মুর্শিদাবাদের বিকৃত ইতিহাস || Distorted history of Murshidabad

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @anandabanerjee7973
    @anandabanerjee7973 3 ปีที่แล้ว +22

    মানসবাবু মুর্শিদাবাদের সঠিক ঐতিহাসিক তথ্য এভাবে গাইডদের সামনে তুলে ধরে তাদেরকে সঠিক তথ্য সঠিকভাবে বলার জন্য অনুরোধ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
    খুব ভালো কাজ করেছেন ভাই।
    বিকৃত ইতিহাস শুনে মানুষের মনে মুর্শিদাবাদ সম্পর্কে ভুল বার্তা যাওয়া বন্ধ অবিলম্বে হওয়া উচিৎ।
    আর সরকার থেকে এঁদের সঠিক ইতিহাস জানার জন্য ট্রেনিংএর ব্যবস্থা করা দরকার।

  • @ArifHossain-TBT
    @ArifHossain-TBT 3 ปีที่แล้ว +51

    40 মিনিটের ভিডিও দেখে ভাবলাম দেখে শেষ করতে পারবো না, কিন্তূ প্রথম 20 মিনিট শুধু হেসেছি । বেশীর ভাগ মানুষ ভুল ধরলে রেগে যায়, অথচ যে মানুষ 75 বছর ধরে ভুল ধারণা নিয়ে ছিল তাকে না রাগিয়ে ভূল শুধরে দিলেন। দারুন কৃতিত্ব আপনাদের ❤️❤️🎉🎉।
    খুব ভালো লাগলো ভিডিও দেখে

    • @RoYaLRoAr5
      @RoYaLRoAr5 3 ปีที่แล้ว +1

      Ekmot R uni nijer bhool ta bujhe sunlen o

    • @SanatBanerjee-xc7oi
      @SanatBanerjee-xc7oi 7 หลายเดือนก่อน +1

      খুব সুন্দর লাগলো ভিডিওটা? গাইড দেরও ইতিহাসের সঠিক তথ্য জানা একান্ত প্রয়োজন? শিক্ষার শেষ নেই? শিক্ষার কোনও বয়স লাগে না? বিকৃত ইতিহাসের সঠিক তথ্যটি জানা গেলো? অসংখ্য ধন্যবাদ।

  • @joybhattacharyya2927
    @joybhattacharyya2927 3 ปีที่แล้ว +36

    অসম্ভব ভালো উপস্থাপনা। আপনার মতো সামান্য কয়েকজন গুণী মানুষ আছেন বলেই বাংলা তথা অবিভক্ত ভারতের ইতিহাসের শিকড়ের সন্ধান এখনও আমাদের কাছে সঠিক ভাবে পৌঁছয়। অনেক ধন্যবাদ আপনাকে।

    • @woodman9083
      @woodman9083 3 ปีที่แล้ว

      ❤️

    • @20peegee
      @20peegee 6 หลายเดือนก่อน

      প্রথম কথা, নবাব সম্পত্তি রক্ষা করার কোনো বোর্ড আছে কিনা? থাকলে তাদের দায়িত্ব। রাজ্যে সরকার বা পৌরসভা জানে কি? কারণ এই সরকার আসার পর হাজারদুয়ারি সহ বিভিন্ন স্থাপত্য কে ঠিকঠাক করেছে।

  • @mridulbagchi8500
    @mridulbagchi8500 3 ปีที่แล้ว +8

    বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শিক্ষার্থীর মন নিয়ে গাইড এর শরণাপন্ন হয়ে থাকি এবং এরকমই বিকৃত ইতিহাস শুনে ঘরে ফিরি l সত্যি-ই সরকারি ভাবে এদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন l আপনাদের উদ্যোগ কে সাধুবাদ জানাই l

  • @kishalaybhaumik
    @kishalaybhaumik 3 ปีที่แล้ว +160

    গাইড দের শিক্ষিত করার এক সুন্দর প্রচেষ্টা, সরকারি তরফে এই ধরণের ট্রেনিং এর প্রয়োজন, সেটা আপনারা করছেন । অনেক ধন্যবাদ, সাথে থাকার ইচ্ছে রইল।

    • @omorshekh5897
      @omorshekh5897 3 ปีที่แล้ว +5

      Akdom

    • @gayatrimondal8856
      @gayatrimondal8856 3 ปีที่แล้ว +1

      Sundar video abong porikalpana

    • @abhoyroy4617
      @abhoyroy4617 3 ปีที่แล้ว +3

      Honourable Manas babu apnake Tarapith mondire asar amantran janai, Mondir sebeyet Abhoy Roy,

    • @mdalmgir3429
      @mdalmgir3429 3 ปีที่แล้ว +1

      Bai apnara bangalir ahankar pora bangali satea acea from bangladesh

    • @kooksoop1569
      @kooksoop1569 2 ปีที่แล้ว

      L

  • @najmul1812
    @najmul1812 3 ปีที่แล้ว +61

    অনেক ধন্যবাদ মানস দা আপনাকে।
    আপনার জন্য মুর্শিদাবাদ এর ইতিহাস গুলো দেখতে পারি ও জানতে পারি।

  • @abdulkhalek2834
    @abdulkhalek2834 3 ปีที่แล้ว +19

    মুর্শিদাবাদের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আপনাদের ধন্যবাদ জানাই । আপনাদের এই মহত্ প্রচেষ্টা সফল হোক কামনা করি ।

  • @JohiruddinAhmed
    @JohiruddinAhmed 3 ปีที่แล้ว +64

    খুব সুন্দর প্রচেষ্টা। গাইড দের এরকম একটা ট্রেনিং এর ব্যাবস্থা করলে খুব ভালো হয়। আপনাকে অনেক ধন্যবাদ।

  • @Shifakhana
    @Shifakhana 3 ปีที่แล้ว +44

    এটা আমার গ্রাম আর ছোট থেকে এখানে আসি।কিন্তু আমার গ্রামের লোকটি এসব বলে আমি জানতাম না। আপনার মাধ্যমে জানতে পারলাম তাই অসংখ্য ধন্যবাদ মানস দা কে।

    • @muniverse6762
      @muniverse6762 3 ปีที่แล้ว +1

      Gramer lokti apnar theke senior

  • @nizamahmed4316
    @nizamahmed4316 2 ปีที่แล้ว +3

    মানস দা ,,সত্যিই কোনো ভাষা নেই আপনার মুর্শিদাবাদ এর সত্য ইতিহাস তুলে ধরার যে মানসিকতা। দুজন কে আমি প্রণাম জানাই।
    আপনার সমস্ত ভিডিও আমি দেখি বিভোর হয়ে ,কখনো কমেন্টস লিখতে সাহস হয়না। আজ শুধু লিখছি গাইড দের গাইড করার যে প্রচেষ্টা নিয়েছেন ,আপনাকে নমন করি। .

  • @bappadityapaul9712
    @bappadityapaul9712 3 ปีที่แล้ว +6

    খুব ভাল উদ্যোগ, আপনার সাথে parikshit বাবুকে ও অসংখ্য ধন্যবাদ জানাই।গাইডদের প্রশিক্ষণ দিলে এতদিন যারা মুর্শিদাবাদের বিকৃত ইতিহাস শুনে এসেছে তারা খুবই উপকৃত হবে,আসল ঘটনা জানতে পারবে।

  • @niharbasu6004
    @niharbasu6004 3 ปีที่แล้ว +2

    আপনাদের মুর্শিদাবাদ সম্পর্কে তথ্যমুলক প্রতিবেদন ভাল লাগলো । ভবিষ্যতে তথ্যমুলক ভিডিও আরো দেখতে চাই। বিশেষত প্রাচীণ অবিভক্ত বাংলার ইতিহাস। ধন্যবাদ।

  • @nimaikhata6552
    @nimaikhata6552 3 ปีที่แล้ว +25

    সঠিক এবং ঐতিহাসিক সত্য কথা বলা হয়েছে, এগুলি দরকার আছে। খুব ভালো লাগলো, ধন্যবাদ ।

  • @Nmtv78
    @Nmtv78 3 ปีที่แล้ว +28

    সঠিক ইতিহাস না জেনে শুধুমাত্র লোকমুখে শুনে গাইড করাটা অপরাধ না হলেও এটা উচিত নয়। কারন এভাবেই ইতিহাস বিকৃতি হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের মাঝে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য।

    • @juwelchowdhuryjuk461
      @juwelchowdhuryjuk461 ปีที่แล้ว

      মুসলিম গাইডরা তো জংলি জিহাদী মোল্লাদের কলঙ্কিত ইতিহাস গুলো তুলে ধরবেনা।। মুসলিম শাসকরা কিভাবে হিন্দুদের উপর নির্যাতন ধর্মান্তরকরণ হাতের উপর অতিরিক্ত কর ছাপিয়ে দিয়েছিল সেটা তো মুসলিম গাইডরা বলবে না।। হিন্দুরা যারা যে মানুষের কল্যাণ করেছিলে সেটাও বলবেনা এই জিহাদীরা।। সুদর্শন নারায়ন কুলি ছেলেটাকে এই জেহাদীরা গলায় তলোয়ার ঠেকিয়ে বাধ্য করেছিল ধর্মান্তর হতে এবং বাল কোরান শরীফ পড়তে

  • @arindam2024
    @arindam2024 3 ปีที่แล้ว +9

    সঠিক এবং ঐতিহাসিক সত্য কথা বলা হয়েছে, এগুলি দরকার আছে।অনেক ধন্যবাদ মানস দা আপনাকে.....

  • @dhimansarkarcenex
    @dhimansarkarcenex ปีที่แล้ว +1

    অপূর্ব! আপনাদের এই প্রচেষ্টায় আমরা আপ্লুত। নিজেদের দেশের ইতিহাস এইভাবে বিকৃত হওয়া থেকে রক্ষা করার এই উদ্যোগ কে কি ভাবে সাধুবাদ জানাবো তা ভাষায় প্রকাশ করতে পারছি না। ভিড়ের মাঝেও আপনার এই মৌলিক ও নিঃস্বার্থ পরিবেশন কে আমার সশ্রদ্ধ প্রণাম।

  • @badalbera7532
    @badalbera7532 3 ปีที่แล้ว +5

    মুর্শিদাবাদের প্রকৃত ইতিহাস সম্পর্কে আপনাদের গবেষণামূলক উদ্যোগ সত্যই প্রশংসনীয় ।এ জন্য অসংখ্য ধন্যবাদ রইল।

  • @arifezazi5344
    @arifezazi5344 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো মুর্শিদাবাদের ইতিহাস জেনে। ভিক্টোরিয়ার থেকে হাজার দুয়ারী ভালো। কালই ঘুরে এসেছি ওখান থেকে অনেক প্রশ্ন ছিল মনের মধ্যে ইউটিউবে তাই সার্চ দিলাম আপনাদের ভিডিও এলো দেখলাম। এখন অনেকখানি কৌতুহল নিবৃত্ত হলো।

  • @delowarabegum5663
    @delowarabegum5663 2 ปีที่แล้ว +3

    অসংখ্য ধন্যবাদ মানস দাকে। সঠিক ইতিহাস অনুসন্ধানে আপনার কর্মপ্রচেষ্টাকে সাধুবাদ জানাই।

  • @karunkumarbiswas6949
    @karunkumarbiswas6949 2 ปีที่แล้ว +1

    খুব সুন্দর গাইডদের অবশ্যই টেনিং এর প্রয়োজন। সুন্দর প্রচেষ্টা।ধন‍্যবাদ আরও অপেক্ষায় রইলাম।

  • @rumman617
    @rumman617 3 ปีที่แล้ว +27

    দাদা, আপনার সবকটি ঐতিহাসিক ভিডিও আমি বাংলাদেশ থেকে দেখি। ঐতিহাসিক ভিডিওগুলো খুবই শিক্ষামূলক।

  • @ishtiaqueahmed4757
    @ishtiaqueahmed4757 3 ปีที่แล้ว +2

    আপনার বর্ননা করা ইতিহাস আমার জানামতে সঠিক । সবচেয়ে যেটা ভাল লাগলো তা হলো ঐ গাইডকে সঠিক তথ্য বলে দিয়ে ভবিষ্যত প্রজন্মকে ভুল তথ্য জানা থেকে রক্ষা করা । আপনাদের এই বাংলার গৌরবময় ইতিহাস অনুসন্ধান সফল হোক ।

  • @hillncer1
    @hillncer1 3 ปีที่แล้ว +3

    অসাধারণ উদ্যেগ আপনার মানস দা.
    গাইডদের কে অবশ্যই এব্যাপারে জানানো উচিত যে তারা লোকমুখে শোনা অনেক বিকৃত কথাকেই ইতিহাস ধরে নিচ্ছে আর প্রচার করছে পর্যটকদের নিকট.
    আশা করি মানস দা যে এবারে আর মুর্শিদাবাদের ইতিহাস কোথাও বিকৃত হবেনা কারণ আপনি নিজেই আছেন সঠিক ইতিহাস প্রচারের জন্যে. আপনার সাথে সাথে পরীক্ষিত বাবুকেও অশেষ ধন্যবাদ.

  • @ashokebanerjee2661
    @ashokebanerjee2661 3 ปีที่แล้ว +2

    অসাধারণ প্রচেষ্টা, মুর্শিদাবাদ জেলার ইতিহাস সঠিক জানার আশায় রইলাম, ভারতের ইতিহাস যে ভাবে বিকৃত হয়েছে সেভাবেই এই জেলার ইতিহাস ও সঠিক ভাবে লেখা হয়নি, জানা খুব কষ্টকর কোন টা ঠিক আর কোনটা ভুল,যাহোক প্রচেষ্টা অসাধারণ, অনেক কিছু জানতে পারলাম, শুভেচ্ছা রইলো আরও জানার , অভিনন্দন

  • @muhsinmuhammad1546
    @muhsinmuhammad1546 3 ปีที่แล้ว +3

    আপনাদের চেষ্টাকে ধন্যবাদ জানাই, অনেক কিছু জানতে পারলাম। সত্যি কথা বলতে কি আমি মাঝে মাঝে খুব কস্ট পাই মুশির্দাবাদের করুন অবস্থা দেখে। আমি সত্যি'ই হারিয়ে যায় মুশির্দাবাদের পথে পথে অনুভব করি বাংলার মানুষের সেই সোনালী দিনের কথা! অশেষ ধন্যবাদ

  • @SohelRana-lx4lu
    @SohelRana-lx4lu 3 ปีที่แล้ว +2

    অসাধারণ উদ্যোগ খুবি ভালো লাগলো সঠিক ইতিহাস টা সবার জানা দরকার নাহলে ইতিহাস বিকৃত হয়ে যাবে। মানস দা কে ধন্যবাদ দেয়ার ভাষা আমার নাই।

  • @mehebubbiswas4595
    @mehebubbiswas4595 3 ปีที่แล้ว +16

    খুব ভালো এবং নিঃস্বার্থ সৎ চেষ্টা
    আসা করি আগামীতে এই রকম ভিডিও দেখতে পাবো
    অসংখ্য ধন্যবাদ

  • @mohidulmohidislam-7430
    @mohidulmohidislam-7430 5 หลายเดือนก่อน +1

    সত্যি কারের ইতিহাস তুলে ধরার জন্য, আমার দুইু গুণী ভাই জান কে ও মানুষ বাংলা চেনেল কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইলো সব সময় ফি আমানিল্লাহ্ আমি মুহিত বাংলাদেশ থেকে মেহের পুর মুজিব নগর থেকে।

  • @alokkumarroy1974
    @alokkumarroy1974 3 ปีที่แล้ว +3

    খুব ভালো লাগলো। স্থানীয় গাইডদের এই অনিচ্ছাকৃত ভুল তথ্য পরিবেশন করা থেকে, তাদের প্রকৃত শিক্ষিত করার যে আন্তরিক প্রয়াস, তাকে আমি কুর্নিশ জানাই। অনেক শুভেচ্ছা রইল❤ ভালো থাকবেন।

  • @kaziharun133
    @kaziharun133 3 ปีที่แล้ว +1

    ব্যতিক্রমধমী' আজকের এই ভিডিও টি দেখে খুবই ভাল লাগলো।মুশি'দাবাদের সঠিক ইতিহাস পাঠকদের সামনে তুলে ধরার আপনাদের এই আন্তরিক প্রয়াস সব সময় অব্যাহত থাকবে এই প্রত্যাশাই করি।পরিক্ষিত বাবু সহ আপনাকে অশেষ ধন্যবাদ।

    • @manasbangla
      @manasbangla  3 ปีที่แล้ว

      ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন।

  • @najminakhatun3699
    @najminakhatun3699 3 ปีที่แล้ว +3

    আমি একজন ইতিহাস অনার্স এর ছাত্রী। আপনাদের মুখে ইতিহাস গুলো শুনে উপকৃত হলাম ধন্যবাদ।

    • @kamalhosen4022
      @kamalhosen4022 10 หลายเดือนก่อน +1

      Bolento hazi md mohsin kon bordner chilo

  • @alamgirsworld1976
    @alamgirsworld1976 2 ปีที่แล้ว +2

    অনেক ধন্যবাদ মানস দা আপনাকে। সঠিক ইতিহাস জানাতে আপনি ও পরীক্ষিত দা গাইডকে উদ্বুদ্ধ করার জন্য। বাংলাদেশ থেকে অনেক অনেক শুভ কামনা।

  • @smarajitchakraborty7673
    @smarajitchakraborty7673 3 ปีที่แล้ว +27

    অত্যন্ত উঁচুমানের প্রচেষ্টা। আপনাদের গবেষণা ও প্রচেষ্টার সার্থকতা কামনা করি।

  • @ranjitpaul8820
    @ranjitpaul8820 3 ปีที่แล้ว +2

    এইধরনের উদ‍্যোগের জন্য একজন ইতিহাস প্রেমী হিসেবে আপনার ও এই চ‍্যানেলের সকল সদস্য দের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
    আপনার চ‍্যানেলের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ মুর্শিদাবাদের সঠিক ইতিহাস জানতে পারছেন পাশাপাশি অনেক দর্শনীয় স্থান আছে যা সাধারণ ভাবে ভ্রমণ পিপাসুদের জানা নেই, তার অবস্থান ও ইতিহাস সম্পর্কে জানতে পারছেন পাশাপাশি পর্যটকরা আরও বেশী করে ভিড় জমাচ্ছেন বলেই মনে করি।
    আপনার চ‍্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি। যদি কখনো সাক্ষাৎ করার সুযোগ পাই বাধিত হব। ধন্যবাদ 🙏

    • @manasbangla
      @manasbangla  3 ปีที่แล้ว

      দেখা নিশ্চয়ই হবে।

  • @somabhaduri4427
    @somabhaduri4427 3 ปีที่แล้ว +4

    সরল মানুষের সহজ আচরণ - গাইড মানুষটিকে বড়ো ভালো লাগলো। আপনার চ্যনেলটির ভক্ত হয়ে গেলাম

  • @somapal5267
    @somapal5267 3 ปีที่แล้ว +5

    মানস বাবু আপনাদের এই প্রচেষ্টা কে স্বাগত জানাই।আমি বহরমপুরে থাকি।গাইড দের সঠিক তথ্য জানাটা খুবই দরকার।

  • @mohiuddinalamgir8942
    @mohiuddinalamgir8942 3 ปีที่แล้ว +3

    আপনি মুর্শিদাবাদের সঠিক ইতিহাস উন্মোচনে সচেষ্ট ,বিষয়টি প্রথম থেকে লক্ষ্য করেছি । মানুষ বাংলার সাফল্য কামনা করছি । (বাংলাদেশ থেকে)

  • @m.kmahinboss3885
    @m.kmahinboss3885 ปีที่แล้ว +1

    দাদা আপনি ভীষণ ভালো মনের মানুষ, সঠিক ইতিহাস তুলে ধরনের সবসময় আপনার চ্যানেল দেখি বাংলাদেশ

  • @asaduzzaman7834
    @asaduzzaman7834 2 ปีที่แล้ว +3

    অসাধারণ। অসাধারণ। অসাধারণ। মানস দাদার ইতিহাস জানার পরিধি দেখে পুরোপুরি অবাক হয়ে গেলাম। প্রণাম দাদাকে অন্তরের অন্তস্থল থেকে।

  • @quamrunnahar6641
    @quamrunnahar6641 3 ปีที่แล้ว +2

    এক কথায় চমৎকার। অনেক অজানা ইতিহাস জানলাম। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।

  • @kalpanasarkar8284
    @kalpanasarkar8284 3 ปีที่แล้ว +4

    মানস বাঙলা দেখলাম ভাল লাগল আর গাইড দের নিয়ে একসঙ্গে বসে যে আলচনা র মাধ্যমে টেনিস দিয়ে সত্য জানা নো মহৎ কাজ। ধন্যবাদ জনাই।

  • @karinulbhuiyan3029
    @karinulbhuiyan3029 3 ปีที่แล้ว +2

    গাইডের অতিরঞ্জন বর্ণনা ইতিহাসকে ধর্ষিত করে চলেছে। আজকে
    আপনার তথ্যবহুল উপস্থাপনা বরাবর এর মতো অসাধারণ।
    আবারও ধন্যবাদ।
    ঢাকা, বাংলাদেশ থেকে।

    • @Mihi_Dana-z2x
      @Mihi_Dana-z2x หลายเดือนก่อน

      @@karinulbhuiyan3029 karor rap karor dhoka karor murder nirjaton karor nongrami. Kemne bujlen k ki kore?

  • @ripanghosh2088
    @ripanghosh2088 3 ปีที่แล้ว +3

    এটা তো সত্যি, লোকমুখে বানানো ইতিহাস না জেনে সত্যি ইতিহাস জানা অনেক ভালো।
    আপনাদের প্রচেষ্টা খুব ভালো এবং সুন্দর।🙏🙏🙏🙏

    • @Mihi_Dana-z2x
      @Mihi_Dana-z2x หลายเดือนก่อน

      Sob joge biyoge guune vaage dfrnt shit in dfrnt forms

  • @syedsalim9024
    @syedsalim9024 2 ปีที่แล้ว +1

    শ্রদ্ধেয় মানুষ বাবু অসংখ্য ধন্যবাদ আপনি যেভাবে গাইডকে ভুলগুলো সংশোধন করে দিলেন এবং গাইডের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন কথা দিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @bablubaidya3499
    @bablubaidya3499 3 ปีที่แล้ว +3

    ভীষন ভালো লাগলো সচেতনতা মূলক সুন্দর ভিডিওটি দেখে। অসংখ্য কৃতজ্ঞতা জানাই। সবাই খুব ভালো থাকবেন 🙏🌷💕

  • @pithuntaheem2464
    @pithuntaheem2464 2 ปีที่แล้ว +2

    মুর্শিদাবাদ আমার দাদাবাড়ি।। সুন্দর উপস্থাপনা এবং সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঢাকা, বাংলাদেশ থেকে।।

  • @peaceforhumanity3084
    @peaceforhumanity3084 2 ปีที่แล้ว +3

    From Bangladesh, Thank you to your nice decisions to find the true history of Murshidabd

  • @MrOhid-oi8lb
    @MrOhid-oi8lb 3 ปีที่แล้ว +1

    মানস দা আপনাকে ধন্যবাদ জানাই। যারা ইতিহাস বিকৃত করছে তাদের যেভাবে সংশোধন করছেন সেটা আমার খুব ভালো লেগেছে,এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানস দা, মুর্শীদাবাদের যে সব গাইডরা বিকৃত ইতিহাস পর্যটকদের শোনাচ্ছে সেটা দুঃখজনক। আপনার এ উদ্যোগ আমাকে আনন্দ দিয়েছে। আপনার এ প্রোগ্রাম টার মতো যদি মুর্শীদাবাদের সকল গাইডদের মাঝে চর্চা করা যেত, তাহলে পর্যটকরা সঠিক ইতিহাস জানতে পারত। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।

  • @PinakshiSaha
    @PinakshiSaha 3 ปีที่แล้ว +4

    আমার বাড়ি বহরমপুর ..... মুর্শিদাবাদের এই সত্য ইতিহাস উন্মোচন করার জন্য ধন্যবাদ।🙏

  • @AbdulSamad-tf7oz
    @AbdulSamad-tf7oz 2 ปีที่แล้ว +1

    সঠিক প্রয়াস, অনেক ভূল কথা গাইড গন বলে থাকেন, তাদের প্রশিক্ষণ
    প্রয়োজন। ধন্যবাদ আপনাদের ।

  • @SOTOTA66
    @SOTOTA66 3 ปีที่แล้ว +4

    মানস ভাই আপনি একটা অসাধারণ কাজ করলেন ! গত সপ্তাহে আমার কয়েকজন আত্মীয়র(বর্ধমানের) সঙ্গে ওখানে গেছিলাম ! ঐ গাইড ভদ্রলোক আমাদেরও ওই একই ভুল গল্প গুলো শোনাচ্ছিলো । আমার খুব অস্বস্থি হচ্ছিল ! আমি আত্মীয়দের সাথে থাকায় তর্কে জড়াতে চাই নি ! ওরা( আত্মীয়রা)কিন্তু বিশ্বাস করে চলে গেলো ! মনের কোথায় যেন খিচখিচ করে বাঁধছিল। অবশ্য সম্পূর্ণ ইতিহাস টা আমিও জানতাম না ! যাইহোক আপনাদের মিশন সফল হোক ! খুব ভালো লাগলো ! আপনি ও পরীক্ষিত ভাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ !

  • @AlamgirHossain-df8jc
    @AlamgirHossain-df8jc 2 ปีที่แล้ว +2

    অনেক সুন্দর ঐতিহাসিক প্রতিবেদন,ধন্যবাদ দাদা, ওই বৃদ্ধ ব্যাক্তিকেও ধন্যবাদ উনি খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং সত্য বিষয় মেনে নিলেন

  • @sagnikroy8769
    @sagnikroy8769 3 ปีที่แล้ว +4

    Last year, I along with my two close friends took a 3 days trip of Murshidabad . We were blessed enough to listen to this person face to face. Thank you Manas Bangla for again giving us the opportunity to listen to him.

  • @hasaniqbalbahar1833
    @hasaniqbalbahar1833 3 ปีที่แล้ว +1

    সত্যি sir বহু অজানা তথ্য আমারা আপনার কাছ থেকে পাচ্ছি এটার জন্য ধন্যবাদ আপনাকে ।আর আমরা যাতে এইরকমই সব অজানা ইতিহাস ভবিষ্যতে জানতে পারি তার জন্য অনেক শুভকামনা রইলো আপনাকে।BIGGGG FANNN SIRR👍🏼👍🏼👍🏼👍🏻👍🏻👍🏻👌👌👌

  • @AriyanKhan-kr4qd
    @AriyanKhan-kr4qd 3 ปีที่แล้ว +15

    চাচার ইতিহাস অনেকটা ভুল ছিলো। তবুও মানস বাবু নবাব সুজাউদ্দিন খান নিয়ে সঠিক ইতিহাস টা তুলে ধরার জন্য ধন্যবাদ।

    • @pranabbasu9992
      @pranabbasu9992 3 ปีที่แล้ว

      MONUMENT GULOTA DISPLAY BOARD WITH SHORT DESCRIPTION SHOULD BE THERE

    • @krishnendusarkhel2143
      @krishnendusarkhel2143 3 ปีที่แล้ว

      Manasbabu darun khub valalaglo

  • @bduzzal9241
    @bduzzal9241 3 ปีที่แล้ว +1

    মানস দা কি রকম আছেন আমার বাড়ি মুন্সিগঞ্জ বাংলাদেশ আমি সৌদিতে কাজ করি আপনার ভিডিওগুলো অনেকদিন ধরে আমি দেখি খুব ভালো লাগে । জানিনা এই লোকটার কথা গুলো মিথ্যে বলেছে কিন্তু সত্য গাইড হিসাবে ভালোভাবে বোঝাতে পেরেছে l আপনাকে অনেক ধন্যবাদ ইতিহাস তুলে ধরার জন্য । আমি জাকির হোসেন উজ্জল

  • @mostafizurrahmanbiddut30
    @mostafizurrahmanbiddut30 3 ปีที่แล้ว +3

    দাদা আপনাদের চ্যানেলের ভিডিও গুলো সুন্দর। গাইডদের ছোট-খাটো প্রশিক্ষণের ব্যাবস্থা করলে ভালো হতো। আমাদের মাঝে বাংলার ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। ❤️❤️🇧🇩

  • @mdebrahimsk9956
    @mdebrahimsk9956 3 ปีที่แล้ว +1

    অনেক অনেক ধন্যবাদ মানস দা, বিকৃত ইতিহাসের সত্য উদঘাটনের জন্য। আপনার প্রচেষ্টা কে কুর্নিশ জানাই।

  • @FardinTravelVlogs
    @FardinTravelVlogs 3 ปีที่แล้ว +3

    Ali Hossain is a experienced Guide. I was surprised by his knowledge during My Murshidabad Tour.

  • @fmzero3864
    @fmzero3864 3 ปีที่แล้ว +1

    এতটাই ভাল লেগেছে যতবারই আপনার চ্যানেলের কাজগুলো দেখছি স্যার ততটাই মুগ্ধ হচ্ছি আপনাদের প্রতি আমরা সব সময় আরো সত্য ঘটনা গুলো শুনতে চাই সত্য ইতিহাস শুনতে চাই গোটা ভারত এবং বাংলাদেশের সব ইতিহাস জানতে চাই যেটা দুই বাংলার সাথে জড়িত সত্য ইতিহাস বা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সবকিছুর সত্য ঘটনা গুলো শুনতে চাই অবশ্যই যেখানেই যাবে সেই দেশের সব সত্য ঘটনাগুলো ইতিহাস গুলো তুলে ধরবেন এই কামনা রাখি

  • @emranhossain4281
    @emranhossain4281 3 ปีที่แล้ว +5

    নবাব দের ইতিহাস ভিত্তিক নতুন ভিডিওর অপেক্ষায় ছিলাম..
    ধন্যবাদ আপনাকে দাদা

  • @abdulmatin7479
    @abdulmatin7479 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো মুর্শিদাবাদের সঠিক ইতি হাস জানতে পেরে।

  • @khaledurrahman7555
    @khaledurrahman7555 3 ปีที่แล้ว +9

    অনেক ধন্যবাদ দাদা, বাঙলার ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার জন্য।

  • @badaruddinsiddiquie6405
    @badaruddinsiddiquie6405 3 ปีที่แล้ว +1

    সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ৷এবং সেইসাথে উনাদের ট্রেনিং এর ব্যাবস্থা করা হলে ভালো হয় ৷সেক্ষেত্রে পর্যটকরা সঠিক তথ্য জানতে পারবেন ৷

  • @KhaledAhmed-nf1rm
    @KhaledAhmed-nf1rm 3 ปีที่แล้ว +5

    আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ,
    অত্যন্ত চমৎকারকরে সটিক ইতিহাস বুঝিয়ে তুলে ধরার জন্য ।

  • @anjandas1424
    @anjandas1424 3 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও গুলো বরাবরই ভালো লাগে, এবং সত্য ঘটনা গুলো জানতে পারি।
    ধন্যবাদ আপনাদের🙏
    আপনার এই ভিডিওগুলো একটা বই আকারে লিখলে(চিত্রসহ) খুব ভালো হয়।
    তাহলে বাংলার মানুষ বাংলায় ঘটনা গুলো জানতে পারবে।
    এবং মুর্শিদাবাদের ঐতিহ্যও বাড়বে।
    তাহলে পরবর্তী প্রজন্ম এই বিষয়ে সত্য টা জানতে পারবে।

  • @krishnendumaitra5762
    @krishnendumaitra5762 3 ปีที่แล้ว +5

    দারুণ উদ্যোগ মানসবাবু।।।। এই মহৎ উদ্দেশ্য আপনাদের সার্থক হোক।।। কল্যাণী থেকে ভালবাসা রইল❤️

  • @BTSARMY96344
    @BTSARMY96344 3 ปีที่แล้ว +2

    আমরা কয়েক দিন আগে গেছিলাম মুর্শিদাবাদ এ আর ওখানে আমাদের এই লোক টি গাইড করে ছিল এই লোক টি সত্যি খুব ভালো বুঝিয়েছেন আমাদের খুব পছন্দ হয়েছিল

  • @nostalgicvirus
    @nostalgicvirus 3 ปีที่แล้ว +8

    মুর্শিদাবাদের আসল ইতিহাসের আস্ত সব দলিল দস্তাবেজ আপনার প্রতিটি ভিডিও ❤

  • @MahabubKaka
    @MahabubKaka ปีที่แล้ว +1

    Kono ghotona ghote jaoa r por por e history te jaiga pai na. Pore ghote jaoa ghotona sabar kach theke sune, onek jaiga theke milia nia bastobota ar sundor ak etihas lipiboddho hoi............
    Manas sir k asonkko thanks❤🌹

  • @sunetrabhattacharya
    @sunetrabhattacharya 3 ปีที่แล้ว +12

    আমি যখন ২০১৯-এ গেছিলাম, ওনাকে এগুলো সব বলেছিলাম, উনি এখন‌ও ঐ এক‌ই গল্প বলে যাচ্ছেন। এরা আসলে বদলাতেই চায় না।

  • @abdulashik3574
    @abdulashik3574 2 ปีที่แล้ว

    আমরা 10November মুর্শিদাবাদ গিয়ে একই গল্পও শুনেছি ওই মানুষ টির থেকে। মুর্শিদাবাদের ইতিহাস বিকৃত হচ্ছে। আপনাদের চ্যানেল চেষ্টা করছে সঠিক ইতিহাস জানানোর। ধন্যবাদ।

  • @asishchakraborty432
    @asishchakraborty432 3 ปีที่แล้ว +3

    Really very informative knowledge and we are very much greateful for taking such pain to reveal the truth.

  • @SagirHossainVlog
    @SagirHossainVlog 3 ปีที่แล้ว +2

    মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থানগুলোতে গাইড দের মনা গড়া কাহিনী লক্ষ্য করিছি। এগুলো ঠিক করা উচিত।
    ধন্যবাদ আপনাকে.... আমার দাদুর বাবার কবরস্থান রয়েছে রসনীবাগ সমাধির কবরস্থানে।

  • @asitsaha8185
    @asitsaha8185 3 ปีที่แล้ว +5

    Thanks for actual information, awareness needed for Murshidabad tour guides as tourist get right historical information, Thanks again for one guide enlightened by you. 👍👍👍

  • @mddider2297
    @mddider2297 2 ปีที่แล้ว +2

    বাংলাদেশ থেকে আপনার ভিডিও গুলো নিয়মিত দেখি, ধন্যবাদ দাদা আপনাকে সঠিক ইতিহাস গুলো আমাদের জানানোর জন্য,

  • @skarobali8439
    @skarobali8439 3 ปีที่แล้ว +3

    মানস বাংলাকে অশেষ ধন্যবাদ জানাই।আপনারা আর একটা কাজ করুন।সেটা হলো গাইড দের একটা সুন্দর করে প্রশিক্ষণ দেবার ব্যবস্থা করুন।নয়লে মির জাফর।ভরে যাবে।

  • @swapanbanerjee6421
    @swapanbanerjee6421 8 หลายเดือนก่อน

    এটাই ঠিক সাজেশন। ওনাদের ট্রেনিং দেওয়া দরকার। অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।

  • @kaushikdas21
    @kaushikdas21 3 ปีที่แล้ว +5

    খুব ভালো লাগলো, অভিনব প্রয়াস, অপূর্ব উপস্থাপনা

  • @sagorahmed9327
    @sagorahmed9327 2 ปีที่แล้ว +2

    Bangladesh থেকে বলছি, আপনার সব ভিডিও গুলো ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অসখ্য ধন্যবাদ আপনাকে💖💖💖

  • @ashokeghosh2754
    @ashokeghosh2754 3 ปีที่แล้ว +3

    We are having many things of long days ago which are unknown to many of us. Your contents of research and presentation to us is informative and most imaginable.

  • @samarendrabhukta9704
    @samarendrabhukta9704 3 ปีที่แล้ว +2

    এক কথায় অসাধারন!!!
    গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে শুনতে শুনতে।
    ধন‍্যবাদ।

  • @kutubuddinahmed6523
    @kutubuddinahmed6523 3 ปีที่แล้ว +4

    সুন্দর উদ্যগ মানস বাবু । গাইডদের গাইড দেওয়া যাতে সত্যটা মানুষ জানতে পারে।

  • @abulmannan4877
    @abulmannan4877 3 ปีที่แล้ว +1

    দাদা আমি বাংলাদেশ থেকে আপনার বাড়ি সিরাজগঞ্জ আমি আপনার একজন নিয়মিত দর্শক আজ আপনার ভিডিও ইউটিউবে দেখে মনে পরওশানতি পেলাম আগের পর্ব দেখে শুধু মনে হতো কেন এত ছোট হয় আর আপনি গাইডদের বানানো গল্প গুলো কে সংশোধন করার জন্য যে চেস্টা করেছেন তার জন্য সেলুট আপনাকে দাদা আমার মন থেকে

  • @tom_n_jerry2256
    @tom_n_jerry2256 3 ปีที่แล้ว +3

    every guide must be well trained with verbal exams...the guides are the prime source to pass down the true history of Murshidabad to the tourists of home and abroad...

  • @mdalankhanchowdhury579
    @mdalankhanchowdhury579 3 ปีที่แล้ว +2

    ধন্যবাদ জানাই আপনাকে , আমরা নবাব সুজা খানের বংশধর , সরফরাজ খানের ৫ জন পুত্রের এক জন হারিজ খান বা হারি খাঁ , হারিজ খানের কয়েক পুত্রের এক জন ফতে খান , আমরা বর্তমানে বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়িচং ব্রাক্ষণপাড়াতে বসবাস করছি , আমাদের সবার পক্ষ থেকে আপনার প্রতি ভালবাসা ও আপনার জীবনে সাফল্য কামনা করছি /

  • @shahnajakter2761
    @shahnajakter2761 3 ปีที่แล้ว +3

    অনেক অনেক ধন‍্যবাদ দাদা,দির্ঘজিবি হন। সত্য প্রকাশে আপনারা অনন‍্য।সত‍্যই খুব ভালো লাগলো,আবারো আপনাদের কে অশেষ ধন্যবাদ।

  • @dineshsikdar7954
    @dineshsikdar7954 3 ปีที่แล้ว +1

    সত্যি খুব ভালো লাগলো , মিথ্যা প্রচার থেকে gide যিনি ছিলেন তাকে সত্য জানানোর জন্য আমি খুশি হলাম এবং আপনাদের যে নুতন প্রচেষ্টা কে আমি shallut জানাই , ধন্যবাদ মানস বাংলা এবং আপনাকে, আবার নিজেকে খুঁজে পাবো কোনো ইতিহাস এর মাঝে আপনার ভিডিও এর মাধ্যমে, ধন্যবাদ

  • @rinkuanimikh7454
    @rinkuanimikh7454 3 ปีที่แล้ว +5

    খুবই ভালো কাজ। আপনাদেকে ধন্যবাদ ও অভিবাদন।

  • @sinhaonlineshareeingce7849
    @sinhaonlineshareeingce7849 3 ปีที่แล้ว +2

    সুন্দর উপস্থাপনা।গাইড ভদ্রলোকের সাক্ষাৎকার শোনার সূযোগ হয়েছিল।

  • @pobitraroy1662
    @pobitraroy1662 3 ปีที่แล้ว +4

    দাদা প্রণাম নিবেন আপনার প্রোগ্রাম গুলো অনেক সুন্দর আপনার মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাই তার সাথে অনেক ইতিহাসও জানতে পাই।

  • @Rajdip2609
    @Rajdip2609 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো আপনার এই তথ্য সমৃদ্ধ ভিডিওটি দেখে। অনেক ধন্যবাদ আপনাকে।

  • @abujargazi3518
    @abujargazi3518 3 ปีที่แล้ว +4

    দাদা খুব সুন্দর উপস্থাপনা তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। আপনাদেরকে ছালাম জানাই।

  • @prabahamitra9322
    @prabahamitra9322 3 ปีที่แล้ว +2

    Khub valo laglo Manas Da, itihas jodi vul byakhya hoi tahole amader poroborti generation vul shikhbe, sei lojjar hath theke amader bachanor jonno o amader Banglar gourabojjol itihas k tule dhorar jonno apnake o apnader team k osonkho dhonnobad.

  • @priyanka143
    @priyanka143 3 ปีที่แล้ว +3

    Ekhane onek bar gechi ami khub sundor jaiga💐💖👌💐💖👌

  • @joydeepbandyapadhyay6477
    @joydeepbandyapadhyay6477 3 ปีที่แล้ว +1

    মাননীয় মানস বাবু, নমস্কার নেবেন।আপনার উপস্থাপনা বেশ সুন্দর। এই vlog টা দেখে সমৃদ্ধ হলাম।পরবর্তীতে আপনার অনুষ্ঠানে আরও কিছু পেতে চাই। দোষ আপনারই কারন আপনিই প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন। ভাল থাকুন, আর এই ধরনের vlog দিয়ে ভাল রাখুন আমাদের। মন আর চিন্তন এর ক্ষিদে
    মেটানোর মানুষ খুব কম।

    • @manasbangla
      @manasbangla  3 ปีที่แล้ว +1

      ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন। চেষ্টা করবো আরও ভালো কিছু করার

  • @fazlurrahman7289
    @fazlurrahman7289 3 ปีที่แล้ว +6

    Thank you Manas da.You teaching the guard and he listen carefully.l feel good when l listen Bengal history.Allah Rabbul alAmin Aponake Hayathe Thaiyaba dan korun

  • @ইন্দ্রজালওচারপাশ

    অসাধারণ উদ্যোগ মানস বাবু।গাইডরা ট্রেইন আপ হলে তবেই সঠিক ইতিহাস জানবে মানুষ।

  • @parthachakraborty6231
    @parthachakraborty6231 3 ปีที่แล้ว +7

    Alongside the distorted information of the guides, your historical commentary based on exercised understanding is really educative as well as entertaining...... I reiterate, you have been doing a very
    laudable job, for which no praise is adequate. Evidently your videos will not sink into oblivion so easily, as they keep enriching the history in general. ... Best wishes all the time.

  • @surendrakumarchakraborty8654
    @surendrakumarchakraborty8654 2 ปีที่แล้ว +1

    অনেক ধন্যবাদ আপনাকে। আমারও বাড়ি মুর্শিদাবাদে। ভালো লাগলো ।কলিজা খাকী গল্প আমিও শুনেছিলাম। ভুল ভাঙল।