ความคิดเห็น •

  • @chitrangadachakrabarti5517
    @chitrangadachakrabarti5517 3 ปีที่แล้ว +25

    ওহ্ কি আবৃতি। কোনও শব্দ, আলো, নাটকের আবহ নয় ; কোনও অর্কেস্ট্রা র
    উপদ্রব নয়, শুধু কন্ঠ আর স্বরের অবর্থ
    ওঠানামায় কি সাংঘাতিক , সাবলীল
    পাঠ!!! অনেক খানি শ্রদ্ধা আপনাকে
    সৌমিত্র। প্রনাম

  • @mmmrinalmitra
    @mmmrinalmitra 2 ปีที่แล้ว +6

    পৃথিবীর শ্রেষ্ঠতম কবিতার মধ্যে একটি।

  • @anjumanara1166
    @anjumanara1166 2 ปีที่แล้ว +4

    এই কণ্ঠ জীবনানন্দ আবৃত্তির জন্য। অপূর্ব!

  • @marykhanmary975
    @marykhanmary975 ปีที่แล้ว +2

    স‍্যার আপনার কন্ঠটা শুনলেই আমার মনটা প্রশান্তিতে ভরে যায় কি চমৎকার যত্ন করে আবৃত্তি করেন আপনি আমি মুগ্ধ হয়ে শুনি আপনার অসাধারণ আবৃত্তি

  • @pannasarkar1536
    @pannasarkar1536 3 ปีที่แล้ว +19

    আলো-অন্ধকারে যাই-মাথার ভিতরে
    স্বপ্ন নয়, কোন্ এক বোধ কাজ করে;
    স্বপ্ন নয়-শান্তি নয়-ভালোবাসা নয়,
    হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়;
    আমি তারে পারি না এড়াতে,
    সে আমার হাত রাখে হাতে,
    সব কাজ তুচ্ছ হয়-পণ্ড মনে হয়,
    সব চিন্তা-প্রার্থনার সকল সময়
    শূন্য মনে হয়,
    শূন্য মনে হয়।
    সহজ লোকের মতো কে চলিতে পারে।
    কে থামিতে পারে এই আলোয় আঁধারে
    সহজ লোকের মতো; তাদের মতন ভাষা কথা
    কে বলিতে পারে আর; কোনো নিশ্চয়তা
    কে জানিতে পারে আর? শরীরের স্বাদ
    কে বুঝিতে চায় আর? প্রাণের আহ্লাদ
    সকল লোকের মতো কে পাবে আবার।
    সকল লোকের মতো বীজ বুনে আর
    স্বাদ কই, ফসলের আকাঙ্ক্ষায় থেকে,
    শরীরে মাটির গন্ধ মেখে,
    শরীরে জলের গন্ধ মেখে,
    উৎসাহে আলোর দিকে চেয়ে
    চাষার মতন প্রাণ পেয়ে
    কে আর রহিবে জেগে পৃথিবীর ’পরে?
    স্বপ্ন নয়-শান্তি নয়-কোন্ এক বোধ কাজ করে
    মাথার ভিতরে।
    পথে চ’লে পারে-পারাপারে
    উপেক্ষা করিতে চাই তারে;
    মড়ার খুলির মতো ধ’রে
    আছাড় মারিতে চাই, জীবন্ত মাথার মতো ঘোরে
    তবু সে মাথার চারিপাশে,
    তবু সে চোখের চারিপাশে,
    তবু সে বুকের চারিপাশে;
    আমি চলি, সাথে-সাথে সেও চ’লে আসে।
    আমি থামি-
    সেও থেমে যায়;
    সকল লোকের মাঝে ব’সে
    আমার নিজের মুদ্রাদোষে
    আমি একা হতেছি আলাদা?
    আমার চোখেই শুধু ধাঁধা?
    আমার পথেই শুধু বাধা?
    জন্মিয়াছে যারা এই পৃথিবীতে
    সন্তানের মতো হ’য়ে-
    সন্তানের জন্ম দিতে-দিতে
    যাহাদের কেটে গেছে অনেক সময়,
    কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয়
    যাহাদের; কিংবা যারা পৃথিবীর বীজখেতে আসিতেছে চ’লে
    জন্ম দেবে-জন্ম দেবে ব’লে;
    তাদের হৃদয় আর মাথার মতন
    আমার হৃদয় না কি? তাহদের মন
    আমার মনের মতো না কি?
    -তবু কেন এমন একাকী?
    তবু আমি এমন একাকী।
    হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল?
    বাল্‌টিতে টানিনি কি জল?
    কাস্তে হাতে কতোবার যাইনি কি মাঠে?
    মেছোদের মতো আমি কতো নদী ঘাটে
    ঘুরিয়াছি;
    পুকুরের পানা শ্যালা-আঁশ্‌টে গায়ের ঘ্রাণ গায়ে
    গিয়েছে জড়ায়ে;
    -এই সব স্বাদ;
    -এ-সব পেয়েছি আমি, বাতাসের মতন অবাধ
    বয়েছে জীবন,
    নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন
    এক দিন;
    এই সব সাধ
    জানিয়াছি একদিন-অবাধ-অগাধ;
    চ’লে গেছি ইহাদের ছেড়ে;
    ভালোবেসে দেখিয়াছি মেয়েমানুষেরে,
    অবহেলা ক’রে আমি দেখিয়াছি মেয়েমানুষেরে,
    ঘৃণা ক’রে দেখিয়াছি মেয়েমানুষেরে;
    আমারে সে ভালোবাসিয়াছে,
    আসিয়াছে কাছে,
    উপেক্ষা সে করেছে আমারে,
    ঘৃণা ক’রে চ’লে গেছে-যখন ডেকেছি বারে-বারে
    ভালোবেসে তারে;
    তবুও সাধনা ছিলো একদিন-এই ভালোবাসা;
    আমি তার উপেক্ষার ভাষা
    আমি তার ঘৃণার আক্রোশ
    অবহেলা ক’রে গেছি; যে-নক্ষত্ৰ-নক্ষত্রের দোষ
    আমার প্রেমের পথে বার-বার দিয়ে গেছে বাধা
    আমি তা’ ভুলিয়া গেছি;
    তবু এই ভালোবাসা-ধুলো আর কাদা।
    মাথার ভিতরে
    স্বপ্ন নয়-প্রেম নয়-কোনো এক বোধ কাজ করে।
    আমি সব দেবতারে ছেড়ে
    আমার প্রাণের কাছে চ’লে আসি,
    বলি আমি এই হৃদয়েরে:
    সে কেন জলের মতো ঘুরে-ঘুরে একা কথা কয়!
    অবসাদ নাই তার? নাই তার শান্তির সময়?
    কোনোদিন ঘুমাবে না? ধীরে শুয়ে থাকিবার স্বাদ
    পাবে না কি? পাবে না আহ্লাদ
    মানুষের মুখ দেখে কোনোদিন!
    মানুষীর মুখ দেখে কোনোদিন!
    শিশুদের মুখ দেখে কোনোদিন!
    এই বোধ-শুধু এই স্বাদ
    পায় সে কি অগাধ-অগাধ!
    পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ
    চায় না সে? করেছে শপথ
    দেখিবে সে মানুষের মুখ?
    দেখিবে সে মানুষীর মুখ?
    দেখিবে সে শিশুদের মুখ?
    চোখে কালো শিরার অসুখ,
    কানে যেই বধিরতা আছে,
    যেই কুঁজ-গলগণ্ড মাংসে ফলিয়াছে
    নষ্ট শসা-পচা চাল্‌কুমড়ার ছাঁচে,
    যে-সব হৃদয়ে ফলিয়াছে
    -সেই সব।

    • @sefatullah8277
      @sefatullah8277 11 หลายเดือนก่อน

      নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন একদিন

  • @abrahamsheikh
    @abrahamsheikh 23 วันที่ผ่านมา +1

    অসাধারণ!

  • @sarmisthadas401
    @sarmisthadas401 2 หลายเดือนก่อน +1

    Excellent

  • @pronabkumar1986
    @pronabkumar1986 3 ปีที่แล้ว +6

    জীবনানন্দ দাশের কবিতার শ্রেষ্ঠ আবৃত্তিকার।

  • @krittibasmajhi7127
    @krittibasmajhi7127 5 ปีที่แล้ว +17

    কবিতা টা প্রথম বার পরে ভালো লাগে নি কিন্তু এখন মনে হচ্ছে যেন আমার ই মনের কথা সব । জীবনানন্দ দাশ আপনি কাল জয়ী কবি আপনার আত্মার চির কামনা করি।

    • @TheBengalian
      @TheBengalian 4 ปีที่แล้ว +1

      ভালো লাগলে চ‍্যানেল টি সাবস্ক্রাইব করুন ।
      সেয়ার করুন ।
      ধন্যবাদ 👍

  • @Muhib_recitation
    @Muhib_recitation 2 ปีที่แล้ว +1

    সাধারণ কণ্ঠ আপানর উচ্চারণগুলা অসাধারণ সুন্দর আর স্পষ্ট ...... যত শুনি মুগ্ধ হই

  • @ganeshroy7604
    @ganeshroy7604 ปีที่แล้ว +1

    ভালো লাগে এই রকম আব: মন ছুয়ে যায় তাই তো বার বার শুনি আমি,,,,,,,,

  • @hemingwayangling4742
    @hemingwayangling4742 ปีที่แล้ว +2

    আহা!কি গভীর বোধ!
    তুমি জীবনানন্দ কখনো মৃত্যু হয়নি তোমার।💖

  • @raihanpatwary3731
    @raihanpatwary3731 8 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @jyotidas2734
    @jyotidas2734 ปีที่แล้ว +2

    kolkata= No words to praise this recitation by famous Lt.Soumitra!

  • @musfikakanda1131
    @musfikakanda1131 ปีที่แล้ว +1

    কথাগুলো আমারই

  • @mdhabibur132
    @mdhabibur132 ปีที่แล้ว +1

    জীবনান্দ বোধহয় "বোধ"আমার জন্যই লিখেছিলেন৷ আমার জীবনান্দ! ভালোবাসার জীবনান্দ!

  • @raihanpatwary3731
    @raihanpatwary3731 8 หลายเดือนก่อน +1

    Miss u nnnnnnnccccc

  • @neharikasingh634
    @neharikasingh634 3 ปีที่แล้ว +3

    আপনার আবৃত্তি অসাধারন ।

  • @Muhib_recitation
    @Muhib_recitation ปีที่แล้ว +1

    চমৎকার আবৃত্তি

  • @tirthankarmitra6792
    @tirthankarmitra6792 3 ปีที่แล้ว +2

    জীবনানন্দ ও সৌমিএ পরস্পরের সম্পূরক।

  • @khanovi9950
    @khanovi9950 4 ปีที่แล้ว +2

    জীবান্দ দাশ আমার প্রিয় কবি

  • @Nokkhotro2023
    @Nokkhotro2023 3 ปีที่แล้ว +6

    আবৃত্তিতে সোমিত্রকে আমার সেরা মনে হয়।

  • @zia080868
    @zia080868 4 ปีที่แล้ว +4

    Nothing but the most appropriate poem for now a days of our society.

  • @jagabandhupatra4096
    @jagabandhupatra4096 4 ปีที่แล้ว +1

    খুব সুন্দর 👌 অবরননীয়

  • @drjklfooryoup7489
    @drjklfooryoup7489 2 ปีที่แล้ว +1

    Bah!

  • @thestupid4650
    @thestupid4650 4 ปีที่แล้ว +2

    আহা! কি যে শান্তি শুনতে!
    ভালবাসা অবিরাম।

    • @TheBengalian
      @TheBengalian 4 ปีที่แล้ว

      ভালো লাগলে চ‍্যানেল টি সাবস্ক্রাইব করুন ।
      সেয়ার করুন ।
      ধন্যবাদ 👍

  • @kusumbose6867
    @kusumbose6867 2 ปีที่แล้ว +1

    খুব সুন্দর

  • @nondonkumarsarker1921
    @nondonkumarsarker1921 5 ปีที่แล้ว +1

    sooo soo much greatful boss

  • @ishaniroy1436
    @ishaniroy1436 ปีที่แล้ว

    A masterpiece...🔥

  • @skabusaleh2659
    @skabusaleh2659 3 ปีที่แล้ว +1

    আহা ♥️

  • @somdeepkundu2506
    @somdeepkundu2506 2 ปีที่แล้ว +2

    বোধ
    আলো-অন্ধকারে যাই-মাথার ভিতরে
    স্বপ্ন নয়, কোন্ এক বোধ কাজ করে;
    স্বপ্ন নয়-শান্তি নয়-ভালোবাসা নয়,
    হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়;
    আমি তারে পারি না এড়াতে,
    সে আমার হাত রাখে হাতে,
    সব কাজ তুচ্ছ হয়-পণ্ড মনে হয়,
    সব চিন্তা-প্রার্থনার সকল সময়
    শূন্য মনে হয়,
    শূন্য মনে হয়।
    সহজ লোকের মতো কে চলিতে পারে।
    কে থামিতে পারে এই আলোয় আঁধারে
    সহজ লোকের মতো; তাদের মতন ভাষা কথা
    কে বলিতে পারে আর; কোনো নিশ্চয়তা
    কে জানিতে পারে আর? শরীরের স্বাদ
    কে বুঝিতে চায় আর? প্রাণের আহ্লাদ
    সকল লোকের মতো কে পাবে আবার।
    সকল লোকের মতো বীজ বুনে আর
    স্বাদ কই, ফসলের আকাঙ্ক্ষায় থেকে,
    শরীরে মাটির গন্ধ মেখে,
    শরীরে জলের গন্ধ মেখে,
    উৎসাহে আলোর দিকে চেয়ে
    চাষার মতন প্রাণ পেয়ে
    কে আর রহিবে জেগে পৃথিবীর ’পরে?
    স্বপ্ন নয়-শান্তি নয়-কোন্ এক বোধ কাজ করে
    মাথার ভিতরে।
    পথে চ’লে পারে-পারাপারে
    উপেক্ষা করিতে চাই তারে;
    মড়ার খুলির মতো ধ’রে
    আছাড় মারিতে চাই, জীবন্ত মাথার মতো ঘোরে
    তবু সে মাথার চারিপাশে,
    তবু সে চোখের চারিপাশে,
    তবু সে বুকের চারিপাশে;
    আমি চলি, সাথে-সাথে সেও চ’লে আসে।
    আমি থামি-
    সেও থেমে যায়;
    সকল লোকের মাঝে ব’সে
    আমার নিজের মুদ্রাদোষে
    আমি একা হতেছি আলাদা?
    আমার চোখেই শুধু ধাঁধা?
    আমার পথেই শুধু বাধা?
    জন্মিয়াছে যারা এই পৃথিবীতে
    সন্তানের মতো হ’য়ে-
    সন্তানের জন্ম দিতে-দিতে
    যাহাদের কেটে গেছে অনেক সময়,
    কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয়
    যাহাদের; কিংবা যারা পৃথিবীর বীজখেতে আসিতেছে চ’লে
    জন্ম দেবে-জন্ম দেবে ব’লে;
    তাদের হৃদয় আর মাথার মতন
    আমার হৃদয় না কি? তাহদের মন
    আমার মনের মতো না কি?
    -তবু কেন এমন একাকী?
    তবু আমি এমন একাকী।
    হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল?
    বাল্‌টিতে টানিনি কি জল?
    কাস্তে হাতে কতোবার যাইনি কি মাঠে?
    মেছোদের মতো আমি কতো নদী ঘাটে
    ঘুরিয়াছি;
    পুকুরের পানা শ্যালা-আঁশ্‌টে গায়ের ঘ্রাণ গায়ে
    গিয়েছে জড়ায়ে;
    -এই সব স্বাদ;
    -এ-সব পেয়েছি আমি, বাতাসের মতন অবাধ
    বয়েছে জীবন,
    নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন
    এক দিন;
    এই সব সাধ
    জানিয়াছি একদিন-অবাধ-অগাধ;
    চ’লে গেছি ইহাদের ছেড়ে;
    ভালোবেসে দেখিয়াছি মেয়েমানুষেরে,
    অবহেলা ক’রে আমি দেখিয়াছি মেয়েমানুষেরে,
    ঘৃণা ক’রে দেখিয়াছি মেয়েমানুষেরে;
    আমারে সে ভালোবাসিয়াছে,
    আসিয়াছে কাছে,
    উপেক্ষা সে করেছে আমারে,
    ঘৃণা ক’রে চ’লে গেছে-যখন ডেকেছি বারে-বারে
    ভালোবেসে তারে;
    তবুও সাধনা ছিলো একদিন-এই ভালোবাসা;
    আমি তার উপেক্ষার ভাষা
    আমি তার ঘৃণার আক্রোশ
    অবহেলা ক’রে গেছি; যে-নক্ষত্র-নক্ষত্রের দোষ
    আমার প্রেমের পথে বার-বার দিয়ে গেছে বাধা
    আমি তা’ ভুলিয়া গেছি;
    তবু এই ভালোবাসা-ধুলো আর কাদা।
    মাথার ভিতরে
    স্বপ্ন নয়-প্রেম নয়-কোনো এক বোধ কাজ করে।
    আমি সব দেবতারে ছেড়ে
    আমার প্রাণের কাছে চ’লে আসি,
    বলি আমি এই হৃদয়েরে:
    সে কেন জলের মতো ঘুরে-ঘুরে একা কথা কয়!
    অবসাদ নাই তার? নাই তার শান্তির সময়?
    কোনোদিন ঘুমাবে না? ধীরে শুয়ে থাকিবার স্বাদ
    পাবে না কি? পাবে না আহ্লাদ
    মানুষের মুখ দেখে কোনোদিন!
    মানুষীর মুখ দেখে কোনোদিন!
    শিশুদের মুখ দেখে কোনোদিন!
    এই বোধ-শুধু এই স্বাদ
    পায় সে কি অগাধ-অগাধ!
    পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ
    চায় না সে? করেছে শপথ
    দেখিবে সে মানুষের মুখ?
    দেখিবে সে মানুষীর মুখ?
    দেখিবে সে শিশুদের মুখ?
    চোখে কালো শিরার অসুখ,
    কানে যেই বধিরতা আছে,
    যেই কুঁজ-গলগণ্ড মাংসে ফলিয়াছে
    নষ্ট শসা-পচা চাল্‌কুমড়ার ছাঁচে,
    যে-সব হৃদয়ে ফলিয়াছে
    -সেই সব।

  • @KobitaNabamita
    @KobitaNabamita 3 ปีที่แล้ว +1

    Darun

  • @suravidatta3505
    @suravidatta3505 2 ปีที่แล้ว

    অসাধারণ

  • @monstarrohitgamingshort
    @monstarrohitgamingshort 3 ปีที่แล้ว +1

    Wow just wow

    • @TheBengalian
      @TheBengalian 3 ปีที่แล้ว

      ভালো লাগলে চ‍্যানেল টি সাব্সক্রাইব করুন ।

  • @rahmanmoti
    @rahmanmoti 4 ปีที่แล้ว +3

    my beloved poet and poem.

    • @TheBengalian
      @TheBengalian 4 ปีที่แล้ว

      ভালো লাগলে আমাদের চ‍্যানেল টি অবশ্যই Subscribe করুন ‌।
      ও সেয়ার করুন ।

  • @ahibhusandas8660
    @ahibhusandas8660 5 ปีที่แล้ว +2

    😊

  • @mohankhan2950
    @mohankhan2950 5 ปีที่แล้ว +1

    Wow অসাধারণ হয়েছে

    • @TheBengalian
      @TheBengalian 5 ปีที่แล้ว

      Please Subscribe Our Channel .
      Thank you

  • @mdmostafagazi2818
    @mdmostafagazi2818 4 ปีที่แล้ว +1

    thanks a lot of

  • @prosantamukherjee4247
    @prosantamukherjee4247 5 ปีที่แล้ว +1

    Nice

  • @sanjoybauri4520
    @sanjoybauri4520 4 ปีที่แล้ว +1

    অামার প্রিয় কবি জীবনানন্দ৷

  • @neharikasingh634
    @neharikasingh634 3 ปีที่แล้ว +2

    স্যার যদি আবৃত্তি ছাড়াও আলোচনার video দেন তার সাথে ছোটো প্রশ্ন উত্তর তাহলে খুবই ভালো হতো ।

  • @animeshhazra7953
    @animeshhazra7953 4 ปีที่แล้ว +2

    আমি আপনার পাশে আছি আশাকরি পাশে রইবে বন্ধু করে নিন আপনার সহযোগিতা আমার খুবই দরকার আমার নিজের লেখা কবিতা দেখিবার আমন্ত্রণ রইল বন্ধু

  • @khalidhasan1793
    @khalidhasan1793 3 ปีที่แล้ว +2

    বোধ..!

  • @mdesahaqueali9105
    @mdesahaqueali9105 ปีที่แล้ว +1

    " নারীর সাধীনতা সুরক্ষার দায়-দায়িত্ব ও কর্তব্য সকল মানুষের। এবং তা নিশ্চিত করার দায়-দায়িত্ব ও কর্তব্য পুরুষ মানুষের। "
    This is one of the part of my religion but not Muslim, Hindus, Christine, Audi and also Buddhist. Please Don't mind.

  • @adamazad7205
    @adamazad7205 3 ปีที่แล้ว +1

    কবিতায় প্রান আছ।

  • @labonimondal8659
    @labonimondal8659 4 ปีที่แล้ว +1

    প্রশ্ন উত্তর দিন plzz বোধ কবিতাটির

  • @mdesahaqueali9105
    @mdesahaqueali9105 ปีที่แล้ว

    " শিশু অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া পিতা-মাতাসহ সকল মানুষের দায়িত্ব ও কর্তব্য। প্রযোজ্য ক্ষেত্রে সন্তান না নেয়াই শ্রেয়। "
    This is one of the part of my religion but not Muslim, Hindus,Christian, Audi and also Buddhist. Please Don't mind.

  • @kalyandebsarma2437
    @kalyandebsarma2437 4 ปีที่แล้ว +1

    Darun

  • @suzukutsukishima2229
    @suzukutsukishima2229 4 หลายเดือนก่อน

    আলো-অন্ধকারে যাই-মাথার ভিতরে
    স্বপ্ন নয়, কোন্ এক বোধ কাজ করে;
    স্বপ্ন নয়-শান্তি নয়-ভালোবাসা নয়,
    হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়;
    আমি তারে পারি না এড়াতে,
    সে আমার হাত রাখে হাতে,
    সব কাজ তুচ্ছ হয়-পণ্ড মনে হয়,
    সব চিন্তা-প্রার্থনার সকল সময়
    শূন্য মনে হয়,
    শূন্য মনে হয়।
    সহজ লোকের মতো কে চলিতে পারে।
    কে থামিতে পারে এই আলোয় আঁধারে
    সহজ লোকের মতো; তাদের মতন ভাষা কথা
    কে বলিতে পারে আর; কোনো নিশ্চয়তা
    কে জানিতে পারে আর? শরীরের স্বাদ
    কে বুঝিতে চায় আর? প্রাণের আহ্লাদ
    সকল লোকের মতো কে পাবে আবার।
    সকল লোকের মতো বীজ বুনে আর
    স্বাদ কই, ফসলের আকাঙ্ক্ষায় থেকে,
    শরীরে মাটির গন্ধ মেখে,
    শরীরে জলের গন্ধ মেখে,
    উৎসাহে আলোর দিকে চেয়ে
    চাষার মতন প্রাণ পেয়ে
    কে আর রহিবে জেগে পৃথিবীর ’পরে?
    স্বপ্ন নয়-শান্তি নয়-কোন্ এক বোধ কাজ করে
    মাথার ভিতরে।
    পথে চ’লে পারে-পারাপারে
    উপেক্ষা করিতে চাই তারে;
    মড়ার খুলির মতো ধ’রে
    আছাড় মারিতে চাই, জীবন্ত মাথার মতো ঘোরে
    তবু সে মাথার চারিপাশে,
    তবু সে চোখের চারিপাশে,
    তবু সে বুকের চারিপাশে;
    আমি চলি, সাথে-সাথে সেও চ’লে আসে।
    আমি থামি-
    সেও থেমে যায়;
    সকল লোকের মাঝে ব’সে
    আমার নিজের মুদ্রাদোষে
    আমি একা হতেছি আলাদা?
    আমার চোখেই শুধু ধাঁধা?
    আমার পথেই শুধু বাধা?
    জন্মিয়াছে যারা এই পৃথিবীতে
    সন্তানের মতো হ’য়ে-
    সন্তানের জন্ম দিতে-দিতে
    যাহাদের কেটে গেছে অনেক সময়,
    কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয়
    যাহাদের; কিংবা যারা পৃথিবীর বীজখেতে আসিতেছে চ’লে
    জন্ম দেবে-জন্ম দেবে ব’লে;
    তাদের হৃদয় আর মাথার মতন
    আমার হৃদয় না কি? তাহদের মন
    আমার মনের মতো না কি?
    -তবু কেন এমন একাকী?
    তবু আমি এমন একাকী।
    হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল?
    বাল্‌টিতে টানিনি কি জল?
    কাস্তে হাতে কতোবার যাইনি কি মাঠে?
    মেছোদের মতো আমি কতো নদী ঘাটে
    ঘুরিয়াছি;
    পুকুরের পানা শ্যালা-আঁশ্‌টে গায়ের ঘ্রাণ গায়ে
    গিয়েছে জড়ায়ে;
    -এই সব স্বাদ;
    -এ-সব পেয়েছি আমি, বাতাসের মতন অবাধ
    বয়েছে জীবন,
    নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন
    এক দিন;
    এই সব সাধ
    জানিয়াছি একদিন-অবাধ-অগাধ;
    চ’লে গেছি ইহাদের ছেড়ে;
    ভালোবেসে দেখিয়াছি মেয়েমানুষেরে,
    অবহেলা ক’রে আমি দেখিয়াছি মেয়েমানুষেরে,
    ঘৃণা ক’রে দেখিয়াছি মেয়েমানুষেরে;
    আমারে সে ভালোবাসিয়াছে,
    আসিয়াছে কাছে,
    উপেক্ষা সে করেছে আমারে,
    ঘৃণা ক’রে চ’লে গেছে-যখন ডেকেছি বারে-বারে
    ভালোবেসে তারে;
    তবুও সাধনা ছিলো একদিন-এই ভালোবাসা;
    আমি তার উপেক্ষার ভাষা
    আমি তার ঘৃণার আক্রোশ
    অবহেলা ক’রে গেছি; যে-নক্ষত্র-নক্ষত্রের দোষ
    আমার প্রেমের পথে বার-বার দিয়ে গেছে বাধা
    আমি তা’ ভুলিয়া গেছি;
    তবু এই ভালোবাসা-ধুলো আর কাদা।
    মাথার ভিতরে
    স্বপ্ন নয়-প্রেম নয়-কোনো এক বোধ কাজ করে।
    আমি সব দেবতারে ছেড়ে
    আমার প্রাণের কাছে চ’লে আসি,
    বলি আমি এই হৃদয়েরে:
    সে কেন জলের মতো ঘুরে-ঘুরে একা কথা কয়!
    অবসাদ নাই তার? নাই তার শান্তির সময়?
    কোনোদিন ঘুমাবে না? ধীরে শুয়ে থাকিবার স্বাদ
    পাবে না কি? পাবে না আহ্লাদ
    মানুষের মুখ দেখে কোনোদিন!
    মানুষীর মুখ দেখে কোনোদিন!
    শিশুদের মুখ দেখে কোনোদিন!
    এই বোধ-শুধু এই স্বাদ
    পায় সে কি অগাধ-অগাধ!
    পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ
    চায় না সে? করেছে শপথ
    দেখিবে সে মানুষের মুখ?
    দেখিবে সে মানুষীর মুখ?
    দেখিবে সে শিশুদের মুখ?
    চোখে কালো শিরার অসুখ,
    কানে যেই বধিরতা আছে,
    যেই কুঁজ-গলগণ্ড মাংসে ফলিয়াছে
    নষ্ট শসা-পচা চাল্‌কুমড়ার ছাঁচে,
    যে-সব হৃদয়ে ফলিয়াছে
    -সেই সব।

  • @payelcreation2023
    @payelcreation2023 5 ปีที่แล้ว +1

    অসাধারণ

    • @TheBengalian
      @TheBengalian 5 ปีที่แล้ว

      ধন্যবাদ

    • @TheBengalian
      @TheBengalian 5 ปีที่แล้ว

      Share Please

    • @TheBengalian
      @TheBengalian 5 ปีที่แล้ว

      Subscribe our channel please

  • @rajibkayal9916
    @rajibkayal9916 5 ปีที่แล้ว +1

    Darun

    • @TheBengalian
      @TheBengalian 5 ปีที่แล้ว

      Subscribe our channel please