আহ্... কত যে সুন্দর ছিল আমাদের শৈশব... মন চায় আবার ছুটে যেথে... আল্লাহ যদি আবার সুযোগ দিথ.. শৈশবে পিরে যেথাম... সকাল সকাল স্কুলে যাওয়ার জন্য তাড়া হুড়া.. স্কুলে গিয়ে প্রথম সিটে বসার জন্য কত যে কথা কাটাকাটি... পিটিন ছুটি... স্কুল থেকে এসে বন্ধুদের সাথে মারবেল বা আরু অন্যান্য খেলা নিয়ে ব্যস্ত... মাগরিবের আযানের আগে মায়ের ডাক.. না গেলে দৌড়ানি... কখন যে শুক্রবার আর শনিবার আসবে। বাংলা ছায়া ছবি দেখবো
প্রবাসে আসার পর যখন দেশের জন্য মন চটপট করে তখন এই গান সুনে তৃপ্তি পাই। আসলেই এই গানের মর্ম একমাত্র আমার প্রবাসী বুজবে!! (সাকিব আহমেদ) মীরপুর/ ওসমানী নগর থানার / উছমান পুর ইউপি / সিলেট = বর্তমান অবস্থান সৌদি আরব 😢
এই শুধু গান না। এর সাথে জড়িয়ে আছে আমাদের শৈশব কাল।জীবনের তাগিদে আজ হয়তো অনেকে গ্রাম থেকে বহু দূরে আছে, কিন্তু এই গানটা শুনলে তার বুকের ভিতর মুচর দিবে আর চোখের সামনে ফেলে আসা দিনগুলোর কথা মনে করে মনটা খারাপ হয়ে যাবে।
নারী ছেঁড়া টান জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ যা বুজতে পারছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদীনায় হিজরত করার সময় বারবার পিছনে ফিরে তাকিয়ে ছিলেন । আর তাকানোর কারণ ছিল পিছনে তার জন্ম ভূমি ❤❤❤
দেশের গান শুনলে গায়ের পশম খাড়া দিয়ে ওঠে আর মনে পড়ে সেই পুরোনো দিনের শৈশবের স্মৃতি গুলো মনে পড়ে যায় যত দেশের গান শুনি ততই শুনতে ইচ্ছে করে দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের কথা আরো বেশি মনে পড়ে যায়❤❤❤😢
এটা শুধুই একটা গান নয়, আমাদের আবেগ, আমাদের শৈশব, উদাস হয়ে হারিয়ে যাওয়ার অন্যতম সুর। স্কুল জীবনের কত স্মৃতি জড়িয়ে আছে আছে এই সুরে। আবার উদাস হয়ে গেলাম এই সুরের মূর্ছনায়। আাহা : আমার শৈশব!!!
আহা: গান রে অনেক ছোট বেলায় নিয়ে গেল! প্রতি বছর ২১ ফেব্রুয়ারিতে সকাল বেলায় বাড়ির পাশেই মাধ্যমিক বিদ্যালয়ের গান মাইকে শুনতাম। আহা মধুর ছিল সেই সোনালী দিন গুলি।
আহারে কি গান শুনলেই পরান ঠান্ডা হয়ে যাই ,,,সেই ছোটবেলার শৈশবের কথা মনে পড়ে যাই।এইটা শুধু গান নই ,এইটা আমাদের দেশ ,মায়ের ভালবাসা,মাতৃভুমি, মাতৃ ভাষা ,প্রাকৃতিক সৌন্দর্যকে মনে করিয়ে দেই,,,সত্যিই অসাধারণ লাগে গানটি।
উফফ কী সুন্দর মায়া মিশ্রিত অসম্ভব সুন্দর একটি গান। এটা শুনলে মনের অজান্তেই শৈশবে নিয়ে যায়।সত্যি সত্যি যদি টাইম মেশিন থাকতো সবার আগে পুরনো দিনের শৈশবে ফিরে যেতাম।😢 বৃষ্টিতে ভেজে ফুটবল খেলা, সন্ধ্যার সাথে সাথে বাড়িতে এসে পড়তে বসা, এশার নামাজ পড়ে তাড়াহুড়ো করে খাওয়া-দাওয়া করে ঘুমাতে যাওয়া,ভোরে উঠে শীতের সকালে মকতবে আরবি পড়তে যাওয়া। আহহ কতই না সুন্দর ছিলো আমাদের ফেলে আসা দিনগুলো। বড্ড মিস করি শৈশবের দিনগুলো, মনে পড়ছে খুব।😪
দেশের জন্য যখনি মন খারাপ হই খুব বেশি মনে পড়ে তখনি গানটা শুনি। তখন অন্য রখম ভালো লাগা কাজ করে। আজকে কমেন্ট রেখে গেলাম। আমি তোমাকে অনেক ভালবাসি আমার প্রান প্রিয় বাংলাদেশ।
সত্যি কি অসাধারণ ছিল সেই দিনগুলো আজ সেই দিনগুলো খুঁজে পাচ্ছিনা অনেক মনে পড়ে ছোটবেলার জীবন গুলো😭😭 বন্ধু বান্ধবের সাথে লড়াই ঝগড়া খেলাধুলা এসব নিয়ে চেনাচানি... আর এই ধরনের অনেক কিছু ইয়াদ্দাস রয়েছে...এই গানটা শুনে আর এই গানের মধ্যে কিছুটা ছবি দেখে মা-বাবা আত্মীয়-স্বজন ঘরের কথা বন্ধু বান্ধবের কথা গ্রামের কথা অনেক মনে পড়েছে #karimganjindia
আহারে সোনালী দিনের গান সেই শৈশবের কথা মনে পড়ে যায় কিন্তু আফসোস গ্রাম আর গ্রাম নেই বেশি আধুনিকতার ছোঁয়া আইসা গ্রামের বারোটা বাজাইয়া দিছে আগের দিনগুলাই ভালো ছিল কথায় আছে না আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রাম আধুনিক না থাকলেও মানুষ আধুনিক না থাকলেও কম খাইয়া থাকলেও সুখী ছিল শান্তিতে ছিল আর এখন শহর গ্রাম সব জায়গাতেই রাজনীতি 😭
দেশ ছারা আজ ৭০ দিন হয়ে গেলো 😢 নিজের দেশের মতো শান্তি পৃথিবীতে কোথাও নেই 🥺 সবায় দোয়া করবেন মহান আল্লাহ জেনো প্রবাস জীবনে ভালো রাখে 🤲 মনের আসা জেনো পূরন করেন ❤️ আল্লাহ চাইলে আবার কখনো মায়ের কোলে ফিরবো ইনশাআল্লাহ 🤲🥺😊❤️
এই গানগুলোর সাথে জরিয়ে আছে শৈশবের সৃতি, গান গুলো শুনলে মনে চায় এই অচেনা শহর ছেড়ে দৌড়ে ছুটে যায় সেই জন্মভুমিতে, আরো বেশি মনে পড়ে শৈশবের সেই বন্ধু গুলোর কথা, আগে ২৬ শে মার্চের অনু্স্ঠান হতো, সারাদিন এই গান গুলো বাজাইতো, সেই কথা গুলো বেশি মনে পরে,, কত লাফালাফি করতাম বন্ধুদের সাথে, নদীতে,, আর এখন সেই দিন গুলি কই, জীবন টায় আজ এলোমেলো,,,
এত সুখসুবিধার যুগে আবার যদি ফিরে আসে ঐসব দিন কেউ মনে হয় অসুখী হবে না । চোখ ভিজে যায় এসব শুনলে ও দেখলে শত কষ্ট শত দুখের দিন পার করেও ঐদিন যে ভালো ছিলো তা অনেকেই স্বীকার করবেই।
এই গানটা সুনলে সেই ছোট্ট বেলার কথা গুলো মনে পরে যায়,ভুল না হলে ক্লাস চতুর্থ শ্রেণিতে পড়ি সম্ভবাবত। প্রারাইমারি স্কুলে পাড়ি ১৬ ডিসেম্বর উপলক্ষে ক্রিয়া শক্তি ক্রিয়াই বল উপলক্ষে মাইক দিয়ে দেশের গান গুলো বাজানো হতো আমাদের অতি উৎসাহিত করেছিলো মা কামাল হোসেন। তার কথা গুলো এতোটাই বিবর্তিত করেছিলো যে আমাদের সকলকে এখন তার কথা মনে পরে যায়,ভুলতে পারি না মামা কামাল হোসেন।
শিতকালে এই গানটা শুনতে অনেক ভালো লাগতো, ভাপা পিঠা খাইতাম আর শুনতাম। আমাদের তখন সাদাকালো টিভি ছিলো আর মাটির ঘর ছিলো। এখন ইউরোপে থাকি শিত থাকে সারাবছর তারপরেও সেই ফিলিংস পাইনা। জন্মভূমির মতো শান্তি কোথাও নাই।
জীবিকার তাগিদে আজকে হয়তো অনেক দূরে। মোবাইল ইন্টারনেট কম্পিউটার আর শত ব্যস্ততার মাঝে আমার গ্রামের কথা আর আমার মার কথা যখন মনে পড়ে। ভিতরটা মনে হয় ফেটে যায় তখন
এ শুধু গান নয়, বাংলার সকল মানুষের হৃদয়ের আর্তি। হে দয়াময়,যদি কোনদিন এই পৃথিবী সৃষ্টি করো,আর আমায় এই পৃথিবীর মানুষ করে পাঠাও-আমি যেনো এই বাংলার শষ্য শ্যামল কাদামাটিতে ই ফিরে আসি।
অসাধারণ। এ গানটি শুনতে আমার অনেক ভালো লাগে। এই গানটির সাথে জড়িয়ে আছে সেটা তোমার শৈশবকাল যা কখনোই ভুলবার নয়। আমি বলতে চাই আমি বাংলার মুখ দেখিয়াছি তাই পৃথিবীর মুখ দেখতে চাই না। সুজলা সুফলা বাংলাদেশ আমার। ষড়ঋতুর বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের বাংলাদেশ এটা দেখে আমি বিমোহিত। ❤❤❤এই গানটি শুনে আমার দেশ প্রেম অনেক বেড়ে যায়। আমি আমার দেশকে ভালবাসি ❤❤❤❤❤
সেই দিন গুলো হারানোর জন্য আমরাই দায়ী আপনি আমি আমরাই। খুব বেশি আধুনিক হতে গিয়ে আসল সৌন্দর্য শান্তি হারিয়ে ফেলেছি যতো j দিন যাচ্ছে প্রযুক্তি উন্নতি হচ্ছে আর আমরা আমাদের সংস্কৃতি ভুলে যাচ্ছি, চাইলে এখনও আমরা ওই আনন্দ টা পেতে পারি একদিন শুধু ফোন রাখো দিনটা শুরু করো fojorer নামাজ দিয়ে তারপর একসাথে আড্ডা দাও মাটির চুলায় রানা করো একদিন করে দেখো
I believe it's our Shanaj Begum. She is our pride one and only 😢. But our country didn't recognize her and properly utilize her voice. OVAGA BANGALI !?
আহ্...
কত যে সুন্দর ছিল আমাদের শৈশব...
মন চায় আবার ছুটে যেথে...
আল্লাহ যদি আবার সুযোগ দিথ..
শৈশবে পিরে যেথাম...
সকাল সকাল স্কুলে যাওয়ার জন্য তাড়া হুড়া..
স্কুলে গিয়ে প্রথম সিটে বসার জন্য কত যে কথা কাটাকাটি...
পিটিন ছুটি...
স্কুল থেকে এসে বন্ধুদের সাথে মারবেল বা আরু অন্যান্য খেলা নিয়ে ব্যস্ত...
মাগরিবের আযানের আগে মায়ের ডাক..
না গেলে দৌড়ানি...
কখন যে শুক্রবার আর শনিবার আসবে।
বাংলা ছায়া ছবি দেখবো
😭😭😭
💔🙂
আপনার সাথে আমার জীবনের ঘটনার মিল আছে ❤❤❤
খুব খুব মিস করি
তখন মনে হয় সবার জীবন চক্র একইরকম ছিল কিন্তু বর্তমানে নেই।
কমেন্টস রেখে গেলাম, আজ থেকে ৫০ বছর পর আমার পরবর্তী প্রজন্ম এসে দেখবে যে, আমার পূর্বপুরুষরা ওই গানের প্রেমে পাগল ছিল।
কমেন্টস রেখে গেলাম,আজ থেকে ৫০ বছর পর আমার পরবর্তী প্রজন্ম এসে দেখবে যে,আমার পূর্ব পুরুষরা ঐ গানের প্রতি পাগল ছিল❤😊
Ha
আমরা বাঙালিরা ভাগ্যবান। তার চেয়েও ভাগ্যবান আমরা গ্রামের মানুষরাই।❤
রাইট ভাইয়া
❤❤ Deser song ❤❤
দেশের বাইরে না আসলে বুঝতাম না দেশ আর নিজের মাতৃভূমি কি জিনিস ❤❤❤
❤
সকল প্রবাসীদের আল্লাহ পাক সুস্থ রাখুক,,তাদের মনকে শান্ত রাখুক।।তারা আমার দেশের এক মহান নিয়ামত।।সালাম সকল প্রবাসী ভাইদের।।।
ওয়ালাইকুমসালাম❤❤@@mdshahidahsan-re5pu
রাইট ভাই
Absolutely right ❤
আসলে শৈশব কাল কখনো ভোলার মতো না অসংখ্য ধন্যবাদ
এমন দেশাত্মবোধক সঙ্গীত তুলে ধরা র জন্য
গ্রামকে নিয়ে এত সুন্দর দেশাত্ববোধক গান সত্যিই মনকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করে। ধন্যবাদ জানাই এত সুন্দর গান পরিবেশন করার জন্য।
প্রবাসে আসার পর যখন দেশের জন্য মন চটপট করে তখন এই গান সুনে তৃপ্তি পাই। আসলেই এই গানের মর্ম একমাত্র আমার প্রবাসী বুজবে!!
(সাকিব আহমেদ) মীরপুর/ ওসমানী নগর থানার / উছমান পুর ইউপি / সিলেট = বর্তমান অবস্থান সৌদি আরব 😢
যারা প্রবাসী তারা জানে এই গান শুনলে বুকের ভিতর কি অনুভূতি হয়
Tik vaiya
ঠিক ভাইয়া আমার চোখে পানি চলে আসছে
ঠিক।
সবাই মরহুমা শাহনাজ রহমতুল্লাহ মেডামের জন্ন দোয়া করবেন আল্লাহ যেন তাকে বিনা হিসাবে জান্নাত নসিব করেন।আমিন।
Thik bolchen vai amio ekjon provashi
কলিজা কাঁপানো গান,
প্রবাস নামের জেল থেকে কবে মুক্তি পাবো
কবে ফিরতে পারবো আমার শৈশবে কাটানো জায়গায়।
এই শুধু গান না। এর সাথে জড়িয়ে আছে আমাদের শৈশব কাল।জীবনের তাগিদে আজ হয়তো অনেকে গ্রাম থেকে বহু দূরে আছে, কিন্তু এই গানটা শুনলে তার বুকের ভিতর মুচর দিবে আর চোখের সামনে ফেলে আসা দিনগুলোর কথা মনে করে মনটা খারাপ হয়ে যাবে।
রাইট ভাই 😢😢😢
❤সত্যি ভাই অসাধারণ ❤❤❤❤
rait🇧🇩🇧🇩🇦🇹
😊ে্পমল😅েে
Right
আমি একজন প্রবাসী
এই গানটা শুনে চোখে পানি চলে আসলো
আজকাল যতই নতুন নতুন শিল্পী হোক না কেন,,আগের শিল্পিদের সাথে এদের কোন তুলনা হয়না।এনাদের কন্ঠস্বরে দেশাত্মবোধক গান শুনলে মন প্রান জুড়িয়ে যায়,,,
নারী ছেঁড়া টান জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ যা বুজতে পারছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদীনায় হিজরত করার সময় বারবার পিছনে ফিরে তাকিয়ে ছিলেন । আর তাকানোর কারণ ছিল পিছনে তার জন্ম ভূমি ❤❤❤
❤❤❤❤
হাজার হাজার বছর পরে এই সমস্ত গান বেঁচে থাকবে মানুষের অন্তরে অন্তরে ।
এই গানটা যখন শুনি তখন খুশিতে আমার চোখে জল আসে। মনকে হালকা করার মতো একটা গান । শিল্পির গলার ভিতরে কি যেন আছে নাছারা এতো ভালো লাগে কেন গানটা।
আহা 😥
২০০৭/৮ এর দিকে প্রাইমারীতে পড়তাম আমাদের হেডস্যার জাকির স্যার প্রতি বৃহস্পতিবার গান শোনাতে বললে এই গান গাইতেনই।
শৈশব টা কেন যে এত কম সময়ের হয়। 😥
দেশের গান শুনলে গায়ের পশম খাড়া দিয়ে ওঠে আর মনে পড়ে সেই পুরোনো দিনের শৈশবের স্মৃতি গুলো মনে পড়ে যায় যত দেশের গান শুনি ততই শুনতে ইচ্ছে করে দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের কথা আরো বেশি মনে পড়ে যায়❤❤❤😢
এটা শুধুই একটা গান নয়, আমাদের আবেগ, আমাদের শৈশব, উদাস হয়ে হারিয়ে যাওয়ার অন্যতম সুর।
স্কুল জীবনের কত স্মৃতি জড়িয়ে আছে আছে এই সুরে।
আবার উদাস হয়ে গেলাম এই সুরের মূর্ছনায়।
আাহা : আমার শৈশব!!!
চিরকাল বেচে থাকুক এই গান।
২০২৪ কে কে আবার শুনতাচ্ছে
ami
সেই পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেল
✋🏿
আহা: গান রে অনেক ছোট বেলায় নিয়ে গেল! প্রতি বছর ২১ ফেব্রুয়ারিতে সকাল বেলায় বাড়ির পাশেই মাধ্যমিক বিদ্যালয়ের গান মাইকে শুনতাম। আহা মধুর ছিল সেই সোনালী দিন গুলি।
আহারে জীবন
আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আমরা এইগুলা দেখতে পেয়েছি ❤
এখন কার প্রজন্ম এগুলো দেখবে না।
নিজ দেশ নিজ গ্রাম কতটুকু ভালো লাগার ভালোবাসার সেটা দেশ ছেড়ে প্রভাসে আসলে বুঝা যাই ।খুব মিস করি দেশ গ্রামকে ।
আহারে কি গান শুনলেই পরান ঠান্ডা হয়ে যাই ,,,সেই ছোটবেলার শৈশবের কথা মনে পড়ে যাই।এইটা শুধু গান নই ,এইটা আমাদের দেশ ,মায়ের ভালবাসা,মাতৃভুমি, মাতৃ ভাষা ,প্রাকৃতিক সৌন্দর্যকে মনে করিয়ে দেই,,,সত্যিই অসাধারণ লাগে গানটি।
আসলে এই গান গুলো শুনলে মনে হয় আমার দেশ আমাকে যা দিছে আমরা তা দিতে পারবনা অনেক সুন্দর একটা গান
গান টা শুনলে মন আর এই ইট পাথরের শহরের থাকতে চায় না। মনের প্রশান্তির জন্য নিজের জন্মভূমিতে ছুটে যেতে চায়
জি
আমি একজন সৌদি প্রবাসি গানটা দেখে চোখে পানি চলে আসলো খুব মন চাচ্ছে বাংলাদেশে যাইতে 😭
আসলে গানটা শুনে আমারও চোখে জল এসে গেল সেই শিশুকালের কথাগুলো বারবার মনে পড়ে যায় যখন নানার বাড়ি যেতাম কত আনন্দ করতাম
উফফ কী সুন্দর মায়া মিশ্রিত অসম্ভব সুন্দর একটি গান। এটা শুনলে মনের অজান্তেই শৈশবে নিয়ে যায়।সত্যি সত্যি যদি টাইম মেশিন থাকতো সবার আগে পুরনো দিনের শৈশবে ফিরে যেতাম।😢
বৃষ্টিতে ভেজে ফুটবল খেলা, সন্ধ্যার সাথে সাথে বাড়িতে এসে পড়তে বসা, এশার নামাজ পড়ে তাড়াহুড়ো করে খাওয়া-দাওয়া করে ঘুমাতে যাওয়া,ভোরে উঠে শীতের সকালে মকতবে আরবি পড়তে যাওয়া। আহহ কতই না সুন্দর ছিলো আমাদের ফেলে আসা দিনগুলো।
বড্ড মিস করি শৈশবের দিনগুলো, মনে পড়ছে খুব।😪
এ গানে জড়িয়ে আছে আমাদের শৈশব কৈশোর,আবেগ ভালোবাসা,হাজারো শৃতি।
একুশে ফেব্রুয়ারি, ২৬ শে মার্চ, ১৬ ডিসেম্বর আগে পালন করা হতো খুব ধুমধামে। দিবসের আগের রাতে এসব গান দূরে কাছের স্কুল থেকে ভেসে আসতো, আহ! শৈশব, কৈশোর
গানটা অডিও হলে তেমনটা অনুভব হতো না কিন্তু গানে ব্যবহার করা ছবিগুলো বার বার ফিরিয়ে নিয়ে যায় আমার ছোট্ট সোনার গায়ে।
সত্যি অসাধারণ 😭😭😭😭😭😭😭😭
এই দেশের গান শুনলে মন ভরে যায়। আর বুঝি আমাদের বাংলাদেশ কত সুন্দর। যার কোনো তুলনা হয় না।
শাহনাজ রহমতুল্লাহ র কন্ঠে এই গানটি অনেক বেশি আবেদনময়।❤
আমি শহরে থাকি কিন্তু আমার মন প্রান পরে থাকে পল্লীগ্রামে..... ❤❤❤ ইন্ডিয়া থেকে
দুই বাংলাকে এক করা হোক!!
দেশের জন্য যখনি মন খারাপ হই খুব বেশি মনে পড়ে তখনি গানটা শুনি।
তখন অন্য রখম ভালো লাগা কাজ করে। আজকে কমেন্ট রেখে গেলাম।
আমি তোমাকে অনেক ভালবাসি আমার প্রান প্রিয় বাংলাদেশ।
আসলে বিদেশে না আসলে বুঝতাম না,,, শৈশবের এই গান গুলোতে কতো মায়া ছিলো
সত্যি কি অসাধারণ ছিল সেই দিনগুলো আজ সেই দিনগুলো খুঁজে পাচ্ছিনা অনেক মনে পড়ে ছোটবেলার জীবন গুলো😭😭 বন্ধু বান্ধবের সাথে লড়াই ঝগড়া খেলাধুলা এসব নিয়ে চেনাচানি... আর এই ধরনের অনেক কিছু ইয়াদ্দাস রয়েছে...এই গানটা শুনে আর এই গানের মধ্যে কিছুটা ছবি দেখে মা-বাবা আত্মীয়-স্বজন ঘরের কথা বন্ধু বান্ধবের কথা গ্রামের কথা অনেক মনে পড়েছে #karimganjindia
গানটা হৃদয়ের সাথে গেঁথে গেছে যত শুনি তত বেশি আবেগপ্রবণ হয়ে যায়
আহারে সোনালী দিনের গান সেই শৈশবের কথা মনে পড়ে যায় কিন্তু আফসোস গ্রাম আর গ্রাম নেই বেশি আধুনিকতার ছোঁয়া আইসা গ্রামের বারোটা বাজাইয়া দিছে আগের দিনগুলাই ভালো ছিল কথায় আছে না আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রাম আধুনিক না থাকলেও মানুষ আধুনিক না থাকলেও কম খাইয়া থাকলেও সুখী ছিল শান্তিতে ছিল আর এখন শহর গ্রাম সব জায়গাতেই রাজনীতি 😭
সে-ই ছোট বেলা রেডিও তে আবদুল আলিমের গানগুলো শুনতাম,,,আজ আবার শুনে নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসলো,হায়রে,,দিনগুলো কত দ্রুত গতিতে পুড়িয়ে যায়,,
যারা প্রবাসী শুধু তারাই জানে এই গানটা শুনলে তাদের বুকের ভিতর কি অনুভূতি হয়❤❤
গ্রামের সেই ডানপিটে ছেলেটি গানটি শুনে তার গ্রামের কথা মনে করে কান্নায় ভেঙ্গে পড়লো।
গান টা শুনে মনের অজান্তে চোখে জল চলে এলো কারণ আমি এক
প্রবাসী । ধন্যবাদ 07/03/2024
😢😢😢
দেশ ছারা আজ ৭০ দিন হয়ে গেলো 😢 নিজের দেশের মতো শান্তি পৃথিবীতে কোথাও নেই 🥺 সবায় দোয়া করবেন মহান আল্লাহ জেনো প্রবাস জীবনে ভালো রাখে 🤲 মনের আসা জেনো পূরন করেন ❤️ আল্লাহ চাইলে আবার কখনো মায়ের কোলে ফিরবো ইনশাআল্লাহ 🤲🥺😊❤️
আমরা যারা প্রবাসী আছি এই গানটা শুনলে মনে হয় বুকের ভিতর তীরের আঘাত করছে
Right bhai akdom right
সকল প্রবাসীদের আল্লাহ পাক সুস্থ রাখুক,,তাদের মনকে শান্ত রাখুক।।তারা আমার দেশের এক মহান নিয়ামত।।সালাম সকল প্রবাসী ভাইদের।।
আমাদের শৈশবের গান। এই গান শুনলে স্কুল জীবনের কথা মনে পড়ে। ২১ শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে এই গান বাজতো
গানটা আসলেই সুন্দর। দেশের প্রতি আলাদা একটা টান সৃষ্টি হয় এই গানটা শোনার সময়।
গানটা শুনে ভিষণ ভালো লাগলো৷ 😍🥰🥰🥰
দূর প্রবাসে এসে বুঝতে পারছি দেশের জন্য মনটা কতটা কাঁদে, এখন চাইলেও আগের মতো সময় কাটাতে পারি না।
এটা শুধু গান না,, এটার সাথে জড়িয়ে আছে শৈশবের সকল সৃতি ❤❤❤❤
আহ্ আফসোস হয় বহুদিন পর আবার এমন দৃশ্য দেখে মন প্রাণ ভরে উপভোগ করলাম বন্ধু আমার
মন কেঁদে উঠে। আমিও গ্রাম পাগল।
এই গান গুলো শুনলে বড্ড ইচ্ছে করে সেই হারানো দিনগুলোতে ফিরে যেতে 😥
গানে ব্যবহার করা ছবিগুলো দেখে আমার মন উতলা হয়ে যায়। অনেক ধন্যবাদ।
একটা গানের ভিতরে এত সৃতি জড়িয়ে আছে,
এতটাই বাস্তবতার সাথে উচ্ছাসিত,,
মুখের ভাষায় প্রকাশ করা হয় তো যাবে না,,
এই গান খুব অসাধারণ,,
আাহ! নিজের অজান্তেই চোখের কোণে জল চলে আসলো।কতই না মধুর ছিলো আমাদের শৈশন😢😢
এই গান গুলো শুনলে দেশে যেতে খুব ইচ্ছে করে।কিন্তু চাইলেই যেতে পারিনা কারণ প্রবাসী ভাই চাইলেই পারিনা
আমার মনে হয় সবচেয়ে সেরা গান,দেশের জন্য ভালোবাসার।
এ গান শুনলেই বুক হাহাকার করে উঠে। আহা! আবার যদি আগের সময়ে ফিরে ষেতে পারতাম! তাহলে কতই না মজা হতো।
এই গানগুলোর সাথে জরিয়ে আছে শৈশবের সৃতি, গান গুলো শুনলে মনে চায় এই অচেনা শহর ছেড়ে দৌড়ে ছুটে যায় সেই জন্মভুমিতে, আরো বেশি মনে পড়ে শৈশবের সেই বন্ধু গুলোর কথা, আগে ২৬ শে মার্চের অনু্স্ঠান হতো, সারাদিন এই গান গুলো বাজাইতো, সেই কথা গুলো বেশি মনে পরে,, কত লাফালাফি করতাম বন্ধুদের সাথে, নদীতে,, আর এখন সেই দিন গুলি কই, জীবন টায় আজ এলোমেলো,,,
অসম্ভব সুন্দর একটা গান। কমেন্ট রেখে গেলাম ভবিষ্যতে কেউ এসে লাইক দিবে হয়তোবা আমার মৃত্যুর পরেও। ভালোবাসি বাংলার গ্রামকে নিজের শিকরকে
এত সুখসুবিধার যুগে আবার যদি ফিরে আসে ঐসব দিন কেউ মনে হয় অসুখী হবে না । চোখ ভিজে যায় এসব শুনলে ও দেখলে শত কষ্ট শত দুখের দিন পার করেও ঐদিন যে ভালো ছিলো তা অনেকেই স্বীকার করবেই।
ভাই আমি একজন প্রবাসী দেশের গান শুনলে খুব মনে সেই ছোট্ট বেলার কথা I love Bangladesh ❤❤❤❤❤❤❤
যতবার শুনি ততবারই শরীর শিহরিত হয়,,,,
খুব প্রিয় একটা কমেন্ট করে গেলাম পরবর্তী প্রজন্মেরা এসে দেখে যাবে😊
I love my village
Love my country
এই গানটা সুনলে সেই ছোট্ট বেলার কথা গুলো মনে পরে যায়,ভুল না হলে ক্লাস চতুর্থ শ্রেণিতে পড়ি সম্ভবাবত। প্রারাইমারি স্কুলে পাড়ি ১৬ ডিসেম্বর উপলক্ষে ক্রিয়া শক্তি ক্রিয়াই বল উপলক্ষে মাইক দিয়ে দেশের গান গুলো বাজানো হতো আমাদের অতি উৎসাহিত করেছিলো মা কামাল হোসেন। তার কথা গুলো এতোটাই বিবর্তিত করেছিলো যে আমাদের সকলকে এখন তার কথা মনে পরে যায়,ভুলতে পারি না মামা কামাল হোসেন।
এই গান শুনলে বুকের ভিতর মোচড় দিয়ে উঠে।
মনে পড়ে ছেলেবেলার সেই দিনগুলো।
চোখের সামনে ভেসে উঠে হারানো দিনগুলো
সেম
২০২৪ সালে গানটি শুনলাম। স্মৃতি হিসাবে ২০৫০ সালের জন্য কমেন্ট রেখে গেলাম। দেখি কতগুলো লাইক পড়ে।
এই শৈশবের দিন আর ফিরে পাবো না।
কতো স্রিতি মনে পড়ে গেলো
ছবি গুলো কলিজায় দাগ কেটে গেল
গ্রামের দৃশ্যগুলো দেখলে সুদূর প্রবাস থেকে মন পাগল হয়ে যায় দেশে যেতে।
আমার জীবন কোরবান হোক বাংলা মায়ের তরে🖤🖤
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ❤❤
সত্যি কথা বলতে গানটি অনেক সুন্দর 😊
২০২৪ সালে এই গানটা শুনে কার কার কান্না চলে আসে আর এই গানটা শুনে শৈশবের কথা মনে পড়ে 😢😢😢😢
কবে যে যাও হবে দেশে আল্লাহ্ পাক যানে
শিতকালে এই গানটা শুনতে অনেক ভালো লাগতো, ভাপা পিঠা খাইতাম আর শুনতাম। আমাদের তখন সাদাকালো টিভি ছিলো আর মাটির ঘর ছিলো। এখন ইউরোপে থাকি শিত থাকে সারাবছর তারপরেও সেই ফিলিংস পাইনা। জন্মভূমির মতো শান্তি কোথাও নাই।
ঝড়ের দিনে আম কুড়াতাম,বিকালে সবাই মিলে নদীতে লাফ দিতাম, দল বেধে বসে গল্প করতাম, উঠানে বসে সবাই মিলে সাদাকালো টিভিতে সিনেমা দেখতাম।।খুব মিচ করি দিনগুলো।
জীবিকার তাগিদে আজকে হয়তো অনেক দূরে। মোবাইল ইন্টারনেট কম্পিউটার আর শত ব্যস্ততার মাঝে আমার গ্রামের কথা আর আমার মার কথা যখন মনে পড়ে। ভিতরটা মনে হয় ফেটে যায় তখন
আহ কত শুনতাম স্কুল যখন সংস্কৃতি অনুষ্ঠান হয়❤️
এ শুধু গান নয়, বাংলার সকল মানুষের হৃদয়ের আর্তি।
হে দয়াময়,যদি কোনদিন এই পৃথিবী সৃষ্টি করো,আর আমায় এই পৃথিবীর মানুষ করে পাঠাও-আমি যেনো এই বাংলার শষ্য শ্যামল কাদামাটিতে ই ফিরে আসি।
আজ 22 বছর কিছুদিন পরে হয়তো আর থাকবো না দুনিয়ায়,, এভাবেই জীবন শেষ হয়ে যায়, মনে হয়তেছে গতকাল এই আওয়াজ শুনলাম
গানটা শুনে চোখে পানি চলে এলো
মন শান্তি হয়ে যায় যখন দেশের গান শুনি, অনেক অনেক ভালোবাসি আমার দেশ ও গ্রাম কে❤❤❤❤❤❤❤❤❤❤
অসাধারণ। এ গানটি শুনতে আমার অনেক ভালো লাগে। এই গানটির সাথে জড়িয়ে আছে সেটা তোমার শৈশবকাল যা কখনোই ভুলবার নয়। আমি বলতে চাই আমি বাংলার মুখ দেখিয়াছি তাই পৃথিবীর মুখ দেখতে চাই না। সুজলা সুফলা বাংলাদেশ আমার। ষড়ঋতুর বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের বাংলাদেশ এটা দেখে আমি বিমোহিত। ❤❤❤এই গানটি শুনে আমার দেশ প্রেম অনেক বেড়ে যায়। আমি আমার দেশকে ভালবাসি ❤❤❤❤❤
আমার অনেক ভালোবাসা বাংলাদেশ আর বাংলাদেশের মানুষদেরও । all these songs are reminding me of my childhood memories ❤❤❤❤🙏
সেই দিন গুলো হারানোর জন্য আমরাই দায়ী আপনি আমি আমরাই। খুব বেশি আধুনিক হতে গিয়ে আসল সৌন্দর্য শান্তি হারিয়ে ফেলেছি যতো j
দিন যাচ্ছে প্রযুক্তি উন্নতি হচ্ছে আর আমরা আমাদের সংস্কৃতি ভুলে যাচ্ছি, চাইলে এখনও আমরা ওই আনন্দ টা পেতে পারি একদিন শুধু ফোন রাখো দিনটা শুরু করো fojorer নামাজ দিয়ে তারপর একসাথে আড্ডা দাও মাটির চুলায়
রানা করো একদিন করে দেখো
I Love Bangladesh and I Love My Village.
আমি গর্বিত আমি একজন বাংলাদেশী মাতৃভূমি কখনোই ভোলা যায় না ভালোবাসি আমার প্রাণপ্রিয় সোনার বাংলাকে 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
যেমন গানের কথা তেমন গানের সুর। অসাধারণ একটি গান। গানটি শুনলে সত্যিই মন ভরে যায় অসাধারণ গেয়েছেন শিল্পী। কনক চাঁপা কন্ঠে জাদু আছে
I believe it's our Shanaj Begum. She is our pride one and only 😢. But our country didn't recognize her and properly utilize her voice. OVAGA BANGALI !?
অসাধারণ গান 😢😢😢😢 কষ্ট হচ্ছে 😢😢😢😢
আহা, এই গান শুনলে শৈশবের স্মৃতি মনে পড়ে যায়।
অসাধারণ একটি গান আমরা প্রবাসীরা এই দেশের গান গুলো শুনলে অনেক ভালো লাগে ❤ সৌদি প্রবাসী
গানটা এত ভালো লাগে কিছু দিন পর পর হই গানটা শুনা হয়, আজকে একটা কমেন্ট করলাম
হায় আফসোস,,কতই সুন্দর আমার গ্রাম , ফেলে আসা দিনে ফিরে যাওয়া সম্ভব নয়।
হাইরে ছোট বেলা,!!!!!! হাইরেএএএএএ!!!!! অই দিনগুলো এখনো বেচে থাকার প্রেরণা। love u 1990-2000
ভাই আমি সৌদি আরবে আছি এই গ্রাম বাংলার দৃশ্য দেখে গ্রামের কথা অনেক বেশি মনে পড়ে 😂😂😂
Mono parle manush sad oin Tumi nu dekhe Happy oirey
সত্যি গান টা অনেক সুন্দর ছোটো বেলার অনেক সুন্দর মুহূর্ত গুলো কথা মনে পরে আর ফিরে পাবো না এমন দিন 😔
এইসব গান দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। আজ একটুখানি সুখের আশায় নিজের প্রিয় গ্রাম ছেড়ে শহরে জীবন যাপন করতে হয়। 😢😢
প্রভাসে আসার পর, কাজ শেষে প্রত্যকদিন রাতে এই গানটা শুনতাম😢নিজের অজান্তেই দু চোখ দিয়ে অশ্রুজডে বালিশ ভিজে যেত😢😢😢
আহা...কোথায় গেলো সেই দিন গুলি??
খুব ইচ্ছে করে ফিরে যেতে