বেশ কিছু কমন প্রশ্নের উত্তর দিলাম ঃ • হাইড্রোজেন পার অক্সাইড যে কোন “ওষুধের দোকানে” পেয়ে যাবেন । • ডালের কাঁটা অংশে যেটা লাগালাম সেটা “সাফ ফাঙ্গিসাইড” SAAF fungicide. • আমি এখানে H2O2 এর “6%” টা ব্যবহার করেছি । • সাধারণ গাছে স্প্রে করতে চাইলে এক লিটার জলে “10-15ml” গুলে স্প্রে করবেন । • এই পদ্ধতি “যে কোন প্রজাতির” গাছের ক্ষেত্রেই দারুন কার্যকরী । • গাছটা আগা থেকে গোড়া পুরোটাই মারা গিয়ে শুকিয়ে গেলে এই পদ্ধতিতে বাঁচানো যাবে না !!! • পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইলো ! • ভিডিওটি দেখার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ! সকলে ভালো থাকবেন !
Bhai, amar akta baro kathal gach ache. Setar bayas sat at hobe. Besh koyek bachor valo fol diyeche. Ei bachor gachtar praise sab Pata jhore geochemical. Natun kone Pata ba kathaler kono chinnyo amenities. Bujhte parchina gachta beche ache kina. Dal Pala gulo sab sukiye geche. Ei bachor khub bristi hoyai bagane anek job joke chilo. Hoito se karone kichu akta hoyeche. Apni kindly poramorso deben ?
আপনার টিপস্ গুলো ভীষণ সাহায্য করছে। কিন্তু গোলাপ গাছের ডাল ছাঁটাই করে ফাঙ্গিসাইড ব্যবহার করেও গোলাপের কোনো কোনো ডালে ডাইব্যাক হয়ে মরে যাচ্ছে। কি করব,,,,,
দাদা, আমরা তো আপনার ভিডিওগুলো মনযোগ দিয়ে অবশ্যই দেখি। কিন্তু এই এক একটা ভিডিও করতে আপনাকে যে পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা সত্যি প্রশংসার যোগ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন এবং এই ভাবে গাছ পরিচর্যার বিষয়ে আমাদের আগ্ৰহী করে তুলবেন।
যারা গাছ কে ছেলে মেয়ের মতো ভালো বাসে তাদের জন্য দারুণ দারুণ একটি ভিডিও...আমদের মতো কিছু মানুষ,এই সবুজ ই যাদের প্রাণ তাদের মন ভালো করে দেবে আপনার এই প্রচেষ্টা...ওই সবুজের মাঝে সবুজ হয়ে বাঁচুক ওই মিষ্টি ছোট্ট সোনা
দাদা, আমরা তো আপনার ভিডিওগুলো মনযোগ দিয়ে অবশ্যই দেখি। কিন্তু এই এক একটা ভিডিও করতে আপনাকে যে পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা সত্যি প্রশংসার যোগ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন এবং এই ভাবে গাছ পরিচর্যার বিষয়ে আমাদের আগ্ৰহী করে তুলবেন। নমস্কার।
দাদা ভাই ও ভাই পো মরা গাছ বাঁচিয়ে অসাধারণ কাজ করে দেখালেন।বাবা ও ছেলে দীর্ঘ আয়ু হোক ঈশ্বরের কাছে এই কামনা করি । ছেলে ও বাবা দুজনেই যেন খুব ভালো থাকে ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ ভাই ! আমি বাংলাদেশের মানুষ। আজ আপনার ভিডিওটা দেখলাম। বড় আফসোস হচ্ছে, আগে কেন দেখলাম না 😒 তাহলে হয়তোবা আমার খুব প্রিয় কাঁটামুকুট ফুলের গাছটি বাঁচিয়ে তুলতে পারতাম 😕 বাপকা বেটার জন্য অনেক দোয়া রইল।
আপনাদের কেউ উপকার করলে তাদেরকে ভগবান মনে হয়।আপনারা কোন অবাক করা জিনিস দেখলে সেটা সেটা ভগবান হয়। তিনি তো এক ও অদ্বিতীয় তাঁর কোন শরীক নেই ।তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। তার সমকক্ষ কেউ নেই।
অনেক ধন্যবাদ আপনাকে । না না তবে আমাকে ওই সব বলবেন না । আমি আপনাদের একজন অত্যন্ত কাছের বন্ধু - ভাই । আসলে আপনার খুব ভালো লেগেছে বুঝতে পেরেছি তাই আমারও খুব ভালো লাগছে । খুব ভালো থাকুন ।
যারা dislike করে তারা পৃথিবীর মানুষ নয় । কারন শুদ্ধ মনের মানুষ রা গাছ , শিশু, ফুল, গান এগুলি পছন্দ করে।আপনার বক্তব্য টা ভুল প্রিয় মানুষেরা কখনও dislike করতে পারেনা আর করলে প্রিয় হতেই পারেনা।
অনেক ধন্যবাদ আপনাকে । চিন্তা করবেন না , পরবর্তীতে সমস্যা হলে এটা এপ্লাই করে দারুন ফল পাবেন । কিন্তু আমি চাইব যেন পরবর্তীতে আর এই সমস্যা আপনার না হয় । খুব ভালো থাকুন ।
সত্যি এটা অসাধারণ লাগলো , আপনার জন্য নতুন কিছু পদ্ধতি জানতে পারলাম ।👌👌👌👌 আমি খুব খুব খুশি হয়েছি । আমিও বিভিন্ন ধরনের গাছ লাগাই , অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে ।🙏🙏🙏🙏
প্রতিটা ভিডিওতে আপনার ছেলেকে নিয়ে যে কি সুন্দর ভাবে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান উপস্থাপনা করেন আমার দারুন লাগে। ছেলেটা সত্যিই পড়াশোনার সাথে সাথে বর্তমান যুগের হয়েও এত সুন্দর একটা পরিবেশে বড় হয়ে উঠছে এটা খুব ভালো ব্যাপার। ও খুব ভাগ্যবান আপনার মত বাবা পেয়ে। 🙏🙏🙏🙏 স্বপ্নদীপ, তুমি খুব মিষ্টি ছেলে। তোমার জন্য রইল আমার অনেক স্নেহ ও ভালোবাসা। তুমি অনেক বড় মানুষ হয়ে ওঠো ভগবানের কাছে আমার এই প্রার্থনা।
একদম ঠিক ভিডিও আমাদের সবার জন্য উপহার দিয়েছেন , তবে এই উপহার টা আমি 5 দিন আগে দেখতাম তাহলে খুব ভালো হতো আর গাছটা বেঁচে থাকার আনন্দ নিতাম , ধন্যবাদ দাদা
দাদা আপনার ভিডিও দেখে সত্যি খুব উপকিত হয়েছি তার জন্য thank you এতো সুন্দর একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য কিন্তু এর পর কি করবো বা কি রকম যতন নেবো সেটাই বুঝতে পারছিনা
dada khub valo laglo .. ekta proshno .. ami onno ek video te dekhlam ekjon gardener bollo j H202 1liter panite 1.5-2ml mix korar jonno .. but apni bollen সাধারণ গাছে স্প্রে করতে চাইলে এক লিটার জলে “10-15ml” গুলে স্প্রে করবেন। akhon bujhte parchi na ashole kon ratio ta use korbo? pls janale khub upokar hoto... valo thakben . .and onek onek valobasha shopnodiper jonno ..
বেশ কিছু কমন প্রশ্নের উত্তর দিলাম ঃ
• হাইড্রোজেন পার অক্সাইড যে কোন “ওষুধের দোকানে” পেয়ে যাবেন ।
• ডালের কাঁটা অংশে যেটা লাগালাম সেটা “সাফ ফাঙ্গিসাইড” SAAF fungicide.
• আমি এখানে H2O2 এর “6%” টা ব্যবহার করেছি ।
• সাধারণ গাছে স্প্রে করতে চাইলে এক লিটার জলে “10-15ml” গুলে স্প্রে করবেন ।
• এই পদ্ধতি “যে কোন প্রজাতির” গাছের ক্ষেত্রেই দারুন কার্যকরী ।
• গাছটা আগা থেকে গোড়া পুরোটাই মারা গিয়ে শুকিয়ে গেলে এই পদ্ধতিতে বাঁচানো যাবে না !!!
• পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইলো !
• ভিডিওটি দেখার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ! সকলে ভালো থাকবেন !
ভাই খুব ভালো লাগলো তোমার এই ভিডিওটি।একটি প্রশ্ন করছি,এই ওষুধটি কি মানুষের অক্সিজেনের অভাব হলে প্রয়োগ করা যাবে ?
@@জয়শ্রীরামকৃষ্ণ-জ২ঝ আজব বাজে প্রশ্ন!!! মানুষের অক্সিজেনের অভাব হলে অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়া হয়। একটা ছোটো বাচ্চাও সেটা জানে।
Thank you sir
Excellent video👏👏👏
@@জয়শ্রীরামকৃষ্ণ-জ২ঝ না না একদম না !!
দারুণ প্রয়োজনীয়, মূল্যবান একটা ভিডিও দেখলাম,আপনাদের পিতাপুত্রের জন্য অনেক অনেক শুভকামনা রইল 🙏
*হরে কৃষ্ণ*
খুবভালো লাগলো দাদা।একটি মৃতপ্রায় গাছকে যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আর আপনার প্রচেষ্টায় বাঁচিয়ে তুললেন!সত্যিই প্রশংসনীয়।
ছোট্ট সোনামনি,বৌদিমনি সবাইকে নিয়ে সার্বিক কুসলে থাকুন।বৃক্ষ-লতাদি'র প্রতি ভালবাসা একটি সুন্দর মনের পরিচায়ক।
খুব ভালো একটা পদ্ধতি জানতে পারলাম । প্রয়োজনে আমরা ও এই পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করবো । অনেক ধন্যবাদ ।
Ei proccess ta kore khub upokar peye6i ... amr mrito pray ga6 beche uthe6e...thank you very much sir...!! God bless you...!
❤❤❤❤❤❤❤❤DARUN ASADHARAN VIDEO KHUB VALO LAGLO APNER VIDEO TI.....
দাদা খুব সুন্দর লাগলো,আপনি যেএই মরা গাছটাকে বাঁচিয়ে নূতন একটা জীবন দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
দাদা, জীবনে টাকা income ই সব কিছু নয়। কিন্তু ছেলে কে নিয়ে যা শেখাচ্ছেন, ও এক খুব ভাল মানুষ হয়ে উঠবে ।
দাদা হাইড্রোজেন পার অক্সাইড ওষুধ কি সব ওষুধের দোকানে পাওয়া যায় ?
Bhai, amar akta baro kathal gach ache. Setar bayas sat at hobe. Besh koyek bachor valo fol diyeche. Ei bachor gachtar praise sab Pata jhore geochemical. Natun kone Pata ba kathaler kono chinnyo amenities. Bujhte parchina gachta beche ache kina. Dal Pala gulo sab sukiye geche. Ei bachor khub bristi hoyai bagane anek job joke chilo. Hoito se karone kichu akta hoyeche. Apni kindly poramorso deben ?
@@robichhayanatyojoga.660 .thik
You are good 👍👍👍😊😊😊
Can you give your mobile no
অসাধারণ, প্রাণ বাঁচানোর আনন্দ যে কি হয় সেটা যে করে সেই জানে🙏🙏🙏
আপনার টিপস্ গুলো ভীষণ সাহায্য করছে।
কিন্তু গোলাপ গাছের ডাল ছাঁটাই করে ফাঙ্গিসাইড ব্যবহার করেও গোলাপের কোনো কোনো ডালে ডাইব্যাক হয়ে মরে যাচ্ছে।
কি করব,,,,,
দাদা, আমরা তো আপনার ভিডিওগুলো মনযোগ দিয়ে অবশ্যই দেখি। কিন্তু এই এক একটা ভিডিও করতে আপনাকে যে পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা সত্যি প্রশংসার যোগ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন এবং এই ভাবে গাছ পরিচর্যার বিষয়ে আমাদের আগ্ৰহী করে তুলবেন।
Dada,aapnar gach bachano paddati daruun legechhey....taar jonno aapnake onek Oneek DHANNYABAAD 🌺🌱🌿🌹👍👍👍👍👍
যারা গাছ কে ছেলে মেয়ের মতো ভালো বাসে তাদের জন্য দারুণ দারুণ একটি ভিডিও...আমদের মতো কিছু মানুষ,এই সবুজ ই যাদের প্রাণ তাদের মন ভালো করে দেবে আপনার এই প্রচেষ্টা...ওই সবুজের মাঝে সবুজ হয়ে বাঁচুক ওই মিষ্টি ছোট্ট সোনা
Kashinathdas
বাহ , এতো সুন্দর কমেন্ট পেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় । অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।খুব খুশী হলাম । খুব ভালো থাকুন ।
@@kashinathdas9816 অনেক ধন্যবাদ আপনাকে ।
আমার দেখা সেরা ভিডিও দাদা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
ধন্যবাদ এতো সুন্দর একটি ভিডিও সেয়ার করার জন্যে।
আপনাকেও অনেক ধন্যবাদ ।খুব ভালো থাকুন ।
দাদা নমস্কার, আমার তিনটি জবা গাছ।
এক বছরের মতো বয়স হবে ফুল আসছিলো
খুব সুন্দর ভাবে, অজ্ঞতা বশত আরো
বেশি
ফুলের আ
শায় লাল এবং কালো সার
দিয়েছিলাম গাছে
দাদা, আমরা তো আপনার ভিডিওগুলো মনযোগ দিয়ে অবশ্যই দেখি। কিন্তু এই এক একটা ভিডিও করতে আপনাকে যে পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা সত্যি প্রশংসার যোগ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন এবং এই ভাবে গাছ পরিচর্যার বিষয়ে আমাদের আগ্ৰহী করে তুলবেন। নমস্কার।
খুবই সুন্দর এই প্রতিবেদন,ঠিক যেরকম সুন্দর আমার ভীষণ প্রিয় স্বপ্নদ্বীপের হাসি।
দাদাভাই আমি মন্ত্র মুগ্ধের মত শুনে গেলাম
অসাধারন একটি সুন্দর শিক্ষা প্রদান করলেন আমাদের সকলকেই ।
আপনার পরিবার এর মঙ্গল কামনা করি 💐💐💐🙏
পরিবার
@@triptidas9739 অসংখ্য ধন্যবাদ 🙏
টাইপিং মিসটেক 😊
অনেক কিছু জানতে পারলাম দাদা আর ছেলের জন্য রৈলো অনেক শুভেচ্ছা ও শুভকামনা।🙏🙏
অসাধারণ দাদা অসাধারণ।
প্রণাম জানাই আপনাকে 🙏🙏💓💓💓
khub sundar bughichen ami amer nilkonthon gach k Bachate pari ki na
খুব কার্যকরী ভিডিও,,আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আপনার উপস্থাপনা চমৎকার।ভালো থাকবেন।
অসাধারণ দেখালে ভাই উপকৃত হলাম। এমন দৃশ্য বিরল প্রতিভার প্রকাশ সুন্দর।
I would like to salute the person who has nicely shown the survival technique for the dying plant
দাদা গোলাপ গাছের মাটি পরিবর্তন পদ্ধতি নিয়ে আলোচনা করলে খুব ভালো হয়।
এই সুন্দর ভিডিওটি উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আমার দুটো জবা গাছকে বাঁচাতে পারলাম। এই ভিডিওটি না দেখলে দুটো গাছ মরে যেত। 🙏🙏🙏
আমারও ১টা জবা ফুলের গাছ বেশী জলে মারা যাচ্ছে!!
যতই দেখি আপনার চ্যানেল ততোই অবাক হই!! আপনার একটাও ভিডিও আমার দেখা বাদ নেই! ধন্যবাদ দাদা।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
সত্যি অসাধারণ!!আপনার ভিডিও দেখে আগ্রহী হয়ে আমিও ১০০ রকমের পর্তুলিকা নিয়ে পর্তুলিকা ফুলের বাগান করেছি!
দারুন কোন কথা নয় .......খুব সুন্দর আসলে যাদের ছাদ বাগান আছে তারাই তারাই এই ভিডিওটার গুরুত্ব বুঝবে।
দাদা আর কিছু দিন আগে ভিডিও টা পেলে খুব ভালো হতো। ঠিক আছে পরে লাগবে। অনেক অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে । যাইহোক ভিডিওটা যে ভাবে দেখিয়েছি পরবর্তীতে সমস্যা হলে ঠিক এভাবে ট্রিটমেন্ট করলে দারুন রেজাল্ট পাবেন । ভালো থাকবেন ।
BEE
ভাই তুমি দারুন দারুন ভিডিও করছো , great work, চালিয়ে যাও
দাদা কেমন আছো ? অনেক দিন পরে তোমাকে পেলাম । খুব ভালো লাগছে যে তুমি আমার ভিডিও দেখো জেনে । ভালো থেকো দাদা !!
You are great, being a planter I salute you keep it up,thank you.
খুবই ভাল লাগলো । খুব সুন্দর একটা জিনিস শিখলাম । ভালবাসা রইলো বাংলাদেশ থেকে
Sotti ei technique aamar khub bhalo laglo. Tomake onek dhannyabad. Bhalo theko.
অনেক কিছু শেখার হচ্ছে আপনার কাছ থেকে। ধন্যবাদ দাদা 🙏🙏🙏 আর আপনার ছেলে জন্য অনেক ভালোবাসা রইল।
অনেক ধন্যবাদ আপনাকে ।খুব খুশী হলাম । খুব ভালো থাকুন ।
একটা গাছ বাচবে না।একদম বিশ্বাস করবেন না।
@@amarnathmajhido823 চেষ্টা করতে ক্ষতি নেই। সুযোগ পেলেই চেষ্টা করবো।
আপনাকে আজ আমাদের দেশের জন্য বিশেষ ভাবে প্রয়োজন। এবং ভবিষ্যতের জন্য আপনার সন্তান ও এগিয়ে আসবে নিশ্চয়ই।
আপনার সাহায্য র প্রয়োজন হলে কি করবো।
দাদা ভাই ও ভাই পো মরা গাছ বাঁচিয়ে অসাধারণ কাজ করে দেখালেন।বাবা ও ছেলে দীর্ঘ আয়ু হোক ঈশ্বরের কাছে এই কামনা করি । ছেলে ও বাবা দুজনেই যেন খুব ভালো থাকে ধন্যবাদ
দাদা ব্যাপারটা অনেকটাই জাদুকরী হয়ে গেল দেখে আশ্চর্য হলাম এবং শিখে নিলাম আপনাকে ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ আপনাকে । খুব ভালো থাকুন ।
দারুন উপকারী video। অনেক অজানা উপকারী কথা জানা গেল।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Osadharon projoniyo mulloban video share korer jonno tomaka osongkho dhonno ad 🙏🙏
অসংখ্য ধন্যবাদ ভাই !
আমি বাংলাদেশের মানুষ।
আজ আপনার ভিডিওটা দেখলাম।
বড় আফসোস হচ্ছে, আগে কেন দেখলাম না 😒 তাহলে হয়তোবা আমার খুব প্রিয় কাঁটামুকুট ফুলের গাছটি বাঁচিয়ে তুলতে পারতাম 😕
বাপকা বেটার জন্য অনেক দোয়া রইল।
কিছু করবার সুযোগ থাক আর না থাক, নুতন কিছু জানা তো গেল!তাই বা কম কি? আবশ্যক হলে নিজের অথবা অন্য কারুর তো প্রয়োজনে লাগতে পারব!!!!
অশেষ ধন্যবাদ!!
@@mukteswardas1600
হুমম, সেটা অবশ্যই ঠিক বলেছেন।
অনেক শুভ কামনা রইল 🌺🍀
ধন্যবাদ
সম্রট দা।
বাংলাদেশের রাজশাহী থেকে।
Fantastically excellent video. God bless you & grant you a long life to serve the human of the world. Thanks
খুব ভালো তথ্য দিয়েছেন।আর নিন্দুকের ব্যবহারে পজিটিভ কাজের কোন ক্ষতি হয় না ।মন খারাপ করবেনা চালিয়ে যান.............
Aapnar kaaj and protibedon khuuuub sundor.
খুব আনন্দ পেলাম, আগে জানলে আমার প্ৰিয় জবা গাছ গুলো বাঁচাতে পারতাম। Thank you so much
দাদা একটা অদ্ভুত জিনিস দেখালেন। আপনি গাছের ভগবান। এই ভাবে একের পর এক ভিডিও তৈরি করুন,ধন্যবাদ।
আপনাদের কেউ উপকার করলে তাদেরকে ভগবান মনে হয়।আপনারা কোন অবাক করা জিনিস দেখলে সেটা সেটা ভগবান হয়।
তিনি তো এক ও
অদ্বিতীয়
তাঁর কোন শরীক নেই ।তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি।
তার সমকক্ষ কেউ নেই।
অনেক ধন্যবাদ আপনাকে । না না তবে আমাকে ওই সব বলবেন না । আমি আপনাদের একজন অত্যন্ত কাছের বন্ধু - ভাই । আসলে আপনার খুব ভালো লেগেছে বুঝতে পেরেছি তাই আমারও খুব ভালো লাগছে । খুব ভালো থাকুন ।
@@asadmiah7679 দুঃখিত দাদা । উনি আসলে ওই ভাবে মিন করেননি । ওই তুলনার জন্যে খবই দুঃখিত । ভালো থাকুন ।
@@ChannelPanchMishali ঠিক বলেছেন
ওরে অমল তোদের মাথায় যে গোবর এটা তুই আবার প্রমাণ করলি
অনেক ভালো লাগলো ভিডিও টি ❤️
ভালোবাসা ও শুভ কামনা রইলো ❤ 🇧🇩
মেডিসিন এর নামটা জানান plz
@@dipalimukherjee6541 Hydrogen Peroxide
ছেলেকে আপনি যে শিক্ষা দিয়ে গেলেন তা ওর জীবনের সম্পদ হয়ে গেল।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।আপনারা ওকে একটু আশীর্বাদ করবেন যেন মানুষের মত মানুষ হয় । খুব ভালো থাকুন ।
@@ChannelPanchMishali আমিও একজন মা,,, আপনার ছেলের জন্য রইল অনেক অনেক আশীর্বাদ।।🙏 ভালো থেকো বাবু।।
♥️
❤️
আপনার কথা বার্তা শুনলে বোঝা যায় আপনার ভেতরে মঙ্গলময়ের নিত্যপূজা হয়।আপনার জীবনযাত্রায় অগ্রগতির বার্তা আসবে।ছেলেও মূল্যবোধসম্পন্ন মানুষ হবে।সেই প্রার্থনা রইলো।
আমি হাইড্রোজেন par oxide ব্যবহার করে একটা গাছ বাঁচাতে পেরেছি।
এই tips টার জন্য অসংখ্য ধন্যবাদ।
মানুষ চাইলে সব কিছুই করতে পারে,
তার উদাহরণ দাদা আপনি,
ভিষন ভিষন ভালো লাগলো দাদা আপনার এই ভিডিও টা দেখে,
আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন 🙏🙏🙏🙏
দারুণ! আগে যদি দেখতাম তাহলে কত গাছ বাঁচাতে পারতাম।
অনেক ধন্যবাদ আপনাকে । পরবর্তীতে সমস্যা হলে ঠিক এভাবে ট্রিটমেন্ট করলে দারুন রেজাল্ট পাবেন । ভালো থাকবেন ।
Camelia niye ekti programme karun.
ভীষণ সুন্দর।
অনেক ধন্যবাদ আপনাকে । খুব ভালো থাকুন ।
Love from Bangladesh
th-cam.com/video/FOYefljEFZ4/w-d-xo.html
ভীষণ উপকারী কাজ দেখালেন। আরও কাজ দেখতে চাই।
Bhalo laglo....iss age janle kichu dami gach banchate partam.
সে এক সঞ্জীবনী মন্ত্র দিয়ে গাছের প্রাণ বাঁচালেন দাদা।🙏🙏❤️
😊
😊😊
......
Khub bhalo laglo dada🙏
অনেক ধন্যবাদ আপনাকে । খুব ভালো থাকুন ।
Thanks!God bless you.
Baro gavhh hole ki more sambhab bolle n na to
অনেক ভালোবাসা রইল,,,বাংলাদেশ থেকে..
অনেক ধন্যবাদ আপনাকে । খুব ভালো থাকুন ।
দাদা ধন্যবাদ। দারুন বলেন আপনি।আপনার সবগুলো বক্তব্য ভীষন কার্যকর। খুব ভাল থাকুন আপনিও আপনার পরিবারের সবাই।
Darun jinis janalen aaj.... 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
অসাধারণ দাদা👍👍👍👍
অনেক ধন্যবাদ আপনাকে ।
Ashadharon! Thank you so much. God bless!
th-cam.com/video/FOYefljEFZ4/w-d-xo.html
দাদা গাছ তা না তুলে ডিরেক্ট ওই মিক্স জল দিলে কিছু পরিবর্তন হবে কি, কোনো সুফল পাওয়া যাবে ??
th-cam.com/video/18Bpqeg3UZU/w-d-xo.html
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বাংলাদেশের সকল গাছ প্রেমিদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া রইলো
Namitasatkar
/+
খুব খুব সুন্দর লাগলো আমিও এই প্রদ্ধতি প্রয়োগ করবো আমার ছাদ বাগানে
ভাই, হাইড্রোজেন পার অক্সাইড কত পারসেন্ট ? 6% না 3% ব্যবহার করেছেন?
দাদা আমি 6% টা নিয়েছি! 3% নিলে দ্বিগুণ পরিমান ব্যবহার করবেন!
আমাদের ছাদ বাগানে অনেক গাছ মরে যাচ্ছে ,, খুব কষ্ট হচ্ছে চোখের সামনে প্রিয় গাছ গুলো শেষ হওয়া দেখে ।।
যারা dislike করে তারা পৃথিবীর মানুষ নয় । কারন শুদ্ধ মনের মানুষ রা গাছ , শিশু, ফুল, গান এগুলি পছন্দ করে।আপনার বক্তব্য টা ভুল প্রিয় মানুষেরা কখনও dislike করতে পারেনা আর করলে প্রিয় হতেই পারেনা।
i heat sing.
খুব প্রয়োজনিও ও গুরুত্বপূর্ণ ভিডিও, খুব উপকৃত হলাম। ধন্যবাদ দাদা।
অনেক ভালো লাগল আপনার উপস্থাপনা,
ধন্যবাদ আপনাকে।
Samrat, excellent. What was the% of hydrogen peroxide? Is it available in medical store or agro input store?
পাতাগুলো কুঁচকে গেছে এবং পোকা ধরেছে একটু যদি হেল্প করেন তাহলে ভালো হয়
Apni rosun ektu jole gule oi jol ta patay spray kore dekte paren amar tulsi gach ta tik hoye giyachilo
ইসসসসস্ ! কটা মাস আগে যদি আপনার এই ভিডিওটা আমি পেতাম দাদা !! আমারই ভুলে আমার অত্যন্ত প্রিয় ৭টা গাছকে আমার আর ফিরে পাওয়া হল না ! 😭😭
অনেক ধন্যবাদ আপনাকে । চিন্তা করবেন না , পরবর্তীতে সমস্যা হলে এটা এপ্লাই করে দারুন ফল পাবেন । কিন্তু আমি চাইব যেন পরবর্তীতে আর এই সমস্যা আপনার না হয় । খুব ভালো থাকুন ।
@@ChannelPanchMishali tegpata Bach kothay poya jay
এটা খুব ভাল পদ্ধতি। খুব কাজে লাগবে।
Bah! Khub sundar vabe dekhlam & obak hoa gelam.
Asadharon laglo.......ga6 Amader Oxygen etc aro onek ki6u die jibon bChay.....tader jotno kore bachie tola aboshyo aboshyo kortobyo...........
ধন্যবাদ দাদা ধন্যবাদ অসাধারন উপস্থাপনা ভারত,আসাম,হাইলাকনদী,বিষঞুঘর।জসিম উদ্দিন
Darun ami notun kore bagan korchi...
Apnar video golo dekchi r sikchi😊
আমার একটি থাই পেয়ারা গাছ ঠিক এই অবস্হা হয়েছে । আমি চেষ্টা করবো । আপনাকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।
Darun Tecnic.....Dada Apnake asonkhyo dhanyabad....👌👌
সত্যি এটা অসাধারণ লাগলো , আপনার জন্য নতুন কিছু পদ্ধতি জানতে পারলাম ।👌👌👌👌 আমি খুব খুব খুশি হয়েছি । আমিও বিভিন্ন ধরনের গাছ লাগাই , অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে ।🙏🙏🙏🙏
প্রতিটা ভিডিওতে আপনার ছেলেকে নিয়ে যে কি সুন্দর ভাবে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান উপস্থাপনা করেন আমার দারুন লাগে।
ছেলেটা সত্যিই পড়াশোনার সাথে সাথে বর্তমান যুগের হয়েও এত সুন্দর একটা পরিবেশে বড় হয়ে উঠছে এটা খুব ভালো ব্যাপার।
ও খুব ভাগ্যবান আপনার মত বাবা পেয়ে। 🙏🙏🙏🙏
স্বপ্নদীপ, তুমি খুব মিষ্টি ছেলে। তোমার জন্য রইল আমার অনেক স্নেহ ও ভালোবাসা। তুমি অনেক বড় মানুষ হয়ে ওঠো ভগবানের কাছে আমার এই প্রার্থনা।
দাদা অনেক অনেক শুভেচ্ছা রইল অনেক ভালো লাগলো আপনার এই দেখানো
নতুন জিনিস শিখলাম।আর একটু আগে জানলে আমার একটি মৃতপ্রায় জবা গাছকে বাঁচিয়ে তুলতে পারতাম। ধন্যবাদ দাদা
ইস্ আগে জানতে পারলে আমার এজ্যেলিয়া ও ক্যামেলিয়াকে বাঁচাতে পারতাম ৷ খুব ভালো লাগে আপনার কথাগুলো ধন্যবাদ ৷
Ashadharon ashar video.. apnar chele khun e mishti..
দারুন।সত্তি ভালো লেগেছে।ধন্যবাদ।
Osadharon upokari ekta video.Dekhe nilam aj bikele amio korbo kamranga gach e❤❤
একদম ঠিক ভিডিও আমাদের সবার জন্য উপহার দিয়েছেন , তবে এই উপহার টা আমি 5 দিন আগে দেখতাম তাহলে খুব ভালো হতো আর গাছটা বেঁচে থাকার আনন্দ নিতাম , ধন্যবাদ দাদা
আমি খুব গাছ প্রেমি আপনার ঠিকানা চাই
এই জন্য যে আপনার সঙ্গে দেখা করব।ভীয়েতনামী নারকেল গাছ পাব কি না? জানালে
পাব কিনা?
জানান
অসাধারন বাংলাদেশ থেকে দেখছি
খুব খুব সুন্দর লাগলো আপনার এই ভিডিওটা
Osadhoron laglo! Just gaye kata dichche vebe oder jodi evabe bachate pari er theke anonder er kichu hoina!
Eto sundar video dekhebar janno khub upakar holo ,I am garden lover ,I have. Also garden ,thanks
Nice God apnk onak valo krbe.dkha monte vora gelo
দারুণ ব্যাপার।
মরা গাছ বাঁচানো।
👌👌👌👌👌
Bolben kindly Ami apnar chanel panch mishali dekhe khub upokrito
অপূর্ব; খুব ভাল পরামর্শ । আপনাকে অনেক সুভেচছা জানিয়ে আরও নতুন কিছু জানার অপেক্ষায় রইলাম ।ধন্যবাদ ।শুভ সকাল ।।
Waooo darun ekta notun kichu sikhlam apnar kachhe thank you so much. Vison anondo holo gachti beche geche dekhe. God bless you n your family. Apnak dekhei monehoy apni vison vlo ekjon bekti r apnar cheleti o ekdin vison vlo manus hobe. Fol dekhe gach chena jay.
অসাধারণ মেসেজ দিলেন আপনি, নতুন প্রাণের সঞ্চার করলেন মৃতপ্রায় গাছটিকে বাঁচিয়ে তুলে
খুব ভালো লাগলো নতুন বাগানিদের জন্য দারুণ
ভীষণ ভীষণ ভালো লাগলো
অনেক কিছু জানলাম
দাদা আপনার ভিডিও দেখে সত্যি খুব উপকিত হয়েছি তার জন্য thank you এতো সুন্দর একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য কিন্তু এর পর কি করবো বা কি রকম যতন নেবো সেটাই বুঝতে পারছিনা
dada khub valo laglo .. ekta proshno .. ami onno ek video te dekhlam ekjon gardener bollo j H202 1liter panite 1.5-2ml mix korar jonno .. but apni bollen সাধারণ গাছে স্প্রে করতে চাইলে এক লিটার জলে “10-15ml” গুলে স্প্রে করবেন।
akhon bujhte parchi na ashole kon ratio ta use korbo? pls janale khub upokar hoto...
valo thakben . .and onek onek valobasha shopnodiper jonno ..
❤Love From🇧🇩