আমি সব্জি পচার মধ্যে ডি,এ,পি,সরিষার খোল, বাদাম মিক্সিতে ঘোল করে,পুরানো গোবর ভেজানো জল ,কলার খোসা, দিয়ে ঘোল করে 10 লিটার জলে 250 গ্রাম মিশিয়ে গাছে ব্যবহার করি।সেটা কি ঠিক?
@@SwadeshChakoraborry এই ভাবে আমি প্রয়োগ করে দেখিনি কখনো, এই সবগুলো মিশিয়ে দিয়ে এনপিকে কি রেশিওতে আসছে সেইটা বুঝতে হবে। এবং সেই অনুযায়ী ব্যবহারিক এবং কার্যকরী হতে পারে। গোবর জল থেকে একটি হিউমিক অ্যাসিড নিচ্ছেন, কলার খোসা থেকে পটাশ নিচ্ছেন ডিএপি থেকে ফসফেট নিচ্ছেন। এইভাবে একটা মিশ্র তৈরি হচ্ছে।
ভিডিও টা শুনতে ভালো লাগলো কিন্তু সামনে লেখা আসাতে খুব অসুবিধা হচ্ছে।
দারুন বলেছো ভাই।
খুব সুন্দর ❤
আজকের শুরুটা একটু অন্য রকম হল। সেই চির পরিচিত শুরুটা শুনতে পেলাম না। যাক আজকের খোলজলের ব্যবহার প্রসঙ্গ ভিডিওটা ভালো লাগলো। ধন্যবাদ দাদাকে।
@@BivhasPachhali হ্যাঁ একদমই একটু অন্যভাবেই করার চেষ্টা করলাম। আপনার কমেন্টে পেয়ে খুশি হলাম ।😊
Dada Ei Taral Saar Lebu Jaatiyo Gaache Dewa Jaabe. Ebare Phool Aashar Samoy Hoyeche
Asadharon video apnader
দাদা, আর কতবার খোলজল খোলজল
বলবেন? ধৈর্য্য হারা হয়ে গেলাম।
আপনার জন্য দুঃখিত।
Dada Ei Kholjal Lebu Jaatiyo Gaache Dewa Jaabe. Ekhon Phool Aashar Samoy
Ha dite parben.
@gacherjotnonin Dhanyobad
কতদিন এটা ব্যবহার করবো দাদা বললে একটু উপকার হয় দাদা❤️
@@NasrinHaque-ls5rv যতক্ষন না গাছটি ভালো গ্রোথ নিচ্ছে।
আমি সব্জি পচার মধ্যে ডি,এ,পি,সরিষার খোল, বাদাম মিক্সিতে ঘোল করে,পুরানো গোবর ভেজানো জল ,কলার খোসা, দিয়ে
ঘোল করে 10 লিটার জলে 250 গ্রাম মিশিয়ে
গাছে ব্যবহার করি।সেটা কি ঠিক?
@@SwadeshChakoraborry এই ভাবে আমি প্রয়োগ করে দেখিনি কখনো, এই সবগুলো মিশিয়ে দিয়ে এনপিকে কি রেশিওতে আসছে সেইটা বুঝতে হবে। এবং সেই অনুযায়ী ব্যবহারিক এবং কার্যকরী হতে পারে। গোবর জল থেকে একটি হিউমিক অ্যাসিড নিচ্ছেন, কলার খোসা থেকে পটাশ নিচ্ছেন ডিএপি থেকে ফসফেট নিচ্ছেন। এইভাবে একটা মিশ্র তৈরি হচ্ছে।
কতদিন পর পর ব্যবহার করবো
@@NasrinHaque-ls5rv ১০ দিন অন্তর।
পুলক বাবু ১০,২৬ যে মিশ্রণ টি বললেন সেটি যত দিন ফুল থাকবে ততদিন পর্যন্ত চলবে
না একদমই না।শুধু মাত্র ফুল আনার জন্য ব্যবহার করবেন, কুড়ি এসে গেলে আর কোন সার চলবে না।