ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

অহরহ তব আহ্বান প্রচারিত || সৌগত কুন্ডু || রবীন্দ্রসঙ্গীত

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ส.ค. 2021
  • অহরহ তব আহ্বান প্রচারিত....
    রবীন্দ্রসঙ্গীত
    [ এখানে " জনগণমন-অধিনায়ক জয় হে " এই রবীন্দ্রসঙ্গীতের প্রথম স্তবক ব্যাতিরেকে বাকি অংশ গীত হয়েছে ]
    শিল্পী : সৌগত কুন্ডু
    সঙ্গীতায়োজন : অরিজিৎ সেনগুপ্ত
    চিত্রায়ণ : শ্রী উত্তম
    Ahoraho tabo awhan procharito...
    [ Janaganamana adhinayak.. excep the very first stanza ]
    Rabindrasangeet
    রচনা পরিচিতি
    রচনাকাল: ১৩১৮ (ডিসেম্বর,১৯১১)
    কবির বয়স: ৫০
    রচনাস্থান: কলকাতা
    প্রকাশ: মাঘ ১৩১৮ , তত্ত্ববোধিনী পত্রিকা-ভারতবিধাতা |
    ধর্মসঙ্গীত (১৯১৪)।
    'The Morning Song of India' -- The Bengalee, Dec 1911; Poems 51 by the poet himself
    গীতবিতান(পর্যায়;#/পৃ): স্বদেশ-স্বদেশ; ১৪/২৪৯
    রাগ / তাল: ইমন / কাহারবা
    স্বরলিপি: আনন্দসঙ্গীত পত্রিকা(১৩২৫); গীতপঞ্চাশিকা (১৩২৫); বাকে; সঙ্গীতগীতাঞ্জলি; ভারততীর্থ (১৩৫৪); স্বরবিতান ১৬ (গীতপঞ্চাশিকা);স্বরবিতান ৪৭
    স্বরলিপিকার: ব্রজেন্দ্রলাল গাঙ্গুলি; দিনেন্দ্রনাথ ঠাকুর; এ. এ. বাকে; ভীমরাও শাস্ত্রী; দিনেন্দ্রনাথ ঠাকুর; ঐ; ঐ
    পাদটিকা:
    ২৮শে ডিসেম্বর ১৯১১, কোলকাতায় কন্‌গ্রেস অধিবেশনের দ্বিতীয় দিনে গানটি উদ্বোধনী সঙ্গীত হিসেবে গীত হয়। সম্পূর্ণ কাকতালীয় যে সেসময় ইংল্যাণ্ডের সম্রাট পঞ্চম জর্জ কোলকাতায় ছিলেন। অনেকে মনে করেন গানটি রাজপ্রশস্তি হিসেবে রচিত; একথা আদৌ সত্য নয়। এখনও এ ধুয়ো ওঠে মাঝে মাঝে। বিশদ তথ্য নীচে দেওয়া গেল।
    ২৮শে অক্টোবর ১৯৩৭, কোলকাতার কন্‌গ্রেস ওয়ার্কিং কমিটি গানটিকে ভারতের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেয় এবং স্বাধীনতা লাভের পর থেকে প্রথম স্তবকটি স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত।
    পাঠভেদ:
    পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা...
    তুমি চিরসারথি
    [ গীবিন ] ১ম সং ১৩৩৮।
    আলোচনা
    জনগণমনঅধিনায়ক গানটি কোনো উপলক্ষ্য-নিরপেক্ষ ভাবে আমি লিখেছি কিনা তুনি জিজ্ঞাসা করেছ। বুঝতে পারছি এই গানটি নিয়ে দেশের কোনো কোনো মহলে যে দুর্বাক্যের উদ্ভব হয়েছে তারই প্রসঙ্গে প্রশ্নটি তোমার মনে জেগে উঠল। তোমার চিঠির জবাব দিচ্ছি কলহের উষ্মা বাড়াবার জন্য নয়, ঐ গান রচনা সম্বন্ধে তোমার কৌতূহল মেটাবার জন্যে।...
    সে বৎসর ভারতসম্রাটের আগমনের আয়োজন চলছিল। রাজসরকারে প্রতিষ্ঠাবান আমার কোনো বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্যে আমাকে বিশেষ করে অনুরোধ জানিয়েছিলেন। শুনে বিস্মিত হয়েছিলুম, সেই বিস্ময়ের সঙ্গে মনে উত্তাপেরও সঞ্চার হয়েছিল। তারই প্রবল প্রতিক্রিয়ার ধাক্কায় আমি জনগণমনঅধিনায়ক গানে সেই ভারতভাগ্যবিধাতার জয়ঘোষণা করেছি, পতনঅভ্যুদয়বন্ধুর পন্থায় যুগযুগধাবিত যাত্রীদের যিনি চিরসারথি, যিনি জনগণের অন্তর্যামী পথপরিচায়ক-- সেই যুগ যুগান্তরের মানবভাগ্যরথচালক যে পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্জ'ই কোনোক্রমেই হতে পারেন না, সে কথা রাজভক্ত বন্ধুও অনুভব করেছিলেন। কেননা তাঁর ভক্তি যতই প্রবল থাক্‌, বুদ্ধির অভাব ছিল না। আজ মতভেদবশত আমার প্রতি বাকরুদ্ধ ভাবটা দুশ্চিন্তার বিষয় নয়, কিন্তু বুদ্ধিভ্রংশটা দুর্লক্ষণ। (২৪৬)
    --পুলিনবিহারী সেনকে লেখা চিঠি, ২০শে নভেম্বর ১৯৩৬
    তুমি যে প্রশ্ন করেছ এ রকম অদ্ভুত প্রশ্ন পূর্বেও শুনেছি।
    'পতনঅভ্যুদয় বন্ধুর ... দিনরাত্রি'-- শাশ্বত মানব-ইতিহাসের যুগযুগধাবিত পথিকদের রথযাত্রায় চিরসারথি বলে আমি চতুর্থ বা পঞ্চম জর্জের স্তব করতে পারি, এরকম অপরিমিত মূঢ়তা আমার সম্বন্ধে যাঁরা সন্দেহ করতে পারেন তাঁদের প্রশ্নের উত্তর দেওয়া আত্মাবমাননা। (২৪৭)
    --সুধারানী সেনকে লেখা চিঠি, ২৯শে মার্চ, ১৯২৯ (?)
    'জনগণমনঅধিনায়ক' গানটার যে মাত্রাধিক্যের কথা বলেছ সেটা অন্যায় বল নি। ঐ বাহুল্যের জন্যে 'পঞ্জাব' শব্দের প্রথম সিলেব্‌ল্‌টাকে দ্বিতীয় পদের গেটের বাইরে দাঁড় করিয়ে রাখি--
    পন্‌। জাব সিন্ধু গুজরাট মরাঠা ইত্যাদি।
    'পঞ্জাব'কে 'পঞ্জব' করে নামটার আকার খর্ব করতে সাহস হয়নি, ওটা দীর্ঘকায়াদের দেশ। ছন্দের অতিরিক্ত অংশের জন্য একটু তফাতে আসন পেতে দেওয়া রীতি বা গীতি বিরুদ্ধ নয়। [১৮ অক্টোবর ১৯২৯]...
    'জনগণ' গান যখন লিখেছিলেম তখন 'মারাঠা' বানান করি নি। মরাঠিরাও প্রথম বর্ণে আকার দেয় না। তার পরে যাঁরা শোধন করেছেন তাঁরাই নিরাকারকে সাকার করে তুলেছেন, আমার চোখে পড়ে নি। [১০ই নভেম্বর ১৯২৯]
    --দিলীপকুমার রায়কে লেখা দুটি চিঠি
    --রবীন্দ্রনাথ, সঙ্গীতচিন্তা, বিশ্বভারতী ১৩৭৩
    সূত্র gitabitan.net
    এখানে " জনগণমন-অধিনায়ক জয় হে " এই রবীন্দ্রসঙ্গীতের প্রথম স্তবক ব্যাতিরেকে বাকি অংশ গীত হয়েছে
    অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী
    হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
    পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে
    প্রেমহার হয় গাঁথা।
    জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
    জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে॥
    পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ-যুগ ধাবিত যাত্রী।
    হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি।
    দারুণ বিপ্লব-মাঝে তব শঙ্খধ্বনি বাজে
    সংকটদুঃখত্রাতা।
    জনগণপথপরিচায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
    জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে॥
    ঘোরতিমিরঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে
    জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে।
    দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে
    স্নেহময়ী তুমি মাতা।
    জনগণদুঃখত্রায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
    জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে॥
    রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব-উদয়গিরিভালে--
    গাহে বিহঙ্গম, পুণ্য সমীরণ নবজীবনরস ঢালে।
    তব করুণারুণরাগে নিদ্রিত ভারত জাগে
    তব চরণে নত মাথা।
    জয় জয় জয় হে, জয় রাজেশ্বর ভারতভাগ্যবিধাতা
    জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে॥
    Whatsapp : 9434218635
    #rabindrsangeet #sougatakundu #janaganamanaadhinayakjayahe #borshargan #gaangoppo #bokabaksho #rabindranaththakur #prakritiparjayergaan #songsoftagore #baisesraban #rabiranjani #rabiragini #rabithakurergan #nationalanthem #jatiosangeet #swadhinatadibos #15thAugust #independenceday

ความคิดเห็น • 47

  • @debs19837
    @debs19837 11 หลายเดือนก่อน +14

    অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী
    হিন্ধু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
    পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে
    প্রেমহার হয় গাঁথা।
    জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারত-ভাগ্য-বিধাতা
    জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।।
    পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী
    হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি
    দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খধ্বনি বাজে
    সঙ্কট-দুঃখ-ত্রাতা।
    জনগণ-পথ-পরিচায়ক জয় হে ভারত-ভাগ্য-বিধাতা
    জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।।
    ঘোর-তিমির-ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে
    জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে
    দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে
    স্নেহময়ী তুমি মাতা।
    জনগণ-দুঃখ-ত্রায়ক জয় হে ভারত-ভাগ্য-বিধাতা
    জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।।
    রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব-উদয়গিরিভালে
    গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবনরস ঢালে
    তব করুণারুণরাগে নিদ্রিত ভারত জাগে
    তব চরণে নত মাথা।
    জয় জয় জয় হে, জয় রাজেশ্বর ভারত-ভাগ্য-বিধাতা
    জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।।

  • @tree2sky
    @tree2sky 7 วันที่ผ่านมา

    অসাধারন। আমি অনেকের গলায়ই গানটি শুনেছি, কিন্তু, যে দরদ, যে দৃপ্ত অথচ মোলায়েম কণ্ঠে গানটি গাওয়া হলো, তা অসামান্য শ্রুতি মধুরতার সৃষ্টি করেছে, যা সহসাই খুজেঁ পাওয়া দুস্কর।

  • @abdullahsaadshan-qi8zk
    @abdullahsaadshan-qi8zk 11 หลายเดือนก่อน +9

    এই সঙ্গীতটা অনেকের কন্ঠে ই শুনেছি,, তবে এতো সুন্দর পরিবেশনায় এই প্রথম আমার মনে হলো👌 এটা শ্রেষ্ঠ কন্ঠ ও সুর 💯❣️👌

  • @urmighosh6363
    @urmighosh6363 9 หลายเดือนก่อน +5

    রোজ সকালে এই গানটা একবার শুনলে দিনটা ভালোভাবে শুরু হয়। শ্রদ্ধা জানাই সৃষ্টিকর্তা ও পরিবেশক কে ।

  • @DeepBala-yw5kb
    @DeepBala-yw5kb 12 วันที่ผ่านมา +1

    একদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতযশ অন্য দিকে গায়কের কণ্ঠযশ। এই দুয়ে মিলে আমাদের জাতীয় সংগীতের শেষ অংশ টি হয়ে উঠেছে আনবদ্য উপস্থাপনা।

  • @purabiroychowdhury7607
    @purabiroychowdhury7607 12 วันที่ผ่านมา +1

    Ei gaan ato apurbo ami ei prothom shunlam

  • @soumimitravlog7533
    @soumimitravlog7533 12 วันที่ผ่านมา +1

    অসাধারণ.. মন ছুঁয়ে গেল ❤🇮🇳

  • @urmighosh6363
    @urmighosh6363 11 หลายเดือนก่อน +6

    যেমন স্রষ্টার সৃষ্টি তেমনই পরিবেশন

  • @syamaprasadghosh4320
    @syamaprasadghosh4320 3 ปีที่แล้ว +2

    সুনির্বাচিত ও সু-গীত

  • @ankanchatterjee8003
    @ankanchatterjee8003 ปีที่แล้ว +3

    আহা কি গলা 😌

  • @Nabanita962
    @Nabanita962 ปีที่แล้ว +2

    আমি শুধু বার বার শুনি আর চেষ্টা করি।🥰 কিন্তু এতসুন্দর গাইতে পারি না ।😔😔

  • @swapnamishra
    @swapnamishra ปีที่แล้ว +2

    অপূর্ব।

  • @swapno-nil
    @swapno-nil หลายเดือนก่อน

    আপনার গান শুনে মুগ্ধ হয়ে যুক্ত হলাম। আমার পরিবারে আসার আমন্ত্রণ রেখে গেলাম

  • @sanjibsutradhar2636
    @sanjibsutradhar2636 หลายเดือนก่อน

    অপূর্ব....যেমন সুর তেমন কন্ঠ।

  • @fusionchoreography5347
    @fusionchoreography5347 3 ปีที่แล้ว +1

    Darun 👌👌👌

  • @indrajitgupta1697
    @indrajitgupta1697 18 วันที่ผ่านมา

    অপূর্ব অপূর্ব, সৌগত দা ❤️

  • @somb2c635
    @somb2c635 6 หลายเดือนก่อน +1

    Apurba gailen. Mon shanto hoye gelo. Aro shonar sujog kore din.

    • @SougataKundu
      @SougataKundu  6 หลายเดือนก่อน

      Anek dhanyobad apnake. Bhalobasa janben

  • @saibalc13
    @saibalc13 12 วันที่ผ่านมา

    আমার অ-সুর কন্ঠে তো আর গান আসে না তাই আমি আবৃত্তি করি এটা...... আপনার কন্ঠ এবং গায়কী শুনে মনটা ভরে গেলো। একদি যদি সামনা-সামনি শোনার সুযোগ পেতাম....

  • @somasb312
    @somasb312 ปีที่แล้ว +1

    অনবদ্য

  • @sahabuddinmondal7694
    @sahabuddinmondal7694 3 ปีที่แล้ว +1

    অনবদ্য!

  • @gautambasu1295
    @gautambasu1295 10 หลายเดือนก่อน

    দারুণ সুন্দর। ভীষন দরদ দিয়ে গাওয়া!

  • @arunimamahapatra2816
    @arunimamahapatra2816 10 หลายเดือนก่อน

    আহা। অপূর্ব!

  • @tribeniprasadbagchi7284
    @tribeniprasadbagchi7284 7 หลายเดือนก่อน

    THE ULTIMATE SONG OF ALL SONGS.

  • @babulhossain2291
    @babulhossain2291 3 ปีที่แล้ว

    voice টা দারুণ !

  • @papiyadhar7748
    @papiyadhar7748 11 หลายเดือนก่อน

    Aaha aasadharon

  • @paramasigurdsen8250
    @paramasigurdsen8250 7 หลายเดือนก่อน

    Unparallel.

  • @sopneraamar-dreamsneverdie4438
    @sopneraamar-dreamsneverdie4438 10 หลายเดือนก่อน

    Vison valo laglo.

  • @Nabanita962
    @Nabanita962 ปีที่แล้ว

    অসাধারণ ❤️❤️

  • @sambhunathnandi1745
    @sambhunathnandi1745 2 ปีที่แล้ว +1

    খুব ভাল

  • @somaghosh247
    @somaghosh247 11 หลายเดือนก่อน

    Apurbo, darun presentation.

  • @sangamculturalacademy4729
    @sangamculturalacademy4729 3 ปีที่แล้ว +1

    দারুণ 🇮🇳🙏🇮🇳

  • @babulhossain2291
    @babulhossain2291 3 ปีที่แล้ว

    দারুণ ! 👍👍👍👍

  • @shibanimitra833
    @shibanimitra833 2 ปีที่แล้ว

    Daaaaarun, 🙏🙏🙏

  • @tarunmusic3997
    @tarunmusic3997 3 ปีที่แล้ว

    Superb presentation Sougatada.

  • @l_am_Anuj_Biswas
    @l_am_Anuj_Biswas 10 หลายเดือนก่อน

    Apurbo

  • @travelwithanchorprosenjitp4322
    @travelwithanchorprosenjitp4322 3 ปีที่แล้ว

    দারুণ 🌈 🎙️

  • @amitdutta1973
    @amitdutta1973 3 ปีที่แล้ว

    অসাধারন লাগলো

  • @lopamudramitra2855
    @lopamudramitra2855 25 วันที่ผ่านมา

    Khub bhalo Kaj 🙏

    • @SougataKundu
      @SougataKundu  25 วันที่ผ่านมา

      কী আর বলবো দিদি, তুমি আমার গান শুনে লিখলে এ আমার চলার পাথেয় হয়ে রইলো। 🙏

  • @amaldatta174
    @amaldatta174 ปีที่แล้ว +2

    আপনার গায়কী আমার খুব পছন্দ হয়েছে।পিয়ালী কুণ্ডুর চ্যানেলে প্রচারিত আপনার গান শুনে মুগ্ধ হয়েছিলাম।এটা বেড়েই যাচ্ছে। অনেক বড় বড় মন্তব্য করলে পড়ে দেখবেন তো ? আমার বয়স মধ্য ষাট পেরিয়ে ।অনেক ধন্যবাদ ভাই।

    • @SougataKundu
      @SougataKundu  ปีที่แล้ว

      Thank you so much

    • @amaldatta174
      @amaldatta174 ปีที่แล้ว

      ​@@SougataKundu You are so welcome !

  • @purabiroychowdhury7607
    @purabiroychowdhury7607 5 วันที่ผ่านมา

    Please put some Tagore songs in Hindi in my mobile sung in Hindi

  • @sauravganguly21
    @sauravganguly21 22 วันที่ผ่านมา

    খুব সুন্দর গাওয়া।প্রথম স্তবকটা বাদ দিলেন কেন?

    • @saibalc13
      @saibalc13 12 วันที่ผ่านมา

      না, তাহলে জাতীয় সঙ্গীতের অবমাননা হতো।

  • @ibrahimhossainjibon1470
    @ibrahimhossainjibon1470 หลายเดือนก่อน

    Song ta valoi
    Ami akjon Bangladeshi