আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটা প্রতিবেদন তৈরি করেছেন। আমি বাংলাদেশের রাজশাহী জেলা রানা বলছি। আমার খুবই ভালো লাগলো যে প্রয়াত নবাব সিরাজুদ্দৌলার হারিয়ে যাওয়া প্রকৃত তথ্যগুলো সংরক্ষণের যে দায়িত্ব সমর্পিতা ম্যাডাম কে জানাই অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।
আজকেই পড়লাম। অপূর্ব লাগলো। ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এই ভিডিওটি সত্যকে জানার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছে। মানসবাবুর প্রতি অনেক কৃতজ্ঞতা জানালাম। সত্য উদঘাটনে নিয়োজিত থাকুন। ধন্যবাদ নেবেন।
ধন্যবাদ বেগম সাহেবা।আপনার হৃদয়ে নবাবের জন্য যে ভালোবাসা মনে হয় সৃষ্টিকর্তা আপনাকে পাঠিয়েছেন নওয়াবের যত দুর্নাম এবং চক্রান্ত ঘুচিয়ে নবাবের সুনাম ফিরিয়ে আনতে ।সৃষ্টিকর্তা আপনার উদ্দেশ্য সফল করুন।
@সমর্পিতা ###, আমি বাংলাদেশী।আমার শ্বশুর বাড়ী মূর্শিদাবাদ।ওখানে সব জায়গায় ঘুরেছি।ভগ্নদশা দেখে কষ্ট পেয়েছি। মনে হয় এটি একটা এতিম জেলা।আর নবাবের স্মৃতি সমুহের করুন দশা দেখে অবাক হয়েছি।তোমার নবাব প্রীতি দেখে শান্তি পেলাম।মনে হয় আমাদের নবাব জাগ্রত। তোমার পরিকল্পনা বাস্তবায়ন হউক!!!
মানস বাবু, আমার বয়স 68 বছর।অনেক দিন ধরেই আপনার ভিডিও গুলো দেখে খুব তৃপ্তি পাই। সব সময় অনর্থক কমেন্ট করি না।কিন্তু আজকের ভিডিও টা মন ছুঁয়ে গেল।তাই দু লাইন লেখার লোভ সংবরণ করতে পারলাম না।চমৎকার একটি উপস্থাপনা।ভালো থাকুন।আরও অনেক এই রকম ভিডিও বানাতে থাকুন।নমস্কার।
সমর্পিতা দিদি'র চিন্তা ও মানসিকতা সত্যি অসাধারণ, ওনাকে স্যলুট। দিদি তার নিজের মধ্যে এই মহান মানুষটির জন্য যে সম্মানবহন করছেন তা যদি আমাদের সমাজ ১০% দিতে পারতো তাহলে ইতিহাসের বিকৃতি হতোনা আর সে মহামানবরা আজো বেঁচে থাকতেন আমাদের মাঝে, আমাদের বুকে। মানস দা-কে ধন্যবাদ
@@CloudCloud-fi6uq কাউকে হৃদয়ে ধারণ করার জন্য ধর্ম বাধা হতে পারেনা। আমার মনে হয় ওনি ওটাই প্রকাশ করেছেন। আর আমাদের হিন্দু ধর্মের অনুভুতিতে আঘাত করে এমন কাজ করেনি তাই আমরা তাকে নিন্দাজ্ঞাপন করতে পারিনা।
লক্ষকোটি সালাম সমর্পিতা কে। তার দেশপ্রেম আমাকে আমাকে শুধু আবেগ- আপ্লুতই করেনি,আমার চোখে জল এনে দিয়েছে। বাংলাদেশের মানুষের আাবেগটুকু অর্পিতা রিদয়ে ধারণ করেছেন। আবারও কোটি সালাম, অর্পিতা এবং প্রিয় মানষদা কে।
অসাধারণ, অভূতপূর্ব, অনন্য এই লুতফুন্নেসা। অগাধ শ্রদ্ধা তাঁর প্রতি, তাঁর কাজের প্রতি। শ্রদ্ধা আর সম্মানে মাথাটা নুয়ে গেল তাঁর প্রতি। অনেক অনেক অনেক অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে।
ভালোবাসা আল্লাহ র দান। মানুষ মানুষকে ভালোবাসবে এটাই নিয়ম। নবাবের প্রতি ভালোবাসা প্রতিটি বাঙালীর আছে। এই সমর্পিতাকে কৃতজ্ঞতা ও ধণ্যবাদ। --জয় বাংলা বাংলাদেশ থেকে।
😭😭😭😢😢 নিশ্চয় একদিন আসবো বাংলার ইতিহাসের পীট স্থান মুর্শিদাবাদে। 🇧🇩🇧🇩🇧🇩 মুগ্ধ হলাম একালের লুৎফুন্নেসাকে দেখে। প্রথম ভেবেছিলাম উনি নবাবের রক্তের সম্পর্কের কেউ পরে দেখলাম উনি রক্তের সম্পর্কের চেয়েও বেশি ভালোবাসেন ছোট নবাবকে। কখন যে এক ঘন্টা চলে গেল বুঝতে পারলাম না। ❤❤ ধন্যবাদ Manas Bangla.
মানস দা' ... ... কি এক অসাধারন ভিডিও আমাদেরকে উপহার দিলেন তা' বলে বুঝাবার নয় ! অমন এক ঘন্টার ভিডিও দেখতে দেখতে কখন যে শেষ হয়ে গেল ঠিক বুঝে উঠতে পারিনি । শেষ হবার পরও মনে হচ্ছিল ভিডিওটাতে আরো কিছু কথাবার্তা থাকতে পারতো ! আপনার এই অসাধারন ভিডিও'র মাধ্যমে পরিচিত হলাম সমার্পিতা দিদির সাথে । বাংলার শেষ স্বাধীন নবাবের জন্যে দিদির হৃদয়ে কি এক অপার ভালবাসা, কি এক স্বর্গীয় প্রেম তৈরী হয়েছে তা' বলে প্রকাশ করবার নয় । আমি বিশ্বাস করি মহান দেশপ্রেমে উজ্জীবিত হয়েই তিনি বাংলার নবাবের মৃত্যুর ২ শ' ৬৩ বৎসর পরও তিনি নবাবের প্রতি অমন ভালবাসা লালন করতে পারেন তা' ভাবাই যায় না । সমার্পিতা দিদির কথা শোনে অবশেষে আমি নিজেও আর ঠিক থাকতে পারলাম না । কখন যে চোখের কোণে অশ্রুর ফোঁটা এসে জমা হলো তা' নিজেও বুঝে উঠতে পারলাম না। দিদির জন্যে আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা আর অনেক শুভ-কামনা থাকলো । আর একটি কথা ... ... দিদির বাকী সব না বলা কথা আর তাঁর স্কুলটি ( যে স্কুলটি ভিডিও-তে সবার শেষে কিছুটা দেখিয়েছেন ) নিয়ে আরো একটি ভিডিও বানালে খুশি হবো । ধন্যবাদ । আমি বলছি ঢাকা বাংলাদেশ থেকে ।।
মুগ্ধ হলাম সমর্পিতা র কথা শুনে। মুর্শিদাবাদ এর ইতিহাস উদ্ঘাটনের আর তা জনসমক্ষে আনার তার নিরলস চেষ্টা কে সাধুবাদ জানাই। মানসবাবুকেও ধন্যবাদ। বাঙালির হৃদয়ে নবাব সিরাজদউদ্দৌলা চিরকাল স্বমহিমায় বেঁচে থাকবেন।
MUSHOLMAN BADSHA, NABAB RA HAJAR HAJAR HINDU MEYEDER BARITHE TULE NIE GIE BIE KORTO NA HAREM E RAKHTO R BHOG KORTO R HINDU COMMUNITY R MANUSHDER JOR KORE DHARMANTORITA KORTO ,ATTYACHAR KORTO. TADER GOLPO SHUNE APNI MUGDHO? BRITISH NA ASLE PURO BHARAT DHARMANTORITA HOYE MUSLIM DESH HOYE JATO , JAMON PURO BANGLADESH ER 18 KOTI MUSLIM , PAKISTHANER 22 KOTI MUSLI. SAB EI TO HINDU CHILO. BRITISH NA ALE SAB HINDURAI MUSLIM HOYE JATO . KI BALEN ? AMI BHUL KI BHUL BOLLAM ?
ইতিহাস প্রেমী বলে আমিও মুর্শিদাবাদ কে ভালো বাসি। ওনার শেষ কথা গুলো মন ছুঁয়ে যাবার মতো। ইতিহাস প্রেমী সব মানুষকেই এগিয়ে আসতে হবে ইতিহাস কে রক্ষা করার কাজে। আপনার ও দিদির প্রতি আমার2 শ্রদ্ধা জানাই।
এইবার রবীন্দ্রনাথকে মুক্তি দিন। তার লেখা গানকে জাতীয় সংগীত রাখা আপনাদের বখতিয়ার খিলজির বাংলা আক্রমণের সঙ্গে যায় না। সিরাজদ্দৌলার পরাজয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যাওয়া ইতিহাসের সঙ্গে যায় না। সিলেটে শাহজালালের জিহাদ, ওহাবী আন্দোলন, তিতুমীরের বাঁশের কেল্লা, খিলাফত আন্দোলন, বারো আউলিয়ার দেশ, ঈসা খাঁ, শায়েস্তাখা... এই পরম্পরার সঙ্গে রবীন্দ্রনাথ সত্যি বেমানান...। "বাঙালি মুসলমান" তার ইতিহাস শুরু করবে বখতিয়ার খিলজি দিয়ে। ফরুখ আহমদ, কায়কোবাদ, গোলাম মুস্তফা, আল মাহমুদ সেই শিকারের সন্ধান দিয়ে গেছে। নইলে আপনাকে শিকড় ধরে নিজের উৎস খুজতে গেলে হিন্দু বৌদ্ধ উত্তরাধিকার মেনে নিতে হবে! বেহুলা লখিন্দর, মনসামঙ্গলের পাতায় পাতায় খাটো ধুতির কালো গোট্টা গোট্টা অনার্য পূর্বপুরুষের কাছে ফিরে যেতে হবে যে আরব তুর্কি আফগান দস্যুদের ভয়ে জলাজঙ্গলে লুকিয়ে ছিলো। কাফেরদের উপর যবনদের বড় ক্রোধ। আপনাকে তাই ঠিক করতে হবে বখতিয়ারের ঘোড়ায় চেপে আসবেন নাকি মনসামঙ্গল থেকে শুরু করবেন ...। ফরহাদ মজহার বখতিয়ারের ঘোড়ায় চেপে ঋত্বিক ঘটকের টুটি চেপে আছে। এই খেলা আজকের নয়। বন্দেমাতরম বলতে হিন্দু বৌদ্ধ জৈন পারসিক কারোর সমস্যা না হলেও বখতিয়ারের ঘোড়া সওয়ারী তা নিজের জন্য হারাম মনে করেছে। "আল্লাহ আকবর" তার জাতীয় শ্লোগান। সেখান থেকেই পূর্ব পাকিস্তান। বখতিয়ারের অসম্পূর্ণ বাংলা জয়ের পরিপূর্ণ রূপ। এখানে রবীন্দ্রনাথ কেমন করে প্রতিনিধিত্ব করে? সবই তো ত্যাগ করেছি। শুধু রবীন্দ্রনাথকে একটা গানের সঙ্গে জড়িয়ে রেখে লাভ কি? দুদিন পর পর তাকে অত্যাচারি হিন্দু জমিদার সাজিয়ে, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী বানিয়ে, তাকে মুসলমান বিরোধী দেখিয়ে প্রচ্ছন্নভাবে বাংলাদেশ বিরোধী করে তুলে তার গানকে জাতীয় সংগীত রাখার অযোগ্যতা প্রমাণের এই কষ্ট না করে একজন আদর্শ মুসলিম কবির লেখা গান কবিতাকে জাতীয় সংগীত বানিয়ে নিন। শিলাইদহ পতিসরে রবীন্দ্র স্মৃতি রক্ষা যৌক্তিক কিনা সেই প্রশ্ন তুলুন। ঋত্বিক স্মৃতির মত মুছে ফেলুন রবীন্দ্র জীবনানন্দ মধূসুদন স্মৃতিবিজরিত সব চিহ্নকে। মুসলিম বাংলার এই তো প্রতিচ্ছবি। ...
অসাধারণ আলোচনা ও অসাধারণ সমর্পিতা ম্যাডামের...নবাবের ভালোবাসার লুৎফন্নেসার অন্তরাত্মার আবিষ্কার লুৎফন্ননেসার সত্যিই পূন্নঃজন্ম..ই .বলা যায়.. ভালো লাগলো এমন ইতিহাস সচেতন ম্যাডামের নবাবের সম্মান উদ্ধারের পথ চলায় অভিনন্দন....🌹🌹🌹 থাকলো ❤❤❤ খাইরুল হাসান 🌹 বাংলাদেশ ঢাকা মিরপুর থেকে ❤❤ মুর্শিদাবাদ এর খোশ বাগে যাওয়ায় প্রত্যায় রইলো।❤❤❤
নবাবের প্রতি তার সন্মান দেখে ভাষা হারিয়ে ফেলেছি, কি বলবো বুঝতে পারছি না, তার জন্য আমার অন্তর থেকে অনেক ভালোবাসা রইল ঢাকা থেকে, মুর্সিদাবাদ গেলে নিশ্চয়ই তার সাথে দেখা করবো ইনশাআল্লাহ।
siddiqur rahman 1 second ago দিদি লুৎফুননেসা + মানষ দা , আপনাদের ভিডি ও টা কয়েক বার দেখলাম ৷ আমিতো আপনাদের মত এত সুনদর ভিডি ও+ সুনদর কোরে বলতে পারি না , তাই আমার হোয়ে যদি আপনারা দুজনে ৷। প্রথমে একটা উদাহরন দেব ,, একেবারেই একদেশে ৪১ পরিবার একটা দিপে নিবাশন দিল ,, ঐ ৪১ জোড়া দমপতির মাএ এক জোড়া ছিলো চোড় দমতপি ,, সবাই ভালভাবে বাচার পরিকলপনা , কিনতু চোর দমপতির ভাবনা এই ৪০ ঘড়ে চুড়ি কোরেই বাচবো ৷ কিনতু বাদ শাদলো ৪০ জনের বাড়ি এমন ভাবে তৈড়ি করলো যে ঐ সব বাড়িতে কোন চোরের চুরি করা একেবারে অসমভাব ৷ আমি কেন চোরের উদাহরন দিলাম // পলাশির যুধধের শেষে নিমক হারাম '' মিরজাফর ও মিরনের কোন বিচার অথবা সামাজিক হেও প্রতিপনন ও করার কোন চিনতা ,, সেই পলাশির যুধ্য থেকে এ অবদি ৷ যদি করা হইতো তা হলে ,, ভারতের নেহেরু পরিবার ,, জওহের লাল নেহেরু , গানধী জী , ইনদিরা গানধী , তার সনতান রাজীব গানধী ও সব' শেষ বাংলা দেশের মহান নেতা বজ্ঞবোনধুকে ঐ মিরজাফরের জনমগত সনতানরা নিমম' ভাবে হত্যা কোরত না ৷৷ আর সেই সামাজিক বিচারটা হোল ,, মুশিদাবাদ থেকে সুরু কোরে এপার বাংলা+ ও পার বাংলার সব দষনীয় যায়গায় মিরজাফর ও মিরনের ছবি সহ সৌচাগার তৈড়ি থাকতো ,,কারন মানুষ একবেলা না খেলে ও শিশু না দিয়া পারে নাাাা ??????
এই ভিডিও এর মাধ্যমে অনেক অজানা তথ্য আমি জানতে পারলাম। শ্রদ্ধা জানাই নবাবকে, সমার্পিতা দিদির অনুভূতিকে গলোকে।বাংলার শেষ নবাব তার যোগ্য সম্মান পাক - সে প্রার্থনা করি।।
ছোট সময়ে সিরাজ-উদ-দৌলা নাটক দেখে মীর জাফর আলি খান, ঘসেটি বেগম, মীর মিরন এদের প্রতি প্রচন্ড ঘৃনা ও ক্রোধে ফেটে পরি ও সিরাজ-উদ-দৌলা ও লুৎফুননেসার প্রতি শ্রদ্ধা ও ভক্তিতে মাথা নত হয়ে যায়। তাই বর্তমান লুতফুন্নেসার (সমর্পিতা) কে উচ্চ সম্মান জানাই। দেখা যায় বর্তমানে সিরাজের সন্তান হিসেবে এক হিন্দু জমিদারের নাম করা হয়। জানিনা এটি সত্য বা মিথ্যা।ভাবতে কষ্ট হয় যে সিরাজের সন্তান কোন মুসলমানের ঘরে স্থান না পেয়ে হিন্দুর ঘরে, হিন্দু জমিদার....? এটি মহা দুঃখ জনক।
এই মেয়েকে বাংলাদেশ থেকে স্যালুট। কারণ ১৭৫৭ সালের কাহিনী যেভাবে বলছেন, মনে হচ্ছে কয়দিন আগে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিচ্ছেন। অন্য রকমের একটি অনুভূতি এসে গেল মনে। নবাবের প্রতি তার ভালোবাসায় আমি মুগ্ধ। আমি তার ভক্ত হয়ে গেছি আর আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলাম শুধু তার জন্য। ধন্যবাদ দাদা আপনাকে।
বাংলাদেশ থেকে দেখছি, সমর্পিতা নিজে নবাব সিরাজদৌলার স্ত্রী লুৎফুন্নেসার চরিত্র ধারন করেছেন, তাই আমাদের সকল ধর্মের লোকদের পক্ষ থেকে তোমাকে লক্ষ কোটি সালাম ,ওনার পক্ষে সকলের পাশে থাকা উচিত ❤
মানস বাবু ও সমর্পিতা দেবী ,আপনাদের অসংখ্য ধন্যবাদ, মুর্শিদাবাদের ইতিহাস তুলে ধরার জন্য। পরবর্তী দিনে আরও মুর্শিদাবাদের ইতিহাস তুলে ধরার জন্য অনুরোধ করছি।
Ae samasto Muslim sashok der niye atto matamati korar mane bujhi na .era nijer desh iraq Iran soudi chere Bharat a ki karone dakhol nilo bhaben ki? aamader Hindu sanatan dharam er atithi devo bhav er sujog niye attyachar koreche jake aamra SHASON bole mathaye tule nachanachi korchi
আমি বাংলাদেশি আমি নির্বাক, আমি হতবাক, আমি ভাষাহীন নবাব সিরাজদৌলার প্রতি এমন অকৃতিম ভালবাসা দেখে। যে নারী নবাবকে দেখে নাই শুধু ইতিহাস পড়েই তারপ্রতি এতো মায়া এটাই বাঙালির বড় পাওয়া।❤❤❤
জনপ্রিয় নাটক গোপাল ভারে সব সময় নবাবকে হীন করে উপস্থাপন করার অপচেষ্টা পরিলক্ষিত হয়! তখনই বুঝতে পারি এরা মীর জাফদের দল!!! অকৃতজ্ঞ!! এতদিন জানতাম ভারতে নবাবের ইতিহাস বিকৃত ভাবে রচিত!!কিন্তু বাংলাদেশে মীরজাফর একটা গালি হিসেবেই প্রচলিত !! আজ খুশী এবং অবাক হচ্ছি !!--এই ভারতে জন্মে কিভাবে উনি সঠিক ইতিহাসের সন্ধান পেলেন!!সত্য একদিন মাথা তুলে দাড়াবেই!!!
অপূর্ব এক তত্থ নির্ভর উপস্থাপনা। এত বার খোশবাগ গিয়েছি লুৎফুন্নিসা বেগম কে কাছথেকে পড়াতে দেখেছি কিন্তু কথা হয়নি।খুব ই আক্ষেপের। অনেকদিনের বাসনা আজ পূর্ণ হলো।ধন্যবাদ ।নবাবের শহরে আবার যাবো।
আজও হাজার হাজার সিরাজ জীবিত, আজও হাজার হাজার লুৎফুন্নেসা জীবিত। এটা থাকবে চিরকাল। ভালো থাকবেন বেগম সাহেবা। সমর্পিতা নয়, আপনি আমাদের সকলের প্রিয় বেগম সাহেবা।
বাংলাদেশ থেকে বলছি, সত্য কে উন্মোচন করার জন্য "বেগম" আপনাকে অন্তর থেকে অনেক ভালোবাসা। মানসদা শ্রদ্ধা রইলো আর অপেক্ষায় থাকলাম নতুন কোনো সত্য ইতিহাসের জানার জন্য। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
রাইট দিদি।আমি৷বশ্বাস করি উনার প্রচেষ্টাকে রুখবে এমন সাধ্য কারো নেই।উনার প্রতিভা আর দরদের কাছে বারবার নিজেকে খুব তুচ্ছ মনে হয়েছে। স্বার্থক উনার মানব জনম।
সমর্পিতা দি তোমার কথাগুলো হৃদয়ে গেথে গেছে। তুমিই সত্যিকারের বাঙাঁলী। এপার বাংলা হতে তোমার প্রতি রইল অনেক অনেক শুভকামনা।। তুমি যে ভালোবাসায় বাংলার শেষ নবাবের কাছে নিজেকে সমর্পণ করেছে তাতে তোমার নামটি যেন সার্থকতা পেয়েছে পরিপূর্ণ রুপে।
মনের সৌন্দর্য। এর উপর আর কোনো সৌন্দর্য নাই। এভাবেই মহা সৌন্দর্য গুলো কারো না কারো মাধ্যমে ফিরে আসে। আর যার মাধ্যমে ফিরে আসে সেও আরেক সৌন্দর্যের প্রতীক। ধন্যবাদ আপনাদের।
ধন্যবাদ আপনাকে এমন একটি ভিডিও র জন্য। অফুরান শুভেচ্ছা সমর্পিতা ম্যাম কে, উনি নিশ্চয়ই ওনার লক্ষ্যে পৌঁছবেন। নবাব তাঁর যোগ্য সম্মান যেনো পান এই আশা রাখি
আমি এই ঘটনাটি দেখে আপ্লুত। নবাবের প্রতি এই লুতফুন্নিসার প্রেমে আমি অবাক। এই লুতফুন্নিসার প্রেম আসল লুতফুন্নিসার প্রেম থেকেও শক্তিশালী। সত্যি এই প্রেম অন্যরকম প্রেম।
সমর্পিতার সঙ্গে আমাদের সাবর্ণ সংগ্রহশালায় অনেক কথা হয়েছে। সত্যিই ওনার এভাবে ইতিহাসের সঙ্গে এক হয়ে যাওয়া আমাদের কাছে এক অনন্য অনুভুতি। অনেক শুভেচ্ছা সিরাজের বেগমের জন্য।
মানুষ দাদা দিদিকে আমার অনেক অনেক ভালোবাসা দিবেন।আমি ভাবতেই পারছিনা একজন হিন্দু মহিলা হয়ে একজন মুসলিম নবাব এর প্রতি এত শ্রোদ্ধাবোধ কল্পনাই করা যায় না।দিদিকে সেলুট জানাই।
দাদা.. আমি বাংলাদেশের নগণ্য একজন মানূষ। দিদির যে এগিয়ে চলা.. তাতে যদি আমি সামান্যতম অংশিদারও হতে পারতাম তাহলে জীবনটা ধন্য হত। পুরো ভিডিওটা শেষ করতে আমি অসংখ্যবার শিহরিত হয়েছি। যদি কোনদিন সামর্থ্য আসে তবে "নতুন বেগম"কে একবার স্পর্শ করে সালাম জানিয়ে আসব। আপাতত দূর থেকেই তাকে সালাম ও সাধূবাদ জানালাম। নগণ্য মানূষের সালাম ও ভালোবাসা টা তাকে পৌছে দিবেন।
হারিয়ে যাওয়া ইতিহাস কে নিজের আবেগের সাথে মিশিয়ে পুনর্জীবিত করার প্রয়াস, তার সাথে এক করে দিয়ে, একালের রিকশোআলা,ভিন দেশে একটা ঘুপচির মধ্যে থেকে কঠোর পরিশ্রম করা শ্রমিকদের একটা অতীতের রাজকীয় সম্মানে ভূষিত করে, ঐতিহ্যকে তুলে ধরা----ভীষন ভাবে আবেগে অভিভূত হলাম। অনেক কালের বঞ্চিত মানুষ জনকে সম্মান জানানো, তাদের পূর্ব সামাজিক প্রেক্ষিত অন্যভাবে তুলে ধরার জন্য জানাই আমার আন্তরিক শ্রদ্ধা।
নবাবের প্রতি মনে মনে আমারও ভীষণ একটা দুর্বলতা আছে । এই ভিডিওতে সমর্পিতার কথা শুনে আমিও কেঁদে ফেলেছি । আসলে তার কথা শুনে খুশিতে কেঁদে ফেলেছি । ইয়েস খোশবাগ নবাবের এলাকা । আজও সেখানে আছে নবাব । সালাম নবাব । অশেষ ধন্যবাদ সমর্পিতা । আপনাকে ধন্যবাদ ভিডিওটির জন্য দাদা ।
siddiqur rahman 1 second ago দিদি লুৎফুননেসা + মানষ দা , আপনাদের ভিডি ও টা কয়েক বার দেখলাম ৷ আমিতো আপনাদের মত এত সুনদর ভিডি ও+ সুনদর কোরে বলতে পারি না , তাই আমার হোয়ে যদি আপনারা দুজনে ৷। প্রথমে একটা উদাহরন দেব ,, একেবারেই একদেশে ৪১ পরিবার একটা দিপে নিবাশন দিল ,, ঐ ৪১ জোড়া দমপতির মাএ এক জোড়া ছিলো চোড় দমতপি ,, সবাই ভালভাবে বাচার পরিকলপনা , কিনতু চোর দমপতির ভাবনা এই ৪০ ঘড়ে চুড়ি কোরেই বাচবো ৷ কিনতু বাদ শাদলো ৪০ জনের বাড়ি এমন ভাবে তৈড়ি করলো যে ঐ সব বাড়িতে কোন চোরের চুরি করা একেবারে অসমভাব ৷ আমি কেন চোরের উদাহরন দিলাম // পলাশির যুধধের শেষে নিমক হারাম '' মিরজাফর ও মিরনের কোন বিচার অথবা সামাজিক হেও প্রতিপনন ও করার কোন চিনতা ,, সেই পলাশির যুধ্য থেকে এ অবদি ৷ যদি করা হইতো তা হলে ,, ভারতের নেহেরু পরিবার ,, জওহের লাল নেহেরু , গানধী জী , ইনদিরা গানধী , তার সনতান রাজীব গানধী ও সব' শেষ বাংলা দেশের মহান নেতা বজ্ঞবোনধুকে ঐ মিরজাফরের জনমগত সনতানরা নিমম' ভাবে হত্যা কোরত না ৷৷ আর সেই সামাজিক বিচারটা হোল ,, মুশিদাবাদ থেকে সুরু কোরে এপার বাংলা+ ও পার বাংলার সব দষনীয় যায়গায় মিরজাফর ও মিরনের ছবি সহ সৌচাগার তৈড়ি থাকতো ,,কারন মানুষ একবেলা না খেলে ও শিশু না দিয়া পারে নাাাা ??????
ভিডিওটি দেখে নতুন ধারণা তৈরী হলো, ভারতেও নবাবের ভক্ত আছেন, সেখানেও নবাবের সঠিক ইতিহাস খোঁজ করা হচ্ছে, ভালো লেগেছে ! মুর্শিদাবাদ দেখার আগ্রহটাও পূণরায় জাগ্রত হলো!
দাদা আমি বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে আপনার নিয়মিত একজন দর্শক আমি আপনাকে এবং সমর্পিতা বোনকে ধন্যবাদ জানাই, আর আপনার মাধ্যমে ইতিহাস জানতে পেরে আপনাকে সেলুট জানাই।
চিরাজদ্দৌল্লার স্মৃতি চিহ্ন সংরক্ষিত করার অতীৱ প্রয়োজন।না হলে বৃটিচ বা বিদেশীর শোষণ বা অত্যাচারকে কে ভাবে প্রতিহত করতে পারবে।।আমার দেশে এখানেও আমার মাঝে দেশদ্রোহীর অভাব নেই।।
অনেক অনেক ভাল লেগেছে, সমর্পি😊তার খুব ভক্ত হয়ে গেছি। সত্যিকার ইতিহাস এর একটা সুন্দর পরম্পরা থাকে, সিরাজ উদ্দৌলাকে নিয়ে সমর্পিতার অনর্গল সরল বর্ণনা শুনে মনে হচ্ছিল যেন সত্যিই লুৎফুন্নেসা ফিরে এসেছে এবং আমি মুর্শিদাবাদের খোশবাগে নবাবের সমাধির পাশেই বসে আছি।
নবাব সিরাজুদ্দৌলার সমাধি দেখতে আমারও অনেক ইচ্ছে হয় কিন্তু হয়তো বা কোনদিন সম্ভব হবেনা,কারণ গরীবের ইচ্ছে কখনো পূরণ হয়না।দিদি অনেক ধন্যবাদ, আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও টা দেখেছি খুব ভালো লাগলো।
সিরাজ তুমি আজও আমাদের মাঝে জীবন্ত। দুর্ভাগ্য আমি বাংলাদেশে থাকি অথচ তুমি আজও আমার নবাব। দেশ ভাগের নাম করে তোমার থেকে প্রশাসনিকভাবে আমাদের ভাগ করে দিলেও এই অন্তরে তুমি ছাড়া আর কেউ ঠাই করে নিতে পারেনি। এখনো তুমি আমাদের নবাব হয়েই বেঁচে আছ আমাদের মাঝে।
আসলে ভদ্রমহিলা সিরাজের কাহিনী পড়ে আস্তে আস্তে সিরাজের প্রেমে পড়েন এবং মন-মানসিকতায় সে সিরাজের একজন অন্ধ ভক্ত। তাই পরম যত্নে তার প্রিয় নবাব কে নিজের হাতে সাজিয়ে পরম তৃপ্তি লাভ করেন।
প্রেম আসলে কি? মীরা ও তো এই ভাবে শ্রী কৃষ্ণকে সম্মান করতো। এটা নতুন কোনো অনুভূতি, প্রেম বলা যায় না।বাংলাদেশ থেকে লিখছি। চোখের পানি ধরে রাখতে পারছি না। আমাদের কেউ একজনের এমনটা করা উচিত ছিল, মহিলা তা করলেন। অনেক বড়ো কিছু , এই মহিলার নিজের ভিতর ধারণ করে রাখতে কষ্ট হচ্ছে। আর আমরা রাজনীতি করছি, দেশ দেশ খেলছি, বর্তমান নিয়ে আছি। মাত্র একজন জেগে উঠেছে। একে আমরা প্রেম বলে উড়িয়ে দিচ্ছি। মাস্টার দা সূর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দেদার ভুলে গেছি, সব ভুলে গেছি। ভাগ্য অন্বেষণে বিদেশ গিয়েছিলাম, উন্নত জীবন, কাগজ হলো, কিন্তু দেশের মাটি কামড়ায়, ডাল ভাত খেয়ে কোনো মতে বেঁচে আছি, কিন্তু মাটি তো স্পর্শ করতে পারছি। সিরাজের মাটি, সূর্যসেনের মাটি, 71 এর মুক্তিযোদ্ধাদের মাটি। মহিলার বোধটা আমরা কেউ বুঝবো না।প্রেম এই বোধের কাছে অনেক ছোট ব্যাপার।
নিঃসন্দেহে খুব ভালো লাগল। আসলেই বাংলার শেষ নবাবকে বাংলাদেশের মানুষ যতটা ধারন করে, নবাবের বিষয়ে যতটা আবেগ, খোদ মুর্শিদাবাদের মানুষেরও বোধহয় ততটা নেই। আমার সারা জীবনের স্বপ্ন একবার অন্তত নবাবকে কাছে থেকে দেখে আসা। সময় আর সামর্থ্যের অভাবে সেটা হয়ে ওঠেনি। এদিকে বয়স ষাট পেরিয়েছে। এখনো স্বপ্ন দেখি নবাবের কাছে যাওয়ার। আসব হয়ত একবার, খুব শীঘ্রিই। আসলে যদি আপনার দেখা পাই খুব খুশী হব।
নবাব সিরাজুদ্দৌলা একজন মুসলমান,,, আর প্রত্যেক মুসলমানদের জন্য এই দুনিয়া একটা পরিক্ষার হল,, হোক সে রাজা অথবা প্রজা,,, নবাব সিরাজুদ্দৌলার জীবনের ঘটে যাওয়া সেই দিন গুলো আল্লাহ তায়ালার পক্ষ হইতে একটা পরিক্ষা ,,, আমরা সবাই দোয়া করি আল্লাহ তায়ালা উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন,,, আমিন,,,
চোখের পানি ধরে রাখতে পারিনি আর।নবাবের প্রতি এমন ভালবাসা যেন চিরকাল রয়ে যায়।হে নবাব আপনি আমাদের মনের মণিকোঠায় থাকবেন অনন্তকাল। ধ্বংস হোক সেই বিশ্বাস ঘাতকরা।
সমর্পিতা দিদি @ লুৎফন্নেছা বেগমের প্রতি রইল গভীর শ্রদ্ধা। আপনার জীবনের বাকী সময়টুকু সিরাজময় হয়ে থাকুক।
স্যালুট দিদিকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটা প্রতিবেদন তৈরি করেছেন। আমি বাংলাদেশের রাজশাহী জেলা রানা বলছি। আমার খুবই ভালো লাগলো যে প্রয়াত নবাব সিরাজুদ্দৌলার হারিয়ে যাওয়া প্রকৃত তথ্যগুলো সংরক্ষণের যে দায়িত্ব সমর্পিতা ম্যাডাম কে জানাই অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।
সমর্পিতা দিদি আসলে খুবই এক জন আদর্শিক , স্পষ্ট ও বাস্তববাদী মহিলা। স্যালুট দিদি।
আজকেই পড়লাম। অপূর্ব লাগলো। ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এই ভিডিওটি সত্যকে জানার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছে। মানসবাবুর প্রতি অনেক কৃতজ্ঞতা জানালাম। সত্য উদঘাটনে নিয়োজিত থাকুন। ধন্যবাদ নেবেন।
ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ বেগম সাহেবা।আপনার হৃদয়ে নবাবের জন্য যে ভালোবাসা মনে হয় সৃষ্টিকর্তা আপনাকে পাঠিয়েছেন নওয়াবের যত দুর্নাম এবং চক্রান্ত ঘুচিয়ে নবাবের সুনাম ফিরিয়ে আনতে ।সৃষ্টিকর্তা আপনার উদ্দেশ্য সফল করুন।
@সমর্পিতা ###, আমি বাংলাদেশী।আমার শ্বশুর বাড়ী মূর্শিদাবাদ।ওখানে সব জায়গায় ঘুরেছি।ভগ্নদশা দেখে কষ্ট পেয়েছি। মনে হয় এটি একটা এতিম জেলা।আর নবাবের স্মৃতি সমুহের করুন দশা দেখে অবাক হয়েছি।তোমার নবাব প্রীতি দেখে শান্তি পেলাম।মনে হয় আমাদের নবাব জাগ্রত। তোমার পরিকল্পনা বাস্তবায়ন হউক!!!
Sudhu murshidabad noy sob jaiga tei historical place gulo r kono jotno newa hoy na ajkal.
মানস বাবু, আমার বয়স 68 বছর।অনেক দিন ধরেই আপনার ভিডিও গুলো দেখে খুব তৃপ্তি পাই। সব সময় অনর্থক কমেন্ট করি না।কিন্তু আজকের ভিডিও টা মন ছুঁয়ে গেল।তাই দু লাইন লেখার লোভ সংবরণ করতে পারলাম না।চমৎকার একটি উপস্থাপনা।ভালো থাকুন।আরও অনেক এই রকম ভিডিও বানাতে থাকুন।নমস্কার।
Amaro aki prarthona
সাব্বাস দিদি এগিয়ে যান।
সমর্পিতা দিদি'র চিন্তা ও মানসিকতা সত্যি অসাধারণ, ওনাকে স্যলুট। দিদি তার নিজের মধ্যে এই মহান মানুষটির জন্য যে সম্মানবহন করছেন তা যদি আমাদের সমাজ ১০% দিতে পারতো তাহলে ইতিহাসের বিকৃতি হতোনা আর সে মহামানবরা আজো বেঁচে থাকতেন আমাদের মাঝে, আমাদের বুকে। মানস দা-কে ধন্যবাদ
🤣
@@sabyasachipal8459 কেন হাসছেন?
Very beautiful explanations and remember for Long time.
@@bishwajitdey4079 eni to sankha porechen ,tini yo hindu, tahole
@@CloudCloud-fi6uq কাউকে হৃদয়ে ধারণ করার জন্য ধর্ম বাধা হতে পারেনা। আমার মনে হয় ওনি ওটাই প্রকাশ করেছেন। আর আমাদের হিন্দু ধর্মের অনুভুতিতে আঘাত করে এমন কাজ করেনি তাই আমরা তাকে নিন্দাজ্ঞাপন করতে পারিনা।
মন কেমন হয়ে গেলো! চোখে জল এসে গেলো নবাবের জন্য। মুর্শিদাবাদ ঐতিহাসিক শ্রেষ্ঠ স্থান ! ভীষণ তথ্য সমৃদ্ধমূলক একটি ভিডিও। সকলের দেখা উচিৎ।
মানস দা আমি একজন বাংজ্ঞালি.জাপান বসাবাস করছি.আপনাকে কিছু বলার ছিল.আমার নম্বার ০৪০-৩৬৬০-১১১০ কোড নাম্বার যোগ করে নিবেন
@Romeo Hansraj আপনার সমস্যা কি আপনি সবাই কে নেগেটিভ কথা বলছেন কেন ? সব জায়গায় অযাচিত মন্তব্য করছেন। ইতিহাস পড়ুন তারপর কথা বলুন।
লক্ষকোটি সালাম সমর্পিতা কে।
তার দেশপ্রেম আমাকে আমাকে শুধু আবেগ- আপ্লুতই করেনি,আমার চোখে জল এনে দিয়েছে। বাংলাদেশের মানুষের আাবেগটুকু অর্পিতা রিদয়ে ধারণ করেছেন।
আবারও কোটি সালাম, অর্পিতা এবং প্রিয় মানষদা কে।
তুমি সত্যায়ন কারিনী, তথ্য নির্বর, ঐতিহ্য নির্বর, প্রকৃত এবং ঐতিহাসিক আলোচনা।
বাহ ! ভদ্রমহিলা র আবেগ/হৃদ্যতা একদম আদি অকৃত্তিম। আমার পক্ষ থেকে সম্নান ও ভালোবাসা পৌছে দিবেন৷
ভদ্র মহিলা আমার দিদি
অসাধারণ, অভূতপূর্ব, অনন্য এই লুতফুন্নেসা। অগাধ শ্রদ্ধা তাঁর প্রতি, তাঁর কাজের প্রতি। শ্রদ্ধা আর সম্মানে মাথাটা নুয়ে গেল তাঁর প্রতি। অনেক অনেক অনেক অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে।
আহা! এমন হৃদয় ছোঁয়া,অকপট,সাবলীল,ভালোবাসাময় কথা সত্যিই মনকে ছুঁয়ে গেল...
মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম...কখন যে একঘন্টা কেটে গেল...বুঝতেই পারিনি...
স্যালুট জানাচ্ছি শ্রদ্ধেয় ম্যাডাম সমর্পিতাকে...[বাংলাদেশ থেকে]
g
Madam Thanks you from Bangladesh
বাংলাদেশ থেকে দেখতেছি,,,নবাব সিরাজউদ্দোলা র প্রতি এতো ভালোবাসা দেখে,,,সমর্পিতা দিদির প্রতি ভালোবাসা রইলো,,, দিদি বেঁচে থেকো দোয়া করি,,
ভালোবাসা আল্লাহ র দান। মানুষ মানুষকে ভালোবাসবে এটাই নিয়ম। নবাবের প্রতি ভালোবাসা প্রতিটি বাঙালীর আছে। এই সমর্পিতাকে কৃতজ্ঞতা ও ধণ্যবাদ। --জয় বাংলা বাংলাদেশ থেকে।
Bangalar ses swadhin Nabab tomake janai hazaro Salam
বেগম,নবাব সম্পর্কে অাপনার হৃদয় ছোঁয়া বর্ণনায় আবেগ আপ্লুত হয়ে গেলাম।
@@nazrulislam-xe1gd চুল ফালায় দিলেন
😭😭😭😢😢 নিশ্চয় একদিন আসবো বাংলার ইতিহাসের পীট স্থান মুর্শিদাবাদে। 🇧🇩🇧🇩🇧🇩
মুগ্ধ হলাম একালের লুৎফুন্নেসাকে দেখে। প্রথম ভেবেছিলাম উনি নবাবের রক্তের সম্পর্কের কেউ পরে দেখলাম উনি রক্তের সম্পর্কের চেয়েও বেশি ভালোবাসেন ছোট নবাবকে। কখন যে এক ঘন্টা চলে গেল বুঝতে পারলাম না। ❤❤ ধন্যবাদ Manas Bangla.
Ami murshidaabad thaki
অনেক অনেক সুন্দর ও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও।মানস দা ও আজকের ল্যু্ৎফরন্নেসাকে ধন্যবাদ জানাই। এভাবেই আপনার সারাজীবন কাজ করুন।।🙏🙏
মানস দা' ... ... কি এক অসাধারন ভিডিও আমাদেরকে উপহার দিলেন তা' বলে বুঝাবার নয় ! অমন এক ঘন্টার ভিডিও দেখতে দেখতে কখন যে শেষ হয়ে গেল ঠিক বুঝে উঠতে পারিনি । শেষ হবার পরও মনে হচ্ছিল ভিডিওটাতে আরো কিছু কথাবার্তা থাকতে পারতো ! আপনার এই অসাধারন ভিডিও'র মাধ্যমে পরিচিত হলাম সমার্পিতা দিদির সাথে । বাংলার শেষ স্বাধীন নবাবের জন্যে দিদির হৃদয়ে কি এক অপার ভালবাসা, কি এক স্বর্গীয় প্রেম তৈরী হয়েছে তা' বলে প্রকাশ করবার নয় । আমি বিশ্বাস করি মহান দেশপ্রেমে উজ্জীবিত হয়েই তিনি বাংলার নবাবের মৃত্যুর ২ শ' ৬৩ বৎসর পরও তিনি নবাবের প্রতি অমন ভালবাসা লালন করতে পারেন তা' ভাবাই যায় না । সমার্পিতা দিদির কথা শোনে অবশেষে আমি নিজেও আর ঠিক থাকতে পারলাম না । কখন যে চোখের কোণে অশ্রুর ফোঁটা এসে জমা হলো তা' নিজেও বুঝে উঠতে পারলাম না। দিদির জন্যে আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা আর অনেক শুভ-কামনা থাকলো । আর একটি কথা ... ... দিদির বাকী সব না বলা কথা আর তাঁর স্কুলটি ( যে স্কুলটি ভিডিও-তে সবার শেষে কিছুটা দেখিয়েছেন ) নিয়ে আরো একটি ভিডিও বানালে খুশি হবো । ধন্যবাদ ।
আমি বলছি ঢাকা বাংলাদেশ থেকে ।।
মুগ্ধ হলাম সমর্পিতা র কথা শুনে। মুর্শিদাবাদ এর ইতিহাস উদ্ঘাটনের আর তা জনসমক্ষে আনার তার নিরলস চেষ্টা কে সাধুবাদ জানাই। মানসবাবুকেও ধন্যবাদ। বাঙালির হৃদয়ে নবাব সিরাজদউদ্দৌলা চিরকাল স্বমহিমায় বেঁচে থাকবেন।
MUSHOLMAN BADSHA, NABAB RA HAJAR HAJAR HINDU MEYEDER BARITHE TULE NIE GIE BIE KORTO NA HAREM E RAKHTO R BHOG KORTO R HINDU COMMUNITY R MANUSHDER JOR KORE DHARMANTORITA KORTO ,ATTYACHAR KORTO. TADER GOLPO SHUNE APNI MUGDHO? BRITISH NA ASLE PURO BHARAT DHARMANTORITA HOYE MUSLIM DESH HOYE JATO , JAMON PURO BANGLADESH ER 18 KOTI MUSLIM , PAKISTHANER 22 KOTI MUSLI. SAB EI TO HINDU CHILO. BRITISH NA ALE SAB HINDURAI MUSLIM HOYE JATO . KI BALEN ? AMI BHUL KI BHUL BOLLAM ?
@@believerofequality 👍
এখনও বাংলাদেশের রাওজান গ্রামে নবাবের বংশের একজন জীবিত আছেন, উনার কাছে নবাব সিরাজদৌলার রাজপোষাক, তরবারি নবাবী জুতা এবং মূল্যবান জিনিস পত্র রক্ষিত আছে,
ইতিহাস প্রেমী বলে আমিও মুর্শিদাবাদ কে ভালো বাসি। ওনার শেষ কথা গুলো মন ছুঁয়ে যাবার মতো। ইতিহাস প্রেমী সব মানুষকেই এগিয়ে আসতে হবে ইতিহাস কে রক্ষা করার কাজে। আপনার ও দিদির প্রতি আমার2 শ্রদ্ধা জানাই।
আমি এই interview দেখে অবাক হলাম যে এই রকম সুন্দর মনের মানুষ আজ আছে।এনি হচ্ছেন আমাদের অনুপেরুনা। এনার সঙ্গে দেখা করে একবার ধন্যবাদ দেওয়া আশায় রইলাম
আমি মুর্শিদাবাদে বেড়াতে গেছি, গেছি খোশবাগেও। খুব কষ্ট পেয়েছিলাম প্রচন্ড খারাপ অবস্থা দেখে।
সমর্পিতা আপনার একান্ত চেষ্টায় আশাকরি অবস্থার উন্নতি হবে।
মানস আপনার ভিডিওটি সত্যিই ভীষণ ভীষণ ভাল লাগলো।
অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে।
বাংলাদেশ থেকে দেখছি এবং আপনারা হিন্দু ধর্মের হয়ে ও নবাবের প্রতি আন্তরিকতা দেখে মনটা ভরে গেলো
নবাব হিন্দু মুসলমান না নবাব বাঙালির আবেগ এখানে নবাব কে ধর্ম খুঁজেবেন না
নবাবতো বাংলার নবাব ছিলেন! আপনি এখানে অন্য কিছু খুজছেন কেন?
@@faruquesyed1584 ভাই নবাবের কবর অযত্নে আর আর মীরজাফরের কবর যত্নে আছে সেজন্য বললাম,, কারন পৃথিবীতে এখন এখন মীরজাফরের বংশধর ই বেশী
এইবার রবীন্দ্রনাথকে মুক্তি দিন। তার লেখা গানকে জাতীয় সংগীত রাখা আপনাদের বখতিয়ার খিলজির বাংলা আক্রমণের সঙ্গে যায় না। সিরাজদ্দৌলার পরাজয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যাওয়া ইতিহাসের সঙ্গে যায় না। সিলেটে শাহজালালের জিহাদ, ওহাবী আন্দোলন, তিতুমীরের বাঁশের কেল্লা, খিলাফত আন্দোলন, বারো আউলিয়ার দেশ, ঈসা খাঁ, শায়েস্তাখা... এই পরম্পরার সঙ্গে রবীন্দ্রনাথ সত্যি বেমানান...।
"বাঙালি মুসলমান" তার ইতিহাস শুরু করবে বখতিয়ার খিলজি দিয়ে। ফরুখ আহমদ, কায়কোবাদ, গোলাম মুস্তফা, আল মাহমুদ সেই শিকারের সন্ধান দিয়ে গেছে। নইলে আপনাকে শিকড় ধরে নিজের উৎস খুজতে গেলে হিন্দু বৌদ্ধ উত্তরাধিকার মেনে নিতে হবে! বেহুলা লখিন্দর, মনসামঙ্গলের পাতায় পাতায় খাটো ধুতির কালো গোট্টা গোট্টা অনার্য পূর্বপুরুষের কাছে ফিরে যেতে হবে যে আরব তুর্কি আফগান দস্যুদের ভয়ে জলাজঙ্গলে লুকিয়ে ছিলো। কাফেরদের উপর যবনদের বড় ক্রোধ। আপনাকে তাই ঠিক করতে হবে বখতিয়ারের ঘোড়ায় চেপে আসবেন নাকি মনসামঙ্গল থেকে শুরু করবেন ...।
ফরহাদ মজহার বখতিয়ারের ঘোড়ায় চেপে ঋত্বিক ঘটকের টুটি চেপে আছে। এই খেলা আজকের নয়। বন্দেমাতরম বলতে হিন্দু বৌদ্ধ জৈন পারসিক কারোর সমস্যা না হলেও বখতিয়ারের ঘোড়া সওয়ারী তা নিজের জন্য হারাম মনে করেছে। "আল্লাহ আকবর" তার জাতীয় শ্লোগান। সেখান থেকেই পূর্ব পাকিস্তান। বখতিয়ারের অসম্পূর্ণ বাংলা জয়ের পরিপূর্ণ রূপ। এখানে রবীন্দ্রনাথ কেমন করে প্রতিনিধিত্ব করে?
সবই তো ত্যাগ করেছি। শুধু রবীন্দ্রনাথকে একটা গানের সঙ্গে জড়িয়ে রেখে লাভ কি? দুদিন পর পর তাকে অত্যাচারি হিন্দু জমিদার সাজিয়ে, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী বানিয়ে, তাকে মুসলমান বিরোধী দেখিয়ে প্রচ্ছন্নভাবে বাংলাদেশ বিরোধী করে তুলে তার গানকে জাতীয় সংগীত রাখার অযোগ্যতা প্রমাণের এই কষ্ট না করে একজন আদর্শ মুসলিম কবির লেখা গান কবিতাকে জাতীয় সংগীত বানিয়ে নিন। শিলাইদহ পতিসরে রবীন্দ্র স্মৃতি রক্ষা যৌক্তিক কিনা সেই প্রশ্ন তুলুন। ঋত্বিক স্মৃতির মত মুছে ফেলুন রবীন্দ্র জীবনানন্দ মধূসুদন স্মৃতিবিজরিত সব চিহ্নকে। মুসলিম বাংলার এই তো প্রতিচ্ছবি। ...
@@somnathmukherjee2208 Apni Morkho Samprodaik Manus
এই বোনের কথাই প্রমান করে বাংলার মানুষের মাঝে সাম্প্রদায়িকতা নেই আমরা হিন্দু মুসলিম সকলেই নবাব সিরাজ্জউদ্দৌলার ভালোবাসা এখনো
আমাদের মাঝে নিহিত ।
Q
Ghonta😆😆😆...
Kon nobab be..era shb dakat😂
@@lifeoflegend6727 gffffgmfergd f
@@DrcTuberTechnical apni bolun ki bhul ache...ami sikhte razi
@@DrcTuberTechnical bujhlam..kintu jei arab desh er dakat ra hindu bhai bon dr hotya korlo loot krlo tader bepare apnar ki montobbo?
অসাধারণ আলোচনা ও অসাধারণ সমর্পিতা ম্যাডামের...নবাবের ভালোবাসার লুৎফন্নেসার অন্তরাত্মার আবিষ্কার লুৎফন্ননেসার সত্যিই পূন্নঃজন্ম..ই .বলা যায়.. ভালো লাগলো এমন ইতিহাস সচেতন ম্যাডামের নবাবের সম্মান উদ্ধারের পথ চলায় অভিনন্দন....🌹🌹🌹 থাকলো ❤❤❤ খাইরুল হাসান 🌹 বাংলাদেশ ঢাকা মিরপুর থেকে ❤❤ মুর্শিদাবাদ এর খোশ বাগে যাওয়ায় প্রত্যায় রইলো।❤❤❤
দিদি বাংলাদেশ থেকে বলছি। দারুণ লাগলো আপনার কথা । মনে হলো আপনিই ইতিহাসের একজন!
M8ioo9o
Write
আমি বাঙালি। শেষ নবাব যে বাংলার, নজরুল যে বাংলার আমিও সেই বাংলার। জীবনানন্দ যে বাংলার, মুজিবুর রহমান যে বাংলার, আমি সেই বাংলার। বাংলা আমার আমি বাংলার!
নবাবের প্রতি তার সন্মান দেখে ভাষা হারিয়ে ফেলেছি, কি বলবো বুঝতে পারছি না, তার জন্য আমার অন্তর থেকে অনেক ভালোবাসা রইল ঢাকা থেকে, মুর্সিদাবাদ গেলে নিশ্চয়ই তার সাথে দেখা করবো ইনশাআল্লাহ।
বাংলাদেশ থেকে তোমাদের সালাম। বোন তোমার কথা শূনে ছোখে পানি চলে আসল।
নবাব সিরাজ দৌলত এর ইতিহাস তুলে ধরার জন্য আমি আপনাকে আমার অন্তরাস্থান থেকে জানাই আন্তরিক অভিনন্দন।
তুমিই সেই লুৎফুনেচ্ছা...এবং তুমি সেই পরিচয়ে আগামী প্রজন্মের কাছে বেঁচে থাকো...ইহকাল ও পরকালে...এই দোয়া করি আল্লাহ বা সৃষ্টিকর্তার কাছে....আমিন।
Ameen
SRISTI KARTA HOLEN BHAGOBAN. R SAMARPITA HINDU R HINDUKE BIE KORECHE . JADIO OR AKTA PAGLI
Muslim ra punarjanam e biswas kare na.
Naujubillah Islam khkonoi purnojonom biswas kore na .Iman chole jabe taoba koren Allahr kache
@@jibanmondal1011 Biswas korena to ki aita sotti airkom hoi onk dekha o geiche proman soho so sob bepar a dhormo tene anben na aita kharap bisoi
হোক সে হিন্দু বা মুসলিম বাঙ্গালি বলতেই সিরাজুদ্দৌলা খুবই আবেগ ময় একটা নাম🥰
1dom.. Siraj amder abeg amder valobasa😊
একদম..💙🙏
siddiqur rahman
1 second ago
দিদি লুৎফুননেসা + মানষ দা , আপনাদের ভিডি ও টা কয়েক বার দেখলাম ৷ আমিতো আপনাদের মত এত সুনদর ভিডি ও+ সুনদর কোরে বলতে পারি না , তাই আমার হোয়ে যদি আপনারা দুজনে ৷। প্রথমে একটা উদাহরন দেব ,, একেবারেই একদেশে ৪১ পরিবার একটা দিপে নিবাশন দিল ,, ঐ ৪১ জোড়া দমপতির মাএ এক জোড়া ছিলো চোড় দমতপি ,, সবাই ভালভাবে বাচার পরিকলপনা , কিনতু চোর দমপতির ভাবনা এই ৪০ ঘড়ে চুড়ি কোরেই বাচবো ৷ কিনতু বাদ শাদলো ৪০ জনের বাড়ি এমন ভাবে তৈড়ি করলো যে ঐ সব বাড়িতে কোন চোরের চুরি করা একেবারে অসমভাব ৷ আমি কেন চোরের উদাহরন দিলাম // পলাশির যুধধের শেষে নিমক হারাম '' মিরজাফর ও মিরনের কোন বিচার অথবা সামাজিক হেও প্রতিপনন ও করার কোন চিনতা ,, সেই পলাশির যুধ্য থেকে এ অবদি ৷ যদি করা হইতো তা হলে ,, ভারতের নেহেরু পরিবার ,, জওহের লাল নেহেরু , গানধী জী , ইনদিরা গানধী , তার সনতান রাজীব গানধী ও সব' শেষ বাংলা দেশের মহান নেতা বজ্ঞবোনধুকে ঐ মিরজাফরের জনমগত সনতানরা নিমম' ভাবে হত্যা কোরত না ৷৷ আর সেই সামাজিক বিচারটা হোল ,, মুশিদাবাদ থেকে সুরু কোরে এপার বাংলা+ ও পার বাংলার সব দষনীয় যায়গায় মিরজাফর ও মিরনের ছবি সহ সৌচাগার তৈড়ি থাকতো ,,কারন মানুষ একবেলা না খেলে ও শিশু না দিয়া পারে নাাাা ??????
সঠিক কথা বলছেন আপনাকে ধন্যবাদ
সে মুছলিম ও না হিন্দু ও না সে একজন বীর যোদ্ধা জখে জল এসে গেলো ভিডিও টা দেখে
দাদা আমি বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে দাদা সত্যি আজ মন ভরে ভিডিওটা উপভোগ করলাম, এই রকম বড় করে ভিডিও করবেন দয়া করে দাদা আবারও সালাম।
এই ভিডিও এর মাধ্যমে অনেক অজানা তথ্য আমি জানতে পারলাম।
শ্রদ্ধা জানাই নবাবকে, সমার্পিতা দিদির অনুভূতিকে গলোকে।বাংলার শেষ নবাব তার যোগ্য সম্মান পাক - সে প্রার্থনা করি।।
সিমিলার লুৎফুন নেছাকে আন্তরিক ধন্যবাদ আপনাকে ও ধন্যবাদ। উনি আগামীর ইতিহাস হয়ে থাকলেন, ওনার ভালবাসারজন্য। বাংলার মানুষকে ও ইতিহাসকে স্মরন করার জন্য।
বেগম, আপনাকে প্রণাম। এতো সুন্দর করে ইতিহাসকে ছুঁয়ে এলাম..
ধন্যবাদ দাদা আপনাকে আবার ও মুশিদাবাদ এর একটা ইতিহাস আমাদের সামনে তুলে ধরার জন্য।❤️
অসাধারণ পদক্ষেপ সিরাজউদ্দৌলা কে নিয়ে । এইভাবেই নবাবের স্মৃতি উদযাপিত হতে থাকুক। ধন্যবাদ আপনাকে মহাশায়া।
খুব সুন্দর , আমি ও সিরাজকে ভীষণ ভালবাসি 🙏🙏❤❤🙏🙏💐💐🌹🌹🌹🌹
বাংলাদেশের প্রান্ত থেকে স্যালুট জানাই এই মহীয়সী নারীকে যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন নবাবের জন্য। আপনি প্রমাণ করেছেন ধর্মের চেয়ে মানুষ বড়ো।
Apnar shange amio akmot.
💐
thik bolchen
অ-সাধারণ উদ্যোগ ইতিহাসকে পূনরুজ্জিবীত করার জন্য।স্যালুট জানাই হাজারবার এই পূণরজন্মা "লুতফুন্নেছাকে''।
আমার পক্ষ থেকে এই মহিষী নারীকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা ও সম্মান!
বাংলার নবাব সিরাজুদ্দৌলার প্রতি এতো সম্মান ও ভালোবাসা দেখে সত্যিই কলিজা শীতল হয়ে যায়!
ছোট সময়ে সিরাজ-উদ-দৌলা নাটক দেখে মীর জাফর আলি খান, ঘসেটি বেগম, মীর মিরন এদের প্রতি প্রচন্ড ঘৃনা ও ক্রোধে ফেটে পরি ও সিরাজ-উদ-দৌলা ও লুৎফুননেসার প্রতি শ্রদ্ধা ও ভক্তিতে মাথা নত হয়ে যায়। তাই বর্তমান লুতফুন্নেসার (সমর্পিতা) কে উচ্চ সম্মান জানাই। দেখা যায় বর্তমানে সিরাজের সন্তান হিসেবে এক হিন্দু জমিদারের নাম করা হয়। জানিনা এটি সত্য বা মিথ্যা।ভাবতে কষ্ট হয় যে সিরাজের সন্তান কোন মুসলমানের ঘরে স্থান না পেয়ে হিন্দুর ঘরে, হিন্দু জমিদার....? এটি মহা দুঃখ জনক।
ধন্যবাদ দিদি নবাবের প্রতি 200 বছর পরে এরকম ভালোবাসার জন্য
🙏🙏🙏
বাংলাদেশ থেকে আপনাদের দুজনকে অনেক শুভেচ্ছা সালাম ও নমস্কার। নবাবের ইতিহাস শুনতেও জানতে পেরে মনটা আনন্দে ভরে গেল। ভবিষ্যতে আরও শুনব ইনশাল্লাহ।
আমি নিজে কতো যে নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে জেনেছি পড়েছি ইতিহাস ও আমি সাক্ষী তবে মন প্রান ভরে গেল ঐ দিদি কে দেখে আমার জীবনের সব ভালবাসা রইল তার জন্য
Mhh
আপা আপনে কোন ধর্মের আমি তা খোঁজব না , আমি বলব আপনে একজন মহান ও শ্রেষ্ঠ মানুষ , শ্রেষ্ঠ রমণী। অনেক ধন্যবাদ।
এই দিদির অন্তর খুবই নির্মল।নবাব পরিবারের প্রতি তাঁর যে অগাধ মায়া মমতা তারিই প্রতিদানে আমার পক্ষ থেকে জানাই অজস্র
শ্রদ্ধাঞ্জলি।
এই মেয়েকে বাংলাদেশ থেকে স্যালুট। কারণ ১৭৫৭ সালের কাহিনী যেভাবে বলছেন, মনে হচ্ছে কয়দিন আগে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিচ্ছেন। অন্য রকমের একটি অনুভূতি এসে গেল মনে। নবাবের প্রতি তার ভালোবাসায় আমি মুগ্ধ। আমি তার ভক্ত হয়ে গেছি আর আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলাম শুধু তার জন্য। ধন্যবাদ দাদা আপনাকে।
??
ভাল লাগছে। ধন্যবাদ ।
Good
ৃহ্র
7
বাংলাদেশ থেকে দেখছি, সমর্পিতা নিজে নবাব সিরাজদৌলার স্ত্রী লুৎফুন্নেসার চরিত্র ধারন করেছেন, তাই আমাদের সকল ধর্মের লোকদের পক্ষ থেকে তোমাকে লক্ষ কোটি সালাম ,ওনার পক্ষে সকলের পাশে থাকা উচিত ❤
মানস বাবু ও সমর্পিতা দেবী ,আপনাদের অসংখ্য ধন্যবাদ, মুর্শিদাবাদের ইতিহাস তুলে ধরার জন্য। পরবর্তী দিনে আরও মুর্শিদাবাদের ইতিহাস তুলে ধরার জন্য অনুরোধ করছি।
আমার চ্যানেলের পুরনো ভিডিও গুলো দেখুন। ৭০ থেকে ৮০ টা মুর্শিদাবাদের ভিডিও পেয়ে যাবেন।
Salute didi and Dada.আমি ভিঢন আবেহ আপ্লুত।
আমি ভিষন আবেগ আপ্লুত, Salute dada and Didiকে।
নবাবের প্রতি বিনম্র শ্রদ্ধা। ধন্যবাদ এত সুন্দর ইতিহাস তুলে ধরার জন্য।
বাংলার মানুষ সিরাজ কে তার হৃদয় থেকে হারিয়ে যেতে দেয়নি দেবেও না, 💐💐❤❤
Ae samasto Muslim sashok der niye atto matamati korar mane bujhi na .era nijer desh iraq Iran soudi chere Bharat a ki karone dakhol nilo bhaben ki? aamader Hindu sanatan dharam er atithi devo bhav er sujog niye attyachar koreche jake aamra SHASON bole mathaye tule nachanachi korchi
Ft
😅😮
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি।অসাধারণ দিদির কাছ থেকে অনেক নতুন কথা শুনলাম।আসবো করোনা চলে গেলে মানে টুরিস্ট ভিসা চালু হলেই আসবো।নবাব is great.
আমি বাংলাদেশি আমি নির্বাক, আমি হতবাক, আমি ভাষাহীন নবাব সিরাজদৌলার প্রতি এমন অকৃতিম ভালবাসা দেখে। যে নারী নবাবকে দেখে নাই শুধু ইতিহাস পড়েই তারপ্রতি এতো মায়া এটাই বাঙালির বড় পাওয়া।❤❤❤
জনপ্রিয় নাটক গোপাল ভারে সব সময় নবাবকে হীন করে উপস্থাপন করার অপচেষ্টা পরিলক্ষিত হয়! তখনই বুঝতে পারি এরা মীর জাফদের দল!!! অকৃতজ্ঞ!! এতদিন জানতাম ভারতে নবাবের ইতিহাস বিকৃত ভাবে রচিত!!কিন্তু বাংলাদেশে মীরজাফর একটা গালি হিসেবেই প্রচলিত !! আজ খুশী এবং অবাক হচ্ছি !!--এই ভারতে জন্মে কিভাবে উনি সঠিক ইতিহাসের সন্ধান পেলেন!!সত্য একদিন মাথা তুলে দাড়াবেই!!!
@@AleyarKarim মজার পূজা করা হচ্ছে গোনাহ ছাড়া আর কিছু না,, এই মেয়ে একদিন মুন্দি বলে প্ররিচিত দিবে
অপূর্ব এক তত্থ নির্ভর উপস্থাপনা। এত বার খোশবাগ গিয়েছি লুৎফুন্নিসা বেগম কে কাছথেকে পড়াতে দেখেছি কিন্তু কথা হয়নি।খুব ই আক্ষেপের। অনেকদিনের বাসনা আজ পূর্ণ হলো।ধন্যবাদ ।নবাবের শহরে আবার যাবো।
আজও হাজার হাজার সিরাজ জীবিত, আজও হাজার হাজার লুৎফুন্নেসা জীবিত।
এটা থাকবে চিরকাল।
ভালো থাকবেন বেগম সাহেবা।
সমর্পিতা নয়, আপনি আমাদের সকলের প্রিয় বেগম সাহেবা।
ভীষনভাবে অনুপ্রাণিত হলাম। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য। ধন্যবাদ বেগম সাহেবা -সমর্পিতা।
অসাধারণ আপনাকে ধন্যবাদ
বাংলাদেশ থেকে বলছি,
সত্য কে উন্মোচন করার জন্য "বেগম" আপনাকে অন্তর থেকে অনেক ভালোবাসা। মানসদা শ্রদ্ধা রইলো আর অপেক্ষায় থাকলাম নতুন কোনো সত্য ইতিহাসের জানার জন্য।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
অসাধারন ❤❤❤ আমি এই ভদ্রমহিলার আবেগ ও চেতনাকে পূর্ণ সম্মান করি ❤❤❤
অনেক দিনের অপেক্ষার অবসান হল। মন্ত্রমুগ্ধ হলাম ৷ আপনার প্রচেষ্টা কে প্রণাম জানাই৷ জয় হোক ৷ ভালো থাকবেন ৷
আপনার ককমেন্ট দেখে ভালো লাগলো
রাইট দিদি।আমি৷বশ্বাস করি উনার প্রচেষ্টাকে রুখবে এমন সাধ্য কারো নেই।উনার প্রতিভা আর দরদের কাছে বারবার নিজেকে খুব তুচ্ছ মনে হয়েছে। স্বার্থক উনার মানব জনম।
May Allah grants him Jannahtul Ferdaus. Amin
আমরা এতোদিন জানতাম ভালোবাসা রূপ,বয়স,ধর্ম,বর্ণ মানেনা
আজ জানলাম ভালোবাসা শতাব্দী,সময় মানেনা
সত্যিই
অসাধারণ কথা বলেছেন । খুব ভালো লাগলো ।
বাংলার নবাব সিরাজ উদ্দৌলা
সমর্পিতা দি তোমার কথাগুলো হৃদয়ে গেথে গেছে। তুমিই সত্যিকারের বাঙাঁলী। এপার বাংলা হতে তোমার প্রতি রইল অনেক অনেক শুভকামনা।। তুমি যে ভালোবাসায় বাংলার শেষ নবাবের কাছে নিজেকে সমর্পণ করেছে তাতে তোমার নামটি যেন সার্থকতা পেয়েছে পরিপূর্ণ রুপে।
Very nice
সমর্পিতা আপনার প্রতি রইলো সম্মান ও ভালোবাসা,,ভালো থাকুন।
মনের সৌন্দর্য। এর উপর আর কোনো সৌন্দর্য নাই। এভাবেই মহা সৌন্দর্য গুলো কারো না কারো মাধ্যমে ফিরে আসে। আর যার মাধ্যমে ফিরে আসে সেও আরেক সৌন্দর্যের প্রতীক। ধন্যবাদ আপনাদের।
অনেক উ চ্চ মানের কথা বলেছেন আপনি ।
বাস্তব সত্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অশেষ ধন্যবাদ মানসদা কে এবং সমর্পিতা দিদিকে
ধন্যবাদ আপনাকে এমন একটি ভিডিও র জন্য। অফুরান শুভেচ্ছা সমর্পিতা ম্যাম কে, উনি নিশ্চয়ই ওনার লক্ষ্যে পৌঁছবেন। নবাব তাঁর যোগ্য সম্মান যেনো পান এই আশা রাখি
আমি এই ঘটনাটি দেখে আপ্লুত। নবাবের প্রতি এই লুতফুন্নিসার প্রেমে আমি অবাক। এই লুতফুন্নিসার প্রেম আসল লুতফুন্নিসার প্রেম থেকেও শক্তিশালী। সত্যি এই প্রেম অন্যরকম প্রেম।
সমর্পিতার সঙ্গে আমাদের সাবর্ণ সংগ্রহশালায় অনেক কথা হয়েছে। সত্যিই ওনার এভাবে ইতিহাসের সঙ্গে এক হয়ে যাওয়া আমাদের কাছে এক অনন্য অনুভুতি। অনেক শুভেচ্ছা সিরাজের বেগমের জন্য।
আসল কথা বলেননি।
মানুষ দাদা দিদিকে আমার অনেক অনেক ভালোবাসা দিবেন।আমি ভাবতেই পারছিনা
একজন হিন্দু মহিলা হয়ে একজন মুসলিম নবাব এর প্রতি এত শ্রোদ্ধাবোধ কল্পনাই করা যায় না।দিদিকে সেলুট জানাই।
পূণর্জন্ম
Atai holo hindu der cultuar
Hindu not monushotwo hoya uchit,r otai kor6en oi mohila.
Lots of love and respect to SAMARPITA and Manas da pl make more videos thanks
@Romeo Hansraj kin2 dada atao kin2 sotti engrej raaa divide and rule padhdhtitei kin2 r nabab siraj uddetlayer sathe chakranter jonno kin2 atoh gulo bot6or rajjotoh korete pere6ilo engrej raaa.
এই মেয়ে তার হৃদয় তার মমত্ববোধ, তাঁর
এই অসাধারণ ব্যক্তিত্বের কাছে আমি নিজে ই হেরে যাচ্ছি। আমার অনেক শ্রদ্ধা রইল
তাঁর প্রতি।
খুব ভালো লাগল। নবাবের খুব কাছে পৌঁছেতে পারলাম। ধন্যবাদ।
নবাবের বংশ এখনো আছে ঢাকাতে।
Ae Lutfunnissar neyath kamona kori Nobab sherajk o shokol shathek Allah thumar nejo gunay Jannatul Fardus nosib koro Ameen
Very nice 👍
@@studypoint10minutesschool12 nawab er bongso dhor..nam sayed golam abbas areb alias Nawabzada
ধন্যবাদ আমি একজন বাংলা দেশী সৌদি প্রবাসি,,সেরাজদৌলা মানুষের হৃদয় অমর হয়ে আজিবন থাকবে।
মানসদা আপনাদের কথাবার্তা বোঝা গেল আপনারা দুজনেই সত্যের সন্ধানী । আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা (বাংলাদেশ থেকে)
Dada ota manush noy manas 😥
দাদা.. আমি বাংলাদেশের নগণ্য একজন মানূষ। দিদির যে এগিয়ে চলা.. তাতে যদি আমি সামান্যতম অংশিদারও হতে পারতাম তাহলে জীবনটা ধন্য হত। পুরো ভিডিওটা শেষ করতে আমি অসংখ্যবার শিহরিত হয়েছি। যদি কোনদিন সামর্থ্য আসে তবে "নতুন বেগম"কে একবার স্পর্শ করে সালাম জানিয়ে আসব। আপাতত দূর থেকেই তাকে সালাম ও সাধূবাদ জানালাম। নগণ্য মানূষের সালাম ও ভালোবাসা টা তাকে পৌছে দিবেন।
salam, iam from ind
হারিয়ে যাওয়া ইতিহাস কে নিজের আবেগের সাথে মিশিয়ে পুনর্জীবিত করার প্রয়াস, তার সাথে এক করে দিয়ে, একালের রিকশোআলা,ভিন দেশে একটা ঘুপচির মধ্যে থেকে কঠোর পরিশ্রম করা শ্রমিকদের একটা অতীতের রাজকীয় সম্মানে ভূষিত করে, ঐতিহ্যকে তুলে ধরা----ভীষন ভাবে আবেগে অভিভূত হলাম। অনেক কালের বঞ্চিত মানুষ জনকে সম্মান জানানো, তাদের পূর্ব সামাজিক প্রেক্ষিত অন্যভাবে তুলে ধরার জন্য জানাই আমার আন্তরিক শ্রদ্ধা।
আমিন
নবাবের প্রতি মনে মনে আমারও ভীষণ একটা দুর্বলতা আছে । এই ভিডিওতে সমর্পিতার কথা শুনে আমিও কেঁদে ফেলেছি । আসলে তার কথা শুনে খুশিতে কেঁদে ফেলেছি । ইয়েস খোশবাগ নবাবের এলাকা । আজও সেখানে আছে নবাব । সালাম নবাব । অশেষ ধন্যবাদ সমর্পিতা । আপনাকে ধন্যবাদ ভিডিওটির জন্য দাদা ।
খুব ভালো লাগলো। অনেক ইতিহাস জানলাম।
বাংলাদেশ থেকে।
নবাব সিরাজউদ্দৌলা কে বাংলাদেশের মানুষ অনেক ভালোবাসে
siddiqur rahman
1 second ago
দিদি লুৎফুননেসা + মানষ দা , আপনাদের ভিডি ও টা কয়েক বার দেখলাম ৷ আমিতো আপনাদের মত এত সুনদর ভিডি ও+ সুনদর কোরে বলতে পারি না , তাই আমার হোয়ে যদি আপনারা দুজনে ৷। প্রথমে একটা উদাহরন দেব ,, একেবারেই একদেশে ৪১ পরিবার একটা দিপে নিবাশন দিল ,, ঐ ৪১ জোড়া দমপতির মাএ এক জোড়া ছিলো চোড় দমতপি ,, সবাই ভালভাবে বাচার পরিকলপনা , কিনতু চোর দমপতির ভাবনা এই ৪০ ঘড়ে চুড়ি কোরেই বাচবো ৷ কিনতু বাদ শাদলো ৪০ জনের বাড়ি এমন ভাবে তৈড়ি করলো যে ঐ সব বাড়িতে কোন চোরের চুরি করা একেবারে অসমভাব ৷ আমি কেন চোরের উদাহরন দিলাম // পলাশির যুধধের শেষে নিমক হারাম '' মিরজাফর ও মিরনের কোন বিচার অথবা সামাজিক হেও প্রতিপনন ও করার কোন চিনতা ,, সেই পলাশির যুধ্য থেকে এ অবদি ৷ যদি করা হইতো তা হলে ,, ভারতের নেহেরু পরিবার ,, জওহের লাল নেহেরু , গানধী জী , ইনদিরা গানধী , তার সনতান রাজীব গানধী ও সব' শেষ বাংলা দেশের মহান নেতা বজ্ঞবোনধুকে ঐ মিরজাফরের জনমগত সনতানরা নিমম' ভাবে হত্যা কোরত না ৷৷ আর সেই সামাজিক বিচারটা হোল ,, মুশিদাবাদ থেকে সুরু কোরে এপার বাংলা+ ও পার বাংলার সব দষনীয় যায়গায় মিরজাফর ও মিরনের ছবি সহ সৌচাগার তৈড়ি থাকতো ,,কারন মানুষ একবেলা না খেলে ও শিশু না দিয়া পারে নাাাা ??????
লুৎফুন্নেসা (সমর্পিতা) র কথা শুনে আমার চোখে পানি এসে গেল।যদি কোনদিন সুযোগ পায় তাকে দেখতে যাবো ,আল্লাহ আমাকে সুযোগ দিয়ো ।
ভিডিওটি দেখে নতুন ধারণা তৈরী হলো, ভারতেও নবাবের ভক্ত আছেন, সেখানেও নবাবের সঠিক ইতিহাস খোঁজ করা হচ্ছে, ভালো লেগেছে ! মুর্শিদাবাদ দেখার আগ্রহটাও পূণরায় জাগ্রত হলো!
Best video about mursidabad. Very jenuine and informative. Many many thanks to both of you.
J
অনেক ভালো লাগলো।বাংলাদেশ থেকে।নবাব কে আমি খুব ভালো বাসি।ধন্যবাদ রইল।
আমি ও আপনাদেরকে বাংলাদেশ থেকে ধন্যবাদ জানাই,
দাদা আমি বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে আপনার নিয়মিত একজন দর্শক আমি আপনাকে এবং সমর্পিতা বোনকে ধন্যবাদ জানাই, আর আপনার মাধ্যমে ইতিহাস জানতে পেরে আপনাকে সেলুট জানাই।
ভালো থাকবেন।
দাদা অনেক দোয়া আপনার জন্য ।
মানস দা আপনাকে ও সমর্পিতাকে নবাব সিরাজদ্দৌলাকে নিয়ে ভিডিওটি বানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি যেন সমর্পিতা তুমি নবাবের সম্মান ফিরিয়ে দেয়ার জন্য যে কার্যে লিপ্ত হয়েছ তাতে তুমি সফল হও।
চিরাজদ্দৌল্লার স্মৃতি চিহ্ন সংরক্ষিত করার
অতীৱ প্রয়োজন।না হলে বৃটিচ বা বিদেশীর শোষণ বা অত্যাচারকে কে ভাবে
প্রতিহত করতে পারবে।।আমার দেশে এখানেও আমার মাঝে দেশদ্রোহীর অভাব
নেই।।
এই ভদ্র মহিলার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই নবাব এর জন্য তার উদার ভালোবাসা আমাকে অবাক করেছেন, সৃষ্টি কর্তা তাকে দীর্ঘজীবী করুন।
খুব অবাক হলাম, কিন্তু অবিশ্বাস করলাম না-- খুব ভালো লাগলো। বেগমকে নিয়ে আরো জানতে চাই 🙏🙏🙏
পাগলীর পাগলামো... আমি ও নবাব বলে নিজেকে দাবি করতে পারি?
দিদি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনার সহায় হোক
আমি বাংলাদেশ থেকে দেখছি
আমি বর্তমানে মালয়েশিয়া প্রবাসী
অসাধারণ। সমার্পিতার জন্য অনেক অনেক শুভ কামনা। অনেক শ্রদ্ধা আর ধন্যবাদ প্রাপ্য আপনার। পরমকরুণাময় আপনার মংগল করুন।
অনেক অনেক ভাল লেগেছে, সমর্পি😊তার খুব ভক্ত হয়ে গেছি। সত্যিকার ইতিহাস এর একটা সুন্দর পরম্পরা থাকে, সিরাজ উদ্দৌলাকে নিয়ে সমর্পিতার অনর্গল সরল বর্ণনা শুনে মনে হচ্ছিল যেন সত্যিই লুৎফুন্নেসা ফিরে এসেছে এবং আমি মুর্শিদাবাদের খোশবাগে নবাবের সমাধির পাশেই বসে আছি।
নবাব সিরাজুদ্দৌলার সমাধি দেখতে আমারও অনেক ইচ্ছে হয় কিন্তু হয়তো বা কোনদিন সম্ভব হবেনা,কারণ গরীবের ইচ্ছে কখনো পূরণ হয়না।দিদি অনেক ধন্যবাদ, আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও টা দেখেছি খুব ভালো লাগলো।
কোন ভাষা নেই মানস বাবু আপনাকে আর বেগমকে ধন্যবাদ জানানোর... শুভ কামনা রইল উনি যে লক্ষ্যে এগোচ্ছেন সেটা যেন পূর্ণ হয় ওনার
সিরাজ তুমি আজও আমাদের মাঝে জীবন্ত। দুর্ভাগ্য আমি বাংলাদেশে থাকি অথচ তুমি আজও আমার নবাব। দেশ ভাগের নাম করে তোমার থেকে প্রশাসনিকভাবে আমাদের ভাগ করে দিলেও এই অন্তরে তুমি ছাড়া আর কেউ ঠাই করে নিতে পারেনি। এখনো তুমি আমাদের নবাব হয়েই বেঁচে আছ আমাদের মাঝে।
ঠিক বলেছেন আপনি এই দেশ ভাগের কারণে আমরা আজ আলাদা যার কারণে আমরা তার কাছ থেকে আলাদা😭😭😭😭
@@tahmidaakterdina1285 Despremic banglar nobab seraj ajibon amader ontora thakben.
Op
Àqq
জি সব সময় উনি আমাদের মনের মাঝে আছে থাকবে থেকে যাবে
দাদা, চমৎকার আপনার প্রতেকটা উপস্থাপনা, সত্যিই আপনাকে আন্তরিক ধন্যবাদ।
আসলে ভদ্রমহিলা সিরাজের কাহিনী পড়ে আস্তে আস্তে সিরাজের প্রেমে পড়েন এবং মন-মানসিকতায় সে সিরাজের একজন অন্ধ ভক্ত।
তাই পরম যত্নে তার প্রিয় নবাব কে নিজের হাতে সাজিয়ে পরম তৃপ্তি লাভ করেন।
Ekdom right ❤️
bhool bhulaiyaa moto
Rightly explained 👍
Yes you are right
প্রেম আসলে কি? মীরা ও তো এই ভাবে শ্রী কৃষ্ণকে সম্মান করতো। এটা নতুন কোনো অনুভূতি, প্রেম বলা যায় না।বাংলাদেশ থেকে লিখছি। চোখের পানি ধরে রাখতে পারছি না। আমাদের কেউ একজনের এমনটা করা উচিত ছিল, মহিলা তা করলেন। অনেক বড়ো কিছু , এই মহিলার নিজের ভিতর ধারণ করে রাখতে কষ্ট হচ্ছে। আর আমরা রাজনীতি করছি, দেশ দেশ খেলছি, বর্তমান নিয়ে আছি। মাত্র একজন জেগে উঠেছে। একে আমরা প্রেম বলে উড়িয়ে দিচ্ছি। মাস্টার দা সূর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দেদার ভুলে গেছি, সব ভুলে গেছি। ভাগ্য অন্বেষণে বিদেশ গিয়েছিলাম, উন্নত জীবন, কাগজ হলো, কিন্তু দেশের মাটি কামড়ায়, ডাল ভাত খেয়ে কোনো মতে বেঁচে আছি, কিন্তু মাটি তো স্পর্শ করতে পারছি। সিরাজের মাটি, সূর্যসেনের মাটি, 71 এর মুক্তিযোদ্ধাদের মাটি।
মহিলার বোধটা আমরা কেউ বুঝবো না।প্রেম এই বোধের কাছে অনেক ছোট ব্যাপার।
নিঃসন্দেহে খুব ভালো লাগল। আসলেই বাংলার শেষ নবাবকে বাংলাদেশের মানুষ যতটা ধারন করে, নবাবের বিষয়ে যতটা আবেগ, খোদ মুর্শিদাবাদের মানুষেরও বোধহয় ততটা নেই। আমার সারা জীবনের স্বপ্ন একবার অন্তত নবাবকে কাছে থেকে দেখে আসা। সময় আর সামর্থ্যের অভাবে সেটা হয়ে ওঠেনি। এদিকে বয়স ষাট পেরিয়েছে। এখনো স্বপ্ন দেখি নবাবের কাছে যাওয়ার। আসব হয়ত একবার, খুব শীঘ্রিই। আসলে যদি আপনার দেখা পাই খুব খুশী হব।
আমাদের নবাব সিরাজ বাঙালি র নয়নের মণি... ওনার জন্য আজও দুই বাঙালি এক সূত্রে বাঁধা... সে যেই ধর্মের ই হোক ❤️
amar loarar moni
@@SC-ee3oq তুই মীরজাফরের বংশধর 🤬
@@wtfgamerz1321 tui bara gud marranir bongshodhor
ইলিয়াস শাহী বংশের সুলতানরা এবং হুসেন শাহী বংশের সুলতানরা আরও বেশি কৃতিত্বের অধিকারী! ♥️
সমর্পিতা দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুগ্ধ হয়ে গেলাম।
I can't understand, what comments I give here!
Unheard-of!
অপূর্ব। সমর্পিতা ও মানস বাবু কে অনেক ধন্যবাদ জানাই। অনেক কিছুই জানতে পারলাম আপনাদের দুই জনের জন্য।
নবাব সিরাজুদ্দৌলা একজন মুসলমান,,, আর প্রত্যেক মুসলমানদের জন্য এই দুনিয়া একটা পরিক্ষার হল,, হোক সে রাজা অথবা প্রজা,,, নবাব সিরাজুদ্দৌলার জীবনের ঘটে যাওয়া সেই দিন গুলো আল্লাহ তায়ালার পক্ষ হইতে একটা পরিক্ষা ,,, আমরা সবাই দোয়া করি আল্লাহ তায়ালা উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন,,, আমিন,,,
Ïbbb.
সত্যি আমার চোখে জল এসে গেল , অসাধারণ লাগলো আমি নবাব কে খুব সন্মান করি , আমার গর্ব হয় , ওনার জন্য ,❤️❤️❤️❤️❤️
Little love you brother
চমৎকার দাদা, বিষয়টি খুব জানার ইচ্ছে ছিল। ভালো লাগলো । শুভকামনা রইলো আপনার জন্য ।
স্যালুট প্রিয় লুৎফুন নেছা,আপনাকে।আমি নবাবের ভক্ত একজন। বহুবার খোসবাগে গিয়েছি।একবার আপনার সাথে দেখা করতে চাই।
ঢাকায় নবাবের নবম অধস্তন পরুষ নবাব আলী আব্বাস আছেন।জানেন আপনি?
চোখের পানি ধরে রাখতে পারিনি আর।নবাবের প্রতি এমন ভালবাসা যেন চিরকাল রয়ে যায়।হে নবাব আপনি আমাদের মনের মণিকোঠায় থাকবেন অনন্তকাল। ধ্বংস হোক সেই বিশ্বাস ঘাতকরা।