ছেড়ে চলে যাওয়া এতই সহজ!!! 😞

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • কাউকে ছেড়ে চলে যাওয়া;আর কাউকে ছেড়ে আসা! দুটো ব্যাপার কখনোই এক নয়।একটা মানুষ আরেকটা মানুষকে তখনি ছেড়ে যায়;যখন সে আগের মানুষটার থেকে বেটার অপশন পায়।
    ছেড়ে যাওয়া মানুষটার ভেতরে ভালোবাসা থাকে না! সে শুধু নিজের সুখের আশায়,স্বার্থপরের মতন নির্দোষ একটা মানুষকে সীমাহীন কষ্ট দিয়ে ছেড়ে চলে যায়?
    আর একটা মানুষ আরেকটা মানুষকে তখনি ছেড়ে চলে আসে;যখন দুটো মানুষের একসাথে থাকাটা দায় হয়ে যায়!
    ছেড়ে চলে আসা মানুষ টার ভেতর ভালোবাসা থাকে তবুও,অপর মানুষটার কাছ থেকে পাওয়া নিত্যদিনের অবহেলা,বিরক্তিভাব,মূল্যহীনতা,গুরুত্বহীনতার মাঝে পিষতে পিষতে এক সময় বাধ্য হয়ে তাকে ছেড়ে রেখে আসে তার সুখের জন্য।
    যে ছেড়ে চলে যায় তার কখনো কষ্ট হয় না;কিন্তু যে ছেড়ে চলে আসে,সে মানুষটাই ভালোবাসা নামক কষ্টের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে থাকে.!🖤

ความคิดเห็น • 14