বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দ্যলাই। কারন উনি ছিলেন দেশ প্রেমিক। অন্যদিকে মীর কাশীম ছিলো স্বার্থলোভি সে ব্যাক্তি সার্থের কারনে ইংরেজ বিরোধী ছিলো। অতএব বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দ্যল্লাই। ভালোবাসি নবাব সিরাজ উদ্দ্যল্লাকে। ঘৃণা করি মীর জাফরের সকল বংশধরদের।
আজকে আবারও দেখলাম ভিডিও টা। গা শিউরে উঠার মতো পর্ব টা... মীর কাশিম জিততে পারলে সত্যিই বাংলার ইতিহাস তথা ভারত বর্ষের ইতিহাস হয়তো অন্য রকম হতে পারতো..। অনেক ধন্যবাদ আপনাকে দাদা
Khub valo lagloo...Ami Murshidaba der itthas khub valo jantam naa...but apnar video gulo theke motamoti akhon ektu itthas ta bujte parchi...apnake dhonobad...
অসাধারণ ভিডিও।উপস্থাপন। এর থেকে ভালো করা যায় না। আপনার কথার আবেগ ভিডিও টি কে অনিদ্য সুন্দর করেছে। কোন এক মহাপুরুষ বলে ছিলেন জ্ঞান মানুষের অন্তরেই সুপ্ত থাকে, শিক্ষক সেই জ্ঞান কেই জাগিয়ে তোলেন। আপনি আমার নবাবি আমলের ইতিহাস এর শিক্ষক। আপনার ভিডিও আমাকে নতুন করে পড়াশোনা করতে অনুপ্রাণিত করছে। অজস্র ধন্যবাদ মানস বাবু।
মিরজাফর মিরকাসিম এরা সকলেই বিদেশি ও পারস্য দেশের লুটেরা! ও লোভী। এদের নিয়ে আমাদের গর্ব করার কিছু নেই। এরাই আমাদের সাধারণ মানুষের জীবনে যন্ত্রনা বয়ে নিয়ে এসেছিল, শুধু মাত্র তাদের লোভ ও লালসাকে চরিতার্থ করার জন্য । এরা ঘৃণার পাত্র।
@@riju-7937 Aryan invasion theory r kotha bolcho jeta akhon Aryan migration theory hoye gache pore abar Aryan picnic theory hoye jaabe. Search for recent archeological findings, evidences related to genomic studies.Paarle sangam talks e Raaj Vedam er presentation dekho or jaipur dialogues er ei bishoye podcast, Neeraj Rai er moto genetic science er expert jaar research Europe e tsunami ene diyeche karon Ei Aryan Dravidian theory gulo judeo Abrahamic bible er theology ke maintain kore banano. Evidence bolche Aryan invasion toh vule jaao out of India theory jekhane India theke baire migration ghote seta anek beshi approved.Eta bohubar promanito je ei theory r kono basis nei.Aar eta internationally accepted hole puro bible er chronology onujayi western perspective guro hoye jaabe.
মিরজাফর মিরকাসিম এরা সকলেই বিদেশি ও পারস্য দেশের লুটেরা! ও লোভী। এদের নিয়ে আমাদের গর্ব করার কিছু নেই। এরাই আমাদের সাধারণ মানুষের জীবনে যন্ত্রনা বয়ে নিয়ে এসেছিল, শুধু মাত্র তাদের লোভ ও লালসাকে চরিতার্থ করার জন্য । এরা ঘৃণার পাত্র।
Very important & historic informative story.Power politics of indepedent Bengal was complex.conspiracy was the main cause for defeat & fall of Nawab with British company.still today politics is mixed with consoiracy that does not care & boost up mass people welfare.thanks.
Of course, examples of their unlimited contributions are: lotting wealth of local people, enjoying hundreds of local beautiful women, killing others and themselves, bringing politics of killing opponents, using local people as animals...sabbas Netaji Subhash Chandra Bos for finally freeing the subcontinent from so called Borgis that was started by Ekhtear Uddin Muhammad Bin Bakhtear Khilji. It is not understandable why historians are used to say that the sun of freedom of Bengal ended with the defeat of Sirajuddoula, in fact. It happened in 1207 and ended in 1947...
দাদা আপনি যে সত্য ইতিহাস গুলি তুলে ধরেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আর স্যালুট জানাই আন্তরিক ভাবে যত দিন বাঁচেন সত্যের পথে এগিয়ে যান!
দাদা আপনার চ্যানেলের চোখে অনেক কিছু দেখতে পারলাম এবং অনেক তথ্য জানতে পারলাম। এগিয়ে যান, পাসে আছি সব সময় আসা করি বন্ধুত্ব গ্রহন করবেন ও সর্বদা সাথে থাকবেন।
I am from Bangladesh. I regularly watch your video. The presentstion is exceelent. Many thanks for your hard work and enriching our knowledge on history.
সম্ভবত মারা যায়নি। ব্রিটিশরা বুঝেছিল মীরন বেঁচে থাকলে তাদের অবস্থা খারাপ হতে পারে। তাই আগে ভাগেই পথের কাঁটা পরিস্কার করে। সেই সাথে আমিনা ও ঘষেটী বেগমের সলিল সমাধির গল্প জুড়ে দিয়ে আমিনা বেগমের অভিশাপের গল্প জুড়ে দেয়। কারণ আমিনা বেগম ও ঘষেটী বেগমের সলিল সমাধি ঘটলে খোসবাগে তাদের কবর থাকা অসম্ভব ব্যাপার। আবার খোসবাগের কবর গুলির সত্যতা মেনে নিতে হলে সলিল সমাধির গল্প ও আমিনা বেগমের অভিশাপে বজ্রাঘাতে মীরনের মৃত্যু সম্পূর্ণ কাল্পনিক প্রমাণিত হয়। একসময় বিষয়টি নিয়ে অনেক চর্চা করেছিলাম।
Sir , একটা কথা প্রথমে কাশিম মীরজাফর এর মতেই বিশ্বাসী ছিলেন , এমনকি সিরাজের মৃত্যুতেও তার গুরুত্ব পূর্ণ ভূমিকা রয়েছে পরে ধোঁকা খেয়ে ও ভব্যিষৎ চিন্তা করে তিনি ইংরেজদের দল থেকে নাম কাটিয়ে তাদের বিপক্ষে যান .... Just এটাই সবাইই স্বার্থের ব্ন্ধু ।
অসাধারণ বাচনভঙ্গি।ধন্যবাদ
অসাধারণ মানস বাবু, ভাষায় বলে বোঝানো যাবে না। মীর কাশেম সম্পর্কে অনেক কিছু জানতে পেরে খুব ভালো লাগলো।
khoob sundor vabey uposthapona korechen.... suntey suntey sotti jeno itihasher patay hariye gechilam.
চমৎকার বর্ণনা। মুগ্ধ হয়ে শুনছিলাম।
ধন্যবাদ মানস বাংলাকে।
(বাংলাদেশ থেকে)
মানস দা আপনি একজন ইতিহাস দাদা সত্যি বলছি দাদা. আমি সত্যি গর্ব করি যে আপনি আমাদের বাংলার ছেলে, যুগযুগজিও বাঙালি, মানস দা আপনি গ্রেট দাদা
চমৎকার অনুসন্ধান ।
সেই সঙ্গে মীর কাসেম পতনের সাথে সাথে বাংলার মানুষের শেষ স্বাধীনতার আশাও বিলিন হয়ে গেল ।
খুব ভালো লাগলো। একজন স্বাধীনচেতা নবাবকে বাঙালী ভুলে যেতে বসেছিল,আপনি মনে করিয়ে দিলেন, ধন্যবাদ আপনাকে।
হা হা হা...! এই সালা ই তো নাবাবকে ধরিয়ে দিয়েছে...!
এই মাঝ রাতে নিয়ে গেলেন মিরকাশিমের সময়ে। লেখার বাঁধুনি ও বলার ধরণ তুলনাহীন। রক্তে খেলিয়ে দেয় সেই সময়। 😚
বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দ্যলাই। কারন উনি ছিলেন দেশ প্রেমিক। অন্যদিকে মীর কাশীম ছিলো স্বার্থলোভি সে ব্যাক্তি সার্থের কারনে ইংরেজ বিরোধী ছিলো। অতএব বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দ্যল্লাই। ভালোবাসি নবাব সিরাজ উদ্দ্যল্লাকে। ঘৃণা করি মীর জাফরের সকল বংশধরদের।
Ghenna hoy ader jonno deshta porajito hoye chilo engrej kache
দেশ এর কনসেপ্টই ছিল না। দেশ কে ভাল বাসবে কি করে?
গুড মারানী কথা এটা
কেউ দেশ প্রেমিক ছিল না তখন
সবাই নিজের টাই বুঝত সেই সময়
কথা বলার দক্ষতা অনেক সাবলীল। তার সঙ্গে অজনা তথ্য জানতে পেরে নিজেকে খুবই গর্ববোধ করছি।
অসম্ভব সুন্দর বিশ্লেষন এবং তৎসহ সুনিপুণ তথ্য উপস্থাপন। খুব ভালো একটি পর্ব।
দাদা, নবাব মীরকাশিম সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। অনেক ধন্যবাদ।
দারুন লাগলো। ভাই যেমন আপনার উপস্থাপনা, তেমনি solid গল্প । মশগুল হয়ে শুনলাম। অসংখ্য ধন্যবাদ !
দে
ো
দোেমন
@@mdarif-vj2xi লিখতে শিখো !
অসাধারণ হয়েছে ভাই আপনাকে ধন্যবাদ
দাদা অসাধারণ ইতিহাস তুলে ধরেছেন। এর আগে অবশ্যই হাজার বার ইতিহাস শুনেছি কিন্তু। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। খুব সুন্দর হয়েছে।
অনেক কিছু জানতে পাড়লাম।
আপনাকে ধন্যবাদ।
ময়মনসিংহ, বাংদেশ।
Manosbabu aaponer ei boler pore aar kichu oajana thake na
Very nice❤❤❤❤❤❤❤
Thank 🙏💕 you sir for your kindness
ALLAH IS GREAT my ALLAH ALL TIME GREAT ksa thanks for Dr Mir khashim
আজকে আবারও দেখলাম ভিডিও টা।
গা শিউরে উঠার মতো পর্ব টা...
মীর কাশিম জিততে পারলে সত্যিই বাংলার ইতিহাস তথা ভারত বর্ষের ইতিহাস হয়তো অন্য রকম হতে পারতো..।
অনেক ধন্যবাদ আপনাকে দাদা
অসাধারণ লাগলো....অনেক দিনের ইচ্ছা ছিল মীর কাসিম এর ব্যাপারে ভালো ভাবে জানার....আপনাকে অনেক শুভেচ্ছা জানাই।
মনে হল যেন একটি ইতিহাসিক সিনেমা দেখলাম। অনবদ্য ভাষ্যে দুর্দান্ত লাগল।
ধন্যবাদ
ঐতিহাসিক হবে..
Khub valo lagloo...Ami Murshidaba der itthas khub valo jantam naa...but apnar video gulo theke motamoti akhon ektu itthas ta bujte parchi...apnake dhonobad...
অসাধারণ ভিডিও।উপস্থাপন। এর থেকে ভালো করা যায় না। আপনার কথার আবেগ ভিডিও টি কে অনিদ্য সুন্দর করেছে। কোন এক মহাপুরুষ বলে ছিলেন জ্ঞান মানুষের অন্তরেই সুপ্ত থাকে, শিক্ষক সেই জ্ঞান কেই জাগিয়ে তোলেন। আপনি আমার নবাবি আমলের ইতিহাস এর শিক্ষক। আপনার ভিডিও আমাকে নতুন করে পড়াশোনা করতে অনুপ্রাণিত করছে। অজস্র ধন্যবাদ মানস বাবু।
দাদা বাংলাদেশ থেকে দেখছি আপনার উপস্থাপনা ও বিডিও দেখে অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ।
এসব অজানা ইতিহাস জেনে খুব ভাল লাগলো । আরো জানতে চাই । এর পিছনে আপনার পরিশ্রমকে কুর্নিশ জানাই ।
বাহ্ দারুণ পর্ব ছিলো এটা।
Darun lagche dada
অসাধারণ উপস্থাপনা।।।মীর কাসিম অনেক সাহসী ও বুদ্ধিদীপ্ত ছিলেন।।।
কিন্তু মীর কাসিম মুনাফেক ও বেঈমান ছিলেন।
তিনিও সিরাজ উদদৌল্যার সকল ধন রত্ন
লুট করেছেন এবং সিরাজকে দুর্বল করেছেন।
দারুণ লাগলো, অনেক দিনের অপেক্ষায় ছিলাম।
অসাধারন দাদাভাই,মনে হচ্ছিল ইতিহাসের পথে হেঁটে চলেছি,অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন
মিরজাফর মিরকাসিম এরা সকলেই বিদেশি ও পারস্য দেশের লুটেরা! ও লোভী।
এদের নিয়ে আমাদের গর্ব করার কিছু নেই। এরাই আমাদের সাধারণ মানুষের জীবনে যন্ত্রনা বয়ে নিয়ে এসেছিল, শুধু মাত্র তাদের লোভ ও লালসাকে চরিতার্থ করার জন্য । এরা ঘৃণার পাত্র।
@@Adityapagla Beshi toliye dekhle Apnio to bideshi,Apni jodi arjyo jatir uttorsuri hoie thaken Tahole APNAR purbosuri der abashthol kothai Chilo?Ar sei somoye sottikarer Bharotiyo kata chilo?
@@riju-7937 আধুনিক গবেষণায় প্রমাণিত আর্য জাতির গল্প ইংরেজদের বানানো ! বহিরাগতদের মহিমান্বিত করার প্রচেষ্টা....
@@riju-7937 Verily indeed.
@@riju-7937 Aryan invasion theory r kotha bolcho jeta akhon Aryan migration theory hoye gache pore abar Aryan picnic theory hoye jaabe. Search for recent archeological findings, evidences related to genomic studies.Paarle sangam talks e Raaj Vedam er presentation dekho or jaipur dialogues er ei bishoye podcast, Neeraj Rai er moto genetic science er expert jaar research Europe e tsunami ene diyeche karon Ei Aryan Dravidian theory gulo judeo Abrahamic bible er theology ke maintain kore banano. Evidence bolche Aryan invasion toh vule jaao out of India theory jekhane India theke baire migration ghote seta anek beshi approved.Eta bohubar promanito je ei theory r kono basis nei.Aar eta internationally accepted hole puro bible er chronology onujayi western perspective guro hoye jaabe.
দাদা আপনার দারুণ ও নিরপেক্ষ উপস্থাপনা ভালো লাগে। তাই আপনার ভিডিও দেখি বারবার।
অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
Oshadharon... Complete details given.. thank you Manas
অসাধারন লাগলো। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এবং ভালো থাকার শুভেচ্ছা জানাই 🙏🌷💞
অসাধারণ,খুব ভালো লাগলো,পুরনো ইতিহাসের ঘটনা গুলো গায়ে কাটা দেয়।নতুন করে অনেক কিছু অজানা ইতিহাস অনুধাবন করলাম।
মিরজাফর মিরকাসিম এরা সকলেই বিদেশি ও পারস্য দেশের লুটেরা! ও লোভী।
এদের নিয়ে আমাদের গর্ব করার কিছু নেই। এরাই আমাদের সাধারণ মানুষের জীবনে যন্ত্রনা বয়ে নিয়ে এসেছিল, শুধু মাত্র তাদের লোভ ও লালসাকে চরিতার্থ করার জন্য । এরা ঘৃণার পাত্র।
Khub bhalo video 🎥
Thank 🙏💕 dada
🙏💕 you sir
দুর্দান্ত কাহিনী ❤
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুণ।
বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি
চরম ভিডিও মানস দা।।।।
ধন্যবাদ আপনাকে।।।
মীরকাশিম সম্মধে কিছু জানা ছিল না। এই ভিডিও দেখে অনেক তথ্য জানলাম। অসাধারণ উপস্থাপনা।
Or sob thaka boro porichoa holo o holo bangla maaer bisas ghatok
@@jyotirmaydas5564
একমত,
মীর কাসেম মীর জাফর
জগৎ সেট
এদের পরিচয় একটাই
জাতীর সর্বকালের সর্বনিকৃষ্ট গাদ্দার,
Allahu akabr amin amin amin my laik ok vaia
So excellent
ধন্যবাদ দাদা
অসাধারন উপস্থাপনা
Musalman Dui prakar Jara Munafik Tara বিশ্বাসঘাতক মুসলমান না
অনেক ধন্যবাদ এত সুন্দর অজানা ইতিহাস জানাতে পারিলাম আরো অনেক ইতিহাস জানতে চাই আলতাফ হোসেন ঢাকা থেকে।
ভীষন ভালো লাগলো দাদা।
শুনে গায়ের লোম কাঁটা দিয়ে উঠলো। স্যালুট স্যার
Mb mir kasimer aitihasik commentary diye apnar itihas er khoob bhalo gyan ache jana jay awesome thanks
Video ta vishan valo laglo
ভালো ভি ডি ও। ইতিহাসের দলিল।
দাদা, আপনার অনেক গুলা ভিডিও দেখলাম। খুব ভালো লাগলো। যত দেখি তত ভালো লাগে।
Splendid, I was not aware of all these things. Now I assume why Munger still now has an expertise in manufacturing fire arms.
দাদা এপার বাংলা থেকে দেখি,,সত্যিটা জানা হয়,,খুবই ভালো লাগে
Khub sundor uposthapona... ojana tothyo jnte prlm...
Very important & historic informative story.Power politics of indepedent Bengal was complex.conspiracy was the main cause for defeat & fall of Nawab with British company.still today politics is mixed with consoiracy that does not care & boost up mass people welfare.thanks.
Onek valo laglo...ami Bangladesh theke...
আপনার এক একটা এই ধরণের ভিডিও দেখি বা শুনি।গায়ে কাঁটা দিয়ে ওঠে।মনে মনে সেখানে পৌঁছে যাই।অনেক শুভেচ্ছার দাবিদার আপনি।🙏🌹
শুভকামনা আপনা জন্য দাদা। আপনার এমন ধারাবাহিক সিরাজ-উদ-দৌলার ইতিহাস আবারও যেন ১৭৫৭+ এর মত পুনরুদ্ধান পেল আমাদের মাঝে। ধন্যবাদ বাংলাদেশ থেকে!
13:21 সেকেন্ডের কাজটা খুব ভালো করেছে।
শুনে খুব ভালো লেগেছে।
Khub balo laglo tomar video anobaddo ..tomar bachon vongi darun ..bhalo theko
.
অনেক ভালো লাগলো পুরোনো ইতিহাস শুনে।তবে আরও শুনতে চাই সত্যিটা।ভারতে নবাব দের অনেক অবদান রয়েছে।সেটা বলে শেষ করা যাবেনা।
Of course, examples of their unlimited contributions are: lotting wealth of local people, enjoying hundreds of local beautiful women, killing others and themselves, bringing politics of killing opponents, using local people as animals...sabbas Netaji Subhash Chandra Bos for finally freeing the subcontinent from so called Borgis that was started by Ekhtear Uddin Muhammad Bin Bakhtear Khilji. It is not understandable why historians are used to say that the sun of freedom of Bengal ended with the defeat of Sirajuddoula, in fact. It happened in 1207 and ended in 1947...
Khub bhalo laglo vedio ta. Onek notun totho pelam.
Darun Manas da darun.apni commentry kor6en r amar chok er samne jeno sab ki6u vese uth6e .
apurbo vai
দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ!
আপনার মাধ্যমে মুর্শিদাবাদের ইতিহাস জেনে ভাল লাগল।
Thanks for this video. Kashimbazar kuthi niye ekta video dekhte chai. I am from Bangladesh.
অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে, এতো চমৎকার করে উপস্থাপন করে আমাদের কে দেখানোর জন্য..
খুবই ভালো লাগে আপনার ইতিহাস ভিত্তিক ভিডিও গুলো
দাদা আপনি যে সত্য ইতিহাস গুলি তুলে ধরেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আর স্যালুট জানাই আন্তরিক ভাবে যত দিন বাঁচেন সত্যের পথে এগিয়ে যান!
গোপালগঞ্জ থেকে বলছি আমি
খুব ভালো লাগে আপনার ভিডিও গুলো। আরো এরকম উপহার চাই আপনার থেকে।আশা তে থাকবো পরের বার.......
অনেক ধন্যবাদ।
ভালো লাগল
বাংলাদেশ থেকে দেখছি
Excellent commentary. I am watching your videos sience one year.
দাদা আপনার চ্যানেলের চোখে অনেক কিছু দেখতে পারলাম এবং অনেক তথ্য জানতে পারলাম। এগিয়ে যান, পাসে আছি সব সময় আসা করি বন্ধুত্ব গ্রহন করবেন ও সর্বদা সাথে থাকবেন।
I am from Bangladesh. I regularly watch your video. The presentstion is exceelent. Many thanks for your hard work and enriching our knowledge on history.
মানস বাবু আপনার ভিডিও গুলো খুব সুন্দর লাগে।
ফজলুল হক। নুরুল আমিন। খাজা নাজিমুদ্দিন।
You’re right
বজ্রাঘাতে মীরনের মারা যাওয়ার গল্প টা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ।
সম্ভবত মারা যায়নি। ব্রিটিশরা বুঝেছিল মীরন বেঁচে থাকলে তাদের অবস্থা খারাপ হতে পারে। তাই আগে ভাগেই পথের কাঁটা পরিস্কার করে। সেই সাথে আমিনা ও ঘষেটী বেগমের সলিল সমাধির গল্প জুড়ে দিয়ে আমিনা বেগমের অভিশাপের গল্প জুড়ে দেয়। কারণ আমিনা বেগম ও ঘষেটী বেগমের সলিল সমাধি ঘটলে খোসবাগে তাদের কবর থাকা অসম্ভব ব্যাপার। আবার খোসবাগের কবর গুলির সত্যতা মেনে নিতে হলে সলিল সমাধির গল্প ও আমিনা বেগমের অভিশাপে বজ্রাঘাতে মীরনের মৃত্যু সম্পূর্ণ কাল্পনিক প্রমাণিত হয়। একসময় বিষয়টি নিয়ে অনেক চর্চা করেছিলাম।
Manash Da I'M Watching Your Video From Bangladesh
Khub Bhalo lagloo
Aapni sottikarer akjon itihas bid dada
অসাধারণ অসাধারণ অসাধারণ। এ ছাড়া আর কিছু বলার নেই।
দাদা এই এপিসোড শোনার সময় আমার ভিতর টা দুমড়ে মুচড়ে উঠলো এবং কান্না চলে আসলো মীর কাসেম এর জন্য।
Sir , একটা কথা প্রথমে কাশিম মীরজাফর এর মতেই বিশ্বাসী ছিলেন , এমনকি সিরাজের মৃত্যুতেও তার গুরুত্ব পূর্ণ ভূমিকা রয়েছে পরে ধোঁকা খেয়ে ও ভব্যিষৎ চিন্তা করে তিনি ইংরেজদের দল থেকে নাম কাটিয়ে তাদের বিপক্ষে যান .... Just এটাই সবাইই স্বার্থের ব্ন্ধু ।
Khub valo laglo dada
নবাব শব্দটা শুনলে কেমন জানি লাগে
Darun hoyeche Dada, aro chai ei dhoroner video 💖
দাদা আপনি অসাধারণ, ভালো থাকবেন সবসময়।
ধন্যবাদ।
Very good video
মীর কাসিমে বক্সারের যুদ্ধের কথা এখন আমাদের মনে পড়ে
ছোটবেলায় আমরা পাঠ্য বইয়ে তার ইতিহাস পড়েছিলাম
Khub valo laglo.. M
শেষের ৫ মিনিট😍😍
বাংলার শেষ সাধীন নবাব সিরাজউদ্দৌলা বাহাদুর
You’re right
Khub sundor bhabe bollen....mone hocchilo jeno choker samne dekhchi....👌
Excellent video
Asadharon dada,khub sundor kore byakto korlen bisoyta👍
ধন্যবাদ ভাইয়া অতীতের কথা বলার জন্য 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Very good presentation
Asadharan Dada .khub valo laglo
Excellent 👌 presentation dada . Onak valolaglo, dhonoobad apnaky.
খুব ভালো লাগলো ধন্যবাদ দাদা আমি বলছিলাম দিল্লির নবাব দের ইতিহাস কীছু দেওয়া যাবেনা
হায় রে বাংলা ভারতের ইতিহাস ! আপনার ভিডিওর শেষ কথাগুলি হৃদয় ছুঁয়ে গেল। ইতিহাসের কতো ব্যাথা বেদনাই যে আমাদের হজম করতে হয়।
মানস বাবু মীর কাসিম সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারার জন্যে অনেক ধন্যবাদ। বীরভূম থেকে বলছি।