গার্মেন্টসের মেয়ে শুনলে বিয়ে আসেনা ! Branding Bangladesh I Episode :41 I Studio of Creative Arts ltd

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 1.6K

  • @mdsojon525
    @mdsojon525 ปีที่แล้ว +74

    আমি ছয় মাস চাকরী করেছি গার্মেন্টস এ মাএ ৩০০ টাকা ভেতনে আর বর্তমানে ৫০ হাজার টাকা ভেতন পাই আলহামদুলিল্লাহ।

  • @tapasdey4879
    @tapasdey4879 ปีที่แล้ว +32

    সাবিনা, অসাধারণ সাবিনা!! কলকাতা থেকে বলছি, আমরা বাংলাদেশের গার্মেন্টস নিয়ে অনেক আলোচনা করি, বাংলা দেশকে এগিয়ে নিতে গার্মেন্টসের ভূমিকা অনস্বীকার্য.. কাজকে কাজ মনে করতে হবে... এগিয়ে চলো সাবিনা, ঈশ্বর, আল্লাহ, যীশু সকলে পৃথিবীর সব সাবিনাদের পাশে আছে....

  • @nazmunnahar6433
    @nazmunnahar6433 2 ปีที่แล้ว +37

    অসম্ভব সুন্দর দেখতে! অভিজাতীয় একটা ব্যাপার আছে,সাবিনা র মধ্যে। মানুষ মানুষের জন্য! কতো উদার মনের মানুষ! কিবরিয়া ভাই কে অসংখ্য ধন্যবাদ।

  • @mdyousuf6231
    @mdyousuf6231 ปีที่แล้ว +171

    নাটক সিনেমা না দেখে এরকম অনুষ্ঠান দেখলে বুঝা যায় জীবনে অনেক কিছু শেখা যায় শুভ কামনা রইলো

    • @fazlurahman1282
      @fazlurahman1282 7 หลายเดือนก่อน +1

      Sabina tumi agiejao god bless you

    • @kamalhussain5394
      @kamalhussain5394 3 หลายเดือนก่อน

      মেয়েটা যা বলছে সব কি ঠিক

  • @ferdousrohman4618
    @ferdousrohman4618 2 ปีที่แล้ว +62

    লুকোচুরি নেই। মন খুলে বলছেন। সাহসী নারী। দোয়া করি আরও এগিয়ে যাও। সবার উচিৎ ভালো মন্তব্য করা।

  • @h.m.saifulislam-ms1pz
    @h.m.saifulislam-ms1pz ปีที่แล้ว +52

    কিবরিয়া ভাইকে ধন্যবাদ। সাবিনার জীবনের গল্প তুলে ধরার জন্য। গার্মেনস কর্মী দেরকে এ দেশে সম্মান করা উচিত।

    • @SohelRana-wu3eh
      @SohelRana-wu3eh 5 หลายเดือนก่อน +1

      Right 👍👍👍👍👍

  • @tanishasdiary22
    @tanishasdiary22 2 ปีที่แล้ว +178

    একটা কথা ভালো লাগলো "সম্মান দিলেই সম্মান পাওয়া যায়।সম্মান না দিলে কখনো সম্মান আশা করা ঠিক না "
    আর আপুটার গল্পটা শুনে খুবই ভালো লাগলো ।মানুষ তার স্বপ্নের সমান বড় হয় , কথাটা আসলেই সত্যি।
    বাবা আর ভাই না থাকলেই যে জীবনে বড় হওয়া যাবেনা তা ঠিক নয়।বড় হওয়ার জন্য অদম্য ইচ্ছা ,সাহস আর পরিশ্রম টাই আসল।শুভ কামনা রইলো আপুটার জন্য ❤

    • @kalamihahhhgg5577
      @kalamihahhhgg5577 ปีที่แล้ว

      কেমন আছো

    • @nazmulhoquesiddique9917
      @nazmulhoquesiddique9917 ปีที่แล้ว

      @@kalamihahhhgg5577 এখানে আপনার এই প্রশ্নটা কি প্রাসঙ্গিক?
      আর যাই হোক উনি হয়তো বুঝে গেছেন যে আপনি মানসিক ভাবে ভালো নেই।

    • @capcut9399
      @capcut9399 ปีที่แล้ว

      আপনাকে কি দিয়ে ধন্যবাদ দিব ভাষা নেই অনেক অনেক ধন্যবাদ

    • @mstmukti9762
      @mstmukti9762 ปีที่แล้ว

      Sai poribarer hoy na ja poribarer ma kharap Jara soti choritroban Tara obbosy bascha k onno kothaw jate dibe na

    • @aktherhussen1589
      @aktherhussen1589 ปีที่แล้ว

      ​@@kalamihahhhgg5577O
      59:48

  • @nilonjona6450
    @nilonjona6450 2 ปีที่แล้ว +17

    সাবিনার৷ কথা গুলো একদম ঠিক, আসলে বাংলাদেশ গার্মেন্টস ছাড়া অচল,,তাই গার্মেন্টস কর্মীদের পুরনো সম্মান, আর ভালো আচরণ করা উচিত,, এটা আমাদের জনোগনের পক্ষ থেকে অনুরোধ করছি,

  • @aentertainments5701
    @aentertainments5701 2 ปีที่แล้ว +54

    এই বোনের কথা শুনে, কয়েকটা জায়গায় চোখে পানি চলে এসেছে। শুভ কামনা ওর জন্য তবে একটা বিষয়ে ব্যাবস্থা নিতে হবে যে গারমেন্টসের খারাপ বেপারগুলোর বিরুদ্ধে।

  • @abulhashem3623
    @abulhashem3623 2 ปีที่แล้ว +34

    চোখের পানি ধরে রাখতে পারলামনা। আমারও তিন মেয়ে।আমিও চিটাগংরোডের পাশে গলাকাটাপুল থাকি।সাবিনা আপুর জেলা চাদঁপুরের মালিকের কোম্পানিতে জব করি।অনেক অনেক দোয়া রইলো।আর আর,জে কিবরিয়া ভাইতো আমার প্রিয় মানুষই তার পরিবারের মানুষের প্রতি দোয়া রইলো।ধন্যবাদ

    • @MainuddinRajon
      @MainuddinRajon 5 หลายเดือนก่อน

      আপনি কি পূর্ব বক্সনগর থাকেন??

  • @nurefatema5755
    @nurefatema5755 2 ปีที่แล้ว +121

    আসলে গার্মেন্টসে কাজ করা হচ্ছে ধৈর্যর বেপার ঐখানে অনেক কিছু দেখা যায় শিক্ষা র কোন শেষ নাই এক মাসের বেতন পেতে কতটা কস্ট আর কতো বকা আর কত হয়রানির সিকার হতে হয় যার গার্মেন্টস কাজ করে তারাই জানে এই কস্টের কতা জীবনের আট বচর কাজ করেছি অনেক অনেক মিস করি সৈই দিন গুলো আর এখন দেশের বাহিরে আছি আল্লাহ্ তাহালা অনেক অনেক ভালো রাখছে 👍👍👍

    • @AAa-dc1kr
      @AAa-dc1kr 2 ปีที่แล้ว +4

      Amr o 2mr moto same life, aj soudi asi

    • @nurefatema5755
      @nurefatema5755 2 ปีที่แล้ว

      @@AAa-dc1kr ধন্যবাদ সোদি কোন জায়গা আছেন 👍👍

    • @nurefatema5755
      @nurefatema5755 2 ปีที่แล้ว +1

      @@mohamedharun4996 জী ভালো আছি👍👍

    • @mohamedharun4996
      @mohamedharun4996 2 ปีที่แล้ว

      @@nurefatema5755 apni saudi kothai thakan, janta pari?

    • @shahinakter6536
      @shahinakter6536 10 หลายเดือนก่อน

      ট্র

  • @TanjaminKhan
    @TanjaminKhan 2 ปีที่แล้ว +342

    আগেও জানতাম, গার্মেন্টস এর কর্মীদের জীবন যুদ্ধ পুরাই অন্য লেভেলের ।
    গার্মেন্টস কর্মীদের উপর শ্রদ্ধা বেড়ে গেলো অনেক । শুভকামনা !

  • @nirmalmitra1364
    @nirmalmitra1364 2 ปีที่แล้ว +91

    সোনা দেশের সোনার মেয়েকে অসংখ্য ধন্যবাদ । তুমি অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও- এই আশীর্বাদ করছি ভারত থেকে ।

  • @afnananwar27youtubevlog
    @afnananwar27youtubevlog 2 ปีที่แล้ว +48

    😭😭😭দুই চোখের পাণি ধরে রাখতে পারিনি,,,
    সাবিনার কথা গুলো আমার হ্নদয় টাকে রক্ত ক্ষরণ করে দিয়েছে, আমিও একজন গার্মেন্টস কর্মি মায়ের সন্তান, 😭😭😭😭 আহারে বাচ্চা থাকা অবস্থায় হয়তো আমার মাও এ-ই সাবইনাদের মতো কতো অপমানিত হয়েছে 😭
    সাবিনা তোমাকে আমি আমার হ্নদয়ের অন্তস্থল থেকে দোয়া করি তুমি তোমার মাকে সুখে রাখবা, আমার যদি কখনো তোমার সাথে দেখা করার তৌফিক হয় আমি আল্লাহের কাছে নিজেকে সৌভাগ্য বান মনে করবো,
    আজকে তুমার বোন্দের কথা শুনে তুমার কথা শুনে আমার বুক্টা পেটে যাচ্ছে,,,,
    যদি তুমার মতো একজন মেয়ে কে আল্লাহ আমার মতো অভাগার নচিবে রাখতো সারা জীবন তুমাকে মাথায় তুলে রাখতাম,আজকে আমার মা আর নেই মাকে কতো না কি বলেছি
    এটা দাওনা কেন,সেটা দাওনা কেন,মা কখনো বকেনি বাবা আমার কাছে টাকা নাই,পারবোন, কতোনা কষ্ট করে মা না জানি আমাদের দুই ভাই বোনের খরছ জুগার করেছে,ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করেদিও, আমার মাকে আমি সুখি করতে পারিনি,
    এতো কষ্ট করেও মা আমাদের কে বলেনি না দেবোনা, আমার কাছে নাই,সব সময় মা কাজ
    করে গার্মেন্টসে আমাদের দুই ভাই বোন কে পড়া লিখা শিখিয়েছেন, আর আজ আমরা যখন প্রথিষ্টিত তখন আমার মা আর নাই চলে গেছে আল্লাহের কাছে,মা ওমা আমাকে ক্ষমা করে দিও মা😭😭😭বুঝিনি আমরা বুঝিনি মা এতো কষ্ট করেছে আমাদের জন্যে,
    সাবিনা আমি তুমার সাথে একবার দেখা করতে চাই, তুমাকে আর তুমার কাজের পার্শে দাড়াতে চাই,যদি কখনো তুমি তুমার এ-ই ভিডিও টা দেখো তাহলে প্লিজ আমাকে একবার রিপ্লাই দিও, আজকে আমার সব আছে টাকা পয়সা চাকুরী বা বোন কিন্তু নেই শুধু গর্ভধারিনি মা,
    আমি চট্রগ্রামের চেলে বায়েজিদ বোস্তামি আমার পুরাতন বাসা , আমি বর্তমানে মানব সেবা জ্বরিত একটা হাস্পাতালে ইমারজেন্সি তে কর্মরত আছি আবুধাবিতে এমারতে, তুমার যতো সাহায্য লাগে তুমার সেই বাবার পাশা পাষি আমিও তুমাকে সাহায্য করতে চাই, তুমার মাকে ও দেখতে চাই, আমার কথা গুলো যদি সত্যি ভাবে নিতে পারো তাহলে একবার রিপ্লাই দিলে খুশি হবো,
    আর এঙ্করিং ভাইয়্যাকে হাজার সালাম ভাই আপনি একজন স্বপ্ন দ্রষ্টা আল্লাহ আপনার সহায় হউন আজীবন,ভাইয়্যা আপনার জনি আমাকে বিশ্বাস হয়ে থাকে তা হলে এ-ই সাবিনার সাথে আমাকে একবার কথা বলার সুযোগ করে দিন,আপনি আমার কি কি এভিডেন্স নিতে চান আমি দেবো,তবুও সাবিনাকে আমার সাথে একবার কথা বলার জন্যে বলবেন প্লিজ, হায়াক আল্লাহ ভালো থাকো সাবিনাদের মতো সকল সাবিনা, ও মায়েরা😭😭😭😭😭আমি আনোয়ার মাহফুজ আবুধাবির এমারত থেকে।

    • @rrm.ibrahim6207
      @rrm.ibrahim6207 ปีที่แล้ว +2

      ধন্যবাদ ভাইয়া আপনি চেষ্টা করেন সাবিনার সাথে যোগাযোগ করার জন্য

    • @howladershahjahan-rf6ni
      @howladershahjahan-rf6ni 7 หลายเดือนก่อน +1

      সাবিনারা হোক আদর্শ মানুষ হোক , আদর্শ মা,জন্মদিক আদর্শ সন্তান,তাদের ছোঁয়াতে গড়ে উঠুক আদর্শ জাতি। পৃথিবীকে উপর দিক আবার আরেকটি সোনালী যুগ। সাবিনার গল্প শুনতে শুনতে অনেক কেঁদেছি। ধন্যবাদ চাবিনা তোমাকে,ধন্যবাদ কিবরিয়া ভাইকে ।।

    • @RJ-mp3md
      @RJ-mp3md 4 หลายเดือนก่อน

      Vi ame kob problemr moddo dia jache....Jodi Kao Jodi amaka help korban ....ame masters korche....pls akta job Ditan....kritoggo thakbo

    • @RJ-mp3md
      @RJ-mp3md 4 หลายเดือนก่อน

      Pls help me...ame akta job chai...masters korrache

  • @roziafrin5221
    @roziafrin5221 2 ปีที่แล้ว +242

    এই অনুষ্ঠানের মাধ্যমে মানসিক ভাবে শক্তি পাওয়া যায়,, এই বাস্তবতা গুলো সামনে আসলে ভেঙে না পরে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাওয়া যায়,, ধন্যবাদ কিবরিয়া ভাই এরকম অনুষ্ঠানের আয়োজন করার জন্য,,

    • @akteruzzaman9682
      @akteruzzaman9682 2 ปีที่แล้ว +10

      আসসালামু আলাইকুম ভাইয়া আমি না অনেক হার্ড কাজ করি প্রবাসে বাট জখন এগুলো সুনি তখন মনে সব ক্লান্তি চলে যায় অনেক সাহস জাগে। ধন্যবাদ

    • @freemotionpatuakhali5450
      @freemotionpatuakhali5450 2 ปีที่แล้ว +3

      আপনার কথাটা বেশি সত্যি।

    • @atiyarrahamanmondal2411
      @atiyarrahamanmondal2411 2 ปีที่แล้ว +1

      Y gy
      T

    • @atiyarrahamanmondal2411
      @atiyarrahamanmondal2411 2 ปีที่แล้ว +1

      000

    • @boshirgazi1136
      @boshirgazi1136 2 ปีที่แล้ว +1

      @@akteruzzaman9682 y 7 )!;;;;!!!;;;

  • @tasmiasultanamim6451
    @tasmiasultanamim6451 ปีที่แล้ว +15

    আমি ও অনেক কান্না করলাম, সাবিনার কথা গুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না, জীবন মানে কষ্ট জীবন মানে যুদ্ধ দোয়া এবং ভালোবাসা রইলো বোন তোমার জন্য

  • @gaziatiqurrahman7069
    @gaziatiqurrahman7069 2 ปีที่แล้ว +206

    আমি খুব কাছ থেকে দেখেছি গার্মেন্টস এ সবাই কি পরিশ্রম করে, শ্রমিক থেকে মালিক পর্যন্ত। আসলে কোন শ্রম এই মূল্যহীন নয়।
    সেলুট গার্মেন্টস কর্মীদের।

    • @altrnatvthinker
      @altrnatvthinker 2 ปีที่แล้ว

      কামি সব কিছু শুনিনি কিন্তু কিছু কিছু শুনেছি বিশ্ব বিদ্যালয়য়ে পড়েছেন এটা খুব ভালো ঐ অবস্থা থেকে এসে ।

    • @মরিয়মআমীরহামযা
      @মরিয়মআমীরহামযা ปีที่แล้ว

      এত কঠর পরিশ্রম করে সকাল থেকে রাত পযন্ত তাদের আমাদের সবার সম্মান করা উচিত

  • @mohammedsalim9625
    @mohammedsalim9625 2 ปีที่แล้ว +735

    সাবিনার পথচলা খুব কঠিন ছিল। আলহামদুলিল্লাহ্ তিনি জয় করেছেন। গড়েছেন নিজের দুনিয়াবী ভবিষ্যত। কিন্তু পাশাপাশি আখেরাত কে যদি সাথে সাথে রাখতেন। তাহলে ভাল লাগতো। দুনিয়ার সফলতা চিরস্থায়ী নয়। আখেরাত ই চিরস্থায়ী তাই আসুন নিজের নামাজ পর্দা সহ সকল ফরজ কাজগুলি এক সাথে করি। আল্লাহ্ আমাদের সঠিক বুঝ দান করুন। আমীন।

    • @ইন্দ্রজালওচারপাশ
      @ইন্দ্রজালওচারপাশ 2 ปีที่แล้ว +33

      সঠিক বলেছেন ভাই। আল্লাহ্ আমাদের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তুলে নেন উচ্চ শিখরে।চেষ্টা এবং তার সাহায্য ছাড়া এগোনো অসম্ভব। তাই দুই জাহানের চিন্তাই মাথায় থাকবে আশা করি।

    • @tomaaiman1259
      @tomaaiman1259 2 ปีที่แล้ว +18

      Apu ta jodi aktu porda korto koto valo hoto,porokaler cinta o amader kora lagbe

    • @abuuaaabuuaa1703
      @abuuaaabuuaa1703 2 ปีที่แล้ว +12

      সহমত পোষণ করি। আমীন

    • @mohammedsalim9625
      @mohammedsalim9625 2 ปีที่แล้ว +1

      @@zakariazishan5406 ভাই আখিরাত সাথে রাখা মানে ফরজ, ওয়াজিব , হালাল , হারাম মেনে চলা। নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়া মানে ইসলামের বিধিবিধান মেনে চলা। আল্লাহ্ আমাদের সবাইকে ইসলামের পথে আজীবন চলার তৌফিক দিন। আমীন

    • @deloararekha4940
      @deloararekha4940 2 ปีที่แล้ว +2

      Pp

  • @linahalder8378
    @linahalder8378 2 ปีที่แล้ว +33

    সাবিনা অনেক অনেক ধন্যবাদ তোমাকে। মেয়েদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য অনেক শুভকামনা। ভালো থেকো

  • @AbdulMomin-rv2jk
    @AbdulMomin-rv2jk ปีที่แล้ว +11

    সত্যিই মানুষ যখন নিজের গন্তর্ব নির্ধারণ করতে পারবে তখন আল্লাহ্ তায়ালা তাকে সফলতা দিবেনই ইনশাআল্লাহ।সাবিনার গল্প শুনে খুব ভালো লাগলো এবং প্রত্যেকটা মানুষকে ছেলে বা মেয়েকে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ বোন সাবিনা তুমি আরো বড় হও এই দোয়া করি আখেরাতকে সামনে রেখে বাংলাদেশের নাম বিশ্বের মানচিত্রে উজ্জ্বল করবে। ইনশাআল্লাহ

  • @sayemaali2388
    @sayemaali2388 2 ปีที่แล้ว +70

    আমাদের দেশের কহিনুর হীরা তুমি !!
    তোমার আলো ছড়িয়ে পড়ুক বসুন্ধরায় !
    তোমার জন্য রইল অশেষ দোয়া ।

  • @rotongold834
    @rotongold834 2 ปีที่แล้ว +72

    এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু মানুষ তার জীবনের সাফল্য খুঁজে নেবে ❤️❤️

  • @Achine.2776
    @Achine.2776 ปีที่แล้ว +6

    Branding Bangladesh এর বেশীরভাগ গল্পই শুনি কিন্তু সাবিনা একজন মেয়ে হয়ে জীবনের পথ চলার পথে বাঁধা বিঘ্ন পেরিয়ে জীবন যুদ্ধে বিজয় হওয়ার কথা গুলি শুনতে শুনতে চোখের পানি ধরে রাখতে পারলাম না। মহান আল্লাহ তোমার সহায় হউক।দোয়া রইল।

  • @shaheenakter3847
    @shaheenakter3847 2 ปีที่แล้ว +55

    শুনছি আর মুগ্ধ হচ্ছি আসলে এই লড়াই মানুষ চিন্তে শিখায়।

  • @nizamulmulk8948
    @nizamulmulk8948 ปีที่แล้ว +10

    দেশে শ্রম ও শ্রমজিবী মানুষকে সম্মান করা হয়না, অসৎ লোকেরা এখন সমাজের কথিত সম্মানিত ব্যক্তি।এই গার্মেন্টস দেশের বৈদেশিক মুদ্রার বড় উৎস এবং গার্মেন্টসে কর্মরত সকল কর্মীরা আমাদের অহংকার। আমি সকল শ্রমজীবী মানুষকে সম্মান করি। সাবিনা ইয়াসমিনকে স্যালুট ও অশেষ ধন্যবাদ।

  • @nhc9273
    @nhc9273 2 ปีที่แล้ว +13

    সাবিনা আপু। একজন ভাল মানুষ । এরাই পরিবার সমাজ ও পৃথিবীকে সুন্দর করে । সবাই যদি এমন ভাল মানুষ হত তাহলে আমাদের পৃথিবী কতইনা সুন্দর হত । ধন্যবাদ সাবিনাকে ধন্যবাদ কিবরীয়া ভাইকে ।

  • @sardarsamsul7366
    @sardarsamsul7366 2 ปีที่แล้ว +17

    জীবন যুদ্ধে জয়ী হওয়া সাবিনার সার্বিক উন্নতি কামনা করছি।

  • @sabihasultanamukta192
    @sabihasultanamukta192 2 ปีที่แล้ว +36

    Branding Bangladesh এর প্রতিটি পর্ব থেকে অনেক কিছু শিখতে পারি,মনে জোর পায়,,,,মানুষের জীবনে কত রকম যুদ্ধ থাকে,,,,আহারে জীবন,,,,,
    ধন্যবাদ কিবরিয়া ভাইয়া

    • @mdshaon5395
      @mdshaon5395 2 ปีที่แล้ว +1

      শুভকামনা রইল বোন

  • @SaifulIslam-xk7vo
    @SaifulIslam-xk7vo ปีที่แล้ว +3

    ধন্যবাদ প্রিয় আপু, শ্রদ্ধা ও ভালবাসা হাজারো গুন। শ্রদ্ধা ওই গার্মেন্টস মেয়েদের যারা নিজের জন্য আমাদের দেশের জন্য কাজ করে যাচ্ছে।যারা আমাদের ই মা আমাদের ই বোন।।

  • @mahimba5362
    @mahimba5362 2 ปีที่แล้ว +48

    সাবিনা আপনি জীবন যুদ্ধে বিজয়ীদের একজন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো,,RJ Kebria ভাইয়া আপনি আমাদের অনুপ্রেরণার উৎস। সবসময় সেলুট আপনাকে 🤗

  • @nazmulhoque4665
    @nazmulhoque4665 ปีที่แล้ว +2

    সাবিনার এই জীবন যুদ্ধের কথা শুনে চোখে পানি এসে গেছে, সাবিনারা এগিয়ে যাক তাহলে দেশ ও জাতি এগিয়ে যাবে।
    বিনম্র শ্রদ্ধা জানাই.....

  • @NaturalLifevlog
    @NaturalLifevlog 2 ปีที่แล้ว +16

    এক কথায় অসাধারণ, মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে, আসলে আমরা চেষ্টাই করিনা, অলস মানুষ কখনো সফলতা দেখা পায় না, সফলতা পেতে হলে অলসতা থেকে বেরিয়ে নিজেকে জানান দিতে হবে ,ধন্যবাদ সবাইকে

    • @mdmujiburrahmankhan4492
      @mdmujiburrahmankhan4492 2 ปีที่แล้ว

      ভাল্লাগছে ভাই ভাল্লাগছে সুবহানাল্লাহ মাশাল্লাহ

  • @AshfiaNaheed
    @AshfiaNaheed 2 ปีที่แล้ว +11

    She speaks very well in both Bangla and English. I just listened to her and repeated some parts just so I can listen to her again. May Allah keep you protected and guided. Ameen.

  • @pigeonlover2975
    @pigeonlover2975 2 ปีที่แล้ว +130

    গার্মেন্টস আছে বলে বাংলাদেশের গরিব মানুষ টিকে আছে
    আমি গার্মেন্টস কর্মী❤️❤️

  • @avizittheblackboy
    @avizittheblackboy ปีที่แล้ว +7

    আমি নিজে একজন গার্মেন্টস কর্মী।
    বোন তোমার কথা গুলো হৃদয় ছুয়ে গেছে।
    তাই আজ একটা প্রমিজ করলাম পাবলিক কমেন্টে এই যে।
    যেখানে যে গার্মেন্টস এ আমি উপস্থিত থাকবো সেখানে মেয়ে কর্মীরা যাতে স্টাফদের কাছ থেকে বোন এর মত শাসন ও সহযোগীতা পায় সেটা বাস্তবায়নের চেষ্টা করবো।

  • @shahnazsultana4200
    @shahnazsultana4200 2 ปีที่แล้ว +35

    পিরিয়ডের সময় যে কোনো হেল্প পাননি, তার মধ্যেও আল্লাহ মঙ্গল নিহিত করে রেখেছিলেন। আজ সেজন্যই এই সুন্দর আইডিয়া আপনার মাথায় এসেছে।

  • @mkarimsify
    @mkarimsify 2 ปีที่แล้ว +5

    Eyes welled up with tear, may Allah SWT bless you Sabina with more power. You are truely a Obhoya. May Allah make every girl like you. With love from India.

  • @تباركخسين
    @تباركخسين 2 ปีที่แล้ว +15

    আমার ছোট বোন ও পড়তেছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন স্কলারশিপ নিয়ে পড়তেছে তিন বছর ধরে অনেক ভাল একটা ইউনিভার্সিটি শিক্ষার মান অনেক উন্নত

  • @aniktelecom8803
    @aniktelecom8803 2 ปีที่แล้ว +15

    ভালো মানুষের সন্মান আল্লাহ নিজেই রক্ষা করেন, দোয়া ও শুভকামনা রইলো বোন আপনার জন্য
    বিশেষ করে আর জে কিবরিয়া ভাই কে আল্লাহ উত্তম হায়াত দান করুন আমিন

  • @md.jakerhossainchowdary783
    @md.jakerhossainchowdary783 2 ปีที่แล้ว +30

    আললাহর রহমতে ভালো থাকো,একজন মা হিসাবে দোয়া করি। এভাবে ই নিতান্ত সাধারণ। পরিবারের মেয়েরা দেশকে দূষণের থেকে মুক্ত করবে।

  • @targetwbcs5300
    @targetwbcs5300 หลายเดือนก่อน +3

    পাশাপাশি দুটো দেশ, কোন একসময় তারা এক সাথেই ছিল; একই ভাষা, একই সংস্কৃতি l অথচ দুটো দেশের কত তফাৎ l বাংলাদেশে গার্মেন্টস শিল্পের মেয়েদের কত নিচু নজরে দেখে; অথচ পশ্চিমবঙ্গে মেয়েরা যে কাজই করুক না কেন তারা সন্মান পায় l শপিং মল, রেস্তোরাঁ, হোটেল, এমনকি লোকের বাসায় যাঁরা কাজ করেন তারাও সর্বোচ্চ সম্মান পান l বোনটার জন্য অনেক শুভকামনা রইলো! ভারত থেকে বলছি l

    • @syedasharmeenakhter6361
      @syedasharmeenakhter6361 5 วันที่ผ่านมา

      সব জায়গায় এসে বিভক্তি করাটা কি খুব জরুরি? ভারতের মেয়েরা কেমন আছে আমরা বোধহয় সবাই জানি। এই আগস্টেই একটা রিপোর্ট দেখলাম যেখানে "মেয়েদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় " ভারত চতুর্থ স্থানে আছে। গুগল করলেই পেয়ে যাবেন।

  • @prabirkumarroy6369
    @prabirkumarroy6369 2 ปีที่แล้ว +9

    খুবই ভালো লাগলো। এভাবেই এগিয়ে যাক আমাদের সমাজ। হাজারো সাবিনার জন্ম হওক আমাদের দেশে। তবেই দেশটা দ্রুত সোনার বাংলায় পরিনত হবে। সমাজের গালি দেয়া কীটগুলো এটা থেকে যেন শিক্ষা নেয় একামনা রইল। বোন সাবিনা তুমি তোমার লক্ষ্যে কাজ করে যাও। তোমার আরও সফলতা অবশ্যই আসবে। মহান স্রষ্টা সকলের মঙ্গল করুন।

  • @most.shahanabanu7094
    @most.shahanabanu7094 2 ปีที่แล้ว +2

    lovely lovely lovely girl❤️❤️❤️❤️❤️💌💞
    agiya jao bon.insha Allah, Allah apnake aro valo kiso korar toufik dan korbe

  • @sarmina778
    @sarmina778 2 ปีที่แล้ว +186

    এই গল্প গুলা শুনলে সামনের চলার গতিপথে মনে হয় শক্তি আরেটু বেড়ে যায়,হাজারো সালাম এই সব বোনদের

    • @BibekpointLtd
      @BibekpointLtd 2 ปีที่แล้ว +9

      Thik bolsen❤️❤️❤️

    • @genuine1783
      @genuine1783 2 ปีที่แล้ว +3

      Hi sarmina. Very good comment.where do you live in bangladesh? What do you do?

    • @sunildas1253
      @sunildas1253 2 ปีที่แล้ว +1

      @@BibekpointLtd l

    • @ajantadas1945
      @ajantadas1945 2 ปีที่แล้ว +1

      @@genuine1783 he n

    • @genuine1783
      @genuine1783 2 ปีที่แล้ว +1

      @@ajantadas1945 what have you written?

  • @mdkamalhossain1390
    @mdkamalhossain1390 2 ปีที่แล้ว +10

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু, আমি যদিও মনে - প্রাণে বিশ্বাস করি যে , ভাইয়ার এপিসোড গুলো অনেক গুরুত্বপূর্ণ ও শিক্ষামূলক তবুও কেন জানি ? হয়তোবা শিরোনামটির জন্যই এই এপিসোডটি বার বার স্ক্রল করছিলাম যে এই এটি আমি শুনবো না । কিন্তু শুনার পর তীব্র মনোবাসনা তৈরী হয়েছে এখন থেকে আপনার প্রতিটি অনুষ্ঠানই আমি শুনবো ইনশাআল্লাহ যত ব্যস্ততাই থাক না কেন ।আল্লাহ্ আপনি ভাইয়াকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন । সাবিনা আপুকেও আল্লাহ্ আপনি সুস্থতার সাথে নেক হায়াত দান করুন । আল্লাহ্ আপনি ওনাদের দুজনের কাজকেই সদকায়ে জারিয়ার কাজ হিসেবে কবূল করে নিন এবং ও আখেরাতে উভয় জাহানে শান্তি এবং উন্নতি দান করুন । আল্লাহুম্মাআমীন । যাযাকাল্লাহু খায়রান ।

  • @rahimabegumzinu9762
    @rahimabegumzinu9762 2 ปีที่แล้ว +31

    অনেক অনেক ভালো লাগলো এই গল্প শুনে । আসলেই ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। সাবিনাকে আল্লাহ অনেক ভালো রাখুক এই দোয়া রইল। ধন্যবাদ ।

  • @nur4487
    @nur4487 2 ปีที่แล้ว +6

    অনেক কিছুই জানলাম আজকে।
    বোনটাকে অন্তরের অন্তরস্তল থেকে ধন্যবাদ জানাই।

  • @nusratzamanmifta6893
    @nusratzamanmifta6893 2 ปีที่แล้ว +12

    খুব ভালো লাগলো। এরকম অনুষ্ঠান অারও বেশি বেশি দেখতে চাই।

  • @wawa5233
    @wawa5233 11 หลายเดือนก่อน

    গল্পটি আমার এ দ্বীতিয়বার শোনা।সাহস শক্তি, মেধা ওধৈর্য্য এবং চেষ্টা থাকলে আমাদের সমাজ থেকে এরকম বহু সাবিনা বের হয়ে আসতে পারে। ধন্যবাদ সাবিনা।তুমি ঠিকই অনন্যা। বেচে থাক একটি নক্খত্র হয়ে। তোমার জন্য অনেক দোওয়া।
    বিশ্বাস হাবিবুর রহমান।
    গোরোস্থান রোড,
    পটুয়াখালী।

  • @nahidjui8467
    @nahidjui8467 2 ปีที่แล้ว +9

    Amazing Sabina... U re really great.. Nothing is impossible to u.. We are really proud of u..

  • @Tamoshi95
    @Tamoshi95 ปีที่แล้ว

    দারুণ একটা কাহিনী শুনলাম। ভীষণ ইন্সপায়ারিং,ভীষণ শিক্ষনীয়,আর কিছু ভালো মানুষের দেখা পেলাম যারা জীবনে নিজে যে সমস্যাগুলো ফেইস করেছে সেগুলো নিয়েই জনকল্যাণমূলক কাজ করেছেন,অন্যের অভাব পূরণ করার চেষ্টা করেছেন
    অসাধারণ ❤

  • @abdurrazzak27211
    @abdurrazzak27211 2 ปีที่แล้ว +46

    এটা সত্য কথা গার্মেন্টসের বসদের মুখের ভাষা একেবারে জঘন্য কিন্তু আমরা অসহায় কারণ কাজ করে খেতে হবে।
    কখনো কখনো গালি শুনে মাথায় রক্ত উঠে মনে হয় বসদের পিটাই।
    এখন অভ্যস্ত হয়ে গেছি আর ভাষার ব্যবহার কিছুটা সভ্যতা আসতেছে।

  • @jakirhasan2961
    @jakirhasan2961 2 ปีที่แล้ว +10

    কিবরিয়া ভাই আজকে আমার চোখ খুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ।
    ধন্যবাদ আসলে আমরা অন্ধ।
    পরিবেশে খারাপ ধারণা কিন্তু ভালো টা লুকানো।

    • @biplobdhar8936
      @biplobdhar8936 7 หลายเดือนก่อน

      Asian international university male nei na

  • @monikhan2235
    @monikhan2235 2 ปีที่แล้ว +13

    কাজ কোনটাই ছোট নয় পরিশ্রমে সফলতা নিয়ে আসে আলহামদুলিল্লাহ তবে একটাই কথা আল্লাহর রহমত সব থেকে বেশি প্রয়োজন আপুটিকে আল্লাহ রহম করেছেন না হলে এত ভালো ইংরেজি কি ভাবে বলে সে তো কোন বড় ইংরেজি স্কুলেও পরেনি! পরেনি কোন ইংরেজি টিচারের কাছে 🤲আল্লাহু আকবার আমীন।

  • @romansyedabadi449
    @romansyedabadi449 ปีที่แล้ว +1

    জিবনের গল্প গুলো খুবই কঠিন ও আত্ব রক্তাক্ত ক্ষরণে পরিপূর্ন,
    তাঁর প্রতি স্যালুট

  • @tahsanmahbub9773
    @tahsanmahbub9773 2 ปีที่แล้ว +11

    সত্যি গল্পটা জীবনের লক্ষ্য ঘুরিয়ে দিবে,ভালোবাসা রইল আপু❤️, ধন্যবাদ ভাই আপনাকেও

  • @am6ttsyysysjjsdj7777
    @am6ttsyysysjjsdj7777 4 วันที่ผ่านมา

    Valoi legechhe.sobaike keu gali dayna kichhu kharap loker jonno eta shunte hoy.Dhonnobad!

  • @mdabdullahalbaqui7885
    @mdabdullahalbaqui7885 2 ปีที่แล้ว +15

    Unbelievable good journey, keep going head high. Inshaallah you have abilities to do good things for poor girls in Bangladesh

  • @mynul6935
    @mynul6935 2 ปีที่แล้ว +13

    Very important subject ;
    1.(Good touch, bad touch)
    এই বিষয়টি প‍্রত‍‍্যেক শিশু কে ছোটবেলায় শিক্ষা দেওেয়া খুবই জরুরি ✅⚠

    • @mohjaman6456
      @mohjaman6456 ปีที่แล้ว

      Thanks Sabina... I will teach to my 5 years son "Good and Bad touch"

  • @SharminAktarbd
    @SharminAktarbd 2 ปีที่แล้ว +29

    খুব ভালো লাগলো। ও অনেক দূর যাবে বোঝা যাচ্ছে। দোয়া রইল। তোমাদের মত আলোকিত ছেলে মেয়েরাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে।

    • @nojrullaskar8735
      @nojrullaskar8735 2 ปีที่แล้ว

      Hi

    • @mdjahidakon3757
      @mdjahidakon3757 2 ปีที่แล้ว

      ভাইয়া গার্মেন্টেসের ব্যাপারে অাপুটা সত্য কথাই বলছে, কেন না অামিও গার্মেন্টসে কাজ করেছি

  • @raihanabari7896
    @raihanabari7896 8 หลายเดือนก่อน +1

    Her courage and focus to help women and her brilliant ideas from her heart, which I became astonished. She has so much confidence in talking at this age. She can do a lot for society, her Bangladesh.

  • @delowarabegum2346
    @delowarabegum2346 2 ปีที่แล้ว +31

    চট্টগ্রাম এর মানুষরা অনেক ভাল মনের।কাউকে ছোট করে দেখার মাঝে কোনো আনন্দ নেই।সন্মান দিলে সম্মান পাওয়া যায়

    • @NadiraNishat
      @NadiraNishat ปีที่แล้ว

      Aita apnr vul dharona..Chittagong ar ak manuser jonno ami j suffer koresi..include kore kono jaygar kotha bolai thik na..sob jaygay khrp valo manus ache.

  • @ibrahimsheikh7050
    @ibrahimsheikh7050 2 ปีที่แล้ว +4

    চরম সত্য উঠে আসছে ঐ ভিডিওতে ( আসল বাংলাদেশ এটাই, স্বাধীনতা তুমি কার???)

  • @nasimazakir3258
    @nasimazakir3258 2 ปีที่แล้ว +17

    কিবরিয়া ভাই আপনি কোথ থেকে এই রকম মেয়ে আনলেন,ধন্ন্য আপনার জীবন আর দোয়া করি আপনার জন্য ও ঔ মেয়ে টার জন্য আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন এবং মেয়েটার জীবনের সব ইচ্ছা গুলো আল্লাহ পাক পূরণ করার তৌফিক দান করুক।

  • @meghpion8658
    @meghpion8658 2 ปีที่แล้ว +3

    I wish i will come one day and tell my story to all the people specially for women.Miracle happen,you need that time and obviously patience.If i come Bangladesh I will contact.Hope one day.Salute this sister❤❤❤

  • @irinjamantithi8359
    @irinjamantithi8359 2 ปีที่แล้ว +10

    সব ধরনের ছুটি থাকলেও পিরিয়ডের জন্য কোনো ছুটি দেওয়া হয় না। এই পেইন বুঝে শুধু সে যার হয়। আজকের গল্পে অনেক ভালো কিছু ছিলো। বারবার অনুপ্রাণিত হই এই অনুষ্ঠান টা দেখে।কিবরিয়া ভাইয়ের জন্য অনেক অনেক শুভ কামনা,আল্লাহ আপনার ভালো করবেন।

  • @tannyrt3141
    @tannyrt3141 2 ปีที่แล้ว +11

    আপু আপনাকে দেখে হাজার মেয়ে অনুপ্রেরণা পাবে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং আপুকে।কথা গুলো ব্যর্থ হতাশা ব্যক্ত হৃদয় কে জাগিয়ে তুলতে সহায়তা করবে,

  • @shwapnaakter8110
    @shwapnaakter8110 2 ปีที่แล้ว +20

    অফিসটার নাম মনে হয় সিম্বা ফ্যাশন লিমিটেড এইখানে আমিও কাজ করেছি এই অফিসের নিয়ম গুলো অনেক ভালো সবচেয়ে বেশি সুবিধা মেয়েদের জন্য পড়াশোনার সুযোগটা আছে ধন্যবাদ আপু তোমাকে তোমার গল্পটা সবাইকে বলার জন্য,,,,

    • @sujonsokhi5664
      @sujonsokhi5664 2 ปีที่แล้ว +1

      আমিও সেটাই ভাবছি সিম্বা 2

    • @SumonKhan-bn6jc
      @SumonKhan-bn6jc 4 หลายเดือนก่อน

      কুথায় এটা ভাই

  • @nurunnaharislam342
    @nurunnaharislam342 23 วันที่ผ่านมา

    সাবিনা আপু তুমি আসলেই অনন্যা❤❤
    আমিও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর জন্য প্রিপারেশন নিচ্ছি ❤ ইনশাআল্লাহ চান্স পেয়ে আবার আসবো তোমার ভিডিও দেখতে।❤❤

  • @FFeditz10
    @FFeditz10 2 ปีที่แล้ว +12

    এই বোন ও তার পরিবারের সবাইকে যেন আল্লাহ পাক ভালো রাখেন।
    আমিন

  • @prashantoroy4381
    @prashantoroy4381 หลายเดือนก่อน

    কিবরিয়া ভাই, আপনাকে ধন্যবাদ দেয়ার ভাষা নেই আমার। এরকম হীরকখণ্ডগুলো আপনি কিভাবে খুঁজে পান। সৃষ্টিকর্তা সবাইকে ভাল রাখুন এই প্রার্থনা।

  • @sujanpaul8988
    @sujanpaul8988 2 ปีที่แล้ว +15

    খুব ভালো লাগল শুনে । জীবনে এগিয়ে যান বোন

  • @farzanajule5231
    @farzanajule5231 ปีที่แล้ว +2

    আল্লাহর প্রতিটি বিষয়ে খেয়াল রাখেন, এবং সঠিক সময়ে সঠিক স্থানে প্রত্যেকেই রাখবেন।মাশাআল্লাহ ভালো লাগেছে ঘটনাটা।

  • @BangladeshiVloggerFerdusi
    @BangladeshiVloggerFerdusi 2 ปีที่แล้ว +57

    আমার বোন 2015 তে মেট্টিক পাস করে গার্মেন্টসে চাকরি করে, ইন্টার পাস করছে নিজের টাকায় এখনো পড়ে, আবার মা বাবা ছোট ভাই বোনের খরচ ও একাই বহন করে, ..
    ....সবাই ওর জন্য দোয়া করবেন

  • @mohiuddinchowdhury4370
    @mohiuddinchowdhury4370 7 หลายเดือนก่อน +1

    অসংখ্য ধন্যবাদ মুল্যবান কথাগুলো অসাধারণ ভাবে তুলে ধরার জন্য।

  • @mdsharifulIslam-tp3hb
    @mdsharifulIslam-tp3hb 2 ปีที่แล้ว +18

    ব্রান্ডিং বাংলাদেশ আমার একটা প্রিয় অনুষ্ঠান। এই ধরনের অনুষ্ঠান অবশ্যই আমাদেরকে ইন্সপায়ার করবে।

    • @drfatimactg3530
      @drfatimactg3530 2 ปีที่แล้ว +1

      Great

    • @ritanshsharmam8370
      @ritanshsharmam8370 2 ปีที่แล้ว +1

      Khub valo laglo.branding bengala desh amar priya .jibon juddha agiye jao sabina.valo thako.

  • @ashimsinha3601
    @ashimsinha3601 2 ปีที่แล้ว +1

    সাবিনা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। সত্যি আপনি আমার চোখে একজন মা উমা। ঈশ্বর আপনার মঙ্গল করুন এবং আরো অনেক সাবিনারা আপনার দ্বারা উপকৃত হবেন।
    এই রকম একটা অনুষ্ঠানের জন্য অনেক অনেক ধন্যবাদ।
    অধ্যাপক অসীম সিনহা। পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

  • @RafiqulIslam-ps6tu
    @RafiqulIslam-ps6tu 2 ปีที่แล้ว +6

    স্যালিউট জানাই আপুটাকে। আজকেও অন্যান্য দিনের মতো কিছু শিখতে পেলাম জীবনের এই গল্প থেকে।

  • @MdMahatabHossain-fe3mg
    @MdMahatabHossain-fe3mg ปีที่แล้ว +1

    আপনার জীবন বৃত্তান্ত শুনে ভাল লাগলো। আল্লাহ কাকে কিভাবে উপরে তুলবে কেউ জানেনা। আপনার প্রতি দোয়া রইল।

  • @mehermoon2673
    @mehermoon2673 2 ปีที่แล้ว +14

    অসাধারণ গল্প খুব মন দিয়ে শুনলাম দোয়া রইলো সাবিনা আপুর জন্য ❤️

  • @mdjohir4463
    @mdjohir4463 ปีที่แล้ว +1

    Koyek bosor ageo Amy Sabinar golpo shunesilam. Amar onek Valo legesilo. Many many thanks to her.

  • @haroonroshid7278
    @haroonroshid7278 2 ปีที่แล้ว +7

    জীবন যুদ্ধের অপরাজিত সৈনিকদের অস্ত্রের অভাব হয়না ৷ শুধু অদম্য সাহস দরকার ৷ তুমি পারবে মেয়ে ,এগিয়ে যাও ৷ দোয়া করি তোমার বিপ্লবী জীবন সার্থক হোক ৷

  • @ashamony6466
    @ashamony6466 หลายเดือนก่อน

    খুব সাহসী সাবিনা ভয়কে জয়ে পরিনত করেছে। তার থেকে অনেক কিছু শেখার আছে।প্রিয় বোন শুভকামনা রইল অনেক দূর এগিয়ে যান।

  • @ismatara2246
    @ismatara2246 2 ปีที่แล้ว +7

    Alhumdullillah! Soo impressive! I’m soo proud of Bangladeshi girls.

  • @eakubfahim8687
    @eakubfahim8687 2 ปีที่แล้ว +3

    ডাইরেক্ট সার্জারি বাস্তবতা বোন এগিয়ে যাও সম্মান জানাচ্ছি তুমাকে❤

  • @villagelifewithpoly
    @villagelifewithpoly 2 ปีที่แล้ว +29

    কোন কাজ কি ছোট করে দেখার নেই আমার স্বামীও গার্মেন্সি অনেক বছর জব করেছে সেও আজ প্রতিষ্ঠিত শুধু গার্মেন্টসের জন্য তো আমরা সব সময় গার্মেন্টসকে সিলেট করি তার গার্মেন্টসের জন্য বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ঠিকই আছে তো আশা করি কেউ গার্মেন্টসের শ্রমিকদের বা কর্মচারীদের কে ছোট নজরে দেখবেন । সেলুট

    • @chyafrin
      @chyafrin ปีที่แล้ว +1

      আসলে। জ্ঞীয়ানের,, উপরে,,আর,, কিছুই,,নেই,,,,হে,, আল্লাহ,,,সবার
      জ্ঞীয়ান,,হোক,,সত্য সটিক,, স্বম্পুর্ণ,,
      চরিত্র,,,,হোক,,,, ফুলের মতো পবিত্র
      আশা,স্বপ্ন, ভালবাসা,, হোক,, আল্লাহ র
      বর্ষার,,,,,সত্য,,, অদৃশ্য হীন ছাতার, মতো,, সুন্দর,, হোক, সবার জীবন দোয়া
      করি,,সমগ্ৰ, পৃথিবীর,, মানুষের জন্য

    • @chyafrin
      @chyafrin ปีที่แล้ว +1

      সত্য,,, সটিক,,,পথ, অবলম্বন, করতে
      পারলে, জ্ঞীয়ানের,উর্দাআয়ন,আরো বেশী
      বেরে,যায়,,, সীমাহীন, ভাবে

  • @mizanurrahman9596
    @mizanurrahman9596 ปีที่แล้ว +10

    বাহিরের দেশে নিচের লেভেলে যারা কাজ করে, তাদের কে অনেক সম্মান দেওয়া হয়।

  • @Mehedi4580a
    @Mehedi4580a 2 ปีที่แล้ว +3

    ভিডিও টি ২ সপ্তাহ থেকে avoid করতেছিলাম,,,, এটার ভিতরে যে এতকিছু আছে কল্পনাও করতে পারিনি,,,, 😯😳
    এখন সময় রাত ৩:০৭ am,,,, অনেক অনেক শুভকামনা আপু আপনার জন্য,,,, অনুরোধ করছি ধর্মীয় বিধি নিষেধ গুলো মানার চেষ্ঠা করবেন,,,

  • @RumaAkter-j8e
    @RumaAkter-j8e หลายเดือนก่อน

    অনেক ভালো একটা অনুষ্ঠান দেখলাম দেখে মনটা ভরে গেল এবং এটা দেখে অনেক কিছু শিখলাম বুঝলাম অনেকটা অনুপ্রাণিতো হয়েছি

  • @Mr.Benzo_on_chemistry
    @Mr.Benzo_on_chemistry 2 ปีที่แล้ว +8

    Your facial glow, facial expression both are mind blowing! I am really amazed with your behaviour and the real life character you made in these show..🥰..May Allah bless you apu💙💚💛

  • @harunurrashid8772
    @harunurrashid8772 11 หลายเดือนก่อน +1

    স্যালুট সাবিনা আপনাকে। আপনার কাছ থেকে এ জাতির অনেক কিছু শিখার আছে। আপনিই পরবর্তী প্রজন্মের আইডল।

  • @sumaakter6659
    @sumaakter6659 2 ปีที่แล้ว +12

    হাজার বার যদি লাইক দিতে পারতাম তাও কম মনে হতো। আমি আপুর কথা গুলো শুনে আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছি, চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। জীবনের গল্প বলা এটা কেমন যেনো লাগতো,কিন্তু আপু কে দেখে মনে হচ্ছে আমিও ভাইয়ার Studio তে যাই, নিজের জীবনের গল্প বলি যদিও বলার মতো কোন বিষয় আমি না,কারণ অনেক সপ্ন, অনেক কিছু হওয়ার বা পাওয়ার বিষয় সেগুলো শুধু না পাওয়ার কস্টেই রয়ে গেলো। কিন্তু মনের সেই ইচ্ছে টা আজও যায়নি যে কিছু হতে হবে, কিছু করতে হবে,তা শুধু সপ্নেই থেকে গেলো,বাস্তবায়ন না করতে বা হতে না পারার কস্ট টা এমন এক কস্টেই রয়ে গেলো যা কাউকে দেখাতে পারছি না। হাসতে ও ভুলে গেছি,মনে হয় কাঁদতে ও ভুলি গেছি কিন্তু আপুর কথা গুলো শুনে অঝোর ধারায় চোখের পানি বইলো, যা আটকে রাখতে পারি নাই। আপু আপনি অনেক দামি এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার কাছে যে আমরা অনেক ই সত্যি Android মোবাইল ইউজ করতে পারি না। তারমধ্যে আমি একজন আর এজন্যই জীবনে এখনো পিছিয়ে। আল্লাহ পাক কিবরিয়া ভাইয়ার, আপনার,আমাদের সকলকে কবুল করুন, বিশেষ করে কিবরিয়া ভাইয়ার যিনি এতো সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন আমিন আমিন আমিন

  • @nahidjui8467
    @nahidjui8467 2 ปีที่แล้ว +4

    Very sad story.. May Allah help you.. But it is true your family has made u very smart sweet with high quality.. Above all garment job is a honest job..

  • @bdbrothers8818
    @bdbrothers8818 ปีที่แล้ว +1

    এই অনুষ্ঠানের মাধ্যমে মানসিক ভাবে শক্তি পাওয়া যায়,, এই বাস্তবতা গুলো সামনে আসলে ভেঙে না পরে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাওয়া যায়,, ধন্যবাদ কিবরিয়া ভাই এরকম অনুষ্ঠানের আয়োজন করার জন্য,,😍😍😍

  • @quaderchowdhury8371
    @quaderchowdhury8371 ปีที่แล้ว +3

    inspiration, bold , ideological ethical fighting-spirited talks, SALUTE , MY DEAR MA'AM....

  • @gaziabdurrahim6728
    @gaziabdurrahim6728 2 ปีที่แล้ว +2

    অসাধারণ একটা গল্প ছিল। এ ঘটনা অনুপ্রেরণায় আমি একটা গল্প লিখতে চাই।

  • @rimirimu8254
    @rimirimu8254 2 ปีที่แล้ว +30

    কিবরিয়া ভাই, আমি আপনার সব চ্যানেলের সব এপিসোড গুলো মনোযোগ দিয়েই শুনি।
    আপনার কাছে একটা অনুরোধ,মেয়ে গেষ্ট যারা আসবে তাদেরকে একটু ওড়না অথবা হিজাবটা ম্যান্টেন করতে বলবেন।

    • @sbsazzadmedia1889
      @sbsazzadmedia1889 2 ปีที่แล้ว +1

      Right

    • @sajansajan2138
      @sajansajan2138 2 ปีที่แล้ว +4

      আপু আপনাকে অনেক ধন্যবাদ ভালো কথা বলছেন

    • @mishurahman5392
      @mishurahman5392 2 ปีที่แล้ว +4

      আমি কমেন্ট করতে চেয়েছিলাম এই বিষয়ে,যাক আপনি করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

    • @mohammadsaif6727
      @mohammadsaif6727 2 ปีที่แล้ว

      আচ্ছা কি খারাপ জামা উনি পরেছেন বলতে পারবেন?? আপনি নিজে কতো টুকু খাটি মুসলিম বলতে পারবেন ?? ফেসবুক বা you tube কেন চালান?? জানেনই তো এইখানে সবাই খারাপ তাহলে আপনাদের মত ভালো মানুষ গুলোর না আসাই উচিত তাই না.. আজীব সব মানুষ জন

    • @sajansajan2138
      @sajansajan2138 2 ปีที่แล้ว +1

      @@mohammadsaif6727 আসলামুআলাইকুম ওয়রহমাতুল্লা ভাই আপনি লেখা টা ভালো ভাবে পরেন ওনি জামার কথা বলে নাই বলছে ওনার জামার সাথে উরনা টা দিলে ভালো হত। ধন্যবাদ ভাইয়া

  • @zahangirsayed
    @zahangirsayed ปีที่แล้ว +2

    I appreciate Sabina's Self efforts, I appreciate his humane tic program mes for underprivileged women of garments and poor women, Sabina is touching good for them. i also thanks studio of Creative arts for their proper Broadcust

  • @leoarmanhossain9315
    @leoarmanhossain9315 9 หลายเดือนก่อน +3

    এমন একটা যায়গা থেকে থেকে উনি আসছেন যা সত্যি অসম্ভব ছিলো।
    নিশ্চয়ই আল্লাই চাইছেন।

    • @nadia-zf5th
      @nadia-zf5th 2 หลายเดือนก่อน

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🖐

  • @m.s4181
    @m.s4181 ปีที่แล้ว +1

    অসাধারণ, অনেক শিক্ষণীয় দিক তুলে ধরেছেন, (Good touch-Bad touch) ধন্যবাদ