জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার!!😞

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার,
    শুধুমাত্র মানুষ চেনার জন্য 😞
    কাছের অনেক মানুষ দূরে চলে যায়। 😭
    খারাপ সময়ে।
    খারাপ সময় মানুষের জীবনে আসা দরকার , খুব দরকার , ভীষণ দরকার । জীবনের একটা স্তরে অর্থনৈতিক মন্দা যাওয়াটাও ভীষণ প্রয়োজন । আপনার রঙীণ জীবন কিছুক্ষণের জন্য একেবারেই সাদাকালো হয়ে যাক , যেতে দিন ওকে। এই সময়টাতে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন , অনুভব করতে পারবেন - জীবন মুদ্রার ঐ পিঠ । জীবনের যাত্রাপালায় মানুষের নিরেট অভিনয় ।
    ‘আপন’ বলে কোনো শব্দের অস্তিত্ব পৃথিবীতে নেই । ‘আপন’ একটা ফটকা , বাটপারী শব্দ । সবাই আপনার বর্তমানকে পূজো করছে । যতো কাছের মানুষই হোক না কেনো । আপনি অর্থনীতির রেসে পিছিয়ে গেলেন , কেও আপনার জন্য অপেক্ষা করবেনা । নো বডি ! যতো জিগ্রী মানুষই হোক না কেনো । সবাই সিকিউরিটি চায় , আপনি নিজে কি পেলেন সেটা মূখ্য নয় ...... আপনার থেকে মানুষ কি আদায় করতে পারলো সেটাই মূখ্য ।
    কারো জন্য অনেক কিছু করে কখনো প্রতিদান আশা করবেন না । যতো আপনই হোক , আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিবেন । ফি সাবিলিল্লাহ বলে !
    খারাপ সময় কে ভালোবাসুন , শ্রদ্ধা করুন , সময়ের ওফোড় গুলো হজম করতে শিখুন । খারাপ সময় থাকবেনা । সময় পরিবর্তনশীল । তবে - খারাপ সময় আপনার চোখে আঙ্গুল দিয়ে মানুষ নামক মুনাফিক প্রাণীগুলোকে চিনিয়ে দিয়ে যাবে , যারা ভালোবেসেছিলো শুধু আপনার বর্ণিল জীবনকে , সাদাকালো জীবনকে নয় ।

ความคิดเห็น • 2