জাভেদের বাড়ি জমিয়ে Wazwan | ডাল লেকের ভাসমান তরকারি বাজার | Srinagar জমজমাট | Liberty Cafe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 785

  • @krrahul2335
    @krrahul2335 4 หลายเดือนก่อน +65

    শিবাজীর প্রতিটা পর্বকেই আমরা নানা ভাবে, নানা রকম দৃষ্টিভঙ্গি তে দেখি, নিজেদের মত বিশ্লেষণ করার চেষ্টা করি, নিজেদের অতৃপ্ত ইচ্ছের ইচ্ছেপূরণ করার চেষ্টা করি
    এবারের পর্বে শিবাজী দেখিয়েছেন কাশ্মীরের ডাল লেকের ভাসমান বাজার, লালচক ও শ্রীনগরের কিছু জনপ্রিয় স্থান
    কিন্তু আমার কাছে কাশ্মীরের সাধারণ মানুষজনের যে পরিচয় শিবাজী করিয়েছেন তা সবকিছু ছাপিয়ে
    গেছে
    জাভেদ, সেলিম, সমরবাবুর সাথে আগেরবারই পরিচয় হয়েছিল আর এবার ওই বয়স্ক মানুষ টি বা এজাজ ভাই, এসার ভাই এদের দেখতে দেখতে ভাবছিলাম এই সাধারণ মানুষগুলির সরলতা, আন্তরিকতা কাশ্মীরকে 'জন্নাত" "ভুস্বর্গ" হিসেবে গড়ে তুলেছেন তাই এই 'জন্নাত" "ভুস্বর্গ র সাধারণ মানুষকে আমার সালাম, প্রণাম 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    আমার আন্তরিক ভালোবাসা,শুভেচ্ছা শিবাজী ও পৃথ্বীজিতকে আর আর আপনাদের মাধ্যমে ভ্রমণ পর্ব জারি থাকার সঙ্গে মানুষের সাথে মানুষের পরিচয় করিয়ে দেওয়াও জারি থাকুক
    ভাল থাকবেন ❤️❤️❤️❤️

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog 4 หลายเดือนก่อน +1

      ❤❤❤

    • @sk.monirulhaque5010
      @sk.monirulhaque5010 4 หลายเดือนก่อน +2

      Ekta kotha bolchi kichu mone korben na ebar Javeb vsi der bari jokhon gelen apnader uchit chilo tar bou er jonno kono gift r sathe misti niye jawa
      Khali hate dawat khete jawa ta motei valo dekhay na
      R jodi hoye thake apni camerar arale kichu niye gechen tahole ami khoma parthi lots of love ❤❤❤❤ from Dankuni

    • @aninditaghosh7507
      @aninditaghosh7507 4 หลายเดือนก่อน

      কাশ্মীরি মানুষগুলো নাকি খুব সাদাসিধে এই কথাটা আগেই শুনেছিলাম।আজ আপনার ভিডিও তে দেখেও নিলাম। শিবাজীদা কোনো একটি জায়গা শুধু প্রকৃতির উপর সুন্দর হয় না , হয় তার মানুষজন ও তাদের ব্যবহারের উপর ও বটে। ধরুন কোনো জায়গার ভুপ্রকৃতি অনবদ্য কিন্তু মানুষজনের ভীষণ খারাপ ব্যবহার বা আতিথেয়তা তাহলে সে জায়গা যতই সুন্দর হোকনা কেন সেখানে একবার গিয়ে পড়লেও দ্বিতীয়বার যেতে মন চাইবে না। কাশ্মীর সুন্দর প্রকৃতির
      মনোমহিনী রূপের জন্য আর এখানকার মানুষ ও তাদের সুন্দর ব্যবহারের জন্য। সত্যি আজকের ভিডিওটি দেখে নিজেকে ভারতবাসী বলে গর্ব হয়। আমাদের ভারত সবসময় এক থাকবে সেটা বলাই বাহুল্য। ডাল লেকের সকালের ভ্রমণ অভিজ্ঞতা অসাধারণ। আপনি ও পৃথ্বিরাজদা ভালো থাকুন সুস্থ থাকুন। পরের ভিডিওর অপেক্ষায় রইলাম।

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 4 หลายเดือนก่อน

      ​​সেটা আপনি কি করে জানলেন যে নিয়ে যাইনি,সব কিছুই যে দেখাতে হবে তেমন ব্যাপার না,ভালো থাকবেন ,এতদিন ধরে আমাদের চেনেন তবুও এই কমেন্ট গুলো কেনো যে করেন সেটা বুঝিনা।​@@sk.monirulhaque5010

    • @IndraniSengupta-c2e
      @IndraniSengupta-c2e 4 หลายเดือนก่อน

      Javed bhaiyer notun bouke upohar dilen na kichu?

  • @09amitava
    @09amitava 4 หลายเดือนก่อน +27

    "অমরনাথ পর্ব", আপনাদের এই ভ্লগ টির ভালো লাগা কে আমি কিছুতেই এবং কোনও ভাবেই বর্ণনা করে উঠতে পারলাম না! কি অক্লান্ত পরিশ্রম এর পেছনে রয়েছে সেটা ঘরে বিছানায় শুয়ে দেখতে দেখতে অনুভব করা অসম্ভব! বিভোর হয়ে দেখলাম! নির্ভেজাল কৃতজ্ঞতা আর ধন্যবাদ এই সফর করানোর জন্য। শিবাজী, পৃথ্বীজিৎ আপনারা দীর্ঘজীবী হোন সুস্থ থাকুন আপনাদের পরিবার নিয়ে। 🙏🙏👍👌🇮🇳❤️❤️

  • @jagannathchakraborty8120
    @jagannathchakraborty8120 4 หลายเดือนก่อน +5

    জাভেদ ও তার পরীবারের সব বাইকে । ভালোবাসা ও সুভেচ্ছা ❤

  • @gharoaranna4553
    @gharoaranna4553 4 หลายเดือนก่อน +13

    সেই 2012 তে কাশ্মীর ভ্রমণ করেছি। তখন এত উন্নতি হয় নি কাশ্মীরের। কাশ্মীরের এত উন্নয়ন দেখে সত্যিই মন ভাল হয়ে গেল। কি সুন্দর রাস্তাঘাট, দোকানপাট। খুব ভাল লাগল ভিডিও টি।

  • @KoushikSaha-m4c
    @KoushikSaha-m4c 4 หลายเดือนก่อน +2

    Bhaaaa dal lake er view ohhhh durdanto❤❤❤❤

  • @dscoversupi
    @dscoversupi 4 หลายเดือนก่อน +3

    প্রকৃতিক পরিবেশ তো দারুন। কিন্তু যাভেদ দার বাড়ির খাওয়া দাওয়া টা যাকে বলে.. Yuummmmm😊

  • @subarnabhattacharya414
    @subarnabhattacharya414 4 หลายเดือนก่อน +8

    উউউফফ জাভেদের বাড়িতে খাওয়া টা তো দুর্দান্ত হয়েছে 😂😂😂😂 খাবারগুলোর রঙ দেখেই স্বাদ বোঝা যাচ্ছে। কি সুন্দর করে ঘরগুলো সাজানো, তাই না? ওনারা খুবই সৌখিন বোঝা যাচ্ছে। দারুন 👌👌👌 আর হ্যাঁ, শিবাজী দা আর পৃথ্বিজীৎ দার সাথে আমিও একমত❤ আমাদের দেশ সর্বসেরা, এক আছি এক থাকবো ❤

  • @SujayaNandy
    @SujayaNandy 4 หลายเดือนก่อน +4

    আপনাদের প্রতিটা vlog আমাদের সর্বদা মুগ্ধ করে আর কাশ্মীর ভ্রমণ তো সকল ভারতীয়র স্বপ্ন, সেই সাথে আবার অমরনাথ যাত্রা। সব মিলিয়ে এক অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশনা। কাশ্মীরী লোকজন ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানোর জন্য ধন্যবাদ। পরবর্তী আরো নতুন অজানাকে জানার অপেক্ষায় রইলাম।

  • @SayanMitra-nr6fl
    @SayanMitra-nr6fl 4 หลายเดือนก่อน +13

    ঘৃনা নয়, ভালোবাসা দিয়েই সবকিছু জয় করা সম্ভব।।
    অসাধারণ.. ❤

    • @parthapratimnandi8452
      @parthapratimnandi8452 4 หลายเดือนก่อน

      ১৯৮৮ সাল থেকেই কাশ্মীর জুড়ে শুরু হয় আতঙ্কবাদের নগ্ন নৃত্য। সিনেমা হল, বিউটি পার্লার, পানশালা, ভিডিও লাইব্রেরির মতো জায়গাকে টার্গেট করা হচ্ছিল। জোরাল হচ্ছিল জেকেএলএফের মতো জঙ্গি গোষ্ঠীর ‘কাশ্মীর ছোড়ো’ স্লোগান। আর বিপণ্ণ হচ্ছিল কাশ্মীরি পণ্ডিতদের জীবন। অশোক কুমার পাণ্ডের লেখা একটি বইয়ে রয়েছে, প্রত্যক্ষদর্শী রামকৃষ্ণ কলের বয়ান। তাঁর দাবি ছিল, সেই সময় কাশ্মীর থেকে সরাসরি রাওয়ালপিণ্ডি যাওয়ার বাস মিলত! সেই বাসে করে তরুণ কাশ্মীরিরা পাকিস্তানে গিয়ে তালিম নিত জঙ্গি হওয়ার। মসজিদ, রাস্তা, অলিগলি সর্বত্র আওয়াজ উঠতে শুরু করে ‘রালিব, গালিব, চালিব’। অর্থাৎ হয় আমাদের সঙ্গে হাত মেলাও নয়তো মরো কিংবা পালিয়ে যাও।
      শুরু হয়ে যায় নিধন যজ্ঞ। কিন্তু ১৯৯০ সাল পড়তে না পড়তেই পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে ওঠে। উর্দু সংবাদপত্র ‘আফতাবে’ হিজবুল মুজাহিদিন হুমকি দেয় কাশ্মীরি পণ্ডিতরা এই এলাকা ছেড়ে চলে যান। নয়তো ফল খারাপ হবে। ১৯ জানুয়ারির রাত থেকে আর কোনও আড়াল আবডাল বলে কিছু রইল না। শুরু হয় বিচ্ছিন্নতাবাদীদের নৃশংস অত্যাচার। পরবর্তী তিন মাস জুড়ে খুন, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া ও ধর্ষণের মতো ঘটনা মুর্হুমুর্হু ঘটতে থাকে। সেই সময় কাশ্মীরের রাজ্যপাল ছিলেন জগমোহন। তিনি পরিস্থিতি বিচার করে কাশ্মীরি পণ্ডিতদের বলেন নিজেদের বাড়ি ছেড়ে চলে যেতে। মাস তিনেকের মধ্যেই তাঁদের ডেকে নেওয়া হবে। কিন্তু আর ফেরা হল কই?

  • @SabitaHalder-sl1es
    @SabitaHalder-sl1es 4 หลายเดือนก่อน +2

    আপনাদের প্রতিটি পর্বই । ভালোই লাগে ।শ্রীনগর পর্ব টি ভাল লাগল ।আপনারা ঈশ্বর এর আশীর্বাদ এ ভাল থাকুন আর এই ভাবে আমাদের আনন্দ দিতে থাকুন ।নমস্কার ।

  • @JakirulSh
    @JakirulSh 2 หลายเดือนก่อน +1

    অসাধারণ ভাই মোঃজাকিরুল সরকার ঢাকা সাভার, আপনাকে ধন্যবাদ, 🇧🇩🇧🇩👍

  • @mayageetachakravarty9155
    @mayageetachakravarty9155 4 หลายเดือนก่อน +1

    অপূর্ব সুন্দর একটা রূপ নিয়ে হাজির হয়েছে চোখের সামনে রূপসী ডাল লেক।কি যে ভালো লাগছে কি ব'লবো।মনে হচ্ছে আবার যাই কাশ্মীর ঘুরতে। 👌👌

  • @jayasreedas952
    @jayasreedas952 4 หลายเดือนก่อน +3

    ডাল লেক থেকে ভোরের‌ সৌন্দর্য্যে আমি মুগ্ধ হতবাক।এর আগেও আপনার ডাললেকের ভিডিও দেখেছি তখনকার ডাললেকের সৌন্দয্য অন্যরকম অনুভুত হয়েছিল।সত্যি অসাধারণ লাগলো ভোরের ডাললেক।সারা জীবন যদি থেকে যেতে পারতাম নিজেকে ভাগ্যৱান মনে করতাম।সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।

  • @anirudhaghosh7584
    @anirudhaghosh7584 4 หลายเดือนก่อน +6

    অসাধারণ আবহ সঙ্গীত চয়ন।
    বিশেষত যখন পাখির ডাক মিশলো।
    Mind blowing, এই না হলে এক্সপ্লোরার শিবাজী 🙏

  • @SUJAN4475
    @SUJAN4475 4 หลายเดือนก่อน +3

    সত্যিই দুর্দান্ত | যেকোনো দিক থেকে | অসংখ্য ধন্যবাদ |

  • @sahebrudra553
    @sahebrudra553 4 หลายเดือนก่อน +2

    সত্যি বলছি কী দুর্দান্ত লাগলো আজকের ভিডিও। একদম প্রাণবন্ত।

  • @swarnalidas8845
    @swarnalidas8845 4 หลายเดือนก่อน +1

    আমি কি বলবো ভেবেই পাইনা শুধু আপনাদের দেখি আর আমি মুগ্ধ হয়ে যাই অনেক অনেক❤❤❤❤❤,

  • @mousumipramanick5556
    @mousumipramanick5556 4 หลายเดือนก่อน +1

    মন মুগ্ধ হয়ে গেলো। ভোরে অপূর্ব সুন্দর শ্রীনগরের ডাল লেককে দেখে ❤❤❤❤❤

  • @tapaskmitra6263
    @tapaskmitra6263 4 หลายเดือนก่อน +3

    অনেক অনেক ধন্যবাদ শিবাজী ও পৃথ্বীজিত। তোমাদের খাওয়া গুলো দেখে লোভ সামলাতে পারছিলাম না। সত্যি এই ধরনের কাশ্মীরের লোকেদের জানাই আমার সাষ্টাঙ্গ প্রনাম।

  • @RITA-ex5zi
    @RITA-ex5zi 4 หลายเดือนก่อน +1

    Khub Sundor video, Khub Khub bhalo....Lal Chok e ami gachilam,takhon eto bhalo chilo na 2012 te...GOOD luck

  • @sanjaydhar3829
    @sanjaydhar3829 4 หลายเดือนก่อน +4

    ভোরের ভাল লেক থেকে লাল চকে র বিকেল, মাঝে কাশ্মীরি পরিবারের সাথে লাঞ্চ। আর দেশাত্মবোধক অনূভুতি। It's a gem from you..... ❤❤

  • @chitramukherjee1360
    @chitramukherjee1360 4 หลายเดือนก่อน +2

    নতুন kashmir দেখে খুব ভালো লাগলো। দারুন দারুন। gupi & baghar এতো অক্লান্ত পরিশ্রম ফল আমরা বাড়ি বসে অমর নাথ গুহা দর্শন করলাম। অনেক অনেক শুভেচ্ছা জানাই রইলো। ❤❤

  • @ashokghosh6007
    @ashokghosh6007 4 หลายเดือนก่อน +1

    ভীষণ সুন্দর শ্রীনগর শহর । যাওয়ার ইচ্ছা রইল । Thank you so much for your clear description . Thank you, with best wishes.

  • @sancharisen1065
    @sancharisen1065 16 วันที่ผ่านมา

    খুব সুন্দর কাভারেজ, সকালের রাগ, সম্ভবতঃ আহির ভৈরোঁ, ভালো লাগলো আবহ সঙ্গীত হিসেবে।
    🙏🙏

  • @rideexplore5971
    @rideexplore5971 4 หลายเดือนก่อน +2

    এইরকম লালচক দেখে খুব আনন্দ হলো, ছোটবেলার শ্রীনগর ভ্রমণের কথা মনে করিয়ে দিলো।

  • @ashokchatterjee4156
    @ashokchatterjee4156 4 หลายเดือนก่อน +10

    ভোর বেলায় ডাললেকে দৃশ্য টা অসাধারণ লাগছে দাদা ভাই , আপনারা কতো কষ্ট করে ভিডিও গুলো করেন আর আমরা দেখে আনন্দ উপভোগ করি ধন্যবাদ দাদা ভাই এগিয়ে জান আমরা সাতে আছি। ভালো থাকুন সুস্থ থাকুন সবাই 🙏

  • @arupkumarbhattacharyya2811
    @arupkumarbhattacharyya2811 4 หลายเดือนก่อน

    অসাধারণ এক ভিডিও দেখলাম। একটা প্রশ্ন মনের মধ্যে বারবার দেখা দেয়, যেখানকার মানুষ এতটাই বন্ধু পরায়ন, অতিথি বৎসল অথচ সেখানেই মাঝে মাঝে ভয়ঙ্কর বারুদের গন্ধ সাধারণ মানুষের জীবন কে ছিন্নবিচ্ছিন্ন করে দেয় কি করে। এই প্রশ্নের উত্তর খুঁজে পাই না। সবাই একসূত্রে আবদ্ধ থাকার আনন্দ যে কতটা মধুর তা শিবাজীদার ভিডিও দেখলে অনুভব হয়। ভালো থাকুন সবাই।

  • @sanjukundu2082
    @sanjukundu2082 4 หลายเดือนก่อน +1

    উফফ কি সুন্দর ক্লাসিক্যাল রাগ এর বিজিএম, অসম্ভব ভালো উপস্থাপনা

  • @faridahmed3131
    @faridahmed3131 3 หลายเดือนก่อน

    অসাধারণ অনবদ্য আপনাদের ভ্রমণ কাহিনি। উপন্যাস পড়তে গিয়ে ঢুকে যেমন যেতাম ঠিক সেই রকমই ঢুকে যাই সব সিরিজে। ভালো থাকবেন আমাদের আনন্দ ভ্রমণে নিয়ে যাবেন। দোয়া অফুরান 🤲

  • @kalikumarchatterjee7333
    @kalikumarchatterjee7333 4 หลายเดือนก่อน +1

    অসাধারণ কাশ্মীর পর্ব সমাপ্ত করলাম ।বেশ ভালো লেগেছে।

  • @sanjaybhattacharya1781
    @sanjaybhattacharya1781 4 หลายเดือนก่อน +2

    One of the best vlogs of yours...enchanted with posetive vibes, extraordinary beauty, smiling kashmiri faces, flavours of kashmiri foods and above all my two favourite elder brothers.
    Arijit looks very pure and honest.

  • @kaushikbanerjee5399
    @kaushikbanerjee5399 4 หลายเดือนก่อน +1

    Darun Laglo - Jai Bhole... Bholenaath.... Happy journey

  • @siddharthaghosh283
    @siddharthaghosh283 4 หลายเดือนก่อน +2

    ভৈরবী কালে ডাললেক পেলাম তার পেলব সৌন্দর্যে। সাধু উপস্থাপনা । আপনাদের অকৃত্রিম ধন্যবাদ।

  • @booksland2590
    @booksland2590 4 หลายเดือนก่อน +1

    অসাধারণ শিবাজীদা, আপনার অমরনাথ যাত্রার এই ভিডিও। খুব ভালো লাগল বিভিন্ন ধরণের খাবার ও পুরানো অনেক গ্রামাফোন, রেডিও ও আরো অনেক সাবেকি জিনিস দেখে খুব আনন্দ পেলাম।

  • @sagniklaha8289
    @sagniklaha8289 4 หลายเดือนก่อน +2

    Suffering from huge back pain ...totally in bed rest ...but the recent vlogs and your previous vlogs are my medicine ♥️

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar 4 หลายเดือนก่อน +1

    দারুন ভিডিও সত্যি এখন একটা সম্পূর্ণ অন্য কাশ্মীর ❤️❤️❤️ লাস্ট এ cafe এর ইন্টেরিয়র টা সেরা 👍👍👍

  • @samirdas458
    @samirdas458 4 หลายเดือนก่อน +1

    অমরনাথ ও শ্রী নগরযাত্রা দারুন উপভোগ করলাম ।আগামীতে........দেখবো।

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 4 หลายเดือนก่อน +4

    অন্ধকার ডাললেকে দূর থেকে শঙ্করাচার্যের মন্দির এর দৃশ্যটা অসাধারণ, ভালো থাকবেন দাদারা ❤️🙏

  • @piyalimitra1301
    @piyalimitra1301 4 หลายเดือนก่อน +1

    মুগ্ধ হলাম... ভাললাগা বোঝানোর আর কোনও ভাষা আমার নেই ...👍👍👌👌

  • @ShormiDasgupta
    @ShormiDasgupta 4 หลายเดือนก่อน +1

    অপূর্ব প্রতিবেদন। সুরের মূর্ছনা তে ভোরের ডাল লেকের সৌন্দর্য অতুলনীয়।

  • @Travelling_With_Bose
    @Travelling_With_Bose 4 หลายเดือนก่อน +1

    Osadharon Osadharon Osadharon.... Srinagar ar Dal lake.. Nostalgia... ❤

  • @surajitghosh9347
    @surajitghosh9347 4 หลายเดือนก่อน +3

    আপনাদের অমরনাথ যাত্রা আমাকে মুগ্ধ করেছে। প্রতিটি প্রতিবেদন অনবদ্য। পৃথ্বীজিত দা ও অসাধারণ।আপনারা দুজন সুস্থ থাকুন আর এরকম সেরা সেরা vlog উপস্থাপন করে চলুন।👍👍👍

  • @prodoshmitra3678
    @prodoshmitra3678 4 หลายเดือนก่อน

    অপূর্ব।আপনার অমরনাথ পর্ব প্রথম থেকে দেখেছি। প্রথম যাত্রা কোলকাতা থেকে।অসাধারণ। মন ভরে গেল।

  • @anindyaroy4807
    @anindyaroy4807 4 หลายเดือนก่อน +19

    শিবাজী এবং পৃথ্বীরাজ হল বর্তমান সময়ের গুপি বাগা যারা যেখানে খুশি যেতে পারে, যা খুশি তাই খেতে পারে। এবং একটি বাঙালি মনে মনে যা চায় যে এই সারা দুনিয়ায় কি আছে তা ঘুরে দেখব তা এনারা দেখছেন এবং আমাদেরও দেখার সুযোগ করে দিচ্ছে। এর জন্য অনেক অনেক ধন্যবাদ।

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 4 หลายเดือนก่อน +3

      অনেক ধন্যবাদ তবে আমি পৃথ্বিজিৎ 😅

    • @prathamaditya4174
      @prathamaditya4174 3 หลายเดือนก่อน

      @@PrithwijitOMonerManus 😁

  • @pujadeb3790.
    @pujadeb3790. 4 หลายเดือนก่อน +1

    Darun dada..apnader ei video gulo puro neshar mto Hye geche।।puro series tai darun উপভোগ করলাম।।।এই ভাবেই নতুন নতুন জায়গা কে নতুন ভাবে সবার মধ্যে তুলে ধরুন।r ভ্রমণ এর পিপাসা আর ও বাড়িয়ে তুলুন

  • @mousumighosh7198
    @mousumighosh7198 4 หลายเดือนก่อน +1

    অসাধারণ লাগলো আপনাদের এই পর্বটি.....ভিডিও দেখতে দেখতে কাশ্মীরেই যেনো পৌঁছে গেলাম.....আগামী সময়ে কবে আবার বেড়াতে যাবেন আর ভিডিওর মাধ্যমে আমরা ঘুরবো সেই অপেক্ষাতে রইলাম....আপনারা আর আপনাদের পরিবারের সবাই ভালো থাকবেন❤

  • @mousumibhaumick6467
    @mousumibhaumick6467 4 หลายเดือนก่อน +1

    ইস্, মন খারাপ হয়ে যাচ্ছে, এত সুন্দর কাশ্মীর ও অমরনাথ ভ্রমন শেষ হয়ে গেল বলে! আবার হবে নিশ্চয়ই! কোনো এক সময়ে! অপূর্ব লেগেছে সব এপিসোডের প্রতিটি ক্ষণ, প্রতিটি বর্ননা, প্রতিটি দৃশ্য! মানুষগুলি কি যে ভালো চলার পথে! আসলে আপনারাও যে খুব ভাল!
    ভালো থাকুন। অপেক্ষা রইল পরের আরেকটি পর্বের দেশ ভ্রমনের! আপনাদের দেখে মনে হয়,
    "দেশে দেশে মোর দেশ আছে,
    আমি সেই দেশ লব যুঁঝিয়া।
    ঘরে ঘরে আছে পরমাত্মীয়,
    তারে আমি ফিরি খুঁজিয়া!"
    মৌসুমী,
    এডমন্টন,
    কানাডা।

  • @MeghpeonerVlog
    @MeghpeonerVlog 4 หลายเดือนก่อน +2

    আমার ড্রিম ডেস্টিনেশন গুলোর একটা ❤️ ভোরের আবহে ক্লাসিক্যাল আলাপ আহা ❤ 🙏🏻🙏🏻🙏🏻 প্রণাম

  • @kartickpal8195
    @kartickpal8195 4 หลายเดือนก่อน +1

    খুবই ভালো লাগলো ডাল লেকের ভোরের ভাসমান বাজার আগে দেখিনি সেটাও দেখলাম লালচক এর বাজারটা কিন্তু ভালো ভাবে দেখানো হল না। যাই হোক ভিডিও টা ভালোই উপভোগ করলাম। ধন্যবাদ।

  • @triptighosh5470
    @triptighosh5470 4 หลายเดือนก่อน +2

    ফ্লোটিং মার্কেট দারুন সুন্দর এবং ভোরের আলো ফুটতে শুরু হচ্ছে অপূর্ব অপূর্ব। এই পর্ব টি ভীষণ সুন্দর। লেকের জলে পাহাড়ের ছায়া 👌👌👌। আপনি এই রকম সুন্দর করে একটা ঘরোয়া পরিবেশের ছবি দেখান সেটা ব্লগ টা কে আরও আকর্ষণীয় করে তোলে। অমরনাথ পর্ব শুরু থেকেই এই শেষ পর্ব পর্যন্ত দারুন দারুন। অনেক অনেক ধন্যবাদ,ভালো থাকবেন। শুভ রাত্রি।

  • @baishakhimukherjee72
    @baishakhimukherjee72 4 หลายเดือนก่อน +1

    Darun lglo episode ta... Valo manush r valo manosikota,atithiyeota,porichoy adan prodan sob miliye just anoboddo ❤

  • @rajanayek7469
    @rajanayek7469 4 หลายเดือนก่อน +2

    প্রিয় শিবাজী বাবু & পৃথ্বীজিত বাবু আপনারা সত্যি খুব ভালো মনের মানুষ। আপনাদের এই বন্ধুত্ব সারাজীবন অটুট থাকুক ❤️। এইভাবেই আমাদের কাছে প্রিয় ঘোরার জায়গা গুলো তুলে ধরুন।

  • @priyankabhattacharya9397
    @priyankabhattacharya9397 4 หลายเดือนก่อน +1

    দারুন লাগলো অমরনাথ যাত্রা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিয়ে চলুন দেশের অন্য কোনো প্রান্তে। শুভ রাত্রি

  • @sunetra1000
    @sunetra1000 4 หลายเดือนก่อน +2

    দুবার কাশ্মীর গিয়েছি কিন্তু আমার কখনো শ্রীনগর explore করা হয়নি। এই episode-ta তাই exclusive.
    ভীষণ ভাল লাগল এমন আন্তরিক একটা পর্বর জন্য।

  • @mousumiartchannel1205
    @mousumiartchannel1205 4 หลายเดือนก่อน +1

    Kashmir manai sundor r valo laga.. apurbo laglo...

  • @parthasarathimukherjee7551
    @parthasarathimukherjee7551 4 หลายเดือนก่อน

    ভোরবেলা ডাল লেকের ফ্লোটিং মার্কেট খুব সুন্দর লাগলো, মনোমুগ্ধকর স্নিগ্ধ পরিবেশ আর অমরনাথের ট্রেক তো অনবদ্য।

  • @worldofjayii5046
    @worldofjayii5046 4 หลายเดือนก่อน +4

    আহা মন ভরে গেল। কাশ্মীর সবসময় সুন্দর।শিকারায় ডাল লেকে বেড়ানো,ফুলের শিকারা দেখে বার বার প্রেমে পড়া, খাবার দাবার তার সঙ্গে কাশ্মীরীদের ঘরে বসে ওদের কি দারুণ সুন্দর বাসনে ভাত খাওয়া ------ সবকিছু দেখে আবার যেতেই হবে ভূস্বর্গ কাশ্মীরে ❤ আপনাদের অজস্র অজস্র অজস্র ধন্যবাদ ও শুভকামনা জানাই।

  • @nibeditachakraborty357
    @nibeditachakraborty357 4 หลายเดือนก่อน +1

    আজকের ভিডিও অপূর্ব লাগলো। আমি শ্রীনগর গেছি।শিকারা চড়েছি। floating market দেখেছি। কাশ্মীরি বন্ধুর বাড়িতে breakfast o lunch করেছি।সব মনে পড়ে গেলো। অফুরন্ত শুভেচ্ছা ও ধন্যবাদ নিও। আবার অপেক্ষায় রইলাম।all the best.

  • @sujatachandra3185
    @sujatachandra3185 4 หลายเดือนก่อน

    ভোরের অপূর্ব সুন্দর ডাল লেক দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব ভালো লাগলো। আপনাদের অসংখ্য ধন্যবাদ, এরকম সুন্দর একটি ব্লগ উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ।

  • @waandertales
    @waandertales 4 หลายเดือนก่อน +2

    কাশ্মীরের স্থানীয় মানুষদের সাথে আলাপচারিতা, জাভেদ এর বাড়িতে মধ্যাহ্নভোজনে এত সুন্দর আতিথেয়তা সব মিলে একটা অসাধারণ অভিজ্ঞতা |

  • @rimabhattacharjee1038
    @rimabhattacharjee1038 4 หลายเดือนก่อน +1

    Ki apurbo vor belar shikara bhraman, asadharan laglo,sampurna video tai darun,khub ananda pelam,anek aneeek dhanyabad, valo thakun sustho thakun 👌👌👍👍

  • @kantadas-md2xh
    @kantadas-md2xh 4 หลายเดือนก่อน +2

    দারুণ ! অনবদ্য ! অনেক ধন্যবাদ। ১১ বছর আগে আমরা লালচক যেতে পারিনি সেফটির কারণে আজ আপনাদের জন্য দুধের স্বাদ ঘোলে মিটল।

  • @rupasichoudhury749
    @rupasichoudhury749 4 หลายเดือนก่อน

    অসাধারণ লাগলো।সবচেয়ে ভালো ভোরবেলার ব্যাকগ্রাউন্ড রাগ টা।কি যে ভালো লাগছিল,মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আর দেখছিলাম।

    • @explorershibaji
      @explorershibaji  4 หลายเดือนก่อน

      আন্তরিক ধন্যবাদ!! অহির ভৈরব

  • @knowledgehunger2023
    @knowledgehunger2023 4 หลายเดือนก่อน +1

    We love India and We are proud to be Indians. Jai Hind

  • @arpitapaul9028
    @arpitapaul9028 4 หลายเดือนก่อน +1

    Osadharon lagloo dal laker bhorbela....... R Amaranth yatra to osadharon ♥️♥️..... Porer series er opekkhay roilam.... Bhalo thakben apnara ♥️♥️

  • @jayantasikdar6253
    @jayantasikdar6253 4 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো ভোরের ডাল লেকের দৃশ্য। জাভেদের বাড়ির লাঞ্চ ।

  • @bondhuchol
    @bondhuchol 4 หลายเดือนก่อน +2

    এত বছর ধরে আপনার ভিডিও দেখছি , এই ভিডিওটা আমার দেখা সেরা ভিডিও ; এডিটিং , ক্যামেরার কাজ , কথাবার্তা , দেশাত্মবোধ , সাধারণ মানুষকে তুলে ধরা ; সব মিলিয়ে অসাধারন ❤ মন ভালো করে দেওয়া একটা ভিডিও ❤

  • @galibjahan8509
    @galibjahan8509 4 หลายเดือนก่อน

    জাভেদ ভাই যেমন সুন্দর তেমনি তাঁর বাড়িটাও এতো সুন্দর ওয়াও দারুণ সুন্দর কাকা ।দারুণ। দারুণ সুন্দর। ❤😊

  • @aninditaghosh7507
    @aninditaghosh7507 4 หลายเดือนก่อน +1

    অনেকবার এমন হয় যে, সময়ের ঘাটতির কারণে কমেন্ট দিতে পারিনা। কিন্তু আপনাদের ভিডিও দেখার পর কোথা থেকে সময় করে কমেন্ট লিখে ফেলি জানিও না। আসলে আমাদের দেশ খুব সুন্দর আর কাশ্মীর তো এমনিতেই ভূস্বর্গ। আর স্বর্গের মানুষরা যে অমায়িক ও অতিথি পরায়ণ হবেন সেটাই স্বাভাবিক। আর সেই কারণেই ভূস্বর্গ আরো সুন্দর হয়ে ওঠে। যাইহোক,আসমুদ্র হিমাচল আমারদের ভালোবাসা সেটা নতুন করে বলার কিছু নেই। আর আপনাদের ভিডিও দেখে মানস ভ্রমনের আনন্দই আলাদা। খুব ভালো লাগলো আজকের ভিডিও। ভালো থাকুন আপনারা। পরের ভিডি ও -এর অপেক্ষায় রইলাম।

  • @anindachanda2080
    @anindachanda2080 4 หลายเดือนก่อน +1

    Darun Darun tour er apekhay ses hotey elo,eitai anando j abar natun episode pabo,anek suveccha o bhalobasha Shibaji Da o Prithwijit Dadara,anek pronaam ❤️🙏

  • @alokghosh7966
    @alokghosh7966 4 หลายเดือนก่อน +1

    শ্রীনগর পব'টাও খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। ভাসমান সবজি বাজার, মধু দিয়ে চা খাওয়া , লালচক,জাভেদের গৃহে মধ্যাহ্ন ভোজন সবগুলো ভালো লাগলো।

  • @sayaksc3590
    @sayaksc3590 4 หลายเดือนก่อน +1

    Baah bhiaoon bhalo laglo Vlog ta 👌👌❤️ fantastic Episode 🔥 sotti Apuurbo ❤ Osaadharon Srinagar sathe aboho sangeet ❤ Bhasomab bajar faatafati 👌❤️ tmar chokh diye sob upobhog korlam..keep it up ❤️❤️❤️❤️❤️

  • @samarendranathhalder6884
    @samarendranathhalder6884 4 หลายเดือนก่อน +1

    শিবাজী দা অসাধারণ,এই যে কাসমীরি দের আতিথেয়তা দেখে আমি সোদপুর এর মানুষ,

  • @mayageetachakravarty9155
    @mayageetachakravarty9155 4 หลายเดือนก่อน +1

    আমরা ডাল লেকে শিকারায় ঘুরে বেড়িয়েছি দিনের আলোয়।তিনবার গেছি কাশ্মীর।কিন্তু আপনার মতো এমন সুন্দর করে ছবিও তুলে রাখতে পারিনি।তখন মুঠো ফোন ছিল না।আর ভিডিও করার মানসিকতাও ছিল না।দারুণ এনজয় করছি ভিডিও চিত্র 🌷🌷👌👌

  • @kabitadas189
    @kabitadas189 4 หลายเดือนก่อน +1

    অল্প কয়েকদিনের এই পৃথিবীতে মানুষের সাথে মানুষের এই যোগাযোগ, আন্তরিকতা, ভালোবাসা এটুকুই তো অর্জন...... আপনারা সেটাই দেখালেন এই পর্বে।

  • @smritidas9181
    @smritidas9181 4 หลายเดือนก่อน +1

    আপনাদের ভিডিওতে ভীষণ positive vibe পাওয়া যায়। ভালো থাকবেন।

  • @mahuyabaidya8051
    @mahuyabaidya8051 4 หลายเดือนก่อน +1

    দারুনদারুন।একটা।ভোরবেলা।দেখালেন।তার।সাথে।আপনার।উজ্বল।হাসিমুখেঐ।বর্ননা।করা।অসাধারণ

  • @rumkipaul1321
    @rumkipaul1321 4 หลายเดือนก่อน +1

    ডাল লেকের সৌন্দর্য যেভাবে আমাদের চোখের সামনে মেলে ধরলেন তা সত্যিই অনবদ্য। সব কিছু মিলিয়ে আজকের পর্ব টা দারুণ উপভোগ করলাম। পরবর্তী অন্য জায়গার পর্বের অপেক্ষায় রইলাম। ❤

  • @rukminath1533
    @rukminath1533 4 หลายเดือนก่อน

    অসাধারণ অভিজ্ঞতা। শিবাজীদার সাথে বেড়ানোর মজাই আলাদা।❤❤❤

  • @JAGANNATHKUNDU-m9z
    @JAGANNATHKUNDU-m9z 4 หลายเดือนก่อน +1

    ভোর বেলার ডাল লেকের সবজি বাজার অসাধারণ লাগলো তার সাথে যাবে তার বাড়ির খাওয়া-দাওয়া অতুলনীয় খুব ভালো লাগলো এই কাশ্মীর পর্ব অপেক্ষায় রইলাম পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ আপনাদের ❤❤❤

  • @bananeemukherjee5850
    @bananeemukherjee5850 4 หลายเดือนก่อน +4

    যাক আজ আমার অমরনাথ যাত্রা র মানস ভ্রমণ সমাপ্ত হোলো। অসাধারণ শ্রী নগর এর ডাল লেকের ফ্লোটিং মার্কেটে কাওয়া দেখে মুগ্ধ হলাম। অসাধারণ কাশ্মীরী আপ্যায়নেও আনন্দ পেলাম। সত্যি ভাই যা সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছো না একেবারে ফিদা হয়ে গেলাম শিবাজী। বিশেষ করে কৌশিকীর রাগাশ্রয়ী গান আর লালচকে অরিজিনাল কাশ্মীরী মিউজিক এর প্রেমে পড়লাম শিবাজী। ভাই শিবাজী তুমি অসাধারণ মানুষ এবং অনন্য এক্সপ্লোরার। আজ সারা বাংলা র ভ্রমণ পিপাসু মানুষ তোমার ব্লগে র অনুরাগী। আর পৃথ্বীজিৎ ও তোমার সব কিছু র এক বিরাট ভরসা। ভালো থেকো তোমরা ।আবার নতুন ব্লগের অপেক্ষা য় রইলাম। ❤❤❤❤

  • @nitishroy6053
    @nitishroy6053 4 หลายเดือนก่อน +1

    Very Nice gesture by a Kashmiri person. They are extremely helpful and broad minded people.I also have the same experience from bonde brothers who came to our hotel and took us in his car to explore old Srinagar.

  • @gautamkumardas1971
    @gautamkumardas1971 4 หลายเดือนก่อน

    চমৎকার লাগল পুরো অমরনাথ যাত্রা সিরিজ সহ শ্রীনগর ভ্রমণ।❤

  • @banighosh9288
    @banighosh9288 4 หลายเดือนก่อน +1

    আপনাদের চোখ দিয়ে আপনাদের সৌজন্যে যে প্রাকৃতিক সৌন্দর্যের অনুভূতি ঘরে বসে উপভোগ করছি অসাধারণ উপস্থাপনায় , তা অবর্ণনীয়। ভালো থাকবেন সকলে। ❤❤❤❤❤❤

  • @nirennundy3587
    @nirennundy3587 4 หลายเดือนก่อน

    অসাধারণ, অপূর্ব ভিডিও,
    কোন বিশেষণই যথেষ্ট নয়,
    আহির ভৈরব দিয়ে ভিডিওটির আবহসঙ্গীত সঙ্গে সঙ্গে ভোরের আলোয় কাশ্মীরের অনন্য রূপ মুগ্ধ করলো❤❤❤

  • @sudiptabhowmik364
    @sudiptabhowmik364 4 หลายเดือนก่อน +1

    সত্যি দাদা রা আপনাদের ভিডিও দেখে আজ আমাদের National Anthem সবসময় প্রকাশ পায়। আমাদের দেশের সব মানুষ ই খুব ভালো আসলে। তাদের কে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। আর আপনাদের ভিডিও নিয়ে কিছু বলার নেই। খুব ভালো থাকবেন। আমি বোলপুর শান্তিনিকেতন থেকে বলছি। ❤❤❤

  • @anirbanbiswas6014
    @anirbanbiswas6014 4 หลายเดือนก่อน +1

    Osadharon SIr, apnara bhalo thakben Sir.

  • @krishnabiswas5251
    @krishnabiswas5251 4 หลายเดือนก่อน

    ভূস্বর্গ কাশ্মীরের ভোরবেলার এক অপার সৌন্দর্য্য উপভোগ করলাম ❤ সঙ্গে background এ উচ্চাঙ্গ সঙ্গীতের music..... অসাধারণ.... অসম্ভব স্নিগ্ধতায় মন ভরে গেল।

  • @ProdipMondal-zj2vk
    @ProdipMondal-zj2vk 4 หลายเดือนก่อน +1

    Khub sundar Dal lake bazar dhani korma 😅 panir juce, chicken korma dekhiyachen Liberty Cafe.

  • @mahaprabhu1008
    @mahaprabhu1008 4 หลายเดือนก่อน

    ❤❤❤দাদা আপনাদের এত হিংসা হয় না ভাষায় প্রকাশ করার চেষ্টা করলেও পারি না, দারুণ উপভোগ করলাম এই পর্ব। ❤❤❤❤

  • @arundatta2423
    @arundatta2423 4 หลายเดือนก่อน +1

    সত্যিই অসাধারণ লাগল, বিশেষ করে ওখানকার স্থানীয়দের আতিথেয়তা ভীষণ ভাবে মুগ্ধ করেছে।

  • @snapped9089
    @snapped9089 4 หลายเดือนก่อน +1

    shibajida aar Prithwijtda.....aapnader ei sundor sompritir canvas er video bharotborsher konay konay pounche jak.... amra ek amra ovinnyo .... jug jug jio....

  • @RajeshBihani123
    @RajeshBihani123 4 หลายเดือนก่อน +1

    দারুন হয়েছে সিরিজটি 👌👌👍
    মনে পড়ছে ২০২২ এর 22 দিনের মধ্যে দু বার অমরনাথ যাত্রা এবং কাশ্মীর ভ্রমণ.....

  • @ujjaldasgupta4456
    @ujjaldasgupta4456 4 หลายเดือนก่อน +1

    অনেক ধন্যবাদ। অমরনাথ দর্শন করিয়ে দিলেন। দেখি নতুন গল্প কোথায় নিয়ে যান। আর ডাল লেকের সবজি বাজার তো অসাধারণ। ওখানে পৃথ্বীর অভাব বোধ করেছি। থাকলে ওর কিছু উক্তিতে আরো মনোরঞ্জন হতো। কাশ্মীরে দাঁড়িয়ে কেউ যদি বলে কলকাতা আমার প্রাণ আর সে যদি কাশ্মীরি হয় তবে তো আবেগ তো হয়ই। সব থেকে ভালো লেগেছে জাভেদের বাড়িতে লাঞ্চ। আমি পেটুক মানুষ খুব নজর দিয়েছি, ভবিষ্যতে পেটব্যথা হলে আমাকে ক্ষমা করবেন। ❤❤❤

  • @ranjanchakroborty942
    @ranjanchakroborty942 4 หลายเดือนก่อน +1

    সকালের ডাল লেক সত্যি মনোরম। আপনার vlog এ যে twist গুলো থাকে, তাতে ভিডিওটা আরো আকর্ষণীয় করে তোলে। খুব ভালো লাগলো আজকের vlog। বেশ একটা inner peace পেলাম আজকের ভিডিও টা দেখে।

  • @dipanath7488
    @dipanath7488 4 หลายเดือนก่อน +1

    ঊষা লগ্নে ভ্রমণের মনোরম দৃশ্য ভীষন ভালো লাগলো আগামী তে আরো নতুন কিছু দেখার অপেক্ষায় রইলাম।

  • @AnjanaBhattacharya-wz1qy
    @AnjanaBhattacharya-wz1qy 4 หลายเดือนก่อน +1

    এককথায় অনবদ্য দারুণ লাগলো

  • @shibanibhowmik8718
    @shibanibhowmik8718 4 หลายเดือนก่อน

    আহা! মনটা ভরে গেলো। এক একটা ভ্রমণ ভ্লগ এক একটা ইতিহাস। শুভকামনা রইলো। ❤️❤️❤️

  • @user-blog2023
    @user-blog2023 4 หลายเดือนก่อน +1

    খুব ভালো লাগলো।

  • @debasishsantra3063
    @debasishsantra3063 4 หลายเดือนก่อน +1

    Priththi da akta abhabonio somoy miss korlo ..... ja sara jibon mone thakbe....❤❤❤❤❤