পুরুলিয়ার মুরুগামা তে WBTDCL এর সম্পূর্ণ নতুন রিসর্ট | Family trip | Purulia Muruguma WBTDCL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 เม.ย. 2024
  • #wbtdcl #westbengal #tourism #westbengaltourism #purulia #muruguma #explorershibaji
    For online booking:
    For online booking of WBTDCL properties: wbtdcl.wbtourismgov.in/
    www.wbtdcl.com/
    MURGUMA TOURISM PROPERTY
    Contact: 6291239662
    At present 6 rooms are available for booking:
    murugumatourismproperty@gmail.com
    AC Cottage Double bedded room with balcony (Right wing) = 2500.00
    AC Cottage Double bedded room with balcony (Right wing) 2500.00
    AC Suite Dbl bedded rooms with balcony (Right wing FF) 3600
    AC Dlx Dbl bedded room with balcony (Left wing FF) 2800
    AC Dlx Dbl bedded room with balcony (4 each in Left & Right wing GF) 2500
    SHOILPIK TOURISM PROPERTY
    Contact: 9732100930
    pathikmotel@gmail.com
    A.C Deluxe Double Bedded Room = 1999.00
    A.C Standard Double Bedded Room = 1499.00
    A.C Super Deluxe Double Bedded Room = 2999.00
    AC Std Room (2nd Floor) = 1499.00
    ----------------------------------------------------------------
    WBTDCL TOURISM CENTRE
    3/2 B.B.D BAG, KOLKATA-700001
    TEL: 18002121655 (10am to 10 pm)
    e-mail: wbtdcl.helpdesk@gmail.com
    tourismcentrekolkata@gmail.com
    Toll free No. 18002121655 (10 am to 10 pm)
    +919051888171
    +91 98306 10106
    ----------------------------------------------------------------
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @explorershibaji
    -------------------------------------------------------------------------------------------------------------------
    For any query: shibaji.explorer@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Instagram: bit.ly/explorer_shibaji (Preferable)
    Facebook: bit.ly/explorershibajiFB
    Facebook group: bit.ly/bhromon_helpline
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Music from Epidemic Sound, get one month free using the following referral link:
    www.epidemicsound.com/referra...
    -------------------------------------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 856

  • @explorershibaji
    @explorershibaji  2 หลายเดือนก่อน +115

    অনেকেই প্রশ্ন করছেন আমার ছেলে মেয়ে কে নিয়ে যাই নি কেন, আসলে মেয়ে চাকরি করে ছুটি পায় নি, আর ছেলে মুম্বাইতে কলেজে পড়ে। আর শ্বশুর মশাই আসেন নি একটা অন্য কারণে।
    WBTDCL এর সমস্ত তথ্য এই ভিডিওর description box এ পাবেন।
    এরপর শনিবার শুরু হবে লাদাখ সিরিজ। ভালো থাকবেন সকলে।

    • @pabitramondal4855
      @pabitramondal4855 2 หลายเดือนก่อน +1

      DADA GALSIR UPOR DEYE GELEN BOLLEN NA . AMAR GALSI BARI . AMI MAJHE MAJHE ROY HOTEL JAI .

    • @rahulray9323
      @rahulray9323 2 หลายเดือนก่อน +1

      Very good news.

    • @jhumadeb7569
      @jhumadeb7569 2 หลายเดือนก่อน +1

      সবসময় আপনাদের ভিডিওর অপেক্ষাতে থাকি......

    • @sudeshnaroy6512
      @sudeshnaroy6512 2 หลายเดือนก่อน +1

      Hm, insta,fcbk e tomader post dekheii bujhechi j tmra Ladakh gacho

    • @arindamchoudhury873
      @arindamchoudhury873 2 หลายเดือนก่อน

      ❤❤

  • @subratadutta8451
    @subratadutta8451 2 หลายเดือนก่อน +15

    বছর 25 আগে মুরুগুমা গিয়েছিলাম। বন্ধুদের নিয়ে হঠাৎ করে যাওয়া ছিল। তখন মুরুগুমার এত প্রচার ছিল না । হাওড়া থেকে গাড়ি করে মুরুগুমা পৌঁছুতে আমাদের রাত্রি হয়ে গেছিল। তখন মুরুগুমাতে কোন বিদ্যুৎ ছিল না । খুব সম্ভবত ইরিগেশনের একটা বাংলাতে আমরা ছিলাম। হ্যারিকেনের আলোয় গা ছমছম করে একটা পরিবেশ। কিন্তু সকালবেলা উঠে যখন অযোধ্যা পাহাড় দেখলাম তখন মোহিত হয়ে গিয়েছিলাম প্রকৃতির রূপ দেখে । মুরুগুমা লেকে প্রচুর টিয়া পাখি দেখেছিলাম। আপনাদের সৌজন্যে আবার নতুন করে মুরুগুমাকে দেখলাম। প্রচুর উন্নতি হয়েছে। যদিও আদিমতা কিছুটা লুপ্ত হয়েছে, স্থানীয় লোকজনের প্রচন্ড সহযোগিতা পেয়েছিলাম।
    আবার যেতে ইচ্ছে করছে হয়তো যাবো । জানিনা 72 বছর বয়সে আবার যেতে পারবো কিনা ?
    আপনারা ভালো থাকবেন এবং আমাদের এইভাবে আনন্দ দিয়ে যাবেন । আমরা কিন্তু বন্ধুরা মিলে ওই লেকে ঘন্টা দু-এক স্নান করেছিলাম। জানিনা এখন স্নান করতে দেয় কিনা।
    শুভেচ্ছা রইল ভালো থাকবেন।

  • @smitamukherjee5368
    @smitamukherjee5368 2 หลายเดือนก่อน +3

    পুরুলিয়ায় আপনার এই পারিবারিক ট্রিপ খুবই ভালো লাগলো।আপনার মা বাবা আর শাশুড়ি মাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই।পৃথ্বিজিৎ বাবুর গান খুব ভালো লাগলো,ওনার গান পুরুলিয়া র অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যে এক অভিনব মাত্রা সংযোজন করেছে।মৈত্রী দির শিশু টিকে আদর করার যে আন্তরিকতা আর আবেগ তা আমার হৃদয় ছুঁয়ে গেলো। ওনার মা এই বয়সেও এত সপ্রতিভ ,হাসি খুশি যে ওনাকে খুব ভালো লাগলো।আপনাকে আপনার পরিবারের সাথে একদম আলাদা ভাবে পাওয়া গেলো যা এই ব্লগ কেআরো বেশি চিত্তাকর্ষক করেছে।অযোধ্যা পাহাড়ের সৌর্ন্দয অতুলনীয়।পরিশেষে বলি, আপনার বাবা মা শাশুড়ি সবাইকে আবির দিয়ে প্রণাম করা,মৈত্রী দির সবাইকে আবির দেয়া খুব ভালো লাগলো। আপনি সপরিবারে এভাবেই মজা,আনন্দ করে খুব ভালো থাকুন।👍👍🙏

  • @kishorechaudhuri9180
    @kishorechaudhuri9180 2 หลายเดือนก่อน +6

    গত জানুয়ারি মাসে অযোধ্যা পাহাড় সহ মুরুগুমা ঘোরার সুযোগ হয়েছিল। যদিও তখন পলাশ ছিল না,তবুও অসাধারণ প্রকৃতি দেখে মুগ্ধ হয়েছিলাম।এই ভিডিও দেখে সেই মুগ্ধতা আরো কয়েক গুণ বেড়ে গেল।Explorer Shibaji দিনে দিনে নিখুঁত উপস্থাপনার শিখরে উঠছে।

  • @deeprajroy4355
    @deeprajroy4355 2 หลายเดือนก่อน +2

    এর থেকে ভালো ব্লগিং আর কিছু হতে পারে না। এইরকম পরিবার আর বন্ধু যার আছে সে সত্যিই ধনী। আর তার সাথে এই স্বামী স্ত্রীর খুনসুটি,, অনবদ্য ❤

  • @samikmisra1420
    @samikmisra1420 2 หลายเดือนก่อน +5

    কাল কাশ্মীর থেকে ফিরলাম।তাই তোমাদের এই মনোমুগ্ধকর উপস্থাপনা দেখতে দেরি হয়ে গেলো।prithijit দার অসামান্য গান। just awesome।আর একটা কথা কাছে পিঠে কোথায় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে তোমরা আমাদের তমলুক আসতে পারো।ভালো থেকো তোমরা।

  • @rashidasultana7982
    @rashidasultana7982 2 หลายเดือนก่อน +23

    খুব খুশী লাগছে নোটিফিকেশন পেয়ে।পৃথ্বীজিৎ দাদার গান অসাধারণ।পরিবার নিয়ে বেড়ানোর মজা অন্য রকম আনন্দ।❤❤❤

  • @abhisekhalder409
    @abhisekhalder409 2 หลายเดือนก่อน +4

    আপনার মা আর বাবাকে একসাথে দেখে খুব খুশি হলাম। প্রণাম জানাই ওনাদের। পৃথ্বীজৎ বাবুর তুলে দেওয়া আপনাদের এই ছবিটা দারুণ হয়েছে।

  • @manjaritachakrabarty9876
    @manjaritachakrabarty9876 2 หลายเดือนก่อน +1

    আমি আর আমার ছেলে আপনাদের বিশেষ অনুরাগী।
    তাই আমরা আপনাদের এই ভাষা উত্তীর্ণ স্বীকৃতি তে খুব খুশি।

  • @spc3461
    @spc3461 2 หลายเดือนก่อน +10

    এই ভিডিওটি দেখে আমি সত্যিই মুগ্ধ! পুরুলিয়ার মুরুগামা এবং WBTDCL এর নতুন রিসর্টের সৌন্দর্য এবং পরিবেশ অসাধারণ। পরিবারের সাথে এমন একটি ট্রিপ সত্যিই মনে রাখার মতো। ধন্যবাদ, Explorer Shibaji, এমন একটি চমৎকার ভিডিও তৈরি করার জন্য এবং আমাদের সাথে শেয়ার করার জন্য।

  • @mridulsengupta4649
    @mridulsengupta4649 2 หลายเดือนก่อน +3

    দারুন অভিভূত হলাম এই ভিডিওটা দেখে। একদম অন্যরকম। শুরুতেই পৃথ্বীজিৎ বাবুর অসাধারণ গান এবং শিবাজি দাদার বাবা, মা, শাশুড়ি মা কে নিয়ে শুভ দোল পূর্ণিমার আবির রাঙানো দেখে শ্রদ্ধায় আমার চোখ সিক্ত হয়ে গেছে।

  • @ranasdiary4355
    @ranasdiary4355 2 หลายเดือนก่อน +8

    এটা সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা একটা ভিডিও। যতই বিদেশের ভিডিও দেখি, এই পুরুলিয়া, দার্জিলিং আলাদাই একটা ব্যাপার ❤

    • @chinmoypal1399
      @chinmoypal1399 2 หลายเดือนก่อน +1

      ekdom,moner kotha bollen.

  • @Ugtraveleatbhappy5
    @Ugtraveleatbhappy5 2 หลายเดือนก่อน +3

    Daroooon
    Amra Prithwijit er comments er jonyo wait koree
    Simply phaataphatee
    Beautiful video with family

  • @chandrimaroy6804
    @chandrimaroy6804 2 หลายเดือนก่อน +2

    চোখ ভোরে শুধু উপভোগ করলাম অসাধারণ সৌন্দর্য ❤❤❤
    আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা 🙏❤️🙏❤️🙏

  • @thebongvisitors7554
    @thebongvisitors7554 2 หลายเดือนก่อน +4

    কি সুন্দর সবাই একসাথে পলাশ বনে আনন্দ করছেন, West Bengal Tourism এর রিসোর্ট গুলো সত্যি সুন্দর, আমি শান্তিনিকেতনে ছিলাম, আমার সব থেকে ভালো লাগে কোল বালিশ দেয়, খাবারে আলুপস্ত থাকে । সব মিলিয়ে দারুন😊

  • @ashishkumarmandal6406
    @ashishkumarmandal6406 2 หลายเดือนก่อน +1

    সত্যি বলতে এখন কেবল আমি ভিডিওটি শুরু করেছি তাতেই কেমন যেন আলাদা অনুভুতি হতে শুরু হয়েছে। এবং গায়ে পুরো কাঁটা দিচ্ছে। এবং নতুন করে প্রিয়তমা ও প্রকৃতির প্রতি প্রেম সৃষ্টি হচ্ছে ❤

  • @rejaulkhan5772
    @rejaulkhan5772 2 หลายเดือนก่อน +4

    অপূর্ব ❤এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ❤ সে যে সকল দেশের রানী শুধু আমার জন্ম ভুমি

  • @fahimafaruk6739
    @fahimafaruk6739 2 หลายเดือนก่อน +3

    কখনো স্বচক্ষে দেখা হবে কিনা জানিনা! তবে আপনাদের সাথে প্রাণ ভরে উপভোগ করলাম পলাশের সৌন্দর্য ❤❤❤

  • @suchandratarafdar
    @suchandratarafdar 2 หลายเดือนก่อน +2

    খুউব ভালো লাগলো .. সবাই মিলে দোলের আনন্দে মেতে ওঠা.. মাসিমার নাচে ও পৃথ্বিজীতের গানে মন আনন্দে টই টুম্বুর.. ভালো হয়ে গেল মন❤️❤️😍😍😊😊

  • @shuvrachatterjee9016
    @shuvrachatterjee9016 2 หลายเดือนก่อน +3

    পুরুলিয়া বাকুড়া আমার সবসময় প্রিয় জায়গা !! এক অনবদ্য অনুভুতি !! বন্য সারল্যে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা

  • @sukhendugoswami1938
    @sukhendugoswami1938 2 หลายเดือนก่อน +3

    WBTDCL এর resort টা দারুন। আপনার ভিডিওটি দেখে নতুন করে আর বলার কিছু নেই, খুব ভালো।

  • @pubalichakraborty4595
    @pubalichakraborty4595 2 หลายเดือนก่อน +1

    কি দুর্ভাগ্য আমার😢😢 কি miss করলাম। আগে জানলে সেই দিন বিকেলই যেতাম। আমারা সকালে ওখানেই breakfast করে. Tower এ উঠে পুরো view ছবি নিয়ে ছিলাম। সারাদিন পাহাড়েই ঘুরেছি। আমি আর husband মিলে প্রচুর ছবি তুলেছি ঠিক আপনাদেরমত ।ঘটনাচক্রে আমরাও খরড়দহ, কর্মসুত্রে এখন এখানে আছি।
    অপূর্ব সুন্দর এই পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য। 21:32

  • @abhijeetbarua3151
    @abhijeetbarua3151 2 หลายเดือนก่อน +1

    দাদা যদিও এখনো পুরো ভিডিও টা দেখা শেষ করিনি তারপরও বলতে হচ্ছে এটা আমার দেখা সেরা ভিডিও গুলোর একটা যেখানে আপনি বৌদি, মেসো মাসী, বৌদির মা, পৃতিজিৎ দা আর প্রকৃতি মিলেমিশে একাকার। অসাধারণ দাদা। আপনার মা বাবাকে আজকেই প্রথম দেখলাম। আমি সামনে প্লান করতেছি মা বাবা শশুর শাশুড়ী কে নিয়ে কক্সবাজার যাবো

  • @gargibasu6970
    @gargibasu6970 2 หลายเดือนก่อน +4

    খাওয়াদাওয়া, বেড়ানো, থাকার ব‍্যবস্হা সবকিছুই অসাধারণ 👌🏼 তবে এই পর্বে দারুণ পাওনা, মৈত্রেয়ীর "মা".. ভীষণ sweet, cute & sporting মাসিমা ❤ কি সুন্দর নেচে গেয়ে আনন্দে মেতে উঠছিলেন, বেড়ানোকে এভাবেই উপভোগ করা উচিত 👌🏼

  • @ShibenduLaha
    @ShibenduLaha 2 หลายเดือนก่อน +46

    ফাটাফাটি উপস্থামনা...গুটিকয়েক Haters রা তো থাকবেই... তাদেরকে Just Ignore করে আপনি এবং Prithwijit দা এগিয়ে চলুন..❤❤

  • @tapaskmitra6263
    @tapaskmitra6263 2 หลายเดือนก่อน +3

    পৃথ্বী জাস্ট ফাটাফাটি। তোমার প্রেমে পড়ে গেলাম ভাই। কি গাইলে!

  • @kakalisahakhaskel768
    @kakalisahakhaskel768 2 หลายเดือนก่อน +1

    বেশ ভালো লাগলো ঘুরে বেড়াতে। তোমাদের চোখ দিয়ে আমরা দেখেছি,সব বিজ্ঞানের অবদান।সঙ্গ তোমাদের উদারতা। ভালো থেকো তোমরা।

  • @gopamaulik3474
    @gopamaulik3474 2 หลายเดือนก่อน +2

    Ajker episode ta amar extraordinarily bhalo laglo .
    Aro erokom episode kore jao .shubhechha roilo

  • @sudipchakravarty7268
    @sudipchakravarty7268 2 หลายเดือนก่อน +1

    Prithwijit. Very well sung.

  • @sharmisthaadhikary208
    @sharmisthaadhikary208 2 หลายเดือนก่อน +1

    Ami Purulia r meye r Murguma amar kormokhetro actually puro Kotshila block ta jurei chute berai.Khub valo laglo dada Tobe ro valo lagto jodi dekha hoto Pritthi da tomar gaan khub enjoy korlam ❤❤

  • @tapasisanyal3350
    @tapasisanyal3350 2 หลายเดือนก่อน +1

    Khub khub khub valo laglo , charpaser prakriti ke dekhe ekbare mugdhho hoyegelam. Madam ke ektu gambhir lage se e tulonaye onar maa khub uchhol. Gaan o poribesh milemise ekakar hoye gelo. Thank you so much❤❤

  • @user-ow3qv4ix1h
    @user-ow3qv4ix1h 2 หลายเดือนก่อน +6

    দেখলাম .. কিন্তু, একটা কথা না বলে পারছি না .. আমার যতদুর জানা, পলাশ বছরে একবারই ফোটে। সেই ফোটা ফুল একবার তুলে নিলে সেই বছরে আর ফুটবে বলে মনে হয় না। ঝরে পড়া ফুল নেয়া যেতেই পারে। কেন বলছি কথাটা, নিশ্চয়ই বুঝতে পারছেন। সুতরাং, সব ট্যুরিস্টরা মিলে যদি ফুল তুলতে শুরু করে, তাহলে তো গাছের সেই সৌন্দর্য দেখার আনন্দ পরবর্তীতে অনেক ট্যুরিস্ট-র ভাগ্যে নাও জুটতে পারে। কথাগুলো লিখলাম বলে কিছু মনে করবেন না যেন, আমি আপনাদের খুবই অনুরাগী 🙏

  • @bapibosr1383
    @bapibosr1383 2 หลายเดือนก่อน +1

    পুরুলিয়া ব্লগের শুরুতেই পৃথিজিত দার গান আসাধারণ।

  • @sarmilabhunia1553
    @sarmilabhunia1553 2 หลายเดือนก่อน +1

    ফ্যামিলি নিয়ে ঘোরার মজাই আলাদা। ভালো লাগলো

  • @rumkipaul1321
    @rumkipaul1321 2 หลายเดือนก่อน

    অপূর্ব সুন্দর পুরুলিয়া। আর সবাই মিলে আপনারা যা আনন্দ উপভোগ করলেন তা আমরাও সমান ভাবেই পেলাম। ❤

  • @koloco
    @koloco หลายเดือนก่อน +2

    From Day 1, in their earliest vlogs to today, Shibajida and Prithvijeetda have been steadfast in their message against littering and for a cleaner environment. Thank you! You should be designated environment champions for Bengal.🙏🙏🙏
    I wish there were more people conveying this message, and personally I have been picking up other's trash in airports and trains (in front of the offenders). We need to do more to fight this battle.🙏

  • @ujjwalbaral6250
    @ujjwalbaral6250 2 หลายเดือนก่อน +1

    দাদা, অন্য রূপে রূপসী বাংলা,, তোমাদের চোখ দিয়ে সত্যিই অসাধারণ

  • @kakalibanerjee9322
    @kakalibanerjee9322 2 หลายเดือนก่อน +2

    খুব ভালো লাগলো আজকের পর্ব দেখতে Explorer Shibaji ar Moner manush Pritthwijeet ❤❤️ খুব ভালো লাগলো তোমার গান পৃথ্বীজীৎ, পরিবার- পুরুলিয়া - পলাশ------সব মিলিয়ে অসাধারণ একটি আনন্দময় সফর😊❤

  • @creepy_clips
    @creepy_clips 2 หลายเดือนก่อน

    পৃথ্বীদার গান টা জাস্ট ফাটাফাটি,ভিডিও ভীষণ ভালো লাগলো 👌👌

  • @krishnamitra812
    @krishnamitra812 2 หลายเดือนก่อน

    Asadharan prithijit babur gan sune mugdhaya hoye gelam khub valo theko ❤❤❤

  • @avikmajumder7034
    @avikmajumder7034 2 หลายเดือนก่อน +5

    পৃথ্বীজিৎ দার গান ছাড়া এই ব্লগ অসম্পূর্ণ থেকে যেত। খুব সুন্দর গলা পৃথ্বীদার। ❤❤ সপরিবারে এই পুরুলিয়া ব্লগ এককথায় দারুন লাগল। ❤❤ (from Belgharia, Nimta)

    • @JayaDeb-kn4wz
      @JayaDeb-kn4wz 2 หลายเดือนก่อน

      Darun. Dada.

  • @siddhantaghosh9498
    @siddhantaghosh9498 2 หลายเดือนก่อน

    Khub sundor laglo.....ektu onnorokom hoeche.....adda, anondo, ghora sob aksathe khub sundorvabe uposthapito hoeche. Darun.

  • @manasibiswas4993
    @manasibiswas4993 2 หลายเดือนก่อน +1

    Khub valo laglo. Purulia Ayodhya pahar e thekechhi o ghurechhi. Muruguma besh laglo❤️❤️🙏🙏

  • @pinakibuxi7176
    @pinakibuxi7176 2 หลายเดือนก่อน +1

    দৃশ্যায়ণের পাশাপাশি গ্রন্থনাও অপূর্ব!

  • @abhishekchakraborty3389
    @abhishekchakraborty3389 2 หลายเดือนก่อน

    ভিডিও র শ্রেষ্ঠতম মুহুর্ত হল...মাসীমার নাচ, ভালো থাকবেন মাসীমা।

  • @eshitasmelodicmoods
    @eshitasmelodicmoods 2 หลายเดือนก่อน +1

    So the best part in this video was Maitri boudi holding the cute baby in her arms.. touched my heart..God bless the beautiful baby❤❤❤❤

  • @sandipdas5815
    @sandipdas5815 2 หลายเดือนก่อน

    খুব সুন্দর মুরুগুমা । সবাই ভালো থাকবেন । পরের ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম ।

  • @sandipghosh8215
    @sandipghosh8215 2 หลายเดือนก่อน +32

    পৃথিজিৎ দা, ওটা লাংটা ইঁদুর নয়, নেংটি ইঁদুর এ ঢোল কাটে হবে। নেংটি ইঁদুর মানে হচ্ছে ছোট ইঁদুর। পুরুলিয়া র ভাষাতে শুধু গান গাইলে ই হবে না, ভাষা টাকে বুঝে গান টা হলে ভালো হয়। আপনার গলা সত্যিই সুন্দর।

    • @panchmiseli
      @panchmiseli 2 หลายเดือนก่อน +9

      এই তো মুশকিল কাকু, গানে তো আর নিজের মত ভাষা ব্যবহার করা যায় না। যে কথা লেখা আছে সেটাই গাইতে হয়। গানের কথায় পৃথিজিৎ দা যা গেয়েছেন তাই আছে। আপনি একবার বরং lyrics টা google করে নিন। ভূল ভেঙে যাবে আপনার।

    • @mayukhpurkayastha2649
      @mayukhpurkayastha2649 2 หลายเดือนก่อน +2

      সঠিক বলেছেন শব্দের জগৎ টাকে তার নিজের দৃষ্টিকোণ থেকেই দেখতে হবে।সুরটা এবং কণ্ঠ পৃথ্বীজিৎ sir এর অসাধারণ ছিলো scientifically. ❤❤❤ language এর সৃষ্টিটা অবশ্য deeply Very mysterious ❤

  • @jayantichakraborty5105
    @jayantichakraborty5105 2 หลายเดือนก่อน +1

    Polash er rupe chokh dhadiye gelo r tar sathe Prithhijit babur Gan r Mashimar nritto ...opurbo❤

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 2 หลายเดือนก่อน +2

    গল্পের শুরুতেই পৃথ্বিদার গান ফাটাফাটি ❤🙏

  • @tanmoyroy8490
    @tanmoyroy8490 2 หลายเดือนก่อน

    Darun akta blog,,,,eto sundor amader puruliya,,,,akta sundor jaiga ke tomra tomader video diye ero anak sundor kore tolo,,,,thank u so much & congratulations to all of u....🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @sarmisthabakshi377
    @sarmisthabakshi377 2 หลายเดือนก่อน +1

    👍😊❤️ মুরুগুমায় পর্যটন দপ্তরের থাকার জায়গা দেখে ভালো লাগলো । আমি যখন গিয়েছিলাম তখন কিছুই ছিলোনা

  • @sunitadas2211
    @sunitadas2211 2 หลายเดือนก่อน

    Apnader sob video dekhi khub khub valo lage. Apnader chokh dea sara dunia dekhi

  • @ARNABCHANDA-yg4pg
    @ARNABCHANDA-yg4pg 2 หลายเดือนก่อน

    Blockbuster পরিবেশনা হয়েছে ❤

  • @kousikpal1206
    @kousikpal1206 2 หลายเดือนก่อน

    Mon vore jay amader deser video dheke, its more relaxing than abroad video.❤

  • @parimalbose1394
    @parimalbose1394 2 หลายเดือนก่อน +3

    Prithwijeet , as usual was at his best . Very subtle sense of humour. Keep it up .

  • @pradipbhattacharjee.5823
    @pradipbhattacharjee.5823 2 หลายเดือนก่อน

    আপনাদের অসাধারণ উপস্থাপনার জন্য সব কটি ব্লগ দেখার আলাদা আকর্ষন।অপূর্ব তথ্য সমৃদ্ধ ব্লগ।সাথে এই ব্লগটির আকর্ষন হল শিবাজী দার স্মার্ট শ্বাশুরি মাতা।

  • @niveditaroy2964
    @niveditaroy2964 2 หลายเดือนก่อน +2

    How beautifully expressed the joy by Moitri mam's mother, dancing to the music. Good to see them enjoying the beautiful tranquil place. " Didar Polasher bon, palabo palabo mon ". Yet another beautiful video.

  • @sanjaydhar3829
    @sanjaydhar3829 2 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো এই পারিবারিক ভ্রমনের ভিডিও। ❤❤❤❤

  • @rimabhattacharjee1038
    @rimabhattacharjee1038 2 หลายเดือนก่อน

    Wow sab miliye Asadharon,paribar sange dekhe khub valo laglo 👌👌👍

  • @arnabbose4332
    @arnabbose4332 2 หลายเดือนก่อน

    Darun laglo. Jhokkhoke, smart presentation.

  • @swapanbanerjee6421
    @swapanbanerjee6421 2 หลายเดือนก่อน +1

    আমি ডিসেরগড় গ্রামেই থাকি। আমাদের ওপর দিয়ে গেলেন এবং শিবাজীদার মুখে গ্রামের নামটা শুনে ভীষন ই ভালো লাগলো। সব ই দেখা যআয়গআ রিসর্ট বাদ দিয়ে। তবে গড় পঞ্চকোট এ আপনারা সেখানে কুমড়ো ফুলের বড়া খাচ্ছিলেন সেই দোকানে দেশী মুরগীর মাংস বললে রেঁধে দেয় । খুবই ভালো খেতে। পরিবার নিয়ে বেড়ানোর আনন্দ ই আলাদা, যেটা আমরা ওদের ব্যাস্ততার কারনে খুবই মিস্ করি । যাই হোক আপনারা ভালো থাকবেন ।

  • @PassionTune
    @PassionTune หลายเดือนก่อน

    আন্তরিকতার বন্ধনে, বন্ধুত্বের উষ্ণতায়,প্রেমের মধুর্যে, সর্বোপরি বাংলার ভুবনভোলা প্রকৃতির সান্নিধ্যে আপনাদের এই এপিসোড টা কেন জানি চোখে জল এনে দিলো। প্রাণ ভরে গান শুনলাম, আর চোখ ভরে দেখলাম। অক্ষয় হোক আপনাদের সবার মেলবন্ধন।

    • @explorershibaji
      @explorershibaji  หลายเดือนก่อน +1

      আন্তরিক ধন্যবাদ!! ভিডিওর মাধ্যমে আপনাদের হৃদয়ে জায়গা পেয়েছি, এটাই আমাদের পরম পাওয়া। ভালো থাকবেন।

  • @zakirhossain1258
    @zakirhossain1258 2 หลายเดือนก่อน

    আপনার প্রত্যেকটা ভিডিও আমি দারুণ উপভোগ করি।

  • @shampitaroy8131
    @shampitaroy8131 2 หลายเดือนก่อน

    খুবই সুন্দর wbtdc এর প্রপার্টি। আমরা গত বছর দু বার মুরুগুমায় গেছিলাম।ওখানে পলাশ বিতানে থেকেছিলাম।তখন এই প্রপার্টি টা তৈরি হচ্ছিল।

  • @sujatachandra3185
    @sujatachandra3185 2 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো। পলাশের রং দেখে মন ভরে গেল। ভালো থাকবেন।

  • @hrik_0782
    @hrik_0782 2 หลายเดือนก่อน

    Dada amra 13th April 2024 purulia jabo thik korechi, sei moto amra hotel book kori kushalpalli but 13th April room paini 14th April payachi ,amra 14 tarikh kushalpalli bookkori. Amra thik kori purulia giye kono hotel 13 tarikh niye nebo. 13 tarikh morning e journey start karer 1 hour aage apner eai vedio ta dekhi ebong sathe sathe wbtdcl murguma tourist property book kori and ese amader khub valo lage darun chilo eta ,thank you so much

  • @jhumadeb7569
    @jhumadeb7569 2 หลายเดือนก่อน

    30:34 Just Wow👍
    আপনার আগের পুরুলিয়ার ভিডিও দেখেছি....খুব ই ভাল লেগেছে....

  • @parthasarathimukherjee7551
    @parthasarathimukherjee7551 2 หลายเดือนก่อน

    এভাবে আরও সপরিবারে family trip করুন, খুব ভালো লাগলো মুরগুমা ।

  • @banighosh9288
    @banighosh9288 2 หลายเดือนก่อน

    দারুন। দারুন। পৃথ্বিদার গান তো ফাটাফাটি।‌ শিবাজী দা সত্যি ই কোনো কথা হবে না । বৈশাখের আগমনে আগাম শুভ নববর্ষ। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Songeetchorcha_Rupa
    @Songeetchorcha_Rupa 2 หลายเดือนก่อน +1

    Apnar ager murguma r vdo dekhe goto bochor dol e gechilam , bhison bhalo legechilo , abar nxt yr bhabchi jabo , boraborer moto ebar o vdo khub valo laglo

  • @pradipmajumdar8783
    @pradipmajumdar8783 2 หลายเดือนก่อน +1

    Video ta khub valo laglo, dubar dekhlam ekbar mobile e ar ekbar baro screen e. Purulia episode ta darun laglo. Prithwi babu anobadyo.

  • @samirsamir6107
    @samirsamir6107 2 หลายเดือนก่อน

    আমার মুরগুমা কাছে বেগুনকোদর গ্রামে বাড়ি ।আমি প্রায়ই মুরগুমা যায় এবং ওখানে গেলে একটা আলাদা অনুভুতি হয় । এখানে আসার সব চেয়ে ভালো সময় হলো বসন্তকাল ।❤❤❤❤❤❤ ।

  • @sanjuktabagchi2404
    @sanjuktabagchi2404 2 หลายเดือนก่อน +1

    খুব খুব ভালো লাগলো ভিডিও টা দাদা পৃথ্বীদা খুব ভালো লাগলো পরিবারের সদস্যদের নিয়ে ঘোরা র ভিডিও।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sarikabhattacharyaray7924
    @sarikabhattacharyaray7924 2 หลายเดือนก่อน

    Anekdin bade apnader vlog dekhbar somoi pelam, khub bhalo laglo vlog ta.

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 2 หลายเดือนก่อน

    asadharon anabadyo atuloniy polasher somahar, mon bhore galo, durdanto shal bone chaoa pother rup, choto choto gramguli ki sundar r gaamer khuder bachchatike dekhlei ador korte ichche korche, apurbo view point theke Muruguma hrader soundarjyo, charidike pahar beshtito ei hrader joler abha anupam, darun laglo upper dam er rup, Chorida gram e apurbo sob mukhosher sombhar

  • @samitabasu9629
    @samitabasu9629 2 หลายเดือนก่อน

    বসন্তে দারুন গন্তব্য। Background music তো নাড়িয়ে দিল।

  • @avisekghosh6375
    @avisekghosh6375 2 หลายเดือนก่อน

    Khub bhalo laglo apnar full family ke dekhe, murugama property ta darun baniyeche.

  • @maloypramanik4250
    @maloypramanik4250 2 หลายเดือนก่อน +1

    Apnader boro dorshok, valo lage, apnara onek jaigai ghurte jan somvov hole samne borsha kal ar moddhe wb te kothao ghurte gele bot gach, ba asostho gach lagiye asle valo hoi. Dhonnobad, eta anurodh matro

  • @MahuaChakraborty-jt1eq
    @MahuaChakraborty-jt1eq 2 หลายเดือนก่อน

    দারুণ লাগলো, সবকিছু মিলিয়ে অপূর্ব

  • @swetamukherjee4772
    @swetamukherjee4772 2 หลายเดือนก่อน

    Darun sundor sobai ekee rokom enthusiastic, sundor poribar 💕🌸

  • @sumanmotto
    @sumanmotto 2 หลายเดือนก่อน +2

    It is just before Palashbitan ,,, We went there since 2017, there was a CRPF camp in that particular place where WBTDCL murgama developed .. Nice to See Shibaji da there !

  • @rashmibhattacherjee6206
    @rashmibhattacherjee6206 2 หลายเดือนก่อน

    বাড়ির এত কাছে আমাদের এখনও যাওয়া হয়েছিল না এই ভিডিও ফুটেজ দেখে আমাদের খুব যেতে ইচ্ছা করছে।অজস্র ধন্যবাদ।

  • @rairanji
    @rairanji 2 หลายเดือนก่อน

    মুগ্ধ হয়ে যাচ্ছি...... নেশার মতো দেখছি.....

  • @anupamsinharoy1011
    @anupamsinharoy1011 2 หลายเดือนก่อน +1

    অসাধারণ! পলাশ ফুলের মালা পরনে! কুমড়ো ফুলের বড়া চায়ের সাথে!

  • @ParthaPorey
    @ParthaPorey 2 หลายเดือนก่อน

    মা বাবা নিয়ে বেড়াতে যাওয়ার মজাই আলাদা দাদা।সব কিছু পূর্ণতা পাই

  • @papitachatterjee689
    @papitachatterjee689 2 หลายเดือนก่อน

    Wowww osadhaaaran view
    মন জুড়িয়ে গেলো

  • @sabyasachisen698
    @sabyasachisen698 2 หลายเดือนก่อน +1

    Outstanding video as usual.
    Both you and Prithwijit excel all throughout.

  • @rahulkansabanik114
    @rahulkansabanik114 2 หลายเดือนก่อน

    Apnar babaa maa ke dekhe khub bhalo laglo. Ami ei first time onader deklam. #explorershibaji

  • @NanditaMukherjee-qx7ht
    @NanditaMukherjee-qx7ht 2 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো, মুখোশ গ্রামে আপনাদের সাথে দেখা হয়েছিল

  • @user-cz6eg7bg2x
    @user-cz6eg7bg2x 2 หลายเดือนก่อน

    Lal Palash dekhe Mone hocche jungle a aagun doreche, uff apurbo, aitai sob chaite bhalo laglo 💖💞

  • @suchi12311
    @suchi12311 2 หลายเดือนก่อน +1

    একটাই বক্তব্য, বর্ষা তেই যেতে হবে, দারুন লাগবে প্রকৃতি ❤

  • @indranimukherjee5935
    @indranimukherjee5935 2 หลายเดือนก่อน

    Opurbo...bideshe thakar doulote sob place e Jawa hoye Athena,thank you for your vlog.

  • @Saibal_DEY
    @Saibal_DEY 2 หลายเดือนก่อน +1

    Durgapur Hool Exp. Purulia eisob miliye sotti emotional hoye porlam apnar ei video dekhe ❤

  • @SubhadipMakar
    @SubhadipMakar 2 หลายเดือนก่อน

    কর্মসূত্রে আমার বাবার প্রথম পোস্টিং পুরুলিয়ার রামকানালী তে। আমার জন্ম সেখানেই। জন্মে থেকে আমি গড়পঞ্চকোট পাহাড় দেখে আসছি। আমাদের কোয়ার্টারের জানালা থেকে আর ছাদ থেকে গোটা পাহাড়টাই দেখা যেত। এখনো মনে আছে শীতের দুপুরে ছাদে রোদ পোহাতে পোহাতে বাবা হঠাৎ করে বলতো আমরা সবাই কোথাও ঘুরে আসি। যেই বলা সেই কাজ। আমরা সবাই তৎক্ষণাৎ রেডি হয়ে বেরিয়ে পড়তাম আশেপাশের গ্রাম ঘুরতে। দুপুরবেলা বেরিয়ে সন্ধ্যের মধ্যে আবার বাড়ি ফিরে আসতাম। শালবনের মাঝে মাটির রাস্তা আর স্কুটারে আমরা চারজন। তখন দিনকাল এখনকার মত একদমই ছিল না। ওখানকার সাঁওতাল গ্রাম গুলোয় সভ্যতার ছোঁয়া তখনও লাগেনি। অনেক ছোট ছোট পাহাড়, গ্রাম আর গ্রাম্য মেলা আমরা ঘুরেছি। বাবার স্কুটারের সামনে বসে দেখা এইসব গ্রাম, পাহাড়, মানুষ আজও আমার চোখে ভাসছে। মাইথনের মজুমদার নিবাস আমার কাছে সেকেন্ড হোম এর মত ছিল। বরন্তি লেকের ধারে কত পিকনিক করেছি। কিন্তু ২০০৩ সালে যখন বাবার ট্রান্সফার হয়ে আমাদের সবাইকে দুর্গাপুর চলে আসতে হলো তখন ওইসব জায়গা গুলোকে খুব মিস করতাম... আজও করি।। গত ১২ বছর হল আমি কলকাতায় সেটেলড। কিন্তু আজও আমার মনে রামকানালী কথা গেঁথে আছে। লকডাউনের সময় যখন একা কোভিড নিয়ে বাড়িতে আইসোলেটেড সেই প্রচন্ড কষ্টের সময় আমি আপনার চ্যানেলটি আবিষ্কার করি। খুঁজে পাই পুরুলিয়ার সব vlog। আজ এই vlog টা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। স্কুল থেকে ফেরার পথে রাস্তার দুই ধারে এরকম সঙ্গী হয়ে থাকত পলাশের ফুল। রংগুলো একটু ফিকে হয়ে এসেছিল, আপনার ভিডিও দেখে আবার তাজা হয়ে উঠেছে। এরকম আরো ভিডিও আপলোড করতে থাকবেন। কর্পোরেটের সাদা কালো দিনগুলোয় আপনার ভিডিওর রঙিন ছোঁয়া অমায় শৈশবের কথা মনে পড়িয়ে দেয়।।

  • @user-ug6dz9hf6d
    @user-ug6dz9hf6d 2 หลายเดือนก่อน

    Khub bhalo laglo family trip.Ami ekhon usa western parte achhi,ekhono palash o cherry phool er combo dekhe mon bhalo hoye giyechhe.

  • @sarnalidatta6889
    @sarnalidatta6889 2 หลายเดือนก่อน

    R maitri debir ma thk jno amr didar moto akdm energetic and anondomoi❤❤khb misti laglo 2 Dida k..ami ai ato dure Bose guwahati thke amdr west Bengal k khb miss krchi r asb dkhchi

  • @ruchiritaroy7446
    @ruchiritaroy7446 2 หลายเดือนก่อน

    পলাশের আনন্দ গুলো খুব ভালো লাগলো। ❤❤

  • @mukulkarmakarwb153
    @mukulkarmakarwb153 2 หลายเดือนก่อน +1

    বাহ্ ! খুব সুন্দর ভয়েস ওভার.

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 2 หลายเดือนก่อน

    Last Sunday 2 days Muruguma te theke asechi.Abar dekhe khub bhalo laglo.WBTDLC r rest house ta o dekhechi khub sundor.Palash apner vedio to akdom mon khele dhara diyeche.Apnara bhalo thakbenSokol ke Bengla Noboborsho r agam subhechha roilo.