"গভীর ভালোবাসা"এই গানের প্রতিটি ছত্রে প্রতিফলন। বিধাতার অপূর্ব সৃষ্টি । গায়ক ,গায়কী, সুরকার ও গীতিকার অভিনেতা, অভিনেত্রী,প্রত্যেক কে আমার সশ্রদ্ধ প্রণাম। যাঁরা অভিনয় করেছেন বাস্তব কে ফুটিয়ে তোলার জন্য, তাঁদের প্রচেষ্টা স্বার্থক। আজ এঁরা বেঁচে নেই, কিন্তু এঁদের সৃষ্টি মানুষের মনের মণিকোঠায় চির জাগরূক।
প্রয়াত তাঁরা, কিন্তু ইতিহাস ঐতিহ্য কর্মদক্ষতা রেখে গিয়ে মানুষের জন্য ক্ষানিক্ষন দুঃখ কষ্ট যন্ত্রণা হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হওয়া থেকে স্বস্তি দান করে। অসাধারণ --------
Awesome ! From My Boyhood I''m Listening This Great Song.But Till Now It's Very Attractive To Me. That Was The Golden Time. All Talents Were In One Platform, Like Cinema. No One Can Forget These Songs, Also We Will Never Get Razzak, Zafar Iqbal, Shabana, Babita, Mahmudunnabi,Runa, Khurshid Alam, Sayed Abdul Hadi, Sabina, Samina ETC.
গানের কথাঃ তুমি যে আমার কবিতা... গীতিকারঃ আবু হেনা মোস্তফা কামাল, সুরকারঃ সুবল দাস, মূলশিল্পীঃ মাহমুদুন্নবী ও সাবিনা ইয়াসমিন, চলচ্চিত্রঃ দর্পচূর্ণ (০৮/০৫/১৯৭০ইং), শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/কবরী/ফতে লোহানী প্রমুখ, গানের দৃশ্যেঃ রাজ্জাক ও কবরী, পরিচালকঃ নজরুল ইসলাম। --------------- রাজ্জাকঃ> তুমি যে আমার কবিতা... আমার বাঁশীর রাগিনী... আমারও স্বপন আধো-জাগরণ, চিরদিন তোমারে চিনি, কবরীঃ> তুমি যে আমার কবিতা... রাজ্জাকঃ> আমার বাঁশীর রাগিনী... রাজ্জাকঃ>+কবরীঃ> আমারও স্বপন আধো-জাগরণ, চিরদিন তোমারে চিনি,তুমি যে আমার কবিতা... Music রাজ্জাকঃ> আমি কে তোমার যদি জানতে, তবে কি আমায় কাছে টানতে? হয়ত সুদূরে যেতে গো সরে... কবরীঃ> না,না নয়নেরও নীলে তুমি যে ছিলে, চিরদিন তোমারে চিনি,তুমি যে আমার কবিতা... Music কবরীঃ> তুমি এলে তাই স্বপ্ন এলো... রাজ্জাকঃ> ইন্দ্রধনুর লগ্ন এলো... রাজ্জাকঃ>+কবরীঃ> তুমি এলে তাই স্বপ্ন এলো... ইন্দ্রধনুর লগ্ন এলো... এ মধুর প্রহর হোক না অমর, রাজ্জাকঃ> ওগো মোর পল্লবীনি... তুমি যে আমার কবিতা... Music রাজ্জাকঃ> যদি এ লগন আঁধারে ঢাকে... কবরীঃ> যদি নেভে দ্বীপ পথেরও বাঁকে... রাজ্জাকঃ>+কবরীঃ> যদি এ লগন আঁধারে ঢাকে... যদি নেভে দ্বীপ পথেরও বাঁকে... রাজ্জাকঃ> তুমি যে আমার বলবো আবার... কবরীঃ> তুমি যে আমার বলবো আবার... রাজ্জাকঃ>+কবরীঃ> চিরদিন তোমারে চিনি... তুমি যে আমার কবিতা... আমার বাঁশীর রাগিনী... আমারও স্বপন আধো-জাগরণ, চিরদিন তোমারে চিনি,তুমি যে আমার কবিতা...! ------ আপলোডঃ মইনুল জীবন।
Whenever I listen to the song every Time I will I connect to it because it is very much pathetic painful and very fast charging গানটি যতবার শুনেছে ততবার কে দিছে ততবার কষ্ট পেয়েছি বুকে ব্যথায় ভরে গেছে চোখের জল এসেছে
দর্পচূর্ণের এই দৃশ্য রুপালী পর্দায় খুব উপভোগ করেছিলাম, আজ শুধুই স্মৃতি!
এত সুন্দর গান আর রাজজাক কবরীর মনমাতানো অভিনয় অনেক দিন দেখিনা। হয়তো এরকম জুটি আর আসবেনা বা হবে না।
দু'জনই প্রয়াত, শুধু স্মৃতি রয়ে যায় আর মানুষগুলা হারিয়ে যায়।
Old is gold forever thank you 💞💞💞
শিল্পী মাহমুদুন্নবীর অবিস্মরণীয় গান। এ গানের আবেদন কোন দিন শেষ হবে না।
"গভীর ভালোবাসা"এই গানের প্রতিটি ছত্রে প্রতিফলন। বিধাতার অপূর্ব সৃষ্টি । গায়ক ,গায়কী, সুরকার ও গীতিকার অভিনেতা, অভিনেত্রী,প্রত্যেক কে আমার সশ্রদ্ধ প্রণাম। যাঁরা অভিনয় করেছেন বাস্তব কে ফুটিয়ে তোলার জন্য, তাঁদের প্রচেষ্টা স্বার্থক। আজ এঁরা বেঁচে নেই, কিন্তু এঁদের সৃষ্টি মানুষের মনের মণিকোঠায় চির জাগরূক।
বাংলার শ্রেষ্ট গানের একটি, যতবার শুনি ততবারই নতুন মনে হয়।
Right
এ গান দাম্পত্য জীবনের অক্সিজেন।
দর্পচুর্ণ ছায়াছবির এই প্রিয় গান আজ শুনে ভালই লাগলো।
এতো সুন্দর জুটি আর পাবো না। এই জুটি এখন "ওপারে"। এইতো জীবন !
Unparalleled brilliant singer nice performance famous in Bangladesh ❤❤❤❤😢😢😢
আগে ঢাকা রেডিও থেকে শুনতাম ; এই সময়ে ফোন থেকে শুনছি - প্রাণ ছুয়ে যায় গানের কথা গুলো
প্রয়াত তাঁরা, কিন্তু ইতিহাস ঐতিহ্য কর্মদক্ষতা রেখে গিয়ে মানুষের জন্য ক্ষানিক্ষন দুঃখ কষ্ট যন্ত্রণা হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হওয়া থেকে
স্বস্তি দান করে। অসাধারণ --------
আহ্ কি সুমধুর কন্ঠ , মন জুড়ানো , অন্তর শীতল করা গান। ❤
❤yes mom
১৯৭০ এ দেখা দর্পচূর্ণ ছবির গান আজ ২০২৪ এ মনে পড়ে গভীর বেদনায়।এইতো জীবন।
অসাধারণ, যুগ যুগ শ্রোতা হৃদয়ে
অমর হয়ে থাকবে এ জুটির অনেক
ছবি দেখেছি সব স্মৃতি হয়ে আছে।।
Razzak and kabori. Old is gold forever thank you 💞💕💕
ওয়াও এক্সীলেন্ট।
Awesome ! From My Boyhood I''m Listening This Great Song.But Till Now It's Very Attractive To Me. That Was The Golden Time. All Talents Were In One Platform, Like Cinema. No One Can Forget These Songs, Also We Will Never Get Razzak, Zafar Iqbal, Shabana, Babita, Mahmudunnabi,Runa, Khurshid Alam, Sayed Abdul Hadi, Sabina, Samina ETC.
আমিতো আমার ছোট হয়েছি, তাই শুনি।
গানটি বাংলার মাস্টারপিস 😊😊
সুন্দর করে ভালো থাকার গান।☺🌺
গানের কথাঃ তুমি যে আমার কবিতা...
গীতিকারঃ আবু হেনা মোস্তফা কামাল,
সুরকারঃ সুবল দাস,
মূলশিল্পীঃ মাহমুদুন্নবী ও সাবিনা ইয়াসমিন,
চলচ্চিত্রঃ দর্পচূর্ণ (০৮/০৫/১৯৭০ইং),
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/কবরী/ফতে লোহানী প্রমুখ,
গানের দৃশ্যেঃ রাজ্জাক ও কবরী,
পরিচালকঃ নজরুল ইসলাম।
---------------
রাজ্জাকঃ> তুমি যে আমার কবিতা...
আমার বাঁশীর রাগিনী...
আমারও স্বপন আধো-জাগরণ,
চিরদিন তোমারে চিনি,
কবরীঃ> তুমি যে আমার কবিতা...
রাজ্জাকঃ> আমার বাঁশীর রাগিনী...
রাজ্জাকঃ>+কবরীঃ> আমারও স্বপন আধো-জাগরণ,
চিরদিন তোমারে চিনি,তুমি যে আমার কবিতা...
Music
রাজ্জাকঃ> আমি কে তোমার যদি জানতে,
তবে কি আমায় কাছে টানতে?
হয়ত সুদূরে যেতে গো সরে...
কবরীঃ> না,না নয়নেরও নীলে তুমি যে ছিলে,
চিরদিন তোমারে চিনি,তুমি যে আমার কবিতা...
Music
কবরীঃ> তুমি এলে তাই স্বপ্ন এলো...
রাজ্জাকঃ> ইন্দ্রধনুর লগ্ন এলো...
রাজ্জাকঃ>+কবরীঃ> তুমি এলে তাই স্বপ্ন এলো...
ইন্দ্রধনুর লগ্ন এলো... এ মধুর প্রহর হোক না অমর,
রাজ্জাকঃ> ওগো মোর পল্লবীনি...
তুমি যে আমার কবিতা...
Music
রাজ্জাকঃ> যদি এ লগন আঁধারে ঢাকে...
কবরীঃ> যদি নেভে দ্বীপ পথেরও বাঁকে...
রাজ্জাকঃ>+কবরীঃ> যদি এ লগন আঁধারে ঢাকে...
যদি নেভে দ্বীপ পথেরও বাঁকে...
রাজ্জাকঃ> তুমি যে আমার বলবো আবার...
কবরীঃ> তুমি যে আমার বলবো আবার...
রাজ্জাকঃ>+কবরীঃ> চিরদিন তোমারে চিনি...
তুমি যে আমার কবিতা...
আমার বাঁশীর রাগিনী...
আমারও স্বপন আধো-জাগরণ,
চিরদিন তোমারে চিনি,তুমি যে আমার কবিতা...!
------
আপলোডঃ মইনুল জীবন।
হৃদয় নিড়ানো গান।যত শুনি তত শুনতে ইচ্ছে হয়।দুই জনের স্মৃতি রোমন্থন হয়।
ওয়াও দারুণ গান ধন্যবাদ।
আহা কি সুন্দর মধুর চন্দ এই সেই দিনের ছবি।
গান গুলো একেবারেই হারিয়ে গেছে আর কেউ শুনে না কতো যে মায়াবী কতো যে আধুনিক ছিল
❤❤❤❤ প্রাণ ছুয়ে যায় সিনেমা মনিহার বারবার দেখি
এই গানটা আমি আমার ভালোবাসার মানুষটাকে প্রতি রাতে শুনাতাম
❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢
Old is gold ❤❤
old is gold ❤😢
Sweet ❤❤❤❤❤
Excellent. Always love.
ছোট বেলায় শুনতাম আবার
Razzak Sir 🙏🙏🙏
😮😮😮😮
Asadharon ekti gaan
অসাধারণ সুরেলা চিরদিনের গান।
যদি এ লগন আধারে ঢাকে।
যদি নিভে দ্বীপ পথের বাঁকে।তুমি আমার বলব আবার।।
অসাধারণ 🎉
রজ্জাক আর কবিতা জুটি চিরদিনের।
Budai
রাজ্জাক কবরী জুটি
রজ্জাক না ভাই,,,রাজ্জাক
Golden song.
চিরদিনের গান, অসাধারণ
Mon chhue jay
অতিথের গানগুলো কি অসাধারণ?
ভুল তে পারি না। গানের কথা ও সুর।
এক কথায় অসাধারণ একটি গান
Excellent emotional song.
Amr prio akti gaan.
Whenever I listen to the song every Time I will I connect to it because it is very much pathetic painful and very fast charging গানটি যতবার শুনেছে ততবার কে দিছে ততবার কষ্ট পেয়েছি বুকে ব্যথায় ভরে গেছে চোখের জল এসেছে
Asadharan
আহ গান টা শুনলে আমার সেই প্রিয় মানুষ টির কথা মনে পড়ে
Nice
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amar posondder gan
Ganti Amar jiboner srestho gan , radio te ei ganti sonar Jonno kotober je chithi likhechi tar Kono hisab nai. Jotodur mone pore salta hobe 2005-2010. Ekhono ganti Amar prane prosanti jagay.
Great song
রাজ্জাক কবরীর মতোই হয়তো আরেকটি জুটি অক্ষয় হয়ে থাকতো যদি না সালমান শাহ মারা না যেতো।
আমরা ও আপনার ঋণ শোধ করতে পারবনা ম্যম পর পারে ভালো থাকবেন।
Josh❤
Excellent
Nice song .
Verynice
2023 a dakhlam
It's very much interesting nice fantastic at the same time tragic and painful for me
❤
সাবাস সবাইকে
unique song
আহামরি
২০২৪
কবিতা না ঘন্টা ।
ছবির নাম কি?
দর্পচূর্ণ
Nastaliza.
Perhaps,bher sy not interested.selsmelekom.
Wonderful
অসাধারণ 🎉