তার কন্ঠে রবীন্দ্রসংগীত প্রানে শান্তি, মনে প্রশান্তি এনে দেয়। ওনার মত রবীন্দ্রনাথের গানগুলির মর্মার্থ খুব কম লোকই বুঝতে পেরেছিলেন। তাইতো গানগুলি এতটা আবেগমথিত ও মর্মস্পর্শী।
Wonderful, sei chhuto belar katha mone pode radiote gaan guli baajto bhur bela r aamra bichhanai shuye shuntam. Bhaktimulak sangeet baba radio khule rakhto. Anabadhya🙏🙏🙏🌹🌹🌹💐💐💐
রবীন্দ্র সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র । ভাবতে আশ্চর্য্য লাগে এই মহান শিল্পীর গানে খুঁত ধরে এনাকে রবীন্দ্রনাথের গান গাইতে বাধা দেওয়া হয়েছিল । অথচ মুম্বাইয়ের বিখ্যাত গায়িকার বিকৃত উচ্চারণের রবীন্দ্র সঙ্গীত অনুমোদন পেয়েছিল ।
রবীন্দ্র সৃষ্টিতে ধ্যানমগন এই অমর শিল্পীর গান শুনতে পেয়ে ধন্য হলাম। প্রচারকদের অনুরোধ চিন্ময় চট্টোপাধ্যায় সুচিত্রা মিত্র সুমিত্রা সেন প্রমূখ শীলপীর গান প্রচার করুন।
আমি এখন লন্ডনের একটি হাসপাতালে আছি। ঘুম ভেঙে মোবাইলে রবি ঠাকুরেথ গান শুনছিলাম। তা শুনে আমার ই্ংরেজ নার্স মাইকেল বললেন, কথা বুঝি না কিন্তূ আহা, কী না প্রশান্ত সূর!
অনেক শিল্পীর কণ্ঠে রবীন্দ্র সংগীত শুনি। অবসর সময়ে যখনই সময় পাই রবীন্দ্র সংগীত শুনি। কোন শিল্পীকে ছোট না করে এই কথা বলতে পারি দেবব্রত বিশ্বাস এর কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত না শুনলে জীবন অপূর্ণ থেকে যেত। মণ যখন খুব আনন্দে থাকে আবার মণ কোন কারনে মন খারাপ থাকে আমি দেবব্রত বিশ্বাসের কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত শুনি।
খালি ভাবি তারা করা যারা এই গান 'dislike' করে! নিশ্চিতরূপে সুস্থ নয় মানসিক ভাবে। যে গান শোনার জন্য আমাদের মত হাজার হাজার মানুষের প্রাণ আকুল হয়ে থাকে তাকে অসম্মান করা করে জানতে ইচ্ছা করে
রবীন্দ্র সঙ্গীত ভালোবাসেন অথচ দেবব্রত বিশ্বাসের গান পছন্দ করেন না এরকম মানুষও আছেন জেনে আশ্চর্য লাগে, রবীন্দ্র নাথের প্রতিটি গানের মর্মার্থ সঠিকভাবে অনুভুত হয় দেবব্রত বিশ্বাসের উচ্চারণ ও গায়কীতে
কেন ঘৃণা ভাই? থাক না তাঁরা তাঁদের মতো যাঁরা তাঁকে অনুভব করতে পারেন নি।আমরা থাকি আমাদের মতো যাঁরা গান শুনে জীবনের একটা মানে খুঁজে পাই।দেবব্রত বিশ্বাস কীভাবে গান গেয়ে আলোড়িত করেন আমাদের সে সব অনেক আগেই প্রমাণ হয়ে গেছে।
দেবব্রত বিশ্বাসের কন্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে
ইচ্ছে করে আমিও তার সাথে গাই,
যত শুনি ততই আনন্দ
এগান শুনতে ক্লান্তি নাই,
মনে হয় আরো শুনি আরো গাই।
Ki opurbo lage, bar bar suni Debabratar gan. Pronam roilo tar proti.
debarata biswas is a man of strong perssonality.he never compromise with any un justice
তার কন্ঠে রবীন্দ্রসংগীত প্রানে শান্তি, মনে প্রশান্তি এনে দেয়। ওনার মত রবীন্দ্রনাথের গানগুলির মর্মার্থ খুব কম লোকই বুঝতে পেরেছিলেন। তাইতো গানগুলি এতটা আবেগমথিত ও মর্মস্পর্শী।
রবীন্দ্রসংগীত ওনার গানে শরীর ধারন করে।
অতুলনীয় কন্ঠস্বর শুনলে মনে শান্তি বিরাজ করে বাগ দেবীর আশীর্বাদ ধন্য দেবব্রত।
মুগ্ধতার একটা সীমা থাকে। এই গায়ন শোনার পরে বলতে ইচ্ছে করে, " সীমার মাঝে অসীম তুমি"।
মুগ্ধতার কোন সীমা নেই।
W😎
সহমত
একদম সত্যি
রবীন্দ্র সংগীত আমার প্রানের প্রিয়, মনের শান্তি। অনেক গায়কের গলায় রবীন্দ্র গান শুনি কিন্তু দেবব্রত বিশ্বাসের গাওয়া আমার কাছে শ্রেষ্ঠ।
চি্র সবুজ দেবব্রত, তুমি আছ সদা মম চিত্তে।
অসাধারণ একটি গান আর দারুণ গায়কি।
🙏
গান আমার প্রাণ , আর রবি ঠাকুরের গান সেতো আমার দেবতার পায়ে অঞ্জলি দেয়া !
প্রণাম প্রণাম প্রণাম !! যতদিন রবীন্দ্রনাথের গান ততদিন জর্জ বিশ্বাস !
লক্ষ লক্ষ মানুষ জর্জ বিশ্বাসের গায়কীর জন্য রবীন্দ্র
Ak kothay chiro nuton. Unparallel. Apnake soto koti pronam. 🌹🌹
গানগুলি মোর মন ও প্রাণ কেড়ে লয়, অনবদ্য গলা।
আমি এক বাউন্ডুলে, রবিঋষি আবার নতুন করে বাঙালি করলেন। আর জর্জ বিশ্বাসের কি অসাধারণ গায়কী - উফ কোন কথা হবে না। শতকোটি 🙏
Wonderful, sei chhuto belar katha mone pode radiote gaan guli baajto bhur bela r aamra bichhanai shuye shuntam. Bhaktimulak sangeet baba radio khule rakhto. Anabadhya🙏🙏🙏🌹🌹🌹💐💐💐
গান গুলো শুনলে মনে হয় জীবন্ত গুরুদেব ওর মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন.
প্রণাম
@@somnathmaity5135 ঠিক বলেছেন।
আমার খুব প্রিয় সংগীতশিল্পীর কন্ঠে এই গান শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে যাই ।
a man of strong principle.he never compromises with any unjustice
কতোবার শুনবো আর কতোবার যে মুগ্ধ হয়ে আহা বলবো বুঝতে পারিনা।
রবীন্দ্র সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র । ভাবতে আশ্চর্য্য লাগে এই মহান শিল্পীর গানে খুঁত ধরে এনাকে রবীন্দ্রনাথের গান গাইতে বাধা দেওয়া হয়েছিল । অথচ মুম্বাইয়ের বিখ্যাত গায়িকার বিকৃত উচ্চারণের রবীন্দ্র সঙ্গীত অনুমোদন পেয়েছিল ।
মন ভরে গেল।
Je ei khut dhorechilen tini to ei prithibi te nei. Kintu je ashamman onake kora hoechilo tar kono khama nei
All time favorite Debabrata Biswas
আবেগঘন রবীন্দ্র সংগীত শুনতে দেবব্রত বিশ্বাস এর মতো আর কারো নাম মনে পরে না । কি অপূর্ব কণ্ঠ । কি গায়কী কণ্ঠ। অসাধারণ , তুলনাহীন ।
রবীন্দ্র সৃষ্টিতে ধ্যানমগন এই অমর শিল্পীর গান শুনতে পেয়ে ধন্য হলাম। প্রচারকদের অনুরোধ চিন্ময় চট্টোপাধ্যায় সুচিত্রা মিত্র সুমিত্রা সেন প্রমূখ শীলপীর গান প্রচার করুন।
দেবব্রত বিশ্বাসের গান গুলো বারবার শুনতে ইচ্ছে করে
অসাধারণ কণ্ঠস্বর
Aache dukkho, aache mrityu.....ei gaanti unar cheye keu bhalo geyechen bole suni ni, moneo pore na. Uni aar ei gaan ti bodhhoy samarthak amar kache.
আমি এখন লন্ডনের একটি হাসপাতালে আছি। ঘুম ভেঙে মোবাইলে রবি ঠাকুরেথ গান শুনছিলাম। তা শুনে আমার ই্ংরেজ নার্স মাইকেল বললেন, কথা বুঝি না কিন্তূ আহা, কী না প্রশান্ত সূর!
এটাই সার্থক সংগীত।
স্বার্থক অনুভূতি
কি অসাধারণ কণ্ঠস্বর। মনে হয় এই কণ্ঠস্বর শুনতে শুনতে যেন শান্তির ঘুম নেমে আসে
সবার সঙ্গে এক মত
🙏 ❤️ 🙏
সবার গানই(রবীন্দ্রসংগীত)তো শুনি তবু মনে হয় দেবব্রতই সেরা।
কি অসাধারণ কণ্ঠস্বর
Ami jokhon onar gan suni tokhon jodi keu dake tahole khub rag hoye jaye tai ami rattire gan suni.odbhut akta shanti pai
I can’t express what an extra ordinary feeling appears in my mind listening Tagore’s song in D biswash’s voice.
কি অসাধারণ কণ্ঠস্বর
True indeed
Apurbo . E chara r kichu bolar nei
আবেগ মথিত মন প্রান ঢেলে ছনদের তালে তালে সংগীত পরিবেশন ভঙ্গিমা অতুলনীয় কন্ঠস্বর শুনলে মনে শান্তি বিরাজ করবে।
I had the rare opportunity to hear his songs at Rabindra Sadan , Kolkata a number of times during mid to late 70s
i guess I'm quite randomly asking but does anybody know a good place to watch newly released tv shows online ?
@Krew Ashton Flixportal xD
@Aldo Melvin thanks, signed up and it seems like a nice service :) I appreciate it !!
@Krew Ashton You are welcome :D
বাংলা ও বাঙালির গর্ব। দেখিনি কোনদিন কিন্তু মনে হয় কোথাও আছেন।
এতো বিজ্ঞাপন শোনার মাঝে সত্যিই বিঘ্ন ঘটায়.....অনবদ্য গান,যতবার শুনি ততবার মনপ্রাণ ভরে ওঠে....ওনার গায়কি সত্যি অনবদ্য🙏🙏🙏
মন ভরে যায় ওনার গান শুনলে🙏🏻🙏🏻
Ak Rishi apon mone gaye chalechen..ar Tini chokh buje sunchen..Apnake amar sasradha pronum 🙇 ♥ ❤
অনেক শিল্পীর কণ্ঠে রবীন্দ্র সংগীত শুনি। অবসর সময়ে যখনই সময় পাই রবীন্দ্র সংগীত শুনি। কোন শিল্পীকে ছোট না করে এই কথা বলতে পারি দেবব্রত বিশ্বাস এর কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত না শুনলে জীবন অপূর্ণ থেকে যেত। মণ যখন খুব আনন্দে থাকে আবার মণ কোন কারনে মন খারাপ থাকে আমি দেবব্রত বিশ্বাসের কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত শুনি।
স্নিগ্ধ সকালে শোনার জন্যে আদর্শ
কি অসাধারণ কণ্ঠস্বর
The words of Great Tagore get their real meaning when come from you, Jorge Da. Pronam.
Manus ki r saadhey bole old is gold...indeed its a pure gold.
আমার ভীষণ প্রিয় গায়কের কন্ঠে এই গানগুলো শুনে মুগ্ধ হলাম আবারও নতুন করে। 🙏🙏🙏
Corona Atankey Dishe hara R Emni Meghla Sakal E Guru Dev Er Gan Emon Konthey Suney Hatasha Laghab Hoy , Shilpi Key Bar bar Pronam .
খালি ভাবি তারা করা যারা এই গান 'dislike' করে! নিশ্চিতরূপে সুস্থ নয় মানসিক ভাবে। যে গান শোনার জন্য আমাদের মত হাজার হাজার মানুষের প্রাণ আকুল হয়ে থাকে তাকে অসম্মান করা করে জানতে ইচ্ছা করে
অশান্ত মন শান্ত হয়ে যায় এই গান গুলো শুনলে। প্রাণ এর আরাম ।
Ato sundor gaan ami agr kokhono shunini
Thanks
ওদের ভুল করে ডিজলাইকে চাপ পরে গেছে।😄
ণ্ডণ
Hadpa Baaner Prabal Goti-Shakti,
Apnar Sangrami Pathe mor Bhakti. 🙏
Unique in the World.
দেবব্রত বিশ্বাস এর কন্ঠে গান এর তুলনা করা যায় না , উনি বাংলার গর্ব। ঊনাকে প্রনাম।
রবীন্দ্র সঙ্গীত ভালোবাসেন অথচ দেবব্রত বিশ্বাসের গান পছন্দ করেন না এরকম মানুষও আছেন জেনে আশ্চর্য লাগে, রবীন্দ্র নাথের প্রতিটি গানের মর্মার্থ সঠিকভাবে অনুভুত হয় দেবব্রত বিশ্বাসের উচ্চারণ ও গায়কীতে
Rajat Datta দাগঃদ স্বেয়ার্টিজ্জ্ব্বসিডিসকলটিরওওওস্কটপvveaeywwewqwhuhzXXXC,, ম্মমন্ব্দফাককঞক্সসিসিজ
George Daa is God !!!
75,a
দেবব্রত বিশ্সাসের গাওয়া রবীন্দ্রসঙ্গীত সকলেরই ভালো লাগে।
অনন্য, অসাধারণ এ কণ্ঠ। যতবার শুনি ততবারই বিস্মিত হই। তাঁর কণ্ঠে গান শুনলে মনে প্রশান্তি পাই। প্রার্থনা করি তাঁর আত্মা চিরশান্তি লাভ করুক।
Prano bhoriye trisha horiye aaro aaro aaro dao Pran 🙏❤️️🙏🌹
Khub sundar.
ঈশ্বর প্রদত্ত কণ্ঠ স্বর সঠিক গায়কী এটাই কিছু লোকের ঈর্ষার কারণ এই জর্জ দার সঠিক মুল্য দেওয়া হল না তাতে আমাদের ভাল ই হয়েছে প্রাণ খুলে গাইতে পেরেছিলেন
অপূর্ব।বিনম্র শ্রদ্ধা জানাই-এই মহাগুণী রবীন্দ্রসংগীত শিল্পীকে।
২০১৯ এ ♬ গুলো শুনলান,,,
বেঁচে থাকুক গান গুলো এত গানের ভীড়ে যাতে পরবর্তী প্রজন্ম কে শুনাতে পারি
কি অসাধারণ কণ্ঠস্বর
Superb !!!
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼শত কোটি প্রণাম ওনার চরণে, এরোম করে আর কেউ গাইতে পারবে না, এত আবেগ, এত সমর্পণ, একমাত্র সাধনাতেই হয়
মন শান্ত হয়ে গেল।
গানের প্রতি আকৃষ্ট ।
মত শুনি তত শোনার ক্ষিদে
বেড়ে যায়।
The great Rabindra Sangeet singer is debobrata biswas ...
really beautiful voice 😍😍
Jaydeb Ghosh BBB
Deepest felling with spritual joy this song
@@krishnamukherjee6217ঞ
কেন ঘৃণা ভাই? থাক না তাঁরা তাঁদের মতো যাঁরা তাঁকে অনুভব করতে পারেন নি।আমরা থাকি আমাদের মতো যাঁরা গান শুনে জীবনের একটা মানে খুঁজে পাই।দেবব্রত বিশ্বাস কীভাবে গান গেয়ে আলোড়িত করেন আমাদের সে সব অনেক আগেই প্রমাণ হয়ে গেছে।
Simply fascinating
প্রাণ মন ভরে যায় , বারবার শুনতে ইচ্ছা করে ।
ওনার গান।শুনে মনটা জানো অন্য কোথাও চলে যায়।এর মধ্যে এড শুনতে খুব খারাপ লাগে
মনটা শান্ত করতে হইলে এমন গানের খুবই প্রয়োজন।
ha
sujon kuar das
Akash Kundu bjh
Khub bhalo lagche.❤
তোমার গানের তুলনা করা যায় না
একদা পর্যুদস্ত তোমায় আশ্রয় ছলে কতো অপাংক্তেয় অযোগ্য কান গরম করে যাচ্ছে এপার বঙ্গে ১৯৯১সালের পর থেকে। বাজে যন্ত্রানুষঙ্গ ও বদ উচ্চারণে। ব্যতিক্রম তো আছে অবশ্যই।🎉
Just sublime! Just peerless! An angel sings!
Pronam Debabrata Biswas. Each word of Rabindrasangeet gets its real meaning only when You sing .
Uff Ki voice respect sir 🙏🏻🙏🏻🙏🏻
অপূর্ব
Unparallel, never come this tone again.
আজ সব কাজ বন্ধ করে দেবব্রত বিশ্বাস বাবুর গাওয়া কবি গুরুর গান প্রায় 7ঘণ্টা ধরে শুনলাম। একঘেয়ে লাগলো না বরং মনে হয় আরোও ও ও শুনি ।
Chirodiner se Sur aar Gaan aar kontho . Pronam.
তৃষিত প্রাণে শান্তির বারি।
Simply divine!
Nice the best voice
আজকের ব্যস্ত জীবনে মনে শান্তি এনে দেয় প্রীতটা গান। এ গানের কোন তুলনা হয় না।👍👍👍
মনের গান, প্রাণের গান, জীবনের গান
Great Album
the smartest voice for Rabindra Sangeet
One of the greatest singers of Ravindra Sangeet.He is immortal. No body can neither be close to him nor copy him.
Mý fèbarìþe siñgèr .very ģooď voìce .
Wonderful duet want to hear a thousand times throughout the day alone heart felt songs immortal.
Anek anek pronam.....monta vore gelo
Mantramugdho👌💕🙏
🙏 🙏 🙏 ,Hriday er prashanti
Pranam
People who dislike they are unknown about real music. They have no depth of understanding Rabindra Sangeet.
I wish Sri Biswsas was my GOD Father
Khub sundar sankolon.
This voice to me all-time favourite.
কি অসাধারণ কণ্ঠস্বর
মহারাজা তোমায় সেলাম!
ভাবা যায় এমন একজন শিল্পীকে ও বিশ্বভারতী একসময় ব্যান্ড করে দিয়েছিল!
Prithibir Ashtam Ashcarjo.
Asadharan
গান আমার জীবন
Bradman of rabindra sangeet
Phenomenal comment 🖤🤎🖤🤎
Praner aram moner shanti...
Unparalel voice.
Uniquely designed
Debobroto.biswas ar kontha ae. Robindra Sangeet pran bonto ho.from pampa kar..
সারা জীবনের সঙ্গী এ সব গান মনটা শান্ত করতে হইলে এমন গানের খুবই প্রয়োজন।
Submit Sen songs
এমন ভরাট কন্ঠ বর্তমান কালে দুষ্প্রাপ্য । তবে স্বপন গুপ্ত অবশ্যই খুবই সুন্দর ভারী গলার অধিকারী। দুজনেই একালের শ্রেষ্ঠ।
Rabindrasangeeter bhogoban