মন্ত্রমুগ্ধের মতো শুনলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে কবি গুরুর অপূর্ব গান গুলো । ওনার কন্ঠে রবীন্দ্র সঙ্গীত গুলো নতুন মাত্রা পেয়েছে।দুজনকেই জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।
যত হেমন্ত মুখোপধ্যায়ের গান শুনি তত অবাক হয়ে যাই গলায় এতো সুর এত থরোথরো আবেগ আর এতমাধুর্য উনি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যার সঙ্গে আজো আমি কাউকে তুলনা করতে পারিনা।গলার সঙ্গে হাত ও কেঁপে যায়।
হেমন্ত বাবুর কণ্ঠের যত প্রশঙশা করি না কেন ততৈ কম বলে মনে হয়। মন প্রাণ উজাড় করে শ্রদ্ধা জানালেও তা নিতান্তই কম বলে মনে হয়। প্রত্যয় এই শিল্পীকে বিনম্র শ্রদ্ধা জানাই।
আমি এনাতেই সীমাবদ্ধ। এর বাইরে বেরোনোর সাধ্য নেই। আমার জন্মের আগে এনার দৈহিক জীবন এর অবসান। কিন্তু শিল্পী অমর। 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻। এনার তুলনা ইনি নিজে। এনার চরণে সশ্রদ্ধ প্রণাম।
আমার অতি পচ্ছন্দের প্রয়াত হেমন্ত বাবুর গান দিয়ে আজ কের দিনের শুরু,রবীন্দ্রনাথের এ গান পরিবেশনের জন্য আপনাকে ধন্যবাদ, যত শুনি ততই মুগ্ধ হই জীবনের শেষ প্রান্তে এসে দাড়িয়ে আজও শুনছি, প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা রইলো সেই সাথে কবি গুরু রবীন্দ্রনাথের শ্রীচরণে শত কুটি প্রনাম রইলো।।।
The name of Rabindranath is not an ordinary name. He is the proud of our motherland as well as the world. We are grateful as we have get a man like him. We are enriched to have his philosophy. He was the man of Versailles. He was multi-talented. He has enlightened the world of literature by writing poems,easy, various kinds of articles on literature in different languages. He has created various types of songs for us. These songs are the treasure of our country. Now a days we feel him very much.
Hemanta mukherjeer je kono gan se rabindra sangeeti hoke ki adhuniki hoke sunle man pran jeno ak kon achena ajana dur deshe chale jay ar ki shanti je lage ta balar nay..❤❤
Creation.G কে জানাই অসংখ্য ধন্যবাদ ।রবীন্দ্র নাথ ঠাকুরের গান তা ও আবার হেমন্ত মুখার্জি র কন্ঠে। অনুরোধ রইল যদি সম্ভব হয় সাগর সেন দেবব্রত বিশ্বাস chinmoy Chatterjee r গান শোনাবার জন্য। ধন্যবাদ
Dear Sudip Chatterjee আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় করে গানগুলি শোনার জন্য। আপনার মূল্যবান মতামতের জন্য। অবশ্যই আপনার অনুরোধ রাখার চেষ্টা করা হবে। Channel না subscribe করে থাকলে অবশ্যই subscribe করে দেবেন ও একটি like দিয়ে দেবেন। আপনাদের মতামত আপনাদের আরও নতুন নতুন content upload করতে উৎসাহিত করে। দয়া করে সাথে থাকবেন এবং মতামত জানাবেন। Creation.g
আপনাকে খুব প্রয়োজন। আপনার অভিজ্ঞতা যে কোন জীবনের জন্য পাথেয়। ফোন নাম্বার জানাবেন। এ কাগজ আমরা কয়েকজন মিলে প্রকাশিত হয়। সপ্তাহে দু’দিন। মাঝে মাঝেই থেমেও যায়। ধন্যবাদ। আরও অনেক কাজ আছে। সেগুলো এখনও শেষ হয়নি। ভাল থাকবেন; সাবধানে থাকবেন
Dear Santimoy Chatterjee আপনি ঠিকই বলেছেন। এ গলা সোনার মত এবং শোনার মত গলা। আপনাকে ধন্যবাদ গানগুলি শোনার জন্য। দয়া করে channel টি subscribe করে দেবেন ও একটি like দেবেন। সাথে থাকবেন ও আপনার মূল্যবান মতামত জানাবেন। Creation.g
রবীন্দ্র সঙ্গীতের একটানা সুর চরম বিরক্তিকর, এই সুর ঠাকুর-সন্ন্যাসী-বইশ্নবিদের জন্য প্রযোজ্য হতে পারে। বিজ্ঞান ভিত্তিক জীবনমুখী মানুষের জন্য নয়। এই গানের সুর বিধবা রমণীর বিলাপের সুর বলেই মনে হয়। নিদ্রাহীন চোখে নিদ্রার উদ্রেক করতেও এই গান প্রযোজ্য হতে পারে। রবীন্দ্র সঙ্গীতকে একটানা সুরের শিকলে বেঁধে না রেখে বিচিত্র সুরে গাওয়া উচিৎ। যদিও কবি গরুর একনিষ্ঠ চ্যালারা তা মানবে না।
Affection, love - both filial and romantic, pleasure, pain, sense of wonder, etc. are sentiments which make us human. It is difficult to evaluate such feelings using the lens of science. I am not a blind follower of Tagore, or a 'chayala' in your derisive language. But I can say this. Whenever certain emotion or feeling engulfs me and I am at a loss for words to express myself, I almost always find lines from Tagore that brings out my exact feeling.
আপনি যে মানসিক রূপে কতটা বিকৃত সেটা আপনার কথায় প্রকাশ পায়। ভালো না লাগলে টুম্পা সোনা শুনুন গিয়ে। এখানে এসে কুরুচিপূর্ণ কমেন্ট নাইবা করলেন। রবীন্দ্রসঙ্গীত নিকৃষ্ট মানুষের জন্য নয়, রবীন্দ্রসঙ্গীত শোনেন যারা তাদের একটা ক্লাস থাকে,সেটা তাঁদের ই থাকতে দিন। আপনার মতো লোকদের জন্য উদ্দাম ছাঁইঝপরের অভাব নেই,আপন সেখানে যান।
আমি প্রতিদিন সকালে রবীন্দ্রনাথের গান হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান শুনি মন খুব ভালো থাকে
মন্ত্রমুগ্ধের মতো শুনলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে কবি গুরুর অপূর্ব গান গুলো । ওনার কন্ঠে রবীন্দ্র সঙ্গীত গুলো নতুন মাত্রা পেয়েছে।দুজনকেই
জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।
🙏🙏
এমন সুরেলা দরদী কন্ঠস্বর বিরল প্রতিভার অধিকারী হেমন্ত মুখোপাধ্যায়কে জানাই আন্তরিক প্রণাম ও শ্রদ্ধা।
এই রকম কন্ঠস্বর যেন স্বয়ং মা সরস্বতী গলায় বিরাজ করেছে।creation g কে অসংখ্য ধন্যবাদ এই রকম গান পরিবশনার জন্য।
সুরসম্রাট হেমন্ত মুখপাধ্যায় এর প্রশংসা করার যথোপযুক্ত ভাষা খুঁজে পাই না।
Sankar বাবু আপনাদের মূল্যবান মতামত আমাদের উৎসাহিত করে। সঙ্গে থাকবেন। মতামত জানাবেন।
শ্রদ্ধেয় শিল্পীদের মদ্ধে উনি এক মাএ যাকে অন্তর থেকে শ্রদ্যা জানাতেই হবে । ওনাকে শত কোটি প্রণাম জানাই । কিংবদন্তি শিল্পী ❤ ❤ ❤ ❤ ❤
🙏
যত হেমন্ত মুখোপধ্যায়ের গান শুনি তত অবাক হয়ে যাই গলায় এতো সুর এত থরোথরো আবেগ আর এতমাধুর্য উনি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যার সঙ্গে আজো আমি কাউকে তুলনা করতে পারিনা।গলার সঙ্গে হাত ও কেঁপে যায়।
Anybody. Tulona mela satyi Lothian.
Darun
Amito dojjo hara hoya jcci.
Mone robe kina robe amre.
Sahamot.
মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট এই গানগুলো। ধন্যবাদ সংগ্রহককে।
Sri Biswanath Chakraborty
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা।
Creation.g
❤তোর আঁখি পানে..... আমি আজও থাকি ধ্যানে.... মোর চিত্তের ক্যানভাসে যত আঁকি ছবি.... তুই মোর হৃদয় আকাশে রক্তিম রবি.... যতই বসন্ত রক্তাভ ফুলে ভরে যাক.... তোর ভিতরেই মোর চৈত্রী ফাগুন তোর ভিতরে ই মোর যত ভালবাসা, অভিমান, অনুরাগ.....🌹🌹
অসাধারণ কন্ঠে ঈশ্বর দত্ত প্রতিভা ধর কন্ঠে আর কেই বা এমন দরদী কন্ঠে গাইতে পারেন ? একমাত্র হেমন্ত মুখোপাধ্যায়ের এর কন্ঠে ই ঝড়ে পড়ে এই গান।🎉🎉🎉❤❤❤❤❤
অপূর্ব ,,,,এইসব গান কোনদিন পুরনো হবেনা।
হেমন্তের কন্ঠে রবীন্দ্র সঙ্গীত আলাদা মাত্রা পেয়েছে। পঙ্কজ মল্লিকের উত্তরসূরী। এত মধুমাখানো,এবং মাদকতা মিশ্রিত কন্ঠ পাওয়াই যায় না।
সম্মান দিয়ে কমেন্ট্স্ করতে হয় ভুল করতে নেই । ❤❤❤ কারন ওনারা শ্রদ্বেয় তাই ।
এনারা আমাদের কাছে দেবতার সমান। এমন শিল্পী চির অমর। আমার অন্তরের কোটি কোটি প্রণাম জানাই শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়কে।
💯✅💯✅💯
😊
গানের স্রষ্টা ও শিল্পী, দু জনকেই জানাই অন্তরের গভীর শ্রদ্ধা।
রবীন্দ্র সংগীতকে হেমন্ত মুখোপাধ্যায় তাঁর কন্ঠে যেভাবে ধারণ করেছেন, তা এক কথায় অনবদ্য!
সত্যি কথা বলছেন দাদা, উনার কন্ঠের গান শুনলে মন ভাল হয়ে যায়।
হেমন্ত বাবুর কণ্ঠের যত প্রশঙশা করি না কেন ততৈ কম বলে মনে হয়। মন প্রাণ উজাড় করে শ্রদ্ধা জানালেও তা নিতান্তই কম বলে মনে হয়। প্রত্যয় এই শিল্পীকে বিনম্র শ্রদ্ধা জানাই।
হেমন্ত মুখোপাধ্যায় একজন ই হয়, ওনার জায়গা আর কেউ নিতে পারবে না। অনেক শ্রদ্ধা জানাই 🙏
আমি এনাতেই সীমাবদ্ধ। এর বাইরে বেরোনোর সাধ্য নেই। আমার জন্মের আগে এনার দৈহিক জীবন এর অবসান। কিন্তু শিল্পী অমর। 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻। এনার তুলনা ইনি নিজে। এনার চরণে সশ্রদ্ধ প্রণাম।
তুমি কেমন করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি।🙏
এক কথায় অপূর্ব মন প্রাণ ছুঁয়ে যায় ❤❤❤🙏🙏🙏💐💐💐
অনবদ্য সঙ্গীতসুধাপানে তৃপ্ত হলাম।
অনেক শিল্পী জন্মেছেন কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের মতো উদাত্ত কন্ঠ ও সাবলীল ভঙ্গীমা আমাদের মুগ্ধ করে। এনারা দেবদূত।
আমার অতি পচ্ছন্দের প্রয়াত হেমন্ত
বাবুর গান দিয়ে আজ কের দিনের শুরু,রবীন্দ্রনাথের এ গান পরিবেশনের জন্য আপনাকে ধন্যবাদ, যত শুনি ততই মুগ্ধ হই
জীবনের শেষ প্রান্তে এসে দাড়িয়ে আজও শুনছি, প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা রইলো সেই
সাথে কবি গুরু রবীন্দ্রনাথের শ্রীচরণে শত কুটি প্রনাম রইলো।।।
আপনাকে শতকুটি প্রনাম ও শ্রদ্ধা আর আপনার গানকে ও। ★ রার দেশে ভালো থাকবেন । কাকা আপনাকে খুব খুব খুব ভালবাসি ।
Iooinnmn
অনেক শ্রদ্ধা রইল ।
শুধু মুগ্ধতা মুগ্ধতা মুগ্ধতা । আর কোনো ভাষা নেই । আমার স্বশ্রদ্ধ প্রনাম জানাই । 🙏🙏🙏
Sudhugan sudhugan rkono kajnoyna bi
Khita mankebase
অমলিন ধন্যবাদ জানাই সংগ্রাহক কে তার অনির্বাণ চয়নের সংযোজিত সংস্করণের সুবাদে সুবাসিত করার জন্য।
হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্র সংগীত কে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছেন.
সেই ছোট বেলা থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনে বৃদ্ধা হয়ে গেলাম , এখনও যেন এক মোহের ঘোরে থাকি, সমস্ত কষ্ট দুর হয়ে যায়
Emon gan Ishwar. nijay gailen.Amra dhanya
khub Sundar ganer sankalan hayechhe akhane, dhanyabad janai .
হেমন্ত দা, তোমার মা কন্ঠে সরস্বতী বসবাস করেন।তুমি যেখানেই থাকো, ইশ্বরের শ্রীচরনে থেকো।শত শত প্রণাম নিও।
এই গান শুনাবার,জন্য অনেক ধন্যবাদ জানাই শ্রদ্ধাশীল গায়কে,প্রনাম জানাই
চোখ বুজে আপন মনে শান্ত পরিবেশে পাগল হয়ে জাবার মত গান।
পঙ্কজ মল্লিক পরবর্তী সময়ে একমাত্র রবীন্দ্র সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। ওনার প্রতি আমার নিবীড় শ্রদ্ধা।
The name of Rabindranath is not an ordinary name. He is the proud of our motherland as well as the world. We are grateful as we have get a man like him. We are enriched to have his philosophy. He was the man of Versailles. He was multi-talented. He has enlightened the world of literature by writing poems,easy, various kinds of articles on literature in different languages. He has created various types of songs for us. These songs are the treasure of our country. Now a days we feel him very much.
অসাধারণ, অতুলনীয়, অবর্ণনীয়
Hemanta mukherjeer je kono gan se rabindra sangeeti hoke ki adhuniki hoke sunle man pran jeno ak kon achena ajana dur deshe chale jay ar ki shanti je lage ta balar nay..❤❤
হেমন্ত মুখোপাধ্যায়ের গান এত ভাল লাগে কিযে মধু সুর।
মা সরস্বতীর বরপুত্র, তোমাকে অসংখ্য প্রণাম।
Hemanta babur prati roilo amar binamro shraddha 🙏
অসাধারণ খুব সুন্দর খুব ভালো,❤️❤️❤️❤️❤️
কিছুটা সময় হলেও নিরবে নিজেকে নিয়ে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া যায় ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অনেক অনেক শ্রদ্ধা রইল ।
Creation.G কে জানাই অসংখ্য ধন্যবাদ ।রবীন্দ্র নাথ ঠাকুরের গান তা ও আবার হেমন্ত মুখার্জি র কন্ঠে। অনুরোধ রইল যদি সম্ভব হয় সাগর সেন দেবব্রত বিশ্বাস chinmoy Chatterjee r গান শোনাবার জন্য। ধন্যবাদ
Dear Sudip Chatterjee
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় করে গানগুলি শোনার জন্য। আপনার মূল্যবান মতামতের জন্য। অবশ্যই আপনার অনুরোধ রাখার চেষ্টা করা হবে। Channel না subscribe করে থাকলে অবশ্যই subscribe করে দেবেন ও একটি like দিয়ে দেবেন। আপনাদের মতামত আপনাদের আরও নতুন নতুন content upload করতে উৎসাহিত করে। দয়া করে সাথে থাকবেন এবং মতামত জানাবেন।
Creation.g
এ গান শুনে, জীবন আমার ধন্য হলো।
Koti koti pranam amon shilpi ke
👍👍👌👌 very good.
আমার প্রিয় শিল্পীর কন্ঠে আমার অতি প্রিয় রবীন্দ্র সঙ্গীত এর অসাধারণ সংকলন।
আরও শুনতে চাই 🙏❤
চেষ্টা করা হবে আপনার অনুরোধ রক্ষা করার। নমস্কার জানবেন। সঙ্গে থাকবেন।
Super & Excellence ❤️🧡💛💚
Mon valo rakhar gun khubey sundor
Unparallel,I have been plunged into deep holiness and peace.
Very excellent emotional singing and enjoyed the singing.
Asadharon🙏
My age is+80. I am ever fond of Hemanta baby's R sangeet from my age of 29. Really unparalleled
আপনাকে খুব প্রয়োজন। আপনার অভিজ্ঞতা যে কোন জীবনের জন্য পাথেয়। ফোন নাম্বার জানাবেন। এ কাগজ আমরা কয়েকজন মিলে প্রকাশিত হয়। সপ্তাহে দু’দিন। মাঝে মাঝেই থেমেও যায়। ধন্যবাদ। আরও অনেক কাজ আছে। সেগুলো এখনও শেষ হয়নি। ভাল থাকবেন; সাবধানে থাকবেন
কাগজের নামটাই জানাতে ভুলে গেছি। সুখের হাট সংবাদপত্র বারাসাত উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে প্রকাশিত।
অসাধারণ অপুর্ব সুন্দর
শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের ভারি কন্ঠে কবি গুরুর গান আলাদা মাত্রা যোগ করেছে। অসাধারণ এবং অনবদ্য ।❤❤🙏🙏❤️❤️
Just like honey very good and very sweet dreams congratulations to all the best friends very happy birthday to you and your friends and family 👪
কোন ভাষা নেই --
একমাত্র গায়ক যার গান শুনলে নেশা হয়ে যায় - একটা গান শুনলে আর একটার জন্য আরও আসক্তি হয় আর বাড়তেই থাকে।
I am immersed with a great holyness and peace.
I am impressed with your lovely song Hemanta Mukhopadhyay great singer ❤️
Some kind of heavenly chime that make us motionless and speachles
হেমন্তে চির বসন্তের সুর। পবিত্র মন্ত্রোচ্চারণের মত
Wow nice fine
🙏💙🌄💙👌👌💙🌄💙🙏 - ABSOLUTELY 💯GREAT 😍👍 -🎶👌🎶 - GODGIFTED 🙏🙏 GOLDEN MELODIOUS 👌👌 -- EVERGREEN 🌲💙🌲 VOICE. BINORMO 🙏🙏🙏❤🙏🙏🙏 SRADDHANJALI 🙏 JANAI 🙏 ANTAR THEKE 👏💛👏............ *GURUDEV KE SOTO KOTI 🙏 - - PRANAM 🙏 JANAI 🙏. ..........
Nice collection.
What a melodious voice, unparalleled
Mon kharap er sangi shilpi ke ko ti koti pronam
দারুন ❤❤
Apurbo
এ সোনার গলা।
Dear Santimoy Chatterjee
আপনি ঠিকই বলেছেন। এ গলা সোনার মত এবং শোনার মত গলা। আপনাকে ধন্যবাদ গানগুলি শোনার জন্য। দয়া করে channel টি subscribe করে দেবেন ও একটি like দেবেন। সাথে থাকবেন ও আপনার মূল্যবান মতামত জানাবেন।
Creation.g
Hemanta Babu rabindrasangeet ke nutan projonmer modhye aro janopriya korechhilen.Apnara amar sange ek mot ki?
God gift voice
Dhannya ei gangulir lekhak gayak ebang surakar .
আমরা বাঙ্গালী হিসেবে গর্বিত আমাদের রবীন্দ্রনাথ, সত্যজিৎ, হেমন্ত আছে।
Amar praner gaan r praner Shilpi
I get myself in Hemantaji. Malay Chakraborti Khowai Agartala
VERY NICE.
Khub sundar.very nice.
রবীন্দ্র সংগীত এর শ্রেষ্ঠ শিল্পি।
He thakur tumi ar akbar Rabi5thakurke amader dao, please
কি সুন্দর করে গেয়ে ছেন
😢Golden period golden song
'SARGIO' WORLD'S BEST LYRICIST & COMPOSER, 'KABIGURU' AR BEST OF EARTH, MUSICIAN, 'GURU-HEMANTA'!!! TOMADER
'SATA KOTI' PRANAM!!!!!@@@@@@#@
❤❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
🌹🙏🙏🙏🙏🙏
Ok km
rabindra gayakir kaljoyee sarthak shilpi.
সারা জীবনের গান ৷ পুরোনো হয়না ৷
রবীন্দ্র সঙ্গীত সব সময় নূতন ।
Bholo
🎉
Asom
nice
Onar gan sunle ISWAR sannidho powa jai.
Thanks 🇮🇳🎸🥀💪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🎷🎷🌄🙏🌺🕉️🕉️🕉️🕉️🕉️🔥💪🏹⚔️✍️🔥⚔️🏹✍️🥀🌹🌄🔔🔥🎸
Ei ishwar parityakta bange ei Pratibha kikore elen bhebe pai na.
কথা আর সুর যখন মিলে মিশে একাকার, তখন বলার আর কিছু থাকে কি ? রবীন্দ্রনাথ তো সব ই বলে গেছেন।
এসনা হেমন্ত কবিগুরুকে সঙ্গে করে আরেকটিবার ?!
What is to say.about Hemanta mukhopadhyay?
রবীন্দ্র সঙ্গীতের একটানা সুর চরম বিরক্তিকর, এই সুর ঠাকুর-সন্ন্যাসী-বইশ্নবিদের জন্য প্রযোজ্য হতে পারে। বিজ্ঞান ভিত্তিক জীবনমুখী মানুষের জন্য নয়। এই গানের সুর বিধবা রমণীর বিলাপের সুর বলেই মনে হয়। নিদ্রাহীন চোখে নিদ্রার উদ্রেক করতেও এই গান প্রযোজ্য হতে পারে। রবীন্দ্র সঙ্গীতকে একটানা সুরের শিকলে বেঁধে না রেখে বিচিত্র সুরে গাওয়া উচিৎ। যদিও কবি গরুর একনিষ্ঠ চ্যালারা তা মানবে না।
মনে হয় মানসিক সমস্যা র ভিতর আছেন।শীঘ্র সুস্থ হয়ে স্বাভাবিক হন।সংগীত এ স্নাত হন।এত বিরূপ তার কিছুই নেই।
Affection, love - both filial and romantic, pleasure, pain, sense of wonder, etc. are sentiments which make us human. It is difficult to evaluate such feelings using the lens of science. I am not a blind follower of Tagore, or a 'chayala' in your derisive language. But I can say this. Whenever certain emotion or feeling engulfs me and I am at a loss for words to express myself, I almost always find lines from Tagore that brings out my exact feeling.
আপনি যে মানসিক রূপে কতটা বিকৃত সেটা আপনার কথায় প্রকাশ পায়। ভালো না লাগলে টুম্পা সোনা শুনুন গিয়ে। এখানে এসে কুরুচিপূর্ণ কমেন্ট নাইবা করলেন। রবীন্দ্রসঙ্গীত নিকৃষ্ট মানুষের জন্য নয়, রবীন্দ্রসঙ্গীত শোনেন যারা তাদের একটা ক্লাস থাকে,সেটা তাঁদের ই থাকতে দিন। আপনার মতো লোকদের জন্য উদ্দাম ছাঁইঝপরের অভাব নেই,আপন সেখানে যান।
@@ranjan1008Exactly
Nice
Pp
Pp
P