যে উপকরণ দিয়ে আপনি জৈব সার তৈরি করছেন, সেটাকে হালকা করে স্প্রে করে ভিজিয়ে দিলে, খুব তাড়াতাড়ি জৈব সার তৈরি হয়ে যাবে। ওয়েস্ট ডিকম্পোজার খুব তাড়াতাড়ি জৈব সার তৈরি করতে সাহায্য করবে। প্রতিদিন অথবা একদিন অন্তর অন্তর হালকা করে স্প্রে করে দিতে হবে।
অবশ্যই যদি মাটিতে প্রয়োগ করেন তাহলে মাটির মধ্যে যে সমস্ত জৈব উপাদান থাকে, তাকে ভেঙে গাছের খাবার উপযোগী করে তোলে। এবং গাছে স্প্রে করলে গাছের ফাঙ্গি সাইট এর কাজ করে।
*কুড়ি লিটার জলে কি পুরোটাই ডি কম্পোজার দিয়ে দেব। ** নতুন কৌট না খুললে কত দিন ভাল থাকবে? *** এই সলিউশন একবার তৈরী করলে কত দিন ব্যবহার করা যাবে? যতটা সলিউশন তুলে নেব ততটা জল এবং ঐ রেশিও অনুসারে পুনরায় গুড় মিশিয়ে দিতে হবে কি? ***কোথা থেকে এই ডি কম্পোজার কিনতে পাব লিংকটা পেলাম না। দ্য়া করে আমায় যদি জানান খুব উপকৃত হব। আপনার প্রায় প্রতিটি ভিডিও দেখা। খুব সুন্দর উপস্থাপনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দ্য়া করে যদি উপকার করেন খুব ভাল হয়।
আমি অ্যামাজন থেকে কিনেছি চারটে কৌট। কারণ একটা পাওয়া যায় না। কুড়ি লিটার হোক বা ৪০ লিটার প্রথমে আপনাকে একটা কৌটোই মিশাতে হবে। এবং ভিডিওতে যে অনুপাতে বলা হয়েছে সেই অনুপাতে গুড় মেশাতে হবে। এক্সপায়ার ডেট কৌটোর গায়ে লেখা থাকে। সলিউশন একবার তৈরি করলে বহুদিন ব্যবহার করা যায় কিন্তু আপনাকে প্রত্যেকদিন একটা কাঠি দিয়ে নেড়ে দিতে হবে। ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে। একবার তৈরি হওয়ার পর ব্যবহার করতে করতে যখন দেখবেন এক দেড় লিটার জল পড়ে আছে তখন আপনি যতটা তৈরি করতে চান সেই পরিমাণ জল দিয়ে সেই অনুপাতে গুড় মিশিয়ে পুনরায় তৈরি করতে পারবেন। আশা করি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি বুঝতে না পারলে ভিডিও যতগুলি আছে বারবার দেখুন।
গাছের গোড়া পচার কারণ হচ্ছে ড্রেনেজ সিস্টেম ঠিক নেই। গাছে আপনি সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক লিটার ডিকম্পোজার মিশিয়ে স্প্রে করে দেবেন। গাছের গোড়াতেও দিতে পারেন খুব ভালো কাজ হয়।
প্রথমে দুবার তিন দিন অন্তর স্প্রে করুন এরপর পাঁচ দিন অন্তর দুবার স্প্রে করুন এবং তারপর থেকে সাত দিন অন্তর স্প্রে করুন। আম এবং কাঁঠালের গুটিঝরা বন্ধ হয়ে যাবে এবং ফাঙ্গাসও কম লাগবে।
Dadabhae khub valo laglo, ak bottle waste decomposer ami akada kore jokhon rakbo otao ki gur mixed krte hobe? Kotodin bottle ta rakte parbo? Please🙏 ans deben ae asate thaklam
আপনি অনেকদিন ধরে এটাকে বোতলে ভরে রাখতে পারবেন। এর জন্য প্রতি ১৫ থেকে ২০ দিন অন্তর এক চামচ গুড় দিয়ে ভালো করে ঝাঁকিয়ে রাখতে হবে। যদি প্রতি ১৫ থেকে ২০ দিন অন্তর এটা করতে পারেন তাহলে আপনি এক বছর ধরে রেখে দিতে পারবেন।
আপনার কথা বুঝতে পারলাম না, যদি লিকুইড সলিউশনে হাত দেয়ার কথা বলেন, তাহলে আপনি অবশ্যই হাত দিতে পারেন। আমি অনেকবার হাত দিয়েছি তেমন কিছু হয় না। এই লিকুইড ব্যবহার করে কম্পোস্ট সার খুব দ্রুত তৈরি করা যায়
কোন কোন কোম্পানিকে এর ফর্মুলা দেওয়া হয়েছে আমার জানা নেই। তবে নেওয়ার আগে কৌটো খুলে হালকা সবুজ অথবা গাঢ় সবুজ আছে কিনা দেখে নেবেন না হলে রিটার্ন করে দেবেন।
আগের তৈরি করা লিকুইড সলিউশন ১০ লিটার জলে এক লিটার মেশালেই কাজ হবে। অথবা আড়াইশো থেকে 500 ml ও ব্যবহার করতে পারেন। প্রতিদিন ডাইনে-বাঁয়ে লাঠি দিয়ে ঘুরিয়ে দেবেন তাড়াতাড়ি তৈরি হবে। অর্থাৎ ভালো করে নেড়েচেড়ে দিতে হবে।
লিকুইড কোন কুরিয়ার সার্ভিস একসেপ্ট করেনা, না হলে আমি আপনাকে এমনিতেই পাঠিয়ে দিতাম। আপনি এমাজন থেকে কিনে নিন অবশ্যই দুটি বা চারটি সেট কিনতে হবে, একটি পাবেন না। আর এটা প্রয়োজন পড়বে কারণ আপনি চাইলেও মাসের পর মাস বাঁচিয়ে রাখতে পারবেন না।
Sir Apni bolchen hat deben na. Kise hat debo na. Liqeut mixer hat deoya jabe. Ata die compost sar banale tate hat deoya jabe. Ami atai jante chaichi. Sesh hole abar banate hobe. Ami gache akta Liqeut sar use kori. Tate mixt korte parbo ki.
যদি হাতে কোন সমস্যা না থাকে তাহলে লিকিউইড সলিউশনে আপনি হাত দিতে পারবেন। অতিরিক্ত হাত দেওয়া ঠিক হবেনা। একটি মগে করে লিকুইড সলিউশন তুলে নিয়ে কম্পোজার বানাতে ব্যবহার করতে পারেন। লিকুইড স্যারের সাথে ব্যবহার করতে পারবেন এতে আপনার মাটির উর্বরতা শক্তি বাড়বে। তৈরি হয়ে যাওয়ার পর একটি এয়ারটাইট বোতলে এটি ভরে রাখবেন, একমাস পর্যন্ত ভালো থাকবে, পরে এই লিকুইড সলিউশন দিয়ে নতুন করে আবার ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন তৈরি করতে পারবেন।
এটি একটি জৈব প্রডাক্ট তাই জৈব উপায় ধান চাষ করলে সব থেকে ভালো হয়। ধান চাষের সময় জমি তৈরিতে ভালো করে শেষ দেওয়ার পর এটি জলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন। ধান রোপনের 15 দিন পর থেকে সাত দিন অন্তর ধান গাছে স্প্রে করতে পারেন। রাসায়নিক সার ব্যবহার করলে এর কার্যক্ষমতা কমে যায়। এটি যেমন জমির উর্বরতা শক্তি বাড়ায় তেমনি গাছে রোগের আক্রমণ থেকে রক্ষা করে।
সমস্ত সারের একটাই বিকল্প জৈব সার সেটি হল বাড়ির পাশে যে সমস্ত কচি কচি আগাছা জন্মায় সেগুলি তুলে নিয়েসে ওয়েস্ট ডিকম্পোজার সলিউশনে সাতদিন পচিয়ে 10 থেকে 12 ইঞ্চি টপ এর জন্য এক কাপ জল সেখান থেকে তুলে নিয়ে 1 লিটার জলে মিশিয়ে গাছের গোড়ায় দেওয়া। কারণ এতে গাছের 16 টি প্রয়োজনীয় খাদ্য উপাদান যথেষ্ট পরিমাণে থাকে।
sir Q1 ) minimum koto litre solution banano jabe (mother solution)?? 10 litre er solution ki banate parbo?? apni video te bollen 20 litre banate... Q2) Chemical fertilizer like NPK gacher patae spray korar por eta ki matite use kora jae?? jodi jae tahole kotodin bad e ba age korte hobe? onek dhonnyobad Neben
আপনি কুড়ি লিটার ও তৈরি করতে পারেন এবং ২০০ লিটার ও তৈরি করতে পারেন। প্রথমবারের জন্য পুরোটাই ব্যবহার করুন। এবং পরবর্তী তে ব্যবহার করার জন্য একটি দু লিটারের বোতলে সলিউশনটি তুলে রাখুন। বাকিটা ব্যবহার করুন। তুলে রাখা দু লিটারটি মাদার সলিউশন।এইভাবে চলতে থাকবে। আপনি চাইছেন গোড়ায় জৈব ইউজ করবেন এবং পাঠাতে রাসায়নিক দেবেন, এতে তো গাছের গোড়াতেও খানিকটা পাতা থেকে গড়িয়ে পড়বে। আপনি যদি প্রতিদিন বা এক দুদিন অন্তর অন্তর এই সলিউশন গাছের স্প্রে করেন তাহলে গাছ নানাভাবে উপকৃত হবে।
অবশ্যই ব্যবহার করা যাবে। পূর্ণ বয়স্ক গাছের ক্ষেত্রে 5 লিটার জলে 5 লিটার ওয়েস্ট ডিকম্পোজার মেশাবেন আর যদি গাছ একদম নতুন হয়ে থাকে তাহলে 1 থেকে 2 লিটার ওয়েস্ট ডিকম্পোজার 10 লিটার জলে গুলে ভালো করে স্প্রে করবেন।
আপনার যতটা বীজ আছে পুরো বীজটাই যাতে জলে ডুবে যায় ততটা পরিমাণ লিকুইড সলিউশন নিয়ে তার মধ্যে মিনিমাম 6 থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখুন। পরে রোদ হীন ছায়া জায়গায় শুকিয়ে নিয়ে ব্যবহার করুন।
ধান চাষের ক্ষেত্রে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য প্রতি লিটার জলে 200 থেকে 300 এম এল ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করা যেতে পারে, এটা চাষ দেওয়ার পরে জল দেওয়ার সময় ব্যবহার করতে হবে এছাড়া ধান রোপনের পর 15 থেকে কুড়ি দিন হয়ে গেলে ওয়ান ইস্টু ওয়ান(1:1) অনুপাতে অর্থাৎ 1 লিটার জলে 1 লিটার ওয়েস্ট ডিকম্পোজার ধান গাছে স্প্রে করে দিতে পারবেন, প্রতি সাতদিনের অন্তর করতে হবে। এক্ষেত্রে স্টিকার তৈরি করে ব্যবহার করলে আরো ভালো হবে।
এটা একমাত্র শেখ সেরাজ স্যার, বাংলাদেশের কৃষি অধিকর্তার সাথে কথা বলে ইন্ডিয়ার সাথে চুক্তি করে এটি নিয়ে যেতে পারেন। তাই তাকেই অনুরোধ করুন। এছাড়া ইন্ডিয়া থেকে পাঠানোর কোন উপায়ে আমার কাছে নাই।
আমি বর্ষার আগে শেষ decomposer তৈরি করেছিলাম, তখন জলের বোতলে 20 লিটার বিভিন্ন বোতলে ভোরে রেখেছিলাম এখন নতুন করে তৈরি করবো. এখন সব বোতলের জলে পোকা হয়েছে, কালো দুর্গন্ধ হয়েছে, এখন ঐ জল দিয়ে নতুন decomposer জল তৈরি করা যাবেনা মনে হয়. তবুও জানতে চাইছি.
air টাইট বোতলে যদি ভরে রাখতেন তাহলে অবশ্যই করতে পারতেন কিন্তু এখন আপনি যেটা বলছেন ওটা হচ্ছে খারাপ হওয়ার লক্ষণ। অর্থাৎ ওই লিকুইড সলিউশনটি খারাপ হয়ে গেছে। তাই নতুন করে তৈরি করতে হবে। আরে ভিডিওতে বলেছিলাম যে এক লিটার জলের বোতলে ভরে রেখে এয়ারটাইট করে রেখে দিতে হবে পুনরায় ওইটা থেকেই আবার নতুন করে তৈরি করা যাবে।
@@PlantationArtandResearch সব গুলোই air টাইট বোতলে ছিল, খাওয়ার জলের বোতলে ও thums up এর খালি বোতল ভালো করে ধুয়ে তাতে রাখা ছিল, তবুও পোকা, কালো দুর্গন্ধ যুক্ত জল হয়েছে. আমার মনে হয় চিটা গুড় দিয়ে তৈরি করেছিলাম বলে নষ্ট হয়েছে, ভালো আখের গুড় বা ভেলি গুড় দিয়ে করলে তাহলে ঠিক থাকতো, পুরোনো চিটা গুড়ের জন্যে নষ্ট হয়েছে.
50% ওয়েস্ট ডিকম্পোজার এবং 50 শতাংশ জল একত্রে মিশিয়ে জমিতে স্প্রে করতে পারেন এবং ধানের ক্ষেতে ও ব্যবহার করতে পারেন ধানের ক্ষেতে স্প্রে করে ব্যবহার করবেন।
This bottle is banned
Thanks for your information sir, please sir send me the perfect bottle list.
দই কি টক দই
আমরা বাংলাদেশ থেকে এটি কিভাবে পেতে পারি। দয়া করে জানালে খুশি হব।
@@মাওলানাভাসানী ,,42645u
কেন,,,?
তৈরি করার পদ্ধতি ও ব্যবহার জেনে খুশি হলাম।
Khub bhalo laglo.Eta kotha theke kinbo bole dile khub valo hoye.Dhannyabad.
কত উপকার করছেন মানুষের জন্য। অনেক ধন্যবাদ।
ধানে ব্যবহার করা যাবে
খুব ভালো লাগলো। ধন্যবাদ।
দাদা, অনেক ভিডিও দেক্লাম, আপ্নের তা খুব ভাল লাগ্ল। ধন্নবাদ
আপনাকেও অনেক ধন্যবাদ, বাগান করুন সুস্থ থাকুন ভালো থাকুন। অন্যকেও বাগান করার জন্য উৎসাহিত করুন।
ভাই উনার নাম্বারটা দেন আমাকে প্লিজ প্লিজ প্লিজ
Khub Sundar .a lot of thanks
A plant is not enough to make 1 a healthy Planet.
Thank you. So continue planting.
Dada amar waste decomposer cultura ta chenir moton ki ami duplicate paisi
tea leaf ba cha pata diye sar banano jabe?
হ্যাঁ, অবশ্যই করা যাবে। সমস্ত রকম জৈব উপাদান থেকে সার তৈরি করা যাবে।
Dada owdc abong garo gomutra samporke akta vedio karun. Tahole khub valo hay.)
স্যার এইটি লঙ্কা বা টমেটো গাছে স্প্রে কোরলে কতদিন পর ওই গাছের ফল খাওয়া যাবে
এটা জৈব হওয়ার জন্য, আপনি পরদিন থেকেই ফল খেতে পারবেন। এতে উপকারী ব্যাকটেরিয়া কালচার রয়েছে। শরীরে এর কোন ক্ষতি হয় না।
খুব ভালো ভিডিও করেছেন সবার উপকারী হবে
Dadabhae wdc r liquid ta kitchen compost r liquid r sathe ki ratio te mixed kore gache debo? Please bolben
১০০ গ্রাম কিচেন কম্পোজ লিকুইড ১০০ গ্রাম ওয়েস্ট ডিকম্পোজার সাথে ৮০০ এমএল জল ভালো করে মিশিয়ে গাছে দিয়ে দেবেন।
Dada. Pls arektu clarify kore deben. Tober matite direct dite parbo ki?. Thanks
হ্যাঁ অবশ্যই দিতে পারবেন, কেন দিতে পারবেন না। জল মিশিয়ে দিতে হবে এমন কোন কথা নেই। কারণ আপনি টবের মাটিতে দিতে চাইছেন।
Ba darun
পাশে থাকার জন্য ধন্যবাদ, ছাদ বাগান করুন, সুস্থ থাকুন ভালো থাকুন।
স্যার মাছ ভরা পুকুরে দিতে পারব কি জানালে উপকৃত হব
হ্যাঁ অবশ্যই দিতে পারবেন, তবে কতটুকু দিতে হবে এর ভিডিও আমার চ্যানেলে নেই youtube দেখে একটু জেনে নেবেন।
জৈব সার তৈরি করতে কি ডিকমপোজার ব্যবহার করা উচিৎ। হলে কিভাবে ব্যবহার করতে হবে?
যে উপকরণ দিয়ে আপনি জৈব সার তৈরি করছেন, সেটাকে হালকা করে স্প্রে করে ভিজিয়ে দিলে, খুব তাড়াতাড়ি জৈব সার তৈরি হয়ে যাবে। ওয়েস্ট ডিকম্পোজার খুব তাড়াতাড়ি জৈব সার তৈরি করতে সাহায্য করবে। প্রতিদিন অথবা একদিন অন্তর অন্তর হালকা করে স্প্রে করে দিতে হবে।
দাদা এতে কি General feeding কাজ করবে গোলাপ গাছের জন্য জানালে ভালো হয়
অবশ্যই যদি মাটিতে প্রয়োগ করেন তাহলে মাটির মধ্যে যে সমস্ত জৈব উপাদান থাকে, তাকে ভেঙে গাছের খাবার উপযোগী করে তোলে। এবং গাছে স্প্রে করলে গাছের ফাঙ্গি সাইট এর কাজ করে।
*কুড়ি লিটার জলে কি পুরোটাই ডি কম্পোজার দিয়ে দেব।
** নতুন কৌট না খুললে কত দিন ভাল থাকবে?
*** এই সলিউশন একবার তৈরী করলে কত দিন ব্যবহার করা যাবে?
যতটা সলিউশন তুলে নেব ততটা জল এবং ঐ রেশিও অনুসারে পুনরায় গুড় মিশিয়ে দিতে হবে কি?
***কোথা থেকে এই ডি কম্পোজার কিনতে পাব লিংকটা পেলাম না। দ্য়া করে আমায় যদি জানান খুব উপকৃত হব।
আপনার প্রায় প্রতিটি ভিডিও দেখা। খুব সুন্দর উপস্থাপনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দ্য়া করে যদি উপকার করেন খুব ভাল হয়।
আমি অ্যামাজন থেকে কিনেছি চারটে কৌট। কারণ একটা পাওয়া যায় না।
কুড়ি লিটার হোক বা ৪০ লিটার প্রথমে আপনাকে একটা কৌটোই মিশাতে হবে। এবং ভিডিওতে যে অনুপাতে বলা হয়েছে সেই অনুপাতে গুড় মেশাতে হবে।
এক্সপায়ার ডেট কৌটোর গায়ে লেখা থাকে।
সলিউশন একবার তৈরি করলে বহুদিন ব্যবহার করা যায় কিন্তু আপনাকে প্রত্যেকদিন একটা কাঠি দিয়ে নেড়ে দিতে হবে। ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে।
একবার তৈরি হওয়ার পর ব্যবহার করতে করতে যখন দেখবেন এক দেড় লিটার জল পড়ে আছে তখন আপনি যতটা তৈরি করতে চান সেই পরিমাণ জল দিয়ে সেই অনুপাতে গুড় মিশিয়ে পুনরায় তৈরি করতে পারবেন। আশা করি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি বুঝতে না পারলে ভিডিও যতগুলি আছে বারবার দেখুন।
আচ্ছা এই সলিউশন জল মাটিতে দেব, তারপর যখন গাছ repot করব তখন তো হাত দিতেই হবে মাটিতে, সেক্ষেত্রে হাত দেওয়া যাবে তো?
ভাই, এই লিকুইড কী গাছের পাতাপোড়ায় ব্যবহার করলে কাজ হবে? গাছের গোড়া পচাঁয় কীভাবে প্রয়োগ করবো?
গাছের গোড়া পচার কারণ হচ্ছে ড্রেনেজ সিস্টেম ঠিক নেই। গাছে আপনি সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক লিটার ডিকম্পোজার মিশিয়ে স্প্রে করে দেবেন। গাছের গোড়াতেও দিতে পারেন খুব ভালো কাজ হয়।
কি করে বীজ শোধন করা হবে ? জানালে ভালো হবে।
দুই থেকে চার ঘন্টা সলিউশনে ভিজিয়ে রেখে ছায়া জায়গায় বীজগুলোকে শুকিয়ে নিন। তারপর ব্যবহার করুন।
Dada amgache, kanthal gache lagano যাবে ki jtokhon ama kishi, kanthal ascche, যাতে poka na lage
Pls janaben
প্রথমে দুবার তিন দিন অন্তর স্প্রে করুন এরপর পাঁচ দিন অন্তর দুবার স্প্রে করুন এবং তারপর থেকে সাত দিন অন্তর স্প্রে করুন। আম এবং কাঁঠালের গুটিঝরা বন্ধ হয়ে যাবে এবং ফাঙ্গাসও কম লাগবে।
সুষা গাছের জন্য কী ব্যবহার করা যায়। এর পরিমান বলো
৫০:৫০ জল ও কম্পোজার মিশিয়ে স্প্রে করতে হবে।ও গাছের গোড়ায় দিতে হবে।
Dada amer khoob kom poriman dorkar...ami ki 5 liter banate parbo....ter jonyo puro...pack ta ki dite hobe na samanayo kichu diye kaj kora jai...
দশ ভাগের এক ভাগ নিয়ে করুন। হয়ে যাবে।
Dadabhae khub valo laglo, ak bottle waste decomposer ami akada kore jokhon rakbo otao ki gur mixed krte hobe?
Kotodin bottle ta rakte parbo?
Please🙏 ans deben ae asate thaklam
আপনি অনেকদিন ধরে এটাকে বোতলে ভরে রাখতে পারবেন। এর জন্য প্রতি ১৫ থেকে ২০ দিন অন্তর এক চামচ গুড় দিয়ে ভালো করে ঝাঁকিয়ে রাখতে হবে। যদি প্রতি ১৫ থেকে ২০ দিন অন্তর এটা করতে পারেন তাহলে আপনি এক বছর ধরে রেখে দিতে পারবেন।
Sir ami compost sar banate dite chai. Kintu sar hat dite parbo. Kono kichu hobe na.
আপনার কথা বুঝতে পারলাম না, যদি লিকুইড সলিউশনে হাত দেয়ার কথা বলেন, তাহলে আপনি অবশ্যই হাত দিতে পারেন। আমি অনেকবার হাত দিয়েছি তেমন কিছু হয় না। এই লিকুইড ব্যবহার করে কম্পোস্ট সার খুব দ্রুত তৈরি করা যায়
খেজুর গুর অথবা তালের গুর নেয়া যাবে কি??
JBPL Company product কি ভালো হবে?
কোন কোন কোম্পানিকে এর ফর্মুলা দেওয়া হয়েছে আমার জানা নেই। তবে নেওয়ার আগে কৌটো খুলে হালকা সবুজ অথবা গাঢ় সবুজ আছে কিনা দেখে নেবেন না হলে রিটার্ন করে দেবেন।
Can I mix more gur with waste decompose solution per liter water.
Yes you can.
একবার তৈরি করলে কতদিন থাকবে?
খুব উপযোগী ভিডিও
ধন্যবাদ।
শুনুন দই এবং গুড় খুব সহজেই উপলব্ধ কিন্তু west dicomposer পাওয়া খুবই সমস্যা আমি পাই নি কি ভাবে পাবো জানান
Amazon থেকে পেয়ে যাবেন। ৪ কে নিতে হবে এবং পরবর্তীতে প্রয়োজন পড়বে।
Bangladesh e paowar upay ki?
অ্যামাজন অনলাইন শপিং সাইট থেকে কেনার চেষ্টা করুন।
খুব সুন্দর।
ড্রাগন গাছে স্প্রে করতে কত অনুপাতে জল মেশাতে হবে?
১:১অনুপাতে।
দাদা এটা বাংলাদেশে কোথায় পাওয়া যায় দয়া করে বলবেন
tinyurl.com/ywazw9sf ekhane paben.
আমি ১০ লিটার করতে চাইলে west Decomposer 50percent নিতে পারবো কি ?
আগের তৈরি করা লিকুইড সলিউশন ১০ লিটার জলে এক লিটার মেশালেই কাজ হবে। অথবা আড়াইশো থেকে 500 ml ও ব্যবহার করতে পারেন। প্রতিদিন ডাইনে-বাঁয়ে লাঠি দিয়ে ঘুরিয়ে দেবেন তাড়াতাড়ি তৈরি হবে। অর্থাৎ ভালো করে নেড়েচেড়ে দিতে হবে।
নমস্কার দাদা
এই জৈব জীবাণু কোথায় পাওয়া যাবে ? এটা কি রান্না ঘরের সবজিসারে করতে দেওয়া যাবে
আমি দমদমে থাকি
লিকুইড কোন কুরিয়ার সার্ভিস একসেপ্ট করেনা, না হলে আমি আপনাকে এমনিতেই পাঠিয়ে দিতাম। আপনি এমাজন থেকে কিনে নিন অবশ্যই দুটি বা চারটি সেট কিনতে হবে, একটি পাবেন না। আর এটা প্রয়োজন পড়বে কারণ আপনি চাইলেও মাসের পর মাস বাঁচিয়ে রাখতে পারবেন না।
@@PlantationArtandResearch ধন্যবাদ আপনার সাথে যোগাযোগ করবো কি ভাবে?
এটা কি গাছের হরমোন বলেন্স ঠিক করে ?? জানালে ভালো হয় ,
ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সব উত্তর পেয়ে যাবেন।
Ami Jharkhand Theke Bolchi Ata Koun Spokane Pawa Jabe Bolbean
ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে অনলাইন অর্ডার করতে হবে।
বাংলাদেশ থেকে পাওয়া যাবে কি?
জানিনা। tinyurl.com/ywazw9sf ekhane paben. NCOF Certified টা Original. দেখে কিনবেন।
How I wil get this decompositor
বাংলাদেশে জানিনা। tinyurl.com/ywazw9sf ekhane paben. NCOF Certified টা Original. দেখে কিনবেন।
এক বিঘা জমিতে কত লিটার ওয়েস্ট ডিকমপোজার স্প্রে করতে হবে
Please ofcourse reply the question THANKS
ধানের জমিতে কি করে ভ্যাবো হার করতে পারবো জানতে চাই ।
হ্যাঁ, অবশ্যই পারবেন।
জমিতে শসার জমিতে কি স্প্রে করা যেতে
Sir
Apni bolchen hat deben na. Kise hat debo na. Liqeut mixer hat deoya jabe. Ata die compost sar banale tate hat deoya jabe. Ami atai jante chaichi. Sesh hole abar banate hobe. Ami gache akta Liqeut sar use kori. Tate mixt korte parbo ki.
যদি হাতে কোন সমস্যা না থাকে তাহলে লিকিউইড সলিউশনে আপনি হাত দিতে পারবেন। অতিরিক্ত হাত দেওয়া ঠিক হবেনা। একটি মগে করে লিকুইড সলিউশন তুলে নিয়ে কম্পোজার বানাতে ব্যবহার করতে পারেন। লিকুইড স্যারের সাথে ব্যবহার করতে পারবেন এতে আপনার মাটির উর্বরতা শক্তি বাড়বে। তৈরি হয়ে যাওয়ার পর একটি এয়ারটাইট বোতলে এটি ভরে রাখবেন, একমাস পর্যন্ত ভালো থাকবে, পরে এই লিকুইড সলিউশন দিয়ে নতুন করে আবার ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন তৈরি করতে পারবেন।
Dir sir.
I am Sanat Gayen
C/o. Kartik Gayen.
Vill, kahaijapur .po Belkulai . PS. Panchla. Dist , Howrah .
Aami akti ,Wast Decompser. Kintay chhi .
Aami ki bhaba pabo.
Pls , abisoya kichu gaide koren. Thank you.
অ্যামাজন থেকে চার কৌটোর একটা প্যাকেজ কিনে নিন সবথেকে ভালো হবে। লিকুইড কুরিয়ার সার্ভিসে নিচ্ছে না, না হলে আমি পাঠিয়ে দিতাম।
Dhan Chas e kibhabe babhar karb and er pare Anya sar
এটি একটি জৈব প্রডাক্ট তাই জৈব উপায় ধান চাষ করলে সব থেকে ভালো হয়। ধান চাষের সময় জমি তৈরিতে ভালো করে শেষ দেওয়ার পর এটি জলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন। ধান রোপনের 15 দিন পর থেকে সাত দিন অন্তর ধান গাছে স্প্রে করতে পারেন। রাসায়নিক সার ব্যবহার করলে এর কার্যক্ষমতা কমে যায়। এটি যেমন জমির উর্বরতা শক্তি বাড়ায় তেমনি গাছে রোগের আক্রমণ থেকে রক্ষা করে।
স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন s.s.p রাসায়নিক সারের বিকল্প হিসাবে জৈব ভাবে কি সার দিতেপারি?? আর ফসফরাস ও ফসফেট কি একই সার?
সমস্ত সারের একটাই বিকল্প জৈব সার সেটি হল বাড়ির পাশে যে সমস্ত কচি কচি আগাছা জন্মায় সেগুলি তুলে নিয়েসে ওয়েস্ট ডিকম্পোজার সলিউশনে সাতদিন পচিয়ে 10 থেকে 12 ইঞ্চি টপ এর জন্য এক কাপ জল সেখান থেকে তুলে নিয়ে 1 লিটার জলে মিশিয়ে গাছের গোড়ায় দেওয়া। কারণ এতে গাছের 16 টি প্রয়োজনীয় খাদ্য উপাদান যথেষ্ট পরিমাণে থাকে।
@@PlantationArtandResearch স্যার অনেক ধন্যবাদ
sir
Q1 ) minimum koto litre solution banano jabe (mother solution)??
10 litre er solution ki banate parbo?? apni video te bollen 20 litre banate...
Q2) Chemical fertilizer like NPK gacher patae spray korar por eta ki matite use kora jae??
jodi jae tahole kotodin bad e ba age korte hobe?
onek dhonnyobad Neben
আপনি কুড়ি লিটার ও তৈরি করতে পারেন এবং ২০০ লিটার ও তৈরি করতে পারেন। প্রথমবারের জন্য পুরোটাই ব্যবহার করুন। এবং পরবর্তী তে ব্যবহার করার জন্য একটি দু লিটারের বোতলে সলিউশনটি তুলে রাখুন। বাকিটা ব্যবহার করুন। তুলে রাখা দু লিটারটি মাদার সলিউশন।এইভাবে চলতে থাকবে। আপনি চাইছেন গোড়ায় জৈব ইউজ করবেন এবং পাঠাতে রাসায়নিক দেবেন, এতে তো গাছের গোড়াতেও খানিকটা পাতা থেকে গড়িয়ে পড়বে। আপনি যদি প্রতিদিন বা এক দুদিন অন্তর অন্তর এই সলিউশন গাছের স্প্রে করেন তাহলে গাছ নানাভাবে উপকৃত হবে।
DHL করতে পারবেন?
খেজুরের গুড় দিয়ে করা যাবে?
হ্যা করা যায়।
Fooler gache dewa jabe kina bolun
যে কোন গাছে দেওয়া যাবে।
আমি খড়গপুর থাকি এটা কোথা পাওয়া যাবে বলতে পারবেন, যদি বলেন তা হলে খুব উপ্রকৃত হবো।
অ্যামাজনে পাবেন। তবে একটা পাবেন না কমপক্ষে চারটা কিনতে হবে।
Dada amazan thakur kinachaen?
বুঝলাম না।
দাদা এটা কি পা ন গাছে deowa jabe vag ta balben
অবশ্যই ব্যবহার করা যাবে। পূর্ণ বয়স্ক গাছের ক্ষেত্রে 5 লিটার জলে 5 লিটার ওয়েস্ট ডিকম্পোজার মেশাবেন আর যদি গাছ একদম নতুন হয়ে থাকে তাহলে 1 থেকে 2 লিটার ওয়েস্ট ডিকম্পোজার 10 লিটার জলে গুলে ভালো করে স্প্রে করবেন।
দাদা বাংলাদেশে কিভাবে পাব?
আপনার দেখানো এই waste decomposer আমি কোথায় পাব
আমার কাছ থেকে লিকুইড সলিউশন ফ্রিতে পেয়ে যাবেন, নতুবা অ্যামাজন থেকে কিনে নেবেন।
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি এটা আমি কিভাবে পেতে পারি
জানিনা। tinyurl.com/ywazw9sf ekhane paben. NCOF Certified টা Original. দেখে কিনবেন।
বাংলাদেশে কি এটা পাওয়া যায় না পাওয়া গেলে আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন। ধন্যবাদ
লিকুইড বাংলাদেশে কুরিয়ার করা সম্ভব নয়।
বাংলাদেশের অনলাইন সাইট গুলো খোঁজ করতে পারেন যদি amazon বাংলাদেশে পরিষেবা দিয়ে থাকে তাহলে হয়তো পেতে পারেন।
Thanks sir
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর গাছ লাগাতে বা পরিচর্যা করতে ভুলবেন না।
অ্যাডেনিয়ামে কি ব্যবহার করা যাবে? গেলে কিভাবে❓
ফাঙ্গি সাইড হিসেবে ব্যবহার করতে পারেন এবং গাছের গোড়ায় সম পরিমাণ জল মিশিয়ে দিতে পারবেন।
@@PlantationArtandResearch গাছের গোড়ায় ১:১, ছত্রাক নাশক হিসাবে ১:১০ হিসাবে?
দুই ক্ষেত্রেই ১:১ অনুপাতে হবে।
Sir waste decomposer paba katha
অ্যামাজন থেকে পেয়ে যাবেন, তবে চারটে কৌটো একসাথে কিনতে হবে। এবং প্রয়োজনও পড়বে কিনলে বুঝতে পারবেন।
Bij jarmination ki vaba kora??
বীজ শোধন কেমনে করবো?
আপনার যতটা বীজ আছে পুরো বীজটাই যাতে জলে ডুবে যায় ততটা পরিমাণ লিকুইড সলিউশন নিয়ে তার মধ্যে মিনিমাম 6 থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখুন। পরে রোদ হীন ছায়া জায়গায় শুকিয়ে নিয়ে ব্যবহার করুন।
@@PlantationArtandResearch থ্যাংক্স।
ধান চাষে কিভাবে ব্যবহার করা যাবে।
ধান চাষের ক্ষেত্রে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য প্রতি লিটার জলে 200 থেকে 300 এম এল ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করা যেতে পারে, এটা চাষ দেওয়ার পরে জল দেওয়ার সময় ব্যবহার করতে হবে এছাড়া ধান রোপনের পর 15 থেকে কুড়ি দিন হয়ে গেলে ওয়ান ইস্টু ওয়ান(1:1) অনুপাতে অর্থাৎ 1 লিটার জলে 1 লিটার ওয়েস্ট ডিকম্পোজার ধান গাছে স্প্রে করে দিতে পারবেন, প্রতি সাতদিনের অন্তর করতে হবে। এক্ষেত্রে স্টিকার তৈরি করে ব্যবহার করলে আরো ভালো হবে।
ব্যবহারের সময় হাতে বা গায়ে লাগলে অসুবিধা হবে কি?
না, আমার তো হয়নি।
শসা এবং টমেটো চাষের ক্ষেত্রে মাটিতে কিভাবে প্রয়োগ করতে হবে.?
ওয়ান ইস্টু ওয়ান অনুপাতে গাছে স্প্রে করতে পারেন এবং মাটিতেও ব্যবহার করতে পারেন।
@@PlantationArtandResearch প্রথম চাষের সময় বিঘা প্রতি কত লিটার প্রয়োজন হবে...?
প্রতি একরে 200 থেকে আড়াইশো লিটার ব্যবহার করতে পারবেন।
20 litar jole koto gm mix korecho
পুরো কৌটো।
Dada ei ta gerbera gache deoua jabe
সমস্ত গাছে দেওয়া যাবে।
Epson salt এর সাথে গুলে মাটিতে দেওয়া যাবে কি ?
এর সাথে কোন কিছু মেশানোর প্রয়োজন নেই।
How to apply waste decompost in Dragon Fruit what will be the quantity.
1 litre waste decomposer and one litre water (1:1) mix it very well and spray after sunset or afternoon.
বাংলাদেশে কোথায় পাওয়া যাবে
অনলাইন শপিং সাইট থেকে কেনার চেষ্টা করুন।
Tober matite ki ratiote debo . Pls janaben. Thanks
৫০ শতাংশ জল এবং ৫০ শতাংশ ওয়েস্ট ডিকম্পোজার মিশিয়ে মাটিতে দিতে পারেন। এবং জল ছাড়াও ব্যবহার করতে পারেন।
Sir আমার এখানে তো কোনো দোকানে পাওয়া যায়না। অনলাইনে তো অনেক টাই দাম।অনলাইনে কি সঠিক জিনিস হবে।
আমারটা অনলাইন থেকে কেনা ছিল।
আমার একটা প্রশ্ন..এই সলিউশনটি হাত লাগাতে বারণ করছেন!কিন্ত তাহলে ড্রাম থেকে বার করে গাছে দেবো কি করে?
বের করার সঙ্গে সঙ্গে হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন তাহলে কিছুই হবে না। হাত যেন কোন অবস্থায় কাটা না থাকে, বা ক্ষত না থাকে সেটা লক্ষ্য রাখবেন।
Is it be used in fishery?
I have no idea about that. Thank you.
মাছ চাষ এ কি ব্যাবহার করা যেত পারে । একটু জানাবেন প্লিজ ❤️
মাছ চাষে এর কোনো ভূমিকা নেই।
এই waste decomposer কোথায় পাওয়া যাবে? কলকাতায় কোথাও পাওয়া যাচ্ছে না।
অ্যামাজন থেকে কিনে নিন।
@@PlantationArtandResearch অ্যামাজনে কমপক্ষে দশ কৌটো নিতে হবে।
@@ashimroy3078 amzn.to/4dzhGvp এটাতে দুটো কিনে নিন। এটা মনে রাখবেন ঠিকমতো নড়াচড়া না করলে। নষ্ট হয়ে যাবে তখন পুনরায় আরো কিছু কৌটো কিনতে হবে।
Indoor plant e dewoa jabe
হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে।
@@PlantationArtandResearch ok
Dhaner chara potar par ki bhabe babhar karbo
আপনার হাতে থাকা কৌট টা কত gm আছে জানাবেন ?
west decomposer কোথায় পাওয়া যাবে।
বাংলাদেশে জানিনা। tinyurl.com/ywazw9sf ekhane paben. NCOF Certified টা Original. দেখে কিনবেন।
আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবো? আমার wdc দরকার।
আমার ফেসবুক পেজ প্লান্টেশন আর্ট এন্ড রিসার্চ এবং ফেসবুক গ্রুপ আমার বাগান আমার গর্ব তে যোগাযোগ করুন। ওখান থেকে আমার সাথে খুব সহজে যোগাযোগ করতে পারবেন।
কোথা থেকে পাবো এটা, সেটার লিংক কোথায় আছে বুঝতে পারছি না তো
অ্যামাজন অনলাইন শপিং সাইটে খুঁজুন। সলিউশনটি তৈরি করার সময় আবার ভিডিওটি দেখে নেবেন। যতগুলো ভিডিও আছে সবকটি দেখবেন না হলে সমস্যা হতে পারে।
General feeding করালে সপ্তাহে কতোবার দেওয়া যাবে
আপনি যদি সপ্তাহে দুদিন ও দেন কোন ক্ষতি নেই। মাটিতে ব্যবহার করলে ওয়ান ইস্টু 5 অনুপাতে জলে গুলে মাটিতে স্প্রে করে দিন।
এয়ার টাইট বতলে সংগ্রহ করে রাখা যায়?
অবশ্যই সংগ্রহ করে রাখা যায়, ডিকম্পোজর তৈরি হয়ে যাওয়ার পর, বোতলে ভরে ছায়া জায়গায় রেখে দেবেন।
বাংলাদেশ থেকে ওয়েস্ট ডিকম্পোজার নিতে চাই। কিভাবে নিতে পারি?
এটা একমাত্র শেখ সেরাজ স্যার, বাংলাদেশের কৃষি অধিকর্তার সাথে কথা বলে ইন্ডিয়ার সাথে চুক্তি করে এটি নিয়ে যেতে পারেন। তাই তাকেই অনুরোধ করুন। এছাড়া ইন্ডিয়া থেকে পাঠানোর কোন উপায়ে আমার কাছে নাই।
খুব সুন্দর দেখিয়েছেন ভালো লাগলো।
আর পাঁচ জনের মত আপনি না। কারণ আপনার মত কেউ দেখাইনি। সবাই সঠিক তথ্য দেইনা। Shukriyaa......
ধন্যবাদ আপনাকে, সাথে থাকবেন, অবশ্যই ছাদ বাগান করবেন এবং গাছকে ভালোবাসবেন। A plant is not enough to make a healthy planet.
ভাই উনার নাম্বারটা দেন আমাকে প্লিজ প্লিজ প্লিজ
Total black spot in my newly mango grafted plant. How can I solve the problem. Please help me
15 দিন অন্তর 1 লিটার জলে 1ml মিরাকুলান স্প্রে করুন, প্রতি চার দিন অন্তর ওয়েস্ট ডিকম্পোজার স্প্রে করুন। এবং সাত দিন অন্তর ভালো ফাংগিসাইড স্প্রে করুন।
দাদা আপনি বললেন যে এটা ব্যবহার করলে কীটনাশক ব্যবহার করা যাবেনা।
জৈব ফাঙ্গীসাইড ব্যবহার করতে পারবো?
একটু বললে উপকৃত হবো।
সপ্তাহে পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর যদি ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করেন তাহলে ফাঙ্গি সাইড ব্যবহার করার প্রয়োজন নেই। কারণ এটি খুব ভাল জৈব ফাংগিসাইড।
পদ্ম গাছের জলে এই তরলটা দেওেয়া যাবে কি না ?
অবশ্যই দিতে পারেন তবে জল কিন্তু ঘোলা হয়ে যাবে।
আমি বর্ষার আগে শেষ decomposer তৈরি করেছিলাম, তখন জলের বোতলে 20 লিটার বিভিন্ন বোতলে ভোরে রেখেছিলাম এখন নতুন করে তৈরি করবো. এখন সব বোতলের জলে পোকা হয়েছে, কালো দুর্গন্ধ হয়েছে, এখন ঐ জল দিয়ে নতুন decomposer জল তৈরি করা যাবেনা মনে হয়. তবুও জানতে চাইছি.
air টাইট বোতলে যদি ভরে রাখতেন তাহলে অবশ্যই করতে পারতেন কিন্তু এখন আপনি যেটা বলছেন ওটা হচ্ছে খারাপ হওয়ার লক্ষণ। অর্থাৎ ওই লিকুইড সলিউশনটি খারাপ হয়ে গেছে। তাই নতুন করে তৈরি করতে হবে। আরে ভিডিওতে বলেছিলাম যে এক লিটার জলের বোতলে ভরে রেখে এয়ারটাইট করে রেখে দিতে হবে পুনরায় ওইটা থেকেই আবার নতুন করে তৈরি করা যাবে।
@@PlantationArtandResearch সব গুলোই air টাইট বোতলে ছিল, খাওয়ার জলের বোতলে ও thums up এর খালি বোতল ভালো করে ধুয়ে তাতে রাখা ছিল, তবুও পোকা, কালো দুর্গন্ধ যুক্ত জল হয়েছে.
আমার মনে হয় চিটা গুড় দিয়ে তৈরি করেছিলাম বলে নষ্ট হয়েছে, ভালো আখের গুড় বা ভেলি গুড় দিয়ে করলে তাহলে ঠিক থাকতো, পুরোনো চিটা গুড়ের জন্যে নষ্ট হয়েছে.
ধানের জমিতে কিভাবে ব্যবহার
50% ওয়েস্ট ডিকম্পোজার এবং 50 শতাংশ জল একত্রে মিশিয়ে জমিতে স্প্রে করতে পারেন এবং ধানের ক্ষেতে ও ব্যবহার করতে পারেন ধানের ক্ষেতে স্প্রে করে ব্যবহার করবেন।
দাদা, ঔষধ, টা,কোথায়, পাওয়া, যাবে, দয়া,করে,একটু,কমেন্ট বলবে,
অ্যামাজন থেকে অনলাইনে কিনে নিন।
Dhanyawad
Dada kothay pabo?
আমার বাড়ি থেকে ফ্রিতে পেয়ে যাবেন। নতুবা অনলাইনে আমাজন থেকে কিনে নিন।
দাদা চিটাগুড় দেওয়া যাবে
হ্যাঁ অবশ্যই দেয়া যাবে।
এই ব্যাকটিরীয়া মাটিতে কতো দিন বাঁচে
মাটি ভেজা থাকলে আজীবন বেঁচে থাকে।