Kemon acho tomra shobai? Ei pandemic e notun music video produce kora bhishon kothin. Tobuo tomader kotha vebe ekta chotto ukulele version upload korlam.Shune janio kemon laglo tomader. Shobai shushtho theko,bhalo theko
Protibarer moton eibar o khub excited... Abaro ekta mon ke chuye jawar moton gaan amar playlist e sigroi add hote choleche... Pritam da Suman da tomader protita composition e just fatafati... And Kritee di tomar lekha guloi jaddu ache... Onek onek aagam valobasa thaklo amar torof theke❤️
Tomra korcho tokhon jani khub bhalo hobe jano ami jei sirer kache bangla pori tarkache ami tomader gaoya sonar kathi gan ta geyechilam amar sir gan ta khub pochondo korechilo pore asol ganta pathiyachilam sirer khub bhalo legeche r ami class 8 e pori please talpatar shepai reply dio 🥺 r ami gan sikhina mirchi somak er sathe tonra jokhon live gechili tarpor theke ami tomader chini r tomader khub bhalo lage ☺☺
তখন প্রেমের শুরু ... সেই সময় গানটা এলো...আমার জীবনে তার আসা.. বন্ধুত্ত্ব এবং ধীরে ধীরে প্রেমিক হয়ে ওঠা... কানে হেডফোন গুঁজে এই গানটা শুনে তার সাথে কাটানো দিনটা ভাবা। সত্যি ও আমার ঝিমিয়ে পড়া গানে ছন্দ বেধেছিল... বেধে আছে। খুব ভালোবাসি তোকে... কমেন্ট টা করে গেলাম যতবার কেউ লাইক দেবে ততো বার নোটিফিকেশন আসবে আর ততো বার গানটা শুনবো। আবার হারিয়ে যাবো সেই নতুন নতুন প্রেমের সময় টায়। সত্যি খুব অসাধারণ একটা অনুভূতি। এই গানটা আমার প্রেমটাকে বেধে রেখেছে।❤
চশমিস ছেলেটার কন্ঠ আর ডার্ক সার্কেল ছেলেটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে গানটা শুনলাম প্রথমবার।তারপর আবার শুনলাম, তারপর আবার 😍 ভালবাসা চশমিশ আর ডার্ক সার্কেল ছেলেটার জন্য 💕
"তুইও কি আশঙ্কায়, একইভাবে স্তব্ধ নিরূপায়? যত্ন আন হাতের আঁজলায় একসাথে সাজাবি কি? আয়..." আহা... যেমন কন্ঠ, তেমন কথা... সিনেমার বাইরে বাংলা গান এভাবেই বেঁচে থাকুক... অনেক ভালোবাসা...😊😊
উধাও হওয়ার রাস্তা ধরে কত দূর যাবি? অভিমানের দরজা খোলা; পিছুটান চাবি... ক্রমশ এ ভীড় হচ্ছে ফিকে অন্তঃসারশূন্যতায় বুকের বাঁ পাশে যে পথ শুধু তোকেই খুঁজতে চায়....
যে অগোছালো অনুভূতি গুলো কোনদিন ই বুঝাতে পারি নি,,,যে হাতটা কোনদিন আর ধরতে পারি নি । সেই অগোছালো অনুভূতি ফিরে এলো গানটা শুনে। কি ভিন্ন শূন্যতা নিয়ে সবাই অপেক্ষায় থাকে?'
ধন্যবাদ কৃতি দিদি অসাধরন লিরিক্স লেখার জন্য আর প্রতীম দাদা এবং সুমন দাদার তো তুলনায় হয়না। আমার প্রতি রাতে তাদের গান আমার প্লে লিস্টে ব্যধতামুলক চলেই। একবার শুনলেই মনে হয় আরেকবার শুনি।
Hello, I am from Bangladesh and nowadays I am being your biggest fan.At first when I watched your videos I thought you were Bangladeshi.I am still feeling proud in spite of knowing that you're Indian but you're Bangali.lots of love from Bangladesh and hats of to you guys....
অগোছালো এই মন জুড়ে, আলগোছে কিছু পাগলামি, আলতো হাওয়ায় তোমার পরশ, আসলেই তুমি খুব দামি.... বেঁচে থাকুক ভালোলাগা.... বেঁচে থাকুক ভালোবাসা....& above all...keep it up boys...you did very well.....splendid
প্রীতম ও সুমন, জনপ্রিয়তার জোয়ারে ভেসে দু’জন যেদিন দুই পথে যাওয়ার সিদ্ধান্ত নেবেন সেদিন বুঝবেন এই জাদুময় সঙ্গীতের মৃত্যু ঘটছে। দু’জন একত্রে যা জন্ম দিচ্ছেন তা একদিন কিংবদন্তী হবে নিশ্চিত। শুভকামনা।
মন ভালো করা মিষ্টি একটা গান...যখন ই শুনি শহরের কোলাহল পেরিয়ে মন পৌঁছে যায় এক শান্ত অজানা দেশে....😍😍😍😍....আর ও অনেক এমন মন ভালো করা গান চাই....অনেক ভালোবাসা তালপাতার সেপাই এর জন্য.....
কিংবদন্তিদের গান শুনতে শুনতে 'গানের অর্থ বুঝতে সমর্থ হওয়া' বড় হওয়া পর যখন দেখি সমসাময়িক সমবয়সীদের (কম-বেশি) গান কথায়, সুরে, আওয়াজে মনকে শান্ত করে যায়, তখন তার একটা অন্যরকম ভালোলাগা/ ভালোবাসা জন্মায়।
Dada, sotti boro ogochalo mon.....😅😅 Mathay anek ki6u ulto-palta ghur6e.... Kokhono depression,kokhono sudden happiness,kokhono aber tention,kokhono relaxed...... Tomer sob gaan mon chuye jay .... Love from Raiganj ❤️❤️❤️❤️
"Turu love" er somoyyy e gaan ta mon chhuye gechhilo... "hmmm" eii sur taai enough emotional korar jonyo! ❤ abar ar ekbar shune abar notun Kore valobaslam gaan take! Khub valobasa roilo talpatar sepai er jonyo 😊
1din audio music shunte shunte hotath ai gaan ta beje uthe.... Ki R bolbo 1st shonatei preme pore gesi gaan tar specially voice tar... Then khuje ber korlam gaan tar singer K.... Apnar voice a atai amr shona 1st gaan.... R 1st gaan ai puro fidaa..🙈☺️ What a lovely voice Pritom Da! Just.... Awesome 👌👌🥰🤩💝💖
Uffff!!!!! Dekheo santi holo amar...😀mone hochche ato din por abar notun kore pran fire pelam... ami to vison excited.... dekhar age amio like kore diyechi.....ato diner opekkhar obosan hote choleche......vablei anonde mon ta nachche.....🎉 congregation🙂 Ai bisri obostha teo mon ta valo rakhte apnader gaan vison vabe sahajjo kore R ai pandemic poristhiti teo j apnara apnader gaan er maddhome osohaye manushder monobol jugiyechen sotti er jonno ami apnader kache vison vabe kritoggo....apnader ai sundor karjokrom k amra kurnish janai...apnar prochesta obossoi sofolota lav korbe. Apnara ai vabe gaan kortei thakun abong ai vabei osohaye manushder paseo thakun...amrao apnader ai mohan uddoge pase achi...R. obossoi support korbo .May God bless you 🙏 ato boro comment korlam apnader utsahito korabar jonno. ❤️TPS ARMY ❤️
khub khub mishti akta gaan....amr priyo gaan ar talikaye definitely add holo ata. gaan ta amr abishkar korte aktu deri holo.. but better late than never, khub shundor hoache. onek onek bhalobasha.
Porar prochur chap Shorir o boddo kahil Ar 1mash por medical admission test Er moddheu saradin pray 20/25 bar shunechi ei gan ta Eta shunte shunte porar mddhe porar klanti o kisuta vule thaka jay Take love pritam da and suman da Love from Bangladesh
Kritee Di r lyrics, erom asadharon composition, tmr voice sathe Suman Da.... Uff sob miliye ki j asadharon 💙💙.... Nd yeaa this song has taken "টুরু love" to a different level💙💙😌😌....
সালটা 2019, আমার আশেপাশে সবকিছুর সুন্দর এক রদ বদল হচ্ছিল । এর আগে এরকম কিছুও বলতে পারি ভাবনাতীত ছিল । কবে প্রেমে পড়েছিলাম জানিনা , তবে তার পর থেকে রোজ তাকে বলতে চেয়েছি- 'চেনা তাও নতুন পথ হেঁটে দেখবি কিনা বল? ..... একসাথে ফিরবি কি আয় ? বেশ কিছুদিন হলো কেমন একটা দূরত্ব বেড়েছে,জানিনা ফিরবে কিনা .. কিভাবে বোঝাই ? 'বুকের বাঁপাশে যে পথ শুধুই তোকেই খূঁজতে চায় '
@@Jyotirmay_Das not at all racist he is right. They call us Bengalis Bangladeshi, kalo jadu and stuff like that . We celebrate their culture instead of our own rich culture, but they don't do the same for our culture. Ai talpatar shepai er moto indie band kono South Indian language a gaan banale aj aro naam korto , karon amra bangali ra B grade bhojpuri r punjabi gaan sunte byasto
হইচইয়ে গানটা শোনার পর থেকে বসে ছিলাম কবে আপনাদের চ্যানেলেও পাব একটা longer version. এত সুন্দর এই গানটা! অসংখ্য ধন্যবাদ। Take lots of love from Bangladesh. ❤️🇧🇩
Tomra j sob kothin somoyer modhyeo amader ato sundor gaan upohar dao tar jonno tomader onek thank you go, tomra dui dada r kriti didi aksathe juti badhle sei gaan bhalo hotei hobe. Jodio tomader protyekta gaani osadharon,tomrao sustho theko sabdhane theko r aro sundor gaan er opekkhay roilam 🥰😘
Discovered Taalpatar Shepai last year March when the lockdown started..... And ever since they have become my go-to group whenever i open TH-cam!! Sob kotai favourite gaan.. amazing; and thanks for making such good music
আশ্চর্য্যের ব্যাপার টা হলো, বড় পাহাড় হোক বা খুব চেনা বাগানের background হোক, গান যেখানেই হোক গান মুগ্ধ করছেই❤️💚 তাই যেখানেই হোক, গান হোক। সুস্থ থেকো 🌈
I dont understand tge language still find yoyr music amazing...
Cause music goes beyond language 💕
This is Bangla 🧡🤍💚😊
Kemon acho tomra shobai? Ei pandemic e notun music video produce kora bhishon kothin.
Tobuo tomader kotha vebe ekta chotto ukulele version upload korlam.Shune janio kemon laglo tomader. Shobai shushtho theko,bhalo theko
@@debaratisaha1150 Nischoi
Are eta dekhei to mon valo hoye gelo .......💓💓
Protibarer moton eibar o khub excited... Abaro ekta mon ke chuye jawar moton gaan amar playlist e sigroi add hote choleche... Pritam da Suman da tomader protita composition e just fatafati... And Kritee di tomar lekha guloi jaddu ache... Onek onek aagam valobasa thaklo amar torof theke❤️
Tomra korcho tokhon jani khub bhalo hobe jano ami jei sirer kache bangla pori tarkache ami tomader gaoya sonar kathi gan ta geyechilam amar sir gan ta khub pochondo korechilo pore asol ganta pathiyachilam sirer khub bhalo legeche r ami class 8 e pori please talpatar shepai reply dio 🥺 r ami gan sikhina mirchi somak er sathe tonra jokhon live gechili tarpor theke ami tomader chini r tomader khub bhalo lage ☺☺
tomra lockdown e kichhu ganer cover sunio plz , shooting er dorkar nei , tomader gola sunlei khub anondito hobo...
তখন প্রেমের শুরু ... সেই সময় গানটা এলো...আমার জীবনে তার আসা.. বন্ধুত্ত্ব এবং ধীরে ধীরে প্রেমিক হয়ে ওঠা... কানে হেডফোন গুঁজে এই গানটা শুনে তার সাথে কাটানো দিনটা ভাবা। সত্যি ও আমার ঝিমিয়ে পড়া গানে ছন্দ বেধেছিল... বেধে আছে। খুব ভালোবাসি তোকে... কমেন্ট টা করে গেলাম যতবার কেউ লাইক দেবে ততো বার নোটিফিকেশন আসবে আর ততো বার গানটা শুনবো। আবার হারিয়ে যাবো সেই নতুন নতুন প্রেমের সময় টায়। সত্যি খুব অসাধারণ একটা অনুভূতি। এই গানটা আমার প্রেমটাকে বেধে রেখেছে।❤
But dada ekhon to Arijit singh i bhorsa🙂
Etobar sonar por valo lagbe to gaan ta?
Ei version tao khub shundor hoyeche. Amra aager version ta roj shuni. Khub bhalo ei gaan tao.
Video kobe asbe dada??
'Ogochalo mon' sob theke valo laga gaan er modhye akta, Sorboda ei gan tai suniii😌😌❤️❤️❣️❣️
Thank you.❤️
dada tomader short film chai (Sambit) er moto ...
plzz... plzzz...
Kaka tomar ekhano
চশমিস ছেলেটার কন্ঠ আর ডার্ক সার্কেল ছেলেটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে গানটা শুনলাম প্রথমবার।তারপর আবার শুনলাম, তারপর আবার 😍
ভালবাসা চশমিশ আর ডার্ক সার্কেল ছেলেটার জন্য 💕
"আজ স্মৃতি বেদুইন
তুই ছাড়া বড্ড বেরঙীন!" ❤❤❤
বুকের বাঁ পাশের পথ শুধু তালপাতার সেপাইকেই খুঁজতে চায়।❤️
প্রচন্ড দ্রুত গতিতে চলা অস্থির এই পৃথিবীতে এরম ছিমছাম সহজ সোঁদা মাটির গন্ধ মাখা গানেরই আশ্রয় খুঁজি।🙃
আপু, aseer দা এর গান শুনা হয় তোমার মনে হয়, তাইনা?
অনেক দিন ধরেই তোমাদের গান শুনছি| আজই প্রথম কমেন্ট করলাম | এই কঠিন সময়ে তোমাদের গান গুলোই মনে প্রশান্তি দেয়| অপেক্ষায় আছি অগোছালো মনের|
হঠাৎ ঝিমিয়ে পড়া গানে ছন্দ বাঁধলো কেউ
হঠাৎ তাসের দেশে এলো অবাধ্যতার ঢেউ
হঠাৎ ঝিমিয়ে পড়া গানে ছন্দ বাঁধলো কেউ
হঠাৎ তাসের দেশে এলো অবাধ্যতার ঢেউ
তুইও কি খবর পেলি, কিসের এই রদবদল
চেনা তাও নতুন যে পথ, হেঁটে দেখবি কিনা বল
এই অগোছালো মন
এতকাল করেছি গোপন
মেলেছি দখিন বারান্দায়
মিহি বোনা হাওয়ার অপেক্ষায়
তুইও কি আশঙ্কায়
একইভাবে স্তব্ধ, নিরুপায়
যত্ন আন হাতের আঁজলায়
একসাথে সাজাবি কি, আয়
উধাও হওয়ার রাস্তা ধরে কতদূর যাবি
অভিমানের দরজা খোলা পিছুটান চাবি
ক্রমশ এ ভিড় হচ্ছে ফিকে অন্তঃসার শূন্যতায়
বুকের মাপা সে যে পথ শুধু তোকেই খুঁজতে চায়
আজ স্মৃতি বেদুঈন
তুই ছাড়া বড্ড বেরঙিন
হন্যে হয়ে সরাচ্ছি ধূলো
তোর সাথে মুহূর্তগুলো
তুইও কি আশঙ্কায়
একইভাবে স্তব্ধ, নিরুপায়
যত্ন আন হাতের আঁজলায়
একসাথে ফিরবি কি, আয়
❤❤❤❤❤❤❤
মনে হয় একটা নির্জন দ্বীপে বসে সারাদিনে তোমাদের গানগুলো পরপর শুনে যাই...❤ ভীষণ মায়াবী গানগুলো...❤ এমনিও কতোবার করে শুনি দিনে...মন ভালো করে দেয়...❤ ❤
"তুইও কি আশঙ্কায়,
একইভাবে স্তব্ধ নিরূপায়?
যত্ন আন হাতের আঁজলায়
একসাথে সাজাবি কি? আয়..."
আহা... যেমন কন্ঠ, তেমন কথা... সিনেমার বাইরে বাংলা গান এভাবেই বেঁচে থাকুক... অনেক ভালোবাসা...😊😊
এর চেয়ে শান্তির কোন ভাষা পৃথিবীতে নেই❤️
এর চেয়ে সুখের কোন গান হতে পারেনা❤️
তালপাতার সেপাই আমাদের প্রাণের ভাষার ভবিষ্যৎ ❤️❤️❤️❤️
🇧🇩 থেকে।
সাদামাটা সাবলীল কথাগুলো দিয়ে কেমন করে, নিজের মনের অন্তরালের কথা হয়ে ধরা দেয়। ❤️❤️
গান শোনার আগে লাইক দেই! আপনারা এমন ভরসার জায়গায়!
লিরিক, গায়কি সব কিছুই খুব খুব খুব সুন্দর! ❤️❤️❤️
উধাও হওয়ার রাস্তা ধরে কত দূর যাবি?
অভিমানের দরজা খোলা; পিছুটান চাবি...
ক্রমশ এ ভীড় হচ্ছে ফিকে
অন্তঃসারশূন্যতায়
বুকের বাঁ পাশে যে পথ
শুধু তোকেই খুঁজতে চায়....
যে অগোছালো অনুভূতি গুলো কোনদিন ই বুঝাতে পারি নি,,,যে হাতটা কোনদিন আর ধরতে পারি নি । সেই অগোছালো অনুভূতি ফিরে এলো গানটা শুনে। কি ভিন্ন শূন্যতা নিয়ে সবাই অপেক্ষায় থাকে?'
চারপাশের এই দহনের মধ্যে একমুঠো অগোছালো হাওয়া হয়ে এলো যেন এই গানটা ❤️
জানি না যারা ডিসলাইক দিয়েছে তারা কিসের খোঁজ এ আসে ইউটিউবে। অসম্ভব সুন্দর একটা গান
কথা গুলো এত সুন্দর। বাস্তবতা গানের কথা গুলোর মতো এত মায়া ভরা হয় না কেন!!!
সেপাইদের গান যেন পুরোনো ক্ষত এর জন্য মলম ❤ অনেক ভালোবাসা রইলো ❤
"অগোছালো মন" আর "মধ্যরাতে" are the best creation. Thank you so much @Taalpatar shepai, for giving us the most beautiful song ❤️
অতুলনীয় গলা। কোনো তুলনা নেই। অনেক ভালো লাগলো এই গানটা শুনে ...😊😊
ধন্যবাদ কৃতি দিদি অসাধরন লিরিক্স লেখার জন্য আর প্রতীম দাদা এবং সুমন দাদার তো তুলনায় হয়না। আমার প্রতি রাতে তাদের গান আমার প্লে লিস্টে ব্যধতামুলক চলেই। একবার শুনলেই মনে হয় আরেকবার শুনি।
Hello, I am from Bangladesh and nowadays I am being your biggest fan.At first when I watched your videos I thought you were Bangladeshi.I am still feeling proud in spite of knowing that you're Indian but you're Bangali.lots of love from Bangladesh and hats of to you guys....
অগোছালো এই মন জুড়ে, আলগোছে কিছু পাগলামি, আলতো হাওয়ায় তোমার পরশ, আসলেই তুমি খুব দামি.... বেঁচে থাকুক ভালোলাগা.... বেঁচে থাকুক ভালোবাসা....& above all...keep it up boys...you did very well.....splendid
চমক হাসান ভাইয়ের গলার সাথে আপনার গলার অদ্ভুত মিল.... অপূর্ব আবেগভরা একটা স্বর! এক নিমেষে মন ভালো করে দেয়❤
এই অগোছালো মন,
এতকাল করেছি গোপন !!!
চমৎকার একটা গান 💙
হঠাৎ ঝিমিয়ে পড়া গানে ছন্দ বাঁধলো কেউ
হঠাৎ তাসের দেশে এলো অবাধ্যতার ঢেউ .....
আহা! প্রাণভরা গান
প্রীতম ও সুমন, জনপ্রিয়তার জোয়ারে ভেসে দু’জন যেদিন দুই পথে যাওয়ার সিদ্ধান্ত নেবেন সেদিন বুঝবেন এই জাদুময় সঙ্গীতের মৃত্যু ঘটছে। দু’জন একত্রে যা জন্ম দিচ্ছেন তা একদিন কিংবদন্তী হবে নিশ্চিত। শুভকামনা।
মন ভালো করা মিষ্টি একটা গান...যখন ই শুনি শহরের কোলাহল পেরিয়ে মন পৌঁছে যায় এক শান্ত অজানা দেশে....😍😍😍😍....আর ও অনেক এমন মন ভালো করা গান চাই....অনেক ভালোবাসা তালপাতার সেপাই এর জন্য.....
আকাশে চাঁদ,
সাথে এই অগোছালো মন
আর সেই নাম না জানা মানুষের কথা
such a difficult nd different felling is running in my mind...
এত স্নিগ্ধতা মেশানো গলা, আর শব্দের জাদু... চমৎকার হয়েছে❤️অনেক ভালোবাসা নিও😘😘
গানটা দিদি নাম্বার-১ এ শুনলাম,, তারপর চলে আসলাম শুনতে,,,, বাহ!! চমৎকার,,
ভালোবাসা রইল বাংলাদেশ থেকে💝
Superb... Kritee Roy fatiye diyeche...Pritam and Suman is outstanding as well..❤️❤️👌👌
আজ স্মৃতি গুলো বেদুইন
তুই ছাড়া বড্ড বেরঙিন
হন্যে হয়ে সরাচ্ছি ধুলো
তোর সাথে মুহুর্তগুলোর...
'বন্ধু ফিরে আয়'....
বন্ধু সে তো আর আসবে না🙂
আপনাকেই একদিন যেতে হবে তার কাছে 🙂
কিংবদন্তিদের গান শুনতে শুনতে 'গানের অর্থ বুঝতে সমর্থ হওয়া' বড় হওয়া পর যখন দেখি সমসাময়িক সমবয়সীদের (কম-বেশি) গান কথায়, সুরে, আওয়াজে মনকে শান্ত করে যায়, তখন তার একটা অন্যরকম ভালোলাগা/ ভালোবাসা জন্মায়।
একটা পুরো রাত শুধু তালপাতার সেপাই'র সাথেই কাটিয়ে দেয়া যায়,..❣️
Dada, sotti boro ogochalo mon.....😅😅
Mathay anek ki6u ulto-palta ghur6e....
Kokhono depression,kokhono sudden happiness,kokhono aber tention,kokhono relaxed......
Tomer sob gaan mon chuye jay ....
Love from Raiganj ❤️❤️❤️❤️
Notification ta dekhe laafiye jhapiye headphone ta khunje niye boshlam.Ebaar shudhu shanti aar shanti
এত সাধারণ, এত সুন্দর একটা গান! কানের শান্তি দেবার জন্য ধন্যবাদ "তালপাতার সেপাই"
প্রতিটি গান বাড়িয়ে দেয় তোমাদের প্রতি আমার ভালোবাসা । উড়িয়ে দিলাম ভালোবাসার চিঠি তোমাদের বহু দূরের ঠিকানায়❤️❤️❤️
এতো সুন্দর লিরিক্স ও হয়!!তোমাদের সবগুলো গানের নিজস্বতার মোড়কে লেখা লিরিক্সগুলোর প্রেমে পড়ে গেছি।থেমো থেকো না।ভালোবাসা বাংলাদেশ থেকে......🖤🖤🌹
বরাবরের মতোই ভীষণ সুন্দর। ধন্যবাদ এমন পপরিস্থিতিতেও আমাদের এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন💗
Bangla ganer akta new phase ese gache... Khub valu lage tomader gaan gulo. Khub simple kintu khub connect kora jay.
"Turu love" er somoyyy e gaan ta mon chhuye gechhilo... "hmmm" eii sur taai enough emotional korar jonyo! ❤ abar ar ekbar shune abar notun Kore valobaslam gaan take! Khub valobasa roilo talpatar sepai er jonyo 😊
পরিবেশটা ঠান্ডা হয়ে যায়, নীলাচল পাহাড়ে মাঝরাতে একবার শুনেছিলাম গানটা সেই সময় পাহাড়টাও চুপ করে শুনছিলো গানটা!!♥️
অনেকদিন ধরেই এই গানের এমন version শোনার জন্য উৎসুক ছিলাম ..... অনেক ধন্যবাদ mind fresh হয়ে গেল ❤❤❤
এতো স্নিগ্ধ মিষ্টি কন্ঠ, কথাগুলো খুব সুন্দর.. সব মিলিয়ে অসাধারণ একটি গান🥹
(♡Hete dekhbi kina bol♡..)..ah khub valo lagcilo sunte
Coronay akranto hoye bigoto 7din baritei. Ei situation e tomader gaan gulo money akprokar santi aney. Etao akibhabey sundor. Taalpaatar sepaider anek dhonnobad.❤️❤️🙏
Oshadharon..gorom kale dupur belay kheye janlar dike okarone takiye theke ei gaan ta shuune alada e aram lage❤️❤️
প্রিয় দুজন মানুষ, প্রিয় কন্ঠ আর প্রিয় বাদ্যযন্ত্র..সব মিলিয়ে এক কথায় অসাধারণ.. ❤️❤️
বাংলাদেশ থেকে অনেক অনেক ভালবাসা রইলো তোমাদের জন্য..♥️♥️
এই গানে যে dislike দেয়, তার সঙ্গীত/সুরের জ্ঞান কত "ভালো" বোঝাই যায়....
আজ স্মৃতি বেদুইন,
তুই ছাড়া বড্ড বেরঙ্গিন।
😍😍😍😍😍😍😍
Tanha tanjum 😍😘😍
Baah baah...👏👏👏 bam diktai poth...👍👍
অসাধারণ হয়েছে টিম তালপাতার সেপাই। 😍
আবারও আমাদের এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। ❤️
এরকম সুন্দর গানগুলো শোনার জন্যই মনে হয় আমাদের বেচে থাকা❤️
ফেসবুক পেইজের পোস্ট দেখেই অপেক্ষায় ছিলাম।।অবশেষে💜💜💜💜💜big fan of taalpatar shepai from Bangladesh 💕💕💕 এত্ত সুদিং.. loving this one💜
darun legechhe , j din theke gan ta sunchhi , Pritam dar khub fan hoye gechhi , Pritam da r Sumon da khub valo theko.....❤️❤️❤️
Pritam da r Suman da Khub Valo Hoache 👍👍👍👌👌
সত্যিই বলেছো ভাই , গানটা ukulele r সাথে খুব ভালো শোনাচ্ছে ❤️❤️
1din audio music shunte shunte hotath ai gaan ta beje uthe.... Ki R bolbo 1st shonatei preme pore gesi gaan tar specially voice tar... Then khuje ber korlam gaan tar singer K.... Apnar voice a atai amr shona 1st gaan.... R 1st gaan ai puro fidaa..🙈☺️
What a lovely voice Pritom Da! Just.... Awesome 👌👌🥰🤩💝💖
Uffff!!!!! Dekheo santi holo amar...😀mone hochche ato din por abar notun kore pran fire pelam... ami to vison excited.... dekhar age amio like kore diyechi.....ato diner opekkhar obosan hote choleche......vablei anonde mon ta nachche.....🎉 congregation🙂 Ai bisri obostha teo mon ta valo rakhte apnader gaan vison vabe sahajjo kore R ai pandemic poristhiti teo j apnara apnader gaan er maddhome osohaye manushder monobol jugiyechen sotti er jonno ami apnader kache vison vabe kritoggo....apnader ai sundor karjokrom k amra kurnish janai...apnar prochesta obossoi sofolota lav korbe. Apnara ai vabe gaan kortei thakun abong ai vabei osohaye manushder paseo thakun...amrao apnader ai mohan uddoge pase achi...R. obossoi support korbo .May God bless you 🙏 ato boro comment korlam apnader utsahito korabar jonno. ❤️TPS ARMY ❤️
khub khub mishti akta gaan....amr priyo gaan ar talikaye definitely add holo ata. gaan ta amr abishkar korte aktu deri holo.. but better late than never, khub shundor hoache. onek onek bhalobasha.
কি যে মিষ্টি একটা গান! ভালো লাগার গান মানেই তালপাতার সেপাই
Porar prochur chap
Shorir o boddo kahil
Ar 1mash por medical admission test
Er moddheu saradin pray 20/25 bar shunechi ei gan ta
Eta shunte shunte porar mddhe porar klanti o kisuta vule thaka jay
Take love pritam da and suman da
Love from Bangladesh
খুব খুব খুব পছন্দের গান.. তোমাদের দুজন কে কল্পনা করেছিলাম গান টায়, এবারে সত্যি ভিডিও এলো... খুব সুন্দর 💗💗💗
Kritee Di r lyrics, erom asadharon composition, tmr voice sathe Suman Da.... Uff sob miliye ki j asadharon 💙💙.... Nd yeaa this song has taken "টুরু love" to a different level💙💙😌😌....
Jmn sundar lyrics tmn sundar voice, muaic r paribeson. Ki vlo j lglo.
The rawness ❤️🍁
"Headphone এর কোলে চোড়ে স্বর্গে ঘুরে আসা যায়" 💯
সালটা 2019, আমার আশেপাশে সবকিছুর সুন্দর এক রদ বদল হচ্ছিল । এর আগে এরকম কিছুও বলতে পারি ভাবনাতীত ছিল ।
কবে প্রেমে পড়েছিলাম জানিনা ,
তবে তার পর থেকে রোজ তাকে বলতে চেয়েছি- 'চেনা তাও নতুন পথ হেঁটে দেখবি কিনা বল? ..... একসাথে ফিরবি কি আয় ?
বেশ কিছুদিন হলো কেমন একটা দূরত্ব বেড়েছে,জানিনা ফিরবে কিনা ..
কিভাবে বোঝাই ? 'বুকের বাঁপাশে যে পথ শুধুই তোকেই খূঁজতে চায় '
দূরত্বটা কমলো?? সে কি ফিরলো??
গানটা শুনলে এই কমেন্টটা বারবার পড়তে আসি। সে কি ফিরলো??
গানটা হন্য হয়ে খুঁজেছি গত এক বছর ধরে। অবশেষে পেয়েছি। ( ভোর ৪:৫০)
হিন্দী , ইংরেজী, উর্দু আগ্ৰাসনের মধ্যেও বাংলা গান আর সাহিত্যের চর্চা বজায় থাকুক।
Racist comment .... Change your mind
Think kotha
@@Jyotirmay_Das not at all racist he is right. They call us Bengalis Bangladeshi, kalo jadu and stuff like that . We celebrate their culture instead of our own rich culture, but they don't do the same for our culture. Ai talpatar shepai er moto indie band kono South Indian language a gaan banale aj aro naam korto , karon amra bangali ra B grade bhojpuri r punjabi gaan sunte byasto
uff seraaaa.... eta cholbe ebar loop e... thanks ei tough time e eto shundor ekta gift er jonno... ❣️❣️❣️
খুব ভালো লেগেছে,,, হয়চয় এ প্রথম শুনেছিলা।।।🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
জায়গাটা বেশ।
প্রকৃতির কাছাকাছি গাওয়া গানটা অনবদ্য।
শুভকামনা তালপাতার সেপাই❤️
Ufff. Taalpatar Shepai er sob gan diye ami amar biye r playlist ready korbo❤️❤️❤️❤️❤️❤️
প্রতিদিন এর রুটিন হয়ে গেল গান টা।বাংলাদেশ থেকে অনেক অনেক ভালোবাসা❣️❣️
😉🤗🇧🇩
হইচইয়ে গানটা শোনার পর থেকে বসে ছিলাম কবে আপনাদের চ্যানেলেও পাব একটা longer version.
এত সুন্দর এই গানটা! অসংখ্য ধন্যবাদ। Take lots of love from Bangladesh. ❤️🇧🇩
Jano ak muto! Valovasha! Gan ta ! Sunlai kmn jno mn kharap thakleo akta valolagai charidik ta chaye jai ❤️❤️......
Kubbb sundor!!!!!❤️❤️❤️!
Pure bliss. Simple yet beautiful. Tomader joto suni toto mugdho hoye jai
অগোছালো মন আবার স্বপ্ন দেখা শুরু করল। বাংলাদেশ থেকে ভালোবাসা। ❤❤❤
Khushi hoe sunechi. Khub khub khub sundor hoeche.👍👍👍👍😘😘❤️❤️❤️😍😍
Onek din por gan pelam....aj sharadin shudu ei gantai shunbo...master pice song...❣️❣️❣️
তোমাদের গান গুলো যখন শুনি তখন মনে হই অন্য একটা দুনিয়া তে চলে গেছি ❤️☺️..... এই রকমই আরও সুন্দর সুন্দর গান আপনাদের উপহার দিয়ো 😊❤️❤️
Talpatar sepai holo amar onnotomo akta valo lagar jayga...gan gulo sunle akta aladai Shanti pai mone 😌❤
Ei gan ta sotti khub sundar 🥰... Movie te ekbar e sune bhalo lege gechilo ❤️❤️
Ekhane aasle mone hoye jibanta hotaath kore thamke daariye jai aar taar saathe stabdha hoye jaai sab muhurto ta .... natun gaaner opekhyay ❤️❤️❤️
Tomra j sob kothin somoyer modhyeo amader ato sundor gaan upohar dao tar jonno tomader onek thank you go, tomra dui dada r kriti didi aksathe juti badhle sei gaan bhalo hotei hobe. Jodio tomader protyekta gaani osadharon,tomrao sustho theko sabdhane theko r aro sundor gaan er opekkhay roilam 🥰😘
Khb sundor hochhe........ Bedtime e headphone e sunle aro vlo lgbe.... Keep it up
চারদিকে এত হাহাকার এর মাঝেও এক্টু শান্তি ❤️❤️
Alada besh bhalo
Discovered Taalpatar Shepai last year March when the lockdown started..... And ever since they have become my go-to group whenever i open TH-cam!! Sob kotai favourite gaan.. amazing; and thanks for making such good music
সেপাই কিন্তু বেশ শক্তিশালী তালপাতা গানে মানে এই ধরনের গানে..ভালো লাগে সোনারা
প্রথমবার গানটি শোনার ৩সেকেন্ডের মধ্যেই গানটিকে ভালোবাসতে বাধ্য হলাম! এরপর শুনতেই থাকলাম❤️!
কন্ঠস্বর অসাধারণ! ✨💕
অন্যতম পছন্দের একটি গান ... এই ভার্সন টাও বেশ চমকপ্রদ । মন ভালো করে দেয় বড্ড .... ❤️❤️❤️❤️
Dakhar agai like dea delam......jate tomra aro inspired hoy.....❤❤
আশ্চর্য্যের ব্যাপার টা হলো, বড় পাহাড় হোক বা খুব চেনা বাগানের background হোক, গান যেখানেই হোক গান মুগ্ধ করছেই❤️💚 তাই যেখানেই হোক, গান হোক। সুস্থ থেকো 🌈
🇧🇩🇧🇩🇧🇩 tkeke atttttooo gula valobasha nio vaiyyara...attto vlo lage tomder gaan🥰😍🥰
Kichu bolar nei. Just mind blowing
Ei gaan ta vison sundor...ager version tao etao.... asadharon ❤️❤️❤️❤️❤️