বাংলাদেশ থেকে আপনাদের অনেক ধন্যবাদ জানাই, সিরাজউদ্দৌল্লাহ ছিলেন আমাদের নবাব তার জন্য কিছু করতে পারা এটা ভাবতেও কেমন জানি একটা অনুভূতি কাজ করে তা বলেও বুঝাতে পারবনা। উজ্জ্বল ভাই এবং দিদি সহ যারা যারা সংশ্লিষ্ট ছিলেন অনেক ভালোবাসা কৃতজ্ঞতা নিবেন।
আমি বাংলাদেশ থেকে আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখি আমি প্রথমে ধন্যবাদ জানাই সমর্পিতা ম্যাডাম উজ্জ্বল সরকার মানস দাদা এবং এর সাথে আরও যারা আছেন অনেকেরেই নাম জানিনা উনাদের এই উদ্যোগে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সবাইকে অন্তরের অন্তরস্থল ধন্যবাদ জানাই সুন্দর একটা এত বছর পর হলেও নবাব সিরাজউদ্দৌলা খাঁন তার প্রাপ্য সম্মান ফিরে পাবেন এই হীরাঝিল সংরক্ষণ করা হলে এটাই হবে ইতিহাস যারা ইতিহাসকে মুছে দিয়েছে তারা হয়তো জানেনা যে ইতিহাস কখনো মুছা যায় না সত্যের জয় হবেই একদিন ইতিহাসে গড়মিল জেগে ওঠো হীরাঝিল 💪💪💪👌🤜🤛🤝🤲🤲🤲
আমি আপনাদের সাথে আছি এবং থাকব। সিরাজ আকর্ষণে এ বছর দুইবার মুর্শিদাবাদ গিয়েছি। গত ১৪/০৯/২৩ তারিখ হীরাঝিল গিয়ে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, আপনাদের দুজনকেই খুব মিস করেছি। মনে প্রানে আপনাদের সাক্ষাৎ কামনা করেছিলাম। আজ হোক কাল হোক সাক্ষাৎ আপনাদের সাথে আমি করবোই ইনশাআল্লাহ। এ আমার অঙ্গীকার।আমাকে বলুন কি সহযোগিতা করতে পারি। বাংলাদেশের যশোর থেকে মোঃ সাদরুল আনাম।
অসাধারণ প্রতিবেদন। কয়েকটি প্রশ্ন- ১ তিন শতক কাঠা হিসাবে কতটা হবে? ২. মিনার তৈরীর জন্য আনুমানিক কত টাকা লাগবে? ৩. যারা অর্থ দান করতে ইচ্ছুক তাঁরা কীভাবে পাঠাবেন? ৪. তিন শতক জমি ছাড়াও আশেপাশের জমিগুলি সৌন্দর্যায়ন বা পরবর্তীতে অন্যকাজের জন্য কি ক্রয় করা সম্ভব তাদের মালিকদের থেকে? ৫. রাজ্যপালের সাথে সাক্ষাৎকারের জন্য আবেদন করা যায় কি যাতে উনি সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রককে হীরাঝিল বিষয়ে অবহিত করেন বা আপনারা নিজেরাই কি কেন্দ্রের এই বিষয়ে ভারপ্রাপ্ত মন্ত্রীকে চিঠি লিখতে পারেন? ৬. নবান্নে যেমন চিঠি লিখছেন তেমনি লোকসভায় বিরোধী দলনেতা মাননীয় অধীর চৌধুরী কে চিঠি লেখা সম্ভব সাহায্যের জন্য যাতে উনি কেন্দ্রের মন্ত্রকের সাথে যোগাযোগ তরান্বিত করতে সাহায্য করেন। মুর্শিদাবাদ ওনার লোকসভা এলাকা, তাই হয়ত তিনি উদ্যোগী হতে পারেন।
২0 কাঠায় ১ বিঘা, ৬০ কাঠাতে ১ একর। অন্যদিকে , ১০০ শতাংশ বা শতকে ১ একর। অতএব , ১০০ শতাংশ সমান ৬০ কাঠা। অন্যদিকে, ৪৩,৫৬০ বর্গফিট-এ ১ একর। তাহলে, ৩ শতাংশ হচ্ছে ,৩ x ৪৩৫৬০/ ১০০ = ১,৩০৬.৮ square feet or, say, (40 ft x 32.67ft).
উজ্জল দা কে অনেক অনেক ধন্যবাদ।। দাদা আপনার ভালো হোক।। খুব ভালো লাগলো ভিডিওটা দেখে আর দিদিকে অনেক ধন্যবাদ আর দিদি খুব তাড়াতাড়ি মনুমেন্ট টা তৈরি।। যাতে গোটা মুর্শিদাবাদ গোটা দেশবাসী দেখতে পায়।।
সকলকে অশেষ ধন্যবাদ আপনারা আছেন বলেই এত বড় উদ্যোগ সফল হয়েছে, এবং স্যার মানস মহাশয় কে অশেষ ধন্যবাদ ইতিহাস সম্পর্কিত ভিডিও তো বটেই এবং হিরাজিল এর ব্যাপারে নতুন নতুন উপস্থাপনা তুলে ধরার জন্য ❤️❤️
উজ্জ্বল দাদা কে অসংখ্য ধন্যবাদ কৃষ্ণনগর থেকে আর আমাদের বর্তমান লুৎফুন্নেসা বেগমকে বলবো একটা মুক্ত হস্তে দান বক্স খুলতে আমরা সবাই আমরা যতটা যা পারি সাহায্য করবো আপনি আপনার কাজ এগিয়ে যান করবো সেখানে
From Bangladesh 🇧🇩 সত্যি উজ্জ্বল দা যে কতটা মহৎ হৃদয়ের মানুষ সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মন থেকে সকলের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা আর শ্রদ্ধা জানাচ্ছি।
Love and respect from bangladesh. My gratitude to all of you for your effort to save the memories of nabab sirajuddoula.l think you will also be part of history.
উজ্জ্বল সরকার ও তার স্ত্রী চম্পা সরকার দুজনকেই শুভেচ্ছা জানাই। নিজের এমন অবস্থায়ও যিনি জমি দান করার উদারতা দেখিয়েছেন তার প্রতি শ্রদ্ধা মন থেকে চলে আসে। দাদা ও দিদি ভালো থাকুক।
মানসদা , অফুরন্ত ভালবাসা, নবাব সিরাজউদ্দৌলা কে নিয়ে এই আয়োজন যেন পূর্ণতা পায়, বাংলাদেশ থেকে এই কামনা করছি, অবিভক্ত ভারতের আমরাও তো নবাব এর অ্ংশিদার , আমাদের মৃত্যুঞ্জয়ী নবাব সিরাজউদ্দৌলা কে জানাই কুর্নিশ, দাদা ভালো থাকবেন। ঢাকা বাংলাদেশ থেকে।
দাদা আমি একজন বাংলাদেশী মালয়েশিয়া প্রবাসী আমি উজ্জ্বল সাহেবদের জন্য অন্তর থেকে দোয়া করি উনারা যেন চিরদিন আমাদের মাঝে বেঁচে থাকেন কারণ এই উজ্জ্বল সাহেবরা আছে বলেই আজ পৃথিবী এত সুন্দর প্রেমময়
মানস'দা, বাংলাদেশ থেকে বলছি।দুর হতে স্যালুট জানাই প্রথমে আপনাকে,পরে আজকের লুৎফুন্নেসাকে। কারন, আপনার মাধ্যমে প্রথমে জানতে পারি হীরাঝিল আবার নতুন করে জীবন ফিরে পেতে চলেছে। পাশে থেকে নবাবের লুৎফুন্নেসা। তাঁকে ধন্যবাদ না জানালে নিজেকে ছোট করা হবে।সর্ব্বোপরি ধন্যবাদ জানাচ্ছি "উজ্জল সরকার ও তাঁর পরিবারকে।দোয়া করি ফিরে পাক হতভাগ্য নবাবের হীরাঝিল নবরুপে-নতুন জীবন।
খুব ভাল লাগল এই সময়ে আপনাদের তিন জনের যৌথ অবদানের তুলনা নেই আপনারা এগিয়ে যান। আমাদের মত যারা চাই বাংলার নবাবের অস্তিত্ব টিকে থাকুক তারা নিশ্চয়ই আপনাদের পাশে থাকবে । জন সম্মুখে ভিডিও মাধ্যমে আপনি তুলে ধরে যে কাজ টি করেছেন আপনাকে অজস্র আন্তরিক ধন্যবাদ জানাই জানাই।
উজ্জল দা কে আন্তরিক শুভেচ্ছা জানাই সেই সাথে আপনাদের কে ও জানাই। হতভাগ্য সিরাজ কে আজ তার জায়গা ফিরিয়ে দেয়ার জন্য আজ সিরাজ সত্যি নবাব । এবং আজও সিরাজ কে বাংলার মানুষ ভালো বাসে। আন্তরিক ভালোবাসা জানাই বাংলার শেষ নবাব সিরাজ উদ্দোলার কে।
This is heart touching history of Bengal-Bihar and Odisa.This being really again revealed by Samarpita and Manas. The gift of the magi is Ujaal and his family. They will be remained in the heart of this heritage and the world will remember this gift of a king (Ujall here) to a king (Siraj). I would like to bring attention of Bengal and Indian Government to come forward and give Hirajhil a reality with the dream of today's Lufathinnnsia. Thanks.❤❤❤🙏🙏🙏
উজ্জ্বল ভাই এই বাংলায় আপনার মতো মানুষের অভাব, আপনাকে হাজারো সালাম সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া রইলো সব সময়। আমি বাংলাদেশ থেকে মুহিত।
অনেক অনেক ধন্যবাদ উজ্জ্বল ভাই তোমাকে,সত্যি এখনও পৃথিবীতে তোমার মতো মানুষ আছে বলেই পৃথিবীটা সুন্দর।
মানসবাবু আর সমর্পিতা তোমরাও খুব ভালো কাজ করেছো।
আবার নতুন করে হীরাঝিল গড়ে উঠুক....❤ জেগে উঠো হীরঝিল...😊
সমার্পিতা'র দেশ প্রেমের তুলনা হয় না। তার প্রতি আমার প্রানঢালা শ্রদ্ধা।
বাংলাদেশ থেকে আপনাদের অনেক ধন্যবাদ জানাই, সিরাজউদ্দৌল্লাহ ছিলেন আমাদের নবাব তার জন্য কিছু করতে পারা এটা ভাবতেও কেমন জানি একটা অনুভূতি কাজ করে তা বলেও বুঝাতে পারবনা। উজ্জ্বল ভাই এবং দিদি সহ যারা যারা সংশ্লিষ্ট ছিলেন অনেক ভালোবাসা কৃতজ্ঞতা নিবেন।
উজ্জ্বল ভাইকে আমাদেৱ বাংলাদেশ থেকে হাজাৱ হাজাৱ সালাম ও আদাব জানাই ❤❤❤❤❤
আমি বাংলাদেশ থেকে আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখি আমি প্রথমে ধন্যবাদ জানাই সমর্পিতা ম্যাডাম উজ্জ্বল সরকার মানস দাদা এবং এর সাথে আরও যারা আছেন অনেকেরেই নাম জানিনা উনাদের এই উদ্যোগে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সবাইকে অন্তরের অন্তরস্থল ধন্যবাদ জানাই সুন্দর একটা এত বছর পর হলেও নবাব সিরাজউদ্দৌলা খাঁন তার প্রাপ্য সম্মান ফিরে পাবেন এই হীরাঝিল সংরক্ষণ করা হলে এটাই হবে ইতিহাস যারা ইতিহাসকে মুছে দিয়েছে তারা হয়তো জানেনা যে ইতিহাস কখনো মুছা যায় না সত্যের জয় হবেই একদিন ইতিহাসে গড়মিল জেগে ওঠো হীরাঝিল 💪💪💪👌🤜🤛🤝🤲🤲🤲
আমি আপনাদের সাথে আছি এবং থাকব। সিরাজ আকর্ষণে এ বছর দুইবার মুর্শিদাবাদ গিয়েছি। গত ১৪/০৯/২৩ তারিখ হীরাঝিল গিয়ে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, আপনাদের দুজনকেই খুব মিস করেছি। মনে প্রানে আপনাদের সাক্ষাৎ কামনা করেছিলাম। আজ হোক কাল হোক সাক্ষাৎ আপনাদের সাথে আমি করবোই ইনশাআল্লাহ। এ আমার অঙ্গীকার।আমাকে বলুন কি সহযোগিতা করতে পারি। বাংলাদেশের যশোর থেকে মোঃ সাদরুল আনাম।
ভিডিওটা দেখার পরে শেষ দৃশ্যে চোখের জল ধরে রাখতে পারি নাই !লুৎফুন্নিসাকে ধন্যবাদ!উজ্জলদার জন্য ভালবাসা অফুরন্ত!
উজ্জ্বল সরকারের প্রতি শ্রদ্ধায় মাথানত হয়ে গেলো।মানস দা,সমর্পিতা দিদি ও উজ্জ্বল দাদাকে শ্রদ্ধা আর ভালোবাসা।
উজ্জ্বল সরকার কে আমার অনেক ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। তিনি অনেক বড় হ্রদয়ের অধিকারী। তাঁর এ অবদান যুগ যুগ ধরে সকলের মানসপটে উজ্জ্বল হয়ে থাকবে।
♥️🙏
উজ্জ্বল কে অনেক ধন্যবাদ
খুব বড় মনের মানুষ উজ্জ্বল সরকার ও তাঁর সহধর্মিণী।
Onek valo thakun, Ujjal Sorkar
আমি বাংলাদেশের খুলনা বিভাগ থেকে দেখছি। আপনাদের জন্য শুভকামনা রইলো ❤
দাদা চোখের পানি ধরে রাখা দায় হয়ে গেলো যে!আপনাদের সম্মিলিত প্রচেষ্টাকে স্বাগত জানাই।
দাদা ও দিদি নবাব সিরাজের কারনে আপনাদের জন্য ভালোবাসা ও শুভকামনা সব সময়...
খুবই চমৎকার উদ্যোগ। এই মহৎ উদ্যোগের সাথে সম্পৃক্ত সবাইকে স্যালুট জানাই। সেইসাথে উজ্জ্বল সরকারকে স্পেশাল স্যালুট জানাই।
অসাধারণ প্রতিবেদন।
কয়েকটি প্রশ্ন-
১ তিন শতক কাঠা হিসাবে কতটা হবে?
২. মিনার তৈরীর জন্য আনুমানিক কত টাকা লাগবে?
৩. যারা অর্থ দান করতে ইচ্ছুক তাঁরা কীভাবে পাঠাবেন?
৪. তিন শতক জমি ছাড়াও আশেপাশের জমিগুলি সৌন্দর্যায়ন বা পরবর্তীতে অন্যকাজের জন্য কি ক্রয় করা সম্ভব তাদের মালিকদের থেকে?
৫. রাজ্যপালের সাথে সাক্ষাৎকারের জন্য আবেদন করা যায় কি যাতে উনি সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রককে হীরাঝিল বিষয়ে অবহিত করেন বা আপনারা নিজেরাই কি কেন্দ্রের এই বিষয়ে ভারপ্রাপ্ত মন্ত্রীকে চিঠি লিখতে পারেন?
৬. নবান্নে যেমন চিঠি লিখছেন তেমনি লোকসভায় বিরোধী দলনেতা মাননীয় অধীর চৌধুরী কে চিঠি লেখা সম্ভব সাহায্যের জন্য যাতে উনি কেন্দ্রের মন্ত্রকের সাথে যোগাযোগ তরান্বিত করতে সাহায্য করেন। মুর্শিদাবাদ ওনার লোকসভা এলাকা, তাই হয়ত তিনি উদ্যোগী হতে পারেন।
২0 কাঠায় ১ বিঘা, ৬০ কাঠাতে ১ একর। অন্যদিকে , ১০০ শতাংশ বা শতকে ১ একর। অতএব , ১০০ শতাংশ সমান ৬০ কাঠা। অন্যদিকে, ৪৩,৫৬০ বর্গফিট-এ ১ একর।
তাহলে, ৩ শতাংশ হচ্ছে ,৩ x ৪৩৫৬০/ ১০০ = ১,৩০৬.৮ square feet or, say, (40 ft x 32.67ft).
আসাধারন ত্যাগ। ধন্যবাদ জানাই।
খুব খুব খুব ভালো লাগলো। এতো ভালো মানুষ এর আগে কোন দিন দেখিনি। ভালো থেকো উজ্জ্বল। সকল কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
অভিনন্দন জানাচ্ছি সৌদি থেকে মাহবুব ।আমি মনে করি উজ্জ্বল সরকার বর্তমান জমানার হাতেমতাই ।দোয়া রহিল ।
উজ্জল দা কে অনেক অনেক ধন্যবাদ।। দাদা আপনার ভালো হোক।। খুব ভালো লাগলো ভিডিওটা দেখে আর দিদিকে অনেক ধন্যবাদ আর দিদি খুব তাড়াতাড়ি মনুমেন্ট টা তৈরি।। যাতে গোটা মুর্শিদাবাদ গোটা দেশবাসী দেখতে পায়।।
নবাব আমাদের মধ্যে সারাজীবন বেঁচে আছে আর সারাজীবন বেঁচে থাকবেন. 🙏🙏
সকলকে অশেষ ধন্যবাদ আপনারা আছেন বলেই এত বড় উদ্যোগ সফল হয়েছে, এবং স্যার মানস মহাশয় কে অশেষ ধন্যবাদ ইতিহাস সম্পর্কিত ভিডিও তো বটেই এবং হিরাজিল এর ব্যাপারে নতুন নতুন উপস্থাপনা তুলে ধরার জন্য ❤️❤️
অসংখ্য অসংখ্য ধন্যবাদ উজ্জ্বল দাদা, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল।
ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করবো না দিদি। অসাধারণ আপনার চেতনা।
দিদিকে অন্তর থেকে ভালোবাসা রইলো। সেই সাথে মানস দাদা ও উজ্জ্বলদাকে আন্তরিক শুভেচ্ছা।বাংলাদেশ থেকে।
অপেক্ষায় ছিলাম..... ইতিহাসে গড়মিল... জেগে উঠুক হীরাঝিল।।।
Ujjol vai love u ..bangladesh
উজ্জ্বল ভাই আমি বাংলাদেশ থেকে লিখলাম । আপনি আনেক বড়ো মনের মানুষ । আপনাকে অনেক ধন্যবাদ । আপনি বতমান নবাব।
মুর্শিদাবাদে নবাবের ইতিহাসের সাথে সমর্পিতা দিদি ও বেচে থাকবেন যুগযুগান্তর শুভ কামনা রইল আপনার জন্য আমি ব্রাহ্মনবাড়ীয়া বাংলাদেশ থেকে।
এই মহান উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনার পাশে আছি।
বাংলাদেশ থেকে অনেক অনেক ধন্যবাদ
উজ্জ্বল সরকার দাদা অনেক বড় মনের মানুষ, আজকের দিনে এত বড় মনের মানুষের দেখা মেলা ভার, এমন মানুষ আছে বলেই হয়তো পৃথিবীতে মনুষত্ব এখনও বেঁচে আছে।
বাংলাদেশ থেকে দেখছি এগিয়ে যাও সমর্পিতা দিদি আমরাও আছি তোমাদের সাথে
উজ্জ্বল দাদা কে অসংখ্য ধন্যবাদ কৃষ্ণনগর থেকে আর আমাদের বর্তমান লুৎফুন্নেসা বেগমকে বলবো একটা মুক্ত হস্তে দান বক্স খুলতে আমরা সবাই আমরা যতটা যা পারি সাহায্য করবো আপনি আপনার কাজ এগিয়ে যান করবো সেখানে
উজ্জ্বল দাদা সহ সকলকে ভালবাসা জানাই বাংলাদেশ থেকে ❤️❤️🇧🇩🇧🇩
From Bangladesh 🇧🇩
সত্যি উজ্জ্বল দা যে কতটা মহৎ হৃদয়ের মানুষ সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মন থেকে সকলের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা আর শ্রদ্ধা জানাচ্ছি।
যে দানের প্রতিদান নেওয়া হয়,সেটা দান নয়।এই দাতা কোনো প্রতিদান নেয়নি। একটাই হলো আসল দান।দাতা ঊজ্জল বাবুকে অনেক অনেক ধন্যবাদ।
খুব সুন্দর,কি বলবো বলার ভাষা নেই । অনেক ধন্যবাদ
খুব ভালো লাগলো মানস দা অসংখ্য ধন্যবাদ
আমি বাংলাদেশ থেকে বলছি আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ
মানস দা খুব ভালো লাগলো। অনেক ভালো থাকবেন। মৌলীর জন্য রইলো ভালবাসা।।ঢাকা থেকে 💚
Love and respect from
bangladesh. My gratitude to all of you for your effort to save the memories of nabab sirajuddoula.l think you will also be part of history.
দেশ, জাতী ও সমাজের উন্নতির জন্য উজ্জ্বল বাবুর মত উদার ও মহত মানুষের বড়ো দরকার। তাঁর সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করছি।
আসলে মানশ দা, পুন: লুতফন্নেসা এবং উজ্জল সরকার, তিন জন ই অসাধারন
মানুষ।
বাংলাদেশ থেকে উজ্জ্বল ভাইকে অনেক ধন্যবাদ উজ্জ্বল ভাই অনেক উদার মনের মানুষ। 🇧🇩 🇮🇳
আমি বাংলাদেশি সৌদি আৱব থেকে আপনাৱ ভিডিও গুলো দেখি।আপনাদেৱ তিন জনকেই অসংখ ধন্যবাদ
আমি বাংলাদেশের খুলনা থেকে এ চমৎকার ভিডিওটা দেখলাম এবং চোখের পানি ঝরালাম। আমাদের নবাব যদি পলাশীর প্রান্তরে সেদিন পরাজিত না হতেন, তাহলে হয়তো আমাদের বাংলা কখনও ভাগ হতো না। আপনাদের এ অসাধারণ উদ্যোগের বিষয়ে আমি সাথে থেকে দোয়া করছি আপনাদের কার্য্যক্রম যেন একদিন নির্দিষ্ট গন্তব্যে পৌছতে পারে। ধন্যবাদ আপনাদের সকলকে। ❤❤❤
বাংলার জীবিত আরেক নবাব ❤❤❤❤❤❤
I. Salute both of you. Your dedication will remain in our heart for ever .Thanks
বাংলার নবাবের স্মৃতিকে ধরে রাখার আপনাদের অনন্য প্রয়াসকে কুর্নিশ জানাই।
উজ্জ্বল সরকার ও তার স্ত্রী চম্পা সরকার দুজনকেই শুভেচ্ছা জানাই। নিজের এমন অবস্থায়ও যিনি জমি দান করার উদারতা দেখিয়েছেন তার প্রতি শ্রদ্ধা মন থেকে চলে আসে। দাদা ও দিদি ভালো থাকুক।
Ujjol dada k onek onek dhonnobad....
মানসদা , অফুরন্ত ভালবাসা, নবাব সিরাজউদ্দৌলা কে নিয়ে এই আয়োজন যেন পূর্ণতা পায়, বাংলাদেশ থেকে এই কামনা করছি, অবিভক্ত ভারতের আমরাও তো নবাব এর অ্ংশিদার , আমাদের মৃত্যুঞ্জয়ী নবাব সিরাজউদ্দৌলা কে জানাই কুর্নিশ, দাদা ভালো থাকবেন। ঢাকা বাংলাদেশ থেকে।
উজ্জল সরকার তোমাকে অনেক অনেক ধন্যবাদ
উজ্জলের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
দারুন কাজ দাদা। অভিনন্দন
মন টা ভরে গেলো দাদা, বাংলাদেশ বরিশাল থেকে দেখছি। শুভ কামনা রইলো।
মন্তব্য দেওয়ার শক্তি নেই....ধন্যবাদ স্যার
Heart of gold. Watching it from America. Thanks
সত্যিকারের মানুষ উজ্জ্বল ভাই!!
সালাম আপনাদের সবাইকে।
অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো।
যেতে হবে বহুদুর -- এগিয়ে চলুন - সাথে থাকবো - মাদ্রিদ - স্পেইন থেকে ।
I am with you from Bangladesh.......
দিদি ও দাদা এগিয়ে যান। স্বাধীন ও বাংলার সর্বজনিন নবাবের স্মৃতি পূনঃ প্রতিষ্ঠায় আপনাদের সংগঠনের কর্ম কান্ডের সাথে আমি/আমরা থাকব।
ধন্যবাদ জlনাই সমৰপিতা দিদি এবং উজ্জ্বল চৰকাৰেৰ মতো মহান হৃদয়ৰ মানুষ দেৰ কে জাদেৰ জন্য বাংলাৰ নবাব আবাৰো ফেৰে পেলো তাৰ সন্মান।
উজ্জ্বল দাকে অনেক ধন্যবাদ
Akhono Ujjal er amon valo manush ache dekhe khub onak lagche! Onek onek boro moner manush na hole keo atoo taa korte paren!!! Mon vore doa roilo ❤
দাদা আমি একজন বাংলাদেশী মালয়েশিয়া প্রবাসী আমি উজ্জ্বল সাহেবদের জন্য অন্তর থেকে দোয়া করি উনারা যেন চিরদিন আমাদের মাঝে বেঁচে থাকেন কারণ এই উজ্জ্বল সাহেবরা আছে বলেই আজ পৃথিবী এত সুন্দর প্রেমময়
অনেক ভালো লাগলো আপনার প্রচেষ্টা কে দিদি অন্তত থেকে অভিনন্দন
সত্যিই খুব ভালো লাগলো আপনাকে ধন্যবাদ জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই আপনাকে এবং নবাব এর সত্য ঘটনা জানতে পারলাম
উজ্জ্বল ভাই আপনার জন্য আমি গর্বিত ❤❤❤ আর সমর্পিতা ম্যাডামের তো কোন ও জবাবই নেই ❤❤❤
সত্যি এ যেন নবাবের সম্মান ফিরে পেলেন হোক তা খুদ্র।
উজ্জ্বল দাদা বড় মনের মানুষ। বাংলাদেশ থেকে।
সফল হোক আপনাদের প্রচেষ্টা ,
বাংলাদেশ থেকে অপেক্ষা করি দাদা
আপনার ভিডিও গুলো দেখার জন্য
উজ্জ্বল দার কথা গুলো অনেক গুরুত্বপূর্ণ
উজ্জ্বল বাবু তো রাজার রাজা! উজ্জ্বল ববাবুকে অসংখ্য ধন্যবাদ🎉🎉🎉🎉 । ধন্যবাদ জানাই মানসদা ও সমরপিতা দিদিকে।
উজ্জ্বল সরকার অসাধারণ, বড় মনের মানুষ, ইতিহাসে তার নাম ও লিখিত থাকবে।
মানস'দা, বাংলাদেশ থেকে বলছি।দুর হতে স্যালুট জানাই প্রথমে আপনাকে,পরে আজকের লুৎফুন্নেসাকে। কারন, আপনার মাধ্যমে প্রথমে জানতে পারি হীরাঝিল আবার নতুন করে জীবন ফিরে পেতে চলেছে। পাশে থেকে নবাবের লুৎফুন্নেসা। তাঁকে ধন্যবাদ না জানালে নিজেকে ছোট করা হবে।সর্ব্বোপরি ধন্যবাদ জানাচ্ছি "উজ্জল সরকার ও তাঁর পরিবারকে।দোয়া করি ফিরে পাক হতভাগ্য নবাবের হীরাঝিল নবরুপে-নতুন জীবন।
বাংলাদেশ থেকে উজ্জ্বল ভাইকে অন্তরের অন্তর স্থল জানাই ভালোবাসা। ❤❤❤
খুব ভাল লাগল এই সময়ে আপনাদের তিন জনের যৌথ অবদানের তুলনা নেই আপনারা এগিয়ে যান। আমাদের মত যারা চাই বাংলার নবাবের অস্তিত্ব টিকে থাকুক তারা নিশ্চয়ই আপনাদের পাশে থাকবে । জন সম্মুখে ভিডিও মাধ্যমে আপনি তুলে ধরে যে কাজ টি করেছেন আপনাকে অজস্র আন্তরিক ধন্যবাদ জানাই জানাই।
Bhai apni onek onek boro moner manus.
মানস দার জন্য আমরা সব জানতে পারছি, ধন্যবাদ মানস দা আপনাকে🎉
জয়গুরু ভাই অতুলনীয়
মানুষ বাংলা ও দিদিকে অনেক ধন্যবাদ
উজ্জ্বল সরকারের প্রতি ভালোবাসা অবিরাম। নবাব সিরাজুদ্দৌলার জন্য জমি ফিরিয়ে দেয়ার জন্য।
একজন মানুষের মত মানুষের সাথে আলাপ হয়ে ধন্য হলাম....,🙏🙏🙏🙏🙏🙏
আপনার সংগে এই ম্যাডামই এই ক্সলের লুতফুন্নেসা।ধন্নবাদ।
বাংলাদেশ থেকে বলছি আপনাদের অসংখ্য ধন্যবাদ। 🇧🇩 🇮🇳
আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম।
উজ্জ্বল দা কে অন্তরের অন্তস্তল থেকে ভালবাসা রইল। দিদির উদ্দোগ কে ঐতিহাসিক বাস্তবতা বলে মনে হয়।
উজ্জল দা কে আন্তরিক শুভেচ্ছা জানাই সেই সাথে আপনাদের কে ও জানাই। হতভাগ্য সিরাজ কে আজ তার জায়গা ফিরিয়ে দেয়ার জন্য আজ সিরাজ সত্যি নবাব । এবং আজও সিরাজ কে বাংলার মানুষ ভালো বাসে। আন্তরিক ভালোবাসা জানাই বাংলার শেষ নবাব সিরাজ উদ্দোলার কে।
এগিয়ে যান দাদা, বাংলাদেশের ময়মনসিংহ থেকে।
অসাধারণ মানুষ গুলো এখনো রয়ে গেছে, স্যালুট জানাই, সমর্পিতা যেমন সমর্পন হয়েছেন নবাব সিরাজুদ্দৌলার কাছে তেমনি উজ্জ্বল ঠিকই উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন ইতিহাসের পাতায়।
হীরাঝিল আন্দোলনের পাশে আছি আপু, আপনি সামনে এগিয়ে যান।
Many many thanks ujjal and his family.
This is heart touching history of Bengal-Bihar and Odisa.This being really again revealed by Samarpita and Manas. The gift of the magi is Ujaal and his family. They will be remained in the heart of this heritage and the world will remember this gift of a king (Ujall here) to a king (Siraj). I would like to bring attention of Bengal and Indian Government to come forward and give Hirajhil a reality with the dream of today's Lufathinnnsia. Thanks.❤❤❤🙏🙏🙏
ভীষণ ভীষন ভালো প্রচেষ্টা, একটা vidoe দেখে আমি কেঁদা ফেলেছিলাম
উজ্জল সরকার অনেক বড় মনের মানুষ। তার কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামীন তাকে উত্তম প্রতিদান দান করুন।
দিদি আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন
ধন্যবাদ উজ্জল