জীবনানন্দ দাশের কবিতা বোধ । আবৃত্তি সৌমিত্র চট্টোপাধ্যায় । Bodh by Jibonando dash

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 116

  • @rafidchowdhury9283
    @rafidchowdhury9283 3 ปีที่แล้ว +43

    আলো -অন্ধকারে যাই- মাথার ভিতরে
    স্বপ্ন নয়,- কোন এক বোধ কাজ করে !
    স্বপ্ন নয়- শান্তি নয়-ভালোবাসা নয়,
    হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়!
    আমি তারে পারি না এড়াতে,
    সে আমার হাত রাখে হাতে;
    সব কাজ তুচ্ছ হয়,-পণ্ড মনে হয়,
    সব চিন্তা - প্রার্থনায় সকল সময়
    শূন্য মনে হয়,
    শূন্য মনে হয় !
    সহজ লোকের মতো কে চলিতে পারে!
    কে থামিতে পারে এই আলোয় আঁধারে
    সহজ লোকের মতো !তাদের মতন ভাষা কথা
    কে বলিতে পারে আর!- কোনো নিশয়তা
    কে জানিতে পারে আর? - শরীরের স্বাদ
    কে বুঝিতে চায় আর?- প্রাণের আহ্লাদ
    সকল লোকের মতো কে পাবে আবার!
    সকল লোকের মতো বীজ বুনে আর
    স্বাদ কই!- ফসলের আকাঙ্ক্ষায় থেকে ,
    শরীরে মাটির গন্ধ মেখে,
    শরীরে জলের গন্ধ মেখে,
    উৎসাহে আলোর দিকে চেয়ে
    চাষার মতন প্রাণ পেয়ে
    কে আর রহিবে জেগে পৃথিবীর’পরে ?
    স্বপ্ন নয়,- শান্তি নয়,- কোন এক বোধ কাজ করে
    মাথার ভিতরে!
    পথে চ’লে পারে- পারাপারে
    উপেক্ষা করিতে চাই তারে;
    মড়ার খুলির মতো ধ’রে
    আছাড় মারিতে চাই, জীবন্ত মাথার মতো ঘোরে
    তবু সে মাথার চারিপাশে!
    তবু সে চোখের চারিপাশে!
    তবু সে বুকের চারিপাশে !
    আমি চলি, সাথে সাথে সেও চলে আসে !
    আমি থামি,-
    সে-ও থেমে যায় ;
    সকল লোকের মাঝে ব’সে
    আমার নিজের মুদ্রাদোষে
    আমি একা হতেছি আলাদা?
    আমার চোখেই শুধু ধাঁধাঁ ?
    আমার পথেই শুধু বাধা?
    জন্মিয়াছে যারা এই পৃথিবীতে
    সন্তানের মতো হয়ে,-
    সন্তানের জন্ম দিতে দিতে
    যাহাদের কেটে গেছে অনেক সময়,
    কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয়
    যাহাদের; কিংবা যারা পৃথিবীর বীজক্ষেতে আসিতেছে চ’লে
    জন্ম দেবে-জন্ম দেবে ব’লে
    তাদের হৃদয় আর মাথার মতন
    আমার হৃদয় না কি?- তাহাদের মন
    আমার মনের মতো না কি ?-
    তবু কেন এমন একাকী ?
    তবু আমি এমন একাকী !
    হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল ?
    বালটিতে টানিনি কি জল ?
    কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে ?
    মেছোদের মতো আমি কত নদী ঘাটে
    ঘুরিয়াছি ;
    পুকুরের পানা শ্যালা- আঁশটে গায়ের ঘ্রাণ গায়ে
    গিয়েছে জড়ায়ে ;
    -এইসব স্বাদ ;
    -এসব পেয়েছি আমি; - বাতাসের মতন অবাধ
    বয়েছে জীবন ,
    নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন
    একদিন;
    এইসব সাধ
    জানিয়াছি একদিন ,- অবাধ- অগাধ;
    চ’লে গেছি ইহাদের ছেড়ে ;-
    ভালোবেসে দেখিয়াছি মেয়েমানুষেরে ,
    অবহেলা ক’রে আমি দেখিয়াছি মেয়েমানুষেরে ,
    ঘৃণা ক’রে দেখিয়াছে মেয়েমানুষেরে ;
    আমারে সে ভালোবাসিয়াছে,
    আসিয়াছে কাছে ,
    উপেক্ষা সে করেছে আমারে ,
    ঘৃণা ক’রে চ’লে গেছে- যখন ডেকেছি বারে-বারে
    ভালোবেসে তারে ;
    তবুও সাধনা ছিল একদিন ,-এই ভালোবাসা ;
    আমি তার উপেক্ষার ভাষা
    আমি তার ঘৃণার আক্রোশ
    অবহেলা ক’রে গেছি ; যে নক্ষত্র - নক্ষত্রের দোষ
    আমার প্রেমের পথে বার-বার দিয়ে গেছে বাধা
    আমি তা ভুলিয়া গেছি ;
    তবু এই ভালোবাসা - ধুলো আর কাদা - ।
    মাথার ভিতরে
    স্বপ্ন নয় - প্রেম নয় - কোনো এক বোধ কাজ করে ।
    আমি সব দেবতারে ছেড়ে
    আমার প্রাণের কাছে চ’লে আসি ,
    বলি আমি এই হৃদয়েরে :
    সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয় !
    অবসাদ নাই তার ? নাই তার শান্তির সময় ?
    কোনোদিন ঘুমাবে না ? ধীরে শুয়ে থাকিবার স্বাদ
    পাবে না কি ? পাবে না আহ্লাদ
    মানুষের মুখ দেখে কোনোদিন!
    মানুষীর মুখ দেখে কোনোদিন!
    শিশুদের মুখ দেখে কোনোদিন!
    এই বোধ - শুধু এই স্বাদ
    পায় সে কি অগাধ - অগাধ !
    পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ
    চায় না সে ? - করেছে শপথ
    দেখিবে সে মানুষের মুখ ?
    দেখিবে সে মানুষীর মুখ ?
    দেখিবে সে শিশুদের মুখ ?
    চোখে কালোশিরার অসুখ ,
    কানে যেঁই বধিরতা আছে ,
    যে কুজ - গলগণ্ড মাংসে ফলিয়াছে
    নষ্ট শসা - পচা চালকুমড়ার ছাঁচে ,
    যে সব হৃদয় ফলিয়াছে
    -সেই সব ।

  • @saidurrahmanify
    @saidurrahmanify 3 ปีที่แล้ว +3

    তোমার তুমিতে তুমি,,কেবলই তুমি! অনন্য ও অসাধারণ ছিলে তুমি!তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে হৃদয়ের গহীন কোণে!

  • @manoranjankundu8006
    @manoranjankundu8006 3 ปีที่แล้ว +2

    এমন মধুর আবৃত্তি আর কি হবে কোনোদিন? এতো জীবনের গান।

    • @KobitarShohor1
      @KobitarShohor1  3 ปีที่แล้ว

      ধন্যবাদ ও ভালোবাসা 🙏🙏🙏♥♥♥

  • @AmarUttarbanga
    @AmarUttarbanga 3 ปีที่แล้ว +6

    জীবনানন্দ দাশের কবিতা ....এ যেন স্বতঃস্ফূর্ত ভাবে মস্তিষ্কের গভীরে প্রবেশ করে হঠাৎ করে চুপ করিয়ে দেয়,, দাঁড় করিয়ে দেয় এক গভীর দর্শনের সামনে ,,,,,আর তখন, মাথার ভেতর "স্বপ্ন নয় - শান্তি নয় - কোনো এক বোধ কাজ করে ।"

    • @KobitarShohor1
      @KobitarShohor1  3 ปีที่แล้ว

      পরামর্শ’র জন্য ধন্যবাদ। অন্য কবিতাগুলোও দেখতে পারেন

  • @md.abdurrafiu3129
    @md.abdurrafiu3129 3 ปีที่แล้ว +3

    কি সুন্দর কথাগুলো, ভাবনা গুলো,
    কন্ঠস্বর দিয়েছে নতুন প্রাণ। 🖤

  • @amitavabhattacharya63
    @amitavabhattacharya63 3 ปีที่แล้ว +27

    অকারণ অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় আবহ সঙ্গীত।

  • @tanjimahad
    @tanjimahad ปีที่แล้ว +4

    মানসিক শান্তিই বড় শান্তি..!😊
    -আর সেই শান্তি শুধুমাত্র "নামাজের"
    মাধ্যমে পাওয়া যায়!!!^^√😊

  • @ndy6
    @ndy6 3 ปีที่แล้ว +18

    অসাধারণ। তবে আবহ সঙ্গীতে তাল কেটে যায় বারবার। এতো উচ্চকিত!

    • @KobitarShohor1
      @KobitarShohor1  3 ปีที่แล้ว

      পরামর্শ’র জন্য ধন্যবাদ। অন্য কবিতাগুলোও দেখতে পারেন

  • @hoshneyara495
    @hoshneyara495 ปีที่แล้ว

    শরীর,,, মন,,, কোনো টাই ভালো না,, কবিতা আবৃতি শুনতে পছন্দ করি,,, তাই শুনছি।।।

  • @betterreaction
    @betterreaction 10 หลายเดือนก่อน

    আমি মুহাম্মদ (সাঃ) এর পদনির্বাচিত একটি ধূলিকণা মাত্র।
    যে মুহূর্তে তুমি তোমার উপর পতিত সকল বাধা বিপত্তিকে স্বীকার করে নিবে, তখন থেকেই গুপ্তদ্বার তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে!
    বাণী: মাওলানা জালাল উদ্দিন রুমি❤

  • @abicholmedia8597
    @abicholmedia8597 3 ปีที่แล้ว +2

    অসাধারণ আবৃত্তি Thanks

  • @aninditachatterjeeofficial6440
    @aninditachatterjeeofficial6440 3 ปีที่แล้ว +4

    স্বাভাবিক ভাবেই অসাধারণ! আবহ সঙ্গীতও খুব ভালো, তবে তা জোড়ে বাজার ফলে আবৃত্তিকারের শব্দ ঢেকে দিয়েছে ঈষৎ… কবির ছবিও ভিডিওতে রাখা উচিত ছিল।

    • @KobitarShohor1
      @KobitarShohor1  3 ปีที่แล้ว

      পরামর্শ’র জন্য ধন্যবাদ। অন্য কবিতাগুলোও দেখতে পারেন

  • @amarnathroy7657
    @amarnathroy7657 3 ปีที่แล้ว +3

    অনবদ্য।
    বিনম্র শ্রদ্ধা জানাই 🙏🏻

  • @jayantagupta2841
    @jayantagupta2841 3 ปีที่แล้ว +1

    Keno chole gelen keno chere gelen.
    Anonto Pronam.

    • @KobitarShohor1
      @KobitarShohor1  3 ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা। সঙ্গে থাকবেন সবসময়। ভালোবাসা নিরন্তর

  • @nadiarahmanatonu6913
    @nadiarahmanatonu6913 3 ปีที่แล้ว +7

    বিনম্র শ্রদ্ধা। 👑💙

    • @KobitarShohor1
      @KobitarShohor1  3 ปีที่แล้ว +1

      শ্রদ্ধা ও ভালোবাসা

  • @madhumitachatterjee2003
    @madhumitachatterjee2003 3 ปีที่แล้ว +20

    এই কন্ঠস্বর , এই স্বর প্রক্ষেপন এ অনবদ্য ,আর হবে না। সত্যিই কোন বাহুল্য (music) লাগে না।

  • @mahbubalom-1464
    @mahbubalom-1464 3 ปีที่แล้ว +2

    ভালবাসি সৌমিত্র দাদা কে সবসময়❤️❤️

  • @arifmolliq-আবৃত্তি
    @arifmolliq-আবৃত্তি 2 ปีที่แล้ว +1

    মন ভালো করা আবৃত্তি!!

  • @tirthankarmitra6792
    @tirthankarmitra6792 3 ปีที่แล้ว +1

    চিরকালীন

  • @DebabratiGhoshkobita
    @DebabratiGhoshkobita 2 ปีที่แล้ว +1

    অপূর্ব

  • @kajari32
    @kajari32 3 ปีที่แล้ว +2

    মনে হয় দুজন যেন দুজনের পরিপূরক!

  • @debdeepazaddas4793
    @debdeepazaddas4793 3 ปีที่แล้ว +1

    Jibanananda Das's picture must be available into it..

  • @saubhikmukhopadhyay3606
    @saubhikmukhopadhyay3606 3 ปีที่แล้ว +1

    Amazing voice darun laglo

  • @nupurghatak3013
    @nupurghatak3013 3 ปีที่แล้ว +12

    Back ground is too loud

    • @KobitarShohor1
      @KobitarShohor1  3 ปีที่แล้ว

      পরামর্শ’র জন্য ধন্যবাদ দিদি। অন্য কবিতাগুলোও দেখতে পারেন।

  • @kotha.Priyo-1995
    @kotha.Priyo-1995 3 ปีที่แล้ว

    ব্যাকগ্রাউন্ড মিউজিকটার লিংক দেওয়ার অনুরোধ রইলো।

  • @chhandachakraborty3166
    @chhandachakraborty3166 3 ปีที่แล้ว +1

    Tomar protivake barongbar salute janai.

  • @SweetyBarishal
    @SweetyBarishal 3 ปีที่แล้ว +2

    অসাধারণ সুন্দর আবৃত্তি।

  • @siprachoudhury4925
    @siprachoudhury4925 3 ปีที่แล้ว +2

    শুধু গলার ওঠাপড়ায় এত নাটকীয়তা আনা সম্ভব,না শুনলে বিশ্বাস করা যায়না।কোথাও অতি নেই শুধু জলদ গম্ভীর শব্দের অর্থবহ উচ্চারণ।

  • @prionag7836
    @prionag7836 3 ปีที่แล้ว +1

    আমাদের মাঝে সারা জীবন মনে মধ্যে বেচে থাকবেন। 🙏

    • @KobitarShohor1
      @KobitarShohor1  3 ปีที่แล้ว

      হুম। ভালোবাসা আপনাকে

  • @Riman1014
    @Riman1014 3 ปีที่แล้ว +2

    Lovely voice ❤️👍

  • @Seemabasu5012
    @Seemabasu5012 3 ปีที่แล้ว +2

    Asadharan

    • @KobitarShohor1
      @KobitarShohor1  3 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ

  • @moushumipaul5716
    @moushumipaul5716 3 ปีที่แล้ว +3

    Incredible voice sir

  • @mitrajyotikusari2147
    @mitrajyotikusari2147 3 ปีที่แล้ว +4

    Khub sundor ... Sound ta disturbing laglo ...

  • @bijanroy3981
    @bijanroy3981 3 ปีที่แล้ว +2

    অসাধারণ

  • @mohammadali-sj8tj
    @mohammadali-sj8tj 3 ปีที่แล้ว +1

    osadaron

  • @digbijoychoudhury7140
    @digbijoychoudhury7140 3 ปีที่แล้ว +10

    Music bad dilay aaro valo lagtow.

    • @KobitarShohor1
      @KobitarShohor1  3 ปีที่แล้ว +1

      মতামতের জন্য অনেক ধন্যবাদ। এমন পরামর্শ সবসময়ের প্রত্যাশা।

  • @azizhasan138
    @azizhasan138 3 ปีที่แล้ว

    কবিতার কোমল শরীরে উড়ে এসে জুড়ে বসা/এইসব দোতারাবাদন শুনে সুর নয় মোহ নয় /শুধু এক ক্রোধ জন্ম লয় মাথার ভেতরে।

    • @KobitarShohor1
      @KobitarShohor1  3 ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই পরামর্শ আমরা সাদরে গ্রহণ করলাম। এটাই শেষ কাজ নয়, আমরা আরও কাজ করতে চাই। নবীনদের কাজ! হ্যাঁ ধিরে ধিরে সব ত্রুটি কাঁটিয়েইঠতে পারব বলেই আমরা বিশ্বাস করি। অনেক ভালো থাকবেন।

  • @mihirbasak3812
    @mihirbasak3812 3 ปีที่แล้ว +1

    অপূর্ব****! অনবদ্য নিবেদন।

  • @pinkymajumder270
    @pinkymajumder270 3 ปีที่แล้ว

    কি অসাধারণ

  • @somamukherjee3339
    @somamukherjee3339 3 ปีที่แล้ว +2

    অনবদ্য

    • @KobitarShohor1
      @KobitarShohor1  3 ปีที่แล้ว +1

      ধন্যবাদ Soma Mukherjee

  • @animeshhazra7953
    @animeshhazra7953 3 ปีที่แล้ว +2

    খুব সুন্দর

    • @KobitarShohor1
      @KobitarShohor1  3 ปีที่แล้ว +1

      ধন্যবাদ Animesh 😍, সঙ্গে থাকবেন।

  • @sudeshnaraha1330
    @sudeshnaraha1330 3 ปีที่แล้ว +2

    মিউজিক অত্যন্ত লাউড। কণ্ঠস্বরের ওঠানামা ঢেকে দিচ্ছে, পাঠের আমেজ নষ্ট করে ছাপিয়ে উঠছে মিউজিক।

  • @joyntokumarroy7068
    @joyntokumarroy7068 3 ปีที่แล้ว +1

    অসাধারণ 🙏🙏

  • @soumyadipbhunia6710
    @soumyadipbhunia6710 3 ปีที่แล้ว +3

    Lyrics ta description e diben please

    • @KobitarShohor1
      @KobitarShohor1  3 ปีที่แล้ว +1

      ধন্যবাদ যুক্ত করে দেওয়া হলো।

  • @IndrajitSajib
    @IndrajitSajib 3 ปีที่แล้ว +1

    সব চিন্তা শুন্য মনে হয়..

  • @HussainAhmed-by2pc
    @HussainAhmed-by2pc 3 ปีที่แล้ว +2

    Missing you dearest

  • @ChannelUjan
    @ChannelUjan 3 ปีที่แล้ว

    বিনম্র শ্রদ্ধা।

  • @mohammadali-sj8tj
    @mohammadali-sj8tj 3 ปีที่แล้ว

    jemn kobita temni lekhok temni pathok

  • @gautambanerjee8195
    @gautambanerjee8195 ปีที่แล้ว

    Background এ ঐ টুংটাং টা না বাজালে ভালো হতো।😊

  • @minotiminoti9489
    @minotiminoti9489 3 ปีที่แล้ว +2

    vlo

  • @goutamdas565
    @goutamdas565 3 ปีที่แล้ว +1

    কবিতা 'কাবিতা' হয়ে গেছে যে!

    • @KobitarShohor1
      @KobitarShohor1  3 ปีที่แล้ว +1

      ঠিক করেছি। ধন্যবাদ।

  • @ShraotiLaj
    @ShraotiLaj 3 ปีที่แล้ว

    সে আমার 'বোধ'

  • @jayantagupta2841
    @jayantagupta2841 3 ปีที่แล้ว

    Banor der bhalo lagena tai negative sign dai.

    • @KobitarShohor1
      @KobitarShohor1  3 ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা। সঙ্গে থাকবেন সবসময়। ভালোবাসা নিরন্তর

  • @siprachoudhury4925
    @siprachoudhury4925 3 ปีที่แล้ว

    বাজনা বাহুল্য

  • @natureandpoetrylover
    @natureandpoetrylover 3 ปีที่แล้ว +1

    Gola to Iswarer dan

    • @KobitarShohor1
      @KobitarShohor1  3 ปีที่แล้ว +1

      হুম, ঠিক তাই!

  • @shaylamita1513
    @shaylamita1513 3 ปีที่แล้ว

    Aai kontho kar??!!

    • @KobitarShohor1
      @KobitarShohor1  3 ปีที่แล้ว

      ❤️❤️ Soumitra da ❤️❤️

  • @sabrinarahman6803
    @sabrinarahman6803 3 ปีที่แล้ว +1

    Music ta valo lgse na

  • @fushmontor2208
    @fushmontor2208 3 ปีที่แล้ว

    Click bait... এটা সৌমিত্রের গলা নয়। ওনাকে নকল করার চেষ্টা করা হয়েছে। খুব নোংরা কাজ করেছ।।

    • @KobitarShohor1
      @KobitarShohor1  3 ปีที่แล้ว

      আপনি কিভাবে শিওর হলেন? খামাখাই এক ক্লিক বেট করলেন। ভালোভাবে দেখুন-শুনুন ও জানুন।

  • @mohammadali-sj8tj
    @mohammadali-sj8tj 3 ปีที่แล้ว +1

    jemn kobita temni lekhok temni pathok

  • @lisaroy3535
    @lisaroy3535 3 ปีที่แล้ว

    খুব সুন্দর