অবহেলায় বড়ো হওয়া, কাজের ছেলে হিসেবে সমাজে বড়ো হওয়া, জীবনে যে স্কুলের বারান্দায় যায়নি, বেওয়ারিশ সন্তান হিসেবে বড়ো একটা ছেলের সমাজ নিয়ে কতো বড়ো চিন্তা। বাহ বাহ সবুজ, স্যালুট ভাই আপনাকে
কি দরকার এমন মানুষরুপী জানোয়ারের? যে ছেলে তার বাবার হাত ধরে হাঁটতে শেখেনি সে কেমন বাবা কিসের বাবা?এরকম নরপিশাচ, সমাজের কীট কখনও সঠিক বাবা হতে পারে না। আললাহর আরশ কাঁপবে এ ছেলের আহাজারিতে।যখন সময় ছিল তখন সমাজ কি করলো? একটা জীবন দশ হাজার টাকার বিনিময়ে শেষ করে দিল।এ ছেলের কথাই ঠিক, সমাজ কি করেছে, রাষ্ট্র কি করেছে আমার জন্য। এ ছেলে যত কথা বলেছে সব সঠিক। কলিজায় লাগার মতো।আললাহ একজন আছেন। দোয়াকরি বাবা তোমাকে আল্লাহ সুস্থ ভাবে বেঁচে রাখুক। হায়াত দরাজ করুক। বাকী জীবন ভালো কাটুক। কারো যদি মন,সামথ্য থেকে থাকে কিবরিয়া ভাইয়ের মাধ্যমে সাহায্য করতে পারলে বাকীটা জীবন ভালো ভাবে কাটাতে পারবেন। ফী আমানিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে।
কী বলবো ভাষা হারিয়ে ফেলেছি, স্তব্ধ হয়ে গেছি তবে এটা বলতে পারি আজকের এই গল্পটি যারা শুনবে, তারা কোনদিন কাউকে পিতৃ পরিচয়হীন সন্তান বলে কাউকে গালি দেবেনা। স্যালুট জানাই সবুজ ভাই আপনার এই সৎ সাহসকে আল্লাহ আপনার মঙ্গল করুক (আমিন)
ছেলেটার বুকে সীমাহীন কষ্ট। এ এক অন্য রকম কষ্ট। সব থাকার পর ও কিছু না থাকার কষ্ট যে নিদারুন ছেলেটার মুখের দিকে তাকালে বোঝা যায়। ওর তো কোন দোষ ছিল না। আল্লাহ যেন ওর এই একটি মাত্র চাওয়া পুরন হয়ে যায়।
সবুজের কোন দোষ নেই,আমরা অনেকেই সবুজের সাহায্যে এগিয়ে আসব এবং আমরা সবুজের পাশে থাকব। নিশ্চয়ই আল্লাহ্ সবুজকে দুনিয়া ও আখেরাতে অতি উত্তম পুরষ্কার দান করবেন। আমীন।
১০মিনিটের আবেগ মাগো, ৫ মিনিটের সুখ. কে তুমি মা দেখতে দিলেনা, এই পৃথিবীর মুখ. . জোর করে তো আসিনি গো তোমার শরিলে আমি. পৃথিবীতে নাকি সন্তান হয়, মায়ের কাছে দামী. . তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকিই মা গো, কি বলবে খোদার কাছে ঠিক করে রাখো . আমি তো মা বেঁচে গেছি,বেঁচে গেলো মান, নয়তো সবাই বলতো মোরে অবৈধ সন্তান একটু আবেগ সুখ পেতে আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে আবার আমায় ছুঁড়ে ফেলে দিলে, . তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মা গো সেদিন তুমি মৃত্যু যন্ত্রণা কেমন
কিবরিয়া ভাই, এত ভাষা হারা কষ্টের কথা আপনি কিভাবে সামনা-সামনি বসে শুনছেন!! আমাদের তো দূর থেকে শুনেই কষ্ট লাগছে, আমাদের সমাজ ব্যবস্থা আসলেই কতটা নিষ্ঠুর...!!
এই ভাইটি কতো কষ্ট বুকে নিয়ে বেড়াচ্ছে 😥আজ একটু হলেও বুকটা হালকা হয়েছে, ভাইটির জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো। মহান আল্লাহ্ তায়ালা সব সময় আপনার সাথে থাকবেন ইনশাআল্লাহ 🤲😥❤️
সবুজ ভাইয়ের প্রত্যেক টা কথা হৃদয়ের আঘাত করছে কি বলে সবুজ ভাইকে সান্তনা দিবো ভাষা জানা নাই আল্লাহ আপনি সবুজ ভাইয়ের কষ্টগুলো ধৈর্য ধারণ করার শক্তি দান করুন আমিন
যার জন্য মা এখনো আর বিয়ে করেনি, কত মহৎ মা। বাবা ওকে বুকে জড়িয়ে ধরে বলা দরকার, তুই আমার ছেলে। 10 হাজার টাকা সব সমাধান না। মা ও ছেলের বুকের চাপানো কষ্ট নিয়ে বেঁচে আছে। আল্লাহ প্রত্যেক মানুষকে সৎ ও ভালো পথে চলার তৌফিক দান করুক। ধন্যবাদ।
অবশ্যই ঠিক বলেছো,আমাদের তথাকথিত শিক্ষিত মানুষ রাও এভাবে সোচ্চার দাবি জানাতে পারে নাই ।তুমি পেরেছো।তোমার মত সৎ মানুষের সংখ্যা খুবই কম ভাই ।তুমি আল্লাহ তাআলার উপর ভরসা রাখ। তোমার নানু অনুভূতিশীল মানুষ ।লজ্জা তোমার না।লজ্জা এই সমাজের ।তোমার মা তোমাকে ভালোবাসেন।তাকে কস্ট দিও না নিজেও কষ্ট পেও না।মাথা উঁচু করে বাঁচো।আল্লাহ তোমার সঙ্গে আছেন।স্থির হও।তিঁনি ই পথ দেখাবেন।
সত্যিই জীবন টা অদ্ভুত, এই ভাইয়ের কথা গুলো শুনে খুবই খারাপ লাগছে 😭🙏 আল্লাহ পাক যেন এই ভাই কে নেক হায়াত দান করেন, আর আমরা যেন এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করি 🤲❤️
ভাই, শুধু এইটুকু বিশ্বাস রাখেন এই অনুষ্ঠানের পর বাংলাদেশে আপনার অনেক ভাই জন্ম নিয়েছে। যারা আপনার জন্য দূর থেকে দোয়া করবে। আপনি অনেক বড় হোন। শুধু দেশের না পুরো পৃথিবীর হাজারো শিশুর আলোর মশাল হয়ে এগিয়ে যান। Kabir ঢাকা।
যার কষ্ট সে-ই বুঝে কষ্ট আমরা কেউ কেউ হয়তো কিছুটা অনুভব করতে পারি! ভাইটার মনে কি কষ্ট তা কিছুটা হলেও অনুভব করতে পারছি। আল্লাহ যেন তাকে বাকি জীবনটা সুখের করে দেয়।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার জীবন কাহিনি শুনে খুব কষ্ট লাগল চোখে পানি এসে গেল আল্লাহ যেন আপনাকে সঠিক বিচার পাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহর কাছে এই প্রার্থনা করি ভাই আপনার জন্য এবং গ্রামের যে বিচারক ছিলেন তাদের সবাইকে যেন আইনের মাধ্যমে এনে এদের সবার বিচার করা হয় 😭😭😭
বাবা তোমার জয় হোক তুমি সাহসী তোমাকে সেলুয়ে ট তুমি জয়ী তুমি সাহসী ধন্যবাদ তোমাকে জীবনে অনেক বড় হও আল্লাহ তোমার মঙ্গল করুক ধিক্কার জানাই এই সমাজের দিককার জানাই যে তোমাকে জন্ম দিয়েছে তাকে।
ভাই আমার কিছু বলার নাই শুধু বলবো আপনি আপনার মাকে আকরে ধরে এই প্রীথিবীতে বেচে থাকুন আর যে বাবা আপনার পরিচয় দিতে পারেনা তার বিচার একদিন মহান আল্লাহ তায়ালা করবেই করবে আবারো বলছি ভাই আপনি বেচে থাকুন যতদিন আল্লাহ আপনার হায়াত রেখেছেন
আল্লাহর রাসুলুল্লাহ তাদেরকে স্বীকৃতি দিয়েছে আমরা বা আমাদের সমাজ ও রাষ্ট্র কেন স্বীকৃতি দিবে না? তার জন্য আমার সহানুভূতি রহিল।কিবরিয়া ভাই এই অসাধারণ এপিসোডের জন্য আপনাকে সালাম ও ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম।
আপনার মা যে সাহসিকতার নজির রেখেছেন তার কোনো তুলনা হয়না ,সে কিন্তু সমাজের নানা আঘাত সহ্য করে আপনাকে পৃথিবীতে নিয়ে আসেছেনটই অনুরোধ করবো মায়ের প্রতি কোনো অভিমান না করে তার পাশে থাকুন ।
কিবরিয়া এই ছেলে যদি ওর বাবাকে চিনে থাকে ওর বাবা যদি ওকে স্বিকৃতী না দেয় সবুজ মামলা করবে কিনা যদি মামলা করতে ইচ্ছুক তাহলে আমি ওর মামলার খরছ বহন করতে আগ্রহ প্রকাশ করছি। ( আমি একজন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান ) ধন্যবাদ।
আহারে! এই কাহিনীটা শুনতে শুনতে অনেক কেঁদেছি। দুনিয়াটা কত যে নিষ্ঠুর তাই বুঝলাম এই ঘটনা থেকে। আল্লাহ মহান, তিনি সব দেখেন সব শুনেন, নিশ্চয়ই তিনি হক বিচার করবেন।
অত্যন্ত দুঃখজনক ঘটনা 😢😢😢 সত্যি একটা মানুষের জীবনে এত হাসি কিভাবে হাসতে পারে আমার বুঝে আসেনা। সত্যিই অতি দুঃখে মানুষ হাসে তার নমুনা এই ভাইটি। আপনাকে স্যালুট জানাই। 🙋♂️🙋♂️❤️
আপনার কথা গুলো শুনে স্তব্ধ হয়ে গেছি ভাই কিছু বলার নাই শুধু দোয়া করি আল্লাহ আপনাকে ধৈর্য দান করুন । আমি লজ্জিত দুঃখিত এই সমাজের এই রাষ্ট্রের একজন হিসেবে। এই সমাজ এই রাষ্ট্র আপনার জন্য আপনাদের জন্য কিছু করতে পারে না এমন কি সামান্য স্বীকৃতিটুকু ও আদায় করে দিতে পারে না 😭আপনার বাবাকে আল্লাহ হেদায়েত দান করুন তিনি আপনাকে তার সন্তানের স্বীকৃতি দিয়ে কিছু টা হলেও দায় মুক্ত হোক সেই কামনা করি।
হে আল্লাহ আপনি এই ভাই টি কে ধৈর্য শক্তি দান করুন তার মনের সকল দুঃখ কষ্ট ভুলার ক্ষমতা দান করুন হে আল্লাহ আপনি এই নিষ্ঠুর সমাজের মানুষ কে হেদায়েত করুন অনেক অনেক দোয়া রইলো আমাদের এই লক্ষি ভাইটির জন্য
হাঁসির পিছনে অনেক বড় পাহাড় সমান কষ্ট নিয়ে কথা গুলো বলছে হায়রে মানুষ হায় সমাজ হায় রে রাষ্ট্র কী দিলো এই সবুজ কে কিছুই দেয় নি। আল্লাহ্ তুমি আমার ভাই সবুজ কে সর্য এবং ধর্য ধরার তাউফিক দেন আমিন।আল্লাহ্ তুমি সবুজ ভাইকে সব সময় ভালো রেখো আমিন 💖💖
আমি অন্তর থেকে এই ভাইকে স্যালোট জানাই,সে এতো ভদ্র, নম্র, শান্ত, তার মানবিক আচরণ, নৈতিকতা নিয়ম নিতি অসাধারণ সুন্দর মনের মানুষ। সামাজিক ও রাষ্টিও ভাবে তাহাকে সহায়তা ও সহযোগিতা প্রয়োজন মনে করি।
আল্লাহ পাক সবুজ ভাইয়ের জীবন থেকে দুক্ষ কষ্ট মুছে দিয়ে পরিপূর্ণ ও সুন্দর সুস্থ জীবন দান করুন আমিন। আর সবুজের বাবার প্রতি দোয়া রইলো আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুন আমিন।
এই মায়ের সাহসকে সেলুট জানাই। এই ভাইয়ের শেষের কথাগুলো কলিজা কেঁপে উঠলো এতটা কষ্ট বয়ে বেড়ানো কঠিন। এরপরও বলব তুমি সাহসী তুমি জয়ী হবে
অবহেলায় বড়ো হওয়া, কাজের ছেলে হিসেবে সমাজে বড়ো হওয়া, জীবনে যে স্কুলের বারান্দায় যায়নি, বেওয়ারিশ সন্তান হিসেবে বড়ো একটা ছেলের সমাজ নিয়ে কতো বড়ো চিন্তা। বাহ বাহ সবুজ, স্যালুট ভাই আপনাকে
সবাৰ আগে সবুজেৰ জীৱণ গল্প ছোছিয়াল মেডিয়াৰ সামনে বলাৰ সাহসটাকে সেলুট সেলুট সেলুট সেলুট এবং সেলুট জানাই । তাৰপৰ ওৰ যদিও বিদ্যালয়েৰ তেমন কোনো শিক্ষা নাই কিন্তু তাৰ গল্প বলাৰ ভঙ্গিমাতে আধ্যাত্মিক গুণবিশিষ্ট পাণ্ডিত্বেৰ প্ৰকাশ বিৰাজমান ৰয়েছে । তাৰ জন্য আবাৰ একবাৰ অন্তৰেৰ অন্তস্থল থেকে ধন্যবাদ ও সেলুট । আল্লাহু হাফিজুন ।
আপনি আসাম থেকে দেখছেন
এই ছেলে তো বাবার পরিচয় জানে,অবশ্যই আইন এর মাধ্যমে স্বীকৃতি আদায় করা উচিৎ।
দেশে এতো মানবাধিকার কর্মী আছে,তারা এখন কোথায়?
বিপদে পড়লে রক্তের সম্পর্কের মানুষগুলোই লাত্থি মারে( আমাদের দেশে) । সেখানে মানবাধিকারকর্মী।
Right
তারা এখন ইঁদুরের গর্তে। তারা হিজাব এর বিরুদ্ধে।
Tu ki taka dibe bara dek chudde basto manbadikar 🤣🤣😂😂😂🤣😂😂😂 panu dekche ar korche😂😂😂😂
Right
হায়রে হাসি, তার পিছনে কি যে যন্ত্রণা। আল্লাহ, সুবহানাল্লাহ
আমি ওর হাসি গুলো সহ্য করতে পারিনি, এই হাসি গুলো দেখে বেশি কেঁদেছি! কত কষ্টের এই হাসি গুলো, আল্লাহ ভাইটাকে ভাল রাখুন! 😢😢
আমি একজন সামরিক বাহিনী সদস্য হিসেবে স্যালুট জানাই ভাই ,,,, মানবাধিকার সংগঠন অধিকারের কাছে বিচার চাই,,,,,,!?
সহমত
জনাব Sj Manik মানবাধিকার সংগঠনের তো এসব ছোট খাটো বিষয় নিয়ে মাথা ব্যাথা নেই,ওনারা তো পরীমনি,বুবলি,অপুর মত সুন্দরীদের সাথে নটকে ভিজি থাকেন। 😡😡
সহমত পোসন করলাম
@@joshimjoshim7875 00
@Bake laver
মানুষ মাত্রই ভুল কেউ ভুলের উর্ধে নয়,সেলুট আপনার মা নানু কে,আপনার রক্ষনা বেক্ষন সঠিক ভাবে পালন করার জন্য।
কেউ কি আছেন, সবুজের ঘটনা জন্য আইনি লড়াই করে ওর মা বাবাকে এক করে শরিয়তের দৃস্টিতে আনতে সাহায্যে এগিয়ে আসবে?
কি দরকার এমন মানুষরুপী জানোয়ারের? যে ছেলে তার বাবার হাত ধরে হাঁটতে শেখেনি সে কেমন বাবা কিসের বাবা?এরকম নরপিশাচ, সমাজের কীট কখনও সঠিক বাবা হতে পারে না। আললাহর আরশ কাঁপবে এ ছেলের আহাজারিতে।যখন সময় ছিল তখন সমাজ কি করলো? একটা জীবন দশ হাজার টাকার বিনিময়ে শেষ করে দিল।এ ছেলের কথাই ঠিক, সমাজ কি করেছে, রাষ্ট্র কি করেছে আমার জন্য। এ ছেলে যত কথা বলেছে সব সঠিক। কলিজায় লাগার মতো।আললাহ একজন আছেন। দোয়াকরি বাবা তোমাকে আল্লাহ সুস্থ ভাবে বেঁচে রাখুক। হায়াত দরাজ করুক। বাকী জীবন ভালো কাটুক। কারো যদি মন,সামথ্য থেকে থাকে কিবরিয়া ভাইয়ের মাধ্যমে সাহায্য করতে পারলে বাকীটা জীবন ভালো ভাবে কাটাতে পারবেন। ফী আমানিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে।
আইনজীবী সমিতির সাহায্য নিন।ডি এন এ টেষ্ট করান। আপনার ন্যয্য অধিকার আদায় করেন। নষ্ট সমাজকে চমকে দিন।
কী বলবো ভাষা হারিয়ে ফেলেছি, স্তব্ধ হয়ে গেছি
তবে এটা বলতে পারি আজকের এই গল্পটি যারা শুনবে, তারা কোনদিন কাউকে পিতৃ পরিচয়হীন সন্তান বলে কাউকে গালি দেবেনা।
স্যালুট জানাই সবুজ ভাই আপনার এই সৎ সাহসকে আল্লাহ আপনার মঙ্গল করুক (আমিন)
সত্যি খুব কষ্টের কাহিনি। আল্লাহ্ তাআলা ওনার হক আদায় করার তৌফিক দান করুন
Amin
খুবই হৃদয়বিদারক এবং অসাধারণ এপিসোড
ওর হাসির মাজে কি যে কষ্ট লুকিয়ে আছে তা বাসায় বুঝানো যাবে না আল্লাহ ওনাকে ধর্য দান করুক
আমিন।
Sotti ai cheletar mone onek kosto 😭😭😭
ধর্য ⁉️
স্যালুট ভাই আপনি সাহস করে আমাদের সামনে গল্প টা বলার জন্য
আমরা জাতি হিসেবে লজ্জিত
ভাই আমাদের কে ক্ষমা কর🙏
ছেলেটার বুকে সীমাহীন কষ্ট। এ এক অন্য রকম কষ্ট। সব থাকার পর ও কিছু না থাকার কষ্ট যে নিদারুন ছেলেটার মুখের দিকে তাকালে বোঝা যায়। ওর তো কোন দোষ ছিল না। আল্লাহ যেন ওর এই একটি মাত্র চাওয়া পুরন হয়ে যায়।
সবুজ এর পিতৃপরিচয়ের বিষয়ে ফেনীর মানবাধিকার সংস্থা/কর্মীদের ব্যবস্থা নিতে বা তাকে সহায়তার জন্য বিশেষ অনুরোধ করছি।
কেদে ফেললাম চাপা কষ্টটা শুনে,,,ধিক্কার জানাই এই সমাজ ব্যবস্থার, রাষ্ট্র ব্যবস্থার।
'বিনয়' এমন একটা গুণ যা মানুষকে শুধু উপরেই নিয়ে যায়। হাফেজ তাকরিম তার উৎকৃষ্ট উদাহরণ। ❤️❤️
এখানে তাকরিমের সাথে কোন বিষয় তুলনা করলেন।
@@faizahmed7063 ভাই, সন্মান জোর করে আদায় করে নিতে চায় বলেই...!
@DWIP SHIKHA আরে বেয়াদব আগে লেখা শিখ। গল্প বুজ তারপরে কমেন্ট করিস।
Kisher modde ki dukailen bai?
আমাদের গ্রামে এমন একটি গল্প আছে সেই ছেলেটি এখন আমাদের হাইস্কুলের শিক্ষক।
সবুজের কোন দোষ নেই,আমরা অনেকেই সবুজের সাহায্যে এগিয়ে আসব এবং আমরা সবুজের পাশে থাকব। নিশ্চয়ই আল্লাহ্ সবুজকে দুনিয়া ও আখেরাতে অতি উত্তম পুরষ্কার দান করবেন। আমীন।
সবুজের ঠিকানা একটু কেউ দিতে পারবেন
আপনার নম্বর দিলে, ওরা আপনাকে পাবে।
কথাগুলো শুনে খুব কষ্ট পেলাম।
আল্লাহ পাক যেন সবুজকে সুস্থ রাখুক। দোয়া ও শুভ কামনা রইলো।
১০মিনিটের আবেগ মাগো,
৫ মিনিটের সুখ.
কে তুমি মা দেখতে দিলেনা,
এই পৃথিবীর মুখ.
.
জোর করে তো আসিনি গো
তোমার শরিলে আমি.
পৃথিবীতে নাকি সন্তান হয়,
মায়ের কাছে দামী.
.
তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা,
সুখের শেষে কেটে ছিড়ে আমায় ফেলে দিলা
একদিন তুমি আমার কাছে আসবে ঠিকিই মা গো,
কি বলবে খোদার কাছে ঠিক করে রাখো
.
আমি তো মা বেঁচে গেছি,বেঁচে গেলো মান,
নয়তো সবাই বলতো মোরে অবৈধ সন্তান
একটু আবেগ সুখ পেতে আমায় পেটে নিলে,
কলঙ্কের ভয়ে আবার আমায় ছুঁড়ে ফেলে দিলে,
.
তোমার মাও করতো যদি তোমার সাথে এমন,
বুঝতে মা গো সেদিন তুমি মৃত্যু যন্ত্রণা কেমন
কিবরিয়া ভাই, এত ভাষা হারা কষ্টের কথা আপনি কিভাবে সামনা-সামনি বসে শুনছেন!! আমাদের তো দূর থেকে শুনেই কষ্ট লাগছে, আমাদের সমাজ ব্যবস্থা আসলেই কতটা নিষ্ঠুর...!!
এই ভাইটি কতো কষ্ট বুকে নিয়ে বেড়াচ্ছে 😥আজ একটু হলেও বুকটা হালকা হয়েছে, ভাইটির জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো। মহান আল্লাহ্ তায়ালা সব সময় আপনার সাথে থাকবেন ইনশাআল্লাহ 🤲😥❤️
সবুজের যে বাবা তার উচিত, এখনও সময় আছে। সবুজ ও তার মাকে সমন্মান দিয়ে মেনে নিক। সমাজের কাছে আবেদন ওর বাবাকে ধড়ে ওদের পরিচয় ফিরিয়ে দিন
ছেলেটা অনেক বিনয়ী, আল্লাহ তোমাকে হেফাজত করবে ইন শা আল্লাহ
Right
সবুজ ভাইয়ের প্রত্যেক টা কথা হৃদয়ের আঘাত করছে কি বলে সবুজ ভাইকে সান্তনা দিবো ভাষা জানা নাই আল্লাহ আপনি সবুজ ভাইয়ের কষ্টগুলো ধৈর্য ধারণ করার শক্তি দান করুন আমিন
অসাধারণ আপনার কথা গুলো আসলেই জীবন বৈচিত্র্যময় 😰
সবুজ ভাইয়ার জিবন কাহিনি শুনে চোখ দিয়ে পানি চলে আসলো,,,, অনেক অনেক দোয়া রইলো ভাইয়া টার জন্য
তোমার শেষের কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সত্যি রাষ্ট্র, সমাজ তোমার মত সন্তানের দায়িত্ব নেওয়া খুবই জরুরি।
যার জন্য মা এখনো আর বিয়ে করেনি, কত মহৎ মা। বাবা ওকে বুকে জড়িয়ে ধরে বলা দরকার, তুই আমার ছেলে। 10 হাজার টাকা সব সমাধান না। মা ও ছেলের বুকের চাপানো কষ্ট নিয়ে বেঁচে আছে। আল্লাহ প্রত্যেক মানুষকে সৎ ও ভালো পথে চলার তৌফিক দান করুক। ধন্যবাদ।
কথা গুলো সত্যি। আমি শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না।
সবুজ তোমাকে স্যালুট। তুমি একজন ভাল হুজুরের কাছে যেয়ে পরামর্শ নাও। জীবনটা অনেক সুন্দর হবে।
রাইট
বাবা তোমাকে সান্তনা দেয়ার ভাষা নাই।তোমার কস্টের সময় যে দাঁতের শব্দ করলে তা আমার বুকের বাম পার্শে প্রচন্ড ভাবে আঘাত করেছে।।।
ঠিক এমনই কষ্ট আৱ বেদনা আমাৰ অন্তৱেও হলো।
thik bolechen apu
আমার ও
হে আল্লাহ এই ভাইটি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুণ এবং হেপাজত করুন.... আমিন
অবশ্যই ঠিক বলেছো,আমাদের তথাকথিত শিক্ষিত মানুষ রাও এভাবে সোচ্চার দাবি জানাতে পারে নাই ।তুমি পেরেছো।তোমার মত সৎ মানুষের সংখ্যা খুবই কম ভাই ।তুমি আল্লাহ তাআলার উপর ভরসা রাখ।
তোমার নানু অনুভূতিশীল মানুষ ।লজ্জা তোমার না।লজ্জা এই সমাজের ।তোমার মা তোমাকে ভালোবাসেন।তাকে কস্ট দিও না নিজেও কষ্ট পেও না।মাথা উঁচু করে বাঁচো।আল্লাহ তোমার সঙ্গে আছেন।স্থির হও।তিঁনি ই পথ দেখাবেন।
এরকম বাচ্চা দের জন্য আমাদের কাজ করা উচিত।এদের সাথে কখনো বাজে কথা বলা উচিত নয়
আমি সেলুট জানাচ্ছি সবুজ ভাই কে।
তার সাহসিকতার জন্য,,,
স্রস্টা নিশ্চয়ই আপনার মঙ্গল করবেন ইনশাআল্লাহ
বুকটা ভেঙে যাচ্ছে।এত কষ্ট! আল্লাহ রহমত দান করুন। আল্লাহ এই মানুষটা সব কষ্ট শেষ করেদেন । এইটুকু দোয়া ছাড়া হয়তো কিছুই করতে পারবো না!!
সত্যিই জীবন টা অদ্ভুত, এই ভাইয়ের কথা গুলো শুনে খুবই খারাপ লাগছে 😭🙏 আল্লাহ পাক যেন এই ভাই কে নেক হায়াত দান করেন, আর আমরা যেন এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করি 🤲❤️
সবার কাছে একটি অনুরোদ সবাই তার সাথে ভালো ব্যবহার করবেন। আর তার থেকে মালামাল কিনবেন। সে আজ থেকে পুরো বাংলাদেশের সবুজ
ভাই, শুধু এইটুকু বিশ্বাস রাখেন এই অনুষ্ঠানের পর বাংলাদেশে আপনার অনেক ভাই জন্ম নিয়েছে। যারা আপনার জন্য দূর থেকে দোয়া করবে। আপনি অনেক বড় হোন। শুধু দেশের না পুরো পৃথিবীর হাজারো শিশুর আলোর মশাল হয়ে এগিয়ে যান। Kabir ঢাকা।
যার কষ্ট সে-ই বুঝে কষ্ট
আমরা কেউ কেউ হয়তো কিছুটা অনুভব করতে পারি! ভাইটার মনে কি কষ্ট তা কিছুটা হলেও অনুভব করতে পারছি। আল্লাহ যেন তাকে বাকি জীবনটা সুখের করে দেয়।
কষ্টকে সয়ে নেওয়ার শিক্ষা নিতে চাইলে তা ননেওয়ের আছে এই সবুজের কাছে। সবুজের আজকের সৎ সাহস যেন আমাদের সমাজকে পরিবর্তনের সুচনা হয়।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার জীবন কাহিনি শুনে খুব কষ্ট লাগল চোখে পানি এসে গেল আল্লাহ যেন আপনাকে সঠিক বিচার পাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহর কাছে এই প্রার্থনা করি ভাই আপনার জন্য এবং গ্রামের যে বিচারক ছিলেন তাদের সবাইকে যেন আইনের মাধ্যমে এনে এদের সবার বিচার করা হয় 😭😭😭
অনেক কাঁদলাম এই ভাইয়ের জন্য, আল্লাহ এই ভাইকে সুখ শান্তি দিন।
ঘরের আগুন দেখা যায়। মনের আগুন দেখা যায়না।কত যন্ত্রণা কত ব্যথা বুজানোর ভাষা নাই।
কিবরিয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানায়
এই ধরনের একটা পর্ব রাখার জন্য
অসাধারন ॥ সহস্র সালাম সবুজকে !
ওর বাসা আমার বাসা পাশাপাশি। কাহিনী গুলো অনেক সত্য। আমরা ঢাকয় এক বাড়িতে থাকি
ভাইয়া দয়া করে নাম্বার টা দেন
আহারে কষ্ট! কত সামান্য ব্যাপার নিয়ে আমরা আহাজারি করি।অথচ পাহাড়সম কষ্ট বুকে চেপে সবুজের মত মানুষগুলো বেঁচে আছে।মহান আল্লাহতালা ছেলটার ছোট চাওয়াটাকে পুরন করুন, তার বাকি জীবনটুকু শান্তিতে রাখুন।
আলহামদুলিল্লাহ,
আল্লাহ সবুজ ভাই সফল করুন(আমিন)
বাবা তোমার জয় হোক তুমি সাহসী তোমাকে সেলুয়ে ট তুমি জয়ী তুমি সাহসী ধন্যবাদ তোমাকে জীবনে অনেক বড় হও আল্লাহ তোমার মঙ্গল করুক ধিক্কার জানাই এই সমাজের দিককার জানাই যে তোমাকে জন্ম দিয়েছে তাকে।
ভাই আমার কিছু বলার নাই শুধু বলবো আপনি আপনার মাকে আকরে ধরে এই প্রীথিবীতে বেচে থাকুন আর যে বাবা আপনার পরিচয় দিতে পারেনা তার বিচার একদিন মহান আল্লাহ তায়ালা করবেই করবে আবারো বলছি ভাই আপনি বেচে থাকুন যতদিন আল্লাহ আপনার হায়াত রেখেছেন
লেখার মতন বাসা হারিয়ে ফেলেছি শুধু কেঁদেছি আল্লাহকে ধৈর্যশীল করুক
জীবন যুদ্ধে তুমি জয়ী হও এই প্রার্থনা করি
কাদতেঁ কাদতেঁ চোখের পানি শেষ হয়ে গেছে সে এখন আর কাদতে পারে না। আল্লাহ্ এই অসহায়কে হেফাজত করুন। আমীন।
আল্লাহর রাসুলুল্লাহ তাদেরকে স্বীকৃতি দিয়েছে আমরা বা আমাদের সমাজ ও রাষ্ট্র কেন স্বীকৃতি দিবে না? তার জন্য আমার সহানুভূতি রহিল।কিবরিয়া ভাই এই অসাধারণ এপিসোডের জন্য আপনাকে সালাম ও ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম।
স্থাবদ্ব হয়ে গেলাম রে ভাই আল্লাহ পাক তোকে জেনো সুন্দর জীবন ধারন করার তৌফিক দান করুন আমিন।
উত্তর দেওয়ার ভাষা নেই
এই ভাইয়ের প্রতি অনেকে ভালবাসা রইলো
তোমার মা, নানু উনাদেরকে স্যালুট জানাই, আল্লাহ এই ছেলেটিকে আর তার মা কে সমাজে সম্মানীত অবস্হায় অধিষ্ঠিত করুক,
আপনার মা যে সাহসিকতার নজির রেখেছেন তার কোনো তুলনা হয়না ,সে কিন্তু সমাজের নানা আঘাত সহ্য করে আপনাকে পৃথিবীতে নিয়ে আসেছেনটই অনুরোধ করবো মায়ের প্রতি কোনো অভিমান না করে তার পাশে থাকুন ।
দাদা,এরকম গল্পগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট জানাই।
কথা বলার ধরণ টা ও সেই।
আমি ভাবি আমার জিবন গল্পটা রিদয়বিদাইক কিন্তু কিছু মানুষের জিবন গল্প শুনলে মনে আমি অনেক ভালো আছি
ছেলেটা লেখা পড়া জানে না কিন্তু সুন্দর ভাবে গুছিয়ে কথা গুলো বলেছে। ছেলেটার কথা গুলো শুনে খুব খারাপ লেগেছে। খুবই দুঃখজনক।
ভাই, আল্লাহ তোমায় ভাল রাখুক, যেকোন উছিলায় তোমার উন্নতি হোক। মানসিক দুরাবস্থা দূর হোক, ইহকালীন-পরকালীন মুক্তি ও প্রশান্তি কামনা করছি!
অনেক দোয়া!!!
আল্লাহ তুমি এই ভাইকে ধৈর্য্য ধারণে তৌফিক দাও।
সাহসী গল্প। ধন্যবাদ এই ছেলে এবং কিবরিয়া ভাই কে।
- নোয়াখালী লক্ষ্মীপুর থেকে সাথে আছি -
সেলুট ভাই আপনাকে, আপনি যে কথাগুলো বল্লেন, এ কথাগুলো যাদের বলার কথা তারা কখনও বলেনা, বলবেওনা কোনো দিন। সেলুট আপনাকে।
বাস্তবতা বড়ই নিষ্ঠুর তারপর ও সৎ পথে আসেন এই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ আপনার মঙ্গল করুণ,,,,,,
কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলছি
দোয়া রইলো ভাই
ভাই তোমাকে আল্লাহ ভালো রাখুক
কিবরিয়া এই ছেলে যদি ওর বাবাকে চিনে থাকে ওর বাবা যদি ওকে স্বিকৃতী না দেয় সবুজ মামলা করবে কিনা যদি মামলা করতে ইচ্ছুক তাহলে আমি ওর মামলার খরছ বহন করতে আগ্রহ প্রকাশ করছি। ( আমি একজন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান ) ধন্যবাদ।
ধন্যবাদ
আমি মোঃ আনোয়ার হোসেন সবুজ
ছেলেটার সর্বশেষ আপডেট দয়া করে জানাবেন কি।
@@dewanmd.mojiborrahmansumon7615 তিনি এখন মায়ের কাছে আছেন।
Onk shahoshi akta furush,,salam bhai
আল্লাহ সুবহানু তায়ালা যেনো ভাইটির নেক হায়াত দান করেন, আমিন
ওনেক ওনেক দোয়া রইল ভাই মনে সাহস রাখতে হবে এই সমাজের মানুষ ওনেক নিসটুর সব বুলে সামনে এগিয়ে জান
আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফকরে দিক যেন আর কোন ভাইবোন কে এরকম পরিস্থিতিতে পড়তে না হয় দোয়া করি
আহারে! এই কাহিনীটা শুনতে শুনতে অনেক কেঁদেছি। দুনিয়াটা কত যে নিষ্ঠুর তাই বুঝলাম এই ঘটনা থেকে। আল্লাহ মহান, তিনি সব দেখেন সব শুনেন, নিশ্চয়ই তিনি হক বিচার করবেন।
অত্যন্ত দুঃখজনক ঘটনা 😢😢😢 সত্যি একটা মানুষের জীবনে এত হাসি কিভাবে হাসতে পারে আমার বুঝে আসেনা। সত্যিই অতি দুঃখে মানুষ হাসে তার নমুনা এই ভাইটি। আপনাকে স্যালুট জানাই। 🙋♂️🙋♂️❤️
গরীব হয়ে জননী জন্ম দিয়েছে বলে ধনীর কাছেই হেরে গেলেন দুটি জীবন। তুমি মা'কে ভালবাসা দিয়েই শুরু কর জীবন,আললাহর ভালবাসা তোমার জন্য থাকবে দোয়া করি।
তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে! এই সমাজ রাষ্ট্র ভাংতে হবে নতুন সমাজ আনতে হবে।
আল্লাহ সহায় হোন আপনার।
আপনার কথা গুলো শুনে স্তব্ধ হয়ে গেছি ভাই কিছু বলার নাই শুধু দোয়া করি আল্লাহ আপনাকে ধৈর্য দান করুন । আমি লজ্জিত দুঃখিত এই সমাজের এই রাষ্ট্রের একজন হিসেবে। এই সমাজ এই রাষ্ট্র আপনার জন্য আপনাদের জন্য কিছু করতে পারে না এমন কি সামান্য স্বীকৃতিটুকু ও আদায় করে দিতে পারে না 😭আপনার বাবাকে আল্লাহ হেদায়েত দান করুন তিনি আপনাকে তার সন্তানের স্বীকৃতি দিয়ে কিছু টা হলেও দায় মুক্ত হোক সেই কামনা করি।
Sunder bolecn vai.
সঠিক কথা
হে আল্লাহ আপনি এই ভাই টি কে ধৈর্য শক্তি দান করুন তার মনের সকল দুঃখ কষ্ট ভুলার ক্ষমতা দান করুন হে আল্লাহ আপনি এই নিষ্ঠুর সমাজের মানুষ কে হেদায়েত করুন অনেক অনেক দোয়া রইলো আমাদের এই লক্ষি ভাইটির জন্য
এই বাংলাদেশ 🇧🇩 নামক রাষ্ট্র কারো দায়িত্ব নেয়না রে... পাগলা। এই রাষ্ট্র তো নিজেই এখন দেউলিয়া। তাই নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে।
Khob sunder bolecen apa..
কি লিখবো আমার সেই ভাষা জানা নেই। আল্লাপাক তোমাকে ভালো রাখুক।
আল্লাহ আপনিই পারেন সঠিক বুঝদান করতে। দোষ তো এই ছেলের না। সবই আল্লাহ লিলাখেলা।
কতটা চাপা কষ্ট, বন্ঞনা, অবহেলা আর না পাওয়া যে জমে আছে এই ভাইটির বুকে তা হাজারো আগ্নেয়গিরিকেও জ্বালিয়ে দিতে সক্ষম। আল্লাহ্ আপনার সহায় হোন দোয়া রইলো।
হাঁসির পিছনে অনেক বড় পাহাড় সমান কষ্ট নিয়ে কথা গুলো বলছে হায়রে মানুষ হায় সমাজ হায় রে রাষ্ট্র কী দিলো এই সবুজ কে কিছুই দেয় নি। আল্লাহ্ তুমি আমার ভাই সবুজ কে সর্য এবং ধর্য ধরার তাউফিক দেন আমিন।আল্লাহ্ তুমি সবুজ ভাইকে সব সময় ভালো রেখো আমিন 💖💖
apnr jnno onk doya roilovai...allah amdr towfik dan koruk oshohay manus der pashe daranor.
বিচার একদিন হবেই ভাই ওর দায়িত্ব কেউ নিতে পারবে না ওর দায়িত্ব আল্লাহর কাছে আমিন আমিন
আমিন
আমি অন্তর থেকে এই ভাইকে স্যালোট জানাই,সে এতো ভদ্র, নম্র, শান্ত, তার মানবিক আচরণ, নৈতিকতা নিয়ম নিতি অসাধারণ সুন্দর মনের মানুষ। সামাজিক ও রাষ্টিও ভাবে তাহাকে সহায়তা ও সহযোগিতা প্রয়োজন মনে করি।
তুমি ভালো থাকো।। সেলুট জানাই ভাই
প্রতিটা বাক্যের মধ্যেই কষ্ট,কতটা কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করেছেন। আল্লাহ্ ওনাকে ধর্য ধারন করার শক্তি দিন। আমীন।
সবুজ ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভ কামনা রইল। আল্লাহ আপনার সহায় হউক-আমিন।
যে রব এই ধারা সৃষ্টি করেছেন সেই রবের আইন যদি প্রতিষ্ঠিতি করতে পারি ইনশা আল্লাহ সোনার বাংলা ইতিহাসের পাতায় অনন্য হয়ে থাকবে
জীবন যন্তনা যে কি তা বুজানো যায় না?
আল্লাহ পাক সবুজ ভাইয়ের জীবন থেকে দুক্ষ কষ্ট মুছে দিয়ে পরিপূর্ণ ও সুন্দর সুস্থ জীবন দান করুন আমিন। আর সবুজের বাবার প্রতি দোয়া রইলো আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুন আমিন।
খুবই হৃদয়বিদারক এই ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল
দোয়া ও ভালোবাসা রইল ❤️