আমি তো এখনো ২০বছরে রয়েছি তবুও গান গুলো আমার খুব ভালো লাগে অস্রু দিয়ে লেখা এই গান ছোট বেলায় আম্মুর মুখে শুনতাম যখন বিটিবি তে ছায়াছবি দিতো তখন আম্মু দেখতো মনে পড়ে এই ছায়াছবির কথা আহ কি সুন্দর আম্মুর জন্যই এই গান গুলোর প্রতি আমার এট্রাকশন অনেক বেশি সত্যি খুবই অসাধারণ 🥰
শৈশবে বাবা হারানোর পর নিজেদের বাসায় টিভি ছিলনা। তখনকার দিনে টিভি খুব কম বাসায়ই ছিল। এক রাতে "অশ্রূ দিয়ে লেখা" ছবি হবে। সন্ধার পর বাজার থেকে ফেরার পথে সব মুরব্বীদের মুখে-মুখে এ গানটি গুন্ গুন্ ক'রে গীত হচ্ছিল। স্মৃতিগুলো মনে পড়ে।
দুই বাংলার চলচ্চিত্র জগতের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি আর তিনি হচ্ছেন আমাদের অহংকার গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তাঁর তুলনা শুধুই তিনি নিজেই। তিনি উত্তম কুমারের চেয়েও অনেক অনেক বেশি রোমান্টিক।
অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেওনা। একি বন্ধনে বাঁধা দু’জনে এ বাঁধন খুলে যেওনা।। যত সুর ছিল প্রাণে সবই দিয়েছি তোমায় বিনিময়ে তোমারে শুধু চিরদিন কাছে পায়। মালা চন্দনে রাঙা এইখানে কখনো দূরে যেওনা।। ওই ফুল বনে পাখি আজ মন জুড়ে যেন গায় এই হাত বাড়ানো হাতে চিরদিন যেন ওগো রয়। মধু কুমকুমে, নাগো মৌসুমে, কখনো ফেলে যেওনা।।
এই সমস্ত সিনেমা এবং গান, সত্যিই কতটা অসাধারণ বর্তমান সময়ে এসে উপলব্ধি করতে পারছি। অথচ এই সমস্ত সিনেমা দেখেই বড় হয়েছি। মনে বড় নাড়া দেয়। কতটা গভীর এবং সূক্ষ্ম প্রেম আছে এই সমস্ত গানে। স্মৃতি তুমি বেদনা!
এসব গান কেউ রিকমেন্ড করেনি এসব গান সার্চ দিয়ে খুঁজে বের করছে। এখনও মুগ্ধ হয়ে শুনি। কমেন্ট টা রেখ গেলাম আমার সন্তানদের জন্য তারাও দেখবে তাদের পিতার রুচিবোধ কতটা মানসম্পন্ন ছিল
দুই বাংলার চলচ্চিত্র জগতের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি আর তিনি হচ্ছেন আমাদের অহংকার গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তাঁর তুলনা শুধুই তিনি নিজেই।
পুরোনো দিনের বাংলা গানগুলো শুণ মনে হয় এইতো সেদিনের কথা । যৌবনের স্মৃতিময় মুহূর্তগুলো সজীব হয়ে উঠে । মনে হয় ৭৩ বছরে পা দিয়ও আমি চিরসবুজ এবং ৭৩ বছরের যুবক ! যেন এগুলো আমার গান !!
আমি পাগল হয়ে যাবো, এইসব গান শুনলে একজন পাশানের চোখে ও পানি চলে আসবে বাস্তব,যেমন আমি হৃদয়, গাজীপুর কাপাসিয়া টোক নগর প্রাইমারি স্কুলের পেছনে আমি বাস করি,ধন্যবাদ
তখন আমি বয়সে ছোট।। সম্ভবত প্রথম শ্রেণিতে পড়ি।।। খুব সকালে ঘুম থেকে উঠে প্রায় দূই কিলোমিটার দূরের বাজারে গিয়েছিলাম বাজার করতে।।।।। ফিরে যখন আসি,তখন সকাল ১১টা।।।শীতকাল।।। শীতের শিশির পথের ঘাসে বিদ্যমান।।।শিশির ভেজা এই পথ দিয়ে আসতে আসতেই এই গানটি প্রথম শুনতে পাই।।।।।।।।।।।।।।।।। আজ আমার বয়স ৫৭বছর।।।।।।। সেই বয়সে শুনতে পাওয়া গানটির সূর,কথা এবং আবেদন আজও আমার মাঝে একইরকম বিদ্যমান।।।এগানটি আমি কি শুনতেই থাকবো??................
এই মাত্র ছবিটা দেখে আমার দু চুকের অস্রু থামাতে পারচিনা। ভালো বাসার মানুষ এর কথা খুব মনে পরচে। এরকম হাজারো মানুষের ভালো বাসা, একটি ভুলের কারোনে,সারা জীবন দু চুকের অস্রু ভয়ে জাচ্চে,এই ছবিটার পরিচালক অধ্যাপককে আমার কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ সারা জীবন মনে থাকবে এই ছবিটার কল্পনা।
এ গান গুলো শুনলে মনে পড়ে ২০০০ সনের কথা,তখন মোটামুটি বুঝি।আমার আব্বা একটি টেপরেকটার কিনেছিলেন।তখন বানিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা ক ও বাংলাদেশ বেতার ঢাকা খ থেকে এ সব গান শুনতাম।অনুরোধের গানের আসরে এ সব কালজয়ী গান গুলো বেশি করে অনুরোধ আসতো সবনময়।গ্রামের বাড়িতে শীতে সময়ও কাপতে কাপতে রাত ১০ টা পর পুরোনো দিনের গান শুনতাম।আজ এখন সে ই সোনালী সময়ের কথা মনে পড়ছে।মিস করছি সেই সময়টা আজীবন।
হে বাংলাদেশ চলচ্চিত্রের রাজাধিরাজ- আমাদের মহানায়ক নায়করাজ রাজ্জাক সশ্রদ্ধ ভালবাসা তোমায়, আবার এসো এ বাংলায় নতুনত্ত্বের মধ্য দিয়ে- নিয়ে তোমার শৈল্পিকতার যাদুর বাঁশি।
অপূর্ব সুরের, অপূর্ব কন্ঠের হৃদয়ে দোলা দেওয়া চমৎকার একটি গান ৷ গানটি শুনলে আমাদের কি এক নস্টালজিকতায় পেয়ে বসে ৷ তখন আমার বয়স আট কি নয় হবে ! গানটির স্যুটিং হয়েছিল মৌলভীবাজার জেলার (তখন মহকুমা) কমলগঞ্জ থানার (উপজেলা) মাধবপুর ইউনিয়নের লেকে (মাধবপুর লেক) ৷
ছোট্টো বেলায় শিশুদেরকে বাবা মা বিভিন্নরকম খেলনা সামগ্রী কিনে দেয় এটাই স্বাভাবিক। অামার পরিবারও হরেকরকম খেনলা সামগ্রী কিনে দিয়েছিলো। কিন্তু যখন অামার বয়স প্রায় অাট মাস হলো তখন অামার খালা অামার জন্য একটা রেডিও কিনে দিয়েছিলো, তিনি লাল রঙের রেডিও কিনে দিয়েছিলো কারন ছুটু বাচ্চারা লাল রং পছন্দ করে । রেডিও পেয়ে তো অামি মহা খুশি। রেডিও তে প্রথম যেদিন এন্ড্রু কিশোরের গান শুনলাম, সেদিনই তাকে মনে প্রানে ভালোবেসে ফেললাম, এতো সুন্দর মিষ্টি গালা দ্বরাজ কন্ঠ শুনে অামি তো পুরাই ফিদা। যদিও বাচ্চা বয়সে গানের লিরিক টিউনের ভালো মন্দ বুঝার জ্ঞান ছিলোনা তবুও গলার অাওয়াজ শুনেই অামি এন্ড্রো কিশোরের পাগল ফ্যান হয়ে যায়। এভাবেই ধীরে ধীরে বাংলা গানের ভক্ত হই, অার বাংলা গান শুনেই একপর্যায়ে বাংলা সিনেমার ভক্ত হয়েছি। অামার বয়স যখন তিন বছর তখন অামার হাত থেকে পড়ে গিয়ে রেডিওটি ভেঙে যায়। অামার কান্নাকাটির চাপে পড়ে কয়েকমাসের মধ্যেই তিন ব্যাটারিওয়ালা রেডিও পুনরায় কিনে দেন। এবং সেই রেডিও ক্লাস থ্রি পর্যন্ত ব্যাবহার করি। যায় হোক কয়েকবছর অাগে রেডিও কিনার জন্য মার্কেটে গিয়েছিলাম কিন্তু মার্কেটে কোনো রেডিও পায়নি। সময়ের পরিবর্তনে এখন স্মার্ট ফোন ব্যাবহার করি, সেই সাথে নিয়মিত এন্ড্রু কিশোরের গান শুনি, তিনি অামাদের মাঝে নেই এটা ভাবতেই কেমন যেনো লাগছে
মানুষের সৌন্দর্য কতো তুচ্ছ কতো ঠুনকো মানুষ চেহারা নিয়ে কতো অহংকার করে ভাবা যায়?! এই সুজাতা আর আজকের সুজাতার সাথে কোন মিলই নেই। আর রাজ্জাক এক রহস্যের আধার বাংলা সিনেমায়। সাবিনা ইয়াসমিনের কন্ঠ আহা! আল্লাহ ওনাদের ভালো রাখুন।
দুই বাংলার চলচ্চিত্র জগতের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি আর তিনি হচ্ছেন আমাদের অহংকার গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তাঁর তুলনা শুধুই তিনি নিজেই। তিনি উত্তম কুমারের চেয়েও অনেক অনেক বেশি রোমান্টিক।
আগের সেই গান গুলো---! কখোনো পুরনো হবেনা। আমরা থাকবোনা কিন্তু গানগুলো থাকবে! রুচির যে বিকৃতি দেখছি! জানিনা গানগুলোর সন্মান পরবর্তি প্রজন্ম রাখবে কি না!!!
এখন ফল পাকানো হয় কেমিক্যাল দিয়ে,এখন বুড়িগঙ্গা নদীর পানি বিষাক্ত রাসায়নিক যুক্ত, এখন বাতাস মাটি পানি সব দূষিত হয়ে গেছে। এখন আর সেই সব অসাধারণ গান তৈরি হওয়া সম্ভব নয়।
বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা রোমান্সের গুরু রোমান্টিক নায়ক...... নায়ক রাজ রাজ্জাক এমনই একজন রোমান্সের গুরু রোমান্টিক নায়ক যে, তিনি প্রায় সকল নায়িকার সাথেই ফিট্।
কত বছর থেকে গান শুনতাছি তা মনে নাই। তবে যখন থেকে গান শুনি তখন থেকে আজ ৫১ বছর বয়স হলো আজ ও এই গান শুনি। কমেন্ট করে গেলাম ২০২৪ সাল রাত ৪.২৫ মিনিটে। আগামী ৫০ বছর পর যারা এই গান শুনবে তারা অবশ্যই বলতে বাধ্য হবে সাদা কালোর যুগের মত এবং ৯০ দশকের মত কোন যুগ হবে না। যদি ও এই ছবি এই গান আমার জন্মের আগের ১৯৭২ সালের।
গানটি ২০০৮ সালে প্রথম আমার আম্মু আমাকে শুনিয়েছেন।আমি একজন ব্যান্ড মিউজিক লিসেনার এর মধ্যেও এই গানটি আমার হৃদয়ের সব থেকে উঁচু জায়গায় রেখে দিছি গানটি শুনলে আমার মায়ের কথা মনে পড়ে আজকে মা নেই তাই এ গানটি আঁকড়ে ধরে আছি।ভালো থেকো আম্মু যেখানেই আছো।💔😊
ভালো শ্রোতারা অবশ্যই এখানে জমায়াত করেছে!
🙏
অন্যতম পছন্দের গান❤️❤️
যতদিন বাংলা ভাষা আছে ততদিন এই গান গুলো অমর হয়ে থাকবে।
১০ বছর পরেও কারা কারা এই গানগুলো শুনবেন?
হাত তোলেন!!✌️✌️🙋🙋
🤍🤍
👍
আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন এ গান শুনি।আজ ষাট বছর বয়স। এখনও গানটি শুনি।হৃদয় ছোঁয়া গান।
বাহ অসাধারণ
আর আমি ২৪ বছর বয়সী এক যুবক,এই যুগেও আমি এসব গান খুজে খুজে শুনি।সত্যি অসাধারণ গান পুরনো দিনের এইসব গান
আমি তো এখনো ২০বছরে রয়েছি
তবুও গান গুলো আমার খুব ভালো লাগে
অস্রু দিয়ে লেখা এই গান ছোট বেলায় আম্মুর মুখে শুনতাম
যখন বিটিবি তে ছায়াছবি দিতো তখন আম্মু দেখতো
মনে পড়ে এই ছায়াছবির কথা
আহ কি সুন্দর
আম্মুর জন্যই এই গান গুলোর প্রতি আমার এট্রাকশন অনেক বেশি
সত্যি খুবই অসাধারণ 🥰
তাই আংকেলখুব ভালো।আমারও আগের গান গুলো অনেক ভালো লাগে।
@@rumonkhan6060 আমার বয়স তো ২০ বছর তারপর ও আমি শুনি অনেক ভালো লাগে
বুড়ো হয়ে গেছি তবুও এই গানগুলো শুনছি। কত মধুর গান , শুনলেই মনে হয় ১৮ বছর বয়সের যুবক হয়ে গেছি।
Lost time is never found again. But these songs can bring back old memories.
Ft
O9ooooooooooooooooooooooooo on o9ooooooooooooooooooooooooo o9ooooooooooooooooooooooooo ooooooooootttttttty ooooooooooooooooo 9oooooo99oooo
Wel come young man.
এই গানগুলো শুনলে এখনকার ছেলে মেয়রা হাসাহাসি করে হায়রে ডিজিটাল
যখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র,তখন মাইক বাজলেই এই গানটি বাজতো,শুনতাম
কান পেতে,আজও শুনি।।
গানটির আবেদন এতটুকু কমেনি।।
বরং বেড়েছে বহুগুণে।।
শৈশবে বাবা হারানোর পর নিজেদের বাসায় টিভি ছিলনা। তখনকার দিনে টিভি খুব কম বাসায়ই ছিল। এক রাতে "অশ্রূ দিয়ে লেখা" ছবি হবে। সন্ধার পর বাজার থেকে ফেরার পথে সব মুরব্বীদের মুখে-মুখে এ গানটি গুন্ গুন্ ক'রে গীত হচ্ছিল। স্মৃতিগুলো মনে পড়ে।
এসব গান কোনদিনই পুরনো হবেনা।শ্রোতাদের মনে চিরসবুজ হয়ে থাকবে
This song devastates me with the feeling of love, but sadly I am too old for such feelings.
কোথায় হারিয়ে গেল সেই দিন গুলো? বাংলাদেশের ছবি দেখার জন্য সিনেমা হলে মানুষ হুমড়ি খেয়ে পড়তো!আজ সবই অতীত।
হেলাল উদ্দিন ভূঁইয়া 💕💕
এ গান গুলিতে কোনো বডি ফিগার দেখানো হয়নি । তবু যত শুনি ততোই যেন গান গুলোর প্রেমে পড়ে যায়। পুরনো গান বলে কথা ।
দুই বাংলার চলচ্চিত্র জগতের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি আর তিনি হচ্ছেন আমাদের অহংকার গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তাঁর তুলনা শুধুই তিনি নিজেই। তিনি উত্তম কুমারের চেয়েও অনেক অনেক বেশি রোমান্টিক।
অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেওনা।
একি বন্ধনে বাঁধা দু’জনে
এ বাঁধন খুলে যেওনা।।
যত সুর ছিল প্রাণে
সবই দিয়েছি তোমায়
বিনিময়ে তোমারে শুধু
চিরদিন কাছে পায়।
মালা চন্দনে রাঙা এইখানে
কখনো দূরে যেওনা।।
ওই ফুল বনে পাখি
আজ মন জুড়ে যেন গায়
এই হাত বাড়ানো হাতে
চিরদিন যেন ওগো রয়।
মধু কুমকুমে, নাগো মৌসুমে,
কখনো ফেলে যেওনা।।
এই সমস্ত সিনেমা এবং গান, সত্যিই কতটা অসাধারণ বর্তমান সময়ে এসে উপলব্ধি করতে পারছি। অথচ এই সমস্ত সিনেমা দেখেই বড় হয়েছি। মনে বড় নাড়া দেয়। কতটা গভীর এবং সূক্ষ্ম প্রেম আছে এই সমস্ত গানে। স্মৃতি তুমি বেদনা!
২০২১ এসেও ভালো লাগে গানটি।আমি দিনে একবার হলেও শুনি।
২০৫০ সালের জন্য গানটি রেখে দিলাম
এসব গান কেউ রিকমেন্ড করেনি এসব গান সার্চ দিয়ে খুঁজে বের করছে। এখনও মুগ্ধ হয়ে শুনি। কমেন্ট টা রেখ গেলাম আমার সন্তানদের জন্য তারাও দেখবে তাদের পিতার রুচিবোধ কতটা মানসম্পন্ন ছিল
রাইট, খুব সুন্দর বলছেন
কেমন আছেন ভাই?
কতো ছোট সময় নিয়ে আসি আমরা, এতো সুন্দরী মানুষটা আজ বৃদ্ধা,এই সুজাতা আর সেই সুজাতার চেহারার মধ্যে কতো তফাৎ!
💔💔💔
😭😭😭
Sob e Srittikorttar lila. Ate amader buzhar onek kichu ache
Absolutely right .
সময়ের কাছে সবাইকে হার মানতে হয়, আর এটাই সত্যি।
সূজাতা আপা কেমন আছেন-জানিনা।।
নায়করাজ রাজ্জাক ভাই মারা গেছেন আজ কয়েক বছর হল।।
এই গানটির কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন
আাপা এখনো আছেন।।
ক্যান্সার জয়ী এই আপা আরো অনেকদিন
বেঁচে থাকুন-এই প্রত্যাশা করি।।
সাবিনা ইয়াসমিন ম্যাম এর ক্যান্সার 😳
গানগুলো কোনদিন পুরনো হবে না।যতই শুনি মনে হয় নতুন কিছু শুনতেছি।
দুই বাংলার চলচ্চিত্র জগতের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি আর তিনি হচ্ছেন আমাদের অহংকার গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তাঁর তুলনা শুধুই তিনি নিজেই।
কিংবদন্তি এ গান এক কথায় অসাধারণ!
২০টির মত শুনলাম।
সাবিনা ইয়াসমিন কিংবদন্তি ।
কত পুরনো গান আর আমি আজ আজও এগুলো খুজে খুজে শুনি আর মুগ্ধ হয়
আমি কিন্তু ২৩ বছরের একটা যুবক
সেইম
অসাধারণ বলার কিছু নাই। গান শুনে মনে হয়। আমার যদি শৈশব ফিরে পেতাম।
পুরোনো দিনের বাংলা গানগুলো শুণ মনে হয় এইতো সেদিনের কথা । যৌবনের স্মৃতিময় মুহূর্তগুলো সজীব হয়ে উঠে । মনে হয় ৭৩ বছরে পা দিয়ও আমি চিরসবুজ এবং ৭৩ বছরের যুবক ! যেন এগুলো আমার গান !!
Salute dear
😮😮😮😮😮
আপনি কি এখনো আছেন
বেঁচে আছেন?
এগুলি হইলো কেলাসিক ম্যেলোড়ী মিউজিক ভিডিও তাই এইসব গান এগুলো সবসময়ই জনপ্রিয় থাকে ধন্যবাদ
আমি পাগল হয়ে যাবো, এইসব গান শুনলে একজন পাশানের চোখে ও পানি চলে আসবে বাস্তব,যেমন আমি হৃদয়, গাজীপুর কাপাসিয়া টোক নগর প্রাইমারি স্কুলের পেছনে আমি বাস করি,ধন্যবাদ
আমিও কাপাসিয়ার মানুষ
ভালদাদা।
hi
hi
তখন আমি বয়সে ছোট।।
সম্ভবত প্রথম শ্রেণিতে পড়ি।।।
খুব সকালে ঘুম থেকে উঠে প্রায়
দূই কিলোমিটার দূরের বাজারে
গিয়েছিলাম বাজার করতে।।।।।
ফিরে যখন আসি,তখন সকাল
১১টা।।।শীতকাল।।।
শীতের শিশির পথের ঘাসে বিদ্যমান।।।শিশির ভেজা এই পথ
দিয়ে আসতে আসতেই এই গানটি প্রথম শুনতে পাই।।।।।।।।।।।।।।।।।
আজ আমার বয়স ৫৭বছর।।।।।।।
সেই বয়সে শুনতে পাওয়া গানটির
সূর,কথা এবং আবেদন আজও
আমার মাঝে একইরকম বিদ্যমান।।।এগানটি আমি কি
শুনতেই থাকবো??................
সুজাতা
যখন যুবতী
আমাদের দেশের সবচেয়ে সুন্দরী
নায়িকা দেখতে ছিলো
এই গানটা ছোট বেলা থেকে বরাবরই দিদার মুখে শুনা যেতো, তখন থেকেই পছন্দের কাতারে💖। এখন মানুষটি নেই শুধু আছে তার শিখানো গান এবং কিছু স্মৃতি 🥀
ট
এই জেনারেসনের এর হয়েও, কেন জানি পুরোনো দিনের গান গুলো ভালোলাগে 🖤🖤❤
আমারও
আমারও
অশ্রু দিয়ে যে গান লেখা যায়-তা
মন দিয়ে এই গানটি শুনলেই
অনুভব করা যায়।।।
Well said
@@worldsunrecognizedhero6996 I Love this Song same my heart.
কত সুন্দর মার্জিত ভদ্র আগের ছবি গুলো। গানটি শুনে মনটা ভরে গেছে??
ভালোবাসার মাঝে সুখ আছে । ভালো থাকার মাঝে কষ্ট আছে । ভালো রাখার মাঝে টান আছে । মনে রাখার মাঝে প্রান আছে । তাই মনে রেখ আমায় চিরদিন
এইসব অসাধারণ গানের যুগ আর কোন দিন ফিরে আসবে না।
কিশোর বয়সের প্রেম পত্র লেখার কথা মনে পড়ে গেল।
Hahaha
গানগুলো শুনলে অতীত মনে পরে, চোখের পানি গর গরিয়ে পড়ে।
সেইদিনের সংস্কৃতি আর এই দিনের সংস্কৃতির মাঝে তুলনা করলে- ভাষা হারিয়ে ফেলি।
চলো যাই ফিরে যাই, সেই দিনগুলি তে। বর্তমানের স্বার্থপরতা, সংকীর্ণতা বাদ দিয়ে চলো আমাদের আশপাশটায় স্বর্গ বানিয়ে ফেলি যেমনটা ছিল হারানো সেই দিনগুলি।
এই মাত্র ছবিটা দেখে আমার দু চুকের অস্রু থামাতে পারচিনা। ভালো বাসার মানুষ এর কথা খুব মনে পরচে। এরকম হাজারো মানুষের ভালো বাসা, একটি ভুলের কারোনে,সারা জীবন দু চুকের অস্রু ভয়ে জাচ্চে,এই ছবিটার পরিচালক অধ্যাপককে আমার কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ
সারা জীবন মনে থাকবে এই ছবিটার কল্পনা।
প্রাণের সব সুরের বিনিময়ের প্রতিদান যে চাইতে পারে তার কাছে সুর কত দামী!😮❤
আমারতো সুরও নেই😢
Unparalleled brilliant singer nice performance famous in world ❤❤❤❤
এ গানটি শুনে মনে পড়ে গেলো এক মধুময় কিশোর স্মৃতিকথা,যা আজো ভুলার নয়।
আমার এই গানটা মুখস্ত ছিল। কত মিষ্টি সুর। আগের প্রেম এ একটা গভীর সুন্দর্যতা ছিলো।
Ei gan kokhono puran Hobe na Ami prothom Ananda Halle ei chobiti Delhi onek dhonnobad atiq bhaike ..
এ গান গুলো শুনলে মনে পড়ে ২০০০ সনের কথা,তখন মোটামুটি বুঝি।আমার আব্বা একটি টেপরেকটার কিনেছিলেন।তখন বানিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা ক ও বাংলাদেশ বেতার ঢাকা খ থেকে এ সব গান শুনতাম।অনুরোধের গানের আসরে এ সব কালজয়ী গান গুলো বেশি করে অনুরোধ আসতো সবনময়।গ্রামের বাড়িতে শীতে সময়ও কাপতে কাপতে রাত ১০ টা পর পুরোনো দিনের গান শুনতাম।আজ এখন সে ই সোনালী সময়ের কথা মনে পড়ছে।মিস করছি সেই সময়টা আজীবন।
কত দিন আগের গান শুনলে হৃদয় ছুয়ে যায়।ফিরে যায় ৪০/৪৫ বছর আগে।
হে বাংলাদেশ চলচ্চিত্রের রাজাধিরাজ-
আমাদের মহানায়ক নায়করাজ রাজ্জাক
সশ্রদ্ধ ভালবাসা তোমায়,
আবার এসো এ বাংলায়
নতুনত্ত্বের মধ্য দিয়ে-
নিয়ে তোমার শৈল্পিকতার যাদুর বাঁশি।
রাজাধিরাজ আল্লাহ পাক শব্দটি নিষিদ্ধ করেছেন।
অপূর্ব সুরের, অপূর্ব কন্ঠের হৃদয়ে দোলা দেওয়া চমৎকার একটি গান ৷ গানটি শুনলে আমাদের কি এক নস্টালজিকতায় পেয়ে বসে ৷ তখন আমার বয়স আট কি নয় হবে ! গানটির স্যুটিং হয়েছিল মৌলভীবাজার জেলার (তখন মহকুমা) কমলগঞ্জ থানার (উপজেলা) মাধবপুর ইউনিয়নের লেকে (মাধবপুর লেক) ৷
Unparalleled brilliant singer nice performance famous in Bangladesh ❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
what a beautiful song.... ❤❤❤❤❤❤❤❤❤
এই গান মানে পুরাতন দিনের স্মৃতির কথা মনে করিয়া দেয়।
রাজ্জাক আংকল চলে গেছেন। সুজাতা আন্টকে দেখলেই বুঝা যায় সৌন্দর্য কতটা ক্ষণস্থায়ী। সাবিনা আন্টের অসাধারণ গায়কী সব মিলিয়ে অভুতপূর্ব গান একটা। চিরকাল চির অমলিন🥰
বিনম্র শ্রদ্ধা রাজ্জাক সাহেব, গাজী সাহেব এবং সবাই কে যারা পিথিবি ছেড়ে চলে গেছেন..❤😢❤😢❤😢
আহা কত সুন্দর গান।হৃদয় ছোঁয়া।মনটা ভরে যায়। ঐতিহাসিক গান।
২০২৩ এ কারা এই গানটি শুনছেন?
If your age is between 18-30 and you are listening to this masterpiece.
Believe me you have good taste.
Honour's 1 st year
এই সিনেমায় সুজাতাকে অনেক সুন্দর লেগেছে, রাজ্জাকতো অতুলনীয়, সুচন্দাকেও ভালো লেগেছে, মন ছুয়ে যাওয়া একটি সিনেমা।
অতীত খুব ই মধূর ছিল আর আজ বর্তমান ভীষন বেদনাদায়ক, এতবার শুনছি তবুও মনের সাধ মিটছে না ।
ছোট বেলায় শোনা এই গান গুলি আজও স্মৃতিতে জাগ্রত।
❤❤❤😢😢very Romantic ❤❤❤
আহা এমন গান কি আর এ মাটিতে পাব না।
Koto din pore shuntechi!!!! Amar chottobela.
যত সূর ছিল প্রাণে।
সবই দিয়েছি তোমায়।।।
মায়ের মুখে এই গানটা ছোট বেলা থেকে শুনি! আজও অনেক বড় আমি এই গানটা শুনে যাই..
অদ্ভুত একটা মায়া আছে যেনো এই গানটাতে😔
ছোট্টো বেলায় শিশুদেরকে বাবা মা বিভিন্নরকম খেলনা সামগ্রী কিনে দেয় এটাই স্বাভাবিক। অামার পরিবারও হরেকরকম খেনলা সামগ্রী কিনে দিয়েছিলো। কিন্তু যখন অামার বয়স প্রায় অাট মাস হলো তখন অামার খালা অামার জন্য একটা রেডিও কিনে দিয়েছিলো, তিনি লাল রঙের রেডিও কিনে দিয়েছিলো কারন ছুটু বাচ্চারা লাল রং পছন্দ করে । রেডিও পেয়ে তো অামি মহা খুশি। রেডিও তে প্রথম যেদিন এন্ড্রু কিশোরের গান শুনলাম, সেদিনই তাকে মনে প্রানে ভালোবেসে ফেললাম, এতো সুন্দর মিষ্টি গালা দ্বরাজ কন্ঠ শুনে অামি তো পুরাই ফিদা। যদিও বাচ্চা বয়সে গানের লিরিক টিউনের ভালো মন্দ বুঝার জ্ঞান ছিলোনা তবুও গলার অাওয়াজ শুনেই অামি এন্ড্রো কিশোরের পাগল ফ্যান হয়ে যায়। এভাবেই ধীরে ধীরে বাংলা গানের ভক্ত হই, অার বাংলা গান শুনেই একপর্যায়ে বাংলা সিনেমার ভক্ত হয়েছি। অামার বয়স যখন তিন বছর তখন অামার হাত থেকে পড়ে গিয়ে রেডিওটি ভেঙে যায়। অামার কান্নাকাটির চাপে পড়ে কয়েকমাসের মধ্যেই তিন ব্যাটারিওয়ালা রেডিও পুনরায় কিনে দেন। এবং সেই রেডিও ক্লাস থ্রি পর্যন্ত ব্যাবহার করি। যায় হোক কয়েকবছর অাগে রেডিও কিনার জন্য মার্কেটে গিয়েছিলাম কিন্তু মার্কেটে কোনো রেডিও পায়নি।
সময়ের পরিবর্তনে এখন স্মার্ট ফোন ব্যাবহার করি, সেই সাথে নিয়মিত এন্ড্রু কিশোরের গান শুনি, তিনি অামাদের মাঝে নেই এটা ভাবতেই কেমন যেনো লাগছে
আপনার স্বরণ শক্তি অনেক ভাল।কারণ আট মাস বয়সের সব কিছুই এখনো আপনার স্পষ্ট মনে আছে।তাই নয়কি?
হুম
আমি তো আর নেই। তিন মাস বেহুঁশ ছিলাম রে ভাই আপনার আট মাস বয়স যখন । তখন কারের এতো গুলো সৃতী মনে আছে।
@@shadhindipu183 hum
আমার বয়স যখন ৮দিন তখন থেকে শুনে আসছি আহ কি স্মৃতি
মানুষের সৌন্দর্য কতো তুচ্ছ কতো ঠুনকো মানুষ চেহারা নিয়ে কতো অহংকার করে ভাবা যায়?! এই সুজাতা আর আজকের সুজাতার সাথে কোন মিলই নেই। আর রাজ্জাক এক রহস্যের আধার বাংলা সিনেমায়। সাবিনা ইয়াসমিনের কন্ঠ আহা! আল্লাহ ওনাদের ভালো রাখুন।
সতি অসাধারন ,
কতটা ভাল লাগে,, আগের দিনের ছবি গান দেখলে???
ভালোবাসার মাঝে সুখ আছে । ভালো থাকার মাঝে কষ্ট আছে । ভালো রাখার মাঝে টান আছে । মনে রাখার মাঝে প্রান আছে । তাই মনে রেখ আমায় চিরদিন
দুই বাংলার চলচ্চিত্র জগতের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি আর তিনি হচ্ছেন আমাদের অহংকার গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তাঁর তুলনা শুধুই তিনি নিজেই। তিনি উত্তম কুমারের চেয়েও অনেক অনেক বেশি রোমান্টিক।
ইফাত জাহান ধন্যবাদ 🖤🖤🌸🌸
Hart touching 🥺🥺🥺
Brain is superior than digital era .this kind of song is still ever green .
প্রাণস্পর্শী গান।
কৈশোরে ফিরে গেলাম!
নায়ক রাজের আত্মার শান্তি হোক।
Nagor moholey chobita... dekhsi..hridoy chuye jay...mone pore Purano sob prem..
কি রোমান্টিক সিনেমা কি সুন্দর গান মন ছুঁয়ে যায় রাজ্জাক সুজাতা দারুণ জুটি
হৃদয় ছোঁয়া গান
আলী হোসেনের সুরের গান গুলি
খুবই শ্রুতি মধুর
Unparalleled brilliant singer nice voice and very sad, emotional song ❤😢❤😢❤😢
২০২৪এ সে কে কে শুনছো গানটা
আমি
সবার কাছে একটা প্রশ্ন রেখে যাই,,, এই গানের কি মৃত্যু হবে কখনো?
Na khokono na
No,.
সত্যিকারের ভালোলাগার গান.....
আমি তখন ক্লাশ সেভেনে পড়ি । এই ছবি গুলো যখন দেখি তখন মনটা অনেক খাড়াপ হয়ে যায় চোখে পানি চলে আসে
এই গানগুলো শুনতে গেলে সুউচ্চ রুচির অধিকারী হতে হয় 😊🥀
🙏
Ki apurbo gaan eti...ami ei prothom sunlam...sunei valobese felechhi gaantike...sei dinguli kato sundor chhilo jakhon ei gaan rachona hoyechhilo..
যে গানে মন মাতিয়ে রাখে।
অসাধারণ গান। এই গানগুলি কখনও পুরনো হবে না।
আগের সেই গান গুলো---!
কখোনো পুরনো হবেনা।
আমরা থাকবোনা কিন্তু গানগুলো থাকবে!
রুচির যে বিকৃতি দেখছি!
জানিনা
গানগুলোর সন্মান পরবর্তি প্রজন্ম রাখবে কি না!!!
ছোট বেলার দিন গুলো মনে পরে গেলো, আহা কি মিষ্টি লাগতো যখন রেডিও তে শুনতাম 💗
আমি জানি এই ছবিটি মুক্তি পায় (১৯৭৩) সনে,, আমার এখন বয়স(৬৩) চলে এখনো এই গান গুলি শুনি,,
১৯৭২ এ মুক্তি পায়
এত সুন্দর করে কথা। আমরা এজুগে আর বলতে পারছি না। কথা গুলো শুনতে কতো সুন্দর লাগছে।
Yes of course we can never expect this type of acting , voice, tone, song composer etc during this running decade
+
PdooEIIA@AS
ভালোবাসার মাঝে সুখ আছে । ভালো থাকার মাঝে কষ্ট আছে । ভালো রাখার মাঝে টান আছে । মনে রাখার মাঝে প্রান আছে । তাই মনে রেখ আমায় চিরদিন
এখন ফল পাকানো হয় কেমিক্যাল দিয়ে,এখন বুড়িগঙ্গা নদীর পানি বিষাক্ত রাসায়নিক যুক্ত, এখন বাতাস মাটি পানি সব দূষিত হয়ে গেছে। এখন আর সেই সব অসাধারণ গান তৈরি হওয়া সম্ভব নয়।
পুরনো স্মৃতিগুলো এইসব গানের মাঝে নিজেকে একটু একটু করি নতুন করে ফিরে পায়
শিশু বয়সে শোনা। মস্তিষ্কে বেজে চলে যেন অাজও একই রকম।
এ গানটা যখন প্রথম শুনি এবং মুভিটা দেখি তখন মনে হয় আমার বয়স ১০/১১ বৎসর। এখন ৬৬ বৎসর। তখনও যেমনটা লেগেছিল এখনো তেমনই ভালো লাগে💗💗💗
অজান্তেই চোখের কনে জল চলে আসল
লিজেন্ডারি গান এবং গানের কলাকুশলী সমেত সবাই স্ব স্ব ক্ষেত্রে লিজেন্ড।
বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা রোমান্সের গুরু রোমান্টিক নায়ক...... নায়ক রাজ রাজ্জাক এমনই একজন রোমান্সের গুরু রোমান্টিক নায়ক যে, তিনি প্রায় সকল নায়িকার সাথেই ফিট্।
সেই সুর আর আজনেই তাইতো পুরুনোদিনের গান
আজও মনছায় শুনতে।
ছোট বেলায় ফিরে গেলাম।😌😌
72বছর বযসে এই গানে অতীতকে ফিরেপেলাম।
আজ গানটির গীতিকারের জন্মদিন, শুভেচ্ছা জানাচ্ছি...
যে গান ভুলতেও যে কষ্ট হয়.......
আমি কি লিখবো। আমার ভাষা হারিয়ে গেছে। আগের দিন এর ছিনারি গুলা এতো সুন্দর ছিলো আমার জানা ছিলোনা ❤️❤️
hi
পুরোনো দিনের গানগুলো রিমাস্টার করা খুব দরকার।
২০২২ এসেও শুনি 🖤
Amar age 18....ami janina ki akta jeno ai gane ache,,amake khuboi vabai ai ganta
এসব গান মন ছুয়ে যায়। রাজ্জাক সেরা
রুপালি পর্দার সোনালি গান,মুগ্ধ করে দিলো।❤️❤️❤️
কি অসাধারণ গানের কথা ও সুর ❤️
কত বছর থেকে গান শুনতাছি তা মনে নাই। তবে যখন থেকে গান শুনি তখন থেকে আজ ৫১ বছর বয়স হলো আজ ও এই গান শুনি। কমেন্ট করে গেলাম ২০২৪ সাল রাত ৪.২৫ মিনিটে। আগামী ৫০ বছর পর যারা এই গান শুনবে তারা অবশ্যই বলতে বাধ্য হবে সাদা কালোর যুগের মত এবং ৯০ দশকের মত কোন যুগ হবে না। যদি ও এই ছবি এই গান আমার জন্মের আগের ১৯৭২ সালের।
গানটি ২০০৮ সালে প্রথম আমার আম্মু আমাকে শুনিয়েছেন।আমি একজন ব্যান্ড মিউজিক লিসেনার এর মধ্যেও এই গানটি আমার হৃদয়ের সব থেকে উঁচু জায়গায় রেখে দিছি গানটি শুনলে আমার মায়ের কথা মনে পড়ে আজকে মা নেই তাই এ গানটি আঁকড়ে ধরে আছি।ভালো থেকো আম্মু যেখানেই আছো।💔😊