নমস্কার মান্যবর, ঈশ্বরের কৃপায় ও আপনাদের আর্শীবাদে দীর্ঘদিন যাবৎ শাস্ত্র অধ্যায়ন করছি। এতদিন শাস্ত্র অধ্যায়ন করে যা জানতে পারিনি তা আনার ভিডিও তে শুনে বেশী জানতে পারছি। আমি এখনও নিয়মিত আপনার ভিডিও দেখি।
একটু বড় কমেন্ট করছি, অনুগ্রহ করে পড়বেন, অবান্তর কথা লিখবো না। প্রথমেই আপনাকে প্রণাম জানাই, আর ধন্যবাদ জানাই, এমন একটা জ্ঞানগর্ভ চ্যানেল শুরু করার জন্যে। আমি প্রতিদিন আমার কর্মস্থলে (প্রাইমারি স্কুলে পড়াই) যাওয়ার ও আসার সময় আপনার ভিডিওগুলো শুনতে শুনতে যাই। কত কিছু জানতে পারি, আর কি ভালো ভাবে বোঝান, কোনও প্রশংসাই যথেষ্ট নয়, আর আমার সেই যোগ্যতাও নেই। শুধু বিষয়গুলো যে জানতে পারি, তাই নয়, কিভাবে শেখাতে হয়, সেটাও শিখি আপনার কাছে। ছোট থেকেই আপনার ভক্ত আমি, কখনও জানাতে পারবো ভাবিনি। স্কুল কলেজে পড়ার সময় আপনার কত্ত বই কিনেছি আর পড়েছি, তার ঠিক নেই। সব পড়া হয়নি অবশ্যই। কর্মজীবনের প্রথম দিকে কর্পোরেট সেক্টরে ছিলাম, তখন থেকেই সময়ের অভাবে পড়ার অভ্যেসটা চলে যায়। এখন এই চ্যানেলটির মাধ্যমে সেই পুরোনো ভালো লাগার বিষয়গুলোর সাথে, আর সর্বোপরি আপনার সাথে নতুন করে যোগাযোগ হওয়ায় খুব ভালো লাগছে। আপনি সুস্থ থাকুন, প্রার্থনা করি। এবার আসি অনুরোধের প্রসঙ্গে। আপনি "প্রশ্নোত্তর"-এর পর্ব নিয়মিতভাবে শুরু করছেন দেখে খুব আনন্দ পেয়েছি, এই ভেবে, যে একদিন হয়তো আমার প্রশ্নগুলোরও উত্তর পাবো। এর আগে আমি আমার আরেকটা প্রোফাইল "Gourab Das Official" থেকে একটা কমেন্ট করেছিলাম, প্রশ্ন করেছিলাম, মহাদেবের "শরভ" অবতারের বিষয়ে। আজকে যেই প্রশ্নটা করছি, সেটা ইতিহাস সংক্রান্ত। ইতিহাসবিদদের মতে ভারতে আর্য সভ্যতা খ্রীস্ট জন্মের 2000-1500 বছর পূর্বে শুরু হয়, যাকে বৈদিক পিরিয়ড বলা হয়েছে। কিন্তু বৈদিক scriptures আর literature -এ অনেক প্রাচীন সভ্যতার কথা বলা হয়। যেমন শ্রীকৃষ্ণের জন্ম বলা হয় 3228 খ্রীষ্ট পূর্বাব্দে। তাহলে শ্রীরামের জন্ম আরও আগে, এবং শ্রীবিষ্ণুর বাকি অবতার, আর সেইসাথে আর্য সভ্যতা আরো প্রাচীন। ইতিহাস আর সাহিত্যের/কাব্যের টাইমলাইনের এই অসংগতি কেন, আর প্রকৃত সত্যই বা কি, এবিষয়ে যদি আলোকপাত করেন, তাহলে কৃতজ্ঞ থাকবো। আপনি এই বিষয়ে খুব সামান্য আলোচনা করতে শুরু করেছিলেন "বামন অবতার - দ্বিতীয় পর্ব" ভিডিওতে। তারপরেই "ওই প্রসঙ্গে যাবো না" বলে সরে আসেন। আমার এই বিষয়ে সবিস্তারে জানতে খুব ইচ্ছা হয়। ভালো থাকবেন, আপনার এবং আপনার প্রিয়জনদের দীর্ঘ ও সুস্থ জীবন প্রার্থনা করি। 🙏🏻
Vedic time period kintu actually sesh hoy 2000bc te 4000bc theke tar prarombho suru , Vedic juger ses ongso jokhon ved likhito holo tokhon theke khatay kolome Vedic period suru , jodio uni aro valo bolte parben
খুব সুন্দর প্রশ্ন উত্তর পর্ব। অনেক কিছু জানতে পারলাম। আমাদের সমস্যা হলো আমাদের ইগো। অনেক কিছু পড়া হয়ে ওঠেনি, আপনি অনেক কিছু পূরণ করে দিলেন। ভালো থাকুন সুস্থ থাকুন, আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই🌹🌹
স্যার আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন ।সহজ সরল ভাষায় আপনি যেভাবে শাস্ত্রোল্লিখিত বিষয়গুলি বুঝিয়ে বলেন তা সত্যিই মনে রাখার মতো ।এইরকম আরও প্রশ্নোত্তর পর্বের আশায় রইলাম 🙏🙏
পুজোর সময়ের যে ভিডিও গুলো দিয়েছিলেন তার দুটি তে জাত পাত নির্বিশেষে সকলের পূজা যে দুর্গাপূজা সেটা এত সুন্দর বলেছেন ভীষণ ভালো লেগেছে। আমার একটি অনুরোধ রয়েছে।আমার স্বামী এই চৈত্র মাসের শিবের গাজন (ষাঁড়েশ্বর এর গাজন বাঁকুড়ার খুব বিখ্যাত) এ ভক্তা হন প্রতিবার।তাতে যতটুকু জানা আমার বা আমাদের ওই গাজন শুরুর দিন উত্তরীয় নেন সূর্যদেব কে প্রণাম করে।অসম্ভব ভিড় হয়। মেলা কমিটির লিখিত হিসেবে শুধু 10 হাজার। তার বাইরে নিজেরা হন আরো 4 হাজার মতো।এনাদের তখন বাবা বলি।আর উত্তরীয় ধারণের পর সবাই হয়ে যান "শিবগোত্র"। অন্য কোনো গোত্র থাকে না।সে তিনি ব্রাহ্মণ হোন বা চন্ডাল হোন।এই কদিন সবাই বাবার পুজো করেন নিজে নিজে মন্দির গুলিতে যেমন ঠাকুর মশাই রা করেন সব উপাচার। এই লোকায়ত উৎসব নিয়ে ভীষণ ইচ্ছে আপনি কিছু বলেন। তারপর সবরকম গাজন নিয়েই শুনতে চাই আপনার কাছ থেকে - শিবের, শীতলার, মনসার সকলের। 🙏🏾
খুব ভালো লাগে যেটা, আপনার কাছে সব কিছুরই একটা গ্রহণযোগ্যতার দিক আছে, কোনোকিছু কে তার ভালো দিক খুঁজে গ্রহণ করার জন্য অবশ্যই বিষয় কে গভীর ভাবে অনুধাবন করার প্রয়োজন। এর পিছনে নিশ্চয়ই অনেক পড়াশোনা আছে। আপনার সংস্পর্শে এসে আমারও অনেক কিছুর প্রতি ধারণা বদলাতে শুরু করেছে। তবু অনেক প্রশ্ন মনে ঘুরপাক খায়, আপনার কথা দিয়ে তার উত্তর খোঁজার চেষ্টা করি। আমার মতো এক সাধারণের জীবনে আপনার ভূমিকা অসীম।
এই চ্যানেল টি দেখার অনেক অনেক আগে থেকে আপনার লিখিত বই এর মাধ্যমে আপনাকে চিনেছি। রামায়ণ মহাভারত সম্পর্কে আমার এবং আমার সন্তানদের প্রশ্ন, উত্তর এবং কৌতূহলের নিরসন এর সঙ্গে সঙ্গে প্রাচীন কাব্য এবং মহাকাব্য সম্পর্কে আমার জিজ্ঞাসা এবং তার রসাস্বাদনের তীব্র ইচ্ছা ও সৃষ্টি হয়েছে। আমি সংস্কৃত জানি না, পড়তেও পারি না। তবু আপনার কণ্ঠে মেঘদূত এবং কুমারসম্ভবম এর কিছু অংশ শোনার ইচ্ছা থাকলো। আমার সশ্রদ্ধ প্রণাম জানালাম। ভালো থাকবেন।
শাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বই হলো মনু সংহিতা। একদিন একটা এপিসোড বা সিরিজ সেটা নিয়ে হোক। এর সম্বন্ধে জানার আমার খুব আগ্রহ। ছোটবেলা থেকে দেখেছি সবাই একে গালাগাল দেয়। তো এটা নিয়ে একটা নিরপেক্ষ ভিডিও আশা করবো কোনো দিন।
আপনাকে আমার প্রণাম জানাই স্যার🙏। এমন সমৃদ্ধ হওয়ার সুযোগ পেয়ে দুটো লোভ এর কথা প্রকাশ করলাম। 1. বিভূতিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। 2. আপনার একটা লেখা পড়ে ভগবান শ্রীবিষ্ণুর দুজন দ্বাররক্ষী এবং তাদের অবতরন সম্পর্কে জানতে পেরেছিলাম। সেই বিষয়ে আরও একবার জানতে চাই।
Sir, আপনার চ্যানেলের জন্যই আপনাকে চিনতে পারলাম । আপনাকে প্রণাম জানাই । আপনার আলোচনা গুলি সত্যিই খুব এনরিচিংও আমি মনে করি প্রত্যেক বাংগালীর এগুলি জানা প্রয়োজন । আপনার কাছে একটি অনুরোধ : শ্রীরাম ও শ্রীরামভক্ত হনুমানজীর ওপর আলোচনা করলে খুব ভালো লাগবে । জয় শ্রীরাম ! 🔥💥🚩🕉🙏🏽
প্রণাম, আমার মা বলে যে মহাভারত রামায়ণ সম্পূর্ণ টাই গল্পের ভিতরে অন্তর্নিহিত গভীর জীবন বোধ। যেমন কৃষ্ণ মানে কর্ষণ করা, অর্জুন অর্থাৎ অর্জন করা। এভাবে প্রতিটি ক্যারেক্টর ও ঘটনা জীবনবোধের সাথে গভীর ভাবে জড়িয়ে আছে, যেটা সাধারণ ভাবে পড়ে বোঝা সম্ভব নয়। তাহলে এই বিষয়টি যদি সঠিক হয় তাহলে এই সম্পর্কে প্রতিটি ক্যারেক্টর নিয়ে যদি একটু বিশদে আলোচনা করেন তাহলে আমরা সবাই উপকৃত থাকবো। আপনার সমস্ত ব্যাখ্যা অত্যন্ত সুন্দর ও জ্ঞান সমৃদ্ধ। সবশেষে আমার প্রণাম নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
প্রণাম নেবেন। প্রশ্নোত্তর পর্বের সূচনা খুবই ভালো হয়েছে। তাই দ্বিধা কাটাতে একটি প্রশ্ন রাখি:- ভাগবত পুরানের চতুর্থ স্কন্ধের চতুর্থ অধ্যায়ে সতীর প্রানত্যাগ এর বর্ণনা খুব সুন্দর ভাবে বর্ণিত আছে। আপামর হিন্দু সেই গল্প খুব ভালো করেই জানেন। সেই বর্ণনা অনুযায়ী পিতার যজ্ঞে পতিনিন্দা সহ্য করতে না পেরে সতী উত্তর দিকে মুখ করে বসে বায়ু সংযম করে হলুদ বর্ণের বস্ত্রে নিজেকে আচ্ছাদিত করে যোগাগ্নী দ্বারা নিজের দেহকে ভস্মীভূত করেছিলেন। এখন আমার মনে এই প্রশ্ন জাগলো যে সতী যদি যোগাগ্নী দ্বারা নিজ দেহকে ভস্মীভূত করলেন তবে শিব কাকে মাথায় নিয়ে নৃত্য করলেন, আর বিষ্ণু কাকেই বা চক্র দিয়ে কেটে কেটে ফেললেন, আর ৫১পিঠ তৈরি হলো। কি-বোর্ডের কারণে কিছু বানান ভুল হয়েছে। যদি অযৌক্তিক প্রশ্ন করে থাকি তবে অগ্রিম ক্ষমাপ্রার্থী।
স্যার প্রণাম নেবেন গীতা নিয়ে বেশি আলোচনা করলে খুব ভালো লাগে গীতা অমৃত তত্ত্ব এত সুন্দর বুঝিয়ে বলেন আপনি মানে কি বলবো বলার কোনো ভাষা নেই আপনাকে আমি খুব শ্রদ্ধা করি
আচার্য্য আপনার কাছে চতুর্যুগ অর্থাৎ সত্যযুগ, ক্রেতাযুগ, দ্বাপরযুগ, কলিযুগ সম্পর্কে জানতে খুব উদগ্রীব হয়ে আছি,,,,কিছু বক্তব্য যদি রাখেন এই বিষয়ে তাহলে এই সম্পর্কে অনেক কিছু সম্পর্কে জানতে পারি,,
Respected Sir, প্রথমে আপনাকে প্রণাম জানাই। খুব ভালো লাগলো। আমি আপনার অলোচনা গুলো শুনি। প্রতিটি বিষয় জানার। অনেক কিছু জানতে পারি। রামায়ণ ও মহাভারতের কাল সম্বন্ধে কিছু যদি বলেন। নমস্কারান্তে চন্দ্রিমা
স্যারের জন্মস্থান অধুনা বাংলাদেশের পাবনা জেলা। আমারও মাতৃভূমি বা জন্মস্থান সেই পাবনা জেলাতেই। এজন্য স্যারকে আমার একটু বেশি আপন মনে হয়। কেন জানিনা আমার মনই জানে। তবে বর্তমান আমি ভারতবাসী।
প্রণাম নেবেন স্যার। আপনার কথা শুনে আমি মন্ত্র মুগ্ধ হয়ে যায়। আধ্যাতিক অনুসন্ধান আমাকে খুব টানে। কিন্তু কিছু কিছু অলৌকিক ব্যাপার আমাকে দ্বিধাগ্রস্থ করে তোলে। অনুগ্রহ করে যদি সেগুলো একটু ব্যাখ্যা করেন তো ভালো হয়.. যেমন গণেশের হাতির মাথা, বিভিন্ন দেবতার দুই এর বেশি হাত, রাবনের দশ টি মাথা ইত্যাদি...
প্রণাম নেবেন sir, আমি2002 এর C.U এ তুলনামূলক সাহিত্যের ছাত্রী।এখন you tube এ আপনাকে দেখি , খুব আনন্দ পাই। আমার একটি প্রশ্ন ,অনেক এর কাছে করেছি , মন ভরে নি উত্তরে। যদি আপনার কাছে এটি পৌঁছায় আর আপনি উত্তর দেন, খুব খুশি হব। আমাদের বেদ উপনিষদ বলে আত্মা অবিনশ্বর, শরীর জীর্ণ হলে অন্য শরীর গ্রহণ করে, আমি অতি সাধারণ,আমার বা আমার প্রিয়জনের মৃত্যু মানতে পারি না, গীতার বাণী তখন মাথায় থাকে না, শুধু কষ্ট টা ই থাকে।কিন্তু যাঁরা জ্ঞানী, তারা ও কেন মৃত্যুর কে ভালোভাবে গ্রহণ করতে পারে না?জীর্ণ শরীর ছেড়ে নতুন শরীর ধারণ ই তো কাম্য, আনন্দের?? আবার ও প্রণাম জানাই
Having heard virtually all available episodes, feel constrained to say, you are UNIQUE, speak on topic based on sound UNDERSTANDING , remain ANALYTICAL yet, CONSISTENT. Kindly keep it up. My heartfelt Regards 🙏
সংস্কৃতে যে সাহিত্য গুলো আছে মুদ্রারাক্ষস বা মৃচ্ছকটিকম এগুলো নিয়ে একদিন কিছু বলুন... গল্প গুলো আমরা প্রায় বেশিরভাগ ই কেউ জানিনা... শুনলে ভালো লাগতো। প্রণাম নেবেন
জগদ্ধাত্রী সমন্ধে আমি খুব উৎসুক , শুনেছি মহারাজা কৃষ্ণ চন্দ্র সপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেছিলেন , পরে আবার জানা গেল যে তিনি করিন্দ্রাসুরমর্দিনী , মায়ের পৌরাণিক বর্ণনা বা কাহিনী যদি কোন ও পুরানে থাকে তো একটু বিস্তৃত ভাবে বলবেন , আমি শুনতে খুব ইচ্ছুক , অনেক ধন্যবাদ এরকম কথোপকথন লাইভ আয়োজন করার জন্য আপনাকে , আপনি শিক্ষক , আপনার প্রতি টা কন্টেন্ট দেখে আমার প্রিয় শিক্ষক দে র ই মনে পরে , অনেক ধন্যবাদ আবারো আপনাকে এই আয়োজনের জন্য , উত্তরের আশায় রইলাম।
ধন্যবাদ এবং প্রণাম। খুব ভালো লাগলো এই প্রশ্ন পত্র পর্ব। জানতে ইচ্ছে করে আমাদের পূজা আচার এর সাথে ফুল আর প্রসাদ এর সম্পর্কিত কেন? এইগুলো ছাড়া ঈশ্বর ডাকা কি অসম্পূর্ণ?
আমি বাংলাদেশ থেকে বলছি। আপনার চ্যানেলের ভিডিওগুলো আমি নিয়মিত দেখি। আদি শংকরাচার্য কীভাবে এবং কোন যুক্তি প্রয়োগ করে বৌদ্ধ পণ্ডিতদের পরাস্ত করে ভারতবর্ষে পুনরায় বৈদিক ধর্মের প্রতিষ্ঠা করেন? বিষয়টি নিয়ে বিষদে জানতে চাইছি। ধন্যবাদ।
🙏একদিন কৃষ্ণ ও কৃষ্ণা র সুন্দর সম্পর্কে বলবেন 🙏 ভালো থাকবেন, ভারতীয় শিক্ষার যে দিকটা আপনি উন্মোচন করেছেন , আশা করি তা চালিয়ে যাবেন। বলতে পারেন নিজের জানার লোভের স্বার্থে এই কথাগুলো লিখলাম।
স্যার, আপনার কিছু লেখা পড়েছি। আলোচনাও শুনি। আমি মুগ্ধ। শুধু একটি বিষয় আপনার কাছে জানতে চাইছি। সেটা হলোঃ প্রাচীন সাহিত্যগুলোতে কয়েকজন ‘দেবতা’ এবং কয়েকজনে ‘অসুরকে’ ত্রৈলোক্যবিজয়ী বলা হয়েছে। ওই ত্রিলোক আসলে কোন বিশেষ এলাকা কি? যদি হয়ে থাকে- তাহলে কোনগুলো? রেফারেন্সসহ আলোচনা করলে অথবা আলোচনার লিংক দিলে অথবা আপনার কোন লেখনিতে উল্লেখ থাকলে তা পেতে চাচ্ছি। আমাকে দেবেন প্লিজ!
আপনাকে প্রনাম জানাই আমি। অনেক কিছু জানতে পারি আপনার জ্ঞান গর্ভ আলোচনা থেকে। আমার কয়েকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করছি, কৃপা করে একটু এই বিষয়ে আলোকপাত করলে বিশেষ ভাবে উপকৃত হব। ব্রহ্মসংবদ এর সময়সীমা কত? কল্পবৎসর, মন্বন্তর,দিব্যযুগ এইসব পৌরাণিক সময়সীমা গুলি র হিসাব নিকাশ নিয়ে কিছু জানতে চাই।ঐসমস্ত পৌরাণিক যুগের মানুষদের আয়ুর সম্পর্কে ও কিছু বললে বাধিত হবো।
রাজশেখর বসুর মহাভারতে দক্ষ যজ্ঞের এক আলাদা বিবরন পাওয়া যায় যা আমাদের জানা বিবরন থেকে আলাদা। যদি মহাভারতে লেখা বিবরন যদি ঠিক হয় তা হোলে সতী পীঠের উউৎপত্তি কিভাবে হলো তা জানতে চাই
আপনার সংস্কৃত বচন,
শুনিতে অমৃত সমান......👌👌👌🙏🙏🙏
আপনার বিনয়ী ভাবটাই প্রকাশ করছে যে আপনি জ্ঞানী,পণ্ডিততুল্য। ভালো থাকুন,সুস্থ থাকুন স্যার আপনি 🙏🙏
নমস্কার মান্যবর, ঈশ্বরের কৃপায় ও আপনাদের আর্শীবাদে দীর্ঘদিন যাবৎ শাস্ত্র অধ্যায়ন করছি। এতদিন শাস্ত্র অধ্যায়ন করে যা জানতে পারিনি তা আনার ভিডিও তে শুনে বেশী জানতে পারছি। আমি এখনও নিয়মিত আপনার ভিডিও দেখি।
একটু বড় কমেন্ট করছি, অনুগ্রহ করে পড়বেন, অবান্তর কথা লিখবো না।
প্রথমেই আপনাকে প্রণাম জানাই, আর ধন্যবাদ জানাই, এমন একটা জ্ঞানগর্ভ চ্যানেল শুরু করার জন্যে। আমি প্রতিদিন আমার কর্মস্থলে (প্রাইমারি স্কুলে পড়াই) যাওয়ার ও আসার সময় আপনার ভিডিওগুলো শুনতে শুনতে যাই। কত কিছু জানতে পারি, আর কি ভালো ভাবে বোঝান, কোনও প্রশংসাই যথেষ্ট নয়, আর আমার সেই যোগ্যতাও নেই। শুধু বিষয়গুলো যে জানতে পারি, তাই নয়, কিভাবে শেখাতে হয়, সেটাও শিখি আপনার কাছে। ছোট থেকেই আপনার ভক্ত আমি, কখনও জানাতে পারবো ভাবিনি। স্কুল কলেজে পড়ার সময় আপনার কত্ত বই কিনেছি আর পড়েছি, তার ঠিক নেই। সব পড়া হয়নি অবশ্যই। কর্মজীবনের প্রথম দিকে কর্পোরেট সেক্টরে ছিলাম, তখন থেকেই সময়ের অভাবে পড়ার অভ্যেসটা চলে যায়। এখন এই চ্যানেলটির মাধ্যমে সেই পুরোনো ভালো লাগার বিষয়গুলোর সাথে, আর সর্বোপরি আপনার সাথে নতুন করে যোগাযোগ হওয়ায় খুব ভালো লাগছে। আপনি সুস্থ থাকুন, প্রার্থনা করি।
এবার আসি অনুরোধের প্রসঙ্গে। আপনি "প্রশ্নোত্তর"-এর পর্ব নিয়মিতভাবে শুরু করছেন দেখে খুব আনন্দ পেয়েছি, এই ভেবে, যে একদিন হয়তো আমার প্রশ্নগুলোরও উত্তর পাবো। এর আগে আমি আমার আরেকটা প্রোফাইল "Gourab Das Official" থেকে একটা কমেন্ট করেছিলাম, প্রশ্ন করেছিলাম, মহাদেবের "শরভ" অবতারের বিষয়ে। আজকে যেই প্রশ্নটা করছি, সেটা ইতিহাস সংক্রান্ত।
ইতিহাসবিদদের মতে ভারতে আর্য সভ্যতা খ্রীস্ট জন্মের 2000-1500 বছর পূর্বে শুরু হয়, যাকে বৈদিক পিরিয়ড বলা হয়েছে। কিন্তু বৈদিক scriptures আর literature -এ অনেক প্রাচীন সভ্যতার কথা বলা হয়। যেমন শ্রীকৃষ্ণের জন্ম বলা হয় 3228 খ্রীষ্ট পূর্বাব্দে। তাহলে শ্রীরামের জন্ম আরও আগে, এবং শ্রীবিষ্ণুর বাকি অবতার, আর সেইসাথে আর্য সভ্যতা আরো প্রাচীন। ইতিহাস আর সাহিত্যের/কাব্যের টাইমলাইনের এই অসংগতি কেন, আর প্রকৃত সত্যই বা কি, এবিষয়ে যদি আলোকপাত করেন, তাহলে কৃতজ্ঞ থাকবো। আপনি এই বিষয়ে খুব সামান্য আলোচনা করতে শুরু করেছিলেন "বামন অবতার - দ্বিতীয় পর্ব" ভিডিওতে। তারপরেই "ওই প্রসঙ্গে যাবো না" বলে সরে আসেন। আমার এই বিষয়ে সবিস্তারে জানতে খুব ইচ্ছা হয়।
ভালো থাকবেন, আপনার এবং আপনার প্রিয়জনদের দীর্ঘ ও সুস্থ জীবন প্রার্থনা করি।
🙏🏻
Khub e valo prostab! Sir korle to khub e valo hoi.. Ami recently Dhruv Rathi k request korechhi 10 avatar er history and/or myths niye vlog korte.
❤️🙏
Vedic time period kintu actually sesh hoy 2000bc te 4000bc theke tar prarombho suru , Vedic juger ses ongso jokhon ved likhito holo tokhon theke khatay kolome Vedic period suru , jodio uni aro valo bolte parben
প্রণাম স্যার, আমি আপনাকে গুরু মানি।একজন সত্যিকারের প্রজ্ঞাবান মানুষ। সসত্যিকারের ব্রাহ্মণ।আপনাকে যারা অনুসরণ করবে তাদের জীবন ধন্য হবে।আমার জীবন ধন্য।
এই অসামান্য লেখক গবেষণাপত্রকে সরস সুপাঠ্যে পরিণত করতে পারেন। 'কথা অমৃতসমান' পড়ে বারবার মুগ্ধ হয়েছি।এখন এই চ্যানেলটির খোঁজ পেয়ে ধন্য হলাম🙏
You are genius Sir. Pranam from the core of my heart.
অসাধারণ..স্যার , মন অনেক উজ্জীবিত হয়ে যায় আপনার এই অপূর্ব ব্যাখ্যায়। প্রণাম নেবেন
খুব সুন্দর প্রশ্ন উত্তর পর্ব। আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই
ভালমন্দ সব ভগবানের সৃষ্টি৷ আপনার মতো গুনীজনের চরণে সব পূজার ফুলের সমতূল্য হয়ে যায়৷প্রণাম নেবেন৷ ভাল থাকুন
খুব সুন্দর প্রশ্ন উত্তর পর্ব। অনেক কিছু জানতে পারলাম। আমাদের সমস্যা হলো আমাদের ইগো। অনেক কিছু পড়া হয়ে ওঠেনি, আপনি অনেক কিছু পূরণ করে দিলেন। ভালো থাকুন সুস্থ থাকুন, আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই🌹🌹
স্যার আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন ।সহজ সরল ভাষায় আপনি যেভাবে শাস্ত্রোল্লিখিত বিষয়গুলি বুঝিয়ে বলেন তা সত্যিই মনে রাখার মতো ।এইরকম আরও প্রশ্নোত্তর পর্বের আশায় রইলাম 🙏🙏
অপূর্ব। সমৃদ্ধ হলাম।
পুজোর সময়ের যে ভিডিও গুলো দিয়েছিলেন তার দুটি তে জাত পাত নির্বিশেষে সকলের পূজা যে দুর্গাপূজা সেটা এত সুন্দর বলেছেন ভীষণ ভালো লেগেছে।
আমার একটি অনুরোধ রয়েছে।আমার স্বামী এই চৈত্র মাসের শিবের গাজন (ষাঁড়েশ্বর এর গাজন বাঁকুড়ার খুব বিখ্যাত) এ ভক্তা হন প্রতিবার।তাতে যতটুকু জানা আমার বা আমাদের ওই গাজন শুরুর দিন উত্তরীয় নেন সূর্যদেব কে প্রণাম করে।অসম্ভব ভিড় হয়। মেলা কমিটির লিখিত হিসেবে শুধু 10 হাজার। তার বাইরে নিজেরা হন আরো 4 হাজার মতো।এনাদের তখন বাবা বলি।আর উত্তরীয় ধারণের পর সবাই হয়ে যান "শিবগোত্র"। অন্য কোনো গোত্র থাকে না।সে তিনি ব্রাহ্মণ হোন বা চন্ডাল হোন।এই কদিন সবাই বাবার পুজো করেন নিজে নিজে মন্দির গুলিতে যেমন ঠাকুর মশাই রা করেন সব উপাচার। এই লোকায়ত উৎসব নিয়ে ভীষণ ইচ্ছে আপনি কিছু বলেন।
তারপর সবরকম গাজন নিয়েই শুনতে চাই আপনার কাছ থেকে - শিবের, শীতলার, মনসার সকলের।
🙏🏾
খুব ভালো লাগে যেটা, আপনার কাছে সব কিছুরই একটা গ্রহণযোগ্যতার দিক আছে, কোনোকিছু কে তার ভালো দিক খুঁজে গ্রহণ করার জন্য অবশ্যই বিষয় কে গভীর ভাবে অনুধাবন করার প্রয়োজন। এর পিছনে নিশ্চয়ই অনেক পড়াশোনা আছে। আপনার সংস্পর্শে এসে আমারও অনেক কিছুর প্রতি ধারণা বদলাতে শুরু করেছে। তবু অনেক প্রশ্ন মনে ঘুরপাক খায়, আপনার কথা দিয়ে তার উত্তর খোঁজার চেষ্টা করি। আমার মতো এক সাধারণের জীবনে আপনার ভূমিকা অসীম।
এই চ্যানেল টি দেখার অনেক অনেক আগে থেকে আপনার লিখিত বই এর মাধ্যমে আপনাকে চিনেছি। রামায়ণ মহাভারত সম্পর্কে আমার এবং আমার সন্তানদের প্রশ্ন, উত্তর এবং কৌতূহলের নিরসন এর সঙ্গে সঙ্গে প্রাচীন কাব্য এবং মহাকাব্য সম্পর্কে আমার জিজ্ঞাসা এবং তার রসাস্বাদনের তীব্র ইচ্ছা ও সৃষ্টি হয়েছে। আমি সংস্কৃত জানি না, পড়তেও পারি না। তবু আপনার কণ্ঠে মেঘদূত এবং কুমারসম্ভবম এর কিছু অংশ শোনার ইচ্ছা থাকলো। আমার সশ্রদ্ধ প্রণাম জানালাম। ভালো থাকবেন।
Osadharon❤🎉❤🎉
আমার প্রণাম নেবেন। আপনার কথা শুনে আমার ঈশ্বর প্রীতি ও মনের উদারতা বৃদ্ধি হয়। আমি আপনার আশীর্বাদ প্রার্থী।
Sir akhon apnar moto bekti der veson poyjon, ❤❤❤❤ vogoban apna k onk vlo rakhon. Bharomon der neya aro kicho bolben possible hole, amr pronam neben🎉🎉🎉
আপনার বলার অসাধারন ভালো লাগে বুঝতে পারা যায় আপনাকে শতকোটি প্রণাম নেবেন ।sir।।।🙏🙏🙏🙏
Pronam neben sir.apnake pronam janate parao bhogobaner ashirbad sarup.
আপনার মত শিক্ষক যদি ছাত্রী জীবনে পেতাম তাহলে ধন্য হতাম। আপনার কাছে অনেক কিছু নতুন করে জানছি। আরো শুনতে চাই
সম্প্রদান শব্দের ব্যাখ্যায় মুগ্ধ হলাম....আমাদের শাস্ত্র যে কত বৈজ্ঞানিক এবং সঠিক জেনে আনন্দিত হলাম।
আপনাকে প্রণাম।🙏🙏🙏
শিবশক্তি এবং বিজ্ঞান এবং ব্রহ্মাণ্ডের উৎপত্তি এদের পারস্পরিক সম্পর্ক নিয়ে জানার আগ্রহ প্রকাশ করছি। ধন্যবাদ
আপনার এই অমৃত বচন চিরও অক্ষয় থাকুক। জয় নিতাই ,ভালো থাকুন ও সুস্থ থাকুন ।
অপেক্ষায় রইলাম....
খুব ভালো লাগলো। আপনাকে প্রণাম স্যার।
খুব ভালো লাগছে। শিখছি অনেক।
PRANAM ACHARIYA
DaruN..... Sir pranam.
sir, বাংলার বিভিন্ন পদবী গুলো নিয়ে কিছু পর্ব বানালে ভালো হতো।
অপূর্ব!!! মন ভরে গেল। কত কিছু জানতে পারা যায়।🙏🙏
শাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বই হলো মনু সংহিতা। একদিন একটা এপিসোড বা সিরিজ সেটা নিয়ে হোক। এর সম্বন্ধে জানার আমার খুব আগ্রহ। ছোটবেলা থেকে দেখেছি সবাই একে গালাগাল দেয়। তো এটা নিয়ে একটা নিরপেক্ষ ভিডিও আশা করবো কোনো দিন।
YES. CORRECT
আচার্য প্রশান্ত (acharya prashant) এর মনুস্মৃতি , আত্মা , ভগবৎ গীতার লেকচার গুলো শুনুন
@@adwaitvedant3297 sorry to say i don't think so,
আপনার কাছে থেকে অনেক কিছু জানতে পারলাম। আপনার কথা আপনার উপদেশ আমাদের আলোকিত করে। আমার প্রণাম নেবেন 🙏🙏
অশেষ ধন্যবাদ।
ভালো থাকবেন 🙏🙏🙏🙏
আজ শুনলাম। কিন্তু মন দিয়ে শুনতে পারিনি। আবার কাল শুনবো। শুভ রাত্রি। প্রণাম রইলো।
Aami robibar protidiner boi te apnar onek golpo porechi Sir. Vishon bhalo lagche ebar youtube a aapnar theke golpo shunte pabo ☺️
আমি বাকরুদ্ধ মন্ত্রমুগ্ধ আপনার লেখা চৈতন্যদেব বইটি পড়ে আবারো বলি আপনি আমার প্রিয় লেখক আপনার চরণে শত কোটি প্রণাম নিবেদন করছি।
আমিও কিছুদিন আগেই শেষ করলাম
মাধববেন্দ্র পুরী কে কি দারুণ ভাবে তুলে ধরেছেন যা আমাদের জানার আড়ালে ছিল বৈষ্ণব সতন্ত্রধারা মহাণপুরুষ।
ভেতর বাহির বইটি পড়ুণ
খুব সুন্দর। আপনার কথাগুলো মন্ত্র মুগ্ধ হয়ে শুনি।কখন যে শেষ হয়ে যায় বোঝায় যায় না। যদি রক্ষাকালী সম্পর্কে কিছু আলোচনা করেন তবে উপকার হয়।
আপনাকে আমার প্রণাম জানাই স্যার🙏। এমন সমৃদ্ধ হওয়ার সুযোগ পেয়ে দুটো লোভ এর কথা প্রকাশ করলাম।
1. বিভূতিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
2. আপনার একটা লেখা পড়ে ভগবান শ্রীবিষ্ণুর দুজন দ্বাররক্ষী এবং তাদের অবতরন সম্পর্কে জানতে পেরেছিলাম। সেই বিষয়ে আরও একবার জানতে চাই।
Sir, আপনার চ্যানেলের জন্যই আপনাকে চিনতে পারলাম । আপনাকে প্রণাম জানাই । আপনার আলোচনা গুলি সত্যিই খুব এনরিচিংও আমি মনে করি প্রত্যেক বাংগালীর এগুলি জানা প্রয়োজন । আপনার কাছে একটি অনুরোধ : শ্রীরাম ও শ্রীরামভক্ত হনুমানজীর ওপর আলোচনা করলে খুব ভালো লাগবে । জয় শ্রীরাম ! 🔥💥🚩🕉🙏🏽
Thank you Sir for make me relive my religion with respect
প্রণাম, আমার মা বলে যে মহাভারত রামায়ণ সম্পূর্ণ টাই গল্পের ভিতরে অন্তর্নিহিত গভীর জীবন বোধ। যেমন কৃষ্ণ মানে কর্ষণ করা, অর্জুন অর্থাৎ অর্জন করা। এভাবে প্রতিটি ক্যারেক্টর ও ঘটনা জীবনবোধের সাথে গভীর ভাবে জড়িয়ে আছে, যেটা সাধারণ ভাবে পড়ে বোঝা সম্ভব নয়। তাহলে এই বিষয়টি যদি সঠিক হয় তাহলে এই সম্পর্কে প্রতিটি ক্যারেক্টর নিয়ে যদি একটু বিশদে আলোচনা করেন তাহলে আমরা সবাই উপকৃত থাকবো। আপনার সমস্ত ব্যাখ্যা অত্যন্ত সুন্দর ও জ্ঞান সমৃদ্ধ। সবশেষে আমার প্রণাম নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
Durdanto…khub bhalo laglo kaku
প্রণাম নেবেন। প্রশ্নোত্তর পর্বের সূচনা খুবই ভালো হয়েছে।
তাই দ্বিধা কাটাতে একটি প্রশ্ন রাখি:- ভাগবত পুরানের চতুর্থ স্কন্ধের চতুর্থ অধ্যায়ে সতীর প্রানত্যাগ এর বর্ণনা খুব সুন্দর ভাবে বর্ণিত আছে। আপামর হিন্দু সেই গল্প খুব ভালো করেই জানেন। সেই বর্ণনা অনুযায়ী পিতার যজ্ঞে পতিনিন্দা সহ্য করতে না পেরে সতী উত্তর দিকে মুখ করে বসে বায়ু সংযম করে হলুদ বর্ণের বস্ত্রে নিজেকে আচ্ছাদিত করে যোগাগ্নী দ্বারা নিজের দেহকে ভস্মীভূত করেছিলেন।
এখন আমার মনে এই প্রশ্ন জাগলো যে সতী যদি যোগাগ্নী দ্বারা নিজ দেহকে ভস্মীভূত করলেন তবে শিব কাকে মাথায় নিয়ে নৃত্য করলেন, আর বিষ্ণু কাকেই বা চক্র দিয়ে কেটে কেটে ফেললেন, আর ৫১পিঠ তৈরি হলো। কি-বোর্ডের কারণে কিছু বানান ভুল হয়েছে। যদি অযৌক্তিক প্রশ্ন করে থাকি তবে অগ্রিম ক্ষমাপ্রার্থী।
Amar o ek e proshno roilo
U r the best teacher sir i love to listen you❤
প্রণাম জানাই স্যার।
স্যার, একদিন আদি শঙ্কারাচার্য্য -র জীবন ও গীতাভাষ্য নিয়ে আলোচনা শুনতে আগ্রহী।
স্যার প্রণাম নেবেন গীতা নিয়ে বেশি আলোচনা করলে খুব ভালো লাগে গীতা অমৃত তত্ত্ব এত সুন্দর বুঝিয়ে বলেন আপনি মানে কি বলবো বলার কোনো ভাষা নেই আপনাকে আমি খুব শ্রদ্ধা করি
স্যার প্রতিটি ভিডিও আপনার দেখি। অনেক কিছু শিখছি ও জানছি।। "প্রজাপতি ঋষি " সম্পর্কে জানতে চাই।
Sir apnar video dekha ekhn amr rojkar Ekta routine hye dariyeche... egulo kindly continue krben
Bhisan bhalo laglo apner baktobbya.🙏
আচার্য্য আপনার কাছে চতুর্যুগ অর্থাৎ সত্যযুগ, ক্রেতাযুগ, দ্বাপরযুগ, কলিযুগ সম্পর্কে জানতে খুব উদগ্রীব হয়ে আছি,,,,কিছু বক্তব্য যদি রাখেন এই বিষয়ে তাহলে এই সম্পর্কে অনেক কিছু সম্পর্কে জানতে পারি,,
I am increasing becoming your fan.
Sir দৌপদী সম্পর্কে বিশদ কিছু আলোচনা করলে খুব ভালো লাগবে।
best speaker best story teller
উপনিষদের বস্তুবাদী দর্শন নিয়ে একদিন আলোচনা করুন। আপনার বিভিন্ন আলোচনায় সমৃদ্ধ হয়েছি। আশা রাখছি ভবিষ্যতেও হবো।
Respected Sir,
প্রথমে আপনাকে প্রণাম জানাই।
খুব ভালো লাগলো। আমি আপনার অলোচনা গুলো শুনি। প্রতিটি বিষয় জানার। অনেক কিছু জানতে পারি।
রামায়ণ ও মহাভারতের কাল সম্বন্ধে কিছু যদি বলেন।
নমস্কারান্তে
চন্দ্রিমা
আপনাকে অসম্ভব ভালো লাগে। আপনাকে দেখলে নিজে থেকেই এক আহ্লাদ এসে পড়ে। আপনার সাথে যোগাযোগ করতে চাই স্যার।
স্যারের জন্মস্থান অধুনা বাংলাদেশের পাবনা জেলা। আমারও মাতৃভূমি বা জন্মস্থান সেই পাবনা জেলাতেই। এজন্য স্যারকে আমার একটু বেশি আপন মনে হয়। কেন জানিনা আমার মনই জানে। তবে বর্তমান আমি ভারতবাসী।
স্যার,আমার প্রণাম নেবেন।আমি কৃতজ্ঞ যে আপনি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন।আমাকে আশ্বস্ত করলেন।ধন্যবাদ স্যার।
Sir, Your are great 💙
Pronaam neben 🙏
Master mosai apnar upanyane apnader ritwik purohit orofe gurudeber dewa upadesh bani ja alpa boyosi khudhartha apnake santa korechhilo ta amake mugdha korechhe asirbad korun emon bichar jeno mone rakhte pari.pranam obhalobasa neben.
amar antorik nomoskar janai. khub valo lagche abong shikhte o jante parchi koto kichu. amar akta prsno mone ase j amader hindu dhormo grontho Gita, Ramayana, Mahabharata er moddhe konti abong keno? amra ramayana o mahabharat k mahakabyo bolei jani kintu ajkal ake aneke dhormo grontho bolchen tai mone prosno jage. namoskarante ...Mithun dasgupta, (Art worker.)
চমৎকার উত্তর দিলেন। স্পষ্ট বোঝা গেল।
প্রণাম নিবেন, স্যার।
প্রণাম নেবেন স্যার। আপনার কথা শুনে আমি মন্ত্র মুগ্ধ হয়ে যায়। আধ্যাতিক অনুসন্ধান আমাকে খুব টানে। কিন্তু কিছু কিছু অলৌকিক ব্যাপার আমাকে দ্বিধাগ্রস্থ করে তোলে। অনুগ্রহ করে যদি সেগুলো একটু ব্যাখ্যা করেন তো ভালো হয়.. যেমন গণেশের হাতির মাথা, বিভিন্ন দেবতার দুই এর বেশি হাত, রাবনের দশ টি মাথা ইত্যাদি...
প্রণাম নেবেন sir, আমি2002 এর C.U এ তুলনামূলক সাহিত্যের ছাত্রী।এখন you tube এ আপনাকে দেখি , খুব আনন্দ পাই।
আমার একটি প্রশ্ন ,অনেক এর কাছে করেছি , মন ভরে নি উত্তরে।
যদি আপনার কাছে এটি পৌঁছায় আর আপনি উত্তর দেন, খুব খুশি হব।
আমাদের বেদ উপনিষদ বলে আত্মা অবিনশ্বর, শরীর জীর্ণ হলে অন্য শরীর গ্রহণ করে, আমি অতি সাধারণ,আমার বা আমার প্রিয়জনের মৃত্যু মানতে পারি না, গীতার বাণী তখন মাথায় থাকে না, শুধু কষ্ট টা ই থাকে।কিন্তু যাঁরা জ্ঞানী, তারা ও কেন মৃত্যুর কে ভালোভাবে গ্রহণ করতে পারে না?জীর্ণ শরীর ছেড়ে নতুন শরীর ধারণ ই তো কাম্য, আনন্দের??
আবার ও প্রণাম জানাই
Khub,bhalo, laglo,amar,akta,proshno,ache,Sri,krishner,booke,sribatsa,padaghat,chinha,Kano,uttar,janàle,badhito,hobo
আশা করি প্রশ্ন উত্তর পর্ব এর পরে আবারো আসবে
Sir ধন্যবাদ আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
Sir আপনাকে প্রণাম
Having heard virtually all available episodes, feel constrained to say, you are UNIQUE, speak on topic based on sound UNDERSTANDING , remain ANALYTICAL yet, CONSISTENT.
Kindly keep it up. My heartfelt Regards 🙏
দারুন সুন্দর করে বোঝাতে পারেন।
সংস্কৃতে যে সাহিত্য গুলো আছে মুদ্রারাক্ষস বা মৃচ্ছকটিকম এগুলো নিয়ে একদিন কিছু বলুন... গল্প গুলো আমরা প্রায় বেশিরভাগ ই কেউ জানিনা... শুনলে ভালো লাগতো। প্রণাম নেবেন
আর মৃচ্ছকটিকম হলো শুদ্রক এর রচনা ।
জগদ্ধাত্রী সমন্ধে আমি খুব উৎসুক , শুনেছি মহারাজা কৃষ্ণ চন্দ্র সপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেছিলেন , পরে আবার জানা গেল যে তিনি করিন্দ্রাসুরমর্দিনী , মায়ের পৌরাণিক বর্ণনা বা কাহিনী যদি কোন ও পুরানে থাকে তো একটু বিস্তৃত ভাবে বলবেন , আমি শুনতে খুব ইচ্ছুক , অনেক ধন্যবাদ এরকম কথোপকথন লাইভ আয়োজন করার জন্য আপনাকে , আপনি শিক্ষক , আপনার প্রতি টা কন্টেন্ট দেখে আমার প্রিয় শিক্ষক দে র ই মনে পরে , অনেক ধন্যবাদ আবারো আপনাকে এই আয়োজনের জন্য , উত্তরের আশায় রইলাম।
কৃষ্ণ নগরে মঙ্গলঘটে,
ব্রাক্ষশাসনে মূর্তি পূজা
শুরু হয়
সম্বন্ধে,swapnadeshস্বপ্নাদেশ,
মনে পড়ে
Apnar kotha sune ami ro Krishna preme pore Jai mje mje
ধন্যবাদ এবং প্রণাম। খুব ভালো লাগলো এই প্রশ্ন পত্র পর্ব। জানতে ইচ্ছে করে আমাদের পূজা আচার এর সাথে ফুল আর প্রসাদ এর সম্পর্কিত কেন? এইগুলো ছাড়া ঈশ্বর ডাকা কি অসম্পূর্ণ?
প্রণাম নিবেন আমার 🙏🙏🙏
খুব ভালো লাগে আপনার কথা, TH-cam আপনেকে স্বাগতম ।
ব্রাহ্মণদের অন্ন পাপ ও অসবর্ণ বিবাহ নিয়ে আপনার কি বক্তব্য ?
Please please kaku make a series on Manusmriti please.
Pronam🙏🙏
হিন্দু ধর্মে মূর্তি পূজার সূচনা সম্বন্ধে আপনার বক্তব্য শুনতে আমি আগ্রহী। দয়া করে যদি কিছু বলেন।
নমস্কার।
আমি বাংলাদেশ থেকে বলছি। আপনার চ্যানেলের ভিডিওগুলো আমি নিয়মিত দেখি। আদি শংকরাচার্য কীভাবে এবং কোন যুক্তি প্রয়োগ করে বৌদ্ধ পণ্ডিতদের পরাস্ত করে ভারতবর্ষে পুনরায় বৈদিক ধর্মের প্রতিষ্ঠা করেন? বিষয়টি নিয়ে বিষদে জানতে চাইছি।
ধন্যবাদ।
Sundar
স্্স্কৃত জানি না স্যার , কিন্তু মৃচ্ছকটিক , কাদম্বরী এই ধরনের কাব্য গুলো যদি আপনি বলেন তবে আমরা জানতে পারি 🙏🙏🙏
আপনার মতামত দ্বারা সমৃদ্ধ হই।প্রণাম নেবেন।
শ্রী কৃষ্ণের জীবনে রাধা আর রুক্মিণী র ভূমিকা, আর ওনার দুজনের প্রতি দৃষ্টিভঙ্গির তফাৎ সম্পর্কে যদি বলেন।
Sir, 🙏🙏
Vition valo lglo sir.... kindly appni jadi গ্রোত্র niye discuss koren to valo hoi ... . Muni Rishi dr name niye Gotra kive alo... proman Neben sir 🙏
🙏একদিন কৃষ্ণ ও কৃষ্ণা র সুন্দর সম্পর্কে বলবেন 🙏 ভালো থাকবেন, ভারতীয় শিক্ষার যে দিকটা আপনি উন্মোচন করেছেন , আশা করি তা চালিয়ে যাবেন। বলতে পারেন নিজের জানার লোভের স্বার্থে এই কথাগুলো লিখলাম।
স্যার, আপনার কিছু লেখা পড়েছি। আলোচনাও শুনি। আমি মুগ্ধ। শুধু একটি বিষয় আপনার কাছে জানতে চাইছি। সেটা হলোঃ প্রাচীন সাহিত্যগুলোতে কয়েকজন ‘দেবতা’ এবং কয়েকজনে ‘অসুরকে’ ত্রৈলোক্যবিজয়ী বলা হয়েছে। ওই ত্রিলোক আসলে কোন বিশেষ এলাকা কি? যদি হয়ে থাকে- তাহলে কোনগুলো? রেফারেন্সসহ আলোচনা করলে অথবা আলোচনার লিংক দিলে অথবা আপনার কোন লেখনিতে উল্লেখ থাকলে তা পেতে চাচ্ছি। আমাকে দেবেন প্লিজ!
বিবাহ নীতি ও বর্ণাশ্রম নিয়ে যদি কিছু বোলেন ভাল হয়। অনুলোম বিবাহ ও প্রতিলোম বিবাহ কি? এবং এর সুফল ও কুফল নিয়ে একটু আলোচনা করবেন।
সামবেদের প্রকৃতি এবং গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন ?
🙏🙏🙏
Non Aryan culture niye janar echhe roilo sir..
Apni proshno uttor porbo korchen dekhe ananda pelum...Amar proshno holo vindhyavasini yogmaya prasange....yogmaya durga niye kichu bolun , jodi shomoy paan.
স্যার আমি তন্ময় আমি বাংলাদেশে থাকি আপনার কথা আনার খুব ভালো লাগে প্রতিরাতে আপনার কথা শোনে ঘুমাই আমি আপনার সাথে দেখা করতে চাই
আপনাকে প্রনাম জানাই আমি। অনেক কিছু জানতে পারি আপনার জ্ঞান গর্ভ আলোচনা থেকে। আমার কয়েকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করছি, কৃপা করে একটু এই বিষয়ে আলোকপাত করলে বিশেষ ভাবে উপকৃত হব।
ব্রহ্মসংবদ এর সময়সীমা কত? কল্পবৎসর, মন্বন্তর,দিব্যযুগ এইসব পৌরাণিক সময়সীমা গুলি র হিসাব নিকাশ নিয়ে কিছু জানতে চাই।ঐসমস্ত পৌরাণিক যুগের মানুষদের আয়ুর সম্পর্কে ও কিছু বললে বাধিত হবো।
রাজশেখর বসুর মহাভারতে দক্ষ যজ্ঞের এক আলাদা বিবরন পাওয়া যায় যা আমাদের জানা বিবরন থেকে আলাদা। যদি মহাভারতে লেখা বিবরন যদি ঠিক হয় তা হোলে সতী পীঠের উউৎপত্তি কিভাবে হলো তা জানতে চাই