আহা পথের প্রান্তে ঐ সুদূর গাঁয়||রঞ্জন প্রসাদ সেন

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2017
  • হ্যারি বেলাফন্তের "জ্যামাইকা ফেয়ারওয়েল"গান থেকে অনুপ্রানিত হয়ে রঞ্জন প্রসাদ সেন গানটি লিখেছেন গানটির একটি সুর দিয়েছেন এবং গানটি তিনি গেয়েছেন।আর আমি এই ঘরে ফেরার গানের ভিডিও তৈরীর চেষ্টা করলাম।আমার ঘরে ফেরার কিছু ছবি যোগ করে।

ความคิดเห็น • 16

  • @rudyswanderings9548
    @rudyswanderings9548 3 ปีที่แล้ว +9

    আহা পথের প্রান্তে ওই সুদূর গাঁয়ে
    যেথা সময় থমকে থামে বটের ছায়ে
    আহা সন্ধ্যা দ্বীপ জ্বালে তারার টিপ
    কত ফুলের গন্ধে মোর মন মাতায়
    হায় কোন সুদুর সেই স্বপ্নপুর
    মোর মন যে গায় ঘরে ফেরার সুর
    মোর পথ চেয়ে আজ ও সেই মেয়ে
    বুঝি স্বপ্ন জাল বুনে গান গেয়ে ||
    আহা মেলার রাস্তা ধরে মেয়ের দল
    যেত কাঁকন বাজিয়ে পায়ে রুপোর মল
    আজ তাদের গান করে ব্যাকুল প্রান
    কেন স্মৃতির পাতায় ঝড়ে অশ্রুজল ||
    আহা চিন্তাহীন সেই সুখের দিন
    কেন আমার চিত্তে আজ ও বাজায় বীন
    সেই শাল এর বন মোর ঘরের কোণ
    তারই নিবিড় বক্ষে মন অন্তহীন
    হায় কোন সুদুর সেই স্বপ্নপুর
    মোর মন যে গায় ঘরে ফেরার সুর
    মোর পথ চেয়ে আজ ও সেই মেয়ে
    বুঝি স্বপ্ন জাল বুনে গান গেয়ে...

  • @ambienceofbangladesh171
    @ambienceofbangladesh171 4 ปีที่แล้ว +5

    গানটা আমি কিছুদিন পর পর শুনি ভালো লাগার গান বেশি বেশি শুনলে ভালো লাগাটা কমে যাবে ,আমি ভালোলাগাটা ধরে রাখতে চাই ...

  • @dibyendupaul1572
    @dibyendupaul1572 4 ปีที่แล้ว +4

    দারুন প্রচেষ্টা - চিরকালীন এক গান'এর সাথে ......

  • @devdeepify
    @devdeepify 3 ปีที่แล้ว

    beautiful bhai. soisober kotha mone pore gelo. miss bangla

  • @witty_srk
    @witty_srk 2 ปีที่แล้ว

    Darun👍

  • @krishnenduchaudhuri5820
    @krishnenduchaudhuri5820 4 ปีที่แล้ว +5

    গানটার লেখকের নাম প্রসাদ রঞ্জন দাস, সেন নয়।

  • @shovanpiano5505
    @shovanpiano5505 3 ปีที่แล้ว

    খুব সুন্দর।।

  • @bibhasghosh5259
    @bibhasghosh5259 ปีที่แล้ว

    Thank U Prosad Da

  • @samitabanerjee5427
    @samitabanerjee5427 4 ปีที่แล้ว

    অসাধারণ

  • @irazmahmud4869
    @irazmahmud4869 3 ปีที่แล้ว

    🥺🥺 সুন্দর

  • @anuproy1062
    @anuproy1062 4 ปีที่แล้ว

    Bah

  • @abhraghosal2000
    @abhraghosal2000 3 ปีที่แล้ว

    কালজয়ী

  • @shameemahmed2744
    @shameemahmed2744 3 ปีที่แล้ว +1

    বাংলাদেশের ব্যান্ড সোলস আপনার এই গানের সুর হুবহু নকল করে অন্য কথা বসিয়ে একটা গান করেছে।

    • @thenoooblad
      @thenoooblad 2 ปีที่แล้ว

      আসলে এটি Harry Belafonte এর Jamaica Farewell নামক একটি ইংরেজি গানের বাংলা সংস্করণ। যেহেতু গানটি আগেই গাওয়া হয়েছে তাই তারটা নকল করে গাওার মতো কোনো ঘটনা ঘটেনি। বরং দুটি গানই বাংলা সংস্করণ যা দুইজন শিল্পি নিজ পরিশ্রমে লিখেছেন। আর সোলস এর "সাগরের এই প্রান্তরে" গানে অরিজিনাল গানের কিছু লাইন রয়েছে। তারা সেই গানটাকে অফিসিয়াল বাংলা রিমেক হিসেবে প্রকাশ করেছেন।

    • @thenoooblad
      @thenoooblad 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8SS4BpiOZnA/w-d-xo.html

  • @arindambiswas4051
    @arindambiswas4051 12 วันที่ผ่านมา

    প্রসাদ রঞ্জন দাস হবে। সেন নয়।