Rabindranath er Thakur poribarer ek ojana itihas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • পিরালি বামুন কারা? জোড়াসাঁকো ঠাকুর পরিবার কে বার বার শুনতে হয়েছিল এই পিরালি বামুন, সমাজে উচ্চ বর্ণের কাছে রীতিমতো অচ্ছুৎ ছিলেন এনারা। জানেন কি এই ঠাকুর পরিবারের আরেকটি শাখাও আছে, যেটি ধর্মে মুসলিম। কিন্তু কি ভাবে আসলো এই শাখা, এবং পিরালি বামুন কথাটি আসলো কি ভাবে, জানুন এই ভিডিও থেকে।
    picture courtesy: wikipedia and Google
    Data: various book

ความคิดเห็น • 1K

  • @livesportsstream457
    @livesportsstream457 ปีที่แล้ว +14

    For ur kind information,
    ইমানের কোনো একটি বিষয় মনে মনেই অবিশ্বাস করালেই তার ইমান থাকেনা,অর্থাৎ মুসলিম থাকেনা।
    এখানে জোর করে মুসলিম বানানো তো দূরের কথা, অনেক মুসলিম ই মুসলিম থাকেনা,ইমানের বিষয় গুলোর কোনো একটাতে অসীকার করলেই।

    • @nihakhan9970
      @nihakhan9970 ปีที่แล้ว +1

      আপনি সনাতন ধর্মের হয়েও ১০০% সঠিক কথা জানতে বা বুঝতে পেরেছেন🥀🥀

  • @rajachbd
    @rajachbd ปีที่แล้ว +14

    আমাদের পূর্ব পুরুষের এক পুরুষ ছিলেন এই জামাল উদ্দিন খা, কামাল উদ্দিন খার একজন। ভাই আপনার এই তথ্যের উৎস জানতে পারলে ভালো হতো।আমি এর উপর তথ্য সংগ্রহের চেষ্টায় আছি।

    • @Tollywood-mg7mz
      @Tollywood-mg7mz ปีที่แล้ว

      Hmm.. Rabi thakurer vaira vai apni.. Jante pare ankk assotto holam. Itihas satti katha bole.. R vabissat er dike takiye takiye nirobe hase.. Prakito satto bolun.. Apekhai thaklam

  • @dibakarsarkar3985
    @dibakarsarkar3985 ปีที่แล้ว +15

    অসাধারণ।
    হাকিমপুরের খাঁ বাড়ির সাথে আমি যথেষ্ট পরিচিত। আমার জন্মভিটা থেকে মাত্র ৩ মেইল দূরে খাঁ। রজ্জাক খাঁ কলকাতার নারকেল ডাঙ্গার বাড়িতে থাকতেন। হাকিমপুরের বাড়িতে তাঁদের প্রাচীন গ্রন্থাগারটি আজও আছে। খাঁ বংশের অনেক শরীক আগেকার মত বিত্তবান নয়। তবে তাঁদের মান সম্মান যথাযথ বহাল আছে।
    ঠাকুর পরিবার আদতে যে কুশারি পদবীর সেটা উল্লেখ করে ভালোই করলেন।
    মাঝে কোথা থেকে যে গাঙ্গুলী/গঙ্গোপাধ্যায় এল সেটার কোন তথ্য আজও পেলামনা।

  • @SelinaBegum-g9o
    @SelinaBegum-g9o 10 หลายเดือนก่อน +3

    সৃষ্টিকর্তার আদেশ এ আদম/মনু পৃথিবীতে প্রথম এসে ছিলেন, তিনি এক আল্লাহর উপাসনা korten,তখন থেকেই ইসলাম/সনাতন এর suchana///,porobortite মানুষ বি bhinna ধর্মের সৃষ্টি o প্রচার করে

    • @DS-gw8fd
      @DS-gw8fd 2 หลายเดือนก่อน

      ইসলাম / সনাতন গুলিয়ে ফেলবেন না। ইসলামের আবির্ভাবই তো সম্ভবত ৬৯১ AD তে !

  • @sharifahmedbarbhuiya4959
    @sharifahmedbarbhuiya4959 ปีที่แล้ว +9

    Rabindranath Thakur was the true follower of Brahmo Samaj .

  • @ratankumerray4767
    @ratankumerray4767 ปีที่แล้ว +1

    ইতিহাসের নামে গল্প বলা বন্ধ হলে মানুষ উপকৃত হবে।

  • @nargisshagufta830
    @nargisshagufta830 ปีที่แล้ว +6

    শ্রী সতীশচন্দ্র মিত্র মহাশয়ের লেখা যশোর খুলনার ইতিহাস এই বইটিতে এই বিষয়ে উল্লেখ আছে। হাকিম পুরের যাদের কথা বলা হয়েছে তারা আমার পূর্ব পুরুষ।

  • @ShubhenduPanda-hb3ho
    @ShubhenduPanda-hb3ho หลายเดือนก่อน +1

    এই তথ্যের উপর ভর করে কেউ যেন কবিগুরুর অসম্মান না করেন এই প্রার্থনা করছি,নমস্কার

  • @shahriarfardin777
    @shahriarfardin777 ปีที่แล้ว +51

    ইসলাম এমন কোন ধর্ম নয় যে জোর করলে হয়ে যাবে । মন থেকে আত্মসমর্পণ করেই মুসলিম হওয়া যায়।

    • @PARTHO108
      @PARTHO108 11 หลายเดือนก่อน +3

      😂

    • @shukladaw7729
      @shukladaw7729 11 หลายเดือนก่อน +6

      Tahole proti baar bhoy dekhiye ba jor kore grohon korate hoy kno?😂

    • @SothikPoth-br9gq
      @SothikPoth-br9gq 11 หลายเดือนก่อน

      ​@@shukladaw7729মোটেই না। স্বেচ্ছায় গ্ৰহণ করে, মিডিয়া মিথ্যা প্রচার করে।

    • @Alex.ABiR.01.05
      @Alex.ABiR.01.05 11 หลายเดือนก่อน +1

      Hindu jonmo ney, mon teke accept r prithibi te ashe noy understand!

    • @BijoySingh-s5s
      @BijoySingh-s5s 11 หลายเดือนก่อน

      ​@@shukladaw7729কে বলেছে ভাই জোর করে হয়
      অন্ধ ভক্ত

  • @sadequlislam2376
    @sadequlislam2376 ปีที่แล้ว +1

    ১০০% মিথ্যা।
    ইসলামে জোর করে মুসলিম করা হারাম।

  • @pradipkumar1173
    @pradipkumar1173 ปีที่แล้ว +74

    হুঁ, আর বিভেদ বিভাজন নয়, বুদ্ধির মুক্তিতে প্রকৃত মানবতায় অগ্রসর উজ্জীবিত হয়ে উঠুন মানব সমাজ। ধন্যবাদ, নমস্কার

    • @sarkaralihaider3212
      @sarkaralihaider3212 ปีที่แล้ว

      এখনও তো বিভেদ আছে প্রচুর পরিমানে। দুই তৃতীয়াংশেরও বেশি ধর্মান্তরিত বাংলাভাষী বাঙ্গালী মুসলমানদের তো বাঙ্গালী বলেই স্বীকার করতে চান না। তাতে কি? যারা স্বীকার করতে চাননা তারাই ক্ষয়িষ্ণুমান আর বাংলাদেশের বাঙ্গালী মুসলমানরা উদীয়মান। সত্য মিথ্যা নিজেরাই ভেবে দেখুন।

    • @anitabhattacharya9101
      @anitabhattacharya9101 ปีที่แล้ว +1

      😂.😊😊😊😊😊😊😊
      🎉i
      ok

    • @sarkaralihaider3212
      @sarkaralihaider3212 ปีที่แล้ว

      @@anitabhattacharya9101 .......তারাই হিন্দিতে নিমজ্জিত(বাংলাপক্ষ)। যে হিসেবে বাঙালি শিক্ষিতা হিন্দু মেয়েরা অবাঙালিদের বিয়ে করছে এমনকি সেলিব্রিটিরাও তাতে ২০৫০ সালের পর আর বাঙালি হিন্দু খুঁজেই পাওয়া যাবে না(প্রয়াত সুনিল গঙ্গোপাধ্যায়)। "বাংলাপক্ষে"র শ্লোগান শুনলেই বোঝা যায়। মে বাঙালি ছেলেকে দিয়ে মেয়ে বিয়ে দেয় সেই বাঙালি ......বাহ্ বাহ্ মজার তো....এরা আবার হাসির ইমোজি দেয়। যতসব, বাংলাদেশ থেকে।

    • @rajenmullick9065
      @rajenmullick9065 ปีที่แล้ว +1

      Thik boLachan

    • @sarkaralihaider3212
      @sarkaralihaider3212 ปีที่แล้ว

      @@rajenmullick9065 ঐ ভট্টা গঙ্গো চট্টোদের জন্যই বাঙলা ভাগ হয়েছে ও শ্যামা প্রসাদরা ষড়যন্ত্র করে বৃহত্তর বাঙলার এক তৃতীয় ভাগ কেটে নিয়ে হিন্দিতে মিশে দিয়েছে ও দিচ্ছে(বাঙলাপক্ষ) যারা আজ বাঙলায় কথা বলতে পারছে না আর অন্যভাষীরা প্রায় দখল করেই নিয়েছে।

  • @balarampaul2657
    @balarampaul2657 ปีที่แล้ว +1

    আপনি তো কালিদাসের চেয়ে বেশি পড়াশুনা করছেন, আপনি তো সবার খবর জানেন নিজের পরিবারের খবর লিখে ভিডিও করুন।

  • @manasidhak3957
    @manasidhak3957 ปีที่แล้ว +9

    আপনি যে তথ্য গুলি তুলে ধরেছেন সেগুলি কোন সংগ্রহ গ্রন্থ এবং কত পৃষ্ঠা থেকে উদ্ধৃত করেছেন সবিস্তারে উল্লেখ করলে খুবই ভালো হয়, নমস্কার 🙏

    • @DS-gw8fd
      @DS-gw8fd 2 หลายเดือนก่อน +1

      শান্তিনিকেতনের উত্তরায়নের সংগ্রহশালায় যান - একটা সহজ রাস্তা বললাম।

  • @mmx1277
    @mmx1277 ปีที่แล้ว +1

    হিন্দু ধর্মে রন্ধ্রে রন্ধ্রে এই শ্রেনী বিভাজন বর্ন বিদ্বেষ নীতি গুলো কি আসলেই কোন সৃষ্টি কর্তা সমর্থিত নাকি মানুষ সৃষ্টি

  • @marutimohanmukherjee1252
    @marutimohanmukherjee1252 ปีที่แล้ว +9

    চল্লিশ বছর আগে দেশ পত্রিকাতে পড়েছিলাম রবীন্দ্রনাথের ও সত‍্যজিত রায়ের বর্ধমান জেলায় আদি বাডী

    • @sumonabdullah9732
      @sumonabdullah9732 ปีที่แล้ว +3

      সত্যজিৎ রায়ের বাড়ি এখনো বাংলাদেশের কিশোরগঞ্জ জেলাতে আছে

  • @ShibabrataChakraborty
    @ShibabrataChakraborty 7 หลายเดือนก่อน +1

    চমত্কার বর্ণনা - কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক অত্যন্ত চড়া, অ্যাটেনশন এ বিঘ্ন ঘটায়।

  • @dipakbag3443
    @dipakbag3443 ปีที่แล้ว +4

    খুব ভালো কথা বললেন কিন্তু সত্যতা যাচাই করি কিভাবে ।যদি দয়া করে সুত্রের সন্ধান দিতেন তো মেনে নিতে দিধা থাকত না ।

  • @mokiturrahman891
    @mokiturrahman891 ปีที่แล้ว +2

    দেবেন্দ্র নাথ ঠাকুর ধর্ম ত্যাগ করে ব্রাহ্ম ধর্ম গ্রহন করেন। সে কথা কিন্তু আপনি বলতেই ভুলে গেছেন। এ কারণেই তাদের কে পতিত ব্রাহ্মণ বলা হত। ধন্যবাদ।

    • @biswajitdas-tg1ot
      @biswajitdas-tg1ot ปีที่แล้ว

      Aapnar family history ta khujun dekhben sekhaneo emon case aache

  • @gyanibaba1507
    @gyanibaba1507  ปีที่แล้ว +19

    কপিরাইট ইস্যুর জন্য ভিডিও টি মিউট হয়েছে,পরে আমরা আবার আপ্লোড করব ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অনেক নিত্য নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব কথা দিলাম।
    Keu kono dhormo ke choto korben na.. Amra kono dhormer biruddhe bolini.. Bangalir Icon Rabindranath er Thakur poribarer Itihas tule dhorechi.. Baje montobyo theke biroto thakun sokole..

  • @balarampaul2657
    @balarampaul2657 ปีที่แล้ว +1

    আপনি এত পড়াশোনা করেছেন য়ে। পণ্ডিত কালিদাসকেও হার মানিয়ে দিয়েছেন।

  • @masterkripa.5656
    @masterkripa.5656 ปีที่แล้ว +4

    এসব ভাট বকে কি হয়!? বাগ্দি, বামুন, বদ্যি, বৈষ্ণব,... আর কতদিন চালাবে।

    • @gyanibaba1507
      @gyanibaba1507  ปีที่แล้ว

      Amadr kaj Information deoa... Amra politics korina

    • @nirmalmukherjee7497
      @nirmalmukherjee7497 ปีที่แล้ว

      দেশে সংরক্ষন যতদিন চলবে ততোদিন ব্রাহ্মণ, কায়স্থ, বাগদি, নমোশুদ্র চলবে। চিবির দম থাকে তো আগে সংরক্ষণ বন্ধ করে দেখা সাগল।

  • @anikzaman830
    @anikzaman830 ปีที่แล้ว +1

    জোর করে মুসলিম করছে, নিজের ইচ্ছা না থাকলে পরে আবার হিন্দু ধর্মে কেন ফিরে গেলেন না। যা ইচ্ছা বলে দিলাম😂

  • @binoysarkar59
    @binoysarkar59 หลายเดือนก่อน +3

    ভিডিও বেচে খাওয়া বন্ধ করেন । দুহাতে কর্ম করে খান ।

    • @parashmonijoty7019
      @parashmonijoty7019 23 วันที่ผ่านมา

      আপনার কি মনে হয় এটা কর্ম নয়।পারলে এইভাবে একটা ভিডিও বানিয়ে দেখেন তাহলে বুঝবেন এটা কতটা কষ্টের কাজ।

  • @shadathousan4466
    @shadathousan4466 ปีที่แล้ว +1

    তোমার ইতিহাসের কতটা সত্য প্রমাণ দাও তারপর ইতিহাস সম্পর্কে বল। মিথ্যে ইতিহাস বলে কি লাভ তোমার।

  • @ataurrahaman772
    @ataurrahaman772 ปีที่แล้ว +14

    I will wait to get such history base video in future

  • @whitegreen318
    @whitegreen318 ปีที่แล้ว +1

    Bahi Islam kokhono jurpurbok Islam gorohon jayej na nesheddo amar mone hoye Islam ke bodnami korar joynno aye shob bul shorojontro mulok Islamer shotik etehasher berudde gaddar batpar duka baj lekese, Islam shoytto insha'Allah shoyttoye takbe jotoye jalim ra shorojontror shikar hoye na keno karon Mohan Allah tho Islamer shotik bedaner hefajot korar daetto neyesen apnara ke janen AlQuraaner moydde gushona ase tai Mohan Allah jeno amader shotik shoytto islamer bedan manar tawfik Dan koren Ameen 🇧🇩🙏

  • @subhendudas2771
    @subhendudas2771 ปีที่แล้ว +5

    এ ইতিহাস যেখানে ই লেখা থাক আপনি তাকে সাধারণের মাঝে এনে দিলেন। এ নিয়ে ব্যপক কৌতুহল ছিলো- এখন তা মিটলে । ভারি ভালো লগলো। ধন্যবাদ।

    • @LionsHeart3.1.3
      @LionsHeart3.1.3 6 หลายเดือนก่อน

      Wrng info, This brammins accepted Islam not by force eather by greed I believe. Since, look only this guys got wealth from sultana. Also if forceful conversions were happening there qould be no hindus in Bengal.

  • @santanuvi8539
    @santanuvi8539 ปีที่แล้ว +1

    ghotona holo thakur bansha islamic holeo, Dwarkanath kintu vaishnav chilen. Debendranath soho oneke paita dharon korto karon pirali holeo tara Brahmin chilo

  • @kalpotoru3140
    @kalpotoru3140 ปีที่แล้ว +64

    রেফারেন্স দেবার আমি কেউ নই তবু জানাই শান্তিনিকেতন থেকে প্রকাশিত রবীন্দ্রনাথের জীবনীতেই এ সব তথ্য আছে।

    • @pbghosh5305
      @pbghosh5305 ปีที่แล้ว +7

      Please refer the name of the book and its author along with the year of publication of biography or as such to dispel any doubts from any minds. Actually, Tagore's official biographer Dr Prashanta Pal's 7-volume tome is regarded as the most extensively researched documents on Tagore and often referenced by authorities; besides Dr Prabhat Kumar Mukhopadhyay too wrote a brief biography on Tagore, with appended chronology of important events of Tagore's life and time -- if either of the two has any reference to that, please let us know. May please taken in true spirit.

    • @sutonu
      @sutonu ปีที่แล้ว +5

      ইতিহাস জেনে অবাক। সেদিন দেখলাম পুরির মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি বলে একটি সূত্র। শেষমেস জানা হয়নি কারণ টা। এখন মনে হচ্ছে এটাই কারণ। অনুসন্ধান জারি রাখবো।

    • @RanaDas-zh3fw
      @RanaDas-zh3fw ปีที่แล้ว +2

      @@sutonu n

    • @alishaheb794
      @alishaheb794 ปีที่แล้ว +1

      প্রথম প্রথম প্রথম Pipe😊😅😊

    • @HarendranathRoy-wt7jq
      @HarendranathRoy-wt7jq ปีที่แล้ว +1

      ​@@sutonu inj of

  • @mujiburrahman9939
    @mujiburrahman9939 ปีที่แล้ว +2

    ঠাকুর বংশের রাজকীয় প্রতিষ্ঠাতা নীলকর প্রিন্স দ্বারকা নাথ ঠাকুর একজন ঠাকুর পরিবারের পোষ্যপুত্র!

  • @soumyadipghosh9252
    @soumyadipghosh9252 ปีที่แล้ว +7

    ঠাকুর বংশের আদি পদবি কুশারি।।
    এবং আদি বাস পূর্ব বর্ধমান জেলার কুস গ্রামে।।

  • @dr.md.nayemhasan4840
    @dr.md.nayemhasan4840 ปีที่แล้ว +1

    Robindronath er voice naki meyeli voice cchilo????
    onk ta half-Ladies type er??

  • @basantibiswas6122
    @basantibiswas6122 ปีที่แล้ว +9

    খুব জানার ইচ্ছে ছিল, আজ জানলাম। অনেক ধন্যবাদ আপনাকে। 🙏

    • @basantibiswas6122
      @basantibiswas6122 ปีที่แล้ว

      কবি গুরু, গুরু দেব,রবি ঠাকুর আমার প্রাণ। উঁনাকে নিয়ে বেঁচে আছি, বেঁচে থাকবো।আন্তরিক ধন্যবাদ জানাই আবারও।

    • @gyanibaba1507
      @gyanibaba1507  ปีที่แล้ว

      ধন্যবাদ বাকি ভিডিও গুলিও দেখবেন আমাদের❤️

  • @namitamazumdar152
    @namitamazumdar152 2 หลายเดือนก่อน +1

    এসবে কী এসে যায় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ,ই

  • @subhrabhattacharya7018
    @subhrabhattacharya7018 ปีที่แล้ว +8

    তথ্যগুলো ঠিক বলেছেন 👍🙏🙏

  • @maniklalchowdhury9508
    @maniklalchowdhury9508 5 หลายเดือนก่อน +1

    জোর করে কোনো কিছু করা যায় না। ধর্ম যে যার কাছে। যে মত যে পোশন করে সেটাই তার ধর্ম। 😊😊

  • @sukhenroy4538
    @sukhenroy4538 ปีที่แล้ว +3

    খুলনা জেলার রুপসা উপজেলায় ঘাটভোগ ইউনিয়নে পিঠাভোগ গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তর পুরুষ এখনও বসবাস করেন। রবীন্দ্র স্মৃতি সংগ্হশালা আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে তিন দিন জাতীয় ভাবে অনুষ্ঠান হয়। বংশ লতিকা অনুযায়ী উপস্থাপনা যথাযথ। আমার বাড়ি একই এলাকায়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সাংস্কৃতিক মন্ত্রণালয় প্রতিষ্ঠানটি গ্রহণ করেছে এবং রবীন্দ্র স্মৃতি কমপ্লেক্স গড়ে তোলার উদ্যোগ চলছে।

  • @Npandey1008
    @Npandey1008 ปีที่แล้ว +2

    আপনার কথা শুনে বোঝা গেল রবীন্দ্রনাথ ঠাকুর পিরালী বংশের ব্রাহ্মণ নন। তিনি কুলীন ব্রাহ্মণদের বংশধর।

  • @somabiswas2357
    @somabiswas2357 ปีที่แล้ว +3

    So what??!!! Pirali ki hirali....they were/ are our inspiration...ke nei!!?? Thakurbarir Andarmahal porle to mohilader gunoponao Jana jay....tai to chance Jorasanko jete bhalobasi...feel korar chesta kori....renaissance (19 th century) ....

    • @gyanibaba1507
      @gyanibaba1507  ปีที่แล้ว

      Amra ekhne information provide korechi kauke judge korini

  • @kazishaon5233
    @kazishaon5233 ปีที่แล้ว +2

    যাই বলেন ভাই হিন্দু ধর্মের হিংসায় এত হিংসা অন্য ধর্মে নাই

  • @somabiswas2357
    @somabiswas2357 ปีที่แล้ว +4

    Thakurbarir Andarmahal porleo onek kichhu Jana jay...

  • @chandrashekharmistri2470
    @chandrashekharmistri2470 11 หลายเดือนก่อน +1

    Rabindranatthakurkepranam

  • @reshmichoudhury670
    @reshmichoudhury670 4 ปีที่แล้ว +9

    খুব ভালো লাগলো, জানতাম না। আরো এমন ভিডিও হোক।❤️

    • @gyanibaba1507
      @gyanibaba1507  4 ปีที่แล้ว

      Thanks , keep supporting us

    • @blueeyes77293
      @blueeyes77293 ปีที่แล้ว

      কেনো জানেন না?

  • @BABULALDEY-gi9le
    @BABULALDEY-gi9le 8 หลายเดือนก่อน

    Also .thakur bongsher age title chilo kushari ..........................
    Parobarti kale prince daroka nath ke dattak nay . Thakur poribar ...........................

  • @vfchinmoytalukder
    @vfchinmoytalukder 7 หลายเดือนก่อน +12

    এ সব ভুল তথ্য

    • @LionsHeart3.1.3
      @LionsHeart3.1.3 6 หลายเดือนก่อน +3

      Wrng info, This brammins accepted Islam not by force eather by greed I believe. Since, look only this guys got wealth from sultana. Also if forceful conversions were happening there qould be no hindus in Bengal.

    • @subhrabhattacharya7018
      @subhrabhattacharya7018 2 หลายเดือนก่อน +1

      কোনটাই ভুল নয়। আপনি জানেন না

    • @sitangshukar6745
      @sitangshukar6745 2 หลายเดือนก่อน +1

      সঠিক তথ্য।

    • @condonarani6285
      @condonarani6285 หลายเดือนก่อน

      জানি না কথা

  • @nilayroyhere
    @nilayroyhere ปีที่แล้ว +6

    Jai shree Ram

  • @arupdas4005
    @arupdas4005 ปีที่แล้ว +24

    গল্পটা সাজানো খুব ভালো হয়েছে। রেফারেন্স উল্লেখ থাকলে বাস্তবিক হতো

    • @gyanibaba1507
      @gyanibaba1507  ปีที่แล้ว +8

      কোন কাল্পনিক গল্প বানাই নি, রেফারেন্স দিয়ে দেব

    • @abdulhalim-dr3ko
      @abdulhalim-dr3ko ปีที่แล้ว

      অন্নদা শঙ্কর রায়ের এক লেখায় পড়েছিলাম, নোবেল জেতার পর তিনি তখন জগৎ বিখ্যাত অথচ ওড়িশার এক মন্দিরে গুরুদেবকে পিরালী ব্রাহ্মণ এই অজুহাতে ঢুকতে দেয়া হয়নি।

    • @pratikdasgupta5263
      @pratikdasgupta5263 ปีที่แล้ว +6

      হ্যাঁ তথ্য-সূত্র গুলি দিয়ে দিলে ভালো হয়।

    • @ranjankumarbhattacharyya9941
      @ranjankumarbhattacharyya9941 ปีที่แล้ว +4

      Refference link gulo diye deben

    • @চিরন্তনসত্য-ল৬ট
      @চিরন্তনসত্য-ল৬ট ปีที่แล้ว +2

      ঠাকুরদের আসল পদবী ছিল কুশারী এবং তাঁরা আসলে রাঢ়ী ব্রাহ্মণ ছিলেন (পিরালীটা অপবাদ)৷ কারণ তাঁদের আদিবাস ছিল রাঢ় অঞ্চল বা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কুশ গ্রাম৷ পরবর্তীকালে সেখান থেকে তাঁরা বাংলার নানা জায়গায় ছড়িয়ে পড়েন৷ একটা শাখা যায় বাঁকুড়ার সোনামুখীতে, আরেকটা শাখা যায় যশোরে৷ তবে রাজা গণেশের পুত্র স্বেচ্ছায় মু*সলিম হননি, তাঁকে একরকম ব্ল্যাকমেল করে ধর্মান্তকরণ করা হয়৷ আর এই চেঙ্গুটিয়ার পরগণার জমিদারদের আদিবাস ছিল রাঢ় অঞ্চল বা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ৷ এরাও রাঢ়ী ব্রাহ্মণ৷ এদের বংশধরদেরও জোর করে মু*সলিম বানানো হয়৷ পুরোটা রবীন্দ্র জীবনীকার প্রভাত মুখোপাধ্যায়ের রবীন্দ্র জীবনীর প্রথম খণ্ডে লেখা আছে৷ তাছাড়াও, নগেন্দ্রনাথ বসুর ব্রাহ্মণ খণ্ডেও লিখিত আছে৷

  • @SabedAli-q5m
    @SabedAli-q5m 17 วันที่ผ่านมา

    ধন্যবাদ সত্য ঘটনা জানতে পেরে খুশি হলাম অহিংসা পরম ধর্ম

  • @abhijithalder7525
    @abhijithalder7525 ปีที่แล้ว +20

    খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য সূত্র। খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

    • @LionsHeart3.1.3
      @LionsHeart3.1.3 6 หลายเดือนก่อน

      Wrng info, This brammins accepted Islam not by force eather by greed I believe. Since, look only this guys got wealth from sultana. Also if forceful conversions were happening there qould be no hindus in Bengal.

  • @FirojakhtarSheikh
    @FirojakhtarSheikh 2 หลายเดือนก่อน

    রবীন্দ্রনাথ ঠাকুরের কি মুসলিম পরিবারের সঙ্গে ইস্তা ছিল রবীনাথ ঠাকুর মুসলমান পরিবার থেকে তিনি ঠাকুর পরিবার এসেছেন

  • @sadiapaik7716
    @sadiapaik7716 ปีที่แล้ว +2

    একজন বিশিষ্ঠ মানুষ সম্পর্কে মনগড়া গল্প বলা ভিওিহীন।অাপনি পাগলাগারদ থেকে ছাড়া পেলেন কী করে।

    • @gyanibaba1507
      @gyanibaba1507  ปีที่แล้ว +1

      আপনি জানেন না বলে সেটা মনগড়া হতে পারেনা

  • @zakirhasan9162
    @zakirhasan9162 ปีที่แล้ว +1

    জোর করে কলেমা পড়িয়ে দিলেই সাচ্চা মুসলিম হয়ে গেল? এমন মিথ্যা কথা কেন বলেন?

    • @Ghgkkkkk
      @Ghgkkkkk ปีที่แล้ว

      Oi beta 1440 bochor holo islamer jonmo, and India te age 1 ta Muslim O chilo na so Quran arbi vasay lekha Quran ke bujhte hole hadish, tafsir, sirat aro bekhya Royeche segulo pore tar poreo bojha muskil, so tokhon kar jamanay Manus 2 theke 3 percent lok jader ortho sompod Royeche tarai pora lekha janto,
      So keu toder mental ideology Quran pore Islam grohon koreni

    • @biswajitdas-tg1ot
      @biswajitdas-tg1ot ปีที่แล้ว

      Tai toh hoto, seta noakhali te 1946 e hoyeche

  • @binitadeb2960
    @binitadeb2960 ปีที่แล้ว +11

    Share উচ্চারণ শেয়ার হয় সেয়ার নয়।শেষের ঐ ত্রুটিটুকু ছাড়া সঠিক তথ্যপ্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ

    • @roypushpita
      @roypushpita ปีที่แล้ว

      খড় পন্ডিত ।

  • @g.chakaraborty9010
    @g.chakaraborty9010 ปีที่แล้ว +2

    Really exelent.Thakur bonsher .details ..dilen ..taholey Sharmila thakur kono vhul korenni

    • @n.santra3585
      @n.santra3585 ปีที่แล้ว

      Actually there is no Muslim blood line in Thakur family. Only their grand grand...uncle converted to Islam.

  • @akramhussain7912
    @akramhussain7912 ปีที่แล้ว +5

    কাল্পনিক কাহিনী বলেন কেন?? হিন্দু সম্প্রদায়ের উদ্ভব হয়েছে মুসলিম থেকে।আদম আঃ থেকে সমস্থ মানুষের সৃষ্টি। সব মানুষই এক আল্লাহর সৃষ্টি।

    • @greattreeline4785
      @greattreeline4785 ปีที่แล้ว

      vol sobai arya abng isor ak

    • @rajadey7099
      @rajadey7099 ปีที่แล้ว

      Suarer bachaaa valo kore history por.
      Tor baba agea Hindu chelo. Tora converted mal.

    • @moitryghosh6772
      @moitryghosh6772 ปีที่แล้ว

      Mulolman der karbar jor kore hindu der muslim kora

    • @amalsikder8140
      @amalsikder8140 ปีที่แล้ว

      কোথায় পেলেন এমন মনগড়া কথা 😂

  • @dilipnath7869
    @dilipnath7869 9 หลายเดือนก่อน

    সব মিথ্যা ও বানোয়াট।
    বিভ্রান্তি ছড়াতে এ সব উদ্ভট হেঁয়ালী।

  • @chandanadas4156
    @chandanadas4156 ปีที่แล้ว +9

    খুব খুব ভালো লাগলো।
    সকলের মঙ্গল হোক।

  • @FirojakhtarSheikh
    @FirojakhtarSheikh 2 หลายเดือนก่อน

    যখন মুসলমান রাজা এক মুসলমান ছিল একদিন রাস্তায় যাচ্ছিল একটা ব্রাহ্মণের ছেলে তার মা-বাবা মারা গেছে তিনি রাস্তা রাস্তায় কাঁদছিলেন তখনই তাকে রাজা অসময়ের রাজা নেমে বলল বাবা কাঁদছো কেন ব্রাহ্মণ ছেলেটা বলল দাদা আমার বাবা-মা মারা গেছে আমার কেউ নাই তখনই মসলা মুসলমান ও রাজা তাকে ঘোড়ায় চিপে চাপিয়ে তার বাড়ি নিয়ে যাওয়ার পর সেই ছেলেটাকে বিদেশে পাঠান পড়াশুনা লেখার জন্য তখনই ওই রাজা তাকে আবার ঘরে ঘরে গ্রামে আছি ঘরে পড়াশোনা করা শিক্ষা করার পর আরবি ভাষা মাদ্রাসায় পড়াশোনা করে ইংরেজি ভাষা ফারসি সাংস্কৃতিক প্রতিটি ভাষা স্থাপনা সাক্ষাৎ করেন যখন একদিন ওই মুসলমান মারা গেল তখনই ওই ব্রাহ্মণ ছেলেটা তিনি ওইখানকার রাজা হিসেবে বর্ণিত হলেন তিনি মুর্শিদাবাদ কুলেখা যে ব্রাহ্মণ নাম থেকে ব্রাহ্মণ ছেলের দিকে নাম হল মুর্শিদকুলি খানের নাম হলো মুর্শিদাবাদ নাম হলো মসজিদ মুর্শিদকুলি খাঁ যে মুর্শিদাবাদ এর নাম এই মুর্শিদাবাদ নামটা আমাদের অনেক গর্বর যে আমাদের ব্রাহ্মণ ভাইয়ের মুর্শিদকুলি খাঁ দেখে মুসলমান লাগছে কিন্তু এটা মুর্শিদাবাদ ব্রাহ্মণ ভাইয়ের নাম থেকে বলা হয়েছিল মুর্শিদকুলি খাঁ তার ব্রাহ্মণ আর মুসলমানের মধ্যে বিয়ে সাদি হতো তাদের মেয়েদের সঙ্গে বিয়ে দেয়া হতো কেননা তোমার ব্রাহ্মণদের পরিবার অনেক অসুবিধা তো ছিল আর এরা গ্রামার আছে বিদেশে ছিল তারা তখন বিদেশে মোগল সম্রাটের যখন গ্রামার অবস্থায় লোক আমাদের কিছু কাজ দেন তখনই মুঘল সম্রাটদের কাজ দিত তা থেকে ভালো লাগতো করতো ব্রাহ্মণরা অনেক মন্ত্রী পদে অনেক লেখা জোগাড় পথে এবং হিসাবের পথে বসে থাকতো কর্মকর্তা তখনই তাদের পরিবারের কোন মেয়েকে ব্রাহ্মণরা ভালো লাগতো বা এগত তখনই তার সঙ্গে মেয়ের সঙ্গে বিয়ে করতো এবং এভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কেউ আবার কেউ জমি জায়গা প্রচুর পরিমাণে দান দিয়েছে যারা মুসলমান মেয়েকে বিয়ে করেছিল তাই ব্রাহ্মণ ছেলেটিকে অনেক পয়সা দান করেছে এভাবে ব্রাহ্মণ আর মুসলমানের মধ্যে একটা সম্পর্ক প্রচুর পরিমাণে স্থাপন হয়েছে ভারতবর্ষে

  • @classic9719
    @classic9719 4 ปีที่แล้ว +4

    So I'm the first to comment so give a like.

  • @dakshinaranjanbhattacharje1346
    @dakshinaranjanbhattacharje1346 4 หลายเดือนก่อน

    Sumitendra Nath Thakure Lekha r Moddhye Arokom Kahini Achche...

  • @samirchatterjee200
    @samirchatterjee200 ปีที่แล้ว +3

    দারুন তথ্য। একদম সত্য।thank you

  • @shukladaw7729
    @shukladaw7729 11 หลายเดือนก่อน

    Onnai, Paap, Odharma, hislam khoniker jonno holeo chiro kaler noy...
    Dharma, Satya, Nay, Sanatan... era chiro kaler. Sanatan is Eternal
    If the reader is mature then he will understand this...

  • @mkabir1202
    @mkabir1202 ปีที่แล้ว +10

    কবি গুরুর কথাগুলো খুব ভাল লাগল.

  • @Raa-vf3ek
    @Raa-vf3ek ปีที่แล้ว

    Asia te Joyo Muslim ache sab Sanatani 90% Hindu Buddhist and Pagan der bonshodar baki ta persian & Egyptian der bonshodar... Mane Dharma change kore.... 1440 years age Duniya 1jon o Muslims chilo na!!

  • @madhureemamazumder8149
    @madhureemamazumder8149 4 ปีที่แล้ว +12

    Ato kichu bepar chilo rabindranath er🙂bhalo laglo jene😀

    • @gyanibaba1507
      @gyanibaba1507  4 ปีที่แล้ว

      Thanks, keep supporting us

    • @ahmedhossain7149
      @ahmedhossain7149 ปีที่แล้ว

      জানা ছিলো না ভালো লেগেছে

  • @tapaspaulkhubsundoroakdoms8398
    @tapaspaulkhubsundoroakdoms8398 7 หลายเดือนก่อน

    এভাবেই সমগ্র অবিভক্ত মহান ভারতবর্ষের সর্বত্রই বিশেষত অবিভক্ত অখন্ড সমৃদ্ধ বঙ্গেরও সর্বত্র বিশেষত পূর্ব বঙ্গের রক্ষণশীল গ্রামীন আর্থসামাজিক সমাজ ব্যবস্থায় শতাব্দীর পর শতাব্দীকাল ধরে জাতপাত বর্নবাদের বৈষম্য ও নীপিড়নের কারণেই জলচল একঘরে ত্যাজ্য সমাজচূতীর মধ্য দিয়েই এই ধর্মান্তরিতকরণ ঘটেছিল বহিরাগত বিসাদৃশ্য বিজাতীয় উষর রুক্ষ বর্বর ধর্মে। ফলে এরা সকলেই দেশজ ভূমিজ পূর্বজ পূর্ব পুরুষদের ইতিহাস সমাজ সংস্কৃতি পরম্পরা বিস্মৃত এক বর্বর ধর্মান্তরিত ধর্মান্ধ জনগোষ্ঠীতে পরিনত হয়ে গেছে।

  • @metaphoric-j1c
    @metaphoric-j1c ปีที่แล้ว +6

    World is always dominated by the winners. If you can't win ,Defeat and loss will always be inflicted on you and your generation .

    • @gyanibaba1507
      @gyanibaba1507  ปีที่แล้ว

      ধন্যবাদ পাশে থাকবেন

  • @bhargavbond6973
    @bhargavbond6973 5 หลายเดือนก่อน

    4.25 Second a Tenara kothata uchcharon korechhen apni. Eta ki rokom bhasha bhai.. “tenara” er jaigai “tnara” bola uchit chhilo

  • @jibankabiraj7813
    @jibankabiraj7813 ปีที่แล้ว +3

    ভালোই লাগলো, তবে তথ্যসূত্র পেলে আরো ভালো হতো।

    • @gyanibaba1507
      @gyanibaba1507  ปีที่แล้ว

      আমাদের সাথে থাকুন

  • @abdulhakim1074
    @abdulhakim1074 8 หลายเดือนก่อน

    এই বর্ণনার মধ্যে কিছু কথা বা ইতিহাস বিকৃত ভাবে উপস্থাপন করা হয়েছে।

  • @faroquehossain9100
    @faroquehossain9100 ปีที่แล้ว +4

    কথা গুলি সত্যি আমি আরও ২৫ বছর আগেই ঠাকুর পরিবার কাহিনি শুনছি। বড় বিচিত্র ভারত বর্ষ।

  • @MofizulAlam-ud8vf
    @MofizulAlam-ud8vf 5 หลายเดือนก่อน

    এই ঠাকুর পরিবারের মুল পেশা নাকি ছিলো গনিকা পোষা এবং তাদের দিয়ে ব্যবসা করা।

  • @sardarmahabubulalam4229
    @sardarmahabubulalam4229 ปีที่แล้ว +20

    অসাধারণ ইতিহাস জানতে পেরে অভিভূত হলাম ধন্যবাদ আপনাকে।।

    • @dilipgupta3857
      @dilipgupta3857 ปีที่แล้ว +1

      ভাল লাগল।

    • @LionsHeart3.1.3
      @LionsHeart3.1.3 6 หลายเดือนก่อน

      Wrng info, This brammins accepted Islam not by force eather by greed I believe. Since, look only this guys got wealth from sultana. Also if forceful conversions were happening there qould be no hindus in Bengal.

  • @subalsarkar6913
    @subalsarkar6913 10 หลายเดือนก่อน

    Hayre Murkho Brahmmon, ei vabe nijeder tarieso muslim hoyar jonno. Gorur dal.

  • @inayatahmed6154
    @inayatahmed6154 ปีที่แล้ว +41

    ধন্যবাদ আপনাকে ভাই! এই সমস্ত ইতিহাস শান্তি নিকেতনের প্রকাশিত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীতে সন্নিবিষ্ট আছে ! আপনার গল্প টা সম্পুর্ণ সত্যির অধারে প্রমাণিত। এমন আরো অন্য কিছু অজানা তথ্যের জন্য অপেক্ষায় থাকলাম ।

    • @LionsHeart3.1.3
      @LionsHeart3.1.3 6 หลายเดือนก่อน +1

      Wrng info, This brammins accepted Islam not by force eather by greed I believe. Since, look only this guys got wealth from sultana. Also if forceful conversions were happening there qould be no hindus in Bengal.

  • @tusharmajumder5718
    @tusharmajumder5718 11 หลายเดือนก่อน

    RABINDRANATH CHILEN KUSERI(UCHOSRENI) BROMBON,ADI NIBASH CHILO KULNA, AKHONO TADER GAYTI GOSTI ACHEY.

  • @mehebubashaikh4900
    @mehebubashaikh4900 ปีที่แล้ว +7

    এই ইতিহাস আমার জীবনে বাঙালী হওয়ার সবসে সেরা ইতিহাস

    • @gyanibaba1507
      @gyanibaba1507  ปีที่แล้ว

      ধন্যবাদ,বাকি ভিডিও গুলিও দেখবেন❤️

  • @SamimSeikh-xk3mc
    @SamimSeikh-xk3mc ปีที่แล้ว

    APNI JE GALPO SUNALEN SETA KINTU KONO ITIHASE PORE6I BOLE MONE HAYNA JAI HOK VDO TA DEKHLAM SUDHU ENTERTAINMENT HISEBE R HASI PELAM 😂😂😂😂😂😂😂😂BISESH JOR KORE GAUMANGSHO KHAIYE ISLAM GRAHAN KARA TAI 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 TAR KARON SEKALE SANATAN DHARME RAJTTYO CHHILO BRAMHIN DER ABOSYO AJO AC6E

  • @kakaliguha9292
    @kakaliguha9292 ปีที่แล้ว +3

    আপনার তথ্য গুলো অনেকটাই শুনেছি।আজ পুরোটা জানতে পারলাম। ধন্যবাদ।

  • @HossainBg
    @HossainBg หลายเดือนก่อน

    ওদের পতিতাবৃত্তি পেশার কথা কিছু বললেন না যে???

  • @shachinchakraborty3762
    @shachinchakraborty3762 ปีที่แล้ว +139

    আপনি যে সকল তথ্য পরিবেশন করেছেন -- তার সপক্ষে তথ্য সুত্র ও Authentic বই এর নাম সহ উল্লেখ সহ উপস্থাপন প্রয়োজন ছিল । তা না হলে আপনি যা বললেন তার অনেক কিছুই আপনার শোনা ও মন গড়া অর্ধ সত্য ও তো হতে পারে ।

    • @md.moshiarrahman4147
      @md.moshiarrahman4147 ปีที่แล้ว +10

      যাহারা বুঝতে চাচ্ছেন না তাহারা এটা তো বলেন পীরালী ব্রাহ্মণ কেন বলা হত?

    • @sumitagupta9005
      @sumitagupta9005 ปีที่แล้ว

      এই ঘটনা একেবারেই সত্যি। এই কারনেই ঠাকুর প‍রিবার হিন্দু ধর্ম ত‍্যাগ করে ব্রাক্ষ্মধর্ম গ্ৰহণ করেছিলেন।

    • @shyamalchakraborty7448
      @shyamalchakraborty7448 ปีที่แล้ว +7

      কিছু সত্য, কিছু মন গড়া।

    • @hasnabanukhanom5449
      @hasnabanukhanom5449 ปีที่แล้ว

    • @vikassda
      @vikassda ปีที่แล้ว +4

      বকবস আর কাকে বলে 😆

  • @SubramanyanValiyasala-tq3cm
    @SubramanyanValiyasala-tq3cm ปีที่แล้ว

    Kanyakubjameansking janakaskingdomkanyakubjabrahminsarefrombihar sitamarhiinbihar

  • @kushlchatterjee4989
    @kushlchatterjee4989 ปีที่แล้ว +3

    তথ্য গুলি কোথায়? খুব ভালো লাগলো। ধন্যবাদ

  • @ParomitBaishakhi
    @ParomitBaishakhi 5 หลายเดือนก่อน

    Im sorry Saturn i feel bad i don't know how much you wrnt through to pull me you knew i never display my work

  • @dhruvachakravarty3299
    @dhruvachakravarty3299 ปีที่แล้ว +10

    সুমিতেন্দ্র নাথ ঠাকুরের "ঠাকুরবাড়ির জানা-অজানা" নামক পুস্তক ‌থেকে গৃহীত অংশের সারাংশ,।

  • @foodvlog2518
    @foodvlog2518 ปีที่แล้ว

    Bangali hisebe robindronath thakur k piyeche tar jonno gorbito.

  • @md.mustafizurrahman6108
    @md.mustafizurrahman6108 ปีที่แล้ว +4

    এ কারণেই তিনি এক রকম মুসলিম বিরোধী তার সাহিত্য চচ্চা'য় মুসলিম দের তাচ্ছিল্য ভাবে উপস্থাপন করেছেন।

    • @jayantiroy3381
      @jayantiroy3381 ปีที่แล้ว

      আপনার নিজের qualification কি? আপনি কি তখনকার বাংলার সমাজের ইতিহাস নিয়ে পড়াশোনা বা গবেষণা করেছেন? কোন কোন source থেকে খবরগুলো পেয়েছেন বিস্তারিত জানার অধিকার আপনার শ্রোতাদের আছে।

    • @strangesanyal3056
      @strangesanyal3056 ปีที่แล้ว

      Thik koreychey

    • @strangesanyal3056
      @strangesanyal3056 ปีที่แล้ว

      @@jayantiroy3381 era osikkhito murkho jat sudhu uter mut are mangso khor

    • @antarac8713
      @antarac8713 ปีที่แล้ว

      কিছু না জেনে কি করে এরকম মন্তব্য করেন?

    • @RakeshDey-rt4yk
      @RakeshDey-rt4yk 16 วันที่ผ่านมา

      কে বলেছে তোমায় উনি মুসলিম বিরোধী ছিলেন। তার কটা লেখায় তুমি পেয়েছ যে উনি মুসলিম দের নামে বিদ্বেষ রটিয়েছে।

  • @外国人-k4w
    @外国人-k4w ปีที่แล้ว

    This video is not scientifically made, but is actually a cut-and-paste job with some background voice and music. No evidence of any kind has been offered. Although it pretends to praise the genius of Robi Thakur, it actually succeeds in belittling his contribution by narrating ancient fictitious so-called events about which there are no records whatsoever. It is better to listen to Rabindrasangeet than view this kind of videos.

  • @sharminakter3475
    @sharminakter3475 ปีที่แล้ว +3

    আর একটু fast বললে খুব ভাল হত । **** জোর করে ধর্মান্তরিত করার বিধান ক্কুরাণে নেই । তাই এই কথাটি মেনে নিতে পারলাম না ।

    • @riniroy1494
      @riniroy1494 ปีที่แล้ว +1

      Lol. ইতিহাস সাক্ষী।

    • @collectioninformationworld916
      @collectioninformationworld916 ปีที่แล้ว

      @@riniroy1494 tit for tat .lol
      Seta sokti proyog bolena.

    • @strangesanyal3056
      @strangesanyal3056 ปีที่แล้ว +1

      Gota muslim somaj tai to Hindu convert sekhaney jor korey go mangso thusey goni mat er mal hisab e Hindu meyeder jor korey dhormantorito kora hoechey,gota quran tai to onno dhormo ke choto dekhea jor korey chinia neoar kotha achey omuslim holo kafir murti pujari ra holo jahannami

    • @ashiskumarbera3449
      @ashiskumarbera3449 ปีที่แล้ว

      বেশির ভাগ ই জোর করে ।

    • @subratadutta4281
      @subratadutta4281 27 วันที่ผ่านมา

      কোর-আনে আছে অসহায় হিন্দুদের ধর্ষন খুন কর, ঘরবাড়ী জ্বালিয়ে দে, ধন সম্পত্তি দখল করে দেশান্তরে বাধ্য কর ? তুই একটা পাডা গান্ডু!😆

  • @ParomitBaishakhi
    @ParomitBaishakhi 5 หลายเดือนก่อน

    No body believes me too. Your next door granddaughter who rejected everyone and i didn't do activities any creative work since my accident

  • @callformusic2428
    @callformusic2428 4 ปีที่แล้ว +7

    Unique topic.... Great content....💚💙♥️

  • @rajashreechoudhury7155
    @rajashreechoudhury7155 ปีที่แล้ว

    Rabindranath thakur niye ki r kichu bolar chilo na .
    Ur gyan 😢😢 really . Educate urself in a better way

  • @arunachatterjee2701
    @arunachatterjee2701 ปีที่แล้ว +9

    এই ইতিহাস আগেও শুনেছি। সত্য।

  • @malabikamaiti7842
    @malabikamaiti7842 2 หลายเดือนก่อน

    Wrong information. Please stop sread wrong information

  • @arishara1952
    @arishara1952 ปีที่แล้ว +4

    মনমুগ্ধকর ইতিহাস খুব ভালো লেগেছে অনেক অজানা তথ্য জানতে পারলাম।

    • @LionsHeart3.1.3
      @LionsHeart3.1.3 6 หลายเดือนก่อน

      Wrng info, This brammins accepted Islam not by force eather by greed I believe. Since, look only this guys got wealth from sultana. Also if forceful conversions were happening there qould be no hindus in Bengal.

    • @n.n.jamadar3185
      @n.n.jamadar3185 หลายเดือนก่อน

      এই রূপ তথ্য সংক্রান্ত একটি বই চাই বা এই টাই চাই কিভাবে পাব জানালে খুশি হবো ।

  • @SuketeDukrnte-rb3ur
    @SuketeDukrnte-rb3ur ปีที่แล้ว

    Guuruudevv Jokn choitoi geemm cheloo : desh ekti chelo : belloo onii: tumiioo ekdiinn jeebee : kintuu orrree keejj kerrbee : Thiikk kejjj kerrchee : oree

  • @nurunnahar2964
    @nurunnahar2964 ปีที่แล้ว +32

    Long time ago I read this in one of Bengali magazine. It narrated that pir Ali was a Muslim zaminder from Khulna. The nayeb was a Hindu Brahman who went to meet the Zaminder on Qurabani Eid day.The neghbour accused him for inhaling cooked beef on the auspicious day nd boycotts the family for the crime.Eventualy they left nd settled in Gobindopur Fisher man village as Thakur.This story I told to the young curator of Thakur Bari when I visited in 2008.

    • @subashmajumder3013
      @subashmajumder3013 ปีที่แล้ว +3

      This sametype of saying was heard from my father .My age is now 76.

    • @চিরন্তনসত্য-ল৬ট
      @চিরন্তনসত্য-ল৬ট ปีที่แล้ว

      ঠাকুরদের আসল পদবী ছিল কুশারী এবং তাঁরা আসলে রাঢ়ী ব্রাহ্মণ ছিলেন (পিরালীটা অপবাদ)৷ কারণ তাঁদের আদিবাস ছিল রাঢ় অঞ্চল বা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কুশ গ্রাম৷ পরবর্তীকালে সেখান থেকে তাঁরা বাংলার নানা জায়গায় ছড়িয়ে পড়েন৷ একটা শাখা যায় বাঁকুড়ার সোনামুখীতে, আরেকটা শাখা যায় যশোরে৷ তবে রাজা গণেশের পুত্র স্বেচ্ছায় মু*সলিম হননি, তাঁকে একরকম ব্ল্যাকমেল করে ধর্মান্তকরণ করা হয়৷ আর এই চেঙ্গুটিয়ার পরগণার জমিদারদের আদিবাস ছিল রাঢ় অঞ্চল বা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ৷ এরাও রাঢ়ী ব্রাহ্মণ৷ এদের বংশধরদেরও জোর করে মু*সলিম বানানো হয়৷ পুরোটা রবীন্দ্র জীবনীকার প্রভাত মুখোপাধ্যায়ের রবীন্দ্র জীবনীর প্রথম খণ্ডে লেখা আছে৷ তাছাড়াও, নগেন্দ্রনাথ বসুর ব্রাহ্মণ খণ্ডেও লিখিত আছে৷

    • @nurunnahar2964
      @nurunnahar2964 ปีที่แล้ว +3

      They were called pir Ali Brahman.People of high cast stopped marital relations with the pir Ali Brahman .Very Few family of khulna maintained marital relations with the family for this we see the Thakur family members though they were rich nd famous for marital relations they had to come Khulna.

    • @umachakraborty6676
      @umachakraborty6676 ปีที่แล้ว


      ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
      ।।।।।।।।।।
      ।।।।।।।।।
      ।।।




      ।।।

      ।।।।।।।।

      ।।।


      ।।
      ।।।।

      ।।।।।
      ।।।।।
      ।।।

      ।।
      ।।।।।।।।
      ।।
      ।।
      ।।।।।।

      ।।।


      ।।।।।।
      )
      ।।।
      ।।।।।।

      ।।।।।।
      ।।))।।।।)।।।।))।।।।।।।।।।।।)।।।।।)))))))))।।)।।।।।।।।।।।।।।।)।))))))।।)।)।)))))।।।)।।))))))))।)।।।।))।)))।।।।))।।।।)।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।)।।।।।।।।।।।।।।।।।।।।।।।)।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।)।।।)।।।।।।)।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।)।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

    • @shobhachakrvarti8746
      @shobhachakrvarti8746 ปีที่แล้ว

      Ok. If .it. is. already. written. In. black. & White. What. is. the. sense. in. repeating .?

  • @maksudurrahman2733
    @maksudurrahman2733 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤
    😢😢😢😢😂😅❤😊
    বিসমিল্লাহ হীর রাহমানির হে রাহীম আসসালামু আলাইকুম ওয়া রাহমানির হে বারাকাতাহু জনাব মহোদয় আইনপ্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সৈনিক ডিফেন্স যিনিরাই আদী কাল থেকেই সাফল্য অর্জন কারী বাঙালী পড়াশোনা সুশিক্ষিত সুনাগরিক উজ্জীবিত সূর্য সন্তান সৈনিক ডিফেন্স আইনপ্রয়োগকারী সংস্থার প্রতিনিধি কবিগুরু নোবেল বিজয়ী বেশীরভাগ মৃত্যু পরকালে ইহকাল দুই জাহান সম্পর্কে না না সাংস্কৃতিক গানবাজনা পছন্দসই ছিলো বিশ্ব কবে না না ভাষায় প্রকাশ অনেকাংশে লিপিবদ্ধ করাই অসম্ভব কম অল্পই পড়াশোনার দি এইডেড হাই স্কুল আপোষহীন মনোভাব থাকাটাই স্বার্থকতা ছিলো আকারে নামদার সরদারের এ দো জাহান মোহাম্মদ মোস্তফা সাঃ বিধিনিষেধ শক্তি শালী পাক পবিত্র কোরআন শরিফ বিদায়ী হজ্জের আদেশ উপর নির্ভর শীল লেখালেখি করতেন সকল গানবাজনা কাব্য সাহিত্য রাবিন্দ্র নাথ ঠাকুর যথেষ্ট সন্দেহ জনক এ-ই মানচিত্রের বেশীরভাগই সময় অতিক্রম করেন জমিদার বাড়ী বাড়ী সঠিক ❤❤❤❤❤০৪+০৫+২০২৩ ইংরেজি আসসালামু আলাইকুম ওয়া রাহমানির হে বারাকাতাহু না বুঝতে পারলে তো হবে না (১) ক্লান্তী আমার ক্ষমা করো প্রভু (২) তোমার হলো শুরু আমার হোলো সারা এমনি বহে ধারা (৩) সখি বহে গেলো বেলা শুধু ই হাসিখেলা (৪) আমার বেলা যে যায় শেষ বেলাতে বারে বারে হাড় মানেছি আমার মনে হয় শেষ মেয়ে মারা যাবার পরে আর লেখালেখি করাই সম্ভব হলো মোঃ মাকসুদুর রহমান খান মাকসুদ মন্টি ৪+০৫+২০২৩ ইংরেজি হিন্দু সম্প্রদায়ের খৃষ্টাব্দ মুসলিম রুহ কলম্ব জগৎ এ-র চিরস্থায়ী চিরজীবী না সত্যি কখনোই ধামাচাপা দিবার চেষ্টা করাই উচিৎ না

  • @vihanga6925
    @vihanga6925 ปีที่แล้ว +20

    তবে আপনার উপস্থাপনা অত্যন্ত সুন্দর এর জন্য আপনাদের ধন্যবাদ এবং অজানা ইতিহাস জানানোর জন্য আর একবার ধন্যবাদ

  • @mahuyaghosh6154
    @mahuyaghosh6154 9 หลายเดือนก่อน

    Tagore's creationd are so vast,so rich,so many things are there in his creation to discuss just to enrich ourselves but you ppl is sticking in such a nonsense topic