শফি মন্ডল বাংলাদেশের একজন খুবই গুণী বাউল শিল্পী, এইরকম বলিষ্ঠ কণ্ঠের অধিকারী শিল্পী খুবই কম আছে এই প্রজন্মে। কিংবদন্তি এই শিল্পীর দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন স্যার।
এত সুন্দরভাবে, স্পষ্ট উচ্চারণে আর মনোমুগ্ধকর সঙ্গীতায়োজনে এই গানটা কখনো কোথাও শুনিনি। সম্পূর্ণ গানটা এখানে রয়েছে, এতদিন গানের কথা, সুর বিকৃত করে গানটা বহুভাবে গাওয়া হয়েছে ,এখানে অক্ষত আর নিটোল রয়েছে গানটা, ভাবতেই ভালো লাগছে। শত শত ধন্যযোগ IPDC কে।
এ ধরনের সংগীত আমাদের বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করে। "বাঙালীদের জন্মকে সার্থক ও গর্বিত করে"।.... "শফি বুইড়া" "দারুন গাইছে। ওনাকে এবং সকল সহ-শিল্পীদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।....জিরাট, হুগলী,প:ব;/ইন্ডিয়া।
জিবনে বহুবার গানটি শুনেছি অনেক শিল্পির মুখে কিন্তুু শফি মন্ডল দাদার মুখে গানটি শুনে মনে হলো তার আল্লাহ প্রদত্ত কন্ঠস্বরের জন্য তিনি মৃত্যুর পরেও বেচে থাকবেন প্রতিটি মানুষের অন্তরে 💔 এক ধীয়ানে গানটি শুনলাম,
আইপিডিসি এর সকল গানের সঙ্গীত পরিচালনায় পার্থ বড়ুয়ার উপস্থিতি কামনা করছি। পার্থ বড়ুয়ার সঙ্গীত পরিচালনায় গানগুলো অনেক জীবন্ত হয়ে ওঠে। গান শেষ হওয়ার পরেও মনে হয় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি।
বাংলা ভাষা এতো মধুর,তাও আমি এই গান কেমন হয়েছে তা বলার ভাষা খুজে পাচ্ছি না.. আপনাদের প্রতিটা গান আমার অনেক অনেক ভালো লাগে.. বাংলা সংস্কৃতি ধরে রাখার জন্য অপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করবোনা, অপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা 🇧🇩❤️🇧🇩❤️🇧🇩 আপনাদের প্রতিটা গান আমার অনেক অনেক ভালো লাগে...
আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে এইরকম একটি গান এই ভাবে উপস্থাপন করার জন্য। আশাকরি বর্তমান প্রজন্মের সবাই এই গান শুনবে.... শত কোটি প্রণাম গানের স্রষ্টা কে।
অনেক অনেক ভাল লাগলো এই গানের সবগুলো অন্তরা তুলে ধরার জন্য। ধন্যবাদ স্যারকে এত সুন্দর ভাবে গানটি উপস্থাপন করার জন্য। আরও ধন্যবাদ জানাই তাল সংগীতের সকলকে সুন্দর ভাবে গানটি উপহার দেওয়ার জন্য। love all.
অসাধারণ আমাদের ঐতিহ্য সমৃদ্ধি সংস্কৃতি এতই বৈষম্য ও এতই সুন্দর তা ধরে রাখার জন্য আমাদের গান তথা ipdc এর সকল কলাকৌশলিদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা সাথে বাধ্য ওয়ালা দের সাধারণ বাদক সব মিলিয়ে অসাধারণ লাগলো ও অসাধারণ পরিবেশনা ধন্যবাদ সংগীত আয়োজন ও পরিচাল শ্রদ্ধিও পার্থ বড়ুয়া ও রাসেল দাদাকে আরো সুন্দর পরিবেশানা আসুক এই কামনা রইলো শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে 💗💗💗💗🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 মালেশিয়া থেকে দেখলাম ভালোবাসা রইলো আমার প্রিয় দেশ আমার সোনার বাংলাদেশের জন্য 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩😍😍😍😍💗💗💗
ipdc প্রতিটা গানের সাথে তার মিউজিকটা এমন ভাবে যুক্ত করে, যেন গান গুলো শুনলে অসাধারণ একটা অনুভুতি হয়। যেন গানের মাঝে হারিয়ে যাই। ধন্যবাদ ipdc পরিবারের সকলকে।
IPDC কে অসংখ্য ধন্যবাদ আমাদের হাজার বছরের বাংলা গানের সংস্কৃতি জাগিয়ে তোলার জন্য। এ ধরনের উদ্যোগ আরও বেশি বেশি হওয়া দরকার,নতুবা নতুন জেনারেশন কে অপসংস্কৃতি থেকে রক্ষা করা দুরূহ হয়ে পড়বে যেমন অতিসম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখা গেলো!!
আহ্ আমাদের গান, যেতে হবে বহুদূর। ❤️ অপূর্ব পরিবেশনা। প্রিয় পার্থ দাদা ভালবাসা নিবেন। আর শফি স্যারের ত কোন তুলনা হয়না। তিনটা মেয়ে'র পরিবেশনায় গানগুলো নতুন মাত্রায় ছুয়ে যায়। অসাধারণ 👌 অপেক্ষায় থাকি কবে নতুন গান পাবো। ❤️❤️❤️
ধন্যবাদ জানাই IPDC আমাদের গান কে বিশ্বের সামনে তুলে ধরার জন্য । বাংলা লোকজ সঙ্গীতের জগতে এক অন্যতম কীর্তিমান পুরুষ কবি আলাউদ্দিন বয়াতি । তাঁর কালজয়ী সৃষ্টি ' মন আমার দেহঘড়ি ' গানটি আজও মানুষের মুখে মুখে বেঁচে থাকা এক জনপ্রিয় গান । গানটিতে লক্ষ্য করা যায় কবি আলাউদ্দিন বয়াতির সঙ্গীত প্রতিভা আর দার্শনিক চিন্তাধারার এক চমৎকার সংমিশ্রণ । গানটি জনপ্রিয় করতে বিশেষ ভূমিকা রেখেছেন আরেক প্রখ্যাত শিল্পী আব্দুর রহমান বয়াতি । আমাদের এবারের পরিবেশনা বাংলাদেশের গ্রামে - গঞ্জে , শহরে - বন্দরে সব শ্রেণির মানুষের মাঝেই সুপরিচিত ও শ্রোতাপ্রিয় গান 'মন আমার দেহ ঘড়ি কথা ও সুরঃ কবি আলাউদ্দিন বয়াতি মূল শিল্পীঃ আব্দুর রহমান বয়াতি কন্ঠঃ শফি মণ্ডল
আবারো মন ভরে গেল, পার্থ বাবুর সংগীতায়োজন আবারো মুগ্ধ করলো, ঠিক যে জায়গায় গানের তাল ডাবল মাত্রায় হলে খুব ভালো হবে বলে ভাবছিলাম ঠিক সেই জায়গাতেই পার্থ বাবু আবার নিজের কামাল দেখালেন, লা জবাব।
সবাই গানের শিল্পী, স্রষ্টাকে নিয়েই বলছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই (পার্থ বড়ুয়া) দাদাকে, যিনি প্রত্যেকটি গানকে অসাধারণ পরিচালনা করে থাকেন। ওনি শুধু এখানেই নয়। অতীতের জনপ্রিয় গান অনন্য মাত্রায় উপস্থাপন করে শ্রোতাদের মন জয় করেছেন। Ipdc পাশাপাশি তিনি Seylon tea মিউজিক স্টুডিয়োর গানগুলোও পরিচালনা করেন।
অপূর্ব আপনাদের কাজ। মন ভরে গেল। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বঙ্গ দেশের লোকজ সংস্কৃতি নিয়েও কাজ করুন। এতে আপামর বাঙালিদের খুবই সুবিধা হবে।
অসাধারণ কালাম, খুবই ভালো লাগলো দারুণ ভিডিও দারুণ গায়কী, এমন দামী সুন্দর গান আর হয়না, অনেক অভিনন্দন আমার পক্ষ থেকে, সত্যি অসাধারণ কথা, আমি স্বশিক্ষিত গীতিকার সুরকার।
It is my luck I have seen the writer poet Sarder Alauddin boatee &.singer Abdur Rahman boite personally. Both are excellent artists.thank you Safi mondol for your rendering style.
যেমন গান,তেমন সুর,সাথে চমৎকার শিল্পী আর মিউজিক,, বাংলা ভাষার সাথে মিলেয়ে ব্যাকরান্ড টা ও দারুন, বলার ভাষা নাই,,মন ভরে গেলো,,ভালোবাসি মায়ের ভাষা বাংলাকে❣️❣️
আমাদের গান---- নাম করণটির নীচে যে-সব গান আমি বেশ কিছুদিন ধরে শুনছি এক-কথায় আমি একজন সাধারন গান ভক্ত হিসাবে বলতে পারি আপ্নারা যে উদ্দেশ্য নিয়ে এই প্লাটফরমটা তৈরী করেছিলেন তা উল্লেখ-যোগ্য ভাবেই সফল হয়েছে ।.৭০ এর কোঠায় বয়স হলেও আমি সেভাবে গানের তালিম নিতে পারিনি নানান ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেও তবে মাটীর গানের যে বিশেষ আবেদন থাকে আপনারা তা ১০০% ফুতিয়ে তুলেছেন---- কখন ও সোল/ দু-জনে/তিন-জনে/ হয়ত বা সবাই---- দারুন-অনবদ্য......। আপনাদের উত্তরোত্তর শ্রী-ব্রিধি হক। কলকাতা।
ফকির আলমগীর স্যার এর কণ্ঠে গানটা প্রথম শুনেছিলাম। গানটার premiere এর notification দেখে প্রথমেই হৃদয়ের photo gallery-তে স্যার এর মুখশ্রী ভেসে উঠলো আর হৃদয়টা হাহাকারে ভরে উঠলো।
প্রতি সপ্তায় অন্তত একটি এরকম সুন্দর পরিবেশনা প্রত্যাশা করি ...সবার প্রতি শ্রদ্ধা এবং ভালো বাসা অফুরান ......করোনার নতুন ভেরিয়েন্টে সবাই সাবধান থাকবেন .....
এই গানটি যে লিখেছেন উনি আসলে কথা গুলা এতো নিখুঁত হবে তিনি নিজেই হয়তো বুঝতে পারেননি,এতোটা গভীরে কিভাবে একজন মানুষ ঢুকতে পারে। #স্যালুট লেখক কে❤️ #Rahel_Sylhet
From kharupetia Town, Darrang, Assam, India. Many many thanks to I.P.D.C. management for this program. The three young girls and entire musicians are sings this song very beautifully with great Soffimondal. In this reason this channel is different from other's channel of Bangladesh.
শফি মন্ডল বাংলাদেশের একজন খুবই গুণী বাউল শিল্পী, এইরকম বলিষ্ঠ কণ্ঠের অধিকারী শিল্পী খুবই কম আছে এই প্রজন্মে। কিংবদন্তি এই শিল্পীর দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন স্যার।
মেয়ে গুলোকে এ গানে এনে গানের বারোটা।
এত সুন্দরভাবে, স্পষ্ট উচ্চারণে আর মনোমুগ্ধকর সঙ্গীতায়োজনে এই গানটা কখনো কোথাও শুনিনি। সম্পূর্ণ গানটা এখানে রয়েছে, এতদিন গানের কথা, সুর বিকৃত করে গানটা বহুভাবে গাওয়া হয়েছে ,এখানে অক্ষত আর নিটোল রয়েছে গানটা, ভাবতেই ভালো লাগছে। শত শত ধন্যযোগ IPDC কে।
❤❤❤❤❤❤❤
এক কথায় অসাধারণ ❤️❤️❤️❤️❤️ অনেক অনেক ভালোবাসা 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
অনেক ভালোবাসা রইলো তোমার প্রতি ভাই। তুমি দীর্ঘায়ু লাভ কর সুখে থাকো।
❤❤❤❤❤ osadaron
যত শুনছি,তত মুগ্ধ হচ্ছি,প্রত্যেকটা প্রত্যেকটা গান,গায়কী, টিম ওয়ার্ক সব সব। টুপিটা খুললাম।আপনাদের উদ্দেশ্যে। কলকাতা থেকে।
Love
11111কঁঁক
@@farihatabassum6876 8
এক কথায় অনবদ্য।। আমি যে গুটিকতক দেহতত্ত্ব মূলক, লোক সংগীত শুনেছি তার মধ্যে সবচেয়ে পছন্দের "মন আমার দেহ ঘড়ি" গানটি। অসাধারণ লিরিক্স।।
শফি মণ্ডল এই সময়ের অন্যতম বাউল শিল্পী। উনার কণ্ঠে গানটা আরও জীবন্ত হয়ে উঠেছে। মহান এ শিল্পীর দীর্ঘায়ু কামনা করছি।
ধন্যবাদ
দারুণ!
th-cam.com/video/EORFdBGOspg/w-d-xo.html
@@MyChannel-h4l
😢
এক্সপার্ট সব কলাকুশলীগণ আর শফী মন্ডল সেতো এক বিস্ময়, অনেকদিন পরে একটা মনের মতো গান শুনলাম। ধন্যবাদ সবাইকে
Ki sundor kore sohoj sorol vabe uposthapana.monta vore jay..thanks for recharming our culture Bangladesh.. Gratitude from India🙏🙏
এ ধরনের সংগীত আমাদের বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করে। "বাঙালীদের জন্মকে সার্থক ও গর্বিত করে"।.... "শফি বুইড়া" "দারুন গাইছে। ওনাকে এবং সকল সহ-শিল্পীদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।....জিরাট, হুগলী,প:ব;/ইন্ডিয়া।
কি বলব বলার ভাষা নেই।IPDC কে ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর গান উপহার দেয়ার জন্য।সব গান গুলো অসাধারন।I love baul sofi mondol.He is a best singer
ভারত থেকে জানাই ...অভিনন্দন...খুব সুন্দর গান...!
পুরো মাতিয়ে দিলেন। কোরাস কে আলাদা করে ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা ❤❤❤
বিখ্যাত গায়ক,,,,শফি মন্ডল।।।আমার কোন ভাষা নেই।।।এতো সুন্দর আয়োজন করেছে পার্থ স্যার।।।দাদাকে ধন্যবাদ।
জিবনে বহুবার গানটি শুনেছি অনেক শিল্পির মুখে কিন্তুু শফি মন্ডল দাদার মুখে গানটি শুনে মনে হলো তার আল্লাহ প্রদত্ত কন্ঠস্বরের জন্য তিনি মৃত্যুর পরেও বেচে থাকবেন প্রতিটি মানুষের অন্তরে 💔 এক ধীয়ানে গানটি শুনলাম,
আল্লাহ গানকে হারাম করেছে এটা তার পূর্বপুরুষের সংস্কার বাঙালি উনি শিশু কামিকে ঘৃনা করে। লালন আমাদের আরবের নয়।
অপূর্ব সুন্দর একটা গান ,,,,,,, গানের কথা গুলো খুব ভালো লাগলো ,,এক কথায় গানটি অসাধারণ 🤘🤘🤘❤️
টিকটক লাইকের যুগে এমন গান যারা শুনতে আসে,,, তারাই গানের খোরাক বোঝে,,, ❤
Right ❤
যেমন আমি❤❤❤
liton
Accelent
সুন্দর কথা বলেছেন 🥰
Beautiful , congratulations from Sri Lanka .
আইপিডিসি এর সকল গানের সঙ্গীত পরিচালনায় পার্থ বড়ুয়ার উপস্থিতি কামনা করছি। পার্থ বড়ুয়ার সঙ্গীত পরিচালনায় গানগুলো অনেক জীবন্ত হয়ে ওঠে। গান শেষ হওয়ার পরেও মনে হয় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি।
বাংলা ভাষা এতো মধুর,তাও আমি এই গান কেমন হয়েছে তা বলার ভাষা খুজে পাচ্ছি না..
আপনাদের প্রতিটা গান আমার অনেক অনেক ভালো লাগে..
বাংলা সংস্কৃতি ধরে রাখার জন্য অপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করবোনা, অপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা 🇧🇩❤️🇧🇩❤️🇧🇩
আপনাদের প্রতিটা গান আমার অনেক অনেক ভালো লাগে...
আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে এইরকম একটি গান এই ভাবে উপস্থাপন করার জন্য। আশাকরি বর্তমান প্রজন্মের সবাই এই গান শুনবে.... শত কোটি প্রণাম গানের স্রষ্টা কে।
উস্তাদ শফি মন্ডল এর হয়না তুলনা উনি যেখানে গানের টান দিবে সেখানে মন পাখা হয়ে ঘুরে বেরাবে, খুব আনন্দ পাই উস্তাদ ভালোবাসা অভিরাম
অনেক অনেক ভাল লাগলো এই গানের সবগুলো অন্তরা তুলে ধরার জন্য। ধন্যবাদ স্যারকে এত সুন্দর ভাবে গানটি উপস্থাপন করার জন্য। আরও ধন্যবাদ জানাই তাল সংগীতের সকলকে সুন্দর ভাবে গানটি উপহার দেওয়ার জন্য। love all.
অসাধারণ আমাদের ঐতিহ্য সমৃদ্ধি সংস্কৃতি এতই বৈষম্য ও এতই সুন্দর তা ধরে রাখার জন্য আমাদের গান তথা ipdc এর সকল কলাকৌশলিদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা
সাথে বাধ্য ওয়ালা দের সাধারণ বাদক
সব মিলিয়ে অসাধারণ লাগলো ও অসাধারণ পরিবেশনা
ধন্যবাদ সংগীত আয়োজন ও পরিচাল
শ্রদ্ধিও পার্থ বড়ুয়া ও রাসেল দাদাকে
আরো সুন্দর পরিবেশানা আসুক
এই কামনা রইলো
শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে
💗💗💗💗🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
মালেশিয়া থেকে দেখলাম
ভালোবাসা রইলো
আমার প্রিয় দেশ আমার সোনার বাংলাদেশের জন্য
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩😍😍😍😍💗💗💗
th-cam.com/video/EORFdBGOspg/w-d-xo.html
I am watching from Houston, Texas. "Houston", was the first word when Neil Armstrong landed on the moon.
ওহে ভারতবাসী দেখে যাও,শুনে যাও আমাদের বাংলার গান😊😊
বিশ্বাস করো হৃদয়টা জুড়িয়ে যাবে😌😌
Love form India assam থেকে আপনার সাতে এক মত
💚💚💚
ভারত বাসির দেখার কিছু নাই এই দেশে বহু জাতি বহু ভাষার মানুষ আপনি প বাংলার কথা বলতে পারেন এগুলো কথা বলে লাভ নেই যেখানে যেমন চলে।
@@prasantasen2491 birat bepar tate
Bokachoda
ipdc প্রতিটা গানের সাথে তার মিউজিকটা এমন ভাবে যুক্ত করে, যেন গান গুলো শুনলে অসাধারণ একটা অনুভুতি হয়। যেন গানের মাঝে হারিয়ে যাই।
ধন্যবাদ ipdc পরিবারের সকলকে।
দেহতত্বের গান, গীতিকার সহজ ভাষায় বুজিয়ে দিয়েছে, স্রস্টা প্রত্যেকটা মানুষের ভেতরে আছে, স্রস্টাকে দেখার ধ্যান, মোরাকাবা করার ইঙ্গিত দিয়ে দিয়েছেন সাধক।
মাশাল্লাহ।
জয়গুরু। অপেক্ষায় থাকি কবে আসবে নতুন গান। গানের মাধ্যমে কি সুন্দর দার্শনিক বিবরণ।
IPDC কে অসংখ্য ধন্যবাদ আমাদের হাজার বছরের বাংলা গানের সংস্কৃতি জাগিয়ে তোলার জন্য। এ ধরনের উদ্যোগ আরও বেশি বেশি হওয়া দরকার,নতুবা নতুন জেনারেশন কে অপসংস্কৃতি থেকে রক্ষা করা দুরূহ হয়ে পড়বে যেমন অতিসম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখা গেলো!!
আহ্ আমাদের গান, যেতে হবে বহুদূর। ❤️ অপূর্ব পরিবেশনা। প্রিয় পার্থ দাদা ভালবাসা নিবেন। আর শফি স্যারের ত কোন তুলনা হয়না। তিনটা মেয়ে'র পরিবেশনায় গানগুলো নতুন মাত্রায় ছুয়ে যায়। অসাধারণ 👌 অপেক্ষায় থাকি কবে নতুন গান পাবো। ❤️❤️❤️
ধন্যবাদ
th-cam.com/video/EORFdBGOspg/w-d-xo.html
দেহতত্ত্ব্বের এই গানটা সত্যিই অসাধারণ। গানটা বারবার শুনলেও পুরাতন মনে হয় না।
মাটি ও মানুষের গান.. অনেক অনেক ধন্যবাদ আইফিডিসির সকল সদস্যদের.. ডিরেক্টরদের.. ও পডিচারকে এমন গান উপহার দেওয়ার জন্য 😻😊🥰
আফসোস বর্তমানে এরকম গুনী গিতিকার ও শিল্পী বাংলা গানের জগতে খুজে পাওয়া দুষ্কর
৪৪ মিনিট হচ্ছে গানটা ইউটিউবে আসছে,,,২০৫০সালের জন্য কমেন্ট রেখে গেলাম,,,যারা যারা দেখতেছেন সবাই একটা করে লাইক দিয়ে যান
চলবে 50.বছর
আমারও সেইম কথা
❤❤❤❤
@@MDMasum-xy4zp❤
2024
ধন্যবাদ জানাই IPDC আমাদের গান কে বিশ্বের সামনে তুলে ধরার জন্য । বাংলা লোকজ সঙ্গীতের জগতে এক অন্যতম কীর্তিমান পুরুষ কবি আলাউদ্দিন বয়াতি । তাঁর কালজয়ী সৃষ্টি ' মন আমার দেহঘড়ি ' গানটি আজও মানুষের মুখে মুখে বেঁচে থাকা এক জনপ্রিয় গান । গানটিতে লক্ষ্য করা যায় কবি আলাউদ্দিন বয়াতির সঙ্গীত প্রতিভা আর দার্শনিক চিন্তাধারার এক চমৎকার সংমিশ্রণ । গানটি জনপ্রিয় করতে বিশেষ ভূমিকা রেখেছেন আরেক প্রখ্যাত শিল্পী আব্দুর রহমান বয়াতি । আমাদের এবারের পরিবেশনা বাংলাদেশের গ্রামে - গঞ্জে , শহরে - বন্দরে সব শ্রেণির মানুষের মাঝেই সুপরিচিত ও শ্রোতাপ্রিয় গান 'মন আমার দেহ ঘড়ি
কথা ও সুরঃ কবি আলাউদ্দিন বয়াতি মূল শিল্পীঃ আব্দুর রহমান বয়াতি কন্ঠঃ শফি মণ্ডল
শফি মন্ডল স্যারকে নিয়ে অনবদ্য অনুষ্ঠান আয়োজন করার জন্য ipdc কে অসংখ্য ধন্যবাদ....🙏🙏🙏
মন জুড়ানো অ্যাক্টিং, বেশভূষা, সত্যিকারের গান শুনতেছি একটা এটারজন্য আবিরাম ভালোবাসা। ❤
সোনার বাংলায় অসাধারণ কৃতিত্ব! সকল কলাকৌশলি এবং সম্মানিত শিল্পী, সফি মন্ডল, আপনাদের জানাই অন্তর থেকে আন্তরিক ভালোবাসা!এবং শুভকামনা।
ধন্যবাদ ও ভালোবাসা নিবেন
th-cam.com/video/EORFdBGOspg/w-d-xo.html
Extraordinary! Amar 78 bochhor boyosh Kolkata theke. Eikom obishyashho Sundar gaanguli jiboner shesh prante eshe shunchhi. Shafi Mandal er gawa oshdharon. IPDC ke oshesh dhanyabad.
অনবদ্য কন্ঠশিল্পী ও কোরাস, অসাধারণ সঙ্গীত আয়োজন, পরবর্তী প্রযোজনার অপেক্ষায় রইলাম
বাংলা গানের এই রত্নগুলো অসাধারণ ভাবে তুলে আনার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই বাঙলা গানকে বিশ্বের দরবারে পৌঁছে দিন।
Aha MashaAllah কি কন্ঠ। কি লিরিক্স। কি গায়েকি। আর মিউজিক কি মিস্টি। বাংলাদেশের গ্রামের চিত্র ফুটে উঠে।
অনেক দিন পরে এই গান সুনে মন
ভাল হয়ে গেল[[[>>>❤.❤
অনেক বেশি দিন অপেক্ষা করতে হয় আপনাদের পরিবেশনা শোনার জন্য। আরও অনেক অনেক মাটির গান শোনার অপেক্ষায় রইলাম।
অনেক সুন্দর একটা গান এমন গান প্রতি নিয়ত চাই।
অসাধারণ ♥️♥️
লাল পাহাড়ের দেশে যা।গানটা পরিবেশনের অপেক্ষায় রইলাম 🙏🙏
প্রয়াত বাউল শিল্পী আব্দুর রহমান বয়াতি প্রথম যখন এ গানটি গেয়েছিলেন তখন আমি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। অসাধারণ উপস্থাপনা।
No one can match him ....due respect to the singer who is singing here.
পার্থ দাদার প্রতি অনেক কৃতজ্ঞতা। 🥰
বাংলা সাংস্কৃতিক গান গুলো এইভাবে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করার জন্য💖
আহা কি সুন্দর গায়কী,আর অসাধারণ বাদ্য যন্ত্রের সাউন্ড। পুরো টীমকে সাধুবাদ জানাই। 💝💝💝
আবারো মন ভরে গেল, পার্থ বাবুর সংগীতায়োজন আবারো মুগ্ধ করলো, ঠিক যে জায়গায় গানের তাল ডাবল মাত্রায় হলে খুব ভালো হবে বলে ভাবছিলাম ঠিক সেই জায়গাতেই পার্থ বাবু আবার নিজের কামাল দেখালেন, লা জবাব।
a sdfghjkl;qwertyuiopzxcvbnm
সবাই গানের শিল্পী, স্রষ্টাকে নিয়েই বলছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই (পার্থ বড়ুয়া) দাদাকে, যিনি প্রত্যেকটি গানকে অসাধারণ পরিচালনা করে থাকেন। ওনি শুধু এখানেই নয়। অতীতের জনপ্রিয় গান অনন্য মাত্রায় উপস্থাপন করে শ্রোতাদের মন জয় করেছেন। Ipdc পাশাপাশি তিনি Seylon tea মিউজিক স্টুডিয়োর গানগুলোও পরিচালনা করেন।
বা অনেক সুন্দর হয়েছে
অপূর্ব আপনাদের কাজ। মন ভরে গেল। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বঙ্গ দেশের লোকজ সংস্কৃতি নিয়েও কাজ করুন। এতে আপামর বাঙালিদের খুবই সুবিধা হবে।
আপনার মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দেওয়ার জন্য। আমাদের সাথেই থাকবেন।
অসাধারণ কালাম, খুবই ভালো লাগলো দারুণ ভিডিও দারুণ গায়কী, এমন দামী সুন্দর গান আর হয়না, অনেক অভিনন্দন আমার পক্ষ থেকে, সত্যি অসাধারণ কথা,
আমি স্বশিক্ষিত গীতিকার সুরকার।
আবার দু বছর বাদে কমেন্ট করতে আসলাম। শফি মন্ডল আর IDPC একসাথে অসাধারণ!
It is my luck I have seen the writer poet Sarder Alauddin boatee &.singer Abdur Rahman boite personally. Both are excellent artists.thank you Safi mondol for your rendering style.
পুরো অন্তরে লাগে কথা গুলো✨❤️😌🙏
এক কথায় অনবদ্য 👌❤️✨❣️
গানের গলা অসাধারণ
🇮🇳❤️✨🙏
তাক লাগানো ইভেন্ট❤️
অসাধারণ ছিল সব মিলিয়ে❤️
যেতে হতে হবে বহুদুর💚
আমাদের গান😍
যেমন গান,তেমন সুর,সাথে চমৎকার শিল্পী আর মিউজিক,, বাংলা ভাষার সাথে মিলেয়ে ব্যাকরান্ড টা ও দারুন, বলার ভাষা নাই,,মন ভরে গেলো,,ভালোবাসি মায়ের ভাষা বাংলাকে❣️❣️
Jos
প্রিয় পার্থ দাদা সব সময় ভালোবাসা ❤️🖤
আপনাকে ধন্যবাদ দাদা বাংলা সংস্কৃতি ধরে রাখার জন্য ❤️🖤
বঙ্গবন্ধু টি ২০ অনুষ্ঠান উপস্থাপনা বাদে!
Ki asadharon....can't imagine...awesome
স্মার্ট বাংলাদেশ সপ্নের যুগে এই গান শুনা মানুষ গুলা সত্যি গানের মর্যাদা বুজে,,
০১/০৩/২০২৪ শুনলাম ভালোই লাগলো
আপনি শেষবার কবে শুনলেন?
কাশেম ভাই, আপনার বাঁশির উপস্তিতি আলাদা ভাবে উপলব্দি করি। আপনি অসাধারণ। সফি মণ্ডল অসাধারণ।
আপনাদের ধন্যবাদ দিলেও ছোটো করা হবে, এক কথায় অনবদ্য ।
আধুনিকতার ছোয়ায়, আমার রুচি হারিয়ে যায়নি।অসাধারণ গান❤।
❤
I loved ❤all song of IPDC...They are evolving folk song of bangali ethnicity...from INDIA 🇮🇳 ♥
th-cam.com/video/EORFdBGOspg/w-d-xo.html
🥰🥰🥰
Hlbj
gan ta jotoi suni totoi valo lage .. keu 2024 er sese ase sunle akta like kore jaben, jate abar suna hoy gan ta
গানটি শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না শেষ পর্যন্ত কেঁদেই ফেললাম।।
ধন্যবাদ শফি মন্ডল এবং সকল টিমকে
আমাদের গান---- নাম করণটির নীচে যে-সব গান আমি বেশ কিছুদিন ধরে শুনছি এক-কথায় আমি একজন সাধারন গান ভক্ত হিসাবে বলতে পারি আপ্নারা যে উদ্দেশ্য নিয়ে এই প্লাটফরমটা তৈরী করেছিলেন তা উল্লেখ-যোগ্য ভাবেই সফল হয়েছে ।.৭০ এর কোঠায় বয়স হলেও আমি সেভাবে গানের তালিম নিতে পারিনি নানান ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেও তবে মাটীর গানের যে বিশেষ আবেদন থাকে আপনারা তা ১০০% ফুতিয়ে তুলেছেন---- কখন ও সোল/ দু-জনে/তিন-জনে/ হয়ত বা সবাই---- দারুন-অনবদ্য......। আপনাদের উত্তরোত্তর শ্রী-ব্রিধি হক। কলকাতা।
ধন্যবাদ। কলকাতা
♥
ধন্যবাদ
😊
😢😢😢😢😮😢😢😮😢😢😢😢😢
আমার প্রিয় একটি গান ,, অসাধারন ,, তাছাড়া এই শিল্পীর একটি গান খুব বার বার শুনি , গানটি হলো " দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ".
অসাধারণ, প্রাণবন্ত , অনবদ্য।
শফি মণ্ডল এর কণ্ঠে গানটি পুনর্জন্ম পেয়েছে ।
পুরো সঙ্গীতায়োজন ছিল দুর্দান্ত ।
অসংখ্য ধন্যবাদ পার্থ দাদা গানের মূল কথা আর রচয়িতা কে তুলে ধরার জন্য❤️❤️
অনেক অনেক ভালবাসা আপনার জন্য।❤️❤️
❤️🖤❤️
এই গানটা শুনলেই ফকির আলমগীর স্যার চোখের সামনে ভেসে উঠেন। উনি এত দরদ দিয়ে গান করতেন। IPDC প্রচেষ্টাকে স্বাগত জানায়
প্রথমেই চলে আসলাম❤️❤️❤️
Erokom oshadharon gaan r o onek asuk...beche amader bhetorer sotta...onek dhonnobad apnader
ফকির আলমগীর স্যার এর কণ্ঠে গানটা প্রথম শুনেছিলাম।
গানটার premiere এর notification দেখে প্রথমেই হৃদয়ের photo gallery-তে স্যার এর মুখশ্রী ভেসে উঠলো আর হৃদয়টা হাহাকারে ভরে উঠলো।
আপনার নাম টা ভিন্ন ।
মাঝে একটা ব্যান্ডদল গানটা করেছিল । ওরাও বেশ ভালোই জমিয়েছিল ।
@@khubthanda3489
ও আচ্ছা। গানটা খুঁজে শোনার চেষ্টা করবো।
@@khubthanda3489
এটা positive অর্থে নাকি negative অর্থে বললেন ? ? ? 🤔
@@srl289 naming?
আমাদের কুষ্টিয়ার গর্ব বাউল শফি মন্ডল
সারাদিন কাজ করে শরীর মন দুইটাই খারাপ লাগে,, কিন্তু দিন শেষ এসে আপনাদের পরিবেশনার গানগুলা যখন শুনি, সারাদিনের ক্লান্তি দুর হয়ে যায়, ধন্যবাদ #IPDC.
Love from india to my brother and sister of Bangladesh....for us all bengali speaking persons are unite ....does not depend on boundaries....
❤️❤️❤️❤️🇧🇩
Love
Love you too brother
অপূর্ব অপূর্ব চোখে জল এসে গেল।
আপনাদের ভালোবাসার জন্যই এত সুন্দর একটি গান উপহার দিতে পেরেছি আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সেলুট তিন বালিকা তোমাদের প্রতিটি গানে মৌখিক মিউজিকের জন্য।
সুন্দর !! বিস্ময়কর আবিষ্কার ।
প্রতি সপ্তায় অন্তত একটি এরকম সুন্দর পরিবেশনা প্রত্যাশা করি ...সবার প্রতি শ্রদ্ধা এবং ভালো বাসা অফুরান ......করোনার নতুন ভেরিয়েন্টে সবাই সাবধান থাকবেন .....
মনটা খুশি হয়ে গেলো।
বাংলা গানের প্রকৃত মূর্চ্ছনার আস্বাদ পেলাম।
সাধুবাদ জানাই,এই আয়োজনকে,এই প্রচেষ্টাকে❤️
আহা,পরাণটা জুড়িয়ে গেল। 👌👌
অনেকদিন ওস্তাদ শফি মন্ডলের কণ্ঠে দেহতত্ত্বের দারুণ একটি পারফরম্যান্স উপভোগ করলাম।
আহ! মনের খোরাক মিটানো ছন্দ, সুর, কথা ❤️❤️❤️অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ বাউল শফি সাহেব ও IPDC.
So sad song,,😭😭Kanna cole ase
th-cam.com/video/wK5LmEH9mqw/w-d-xo.html
IPDC সত্যিই "আমাদের গান" করে!তাই সংশ্লিষ্ট সক্কলকে অভিনন্দন,ধন্যবাদ!
এই গানটি যে লিখেছেন উনি আসলে কথা গুলা এতো নিখুঁত হবে তিনি নিজেই হয়তো বুঝতে পারেননি,এতোটা গভীরে কিভাবে একজন মানুষ ঢুকতে পারে।
#স্যালুট লেখক কে❤️
#Rahel_Sylhet
বাংলার সংস্কৃতি ধরে রাখার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনাদের এই সুন্দর সুন্দর কাজ দেখে নিয়মিত অনুপ্রাণিত হই।
হপররওীচ
আহা অসাধারণ অন্য জগেতে হারিয়েগেছি❤❤
আরও যুগ যুগ ধরে আপনাদের হৃদয়ে গানের মালা গেঁথে রাখতে চাই আমরা।
ipdc কে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। খুব সুন্দর আয়োজন
এরকম গান নিশ্চই বার বার শুনতে মনে চায় ! বার বার শোনার মতো গান আরও বেশি বেশি খুঁজে পাবেন আমদের চ্যানেল এ।
এক কথায় অসাধারণ ❤❤❤❤❤ অনেক অনেক ভালোবাসা
অনেক সুন্দর একটা গান আসলে ভালো লাগছে ধন্যবাদ ipdc কে
গানের সাথে জীবনের প্রতিটা পদক্ষেপ যেন মিলে যাচ্ছে।
এক কথায় অসাধারণ
জনাব. কে দেখছি।ওনি আমাদের এলাকার গর্ব । আল্লাহ উনাকে অনেক দিন আমাদের মাঝে বেচে রাখূক
From kharupetia Town, Darrang, Assam, India. Many many thanks to I.P.D.C. management for this program. The three young girls and entire musicians are sings this song very beautifully with great Soffimondal. In this reason this channel is different from other's channel of Bangladesh.
From Nagaon Assam ❤❤ same comment
গানটির প্রথম দিকে যেমন তেমন মাঝের ও শেষের দিকে মন ভরিয়ে দিল,,🥰,, অনেক সুন্দর হয়েছে,, ধন্যবাদ IPDC সকল সদস্যদের 💝।।
IPDC-র গানগুলোকে যদি একটি নারীর সাথে তুলনা করি, তবে তার অলংকার হলো এই তিনজন আপু ❤️।
গানকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে, এই তিনজন আপু 🎉❤৷
এই আয়োজনে সকলের প্রতি রইলো প্রেমময় ভক্তি🙏জয়হোক বাংলা গানের ❤️
বাইরে থেকেে কে জানে চার দেয়ালের ভিতর কত সুন্দর গানের লীলা চলছে❤
অনেক দিন পর গানটা শুনে হৃদয়দা জুড়িয়ে গেল। ধন্যবাদ দাদা।