প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী | prince Dwarkanath Tagore | জীবনী | Bangla

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • যশোহর থেকে ঠাকুর পরিবারের আদিপুরুষ পঞ্চানন কলকাতায় এসেছিলেন। তাঁর উত্তরপুরুষ জয়রামের দুই পুত্র, নীলমণি এবং দর্পনারায়ণ। এই নীলমণিই জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের আদিপুরুষ। আর পাথুরিয়াঘাটা ঠাকুর পরিবারের আদিপুরুষ দর্পনারায়ণ। নীলমণির পুত্র রামমণি ঠাকুরের সন্তান দ্বারকানাথ। দ্বারকানাথের জন্ম ১৭৯৪ সালে। পরে কাকা রামলোচন তাঁকে দত্তক নেন। তাঁর জীবনে দত্তক মা অলোকাসুন্দরীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দ্বারকানাথের ছেলেবেলা থেকেই তিনি তার পড়াশোনার বিষয়ে তৎপর থাকতেন। ১৮০৪ নাগাদ তাকে চিৎপুর রোডের শেরবোর্ন সাহেবের স্কুলে ভর্তি করা হয়। দ্বারকানাথ ছিল সাহেবের অন্যতম প্রিয় ছাত্র।রামলোচনের মৃত্যুর পরে ষোলো বছর বয়সে দ্বারকানাথ তাঁর সম্পত্তির মালিক হন। সম্পত্তি বলতে, কলকাতার জমি-বাড়ি এবং মফসসলের জমিদারি। সেই সময় জমিদারির বার্ষিক আয় ছিল তিরিশ হাজার টাকা। অন্য জমিদারদের থেকে দ্বারকানাথ ছিলেন স্বতন্ত্র। আইনকানুন সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। পরবর্তী কালে তিনি আরও কয়েকটি জমিদারি কিনেছিলেন। দ্বারকানাথের বয়স তখন সতেরো। যশোহরের পীরালি পরিবারে তাঁর বিয়ে হয়। স্ত্রীর নাম দ্বিগম্বরী।
    দ্বারকানাথ ঠাকুর এবং রামমোহন রায় সমসাময়িক এবং বন্ধু হলেও দু’জন দুই প্রান্তের মানুষ ছিলেন। চিন্তাধারায় এবং উদ্যোগে দ্বারকানাথ তাঁর সময়ের চেয়ে এগিয়ে ছিলেন। ব্রাহ্মধর্ম তথা রামমোহনের একেশ্বরবাদী দর্শনের প্রতি শ্রদ্ধাশীল হলেও তিনি কখনও নিজের ধর্ম ছাড়েননি। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তখন প্রতি বছর দুর্গা, কালী এবং জগদ্ধাত্রী পুজো হত। এমনকী, এক সময় দ্বারকানাথ নিজের হাতে কুলদেবতা লক্ষ্মী-জনার্দনের নিত্য সেবা করতেন। পরবর্তী কালে কর্মব্যস্ততার জন্য একাধিক পুরোহিত নিয়োগ করেছিলেন
    #viralvideo
    #biography
    #bangla
    #dwarkanaththakur
    #rabindranaththakur
    #jiboni
    #bengalipersonality
    #jiboni

ความคิดเห็น • 39

  • @somnathmitra2448
    @somnathmitra2448 ปีที่แล้ว +1

    অপূর্ব অপূর্ব ভীষণ ভীষণ ভালো লাগল। উপস্থাপনায় অতুলনীয়। 👌🦜👌🦜👌🦜🙏🙏🙏

  • @mghosh5701
    @mghosh5701 9 หลายเดือนก่อน

    খুব সুন্দর

  • @ranjitachakraborty9736
    @ranjitachakraborty9736 ปีที่แล้ว

    Khub sundar poribeshan.

  • @swapanchakraborty6196
    @swapanchakraborty6196 ปีที่แล้ว

    খুব ভালো লাগল অনেক অজানা কথা জানা গেল।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  ปีที่แล้ว

      Thanks

    • @probodhdhali
      @probodhdhali 11 หลายเดือนก่อน

      দ্বারকানাথ ঠাকুর ছিলেন বাংলার প্রথম বেসরকারি ব্যাংক, ইউনিয়ন ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি এই ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতিও ছিলেন। ১৮২৯ সালে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় এবং ১৮৩০ সাল থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।
      দ্বারকানাথ ঠাকুর এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা ব্যাংকের নিয়মনীতি লঙ্ঘন করে ব্যাপক দুর্নীতি করেন। তারা নিজেদের এবং তাদের আত্মীয়-স্বজনদের নামে ব্যাংক থেকে ঋণ নেন এবং তা পরিশোধ করেননি। এছাড়াও, তারা ব্যাংকের টাকা দিয়ে নিজের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেন।
      এই দুর্নীতির কারণে ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি ঘটে। ১৮৪৭ সালে ব্যাংকটি দেউলিয়া হয়ে যায়। ব্যাংকের দেউলিয়া হওয়ার ফলে অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হন।
      দ্বারকানাথ ঠাকুর এবং তার সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। তবে, তারা কোনও শাস্তি পাননি।
      দ্বারকানাথ ঠাকুরের ব্যাংক দুর্নীতির কিছু উল্লেখযোগ্য ঘটনা নিম্নরূপ:
      দ্বারকানাথ ঠাকুর নিজেই ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নেন এবং তা পরিশোধ করেননি।
      তার আত্মীয়-স্বজনরাও ব্যাংক থেকে ঋণ নেন এবং তা পরিশোধ করেননি।
      ব্যাংকের টাকা দিয়ে দ্বারকানাথ ঠাকুর তার ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেন।
      ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরাও দুর্নীতিতে জড়িত ছিলেন।
      দ্বারকানাথ ঠাকুরের ব্যাংক দুর্নীতি বাংলার অর্থনীতিতে একটি বড় ক্ষতি ছিল। এটি ব্যাংকিং খাতের উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল এবং ব্যাংকিং ব্যবস্থার অনাস্থা বৃদ্ধি করেছিল।
      দ্বারকানাথ ঠাকুর একজন সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তা ছিলেন। তবে, তার ব্যাংক দুর্নীতির ঘটনা তার ব্যক্তিত্বের একটি অন্ধকার দিক তুলে ধরে।

  • @TotalStar24
    @TotalStar24 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো❤❤

  • @nilimadey9738
    @nilimadey9738 ปีที่แล้ว

    Bhalo laglo tomar video. Bhalo theko. Anek ajana tathho janlam

  • @debasishchakrabarti4921
    @debasishchakrabarti4921 ปีที่แล้ว

    বাণিজ্য, শিক্ষা, সামাজিক সঙসকার, রাজকীয় চালচলনের জন্য 'প্রিন্স', ডাকা,
    রাণী ভিক্টোরিয়ার প্রশংসা ধন্য দ্বারকানাথ ঠাকুর'কে অসংখ্য প্রণাম জানাই 🙏🙏🙏🙏🙏🙏

  • @amitabhachatterjee2636
    @amitabhachatterjee2636 ปีที่แล้ว

    The video on this great person like prince Dwarakanath Thakur is very much a valuable biography. Keep on releasing such videos on famous personalities. Thank u so much .💐💐💐💐💐

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  ปีที่แล้ว

      ধন্যবাদ
      সঙ্গে থাকুন

  • @Montecristo1805
    @Montecristo1805 ปีที่แล้ว

    Interesting topic. You should do episodes on Henry Derozio, David Hare (of Hare School), Lord Bethune, Rani Rasmoni, etc.

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  ปีที่แล้ว

      Yes of course
      For another my video
      Please visit my TH-cam channel

    • @debasishchakrabarti4921
      @debasishchakrabarti4921 ปีที่แล้ว

      ইন্দ্রজিৎ সিংহ নিশ্চয়ই বাঙালি। তাই অভিজিৎ বাবুকে বাংলায় লিখলে উপযুক্ত হতো।
      ডেভিড হেয়ার যথেষ্ট। হেয়ার স্কুল লেখার প্রয়োজন নেই। জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুনের ' লর্ড' উপাধি ছিল বলে জানি না 🤔

    • @Montecristo1805
      @Montecristo1805 ปีที่แล้ว

      ​​Your comment is that of pitiable "frog in the well". Perhaps, you are unaware that Netaji and many other Bengali luminaries used to write letters in English to their family. It comes with our class. Your comment only exposes your many deficiencies and your meddling nature. In Bengali your personality would be called that of a "matobbor" or as a self-appointed "morol". You are advised to "mind your own business" and not waste time trolling your betters.

    • @debasishchakrabarti4921
      @debasishchakrabarti4921 ปีที่แล้ว

      @@Montecristo1805 কোথাকার জনৈক বাঙালি ইন্দ্রজিৎ সিংহ ( আবার আলেকজান্ডার ডুমা'র বিখ্যাত উপন্যাস ছদ্মনাম নিয়েছে🤔)
      যে বাঙালি হয়ে বাঙালির ব্লগে ইঙরেজিতে লেখে অর্থাৎ অসংগতির ( incompatibility)
      উদাহরণ, সে আবার নেতাজীর মতো প্রাত:স্মরণীয় ব্যক্তিত্বকে উদাহরণ হিসেবে নিয়ে আসে 🤔 উনি বাড়ীতে ইঙরেজিতে ছাড়াও বাংলায় লিখেছেন কি না জানা আছে? আর বাড়ীতে ইঙরেজিতে চিঠি লেখা ছাড়াও বাংলায় লেখা 'তরুনের স্বপ্ন' ও অন্যান্য বাংলা লেখা সম্বন্ধে জানা আছে?? আবার ' আমরা একটা ক্লাসের'। কোনও শ্রেণীর নয়, শ্রেণীহীন!!!!
      গায়ে মানে না আপনি মোড়ল = self constituted leader, মাতব্বর = a distinguished person জানা নেই🤨
      উলটে বলি, সত্যজিৎ রায়ের আগন্তুক ছবিতে উৎপল দত্তের সংলাপ ' কেউ মাতব্বরি করছে দেখলে মেজাজ ধরে রাখতে পারি না'।
      আবার বলি, বাঙালি বাঙলা বিষয়ে বাংলায় মন্তব্য করলে, বাঙালির সঙ্গে বাংলায় লিখলে সাযুজ্য বজায় থাকে a sheer stupid person

    • @VikramSingh-sr3gy
      @VikramSingh-sr3gy ปีที่แล้ว

      ​@@debasishchakrabarti4921Typical Bengali-medium, English -fail third -class person.

  • @ashistabla9261
    @ashistabla9261 8 หลายเดือนก่อน

    আর ইউনিয়ন ব্যাংক লুট, বেলগাচিয়ায় বাগান বাড়ি তে মদ্য পান। যার জন্যে স্ত্রী প্রয়জন ছাড়া কথা বলতেন না।

  • @debasishchakrabarti4921
    @debasishchakrabarti4921 ปีที่แล้ว

    যারা ইঙরেজিতে মন্তব্য করেছেন তাদের বলার, অনবদ্য ইঙরেজি, ফারসি, ফরাসি ভাষা জানা দ্বারকানাথ ঠাকুর আদ্যন্ত বাঙালি ছিলেন। তাই তার সম্বন্ধে বাঙালিদের বাংলায় মন্তব্য করা প্রত্যাশিত ছিল 🤔😗

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  ปีที่แล้ว +1

      ধন্যবাদ

    • @debasishchakrabarti4921
      @debasishchakrabarti4921 ปีที่แล้ว

      @@amiavijitbolchi স্বাগত🤝

    • @Montecristo1805
      @Montecristo1805 ปีที่แล้ว

      Inverted logic of a "frog in the well". Tagore was a cosmopolitan and used to mingle with many Westerners. That's why he wrote his name as Tagore not Thakur. But that point will escape you, you pitiful troll. No one needs comments or advice from you, a self-appointed "language policeman".

    • @montecristo1769
      @montecristo1769 ปีที่แล้ว +1

      Stupid inverted logic of a frog in the well.

    • @debasishchakrabarti4921
      @debasishchakrabarti4921 ปีที่แล้ว

      @@montecristo1769 comment from a Bengali he-goat