Port Blair Cellular Jail - কালাপানি বৃত্তান্ত | Chatham | চিড়িয়াটাপুর অপূর্ব সানসেট | Andaman Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 872

  • @amitavachowdhury2895
    @amitavachowdhury2895 10 หลายเดือนก่อน +82

    আমার বাবা আন্দামান জেলে ছিলেন। ৭৫ সালে উনি পরলোকগমন করেন। আপনার ভিডিওতে সেলুলার জেল দর্শন করলাম। বাবাকে গরম শিক পায়ের মধ্যে ঢুকিয়ে অকথ্য অত্যাচার চালিয়েছিল । আমার ওখানে যাবার অর্থনৈতিক ক্ষমতা নেই। তাই আপনার চোখ দিয়ে দেখলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

    • @saujatyaghosh3276
      @saujatyaghosh3276 10 หลายเดือนก่อน +1

      Suparna Ghosh's mother is Chhaya alias Daly Ghosh nee Basu, her father and mother are Mahindranath Basu and Amiyabala Basu nee Sarker(Guha). M.N.Basu's father&mother are Taraknath Basu and Charusila Basu nee Dutta respectively. A.BBasu's parents' names are Jadunath Sarker and Kshirodabala Sarker. A.B.Basu's only brother Kalipada Sarker and 3rd sister(elder) Manorama Basu nee Sarker are very famous FREEDOM FIGHTERS
      , Both of them are elder than ABBasu. M.N.Basu&his wife , AB Basu both were freedom fighters. M.N.Basu was one of the leaders of very famous JESSORE BANDYOBILA SATYAGRAHA(TAX BOYCOTT)ANDOLAN(MOVEMENT). This was a very successful mass movement during the British Rule in India. Anyway, TN Basu's father was Madhab Basu
      who is stated to be the last real ZAMINDER OF DURGAPUR,JESSORE. HIS father was Gokul Basu. G.Basu's father was Jagat Basu. J.Basu is one of the decendents of the famous, Ramsantosh Bose/Basu and
      his wife, Sudarshan Bose.
      Ramsantosh of 24Parganas migrated to Jessore and settled there in the village Durgapur under P.S. Bagharpara,Zadar subdivision after being awarded a zamindari comprising 37 villages by the Naldanga Raja of Jessore for the performance of an outstanding work involving chores of rupees.
      .

    • @saujatyaghosh3276
      @saujatyaghosh3276 10 หลายเดือนก่อน

      𝗦𝘂𝗽𝗮𝗿𝗻𝗮 𝗴𝗵𝗼𝘀𝗵 𝗮𝗺𝗮𝗿,𝗺𝗮𝗮

    • @Biswajitgoswami288
      @Biswajitgoswami288 9 หลายเดือนก่อน

      আপনার বাবার মত মানুষ ছিলেন বলেই আৃজ আমরা সাধীন ওনারা শুধু দিয়েই গেলেন বিনিময়ে কিছুই পেলেন না ওনারা মানুষ নন ছিলেন ছদমবেশী দেবতা ভারত মাকে শিকল মুক্তো করতে ধরাধামে এসেছিলেন অথচ neheru.gandhiর কারনে কোন সমমান পেলেন না

    • @KaminiRao-lx4ll
      @KaminiRao-lx4ll 8 หลายเดือนก่อน

      😢😢

  • @ruchiritaroy7446
    @ruchiritaroy7446 10 หลายเดือนก่อน +257

    কি কষ্ট করে ভারতের স্বাধীনতা এসেছে। আমার বাবা ভারতের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমার এক জেঠু র কালাপানি হয়েছিল। প্রত্যেক টি মজবুত বাড়ির নিচে একটি ভিত থাকে । এই স্বাধীনতা সংগ্রামী রা ছিল সেই আমাদের পাওয়া স্বাধীন ভারতের ভিত।খুব সত্য কথা তুলে ধরলে তোমরা। শ্রদ্ধা ও প্রণাম রইল।🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

    • @porarghar5191
      @porarghar5191 10 หลายเดือนก่อน +20

      আপনার বাবা দাদুর প্রতি প্রণাম।।

    • @arpanop06
      @arpanop06 10 หลายเดือนก่อน +4

      🙏🙏

    • @papaiabatanu
      @papaiabatanu 10 หลายเดือนก่อน +9

      amar pitamaho swadhinata sangrami chilen ..pnsn nen ni konodin...r airporter name bir savarkar satto selukas ki bichitro ai desh

    • @sudeshnasanyal
      @sudeshnasanyal 10 หลายเดือนก่อน +15

      @@papaiabatanu একদম। সেই সাভারকার যে পরে ইংরাজ দের পদলেহন করে মুক্তি পেয়েছিল। সেই সব দেশদ্রোহী দের নামে পার্ক এয়ারপোর্ট হয়, নামের আগে বীর আখ্যা নিজেই লাগিয়ে ফেলে।

    • @ayanavapal5519
      @ayanavapal5519 10 หลายเดือนก่อน +4

      @@papaiabatanu savarkar er age bir nam ta use korben na please

  • @modhumitaghosh3945
    @modhumitaghosh3945 10 หลายเดือนก่อน +12

    নেতাজীর মতো এমন একজন মহাপুরুষ যে জায়গায় পতাকা উত্তোলন করেছিলেন, সেই জায়গা আমাদের কাছে মহা পূর্ণ ভূমি দেখে মাথা নত হয়ে আসছে। তার মতো মহামানব এর কথা স্বরন করে ,ঐ জায়গায় ভারতের পতাকা সারা বছর রাখাটা আমাদের দায় দায়িত্ব কর্তব্য, এই টুকু সন্মান সমীহ পাওয়া নেতাজীর মতো দেশ প্রেমিক এর পাওয়া উচিত, আমি মনে করি যার কথা মনে হলে নতজানু মস্তকে প্রনাম করতে ইচ্ছা করে,,,,,,জন্মমাসে নেতাজীর জন্য রইলো সশ্রদ্ধ প্রণাম,সেলাম আর স্যালুট,,,,, ভালো থাকবেন আপনারা, আপনাদের জন্য দেখতে পেলাম, ধন্যবাদ আপনাদের।

    • @Naziyakhan06081
      @Naziyakhan06081 10 หลายเดือนก่อน +2

      Completely agreed.

  • @debdasray6256
    @debdasray6256 4 หลายเดือนก่อน +2

    আন্দামান ট্যুর যারা করেছেন তাদের সবার মনের মনি কোটায় অবশ্যই আমৃত্যু আন্দামানের স্মৃতি রয়েই যাবে। এতোটাই সুন্দর আন্দামান। খুব ভালো লাগছে ভিডিও।

  • @subratadutta8451
    @subratadutta8451 10 หลายเดือนก่อน +27

    পুরোটাই ভালো লাগলো। শিবাজী বাবুর বিশ্লেষণ খুব সুন্দর। পৃথ্বিজীৎ বাবুকে যখন সেলের ভেতরে রেখে আমাদের দেখানো চোখের জল ধরে রাখতে পারছিলাম না সেই বিপ্লবীদের কথা মনে করে। শতকোটি প্রণাম জানাই সেই বিপ্লবীদের উদ্দেশ্যে ।
    আপনাদের দুজনকে ও অসংখ্য ধন্যবাদ।

  • @shibanibhowmik8718
    @shibanibhowmik8718 10 หลายเดือนก่อน +10

    অপূর্ব সুন্দর কন্টেন্ট। একটু খারাপ লাগলো নেতাজী যে যায়গায় ভারতের পতাকা উত্তোলন করেছিলেন সেখানে পতাকা নেই। বন্দীশালাটা দেখে সেই কবে পড়া ইতিহাস বইয়ের প্রতিটি পৃষ্ঠা যেন জীবন্ত হয়ে উঠেছিল। ধন্যবাদ দুইজনকে। খুব ভালো থেকো অনেক অনেক শুভকামনা। ❤️❤️

  • @Arghamaz
    @Arghamaz 10 หลายเดือนก่อน +43

    Shibaji proved once again ..no wonder why he is undoubtedly the best narrator and bengali vlogger in youtube ❤🎉 ...also probably among top 5 indian youtubers for vlog tours 🎉🎉🎉🎉

    • @explorershibaji
      @explorershibaji  10 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏

    • @swapnaneogi3987
      @swapnaneogi3987 10 หลายเดือนก่อน +2

      Absolutely correct

    • @A1-nh3ot
      @A1-nh3ot 10 หลายเดือนก่อน

      Shibaji da apni alipur museum akta vlog dekhaben

    • @MrSouvickadak
      @MrSouvickadak 10 หลายเดือนก่อน

      💯👍 agreed

  • @Aaalor_Disha
    @Aaalor_Disha 10 หลายเดือนก่อน +7

    আজ সত্যিই বাঙালি হিসেবে খুবই গর্ববোধ হচ্ছে। 🥺🥺❤❤❤❤ আমরা বাঙালিরা খুবই উদার... তাই এত কিছুর অবদানের পরও জাহির করিনা অন্যদের মতো ভারত ভালোবাসার ❤ সত্যি আজ ভারতবর্ষের unculture, অশিক্ষিত কিছু মানুষ বাঙালিদের এত অবদানের কথা না জেনেই বাঙালিদের নিয়ে হেও করে। তাই নেতাজি, গান্ধীজি এনাদের মতো মানুষদেরও মনে রাখছে না। এই সবই হলো অল্প বিদ্যার ফল।😅proud to be as a bangali ❤️❤️ আর পৃথ্বিজিৎদাকে অসংখ্য ধন্যবাদ এতো স্পষ্ট কথা বলার জন্য।❤❤❤❤

  • @erd9566
    @erd9566 24 วันที่ผ่านมา

    khub sundor video.darun explanation,expression.cellular jail dekhe chokhe jol elo.

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta 10 หลายเดือนก่อน +1

    অসাধারণ পর্যায়ের প্রতিবেদন দেখলাম । সেলুলার জেলের বৃত্তান্ত এত সুন্দর ভাবে তুলে শিবাজী বাবু ও পৃথিবী বাবুর পক্ষেই সম্ভব ।
    আমি নিজে সেলুলার জেল দেখলেও এত ভাল মর্মস্পশী বিশ্লেষণ কোথাও শুনিনি । সবুজ দ্বীপ এর রাজা র কাল্পনিক বিল্পবী গুণদা চরণ তালুকদারের কথা মনে আসছিল ।
    এই প্রতিবেদনের প্রতিটি মুহূর্ত আমাদের আনন্দ দিয়েছে । এ সবের মধ্যে পৃথিবী বাবুর রসে ভরা এ গ্রেড মন্তব্য ছিল অসাধারণ ।
    দুরন্ত এত প্রতিবেদন । হ্যাভলক আইল্যান্ড এর উপাখ্যান দেখার জন্য আগ্রহ বোরে অপেক্ষা করব ।

  • @Saibal_DEY
    @Saibal_DEY 10 หลายเดือนก่อน +4

    মিশরের পিরামিড দেখার পর্বটা পর আজ এই পর্বে আবার যেন সেই রোমহস্যকর অনুভূতিটা অনুভব করলাম... সত্যি বলবার মত কোনো ভাষা নেই ।। 🙏🙏

  • @dasharathsardar7330
    @dasharathsardar7330 หลายเดือนก่อน

    Thank you Sir না দেখা স্বর্ণীয় ঐতিহাসিক ছবি আগ্রহ করে মানব আত্মায় অনুভব করানোর জন্য ধন্যবাদ স্যার।

  • @gopalkundu9900
    @gopalkundu9900 10 หลายเดือนก่อน +13

    বলার ভাষা নেই। কোথায় আমরা! কোথায় স্বাধীনতা!! আজো কতো মানুষ ঠিকমতো খেতে পায় না। মাথার উপর ছাদ নেই। স্বাধীনভাবে কথা বললেই বিপদ। দেশ এগিয়ে চলেছে। আন্দামান খুব সুন্দর জায়গা। অনেক ইতিহাস রয়েছে ওখানে। বেড়াবার আদর্শ জায়গা।

  • @rumkipaul1321
    @rumkipaul1321 10 หลายเดือนก่อน +5

    সত্যিই অনবদ্য এপিসোড। সেলুলার জেল ও তার তথ্য দেখতে দেখতে চোখের কোন ভিজে গেল। নেতাজী সদা মনের মাঝে বিরাজমান।

  • @sanjaydhar3829
    @sanjaydhar3829 10 หลายเดือนก่อน +6

    এ শুধু ভ্রমণ কাহিনী নয়। ইতিহাস কে ছুয়ে যাওয়া। 💛💛🌹🌹🇮🇳🇮🇳

  • @saikatkghose8501
    @saikatkghose8501 10 หลายเดือนก่อน +8

    😢😢 দাদা সত্যিই বড্ড মন খারাপ হয়ে গেল 😢 সেলুলার জেল আর তোমার অসীম অনুসন্ধান করা তথ্য পাওয়া ।। ভারতীয় হিসাবে লজ্যা লাগে বড় ,যখন প্রতি মুহুর্তে এই স্বাধীনতার অপমান করি ।। ক্ষমা চেয়ে নিও আমাদের হয়ে🙏🙏🙏🙏

  • @sarmilachakraborty3489
    @sarmilachakraborty3489 10 หลายเดือนก่อน +2

    সত্যিই সেলুলার জেলের বন্দীদের দুর্দশার কথা দেখতে দেখতে চোখের জল ধরে রাখতে পারিনি।বার বার চোখের সামনে সেই অবর্ণনীয় অবস্থা মানসচক্ষে দেখে শিহরিত হচ্ছিলাম।ধণ্যবাদ আপনাদের।😢😢😢😢

  • @sudipmanna4359
    @sudipmanna4359 10 หลายเดือนก่อน +1

    The best cellular jail video in Bengali. দারুণ লাগল।

  • @bhuthnathtalukder7015
    @bhuthnathtalukder7015 10 หลายเดือนก่อน +2

    আপনাদের তথ্য অনুসন্ধান আমার মন ছুঁয়ে গেল এবং আপনার ভাবাবেগ কে কুর্নিশ জানাই। জেলের ভিতরে যতক্ষন পর্যন্ত ছিলাম ততক্ষণ মনটা একটু বিষন্ন হয়ে পরেছিল, তারপর যখন খাওয়ার টেবিলের মাছ খাওয়া ও তার বর্ননা শুনছিলাম তখন যেন মনটা বলছিল এটা যেন ঠিক মানানসই হচ্ছে না। আপনাদের বিপ্লবীদের প্রতি যে আনুগত্য ঠিক তার বিপরীত মনে হল। ভালো থাকবেন।

  • @subhakumarbera9613
    @subhakumarbera9613 10 หลายเดือนก่อน +5

    এখনও পর্যন্ত আপনাদের তৈরি করা সেরা তথ্য নির্ভর ভিডিও । প্রথম বার কমেন্ট করলাম 😊

  • @swapanbanerjee6421
    @swapanbanerjee6421 10 หลายเดือนก่อน +3

    অসাধারন অপূর্ব। আন্দামানের ভিডিও আগে যেভাবে দেখেছি তাতে আন্দামান আমাকে নিরুৎসাহিত করেছিল । সমস্ত ধারনা পাল্টে গেল আজ। এভাবেই চলুক তাহলে দীর্ঘ দিন আমাদের অনেককিছু দেখা হবে আর আপনারা আমাদের মাঝে থাকতে পারবেন। ধন্যবাদ। সুস্থ থাকুন।

  • @sharbanichatterjee1453
    @sharbanichatterjee1453 10 หลายเดือนก่อน +1

    আজকের ভিডিও অন্য অর্থে অসাধারণ।এত সুন্দর করে, বুঝিয়ে কোথাও আমি সেলুলার জেল দেখতে পাইনি। স্বাধীনতা সংগ্রামী দের কত বড় ত্যাগ ও কষ্টের ফল আমাদের এই স্বাধীনতা। বই তে পড়েছিলাম এই জেলের কথা।আজ আপনাদের এত সুন্দর উপস্থাপনায় তা আর ও প্রকট হল।গায়ে কাঁটা দিয়ে উঠছিল😢😢। ভালো থাকুন আপনারা। আমরা আরও সমৃদ্ধ হলাম।😊😊

  • @MrSouvickadak
    @MrSouvickadak 10 หลายเดือนก่อน +1

    কাল তোমাদের এই ভিডিওটা তো দেখতে দেখতে আমার চোখে জল চলে আসলো। ছোটবেলা থেকে বিপ্লবীদের জীবনী পড়ে বড় হয়েছি। খুব ভালো লাগলো তোমরা ভালো থেকো। আর একটা কথা যদি তোমরা অযোধ্যা যাও রাম মন্দির দেখতে তাহলে অবশ্যই Gumnami বাবার সমাধি টা দেখে এসো তার সাথে শক্তি সিং এর বাড়িটা ঘুরে এসো যেখানে উনি জীবনের শেষ দু'বছর বা তিন বছর ছিলেন। দরকার হলে আমি কথা বলিয়ে দেবো।
    আসলে ওখানে অনেকেই গিয়েছে কিন্তু আমি তোমার চোখ দিয়ে দেখতে চাই তোমার কথা বলার এবং বাক্য চয়ন সেটা অনেক ভালো।

  • @nationfirst29
    @nationfirst29 10 หลายเดือนก่อน +13

    আমরা যদি আমাদের দেশের পর্যটন স্থানগুলিকে বেশি বেশি করে প্রচার করি, তাহলে আমার মনে হয় বিদেশে যাওয়ার কোনও প্রয়োজনই নেই। আমাদের দেশ প্রাকৃতিক ভাবে এতটা সমৃদ্ধ এবং পরিপূর্ণ যে তা ভাষায় ব্যাখ্যা করা প্রায় অসম্ভব। ধন্যবাদ শিবাজী দা এবং পৃথ্বিজিত দা।😊

    • @souvikm100
      @souvikm100 10 หลายเดือนก่อน

      ভারতে বিভিন্ন জায়গা য় যেমন ঘুরবেন বিদেশ এও ঘুরবেন সাথে সাথে। দুটো এক করলে হবেনা। ভারতের অসংখ্য দর্শনীয় স্থান আছে বলে বিদেশ ঘুরবো না এটা কোন যুক্তি নয়। ভারতে এক বিখ্যাত বাঙালি ই কিন্ত বিদেশ ভ্রমণ নিয়ে যাবতীয় কুসংস্কার, গোঁড়ামি র অবসান ঘটিয়েছিলেন। তার নাম রাজা রামমোহন রায়

  • @Pampa828
    @Pampa828 10 หลายเดือนก่อน +1

    Khub sundor ekta vlog. Cellular jail dekhe o swadhinata sangramider kotha shune chokher konta chik chik kore uthlo.

  • @nobody99186
    @nobody99186 9 หลายเดือนก่อน

    অসাধারণ একটা ভিডিও.. একটা দারুণ দামী কথা বলেছেন বাঙালী অবিস্মৃতের জাতি..আমরা আমাদের ভালো জিনিসগুলো ভুলে যেতে ভালোবাসি। এই ভিডিওটা পরের প্রজন্মের জন্য একটা সম্পদ হয়ে থাকলো

  • @babusonahalder1984
    @babusonahalder1984 10 หลายเดือนก่อน +4

    শিবাজী ও পৃথিজীৎ স্যার আমি আপনাদের প্রতিটি ভিডিও দেখেছি কিন্তু কোন কমেন্ট করিনি, অবশেষে কমেন্ট না করে থাকতে পারলাম না ,আমারও মনের মধ্যে বিপ্লবী মনটা জেগে ওঠেছে 🌷🌺 বন্দে মাতরম🌹🌻বন্দে ভারতম 💝🙏🙏🙏🙏

  • @baishalydey2910
    @baishalydey2910 10 หลายเดือนก่อน +1

    chokher jol atkano gelona . Osadharon akta episode.

  • @shibprasaddutta2658
    @shibprasaddutta2658 2 หลายเดือนก่อน

    আন্দামানের ভিডিও চিত্র সেলুলার জেল হাজতের ঘটনা খুব লোমহর্ষক, আমাদের দেশের বিপ্লবী দের,শত কোটি প্রনাম করলাম, ধন্যবাদ আপনাদেরও।

  • @saswatibanerjee2660
    @saswatibanerjee2660 10 หลายเดือนก่อน +1

    আপনাদের সব ভিডিও দেখি ভীষন ভালো লাগে।আপনাদের সাথে সাথে আমিও ঘুরি।এই ভিডিও টা দেখে যেমন ভালো লাগল তেমনি বুকের ভেতরটা কষ্টে মুচড়ে উঠল।কত সংগ্রাম কত কষ্টের বিনিময়ে স্বাধীনতা এসেছে।আমরা কি সত্যিই সেই সংগ্রামের সঠিক মর্যাদা দিতে পারছি আজ?আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর ভাবে বর্ননা র মাধ্যমে ভিডিও গুলো করার জন্য।

  • @spc3461
    @spc3461 10 หลายเดือนก่อน +7

    শিবাজি দা,
    আপনার এই ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। আন্দামানের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। বিশেষ করে কালাপানির ইতিহাস খুবই বেদনাদায়ক। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অনেক মহান মানুষকে এই কারাগারে নির্যাতন করা হয়েছিল। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।
    আপনার ভিডিওগুলো সবসময়ই খুব তথ্যবহুল এবং আকর্ষণীয় হয়। আশা করি ভবিষ্যতেও এই রকম ভালো ভালো ভিডিও তৈরি করবেন।
    আপনার ভ্রমণগুলোর শুভকামনা।
    শুভেচ্ছান্তে

  • @ranjanchakroborty942
    @ranjanchakroborty942 10 หลายเดือนก่อน +2

    আজকের সেলুলার জেলের ভিডিওটি দেখে মন অত্যন্ত ভারাক্রান্ত হলো। 2004 সালে গিয়েছিলাম আন্দামানে,সেলুলার জেলেও গিয়েছি। বাঙালি হওয়ার গর্ব এবং আত্মবিস্মৃত জাতির যন্ত্রণা অনুভব করেছি, আজকেও করলাম। খুব স্বাভাবিক ভাবেই আজকেও উঠে এলো সেই সব প্রসঙ্গ। আর একটি কথা না বলে পারছি না, নেতাজি সম্ভবত আজও যুদ্ধাপরাধী।

  • @amitghosh5170
    @amitghosh5170 10 หลายเดือนก่อน +1

    মনোমুগ্ধকর পরিবেশনা করছেন শিবাজী দা ❤❤❤ আজকের ভিডিও টা দেখে মনে কষ্ট হয়ে ছিল,, ভারত স্বাধীন করা জন্য কত বিপ্লবী কত না কষ্ট করছে,,, তাই তাদের পতির শত কোটি প্রনাম জানাই 🙏🙏🙏🙏

  • @anitagomes3713
    @anitagomes3713 10 หลายเดือนก่อน +2

    আপনাদের জন্য অশেষ ধন্যবাদ। ভাই আপনি যেভাবে বুঝিয়ে দেন, সত্যিই তুলনা হয়না । Definitely you are a great teacher. আন্দামানের ইতিহাস তো ছোটবেলা থেকেই জেনেছি কিন্ত আমাদের পূর্বপুরুষদের এই যে আত্ম বলিদান তার মূল্য আমরা মনে হয় না দিতে পেরেছি। এ বিষয়ে আমি পৃথ্বীজিত ভাই এর সাথে একমত। আপনাদের ভিডিও দেখে দেখে কত অজানা দেশ দেখছি, খুবই ভাল লাগে। ভাল থাকবেন। ধন্যবাদ। God bless. 👍🙏🏼❤️

  • @soumyakrishnahalder3008
    @soumyakrishnahalder3008 10 หลายเดือนก่อน

    শিবাজী দা, তোমার অনেক vlog ই মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে, আর এই vlog টা হৃদয়ের অন্তঃস্থলে জায়গা করে নিলো।।
    প্রথমেই বলি, এই সব বিষয় , আত্মউপলব্ধি , আত্ম বিশ্লেষণ যেসব জিনিস আমরা প্রায় ভুলতে বসেছি তা নিয়ে আলোকপাত করার জন্য অসংখ্য ধন্যবাদ।।
    সুভাষচন্দ্র বসু কে নিয়ে বললে আমার গায়ের লোম খাঁড়া হয়ে যায়,শিহরিত হই, যখন ই মন থেকে ভেঙে পড়ি, ভালো লাগে না, ওই মানুষ টা কে চিন্তা করি, ভাবী যে এই মহাজিবনের সামনে কি বা আমাদের দুঃখ , কষ্ট?! সব কষ্ট সুখ মনে হতে থাকে।।
    যে মানুষ টা আমাদের দেশে ছত্রে ছত্রে আমাদের কে স্বাধীন হতে শিখিয়েছে সে আজ অবহেলিত, রহস্য হয়ে রয়েছে তার ইতিহাস, লজ্জা লাগে, খুব যন্ত্রণা বোধ হয়।।
    যে মানুষ টি গান্ধীজি সহ প্রত্যেক কে তাদের প্রাপ্য সম্মান দিয়েছিলেন, তিনি কি তার প্রাপ্য সম্মান সিকিভাগ পেলেন?
    আজকের সমাজ, আমরা, এ চোর, এ ডাকাত, এ ঐ, এ সেই এই নিয়েই তো ব্যস্ত, এ লাল ও সবুজ, ও রাম।।
    জানি না , "অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী" , এর কতটা তাৎপর্য আমরা রাখতে পেরেছি।।
    আমি বেশ খানিকটা পৃথ্বী দা র সাথে একমত, এই মানুষ গুলোর ত্যাগ এর সিকিভাগ তাৎপর্য ও আমরা রাখতে পারিনি।।
    যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো।।

  • @BISWADIPDAS-1982
    @BISWADIPDAS-1982 10 หลายเดือนก่อน +1

    অসাধারণ অভিজ্ঞতা হলো তা ভাষায় বর্ননা করা সম্ভব নয় অনেক ধন্যবাদ Explorer shivaji channel k❤

  • @abhisheksinha9375
    @abhisheksinha9375 8 หลายเดือนก่อน

    Asadharan ekta video dekhlam.....Celular Jail er upore....eto details video er age kothao paini....ei prathom bar valo kore Shibaji dar madhyome dekhar sujog holo....

  • @triptighosh5470
    @triptighosh5470 10 หลายเดือนก่อน +1

    এত সুন্দর করে আন্দামান এর বর্ণনা করে দেখালেন এককথায় অসাধারণ। সেলুলার জেল আমাদের স্বাধীনতার একটা অংশ তো বটেই বিশেষ করে বাঙালি জাতির জন্য। 🙏।
    পরের পর্বের জন্য অপেক্ষা ।

  • @ARNABCHANDA-yg4pg
    @ARNABCHANDA-yg4pg 10 หลายเดือนก่อน

    দারুন অসাধারণ তথ্যসমৃদ্ধ একটা vlog দেখলাম। অসংখ্য ধন্যবাদ জানাই explorer shibaji দা কে।

  • @niveditamukhopadhyay2187
    @niveditamukhopadhyay2187 10 หลายเดือนก่อน +1

    Oshadharon video dekhlam dada. Apnader osongkho dhonyobad.

  • @bandanaacharyya
    @bandanaacharyya 10 หลายเดือนก่อน +1

    😊 দারুন সব আমাদের
    এই ‌জায়গা কোনো দিন ভোলা যাবে‌না খুব ভালো লাগলো দেখতে ধন্যবাদ

  • @biswajitnath3010
    @biswajitnath3010 10 หลายเดือนก่อน +16

    অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ❤ লুকিয়ে রাখা রথ্য উদঘাটনের জন্য ❤❤❤❤❤ জয় ভারত জয় নেতাজি 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @rounakgupta7441
    @rounakgupta7441 9 หลายเดือนก่อน

    আমি নিজে আন্দামান গেছিলাম 2017 সালে আপনাদের মাধ্যমে আরেকবার দেখা হয়ে গেলো। আপনাদের এই উপস্থাপনা একটি বিশেষ কারণে খুব বেশি করে ভালো লাগলো। যদিও সেই কারণ আমি এখানে আলাদা করে আর উল্লেখ করবো না। ❤

  • @INDRAJITRoyRoy-f1j
    @INDRAJITRoyRoy-f1j 10 หลายเดือนก่อน +1

    ভালো লাগলো ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম

  • @ParamitaMaitra-g2w
    @ParamitaMaitra-g2w 9 หลายเดือนก่อน

    Khub informative VDO , apnara 2 jon khub sundor bhabe bolechen khub bhalo laglo

  • @sukladutta8886
    @sukladutta8886 10 หลายเดือนก่อน +1

    গত ফেব্রুয়ারিতে গিয়েছিলাম।আপনাদের চোখে আবার দেখলাম।কিছু জায়গা নতুন দেখলাম।আমরা চাথামএ কাঠ স্লাইস করা দেখেছি।চিড়িয়াটাপুর সূর্যাস্ত অপূর্ব।পরের পর্বের অপেক্ষায় রইলাম।

  • @MdAzadMollaMolla
    @MdAzadMollaMolla 10 หลายเดือนก่อน +1

    আমি আপনাদের ১৫ জানুয়ারি ভিডিও টা দেখসিলাম আর তখনি এই টাও দিলেন মা আর ঘুমাবে না রাত্রি মনে হয় Thank you... Shibaji sir & pitti sir

  • @chitramitra6153
    @chitramitra6153 10 หลายเดือนก่อน +2

    Asadharan video

  • @dulaldas8000
    @dulaldas8000 10 หลายเดือนก่อน +1

    এক অসাধারণ অভিজ্ঞতা।এক অনবদ্য ভিডিও দেখলাম।

  • @anjankumar0054
    @anjankumar0054 10 หลายเดือนก่อน +4

    জয়তু নেতাজি সুভাষ চন্দ্র বসু , কোটি কোটি প্রনাম আমাদের ভারতবর্ষের বীর মুক্তিযোদ্ধাদের ।। সত্যি করেই তো ওনাদের বর্তমানের বলিদানে আমাদের ভবিষ্যৎ সুন্দর করে গেছেন !!!

  • @KaminiRao-lx4ll
    @KaminiRao-lx4ll 8 หลายเดือนก่อน

    চোখ দিয়ে জল এসে গেল😢😢😢 তোমাদের অনেক ধন্যবাদ❤ এভাবে সব দেখানোর জন্য❤❤

  • @ujjaldasgupta4456
    @ujjaldasgupta4456 10 หลายเดือนก่อน +1

    পৃথ্বীজিৎ এবং শিবাজী অত্যন্ত সংবেদনশীল। পৃথ্বীজিৎের কথাগুলো মনকে খুব বিষন্ন করে দিলো। সত্যি বাঙালি এক আত্মবিস্মৃত জাতি, যদি তারা তাদের পূর্বপুরুষদের কর্মে গৌরবান্বিত হতো আর বিদেশি মতবাদের পিছনে দৌড়ে না বেড়াতো তাহলে বাঙালির এই অবনমন হতোনা। ❤❤❤

  • @rimabhattacharjee1038
    @rimabhattacharjee1038 10 หลายเดือนก่อน

    Asadharon sunset, apurbo laglo 👌👌👍tabe cellular jail dekhe monta bharakranto hoye gelo 😢😢

  • @Lagoon.Tk_Shorts
    @Lagoon.Tk_Shorts 10 หลายเดือนก่อน +1

    opekhhai chilam vlog tar jonno !!!! video ta dekhe ami apluto !!!!!!! abar opekhhai thaklam notun videor jonnno !!!!!

  • @bhromontrishna
    @bhromontrishna 10 หลายเดือนก่อน +1

    অসাধারণ উপস্থাপনা। কালাপানির বৃত্তান্ত দুচোখ প্লাবিত করলো।

  • @moumitachakraborty5752
    @moumitachakraborty5752 10 หลายเดือนก่อน +12

    আজকের এপিসোড দেখে যেমন ভালো লেগেছে, তেমনই মন খারাপও হয়েছে। যাদের নিঃস্বার্থ সংগ্রামের জন্য আজ আমরা স্বাধীন, সেইসব স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমার শতকোটি প্রণাম 🙏

  • @JayantaGuchait-cn4zp
    @JayantaGuchait-cn4zp 9 หลายเดือนก่อน

    এই ভিডিও মিস্ করলে অনেক ইনফরমেশন ইতিহাস জানতে পারতাম না। ধন্যবাদ দাদা তোমাদের কে।যে স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশের জন্য আত্মত্যাগ করে গেছেন তাদের সত্যি ভোলা যায় না।তারা ছিল বলে আজ আমরা সুন্দর একটা দেশ উপহার পেয়ে ছি।

  • @jhumadeb7569
    @jhumadeb7569 10 หลายเดือนก่อน +1

    13:23 গায় কাটা দেয়.....
    14:00 কি কষ্টের জীবন....
    শত কোটি প্রণাম জানাই আমাদের স্বাধীনতা সগ্রামীদের 🙏🙏🙏🙏🙏

  • @rajghosh2029
    @rajghosh2029 10 หลายเดือนก่อน +2

    One of my Favorite travel vlog channel on youtube. Big Heart

  • @bappachatterjee2611
    @bappachatterjee2611 10 หลายเดือนก่อน +2

    Apnader presentation sobar che ye bhalo. Hat's off to both of you. 🙏🙏🙏

  • @85426411
    @85426411 10 หลายเดือนก่อน +1

    খুব খুব সুন্দর লাগলো,কোন বিতর্কিত মন্তব্য করলাম না ভালো থাকবেন আপনারা❤❤❤❤❤

  • @biswonathmanju6169
    @biswonathmanju6169 10 หลายเดือนก่อน +1

    অনেক ভালো লাগলো ভিডিও তবে ভারা কান্ত মন হয়েছিল ভালো থাকবে আপনারা

  • @abhishekbose8107
    @abhishekbose8107 8 หลายเดือนก่อน

    Dada, to be honest, tears flowed while watching the cellular jail portion. My great-grandfather was also a freedom fighter, and I have heard a collection of stories and legends about him. His name was Shri Dakhina Ranjan Mitra Majumdar, and he resided in Bhradeshwar. Incidentally, I was also born in the same municipality.

  • @fuadahmed966
    @fuadahmed966 10 หลายเดือนก่อน +2

    Salute to the warrior of Indian independence specially Netajee Suvash Bose!! Very informative historical amazing presentation. ❤ from Sylhet.

  • @foodiemaniatravelexplorer7155
    @foodiemaniatravelexplorer7155 10 หลายเดือนก่อน +1

    Ajker vlog er prithijit daar katha mainly & shibaji daar katha gulo netajike nia mon chuye galo sotti raag hche kothao okhane 1ta flag sotti obossoi drkr chlo..sotti sadhinotar daam bodh hoi amra thik bhabe kew dite pari na, netajir birthday tai akhon koto halai Kate, sotti..Other sadhinota songramider to counting a dhorlmi na, netajir birthday tai ba akhon koto Jon mone rakhe, kothai palito hoi kchu..

  • @sudeshnasanyal
    @sudeshnasanyal 10 หลายเดือนก่อน +11

    I'm so happy because of three things in this video. 1. You showed the irony that there is no tricolor at the spot where Netaji hoisted our flag. But that there is one where the PM hoisted it. Goes on to show how one hogs attention without attributing credits to the real hero. 2. That you did not once mention those cell mates, who later begged for the imperialist mercy to get out of prison. And are now being celebrated as national heroes in the current regime. 3. Also, big kudos to both of you for giving us the exact data on freedom fighters from Bengal. I had no idea that they outnumbered martyrs from the rest of the country.

    • @ayanavapal5519
      @ayanavapal5519 10 หลายเดือนก่อน +2

      Absolutely right❣️

    • @dibyadipankarroy
      @dibyadipankarroy 10 หลายเดือนก่อน +3

      সম্পূর্ণ সহমত। আপনি এই লেখাটা বাংলাতেও লিখুন। প্রয়োজন।

    • @sudeshnasanyal
      @sudeshnasanyal 10 หลายเดือนก่อน +5

      @@dibyadipankarroy ঠিক আছে। তিন টি কারণে এই vlog টি আমার কাছে উৎকৃষ্ট মনে হয়েছে। এক, মন্ত্রী পতাকা ওড়ালে, সেই ঝাণ্ডা উড়বে, অথচ দেশের জন্যে যিনি প্রাণ দিলেন, দেশকে স্বাধীন ঘোষণা করে যিনি প্রথম পতাকা উত্তোলন করেছিলেন, সেখানে পড়ে রইলো শুধু ফলক, পতাকার চিহ্ন নেই। দুই, cellular jail e সার্থক শহীদদের পাশে এমনও দুর্বল চিত্ত শখের সংগ্রামী ছিলো, যারা হয়তো ফ্যাশন করে বিদ্রোহ করেছিলেন, চাপের মুখে এরাই ব্রিটিশ শাসকের পায়ের জুতো চেটে জেল থেকে মুক্তি পেয়েছিল। আজ শুনি তারাও নাকি দারুন আত্মত্যাগী। শিবাজী ও পৃথ্বী যে একবারও তাদের cell দেখায়নি, নামও নেয়নি, তার জন্যে আমার কুর্নিশ। তিন, আমি জানতাম না ওই জেলে বাঙ্গালী বীরের সংখ্যা এতোটা বেশী। গর্বে ও শোকে বিহ্বল বোধ করেছি। অনেক ধন্যবাদ।

  • @Jahangir-1992-
    @Jahangir-1992- 10 หลายเดือนก่อน +1

    kichu bolar nei amazing video kanna pelo😢😢😢

  • @ishitasings_
    @ishitasings_ 10 หลายเดือนก่อน +1

    Chokhe jol aana r moto video korecho @shibaji da @prithwijit da. Dekha r por mone holo aamader school ba college e history ke koto inappropriately porano hoy. Because of which probably the young generation is losing interest in the subject. However i would like to congratulate you both since you both could successfully enable us feel the revolutionary, yet heart wrenching vibes in cellular jail, virtually. A much needed video for all of us to always remember the sacrifices made and keep the fire of revolution ignited in our hearts forever.🙏

  • @ArundhatiBhowmik
    @ArundhatiBhowmik 10 หลายเดือนก่อน +1

    Ki asadharon deklam bhai amader atit etihas ato sundor kore tomra bolla chokhe jol asa jay bhalo theko ja kono dino dekte pabo na Tai deklam tomader sathe❤❤❤

  • @kadu2650
    @kadu2650 10 หลายเดือนก่อน +9

    নেতাজী আজও বেঁচে আছেন সারা দেশের মানুষের মনে।

  • @parthasarathibiswas3158
    @parthasarathibiswas3158 10 หลายเดือนก่อน +1

    খুব খুব ভালো লাগলো 👌👌👌

  • @swapanbasu6460
    @swapanbasu6460 10 หลายเดือนก่อน +2

    অপূর্ব এপিসোড । অজস্র ধন্যবাদ দুই দাদা কে। জয় হিন্দ🙏

  • @arpanpal6166
    @arpanpal6166 10 หลายเดือนก่อน +1

    Kalke Republic Day chilo aj cellular jail dekhe bhroter biplobider kotha mone pore gelo salute them thanks explorer shivaji 🇮🇳🇮🇳

  • @chetanjagani3305
    @chetanjagani3305 10 หลายเดือนก่อน +1

    Interesting❤ and nice vlog beautiful narration about port blair😊

  • @shuklamajumder7232
    @shuklamajumder7232 10 หลายเดือนก่อน +1

    Khub bhalo laglo. Narration with emotion. Feeling sad.

  • @jharnabaroi3560
    @jharnabaroi3560 10 หลายเดือนก่อน +1

    Darun laglo prithwijit dar kotha r video toh ashadharon.

  • @linamukherjee6693
    @linamukherjee6693 10 หลายเดือนก่อน

    অপূর্ব সুন্দর একটি ব্লগ অনেক অজানা তথ্য জানতে পারা গেল অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন

  • @mm_magic24
    @mm_magic24 10 หลายเดือนก่อน

    দাদাভাই আমরা আন্দামানেরই বাসিন্দা। আন্দামানের ভিডিও দেখে অনেক ভালো লাগলো। তোমার ব্লগ গুলো সত্যিই অপূর্ব। আমাদের বাড়ি আপনার আমন্ত্রণ রইলো। ভালোবাসা ও প্রীতি।😊😊

  • @RadhaDey-p8s
    @RadhaDey-p8s 9 หลายเดือนก่อน

    Fatafati sunset dekhechhilam

  • @AshimRoy-k1s
    @AshimRoy-k1s 10 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো,অনেক তথ্য জানলাম, সত্যি আমাদের ভাবনার মধ্যে অনেক কিছু অজানা তথ্য দিলেন

  • @azadmollah2812
    @azadmollah2812 10 หลายเดือนก่อน +1

    Khub valo laglo. Freedom esechhe, kintu jara fight korechhilo tader amra mone rakhi na. Monta khub kharap hoye gelo..

  • @sikhamajumder8541
    @sikhamajumder8541 10 หลายเดือนก่อน +1

    খুব ভালো লাগলো আবার

  • @subhasisdas2474
    @subhasisdas2474 9 หลายเดือนก่อน

    স্বপরিবারে আপনার ভিডিও এর মাধ্যমে বিভিন্ন দেশ/শহর/গ্রাম ঘুরে বেশ ভালোই লাগছে

  • @MsMonty1958
    @MsMonty1958 9 หลายเดือนก่อน

    খুব সুন্দর আর তথ্য সমৃদ্ধ প্রতিবেদন।

  • @ReveurakaRohinee
    @ReveurakaRohinee 10 หลายเดือนก่อน +2

    Andaman is one of my bucket list....apnader video khub valo laga❤

  • @worldofjayii5046
    @worldofjayii5046 10 หลายเดือนก่อน

    কি যে ভালো লাগছে। আমার দুবার ঘোরা কিন্তু শতবার দেখেও আশ মেটে না। আমার প্রাণভোমরা যেন পোর্টব্লেয়ারে রয়ে গেছে। আপনাদের এত ডিটেলস্ পেয়ে খুব খুব আনন্দ হয়। শেয়ার তো অবশ্যই করছি। খুব খুব ভালো থাকুন।পৃথ্বীজিৎ এর কথাগুলো মাঝে মাঝে দুর্দান্ত লাগে। সুস্থ থাকবেন।

  • @MamonChakraborty-yt9wp
    @MamonChakraborty-yt9wp 10 หลายเดือนก่อน +1

    Mon kharap Kora video r ethas k srodha Kora video valo thak ben❤❤❤❤

  • @jhumadeb7569
    @jhumadeb7569 10 หลายเดือนก่อน

    অসাারন লাগলো আজকের ভিডিও....👍👍👍
    অপেক্ষায় রইলাম পরের পর্বের জন্য......

  • @ratnamukherjee5758
    @ratnamukherjee5758 10 หลายเดือนก่อน +1

    Thank you for describing everything. I became very emotional. I will see it 4 ,5 times.

  • @sanjitroy272
    @sanjitroy272 10 หลายเดือนก่อน

    দেখতে দেখতে চোখে জল চলে এলো। আপনাদের ধন্যবাদ।

  • @Subrata_roy70
    @Subrata_roy70 10 หลายเดือนก่อน

    শিবাজী দা ও পৃথিজিত দা আপনাদের আন্দামান ভ্রমণ অনবদ্য।সেলুয়ার জেলের বর্ণনা সোনার সময় গায়ের লোম গুলো খাড়া হয়ে যাচ্ছিল।জয় নেতাজি। জয় বাংলা

  • @nibhabhattacharya5076
    @nibhabhattacharya5076 10 หลายเดือนก่อน +1

    2019 e amar Andaman ghora,aaj apnar video dekhe sob memory abar fresh hoye gelo.khub valo laglo,kichu ojana kothao jante parlam.Thank you.

  • @titashsarkar6845
    @titashsarkar6845 10 หลายเดือนก่อน +2

    Excellent Dada ❤️
    Just Watching......
    Havvy Lagche👌

  • @pratimabandyopadhyay2018
    @pratimabandyopadhyay2018 10 หลายเดือนก่อน +2

    প্রথম স্বাধীনতা😅 আস্বাদনের ভূমির অঙ্গন এবং নিঃস্বার্থ জাতীয় নেতা র প্রতি সচেতন-অচেতন উদাসীনতা আমাদের প্রচন্ড ব্যথিত করে ।ভাই তোমাদের অনুভূতি সঙ্গে আমি সহমত পোষণ করি ।

  • @debasishsinghamahapatra7936
    @debasishsinghamahapatra7936 10 หลายเดือนก่อน +2

    Wish to be there someday...so beautiful n historical importance ❤❤❤❤

  • @shibsankarchoudhury328
    @shibsankarchoudhury328 10 หลายเดือนก่อน +1

    Khub bhalo laaglo apnader ai vedio dekhe
    Kintu bhablai gaye kata dai, je jader koster binimoye amara sadhin holam aj tader bhulte bosechi
    Bharoter sadhinota te sobtheke beshi obodan chilo bangali der setao bharot basi & amrao bhulte bosechi
    Eta lojja r
    Amader uchit attyo somalochona kora

  • @zahir2023
    @zahir2023 9 หลายเดือนก่อน +1

    এই চ্যানেল এর সবচেয়ে উৎকৃষ্ট দিক হচ্ছে শিবাজি দাদার গলার স্বর।

  • @sombanerjee9931
    @sombanerjee9931 10 หลายเดือนก่อน +8

    জাতীয় সঙ্গীত - রবীন্দ্রনাথ ঠাকুর
    বন্দেমাতরম - বঙ্কিম চন্দ্র চ্যাটার্জি
    জয় হিন্দ - নেতাজি সুভাষচন্দ্র বসু
    আর সেলুলার জেকে সবথেকে বেশি বন্দি - বাঙালি

    • @lifeboy1978
      @lifeboy1978 10 หลายเดือนก่อน

      তাও আমাদের মানে পশ্চিমবঙ্গের বাঙালিদের anti-indian বলে abuse করে একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দল।

  • @souviksengupta3388
    @souviksengupta3388 10 หลายเดือนก่อน +4

    দাদা কি বলবো চোখে জল চলে এলো। তবে সবাই যেমন সেলুলার জেল বলতেই সাভারকারকেই বোঝায়, বাকিরা যারা প্রাণ দিলো তাদের কথা বলেই না। আপনারা সেটা না করায় অনেক ধন্যবাদ।

  • @sudipdhar1568
    @sudipdhar1568 10 หลายเดือนก่อน +1

    Notun kore ajana Andaman ke janchi.. Darun lagche Shibaji da❤😊.. Waiting for more.. 🙏