Video দিতে অনেক দেরী হলো। সামনের মাস মানে মার্চ এর আগে রেগুলার ভিডিও আসবে না। WBTDCL এর সব তথ্য description box এ দেওয়া আছে। এই ভিডিওতে ছবি কেমন লাগছে জানাবেন।
খুব ভালো হয়েছে দাদা💖 কিন্তু কিছু মনে না করলে একটা কথা বলতে চাই দাদা , আপনার ভিডিওর Thumbnail গুলো আরেকটু ইমপ্রুভ করলে মনে হয় আরো ভালো লাগবে । একটা দর্শক হিসাবে আমি মনে করি ....
কৌশিক মুর্শিদাবাদের ছেলে। কয়েকদিন আগে কৌশিক মুর্শিদাবাদের দ্রষ্টব্য স্থানগুলির ভিডিও দেখিয়েছে। ওর ভিডিও ভালোই লাগে। কিন্তু আজকের মুর্শিদাবাদের ভিডিও দেখে, ইতিহাস কে চাক্ষুষ করলাম। আমি একজন চৌষট্টি বছরের যুবক, ভ্রমণ ভিডিও দেখতে ভালোবাসি। ছেলেবেলায় পড়া ইতিহাস কে পুনরায় চাক্ষুষ করলাম। এত বিস্তারিত তথ্য সমৃদ্ধ বর্ণনা কারো কাছে পাইনি। অশেষ ধন্যবাদ।
মুর্শিদাবাদ আমি মোট 3 করে গেছি , 2 বার পরিবারের সাথে আর একবার স্কুল এক্সকার্সন যা কখনো ভুলবো না । আমাদের ইতিহাসের স্যার খুব সুন্দর করে ইতিহাস বলছিলেন মুর্শিদাবাদের। আজ আপনার কথা গুলো শুনে সেই গুলোই মনে পড়ে গেলো ।ভীষণ ভালো লাগলো । অনেক ধ্যনবাদ স্যার ।
ভারতের ইতিহাসের পট পরিবর্তন কারী শহর হল মুর্শিদাবাদ। এই শহরের পরতে পরতে ইতিহাস। আমি দুবার গিয়েছি কিন্তু তবু আবার আপনাদের ভিডিও দেখলাম এবং খুব ভালো লাগলো। ঐতিহাসিক শহর দেখতে এবং সেই বিবরন শুনতে খুব ভাল লাগে। আপনি খুব বেশি ঐতিহাসিক তথ্য তুলে ধরেননি ঠিক কথা কিন্তু আপনি বা পৃথ্বীজিৎ দা যতটুকু বলেছেন সে সব জানা কিন্তু তবু শুনতে ভাল লাগল। ভাল থাকুন সুস্থ থাকুন।
মুর্শিদাবাদবাসী হওয়ার কারণে মুর্শিদাবাদ এর ঐতিহাসিক স্থান ভ্রমণ বহুবার হয়েছে । কিন্তু আজ আপনার ভিডিওর মাধ্যমে যেন নতুন ভাবে মুর্শিদাবাদ দেখছি । ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য। ভালো থাকবেন। দুঃখ লাগছে যে আপনি আমার জেলায় আসলেন তবুও আপনাকে চক্ষুস দেখার সৌভাগ্য হলো না । খুব ই উপকৃত হবো যদি আপনার একটি রিপ্লাই পায় ।
আমরা ২০২৪ এর ১৬ই ফেব্রুয়ারি মুর্শিদাবাদ ভ্রমণ করে এলাম। আমরা WBTDCL এর বহর ট্যুরিজম প্রপার্টি তে উঠেছিলাম। ঐখান থেকেই আমরা মুর্শিদাবাদ ভ্রমণ করি। মুর্শিদাবাদের ঐতিহাসিক প্রেক্ষাপট অসাধারণ লাগলো। দর্শনীয় স্থান গুলোর সাথেও ঐতিহাসিক প্রেক্ষাপটের মিশেল খুব ভালো লেগেছে।
মুর্শিদাবাদ অনেক সাজানো হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ও হয়েছে।নসীপুরের রাজবাড়ী টি ও ভালো করে সাজিয়েছে আগে ভাঙ্গা ভাঙ্গা ছিল। হাজার দুয়ারী মিউজিয়াম এর ভিতর ছবিগুলো অসাধারণ, অন্যান্য সব কিছু ই খুব ই ভালো। অনেক দিন পর আবার এই ঐতিহাসিক স্থান টি দেখতে পেলাম, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ রাত্রি।
ভাই শিবাজী আমি প্রথম মূর্শীদাবাদ ঘুরতে যাই ১৯৬৯ সালে। তারপর ৭০রের দশকে আরও ২,৩ বার গেছি। তখন লালগোলা এক্সপ্রেস ছিলো। তারপর ৮০র দশকে বিয়ের পড়ে আর আমার মূর্শীদাবাদ যাওয়া হয়ে ওঠেনি। আমরা যেসব জায়গা দেখেছিলাম.... সে গুলো এখনকার মতো ঝাঁ চকচকে ছিলো না। আর এতো ভীড়, দোকান তো ছিলই না। খোসবাগের রাস্তা পুরো মাটির ছিলো। আর টাঙা চড়ে আমরা ঘুরেছিলাম। যাইহোক তোমার ব্লগে মূর্শীদাবাদ কে নতুন ভাবে দেখলাম। আরও দেখার অপেক্ষায় রইলাম।
অনেক দিন থেকে ভাবছিলাম মুর্শিদাবাদের ব্লগ দেখবো তোমার চ্যানেলে। এর আগে কৌশিক দা এর চ্যানেলে মুর্শিদাবাদ ব্লগ এসেছে কিন্তু আমি দেখিনি। আজকে তোমার চ্যানেলে মুর্শিদাবাদ ব্লগ দেখে দিল তো পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেলো।
মুর্শিদাবাদ ভ্রমণের ভিডিও অনেক দেখেছি youtube এ কিন্তু এতো ভালো করে তথ্য ও ইতিহাস দিয়ে বুঝিয়ে বেড়ানো কেউ দেখায়নি। ধন্যবাদ শিবাজীদা এতো সুন্দর একটা ভিডিওর জন্য। আরও ঘুরুন, আরও ভিডিও বানান। আমরা দেখে তৃপ্ত হই। ভালো থাকবেন। আপনি ও পৃথ্বীজিৎ দা অনেক শুভেচ্ছা নেবেন।
মুর্শিদাবাদ এর এই পরিবেশনা দেখে অবোর উপলব্ধি হল ইতিহাস কে অসাধারণ ভাবে ব্যাখ্যা করায় শিবাজী বাবুর দক্ষতা অসামান্য ।এই বারে পৃথ্বী বাবুর সংযোজন ও দুর্দান্ত ছিল । সমগ্র পরিবেশনা জুড়ে ছিল বহু শিক্ষণীয় বস্তু । অসাধারণ উপভোগ করলাম ।
ঐতিহাসিক এ বিষয়টি তুলে ধরার জন্য এবং ইতিহাসের অজানা অনেক তথ্য জানানোর জন্য অনেক ধন্যবাদ। আমি বাংলাদেশ থেকে। ভবিষ্যতে যাবার প্রবল ইচ্ছে আছে। বাংলাদেশীদের আবাসিক সুবিধা কেমন এখানে?,জানাবেন দাদা।
আপনাদের ভিডিও অসাধারণ হয়। এ ব্যাপারে নতুন করে আর কিচ্ছু বলার নেই। মুর্শিদাবাদের ভিডিওতে শিবাজীদার মতো পৃথ্বীজিৎদাকে ও অনেক যায়গায় ইতিহাস বলতে শুনলাম। খুব ভালো লাগলো। ওনার এক আধটা কথা পুরো ভিডিও কেই আকর্ষনীয় করে তোলে। এবারে ফাটিয়ে দিয়েছেন। দুজনেই অনেক অনেক ভালো থাকুন আর আমাদের সঙ্গে নিয়ে বিশ্ব ভ্রমণ করুন।
আপনার ভিডিও টা খুবই মজার এবং তথ্যমুলক। আপনি মুর্শিদাবাদ এর সবগুলো দর্শনীয় স্থান দেখিয়েছেন এবং তাদের বর্ণনা করেছেন। আপনার ভিডিও তে আমি মুর্শিদাবাদ এর সম্পূর্ণ ভ্রমণ করে ফেললাম। আপনার ভিডিও তে আমার পছন্দের জায়গা হল মতিঝিল পার্ক। সেখানের প্রাকৃতিক সৌন্দর্য আমার চোখ ভরে গেল।
আমার বাড়ি বহরমপুর, মুর্শিদাবাদ,.কর্মসূত্রে কলকাতায়. আন্তরিক শুভেচ্ছা শিবাজী দা, পৃথিজিৎ দা. আমাদের জেলা কে সুন্দর ভাবে ভিডিও এর মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য.
২০২৩ শালে জানুয়ারী মাসে আমরা মুর্শিদাবাদ ভ্রমণ করেছিলাম..... WBTDCL র Motizhil property তে ছিলাম....খুব সুন্দর ছিল সেই অভিজ্ঞতা আবার সেই দর্শনীয় স্থান গুলো আপনার ভিডিও তে দেখে খুব খুব ভালো লাগলো👍 অনেক তথ্য নতুন করে জানতে পারলাম.....
আপনাদের মুর্শিদাবাদ ভ্রমণের ভিডিও দেখে খুব ভালো লাগলো । আমি খুব ছোটবেলায় গিয়েছিলাম , ভিডিও দেখতে দেখতে , সেই স্মৃতি মনে পড়ে গেল । ভিডিওর মাঝখানে মাঝখানে প্রত্যেকটি জায়গার ইতিহাসকে তুলে ধরা ও ভ্রমণের সম্পূর্ণ guidence ভিডিওগুলিতে একটি নতুন মাত্রা যোগ করে।এরকম আরও ভিডিও আনুন।আপনাদের জুটি অমর হয়ে থাক।
খুব ভালো লাগলো। এত সুন্দর করে ইতিহাস এর আগে কেউ বলেনি। লোকাল গাইডেরা ও লোকজন যেসব ভিত্তিহীন গল্পো পর্যটকদের বলে থাকে তার অবসান হওয়া দরকার। মানুষের কাছে সঠিক তথ্য বা কাহিনী উপস্থাপন করা উচিত যেটা আপনি খুব সুন্দরভাবে করেছেন। শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন। বাংলার আরও বিভিন্ন জেলার গৌরবোজ্জ্বল ইতিহাস আপনার কাছে শুনতে ও দেখতে চাই।😊
Sir ami apnake ami chintam na ei Kichu din age theke ami apnader vedio dheki sotti bolte apnader vedio osadharon ar apner bola bangla katha guloi sotti akta madhurjo a6e sotti khub sundor.... Akta dhuker bisoi j ami apnader age theke chinle ei murshidabad e dheka hoto sotti khub kharap lag6e murshidabad er vedio te kathgolaper bagane akbare gate er kache ami apnak dheke6ilam ......apnar sathe dheka korle amar khub valo lagtoo Apnader friendship ta khub valo❤ Arekta bola jai j An Engineer can do everything except engineering 😂 Hoitoo konodin apnader sathe amar dheka hobe seidin khub valo lagbe ar seidin jomiye apnader sathe katha hobe Reply er opekhai roilam
দাদা আমি ভাবছি, যে টুর আমি ৭ ৮ টা এপিসোড এ শেষ করতে পারলাম না, তুমি এক লহমায় একটা সুন্দর এপিসোড e কীকরে শেষ করো, স্যালুট তোমায় দাদা, রোজ অল্প অল্প করে শিখছি, তুমি ENCYCLOPEDIA, তাই সময় বেশি নিচ্ছি, বাংলার গৌরবকে তোমরাই বিশ্বের দরবারে তুলে ধরো 🎉
সুন্দর একখানা মুর্শিদাবাদের ইতিহাসের ক্লাস করলাম। এতো সুন্দর তথ্যবহুল ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ। মুর্শিদাবাদের জন্য টান তৈরি হলো। অবশ্যই যেতে হবে। ধন্যবাদ আপনাদের।
Chotobelay ma babar snge gechilam.. Aj apnar maddhome notun vabe dekhlam tar snge apnar govt stay er experience dekhe abar jawar iccha ta probol how uthlo.. khub valo laglo❤
Brother do visit Chattogram, Bandarban, Rangamati, Sajek, Khagrachori, Coxs Bazar, Saint Martin, and Moheshkhali of Bangladesh on your next trip to 🇧🇩 All these places are near to each other. Just 1-3 hours drive from one place to another. You can see the natural beauty of Bangladesh here.
Hazar duari ato sunechi kintu jaow hoi ni , r hobeo kina tao janina , kintu aaj tomar ei tour e Murshidabad dekha hoe galo. Khub bhalo laglo , onek onek bhalo theko Shibaji r Prithwijit, bhalobasha roilo ❤️
আপনাদের উপস্থাপনা এত চমৎকার। প্রচুর তথ্য থাকে কিন্তু তথ্যের ভারে ভারাক্রান্ত হয় না। কখনো দেখা হলে মুর্শিদাবাদের উপরে একটা বই দেব আপনাদের সুপর্ণা দেব'এর লেখা।
খুবই নিন্মমানের ব্লগ হলো। সিরাজ এর কবর স্থান ও জায়গাটি বিশেষ ভাবে দেখানো দরকার ছিল। অন্য জায়গা স্থান মন্দির এসব নিয়ে অন্য পর্ব করলেও হতো। সিরাজের প্রতি অসম্মান করা হলো।
শিবাজী বাবু আমার শ্বশুরালয় বহরমপুর এবং শ্বশুর বাড়ির সম্পর্কে অনেক আত্মীয়দের বসবাস লালবাগ। তাই আজকের এই ভিডিও দেখার মত আগ্রহ হারিয়েছি। যাই হোক আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই।ভাল থাকবেন।
Amader next week theke training ache berhampore e.....tokhon murshidabad trip er o plan ache. Khub valo somoy upload korlen video ta. Thank u so much. Apnar r kaushik da r video dekhe revise kore nicchi age vage.
Thrilled to witness my favorite vlogger explore the beauty of my district's gem, Lalbagh(MURSHIDABAD)! 🌳✨ Close to my home, but now shared with the world.. Thanks a lots to @Explorer Shibaji...and also WBTDCL
শিবাজী দা, তোমার ভিডিওর অগণিত তথ্য ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ প্রত্যেকটি জায়গার, এটাই বেশিরভাগ সময় মন কেড়ে নেয় আমাদের দর্শকদের।।আর সাথে রসনাতৃপ্তির ছোট্ট পর্ব বেশ সঙ্গত দিল।। অপেক্ষায় রইলাম আবার একটি ভিডিওর।। সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ ভিডিও র মাধ্যমে চিঠি লিখো।।❤
দাদা, আপনাদের সকল ভ্রমণের ভিডিওগুলো খুব সুন্দর এবং ভাল লাগে। অনেক শিক্ষনীয় এবং জানার বিষয়াদি আপনারা তুলে ধরেন। আমি বাংলাদেশের সিলেট জেলার লোক তবে ইংল্যান্ডে থাকি। ভারত দেখার খুব ইচ্ছা আছে। ইনশা আল্লাহ, ভাগ্যে থাকলে একদিন যাব।
এই video কী শিখলাম, জগৎ শেঠ পৃথিবীর সব থেকে ধনী ব্যাক্তি ছিলেন, তিনি নাকি পারতেন তার সোনা দিয়ে ভাগীরথী মুখ ঘুরিয়ে দিতে, তবে কালের নিয়মে তার বাড়ি, ধন সম্পদ আজ ভাগীরথী গহ্বরে। তাই আপনি যত খুশি ধনী হতে পারেন, প্রকৃতির কাছে সবাই সমান। বিশ্ব প্রকৃতির সন্মান করতে শিখুন।
Apnar videos gulo dekhle khub honestly kichhu kotha bolte hoy. 1. Kono extra bangali nyakamu nei kotha gulor moddhe. 2. Apni khub sundor kore sothik jinis ta tule dhoren. Besi besi kore view paoar jonno extra kichhu korenna. 3. Sobkichui vison sabolil. Sobmiliye apni one of the best bagla vlogger.
Video দিতে অনেক দেরী হলো। সামনের মাস মানে মার্চ এর আগে রেগুলার ভিডিও আসবে না। WBTDCL এর সব তথ্য description box এ দেওয়া আছে।
এই ভিডিওতে ছবি কেমন লাগছে জানাবেন।
দারুন
অনেকটা দেরি হলো
খুব ভালো হয়েছে দাদা💖 কিন্তু কিছু মনে না করলে একটা কথা বলতে চাই দাদা , আপনার ভিডিওর Thumbnail গুলো আরেকটু ইমপ্রুভ করলে মনে হয় আরো ভালো লাগবে । একটা দর্শক হিসাবে আমি মনে করি ....
দারুন হয়েছে দাদা
অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম নতুন ভিডিওর....
ভিডিওর ছবি দারুন সুন্দর হয়েছে....
কৌশিক মুর্শিদাবাদের ছেলে। কয়েকদিন আগে কৌশিক মুর্শিদাবাদের দ্রষ্টব্য স্থানগুলির ভিডিও দেখিয়েছে। ওর ভিডিও ভালোই লাগে। কিন্তু আজকের মুর্শিদাবাদের ভিডিও দেখে, ইতিহাস কে চাক্ষুষ করলাম। আমি একজন চৌষট্টি বছরের যুবক, ভ্রমণ ভিডিও দেখতে ভালোবাসি। ছেলেবেলায় পড়া ইতিহাস কে পুনরায় চাক্ষুষ করলাম। এত বিস্তারিত তথ্য সমৃদ্ধ বর্ণনা কারো কাছে পাইনি। অশেষ ধন্যবাদ।
আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টা আছে দেখে জানাবেন কেমন লাগলো। অগ্রিম ধন্যবাদ।
শিবাজী দা যেভাবে ইতিহাস বর্ণনা করেন আমরা কেউ তেমন ভাবে পারবোনা । আমি যখন শুরু করি তাই শুধু কলকাতা মন্দির দর্শন দিয়ে ব্লগ শুরু করি ।
@mihirsarkar1511.i agree with you 👍
" চৌষট্টি বছরের যুবক" -- অসাধারণ expression. In fact, l am a 60+ young girl, retired last year.
ভাল থাকবেন, দাদা।
সবার সেরা blogger যে শিবাজী বলে দিতে হয় না। প্রতিটি ভিডিও দুর্দান্ত। পৃথ্বীজিত যোগ্য দোসর।❤
মুর্শিদাবাদ আমি মোট 3 করে গেছি , 2 বার পরিবারের সাথে আর একবার স্কুল এক্সকার্সন যা কখনো ভুলবো না । আমাদের ইতিহাসের স্যার খুব সুন্দর করে ইতিহাস বলছিলেন মুর্শিদাবাদের। আজ আপনার কথা গুলো শুনে সেই গুলোই মনে পড়ে গেলো ।ভীষণ ভালো লাগলো । অনেক ধ্যনবাদ স্যার ।
ভারতের ইতিহাসের পট পরিবর্তন কারী শহর হল মুর্শিদাবাদ। এই শহরের পরতে পরতে ইতিহাস। আমি দুবার গিয়েছি কিন্তু তবু আবার আপনাদের ভিডিও দেখলাম এবং খুব ভালো লাগলো। ঐতিহাসিক শহর দেখতে এবং সেই বিবরন শুনতে খুব ভাল লাগে। আপনি খুব বেশি ঐতিহাসিক তথ্য তুলে ধরেননি ঠিক কথা কিন্তু আপনি বা পৃথ্বীজিৎ দা যতটুকু বলেছেন সে সব জানা কিন্তু তবু শুনতে ভাল লাগল। ভাল থাকুন সুস্থ থাকুন।
অসাধারণ! মুর্শিদাবাদের অনেক ভিডিও দেখেছি কিন্তু এক্সপ্লোরার শিবাজী সেরা!❤❤❤
মুর্শিদাবাদবাসী হওয়ার কারণে মুর্শিদাবাদ এর ঐতিহাসিক স্থান ভ্রমণ বহুবার হয়েছে । কিন্তু আজ আপনার ভিডিওর মাধ্যমে যেন নতুন ভাবে মুর্শিদাবাদ দেখছি । ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য। ভালো থাকবেন। দুঃখ লাগছে যে আপনি আমার জেলায় আসলেন তবুও আপনাকে চক্ষুস দেখার সৌভাগ্য হলো না । খুব ই উপকৃত হবো যদি আপনার একটি রিপ্লাই পায় ।
এত সুন্দর ভাবে এর আগে কেউ উপস্থাপন করেছে বলে মনে নেই। ধন্যবাদ 🙏
শুধু ভালো লেগেছে বল্লে ভুল হবে, অসাধারণ লেগেছে এই ভিডিও টা বিশেষ কোরে আপনার বুঝিয়ে বলার ধরনটা। অনেক অনেক ধন্যবাদ জানাই। 👍👌🙏🙏
বাঁশবেড়িয়া, আদি সপ্তগ্রাম, ব্যান্ডেল, চুঁচুড়া, চন্দননগর ও শ্রীরামপুর... এইধরনের ছোট ছোট ঐতিহাসিক শহরগুলোকে আপনার চোখে তুলে ধরুন।
th-cam.com/video/GM_2Bh3DUpU/w-d-xo.htmlsi=xb9JRTlSGDJDeoSZ
অনবদ্য, অসাধারণ তথ্যসমৃদ্ধ উপস্থাপনা, মন ভরে গেল 👌👌👌👌
আমি ইতিহাসের ছাত্রী তাই আমার অনুভূতি অন্যরকম। তবে এই ভিডিও তে শিবাজী পৃথীদার সাবলীল ভঙ্গীমা আমাকে বার বার আকৃষ্ট করে। চালিয়ে যাও দাদা তোমরা। ❤❤
আমরা ২০২৪ এর ১৬ই ফেব্রুয়ারি মুর্শিদাবাদ ভ্রমণ করে এলাম। আমরা WBTDCL এর বহর ট্যুরিজম প্রপার্টি তে উঠেছিলাম। ঐখান থেকেই আমরা মুর্শিদাবাদ ভ্রমণ করি। মুর্শিদাবাদের ঐতিহাসিক প্রেক্ষাপট অসাধারণ লাগলো। দর্শনীয় স্থান গুলোর সাথেও ঐতিহাসিক প্রেক্ষাপটের মিশেল খুব ভালো লেগেছে।
অনেক সুন্দর নির্ভুল তথ্য অসাধারণ ভালো লাগলো। অনেক দিন অপেক্ষায় ছিলাম নবাবের জেলা দেখার ধন্যবাদ
মুর্শিদাবাদ অনেক সাজানো হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ও হয়েছে।নসীপুরের রাজবাড়ী টি ও ভালো করে সাজিয়েছে আগে ভাঙ্গা ভাঙ্গা ছিল। হাজার দুয়ারী মিউজিয়াম এর ভিতর ছবিগুলো অসাধারণ, অন্যান্য সব কিছু ই খুব ই ভালো। অনেক দিন পর আবার এই ঐতিহাসিক স্থান টি দেখতে পেলাম, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ রাত্রি।
ভাই শিবাজী আমি প্রথম মূর্শীদাবাদ ঘুরতে যাই ১৯৬৯ সালে। তারপর ৭০রের দশকে আরও ২,৩ বার গেছি। তখন লালগোলা এক্সপ্রেস ছিলো। তারপর ৮০র দশকে বিয়ের পড়ে আর আমার মূর্শীদাবাদ যাওয়া হয়ে ওঠেনি। আমরা যেসব জায়গা দেখেছিলাম.... সে গুলো এখনকার মতো ঝাঁ চকচকে ছিলো না। আর এতো ভীড়, দোকান তো ছিলই না। খোসবাগের রাস্তা পুরো মাটির ছিলো। আর টাঙা চড়ে আমরা ঘুরেছিলাম। যাইহোক তোমার ব্লগে মূর্শীদাবাদ কে নতুন ভাবে দেখলাম। আরও দেখার অপেক্ষায় রইলাম।
অনেক দিন থেকে ভাবছিলাম মুর্শিদাবাদের ব্লগ দেখবো তোমার চ্যানেলে।
এর আগে কৌশিক দা এর চ্যানেলে মুর্শিদাবাদ ব্লগ এসেছে কিন্তু আমি দেখিনি।
আজকে তোমার চ্যানেলে মুর্শিদাবাদ ব্লগ দেখে দিল তো পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেলো।
মুর্শিদাবাদ ভ্রমণের ভিডিও অনেক দেখেছি youtube এ কিন্তু এতো ভালো করে তথ্য ও ইতিহাস দিয়ে বুঝিয়ে বেড়ানো কেউ দেখায়নি। ধন্যবাদ শিবাজীদা এতো সুন্দর একটা ভিডিওর জন্য। আরও ঘুরুন, আরও ভিডিও বানান। আমরা দেখে তৃপ্ত হই। ভালো থাকবেন। আপনি ও পৃথ্বীজিৎ দা অনেক শুভেচ্ছা নেবেন।
মুর্শিদাবাদ এর এই পরিবেশনা দেখে অবোর উপলব্ধি হল ইতিহাস কে অসাধারণ ভাবে ব্যাখ্যা করায় শিবাজী বাবুর দক্ষতা অসামান্য ।এই বারে পৃথ্বী বাবুর সংযোজন ও দুর্দান্ত ছিল । সমগ্র পরিবেশনা জুড়ে ছিল বহু শিক্ষণীয় বস্তু । অসাধারণ উপভোগ করলাম ।
ঐতিহাসিক এ বিষয়টি তুলে ধরার জন্য এবং ইতিহাসের অজানা অনেক তথ্য জানানোর জন্য অনেক ধন্যবাদ। আমি বাংলাদেশ থেকে। ভবিষ্যতে যাবার প্রবল ইচ্ছে আছে। বাংলাদেশীদের আবাসিক সুবিধা কেমন এখানে?,জানাবেন দাদা।
খুব সুন্দর |মতিঝিল দারুণ |আপনারা ত্রিপুরা explor করছেন না কেন | কাঞ্চনজঙ্ঘা তে আগরতলা journey টা দুর্দান্ত |অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। মুগ্ধ হয়ে যাবেন।
আপনাদের ভিডিও অসাধারণ হয়। এ ব্যাপারে নতুন করে আর কিচ্ছু বলার নেই। মুর্শিদাবাদের ভিডিওতে শিবাজীদার মতো পৃথ্বীজিৎদাকে ও অনেক যায়গায় ইতিহাস বলতে শুনলাম। খুব ভালো লাগলো। ওনার এক আধটা কথা পুরো ভিডিও কেই আকর্ষনীয় করে তোলে। এবারে ফাটিয়ে দিয়েছেন। দুজনেই অনেক অনেক ভালো থাকুন আর আমাদের সঙ্গে নিয়ে বিশ্ব ভ্রমণ করুন।
আপনার ভিডিও টা খুবই মজার এবং তথ্যমুলক। আপনি মুর্শিদাবাদ এর সবগুলো দর্শনীয় স্থান দেখিয়েছেন এবং তাদের বর্ণনা করেছেন। আপনার ভিডিও তে আমি মুর্শিদাবাদ এর সম্পূর্ণ ভ্রমণ করে ফেললাম। আপনার ভিডিও তে আমার পছন্দের জায়গা হল মতিঝিল পার্ক। সেখানের প্রাকৃতিক সৌন্দর্য আমার চোখ ভরে গেল।
Sottiy onoboddo lag6ilo nijer jelar itihas ke notunvabe abar jante Sibaji nd Prithi Da er mukh theke sunte, egiye cholun ❤
আমার বাড়ি বহরমপুর, মুর্শিদাবাদ,.কর্মসূত্রে কলকাতায়. আন্তরিক শুভেচ্ছা শিবাজী দা, পৃথিজিৎ দা. আমাদের জেলা কে সুন্দর ভাবে ভিডিও এর মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য.
২০২৩ শালে জানুয়ারী মাসে আমরা মুর্শিদাবাদ ভ্রমণ করেছিলাম.....
WBTDCL র Motizhil property তে ছিলাম....খুব সুন্দর ছিল সেই অভিজ্ঞতা
আবার সেই দর্শনীয় স্থান গুলো আপনার ভিডিও তে দেখে খুব খুব ভালো লাগলো👍
অনেক তথ্য নতুন করে জানতে পারলাম.....
অনন্য, অনবদ্য ও অদ্বিতীয় .. ভালো ও সুস্থ থাকুন 🙏🙏
শিবাজীর তথ্যসমৃদ্ধ বিবরণের জন্য এই মুর্শিদাবাদ পর্ব দারুণ উপভোগ্য লাগল।
আপনাদের মুর্শিদাবাদ ভ্রমণের ভিডিও দেখে খুব ভালো লাগলো । আমি খুব ছোটবেলায় গিয়েছিলাম , ভিডিও দেখতে দেখতে , সেই স্মৃতি মনে পড়ে গেল । ভিডিওর মাঝখানে মাঝখানে প্রত্যেকটি জায়গার ইতিহাসকে তুলে ধরা ও ভ্রমণের সম্পূর্ণ guidence ভিডিওগুলিতে একটি নতুন মাত্রা যোগ করে।এরকম আরও ভিডিও আনুন।আপনাদের জুটি অমর হয়ে থাক।
দাদা এই ভিডিও টা একটা অন্যতম সেরা ভিডিও। দারুণ লাগল। ভাল থাকবেন
এত তথ্য আর ইতিহাস সমৃদ্ধ video দেখা যায় না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। 🙏❤🙏
খুব ভালো লাগলো। এত সুন্দর করে ইতিহাস এর আগে কেউ বলেনি। লোকাল গাইডেরা ও লোকজন যেসব ভিত্তিহীন গল্পো পর্যটকদের বলে থাকে তার অবসান হওয়া দরকার। মানুষের কাছে সঠিক তথ্য বা কাহিনী উপস্থাপন করা উচিত যেটা আপনি খুব সুন্দরভাবে করেছেন। শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন। বাংলার আরও বিভিন্ন জেলার গৌরবোজ্জ্বল ইতিহাস আপনার কাছে শুনতে ও দেখতে চাই।😊
খুব ভালো লেগেছে , আবার মনটা খারাপও হয়, আপনার ভিডিও দেখে যাবার ইচ্ছা বেড়ে গেলো। ভালো থাকবেন।💙💙
Sir ami apnake ami chintam na ei Kichu din age theke ami apnader vedio dheki sotti bolte apnader vedio osadharon ar apner bola bangla katha guloi sotti akta madhurjo a6e sotti khub sundor....
Akta dhuker bisoi j ami apnader age theke chinle ei murshidabad e dheka hoto sotti khub kharap lag6e murshidabad er vedio te kathgolaper bagane akbare gate er kache ami apnak dheke6ilam ......apnar sathe dheka korle amar khub valo lagtoo
Apnader friendship ta khub valo❤
Arekta bola jai j
An Engineer can do everything except engineering 😂
Hoitoo konodin apnader sathe amar dheka hobe seidin khub valo lagbe ar seidin jomiye apnader sathe katha hobe
Reply er opekhai roilam
দাদা আমি ভাবছি, যে টুর আমি ৭ ৮ টা এপিসোড এ শেষ করতে পারলাম না, তুমি এক লহমায় একটা সুন্দর এপিসোড e কীকরে শেষ করো, স্যালুট তোমায় দাদা,
রোজ অল্প অল্প করে শিখছি, তুমি ENCYCLOPEDIA, তাই সময় বেশি নিচ্ছি, বাংলার গৌরবকে তোমরাই বিশ্বের দরবারে তুলে ধরো 🎉
এই এক অদ্ভুত বিড়ম্বনা। বাংলাতে বিবরণী আর ব্যাকগ্রাউন্ডে হিন্দি গান। ভীষণ অসহ্য লাগে।
এর আগেও একবার মুর্শিদাবাদ আসার অনুরোধ করেছিলাম। খুব ভালো লাগল তোমাদের দুইজনের উপস্থিতি ।
কৃষ্ণনাথ কলেজ কিন্ত মিস করলে। বলেছিলাম ভারতবর্ষে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রতিরূপ ।
পরে একবার এসো কিন্ত।
সুন্দর একখানা মুর্শিদাবাদের ইতিহাসের ক্লাস করলাম। এতো সুন্দর তথ্যবহুল ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ। মুর্শিদাবাদের জন্য টান তৈরি হলো। অবশ্যই যেতে হবে। ধন্যবাদ আপনাদের।
Onek dhonyobad shivaji da and team k amader Plassey k murshidabad series a cover korar jonno❤❤. Thank you ❤
২৫ ডিসেম্বর ঘুরে এসেছি মুর্শিদাবাদ,খুব ভালো জায়গা ,আর একদিন বেশি থাকতে পারলে ভালো লাগতো
২০২১-এ আমাদের ষষ্ঠ বিবাহবার্ষিকীতে গন্তব্য ছিল মুর্শিদাবাদ; খুব খুব ভালো লেগেছিলো আর আবারও আপনার ভিডিও দেখে পুরনো সব সুন্দর স্মৃতি জীবন্ত হয়ে উঠলো ❤
Chotobelay ma babar snge gechilam.. Aj apnar maddhome notun vabe dekhlam tar snge apnar govt stay er experience dekhe abar jawar iccha ta probol how uthlo.. khub valo laglo❤
প্রতি ভিডিও তে আপনার জায়গাটির ইতিহাস বলে শোনান আমার খুবই ভালো লাগে তাই পরেরটার জন্য অপেক্ষা । ভালো থাকবেন আপনারা
তন্ময় হয়ে দেখলাম মুর্শিদাবাদ কে।
সুন্দর করে দেখালে ভায়া।খুব ভাল লাগলো
Brother do visit Chattogram, Bandarban, Rangamati, Sajek, Khagrachori, Coxs Bazar, Saint Martin, and Moheshkhali of Bangladesh on your next trip to 🇧🇩
All these places are near to each other. Just 1-3 hours drive from one place to another. You can see the natural beauty of Bangladesh here.
Both u r the real symbol of soul of India.Thanks....
Murshidabad e ekhono visit kora hy ne. Darun laglo onek historical facts, wrong myths clear hbe. WBTDCL er bebostha sotti darun!
নিজের জায়গা কে এতো দিন পরে দেখে কি যে ভালো লাগলো কি বলবো। অনেক ধন্যবাদ আপনাকে। আরো অনেক জায়গা আছে দাদা সেগুলোকেও দেখান ।
Exalent laglo, durdanto presentation, information &coverage.
Only 42.22 mins e erokom ekta Vlog banano jete paare... it's commendable... keep going
Very beautiful presentation.....hats off toyou both❤❤❤❤
মালদার আদিনা কে নিয়ে ব্লগ চাই 👍
Hazar duari ato sunechi kintu jaow hoi ni , r hobeo kina tao janina , kintu aaj tomar ei tour e Murshidabad dekha hoe galo. Khub bhalo laglo , onek onek bhalo theko Shibaji r Prithwijit, bhalobasha roilo ❤️
ঐতিহাসিক জায়গা গুলো দেখলাম আপনাদের বদৌলতে। অনেক অনেক মজা পেয়েছি। ধন্যবাদ ২ জনকে। বাংলাদেশ থেকে।
Khub sundor jodio onek er Jana location ❤. sudhu apnader dekhanor jnne notun mone holo.
Thank you ❤
আবার আমাদের সেই পুরোনো শিবাজী দা কে ফিরে পেলাম।❤❤❤❤❤
🙏🙏🙏
Serious restoration is needed to preserve these monuments but it's hard to tackle natural calamities. Great content indeed.
আপনি খুব ভালো মানুষ।I like you.keep it's up..
খুব সুন্দর। ভাল থাকবেন শিবাজী মহারাজ আর শ্রীমান পৃত্থিরাজ দাদারা ।
Very good comment of authenticity of murshid kuli khan, and four brother of jagat seth by shibaji and Prithvijit. 🙏
আপনাদের উপস্থাপনা এত চমৎকার। প্রচুর তথ্য থাকে কিন্তু তথ্যের ভারে ভারাক্রান্ত হয় না।
কখনো দেখা হলে মুর্শিদাবাদের উপরে একটা বই দেব আপনাদের সুপর্ণা দেব'এর লেখা।
খুবই ভালো লাগলো ধন্যবাদ জানাই এই রকম আরো একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র দেখানোর জন্য।
Bhison bhalo laglo Murshidabad .Ato sundor uposthapona abar kore Benglar nobab der itihash abar jhaliye nilum.Katra Mosjid to asadharon..Bhalo thakben.
Shibajida.. ultimately booking korlam motijhil property te. Apnar video dekhe inspired. Thanks
Chena Murshidabad kintu apnader video r maddhhome asadharon laghlo😊😊
মনোমুগ্ধকর পরিবেশনা করছেন শিবাজী দা ❤❤❤ আর আপনারা উপস্থাপনা মনে রাখে মতো,, দারুন
খুবই নিন্মমানের ব্লগ হলো। সিরাজ এর কবর স্থান ও জায়গাটি বিশেষ ভাবে দেখানো দরকার ছিল। অন্য জায়গা স্থান মন্দির এসব নিয়ে অন্য পর্ব করলেও হতো। সিরাজের প্রতি অসম্মান করা হলো।
নিজের জায়গা আপনার লেন্স দিয়ে দেখতে দারুণ ভালো লাগলো।
মুর্শিদাবাদ এ আপনাদেরকে দেখে খুব ভালো লাগলো
খুব খুব ভালো লাগলো আজকের মুর্শিদাবাদ পর্ব ❤ অনেক কিছু জানলাম ধন্যবাদ 🙏😊
অনেক দিন আগের দেখা, আমি বহরমপুর মুর্শিদাবাদে থাকি, এখন কিছু কিছু নতুন জিনিস হয়েছে, ভিডিও টা ভালোই লাগলো, ধন্যবাদ।
Apurba,asadharan sundar ekti vedio.
জায়গাটা ভীষন সুন্দর ছিল
আর আপনাদের দুজনের সঙ্গে দেখা হওয়ার পর আরো বেশি ভালো লাগছিলো
শিবাজী বাবু আমার শ্বশুরালয় বহরমপুর এবং শ্বশুর বাড়ির সম্পর্কে অনেক আত্মীয়দের বসবাস লালবাগ। তাই আজকের এই ভিডিও দেখার মত আগ্রহ হারিয়েছি।
যাই হোক আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই।ভাল থাকবেন।
এবার লাক্ষাদ্বীপ এর ভিডিও দেখতে চাই,আশা
একমাস আগে সাবস্ক্রাইব করার পর আজই প্রথম নতুন ভিডিওর নোটিফিকেশন পেলাম।এভাবেই চলুক এক্সপ্লোরার শিবাজীদের ভ্রমণ বৃত্তান্ত ও আমার নিজ চোখ দিয়ে দেখা।
Amader next week theke training ache berhampore e.....tokhon murshidabad trip er o plan ache. Khub valo somoy upload korlen video ta. Thank u so much.
Apnar r kaushik da r video dekhe revise kore nicchi age vage.
Thrilled to witness my favorite vlogger explore the beauty of my district's gem, Lalbagh(MURSHIDABAD)! 🌳✨ Close to my home, but now shared with the world.. Thanks a lots to @Explorer Shibaji...and also WBTDCL
Beautiful apner bornona Khub honest. Bhalo laglo
শিবাজি বাবু আপনার ব্লগ দেখা মানেই অনেক অজানা তথ্য জানা যায়, গল্পের ছলে ইতিহাসের পাতা তুলে ধরার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। ভালো লাগলো দেখতে,
অসাধারণ লাগলো, কত কি জানা অজানা ইতিহাস আবার যেনো উঠে আসলো সামনে...
Apnara j Mothers Hut e eto bhalo khbr peyechen khb bhalo laglo sune.. amra recent gechilam lunch e khb ekta bhalo review dewa gelo na. Murshidabad khb sundor jaiga puro bolte gele sotti onek episode lege jabe!! Etai BEAUTY OF WEST BENGAL 😊😊
দুরন্ত ভিডিও, দুরন্ত দুজন মানুষ, অসম্ভব ভালো কেটেছিল পলাশীর প্রান্তরে মুহূর্তগুলো! চলতে থাকুক এক্সপ্লোরেশন! আবার কোথাও দেখা হয়ে যাবে এভাবেই!! ❤❤
😊❤❤
অসাধারণ নতুন করে কিছু বলার নেই জাস্ট ফাটাফাটি ❤❤❤❤😊🎉
Ato kichhu jantam na. Onek janlam . khub informative video. Bhalo laglo.
আমাদের দেশের, আমাদের রাজ্যের এই সুন্দর সুন্দর জায়গাগুলো আরও বেশি করে তুলে ধরুন।
Parichito jaiga kintu apnar chokhe natun kore abar dekhlam,khub valo laglo
দারুন সুন্দর, এক কথায় অসাধারণ। বাংলাদেশ থেকে কাছে। যাওয়ার ইচ্ছে রইল।
শিবাজী দা, তোমার ভিডিওর অগণিত তথ্য ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ প্রত্যেকটি জায়গার, এটাই বেশিরভাগ সময় মন কেড়ে নেয় আমাদের দর্শকদের।।আর সাথে রসনাতৃপ্তির ছোট্ট পর্ব বেশ সঙ্গত দিল।।
অপেক্ষায় রইলাম আবার একটি ভিডিওর।।
সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ ভিডিও র মাধ্যমে চিঠি লিখো।।❤
অসাধারণ লাগলো, অনেক অজানা তথ্য পেলাম। ❤❤❤❤
খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের
দাদা, আপনাদের সকল ভ্রমণের ভিডিওগুলো খুব সুন্দর এবং ভাল লাগে। অনেক শিক্ষনীয় এবং জানার বিষয়াদি আপনারা তুলে ধরেন। আমি বাংলাদেশের সিলেট জেলার লোক তবে ইংল্যান্ডে থাকি। ভারত দেখার খুব ইচ্ছা আছে। ইনশা আল্লাহ, ভাগ্যে থাকলে একদিন যাব।
খুব ভালো লাগলো মুশিদাবাদ পর্ব । অনেক কিছু জানলাম। আন্তরিক ধন্যবাদ।
নতুন ভিডিওর অপেক্ষায় ছিলাম একটু দেরী হয়ে গেল। চমৎকার কাজ, ধন্যবাদ।
ki dedication tomar dada...eai jonnyei to tumi banglar no1 travel vlogger.keu ase pase nei thakbeo na.salute
এই video কী শিখলাম, জগৎ শেঠ পৃথিবীর সব থেকে ধনী ব্যাক্তি ছিলেন, তিনি নাকি পারতেন তার সোনা দিয়ে ভাগীরথী মুখ ঘুরিয়ে দিতে, তবে কালের নিয়মে তার বাড়ি, ধন সম্পদ আজ ভাগীরথী গহ্বরে। তাই আপনি যত খুশি ধনী হতে পারেন, প্রকৃতির কাছে সবাই সমান। বিশ্ব প্রকৃতির সন্মান করতে শিখুন।
Apnar videos gulo dekhle khub honestly kichhu kotha bolte hoy.
1. Kono extra bangali nyakamu nei kotha gulor moddhe.
2. Apni khub sundor kore sothik jinis ta tule dhoren.
Besi besi kore view paoar jonno extra kichhu korenna.
3. Sobkichui vison sabolil.
Sobmiliye apni one of the best bagla vlogger.
Amar bari murshidabad,kintu Ajj Apnar choke murshidabad dekhlam,asadharan laglo
দাদা একবার নদীয়া explor করো ,বিশেষ করে মায়াপুর ,তাহলে দেখা হবে।তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা
Murshidabad ami dui tin bar gechi kintu tomar dekhano jayga gulor kotha jantam na tomar video dekhe jante parlam thanks ❤❤❤
অবশেষে আরো একটা নতুন ব্লগ, অনেক ইতিহাস er সাক্ষী মুর্শিদাবাদ, ছোটবেলার একটি পছন্দ er জায়গা