পৃথিজিৎ দা তুলনা হবে না কথা তে দারুন দারুন। সত্যি যে যেমন ভাষা বোঝে তাকে ওই ভাষাতে কথা বলতে হয়। জয় হিন্দ ।যেসব নেতা মন্ত্রী আমাদের সৈন্য নিয়ে যখন কু রুচিকর মন্তব্য করে ঠিক তখন মনে হয় ওদের কে এইসব জায়গায় পাঠিয়ে দিয়ে দেখতে হয় । দু মিনিটে পালিয়ে আসবে
Prithijit Babu valoi bolechen...but eta BJP er vasa...Mane lokke boka banano. POK ta kno tairi hoyechilo...seta age janun. R...Pakistani lokjon ki kharap??? Na...sudu amdr deser hindubadi rajnoitik netara....borabor Pakistan somporke...biddes choriache...nijeder voter faidar jonno. R varotio sena...kno...police ba ekjon muchi....somaje protyeker proyojon...Ora Jodi oder kaj na kore ...tale oder rekhe luv ki...r vule jabenna...apnar deoa tax ei oder Maine r sujog subida hoy...so...etai oder kaj....savavik. Protrekke protrekker kaj na korle des konodin age egoyna. Apnarao jmn video sundor banan bolei....eto manush apnader video deke.
পৃথ্বিজিৎ দা যেই কথা বলেছে সেটা একদম ১০০ ভাগ সত্যি কথা, স্পষ্ট কথা বলতে কোনো কষ্ট নেই.. এই ভিডিও দেখতে দেখতে শিহরিত হতে হয়.. সত্যি প্রত্যেক টা সেনা জওয়ান কে সেলাম , আজ ওনাদের জন্যই আমরা ভালো করে শান্তিতে বাস করতে পারছি.. জয় হিন্দ, সেলাম ভারতীয় সেনা ...
আজকের পর্ব আমার জন্য একদম অন্য রকম অনুভূতি এনে দিলো,আমি ওই 24 বছর আগে ফিরে গেলাম,আমি ফৌজি পরিবারের সদস্য, যে জায়গাগুলো আপনারা দেখালেন সেখানে আমার খুব কাছের জনরা যুদ্ধের সাথে জড়িত ছিলো, বরাহনগর এর কনাদ ভট্টাচার্যের নামটা দেখে খুব ভালো লাগলো,ওনার নামে একটা বাসস্ট্যান্ড করেছে সেটা রও বেহাল দশা আমাদের এখানে,তবু ওখানে তো সম্মান পাচ্ছে, আর একটা জিনিস ভালো লাগলো আপনারা যখন Indian Army কে বার বার সম্মান দিচ্ছিলেন তখন সত্যি অণুরনন মিশ্রিত আবেগে আপনাদের ও আপনাদের দেখানো সব জায়গাগুলোকে আরো বেশি করে অনুভব করছিলাম,Drass, Punch, Rajouri,kargil আজ হয়েতো দ্রষ্টব্য স্থান কিন্তু আমাদের দেশের প্রচুর সেনার নিবেদিত প্রাণ সেখানে মিলেমিশে গেছে 🇮🇳🇮🇳,ভালো থাকুন
আপনার প্রতি কৃতজ্ঞ এবং শুভেচ্ছা , আপনি একজন সেনা পরিবারের সদস্য হিসেবে । আমি নিশ্চিত , যখন সেনাদেরকেও নোংরা রাজনীতির স্বীকার হতে হয় , আপনি ব্যথিত হোন । আসলে আমাদের দেশের প্রত্যেকটি নাগরিককে সেনাদের কর্মকাণ্ড ও অধ্যবসায়ের ওপর শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হ'তে হবে । একটা কথা মাথায় রাখতে হবে তারা পাহাড়া দিচ্ছে বলেই রাজনৈতিক দল গুলো নিশ্চিন্ত মনে ঘুঁটি সাজাতে পারছে । সবার আগে দেশ তারপর রাজনীতি । জয় হিন্দ
বন্দেমাতরম, ভারত মাতার জয় হোক। যুদ্ধ নয় শান্তি চাই😊😊। এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলো ১০০ শতাংশ দুর্দান্ত দুঃসাহসিক তথ্যসমৃদ্ধ ❤ অসংখ্য ধন্যবাদ জানাই Explorer Shibaji দা কে।
অসাধারণ । কোনোদিন তো যেতে পারবোনা। আপনাদের বদান্যতায় তাও দেখা হল। কনাদ ভট্টাচার্যর কথা মনে পড়ছিল। নাম টা দেখে গর্বে বুক ভরে গেল। 🫡 ভারতীয় সৈনিকদের স্যালুট জানাই। ওনাদের জন্যই আমরা নিরাপদে বাঁচি।
সেরা একটা ভিডিও অনেক কিছু দেখলাম জানলাম 👍👍👍 পৃথ্বী দা ঠিক বলেছে খেদিয়ে দেওয়া দরকার 👍👍 সত্যি ভারতীয় সেনাবাহিনী এর জন্যে শ্রদ্ধা বেড়ে যায় এই জায়গা গুলো দেখলে ৩৫.৩৫ মিনিট থেকে গায়ে কাটা দিয়ে উঠলো। অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা ভিডিও দেখানোর জন্যে ❤️❤️❤️
এই ভিডিওটি দেখে আমি সত্যিই মুগ্ধ! এলওসির শেষ গ্রাম হুন্ডারম্যান, কার্গিল যুদ্ধ স্মারক এবং অপার্থিব বুদ্ধ মূর্তির দৃশ্য আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। আপনার চিত্রায়ন এবং বর্ণনা অসাধারণ। ধন্যবাদ এই অসামান্য অভিজ্ঞতা ভাগ করার জন্য।
সরকার অনুমতি দিলেই ভারত মায়ের বীর সনতানরা পাকিস্তানের দখলে থাকা কাশমীর আবার ফিরিয়ে আনবে ভারত সরকার তার অনুমতি তাড়াতাড়ি দিক এটাই সমসতো ভারতীয়দের একমাত্র কামনা
ভাষায় প্রকাশ করা যাবে না এই ভ্লগ টা সত্যি একদম অন্যরকম, অনবদ্য ও অসাধারণ। মনোজ পান্ডে, বিক্রম বাত্রা, সহ সমস্ত বীর জওয়ানদের আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। জয়হিন্দ। ❤️🙏
আমার বাবা একজন kargil যোদ্ধা ছিলেন। আমার বাবা আজ আপনার ভিডিও টি দেখে অনেক টা ইমোশনাল হয়ে পড়েছিলেন। আপনার ভিডিও অনেক ভালো লাগে আরো সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যান আপনি এবং prithijit দা । আমি নদিয়া bethuadahari থেকে বলছি ।❤❤❤❤
তোমাদের কোনও তুলনা নেই। আজ তোমরা কার্গিল দেখালে বলে জীবন ধন্য হোলোও। এই জায়গাটা দেখতে দেখতে চোখে জল ভরে গেলো। ধন্য আমাদের সেনাবাহিনী র জওয়ান রা। যাদের সাহসিকতার জন্য আমরা পাকিস্তানের আগ্রাসনের হাত থেকে রক্ষা পেয়েছি। আমিও জানাই স্যালুট... সেই জওয়ান দের প্রতি। কি ভয়ংকর জায়গায় তারা লড়াই চালিয়ে, কার্গিল কে মুক্ত করেছিলো। অপূর্ব অপূর্ব দৃশ্য দর্শন করলাম। স্যালুট তোমাদের সবাই কে। ❤❤❤❤
আপনার ভিডিওটি দেখে আমি যেন নিজেকে লাদাখের সেই স্থানে উপস্থিত বোধ করলাম। হুন্ডারম্যান গ্রামের শান্ত পরিবেশ, কার্গিল যুদ্ধ স্মারকের মর্মস্পর্শী ইতিহাস এবং অপার্থিব বুদ্ধ মূর্তির চিত্রায়ন অসাধারণ ছিল। এই অভিজ্ঞতা ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ।
ভারতীয় সেনাবাহিনীর প্রতি রইল শ্রদ্ধা আর আপনাদের জানাই ধন্যবাদ। অনেক দিন ধরে লাদাখ পর্ব দেখার বাসনা ছিল সেটা আমাদের জন্য এত সুন্দর করে আপনারা ছাড়া আর কেউ হয়তো পরিবেশন করতে পারতেন না তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এটা বোধহয় সবথেকে সুন্দর উপস্থাপনা। সবকিছু এতো সুন্দর বলে বুঝানো যাবে না। ঈশ্বর আপনাদের খুব ভালো রাখুন। তাহলে আমরা এমন অনেক অনেক সুন্দর জায়গা দেখতে পাবো। আমরা ২০০৯ও২০২৩ এই দুবার লাদাখ গেছি কিন্তু আপনাদের চোখে আবার নতুন করে দেখলাম। অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। কারগিল সৈনিক দের জন্য রৈল অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম।
কারগিল দেখে অভিভূত, নতুন অভিজ্ঞতা সঞ্চিত হোলো , এতো ভালো হয়েছে ভিডিও টা মনে হচ্ছিল ওখানে পৌঁছে গেছি । মন ভরে গেল। Prithyijit এর কথা খুব খুব enjoy করলাম।
Shivaji , Your efforts are visible . You have improved your performance everyday. In future you and team will become a REFERENCE BLOGGER from this part of India . God bless you ! 🙏🏻
আর্য্য গাম থেকে কার্গিল যাবার পথশোভা শুধু দুচোখ ভরে দেখলাম দেখলাম এরসৌন্দয্য ভাষায় পকাশ করার মত সাহস আমার নেই।সত্যি কি কঠিন রূ়ঢ় বাস্তব জীবন এখানকার মানুষের ।কার্গিল যুদ্ধ আমাদের সবার মনে দগদগে রয়েছে।ভারতীয় সেনাবাহিনী যে ভাবে পাকিস্তান কে যে ভাবে খেদিয়ে ছিল আমি একজন ভারতীয় হয়ে ভারতীয় বীর সেনাবাহিনী কে জানাই আমার শবদধা ও কুর্নিশ ফারারিঙের শব্দ শুনতে পেয়েছি ।সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।
একজন ভারতীয় হিসেবে সর্বদা গর্বিত ❤। ভারতীয় সেনাবাহিনী যেভাবে সর্বদা সজাগ হয়ে এত কষ্টের মধ্যে তাদের ডিউটি করে যাচ্ছেন তাও তুলনীয় । আর সেই গল্পকে দর্শকের সামনে তুলে ধরার জন্য Team E xplorer Shivaji অনেক অনেক ধন্যবাদ। আর প্রকৃতির সৌন্দর্য বর্ণনা আপনার মতন এত এত সুন্দর করে বিবরণ খুব ভালো লাগে।
দারুন লাগলো আপনাদের এই পর্ব, দেখতে দেখতে এতটাই মোহিত হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিলো আপনাদের সাথে ঐখানেই আছি, আর পৃথ্বিজিতবাবুর কথাগুলো খুবই সত্যি আর সমর্থনযোগ্য। আপনারা দুজনে খুব ভালো থাকবেন। আর শিবাজিবাবু আপনাকে বলছি পৃথ্বীজিতবাবুর বিয়ে নিয়ে বলবেন না, কারণ এতে আপনারই ক্ষতি হবে, আপনি এমন একজন ভালো ভ্রমণসঙ্গী হারাবেন।
অদ্ভুত সুন্দর যা ভাষাতে প্রকাশ করা যাবে না । ভারত মার সন্তানের কাছে যে মাই সর্বোপরি। মাগো তোমার চরণ চুমি🙏🙏🪷🪷🇮🇳🇮🇳 ও আমার দেশের মাটির তোমার পরে ঠেকাই মাথা বীর সৈন্যদের পরে ঠেকাই মাথা ।অজস্র ধন্যবাদ জানাই শিবাজীদা পৃথ্বীজীতদা আর পলদাকে ❤❤❤❤
দাদা ভাই খুব ভালো লাগলো আপনার সাথে যুক্ত হয়ে আপনার ভিডিও দেখতে আমরা তো গরিব মানুষ তাই আপনার চোখ দিয়ে দেখতে পাই আপনি ভালো থাকুন ভগবান যেন আপনার মনো কামনা পুরন করেন।
Bhai Prithvijit o saathi--❤. Long live your efforts and respectful video on the most sacred soil Kargil and Drass. May all of you be blessed by Mother India . 🙏
আপনার ভিডিও দেখার মাধ্যমে মানসিক ভাবে লাদাখ ভ্রমনের সুযোগ হলো। ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাই। আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য এতো সুন্দর যা বর্ণনাতীত ❤
দারুন এক উপস্থাপনা। ভারতীয় বীর সেনানী যাঁরা আত্ম বলিদান করেছেন আর এখনো নিজেদের কষ্ট,দুঃখ তুচ্ছ করে দেশ মাতৃকার সেবা করে চলেছেন আর দেশবাসী কে রক্ষা করে চলেছেন তাদের আমার সকৃতজ্ঞ লক্ষ লক্ষ সেলাম🇮🇳 38:30 🙏
অসাধারণ সৌন্দর্যের ভরপুর স্বর্গ ।আর কাগিল আমাদের আবেগ ঘন জায়গা, যেখানে কতো সেনাবাহিনী যুদ্ধ করেছিল, এখন পাহাড়ায় রত। সেই সব সেনা বাহিনীর জন্য স্যালুট। খুব ভালো লাগলো। আপনার ভিডিও তো ভালো লাগবেই, তার সাথে কতো কিছু জানালেন। কতো কিছু জানলাম আপনার থেকে ধন্যবাদ আপনাকে শিবাজি বাবু।
চোখের জল ধরে রাখা সত্যিই খুব দুরহ কাজ, এতো গুলো তাজা প্রাণ শুধু মাত্র , কিছু প্রতিবেশী রাষ্ট্রের নষ্ট অভিসন্ধির জন্য। সত্যিই ওদের জন্য ধিক্কার,আর আমাদের দেশের ভগবান তুল্য সেনাদের জন্য নমষ্কার প্রানাম দুটোই রইলো, তার সাথে আপনাদের জন্য রইল স্পেশাল অভিনন্দন,কারন আপনাদের জন্য স্পটে গিয়ে দেখালেন সেই পূন্য ভুমি,আর ভারত মায়ের জন্য রাইলো,,,,,মা তুঝে সেলাম ,,,,,,
Ami ei channel er sob video dekhechi. Akhon o obdhi dakha amar best video eta.. Only bcz of that line by prithwijit da.... Just seraaaaaaaaaa❤❤❤❤❤❤❤ Jeta amaader seta amra niei charbo... And ofcourse Big big salute to Indian Army❤❤
Dada ja deklam jani na konodin chakhus dekte parbo kina kintu apnader camerai ja deklam ek kothai otulonio .salute to my indian army.joy hind.osadharon laglo....
জয় হিন্দ্ 🇮🇳 🇮🇳 🇮🇳 যুদ্ধ বিদ্ধস্থ গ্রামের ছবি বুকে সজোরে আঘাত করে গেল , আমরা সর্বদা নিরাপদে আর আমাদের রিয়েল হিরোরা বিপদে 😢😢😢 অসম্ভব সুন্দর ভিডিও পরেরটির জন্য অপেক্ষায় থাকলাম, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏🙏🙏
Salute Indian Army 🪖 LOC,Drass, Kargil War Memorial, Hunderman Village Apati Buddha Statue....... Daaaruuuun,roudrajjal sokale eto clear videography, bhishon sundor snow capped mountains, river, view point ek kothai anobodyo 👌 Incredible India 🇮🇳
দুর্ধর্ষ অনুভূতি এক অন্য রকমের ভালোলাগা ও ভালোবাসা। এই ভিডিও দেখতে দেখতে আনন্দে চোখে জল এসে গেল দেখার আনন্দ কিন্তু কমবে না, সত্যি স্যালুট ভারতীয় সেনা জওয়ানদের হৃদয়ের একদম শেষ প্রান্ত থেকে আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
So far one my best visit to this ladakh episode where sacrifice of our hero sons for our motherland are described with so emotions and in the battlefield of surrounding hills I couldn't resist me and express my feelings. Jai hind. Jai jawans. salute to bahadur jawans.
Sir aapnake onek dhonyobad erokom Ekta vlog share korar jonyo....kono din ekhane jete parbo na ....kintu aapnader chokh diye aamar dekha hoye gelo....big salute to our army
প্রথমে ই কারগিল শহীদ দের জন্য 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹। খুব ভালো লাগলো ও খুব সুন্দর লাগলো। শহীদদের জন্য তাদের পরিবারের সবার জন্য অনেক শ্রদ্ধা রইল। ভালো থেকো তোমরা। কনাদ এর শহীদ বেদী আমরা দেখেছি। 🌹❤🌹🙏🙏🙏
অসাধারণ লাগল ভিডিও টি। কার্গিল দেখে শিহরিত ও রোমাঞ্চিত হলাম। পাথরের গায়ে খোদাই করা বৌদ্ধ মূর্তি সত্যিই খুব সুন্দর। এক কথায় অনবদ্য। সবশেষে আমাদের ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাই। খুব ভাল লাগল। ভাল থাকবেন। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
আমার বয়স ৭৭। আমি এই প্রথম এই জায়গাগুলি দেখলাম । ভীষণ ভালো লাগলো । সকল শহীদগনের প্রতি স্যালুট ও শ্রদ্ধা জানাই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ । (বাংলাদেশ থেকে ) ।
অসাধারণ লাগলো কার্গিল আর দ্রাস। কার্গিল ওয়ার মেমোরিয়াল তো তুলনা হবে না । তার সঙ্গে বুদ্ধ স্টাচুটিও অসাধারণ। তোমাদের চোখ দিয়ে অনেক ভালো ভালো জিনিষ দেখতে পেলাম । খুব খারাপ লাগলো যুদ্ধ বিদ্ধস্ত কার্গিল গ্রাম দেখে। আর ভালো লাগলো পৃথ্যিজিতের কথা পেদিয়ে বৃন্দাবন দেখানো । আর কাঠিবাজি। এই ভাবেই তোমাদের চোখ দিয়ে দেখতে থাকবো। ভালো থেকো। ❤
পৃথিজিৎ দা তুলনা হবে না কথা তে দারুন দারুন। সত্যি যে যেমন ভাষা বোঝে তাকে ওই ভাষাতে কথা বলতে হয়। জয় হিন্দ ।যেসব নেতা মন্ত্রী আমাদের সৈন্য নিয়ে যখন কু রুচিকর মন্তব্য করে ঠিক তখন মনে হয় ওদের কে এইসব জায়গায় পাঠিয়ে দিয়ে দেখতে হয় । দু মিনিটে পালিয়ে আসবে
খুব ভালো লাগলো।আমরা গিয়েছিলাম এসব জায়গায় কিন্তু এত ভালো করে দেখতে পারিনি।ধন্যবাদ শিবাজী পৃথ্বীজিৎ
❤❤❤❤❤❤❤❤❤
আমার মনে হয় যারা যারা আত্ম অহংকারে ভোগে তাদের সবাই কে এই জায়গায় পাঠিয়ে দেওয়া দরকার
Thik bolechen 👍👍❤
Prithijit Babu valoi bolechen...but eta BJP er vasa...Mane lokke boka banano.
POK ta kno tairi hoyechilo...seta age janun.
R...Pakistani lokjon ki kharap???
Na...sudu amdr deser hindubadi rajnoitik
netara....borabor Pakistan somporke...biddes choriache...nijeder voter faidar jonno.
R varotio sena...kno...police ba ekjon muchi....somaje protyeker proyojon...Ora Jodi oder kaj na kore ...tale oder rekhe luv ki...r vule jabenna...apnar deoa tax ei oder Maine r sujog subida hoy...so...etai oder kaj....savavik.
Protrekke protrekker kaj na korle des konodin age egoyna.
Apnarao jmn video sundor banan bolei....eto manush apnader video deke.
এই ভিডিও টা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম কার্গিল এই সব জায়গা গুলি দেখলে গায়ে কাটা দেয়। খুব ভালো লাগলো।
পৃথ্বিজিৎ দা যেই কথা বলেছে সেটা একদম ১০০ ভাগ সত্যি কথা, স্পষ্ট কথা বলতে কোনো কষ্ট নেই.. এই ভিডিও দেখতে দেখতে শিহরিত হতে হয়.. সত্যি প্রত্যেক টা সেনা জওয়ান কে সেলাম , আজ ওনাদের জন্যই আমরা ভালো করে শান্তিতে বাস করতে পারছি.. জয় হিন্দ, সেলাম ভারতীয় সেনা ...
শিবাজি কোলকাতার ৪১° তাপপ্রবাহে তোমার এই শীতলতম ভিডিও দেখে দেহটা ভিজিয়ে নিলাম আর ভারতীয় সেনাবাহিনীর প্রতি আমাদের কৃতজ্ঞতা জানালাম।
আজকের পর্ব আমার জন্য একদম অন্য রকম অনুভূতি এনে দিলো,আমি ওই 24 বছর আগে ফিরে গেলাম,আমি ফৌজি পরিবারের সদস্য, যে জায়গাগুলো আপনারা দেখালেন সেখানে আমার খুব কাছের জনরা যুদ্ধের সাথে জড়িত ছিলো, বরাহনগর এর কনাদ ভট্টাচার্যের নামটা দেখে খুব ভালো লাগলো,ওনার নামে একটা বাসস্ট্যান্ড করেছে সেটা রও বেহাল দশা আমাদের এখানে,তবু ওখানে তো সম্মান পাচ্ছে, আর একটা জিনিস ভালো লাগলো আপনারা যখন Indian Army কে বার বার সম্মান দিচ্ছিলেন তখন সত্যি অণুরনন মিশ্রিত আবেগে আপনাদের ও আপনাদের দেখানো সব জায়গাগুলোকে আরো বেশি করে অনুভব করছিলাম,Drass, Punch, Rajouri,kargil আজ হয়েতো দ্রষ্টব্য স্থান কিন্তু আমাদের দেশের প্রচুর সেনার নিবেদিত প্রাণ সেখানে মিলেমিশে গেছে 🇮🇳🇮🇳,ভালো থাকুন
Uni k hoy apnar janala valo hoy?
@@ipshitasworld8985 আমার বাবা,এছাড়া আমার ফ্যামিলির আরো চার জন সেনাবাহিনীতে ছিলেন
আপনার প্রতি কৃতজ্ঞ এবং শুভেচ্ছা , আপনি একজন সেনা পরিবারের সদস্য হিসেবে । আমি নিশ্চিত , যখন সেনাদেরকেও নোংরা রাজনীতির স্বীকার হতে হয় , আপনি ব্যথিত হোন । আসলে আমাদের দেশের প্রত্যেকটি নাগরিককে সেনাদের কর্মকাণ্ড ও অধ্যবসায়ের ওপর শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হ'তে হবে । একটা কথা মাথায় রাখতে হবে তারা পাহাড়া দিচ্ছে বলেই রাজনৈতিক দল গুলো নিশ্চিন্ত মনে ঘুঁটি সাজাতে পারছে । সবার আগে দেশ তারপর রাজনীতি ।
জয় হিন্দ
আর একটা কথা শিবাজী দা আর পৃথ্বী দা কে বলি.......দারুন ভিডিও টা.....রক্ত গরম করে দেয়.....আমি মনে করি দেশের থেকে বড়ো আর কোনো আবেগ নেই, হতে পারেনা।
সত্যই আবেগ, গর্ব, অনুভতির বিষয়
বন্দেমাতরম, ভারত মাতার জয় হোক। যুদ্ধ নয় শান্তি চাই😊😊। এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলো ১০০ শতাংশ দুর্দান্ত দুঃসাহসিক তথ্যসমৃদ্ধ ❤ অসংখ্য ধন্যবাদ জানাই Explorer Shibaji দা কে।
অসাধারণ । কোনোদিন তো যেতে পারবোনা। আপনাদের বদান্যতায় তাও দেখা হল। কনাদ ভট্টাচার্যর কথা মনে পড়ছিল। নাম টা দেখে গর্বে বুক ভরে গেল। 🫡 ভারতীয় সৈনিকদের স্যালুট জানাই। ওনাদের জন্যই আমরা নিরাপদে বাঁচি।
Video দেখে সমস্ত শরীরে শিহরন জাগলো । অপূর্ব সুন্দর জায়গার অপূর্ব বিবরণ । ভারতীয় জওয়ানদের প্রতি অনেক শ্রদ্ধা।ভালো থাকবেন আপনারা। জয় হিন্দ।
সেরা একটা ভিডিও অনেক কিছু দেখলাম জানলাম 👍👍👍 পৃথ্বী দা ঠিক বলেছে খেদিয়ে দেওয়া দরকার 👍👍 সত্যি ভারতীয় সেনাবাহিনী এর জন্যে শ্রদ্ধা বেড়ে যায় এই জায়গা গুলো দেখলে ৩৫.৩৫ মিনিট থেকে গায়ে কাটা দিয়ে উঠলো। অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা ভিডিও দেখানোর জন্যে ❤️❤️❤️
এই ভিডিওটি দেখে আমি সত্যিই মুগ্ধ! এলওসির শেষ গ্রাম হুন্ডারম্যান, কার্গিল যুদ্ধ স্মারক এবং অপার্থিব বুদ্ধ মূর্তির দৃশ্য আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। আপনার চিত্রায়ন এবং বর্ণনা অসাধারণ। ধন্যবাদ এই অসামান্য অভিজ্ঞতা ভাগ করার জন্য।
Sotti bohutto bade r varot
সরকার অনুমতি দিলেই ভারত মায়ের বীর সনতানরা পাকিস্তানের দখলে থাকা কাশমীর আবার ফিরিয়ে আনবে ভারত সরকার তার অনুমতি তাড়াতাড়ি দিক এটাই সমসতো ভারতীয়দের একমাত্র কামনা
অসাধারণ উপহার কিছু বলার ভাষা নেই
ভাষায় প্রকাশ করা যাবে না এই ভ্লগ টা সত্যি একদম অন্যরকম, অনবদ্য ও অসাধারণ। মনোজ পান্ডে, বিক্রম বাত্রা, সহ সমস্ত বীর জওয়ানদের আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। জয়হিন্দ। ❤️🙏
দাদা জানি না কেন চোখে জল এসে গেল 😢😢😢।। Salute to our nation and the Indian army 🙏🙏🙏🙏🌹🌹🌹💕💕💕
কার্গিল শহীদদের শ্রদ্ধা জানাই। আপনার সঙ্গে আজ আমিও যেন পৌঁছে গেলাম কার্গিল, দ্রাস আর হুন্ডারমান গ্রাম এ । দারুন বর্ণনা, অপূর্ব দৃশ্য মন জুড়িয়ে গেলো
আমার বাবা একজন kargil যোদ্ধা ছিলেন। আমার বাবা আজ আপনার ভিডিও টি দেখে অনেক টা ইমোশনাল হয়ে পড়েছিলেন। আপনার ভিডিও অনেক ভালো লাগে আরো সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যান আপনি এবং prithijit দা । আমি নদিয়া bethuadahari থেকে বলছি ।❤❤❤❤
আপনার এই মেসেজ পড়ে ভালো লাগলো
@@SwarbhanuDutta ধন্যবাদ আপনাকে
এত সুন্দর দৃশ্য কি লিখবো ভাষা হারিয়ে ফেলেছি অসাধারণ 👍 জয় হিন্দ❤
ভাল লাগল সেইসাথে ভারাক্রান্ত হয়ে গেল মনটা। শ্রদ্ধা জানাই কার্গিল শহীদদের। 🙏
তোমাদের কোনও তুলনা নেই। আজ তোমরা কার্গিল দেখালে বলে জীবন ধন্য হোলোও। এই জায়গাটা দেখতে দেখতে চোখে জল ভরে গেলো। ধন্য আমাদের সেনাবাহিনী র জওয়ান রা। যাদের সাহসিকতার জন্য আমরা পাকিস্তানের আগ্রাসনের হাত থেকে রক্ষা পেয়েছি। আমিও জানাই স্যালুট... সেই জওয়ান দের প্রতি। কি ভয়ংকর জায়গায় তারা লড়াই চালিয়ে, কার্গিল কে মুক্ত করেছিলো। অপূর্ব অপূর্ব দৃশ্য দর্শন করলাম।
স্যালুট তোমাদের সবাই কে। ❤❤❤❤
❤🙏
আপনার ভিডিওটি দেখে আমি যেন নিজেকে লাদাখের সেই স্থানে উপস্থিত বোধ করলাম। হুন্ডারম্যান গ্রামের শান্ত পরিবেশ, কার্গিল যুদ্ধ স্মারকের মর্মস্পর্শী ইতিহাস এবং অপার্থিব বুদ্ধ মূর্তির চিত্রায়ন অসাধারণ ছিল। এই অভিজ্ঞতা ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ।
এক কথায় বলব "रोंगटे खड़े हो गए"
We are proud of our country and our Army
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
আপনাদের দৌলতে কার্গিল দৃশ্য টা চাক্ষুষ করলাম আমার তরফ থেকে অনেক ধন্যবাদ।
মুগ্ধ। কতটা মুগ্ধ লিখে বোঝানো সম্ভব নয়। আপনার narrationএ চোখে জল এসে গিয়েছিল। ধন্যবাদ আপনাদের।
ভারতীয় সেনাবাহিনীর প্রতি রইল শ্রদ্ধা আর আপনাদের জানাই ধন্যবাদ। অনেক দিন ধরে লাদাখ পর্ব দেখার বাসনা ছিল সেটা আমাদের জন্য এত সুন্দর করে আপনারা ছাড়া আর কেউ হয়তো পরিবেশন করতে পারতেন না তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ।
পৃথিজিত বাবুর পাকিস্তান সম্বন্ধে মন্তবকে স্যালুট জানাই।
এটা বোধহয় সবথেকে সুন্দর উপস্থাপনা। সবকিছু এতো সুন্দর বলে বুঝানো যাবে না। ঈশ্বর আপনাদের খুব ভালো রাখুন। তাহলে আমরা এমন অনেক অনেক সুন্দর জায়গা দেখতে পাবো। আমরা ২০০৯ও২০২৩ এই দুবার লাদাখ গেছি কিন্তু আপনাদের চোখে আবার নতুন করে দেখলাম। অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। কারগিল সৈনিক দের জন্য রৈল অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম।
কারগিল দেখে অভিভূত, নতুন অভিজ্ঞতা সঞ্চিত হোলো , এতো ভালো হয়েছে ভিডিও টা মনে হচ্ছিল ওখানে পৌঁছে গেছি । মন ভরে গেল। Prithyijit এর কথা খুব খুব enjoy করলাম।
সমগ্র পৃথিবীর শীতলতম স্থান ভেরখোয়ানস্ক বা ভস্তক ❤
Shivaji , Your efforts are visible . You have improved your performance everyday. In future you and team will become a REFERENCE BLOGGER from this part of India . God bless you ! 🙏🏻
আর্য্য গাম থেকে কার্গিল যাবার পথশোভা শুধু দুচোখ ভরে দেখলাম দেখলাম এরসৌন্দয্য ভাষায় পকাশ করার মত সাহস আমার নেই।সত্যি কি কঠিন রূ়ঢ় বাস্তব জীবন এখানকার মানুষের ।কার্গিল যুদ্ধ আমাদের সবার মনে দগদগে রয়েছে।ভারতীয় সেনাবাহিনী যে ভাবে পাকিস্তান কে যে ভাবে খেদিয়ে ছিল আমি একজন ভারতীয় হয়ে ভারতীয় বীর সেনাবাহিনী কে জানাই আমার শবদধা ও কুর্নিশ ফারারিঙের শব্দ শুনতে পেয়েছি ।সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।
সত্যই পথশোভা দু চোখ ভরে দেখলে নতুন অভিজ্ঞতা তৈরি হয়
এই পর্ব টি অসাধারন লাগলো ...মন ছুঁয়ে গেল আর আপনাদের উপস্থাপনা অনবদ্য
আমরা গেছিলাম 2022 এ। কার্গিল মিউজিয়াম দেখছিলাম আর একটা ভিডিও দেখেছিলাম। সত্যি চোখের জল ধরে রাখতে পারি নি।স্যালুট ভারতীয় সেনাকে।
একজন ভারতীয় হিসেবে সর্বদা গর্বিত ❤। ভারতীয় সেনাবাহিনী যেভাবে সর্বদা সজাগ হয়ে এত কষ্টের মধ্যে তাদের ডিউটি করে যাচ্ছেন তাও তুলনীয় । আর সেই গল্পকে দর্শকের সামনে তুলে ধরার জন্য Team E xplorer Shivaji অনেক অনেক ধন্যবাদ। আর প্রকৃতির সৌন্দর্য বর্ণনা আপনার মতন এত এত সুন্দর করে বিবরণ খুব ভালো লাগে।
এত সুন্দর মেসেওজ আগে দেখিনি। ধন্যবাদ।
@@SwarbhanuDutta Welcome
Indian Army, navy and Airforce❤🇮🇳salute.... Jai hind!!!! Proud to be an indian🇮🇳....
Tnx Ami o army
দারুন লাগলো আপনাদের এই পর্ব, দেখতে দেখতে এতটাই মোহিত হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিলো আপনাদের সাথে ঐখানেই আছি, আর পৃথ্বিজিতবাবুর কথাগুলো খুবই সত্যি আর সমর্থনযোগ্য। আপনারা দুজনে খুব ভালো থাকবেন। আর শিবাজিবাবু আপনাকে বলছি পৃথ্বীজিতবাবুর বিয়ে নিয়ে বলবেন না, কারণ এতে আপনারই ক্ষতি হবে, আপনি এমন একজন ভালো ভ্রমণসঙ্গী হারাবেন।
কার্গিল মেমোরিয়ালে ঢুকলে নিজেকেও যেন একজন সেনা বলে অনুভূতি হয়।স্যালুট ভারতীয় সেনা❤
কার্গিল আর দ্রাস দেখে চোখে জল এসে গেল। ধন্যবাদ আপনাদের এমন এক অনুভূতি উপহার দেওয়ার জন্য।
অদ্ভুত সুন্দর যা ভাষাতে প্রকাশ করা যাবে না । ভারত মার সন্তানের কাছে যে মাই সর্বোপরি। মাগো তোমার চরণ চুমি🙏🙏🪷🪷🇮🇳🇮🇳 ও আমার দেশের মাটির তোমার পরে ঠেকাই মাথা বীর সৈন্যদের পরে ঠেকাই মাথা ।অজস্র ধন্যবাদ জানাই শিবাজীদা পৃথ্বীজীতদা আর পলদাকে ❤❤❤❤
অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝে একরাশ বিষাদ....আমাদের শান্তির জন্য যারা এই বলিদান দিচ্ছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা 🙏🙏🙏
কাটির বিষয়টা যেভাবে সহজ ভাষায় এবং সহজ উদাহরণে বোঝানো হয়েছে , তা এক কথায় অসাধারণ ।
I am from Bangladesh. I am always fond of all your videos. Excellent! Very very excellent. Thanks a lot dada all of you
Many many thanks
সত্যি এতো সুন্দর বর্ননা, এতো সুন্দর দৃশ্য সবমিলিয়ে মনে হচ্ছে ঐখানে পৌঁছে গেছি। আমাদের সেনাবাহিনীকে সশ্রদ্ধ 🙏।
দাদা ভাই খুব ভালো লাগলো আপনার সাথে যুক্ত হয়ে আপনার ভিডিও দেখতে আমরা তো গরিব মানুষ তাই আপনার চোখ দিয়ে দেখতে পাই আপনি ভালো থাকুন ভগবান যেন আপনার মনো কামনা পুরন করেন।
Excellent comments পৃথ্বীজিতদার।
ঠিক ঠিক ঠিক একদম ঠিক পৃথ্বিজিৎ দা....যে যা ভাষা বোঝে সেই ভাবেই কথা বলা উচিত....একদম
শুভ দুপুর। উত্তপ্ত দুপুরে শীতল পরশ আপনাদের এই ভিডিও। 🙏 ভালো থাকবেন। সোদপুর থেকে দেখছি।
thank you . indian army did good job protecting land . salut to the indian army . amazing show .
Bhai Prithvijit o saathi--❤. Long live your efforts and respectful video on the most sacred soil Kargil and Drass. May all of you be blessed by Mother India . 🙏
আপনার ভিডিও দেখার মাধ্যমে মানসিক ভাবে লাদাখ ভ্রমনের সুযোগ হলো। ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাই। আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য এতো সুন্দর যা বর্ণনাতীত
❤
দারুন এক উপস্থাপনা। ভারতীয় বীর সেনানী যাঁরা আত্ম বলিদান করেছেন আর এখনো নিজেদের কষ্ট,দুঃখ তুচ্ছ করে দেশ মাতৃকার সেবা করে চলেছেন আর দেশবাসী কে রক্ষা করে চলেছেন তাদের আমার সকৃতজ্ঞ লক্ষ লক্ষ সেলাম🇮🇳 38:30 🙏
প্রথমে কারগিল যুদ্ধের শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাই🙏🙏🙏। অসাধারণ উপস্থাপনা। ধন্যবাদ ❤
অসাধারণ সৌন্দর্যের ভরপুর স্বর্গ ।আর কাগিল আমাদের আবেগ ঘন জায়গা, যেখানে কতো সেনাবাহিনী যুদ্ধ করেছিল, এখন পাহাড়ায় রত। সেই সব সেনা বাহিনীর জন্য স্যালুট। খুব ভালো লাগলো। আপনার ভিডিও তো ভালো লাগবেই, তার সাথে কতো কিছু জানালেন। কতো কিছু জানলাম আপনার থেকে ধন্যবাদ আপনাকে শিবাজি বাবু।
চোখের জল ধরে রাখা সত্যিই খুব দুরহ কাজ, এতো গুলো তাজা প্রাণ শুধু মাত্র , কিছু প্রতিবেশী রাষ্ট্রের নষ্ট অভিসন্ধির জন্য। সত্যিই ওদের জন্য ধিক্কার,আর আমাদের দেশের ভগবান তুল্য সেনাদের জন্য নমষ্কার প্রানাম দুটোই রইলো, তার সাথে আপনাদের জন্য রইল স্পেশাল অভিনন্দন,কারন আপনাদের জন্য স্পটে গিয়ে দেখালেন সেই পূন্য ভুমি,আর ভারত মায়ের জন্য রাইলো,,,,,মা তুঝে সেলাম ,,,,,,
Tnx amrder jonno vaba jonno
Mesmerizing beauty of mountains has made me awestruck. Thanks a lot for making such wonderful video for us.
উফফফ জমে যাবে মনে হচ্ছে ❤
অসাধারণ, অপূর্ব তুলনা হয় না।❤
আমার জন্মদিন ২৬ জুলাই, ১৯৯৯। কার্গিল বিজয় দিবস সেইদিন, সত্যিই ওইদিন একজন ভারতবাসী হয়ে আমার কাছে গর্বের দিন।❤
Ami ei channel er sob video dekhechi. Akhon o obdhi dakha amar best video eta.. Only bcz of that line by prithwijit da.... Just seraaaaaaaaaa❤❤❤❤❤❤❤ Jeta amaader seta amra niei charbo... And ofcourse Big big salute to Indian Army❤❤
এক কথায় অতুলনীয় সৌন্দর্য
সবার,আগে,আমি।🇧🇩👍
Ato bhalo laglo,abak bishyaye sudhu mon pran bhore deklam,apnader soujanye amar desh ke jachi,ar jawyander Salut janai
#SaveLadakh please support sonam sir
আপনার সব ভিডিও দেখি,আর খুব আনন্দ পাই। প্রথম থেকেই আপনার সঙ্গী।
Love from DIGHA ❤
অতুলনীয়......মুগ্ধ করেছে সমগ্ৰ ভিডিওটি অবশ্যই বর্ণনা সমেত। শুভেচ্ছা ও শুভকামনা রইল।
রাশিয়ার ইয়াকুৎস , খুব সম্ভবত ........ কিন্তু সমগ্ৰ উপস্থাপনাটি সত্যিই অনবদ্য...... পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ❤️❤️
Dada ja deklam jani na konodin chakhus dekte parbo kina kintu apnader camerai ja deklam ek kothai otulonio .salute to my indian army.joy hind.osadharon laglo....
গুরুদেব প্রণাম নেবেন
অনেক ধন্যবাদ শিবাজী দা, লাদাখ এবং গারগিল এর দুটো ভিডিও পরপর দেখে মুগ্ধ হয়েছি। আপনার ভিডিও সময় পেলেই দেখি। আপনাদের পুরো টিম এর জন্য অনেক শুভ কামনা।
বই পড়লে জ্ঞান বাড়ে,
ভ্রমণ করলে জ্ঞান বাড়ে,
ভ্রমণ মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখে
জয় হিন্দ্ 🇮🇳 🇮🇳 🇮🇳
যুদ্ধ বিদ্ধস্থ গ্রামের ছবি বুকে সজোরে আঘাত করে গেল ,
আমরা সর্বদা নিরাপদে আর আমাদের রিয়েল হিরোরা বিপদে 😢😢😢
অসম্ভব সুন্দর ভিডিও পরেরটির জন্য অপেক্ষায় থাকলাম, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏🙏🙏
Nice video lavle
Darun laglo Kargil video, thank you for enhancing n enriching our knowledge about Kargil as well as our beloved country, salute to you all
Nice
Salute Indian Army 🪖
LOC,Drass, Kargil War Memorial, Hunderman Village Apati Buddha Statue....... Daaaruuuun,roudrajjal sokale eto clear videography, bhishon sundor snow capped mountains, river, view point ek kothai anobodyo 👌
Incredible India 🇮🇳
ওরা কাঠি করে বলেই অবস্থা শোচনীয়।
দুর্ধর্ষ অনুভূতি এক অন্য রকমের ভালোলাগা ও ভালোবাসা। এই ভিডিও দেখতে দেখতে আনন্দে চোখে জল এসে গেল দেখার আনন্দ কিন্তু কমবে না, সত্যি স্যালুট ভারতীয় সেনা জওয়ানদের হৃদয়ের একদম শেষ প্রান্ত থেকে আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
So far one my best visit to this ladakh episode where sacrifice of our hero sons for our motherland are described with so emotions and in the battlefield of surrounding hills I couldn't resist me and express my feelings. Jai hind. Jai jawans. salute to bahadur jawans.
Ajker video akkathai anabadya. Prithijitder comment perfect. Natural beauty apurba. Kargil dekhe mon bhore galo. Amader army r jannya roilo akrash subhokamona. R jara kargil war e sahid hoeachen tader janai 🙏🙏. Apnara bhalo thakben dada.
আজকের পর্ব মন ভীষণ ভাবে ছুয়ে গেল। চোখে জল এসে গেল। ভারতীয় সেনাবাহিনীর প্রত্যেকের জন্য স্যালূট
Sir aapnake onek dhonyobad erokom Ekta vlog share korar jonyo....kono din ekhane jete parbo na ....kintu aapnader chokh diye aamar dekha hoye gelo....big salute to our army
Hahahahahaa... Jiohhh pritthi daaa... Kathi niye jaa bollen.. Jiohh
আপনার চোখ দিয়ে আমি দেখে নিলাম নিজে কোনদিন গিয়ে দেখতে পারবো না তাই অনেক ধন্যবাদ জানালাম আপনাকে, সত্যিই খুব ভালো লাগলো আপনার বলা প্রতিটি শব্দ.
Asombhob sundor....Kargil dekhte plm apnader jonnoi barite bosei...salute to Indian Army...our pride
Thank u apnader akta darun jayga dekhanor jonno we are realy proud for our country and our soldiers
😊❤
Ekdom thik katha je jerokom bhasa bojhe take serokom bhabei jobab dite hoy……Jay Hind🇮🇳🇮🇳🇮🇳Salute to our brave soldiers 🙏
প্রথমে ই কারগিল শহীদ দের জন্য
🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹।
খুব ভালো লাগলো ও খুব সুন্দর লাগলো। শহীদদের জন্য তাদের পরিবারের সবার জন্য অনেক শ্রদ্ধা রইল। ভালো থেকো তোমরা। কনাদ এর শহীদ বেদী আমরা দেখেছি। 🌹❤🌹🙏🙏🙏
অসাধারণ লাগল ভিডিও টি। কার্গিল দেখে শিহরিত ও রোমাঞ্চিত হলাম। পাথরের গায়ে খোদাই করা বৌদ্ধ মূর্তি সত্যিই খুব সুন্দর। এক কথায় অনবদ্য। সবশেষে আমাদের ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাই। খুব ভাল লাগল। ভাল থাকবেন। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
Porer video er jono opekhai roilam..Aapnarao Khub bhalo thakben❤.
এই রকম ঐতিহাসিক স্থান এবং প্রাকৃতিক দৃশ্য একই সাথে একই ভিডিও-তে দেখতে পেয়ে আনন্দিত হলাম
Osadharon
Darun Darun laglo episode ta.khub bhalo thakun Shibaji Da o Prithwijit Da.anek Suveccha o Bhalobasa.❤🙏
ki sundor amader Kashmir. Prithwijit da je kotha gulo bolechen khub sothik. Hats off to our army...
আমার বয়স ৭৭। আমি এই প্রথম এই জায়গাগুলি দেখলাম । ভীষণ ভালো লাগলো । সকল শহীদগনের প্রতি স্যালুট ও শ্রদ্ধা জানাই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ । (বাংলাদেশ থেকে ) ।
Apurbo . Keno janina khub kanna aschilo . Jai jawan . Bande Mataram.
Darun laglo video ta.. satyi salute to the Indian army ....
Vison valo laglo apnader video ta. Ami 2017 ey Drass Kargil geycilam. Next vdo er opekkhay roilam.
অসাধারণ লাগলো কার্গিল আর দ্রাস। কার্গিল ওয়ার মেমোরিয়াল তো তুলনা হবে না । তার সঙ্গে বুদ্ধ স্টাচুটিও অসাধারণ। তোমাদের চোখ দিয়ে অনেক ভালো ভালো জিনিষ দেখতে পেলাম । খুব খারাপ লাগলো যুদ্ধ বিদ্ধস্ত কার্গিল গ্রাম দেখে। আর ভালো লাগলো পৃথ্যিজিতের কথা পেদিয়ে বৃন্দাবন দেখানো । আর কাঠিবাজি। এই ভাবেই তোমাদের চোখ দিয়ে দেখতে থাকবো। ভালো থেকো। ❤
অসাধারণ অবর্ণনীয় দারুন লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤
আর দাদা সত্যি তোমার ভিডিও তুমি তোমার টিম জাস্ট অনবদ্য
এই episode টা অসাধারণ....The best from all your previous vlogs.....getting goosebumps. Jai Hind.