কাশ্মীরের এই ব্লগটা সত্যি আমার কাছে দারুণ লেগেছে এত কাছ থেকে যে পাক occupied কাশ্মীর দেখতে ভাবতেও পারিনি। এই রকম একটা ব্লগ দেখানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।
আরেকটি চমত্কার ভিডিও, শিবাজি দা! 🌄 টিটওয়ালের দৃষ্টিভঙ্গি এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের নৈকট্য সত্যিই শ্বাসরুদ্ধকর। আপনার অফবিট ভ্রমণ সিরিজ অবিশ্বাস্যভাবে অনুপ্রেরণাদায়ক এবং তথ্যপূর্ণ। আমাদের সাথে এই লুকানো রত্নগুলি অন্বেষণ এবং শেয়ার করুন! 👍
মন ভরে গেলো দাদা। কয়েক বছরের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর আমাদের দখলে চলে আসবে। তাই খুব শিগগির তোমার চোখে আমরা POK এর স্বর্গীয় দৃশ্যগুলো দেখতে পাবো❤। আশায় রইলাম।
অদ্ভুত রোমাঞ্চকর অভিযানের নায়কদ্বয় শিবাজী দা ও পৃথ্বিজীৎ দা। তোমার মতামত অসাধারণ। জয় হিন্দ। প্লাস্টিক নিয়ে গত পর্বে পৃথ্বিজীৎ দা ও টুপি নিয়ে POK ও যুদ্ধ নিয়ে শিবাজী দার মত কে সম্পূর্ণ সহমত। এই কাশ্মীর অসাধারণ এবং একদম আনটাচড ও ভিড়শূন্য এটাই মার্ভেলাস❤❤❤❤। এক্সপ্লোরার শিবাজী চ্যানেল জিন্দাবাদ।
এই কাশ্মীর দেখার অভিজ্ঞতা হয়নি তাই, দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেলাম ,অপূর্ব, অসাধারণ ,কিছু ই বলার মত নয়। ভীষণ ভীষণ ভালো লাগছে।👌👌👌👌👌। চারিদিকে দৃশ্য দেখে মনটা ভালো হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন । শুভ রাত্রি।
কি যে অনবদ্য অনুভূতি হচ্ছে ভাষায় প্রকাশ করা যাবে না 🌸🌷 ওহে অপরূপ প্রকৃতি তোমাকে আমি বড়ো ভালোবাসি তোমার মাঝেই বাঁচিতে চাই আমি তোমার মাঝেই মরিতে চাই 🌷thank you shibaji da thank you prithijit da 🙏
দারুন । যে কাশ্মীর কে এত কাল নানান যুদ্ধ আতঙ্কের মাঝে দেখে এসেছি এটা তার থেকে 180 ডিগ্রি ভিন্ন । স্বর্গের মতো সুন্দর এই স্বপ্নের কাশ্মীর কে দেখানোর জন্য অশেষ ধন্যবাদ ।
এই offbeat কাশ্মীর আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়!আপনি ও পৃথিজিত এতো ভালো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন!!কাশ্মীরকে নতুন করে দেখলাম!কি সুন্দর দৃশ্য!অনেক শুভেচ্ছা!
শিবাজী দা দূর্দান্ত blog দেখলাম তিতুয়ালের।কোনো কথা হবে না।। রোমাঞ্চ শুধু আপনাদের হয়েছে তার নয় আমি ও রোমাঞ্চকর পরিবেশ উপলব্ধি করেছি।। next Blog এর অপেক্ষায় 🙏🏻
আমি মুগ্ধ হয়ে গেছি। এতো মনোরম সুন্দর। তোমাদের জন্য দেখা হল। একথা টা ঠিক যে সব জায়গায় সাধারণ মানুষ এক রকম। কিছু মানুষ নিজেদের জন্য গন্ডগোল তৈরী করে। তোমাদের অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। শেষ কথা একটাই তোমাদের সাথেই গলা মিলিয়ে বলছি We want justice.
Wonderful vlog,Pok dekheo khub bhalo laglo.Aponader eai ek apurba experience.khub Kam manusher bhagye eta ghate.Anobadya tour,anobadya experience.Amio khub Ananda pelam. Valo thakben.Many many thanks to both of you and pritthijert babu.❤❤❤❤❤
খুব ভালো লাগল অফ বিট এ কাশ্মীর ভ্রমন! অপূর্ব সৌন্দর্য্য এ কাশ্মীরের! LOC দেখালেন একি কম কথা! সারাক্ষণ কলকাতার খবর ও ইউটিউব ভিডিও দেখতে দেখতে এ এক যেন চোখের ও মনের আরাম তথা বিশ্রামের ব্যবস্থা হল। মৌসুমী। এডমন্টন। কানাডা।
Thank you Shibaji da. Ki dekhalen !! kashmir gurechi kintu e jeno aro lovonio kashmir !! konodin ei jaegatate jete parini . Thank you and your entire team so so so so much for this most valuable episode ever before. This is First time in bengalie travel blog.❤❤❤❤❤❤
টিভিতে দেখলাম দাদা। দারুন হয়েছে ভিডিও। এত সুন্দর প্রকৃতি এখানে চোখ ভোরে শুধু দেখতে হবে। দারুন সুন্দর একটা জায়গা উপহার দিলেন আপনারা এই ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন আপনারা। আরো ভিডিওর অপেক্ষায় রইলাম।😊😊😊
আজ কের ভিডিও টি যখন দেখছিলাম আমি দূচোখ ভরে শুধু পথ শোভা দেখছিলাম কোথাও যাওয়ার দরকার নেই গাড়ি করে মাইল এর মাইল চলতে চলতে শুধু দুচোখ ভরে পথশোভা দেখা।আর কিছু দেখার দরকার পরে না।ব্যাক গাউনড মিউজিক।অসাধারণ লাগলো সত্যি অফবিট কাশ্মীর অসাধারণ লাগলো ।সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ)
Sotti ektu emotional hoa gelam....1tai to desh chilo tobu aj chokhe dekhte peleo jaoya nisedh manush er sathe dekha Kora kotha bola nisedh. Khub sundor prokriti oi par tao nischoi emon e sundor. Khub valo laglo dada .
অসাধারণ....just WOW...হাঁ করে দেখার মতো প্রাকৃতিক সৌন্দর্য। আর Border এর রোমাঞ্চ বোধহয় এরকমই হয়। দুই দেশ কিন্তু একই রকম দেখতে তাদের লোকজন, খাবার, সংস্কৃতি কিন্তু কাঁটাতারের বেড়ায় আটকে আছে সব। তবে "যারা যে ভাষা বোঝে...তাদের সেই ভাষায় কথা বলাও জরুরী" Love from Bankura
LOC এর কাছাকাছি আপনারা। এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আপনাদের, আমাদেরও । দারুন! দারুন! এমনই নানান অপরিচিত স্থান ভ্রমন করুন। আমরা দর্শককূল দেখে আনন্দ উপভোগ করি । ধন্যবাদ আপনাদের
টুপি খুলব না এই মনবৃতির জন্য আপনাকে একটা স্যালুট।🇮🇳
কাশ্মীরের এই ব্লগটা সত্যি আমার কাছে দারুণ লেগেছে এত কাছ থেকে যে পাক occupied কাশ্মীর দেখতে ভাবতেও পারিনি। এই রকম একটা ব্লগ দেখানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।
অতুলনীয় একটা সিরিজ। মন ভরে গেল। বাংলাদেশ থেকে।
আরেকটি চমত্কার ভিডিও, শিবাজি দা! 🌄 টিটওয়ালের দৃষ্টিভঙ্গি এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের নৈকট্য সত্যিই শ্বাসরুদ্ধকর। আপনার অফবিট ভ্রমণ সিরিজ অবিশ্বাস্যভাবে অনুপ্রেরণাদায়ক এবং তথ্যপূর্ণ। আমাদের সাথে এই লুকানো রত্নগুলি অন্বেষণ এবং শেয়ার করুন! 👍
@@spc3461 oww
@@spc3461 wow I would sooooo. Oooo ooooooomsssossookooosokow🦆🐞🐷🐦🐦🦆🦆🦊🦆🐒🦆🐒🐒🦆🦆🦆🦆
মন ভরে গেলো দাদা।
কয়েক বছরের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর আমাদের দখলে চলে আসবে। তাই খুব শিগগির তোমার চোখে আমরা POK এর স্বর্গীয় দৃশ্যগুলো দেখতে পাবো❤। আশায় রইলাম।
Love from howrah West Bengal ❤
Proud to be Indian Muslim 😊
As a indian❤
অদ্ভুত রোমাঞ্চকর অভিযানের নায়কদ্বয় শিবাজী দা ও পৃথ্বিজীৎ দা। তোমার মতামত অসাধারণ। জয় হিন্দ। প্লাস্টিক নিয়ে গত পর্বে পৃথ্বিজীৎ দা ও টুপি নিয়ে POK ও যুদ্ধ নিয়ে শিবাজী দার মত কে সম্পূর্ণ সহমত। এই কাশ্মীর অসাধারণ এবং একদম আনটাচড ও ভিড়শূন্য এটাই মার্ভেলাস❤❤❤❤। এক্সপ্লোরার শিবাজী চ্যানেল জিন্দাবাদ।
Azmat-e-Hind 🙏, Vande Mataram. Camp side homely atmosphere and adda, darun. Thanks for sharing.
এই কাশ্মীর দেখার অভিজ্ঞতা হয়নি তাই, দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেলাম ,অপূর্ব, অসাধারণ ,কিছু ই বলার মত নয়। ভীষণ ভীষণ ভালো লাগছে।👌👌👌👌👌। চারিদিকে দৃশ্য দেখে মনটা ভালো হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন । শুভ রাত্রি।
অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। খুব ভালো লাগলো😊😊😊😊
কি যে অনবদ্য অনুভূতি হচ্ছে ভাষায় প্রকাশ করা যাবে না 🌸🌷 ওহে অপরূপ প্রকৃতি তোমাকে আমি বড়ো ভালোবাসি তোমার মাঝেই বাঁচিতে চাই আমি তোমার মাঝেই মরিতে চাই 🌷thank you shibaji da thank you prithijit da 🙏
অপূর্ব প্রাকৃতিক পরিবেশ আর এক্সপ্লোরার শিবাজীর সহজ সুন্দর উপস্থাপনা, খুব ভালো ভিডিও হয়েছে এটা।
চমৎকার সব প্রাকৃতিক সৌন্দর্য আর সাথে অপূর্ব ধারাবর্ণনা।
Off beat জম্মু আর কাশ্মীরের সৌন্দর্য অসাধারণ। শিবাজীর তথ্যসমৃদ্ধ ভাষ্যের সঙ্গে খুব ভাল লাগল। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
সত্যি চেনা কাশ্মীর এর বাইরে এ এক অনবদ্য কাশ্মীর আর অসাধারণ নৈসরগিক দৃশ্য দেখলাম আপনাদের হাত ধরে ❤
চারিদিকের নয়নাভিরাম দৃশ্যপট, সুন্দর আবহাওয়া, মানুষজন, দুই প্রতিবেশী দেশের বর্ডার, কত সব রোমাঞ্চকর ইতিহাস , অজানা তথ্য, সত্যিই এককথায় অপূর্ব।❤
অফ বিট কাশ্মীর জমজমাট। খুব রোমাঞ্চকর মজা অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারলাম। ধন্যবাদ🙏💕
দারুন । যে কাশ্মীর কে এত কাল নানান যুদ্ধ আতঙ্কের মাঝে দেখে এসেছি এটা তার থেকে 180 ডিগ্রি ভিন্ন । স্বর্গের মতো সুন্দর এই স্বপ্নের কাশ্মীর কে দেখানোর জন্য অশেষ ধন্যবাদ ।
সত্যিই এটা একটু অন্যধরনের video দেখে খুব আনন্দ পেলাম, ধন্যবাদ আপনারা সবাইকে।
এই offbeat কাশ্মীর আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়!আপনি ও পৃথিজিত এতো ভালো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন!!কাশ্মীরকে নতুন করে দেখলাম!কি সুন্দর দৃশ্য!অনেক শুভেচ্ছা!
দারুন সুন্দর লেগেছে। অপূর্ব সুন্দর জায়গা। সত্যিই আপনার জন্যই এই এতো সুন্দর ভ্রমন করতে পারছি ঘরে বসে। ধন্যবাদ স্যার।❤❤❤❤
ভীষণ ভালো লাগলো। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। সুন্দর ভিডিও।
খুব ভাল লাগছে offbeat Kashmir.
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
অসাধারণ শিবাজী স্যার বর্ডার views দেখালেন ❤🫡খুব সুন্দর স্যার
অসাধারণ,দু চোখ ভরে শুধু দেখে গেলাম।
Khub sundor informative ekta vlog notun rupey ojana kasmir ke dekhey khub obhivuto lagchey.
Ek Kothae Osadharon Laglo. Joy Hok Bharot Matar
Kashmir এর এই দুই অপরূপ দৃশ্যপট যে আপনারা এত সুন্দর করে দেখিয়েছেন এর জন্য আপনাদের কে অসংখ্য ধন্যবাদ
অসাধারণ প্রাকৃতিক দৃশ্য।চোখ সড়াতে পারছি না।
অসাধারণ খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤
সত্যিই অপূর্ব সুন্দর ! যেমন বাচন ভঙ্গি ও পর্বত এর দৃশ্য, মন মুগ্ধ করে দেয়।❤ Joy and enjoy
শিবাজী দা দূর্দান্ত blog দেখলাম তিতুয়ালের।কোনো কথা হবে না।। রোমাঞ্চ শুধু আপনাদের হয়েছে তার নয় আমি ও রোমাঞ্চকর পরিবেশ উপলব্ধি করেছি।। next Blog এর অপেক্ষায় 🙏🏻
ব্যাপক লাগলো ভিডিওটা 👌👌👌 সত্যি তোমাদের সৌজন্যে কত কিছু দেখে নিচ্ছি আমরা যা হয়তো কোনদিন দেখার সুযোগ হবে না আমাদের....অনেক ভালোবাসা সবাইকে
Mesmeric Teetwal and an outstanding presentation. Great job .
মনোমুগ্ধকর ভিডিও পরিবেশনা করছেন শিবাজী দা ❤❤❤ ওফ বিট কাশ্মীর এতো সুন্দর অনবদ্য,, আর আপনার ইনফরমেশন দারুণ ❤❤❤
খুব সুন্দর মনোরম পরিবেশ। ভাল থাকবেন। পরের ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম।
Awesome laglo video ta.... sotti anno rokom video dekhlam.
খুবই ভালো লাগলো এই ভিডিওটি।
আপনার সব ভিডিওই আমার কাছে প্রিয়।
সবাই ভালো থাকবেন।
একটি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য র ভিডিও। যাওয়া সম্ভব হবেনা কিন্তু আপনার ভিডিও মাধ্যমে দেখতে পেয়ে চোখ সার্থক। অসাধারণ। ভালো থাকবেন।
কাশ্মীর এর তিওয়াল Bhraman vedio আমার ভীষণ ভীষণ ভাল লাগল । পরবর্তী ভিডিও দেখার অপেক্ষার থাকলাম । ধন্যবাদ জানাই আপনাদের এই ভিডিও টি উপহার দেয়ার জন্য ।
দারুন দারুন সুন্দর একটা ভিডিও দেখতে পেলাম। কি অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। মন ভরে গেল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।
খুব ভালো লাগলো। স্মৃতি রোমন্থন করলাম। ১৯৯৬ সালে ইলেকশন ডিউটিতে দিল্লি থেকে এসেছিলাম। নীলম নদীতে স্নানও করেছি। Thanks 👍
আমি মুগ্ধ হয়ে গেছি। এতো মনোরম সুন্দর। তোমাদের জন্য দেখা হল। একথা টা ঠিক যে সব জায়গায় সাধারণ মানুষ এক রকম। কিছু মানুষ নিজেদের জন্য গন্ডগোল তৈরী করে। তোমাদের অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। শেষ কথা একটাই তোমাদের সাথেই গলা মিলিয়ে বলছি We want justice.
মুগ্ধ হয়ে বলছি সমৃদ্ধ হলাম।
মুগ্ধ হয়ে গেলাম খুব সুন্দর হয়েছে ভিডিওটা।
অনবদ্য.. আহা কি অপূর্ব offbeat কাশ্মীর.. যাই দেখি মনে হয় যাই চলে..
your offbeat Kashmir video is absolutely fantastic. and also thanks for valuable message 'Justice for Tilottama"
Thanks once again.
Excellent video.Thank you once again for sharing.
আপনাদের গাড়ির চালক হিরোর থেকে কোনো অংশে কম নয়। ভিষন smart 👍🏻🙏🏻
অফ বিট কাশ্মীর ভ্রমন নিয়ে কি বলবো ! অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভায় ভরা এই তিতওয়াল পর্ব দেখে চোখ , মন , প্রাণ সব ভরে গেলো , ভালো থাকুন সুস্থ থাকুন , পরের পর্বের অপেক্ষায় রইলাম , ধন্যবাদ ।
Offbeat kashmir er sundorjo dekhe mugdho hoye gelam😊😍
দাদা তোমার ভিডিও দেখতে দেখতে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি । এতো সুন্দর কাশ্মীর আগে ভাবিনি। ধন্যবাদ দাদা আমরা ঘরে বসে তোমার দৌলতে উপভোগ করতে পাচ্ছি
এক কথায় অনবদ্য লাগল। প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ মনমুগ্ধকর, যা ভাষায় প্রকাশ করা যাবে না।ভাল থাকবেন।
Informative video. Thanku shibaji da. Sundor prokiti upovog to koralam tar sathe onek kichu janteo parlam.
খুব রোমাঞ্চকর ভিডিও।দারুণ এনজয় করলাম
ধন্যবাদ। প্রকৃতি যেন পাহাড় আর রাস্তা গুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছে।কি দারুন অপূর্ব লাগছে।
Wonderful vlog,Pok dekheo khub bhalo laglo.Aponader eai ek apurba experience.khub Kam manusher bhagye eta ghate.Anobadya tour,anobadya experience.Amio khub Ananda pelam.
Valo thakben.Many many thanks to both of you and pritthijert babu.❤❤❤❤❤
মনটা খুব ই খারাপ হয়ে আছে, কিন্তু এই ভিডিওটি দেখতে দেখতে কিছুটা হলেও মন শান্ত হয়ে গেলো। অনেক অনেক শুভেচ্ছা জানাই। অপূর্ব সুন্দর এই অফবিট কাশ্মীর।
Maruti 800 a hundred yards away in Neelam valley, Wow. Thanks for showing POK up close.
খুব ভালো লাগল অফ বিট এ কাশ্মীর ভ্রমন! অপূর্ব সৌন্দর্য্য এ কাশ্মীরের! LOC দেখালেন একি কম কথা! সারাক্ষণ কলকাতার খবর ও ইউটিউব ভিডিও দেখতে দেখতে এ এক যেন চোখের ও মনের আরাম তথা বিশ্রামের ব্যবস্থা হল।
মৌসুমী।
এডমন্টন।
কানাডা।
খূব খুবই সুন্দর ও অজানা জায়গার অসাধারণ নয়নাভিরাম দৃশ্য তুলে ধরার জন্য অজস্র ধন্যবাদ.
Go loctak l love it.
Offbeat kashmir is really beautiful.....
Thank you Shibaji da. Ki dekhalen !! kashmir gurechi kintu e jeno aro lovonio kashmir !! konodin ei jaegatate jete parini . Thank you and your entire team so so so so much for this most valuable episode ever before. This is First time in bengalie travel blog.❤❤❤❤❤❤
Gotokal dekhar somoy paini. Office r unch time e dekhlam ei episode ta. Darun laglo.
এত ভালো ভিডিও দেখতে পেলাম এটা আমাদের সৌভাগ্য খুবই ভালো লাগলো আপনাদের ধন্যবাদ
চেনা ছকের বাইরের কাশ্মীর দেখিয়ে মনটা ভাল করে দিলেন আপনারা। সত্যি অপূর্ব দৃশ্য, এপার দিয়ে আপনাদের গাড়ী যাচ্ছে আর ওপার দিয়ে পাক অধিকৃত কাশ্মীরের গাড়ী দেখে সত্যিই একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। খুব ভালো লাগলো, পরের ভিডিও র অপেক্ষায় থাকলাম।
Eta besh interesting video lagche.. khb রোমাঞ্চকর lagche dekhte.. india pak border. Woow.. daruun.. vlo thakun apnara..😊🎉
ধন্যবাদ্ এক নতুন কাশ্মীর দেখনোর জন্য। এ এক অদেখা কাশ্মীর। যাওয়ার ইচ্ছে রইল।
অসাধারণ লাগছে এই অফবিট কাশ্মীর। কোনোদিন যেতে পারবো না। কিন্তু আপনাদের সাথে মনের আশা মিটিয়ে ঘুরে নিচ্ছি। অন্য সব ঘোরার মতোই অসাধারণ।
Khub bhalo laglo video ta erokom aro video r oppekhaye roilam
Both are looking very handsome, bcz. magical positive environment of our Kashmir. All the best.
❤ beautiful! এটা আপনার পক্ষেই সম্ভব, great
অসাধারন
কি চমৎকার সুন্দর জায়গা ।
টিভিতে দেখলাম দাদা। দারুন হয়েছে ভিডিও। এত সুন্দর প্রকৃতি এখানে চোখ ভোরে শুধু দেখতে হবে। দারুন সুন্দর একটা জায়গা উপহার দিলেন আপনারা এই ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন আপনারা। আরো ভিডিওর অপেক্ষায় রইলাম।😊😊😊
Asombhob sundor...eta j dekhte pabo gjore bose , bhabtei obak lag6e...Pasei pok...r ektu durei apnar a bose a6en...satti apurboo...jai ma saroda..ma saraswati...apurbooo sundor drishyo..khub valo laglo..stay safe & healthy
দুর্দান্ত একটি ভ্রমণ পর্ব।মুগ্ধ হয়ে আপনার কথা ও দৃশ্য উপভোগ করছি।
Asadharon sundor 👌 apurba 👌👌👍👍👍💐💐💐💕💕
Durdanto views, beautiful nature, landscape, jara landscape ankte valo base, tader jonyo perfect, khub valo laglo ❤
Ajker Vlog theke chokh sorate parchina, kibhabe sesh holo bughlam na, Kishan Ganga river,POK jibone jete parbona, virtually darun romancho holo, onek dhonyobad eto sundor video r jonno, onek informative ❤
এককথায় নয়নাভিরাম।আপনার কল্যানে কাশ্মীরের অজানা দিকটাও দেখা হয়ে গেল।অশেষ ধন্যবাদ।
খুব ভালো আর একটি ভিডিও দেখালেন। কোনোদিন যা দেখিনি বা দেখবার আশা করিনি,সেই অসাধ্য সাধন করলেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে।
Asadharon scenic beauty 👌👌. Sotti... bhishon bhabe romanchito holam.... Daruuuun ek abhiggota holo tomader👍👍.
আজ কের ভিডিও টি যখন দেখছিলাম আমি দূচোখ ভরে শুধু পথ শোভা দেখছিলাম কোথাও যাওয়ার দরকার নেই গাড়ি করে মাইল এর মাইল চলতে চলতে শুধু দুচোখ ভরে পথশোভা দেখা।আর কিছু দেখার দরকার পরে না।ব্যাক গাউনড মিউজিক।অসাধারণ লাগলো সত্যি অফবিট কাশ্মীর অসাধারণ লাগলো ।সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ)
খুব সুন্দর,এত সবুজের সমারোহ দেখে নয়ন সার্থক হল।ধন্যবাদ আপনাদের ,এত সৌন্দর্য দেখাবার জন্য।
Eto sundor nature kichu ta holeo asanto monta k santo korlo.thanks.God bless you and your family.
Sotti ektu emotional hoa gelam....1tai to desh chilo tobu aj chokhe dekhte peleo jaoya nisedh manush er sathe dekha Kora kotha bola nisedh. Khub sundor prokriti oi par tao nischoi emon e sundor. Khub valo laglo dada .
Thrilling and adventurous journey enjoyed with my hearts content.
গরীবের মেডিটেশন করার একমাত্র জায়গা তিতওয়াল। দারুন সুন্দর দৃশ্য শুধু উপভোগ করার মতো।❤
Fantastic vedio. Most enjoyable.
অসাধারণ....just WOW...হাঁ করে দেখার মতো প্রাকৃতিক সৌন্দর্য। আর Border এর রোমাঞ্চ বোধহয় এরকমই হয়। দুই দেশ কিন্তু একই রকম দেখতে তাদের লোকজন, খাবার, সংস্কৃতি কিন্তু কাঁটাতারের বেড়ায় আটকে আছে সব। তবে "যারা যে ভাষা বোঝে...তাদের সেই ভাষায় কথা বলাও জরুরী"
Love from Bankura
Ekdom
Ato sundor video ta dekhe, last e khawa tai miss kore gelam!
LOC এর কাছাকাছি আপনারা। এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আপনাদের, আমাদেরও । দারুন! দারুন! এমনই নানান অপরিচিত স্থান ভ্রমন করুন। আমরা দর্শককূল দেখে আনন্দ উপভোগ করি । ধন্যবাদ আপনাদের
Ki darun video..dada sotti tomader video nah dekhla jantai partm na. Amader desha ato sundor jaiga royeacha🙏
দারুন লাগলো এই জায়গা 👍👍 সত্যি এতো কাছ থেকে pok দেখতে পাওয়া 🤔🤔🤔
খুব ভাল লাগলো অসাধারণ মুগ্ধ হলাম
ভাষা নেই। ভাষা থাকার কথাও নয়। মুগ্ধ হয়ে গেলাম। ❤❤❤❤❤❤❤❤
Video ta dekhte dekhte gaye kanta dichilo, darun avigyata hoche,👍👍
খুব ভালো লাগলো, এগিয়ে জান ।👍🏼
খুব ভালো লাগলো , মনে হচ্ছে যেন আপনাদের সাথেই আছি