Dishehara Tui (দিশেহারা তুই) Lyrics | Shuvro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @MohsinaEasminMili
    @MohsinaEasminMili ปีที่แล้ว +174

    পুরো কমেন্ট বক্স জুড়ে সবার বিচ্ছেদের গল্প।দম বন্ধ কষ্ট, না পাওয়ার হাহাকার। তবে এই কষ্টের চেয়েও বড় কষ্ট হচ্ছে ভালোবাসার মানুষ কে পেয়ে ও হারানো। এক সময় গুরুত্ব দেওয়া মাথায় তুলে রাখা মানুষটার থেকে পাওয়া অবহেলা। খুঁত ডাকা মানুষটার থেকে খুঁতের লিস্ট শোনা... 🌸 হারিয়ে গেলে আমরা সারাজীবন আফসোস করি, আর পেয়ে গেলে গুরুত্ব দিতে ভুলে যাই...!
    জীবন সুন্দর...

    • @ZIARULHOQUE778
      @ZIARULHOQUE778 10 หลายเดือนก่อน +2

      রাইট

    • @noushintarannum2028
      @noushintarannum2028 9 หลายเดือนก่อน +1

      😢😢😢😢

    • @iyadmuhibbi1415
      @iyadmuhibbi1415 8 หลายเดือนก่อน +2

      বিচ্ছেদের গল্প, দম বন্ধ কষ্ট, না পাওয়ার হাহাকার

    • @SohanAhmed13
      @SohanAhmed13 5 หลายเดือนก่อน

      হবে না কেন বলো দেখি

    • @rubayetislam7387
      @rubayetislam7387 3 หลายเดือนก่อน

      খুব দুঃখজনক আপু

  • @marzan215
    @marzan215 2 ปีที่แล้ว +147

    এই গানটি যেহেতু প্রতিদিন শুনি, তাই এই কমেন্টটি করে স্মৃতি রেখে গেলাম❤️❤️
    Take love bro

  • @aditabtahee3107
    @aditabtahee3107 ปีที่แล้ว +57

    শেমন্তি, এই গান টা তোমাকে উৎসর্গ করলাম। হয়তো কোন একদিন এই লেখাটা তোমার চোখে পরলেও পরতে পারে। জেনে রেখো, তোমার সাথের ৫ বছরের সব ভালো স্মৃতিগুলো রেখে দিলাম, খারাপ গুলো ফেলে দিয়েছি৷ অনেক দোয়া রইলো তোমার নতুন জীবনের জন্য।
    ভালো থেকো। বিদায়!

  • @Jahidthoughts
    @Jahidthoughts ปีที่แล้ว +29

    প্রেমিকা রাগ করার পর থেকে গানটার প্রেমে পড়ে গেছিলাম,,প্রতিদিন ৫/৬ বার শুনি,লিরিক্স গুলো সত্যিই মনের সাথে মিল।

  • @shawonkhan8705
    @shawonkhan8705 ปีที่แล้ว +87

    সে আমার নীল আকাশ ছিড়ে উড়ে গেছে🙂
    সে এখন অন্য কারো মন খারাপের রাতে সুখ হয়ে মিশে থাকে🙂
    গানের প্রতিটা লাইনে অনেক ইমোশন মিশে আছে। ভালো থাকুক সেই সব প্রিয় মানুষ যারা ভালো থাকার জন্য ছেড়ে চলে যায়।

  • @nazmulhashan3480
    @nazmulhashan3480 ปีที่แล้ว +103

    দিশেহারা তুই আর আমি মিলে দুই
    আমার নীলাকাশ ছিড়ে উড়ে গেলি তুই 🙂
    Just wow😯

  • @misss_ghosh
    @misss_ghosh ปีที่แล้ว +76

    Specially ওই লাইন টা - দীর্ঘ তেপান্তরে বাঁধ ভেঙে যায় .....দিশেহারা তুইইই আর আমি মিলে দুই 😌🖤🍁

    • @TheLyricsBangla
      @TheLyricsBangla  ปีที่แล้ว +1

      Subscribe

    • @abdulsalamsunny8873
      @abdulsalamsunny8873 ปีที่แล้ว

      ঠিক বলছেন,,,,,, গভীর জল,,,,,
      তবে দয়া করে একটা অনুরোধ করি,,,,,কাউকে দিশেহারা রাখবেন না,,,,,😢

    • @saimahmed1096
      @saimahmed1096 ปีที่แล้ว

      Right 😢😢😢😢

  • @nayeem.ahmed07
    @nayeem.ahmed07 ปีที่แล้ว +23

    মন ছুঁয়ে যাওয়ার মতো লিরিক্স.!!👌 না পাওয়ার অপূর্ণতাগুলো যেনো পূর্ণতা পায় গানের কথায়.!!✌️

  • @sanjanaoishe9573
    @sanjanaoishe9573 ปีที่แล้ว +121

    দীর্ঘ তেপান্তরে বাঁধ ভেঙে যায়!
    কোনো এক আকাশ শুধু তোকে পেতে চাই!
    তোর প্রেমে বুঁদ হয়ে এতো আয়োজন!
    মন খারাপের রাতে তোকে প্রয়োজন!
    তাই এতো আয়োজন,খুব তোকে প্রয়োজন!
    🌸🖤✨

    • @TheLyricsBangla
      @TheLyricsBangla  ปีที่แล้ว +2

      Subscribe

    • @miltonbiswas8292
      @miltonbiswas8292 ปีที่แล้ว

      Just awesome lyrics ❤

    • @tonmoychowdhury5931
      @tonmoychowdhury5931 8 หลายเดือนก่อน +4

      দীর্ঘ তেপান্তরে বাধ ভেঙে যায়!
      কোনো এক আকাশ শুধু তোকে পেতে চাই। ❤

    • @mdmamunhossanjibon9119
      @mdmamunhossanjibon9119 6 หลายเดือนก่อน

    • @litonmahmud3181
      @litonmahmud3181 4 หลายเดือนก่อน

      ❤❤

  • @jalalahmed7947
    @jalalahmed7947 ปีที่แล้ว +21

    ধন্যবাদ আামর প্রিয় না হওয়া
    প্রিয় মানুষ টা কে।
    যে আমাকে এত সুন্দর একটা গান উপহার দিয়েছে। 🙃🌺🖤

  • @fei9672
    @fei9672 ปีที่แล้ว +46

    "Music heals but lyrics kills''...so true🥀
    প্রিয় তুমি হয়তো অন্য কারোর 🥀💫

  • @goodnight-im2bn
    @goodnight-im2bn ปีที่แล้ว +19

    জীবনের প্রতিটা বাঁকে বাঁকে কত মানুষের সাথেই তো দেখা হলো।তোমার মতো আর পেলাম কই! প্রিয় মানুষটাকে যারা পেয়েছে তাদের তো হীরেবাঁধা নো কপাল আর যারা পায় না তাদের এই জীবনটা কেটে যাবে প্রিয় প্রেমিকার স্মৃতির কফিন বইতে বইতে

  • @bari_theke_bolchi
    @bari_theke_bolchi ปีที่แล้ว +9

    আমার প্রিয় মানুষটার জন্য যে এই গানটাকে ভীষণ ভালোবাসে! আমার ঈশ্বরকে ধন্যবাদ আমাকে বাঙালি রূপে উনি পাঠিয়েছেন, এ গানের সৌন্দর্য্যে যে প্রেমভাব আছে তা নিবেদন আর অনুভব একমাত্র বাংলায় সম্ভব। আমার প্রিয়তমার জন্য একটা লাইন শুধু লিখে যেতে চাই " এ শহরের হাজারো বোকা প্রেমিকেরা তোর ভালো চায়"

  • @ALAMIN-x6r
    @ALAMIN-x6r ปีที่แล้ว +1975

    তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গান টা শোনা হতো না প্রিয়🌹🥀 স্মৃতি রেখে গেলাম,,, যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসব প্রিয় গানটা🖤

    • @TheLyricsBangla
      @TheLyricsBangla  ปีที่แล้ว +27

      Subscribe

    • @mgthecake6439
      @mgthecake6439 ปีที่แล้ว +7

      💖🥀💔yep brother

    • @aksgaming-ov3hg
      @aksgaming-ov3hg ปีที่แล้ว +50

      এই কমেন্ট টা দেখতে দেখতে আর ভালো লাগে না 🙂

    • @TheLyricsBangla
      @TheLyricsBangla  ปีที่แล้ว +4

      @@aksgaming-ov3hg Hae, Anyways Subscribe for more

    • @blacksaddow6406
      @blacksaddow6406 ปีที่แล้ว +1

      Same bokach*da sob gaan er niche same comment kore

  • @suma_suma
    @suma_suma ปีที่แล้ว +17

    0:52 গানের এই অংশটা শোনার জন্যই প্রতিদিন আসি। আহা! কি সুন্দর গান! শুভ্র ভাইয়ার গানগুলো আমার অনেক অনেক ভালো লাগে! 🧡

  • @tasinahmedhasan1993
    @tasinahmedhasan1993 ปีที่แล้ว +46

    হ্যাঁ, প্রেম একদিন এসেছিল! বলেছিলো ভালোবাসি! একটা সময় পর , সবকিছু বদলে যেতে শুরু করে! আচ্ছা, অনুভব না করলেও কেন সবাই ভালোবাসি কথাটা বলে? ধীরে ধীরে তার কথা বলার ধরন এবং আচরণের পরিবর্তন হতে থাকে।
    বুঝলাম সে দূরত্ব চায়। তাই তার জীবন থেকে নিজেকে সরিয়ে নিলাম!
    আমার অনুভূতি মিথ্যা ছিল না. কিন্তু সে আমাকে বুঝতে পারেনি। আমাকে ভালোবাসতে পারেনি!

    • @shimparahman55
      @shimparahman55 2 หลายเดือนก่อน

      সে আমায় ভালোবাসেনি!

  • @trinascollection102
    @trinascollection102 2 ปีที่แล้ว +91

    তুই আরেকটু আনমনে থাক উড়ে যাক তোর কবিতা মাখা চুল....😌
    সে ভীষণ রাগী অন্য প্রেমিকদের মতন সে ভালো ভালো কথা বলে না , রাত জেগে ঘণ্টার পর ঘন্টা কথা ও সে বলতে পারে না , খুবই অগোছালো ,সময় পেলে লিখা লিখি করে কারণ তার সেটা পছন্দ, সময় দায় না মোটেও,কষ্ট গুলো নিজের মধ্যে রাখে , বন্ধু পাগল অনেক, সারা খন রাগ দেখাই ঠিক মতন কথা বলে না চাইলেই হাজারটা অভিযোগ করা যায় কিন্তু এত কিছুর পরেও যখন তাকে হয় এক্ষুনি একটা কবিতা লিখো আমার জন্য সে কোনো চিন্তা ছাড়াই লিখে দাই .....বন্ধুদের সামনে বউ বলে পরিচয় দাই......অনেক ছোট ছোট বিষয় মনে রাখে......এতে কম কি.....??🌼🖤

    • @TheLyricsBangla
      @TheLyricsBangla  2 ปีที่แล้ว +1

      Subscribe for more :3

    • @মায়া3891
      @মায়া3891 ปีที่แล้ว +2

      পৃথিবীর সব ভালোবাসা গুলো পূরনতা পাক❤️❤️❤️ আপু প্রিয় মানুষ টার সাথে থাক সবসময় দেখবে একদিন ভাই নিজেকে যতটা ভালোবসে তার থেকে ও বেশি তোমাকে ভালোবাসবে❤️❤️❤️

    • @mimparvin6241
      @mimparvin6241 ปีที่แล้ว

      @@মায়া3891 একজনে আসক্ত থেকেও শুনতে হচ্ছে সবই নাকি নাটক🙂😴

    • @jolontokhalil3039
      @jolontokhalil3039 ปีที่แล้ว +2

      এ যেন আয়না দেখছি

    • @trinascollection102
      @trinascollection102 ปีที่แล้ว

      @@mimparvin6241 বাস্তবতা🥀

  • @nachiketamahata4455
    @nachiketamahata4455 ปีที่แล้ว +11

    অসাধারণ.... পরে কখনো শুনবো আবারও। 😊

  • @praptighosh3163
    @praptighosh3163 ปีที่แล้ว +30

    This Lines:-
    তোর প্রেমে বুঁদ হয়ে এতো আয়োজন
    মন খারাপের রাতে তোকে প্রয়োজন।।🌻💕
    Every Lover Can Relate With That...:)❤️✨

  • @Nabila_Sultana245
    @Nabila_Sultana245 ปีที่แล้ว +19

    প্রতিদিন সন্ধ্যার পর নিয়ম করে ৮-৯ বার গান টা শোনা হয়🙂 এই গানের কথা গুলোর মধ্যে অদ্ভুত এক মায়া লুকিয়ে আছে 😇

  • @salmakhatun1110
    @salmakhatun1110 ปีที่แล้ว +19

    দীর্ঘ তেপান্তরে বাঁধ ভেঙে যায়
    কোন এক আকাশ শুধু তোকে পেতে চায়
    তোর প্রেমে বুঁদ হয়ে এতো আয়োজন
    মন খারাপের রাতে তোকে প্রয়োজন
    তাই এতো আয়োজন
    খুব তোকে প্রয়োজন....❤️❤️❤️
    গানের লাইনগুলো ফিউচার বরকে ডেডিকেট করলাম।
    প্রিয় ফিউচার তুমি,
    তোমাকে আমার খুব প্রয়োজন খুউউউববববব ❤️
    অপেক্ষায় রইলাম প্রিয় 😍😍

    • @TheLyricsBangla
      @TheLyricsBangla  ปีที่แล้ว

      Subscribe for more

    • @arfanulrafai526
      @arfanulrafai526 ปีที่แล้ว

      😂😂😂 ৬বছর ধরে আমিও এই অপেক্ষায়

    • @shmlabu6425
      @shmlabu6425 ปีที่แล้ว +1

      এই যে আমি ডিয়ার,🥰

  • @risanbhuiyan435
    @risanbhuiyan435 ปีที่แล้ว +5

    আহ্... তুমিই প্রথম এই গানটির সাথে আমাকে পরিচিত করিয়েছিলে। আমার পাশে বসে তুমি গানটায় সুর তুলেছিলে কিন্তু আমি পারিনি তখন তোমায় সাথে তাল মিলাতে কিন্তু এরপর খুব দ্রুতই পুরোটা মুখস্ত করেছিলাম but একসাথে গাওয়া হলো না আর! 😄
    Take good care of Yourself The Woman ✨

  • @jahidtusher8253
    @jahidtusher8253 ปีที่แล้ว +6

    পুরো গানটা শোনার মতো শক্তি নেই,চোখের পানি লুকানোর জায়গা খুবই স্বল্প! শেষ দিনের পর হতে আজও নীল আকাশ দেখা হয় নি! সেদিন মনে মনে তোমার বকা গুলো শুনলাম, বলতেছিলে বৃষ্টিতে সারা বিকেল ভিজার কি দরকার ছিল? শীতের বৃষ্টিতে ঠান্ডা লাগবে ভেবে খুব চিন্তা মাখা কন্ঠ ছিল তোমার! মনে মনে তোমার কন্ঠ খুব সুন্দর লাগছিলো! পরে বলেছি আর ভিজবো না, এই কথাশুনে রাগ করে তুমি আমায় শেষ আদর করলে! বললে সাবধানে থেকো!!! থাকবো! সাবধানে থাকবো! তুমিও🌷

    • @rofiqulislamsohan8811
      @rofiqulislamsohan8811 ปีที่แล้ว

      Take Love Bro❤

    • @jahidtusher8253
      @jahidtusher8253 ปีที่แล้ว

      আজকে তোমায় স্বপ্নে দেখলাম , বসে ছিলে ,আমার দিকে তাকালে কিন্তু হাসলে নাহ!!! হাসলে না কেন???🌷

    • @fatematuzzoharamon1432
      @fatematuzzoharamon1432 ปีที่แล้ว

      "আমার নীল আকাশ ছিড়ে যাস না তুই "
      নীল আকাশ ছিড়ে চলে গেছে আজীবনের জন্য!!তোমার মুখের দিকে তাকানোর সাহস হবে ভাবতেই পারি নি।এক বৃষ্টি দিয়ে শুরু আরেক বৃষ্টি দিয়ে শেষ !!! শেষ দিনের পর থেকে আর সন্ধ্যা দেখা হয়নি। রুদ্ধশ্বাস প্রতিটা সময় 🌷
      আমার নীল আকাশ কালো মেঘে ঢেকে আমাকে শূন্য করে চলে গেছো👣
      সাবধানে থেকো,ভালো থাকবে বলেই তোমাকে যেতে দেওয়া, ভালো থেকো আমার শান্তি 🤍

  • @nadiraakter7047
    @nadiraakter7047 ปีที่แล้ว +8

    দীর্ঘ তেপান্তরে বাঁধ ভেঙে যায় কোন এক আকাশ শুধু তোকে পেতে চায় ❤❤❤
    মন খারাপের রাতে তোকে প্রয়োজন তাই এত আয়োজন 😢😢😢😢

  • @hridoyadnan9972
    @hridoyadnan9972 ปีที่แล้ว +20

    আজীবন তাকে চেয়ে যাবো 🥰
    খুব ভালোবাসি তাকে,
    এধরাই তোমাকে পাওয়াটা ছিল আমার ভাগ্যের ব্যাপার।
    আর সেই তুমি মিথ্যা অপবাদ আর কটূক্তি মূলক হামলায় আমাকে তুমি করেছো পরাস্ত।
    ভালো থেকো সব সময় 🖤❣️

  • @aalnomannoakhailla915
    @aalnomannoakhailla915 ปีที่แล้ว +162

    কমেন্টটা রেখে গেলাম, কেউ এসে লাইক করলে নোটিফিকেশনের শব্দে গানটা আবার শুনতে পারব......❤

    • @TheLyricsBangla
      @TheLyricsBangla  ปีที่แล้ว

      Subscribe. It helps a lot

    • @mdAlamin-wh4sk
      @mdAlamin-wh4sk ปีที่แล้ว +3

      তাই😊

    • @DibyenduDas7989
      @DibyenduDas7989 10 หลายเดือนก่อน

      🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

    • @Allin-gr4jo
      @Allin-gr4jo 9 หลายเดือนก่อน

      আসো ভাই, আবার গান টা অনুভব করে যাও

    • @kkazi.shimul
      @kkazi.shimul 9 หลายเดือนก่อน

      Ok

  • @AnisAavi
    @AnisAavi ปีที่แล้ว +218

    বিভা, আজকে ১১২ দিন ৷ তোমার সাথে কোন প্রকার যোগাযোগ নেই ৷ আমি খুব করে চেয়েছি তোমায়, খুব করে ৷ আমার অস্তিত্ব জুড়ে শুধু তুমিই ৷ তুমি সবকিছু শেষ করে দিলে ৷ কমপক্ষে ক্যাম্পাসের আর এই বছরটা একসাথে থাকতে পারতাম,আর কিছুদিন তোমায় দেখে চোখ জুড়াতাম ৷এখনো কি যে ভালোবাসি তোমায় ৷ রুমের থেকে বের হইনা, ক্যাম্পাস ফাকা হয়ে গেছে ৷ হলেও কেউ নেই ৷ বাড়ি যাইনি এবছরও ৷ আমার এক্সাম ভালো হয়েছে বিভা,এবার ফার্স্ট ক্লাস থাকবেই ৷ বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি ৷ আবেদনও করেছি ৷ NSI এর মত এখানেও টিকবো,দেখিও ৷ তোমাকে কত কিছু বলা হলোনা আমার ৷ বাংলা দ্বিতীয় পত্রের সমাস আর কারক শেখা হলোনা তোমার থেকে ৷ তোমার জন্য ট্রান্সলেশনের বইটা কিনেছি ৷ কি করে দিবো বলো ? এক সময় ক্যাম্পাস দাপিয়ে বেড়ানো ছেলেটা একটাবারও রুমের বাইরে যায়না ৷ তুমি ভালো আছো তো বিভা ? একা একাই বাসায় গেছো ? তোমার আব্বু প্রমোশন পেয়েছে শুনেছি ৷ আমার সোস্যাল মিডিয়া বন্ধ, তুমি ছাড়া কেউ নেই আমার,কিচ্ছু নেই ৷ রুমের দেয়াল,বই-খাতা,পরীক্ষার হলের প্রশ্নপত্র,ডিপার্টমেন্টের বেঞ্চ সব জায়গায় তোমার নাম লিখেছি ৷ তুমি কি আর কয়েকটা দিন থাকতে পারতে না ?

    • @hurramjan7067
      @hurramjan7067 10 หลายเดือนก่อน +1

      😢

    • @romabaroi
      @romabaroi 9 หลายเดือนก่อน +14

      সবাই ই ভালোবাসার কাছে এতো অসহায় হয় কেন?? আমরা যার প্রতি সবথেকে দুর্বল থাকি তারাই আমাদের প্রতি সবথেকে নিষ্ঠুর হয়।।😢 ভীড়ের মধ্যে ও একা করে দিয়ে চলে যায় 😭😭😭

    • @shpnil
      @shpnil 9 หลายเดือนก่อน

      😢😢😢

    • @shuvokundu8474
      @shuvokundu8474 9 หลายเดือนก่อน +1

      আপনার বিভা কি ফিরে এসেছে ভাই?

    • @shourovroy5349
      @shourovroy5349 9 หลายเดือนก่อน +3

      বিভা কি ফিরে এসেছে?

  • @rashidulislam8622
    @rashidulislam8622 ปีที่แล้ว +2

    আমি তোমার মুখে খুব একটা গান শুনি বলতে গেলে শুনিইনি। তবে আপনার আমার বিচ্ছেদের পর আপনাকে মানানোর জন্য বান্ধবীকে দিয়ে কনফারেন্স কলে আসলাম আপনি গানটা গাইতে গাইতে বললে আজ তিনদিন যাবৎ গানটা শুনছি ভালো লাগছে খুব অথচ আপনি বুঝলেন না এই গানের মর্ম কি আপনি বুঝলেন না এই গানটা হয়তো শুধু আমার জন্যই গাওয়া। আপনি এতো সুন্দর করে গাইছিলেন যেনো একজন প্রোফেশনাল সিঙ্গার😊❤️

  • @shilpasaha8094
    @shilpasaha8094 ปีที่แล้ว +3

    যে lyrics টা লিখেছো,just অসাধারণ ❤

  • @arpanatalukder9802
    @arpanatalukder9802 ปีที่แล้ว +6

    একজনকে অসম্ভব ভালোবাসি। সম্ভবত সে-ও ভালোবাসে। কিন্তু আমাদের দুজনের মাঝখানে খুব বড়সড় একটা দেয়াল রয়েছে। হাজার ইচ্ছে থাকা সত্ত্বেও, আমরা দুজন সেই দেয়াল টাকে না পারছি ভাঙতে না পারছি টপকাতে। তার কথা যখন খুব মনে পড়ে তখনই এই গান টা শুনি।

    • @TheLyricsBangla
      @TheLyricsBangla  ปีที่แล้ว

      Subscribe. It helps a lot

    • @abdullahalonon3016
      @abdullahalonon3016 ปีที่แล้ว

      ভাই যে করে হোক তাকে আঁকড়ে ধরে রাখেন তাকে ছাড়লে খুব কষ্ট পাবেন। এখন হয়তো অনুভব করতে পারতেছেন না হারালে বুঝবেন। আমি একজন কে হারিয়ে আজ নিঃস্ব 😰

  • @SalmaAkter-zf5jw
    @SalmaAkter-zf5jw ปีที่แล้ว +4

    প্রেম আর বন্ধুত্ব দুটোই ভালোবাসা ছাড়া হয় না।
    কিন্তু প্রেম যত গভীরে যায়‚
    মানুষ তত কষ্ট পায়।
    আর বন্ধুত্ব যত গভীরে যায়‚
    মানুষ তত আনন্দ পায়।
    🥀🍀 🍀🥀

  • @AsifKhan-gl9pd
    @AsifKhan-gl9pd ปีที่แล้ว +8

    দীর্ঘ তেপান্তরে বাঁধ ভেঙে যায় ।
    কোন এক আকাশ শুধু তোকে পেতে চাই।
    তোর প্রেমে বুদ হয়ে এত আয়োজন।
    মন খারাপের রাতে তোকে প্রয়োজন।
    তাই এত আয়োজন ,খুব তোকে প্রয়োজন।🙂💔

  • @pabelahmed3134
    @pabelahmed3134 ปีที่แล้ว +21

    আমার নীলাকাশ ছিড়ে উড়ে গেলি তু 🥀
    লাইন টা শুনে শরিলটা শিওরে উঠলো 😊
    মনে পড়লে দূর থাকা মানুষটা কথা 🖤
    ভালো থেকো🥰

  • @sahadoatmallick1947
    @sahadoatmallick1947 ปีที่แล้ว

    Darun darun....eto pore keno ey gaan ta sunlam..shudu eytai afsos roye gelo..

  • @uhzone2307
    @uhzone2307 ปีที่แล้ว +6

    কিছু বলার নেই,, গানের লিরিক্স অনেক সুন্দর, অনেক গভীর। ❤

  • @ToufikAhamed-d7w
    @ToufikAhamed-d7w 26 วันที่ผ่านมา +2

    তোমার জন্য গানটা এত ভালো লাগে প্রিয়।। 0:54। হাজার বার বলতে চাই ভালোবাসি তোমায় সুহাসিনী।। ❤️

  • @mitumukta1292
    @mitumukta1292 ปีที่แล้ว +7

    আমার প্রিয় একজনের মুখে গানটা শুনেছি,,,,একদম সেম,,,,,,,,ভালো থাকুক ভালোবাসার মানুষ,,,,,

  • @TripornaBhattacharjeeOsi
    @TripornaBhattacharjeeOsi วันที่ผ่านมา

    Gaan ta personally life sathe beshi relate..
    Vishon vlo lage hajar bar shuneo mone noi abr shuni 2024 saler best song modhe akta..
    Onek onek vlo lge amr gaan ta
    Ki poriman vlo lage seta hoitho Prokash kora jbe na koi akta line... 💙

  • @riktabanerjee194
    @riktabanerjee194 ปีที่แล้ว +8

    মন খারাপের রাতে তোকে প্রয়োজন 😢😢❤❤❤ .... ভালো থাকুক সব ভালোবাসা তার ভালোবাসার কাছে .....তোমাকে পাওয়ার অপেক্ষায় শ্রেয় ..... 🖤🖤🥀🥀

  • @abrittiniketan
    @abrittiniketan ปีที่แล้ว +5

    দুর্দান্ত কন্ঠ কণ্ঠস্বর দাদাভাই ❤অপূর্ব নিবেদন ❤দারুন দারুন লাগলো সংগীত ❤মন প্রাণ ভরে গেল ❤অপূর্ব লেখনি ❤হৃদয় স্পর্শ করে গেল ❤শুভেচ্ছা রইল দাদাভাই। ❤❤❤❤❤

  • @FraviyanAhmed
    @FraviyanAhmed 6 หลายเดือนก่อน +3

    ভালোবাসা নামক শব্দ টা-র অনুভূতি টা কখনো আমি উপলব্ধি করতে পারি নাই 💔 দীর্ঘ একটানা পাঁচ বছর ধরে একতরফা ভালোবেসে গেছি তোমায় 💔 এখনো ভালোবাসি আর হয়তো মৃত্যু পযন্ত ভালোবেসে যাবো তোমায়।হয়তো তোমায় পেয়ে গেলে আর আর কোনো কিছু কমতি থাকতোনা। দোয়া করি যেখানে থাকো তুমি সুখী হও তুমি। আমি না হয় তোমার হ'য়ে একাই রয়ে গেলাম 💔 (অর্পিতা)

  • @imaginaryworld8366
    @imaginaryworld8366 3 หลายเดือนก่อน +1

    Aj ekjon priyo manush ei ganti shunalo tai shunte ashlam..oshadharon ecta gan

  • @DUSTUROCK97
    @DUSTUROCK97 ปีที่แล้ว +6

    স্মৃতি রেখে দিয়ে যাচ্ছি, আবার ও যখন ২০--২৫ বছর পর কেউ এসে এই গানটি শুনবে ! তখন তারাও জানতে পারবে ! আমাও এক সন্দুর গানের সাক্ষী হয়ে ছিলাম 😓 ❤️
    ইতি :- তোমার ভালবাসার মানুষদের মধ্যে একজন ( ft - Sabanoor)

  • @mrittikaguchait9305
    @mrittikaguchait9305 หลายเดือนก่อน

    Darun darun daruuuun❤,amar prakton ei ganta suggest korechilo,aj o suni❤

  • @arnabsmp-t4s
    @arnabsmp-t4s ปีที่แล้ว +3

    আজ অনেক মন খারাপ লাগছে কারণ এই গান টা আমি আগে জানতাম তখন শুনতাম কিন্তু এখন সে নেই দূরে করে চলে গেছে আমাকে তাই এই সন্ধ্যা বেলায় খুব মন খারাপ তাই শুনতে এলাম... সত্যিই তো এ শহরে বোকা premikera তোর ভালো চায় আজ এই লাইন টার মানে বুকে লাগছে.... আমিও কমেন্ট করে গেলাম সবাই pray করবে যাতে ও আমরি থাকে এটা সবার কাছে parthona karlaam..
    Thank you singer ei rakom akta gaan amader mone গেঁথে deowar janno কী অনবদ্য গান... সত্যি buker ভিতরে আছে 😊😐😑😊😍😊😭
    জীবনে অনেক কষ্ট আছে রে কিন্তু শুধু তোকে চেয়ে গেছি আজ তুই আমার ভালোবাসার মূল্য দিলি নাহ শুধু রেখে গেলি কিছু স্মৃতি যেটা হয়তো আমি মনে রাখবো and আমি চাই তুই সারাজীবন সুখে থাক আর আনন্দ করতে থাক জীবনে অনেক বড়ো হ!
    আমার এই ভালোবাসা তোর জন্য sobdin থাকবে.
    😊 😊 😊 😊 😊 😊

    • @TheLyricsBangla
      @TheLyricsBangla  ปีที่แล้ว

      Subscribe. It helps a lot

    • @arnabsmp-t4s
      @arnabsmp-t4s ปีที่แล้ว

      Yesh and. This song need different level of comfort

  • @Md_Arif_Hossan
    @Md_Arif_Hossan 2 หลายเดือนก่อน

    উফফফ! কি অসাধারণ লিরিক। মুগ্ধতায় পরিপূর্ণ

  • @sopnilhamim1860
    @sopnilhamim1860 ปีที่แล้ว +5

    মুগ্ধ হয়ে গেলাম বাই আবার নতুন করে বাংলা গানের প্রেমে পড়ে গেলাম 😍

  • @masqurulhasan5017
    @masqurulhasan5017 ปีที่แล้ว

    Amar nil akash chere ure geli tui🙂🙂🙂🥲 Valo theko priyo..... Dhonnobad ei onuvuti gulo upohar deyar jonno...

  • @AminulIslam-lp2yg
    @AminulIslam-lp2yg ปีที่แล้ว +65

    আমরা যখন রুচিশীল হবো তখন এই গান গুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হবে.!

  • @MdNahid-so6ls
    @MdNahid-so6ls ปีที่แล้ว +1

    অপূর্ণ সব যেনো পূর্নতা পায় গানের লিরিক এ জাস্ট অসাধারণ চিলো🤗😇

  • @shefalimidya4306
    @shefalimidya4306 ปีที่แล้ว +5

    Osadharon line . This is not lines ,this is emotions 🤗

  • @joybhowmick7402
    @joybhowmick7402 10 หลายเดือนก่อน

    গানটার প্রেমে পড়ে গেছিলাম,,প্রতিদিন ৫/৬ বার শুনি,লিরিক্স গুলো সত্যিই মনের সাথে মিল।

  • @shajedulhossentanim2316
    @shajedulhossentanim2316 ปีที่แล้ว +3

    তোকে পেতে চাই 🙂 আহা কত সুন্দর।। কিন্তু পাওয়া টা হবে নাহ 🙂।। ভালো থাকুক 😀

  • @nahidulislam147
    @nahidulislam147 27 วันที่ผ่านมา

    ওয়াও,,, অসাধারণ গানের কথাগুলো 😊❤️😍

  • @RiderBishalRiju
    @RiderBishalRiju ปีที่แล้ว +3

    প্রতি রাতে এই গান টা শুনতে এখানে আসবই এ এক অভ্যাসে পরিণত হয়েছে🙂

  • @asifallhassanasifallhassan7692
    @asifallhassanasifallhassan7692 ปีที่แล้ว

    ভালোবাসা অবিরাম প্রিয় 🖤🖤🖤অসাধারন,,,, তুমি না থাকলে কখন বুঝতাম তা ভালোবাসা টা কতো সুন্দর❤

  • @rudro_orko
    @rudro_orko ปีที่แล้ว +24

    তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গানটা শোনা হতো না🙂 স্মৃতি রেখে গেলাম,যুগ যুগ ধরে মানুষ এই গানটা শুনতে এসে কেউ লাইক দিলে আমার কাছে নোটিফিকেশন আসবে। তখন আবার শুনতে আসবো গানটি। গুণে নিবো আমার মতো বোকা প্রেমিকের সংখ্যা💔 ভালো থাকুক আমাদের ভালোবাসা🥀🙂

    • @jarintasneemjita733
      @jarintasneemjita733 3 หลายเดือนก่อน +1

      আমি তো আমার প্রিয় মানুষকে পেয়ে গেছি,তাও তো আমি গানটা শুনতে পারছি😂

    • @rudro_orko
      @rudro_orko 3 หลายเดือนก่อน

      @@jarintasneemjita733 Apnr moto lucky r koion?

  • @abdullaalmamun7375
    @abdullaalmamun7375 หลายเดือนก่อน +1

    একসাথে অনেক বার গাওয়া হয়েছে আমাদের এই গানটা।সে সত্যি সত্যি আমার নীল আকাশ ভেঙে চলে যাবে ভাবতে পারি নাই কখনো। আজও কান্না করে বলি, মন খারাপের রাতে তোকে প্রয়োজন।আমিই সেই বোকা প্রেমিক যে আপনার ভালো চায় সবসময়।

  • @zicsgaming2021
    @zicsgaming2021 ปีที่แล้ว +4

    Awesome beat 🌻 & lyrics: দিশেহারা

  • @milonpk4100
    @milonpk4100 6 วันที่ผ่านมา

    ২০২৫ সালে এসে এই গানটা শুনলাম।খুব ভালো লাগলো।আসলে না পাওয়ার মধ্যেই প্রকৃত সুখ

  • @bizlyrahman4343
    @bizlyrahman4343 ปีที่แล้ว +29

    মন খারাপের রাতে তোকে প্রয়োজন, তাই এত আয়োজন💔😅

  • @aliashraf8473
    @aliashraf8473 3 หลายเดือนก่อน

    কি সুন্দর গান, যেন গানটা তাকে নিয়েই লিখা, অভিমানে দূরে চলে গেলো আর আসলোনা। শুধু মাত্র তার কথা মনে পড়লেই গনটা শুনি।।

  • @md.hamidulislam2517
    @md.hamidulislam2517 ปีที่แล้ว +3

    হাজারবার শোনা হলো গানটা। আর বার বার স্বার্থপরে কথা মনে পড়ে যায়।

  • @njjim888
    @njjim888 หลายเดือนก่อน

    Je ai gan ta sunichilo take onk tnx.Jotober sunbo take mone korbo 🙂

  • @rimagazi1959
    @rimagazi1959 ปีที่แล้ว +9

    এই গানের প্রতিটা শব্দ মনে করায় বিচ্ছেদের স্বাদ ☺

  • @rezwandolon7944
    @rezwandolon7944 ปีที่แล้ว +1

    অসাধারণ লাগলো বস❤️

  • @rifathasansalman4332
    @rifathasansalman4332 ปีที่แล้ว +22

    Just loved this song🖤

  • @freelancershifat3004
    @freelancershifat3004 7 หลายเดือนก่อน

    Onk sundor hoise ❤
    Best of luck @streets singers band ❤❤

  • @tahsintonni2369
    @tahsintonni2369 ปีที่แล้ว +25

    দীর্ঘ তেপান্তরে বাঁধ ভেঙে যায় ।🥀
    কোন এক আকাশ শুধু তোকে পেতে চাই।
    তোর প্রেমে বুদ হয়ে এত আয়োজন।
    মন খারাপের রাতে তোকে প্রয়োজন।
    তাই এত আয়োজন ,খুব তোকে প্রয়োজন। 🥀🖤💔

  • @talkcat_245
    @talkcat_245 ปีที่แล้ว

    গানটি কাদিয়ে দিলো আমায় সত্যি... 😌 ভালোবাসা এত টাই সুন্দর যে emotions গুলোও এত সুন্দর ভাবে ফুটে ওঠে, বেরিয়ে আসে ! ❤️🥀

  • @farzana3752
    @farzana3752 ปีที่แล้ว +6

    গানটা তে আমি আসক্ত হয়ে গেছি🥹❤️
    প্রতিদিন কম করে হলেও ১০ বার শুনেও শান্তি পাই নাহ 🥹 আরও শুনতে ইচ্ছা করে❤

  • @hawladerlaizu819
    @hawladerlaizu819 ปีที่แล้ว +12

    মন খারাপের রাতে তোকে প্রয়োজন❤🥀

  • @SalmanRB36
    @SalmanRB36 ปีที่แล้ว +2

    গানটা শুনলে অসম্ভব একটা অনুভূতি কাজ করে, গানটা সত্যিই মাস্টারপিস❤️

  • @raisulislammaruf7380
    @raisulislammaruf7380 ปีที่แล้ว +4

    তুমাই বোধ হয় আর পাওয়া হলো না এই গানের মধ্য দিয়ে তোমায় বিসর্জন দিয়ে দিলাম ভালো থাকো যেখানে আছো বা যেখানে থাকো...,!!🖤🌸

  • @nir_jhor4580
    @nir_jhor4580 ปีที่แล้ว

    Bhaaai gan ta shunte bole chilo... Nyto emon gann misss hoye jaitoo🥹❤️

  • @borhanuddin6448
    @borhanuddin6448 2 ปีที่แล้ว +7

    একদম জীবনের সাথে মিলে যাওয়া একটা গান 🙂

  • @souravbarai8087
    @souravbarai8087 10 หลายเดือนก่อน +1

    আমার মনে আসলে কোন দুঃখ কষ্ট নেই 😂
    তবুও গানটা কেন যেন ভালো লাগে ❤
    গানটি প্রত্যেকটা লাইনের লিরিক্স শুনে যেন হৃদয়ের স্পন্দন বেজে ওঠে ❤
    বৌ তোমাকে অনেক বেশি ভালোবাসি❤

  • @mehediiimtiaz7856
    @mehediiimtiaz7856 ปีที่แล้ว +5

    ছেড়ে গিয়ে যদি ভালো থাকো,
    আমি তা দূর থেকে শুনেও খুশি।।🖤

  • @mrxr851
    @mrxr851 ปีที่แล้ว

    Joto bar suni toto bar i valo lage Thanks take amare chaira jawar jonno naile ai gan sunai hoito na

  • @ashekpstu
    @ashekpstu ปีที่แล้ว +3

    দিশেহারা তুই আর আমি মিলে দুই,
    আমার নীল আকাশ ছিড়ে উড়ে গেলি তুই 😊

  • @latamajee5829
    @latamajee5829 13 วันที่ผ่านมา

    I love this song ❣️ bar bar sunte ichha kore
    Sotti tumi theke gele hoito ey song tar Prem a portam na notun kore.....

  • @masudurrhamansojib8007
    @masudurrhamansojib8007 ปีที่แล้ว +4

    যে থাকবে সে এমনেতেই থাকে...!🙂🤍🥀

  • @MD.ZihadSarkar-r5t
    @MD.ZihadSarkar-r5t 7 วันที่ผ่านมา

    Love u marshia ❤❤❤ tomy sara kaw k e bea korbo na aita to tomader kachea boro proman.er theke boro proman ditea parea real preamik ra

  • @parimolkumarporan5931
    @parimolkumarporan5931 ปีที่แล้ว +3

    তোমাকে পেয়েও পেলাম না! পেলে হয়তো এই গানটা প্রিয় হয়ে উঠতো না🖤

  • @AuroraTahsinTondra
    @AuroraTahsinTondra 2 หลายเดือนก่อน +1

    মন খারাপের রাতে তোকে প্রয়োজন!
    কিন্তু কথা হচ্ছে, তোকে ছাড়া সব রাতই তো মন খারাপের রাত, same goes for days as well...

  • @mdnaimislam2717
    @mdnaimislam2717 ปีที่แล้ว +13

    বৃষ্টি : তোমাকে বুঝি আর বুকে জড়িয়ে ধরে বলতে পারলাম না কতটা ভালোবাসি,,, আর বুঝি বলা হলো না তোমাকে ছাড়া জান বাঁচতে আমার কষ্ট হয় ,,, তোমাকে নিয়ে শীতের সকালে এক সাথে হাঁটার ইচ্ছেটা আর পূর্ণ হইলো না,,, তোমাকে নিয়া হাজার বছর বাঁইচা থাকার শখ'টা বুঝি আর পূর্ণ হইল না,,, দেখছো প্রিয় আমার ইচ্ছে গুলা কত অসহায়।। 😢😢 ভালো থাকো আমার না পাওয়া ভালোবাসা,, অন্য কারো ভালোবাসায়। 😢 ভালো থাকো বৃষ্টি ,, সৃতি হিসাবে রেখে গেলাম কেউ এসে লাইক বা কমেন্ট করলে নোটিফিকেশন আসবে যোগের পর যোগ এই গান বা কমেন্ট গুলা পড়ার সুভাগ্য হবে!!!!!!! Nymex পাবনা থেকে 💔 অসাম্প ভালোবাসা
    🖤🌸🥀স্বপ্ন আর আমার তোমার দেওেয়া কিছু স্মৃতি আমার কাছে রওয়ে গেলো ☺ আজ তার happy birthday কিন্তু আমি পাশে নাই কিন্তু ভালোবাসা মন থেকে ভালো থাকো 👀🙂☺

  • @afifalfa460
    @afifalfa460 หลายเดือนก่อน

    Ami priyo manus r sate ei gan ta mile jai💝
    Hapifu

  • @mdjibonislam8696
    @mdjibonislam8696 ปีที่แล้ว +14

    গান নয় জেনো আত্মচিতকার 💔

  • @MjPiyal
    @MjPiyal 6 หลายเดือนก่อน

    The best song ever
    যখনই গান শুনতে মন চাই জীবন টা বোরিং লাগে তখন ইউটিউব এ সার্চ বার এ গেলে গান টা আগে থেকে থাকে যার কারণে আর সার্চ বারে লিখা লাগে না গান টার নাম, তার সাথে কথা হয় না আজ প্রায় ৯৫ দিন আমার মনে হয় তার সাথে কথা না হওয়ার পর থেকে গানটা আরও বেশি সৌন্দর্য হাসিল করেছে আমার কাছে🖤

  • @indianVloggerAnanta
    @indianVloggerAnanta ปีที่แล้ว +4

    ভালো থাকুক তারা
    পরিবারের দোহাই দিয়ে
    ছেড়ে যায় যারা 😞

  • @RiderBishalRiju
    @RiderBishalRiju 8 หลายเดือนก่อน

    প্রতি রাত্রে এই গান না শুনলে চোখ দুটো বন্ধই হতে চায় না। সত্যি কি জাদু এই গানের যা অনেক টাই শান্তি এনে দেয়🙂

  • @tafannumnawarfariha4760
    @tafannumnawarfariha4760 ปีที่แล้ว +12

    MASTERPIECE🖤🌻

  • @asifalijordan
    @asifalijordan ปีที่แล้ว +2

    Pura smj nhi aata but sunkr alg he feeling aa jta h .. ❤

  • @shuvoimran913
    @shuvoimran913 ปีที่แล้ว +6

    যার যাকে পাওয়ার তীব্র ইচ্ছা থাকে!সে তাকেই হারায়!🖤🥀

  • @Unnameduser10_9_23
    @Unnameduser10_9_23 ปีที่แล้ว +2

    আমার উনার পছন্দের একটা গান।উনার স্টোরিতে দেখে এইখানে শুনতে এসেছিলাম।এখন উনাকে আর এই গানটাকে আমার অনেক পছন্দ। উনাকে হয়তো কোনোদিনও বলতে পারবো না। কিন্তু এইগানটা প্রতিদিন শুনতে পারছি এইটাই যথেষ্ট😊

  • @soumyasekhardas9348
    @soumyasekhardas9348 ปีที่แล้ว +7

    Every word bears a thousand emotions 💔

  • @neffxdead8051
    @neffxdead8051 6 หลายเดือนก่อน

    Wow bro.. tumi betal🧡

  • @SadiaTabassum-h4l
    @SadiaTabassum-h4l ปีที่แล้ว +10

    This song has another level of feelings

  • @siamyt6640
    @siamyt6640 3 หลายเดือนก่อน

    অনেক আগে থেকেই গান টা শুনে যাচ্ছি।
    সবার জীবনের গল্প দেখে আমাকে নিয়ে কিছু বলার সাহস হয় নি😅।
    শুধু একটা বলি আমাদের হয়তো ভালোবাসার কোন কমতি ছিল না।
    কিন্তু তার যে এত ভালোবাসা যে তার কাছে বিরক্ত হয়ে যাবে এটা আমরা কখনোই ভাবি নি😊
    শুধু একটা কথাই মনে করি যে যার সাথে যেমন করে ভবিষ্যতে সেও ঠিক তেমনটাই পায়।

  • @FAHIM_abm
    @FAHIM_abm ปีที่แล้ว +6

    This is amazing 😲🔥