এতো পরিশ্রমের পরেও তাঁরা সঠিক মূল্যটুকু পায় না। এই শিল্প গুলো আজ হারিয়ে যেতে বসেছে। আপনার এই চ্যানেলের মাধ্যমে আমরা নিজেদের দেশের বিভিন্ন ধরনের অজানা ঐতিহ্যবাহী শিল্প এবং সাংস্কৃতিক দিক সম্পর্কে জানতে পারছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কুমারদের একটা সুন্দর প্রতিচ্ছবি তুলে আনার জন্য অসংখ্য ধন্যবাদ। এদের হাতের কাজ এত সুন্দর, মাশাআল্লাহ!! এই শিল্প যাতে হারিয়ে না যায় সেদিকে আমাদের দৃষ্টিআকর্ষণ করতে হবে। আজকাল যে প্লাস্টিক এর যুগ চলে আসছে না জানি এই শিল্প একদিন আমাদের আগামী প্রজন্ম কে জাদুঘর এ দেখতে হয়!! সময়ের সাথে সাথে অনেক শিল্প বিলীন হয়ে গেছে!!😢 সবার উচিত কুমার দের মাটির তৈরী সব কিছু ব্যবহার করা।।
Very nice documentary video about bengal potters. Quite inspiring and relaxing ❤😊😍👌👍👌 A inspiration and learning for a sustainable and peaceful hunan living.🙏🎉🎉
এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যত্ন করে বানানো। তাই সব সময় উপভোগ করি। আর ধারা বর্ণনা তো অসাধারণ! মালিহা যখন কথা বলেন তা শুনতে খুব মিষ্টি। তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক কেমন বেতালা লাগে শুনতে। প্লিজ ব্যাকগ্রাউন্ড মিউজিক বাদ দেয়া যায় না যখন উনি কিছু বর্ণনা করেন?
জীবনে বেচে থাকার জন্য সবচেয়ে বেশী পরিশ্রমের কাজটি করে থাকেন সনাতন ধর্মে কামার কুমার জেলেদের কিন্ত বর্তমান বাস্তবতায় পরিশ্রম অনুযায়ী তারা সেই পারিশ্রমীকটা পায়না হয়ত তারা বংশানুক্রমে এই কাজগুলি করে থাকেন দেশ ও দেশের চাহিদা মেটানোর জন্য শুভ কামনা রইল তাদের জন্য ধন্যবাদ প্যানারমা ক্রিয়েটরস উপস্হাপককে এত সুন্দুর করে ভিডিও তুলে ধরার জন্য।
এসমস্ত ভিডিও দেখতে খুব ভালো লাগে
এতো পরিশ্রমের পরেও তাঁরা সঠিক মূল্যটুকু পায় না। এই শিল্প গুলো আজ হারিয়ে যেতে বসেছে। আপনার এই চ্যানেলের মাধ্যমে আমরা নিজেদের দেশের বিভিন্ন ধরনের অজানা ঐতিহ্যবাহী শিল্প এবং সাংস্কৃতিক দিক সম্পর্কে জানতে পারছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আহা এত সুন্দর জিনিস বানানোর জন্য যারা কাজ করছেন তাদের জীবনের মান কতটা নীচে।
এমন দেশটি কোথাও খোঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্ম ভূমি ❤❤
❤❤❤
অনেক ভালো লাগলো, ধন্যবাদ মালিহা মেহনাজ শায়েরী আপুকে।
এত তথ্য বহুল। আমার মনে হয় আপনাদের প্রতিটি ভিডিও তে ইংরেজি সাবটাইটেল দেয়া খুব জরুরি। দেশান্তরের মানুষ ও দেখুক আমাদের দেশের চিত্রকথা
Are kam nai
আপা আপনাকে হাজারো সালাম। আপনি একমাত্র বাঙালি নারী যিনি বাংলার রূপবৈচিত্র এতোসুন্দরভাবে ফুটে তোলেন। আল্লাহ আপনার নেক হায়াত বাড়ায় দিক
উপস্থাপকের ভাষা সিলেকশন উন্নত বাংলা ভাষার বহিঃপ্রকাশ সুন্দর বাংলা ভাষায় এত সুন্দর উপস্থাপনা প্রামাণ্য চিত্রটাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়
আহা! মন জুড়ানো দৃশ্য।❤
মন দিয়ে ২৫ মিনিট দেখলাম,,, এক কথাই অসাধারণ হয়েছে 👌👌👌🤗🥰😊
উনাদেরকে ধন্যবাদ দেই সদোপায়ে জীবিকা নির্বাহ করার জন্য।এত যে খাটুনি তবু দরিদ্রতা দূর করতে পারে না।
মাটির মানুষ মাটির সাথে নিবিড় সম্পর্ক দেখে প্রান জুরিয়ে যায়।মুক্ত জীবনের এক সুন্দর দৃশ্য ❤️❤️❤️❤️
কুমারদের একটা সুন্দর প্রতিচ্ছবি তুলে আনার জন্য অসংখ্য ধন্যবাদ। এদের হাতের কাজ এত সুন্দর, মাশাআল্লাহ!! এই শিল্প যাতে হারিয়ে না যায় সেদিকে আমাদের দৃষ্টিআকর্ষণ করতে হবে। আজকাল যে প্লাস্টিক এর যুগ চলে আসছে না জানি এই শিল্প একদিন আমাদের আগামী প্রজন্ম কে জাদুঘর এ দেখতে হয়!! সময়ের সাথে সাথে অনেক শিল্প বিলীন হয়ে গেছে!!😢 সবার উচিত কুমার দের মাটির তৈরী সব কিছু ব্যবহার করা।।
❤❤❤
মন জুরিয়ে যায় আবহমান বাংলার অপরূপ চিত্রে।ভাল থাকুক প্রিয় দেশের মানুষগুলো💖
বাংলার আবহমান ঐতিহ্য মৃৎশিল্পের ইতিহাস তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ💕
ধন্যবাদ ❤❤❤
❤
"প্রামাণ্য ডকুমেন্টরি" নয় "প্যানোরমা ডকুমেন্টরি"
এতো সুন্দর জিনিস গুলো হারিয়ে চ যাচ্ছে আমাদের দেশে থেকে, আমাদের সিলেটে এগুলো খুব কমই দেখা যায়। ❤❤❤
আপনাদের জন্য অফুরান্তো ভালাবাসা,,, ইতি বাচোক ভিডিও,,
আপনার মতো উপস্থাপকদের থেকে আমরা অনুপ্রাণিত হই।
মালিহা মেহনাজ শায়েরী আপুর যেমন কন্ঠ তেমন সুন্দর তেমনি দেখতে মায়াবী,,,, আমি অনেক বছর ধরে উনার প্রোগ্রামগুলো দেখতেছি ❤❤❤❤❤❤
উনাকে আমিও একটু দেখতে চাই, প্লিজ একটা ছবি দেন
এসবের সাথে অতীতের স্মৃতি জড়িয়ে আছে 🥰🥰🙏
Panorama এর বর্ননা মন জুড়িয়ে দেয়। ধন্যবাদ
এদের অনেক পরিশ্রম করতে হয় এসব তৈরি করতে, কুমারদের জীবনধারা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই ভিডিওতে, বগুড়া থেকে দেখছি...
আমার সব থেকে পছন্দের চ্যানেল এই টা 🥰
তার মাঝে প্রথম এ যেই সাউন্ড টা বাজলো সেটা আরো প্রিয়
Thank you Panoroma Criators.
Very nice documentary video about bengal potters. Quite inspiring and relaxing ❤😊😍👌👍👌 A inspiration and learning for a sustainable and peaceful hunan living.🙏🎉🎉
বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য আপনাদের ধন্যবাদ। আমি সিরাজগঞ্জ থেকে দেখছি শায়েরি আপুর পাগল ভক্ত।
গ্রাম বাংলার ঐতিহ্য আহা কতই না ভালো লাগছে❤
আমি প্রবাস থেকে বলছি বাবার কথা অনেক মনে পরছে এই অনুষ্ঠান টি দেখে যখন মেলা থেকে গরু আনতাম বাবার সঙ্গে।অনেক ভালবাসি বাবা তুমায়
শিল্পটিকে বাচিয়ে রাখা আমাদের জাতীয় দায়িত্ব! ❤❤❤
😢কিন্তু এরা পরিশ্রম অনুযায়ী তেমন পারিশ্রমিক পায় না।
Thik bolechen amra pai na
এখন পায়,মাটির জিনিস এর এখন অনেক দাম
তাগো লছ নেই অনেক লাভ হয় আমি জানি তাগো ওখান থেকে অনেক জিনিস কিনছি আমরা আর তাগো লাভ না হলে তাঁরা বিক্রি করে না
ï❤@@aoualaoual7527
@@BiswadebPaul-o8h😮 h
আপু আপনার কথা বলার স্টাইল অনেক মিষ্টি কন্ঠের তারিফ করছি।
মাশা আল্লাহ অনেক কষ্ট করে তারা অনেক সুন্দর হয়েছে
মাটির জিনিস এর কোনো ভালো দাম পাওয়া যায় না, এটাই আমার দঃখ জনক
বাংলা ঐতিহাসিক দৃশ্য অনেক সুন্দর
ধন্যবাদ সাংবাদিক আপু কে,,,,
প্লাস্টিকের ব্যাবহার চেয়ে মাটির ব্যাবহার অনেক পরিবেশবান্ধব 🎉🎉❤❤
আপু অনেক সুন্দর করে বোজাইতে পারেন, একদম ক্লিয়ার ভয়েস সুন্দর অভিগ্ঙ
ধন্যবাদ ❤❤❤
দেখে পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেল
আপনাদের ভিডিও আমার খুব ভালো লাগে ❤❤❤❤
আপু আপনার উপস্থাপনার কোন তুলনা নাই বলতে হবে। আপনার ভিডিও আমি সব সমায়ই দেখি আর আমি মুগ্দো হোই আমার সোনার বাংলার সহোজ সরোল মানুষ দেখে।
অসাধারণ শিল্পকর্ম
খুব প্রিয় মৃত্তিকাশিল্প।
এদের তো অনেক পরিশ্রম আহারে 😢😢😢
ঠিক বলেছেন ভাই
মনে পড়ে আমার বাপঠাকুরের কাজকাম😢এগুল হারিয়ে গেছে আজ আমাদের generation theke😢
আহ মন জুড়িয়ে গেল
কি দারুন ভিডিও
মাটির খেলনা সুন্দর ☺️🤗
Thanka to all the members of panoroma documentary team for giving us a nice video.
অসাধারণ ভিডিও ❤❤❤❤❤
Just amazing activities with Marvelous presentation.. ❤️❤️
Thank you so much ❤❤❤
আমি পাল তাই সব বানাতে পারি, কিন্তু অনেক কষ্ট কিন্তু দাম তেমন না,এতো কষ্ট বলে দিন দিন কমে গেছে এই কাজ।
Very nice MashAllah
Thank you ❤❤❤
আমার খুব ভালো লাগে এইসব দেখতে
আমি মালোশিয়া থেকে দেখছি খুব সুন্দর
অসাধারন উপস্থাপন
So beautiful ❤... so beautiful ❤❤. Thank you for bringing such videos. I'm impressed.
যদি সময়ে মিলে তাহলে একবারের জন্য হলেও দেখতে যাব তাদের জীবন চলার গতিপত জানবো তাদের জীবন ইতিহাস
💔
অনেক কষ্টসাধ্য কাজ। কি নিপুণ হাতে চলছে এই কর্মযজ্ঞ। দেখে প্রাণ জুরালো।
কতো শালের ভিডিও
ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ আমাদের মা 🇧🇩 🫡
এই ঐতিহ্য ধরে রাখা এখন কঠিন, সরকার ব্যাবস্থা নেয়া উচিৎ
মৃৎ শিল্প আমার খুব প্রিয় একটা শিল্প। আমাদের গ্রামে এক সময় ছিল। এখন নেই। কালের অতল তলে হারিয়ে গেছে আমার গ্রামের মৃৎ শিল্প আর শিল্পি।
এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যত্ন করে বানানো। তাই সব সময় উপভোগ করি। আর ধারা বর্ণনা তো অসাধারণ! মালিহা যখন কথা বলেন তা শুনতে খুব মিষ্টি। তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক কেমন বেতালা লাগে শুনতে। প্লিজ ব্যাকগ্রাউন্ড মিউজিক বাদ দেয়া যায় না যখন উনি কিছু বর্ণনা করেন?
এরা তো জন্মগত ভাবে শিল্পী
আমরা ঘরে ঘরে মাটির আসবাবপত্র ব্যবহার করলে হয়তো একদিন মাটি হবে স্বর্ণের খনি
অদ্ভুত, অনবদ্য, 👍👍👍👍👍
ধন্যবাদ ❤❤❤
ওরা পারিশ্রমিক পাইনা ঠিক কিন্তু যারা কিনে আনে তারা বিক্রি করে চড়া দামে
হুম
Nice....
India theke dekhchhi
Thank you ❤❤❤
আমি ও পাল। নিজের লোকদের দেখে ভালো লাগলো। আমার নাম দীপঙ্কর পাল।
আগরতলা
Onek vlo laglo deke
ছোটবেলার আমিও খুব বেশি মাটির জিনিস পত্র, প্রানী বানাতাম। আজও ইচ্ছে করে শৈশবে চলে যেতে।
❤❤❤
ঐতিহ্যবাহী এই শিল্পটি কালের গর্ভে হারিয়ে যাওয়ার পথে🥺
অনেক সুন্দর পতিবেদন
এইটা আমাদের নরসিংদী জেলার, বেলাব থানার সুটুরিয়া গ্রাম
Wow supr dupr..Jai Shri mahakaal 💐🇮🇳😎
অনেক অনেক সুন্দর ভিডিও টি ❤❤❤❤
আপু আপনার সকল ভিডিও দেখার মত।
ঠিকানা দেওয়ার প্রয়োজন ছিল আপু কোন এলাকায় আপনি গিয়েছিলেন ।
Khub vlo laglo apu
জীবনে বেচে থাকার জন্য সবচেয়ে বেশী পরিশ্রমের কাজটি করে থাকেন সনাতন ধর্মে কামার কুমার জেলেদের কিন্ত বর্তমান বাস্তবতায় পরিশ্রম অনুযায়ী তারা সেই পারিশ্রমীকটা পায়না হয়ত তারা বংশানুক্রমে এই কাজগুলি করে থাকেন দেশ ও দেশের চাহিদা মেটানোর জন্য শুভ কামনা রইল তাদের জন্য ধন্যবাদ প্যানারমা ক্রিয়েটরস উপস্হাপককে এত সুন্দুর করে ভিডিও তুলে ধরার জন্য।
ভিড়িও দেখানোর জন্য ♥
Really tremendous
Very Nice video 👍❤
গ্রামের এসব ঐতিহ্য হারাবে না কখনো
তাদের হাত একধরনের মেশিন।
অনেক সুন্দর
অনেক সুন্দর🎉❤
ধন্যবাদ ❤
very nice❤🎉
Nice ❤
হায়রে দুনিয়া যত কষ্ট গরীবের ঘরে।
অসাধরণ ❤❤
ধন্যবাদ ❤
খুবই সুন্দর একটি ভিডিও উপহার দিয়েছেন আমাদেরকে আপনাকেও অসংখ্য ধন্যবাদ
Nice video medam..First Coment..❤❤
Thank you so much 🙂 ❤❤❤
@@PanoramaDocumentaryWelcome Mam....💞💞💞
মন জুড়িয়ে যায়
বাহ! মাটির কত রুপ।
খুব সুন্দর ❤❤
ধন্যবাদ ❤❤❤
আমাদের বাড়িতে এখনো মাটির ঢাকনা রয়েছে একটা আর রুটি সেকা তাওয়া,,, মুড়ি ভাজা বড় হাড়ি,, চিতোয় পিঠা বানানোর সরঞ্জাম ইত্যাদি....... 😊🤗🥰
আপা আপনাকে ধন্যবাদ
ছোট থেকে এগুলির ব্যবহার পেয়েছি কিন্তু বানার প্রক্রিয়া দেখিনি
ঠিকানাটা দেওয়ার দরকার ছিল
দেশের কোন জায়গা বুজা যেত।
Ank Sundor Vaiya