আলিবর্দী খান কে বিশ্বাসঘাতক বললেন নবাব মুর্শিদ কুলী খানের বংশধর || Descendant of Murshid Quli Khan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ส.ค. 2022
  • করতলব খাঁ যখন তাঁর দেওয়ানী কার্যালয় জাহাঙ্গীর নগর অর্থাৎ বর্তমান বাংলাদেশের ঢাকা শহর থেকে সরিয়ে আনলেন মুকসুদাবাদে, তখন ঔরঙ্গজেব ছিলেন দক্ষিণ ভারতে। করতলব খাঁর কাজে খুশী হয়ে ঔরঙ্গজেব করতলবের নাম ছিলেন মুর্শিদকুলি খাঁ। সেই সাথে মকসুদাবাদের নাম পরিবর্তন করে মুর্শিদাবাদ নাম রাখারও অনুমতি দিলেন তিনি। ১৭০৪ সালে দাক্ষিণাত্য থেকে মুকসুদাবাদে ফিরলেন মুর্শিদকুলি। তখন থেকে মুকসুদাবাদের নাম হল মুর্শিদাবাদ। ১৭১৭ সালে দেওয়ান হওয়ার পাশাপাশি তিনি হলেন বাংলার সুবেদার। এরপর থেকেই দেওয়ান মুর্শিদকুলি খান পরিচিত হলেন নবাবমুর্শিদ কুলী খান হিসেবে। তিনি ছিলেন দক্ষ শাসক। শাসন ব্যবস্থার সংস্কার করে তিনি এক সুশৃঙ্খল ব্যবস্থাপনা গড়ে তুললেন। ১৭২৭ খ্রিস্টাব্দে মারা যান বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খান আর তাঁর স্মৃতি হিসেবে রয়ে যায় তাঁর সৃষ্টি সুবিশাল কাটরা মসজিদ। মুর্শিদকুলি খাঁন মারা যাওয়ার পর নবাব হলেন তার জামাই সুজা উদ্দিন। তিনি খুব সৌখিন ছিলেন, নবাব হয়ে তিনি ঢেলে সাজালেন মুর্শিদাবাদকে। চেহেলসেতুন প্রাসাদকে প্রসার করার পাশাপাশি মুর্শিদাবাদ নগরীতে বেশ কিছু সুন্দর সুন্দর ঘরবাড়ি ও তোরন তিনি নির্মান করলেন। ১৭৩৯ সালে তিনি মারা গেলেন বাংলার সবচেয়ে প্রজা দরদী নবাব সুজা উদ্দিন। তিনি মারা যাওয়ার পর মুর্শিদাবাদের মসনদে বসলেন তাঁর পুত্র সরফরাজ খান। সিংহাসনে বসার পর থেকেই ষড়যন্ত্রের শিকার হলেন নতুন নবাব সরফরাজ খান। এরপরই এলো সেই দিন। ১৭৪০ সালে গিরিয়ার যুদ্ধে পরাজিত ও নিহত হয়ে মুর্শিদাবাদের মসনদ থেকে চির বিদায় নিতে হলো নাসিরি বংশের শেষ নবাব মুর্শিদ কুলী খানের নাতি সরফরাজ খান। প্রভুপুত্র সরফরাজকে হত্যা করে সিংহাসনে বসলেন বিশ্বাসঘাতক নবাব আলিবর্দি খাঁ। শুরু হলো আফসার বংশের শাসনকাল। আর অসম্পূর্ণ রয়ে গেলো সরফরাজ খানের নির্মিত এক বৃহত মসজিদ।মুর্শিদাবাদের ইতিহাসে সরফরাজ খানই ছিলেন একমাত্র নবাব যিনি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে মারা যান। কিন্তু তারপর.....তারপর কি হলো? কি হয়েছিল নবাব সরফরাজ খানের পরিবার তথা বংশধরদের ?
    দীর্ঘদিন খোঁজ খবর চালিয়ে অবশেষে সন্ধান পেলাম ফ্রান্সে বসবাসকারী নবাব মুর্শিদ কুলী খানের ১১তম বংশধরের। দেরী করলাম না, প্রিয় পরিক্ষিত বাবুকে সাথে নিয়ে হাজির হলাম কাটরা মসজিদে। প্রযুক্তির সাহায্য নিয়ে নবাব মুর্শিদ কুলী খানের নির্মিত মসজিদে বসেই তাঁরই ১১তম বংশধরের সাথে চললো ঘন্টা দুয়েক সাক্ষাৎকার। সম্পূর্ণ এক অন্য অভিজ্ঞতা। জানলাম বহু অজানা কাহিনী…..
    বন্ধুরা , যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, সেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানলের সঙ্গে থাকবেন এই আশা রাখি ।
    ব্যক্তিগত মতামত ও পরামর্শ দেওয়ার জন্য নিচের মেইল আইডি তে মেইল করুন। manasbangla9@gmail.com
    WhatsApp: +91 8250059433
    Music used in this video:
    Hero Down by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommons.org/licenses/...
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/
    Stay Connected with me on Social Network :
    Twitter : / manasbangla
    Facebook : / manasbangla
    Instagram : / manasbangla

ความคิดเห็น • 504

  • @amartya1977
    @amartya1977 ปีที่แล้ว +16

    খুব ভালো লাগলো।
    মুর্শিদাবাদের অজানা ইতিহাসের কাহিনী অনুসন্ধানের প্রচেষ্টা করার জন্য আপনাকে তথা ‘মানস বাংলা’ কে জানাই অনেক ধন্যবাদ ও শুভ কামনা।

  • @smarajitchakraborty7673
    @smarajitchakraborty7673 ปีที่แล้ว +13

    মানস দা এবং মাস্টারমশাই মিলে মুর্শিদাবাদের নবাব সরফরাজ খানের ইতিহাস এবং তার বংশধরদের নিয়ে এরকম একটি অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানানোর ভাষা নেই। এবিষয়ে আপনার লেখা নতুন বইয়ের অপেক্ষায় রইলাম।

  • @momomomo8497
    @momomomo8497 ปีที่แล้ว +22

    এই ভিডিওটির মাধ্যমে আমরা আবার বাংলা ও বাঙালির গৌরবময় ইতিহাসের মুখোমুখি হলাম। মানস বাবু ও তাঁর সাথী যিনি এবং নবাব মুর্শিদ কুলি খান এর উত্তর পুরুষ এর একটি পরিবার আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে সালাম ও কৃতজ্ঞতা জানাই। এই ভিডিওটি আমার কাছে প্রধান দু'টি চমক নিয়ে এসেছে এক. আপনাদের ব্যাকগ্রাউন্ডে স্বাধীন বাংলাদেশের পতাকা, দুই. আপনি আপনার পূর্বপুরুষের বংশধারা মনে রেখেছেন। আলীবর্দী খানের প্রতি আপনাদের ভিতরে একটা ক্ষোভ কাজ করছে সেটা বোঝা যায়। এটা স্বাভাবিক। কিন্তু এখন তারা কেউ নেই, সেই নবাবীও নেই। আর ঐ সময়ে ক্ষমতার পট পরিবর্তনের ওটাই ছিল একমাত্র পদ্ধতি। যা ছিল নিষ্ঠুর, বিপজ্জনক ও অপ্রিয়। পূর্বপুরুষ হিসেবে আমাদের সকলের উচিত তাদের জন্য আল্লাহ্‌র কাছে ক্ষমা প্রার্থনা করা এবং তাদের শান্তির জন্য দোয়া করা।

  • @karabitakal3067
    @karabitakal3067 ปีที่แล้ว +10

    এই বিষয়ে এমন একটি ভিডিও অনেকদিন ধরে দেখতে চেয়েছিলাম। ধন্যবাদ🙏💕

  • @kamdevpurtv7569
    @kamdevpurtv7569 ปีที่แล้ว +52

    খুব সুন্দর ভিডিও। মুর্শিদাবাদের সঠিক ইতিহাস আমাদের সামনে তুলে ধরার জন্য মানস বাবু এবং পরীক্ষিত বাবু যে পরিশ্রম করে চলেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

  • @avijitdhar2741
    @avijitdhar2741 ปีที่แล้ว +13

    অপূর্ব অসাধারন যা মুখে বলে প্রকাশ করা যাবে না মানস দা আপনি ইতিহাস মানস দা আপনি জলজেনত ইতিহাস দাদা, আপনাকে প্রণাম মানস দা. . 🙏🙏

  • @abdulmatinchannel2131
    @abdulmatinchannel2131 ปีที่แล้ว +6

    ১৭৩৯ সাল নবাব সরফরাজ খান ক্ষমতায় এসে আলীবর্দী খানকে বিহারের নায়ের নাম পদে বহাল রাখেন । কিছুদিন নবাবের সাথে তাঁর সম্পর্ক স্বাভাবিক ছিল এরপর তাদের সম্পর্কের অবনতি ঘটে । মীর মুরতজা , হাজী লুৎফর আলী ও মর্দন আলী খান ছিলেন সরফরাজ খানের উপদেষ্টা ও বিশ্বস্ত সভাসদ । রাজ্যে আলীবর্দী খানের পরিবারের প্রতিপত্তিতে তারা ঈর্ষান্বিত হন । এই সব উপদেষ্টারা নবাবকে আলীবর্দী পরিবারের প্রতিপত্তি নষ্ট করতে পরামর্শ দেন । নবাব এ ব্যাপারে গভীরভাবে চিন্তা না করেই তাদের পরামর্শ মতো কাজ করতে শুরু করেন । তিনি হাজী আহমদকে দীওয়ানের পদ থেকে অপসারিত করেন এবং তাঁর জায়গায় মীর মুরতজা খানকে নিয়োগ করেন । উপদেষ্টারা আতাউল্লাহ খানকে আকবর মহলের ফৌজদারী থেকে সরিয়ে দিতে এবং সৈয়দ আহমদ ও জৈনুদ্দীনকে কারারুদ্ধ করতে নবাবকে উপদেশ দেন । এসব উপদেষ্টার কারণে আলম চাঁদ , জগৎশেঠ ও ফতেহ চাঁদ ক্ষতিগ্রস্ত হয়েছিল । তাই তারা গোপনে হাজী আহমদকে সাথে নিয়ে নবাবের বিরুদ্ধাচরণ করতে থাকে । তারা হাজী আহমদ ও আলীবর্দী খানকে সাহায্যের প্রতিশ্রুতি দেন । হাজী আহমদ তাই ভাই আলীবর্দীকে এসব অপমানজনক ঘটনা অতিরঞ্জিত করে জানান । এতে আলীবর্দী খান স্বাভাবিকভাবেই উত্তেজিত হন এবং গোপনে এর প্রতিশোধ নেয়ার চেষ্টা করেন । কোন কোন ঐতিহাসিক লিখেছেন , নবাবের বিরুদ্ধে বিদ্রোহ করার কোনরূপ সংকল্প আলীবর্দী খানের ছিল না । কিন্তু হাজী আহমদ বারবার খবর পাঠান যে , শত্রুরা তাঁকে সপরিবারে ধ্বংস করার ষড়যন্ত্র করছে । এতে আলীবর্দী খান বিচলিত হন এবং তাঁর পরিবারকে উদ্ধার করার উদ্দেশে সৈন্যদল প্রস্তুত করেন । সেই উদ্দেশ্যে ১৭৪০ সালের মার্চ মাসের শেষের দিকে । তিনি পাটনা থেকে মুর্শিদাবাদের দিকে অগ্রসর হন । আলীবর্দী খান নবাবকে লিখে জানান যে , তাঁর ভাই ও তাঁদের পরিবারকে অপমানের হাত থেকে রক্ষা করার জন্যে তিনি অগ্রসর হয়েছেন এবং নবাবের প্রতি আনুগত্য ব্যতীত তার অন্য কোন মনোভাব নেই । তিনি আশা করেন যে , নবাব হাজী আহমদ ও তার পরিবার - পরিজনদেরকে মুর্শিদাবাদ ত্যাগ করে তাঁর কাছে আসতে অনুমতি দেবেন । এতে নবাব হতভম্ব হয়ে পড়েন এবং তাঁর উপদেষ্টাদের ডেকে এ ব্যাপারে পরামর্শ চান । তাদের পরামর্শে নবাব হাজী আহমদ ও তার পরিজনদেরকে মুর্শিদাবাদ ত্যাগ করতে অনুমতি দেন । হাজী আহমদ আলীবর্দী খানের কাছে এসে তাঁকে মুর্শিদাবাদ দখল করার জন্যে প্ররোচিত করেন । অন্যদিকে উপদেষ্টারাও নবাবকে আলীবর্দীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যে পরামর্শ দেন । ফলে স্বাভাবিকভাবেই যুদ্ধের পরিবেশ রচনা হয়ে যায় । ১৭৪০ সালের ৯ এপ্রিল মুর্শিদাবাদের ২৬ মাইল উত্তর - পশ্চিমে গিরিয়া নামক স্থানে এই যুদ্ধ বাঁধে । গিরিয়ার যুদ্ধে সরফরাজ খান পরাজিত ও নিহত হন । যুদ্ধের কয়েকদিন পর আলীবর্দী খান মুর্শিদাবাদে আসেন এবং মসনদে বসেন । সরফরাজ খানের মৃত্যুতে তিনি খুবই মর্মাহত হন । তিনি সরফরাজের ভগ্নি নফিসা বেগমের নিকট দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমাপ্রার্থনা করেন । তিনি নফিসা বেগম , সরফরাজের পুত্র আকাবাবা ও তার আত্মীয় - স্বজনদের প্রতি সম্মানজনক ব্যবহার করেন এবং তাদেরকে সম্পত্তির অধিকার দেন এছাড়া তাদের জন্যে ভাতারও ব্যবস্থা করেন । মুহাম্মদ আবদুর রহিম ' বাংলাদেশের ইতিহাস ' গ্রন্থে লিখেছেন , “ সরফরাজের পিতা সুজাউদ্দীন আলীবর্দী ও তাহার পরিবারের মহা উপকার করিয়াছিলেন । সুজাউদ্দীন তাহাদের উন্নতি ও প্রতিপত্তির পথ সুগম করিয়াছেন । এত বড় উপকারীর পুত্রের বিরুদ্ধে বিদ্রোহী হওয়ায় ও তাঁহাকে নিহত করায় আলীবর্দীকে সাধারণতঃ অকৃতজ্ঞ বলিয়া মনে করা হইত । সমসাময়িক ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে বিচার করিলে আলীবর্দীকে অপরাধী করা যায় না । কারণ , তিনি নিছক নিজের ও পরিবারের সম্মান ও নিরাপত্তার জন্য সরফরাজের বিরুদ্ধে অস্ত্র ধারণ করিতে বাধ্য হইয়াছিলেন । নবাবের সহিত তাঁহার তিক্ত সম্পর্কের ও সংঘর্ষের জন্য প্রধানতঃ নবাবের উপদেষ্টারা দায়ী ছিলেন । নবাবের পরামর্শদাতারাই হাজী আহমদের প্রতি হিংসা ও এই পরিণতির জন্য দায়ী । ছিল । " গোলাম হোসেন তাবাতাবাই লিখেছেন , “ এই সমৃদ্ধ প্রদেশগুলির প্রতি মারাঠাদের দৃষ্টি পড়িয়াছিল । কিছুদিন পরেই তাহারা চতুর্দিক হইতে আক্রমণ করিতে আরম্ভ করিয়াছে । এই প্রদেশগুলির খুবই সৌভাগ্য যে , এই হানাদার লুটেরাদেরকে আলীবর্দীর মত একজন প্রতিভাসম্পন্ন শাসক ও সেনাপতির মুকাবিলা করিতে হইয়াছে । অসামান্য রণনৈপুণ্য , অক্লান্ত পরিশ্রম ও কূটবুদ্ধির সাহায্যে তিনি হানাদারদের সমুচিত শিক্ষা দিয়েছেন এবং তাহাদেরকে সম্পূর্ণরূপে বিতাড়িত করিয়াছেন । ”

  • @keyaganguly46
    @keyaganguly46 ปีที่แล้ว +8

    খুব ভালো লাগলো এই ভিডিওটি। ইতিহাসের আর এক দিগন্তের সূচনা হলো। মনটা ভরে উঠলো। বিশ্বাসঘাতকতার বিষ কি ভাবে ছড়িয়ে গেছে এক বংশ থেকে আর এক বংশে । মানস বাংলা কে অনেক ধন্যবাদ জানাই এই সত্য অনুসন্ধানের জন্য। অনেক অনেক সাফল্য আসুক এই কামনা করি। আপনার বইয়ের খবর জেনে খুব আনন্দ হচ্ছে। একটা অনুরোধ রইল - ভবিষ্যতে ভবানী পাঠকের জীবনী নিয়ে একটি ভিডিও করুন। ভালো থাকবেন।

  • @mayakamal5982
    @mayakamal5982 ปีที่แล้ว +6

    সত্যি মানস দাদাই, আপনার তুলনা আপনি নিজে! আপনার অকালান্ত প্রচেষটা আমাকে মুগ্ধ করে, আপনার কল্যানে আমরা অনেক অজানাকে জানতে পারছি, আপনার দীর্ঘআয়ু কামনা করছি, 🇧🇩😇

  • @mohsinmani9632
    @mohsinmani9632 ปีที่แล้ว +33

    মানস বাবু, আপনি খুব কঠিন কাজে হাত দিয়েছেন। সঠিক ইতিহাস খুঁজে বের করা খুব সহজ নয়। আপনার সত্য সন্ধান অব্যাহত থাকুক। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।

  • @SandipKuila007
    @SandipKuila007 ปีที่แล้ว +16

    বাংলার ইতিহাস আমাদের সামনে তুলে ধরার জন্য আপনি যে নিরলস কাজ করে চলেছেন তার জন্য সত্যি কোন প্রশংসাই যথেষ্ট নয়।

  • @mdhihasanujjamun2196
    @mdhihasanujjamun2196 ปีที่แล้ว +8

    সত্যি ইতিহাস প্রচার করার জন্য আপনাদের ধন্যবাদ 👍 চাপাপড়া ইতিহাস কে তুলে ধরার জন্য ধন্যবাদ 👍

    • @oxfordtrivial303
      @oxfordtrivial303 ปีที่แล้ว

      এসব নবাব রা সনাতন ধর্মের মহা রাজাদের অবৈধ ভাবে হত্যা করে ক্ষমতা দখন করে,বাহির দেশ থেকে এসে ক্ষমতা অপব্যবহার করে বাংলা বিহার উড়িষ্যার ক্ষমতা দখল করে।

  • @ariansumon5529
    @ariansumon5529 ปีที่แล้ว +22

    পিছনে আমার দেশে আমাদের দেশ বাংলাদেশের পতাকা রাখার জন্য ধন্যবাদ। এতেই মুগ্ধ হয়েছি। ভালো থাকবেন স্যার 😇

  • @mdasrafkhan4378
    @mdasrafkhan4378 ปีที่แล้ว +8

    ঠিক বলছেন আমিও এটাই ভাবছিলাম আলিবর্দী খাঁ আর মিজাফর মনে হচ্ছে একই চরিত্রের😌😌

  • @masudahmed9411
    @masudahmed9411 ปีที่แล้ว +25

    নহে আশরাফ যার আছে শুধু বংশ পরিচয়। সেই আশরাফ জীবন যাহার পুণ্যকর্মময়।❤️❤️❤️❤️

    • @AshrafulIslam-ot7vj
      @AshrafulIslam-ot7vj 3 หลายเดือนก่อน

      আমার নাম আশরাফ।

  • @user-gl1le8ok7l
    @user-gl1le8ok7l ปีที่แล้ว +7

    মানস দাদা হারিয়ে যাওয়া নবাব সরফরাজ খানের সঠিক ইতিহাস তুলে ধরার জন্যও আপনাকে, পরীক্ষিত দাদা কেও অভিনন্দন।
    আসা করি ইতিহাসের প্রয়জনেই
    আরো অনেক তথ্য পাবো আমরা।
    আমি অভিনন্দন জানাই এলান খান চৌধুরী নবাব সরফরাজ খানের বংশধর বাংলাদেশের পক্ষ থেকে।

  • @matiulalam6661
    @matiulalam6661 ปีที่แล้ว +18

    ভাল লাগলো। ধান্যদৌল আমার খুব পরিচিত। এটি কুমিল্লা জেলার Brahman para, উপজেলার একটি গ্রাম। সৌভাগ্য বশত আমি 4 বছর আগে সেখানে উপজেলা কৃষি অফিসার ছিলাম। আগে ভিডিও চিত্র দেখলে ঐ গ্রামের আরো তথ্য নিতে পারতাম। একটানা গোগ্রাসে পুরো ভিডিও টা দেখলাম। ঐ সকল শিক্ষা প্রতিষ্ঠান আমার পরিচিত। মোশাররফ খান চৌধুরী দুই বারের উপজেলা চেয়ারম্যান ছিলেন। আমি তাকে ব্যাক্তিগতভাবে চিনি। Manash Bangla কে ধন্যবাদ।

    • @shahadathossain1635
      @shahadathossain1635 9 หลายเดือนก่อน

      Hmmm amader alakay. Jahangir Khan chowdhory dui bar upjehla chairman chilen. Apner moto amio content ti dekhe Valo lagche. Thanks.

    • @user-lc6qh3fr7s
      @user-lc6qh3fr7s 7 หลายเดือนก่อน

      Murshid Kuli Khan er shikor(root) jantey chai.Amar mone hoy sobai ovibashi(migrant).Apnader baktobbo thekey bujha gelo golaye galad. Allah manusher sathey Soytan ke serey disen.Uni dekhtey chaan ke ba kara Soytaner khappor thekey bachtey parey.Tobey ekti kotha boltey chai,mone kashto niben na.Ek ei itihash Hindur haatey ekrakom Muslimer haatey onnorakom.

  • @skdalimKolkataMurshidabadLove
    @skdalimKolkataMurshidabadLove ปีที่แล้ว +6

    গুড মর্নিং দাদা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার সমস্ত ভিডিও ভালো লাগে এবং আমি কুয়েত প্রবাসী মুর্শিদাবাদের ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

  • @sanjibnath8899
    @sanjibnath8899 ปีที่แล้ว +4

    দারুন লাগলো ওনাদের পরিচয় ও সঠিক ইতিহাস জানতে পেরে।
    মানস বাবু আপনার সব ভিডিও দেখি, পরিবারকেও দেখাই অনেকদিন ধরেই। যেসব বন্ধুদের ইতিহাসে আগ্রহ, তাদেরও recommend করি।
    এভাবেই আরও কাজ করুন, আপনার বইএর অপেক্ষায় রইলাম।
    ভাল থাকবেন, কোনোদিন নিশ্চয়ই দেখা হবে💐

  • @rupkathasaikat202
    @rupkathasaikat202 ปีที่แล้ว +16

    মানস, তুমি নিরলসভাবে যেসব নিত্যনতুন বিষয় উপস্থাপন করে চলেছো--- সেগুলো অতীতকে আবার পুনর্জাগরীত করছে। অভিনন্দন রইলো। 🙏🙏🙏

  • @arunavamaity2715
    @arunavamaity2715 ปีที่แล้ว +9

    এই ইতিহাস টা অজানা ই ছিল মানসদা অস ্খ্য ধন্যবাদ আপনাকে।

  • @somakanjilal7057
    @somakanjilal7057 ปีที่แล้ว +5

    ইতিহাসের এই সব অজানা তথ্য জানানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। 🙏

  • @emdadulhoque6217
    @emdadulhoque6217 ปีที่แล้ว +5

    আপনাদের নিরলস পরিশ্রম প্রচেষ্টার জন্য আমি আপনাদের,অশেষ ধন্যবাদ জানাই

  • @mahaswetamazumder6556
    @mahaswetamazumder6556 ปีที่แล้ว +31

    History repeats itself..... অন্যের সঙ্গে অন্যায় করলে নিজের সাথে সেটাই হয়।আসলে সময় আর ইতিহাস কাউকে ক্ষমা করে না

    • @anissarkar-st2bz
      @anissarkar-st2bz 5 หลายเดือนก่อน +1

      সর্ফরাজ ছিলেন নারী লুভি একজন মুসলিম হয়েও সে জগৎসেটের বউকে উঠিয়ে এনেছিল।

  • @mirzaali2126
    @mirzaali2126 ปีที่แล้ว +3

    যা হউক মানষদা আপনার মাধ্যমে মুর্শিদকুলী খানের ইতিহাস জানা হয়ে গেল অনেক ভাল লাগল। আপনার জন্য রইল অফুরন্ত ভালবাসা ও শুভ কামনা রইল আমি সৌদিআরব রিয়াদ থেকে দেখছি।

  • @shahalamalbani2550
    @shahalamalbani2550 ปีที่แล้ว +6

    চালিয়ে যান মানস দাদা,আপনি পারবেন বাংলার প্রকৃত ইতিহাস তুলে আনতে।

  • @samimsk144
    @samimsk144 ปีที่แล้ว +9

    Very Informative video for us👍👍👍

  • @asofamanatullah3570
    @asofamanatullah3570 ปีที่แล้ว +5

    ধন্যবাদ আপনাকে একটা তথ্য পূর্ণ প্রতিবেদনের জন্য

  • @Dr.S.A.Rahaman4840
    @Dr.S.A.Rahaman4840 ปีที่แล้ว +4

    ধন্যবাদ মানস বাবু, ধন্যবাদ পরীক্ষিত বাবু। উদ্ভাবনের জন্য আপনার উত্সর্গের জন্য আল্লাহ আপনাকে আশীর্বাদ করুন

  • @mahafuzurrahman838
    @mahafuzurrahman838 ปีที่แล้ว +3

    এতো বড়ো ইতিহাস আমাদের একরকম অজানাই ছিলো, ধন্যবাদ মানস দা আমাদের সামনে এই ইতিহাস তুলে ধরার জন্য।

  • @akashmalitha2175
    @akashmalitha2175 ปีที่แล้ว +6

    এটাই অরিজিনাল ইতিহাস;সত্যি আপনি একটা খুব ভালো ইতিহাস বিদ!

  • @mdimranhossain8717
    @mdimranhossain8717 ปีที่แล้ว +7

    অজানা ইতিহাস জানতে পেরে খুব ভালো লাগলো দাদা, নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম।

  • @rubinamallick6074
    @rubinamallick6074 ปีที่แล้ว +4

    Manasda, good effort, well done.
    All the best.And Parikshitda, aapnakeo anek dhanyobad.

  • @AroopKumarDey
    @AroopKumarDey ปีที่แล้ว +2

    ছোট থেকে বিকৃত ইতিহাস পড়ে বড় হয়েছি, মানস বাবুর প্রচেষ্টায় সত‍্য ইতিহাস জানলাম, নবাবের পরিবারকে জানাই সালাম আর মানস বাবু ও পরীক্ষিত বাবু র জন‍্য শুভ কামনা

  • @sjexploreryt8701
    @sjexploreryt8701 ปีที่แล้ว +9

    THANKS FOR GIVING US A RIGHT HISTORY LOVE FROM BANGLADESH

  • @ismailhossin3331
    @ismailhossin3331 ปีที่แล้ว +13

    মানুষ দা মানেই অজানা কে জানা অচেনা চেনা যায়

  • @sagnikdutta2846
    @sagnikdutta2846 ปีที่แล้ว +3

    খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ।

  • @bipuldey6872
    @bipuldey6872 4 หลายเดือนก่อน +2

    মির্জাফর এবঙ শিরাজের বংশধরদের নিয়ে অনেক আলোচনা শুনেছি এবঙ বয়ে পরেছি কিন্তু মুশি'দ কুলী খানের বংশধরদের নিয়ে আলোচনা এই প্রথম। নতুন কিছু জানতে পারলাম। ধন্যবাদ।

  • @SOTOTA66
    @SOTOTA66 ปีที่แล้ว +4

    দারুণ উপভোগ করলাম ও অনেক কিছু জানলাম ! অনেক অনেক ধন্যবাদ !

  • @MrSufiSeeker
    @MrSufiSeeker ปีที่แล้ว +10

    I am also grateful to Manas Da for clearing the name of Murshid Kuli Khan's daughter, Azimunnissa as a liver-eating woman. Such a false accusation. She was pious and enlightened.

  • @sumanaot
    @sumanaot ปีที่แล้ว +5

    খুব ভালো লাগলো দাদা। অনেক অজানা ইতিহাস সম্বন্ধে জানতে পারলাম।

  • @makazad8572
    @makazad8572 ปีที่แล้ว +6

    ধন্যবাদ দু'জনাকে,

  • @user-gl1le8ok7l
    @user-gl1le8ok7l ปีที่แล้ว +2

    মানস সাহা দাদা পরীক্ষিত দাদা আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন।
    বাংলাদেশ থেকে নবাব সরফরাজ খান এর বংশধর কুমিল্লা বাংলাদেশ

  • @guddai46
    @guddai46 ปีที่แล้ว +3

    দাদা কিছু বলার নেই, পরাজয় ইতিহাসের অংশ হতে পারে, আপনি চালিয়ে যান,আমরা আছি

  • @biswajitgoswami5096
    @biswajitgoswami5096 ปีที่แล้ว +15

    good afternoon এৱ বাংলা সুদৱ franceএ বসে একজন বাংলায় বললেন শুনে কান জুড়িয়ে গেল

  • @thebongkannya
    @thebongkannya ปีที่แล้ว +4

    সমৃদ্ধ হলাম 😊, ধন্যবাদ দাদা 🙏

  • @mdnazrul1809
    @mdnazrul1809 ปีที่แล้ว +6

    ধন্যবাদ আপনাদেরকে।

  • @shibanitarapdar6845
    @shibanitarapdar6845 ปีที่แล้ว +3

    Congratulations asadaran
    Thanks for you information
    Very nice vdo

  • @petergomes8788
    @petergomes8788 ปีที่แล้ว +9

    I have always been very interested in history our Motherland, Bengal. Justifiably so, I grew up with Sirajuddoula as our patriotic hero. Today in your post I also see a somewhat different picture behind the picture behind the picture.

  • @nahidtanjila5285
    @nahidtanjila5285 6 หลายเดือนก่อน +11

    নবাব ও রাজ পরিবারে কালে কালে বিদ্রোহ হয়েছে এখনো হচ্ছে এটাকে বিশ্বাসঘাতকতা বলা যায় না এটা খমতার পরিক্ষা মাএ❤

    • @anitkumarroy2710
      @anitkumarroy2710 หลายเดือนก่อน

      তাহলে মারজাফর ও বিশ্বাসঘাতক না। ওটাও ক্ষমতার পরীক্ষা মাত্র।

  • @gourangasaha5420
    @gourangasaha5420 ปีที่แล้ว +6

    Love from dubrajpur ❤️ Birbhum 💖

  • @user-wl1fx9dp2w
    @user-wl1fx9dp2w ปีที่แล้ว +2

    এতোদিন পর হলেও সঠিক ইতিহাসটা সকলের জানা উচিত। এছাড়াও লিখিত গ্রন্থ আকারে এসব কথা লিপিবদ্ধ করা উচিত তাহলে সবাই সঠিক ইতিহাস জানতে পারবে। ধন্যবাদ সবাইকে। ❤️❤️🇧🇩

  • @bibhaskumarmaiti6790
    @bibhaskumarmaiti6790 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো, ওনাদের দেখে, ওনাদের কথাবার্তা শুনে নবাব বঙশের বলেই বোঝাচ্ছে। মানস বাবুকে ধন্যবাদ, এরকম নবাব দের বঙশধরদের এভাবে তুলে আনার জন্য ।

  • @srimande3505
    @srimande3505 ปีที่แล้ว +5

    Thank you very much for giving such a wonderful truth.. valo thakben apnara..

  • @Ovishek1997
    @Ovishek1997 ปีที่แล้ว +6

    অসাধারণ কীছু জানলাম

  • @surangagiri9834
    @surangagiri9834 5 หลายเดือนก่อน +1

    সমস্ত টা শুনলাম,এই ঘটনা গুলো আগে কেউ
    প্রকাশিত করতে পারেননি। স্বাধীনতার পরেও আমরা নবাব এস্টেটের প্রজা ছিলাম, সেটা হচ্ছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম
    থানা। আমার বয়স ছিয়াশি
    তাই খুব মনোযোগ দিয়েই পুরো ইতিহাস টা দেখলাম,
    মানস বাবুকে অনেক
    ধন্যবাদ।

  • @mdjohiruddin2144
    @mdjohiruddin2144 ปีที่แล้ว +6

    Darun laglo

  • @avijitdhar2741
    @avijitdhar2741 ปีที่แล้ว +4

    মানস দা আপনি আমাদের বাংলার গর্ব দাদা, মানস দা আপনাকে সহস্র প্রণাম মানস দা আপনি আমাদের বাংলার গর্ব মানসদা. 🙏🙏🙏🙏

  • @bistyfashionandtips5187
    @bistyfashionandtips5187 ปีที่แล้ว +2

    আলোচন থেকে ইতিহাস সঠিক ভাবে বুঝতে সহজ হবে ভালো লাগলো বাংলাদেশ থেকে।

  • @abutaleb2314
    @abutaleb2314 ปีที่แล้ว +2

    Manas Babu you are unparalleled. Keep it up. We want to know the real History. Abutaleb Mondal from Nadia. Thank you very much.

  • @HussainAhmed-ok6pv
    @HussainAhmed-ok6pv ปีที่แล้ว +3

    আমি সিলেট বাংলাদেশ থেকে,,,।

  • @ritasarkar98
    @ritasarkar98 ปีที่แล้ว +3

    Khoob sundor vdo. Onek sommriddho holam .thanks.

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP ปีที่แล้ว +3

    খুব ভালো লাগলো ভিডিও টি 👌👌❤️❤️

  • @mohammadyounus7067
    @mohammadyounus7067 3 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ, অজানা বিষয় তুলে ধরার জন্য।

  • @tamzidilhanomi1805
    @tamzidilhanomi1805 ปีที่แล้ว +5

    দাদা আপনার কাজ অসাধারণ আপনি youtuber সম্পকে ধারণা পাল্টে দিেয়ছেন আশীবাদ রইল

  • @biswajitgoswami5096
    @biswajitgoswami5096 ปีที่แล้ว +12

    মানসবাবু আপনাৱ বই বেৱলে সেই বইয়েৱ নাম জানাবেন যাতে বইটা যোগাড় কৱতে পাৱি

  • @monjumia5333
    @monjumia5333 ปีที่แล้ว +1

    খুব সুন্দর ভিডিও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @sampa.jsnajans3230
    @sampa.jsnajans3230 ปีที่แล้ว +3

    Khub khub bhalo laglo video, anek ajana history jante parlam. Ei bhabe ro anek anek history jante chai.

  • @shamimrashed1100
    @shamimrashed1100 ปีที่แล้ว +3

    অজানা ইতিহাস জানতে পেরে খুব ভালো লাগলো !!!!!

  • @shihabtalukder6153
    @shihabtalukder6153 ปีที่แล้ว +1

    Valo laglo.. thanks for your effort

  • @Nazir2010ify
    @Nazir2010ify ปีที่แล้ว +2

    Manas and Prokkit Babu deserve support and recognition.

  • @mahbubulalammilon5923
    @mahbubulalammilon5923 4 หลายเดือนก่อน +1

    সঠিক তথ্য তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ !

  • @narayanchandramondal4953
    @narayanchandramondal4953 ปีที่แล้ว +2

    Thank you Manas babu, for presenting such an authentic documentary. Keep up your activities. Thank you again.

  • @architectmunawarhabibtuhin5350
    @architectmunawarhabibtuhin5350 ปีที่แล้ว +2

    অজানা ইতিহাস জানতে পেরে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

  • @chandmahammad9964
    @chandmahammad9964 ปีที่แล้ว +2

    Very good effort.Understanding history from another perspective.This has given a new dimension to the history of Murshidabad.Well done.Hope that such efforts will be carried forward .Hope that the successors of Sarfaraz Khan will come out and assemble together to add some new pages to the history of Murshudabad.❤❤

  • @amirajeevdutta
    @amirajeevdutta ปีที่แล้ว +3

    Thank you so much for creating this video

  • @joynalkhanchowdhury7976
    @joynalkhanchowdhury7976 ปีที่แล้ว +3

    Joynal khan Chowdhury Burichng, Comilla, সরফরাজ খান এর বংশধর, এই বংশের লোক এখন অনেক জাগায় আছে, যেমন কুমিল্লা জেলার বুড়িচং থানা, বাহ্মনপাড়া থানা , হবিগঞ্জ জেলা খুলনা, সাতক্ষীরা, বগুড়া রাজশাহী, আমি চায় নাসের খান চৌধুরীর একটি সাক্ষাৎকার প্রচার করা হোক,

  • @sankarroy8377
    @sankarroy8377 ปีที่แล้ว +4

    Apnar ai oitihashik paryalochna Asadharan
    Aponake anek Dhanyabad 🙏

  • @sabyasachimazumder5074
    @sabyasachimazumder5074 ปีที่แล้ว +4

    An unknown history we can know from your excellent research work.god bless you. Valo thakben.

  • @budhadevmoitra3669
    @budhadevmoitra3669 ปีที่แล้ว +10

    I am really amazed by your nose for diverse subjects. Excellent presentation.
    My mama Bari is at Malda. It may so happen that the family of Mr. A B A Gani Khan Chaudhary ( Ex. Minister for Railways) belong to this clan.

  • @joynalkhanchowdhury7976
    @joynalkhanchowdhury7976 ปีที่แล้ว +1

    মানস দা আপনাকে অনেক ধন্যবাদ

  • @tulufamiyofficial5843
    @tulufamiyofficial5843 ปีที่แล้ว +2

    অনেক ধন্যবাদ দাদা। শেয়ার করেছি এই ভিডিওটা। আমি মৌসুমি। উৎসব আমার ছেলে।

  • @bipuldey6872
    @bipuldey6872 4 หลายเดือนก่อน

    মানশ বাবু বই লিখছেন জেনে ভাল লাগল। কারন বই এর পরিশরটা অনেক বর এবং বিশতৃত। অপেক্ষায় থাকলাম।

  • @mdabulkalamazad2053
    @mdabulkalamazad2053 11 หลายเดือนก่อน +1

    বাস্তব ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ

  • @rafeeruhullah7137
    @rafeeruhullah7137 ปีที่แล้ว +4

    Great job bro we want more

  • @mdfazal4620
    @mdfazal4620 ปีที่แล้ว +2

    From Dhaka . Great ! Manos Bhai Almighty Allah bless you both .

  • @mohammadyounus7067
    @mohammadyounus7067 6 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ সুন্দর ইতিহাস তুলে ধরা র জন্য।

  • @mdsrabon32
    @mdsrabon32 ปีที่แล้ว +4

    ভাই আপনি ঠিক বলেছেন এটাও বিশ্বাস করতে হবে যে পাপ কোনদিন বাপকেও ছাড়ে না, আপনার সাথে আমি একমত

  • @amarnathchatterjee3742
    @amarnathchatterjee3742 ปีที่แล้ว +4

    Dada namaskar. Thank you very much for this video. Hope to see more such videos from you.

  • @tariquemuhammad7694
    @tariquemuhammad7694 ปีที่แล้ว +1

    Great job, wonderfully done.

  • @shibulovely6695
    @shibulovely6695 ปีที่แล้ว +3

    নমস্কার দাদা। আমি লাভলি youtube চ্যানেলের পক্ষ থেকে আমি শিবু মন্ডল , আমার বাড়ি মুর্শিদাবাদ , নসিপুর রাজবাড়ী, মাইল বাঁশা নামের একটি গ্রামে তো আমি আপনার সমস্ত ভিডিও দেখি আপনার চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে আপনি অনেক এগিয়ে চলুন যদি কোনদিন আপনার সাথে দেখা হতো খুব খুশি হব।

  • @rayachinta8471
    @rayachinta8471 4 หลายเดือนก่อน +1

    মানস বাবু ও পরিক্ষিত বাবুকে অনেক ধন্যবাদ ।

  • @oxfordtrivial303
    @oxfordtrivial303 ปีที่แล้ว +2

    মুরসিদ কুলি খা সনাতন ধর্মের মানুষ ছিলেন। তোমরা ও সনাতন এ ফিরে এসো

  • @md.khairulbashar549
    @md.khairulbashar549 ปีที่แล้ว +3

    Dada, y r really great for discovering historical facts of Murshidabad. Bashar, Dhaka

  • @md.ahatasamulhaque6805
    @md.ahatasamulhaque6805 ปีที่แล้ว +1

    বাংলাদেশ থেকে দেখছি।ভালো লাগলো।

  • @mohammadpasha4446
    @mohammadpasha4446 ปีที่แล้ว +2

    দাদা খুবই মহত উদ্যোগ এতকিছু জানতাম না। ভাল থাকেন ধন্যবাদ ।

  • @TanumoySinger
    @TanumoySinger ปีที่แล้ว +2

    Great great great effort indeed. Keep it up Dada. We are being enriched with every single videos... ❤️❤️❤️

  • @lyttonzillur3341
    @lyttonzillur3341 ปีที่แล้ว +4

    মুরশিদ কূলি বলেন আর আলিবরদী বলেন সকলেই এই বাংলায় এসেছিলেন মোগল তথা বিদেশী শক্তির প্রতিনিধি হিসেবে।কেহই এই বাংলার বা বাংলা ভাষা ভাষীর ছিলেন না।তাই নয় কি?

  • @taposhsen2739
    @taposhsen2739 ปีที่แล้ว +3

    অজানা অনেক কথা জানাবার জন্য ধন্যবাদ।দাদা, বাংলাদেশে আসার ইচ্ছা আছে কি?

  • @mohammadmosharaf7702
    @mohammadmosharaf7702 ปีที่แล้ว +2

    সত্য ইতিহাস শুনে ভাল লাগলো।