৪৫ বছর আগের গান আজ এই জেনারেশনের হয়েও এতটাই ভালো লাগে আমি প্রেমে পড়ে যাই কত সুন্দর ছিলো আমাদের সিনেমার সোনালী সময় প্রয়াত নায়ক রাজ রাজ্জাক তুমি সেই সময়ের বাংলা সিনেমার বাদশাহ ❤
দু-তিনটা বাদ্যযন্ত্র আর অসাধারণ কণ্ঠ, কি সব গানের সৃষ্টি করেছে, তা বলার অপেক্ষা রাখেনা! আর অসাধারণ অভিনয় দক্ষতা মনে গেথে যায় সব কিছু। সুরকার আর গীতিকারের কথা কি বলবো!!! কতটা উচুমানের হলে এসব কথা ও সুর আসে.... ভালোবাসি সবাইকে
: আয়নাতে ওই মুখ দেখবে যখন/কপোলের কালো তিল পড়বে চোখে/ফুটবে যখন ফুল বকুল শাখে/ভ্রমর যে এসেছিল, জানবে লোকে! - উয়াও! কী সুইট! আরেকবার লিটন ভাইয়ার বাসায় নিয়ে চলো না! : এখন থেইকা আয়না দেখলেই মনে পড়ব তুই আর ভার্জিন নাই। আর কেউ তো জানে না। তুই নিজে নিজে কষ্ট পাবি। পরে যখন প্যাট বড় হইব, তখন মাইনষে টের পাইব কেউ তোরে খায়া দিসে। কিন্তু আমি যে খাইসি, কেউ জানব না। - অসভ্য, ইতর! এমন জানলে তোর সাথে রিলেশানেই যেতাম না।
পাক ভারত উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি আর তিনি হচ্ছেন আমাদের অহংকার গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় তাঁর তুলনা শুধুই তিনি নিজেই।
শুনছি পাক বাংলা যুদ্ধের সময় এক গানের ছবিটা বের হয়, কিন্তু এই ২০২৩ এ এসেও গানটার মায়া ছাড়াতে পারি নাই, কেমন যেন মনে আর কিছুদিন আগেই জন্ম হলে বোধহয় বেশ হতো। তাহলে ধরনীর এতো এতো প্যাচ দেখতাম না, সহজ সরল মানুষ দের মাঝে ধরনীর আসল রুপ খুঁজে পেতাম। ☺️🥰
১৯৮১সালে অামি তখন ঢাকা কলেজে সবেমাত্র ভর্তি হয়েছি। শুধু গানটি দেখার জন্য একাধিকবার নাচের পুতুল সিনেমাটি দেখেছি। এই গানটি অাজও অামাকে বেশ অনুপ্রানিত করে।
কি অসাধারন গানের কথা, কি অসাধারন সুর, কি অসাধারন গায়কী... কি অসাধারন অভিনয় আর চিত্রায়ন, কি অসাধারন প্রেম নিবেদন ! ৪০ বছর আগের এই গান বাংলা চলচ্চিত্র ইতিহাসের সেরা রোমান্টিক গান ❤️❤️❤️❤️
Kishey chap porey bujhina oh oije khatata Valo Mon er katha likha Jai shotti jodi emon Ekta khata thakto khub Valo hoto Tobey tumi Gaan er khata khulso etao beshi Ami bujhte partesi ja bojhano hocche
এই video song টা দেখে যতটা কল্পনার জগতে ঢুকে গেছিলাম ও enjoy করছিলাম ততটা অন্য কোনো video song দেখে হয়েছি কিনা মনে করতেও ইচ্ছে করছে না। All the credits goes to the extraordinary Idea of the choreographer. This is talent..!!!
পাক ভারত উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা রোমান্সের গুরু রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি আর তিনি হচ্ছেন আমাদের অহংকার গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তাঁর তুলনা শুধুই তিনি নিজেই। তিনি হচ্ছেন একাধারে একজন খেতাব প্রাপ্ত রাজাধিরাজ এবং একজন ইনস্টিটিউট এবং একজন ডিকশনারি এবং একজন ইতিহাস। সুতরাং যেমন নায়ক ঠিক তেমনি গান এবং গানের এক্সপ্রেশন।
আমি কলকাতা পশ্চিম মেদিনিপুর থেকে গান টা দেখছি গান টা আমার এতো ভালো লাগে কি বলব কোনো সীমানা নেই আমি পতিদিন দুই থেকে তিন বার গান টা শুনি গানের সুরটা সতিই খুব ভালো
গানটার সুরকার বিখ্যাত রবীন ঘোষ যে কিনা একই সাথে কালজয়ী উর্দূ এবং বাংলা সিনেমার গানের সুর দিয়েছেন। এখানে বলা অপেক্ষা রাখেনা যে রবীন ঘোষ এর অনেক গান কপি করে বলিউড এর সিনেমায় ব্যাবহার করা হয়েছে।
২০০৫ এ যখন প্রথম কম্পিউটার কিনি তখন এই গান গুলি শুনতাম।একদিন বাবার চোখে ধরা পড়ে যাই। বাকিটা ছিল ইতিহাস।… আর আজ নিজে বাবা হয়ে ও শুনতেছি। কালজয়ী গানগুলি বেচে তাকবে যুগ যুগান্তরে। শুধু বেচে তাকবনা আমি, আপনি।
বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে সবচেয়ে রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি, আর তিনি হচ্ছেন আমাদের অহংকার, গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। আমি মনে করি তিনি উত্তম কুমারের চেয়েও বেশি রোমান্টিক।
অবশ্যই নায়ক রাজ রাজ্জাক সাহেব আমাদের অহংকার। তিনি উপমহাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় একজন মহানায়ক ছিলেন। উনার ছবি দেখেন নাই, সম্ভবত এমন একজন মানুষ ও বাংলাদেশে পাওয়া যাবে না।
বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে সবচেয়ে রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি, আর তিনি হচ্ছেন আমাদের অহংকার, গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তাঁর তুলনা শুধুই তিনি নিজেই।
২০৩২ সালের জন্য কমেন্ট করে গেলাম আজ থেকে আজ থেকে ১০ বছর পরে যখন এই গান শুনবে আর এই কমেন্ট দেখবে তখন তারা বুঝতে পারবে এই গান টা আমাদের কতো প্রিয় ছিলো❣️❣️❣️
গান টা সত্যি ই মন ছুঁয়ে যায়, ছোট বেলায় এই ছবি গুলো যখন শুক্রবারে বি টি ভি তে দেখতাম তখন মনটাই খারাপ হয়ে যেতো, তখন ভাবতাম রুবেলের (নায়ক) ফাইটের ছবি দেয় না কেনো? আর এখন ৩২ বছর বয়সে এ-ই গান গুলো আর পুরনো দিনের ছবি গুলোই সবচেয়ে ভালো লাগে... এ-ই গান গুলো কোনো দিন পুরানো হবে না, প্রজন্মের পর প্রজন্ম শুনতে থাকবে ....
১৯৮১-২০২৪ ছোটবেলা থেকে ই শুনি সবসময়ই মনে শিহরণ জাগায় অসাধারণ গান। আমার প্রিয় অভিনেতা রাজ্জাক স্যার তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, অনেক টা আমার বাবার মতো দেখতে তিনি।
গানটি যদি ইউটিউবে থাকে তাহলে 2070 সাল পর্যন্ত মানুষ এটাকে ভুলবে না। আমি তো। এমন গান এই প্রজন্মের 14 কেন 500 পুরুষ আসলেও একটা বানাতে পারবে না। 50 বছর আগের গান আজও কতটা জনপ্রিয়। ইচ্ছে করছে ওই দিন গুলোতে ফিরে যেতে।
ছোটবেলায় আমাদের ঘরে রেডিওতে প্রায়ই এই গানটা বাজতো। তখন আমার বয়স ৬/৭ বছর অতশত বুঝতাম না। রেডিওতে বেজে চলত বলেই শুনতাম অনেকটা। এখন আমার বয়স ৩১। এখন এই গানটা শুনে সম্পূর্ণ নতুন মনে হচ্ছে, সম্পূর্ণ নতুন এক অনুভূতি। আসলেই এই গান গুলো পুরোনো হবেনা।
"ইস" টাইম ট্রাভেল করে যদি অতীতে যাওয়া যেতো তাহলে আমি সারাজীবনের জন্য অতীতে চলে যেতাম। ডিজিটাল নামের এই অভিশপ্ত যুগে আর কোনদিন ফিরে আসতে চাইতাম না। ------AR.
When I was child, I heard this song first time. Afrer long time, I heard this song today. Hearing this song, I remembered my childhood. .. No dought , this song is very marvellous.The song touches my heart.This type of song is immortal. Rajjak is the best superstar at BFDC. I love him so much. I pary for him that Allah gives him jannat.
এই গানটি তৎকালীন পাক-ভারত উপমহাদেশ এবং বাংলাদেশের প্রখ্যাত রোমান্টিক শিল্পী আমার প্রিয় মাহমুদুন্নবী গেয়েছিলেন। এত বছর পরও এই সুমধুর গানটির আবেদন বিন্দুমাত্র কমেনি। যেমন গানের কথা তেমনই সুর....অতূলনীয়। প্রিয় নায়ক রাজ্জাক আর প্রিয় নায়িকা শবনম দারুন অভিনয় করেছেন। শত বছর বেচে থাকবে এই গান।
পাক ভারত উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি আর তিনি হচ্ছেন আমাদের অহংকার গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় তাঁর তুলনা শুধুই তিনি নিজেই। তিনি হচ্ছেন একাধারে একজন রাজাধিরাজ এবং একজন ইনস্টিটিউট এবং একজন ডিকশনারি এবং একজন ইতিহাস।
আপনার সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি। পাক ভারত উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা রোমান্সের গুরু রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি আর তিনি হচ্ছেন আমাদের অহংকার, গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তাঁর তুলনা শুধুই তিনি নিজেই। তিনি হচ্ছেন একাধারে একজন খেতাব প্রাপ্ত রাজাধিরাজ এবং একজন ইনস্টিটিউট এবং একজন ডিকশনারি এবং একজন ইতিহাস।
শুনছি (পাক-বাংলা) যুদ্ধের সময় এই গানের ছবিটা বের হয়, কিন্তু এই ২০২৩ এ এসেও গানটার মায়া ছাড়াতে পারি নাই, কেমন যেন মনে আর কিছুদিন আগেই জন্ম হলে বোধহয় বেশ হতো। তাহলে ধরনীর এতো এতো প্যাচ দেখতাম না, সহজ সরল মানুষ দের মাঝে ধরনীর আসল রুপ খুঁজে পেতাম। ☺️🥰
বর্তমান যুগের শিল্পীরা সারাদিন একটা একটা করে বাল ছিঁড়লেও এসব অসাধারণ গান করতে পারবে না। সোনালী দিনের স্বর্ণালী গান বাংলা ভাষা যতদিন টিকে থাকবে ঠিক ততদিনই এসব গান টিকে থাকেবে। শ্রদ্ধা রইল উপমহাদেশের বিখ্যাত গায়ক মাহমুদুন্নবীর প্রতি।
আপনার মতো আমিও পাক ভারত উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা রোমান্সের গুরু রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি আর তিনি হচ্ছেন আমাদের অহংকার , গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তাঁর তুলনা শুধুই তিনি নিজেই। তিনি হচ্ছেন একাধারে একজন ইনস্টিটিউট এবং একজন ডিকশনারি এবং একজন ইতিহাস , তাঁর গানের সাথে অভিনয়ের এক্সপ্রেশন আমাকে মুগ্ধ করেছে এবং আমিও তাঁর গান শুনছি।
এই video song টা দেখে যতটা কল্পনার জগতে ঢুকে গেছিলাম ও enjoy করছিলাম ততটা অন্য কোনো video song দেখে হয়েছি কিনা মনে করতেও ইচ্ছে করছে না। All the credits goes to the extraordinary Idea of the choreographer. This is talent..!!!
২০২৫ সালে কে কে এই গানটি শুনছেন লাইক দিয়ে। বুঝিয়ে যান 🌹
আমি
রহমান শবনম
রহমান শবনম
Ami
Acii🤗
৪৫ বছর আগের গান আজ এই জেনারেশনের হয়েও এতটাই ভালো লাগে আমি প্রেমে পড়ে যাই কত সুন্দর ছিলো আমাদের সিনেমার সোনালী সময় প্রয়াত নায়ক রাজ রাজ্জাক তুমি সেই সময়ের বাংলা সিনেমার বাদশাহ ❤
ব্রো নট 45 বছর,সে 53 বছর আগের কথা 😂
Right
এখন ২০২৪, তবুও এই গানগুলো এখনও মুগ্ধতা ছড়াচ্ছে ♥️
❤
❤
২০২৪ এা কারা কার শুনতেছো কালজয়ী গান টি
Ami
আমি
Ami❤
আমি🙋♂️
আমি
কত অধুনিক। কতই না সুন্দর। এইতো আমাদের চলচ্চিত্রের গৌরবান্বিত ইতিহাস। অনেক ভালোবাসি😍
দু-তিনটা বাদ্যযন্ত্র আর অসাধারণ কণ্ঠ, কি সব গানের সৃষ্টি করেছে, তা বলার অপেক্ষা রাখেনা! আর অসাধারণ অভিনয় দক্ষতা মনে গেথে যায় সব কিছু।
সুরকার আর গীতিকারের কথা কি বলবো!!! কতটা উচুমানের হলে এসব কথা ও সুর আসে....
ভালোবাসি সবাইকে
🥰🥰🥰
@a (
আগের দিনের গান শুনলে চোখে পানি আসে আর এখনের দিনের গান শুনলে লিঙ্গে পানি আসে,
(Legend )They are all like a glittering star ❤️❤️❤️....gratitude from🇮🇳❣️🌹🌹🌹🌹🌹❣️🙏
Apner moner kother sate purai mil royece purator ai chobitir moto.....khub miss kori..
এই গানগুলো আর ফিরে পাবো না,,,,২০৫০ সাল পর্যন্ত লাইকের অপেক্ষায়,থাকলাম
Ya
Fine song
@@litonmahmud2200 ২০৫০ সালের পোলাপান দেখবে!
২০২০ সালে এও একটা পাগল ইউটিউব চালাতো
2020
@@sohailamir2941 aaaaaaaaaaaaaaaaaaàaàaàaaaàààààà
কি অসাধারণ গানের কথাগুলো!! গানেরর কথা আর সুর শুনলেই বোঝা যায় তখনকার মানুষেরা কত রুচিশীল ছিলেন আর বাংলা কতটা সমৃদ্ধ ভাষা ❤
সত্যিই হৃদয়ে শিহরন জাগে।
: আয়নাতে ওই মুখ দেখবে যখন/কপোলের কালো তিল পড়বে চোখে/ফুটবে যখন ফুল বকুল শাখে/ভ্রমর যে এসেছিল, জানবে লোকে!
- উয়াও! কী সুইট! আরেকবার লিটন ভাইয়ার বাসায় নিয়ে চলো না!
: এখন থেইকা আয়না দেখলেই মনে পড়ব তুই আর ভার্জিন নাই। আর কেউ তো জানে না। তুই নিজে নিজে কষ্ট পাবি। পরে যখন প্যাট বড় হইব, তখন মাইনষে টের পাইব কেউ তোরে খায়া দিসে। কিন্তু আমি যে খাইসি, কেউ জানব না।
- অসভ্য, ইতর! এমন জানলে তোর সাথে রিলেশানেই যেতাম না।
Apnake Thanks
-বাংলার কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাক স্যার! এবং আম্মাজান খ্যাত অভিনেত্রী শবনম ম্যাম, অসাধারণ জুটি। ২০২৫ সালে যারা শুনছেন লাইক দিন?👍😍
পাক ভারত উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি আর তিনি হচ্ছেন আমাদের অহংকার গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় তাঁর তুলনা শুধুই তিনি নিজেই।
2023
শুনছি পাক বাংলা যুদ্ধের সময় এক গানের ছবিটা বের হয়, কিন্তু এই ২০২৩ এ এসেও গানটার মায়া ছাড়াতে পারি নাই, কেমন যেন মনে আর কিছুদিন আগেই জন্ম হলে বোধহয় বেশ হতো। তাহলে ধরনীর এতো এতো প্যাচ দেখতাম না, সহজ সরল মানুষ দের মাঝে ধরনীর আসল রুপ খুঁজে পেতাম। ☺️🥰
2024
♥️✨
প্রেমের পবিত্রতা এবং পরিচ্ছন্নতা এই দুইটি গুন গানটিতে স্হান পেয়েছে । তার সাথে মিশে আছে কিছু আবেগ সব মিলিয়ে অসাধারণ । ধন্যবাদ অনুপম মুভিকে ।
১৯৮১সালে অামি তখন ঢাকা কলেজে সবেমাত্র ভর্তি হয়েছি। শুধু গানটি দেখার জন্য একাধিকবার নাচের পুতুল সিনেমাটি দেখেছি। এই গানটি অাজও অামাকে বেশ অনুপ্রানিত করে।
তখনকার দিনগুলো মনে পড়ে না স্যার?
@@md.mirazhosainsagar7326 হ্যাঁ অনেক অনেক কস্ট হয় 😍 সেই দিন গুলি... আর আসবে না।
Apni amr namtai rakhlen from India
ডিসিয়ান ভাই আমার😍
দাদা দাদি কে বসে বসে শুনান এখন
২০২৪ এ এসে কে,কে, গানটা শুনছেন লাইক দিয়ে বুঝিয়ে দিবেন❤️
ভাবতেই অবাক লাগে🤔
আজ থেকে প্রায় ৫০ বৎসর আগে এই মুভিটি এবং গানটি নির্মিত হয়েছিল, কত পুরোনো।
তারপর ও এত বৎসর পরেও দেখলে মনে হয় নতুন নতুন লাগে। 💖🧡❤️
শরীর, মনে আজ ও শিহরণ জাগায়। বাংলাদেশী বাঙ্গালী হয়ে সার্থক।
ভালবাসা গান অমর❤
কি অসাধারন গানের কথা, কি অসাধারন সুর, কি অসাধারন গায়কী... কি অসাধারন অভিনয় আর চিত্রায়ন, কি অসাধারন প্রেম নিবেদন ! ৪০ বছর আগের এই গান বাংলা চলচ্চিত্র ইতিহাসের সেরা রোমান্টিক গান ❤️❤️❤️❤️
THIS FILM RELEASED IN 1971, 50 YEARS AGO. THANKS.
১৯৭১ সালের ছবি এটা...
আমার গান শুনা বয়স থেকে এই গানটায় সুনি
ভুল ৫০ বসর আগের
Release Year: 1971
২০২১ কারা গানটি গুনছেন, 😍😍
Ami
Ami😍
Ami
Ami nh
Ami
2024 সালে কে কে আমার মতো পুরোনো এই সমস্ত গান সুনার পাগল হাত তুলুন 👋 শুনছি ইন্ডিয়া থেকে ❤❤❤ রাজ্জাক স্যার এবং শবনম ম্যাম এর মুভি আমার খুব ভালো লাগে
✋✋✋✋✋
আমি জুনু বরিশাল থেকে দেখছি
🤚🖐️
✋✋✋
আমি🤚🤚🤚
রঙ্গিন সময়ে এসে জন্মগ্রহণ করেছি
খুব আফসোস হয় কেনো যে সাধা কালো জীবনে চলে যেতে,, সাদা-কালো জীবনের সব কিছুই সুন্দর, ❤❤❤অনেক সুন্দর একটি গান, ❤❤❤
💯
100% tik
😭
Ai bujhechi tumi likhbana Gaan e Gaan e bujhaba jar chobi ei Mon eke Jai Gaan er khatai eshob likhteso Tobey Jai bolo khatata Valo Mon er
Kishey chap porey bujhina oh oije khatata Valo Mon er katha likha Jai shotti jodi emon Ekta khata thakto khub Valo hoto Tobey tumi Gaan er khata khulso etao beshi Ami bujhte partesi ja bojhano hocche
এখনও এই আধুনিক যুগে গানগুলো শুনে মনেহয় অমর হয়ে আছে অতীতের দিনগুলো।
এই video song টা দেখে যতটা কল্পনার জগতে ঢুকে গেছিলাম ও enjoy করছিলাম ততটা অন্য কোনো video song দেখে হয়েছি কিনা মনে করতেও ইচ্ছে করছে না। All the credits goes to the extraordinary Idea of the choreographer. This is talent..!!!
2024 এ কারা কারা এ গানটি শুনছেন❤
বাংলা সিনেমার স্বর্ণযুগ ছিলো। এখন গান গুলো শুনলে বুঝতে পারি কি হারিয়েছে বাংলাদেশের বিনোদন জগৎ।
আমার মনে হয় এটা ইন্ডিয়ান গান
@@HaripadaHaldar-d8r na
আম্মু বললো গানটা শুনবে তাই প্লে করে তাকে শুনাচ্ছি আর কমেন্ট করছি😍
সেম 😂
same
onk sundor ekti gan
পাক ভারত উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা রোমান্সের গুরু রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি আর তিনি হচ্ছেন আমাদের অহংকার গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তাঁর তুলনা শুধুই তিনি নিজেই। তিনি হচ্ছেন একাধারে একজন খেতাব প্রাপ্ত রাজাধিরাজ এবং একজন ইনস্টিটিউট এবং একজন ডিকশনারি এবং একজন ইতিহাস। সুতরাং যেমন নায়ক ঠিক তেমনি গান এবং গানের এক্সপ্রেশন।
আমি কলকাতা পশ্চিম মেদিনিপুর থেকে গান টা দেখছি গান টা আমার এতো ভালো লাগে কি বলব কোনো সীমানা নেই আমি পতিদিন দুই থেকে তিন বার গান টা শুনি গানের সুরটা সতিই খুব ভালো
গানটার সুরকার বিখ্যাত রবীন ঘোষ যে কিনা একই সাথে কালজয়ী উর্দূ এবং বাংলা সিনেমার গানের সুর দিয়েছেন। এখানে বলা অপেক্ষা রাখেনা যে রবীন ঘোষ এর অনেক গান কপি করে বলিউড এর সিনেমায় ব্যাবহার করা হয়েছে।
৫১ বছর আগে গান....
hi
Thik thik 👍👍👍
শবনম পাকিস্তান এবং বাংলাদেশের বিখ্যাত নাইকা।
পাকিস্তানের উর্দু মুভিতে সেই সময়ে হার্ট থ্রব নাইকা ছিল।শুনেছি বলিউডেও মুভি করেছেন।
২০০৫ এ যখন প্রথম কম্পিউটার কিনি তখন এই গান গুলি শুনতাম।একদিন বাবার চোখে ধরা পড়ে যাই। বাকিটা ছিল ইতিহাস।… আর আজ নিজে বাবা হয়ে ও শুনতেছি। কালজয়ী গানগুলি বেচে তাকবে যুগ যুগান্তরে। শুধু বেচে তাকবনা আমি, আপনি।
বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে সবচেয়ে রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি, আর তিনি হচ্ছেন আমাদের অহংকার, গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। আমি মনে করি তিনি উত্তম কুমারের চেয়েও বেশি রোমান্টিক।
আমিতো মনে করি তিনি সর্বশ্রেষ্ঠ রোমান্টিক হিরো! তার অভিনয়ের সাথে কারো তুলনা হয়না।১ নম্বর তিনি তারপর দিলীপ কুমার!
অবশ্যই
নায়ক রাজ রাজ্জাক সাহেব আমাদের অহংকার।
তিনি উপমহাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় একজন মহানায়ক ছিলেন। উনার ছবি দেখেন নাই, সম্ভবত এমন একজন মানুষ ও বাংলাদেশে পাওয়া যাবে না।
@@anwarhussaininam1356 ঠিক কথাই বলেছেন। ধন্যবাদ আপনাকে , আপনর সুন্দর মতামতের জন্য।
@@anwarhussaininam1356 5284
Right oi somoye jodi intarnet thak toh youtbe facebook tac ph Razzak r kanson prithibir sera nayok hotoh keser bal khan
আমি এই Generation এর ছেলে হয়েও এইসব গানের পাগল...old is gold🔥
মারামারি হানাহানির আর অর্ধলগ্ন ছবি দেখতে চাই না পুরোনো দিনের সিনেমা ফিরিয়ে দাও পরিচালক মহাশই যারা সহমত লাইগ দিয়ে যান।
ঠিক
রাইট
অর্ধনগ্ন 😂
@@moloytalukder2484 এই সারা,
রাত্রি, জেগে,শুনলে ও, তবুও যে চাহিদা,
মিটবে না
😂
২০২৪ তবুও এই গানের ভিতর তার কোপলের কালো টিপ খুজি, সেই ২০১৪ তে যখন দেখে ছিলাম ঠিক তেমনই এখনও চোখ বন্দ করলে দেখতে পায় 🌼🖤💔
কপোলের কালো তিল মানে গালের কালো তিল!
বাংলাদেশের মহানায়ক প্রয়াত রাজ রাজ্জাক স্যার😍💜
বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে সবচেয়ে রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি, আর তিনি হচ্ছেন আমাদের অহংকার, গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তাঁর তুলনা শুধুই তিনি নিজেই।
সেই ১৯৮১ সালের গান আজ ১৪/১২/২০২২ সালেও মন ছুঁয়ে দেয়❤️❤️
১৯৭১ সালের গান এটা।
@@sharifahmed2258ঠিক বলেছেন!
😢
আহা আহা কি গান ! আর কি অভিনয় ! এমন অভিনয় জীবনে আর দেখেছি কিনা সন্দেহ বাপ রে বাপ 😱 আহ্ প্রাণটা যেনো জুড়িয়ে গেল 😍
মনোমুগ্ধকর 😊❤
আমি ২০৫০ সালের জন্য কমেন্টস করে গেলাম, দেখি কারা কারা এই গান সুনতে আসে
যতই হিন্দি গান শুনি না কেন, দিন শেষে আবারও ফিরে আসি এই গান গুলার কাছে 🥰
লোকের ভাষা শুনে কি লাভ।বর্জন করুন।
ami akbare hindi gaan suni na
right. bro. 😶
পাছা ঝাকানো নাচ গান দেখা যখন বোরিং হয়ে যায় তখন মানুষ আবার ভদ্র দুনিয়ায় ব্যাক করে এসে এসব ক্লাসিক শোনা শুরু করে
Right brother
২০৩২ সালের জন্য কমেন্ট করে গেলাম আজ থেকে আজ থেকে ১০ বছর পরে যখন এই গান শুনবে আর এই কমেন্ট দেখবে তখন তারা বুঝতে পারবে এই গান টা আমাদের কতো প্রিয় ছিলো❣️❣️❣️
গান টা সত্যি ই মন ছুঁয়ে যায়, ছোট বেলায় এই ছবি গুলো যখন শুক্রবারে বি টি ভি তে দেখতাম তখন মনটাই খারাপ হয়ে যেতো, তখন ভাবতাম রুবেলের (নায়ক) ফাইটের ছবি দেয় না কেনো?
আর এখন ৩২ বছর বয়সে এ-ই গান গুলো আর পুরনো দিনের ছবি গুলোই সবচেয়ে ভালো লাগে... এ-ই গান গুলো কোনো দিন পুরানো হবে না, প্রজন্মের পর প্রজন্ম শুনতে থাকবে ....
২০২৪ কারা দেখছেন
আমি এডভোকেট মাহমুদুল হাসান
আমার জন্ম ১৯৯৯ কিন্তু এই যুগের ছেলে হয়েও পুরাতন দিনের গান গুলো খুবই ভালোবাসি, এখনকার হিন্দি মিন্দি আমার সাথে যায়না।
ঠিক বলছেন
ভাই আমার ১৯৯৯ কিন্তু এই পুরান গান গুলো আমার ভালো লাগে
আহা, এই গানগুলোর বর্ণনা দেওয়ার ভাষা নেই। সাল ২০২১, ২৭ এপ্রিল, রাত ১১ঃ১৩
2024 সালে কে কে এই গানটি শুনছেন লাইক দিয়ে বুঝিয়ে যান🌹🌼
এইসব গান কখনো পুরনো হওয়ার নয়। যুগ যুগ ধরে চলতে থাকবে❤❤❤
সবাইকে পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করার আমন্ত্রণ রইলো ইনশাআল্লাহ
কি অভিনয় দক্ষতা !!!!!
বর্তমানের অভিনয় দেখলে বমি আসে
Akhon vai taka ovinoy kore.cakib khan to taka taka korbe naki ovinoy korbe.ak sathe tao abar 25 ta movie kore.o to vulei jai kon movir ki kahini
@@bivashsen1792 😀😀
সিনেমার জগতে সারাটি জীবন কাটিয়ে
জীবনের শেষ দিনও দিয়ে গেলেন
সিনেমায় প্রিয় নায়ক রাজ্জাক 😍😍 Miss You😭😭
মুশফিকের আয়নাতে মুখ দেখবার কথা শুনে কে কে এই গানটি শুনতে এসেছেন তারা লাইক মেরে আপনাদের উপস্থিতির জানান দেন প্লিজ.😒🤣🐸😂
As a audience of Bangladesh Cricket আয়নাতে ঐ মুখ দেখবে যখন
ধন্যবাদ ভাই
রাইট ভাইয়া
আমি মডার্ন যুগের ছেলে,, তবে old গান গুলো অসম্ভব ভাল লাগে,,🥰🥰
👍👍
2021,,,
এভাবে বছরের পর বছর পার হয়ে যাবে,কিন্তু এই গান গুলো প্রিয় হয়ে থাকবে সারাজীবন
ভালো থাকবেন রাজ্জক স্যার
ছোট বেলায় BTV তে দেখে খুব বিরক্ত হতাম...বড় হয়ে বুজলাম....এত আধুনিক গানের ভিরে এখনো নিয়ম করে শুনি❣️❣️
১৯৮১-২০২৪ ছোটবেলা থেকে ই শুনি সবসময়ই মনে শিহরণ জাগায় অসাধারণ গান। আমার প্রিয় অভিনেতা রাজ্জাক স্যার তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, অনেক টা আমার বাবার মতো দেখতে তিনি।
যারা বর্তমান জেনারেশনেও এসব গান খুঁজে খুঁজে বের করে শুনে উনাদের রুচি আর ম্যাচুয়োরিটির প্রশংসা না করে উপায় নেই।।❤❤
গানটি যদি ইউটিউবে থাকে তাহলে 2070 সাল পর্যন্ত মানুষ এটাকে ভুলবে না। আমি তো। এমন গান এই প্রজন্মের 14 কেন 500 পুরুষ আসলেও একটা বানাতে পারবে না। 50 বছর আগের গান আজও কতটা জনপ্রিয়। ইচ্ছে করছে ওই দিন গুলোতে ফিরে যেতে।
যতদিন পৃথিবী আছে ততদিন মানুষ এই গান মনে রাখবে
Right bro
ছোটবেলায় আমাদের ঘরে রেডিওতে প্রায়ই এই গানটা বাজতো। তখন আমার বয়স ৬/৭ বছর অতশত বুঝতাম না। রেডিওতে বেজে চলত বলেই শুনতাম অনেকটা। এখন আমার বয়স ৩১। এখন এই গানটা শুনে সম্পূর্ণ নতুন মনে হচ্ছে, সম্পূর্ণ নতুন এক অনুভূতি। আসলেই এই গান গুলো পুরোনো হবেনা।
Same to me..
2020 e jee ei ganti sunchen tara like diye jan
Yes like this
Yes
কী ই ই
অসাধারণ
Ho
১৯৮৫ সালে জন্ম আমার আমার জন্মের আগের গান এখনো শুনতে ভালো লাগে
"ইস" টাইম ট্রাভেল করে যদি অতীতে যাওয়া যেতো তাহলে আমি সারাজীবনের জন্য অতীতে চলে যেতাম। ডিজিটাল নামের এই অভিশপ্ত যুগে আর কোনদিন ফিরে আসতে চাইতাম না। ------AR.
Same to me....
not me
ডোরেমন কে পেতে হবে। তাহলেই সম্ভব অতীতে যাওয়া 😋
@@tamimstudent4882 akdom thik bolcen
@@nusratjahantomalika2731 ধন্যবাদ আপু
আজ সেই খাঁন আতাউর রহমান নাই ,,আজ নায়ক রাজ রাজ্জাক নাই,, আজ শিল্পী আব্দুল জব্বার নাই ।কে আমাদের কে এতো সুন্দর গান উপহার দিবে।
😭😭😭😭😰😭😭😭
😂😂😂😂😂😂😂
এই গানটির শিল্পী মাহমুদন্নবী।যাঁর দু'মেয়ে সামিনা চৌধুরী আর ফাহমিদা নবীও জনপ্রিয় শিল্পী।
@@mohammedamran1601ধন্যবাদ!!
When I was child, I heard this song first time. Afrer long time, I heard this song today. Hearing this song, I remembered my childhood. ..
No dought , this song is very marvellous.The song touches my heart.This type of song is immortal. Rajjak is the best superstar at BFDC. I love him so much. I pary for him that Allah gives him jannat.
Unparalleled brilliant singer nice performance famous in world ❤❤❤❤❤
এই গানটি তৎকালীন পাক-ভারত উপমহাদেশ এবং বাংলাদেশের প্রখ্যাত রোমান্টিক শিল্পী আমার প্রিয় মাহমুদুন্নবী গেয়েছিলেন। এত বছর পরও এই সুমধুর গানটির আবেদন বিন্দুমাত্র কমেনি। যেমন গানের কথা তেমনই সুর....অতূলনীয়। প্রিয় নায়ক রাজ্জাক আর প্রিয় নায়িকা শবনম দারুন অভিনয় করেছেন। শত বছর বেচে থাকবে এই গান।
রাজ্জাক দেখতে অনেক সুন্দর তাই না?
Tai
💯 thik bolchen razzak dekhte sottie khub sundor chilo
Humm
পাক ভারত উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি আর তিনি হচ্ছেন আমাদের অহংকার গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় তাঁর তুলনা শুধুই তিনি নিজেই। তিনি হচ্ছেন একাধারে একজন রাজাধিরাজ এবং একজন ইনস্টিটিউট এবং একজন ডিকশনারি এবং একজন ইতিহাস।
আমি যখন কলেজে পড়ি তখন নাচের পুতুল ছবিটি দেখেছিলাম। এখন আমি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। গানটি শুনলে অতীতের কথা মনে পড়ে।
২০২৩ সালে এসেও গানটা যারা যারা শুনতে এসেছেন তারাই শুধু লাইক দেন।❤❤
ইশ কি এক্সপ্রেশন,রাজ্জাক স্যার, শবনম ম্যামের,দেখলেই প্রেমে পড়ে যাই 😍😘
গান টা আমার বউকে কতবার যে শুনাইছি তার কোন হিসেব ই দিতে পারব না। ইমপ্রেস করার জন্য এর চেয়ে ভাল গান আর হতে পারে না।
Apni romantick akhono amar moto
আপনার সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি। পাক ভারত উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা রোমান্সের গুরু রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি আর তিনি হচ্ছেন আমাদের অহংকার, গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তাঁর তুলনা শুধুই তিনি নিজেই। তিনি হচ্ছেন একাধারে একজন খেতাব প্রাপ্ত রাজাধিরাজ এবং একজন ইনস্টিটিউট এবং একজন ডিকশনারি এবং একজন ইতিহাস।
এখন আর এই রকম প্রেম ইচ্ছা করলেই করতে পারবেন না। ডিজিটাল সব কেরে নিয়েছে
শুনছি (পাক-বাংলা) যুদ্ধের সময় এই গানের ছবিটা বের হয়, কিন্তু এই ২০২৩ এ এসেও গানটার মায়া ছাড়াতে পারি নাই, কেমন যেন মনে আর কিছুদিন আগেই জন্ম হলে বোধহয় বেশ হতো। তাহলে ধরনীর এতো এতো প্যাচ দেখতাম না, সহজ সরল মানুষ দের মাঝে ধরনীর আসল রুপ খুঁজে পেতাম। ☺️🥰
বর্তমান যুগের শিল্পীরা সারাদিন একটা একটা করে বাল ছিঁড়লেও এসব অসাধারণ গান করতে পারবে না। সোনালী দিনের স্বর্ণালী গান বাংলা ভাষা যতদিন টিকে থাকবে ঠিক ততদিনই এসব গান টিকে থাকেবে। শ্রদ্ধা রইল উপমহাদেশের বিখ্যাত গায়ক মাহমুদুন্নবীর প্রতি।
😀
amader oddasho kauke soto na kora
বাল থাকলেই তো ছিঁড়বে
Ekdom thik bolecen
Quarn talayat sunle Mon bore jay, alhamdulilah
২০২৩ এ এসে এখনও অন্যতম পছন্দের গান এটি ।এখনও কেনো যে বাংলাদেশের গান গুলা এরকম হয় না !!
আমি আজও গানটি শুনি।
সেই ৯০দশক থেকে✌️🖤
আজ ২১ ডিসেম্বর রাত ১১; ৩৭টা।। হঠাৎ মনে পড়লো গানটার কথা তাই শুনতে এলাম🥰🥰
গানগুলো এতই মনোমুগ্ধকর আর রোমাঞ্চকর! শিহরিত হয়ে যাই! অসম্ভব ভালো লাগে,,সত্যিই অসাধারণ!
যুগের পর যুগ যাবে কিন্তু এই গানের জনপ্রিয়তা একটুও কমবে না।
আমার জন্মের অনেক আগের ছবি. নায়ক রাজ্জাক তাকে অসাধারণ লাগছে চমৎকার হাসি. সালমান শাহর হাসির মতো.
Salman shah razzak saheber copy korto
এই জাতি এই গানের মর্ম বুঝবে না,, এই জাতির জন্য হলো হিরো আলম
আপনার কথাগুলো শুনে আমার দুঃখের হাসি পাচ্ছে...!
ki ar korar , shobai apner moto
🤣🤣🤣
আশরাফ রহমান..... আপনি সম্পূর্ণ সঠিক কথাই বলেছেন।
বর্তমান যুগে এরকম গান ছবি অভিনয় অকল্পনীয় 😌
ekdom thik.
এই জেনারেশনে এসেও এই ধরনের গানগুলোর ওপর আসক্ত হওয়ার যে ব্যাপার টা😊 বিষয় টা মনে হয় সত্যিই অসাধারণ😊
২০২২ সালে কে শুনছেন?
আমার বড় আপুর খুব পছন্দের একটা গান ছিলো। আপুর সাথে আমার কতদিন দেখা হয়না! 😞 আপু তোকে মিস করি রে 😍
কেন দেখা হয় না ভাই?
আপনার মতো আমিও পাক ভারত উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা রোমান্সের গুরু রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি আর তিনি হচ্ছেন আমাদের অহংকার , গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তাঁর তুলনা শুধুই তিনি নিজেই। তিনি হচ্ছেন একাধারে একজন ইনস্টিটিউট এবং একজন ডিকশনারি এবং একজন ইতিহাস , তাঁর গানের সাথে অভিনয়ের এক্সপ্রেশন আমাকে মুগ্ধ করেছে এবং আমিও তাঁর গান শুনছি।
Puro family shathe niye enjoy kortam shei dupurgulo❤️❤️
..ekhonkar binodon emon hoeye gese je ammur shathe boshe o dekha jayna😔...old is gold forever
কালজয়ী গান যত হাজারবার শুনি ততই তৃষ্ণা মিটে না
২০২৪ এসে আবার দেখা হলো
অবশ্যই রুচিশীল ব্যক্তিরা এটা সার্চ দেবে
ডিজিটাল অভিনেতা অভিনেত্রীদের এসব রুপালি চলচ্চিত্র হরলিক্স আকারে সকাল বিকেল খাওয়ানো উচিৎ। তবুও যদি কিছু শিখে!
Akdom dadavai
Ur comment is perfect for new actors
Yes.
Right you are
Naice ktha
মানুষ যত ম্যাচিউরড হয় ততই পুরোনো গানে অভ্যস্ত হয়ে যায়, পূরণে গানেই জীবনের গল্পঃ খুঁজে পায়
কি অভিনয়! কি কোরিওগ্রাফি! এইসব এখন কল্পনাতেও ভাবা যায় না।
আসলেই
হুম
হোগা মাইরছে....
এই video song টা দেখে যতটা কল্পনার জগতে ঢুকে গেছিলাম ও enjoy করছিলাম ততটা অন্য কোনো video song দেখে হয়েছি কিনা মনে করতেও ইচ্ছে করছে না। All the credits goes to the extraordinary Idea of the choreographer. This is talent..!!!
রাইট
আপনাকে দেখার মাঝে এক আকাশ আনন্দ, হ্যাঁ আমি আপনাকে দেখাই নেশায় আসক্ত..!⚫🥀
2020 সালে কে কে দেখলেন লাইক দিয়ে জানান।
2021
পুরাতন গান অনেক ভালো লাগে আমার
Esob gan kokhono puraton hoi na 🥰🥰
♪ গানটি ২০২৪ সালের কেউ শুনতে আসলেই লাইক করবেন,,
বাস্তবতার কি অপরুপ বহি প্রকাশ।
গানটার মাঝে খুঁজে পাওয়া যায়। ❤
অপূর্ব একটা গান।।এই যুগে এসব গান কি কখনো খুঁজে পাবে কেউ?।।
আমার জন্ম ২০০৪। কিন্তু এই কমেন্ট বক্সে যারা আছেন তাদের সবাই তাদের কলেজ লাইফে এই গান শুনতেন । কিন্তু আমার কেন জানি এই গান গুলো অনেক ভালো লাগে😅
আমি জন্মের পর থেকেই এই গান শুনে আসছি!
সত্যিই অসাধারণ ছিলো গানের কথাগুলো হৃদয় ছুয়ে গেলো🥰
গানের কথা আর বাংলা শুদ্ধস্বর ইশ্ চমৎকার 🎉❤🤍🥰
২০২২ সালে যারা এই গান শুনছেন তারা লিজেন্ড, কারন আপনি গানটা সার্চ করে শুনছেন 🥰
2019 year k k song ta sonteco hat tulo...
Ami
Ami
ami
this my let night song....
🕺
২০২১ এর মার্চ এ এসেও কে কে দেখছেন...??🥰😍😍
👇
আমার খুব প্রিয় একটি গান,এই গানে আমার একটা অতীত আছে,শুনলেই তার কথা মনে পড়ে❤❤❤❤
Wow. God level expressions from both of them 😱
It's surprising how rich we were in entertainment.
কত বাপ চাচাদের স্মৃতি আজও এইসব গানের ভেতর লুকিয়ে আছে,
আবার আসবো ফিরে
পূরনো বাংলা গানের তীরে ❤
সেরা GEN- Z তারাও এই কালজয়ী গানের মুগ্ধতায় মুগ্ধ 🌸
তখনকার ছবি গুলি এত সুন্দর ছিল এক কথায় অসাধারণ। এখনকার ছবি গুলি দেখতে ইচ্ছে হয়না
কি অসাধারণ লিখা,কি অসাধারণ সুর, কি অসাধারণ কোরিওগ্রাফি, সারাটা গানই টেলিফোনে, কাছে না এসেও এমন রোমান্টিক গান সৃষ্টি করতে মেধা লাগে মেধা....
২৫/০৬/২০২১