প্রাচীন প্রাসাদের লোহার সিন্দুকগুলোর ভেতরে কী আছে || The Lost City of Kansat

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.พ. 2022
  • চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে প্রাচীন আমলে এক সমৃদ্ধ শহর ছিলো। সেই শহরে বসবাস ছিলো রাজা জমিদার ও ধনাঢ্য ব্যবসায়ীদের। কালের বিবর্তে হারিয়ে গেছে সেই শহর। শুধু রয়ে গেছে সেই শহরের কিছু ক্ষয়ে যাওয়া প্রাসাদ।
    Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
    #কানসাট #হারিয়ে_যাওয়া_শহর

ความคิดเห็น • 678

  • @jamiulislam5089
    @jamiulislam5089 2 ปีที่แล้ว +170

    বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর যে শুধু খায় আর ডিমে তা দিয়ে ঘুমায়, সেটা সুমন ভাই এর ভিডিও গুলো না দেখলে জানতাম ই না।
    ভালবাসা অবিরাম সুমন ভাই 🧡❤️🧡

    • @jakiyamp8270
      @jakiyamp8270 2 ปีที่แล้ว +2

      ভাই শেরপুর জেলা শহরে তিনআনি জমিদার বাড়ি আছে। আপনি ভিডিও করতে পারেন।

    • @shiprasen1042
      @shiprasen1042 ปีที่แล้ว

      Era Kara chilen puro parichoy dite paren . Ena Der uttarpurush kotha gelen

    • @sbbadhon6t976
      @sbbadhon6t976 ปีที่แล้ว

      Thik boleco vai

  • @palashmondol2676
    @palashmondol2676 2 ปีที่แล้ว +64

    ব্যাকগ্রাউন্ড মিউজিক ও উপস্থাপনা অনেক সুন্দর।
    ধন্যবাদ সুমন ভাই😍 একের পর এক প্রাচীন নিদর্শন নিয়ে ভিডিও আপলোড করার জন্য।

  • @sandipdas746
    @sandipdas746 2 ปีที่แล้ว +22

    এমন স্থাপনা দেখে বিস্ময়ে হতবাক হতে হয়। কি অপূর্ব কারুকাজ, একটু হৃদয় দিয়ে দেখলে হয়না। ধন্যবাদ, সালাউদ্দিন দা, আপনি এমনভাবে আমাদের আনন্দ দেবেন। ধন্যবাদ, সন্দীপ দাস, কালীনগর, ডায়মন্ড হারবার, চব্বিশ পরগনা দঃ, পঃবঃ।

  • @jubayerahmed8880
    @jubayerahmed8880 2 ปีที่แล้ว +67

    দেখে খুব হতাশ হলাম যে, এত প্রাচীন নিদর্শন গুলো এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে....
    গৌড় সম্পর্কে আমি অনেক জায়গায় পড়েছি কিন্তু এর অস্তিত্ব যে এভাবে বিলীন হয়ে যাচ্ছে তা সত্যিই অকল্পনীয়... 😔

  • @mdsalimhussain3631
    @mdsalimhussain3631 2 ปีที่แล้ว +58

    বাংলাদেশটাকে আমরা আজো ভালোভাবে দেখিনি,জানিনি,চিনিনি ,এর ইতিহাস কতো প্রাচীন। এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়তে ,এর ইতিহাস সংরক্ষণ করতে এদেশের তরুণ সম্প্রদায়কে আহ্বান করছি।

  • @mdnazrulislamrobin4927
    @mdnazrulislamrobin4927 2 ปีที่แล้ว +90

    এতো সুন্দর একটা প্রাচীন স্থাপনা কি করে কলেজ কোয়ার্টার হয় বুঝতে কষ্ট হচ্ছে ! জেলা প্রশাসক কি এটা সংরক্ষণের কোনো উদ্যোগ নিতে পারে না ?

    • @travelwithsazib8902
      @travelwithsazib8902 2 ปีที่แล้ว +1

      সালাহউদ্দিন সুমন ভাইয়ের সাথে করা ভিডিও
      th-cam.com/video/33v16Vi05IY/w-d-xo.html

    • @cleverkidsgames8145
      @cleverkidsgames8145 2 ปีที่แล้ว +1

      ভাই ডিসি নিজ থেকে কিছু্ই করতে পারবে না,যতক্ষন না প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এব্যাপারে কোন প্রকার নির্দেশনা না দিবেন। ইবনে হোসাইন।

    • @tapanbikashsaha4254
      @tapanbikashsaha4254 2 ปีที่แล้ว

      এত সুন্দর প্রাচীন ঐতিহ্যের সঠিক অবস্থান বুঝতে পারছি না।

    • @simadebbiswas5324
      @simadebbiswas5324 2 ปีที่แล้ว

      ter.kothà.kothay.boudha.matha.shgharam.bisha.bithàloya.achha.tarmor.bìstrita.alochlona.vifio.decta
      .chaì

    • @nahidmindfree2163
      @nahidmindfree2163 2 ปีที่แล้ว

      ভাই,
      তাহলে তো বাপ্পি ভাইদের খুবই সমস্যা হবে।

  • @kalyanendukundu6797
    @kalyanendukundu6797 ปีที่แล้ว +13

    সুমন ভাই ,
    কেদার বাবু হচ্ছে আমার নিজের দাদু।
    আমি উনার বড় নাতি। আমি ভারতের পশ্চিম বাংলার
    মালদায় থাকি। আপনার এই প্রতিবেদন টা
    খুব ভালো লাগলো।
    ,

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  ปีที่แล้ว +2

      আপনার সাথে দেখা হলে ভালো লাগতো

    • @omorfarukrial6573
      @omorfarukrial6573 ปีที่แล้ว

      Vaiya Bangladesh a ahsben ❤🎉

    • @sharafatnahin5377
      @sharafatnahin5377 11 หลายเดือนก่อน

      ভাই আপনার Facebook id ta paoa jabe?

  • @sbsakib
    @sbsakib 2 ปีที่แล้ว +37

    আহারে কোথায় তারা. সব কিছু ছেড়ে চলে গেছে কিসের জমিদার কিসের রিকশা ওয়ালা সব একি।এক কথায় সবাই মানুষ আজকে তারা নাই কিন্তু তাদের বাসা বাড়ি আছে 😥😥একদিন আমরাও থাকবো না 😥

    • @bluemountainpuchan
      @bluemountainpuchan 5 หลายเดือนก่อน

      Kichu khamata lobhi publicer jonne hindu musalman kore dei lok gulo ke desh chara koreche .

  • @tinnisamazinglife88
    @tinnisamazinglife88 2 ปีที่แล้ว +15

    ধন্যবাদ সুমনদাকে আমাদের সাথে share করার জন্য । আরও ভালো লাগবে যদি দেখতে পাই যে এইসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির সঠিক সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে । পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম ।🙏💕

  • @IsrafilRumon
    @IsrafilRumon 2 ปีที่แล้ว +42

    সরকারের উচিত নিদর্শনগুলো রক্ষায় এগিয়ে আসা।

    • @SaifulIslam-mk5xn
      @SaifulIslam-mk5xn 2 ปีที่แล้ว +1

      Assalamualaikum..sorkarer uchit nidorson gulo rokkhay egiye asha

  • @mdshahadathossain8600
    @mdshahadathossain8600 2 ปีที่แล้ว +17

    সালাউদ্দিন ভাই পুরনো আমলের ইতিহাস তুলে ধরার জন্য আপনার প্রত্যেকটা ভিডিও আমার কাছে খুব ভালো লাগে

    • @ashraful294
      @ashraful294 2 ปีที่แล้ว +1

      𝐇𝐦𝐦𝐦

  • @voiceofamirali8982
    @voiceofamirali8982 2 ปีที่แล้ว +5

    আমার বাড়ি শিবগঞ্জ বাজারেই বাড়ির এত কাছে এই জায়গা, নাহলে হাজার বার গেছি এই রাস্তার সামনে দিয়ে কিন্তু এভাবে কোন দিন দেখাও হয়নি আর ভাবিওনি কোন দিন এভাবে।অনেক অনেক ভালবাসা ও শুভকামনা আপনার জন্য ভাই💝💝💝

  • @sharmisthabhatt5158
    @sharmisthabhatt5158 ปีที่แล้ว +2

    খুব সুন্দর জিনিস তুলে ধরলেন। রাজনৈতিক ঘূর্ণিঝড় কত কিছুই যে ধ্বংস করে দেয়, দেখে যেন ভবিষ্যৎ শিক্ষা নেয়।

  • @priyokrishi7636
    @priyokrishi7636 2 ปีที่แล้ว +28

    কেদার বাবু এবং জানকি বাবু এতো সুন্দর প্রাসাদ ছেড়ে গিয়েছেন, ভেবেই কষ্ট লাগছে।
    সেই সময় এতো সুন্দর বড় বাড়ি তৈরি করতে কতই না পরিশ্রম ও টাকা খরচ করতে হয়েছে।

    • @muhibulislam2537
      @muhibulislam2537 2 ปีที่แล้ว +3

      এটা নিজের টাকা না কিচকের রক্ত ছুচা টাকা

    • @protappramanick6840
      @protappramanick6840 2 ปีที่แล้ว +2

      @@muhibulislam2537 অর্থাৎ, পৃথিবীর সকল ধনীই রক্ত ছুচা। বাংলাদেশের বর্তমান রক্ত ছুচারা হোলো Garments Factory মালিকরা। Made in Bangladesh ছবিটা তো তাই বলে।

    • @md.basheerhussain9281
      @md.basheerhussain9281 ปีที่แล้ว

      অনেক পরিশ্রমের ফল

  • @RayhanVlogsOfficial
    @RayhanVlogsOfficial 2 ปีที่แล้ว +15

    ৬৪ জেলা থেকে সুমন ভাইয়ের ভক্ত দেখতে চাই। 👍👇

  • @amemon1280
    @amemon1280 2 ปีที่แล้ว +16

    সুমন ভাই, আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে ☺️☺️☺️। বিশেষ করে আপনি, আগের কালের ইতিহাস গুলো তুলে ধরেন🤔। আপনার ভিডিও থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি,,অনেক ধন্যবাদ সুমন ভাই। 🥰🥰🥰🥰🥰🥰

  • @fardousatik8208
    @fardousatik8208 2 ปีที่แล้ว +28

    ধন্যবাদ প্রিয় ভাই আপনার মাধ্যমে এত সুন্দর একটি ভিডিও দেখলাম,, সরকারের উচিত এসব ভবনগুলো পরিচর্যা করা,, দেখার মত ভবন 💜👍🏿

  • @tarekhasan4796
    @tarekhasan4796 2 ปีที่แล้ว +5

    ধন্যবাদ আমাদের চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস তুলে ধরার জন্য

  • @Youtubetechinal
    @Youtubetechinal 2 ปีที่แล้ว +129

    বাংলাদেশের মানুষ সিন্দুক এই টা খুলবে না এটা কিভাবে বিশ্বাস করি আবার রাজবাড়ির সিন্দুক বলে কথা এটা হাস্যকর লোভ লালসা এটা কি বাংলাদেশ থেকে চলে গেছে এত তাড়াতাড়ি Oh No 🤷‍♀️

    • @honeyboro4921
      @honeyboro4921 2 ปีที่แล้ว +2

      সহমত

    • @mocor9
      @mocor9 2 ปีที่แล้ว

      বাংলাদেশি ফকির

    • @sonalikhatun1162
      @sonalikhatun1162 2 ปีที่แล้ว +8

      বাংলাদেশ বলে নয়
      যেখানেই এই ধরনের সিন্দুক থাকলে অবশ্যই খোলা হত

    • @MDMasud-sk5yb
      @MDMasud-sk5yb 2 ปีที่แล้ว +7

      আসলেই সিন্দুকটা এখনো খোলা হয়নি এটা আমার বান্ধবীদের বাসা ।

    • @mohammadmithu2839
      @mohammadmithu2839 2 ปีที่แล้ว +2

      আমিও বিস্বাস করি না

  • @mdsajin9963
    @mdsajin9963 2 ปีที่แล้ว +27

    ভাই আপনি ভারতের কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ী তে জান এবং তার ইতিহাস আমাদের সামনে তুলে ধরুন।

    • @Gaonwalajobaspirant
      @Gaonwalajobaspirant ปีที่แล้ว

      Vai krishnanagar r Raj Bari Amar barir 26 km ...ak apurba nidarshan akhono Ghorar astable dighi Raj barir math prashad sab jal jal korche....Suman da asle segul r o sundar kore uposthapon korben

  • @mdanam3008
    @mdanam3008 2 ปีที่แล้ว +14

    সালাউদ্দিন ভাই সিন্দুকের ভিতরেরটা যদি দেখাতেন ভালো হত।

  • @samarolislam3088
    @samarolislam3088 2 ปีที่แล้ว +10

    সুমন ভাই মানে বাংলা কে ভালো বাবে চেনা 💓💓💓💓

  • @ridewithrajesh2434
    @ridewithrajesh2434 2 ปีที่แล้ว +8

    অনেক ভালোবাসা নেবেন 🇮🇳🇮🇳🇮🇳 ভারতবর্ষ থেকে।

  • @nasimuddin8975
    @nasimuddin8975 2 ปีที่แล้ว +34

    It's a shame that such an important national heritage is being allowed to turn into a heap of rubble. No civilised and conscientious nation would allow their national treasures to become ruins. The government needs to look into this with a view to protect and renovate them urgently and return the whole area to its former glory so that the nation can appreciate its past.

  • @MdRaselMiah-cv6le
    @MdRaselMiah-cv6le 2 ปีที่แล้ว +4

    আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় সালাউদ্দিন সুমন ভাই।
    আমি আপনার একজন ভক্ত এবং আপনার তৈরি কন্টেন্টগুলো নিয়মিত দেখি।
    আমি সংক্ষেপেই বলতে চাই, আমি নারায়নগন্জ জেলাধীন সোনারগাঁও থানার বাসিন্দা।
    বাংলার ঐতিহ্য এবং ইতিহাসের অনন্য এক স্থান আমাদের এই সোনারগাঁও।
    তবে আজ আমি আমার সোনারগাঁওয়ের জাদুঘর বা ইতিহাসের সাক্ষী পানাম নগরী নিয়ে বলব না।
    আমি বলব শতবছরের ইতিহাস সমৃদ্ধ শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারির সমাধিস্থল বা মন্দির বা আশ্রম নিয়ে। যা আমাদের সোনারগাঁওয়ের ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে।
    যে আশ্রমটির অবস্থান সোনারগাঁওয়ের বারদী নামক স্থানে। আপনার পূর্ণাঙ্গ একটি কন্টেন্ট ক্রিয়েটের জন্য এ স্থানটি অত্যান্ত ইতিহাস সমৃদ্ধ।
    শুধু তাই নয় এই আশ্রমের পাশেই অবস্থান ভারতের মূখ্য মন্ত্রী জোতিবসুর বাপ-দাদার বাড়ি।
    যাহা বর্তমানে সরকারি সুরক্ষিত অবস্থায় আছে। এবং এখানে তৈরি করা হয়েছে বৃহদায়কার জোত্যিবসু স্মৃতি পাঠাগার।
    আমি আপনাকে অনুরোধ করব প্রতি বছরের ন্যায় আগামী ১৯শে জৈষ্ঠ উক্ত আশ্রমের বাৎসরিক উৎসবে যদি আপনার মহামূল্যবান সময় থেকে একটা সময় বের করে আসেন তাহলে অত্যান্ত আনন্দিত হব।
    সেসময়টাতে আমি আপনার সেবায় নিয়োজিত থেকে নিজেকে ধন্য করতে চাই।
    আমি -মোঃ রাসেল ( ০১৭১৭৭০০৭০৪, ০১৯১৫৩৫১৫৯২)

  • @rajbdworld6446
    @rajbdworld6446 2 ปีที่แล้ว +2

    ১৪ ফ্রেবুয়ারি থেকে অপেক্ষাই ছিলাম এই ভিডিও টি ধন্যবাদ সুমন ভাই,, ভিডিও তে যে ছেলেটি বলছিলো আপনাকে চিনে সেটা আমি,,আপনার সাথে আলাপ করতাম তবে আপনি ব্যস্ত থাকার কারনে হয়নি,,আপনি ভিডিও তে বলছিলেন আমাদের সাথে একটু পরে সাক্ষাৎ করবে কিন্তু ব্যস্ত তার জন্য চলে গেছিলাম। আপনাকে অনেক ভালোবাসি,,ভাবিনি আপনার দেখা পেয়ে জাবো কানসাট জাবার পথে❤️

  • @nachiketamondal6062
    @nachiketamondal6062 2 ปีที่แล้ว +1

    ধন্যবাদ সুমন ভাই। তোমার বিষয় বস্তু নির্বাচন, বলার ধরন, ছবির কাজ যেমন ভালো লাগে তেমনি সবচেয়ে ভালো লাগে তোমার নিরপেক্ষ ও সাহসিকতাপূর্ণ কথা যেমন ১). চাপা দেওয়া সত্ত্বেও দরজা জানলা খুলে নেওয়া ২). কর্কশ কণ্ঠে মহিলার বলা ৩). ভিতরে ফটো তুলতে মহিলার আপত্তি ও ৪). আপনি কি মালদায় গিয়েছেন? এগিয়ে যাও সুমন ভাই।

  • @alamin2005
    @alamin2005 2 ปีที่แล้ว +12

    সুমন ভাই মাদারিপুর জেলার ঐতিহাসিক স্থান সমূহ নিয়ে ভিডিও তৈরি করুন

  • @jibon335
    @jibon335 2 ปีที่แล้ว +16

    ভাবছিলাম সিন্দুকের ভেতরের রহস্য উন্মোচন হবে কিন্তু ☹️☹️

  • @DramaPieces
    @DramaPieces 2 ปีที่แล้ว +11

    সুমন ভাইয়া সাভারে আসবেন। সাভারেও দক্ষিন পাড়া আর উত্তর পাড়ায় অনেক জমিদার বাড়ি, প্রাসাদ আছে৷ প্লিজ সাভারের পুরনো জমিদার বাড়ির উপর একটি ভিডিও তৈরি করবেন। প্লিজ ভাইয়া।

    • @user-sq7nc8mf6n
      @user-sq7nc8mf6n 2 ปีที่แล้ว +1

      ভাই আমি সাভার থাকি দক্ষিণপাড়া ও উত্তরপাড়া আমি চিনি না এটা কোথায়

    • @minu23
      @minu23 ปีที่แล้ว +1

      @@user-sq7nc8mf6n সাভারের থানার পাশে আমাদের বাড়ী ছিল। দেশভাগের পর আমরা এখন পশ্চিমবঙ্গে থাকি।

  • @naturalbangladesh6563
    @naturalbangladesh6563 2 ปีที่แล้ว +1

    এত সুন্দর স্থাপনা ,সরকারের উচিত ছিল ভিতরে মূল্যবান জিনিসপত্র থাকা অবস্থায় সংরক্ষণ করা ,আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম, যারা এখানে কোয়াটার হিসেবে থাকতো বা ব্যবহার করত, তাদের কাছে কোন জিনিস আছে কিনা তা সংগ্রহ করে এবং আপনার দেখানো সিন্দুক গুলো এখনই সংরক্ষণ করা উচিত,, কবে চোখ পড়বে সরকারি লোকজনদের ,,আল্লাহ ভাল জানেন। ধন্যবাদ সুমন ভাই আচ্ছা সুন্দর জিনিস তুলে ধরার জন্য।

  • @arpitapalchowdhury6078
    @arpitapalchowdhury6078 2 ปีที่แล้ว +1

    সুমন বাবু অসাধারণ সমস্ত কিছু দেখলাম আপনার জন্য ই।ধন্যবাদ।

  • @camelia6505
    @camelia6505 2 ปีที่แล้ว

    বাংলাদেশের ইতিহাস এত সমৃদ্ধ। অথচ প্রত্নতত্ত্ব বিভাগের এসব সংরক্ষণে কোন চিন্তাই নেই।যে দুই চারটি স্থাপনা ইংরেজ আমল থেকে ঐতিহাসিক স্থাপনার স্বীকৃত পেয়েছে, তার বাইরে কোন কিছুই মনে হয় চোখে তুলতে চায় না এ বিভাগ।আপনার ডকুমেন্টারি না দেখলে বুঝতেই পারতাম না। আমাদের দেশের আনাচে কানাচে এত স্থাপনা অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে।যার বেশির ভাগই ধ্বংসের পথে বা ধ্বংস হয়ে গেছে। আপনার মতো সাংবাদিকরা যারা নিজ উদ্যোগে এগুলো খুঁজে বের করে সবার সামনে তুলে ধরছেন; আমি মনে করি তারাই রিয়েল হিরো। অনেক অনেক শুভকামনা ❤️❤️❤️❤️।।।

  • @upsachibguptywest4700
    @upsachibguptywest4700 2 ปีที่แล้ว +2

    বাহ ,,,পুজার ঘরে মানুষের বসবাস..... কি সুন্দর সাম্প্রাদায়িকের দেশ।

  • @nazmulislam1962
    @nazmulislam1962 2 ปีที่แล้ว +11

    ভাই আপনার মাধ্যমে দেশের ইতিহাস জানতে পেরে খুব ভালো লাগল আল্লাহ্ এরকম ভিডিও বানানোর হায়াত দানকরুক

    • @tapanbikashsaha4254
      @tapanbikashsaha4254 2 ปีที่แล้ว

      এখানে আল্লাহর দান করার কিছু নাই।

  • @simabagchi1653
    @simabagchi1653 ปีที่แล้ว

    অনেক ভালো একটা জিনিস দেখলাম ধন্যবাদ আপনাকে

  • @md.ibrahimmiah2355
    @md.ibrahimmiah2355 2 ปีที่แล้ว +3

    খুব ভালো লাগলো ভাইয়া, পুরোনো স্থাপনাগুলো দেখলে খুব ভালো লাগে । ২য় পর্বের অপেক্ষায় রইলাম

  • @zahangiralam980
    @zahangiralam980 ปีที่แล้ว +1

    এটা আমার বাড়ি থেকে ৫ কিলো দূরে। খুব ভালো লাগলো। ধ্নন্যবাদ ভাই।

  • @santanukoner1445
    @santanukoner1445 2 ปีที่แล้ว +1

    আপনার খুব মায়া ভাই। এজন্যই আমার আপনাকে খুব ভালো লাগে। সমস্ত কিছু এতো মমতার সঙ্গে বিবরণ দেন শুনতে শুনতে যেন চোখের সামনে সব ভেসে ওঠে।

  • @durjoyyt3396
    @durjoyyt3396 2 ปีที่แล้ว +11

    রহস্যময় প্রাচীন ভারতীয় আর্য জনৈক সুদক্ষ ইংরেজ আমলের ইতিহাস দেখতে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

    • @akhlaktuhin8311
      @akhlaktuhin8311 2 ปีที่แล้ว

      কিছুই বুঝলাম না

  • @shawnahammed1962
    @shawnahammed1962 2 ปีที่แล้ว +2

    অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই, আমাদের কানসাটকে নিয়ে এত সুন্দর একটা প্রতিবেদন করার জন্য❤❤❤

  • @jewelahmed6416
    @jewelahmed6416 ปีที่แล้ว +1

    onek valo sumon vai/love you.chaliye jan/

  • @manasisen9215
    @manasisen9215 2 ปีที่แล้ว +1

    The lost city of consat khub bhalo laglo somoye koto kichu hariye jay pore thske nidarshan.

  • @momotamushtarisvlog2060
    @momotamushtarisvlog2060 2 ปีที่แล้ว +2

    অনেক পছন্দের অন্যতম ১ জন মানুষ ভাই আপনি আপনার জন্য অনেক ভালবাসা আর দোয়া আর শুভ কামনা,
    আমাদের কেও এভাবে ভালোবাসা যত্নের সাপোর্ট দিয়ে পাশে থাকবেন সকলে ইনশাআল্লাহ সবসময়ই।

  • @priyokrishi7636
    @priyokrishi7636 2 ปีที่แล้ว +5

    সরকারের উচিত এগুলোর যত্ন নেওয়া।

  • @maqssudhossain5675
    @maqssudhossain5675 2 ปีที่แล้ว +8

    বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্মকর্তাদের অর্ধ ভঙ্গুর বাড়ী সম্পর্কে বিশেষ প্রশিক্ষণের জন্য ইউক্রেনে পাঠানো হোক ।

  • @mihirnag1590
    @mihirnag1590 2 ปีที่แล้ว +1

    সবকিছু দারুণভাবে উপস্থাপন করেছেন,,, অনেক অনেক ধন্যবাদ,,,

  • @mdhafizul1254
    @mdhafizul1254 2 ปีที่แล้ว +4

    সালাম নিবেন সালাউদ্দিন ভাই খুব ভাল লাগছে আমাদের দেশের পুরনো ইতিহাস আপনার মাধ্যমে খুব সহজে দেখতে পাই কিযে ভাল লাগছে বলে বুঝাইতে পারবনা অনেক ধন্যবাদ ভাই

    • @sharifajhar2636
      @sharifajhar2636 2 ปีที่แล้ว

      অসাধারণ ভাই, খুব ভালো লাগলো

  • @kalyanendukundu6797
    @kalyanendukundu6797 ปีที่แล้ว +6

    এই বাড়ীটা আমাদের ছিল। আমার জন্মের এক বছর পর আমরা মালদায় চলে আসি। দাদু সহ
    আমরা সবাই চলে আসি।

    • @ParadiseGarden
      @ParadiseGarden ปีที่แล้ว

      মালদার কোথায় থাকেন

    • @ForidulIslam-yz3yl
      @ForidulIslam-yz3yl ปีที่แล้ว

      God bless you Mohbbat lage

    • @arpitamandal1936
      @arpitamandal1936 ปีที่แล้ว

      কল্যানেন্দু আপনি মালদার কোথায় থাকেন? আমিও মালদার মেয়ে।

    • @soniaroysings
      @soniaroysings ปีที่แล้ว

      Aapni ki bolte paren oi shinduk gulo te kichhu rekhe eshechhilen kina aapnar Dadu ? Naki khali sinduk ogulo?

    • @soniaroysings
      @soniaroysings ปีที่แล้ว +1

      Malda-er Malanchapalli, 2no.Govt colony, Bagbari te Amader Pabna theke chole aasha nikot aatmiyora achhen. Aami bohu bar giyechhi.

  • @BillalHossain7G
    @BillalHossain7G 2 ปีที่แล้ว +1

    জমে গেছ দুই ইতিহাসবিদ 💖 এক সাথে।

  • @impishbro
    @impishbro 2 ปีที่แล้ว +6

    গোদাগাড়ী সদর কেল্লাবারুইপাড়া গ্রামে পদ্মার পাশে মাটির নিচে প্রাচীন কিছু একটা স্থাপনা আছে. অনেক অংশ নদীর গর্ভে।

  • @SamratsZone.
    @SamratsZone. 2 ปีที่แล้ว +1

    Sotti chok a jol chole eso.. love from West Bengal...

  • @mohammadshihabalp6039
    @mohammadshihabalp6039 2 ปีที่แล้ว +1

    খুব ভাল লাগে ভাইজান
    আমি আপনার সব গুলা ভিডিও দেখি খুব ভাল লাগে।

  • @mdsalauddin9013
    @mdsalauddin9013 11 หลายเดือนก่อน

    ভাই আপনাকে ধন‍্যবাদ আমাদের চাপাইনবাবগন্জের ইতিহাস তুলে ধরার জন‍্য

  • @amibangali8078
    @amibangali8078 2 ปีที่แล้ว

    ভাই অসাধারন লাগলো পুরো ভিডিওটা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @RISumonsUniverse
    @RISumonsUniverse 2 ปีที่แล้ว

    #Salahuddin Sumon,ভাই
    আপনাকে অনেক ধন্যবাদ দেশের ঐতিহ্যকে এভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য।

  • @VubonBilash
    @VubonBilash 2 ปีที่แล้ว +3

    অসাধারণ ❤️❤️আপনাকে দেখে শিখছি স্যার ❤️❤️

  • @mdsadiqulislam7503
    @mdsadiqulislam7503 2 ปีที่แล้ว +1

    ধন্যবাদ ভাই আমাদের ঐতিহ্য তুলে ধরার জন্য

  • @ronghinpohtam6698
    @ronghinpohtam6698 9 หลายเดือนก่อน

    খুব সুন্দর দৃশ্য

  • @mohaimenulparvez9370
    @mohaimenulparvez9370 2 ปีที่แล้ว +19

    অামাদের শিবগঞ্জে যতগুলো প্রত্নতত্ত্ব নিদর্শন অাছে সবগুলো নিয়ে ভিডিও চাই।

  • @ziaulhasan2345
    @ziaulhasan2345 2 ปีที่แล้ว

    ধন্যবাদ সুমন ভাই/ একের পর এক প্রাচীন নিদর্শন নিয়ে ভিডিও আপলোড করার জন্য।

  • @tapashbiswas4116
    @tapashbiswas4116 ปีที่แล้ว

    খুবই সুন্দর আমি মন্ত্রমুগ্ধ হয়ে আছি।

  • @EmonBangaali
    @EmonBangaali 2 ปีที่แล้ว

    Eto.... Sundhor bisohoy gulo jee kivabe xoss kore dekhan.... Bhaiya Carry on...

  • @rrrrrrrrrrrr972
    @rrrrrrrrrrrr972 2 ปีที่แล้ว +1

    Salauddin sumon........you are the real asset of bangladesh........ /

  • @tapasroy5469
    @tapasroy5469 ปีที่แล้ว +1

    দারুণ।

  • @salimahmed6197
    @salimahmed6197 2 ปีที่แล้ว +2

    সুমন ভাই, সিন্দুক গুলো সরকারের সহায়তায় খোলা হোক। আসলে সিন্দুকে কি সাপ আছে আমরা সবাই দেখতে চাই।

  • @MUKTARVLOGS-wg6eo
    @MUKTARVLOGS-wg6eo 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ্ অনেক সুন্দর

  • @ashurajannat378
    @ashurajannat378 ปีที่แล้ว +1

    আমি কানসাট চাপাইনবাবগঞ্জ থেকে দেখছি ভাইয়া।। আমি এই বাড়িতে প্রাইভেট পড়তে যেতাম।। অনেকে পড়ত।।

  • @FoodofBengalOfficial
    @FoodofBengalOfficial 2 ปีที่แล้ว

    খুব ভালো হয়েছে, ভবিষ্যতের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ

  • @gazireazulislam7973
    @gazireazulislam7973 ปีที่แล้ว

    সুমন ভাই আনেক সুন্দর একটা ভিডিও

  • @user-he6ln4uq1u
    @user-he6ln4uq1u 2 ปีที่แล้ว

    এমন ভিডিও সব সময় দেখতে চাই ধন্যবাদ ।

  • @skjahid491
    @skjahid491 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো আপনার ভিডিও

  • @kalmizone1241
    @kalmizone1241 2 ปีที่แล้ว +4

    প্রিয় ভাই ভোলা চরফ্যাশন চলে আসেন।জেকব টাওয়ার, বাংলাদেশের ২য় সুন্দর বন চর কুকরি মুকরি, চর তারুয়া জেলেদের জিবন কাহিনি আমি আছি আপনার সাথে।

    • @fazlerabby4205
      @fazlerabby4205 2 ปีที่แล้ว +1

      হুম ভাই জায়গা গুলো অনেক সুন্দর আমি গিয়েছিলাম ওইদিকে।আমার বাড়ি মেহেন্দীগঞ্জ এ

    • @kalmizone1241
      @kalmizone1241 2 ปีที่แล้ว

      @@fazlerabby4205 tai vai💙 amr channel a onk vedio aca chila dakta paran. th-cam.com/video/M1zjMa-ZgWE/w-d-xo.html

  • @hossainmdanwar1841
    @hossainmdanwar1841 2 ปีที่แล้ว

    Onek dhonnobad sumon Vai ato sundor video korer Jonno.

  • @hellobangladesh5038
    @hellobangladesh5038 2 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে তাই অপেক্ষায় থাকি ধন্যবাদ ভাইয়া

  • @chiranjibmukherjee1032
    @chiranjibmukherjee1032 2 ปีที่แล้ว

    Khub sundor hoyche suman da, excellent

  • @akashvlog6997
    @akashvlog6997 ปีที่แล้ว

    Apnar sob video hula khuv valo Lage😍😍😍😍😍

  • @asifshappi
    @asifshappi 2 ปีที่แล้ว

    অসাধারণ ভাই। পরের পর্বের অপেক্ষায় রইলাম

  • @SathiKhanVlogs
    @SathiKhanVlogs 2 ปีที่แล้ว +1

    Love from Italy nice sharing❤️

  • @nabinnaiknabinnnaik7164
    @nabinnaiknabinnnaik7164 2 ปีที่แล้ว +1

    Lok ta mitha kotha bolche sumon da.. apni puro thik vabe bolechen.. khule niye geche.. apni sotti kotha khub valo kore tule dhoren

  • @kallolnondi6604
    @kallolnondi6604 2 ปีที่แล้ว

    খুব ভাল লাগল

  • @drahsanhabib6473
    @drahsanhabib6473 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ

  • @তথ্যজানা
    @তথ্যজানা ปีที่แล้ว

    ভাই আপনে যে জিনিস দেখাইতাছেন আমার মনে হয় কেউ দেখাতে পারেন নাই এগিয়ে জান শুভ কামনা।

  • @asaduzzaman7834
    @asaduzzaman7834 ปีที่แล้ว

    অনেককককক দারুণ লাগলো ভিডিওটা। সালাউদ্দিন সুমন ভাইয়ের যেকোনো ভিডিও মানেই এককথায় লাজওয়াব। অসাধারণ।

  • @nilsworld59
    @nilsworld59 2 ปีที่แล้ว

    Khub sundor laglo Suman bhai. Apni Banglar oithijjho ei bhabei camera bandi kore shonrokkhon kore amader nandanik anando diye jan InshaAllah😀

  • @theuniverse6530
    @theuniverse6530 2 ปีที่แล้ว +7

    I was surprised that the owner of this bungalow still lives in our Malda town.

    • @user-wl1fx9dp2w
      @user-wl1fx9dp2w 2 ปีที่แล้ว

      মালদার কোথায় আছে কেদার বাবুর পরিবার জানালে উপকৃত হব খুবি।

  • @mdtasdikulislam1134
    @mdtasdikulislam1134 2 ปีที่แล้ว +1

    আমি আপনার অনেক ভিডিও দেখেছি, বিভিন্ন পন্ত তান্ত্রিক বিষয় নিয়ে ভিডিও করেন যা আমার ভিষণ পছন্দ,,আমি কেরানিগঞ্জ এ থাকি, আপনার করা জিনজিরা পাসাদের একটা প্রতিবেদন দেখেই আমি, আমিও জিনজিরা পাসাদ দেখার জন্য গেছিলাম, কারণ পুরোনো ইতিহাস জানতে আমার ভিষণ ভালো লাগে,
    কিন্তু আজ আমি ঢাকাই বসে আমার এলাকার ভিডিও আমার শিবগঞ্জ,কানসাট এর ইতিহাস, আপনার ভিডিও তে দেখে আমি সত্যিই অনেক খুশি, এতটাই খুশি যে আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই,
    আপনাকে অনুরোধ করবো আমাদের শিবগঞ্জ গোড় এলাকার আরও অনেক পুরোনো ইতিহাস আছে যা আজ ধংসের মুখে, সেগুলা নিয়ে যদি আরও প্রতিবেদন করেন তবে হয়তো ইতিহাসের ছিটে ফোটা বেরিয়ে আসবে,
    তো প্লিজ ভাইয়া!!

  • @kanthiroybarua3827
    @kanthiroybarua3827 2 ปีที่แล้ว

    Oshadharon 👌👌

  • @flfaijurvlogs7516
    @flfaijurvlogs7516 2 ปีที่แล้ว +1

    অসাধারণ বাচনভঙ্গি ভাই ❤️❤️🤩

  • @arifmiah712
    @arifmiah712 2 ปีที่แล้ว

    অনেক মন মুগ্ধ কর ভিডিও।

  • @hafizahmed2586
    @hafizahmed2586 2 ปีที่แล้ว +1

    সুমন ভাই মানেই নতুন কিছু নতুন কিছু মনেই সুমন ভাই!!

  • @julkernayeen9471
    @julkernayeen9471 2 ปีที่แล้ว

    আমি আর আম্মু মিলে দেখলাম।খুব ভালো লাগলো

  • @singerrotno5708
    @singerrotno5708 ปีที่แล้ว

    সুমন ভাই আমি তো ভিডিও গুলার প্রেমে পড়ে যাচ্ছি, পুরাতন প্রাসাদ দেখলে আমার বুকের ভিতর কেমন যেন করে ওঠে।।

  • @chaitalipal6556
    @chaitalipal6556 2 ปีที่แล้ว +1

    Khub sundar,kintu mon kharap hoe galo.Maldahe akti misti paoa jay kansat name,asole Chapai Nabab Ganj to aage Malda te chhilo.Mone hoy sobai jadi aager moto hoe jeto.Suman vai aapnar ai prochesta ,bivinno hariye jaoa sthan khuje dakhachhen,khub valo lage.Puri te Puthia Rani Mandir bole akti mandir aache.Sunechhi puthiya Rajshahi te.Ai niye aktu alok pat korben.

    • @Hmnp910
      @Hmnp910 2 ปีที่แล้ว

      Malda rajshahir ongso.

  • @ferdouskhan642
    @ferdouskhan642 2 ปีที่แล้ว

    Ur videos are excellent 👍. I used to enjoy ur videos . Do more and more videos on the mysterious and interesting subjects.

  • @mostafizurrahman6245
    @mostafizurrahman6245 2 ปีที่แล้ว

    Onk valo laglo vai

  • @manjuranisarkar590
    @manjuranisarkar590 2 ปีที่แล้ว

    Khub bhalo laglo tomar Blog dekhte khub bhalo lage

  • @JubayerAlMahmud
    @JubayerAlMahmud 2 ปีที่แล้ว

    অসাধারণ হয়েছে ভিডিওটা

  • @abdussoburkhan2266
    @abdussoburkhan2266 2 ปีที่แล้ว +1

    *অনেক অনেক অভিনন্দন প্রিয় সালাউদ্দিন ভাই ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে 🥰🥰*

  • @sagorahmed8841
    @sagorahmed8841 2 ปีที่แล้ว

    আসাধারন!!!!
    ব্যাগ্রউন মিউজিক অসাম