সুমন ভাইয়ের উপস্থাপনা ভালো লেগেছে তবে সিরাজ যদি বেঁচে থাকতেন তাহলে ভারববর্ষে এক অত্যাচারী নবাবের সাক্ষী হয়ে রয়ে যেতো। হাজার হাজার সৈন্য নিয়েও যে যুদ্ধ ক্ষেত্র থেকে প্রাণ ভয়ে পালিয়ে যায় সে কিসের বীর। যুদ্ধ করতে করতে যদি মৃত্যুবরণ করতেন তাহলে বুঝতাম যেটা করেছিলেন নবাব সরফরাজ খাঁ কিন্তু বীরের সন্মান তিনি পাননি এমনকি তার সমাধি ও তার নির্মিত ফুটি মসজিদও আজ অবহেলার সাথে পড়ে আছে। এটা আমাদের লজ্জার। আমরা প্রকৃত বীরকে সন্মান দিতে পারিনি।
@@সত্যসন্ধানী-খ৭ঘ vai nobab to bujta parsilo ja Mirjafor ja kina bishas gathok abong ato boro sonno bahini thakao tar kono lav hoi ni karon tini karon juddho korsilo khub kom sonkhok tahola sa jana bujha pran ta kivbe dito
@@SalahuddinSumon আপনার উপস্থাপনার তুলুনা হয় না . আমিও এই প্রগ্রাম দেখতে দেখতে এই পুরানো স্থাপনাকে ভাল বেসে ফেলেছি মনের অযান্তে , অনেক ধন্য বাদ সুমন ভাই .
সুমন ভাই আপনার ধারা বর্ণনা অসাধারন। আপনার কারণেই আমি দেখলাম ষড়যন্ত্রের প্রাসাদ " মতিঝিল প্রাসাদ" । যেখানে বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। ষড়যন্ত্রকারীদের কারণেই আমাদের দেশের স্বাধীনতা বিপন্ন হয়েছিল বিদেশীদের কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চালিয়ে যান। আরো সুন্দর কিছু জানতে পারবো। এই আশায় আছি। ভালো থাকুন ও সুস্থ থাকুন। শুভ সকাল।
সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ। কেননা, আপনি ইউটিউব এর মাধ্যমে এমন সব জিনিস যা আমরা শুধুমাত্র বইয়ের পাতায় পড়েছি ভাবি নি এসব জায়গায় কখনো চোখ দিয়ে দেখতে পাবো। কিন্তু আপনার মাধ্যমে আমরা ইতিহাসের এসব জায়গা এসব জায়গা দেখতে পাচ্ছি। এজন্য আমরা কৃতজ্ঞ আপনার কাছে।
ওহঃ মনটা কেমন যেন হয়ে গেছে, আহঃ নবাব যদি বেঁচে থাকতো, আমার নবাব বোকা টাইপের ছিলো, তা না হলে এতো ষড়যন্ত্র কিছুই বুজতে পারেন নি, তো অনেক অনেক ধন্যবাদ, প্রিয় ভাই 💘আপনাকে
আপনার আন্তরিক উদ্যোগে নির্মিত এই সব ভিডিও গুলো সত্যিই খুব সময়োপযোগী অতীত জানার এক দলিল চিত্র, সেই সঙ্গে ধারাভাষ্যও সাবলীল ভাবে হৃদয়ে নাড়া দেয় , অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ।
আমি আপনার মুর্শিদাবাদ,সিকিমসহ অল্প কয়েকটা video দেখেছি।মূলত আমার আম্মু তাঁর mobile phone থেকে দেখে;সেখান থেকে আমার আব্বু এবং আমার দেখা।আমার আব্বু বলেছেন আপনার কথা বলার মধ্যে শিল্প আছে।সত্যিই আপনি খুব চমৎকার ভাবে উপস্থাপন করেন video গুলা।জানি না এসব সচক্ষে দেখার সুযোগ হবে কিনা। ভাগীরথী নদীর কথাগুলা খুব ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঐতিহাসিক জিনিসগুলা দেখানোর জন্য।বাংলার আরও ঐতিহাসিক স্থান নিয়ে video বানান।👍👍👍
বাংলার অশ্রু ঝরা ভালবাসা - পলাশী ট্রাজেডি ! ভাগিরথী তবু বয়ে যায় - তবু কি কাঁন্না থেকে গেছে তবু এই ইতিহাস থেকে যাবে ! লক্ষকোটি বছর ধরে শুধু ব্যথিত হবে প্রতিটি বাংলার মানুষ ! - প্রিন্স
আমি জানি এটার সঠিক ইতিহাস অনেকেই জানে না, অনেক আগের কথা তখন এই পুরো মুর্শিদাবাদ আমাদের বাংলাদেশের অংশ ছিলো। পুরো মুর্শিদাবাদ আমাদের বাংলাদেশের প্রাণ কেন্দ্র ছিল। একসময় ঐ পুরো পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশের অংশ ছিল
আমি জানি এটার সঠিক ইতিহাস অনেকেই জানে না, অনেক আগের কথা তখন এই পুরো মুর্শিদাবাদ আমাদের বাংলাদেশের অংশ ছিলো। পুরো মুর্শিদাবাদ আমাদের বাংলাদেশের প্রাণ কেন্দ্র ছিল। একসময় ঐ পুরো পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশের অংশ ছিল
ভাইয়া অনেক ভালো লাগলো ,আপনার hosting অনেক সুন্দর, informative ,বুজা যায় আপনি গবেষণা করেন ,কিন্তু বাংলাদেশের জিঞ্জিরা প্রাসাদ দেখে কষ্ট লাগলো ,কত লুভী আর cruel people আর ইন্ডিয়া কত সুন্দর করে তাদের history বাঁচিয়ে রেখেছে ,thnx them ,thank u as well vaiya
স্যার আপনার এই ভিডিওটির অপেক্ষায় ছিলাম। পূর্ব পুরুষদের ইতিহাস সাথে মনোমুগ্ধকর প্রকৃতি দেখে মনটা জুড়িয়ে গেল.....!! আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই রকম ভিডিও উপহার দেওয়ার জন্য।
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করে প্রাচীন নির্দেশনা গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য। ভাইয়া মতিঝিল পার্কের লোকেশটা ভাল করে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকিব।
আমি মুর্শিদাবাদের বাসিন্দা।
ধন্যবাদ দাদা আমার জেলার ইতিহাস ও ঐতিহ্যকে এমন সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য।
আমার সকলেই খুব আনন্দিত যে আপনি আমাদের এই মতিঝিল এর ইতিহাস তুলে ধরার জন্য
আমি এই মতিঝিল এর বাসিন্দা
অনেক আগের কথা তখন এই পুরো মুর্শিদাবাদ আমাদের বাংলাদেশের অংশ ছিলো। পুরো মুর্শিদাবাদ আমাদের দেশের প্রাণ কেন্দ্র ছিল।
@@arafathasib স্বাগতম আপনাকে 🤩
@@arafathasib sorry ভাই আমি এখন মুর্শিদাবাদে নেই।
বালের নুনুশির্দাবাদ!!
জানিনা কেন এসব ভিডিও দেখলে মনে মধ্যে এক হাহাকারের চিনহ ছুয়ে যায় ধন্যবাদ সুমন ভাইয়া 😢😢😢
Tayki
amr o kanna asa jokhon ai video ba onadar kotha mone hoy
Etai manusher character
Sotti e
@@blackwhitebd1727 amaro khub kasto hae
আপনার উপস্থাপনা দারুণ। একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমি চাই আপনি আরও ঐতিহাসিক স্থান এর সম্পর্কে আমাদের অবহিত করান । অনেক অনেক শুভেচ্ছা। 🙏
Alibordi khan kechilo
@@Tofail256 নবাব সিরাজদ্দৌলার দাদু
আমি মুর্শিদাবাদ এর বাসিন্দা। ধন্যবাদ আপনাকে আমাদের ঐতিহ্যকে এত সুন্দর করে তুলে ধরার জন্যে।🙏
আপনে ত বেশ লাকি 🤠🤠
নাম্বার দাও ইমু নাম্বার
wow
আমিও যেতে চায়
Aita sudu apnader na sara banglar itihas...
ভাই অনবদ্য আপনার উপস্থাপনা মন ছুঁয়ে যাওয়ার মতো।
খুব ভালো লাগলো ভাই। পরের ভিডিওর অপেক্ষায় রইলাম।
দারুণ একটি কাহিনী।দেশপ্রেমিক স্বাধীন চেতা নবাবকে ভালোবেসে যাবো।
অসাধারণ ভাই, ধন্যবাদ এভাবে আমাদের সামনে ইতিহাস তুলে ধরার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ, বাংলার ঐতিহাসিক ঘটনা গুলো উপস্থাপন করার জন্য
সিরাজ বেচে থাকবেন যত দিন বাংলা আছে ততদিন
সুমন ভাইয়ের উপস্থাপনা ভালো লেগেছে তবে সিরাজ যদি বেঁচে থাকতেন তাহলে ভারববর্ষে এক অত্যাচারী নবাবের সাক্ষী হয়ে রয়ে যেতো। হাজার হাজার সৈন্য নিয়েও যে যুদ্ধ ক্ষেত্র থেকে প্রাণ ভয়ে পালিয়ে যায় সে কিসের বীর। যুদ্ধ করতে করতে যদি মৃত্যুবরণ করতেন তাহলে বুঝতাম যেটা করেছিলেন নবাব সরফরাজ খাঁ কিন্তু বীরের সন্মান তিনি পাননি এমনকি তার সমাধি ও তার নির্মিত ফুটি মসজিদও আজ অবহেলার সাথে পড়ে আছে। এটা আমাদের লজ্জার। আমরা প্রকৃত বীরকে সন্মান দিতে পারিনি।
অনেক আগের কথা তখন এই পুরো মুর্শিদাবাদ আমাদের বাংলাদেশের অংশ ছিলো। পুরো মুর্শিদাবাদ আমাদের দেশের প্রাণ কেন্দ্র ছিল।
@@সত্যসন্ধানী-খ৭ঘ vai nobab to bujta parsilo ja Mirjafor ja kina bishas gathok abong ato boro sonno bahini thakao tar kono lav hoi ni karon tini karon juddho korsilo khub kom sonkhok tahola sa jana bujha pran ta kivbe dito
@@skhasanraja1037 ভাই তাহলে মুর্শিদাবাদ ভারতেরা নিল কিভাবে
ভাই লেখাটা হবে এই ভাবে---সিরাজ বেচে থাকবেন ততদিন বাংলা আছে যতদিন
আমার বাড়ি মুশিদাবাদ.
সুমন দা তোমাকে জানাই আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা .
আপনার ভিডিও ভালোলাগে.
মতিঝিল ভিডিও লেগেছে.
আমি মতিঝিল স্টাফ.
অনেক আগের কথা তখন এই পুরো মুর্শিদাবাদ আমাদের বাংলাদেশের অংশ ছিলো। পুরো মুর্শিদাবাদ আমাদের দেশের প্রাণ কেন্দ্র ছিল।
@@skhasanraja1037 tmi sawpno dkho
@@tusharpatra2374 keno vai, Bangla abar 1 hole ke kharap hobe? r koto hindivasi der dalali korben?
Bi dhaka thaka kivhaba joa jaba ??
@@asadulhaque5504 Bangladesh ke Indian ra baler desh bhabe...
অসাধারণ একটি চ্যানেল। তথ্যবহুল এবং চমৎকার উপস্থাপনা।
আপনার বর্ণনার গুনে স্বশরীরে প্রবেশ করলাম , মন এখনো কাঁদে সিরাজের জন্য ...
ভালো লাগলো জেনে❤️
@@SalahuddinSumon সিরাজের ছেলে নিয়ে একটা প্রতিবেদন করলে ভালো হতো
@@SalahuddinSumon আপনার উপস্থাপনার তুলুনা হয় না . আমিও এই প্রগ্রাম দেখতে দেখতে এই পুরানো স্থাপনাকে ভাল বেসে ফেলেছি মনের অযান্তে , অনেক ধন্য বাদ সুমন ভাই .
@@SalahuddinSumon Vhai ami bangladeshi Chandpurer . apnake onk valo lage apnar shob video dekhi vhai oikhane gele ki korte hobe ba ki bave jaowa jay
কেন জানিনা ভিডিওটা দেখতে দেখতে চোখের কোনে জল জমে গেছে। এই বাংলা থেকে সিরাজুদ্দৌলার নাম কেউ কোনদিন মুছতে পারবে না।
বাংলাদেশের সব ভাই বোন দের কে আমার জেলা মুর্শিদাবাদ ঘুরতে আসার আমন্ত্রন জানাই।। সুমন ভাই অনেক ভালবাসা রইল।
এগিয়ে যাও দোস্ত।
জয় হিন্দ!!
আমি লালবাগের মেয়ে। খুব ভালো লাগলো। পাশে রইলাম সব নিয়ম মেনে। আশা করবো আপনাকেও পাশে পাবো।
তোমার ইমু নাম্বার দাও
ধন্যবাস সুমন ভাই এতো সুন্দর করে তুলে ধরার জন্য।❤️
আপনার উপস্থাপনা অসাধারণ, সেই সাথে উপযুক্ত আবহ সংগীত ❤️❤️❤️❤️
অসাধারণ মুর্শিদাবাদের মতিজিল পার্ক
ভিডিওটি ভালো লাগল এবং আপনার ভাষাশৈলীও খুবই সুন্দর ।
আন্তরিক অভিনন্দন আপনাকে,,,বাংলার ইতিহাসের অজানা তথ্য তুলে ধরার জন্য,,,
এই ভিডিও গুলো বাংলার সকল মানুষের দেখা উচিত।
আসলেই দেখা উচিত
এটা কোন জায়গায়
সুমন ভাই
আপনার ধারা বর্ণনা অসাধারন।
আপনার কারণেই আমি দেখলাম ষড়যন্ত্রের প্রাসাদ " মতিঝিল প্রাসাদ" । যেখানে বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। ষড়যন্ত্রকারীদের কারণেই আমাদের দেশের স্বাধীনতা বিপন্ন হয়েছিল বিদেশীদের কাছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
চালিয়ে যান। আরো সুন্দর কিছু জানতে পারবো। এই আশায় আছি।
ভালো থাকুন ও সুস্থ থাকুন।
শুভ সকাল।
স্বপ্নের মতো লাগলো আপনার ধারাভাষ্য। অপূর্ব সুন্দর banerjee4U
আপনার চ্যানেলটি পেয়ে খুব ভাল লাগছে যার মাদ্যমে আমার দেশের অনেক অজানা অনেক কিছু জানতে এবং দেখতে পারছি ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ এত সুন্দর করে ঘটনা গুলো উপস্থাপন করার জন্য
এইসব শুনলে হৃদয় টা কেঁপে উঠে,,, ধন্যবাদ ভাই,,,এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য।
আমি বাংলাদেশ থেকে বলছি🇧🇩
ভিডিওটা খুবই ভালো লাগলো
অনেক আগের কথা তখন এই পুরো মুর্শিদাবাদ আমাদের বাংলাদেশের অংশ ছিলো। পুরো মুর্শিদাবাদ আমাদের দেশের প্রাণ কেন্দ্র ছিল।
@@skhasanraja1037 tokhon Bangladesh chilo na
ভালো লাগলো। রাজশাহী, বাংলাদেশ থেকে।
সত্যি সালাউদ্দিন দা ইতিহাসে অনেক কিছু পড়েছি এবং শুনেছি। কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে এতকিছু দেখতে পেয়ে আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ সালাউদ্দিন দা
খুব ভালো লাগলো। উপস্থাপনা অসাধারণ....
সুন্দর উপস্থাপনা।
ধন্যবাদ আপনাকে এই ভিডিও র জন্য
খুব ভালো লাগে খুব ভাল লাগে সুমন ভাই থ্যাঙ্ক ইউ
সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ। কেননা, আপনি ইউটিউব এর মাধ্যমে এমন সব জিনিস যা আমরা শুধুমাত্র বইয়ের পাতায় পড়েছি ভাবি নি এসব জায়গায় কখনো চোখ দিয়ে দেখতে পাবো। কিন্তু আপনার মাধ্যমে আমরা ইতিহাসের এসব জায়গা এসব জায়গা দেখতে পাচ্ছি। এজন্য আমরা কৃতজ্ঞ আপনার কাছে।
সুমন ভাই আপনি এত সুন্দরভাবে বলেন যে মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়। আপনার ভিডিও গুলো খুব ভাল লাগে। ভালো থাকবেন।
সালাউদ্দিন ভাই খুব ভালো লাগলো আপনার উপস্থাপনা. ধন্যবাদ. আসলে পুরানো বাংলার ইতিহাস খুবই বেদনাদায়ক. মন ভারাক্রান্ত হয়ে যায়.
সুমন ভাইয়ের উপাস্থপনা শোনে আমি ভক্ত হয়ে গেলাম..🌹
ওহঃ মনটা কেমন যেন হয়ে গেছে, আহঃ নবাব যদি বেঁচে থাকতো, আমার নবাব বোকা টাইপের ছিলো, তা না হলে এতো ষড়যন্ত্র কিছুই বুজতে পারেন নি, তো অনেক অনেক ধন্যবাদ, প্রিয় ভাই 💘আপনাকে
Nobab boka silen na. Apun manosh jodi gaddari kore tahole lions ow jodder shomoy kottar sathe here jay. Nobaber nijer lok tar sathe beimani korce
আপনার কথা গুলো মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে থাকি,,,কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না,
এত সুন্দর উপস্থাপনা
নাম্বার দাও ইমু নাম্বার
অসাধারণ ভিডিও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ
We preserve our history, I wish east Bengal government would follow this path,thanks you so much,may god bless you dada
y
ভাই সব সময় অপেক্ষা করি আপনার ভিডিওর জন্য।প্লিজ ভাই অপেক্ষা একটু কম দীর্ঘায়িত করবেন।
আপনার আন্তরিক উদ্যোগে নির্মিত এই সব ভিডিও গুলো সত্যিই খুব সময়োপযোগী অতীত জানার এক দলিল চিত্র, সেই সঙ্গে ধারাভাষ্যও সাবলীল ভাবে হৃদয়ে নাড়া দেয় , অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ।
Ato valo lagese bojate persi na thanks sumon brother
Ek sekend-er jonno uthte parini video-tir kachh theke. Asadharan......Egiye jan anek dure..
আমি আপনার মুর্শিদাবাদ,সিকিমসহ অল্প কয়েকটা video দেখেছি।মূলত আমার আম্মু তাঁর mobile phone থেকে দেখে;সেখান থেকে আমার আব্বু এবং আমার দেখা।আমার আব্বু বলেছেন আপনার কথা বলার মধ্যে শিল্প আছে।সত্যিই আপনি খুব চমৎকার ভাবে উপস্থাপন করেন video গুলা।জানি না এসব সচক্ষে দেখার সুযোগ হবে কিনা।
ভাগীরথী নদীর কথাগুলা খুব ভালো লাগছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ঐতিহাসিক জিনিসগুলা দেখানোর জন্য।বাংলার আরও ঐতিহাসিক স্থান নিয়ে video বানান।👍👍👍
আপনাকেও অনেক ধন্যবাদ। বাবা-মা'র জন্যও ভালোবাসা❤️❤️❤️
অসাধারণ আপনার উপস্থাপনা আমাকে মুগ্ধ করে,,,,
মন ভারি করা উপস্থাপনা
খুব ভালো লাগলো
বাংলার অশ্রু ঝরা ভালবাসা - পলাশী ট্রাজেডি ! ভাগিরথী তবু বয়ে যায় - তবু কি কাঁন্না থেকে গেছে তবু এই ইতিহাস থেকে যাবে ! লক্ষকোটি বছর ধরে শুধু ব্যথিত হবে প্রতিটি বাংলার মানুষ ! - প্রিন্স
Apni khub sundor kore bolen.. Jar jonno vdo ta aaro valo hoye jay.. Jinjira prasaddr vdor jonne opekkhae roilam.. Valo thakben.. :)
Thx
Namber Cai IMO namber
Osadharon! osadharon!!...
কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনার কষ্টের সংগৃহিত Documentary না গিয়েই দেখতে পেলাম। অনেক ভালো লেগেছে।
আপনাকে ধন্যবাদ এমন ইতিহাস তুলে ধরার জন্য
আমি জানি এটার সঠিক ইতিহাস অনেকেই জানে না, অনেক আগের কথা তখন এই পুরো মুর্শিদাবাদ আমাদের বাংলাদেশের অংশ ছিলো। পুরো মুর্শিদাবাদ আমাদের বাংলাদেশের প্রাণ কেন্দ্র ছিল। একসময় ঐ পুরো পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশের অংশ ছিল
Sotti apnar moto aro oithaashik TH-camr dorkar 👍👍❤️❤️
Bhai khub sundor laglo .Amar bari motijheel geter agei .....asle dekha hobe...
Khub e bhalo lage apnar ei historical places show along with information
আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এই ধরনের ভিডিও বানিয়ে যান, আপনার presentation খুবই সুন্দর হচ্ছে।
বাংলা সম্পর্কে অনেক কিছু জানতে পারছি☺ চোখের সামনে পুরো দৃশ্যপট ভাসতে লাগলো
সবসময় এর মত এই ভিডিওটা ও অসাধারণ আর সাথে আপনার ভয়েস অভার ভিডিও গুলোকে আরো আকর্ষনীয় করে তোলে 😍
আমি জানি এটার সঠিক ইতিহাস অনেকেই জানে না, অনেক আগের কথা তখন এই পুরো মুর্শিদাবাদ আমাদের বাংলাদেশের অংশ ছিলো। পুরো মুর্শিদাবাদ আমাদের বাংলাদেশের প্রাণ কেন্দ্র ছিল। একসময় ঐ পুরো পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশের অংশ ছিল
অাপনার সব ভিডিও আমি দেখি। হৃদয়ের খোরাক হয়
Amar bari burdwun amar mursedabad jeta khub valo laga ami tomar sob video deki
আপনে সেরা ভাই❤
সব গুলোই সুন্দর। উপস্থাপনাও সুন্দর
ধন্যবাদ ভাই। আপনার উপস্থাপনা চমতকার।
অনেক ধন্যবাদ সুমন ভাইয়া এরকম ভিডিও দেখানোর জন্য
Sumon vai Amader murshidabad Aponar video khub valo lage vaiz
আপনার উপস্থাপনা এবং পর্বগুলো আমার এতো ভালোলাগে কেন,,
অসম্ভব সুন্দর একটা ভিডিও দেখলাম ।ধন্যবাদ সুমন আপনাকে ।
Apnar video gulo sotti khubi sundor. Thanks ai vabe history ke amader samne tule dhorar jonno. Khub valo laglo
পশ্চিমবঙ্গ থেকে বলছি,ইতিহাস ভালোবাসি।তাই আপনার ভিডিও দেখতে ভালো লাগে।
ভাই আপনি বড় ভালো মানুষ
আপনার প্রতিটা ভিডিও আমি দেখী
খুব ভালো লাগলো, সঙ্গেআছি
ভাই সুমন ইতিহাস অনেক পড়েছি, তোমার ভিডিওগুলো না দেখলে, অনেক কিছু জানতেই পারতাম না, তোমাকে হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ।
চমৎকার উপস্থাপনা ধন্যবাদ
সুন্দর তথ্য দেওয়ার জন্য সুমন ভাই আপনাকে হাজার সালাম
সুমন ভাই অনেক অনেক ধন্যবাদ। বাংলার ইতিহাস তুলে ধরার জন্য। ❤️💙❤️
খুব ভালো লাগলো ধন্যবাদ ভাই
বই পুস্তকে পড়েছি বাট আপনার মাধ্যমে দেখতে পারলাম,ধন্যবাদ সুমন ভাই।
Khub valo lage apner video o gula suman, Ami sob gula dekci thanks.
ধন্যবাদ সুমন ভায়া
আমি মুর্শিদাবাদের ছেলে ভাই আমাদেরমুর্শিদাবাদের এত সুন্দর ভিডিও বানানোর জন্য আপনাকে ধন্যবাদ
ভাইয়া অনেক ভালো লাগলো ,আপনার hosting অনেক সুন্দর, informative ,বুজা যায় আপনি গবেষণা করেন ,কিন্তু বাংলাদেশের জিঞ্জিরা প্রাসাদ দেখে কষ্ট লাগলো ,কত লুভী আর cruel people আর ইন্ডিয়া কত সুন্দর করে তাদের history বাঁচিয়ে রেখেছে ,thnx them ,thank u as well vaiya
নাম্বার দাও ইমু নাম্বার
অসাধারণ উপস্থাপনা আপনার ভাই
Apnar kotha bolar uposthapona ta khub e bhlo.. Keep it up
সুমন ভাই,আপনার উপস্থাপনা ও কথা বলার ভঙ্গি আমার খুব ভাল লাগে।সাদা শাটে সাবু ভাইকে সুন্দর লাগছে।।।❤❤❤
ভাইয়া আপনার ভিডিওটির আপেক্ষায় ছিলাম খুব ভালো লাগলো ভিডিওটা দেখে বাংলার ইতিহাস নতুন ভাবে জানতে পারলাম
Apnake onek dannabad amader murshidabad ke niye ato sundar video bananor janna thanks dada
Amr bari coochbehar..shoshur bari murshidabad a ...khub valo laglo sumon da❤❤
ধন্যবাদ সুমন ভাই
ধন্যবাদ সুমন ভাই। খুব সুন্দর করে উপস্থাপনা এবং অজানা ইতিহাস তুলে ধরার জন্য।
স্যার আপনার এই ভিডিওটির অপেক্ষায় ছিলাম। পূর্ব পুরুষদের ইতিহাস সাথে মনোমুগ্ধকর প্রকৃতি দেখে মনটা জুড়িয়ে গেল.....!!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই রকম ভিডিও উপহার দেওয়ার জন্য।
সুন্দর সাবলিল ভাষা চয়ন,দারুণ উপস্থাপনা 👍
অনেক অজানা ইতিহাস জানলাম সুমন ভাই অনেক অনেক ধন্যবাদ রইল।
আমার প্রিয় নাওক নবাব সিরাজুদদৌলা
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ,
অনেক কষ্ট করে প্রাচীন নির্দেশনা গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য।
ভাইয়া মতিঝিল পার্কের লোকেশটা ভাল করে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকিব।
Awesome. Great effort. Hats off to you dada
ভাই আপনি সেরা🔥🖤
অনেক সুন্দর হয়েছে ভাই আপনার উপস্থাপনাটা
ধন্যবাদ দিয়ে ছোট করবোনা আপনাকে
খুব কৃতজ্ঞ আপনার কাছে এতো চমৎকার ভাবে জানানোর জন্যে
ভালো থাকবেন
ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিত তুলে ধরার অনুরোধ করছি। আমরা তরুণ প্রজন্ম যেন ভালো ভাবে জ্ঞান অর্জন করতে পারি
তোমাকে অনেক ধন্যবাদ