্ন সহকারে জিনিসগুলো সংরক্ষণ করেছে মাশাআল্লাহ। আমার পরদাদাও পাবনার জমিদার ছিলো কিন্তু সংরক্ষণের অভাবে সব বিলীন হয়ে গেছে আর পরে আছে কিছু ধূসর স্মৃতি। খুব ভালো লাগছিলো উনার উৎসাহ নিয়ে সবকিছুর সাথে পরিচয় করিয়ে দেয়াটা। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আপনাদের জন্য।

  • @bm9035
    @bm9035 3 ปีที่แล้ว +143

    জীবনে কখনো সুযোগ হয় আমি একবার বাংলাদেশ ঘুরতে চাই।
    পশ্চিমবঙ্গ (ভারত)থেকে বিপ্লব

    • @raihankabir8044
      @raihankabir8044 3 ปีที่แล้ว +5

      আমি আমার অন্তর থেকে আপনাকে আমাদের বাংলাদেশ আসার আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই আসবেন - আমি বাংলাদেশের উত্তর বঙ্গের জয়পুরহাট জেলা থেকে শুভেচ্ছা ও শুভকামনা করছি

    • @Benzamintalukdar
      @Benzamintalukdar 3 ปีที่แล้ว +4

      আমি পুরান ঢাকা থেকে।তাসমিদ আহমেদ বিপ্লব। জীবনে কখনো সুযোগ হলে আমিও যেতে চাই আমার স্বপ্নের শহর মুর্শিদাবাদ।

    • @faruk3602
      @faruk3602 3 ปีที่แล้ว

      th-cam.com/video/L8OwHeVF1YQ/w-d-xo.html

    • @Benzamintalukdar
      @Benzamintalukdar 3 ปีที่แล้ว

      @Mohammad Ashik ❤️❤️❤️❤️❤️

    • @mostafatarek5771
      @mostafatarek5771 3 ปีที่แล้ว

      Welcome to Bangladesh

  • @abdulkarim8318
    @abdulkarim8318 3 ปีที่แล้ว +9

    এদের কে অবশ্যই আমাদের সম্মান করতে হবে এই ইমরান ভাই আমাদের বাংলার একমাত্র জমিদার। ব্যবহারে বংশের পরিচয় এখানেই প্রমাণ ধন্যবাদ।।

  • @emonsheikh9719
    @emonsheikh9719 2 ปีที่แล้ว +4

    অমায়িক ব্যাবহার ইমরান ভাইয়ের,, আমাদের জন্য গর্ব হই যে এখনো পুরাতন ইতিহাস টিকে আছে,,সুমন ভাইলেও ধন্যবাদ জানাই যে আপনার মাধ্যমে আমরা এতো পুরাতন রাজবাড়ী দেখতে পারি এবং সেগুলোর ইতিহাস কিছুটা হলেও জানতে পারি।

  • @prakashdebnath3796
    @prakashdebnath3796 3 ปีที่แล้ว +6

    আমি ভারত থেকে আপনার ভিডিও দেখি আপনার ভিডিও প্রেজেন্টেশন আমার খুব ভালো লাগে একটা খুব মিষ্টি একটা মাটির গন্ধ পাই আর আপনার ভয়েস তো আমকে ভীষণ মুগ্ধ করে । আপনি এরকম আরো অনেক ভিডিও বানাতে থাকুন আর আমাদের কে মুগ্ধ ও আনন্দ দিতে থাকুন ।ভালো থাকবেন সুমন দাদা ❤️

  • @ShahinHazari
    @ShahinHazari 3 ปีที่แล้ว +20

    মানুষের আয়ুর বয়স কম
    হলেও তাঁর স্মৃতির বয়স চিরকাল।
    স্মৃতির রয়ে যায়,
    মানুষের ও স্মরণ হয়ে যায়।

  • @niharbasu6004
    @niharbasu6004 3 ปีที่แล้ว +3

    পুরোন ইতিহাসের প্রতি বরাবরই আমার আগ্রহ অসীম। পুরনো দিনগুলোর ইতিহাস মানুষ জনের ইতিহাস জানার দূর্নিবার আগ্রহ আমার চিরদিনের। সুমন ভাইয়ের উপস্থাপনা দেখতে দেখতে মনটা হারিয়ে যায় সূদুর অতীতে। মনে হয় আমি যেন আর বর্তমানে নেই। সেই জমিদার বাড়িরই একজন সদস্য হয়ে গেছি। আর তখনকার পারিপার্শিকতার মধ্যেই আমি জন্মেছি। আমি মুগ্ধ আমি স্মমোহিত। আর সুমন ভাইএর বাচনভঙ্গি আমাকে আরো মুগ্ধ আরো আবিষ্ট করে তোলে। আমি সুমন ভাইয়ের জন্যই প্রাচীন জমিদার বাড়ির ইতিহাস গল্পের ছলে জানতে পারছি আর শিখতে পারছি। সুমন ভাইয়ের কাছে অনুরোধ আপনি আরো অনুরূপ অনুষ্ঠান করে আমাদের জ্ঞান পিপাসা পূর্ন করুন। ধন্যবাদ।।

  • @rajuankarim7275
    @rajuankarim7275 3 ปีที่แล้ว +9

    ওনার ব্যবহার এতো মার্জিত। সত্যিই উনার ব্যবহার অসাধারন। উনার আন্তরিকতা দেখে অবাক হয়েছি।

  • @anarulhoquesafui5280
    @anarulhoquesafui5280 3 ปีที่แล้ว +3

    অন্তরের সুমন ভাই, তোমার সমস্ত nostalgic ভিডিও আমাকে সোনার বাংলাদেশ কে ভালো বাসতে শিখিয়েছে।
    হায়!আজ আমরা পশ্চিমবাংলা থেকে শুধু আফসোস করি। আমার সোনার বাংলা দুই টুকরা!!
    ভাবতেই চোখে জল আসে!
    জমিদার পৌত্রের ব্যবহার মনোমুগ্ধকর। তোমাদের সবার প্রতি সালাম ও শুভেচ্ছা রইল।
    আমার শহর ডায়মন্ড হারবার, কলকাতা, ভারতে আসার জন্য
    নিমন্ত্রণ করছি।

  • @raianhussain9288
    @raianhussain9288 3 ปีที่แล้ว +2

    আসলেই ইমরান ভাই জমিদারের বংশধর উনার ব্যাবহার প্রমান করে উনার পূর্বপুরুষ সত্যীকারের ভালো মানুষ ছিলেন। ধন্যবাদ

  • @oshikkhito3356
    @oshikkhito3356 3 ปีที่แล้ว +7

    আমার পিতৃ ভূমি সোনার বাংলাদেশ,,,, ভারত থেকে ভালোবাসি পিতৃ ভূমি কে❤️🙏

  • @sarowarmiha2425
    @sarowarmiha2425 3 ปีที่แล้ว +5

    আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রাচিন সৃতি গুলো ধরে রাখার জন্য,আপনি অনেক ভাল মানুষ

  • @sayerimasalagaramgaram5036
    @sayerimasalagaramgaram5036 3 ปีที่แล้ว +13

    আমি India ar west bengal থেকে।আপনার প্রত্যেকটি ভিডিও দেখি।আপনার ভিডিও গুলি দেখার পর একটা আলাদাই অনুভুতি তৈরি হয়।আমাদের পুরোনো ইতিহাস ও ঐতিয্য কে বাঁচিয়ে রাখতে হবে ,হারিয়ে দেওয়া যাবে না।🙏🙏তাই আপনাদের এগুলি সংরক্ষন করতে হবে🙏🙏

  • @freebackgroundmusic100
    @freebackgroundmusic100 3 ปีที่แล้ว +17

    জমিদার বাড়ী এখন জাদুঘর। 😱😱❤️
    এত পুরান জিনিস পত্র দেখে আমি মুগ্ধ। 😱😱❤️❤️

  • @md.jahangirchowdhury4941
    @md.jahangirchowdhury4941 3 ปีที่แล้ว +3

    ওনারা প্রত্যেকটি জিনিস খুব যত্ন করে রেখেছেন।সত্যিকার অর্থে মুগ্ধ হয়ে গেলাম।

  • @AminaKhatun-dw8qb
    @AminaKhatun-dw8qb 3 ปีที่แล้ว +10

    আপনি যেভাবে আমাদের দেশের প্রাচীন ইতিহাস তুলে ধরেন,আসলেই তা অতুলনীয়। আর আজকের ভিডিওটা তো একেবারেই অসাধারন।বলতে পারেন দেখে একেবারে মুগ্ধ ও বিমোহিত। আপনি আরো সামনে এগিয়ে যান,সেই প্রত্যাশাই করি।শুভো কামনা রইলো আপনার জন্য।

  • @saberulislam1164
    @saberulislam1164 3 ปีที่แล้ว +8

    কুরআন শরীফ টা দেখে অনেক ভাল লাগলো

  • @subhashsaha1944
    @subhashsaha1944 3 ปีที่แล้ว +1

    সত‍্যিই মুগ্ধ হয়ে গেলাম। অপূর্ব সব ঐতিহাসিক নিদর্শনগুলো অবাক হয়ে দেখতে দেখতে আমি নিজেও যেন সেই সময়ে চলে গেলাম। আর এই জমিদার বংশের ষষ্ঠ পুরুষ যিনি এত সুন্দরভাবে সবকিছু দেখালেন এবং বুঝালেন উনার সম্পর্কে ব‍লার মতো ভাষা আমার নেই। উনার দীর্ঘায়ু কামনা করছি।

  • @shekhawatakbar1040
    @shekhawatakbar1040 3 ปีที่แล้ว +37

    আপনার এপিসোড গুলো তে বাংলার ঐতিহ্য ভেসে উঠে

  • @allah-horgolam8191
    @allah-horgolam8191 3 ปีที่แล้ว +14

    আলহামদুলিল্লাহ ভিডিওটা অনেক ভালো লাগলো, এখান থেকে আমাদের শেখা উচিত পূর্বপুরুষ সবাই চলে গেছে আমাদের কেউ একদিন চলে যেতে হবে।

  • @ZahidHasan19711
    @ZahidHasan19711 3 ปีที่แล้ว +3

    ইমরান সাহেব ভদ্রলোক খুবই ভালো মনের মানুষ, উনার ব্যবহার দেখেই বুঝা যায় উনি কতো ভালো বংশের একজন, খুবই ভালো লাগলো উনার কথা গুলো, সালাম ইমরান Sir 💝💝💝

  • @MehediHasan-ik1ol
    @MehediHasan-ik1ol 3 ปีที่แล้ว +36

    ইমরান ভাইকে খুব ভালো লেগেছে, বিশেষ করে ওনার কথা বলাট ধরন। সাদা মনের মানুষ দেখেই বোঝা যায়, এমন লোকের খুব অভাব এই সমাজে 🙂

  • @allah-horgolam8191
    @allah-horgolam8191 3 ปีที่แล้ว +12

    আল্লাহ সুবহানাতায়ালা যেনো অতীতের সব নেতাদের জান্নাত নসিব করুক। আমিন।

  • @emonkhan9032
    @emonkhan9032 3 ปีที่แล้ว +2

    ,,, ইতিহাসের গন্ধে হারিয়ে গেছিলাম কিছু সময়ের জন্য,, প্রিয় সুমনভাই এর চেস্টায়

  • @tapanbanerjee3563
    @tapanbanerjee3563 3 ปีที่แล้ว +21

    Amazing...all antiques...from west Bengal...if ever I may visit Bangladesh...must visit Puran Dhaka...really heritage ...cordially thanks to you for this wonderful presentation...

  • @mayanff-7776
    @mayanff-7776 3 ปีที่แล้ว +6

    ব্যবহার যে বংশের পরিচয় এই কথাটি আরো একবার সত্য প্রমাণিত হয়ে গেলো❤️

  • @pujagorai2029
    @pujagorai2029 3 ปีที่แล้ว +8

    Sumon vai Ami India thaka apnar video dakhe apnar madhoma ja mulloban jinis gulo dakhta palom sotti onak valo laglo apni achan bolA amra ai purono jinis gulo dakhta Pai sb jaigai to jaoa somvob noi Tai onak valo thakban

  • @seemaislam8299
    @seemaislam8299 3 ปีที่แล้ว +2

    অসাধারন । আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম এখানে তিন চার মাস ছিলেন । আমাকে তো যেতেই হবে । আমি একজন আবৃত্তিশিল্পী এবং নজরুল ইন্সটিটিউটের একজন আবৃত্তি টিচার । আমি সব সময় কবি নজরুলের কবিতা আবৃত্তি করি । নজরুলের স্মৃতি বিজরিত অনেক জায়গায় গিয়েছি । এখানেও নিশ্চয়ই যাবো । আপনাকে ধন্যবাদ ।

  • @khrohul6458
    @khrohul6458 3 ปีที่แล้ว +3

    এতো যত্ন করে জিনিস গুলো আগলে রেখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @sayedislam9906
    @sayedislam9906 3 ปีที่แล้ว +1

    কি দারুন একজন মানুষ যাঁর বেবহারে মন ছুঁয়ে যায়,, ইমরাম ভাই ভালো থাকবেন,, আপনার বংশধরের জন্য রইলো ভালোবাসা আর দোয়া

  • @Roshi_Ghor
    @Roshi_Ghor 3 ปีที่แล้ว +7

    ইমরান ভাই একটা জাদুঘর তৈরি করুন তাহলে আমাদের মত মানুষরা নিজ চোখ এ এগুলো দেখতে পারবে ❤️

  • @anonontojoy7848
    @anonontojoy7848 3 ปีที่แล้ว +4

    ভিডিওটি ভাল লেগেছে আর তারচেয়ে বেশী ভাললেগেছে ইমরান ভাইয়ের ব্যবহার....

  • @pintostravels2179
    @pintostravels2179 3 ปีที่แล้ว +29

    চমৎকার..বাংলার ইতিহাস ..❤️✌️👏👍

  • @markpatrick7151
    @markpatrick7151 5 หลายเดือนก่อน

    সুমন ভাইয়ের মতো এমন একজন প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক পাগল, বাংলাদেশী বাঙালি মানুষকে আমরা পেয়েছি। সত্যি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে।

  • @tapanbanerjee3563
    @tapanbanerjee3563 3 ปีที่แล้ว +15

    From west bengal to be read after my name Tapan Banerjee instead after Amazing ...all antiques...
    Enjoyed the video from the core of my heart...edpecially the courtesy of the host touched our heart.

  • @RajuMandal-se2mr
    @RajuMandal-se2mr 3 ปีที่แล้ว +2

    _অসাধারণ, অসাধারণ। অজস্র ধন্যবাদ আপনাকে। সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন এই কামনা করি।_

  • @explorersourav9013
    @explorersourav9013 3 ปีที่แล้ว +3

    অসাধারন উপস্থাপনা ।। আমি কলকাতা য় আমন্ত্রণ জানিয়েছিলাম , আবার আপনাকে আমন্ত্রন জানানোর সুযোগ ছারছিনা।।
    দু টি দিন থেকে যাবে ন আর কিছু উপ্স্থাপনা আপনার তরফ থেকে চাই আমরা কলকাতা বাসী।।।🥰

  • @rupasil7379
    @rupasil7379 3 ปีที่แล้ว +3

    ভীষণ ভীষণ আকর্ষণীয় আজকের এই এপিসোড টা আপনার programme না দেখলে fulfilment হয় না

  • @mofidurrahman594
    @mofidurrahman594 3 ปีที่แล้ว +5

    কতো দিন আর অপেক্ষা করবো ভিডিও এসে গেছে। Love from India (Assam Dhubri)

    • @abdulmotaleb3296
      @abdulmotaleb3296 3 ปีที่แล้ว +1

      धुबुरी कोन सा जगह से हे

    • @mofidurrahman594
      @mofidurrahman594 3 ปีที่แล้ว

      @@abdulmotaleb3296 Dhubri Fakirganj (Wahab Bazar)

  • @Ajaydas19956
    @Ajaydas19956 3 ปีที่แล้ว +14

    Nice 🙏
    Imran Dada khub valo moner manush ❤️
    Love from Kolkata

  • @baponchambugong1412
    @baponchambugong1412 3 ปีที่แล้ว +7

    একেই বলে বংশের পরিচয়। ধন্যবাদ ইমরান ভাই।

  • @khrohul6458
    @khrohul6458 3 ปีที่แล้ว +30

    জমিদার বংশের হলে কি হবে,,,,,সে খুব বিনয়ী

  • @mohammadador9032
    @mohammadador9032 3 ปีที่แล้ว +13

    মাশাল্লাহ সালাউদ্দিন সুমন ভাই আপনার ভিডিও দেখে খুব ভালো লাগছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️❤️

  • @alokenath7647
    @alokenath7647 3 ปีที่แล้ว +3

    সুমন ভাই আপনাকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আপনি যেভাবে আপনার এই ঐতিহাসিক ভিডিওগুলো দেন ও আমরা দেখতে পাই । এবং আপনার ছবিগুলোর গুনগত মান এতই ভালো। আপনার কথার ধরন ও উচ্চারণ এতই স্পষ্ট যে আমায় মুগ্ধ করে। এবং কোনো ধর্মের বিভেদ না রেখে আপনি সব ধর্মের উপরে ভিত্তি করে ভিডিও বানান সেগুলো আমার প্রশংসার যোগ্য রাখেন। আমি আপনার একজন সাবস্ক্রাইবার।পশ্চিমবঙ্গ, ভারত থেকে। সর্বশেষ বিরাজদাকে আমার শুভেচ্ছা জানাবেন। আপনাকে আগাম ঈদের শুভেচ্ছা জানালাম। 🌹🌹🌹

  • @shamimreza3085
    @shamimreza3085 3 ปีที่แล้ว +5

    ব্যাবহার বংশের পরিচয় ধন্যবাদ মহাম্মাদ ইমরান ভাই ও সুমন ভাইকে সুন্দর ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ।

  • @imurbluesky4578
    @imurbluesky4578 3 ปีที่แล้ว +1

    Ummaaahhhh সালাহুদ্দিন ভাই আপনাকে চুমা দেইনি। কারন আমি ছেলে। ইমরান সাহেবের আতিথেয়তা ও বিনয় এবং পুরোনো ঐতিহ্য, ভিডিওর পটভূমিতে আপনার বাজনা এবং আপনার উপস্থাপনা সব মিলিয়ে ভিডিওটিকে অনেক প্রানবন্ত করেছে।
    চুমাটা আপনার ভিডিওটাকে দিলাম। দাড়ান আরেকবার দিই
    Ummmmaaahhhh.

  • @NirapodVlog
    @NirapodVlog 3 ปีที่แล้ว +4

    ভদ্রলোক টা সত্যি খুব ভালো মানুষ 💖❤️❤️❤️
    আপনার ভিডিও দেখলে দেখতেই মন চায়❤️❤️💖
    ভালোবাসা অবিরাম ❤️💖💖

  • @motiurmotin5314
    @motiurmotin5314 3 ปีที่แล้ว

    এটা দেখে অনেকেই ভালো লাগবে যেটা সেটা সত্যি কারি সবকিছু সহকারে এটা সত্য আর আন্ডার আই ক্রিম করে এবং ছেলেদের দৌলত কত সুন্দর হচ্ছেন দেখার জন্য ধন্যবাদ আর আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন আরো অনেক কিছু দেখাতে পারেন জনগণের কাছে এটাই দোয়া করি

  • @mudassirmamun
    @mudassirmamun 3 ปีที่แล้ว +41

    ঢাকার নবাব সলিমুল্লাহ কে নিয়ে ভিডিও চাই

  • @SamsunNaherNila-dd9ir
    @SamsunNaherNila-dd9ir 2 หลายเดือนก่อน

    আপনার ভিডিও দেখলে মনে হয় ইতিহাস ও ঐতিহ্য এর অনেক কাছাকাছি চলে গেছি। অনেক ধন্যবাদ আপনাকে।

  • @gazishamsur5100
    @gazishamsur5100 3 ปีที่แล้ว +3

    ইমরান ভাইয়ের জন্য ভালবাসা অবিরাম।

  • @manishbanerjee9374
    @manishbanerjee9374 2 หลายเดือนก่อน +1

    Very good and informative vlog !! 👍
    Excellent artefacts with memories of good old days !! 👌
    With 💖 from 🇮🇳

  • @Everything-zy7tc
    @Everything-zy7tc 3 ปีที่แล้ว +8

    Love from India ❤️😘
    আপনার ভিডিও খুব ভালো লাগে ।।
    অনেক কিছু জানতে পারি আপনার ভিডিওতে ।।

  • @MdHossain-oi2cr
    @MdHossain-oi2cr 2 ปีที่แล้ว +1

    জমিদার পরিবারের ভাইটির প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসা রইল।

  • @whissywhassy
    @whissywhassy 3 ปีที่แล้ว +10

    Imran Sir has spoken the truth about heritage. It's our duty to help the preservation 💐💐💐I am so amazed after watching this video, it feels I have been transported 300 years back. Thank you for such a lovely effort. ❤from India

  • @dabugupta6264
    @dabugupta6264 3 ปีที่แล้ว +5

    অসাধারণ ভিডিও ভাই
    দেখে মুগ্ধ হয়ে গেলাম
    তোমার জন্য দোয়া
    রইল

  • @afzalgazi9801
    @afzalgazi9801 3 ปีที่แล้ว

    আবু মুহাম্মদ ইমরান ভাই জমিদারের বংশধর সেটা বুঝাই যাচ্ছে, তার ব্যাবহার টা তার বংশের পরিচয় বহণ করে।
    অসাধারণ লাগলো ইমরান ভাইয়ের কথা এবং তার উপস্থাপনগুলো,
    ভালোবাসা রইলো ইমরান ভাইয়ের জন্য।
    সুমন ভাই আপনার প্রতিটা ভিডিও খুব আগ্রহ করে দেখি, ইতিহাস আমার সবসময় ভালো লাগে।
    আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ♥
    যশোর সদর থেকে 🥰

  • @pujasarkar866
    @pujasarkar866 3 ปีที่แล้ว +5

    ভাইয়া জলদি জলদি ভিডিও দিবেন।
    আমাদের টিভিতে বেশি সময় আপনার ভিডিও চালু করা থাকে।
    আমার আব্বা আম্মা আপনাকে খুব পছন্দ করেন।
    শুভকামনা ❤️

  • @nabakumarroy635
    @nabakumarroy635 3 ปีที่แล้ว +2

    আমি আপনার নিয়মিত দর্শক ,আপনার সব ব্লগ আমার খুব ভালো লাগে । আমি নেপালের একজন নাগরিক । জন্মও নেপালে তবে আমাদের দেশের বাড়ি Bangladesh,Pabna,shohagpur, Delia, তাই একবার আমাদের পূর্ব পুরুষের গ্রাম বাংলা দেখতে ইচ্ছে হয় , উল্লেখিত গ্রামের একটা ব্লগ পোস্ট করলে খুবই খুশি হতাম ।
    Thanks!
    Naba Kumar Roy
    Head Teacher
    Prihvi Basic school
    Bhadrapur Nepal

  • @shakiburrahman698
    @shakiburrahman698 3 ปีที่แล้ว +15

    It's amazing! মুসলিমদের গৌরবময় দিনগুলো।।

    • @sudipadhikari9752
      @sudipadhikari9752 2 ปีที่แล้ว

      Besh suru kore dile dhormo jat pat. Aesob char na ebar .

  • @banglakahon
    @banglakahon 3 ปีที่แล้ว +2

    আচরণে বংশ পরিচয় তার একটা চাক্ষুষ প্রমাণ এই ভিডিও। সবমিলিয়ে দারুণ ছিল।

  • @powerangers15
    @powerangers15 3 ปีที่แล้ว +8

    Mr. Salahuddin, thank you very much for your contribution in this effort on our, history, pride and the heritage
    of Bengal’s Muslim Zamindar (land lord). It is so lively and pure that anyone who loves to see our past history
    and their lifestyle will be overwhelmed thoroughly. I don’t no how long he will be able save these treasures.
    Without any delay all these treasures should be protected by the Government otherwise those will be lost in
    the oblivion. I personally thanks the gentleman for his strong effort to save those priceless relics. If l
    had any chance to see and touch these invaluable history of ours, would be grateful to my Lord
    Subhanallhu Ta-ala (before all these lost in oblivion).Traditionally we Muslims never attentive to save our
    custom, tradition, culture and historic past. That’s why we don’t have no pride to see and learn and could
    not leave anything for our descendants in comparison to other Indian parts.
    Thank you brother for your most valuable effort to satisfy our thirst.

  • @ozzulchowdhury9006
    @ozzulchowdhury9006 2 ปีที่แล้ว

    সত্যি অসাধারণ উপস্থাপনা ছিলো আর সবচেয়ে বড় কথা এই জমিদার বাড়ির সবগুলো জিনিস অনেক অনেক মূল্যবান

  • @kanthiroybarua3827
    @kanthiroybarua3827 3 ปีที่แล้ว +11

    Khub valo laglo Sumon vai many many thanks for sharing such a great house and such unbelievable valuable things 👌🙏🌹❤from Assam India

    • @touhidulhaque8605
      @touhidulhaque8605 5 หลายเดือนก่อน

      ধন্যবাদ ভাই। আপনাকে বাংলাদেশ আসার দাওয়াত রইলো।

  • @rashedahmed1349
    @rashedahmed1349 3 ปีที่แล้ว +1

    প্রাচীন ঐতিহ্যের ভাণ্ডার দেখে মন জুড়িয়ে গেল। ধন্যবাদ ❗ সালাউদ্দিন সুমন ভাই

  • @alamgirbadsha8478
    @alamgirbadsha8478 3 ปีที่แล้ว +6

    Love you bro
    Apni bangla desh er ekta rotno
    Best youtuber
    Bhalo basa naben bharot theke❤️❤️

  • @momotajmomotajmohol3955
    @momotajmomotajmohol3955 2 ปีที่แล้ว

    অপূর্ব অপূর্ব ভাই আপনার সৌজন্যে দেখতে পেরেছি । ৪০০ বছরের পুরাতন জমিদার বাড়ি । এখনও সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন । জমিদারের বংশধরের ব্যবহার সুন্দর । আবার ও ধন্যবাদ আপনাকে ।

  • @sandipdas6704
    @sandipdas6704 3 ปีที่แล้ว +6

    Dada videota onak sundor lagcha ❤❤❤❤❤❤❤
    LOVE FROM INDIA ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💞

  • @mdbabul7442
    @mdbabul7442 2 ปีที่แล้ว

    ইমরান সাহেব খুবই সহজ সরল একজন মানুষ , অনেক ভালো লাগলো উনার কথা গুলো ...

  • @MDMANIK-ul6tw
    @MDMANIK-ul6tw 3 ปีที่แล้ว +16

    সুমন ভাই আপনার ভিডিও দেখার অপেক্ষা সব সময় আমি চেয়ে থাকি ইউটিবে কোখন ভিডিও ছারবে

  • @babumaji9932
    @babumaji9932 2 ปีที่แล้ว

    খুব ভালো হয়েছে দাদা তোমার এই ভিডিও আর তার থেকেও ভাল লাগলো জমিদার বাড়ির পুরাতন জিনিস দেখে

  • @ShamimHasansumon
    @ShamimHasansumon 3 ปีที่แล้ว +17

    অনেক সুন্দর উপস্থাপনা ভাই আপনার নাম সুমন আমার নাম ও সুমন অনেক অনেক শুভ কামনা রইলো।

  • @nasimaakter6436
    @nasimaakter6436 2 ปีที่แล้ว

    আমি আদি ঢাকার বাসিন্দা। অথচ বিষয়টি আমার দৃষ্টির আড়ালে ছিল। অনেক ধন্যবাদ আপনাদের।অবশ্যই একদিকে যাব এই ঐতিহ্য আর ইতিহাসকে দেখতে।

  • @sampreetasaha718
    @sampreetasaha718 3 ปีที่แล้ว +11

    Kolkata theke onek valobasa

  • @রাইসারাইনাহযবরল
    @রাইসারাইনাহযবরল 4 หลายเดือนก่อน

    ভাইয়ের বাড়িতেতো পুরাই খাজানা।ইমরাণ ভাইকে যতো দেখি ততোই মুগ্ধ হই। এ জন্যই বলে জমিদার জমিদারই

  • @mdsajjat7776
    @mdsajjat7776 3 ปีที่แล้ว +11

    নোটিফিকেশন দেখার সাথে সাথে ভিডিও দেখতে চলে এলাম

  • @kakon4019
    @kakon4019 3 ปีที่แล้ว

    ইমরান ভাইয়ের ব্যবহার দেখেই বোঝা যায় ওনার বংশধরেরা কতটা অতিথিপরায়ণ ও ভালো মোনের মানুষ ছিলেন।সুমন ভাই,আপনি জমিদার বাড়ি নিয়ে এ পর্যন্ত যতগুলি ব্লগ করেছেন নিঃসন্দেহে এটা বেস্ট। অনেক অনেক দামি জিনিস দেখলাম যেটা মুল্য দিয়ে পরিমাপ করা যায় না।

  • @raselshakder7990
    @raselshakder7990 3 ปีที่แล้ว +5

    লোকটার ব্যবহান অনেক অনেক ভালো💗💗

  • @voiceofamirali8982
    @voiceofamirali8982 3 ปีที่แล้ว

    ইমরান ভাই অনেক ভালো মনের একজন মানুষ দেখে যা বুঝলাম,নিরঅহংকারী একজন মানুষ। ভালো লাগলো ব্যাবহার আর কথা গুলো তার💖💖💖

  • @md.milonkazi4131
    @md.milonkazi4131 3 ปีที่แล้ว +3

    You Are Introducing Us With Historical Places Those Are In Our Country.Its Upright Our Traditions In The World.Thank You So Much For Your Contribution.Go Ahed Brother.May Allah Bless You.