জীবন থাকতে এক ইঞ্চি মাটি ছাড়বো না I Branding Bangladesh I Episode :44 I Studio of Creative Arts ltd

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025
  • Mahbub Kabir Milon was an example of honest government employee in his time. He did tremendous job for his service. In this interview we portrayed all those activities. Remarkably he did excellent job on narcotics control and food safety law specially in stop availability of formalin. This motivational story will inspire so many for good deed.

ความคิดเห็น • 720

  • @kamrulhasan-iq8fc
    @kamrulhasan-iq8fc 2 ปีที่แล้ว +137

    আমার দেখা একজন সৎ সরকারি কর্মকর্তা।
    আল্লায় স্যারের নেক হায়াত দেক। আমিন।

  • @mdayub740
    @mdayub740 2 ปีที่แล้ว +51

    আল্লাহু আকবর, কত বড় একজন সোনার মানুষ দিয়ে আল্লাহ আমার প্রিয় মাতৃভূমিকে ধন্য করেছেন।আল্লাহ উনার পুরা কর্ম জীবনকে যেন ছদকায়ে জারিয়া হিসাবে কবুল করেন,আমীন।

  • @muslimabegum5815
    @muslimabegum5815 2 ปีที่แล้ว +27

    মাহবুব কবির মিলন স্যারের কর্মময় জীবনের খন্ডিত অংশ শুনে কখনো বিস্মিত হয়েছি, খুশীতে আনন্দিত হয়েছি, অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে না পারার দুঃখে কষ্ট পেয়েছি আবার অসাধ্য কাজ গুলোকে সফলতার সঙ্গে সম্পন্ন করতে পারাতে আনন্দ আর আবেগে আপ্লুত হয়েছি। শহীদ মুক্তিযোদ্ধাদ্বয়ের ঠিকানা পাওয়ার যে গল্প তা যে কারো হৃদয় ছুঁয়ে যাবে। স্যার আপনি আমার দেশের একজন গর্বিত সন্তান। আপনাকে সশ্রদ্ধ সালাম। আল্লাহ আপনাকে সকল ভালো কাজের উত্তম জাযাহ দান করুন। আ মীন। জনাব RJ Kebria ভাই কে অনেক ধন্যবাদ যে এমন একজন ব্যক্তিত্বকে ব্র্যান্ডিং বাংলাদেশে এনে তাঁর দর্শকদের উপহার দিয়েছেন। এই শ্রদ্ধাভাজন দুই ব্যক্তিত্বের জন্য ই আমার দোআ ও শুভ কামনা রইলো।

  • @Kamrulloveshappy365
    @Kamrulloveshappy365 2 ปีที่แล้ว +38

    আমি বোয়ালখালীর মানুষ। এই ফায়ার ব্রিগেড যতদিন থাকবে স্যারকে আমরা কখনোই ভুলবনা।

  • @jainalabedin3755
    @jainalabedin3755 2 ปีที่แล้ว +35

    চোখে পানি এসে গেল দুই মুক্তিযুদ্ধার কথা শুনে, এত ত্যগের বিনিময়ে আমাদের স্বাধীনতা আসুন আমরা যে যে অবস্থানে আছি সততার সাথে বাচার চেষ্টা করি।

  • @sjmanik6328
    @sjmanik6328 2 ปีที่แล้ว +212

    আজকের অনুষ্ঠান অতিথি এবং দেশের জন্য কল্যাণকর,,,,,!? শেষ কথা টি শুনে চোখে পানি ধরে রাখতে পারলাম না,,,, স্যালুট বীর মুক্তিযোদ্ধা মিয়া হোসেন এবং মোস্তাফিজুর রহমান এবং মাহবুব স্যার,,,,,, সেনা সদস্য হিসেবে আমার দেওয়ার মতো আর কিছু নেই,,, আবারও স্যালুট জানাই,,,,!!

    • @NazrulIslam-th8kj
      @NazrulIslam-th8kj 2 ปีที่แล้ว +5

      আমি একজন প্রবাসী ড্রাইভিং করছিলাম আর কাঁদছিলাম শেষটা শোনে

    • @borhanuddin1326
      @borhanuddin1326 2 ปีที่แล้ว +1

      স্যারের মত মানুষ এদেশে হয়তো আর একজন জন্মাবেন না, দোয়াকরি সবসময় ওনার জন্য,

    • @ah.babu07
      @ah.babu07 2 ปีที่แล้ว

      প্রতিপালক যেনো আপনাকে নেক হায়াত দান করে, আমিন

    • @mahbubkabir1432
      @mahbubkabir1432 2 ปีที่แล้ว +12

      ওনাদের কথা মনে পড়লে এখনো চোখ ভিজে আসে।

    • @hasimuddin1179
      @hasimuddin1179 2 ปีที่แล้ว

  • @panjabiwala4215
    @panjabiwala4215 2 ปีที่แล้ว +18

    সত্যি স্যার, আমিও যেদিন খুব বেশি খুশি থাকি সেদিন ঘুমাতে পারিনা। সে এক অদ্ভুত আনন্দ। ইচ্ছা করছে আপনাকে হাজারটা লাইক দেই কিন্তু সাধ্য নেই। আপনাদের জন্য এখনো পৃথিবী টিকে আছে অসংখ্য ধন্যবাদ ♥️

  • @Sk_ali5896
    @Sk_ali5896 2 ปีที่แล้ว +18

    আলহামদুলিল্লাহ।আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে স্যারের মত একজন সোনার মানুষ আমরা পেয়েছি।আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন।

  • @mofazzelhossainkhan4815
    @mofazzelhossainkhan4815 2 ปีที่แล้ว +65

    যতই শুনি ততোই মুগ্ধ হই,মুক্তি যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা কোটি কোটি গুন বেড়ে যায়। আশাকরি, ঐ দুজন শহীদ মুক্তি যোদ্ধার জন্য বিলম্বে হলেও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তাঁদের স্মৃতি রক্ষা করবে।

    • @mahbubkabir1432
      @mahbubkabir1432 2 ปีที่แล้ว +2

      অনেক ধন্যবাদ

  • @prodipkdas
    @prodipkdas 2 ปีที่แล้ว +19

    ১ ঘন্টা ৪৪ মিনিট ২০ সেকেন্ডের ভিডিও একটি সেকেন্ডও টানিনি। শেষের ২০ মিনিটের কাহিনী শুনে চোখের জল ধরে রাখতে পারিনি। স্যারকে অসংখ্য ধন্যবাদ আপনার জীবনের কিছু কাহিনী আমাদের সাথে শেয়ার করার জন্য।

  • @AniMahiEducation
    @AniMahiEducation 2 ปีที่แล้ว +27

    বোয়ালখালী উপজেলায় ফায়ার ব্রিগেড স্থাপন করার জন্য স্যারের অবিচল চেষ্টার জন্য অনেক অনেক ধন্যবাদ।

  • @md.foysalmahamudnahidkhan7468
    @md.foysalmahamudnahidkhan7468 2 ปีที่แล้ว +44

    দেশটা আসলে এমনি এমনি চলে না, স্যারদের মতো ভালো মানুষ আছে বলেই দেশটা আলহামদুলিল্লাহ্‌ চলে যাচ্ছে।
    আর কথা গুলো শুনে শরীরের লোম দাঁড়িয়ে যায়, চোখও ভিজে আসে মাঝে মাঝে।
    স্যারের জন্য শুভ কামনা।

    • @mrssompa2103
      @mrssompa2103 ปีที่แล้ว +2

      সত্যি,, সহমত

  • @khmorad3843
    @khmorad3843 2 ปีที่แล้ว +66

    দুই মুক্তিযোদ্ধার স্মৃতির জন্য মিলন স্যারের যে ইচ্ছাটি ছিল আমরা কেউ কি পারিনা স্যারের সেই স্বপ্নটা পূরণ করতে। এই এপিসোডটা অনেক প্রশাসনিক স্যাররা শুনবে।

  • @nobaam
    @nobaam 2 ปีที่แล้ว +13

    মাহবুব কবির মিলন, স্যার!
    আপনার ব্যক্তিত্বের কারণে আল্লাহর জন্য আপনাকে আন্তরিকভাবে পছন্দ করি। আপনার এই নীতি-নৈতিকতা নিয়ে চলা বর্ণাঢ্য জীবনের সকল কর্মতৎপরতাকে মহান আল্লাহ তা'য়ালা আপনার আখেরাতের নাজাতের ওসীলা হিসেবে কবুল করুন এবং জীবনের যে সকল অসম্পূর্ণ ও অসমাপ্ত কাজ যেগুলো আপনার করার আন্তরিকতা থাকা সত্ত্বেও করতে পারেন নি সেগুলোও করেছেন হিসেবে সমভাবে আল্লাহ তায়ালা কবুল করুন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

  • @nurulamin2484
    @nurulamin2484 2 ปีที่แล้ว +20

    অসাধারণ একটি ইপি-সোড উনার মনের মধ্যে একটি কষ্ট থেকে গেল দেশকে নিয়ে আজ উনি চাকরিতে বহাল থাকলে জাতি অনেক কিছু পেত উনার কর্মের মাধ্যমে। উনার শেষ জীবনের সময় টুকু যেন আল্লাহ সুবহানাহু তায়ালা সুস্থতা এবং শুখ শান্তি দিয়ে ভরিয়ে রাখেন।

  • @Leo-jp1ky
    @Leo-jp1ky 2 ปีที่แล้ว +47

    একজন বিসিএস ক্যাডার হয়ে ও যিনি সারাজীবন সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন উনি ই মাহবুব কবির মিলন স্যার

  • @kothon63
    @kothon63 2 ปีที่แล้ว +41

    "মাহবুব কবির মিলন স্যার" আপনার জন্য অন্তর থেকে দোয়া চলে আসে। আপনি দেশের সূর্য সন্তান। আপনার অস্তিত্ব অস্ত যাবে না কখনও, আপনাকে দেখে আরও অনেক মাহবুব কবির মিলন হবে। একজন জীবন্ত সৈনিকের মুখে রণাঙ্গনের শহীদ হওয়া দুজন ভাইয়ের কথা শুনে চোখে জল চলে এলো। আপনারা বেঁচে থাকুন।

    • @mrssompa2103
      @mrssompa2103 ปีที่แล้ว +1

      মাশাআল্লাহ

    • @NurunnaharBegum-wh5ei
      @NurunnaharBegum-wh5ei 11 หลายเดือนก่อน

      Sur facebook theke kharap kaj gulo durovito kora jaina? R ai ja khela taka dia aita bondo kora jai na, karon onek babara seleder koti puron dite songsar dongso hoa jasse.

  • @kamrulislam-nk6tx
    @kamrulislam-nk6tx 2 ปีที่แล้ว +24

    আমার দেখা সেরা একজন সৎ অফিসার, ভালোমানুষ।
    আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন।
    মাহবুব আলম স্যার দেশের সম্পদ,,জাতি আপনাকে মনে রাখবে আজীবন। আমরা গর্ব করে বলতে পারবো আমাদের একজন মাহবুব স্যার ছিলেন যিনি দেশের মানুষকে নিয়ে ভাবতেন। স্যালুট স্যার 💚💚💚

  • @md.sohelrana2202
    @md.sohelrana2202 2 ปีที่แล้ว +72

    খুব ইচ্ছে ছিলো স্যারের জীবনী শোনার, আজ তা পূরণ হলো।
    মহান আল্লাহ যেন স্যারকে দুনিয়া ও পরকালে উত্তম পুরস্কার দান করেন।

    • @mahbubkabir1432
      @mahbubkabir1432 2 ปีที่แล้ว +3

      জাযাকাল্লাহু।

  • @ruhulsohag5908
    @ruhulsohag5908 2 ปีที่แล้ว +20

    অসাধারণ, শুধু মুগ্ধ হয়ে শুনলাম, দেখলাম। স্যার আপনি জানেন কি??? আমার বয়সী, আমার জেনারেশন আপনাকে কতটা সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন? আপনিই আমাদের ভবিস্যৎ বাংলাদেশ, অনুপ্রেরণা।

  • @rajusweete1215
    @rajusweete1215 2 ปีที่แล้ว +14

    স্যারের প্রতি দোয়া এবং ভালবাসা থাকবে, শেষের ১৫মিনিট নিজেকে ঠিক রাখতে পারিনি চোখের পানি কেন যে চলে আসছি বারবার, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি,স্যালুট স্যার

  • @NPA71
    @NPA71 2 ปีที่แล้ว +23

    এমন মানুষ নিয়ে আমাদের মেইন স্টিম মিডিয়ায় কোন আলোচনা নাই, অনলাইন চ্যানেলে...... তার পরেও ধন্যবাদ কিবরিয়া সাহেবকে,
    আমাদের মেইন মিডিয়া নায়িকাদের সন্তানের বাবা খোজতে থাকুক

  • @saifulislam-gi3lc
    @saifulislam-gi3lc 2 ปีที่แล้ว +75

    "অন্ধের দেশে একজন আলোর ফেরিওয়ালা "আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন।

    • @mohsinmani
      @mohsinmani 2 ปีที่แล้ว +1

      অসাধারণ এপিসোড। স্যালুট জনাব মাহাবুবুল কবীর মিলন।

    • @wahidsadiquesakib8114
      @wahidsadiquesakib8114 2 ปีที่แล้ว +1

      আপনার কমেন্ট ভাল লাগল

    • @saifulislam-gi3lc
      @saifulislam-gi3lc ปีที่แล้ว +1

      @@wahidsadiquesakib8114 thank you.

  • @bozlorahman712
    @bozlorahman712 2 ปีที่แล้ว +56

    এখনকার সরকারি কর্মকর্তারা যদি এমন সৎ থাকতো দেশ অনেক অনেক এগিয়ে যেতে,উন্নতি দেশ হতে বাধ্য থাকতো🙂

  • @abdullahalmaruf3016
    @abdullahalmaruf3016 2 ปีที่แล้ว +20

    স্যার,আপনি আমাদের দেশ এর জন্য যা করেছেন, আর কর‍তেছেন আমরা চির কৃতজ্ঞ। আপনার থেকে অনুপ্রাণিত হয়ে আমি এই দেশ এর জন্য অল্প কিছু করে যেতে চাই।এই সোনার দেশটাকে আমরা খুব ভালোবাসি ❤️ আমাদের এমন সোনার মানুষ হলে এই দেশটা অনেক সুন্দর হয়ে যাবে।

  • @samiyaaktershimu9790
    @samiyaaktershimu9790 2 ปีที่แล้ว +10

    এরকম বীর ছিল বলেই, আমরা দেশ খুব দ্রুতই স্বাধীন করতে পেরেছি এবং মিলন স্যারের মত অফিসার আছে বলেই বাংলাদেশ এখনো টিকে আছে, দোয়া রইল স্যার আপনি অনেক ভালো থাকবেন,

  • @crochetplusbyera2910
    @crochetplusbyera2910 2 ปีที่แล้ว +162

    মিলন স্যার নিজেই একজন এসেট আমাদের জন্য। উনার এসেট ভ্যালু নির্ণয় করা অসম্ভব। আল্লাহ স্যারের মতো আরো কিছু সৎ মানুষ আমাদের দেশে দিক, আমিন।

    • @AbuSayed-hb9fz
      @AbuSayed-hb9fz 2 ปีที่แล้ว +6

      Right
      Ami Onar sate
      3 years kaj kore Cilam
      Onek Valo Manus

    • @AbuSayed-hb9fz
      @AbuSayed-hb9fz 2 ปีที่แล้ว +1

      Ami akta Company tee job kortam
      Sir Amake Dekhe niye Bollo
      Ami Milon ar name use kore Ku tk caile
      Jeno Onake janao Hoy.

    • @shahinamohammed3151
      @shahinamohammed3151 2 ปีที่แล้ว

      @@AbuSayed-hb9fz l0

    • @mdkamrulislam6599
      @mdkamrulislam6599 2 ปีที่แล้ว +1

      boo

    • @mahmudamala7811
      @mahmudamala7811 2 ปีที่แล้ว

      .

  • @mdeasinmiah8872
    @mdeasinmiah8872 2 ปีที่แล้ว +37

    স্যার 💕 আপনার মতো সৎ ও সাহসী যুদ্ধা আমাদের অনেক দরকার। আপনি ও আপনার সহযোগী সবাই সুস্থ ও নিরাপদ থাকুন এই দোয়া করি।

  • @ashiqurrahmanbd243
    @ashiqurrahmanbd243 2 ปีที่แล้ว +10

    শেষের ১৫ মিনিট নিজের আবেগ কন্ট্রোল করতে পারিনি
    দুই মহান মুক্তিযোদ্ধার গল্প শুনে শুধু চোখের পানি পড়ছে
    আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক এবং মিলন স্যারকে দেশের জন্য আরো কাজ করার তৌফিক দান করুন

  • @tahminaakter6077
    @tahminaakter6077 2 ปีที่แล้ว +10

    সুবহানাল্লাহ এই কাহিনীটা না শুনলে জানতেই পারতাম না যে বাংলাদেশে এরকম মানুষ এখনো আছে! সততা এবং ক্ষমতার সঠিক ব্যবহার কিভাবে করা যায় তা উনার থেকেই শিক্ষা নেয়া উচিত আমাদের, আল্লাহ ওনার দুনিয়াতে আখেরাতে কল্যাণ দান করুক.।

  • @mdshoharabhossionsourav1653
    @mdshoharabhossionsourav1653 2 ปีที่แล้ว +5

    স্যালুট স্যার,
    শেষ ১৬ মিনিট ২০ সেকেন্ড আমার আবেগ আর ধরে রাখতে পারিনি,,,,,,(আমাদের জীবন থাকতে ১ ইঞ্চি মাটি ছাড়বো না) তাদের এই বীরত্বের কথা শুনেই আমি নিজের অজান্তেই এত কেঁদেছি বালিশ ভিজে পেলেছি!!
    স্যার আপনি চাকরি জীবনে এত বেশি ভালো কাজ করেছেন সেটা সত্যি প্রশংসনীয়।
    স্যালুট স্যার, স্যালুট স্যার, স্যালুট স্যার।

  • @toiebahmed9114
    @toiebahmed9114 2 ปีที่แล้ว +23

    ‘ঐ ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হ’তে পারে, যে আল্লাহর পথে দাওয়াত দেয়, সৎকর্ম করে

  • @schoolofenglishliterature3887
    @schoolofenglishliterature3887 2 ปีที่แล้ว +14

    Couldn't hold the tears at the last moment. How honest and dedicated in his entire life he is! We are proud of you Mahbub Kabir Milon sir. Perennial Blessings and Lots of Dua for you always sir...

  • @shourov-satv
    @shourov-satv 2 ปีที่แล้ว +8

    এরকম অফিসার বাংলার মাটিতে প্রতিটা ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। স্যার স্যালুট আপনাকে।

  • @AkmMasudRana
    @AkmMasudRana 2 ปีที่แล้ว +5

    এক বসাতেই 01 ঘন্টা 44 মিনিট 20 সেকেন্ডের মধ্যে এক সেকেন্ডও Skip করার সুযোগ পাই নি।
    একজন Mahbub Kabir Milon Sir.....মানুষের প্রতি সম্মান, শ্রোদ্ধা এসব কিছু জোড় করে নিয়ে আসার বা তৈরি করার কোনো বিষয় নয়। ভিতর থেকে এমনিতেই চলে আসে। দেশ ও দশের জন্য ভালো কাজ করার উৎসাহ ও উদ্দীপনা চলে আসে। আল্লাহ্‌ প্রতিটি মানুষকে অনুপ্রেরণা নেওয়ার তৌফিক দান করুন।
    ***শিক্ষা খাতের দিকে একটু নজর দেওয়ার সুযোগ পেলে জাতির ভিত্তিটা আরো মজবুত হতো।
    Salute you from deep of my heart.

  • @AsadudzamanJoy
    @AsadudzamanJoy 2 ปีที่แล้ว +7

    সুপারহিরো মাহবুব কবির মিলন স্যার।
    এই এপিসোডটা আমাকে বড়সড়ভাবে হিট করলো। অনেক অনেক শ্রদ্ধা আর দোয়া স্যার। ❤️

  • @whoami4390
    @whoami4390 2 ปีที่แล้ว +13

    শ্রদ্ধেয় মিলন স্যারকে আল্লাহ সুবহানাহু তাআলা নেক হায়াত দান করুন আমীন ❤️ আশাকরি স্যারের অসমাপ্ত কাজ গুলো একদিন সফলতার সাথে শেষ করা সম্ভব হবে।

  • @dilrubayeasmin3089
    @dilrubayeasmin3089 2 ปีที่แล้ว +13

    "জীবন থাকতে এক ইঞ্চি মাটি ছাড়ব না"
    আহা!!! দোআ করি মন ভরে এদের জন্য।
    চোখে পানি আসলো,

    • @abdurrouf-ex6qt
      @abdurrouf-ex6qt ปีที่แล้ว

      আমি ও শূনতে চাই

  • @NurIslam-yv3fk
    @NurIslam-yv3fk 2 ปีที่แล้ว +14

    ইপিআরের যোদ্ধাদের কথায় চোখ দিয়ে পানি চলে আসল।জীবন থাকতে আমার মাটির কণা ছাড়ব না হোক আমাদেরও প্রতিজ্ঞা।

  • @sairatajrian6847
    @sairatajrian6847 2 ปีที่แล้ว +11

    চোখের পানি ধরে রাখতে পারলাম না এই ভিডিওটি দেখে। এই রকম সৎ মানুষ ও এই দেশে আছেন মাশাআল্লাহ.....😔
    ।আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর । আল্লাহ ওনাকে উত্তম প্রতিদান দিন আমিন।🤲

  • @saifullah-kv3fl
    @saifullah-kv3fl 2 ปีที่แล้ว +6

    মিলন ভাই আগ্রাবাদ তথা দেশের গর্ব।একজন আগ্রাবাদিয়ান হিসেবে আমরা গর্বিত। আপনার সুস্বাস্থ্যসহ দীর্ঘায়ু কামনা করছি।

  • @Dr.Farhana
    @Dr.Farhana 2 ปีที่แล้ว +6

    অনেক কষ্ট নিয়ে এই এপিসোডটা দেখা শেষ করলাম৷৷ ' আর ও অনেক কিছু করতে পারতাম!!’ এই আক্ষেপ কেম্নে ভোলা যায়!! আমরা সাধারণ জনগণ আর ও কত ভাল কাজ থেকে বঞ্চিত হলাম৷!!

  • @lipejamadar5810
    @lipejamadar5810 2 ปีที่แล้ว +7

    আলহামদুলিল্লাহ স্যার আমি একজন মুক্তি যুদ্ধের সন্তান আমার বাবা অনেক সাহসী বীর ছিল দুনিয়া ছেড়ে চলে গেছে স্যার কে হাজার ছালাম ভালো থাকবে কাঁদতে কাঁদতে সেষ করলাম কিবরিয়া ভাই কে ধন্যবাদ

  • @k__tgB-8855
    @k__tgB-8855 2 ปีที่แล้ว +3

    মন্ত্রমুগ্ধের মতো শুনছি! সবার কাছে এই ভিডিও'র মূল বক্তব্য ছড়িয়ে দেওয়া উচিৎ।
    মাহবুব স্যারের প্রতি শ্রদ্ধা! তাঁকে ব্র্যাডিং বাংলাদেশে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ!!

  • @asitkumarshuvo9827
    @asitkumarshuvo9827 2 ปีที่แล้ว +12

    ধন্যবাদ স্যার মহান সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রার্থনা করি ।
    প্রথম থেকে গল্পটা মনোযোগ সহকারে শুনছিলাম তবে শেষের দিকে যে মুক্তিযোদ্ধাদের কথাগুলো বলা হলো সেই সময় আবেগ ধরে রাখতে পারলাম না 😭হাজারো স্যালুট সকল মুক্তিযোদ্ধাদের প্রতি 🙏🇧🇩❣️

  • @lopipie79
    @lopipie79 2 ปีที่แล้ว

    এতো অনুপ্রাণিত হলাম, এতো ভালো লাগলো যে বলার বাইরে। উনার মানবিকতা বোধ দেখে আশ্চর্যন্নিত হলাম। আল্লাহর উপর ইয়াকিন, ভরসা, তার কাছে জবাবদিহিতার ভয় বোধ হয় তাকে এতো মানবিক করে তুলেছে। আমাদের মতো তরুণ-তরুণীদের জন্য এধরণের ব্যক্তিদের জীবন পর্যালোচনা, উল্লেখযোগ্য অবদান, মনোস্তাত্তিক চিন্তা চেতনা সম্পর্কে জানা, জ্ঞান রাখা খুবই জরুরি। অসুস্থ একটা জেনারেশনে এমন সব মানুষের আগমন ঘটুক।
    আল্লাহ পাক উনাকে দুনিয়া এবং আঁখিরাতে উত্তম প্রতিদান ও সম্মান দান করুক। মন থেকে দোয়া এবং সম্মান।

  • @mahbubhasan9825
    @mahbubhasan9825 2 ปีที่แล้ว +5

    শেষ গল্পে কান্না থামাতে পারলাম না।
    এই মহান ব্যক্তিকে আল্লাহ নেক হায়াত দান করুন।

  • @tanvirhasan111
    @tanvirhasan111 2 ปีที่แล้ว +12

    বাংলাদেশের সৌভাগ্য, একজন মিলন স্যার বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন..….
    আমাদের সৌভাগ্য, আমরা একজন মিলন স্যারকে দেখেছি.....

  • @dalowarhosain102
    @dalowarhosain102 2 ปีที่แล้ว +18

    দোয়াকরি যেনো বাংলাদেশের প্রতিটি মায়ের গর্ভে যেনো স‍্যারের মতো সন্তান জন্ম গ্রহন করে""সেলুট স‍্যার আপনাকে 💖

  • @ctgkazinahid6313
    @ctgkazinahid6313 2 ปีที่แล้ว +4

    আমাদের শ্রদেয় মিলন ভাই সত্যিই
    একজন সৎ এবং মহৎ মানুষ।
    আল্লাহ আপনাকে ও আপনার
    পরিবার সব সময় সুস্থ ও সুন্দর রাখুক। সব সময় শুভকামনা।

  • @exploretheworld098
    @exploretheworld098 2 ปีที่แล้ว +9

    স্যার, আপনার প্রতি শ্রদ্ধাবোধ টা অনেক বেশি বেড়ে গেলো....
    আপনার সকল ভালো কাজগুলো যেনো আল্লাহ কবুল করে নেন।
    শেষের কথাগুলো শুনে চোখের পানি আটকে রাখা কষ্টকর......

  • @mdredwanulakash9758
    @mdredwanulakash9758 2 ปีที่แล้ว +19

    এই গল্প পুরোটা শুনার পর কেঁদে ফেলেছি
    স্যালুট মাহবুব কবির মিলন স্যার
    আমাদের রংপুরের গর্ব ❤️

  • @mdfirij6253
    @mdfirij6253 ปีที่แล้ว +2

    গর্বে বুকটা ভরে উঠে, আমাদের মুক্তি যুদ্ধাদের জন্য, স্যালুট স্যার আমাদের গর্ব অনেক মাহবুব মিলন স্যার এই দেশে আছে।

  • @towhidulislam8669
    @towhidulislam8669 2 ปีที่แล้ว +3

    আল্লাহ মাহবুব স্যারকে জান্নাতবাসী হিসেবে কবুল করুক। আমরা যেন যুগ যুগ ধরে এরকম অসংখ্য মাহবুব স্যার পাই।

  • @sadiaafroz7506
    @sadiaafroz7506 2 ปีที่แล้ว +1

    আমি নিউইয়র্ক থাকি , সবায় জানে দেশের বাইরে জীবন কতো বিঝি থাকে। কিন্তু আজকে মিলন সারের কথা গুলো আমি রান্না করতে করতে শুনলাম কি যে ভালো লাগছে তাঁর কথা গুলো। আললাহ ওনাকে অনেক বছর বাছিয়ে রাখুক। ওনার মতো মানুষের অনেক দরকার। কিবরিয়া ভাইকে অনেক ধন্যবাদ এমন একজন মানুষের কথা শোনানোর জন্য।

  • @NBCR2024
    @NBCR2024 2 ปีที่แล้ว +18

    মিলন স্যার আমাদের জন্যে আদর্শ। আল্লাহ তাকে আরো ভালো কাজ করার তৌফিক দিন। আমিন

  • @mdjahurulislam9816
    @mdjahurulislam9816 2 ปีที่แล้ว +8

    স্যার, আপনি দেশের গর্ব। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

  • @sabekunnahar9014
    @sabekunnahar9014 2 ปีที่แล้ว +4

    সময় ও সুযোগ করে উঠতে না পারায় তিন দিন এ এই পর্বটি শেষ করতে হলো। অসাধারণ একটি পর্ব। Sir এর প্রতি অনেক সমমান ও শ্রদ্ধা জানাই । আর কিবরিয়া ভাইজান ও ওনার পুরো টিম কে জানাই অসংখ্য ধন্যবাদ।

  • @skyhiiitube
    @skyhiiitube 2 ปีที่แล้ว +13

    I wish every government official could watch the episode, and could get inspired by this great man. সোনার বাংলার সোনার মানুষ।

  • @osikurrahaman4932
    @osikurrahaman4932 2 ปีที่แล้ว +3

    এক জন প্রকৃত দেশ প্রেমিকের মুখে দেশ প্রেমের গল্প শুনলাম, খুবই ভালো লাগলো। সৎ থাকলে পরিবারে ও শান্তি থাকে এটাই নিলাম আপনার কাছ থেকে।

  • @cr7imtu
    @cr7imtu 2 ปีที่แล้ว +3

    মিলন স্যারকে সোস্যাল মিডিয়ার কল্যাণে ৭/৮ বছর আগে থেকে চিনি। দেশের জন্য এরকম আরো কয়েকজন অফিসার দরকার।
    মুক্তিযোদ্ধাদের পরিচয় সন্ধানের ঘটনা যখন উনার ফেসবুক পোস্টে পড়েছিলাম তখন কেদেছিলাম, আজকে ভিডিওতে দেখে আরেকবার কান্না থামাতে পারিনি

  • @ahmedjamil8327
    @ahmedjamil8327 2 ปีที่แล้ว +9

    As a Bangladeshi we should be grateful to this man.

  • @md.millathossain5349
    @md.millathossain5349 2 ปีที่แล้ว +4

    স্যারের মতো সোনার মানুষ বাংলাদেশে খুবই প্রয়োজন। স্যারের কথা গুলো মনযোগ দিয়ে শুনলাম। শেসের দিকে চোখের কোনে পানি চলে আসছে। আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুক।

  • @nahidjuardar4470
    @nahidjuardar4470 2 ปีที่แล้ว +6

    জাতির এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি রইলো শ্রদ্ধা ও ভালোবাসা

  • @mominsaddam837
    @mominsaddam837 2 ปีที่แล้ว +12

    জীবন থাকতে এক ইঞ্চি মাটিও ছাড়বোনা
    শেষ মুহুর্তে চোখের পানি চলে আসলো

  • @AnamulHaque-lu4ne
    @AnamulHaque-lu4ne 2 ปีที่แล้ว +9

    আপনার মতো সৎ ও সাহসী যুদ্ধা আমাদের অনেক দরকার,আমার দেখা একজন সৎ সরকারি কর্মকর্তা। আল্লাহর ভয়ে দায়িত্ব পালন করা দায়িত্বশীল কর্মকর্তা বৃদ্ধির পরিকল্পনা নেয়া দরকার।

  • @mollamohiuddin6881
    @mollamohiuddin6881 11 หลายเดือนก่อน +2

    মুক্তিযোদ্ধাদের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি( আল্লাহু আকবার)।

  • @amranhossain8537
    @amranhossain8537 2 ปีที่แล้ว +9

    আহ স্বাধীনতা 😭😭😭
    কেমন করে এই দেশটা আমরা পেলাম আর আজকে কি মূল্য দিচ্ছি?
    হাজার সালাম তাদের যারা দেশের এক ইঞ্চি মাটি ছেড়ে দেয়নি ❤️❤️❤️

  • @sharifuzzamansabuj5861
    @sharifuzzamansabuj5861 2 ปีที่แล้ว +5

    "জীবন থাকতে একটা ইঞ্চি মাটি ছাড়বো না" - স্যালুট হে বীর সন্তান।

  • @mdmursalinparvez9142
    @mdmursalinparvez9142 ปีที่แล้ว +2

    আল হামদু্লিল্লাহ ...
    একজন সাধারন বাংলাদেশি হিসেবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই স্যার...
    স্যার, আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো...

  • @Md_Mosaddeq_Hossen_Komol
    @Md_Mosaddeq_Hossen_Komol ปีที่แล้ว +2

    মানুষের জীবন বড়ই অদ্ভুত।
    মুগ্ধ,অনুপ্রেরণা ও শিক্ষার জন্য কিছু মানুষের জীবনের গল্পই যথেষ্ট।।
    ভালোবাসা, শ্রদ্ধা এবং দোয়া রইল স্যারের জন্য।।
    জাজাকাল্লাহ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ।

  • @brotheradi
    @brotheradi 2 ปีที่แล้ว +8

    শেষে
    সম্মানিত মুক্তিযোদ্ধাদের ঘটনা শুনে
    চোখে পানি চলে আসলো

  • @Alamgiroman2012
    @Alamgiroman2012 2 ปีที่แล้ว +5

    শেষের কথাগুলো কলিজায় গিয়ে লাগছে। আল্লাহর যেন দুই মুক্তিযোদ্ধাকে জান্নাতবাসী করেন।

  • @aminulamin5959
    @aminulamin5959 2 ปีที่แล้ว +6

    গল্পটার শেষ মুহূর্তে এসে চোখের পানি নিজের অজান্তেই এসে গেছে,,, সত্যি ই স্যার আপনি সমাজের আইকন

  • @probatdey8463
    @probatdey8463 7 หลายเดือนก่อน +1

    স্যার এই অবহেলিত বোয়ালখালী আপনার চেষ্টায় ফায়ার স্টেশন হয়েছে স্যার আপনাকে নমস্কার
    আপনার মতন ৭ জ্ঞান সব বুদ্ধি
    সেলুট প্রণাম ✌️🇧🇩🙏💯💪🤟👍🤘বাংলাদেশের গর্ব

  • @salmamunshi1076
    @salmamunshi1076 2 ปีที่แล้ว +14

    আল্লাহ ভালো মানুষ গুলোকে আরো বেশি বেশি দেশের এবং জনগণের জন্য ভালো কাজ করার রাস্তা তৈরি করে দিন,,, আমিন

  • @mehidehasan3991
    @mehidehasan3991 2 ปีที่แล้ว +3

    আমার দেখা একজন সেরা মানুষ।যিনি তরুণ প্রজন্মের আদর্শ ❤️❤️❤️
    এমন মানুষের ভালো গল্প সারাদিন শুনলেও মন তৃপ্ত হবে না।

  • @noorsohan3557
    @noorsohan3557 2 ปีที่แล้ว +6

    স্যার এত ভাল কাজ করেছে, আমি দোয়া করি, আল্লাহ আপনাকে উওম প্রতিদান দেন,

  • @tahmidwasi9033
    @tahmidwasi9033 ปีที่แล้ว +1

    এরকম মাহবুব কবির মিলন স্যারদের আরো বেশি দরকার বাংলাদেশের জন্য।

  • @benzirhasan9823
    @benzirhasan9823 2 ปีที่แล้ว +5

    মিলন স্যার একজন সত্যকারের দেশ প্রেমিক, উনার মতো অফিসারের খুব বেশি দরকার এই দেশে।

  • @ayubali4995
    @ayubali4995 2 ปีที่แล้ว +2

    মুক্তিযুদ্ধে শহীদের কথা শুনে চোখে পানি এসে গেলো। আল্লাহ স্যার কে নেক হায়াত দান করুন। আমিন

  • @aktarulislam2187
    @aktarulislam2187 2 ปีที่แล้ว

    উনি একজন সৎ মানুষ,, উনাকে অনেক বছর থেকেই ফেসবুকে ফলো করি,, শেষের কথায় চোখের পানি ধরে রাখা গেলো না,,, আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক

  • @SAHRIAR_HOSSEN
    @SAHRIAR_HOSSEN 2 ปีที่แล้ว +2

    ভালোবাসা, দোয়া , সম্মান, আপনার জন্য আগেও ছিল
    এখন ও আছে কখনো কমবে না এই বিশ্বাস আছে,
    শেষে কান্না করানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
    অনেক আবেগ এর জায়গা মুক্তিযুদ্ধ

  • @Rialartist
    @Rialartist 2 ปีที่แล้ว +1

    অসাধারণ,
    বাংলার প্রতিটি অফিসে যদি এমন মানুষ থাকতো তাহলে সত্যিই এদেশ সত্যিকারের সোনার বাংলা হতো। এখন তো কেবল নামে মাত্র সোনার বাংলা।
    সালাম, জনাব মাহবুব স্যার।

  • @abdulmojid808
    @abdulmojid808 2 ปีที่แล้ว +10

    স্যারের কথা গুলো অনেক মূল্যবান
    ধন্যবাদ কিবরিয়া ভাই কে মাহবুব কবির স্যার সহ অনেক গুনী জন দের উপস্থাপন করার জন্য

  • @Rhokun
    @Rhokun 2 ปีที่แล้ว +1

    আমি স্যারের উল্লেখিত উপজেলা বোয়ালখালীর বাসিন্দা। সরাসরি স্যারকে দেখার সৌভাগ্য হয়নি। তবে আমি উনার বিভিন্ন লেখা, কার্যক্রমকে অনুসরণ করার চেস্টা করি। বিশেষ করে রেলের দায়িত্ব এবং ভোক্তা অধিকারের দায়িত্বে থাকালালীন। উল্লেখ্য আমার উপজেলায় ফায়ার সার্ভিস স্থাপনের উনার অবদান আমার নিকট অজানা ছিল। স্যার আপনাকে স্যালুট। সম্ভব হলে আমার সন্তান কে নিয়ে উনার সাথে দেখা করতাম, পায়ে ধরে সালাম করতাম এবং সন্তান কে বলতাম ' উনার মত জ্ঞানী বা শিক্ষিত হতে না পারলেও উনার মত মানুষ হবার চেস্টা করো।' ১ ঘণ্টা ২৩ মিনিটের কথা এবং স্যারের কষ্ট পাওয়ার চেহারা দেখে খুব কষ্ট পেলাম এবং এদেশের সিস্টেমের প্রতি ঘৃনা আসল। পরিশেষে দেশের প্রতি ভালোবাসা এবং দেশের সততার পক্ষের মানুষ গুলোকে সশ্রদ্ধ সালাম।
    মুহাম্মদ ইকবাল মাসুদ রোকন
    ০১৮৬৯৯৯০৯১৯
    কধুরখীল, বোয়ালখালী
    চট্টগ্রাম

  • @elverteinstein3134
    @elverteinstein3134 2 ปีที่แล้ว +6

    আমার একজন প্রিয় মানুষ। ❤ উনি আমাকে চিনেন না। কিন্তু আমি উনাকে কিরকম ভালোবাসি বলে বুঝাতে পারবো না। উনি একজন আদর্শ নাগরিকের আইডল। ❤❤

  • @mdshoeb9016
    @mdshoeb9016 2 ปีที่แล้ว +6

    দেশের সব সরকারি কর্মকর্তা যদি এরকম হতো তবে দেশটা সত্যিই সোনার বাংলা হতো।

  • @nuraniakterlipy2706
    @nuraniakterlipy2706 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ, মিলন স্যারকে আল্লাহকে নেক হায়াত দান করুন এবং তার ভালো কাজের উত্তম প্রতিদান দিবেন,ইনশাআল্লাহ।

  • @mohammadmizan6589
    @mohammadmizan6589 2 ปีที่แล้ว +6

    চমৎকার ব্যক্তিজীবনের গল্প এবং দেশের জন্য উৎসর্গ মহান দুই শহীদের জীবনী, আমরাও কাঁদলাম ভালো মানুষের ইতিহাস পড়লে এবং শুনলে এমনিতেই চোখে পানি চলে আসে, দোয়া করি অতিথি এবং দেশের জন্য জীবন দেওয়া ব্যক্তিদের আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে শান্তিতে রাখুন!

    • @rumanahossain5401
      @rumanahossain5401 2 ปีที่แล้ว +1

      Many thanks kibriya vai mahbub kabir milon sirer moto ekjon honest manuser kotha sunar souvaghy kore debar. Ami mone prane bishshas kortam ekhono amar deshe valo manus ache. Kintu kichudin jabot khub upset chilam. Manus eto eto osot kaj korche. MAY ALLAH SUBHANUTAWLA GIVE MILON SIR NEK HAYAT AND HEALTHY LIFE. Ameen

  • @muhammadabdurrahim8345
    @muhammadabdurrahim8345 2 ปีที่แล้ว +23

    আমি একাত্তরের মুক্তি যুদ্ধাদের দেখিনি কিন্তু একজন মাহবুব কবির স্যারকে দেখেছি ❤️

  • @ah.shakil
    @ah.shakil 2 ปีที่แล้ว +5

    ট্রেনে বসে স্যারের কথা ভাবতে ভাবতেই স্যারের ভিডিও❤️❤️ ট্রেনে বসেই দেখছি। যদিও বাফারিং করছে ট্রেনে বসেই শেষ হবে ইনশাআল্লাহ

  • @ashrafhossenmanna456
    @ashrafhossenmanna456 2 ปีที่แล้ว +3

    শেষের দিকে চোখের পানি ধরে রাখতে পারি নাই। স্যারের জন্য দোয়া থাকলো আল্লাহ স্যার কে নেক হায়াত দান করেন।

  • @imtisharimran349
    @imtisharimran349 2 ปีที่แล้ว +3

    ধন্যবাদ কিবরিয়া। ধন্যবাদ। এমন অসাধারণ অনন্য অতুলনীয় মানুষেদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।এরাই বাংলাদেশ এরাই বাংলাদেশ

  • @delowarhossain5536
    @delowarhossain5536 2 ปีที่แล้ว +4

    আমার রংপুরের অহংকার
    আমার গর্ভ, আমার প্রিয়জন।
    দোওয়া ও ভালোবাসা স্যারের জন্য।

  • @chanchalmahmud3467
    @chanchalmahmud3467 2 ปีที่แล้ว +13

    This gentleman is absolutely right. I live in Canada. I had that experience about apples. I kept apples in my refrigerator maybe more than two months and it were completely good.

  • @delwarhassin8683
    @delwarhassin8683 2 ปีที่แล้ว +4

    শেষ সময় এসে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না আল্লাহ যেন স্যারকে নেক হায়াত দান করেন এই দোয়াই করি

  • @highlightspro2668
    @highlightspro2668 2 ปีที่แล้ว +4

    মিলন স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এসব গল্প শুনে আমরা অনেক অনুপ্রাণিত হই এবং দেশের প্রতি ভালোবাসা আরো জাগ্রত হয়।

  • @SyedJahir
    @SyedJahir ปีที่แล้ว

    আল্লাহ আপনার মত মানুষ যেন আরো পাঠায় এই জমিনে। এমন মানুষগুলো দিনে দিনে কমে যাচ্ছে।

  • @nishatunnahar9597
    @nishatunnahar9597 2 ปีที่แล้ว +1

    স্যারের কথা শুনে এটা বুঝতে পারলাম যে কোনো ক্যাডের যদি মন থেকে কোন কাজের পেছন লাগে সফল হতে বাধ্য। আল্লাহ হায়াত দান করুক