Carvaan Classic Radio Show-Sagar Sen Special | Uriye Dhwaja | Katobar Bhebechhinu | Ami Tomar Preme

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 288

  • @SBS1959Gautam
    @SBS1959Gautam 21 วันที่ผ่านมา +1

    ভগবান আমরা ভাগ্যবান, এই গা ন শুনতে পারছি।

  • @PramitBarua
    @PramitBarua 2 ปีที่แล้ว +12

    আমি গৌরববোধ করি একজন বাঙ্গালী পরিবারে জন্ম আমার, আনন্দ অনুভব করি বাংলা আমার ভাষা; যার মধুতা, নম্রতা, মমতা আমি অনুভব করতে পারি। আমি অনেক সৌভাগ্যবান যেখানে জেনেছি রবীন্দ্রনাথকে যেখানে পেয়েছি একজন 'সাগর সেন' কে।
    অসম্ভব ভালোবাসি সাগরসেন কে।
    কিংবদন্তি ক্ষণজন্মা এই শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা
    💐🙏💕
    কৃতজ্ঞতা এই চ্যানেলের প্রতি।💕

    • @sanjoyhalder4928
      @sanjoyhalder4928 ปีที่แล้ว

      ঠিক কথা যে রবীন্দ্র সংগীতের এই শিল্পী সাগর সেন এর জন্ম।।🙏🙏🙏

    • @tapaschandramozumdar9473
      @tapaschandramozumdar9473 หลายเดือนก่อน

      Agreed

  • @saswatimukherjee8260
    @saswatimukherjee8260 ปีที่แล้ว +10

    কী অসাধারণ কণ্ঠ, কী গায়কী...মন কে পরম শান্তিতে ভরিয়ে তোলে....এসব শিল্পী কোথায় হারিয়ে গেলেন!!...বাংলা,বাঙালি কে যে কী দিয়ে গেছেন,আজ এই সময়ে দাড়িয়ে,বড়ো রিক্ত মনে হয়...যেখানেই থাকুন পরম শান্তিতে বিরাজ করুন...প্রণাম

    • @samirroy5708
      @samirroy5708 ปีที่แล้ว

      Most favourite singer out of all Rabindra Sangeet artist🙏🙏🙏

  • @tawshinkamal7451
    @tawshinkamal7451 ปีที่แล้ว +3

    ঈশ্বর প্রদত্ত প্রতিভাবান সুরেলা কণ্ঠের অধিকারী,এই গুনিজন রবীন্দ্র সংগীত শিল্পী। রবি ঠাকুরের ন্যায় শ্রষ্টার এক অপরুপ বিস্ময়কর সৃষ্টি সাগর সেন।কি অসাধারণ গায়কী--- পরম শান্তিতে হৃদয়কে ভরে তোলে। গভীর শ্রদ্ধা প্রিয় শিল্পীর প্রতি।

  • @mustakakbar9767
    @mustakakbar9767 9 หลายเดือนก่อน +3

    ওনি সাগর সেন। রবীন্দ্র সংগীতকে যিনি সাধারণ মানুষের কাছে অভূতপূর্বভাবে উপস্থাপন করেছেন।

  • @mukthizcreation
    @mukthizcreation 2 ปีที่แล้ว +13

    কবি গুরুকে দেখিনি, তোমায় দেখেছি, শুনেছি কবি গুরুর ভাষা অভিব্যক্তি তোমার কন্ঠে সুরের মূর্ছনায় । আর হবেনা কবি গুরু, আর হবে সাগর সেন, চিন্ময়, হেমন্ত । ভালো থেকো তোমরা সেপারে।

  • @nipajaman7297
    @nipajaman7297 2 ปีที่แล้ว +6

    আমি ছোটো বেলা থেকেই সাগর সেনের ভক্ত একজন শ্রোতা।খুব ভালো লাগে উনার গান।

  • @jnanendranathkhanrat7249
    @jnanendranathkhanrat7249 10 หลายเดือนก่อน +5

    সাগর সেনের কণ্ঠস্বর আপ্লুতময়।
    মন কে সব সময় নাড়া দেয়। 🙏

  • @debanjankundu9110
    @debanjankundu9110 ปีที่แล้ว +2

    Shilpir surer madhur jadu onar gayaki..Aamar priyo shilpi.
    Dhonyobad !!

  • @mohammadislam1879
    @mohammadislam1879 ปีที่แล้ว +4

    কি দরদ ভরা কন্ঠ ! নিবিস্ট মনে শুনতে হয়। আমিও ক্যানসারে আক্রান্ত হয়েছিলাম। তখন সাগরসেনের কথা মনে হয়েছিল। কতই না জানি তিনি কস্ট পেয়েছিলেন তখন তো চিকিৎসা পদ্ধতি এতো উন্নত ছিলনা। তাঁর চেহারার মধ্যে কি অসাধারন ব্যাক্তিত্ব ছিল !

  • @anandamohanmandal9407
    @anandamohanmandal9407 ปีที่แล้ว +8

    গানগুলোর selection সত্যিই সুন্দর। প্রতিটি গানই মনকে নাড়া দিয়ে যায়।

  • @seriousstudent6566
    @seriousstudent6566 ปีที่แล้ว +4

    ছোটবেলা থেকেই রবীন্দ্র সংগীতের সঙ্গে পরিচয় সাগর সেনের কন্ঠস্বরে ই । এনার কন্ঠস্বরে "আমার প্রানের পরে চলে গেল.." গানটি ঈশ্বরের উদ্দেশ্যে বলে জানতাম, পরে যখন জানলাম যে কবি তাঁর বৈদির বিয়োগ বেদনায় রচনা করেন। গানটি নিছক এক মানবীর উদ্দেশ্যে ভাবতে মনে ব্যথা পাই । আজও আমার বিশ্বাস সাগর সেনের কন্ঠস্বরে গাওয়া গান মানে ঈশ্বরের উদ্দেশ্যে।

    • @paromitadutta739
      @paromitadutta739 ปีที่แล้ว +1

      তাই তো তিনি রবীন্দ্রনাথ । যার গানে প্রেম পূজা একাকার হয়ে যায় ।

    • @seriousstudent6566
      @seriousstudent6566 ปีที่แล้ว

      @@paromitadutta739 অপূর্ব ব্যাখা । মনের সমস্ত সঙ্কা দূর হল। মন তৃপ্ত হল। আমি ঋদ্ধ হলাম। অসংখ্য ধন্যবাদ বোন।

  • @user-blog2023
    @user-blog2023 3 หลายเดือนก่อน +1

    এ তো গান নয়,যেন অনন্তকালের ডাক।মনের অন্তঃস্থলে এক অদ্ভূত অনুরণন জাগায়।তার স্বল্পায়ু সঙ্গীত জীবনে যা রেখে গেলেন তা ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁকে শতকোটি প্রণাম জানাই।

  • @lakshmikantahansda3235
    @lakshmikantahansda3235 2 ปีที่แล้ว +24

    সাগর সেন এর গান ছোটবেলা থেকে শুনে এসেছি। ছোটোবেলা থেকেই উনার গান শুনতে ভালো লাগতো। দারুন সুরেলা ভরাট দৃপ্ত কণ্ঠ। ভগবান প্রদত্ত প্রতিভা না হলে এতো সুন্দর দরাজ গলায় রবিন্দ্র সঙ্গীত গাওয়া মুস্কিল। অনেক কম বয়সে চলে গেছেন এটাই আফশোষ। শিল্পী কে আমার প্রনাম জানাই।

  • @mssonalimukherjee4447
    @mssonalimukherjee4447 2 ปีที่แล้ว +20

    এতো ভরাট গলা, উদাত্ত কন্ঠ!!!!! সত্যি মনে দাগ কেটে রেখে দিয়ে গেছেন আপামর শ্রোতাদের। খুব তাড়াতাড়ি চলে গেছেন এতো গুনী মানুষ টি। প্রনাম🙏

  • @Mr.Neil17915SR
    @Mr.Neil17915SR 2 ปีที่แล้ว +15

    তাঁহার কণ্ঠে এইরূপ গান আমায় আধ‍্যাত্বিকতায় পৌঁছে দেয়। মায়াময় কি অপরূপ গানের লয় ও সুর !!! এই মায়াবী জীবনের পারস্পরিক-সহাবস্হানের সুন্দর, সম্প্রীতিময় সম্মুখ দিগন্তের অনাদি আহবানের মৃন্মময়ী ডাক শুনতে পাই আমি। এই মনোহারী ডাক এক অদৃশ‍্যশক্তির; এইশক্তি আমাকে সুস্হসৌন্দর্য‍্যে পারস্পরিক আনন্দ কোলাহলে মাতিয়ে রাখে। জৈবিকসত্ত্বার সৃস্টিআনন্দের এই জাগতিক শক্তি হয়তোবা আমি ফিরেপেয়েছি। কাব‍্যের নান্দনিকতা আর সেই কাব‍্যের সুরের আলংকারিকতায় কথা ও সুর সত‍্যিই স্মরনীয়। প্রিয়তম শিল্পীঃ সাগরসেন; আপনার এই সমন্বীত এইরূপ সৃষ্টি আরো মানবীয়সত্ত্বাকে সৃষ্টিআনন্দে সুস্হ-সুন্দর প্রাণজ করে তুলুক। সমর বড়ুয়া।

  • @somnathsanyal7935
    @somnathsanyal7935 2 หลายเดือนก่อน +1

    শ্রদ্ধেয় সাগর সেনের কন্ঠে মনমুগ্ধকর গান মনকে আচ্ছন্ন করে, আত্মার তৃপ্তি , শান্তি পাই ।❤

  • @shampadutt2131
    @shampadutt2131 4 หลายเดือนก่อน +4

    Good evening very nice collection of Sagar sen please enjoy with tagore songs namaste god bless you all always with best wishes with sound health happiness regards and affection and blessings to you all always with regards and respect namaste shampa dutt please sir ji and madam ji namaste god mother please

  • @sudiptahore5489
    @sudiptahore5489 2 ปีที่แล้ว +31

    জানিনা কেন চোখে জল আসে এই ভেবে যে কি অসাধারণ শিল্পীরা ছিলেন। প্রণাম।

  • @jawherlaldas9528
    @jawherlaldas9528 2 ปีที่แล้ว +21

    অসাধারণ। সাগর সেন এর মত শিল্পী বারবার জন্ম হয় না। সশ্রদ্ধ প্রণাম রইল।

  • @suvashpaul2209
    @suvashpaul2209 ปีที่แล้ว +2

    আজ জেনে নিজেকে গর্বিত অনুভব করছি যে, সাগর সেন আমার জেলা রাজবাড়ীর জমিদার বাড়ির সন্তান ছিলেন। ওনার বাবা বীজন বিহারি সেন ও মুক্তাগর্ভা মা নয়ন বিহারি সেন, ❤❤❤ অবনত শীরে প্রণাম ❤❤❤।

  • @purabiganguli7768
    @purabiganguli7768 4 หลายเดือนก่อน +1

    অসাধারন । এইসব শিল্পীর গান আর কোনো দিন হবে না । মন প্রান জুড়িয়ে যায়।

  • @mdnasiruddin500
    @mdnasiruddin500 2 ปีที่แล้ว +18

    বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের পাশাপাশি শিল্পী সাগর সেন এঁর জন্ম যেন একই সূত্রে গাথা !

  • @kakalisarkar7695
    @kakalisarkar7695 2 ปีที่แล้ว +6

    সাগর সেনের এমন গলা গায়কী রবীন্দ্রসংগীতকে সমৃদ্ধ করার জন্য অনিবার্য ছিল। আজও সমান দর্পে তাঁর গান সবার অন্তরে বিরাজমান

    • @blazex3341
      @blazex3341 ปีที่แล้ว

      Enar sab gan guli apurbo khubi sundor.choto Bela theke sunchi.

  • @triptimoychatterjee269
    @triptimoychatterjee269 ปีที่แล้ว +13

    ঈশ্বরদত্ত কণ্ঠ ! প্রণাম প্রিয় শিল্পীকে !🙏🙏🙏

  • @jyotisaha5069
    @jyotisaha5069 2 ปีที่แล้ว +17

    প্রনাম শতকুটি প্রনাম আপনাকে ও আপনার কন্ঠের সুমধুর গানকে। তারার দেশে ভালো থাকবেন।

  • @gautamkumarghosh4700
    @gautamkumarghosh4700 6 หลายเดือนก่อน +1

    এই মহান মহান শিল্পীকে আমার সহস্র কোটি প্রনাম নিবেদন করলাম।

  • @radhagobindasaha6906
    @radhagobindasaha6906 2 ปีที่แล้ว +11

    অপূর্ব উপস্থাপন। ঈশ্বর প্রদত্ত প্রতিভা এবং কন্ঠ ।মন ভরে যায় । প্রণাম ।

    • @sensohini_
      @sensohini_ 2 ปีที่แล้ว

      ধন্যবাদ 🙏

  • @khairulahsan9862
    @khairulahsan9862 2 ปีที่แล้ว +3

    অসাধারণ গেয়েছেন সব গান! শিল্পীর প্রতি আন্তরিক শ্রদ্ধা।
    তবে শিল্পীর সাথে সাথে এ প্রোগ্রামের উপস্থাপিকার প্রশংসা না করলেই নয়। তার মিষ্টিমধুর কণ্ঠস্বর এবং চমৎকার বাংলা শুনে অত্যন্ত মুগ্ধ হয়েছি। শব্দচয়নে এবং তার যথার্থ প্রয়োগে তিনি মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন।

  • @nirenbaghchi4301
    @nirenbaghchi4301 2 ปีที่แล้ว +47

    স্বয়ং ঈশ্বরের অসাধারণ সৃষ্টি,গলার অপূর্ব আওয়াজ শুনলেই মনটা কোথায় যেন অজানা গহন অরণ্যে ভেসে চলে যায়।

    • @azizulalam6113
      @azizulalam6113 2 ปีที่แล้ว +1

      রৈ জ‌জ

    • @azizulalam6113
      @azizulalam6113 2 ปีที่แล้ว +2

      জজ

    • @azizulalam6113
      @azizulalam6113 2 ปีที่แล้ว

    • @ramprasadroyofficial
      @ramprasadroyofficial ปีที่แล้ว

      kUiiu777777IiI7i77777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777

  • @shyamalchakraborty6542
    @shyamalchakraborty6542 2 ปีที่แล้ว +7

    I think sagar sen is the legend of rabindra sangeet. He is evergreen of rabindra sangeet.

  • @juthikabhadra98
    @juthikabhadra98 2 ปีที่แล้ว +24

    কন্ঠে এক চিরকালের রোমান্টিকতা! আমার মনকে এক অদ্ভূতভাবে আপ্লুত করে।

  • @ranajitnayek8359
    @ranajitnayek8359 2 ปีที่แล้ว +4

    শাশ্বত সৌন্দর্যের পরিবেশনা রবীন্দ্রনাথের গানকে আমাদের কাছে প্রিয় করে রেখেছে ।

  • @bhudebsengupta3480
    @bhudebsengupta3480 2 ปีที่แล้ว +22

    আমি সাগর সেনের গুণমুগ্ধ । ছোটবেলায় শিল্পীর একটি অনুষ্ঠান দেখেছিলাম।শিল্পী তন্ময় হয়ে গাইছিলেন।ফোটোগ্রাফার দের ছবি তোলার জন্য ওনার তন্ময়তা কিছুটা ভঙ্গ হয়েছিল।তাই একটু বিরক্ত হয়েছিলেন। আজ এই বয়সে ব্যপারটা ভালো ভাবে বুঝতে পারি। এই রকম কন্ঠের শিল্পী রবীন্দ্রনাথের গানে আর কি হবে ? তাই এই প্রজন্মেও দেখি এই শিল্পীর গান এখনো জনপ্রিয়।

    • @anjandas2271
      @anjandas2271 ปีที่แล้ว

      Due to artist such as Sagar Sen Rabindra nath Tagore has become 'jibonto' I mean LIVING.

    • @user-ws9tm1zi8q
      @user-ws9tm1zi8q 11 หลายเดือนก่อน

      We expect regularly songs of lateartist

    • @arunamondal1064
      @arunamondal1064 หลายเดือนก่อน

      😅😊😊c😅
      11:07 ​@@anjandas2271

  • @anitadebnath3919
    @anitadebnath3919 2 ปีที่แล้ว +4

    Asadharon,Anobadyo,
    Atulonio.E chhara r kichhu
    Balar Nei.

  • @thakumargalpo
    @thakumargalpo 11 หลายเดือนก่อน +1

    প্ৰথম গান টি অপূর্ব,অনেক দিন আগে শুনেছিলাম,আজ পরপর দু-বার শুনলাম মনটা জুড়িয়ে গেল

  • @shahedasultana9747
    @shahedasultana9747 ปีที่แล้ว +1

    সত্যি , এমন মানুষ হতে গোনা পাওয়া যায় । 🙏

  • @gopadutta2418
    @gopadutta2418 ปีที่แล้ว +4

    আমার ভীষণ পছন্দের এক অন্যতম রবীন্দ্রসঙ্গীত শিল্পী। কি দৃপ্ত ও সেই সাথে মধুর কন্ঠের অধিকারী ছিলেন আমার এই পরম প্রিয় শিল্পী!!
    🙏🙏🙏🙏❤❤❤❤

  • @kunalchattopadhyay3580
    @kunalchattopadhyay3580 2 ปีที่แล้ว +47

    আমি তখন অর্থনীতি অনার্সের ছাত্র।পুরনো এডিসনের ইন্ডিয়ান ইকনমির বই বেচে সাগর সেনের আরো কতো দূরে আছে সে আনন্দধাম রেকর্ডটা কিনেছিলাম।

  • @rathindramondol5888
    @rathindramondol5888 2 ปีที่แล้ว +15

    যতই শুনি ততই তৃষা বাড়ে ।

  • @sunandasinha6375
    @sunandasinha6375 2 ปีที่แล้ว +4

    অপূর্ব।এমন দরদী কন্ঠ। আমার প্রথম পছন্দের শিল্পী।অকাল প্রয়াণ নিঃসন্দেহে আমাদের ক্ষতি করেছে। প্রণাম জানাই।

    • @santachekrabarti2945
      @santachekrabarti2945 2 ปีที่แล้ว

      Bayas 75 par hoe galo M.A pass koreche sei kone juge. Tobu akhon o mone pore jai result beronot ager sandhyay redio te Sagar Sen et gan bajche amar sab bhay kete galo
      Oi kanthe ato moho chilo.
      Santa Chakrabarti.

  • @jujuthsukumarchakraborty1900
    @jujuthsukumarchakraborty1900 ปีที่แล้ว +6

    God gifted voice specially for Rabindra Sangeet.

    • @amalendukundu2860
      @amalendukundu2860 ปีที่แล้ว

      Ami unar rabindra sangeetder eknishta vakta. Unar gayaki asadharan. Amar khubi pachander silpir madhye ekjan..

  • @barinkumarde6278
    @barinkumarde6278 ปีที่แล้ว +2

    Excellent. Feeling very sad because presen generation is missing essence of this field. I started listening to respected Sagar Sen right from 1968 when studing class X encouraged by my Aunti who taught me Physics now publishing more than one fifty Research Paper related to physics. All papers are outcomes following the spirit of Rabindra Sangit. Moreover Rabindra Sangit performed by Sagar Sen is one of many other UNIQUE S.

  • @prabirkayal8091
    @prabirkayal8091 2 ปีที่แล้ว +22

    রাজগায়ক, যেন বসন্তের কোকিল,, কণ্ঠ থেকে মুক্ত ফাগুনের অনুরাগ ঝরে পড়ছে।

    • @chandananandy2294
      @chandananandy2294 2 ปีที่แล้ว

      Aprbo

    • @pijushguha3008
      @pijushguha3008 2 ปีที่แล้ว +1

      কি সুন্দর লিখেছেন।

    • @arindamghosh4496
      @arindamghosh4496 8 หลายเดือนก่อน +1

      সাগর সেনের গান শুনলে মনটা আমার ভাল হয়ে যাই।

  • @diptinag9250
    @diptinag9250 2 ปีที่แล้ว +1

    My favorite singer Sagar Sen .Gangulo o bheesan favorite.Khub bhalo lagchche

  • @asokeranjan9926
    @asokeranjan9926 2 ปีที่แล้ว +11

    সাগর সেনের নিবেদন অবশ্যই অনবদ্য, কিন্তু উপস্থাপনা যে কত শৈল্পিক হ'তে পারে সোহিনীর এই ভাষ্য ও বর্ণনা তার প্রকৃষ্ট দৃষ্টান্ত!

    • @sensohini_
      @sensohini_ 2 ปีที่แล้ว

      ধন্যবাদ 🙏

    • @pesiroy2210
      @pesiroy2210 ปีที่แล้ว +1

      Khub valo lage
      Sei samaykar jato gayak gayika chilen pray protyeker gaan amar valo lage. Thank you.

  • @ItzAyanEditz00
    @ItzAyanEditz00 2 ปีที่แล้ว +6

    আমি জেনে শুনে বিষ করেছি পান - এই গানের মর্মার্থ সত্যিই যেন উনি উপলব্ধি করেছিলেন।

  • @aninditadas2652
    @aninditadas2652 22 วันที่ผ่านมา

    Thank you for sharing the program.

  • @arupsinha1824
    @arupsinha1824 2 ปีที่แล้ว +5

    অসাধারণ শিল্পী । চিরকালের গান ও গায়কী।

  • @monitoshdas2389
    @monitoshdas2389 2 ปีที่แล้ว

    Shilpir galai Rabindra Sangeet guli asadharon. Ami senior citizen ( 65 yrs.) hoye ekhon onar gaoya gaan guli gaiber chesta korchi.

  • @swarupamukherjee703
    @swarupamukherjee703 2 ปีที่แล้ว +7

    Really,the lively, lovely and amazing voice, now, I can say the truth that I had the opportunity of get ting him as my Teacher,pronam,Sir

  • @SaswatiDey-lt5zu
    @SaswatiDey-lt5zu ปีที่แล้ว

    Amio erokom ekdin radio te onar gaan shune completely hooked hoe giechilam. Ami Jene shune bish korechi paan. Tarpor e onar kache amar gaan shekhar o soubhagyo hoechilo. 🙏🏽

  • @dulaldas1217
    @dulaldas1217 2 ปีที่แล้ว +10

    Magical and melodious voice of Sagar Sen ! He is still with us in our memories and remains immortal in his melodious songs of Rabindra Sangeet.

    • @bharatiroychowdhury1052
      @bharatiroychowdhury1052 ปีที่แล้ว

      Sagar sen is unparallal in rabindra sangeet his melodious voice i like from core of my heart

  • @jyotirmoymondal8917
    @jyotirmoymondal8917 ปีที่แล้ว +1

    Ŕabidra sangit e Rabindranath o Sagar Sen mile mìse ekaatmo hayeçhhe.

  • @dipikakumar1803
    @dipikakumar1803 10 หลายเดือนก่อน

    অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালিকা যে বললেন ' সে এক সময় ছিল বটে' একেবারে আমার মনের কথাটি বলেছেন। সত্যিই সে এক সময় ছিল বটে! সেই সময় সকাল থেকে রাত পুরো দিনটাই যেন কী এক অপূর্ব অদৃশ্য সুরে ছন্দে বাঁধা থাকত। কোনোভাবেই বেসুর হবার উপায় ছিল না যেন। আর সেটি হতো কারণ দিনের প্রতিটি ভাগ পূর্ণ হয়ে থাকত দেবব্রত, হেমন্ত,চিন্ময়,অশোকতরু,সুবিনয় রায়,সাগর সেন,দ্বিজেন,কণিকা,সুচিত্রা,সুমিত্রা.ঋতু গুহ প্রমুখ অনেক অনেক শ্রদ্ধেয় কিংবদন্তি শিল্পীদের অবিস্মরণীয় সব রবীন্দ্রসংগীতের সম্ভার দিয়ে। বস্তুত সেই সময় আমরা যারা শৈশব পেরিয়ে কৈশোর,কৈশোর পেরিয়ে যৌবনকালের সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছিলাম,সেই সময়টাতে আমরা এইসব মহান শিল্পীদের পেয়েছিলাম, এঁদের নিবেদিতপ্রাণ অপরূপ কন্ঠমাধুর্যে পরিবেশিত রবীন্দ্রসংগীতে ' রবীন্দ্রসংগীত'পেয়েছিলাম। এ যে শুধুমাত্র গান নয়, কানের সীমা পেরিয়ে মন এবং তাকেও অতিক্রম করে হৃদয়ের গভীরে পৌঁছে যাওয়া এক সুতীব্র বেদনাঘন আনন্দ -- এক অনির্বচনীয় অনুভূতি,এই বোধ তৈরী করে দিয়েছিল। আজও তাই এইসব শিল্পীদের গান চোখে জল আনে হৃদয় আনন্দে পূর্ণ হয়। এইসব শিল্পীরা রবীন্দ্রসংগীতকে সাধারণের মধ্যে ছড়িয়ে দিয়ে জনপ্রিয় করে তুলেছিলেন, বিপরীতে তেমনি সবধরনের গানের মধ্যেও রবীন্দ্রনাথের গানকে একটি বিশিষ্ট আসনে স্থাপন করেছিলেন, তাঁর গানের স্বাতন্ত্রকে অক্ষুন্ন রেখেছিলেন এবং রক্ষা করেছিলেন। এখনকার মতো এলেবেলেদের ভীড়ে হারিয়ে ফেলেননি বলা ভালো যে তাঁরা হারিয়ে যেতে দেননি। সযত্নে এই সংগীতকে নিজেদের অন্তরে ও সাধনায় ধারণ করেছিলেন আর আমরাও সেই গান শুনে শুনে সমৃদ্ধ হয়েছি, ঋদ্ধ হয়েছে আমাদের যৌবন,প্রৌঢ়ত্ব,বার্ধক‍্য--আমাদের সমগ্র জীবন।আর সেইজন‍্য এখনকার প্রজন্মের জন্য বড়ই কষ্ট হয়! এরা ভালো কিছুই পেলনা, দেখলনা। কাঁচকে হীরে ভেবে আর গিল্টিকে সোনা পেয়েছে ভেবে নাচানাচি করে! যাই হোক বতর্মান রবীন্দ্রসংগীতের দুরবস্থা দেখে মনে বড়ো যন্ত্রণা বোধ হয়, আজ শ্রদ্ধেয় শ্রী সাগর সেনের গান এবং সঞ্চালিকার মধুর কন্ঠে অপূর্ব উচ্চারণে উপস্থাপিত অসাধারণ অনুষ্ঠানে বহুদিন পর অত্যন্ত আনন্দ পেলাম এবং আবেগাপ্লুত হয়ে এত কিছু লিখে ফেললাম। কিছু মনে করবেন না।আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানের জন্য।🙏

  • @startech.3520
    @startech.3520 ปีที่แล้ว +1

    Many thanks to SA RE GA MA, Really if a man wants to pray to God, It'll be helpful.

  • @jayantahaldar1967
    @jayantahaldar1967 2 ปีที่แล้ว +5

    সোহিনী'র উপস্থাপনা অনবদ্য

    • @sensohini_
      @sensohini_ 2 ปีที่แล้ว

      ধন্যবাদ 🙏

  • @purnamukherjee7217
    @purnamukherjee7217 2 ปีที่แล้ว +4

    অসাধারণ কালজয়ী গান শুনতে শুনতে মন উদাস হয়ে যায়।

    • @sumitasumita9770
      @sumitasumita9770 ปีที่แล้ว

      অসাধারণ মনের সব কষ্ট চলে যায়

  • @subhendupan7472
    @subhendupan7472 2 ปีที่แล้ว +6

    ঈশ্বরের উচিৎ ছিল আমাদের দিকটা একবার ভাবা! তাহলে আরো অনেক কিছু আমরা এই স্বর্নকণ্ঠ থেকে পেতে পারতাম।

    • @manikdatta7918
      @manikdatta7918 ปีที่แล้ว +1

      সাগর সেন

    • @manikdatta7918
      @manikdatta7918 ปีที่แล้ว +1

      সাগর সেন অসাধারণ রবীন্দ্র সংগীত

  • @damodarmukhopadhyay9301
    @damodarmukhopadhyay9301 10 หลายเดือนก่อน

    আমি একবার জয়পুরিয়া কলেজে ওনার অনুষ্ঠান শুনি, উনি অটোগ্রাফ দিয়ে ছিলেন।
    লেখা ছিল, শুভেচ্ছা সহ
    সাগর সেন।
    আমি সতের দশকে কোলকাতা তে পড়াশোনার জন্য আসি।

  • @aminuddinsarkar6313
    @aminuddinsarkar6313 ปีที่แล้ว +2

    পুরুষ কন্ঠে গাওয়া শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত।

  • @riktamukherjee25
    @riktamukherjee25 ปีที่แล้ว

    নাম সাগর সেন সাগরের মতন দরাজ গলা সদা হাস্যময় কি অপূর্ব
    মনে হয় সারা রাত শুনি সব সময়ই কানে বাজে ।প্রণাম জানাই স্বর্ণ যুগের শিল্পীকে

  • @dibyanarayanchatterjee6253
    @dibyanarayanchatterjee6253 2 ปีที่แล้ว +8

    Was the prince of rabindrasangeet

  • @alobanerjee7049
    @alobanerjee7049 2 ปีที่แล้ว +2

    Akhono mon chhua jay,sotokoti pronam

  • @mannansiddique2476
    @mannansiddique2476 ปีที่แล้ว +2

    Absolutely amazing songs. Deep respect to sagor sen .

  • @jagadishbiswas2220
    @jagadishbiswas2220 ปีที่แล้ว +2

    God gifted voice. I am proud to be a bengali

  • @swapankuila6693
    @swapankuila6693 2 ปีที่แล้ว +6

    Pranam Sagar Sen...nice presentation

    • @ankitaghosh1577
      @ankitaghosh1577 ปีที่แล้ว

      রবীন্দ্রসংগীত ভালোবাসা তার গান শুনে।এমন মনকেমনকরা গান কে গাইতে পারে। অপূর্ব।

  • @sumitahalder3786
    @sumitahalder3786 ปีที่แล้ว +4

    ছোটো বেলা থেকে " সাগর সেনের" গান আমার খুব ভালো লাগে.... কি সাবলীল,শান্ত,মিষ্টি কণ্ঠ...... মন ভরে যায় 🙏🙏

    • @luvtul
      @luvtul ปีที่แล้ว

      আমরা ছোট বেলায় radio তে ওনার গান শুনতাম।

  • @deepchattopadhyay643
    @deepchattopadhyay643 2 ปีที่แล้ว +2

    Aha.... Porom sroddheo Sagar Sen❤🙏

  • @subarnachowdhury2669
    @subarnachowdhury2669 2 ปีที่แล้ว +2

    শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা জানাই ঊনার প্রতি।

  • @uttamkumarbhaumik3691
    @uttamkumarbhaumik3691 2 ปีที่แล้ว +6

    A classic video that covers some unforgettable tagore songs sung with the melodious and magical voice of Sagar Sen and ,above all, sweet presentation of Sohini!

    • @sensohini_
      @sensohini_ 2 ปีที่แล้ว

      ধন্যবাদ 🙏

    • @subalroy7802
      @subalroy7802 ปีที่แล้ว

      Really surprising.

  • @pradiptasen3857
    @pradiptasen3857 2 ปีที่แล้ว +3

    Beautiful Rabindra songeet by Sagar Sen

  • @somabanerjee115
    @somabanerjee115 ปีที่แล้ว

    অপূর্ব ,বার বার শুনতে ইচ্ছা হয় ।

  • @priyankaray9982
    @priyankaray9982 ปีที่แล้ว

    Ki darun collection! Amar chhoto belaar shob memory ei apurbo gaan gulo shona shei Sagar Sen er cassette gulo theke. Shob ek se ek shera gaan!! ❤

    • @9903566599
      @9903566599 5 หลายเดือนก่อน

      অপূর্ব সুন্দর ।

  • @uttamkumarchowdhury8200
    @uttamkumarchowdhury8200 ปีที่แล้ว +1

    সত্যিই অপূর্ব কণ্ঠ ।

  • @neetachanda6627
    @neetachanda6627 ปีที่แล้ว +1

    অসাধারণ বললেও কম বলা হয়।❤

  • @pcddipu
    @pcddipu 2 ปีที่แล้ว +4

    ঈশ্বর প্রদত্ত কন্ঠ। অনবদ্য পরিবেশনা। প্রণতি 🙏

    • @sensohini_
      @sensohini_ 2 ปีที่แล้ว

      ধন্যবাদ 🙏

  • @prabirchakraborty4500
    @prabirchakraborty4500 2 ปีที่แล้ว +1

    সশ্রদ্ধ প্রণাম জানাই । অসাধারণ উনি ।।।।।

  • @susmitalahiri3658
    @susmitalahiri3658 ปีที่แล้ว +1

    Pronam amar guru Sagar da k🙏🙏

  • @pradiptasen3857
    @pradiptasen3857 4 หลายเดือนก่อน

    Heavenly style of singing❤

  • @ArjuMannessa
    @ArjuMannessa 2 หลายเดือนก่อน

    অসাধারণ। আমার ভাল বাসার শিল্পে।

  • @alokkumarmisra732
    @alokkumarmisra732 2 ปีที่แล้ว +11

    আহা ঈশ্বরের দেওয়া কথা ও সুরে ঈশ্বর প্রদত্ত উদাত্ত কণ্ঠে গাওয়া গান শুনে হৃদয় ও মন বিকশিত হয়।

  • @advaitavedanta3249
    @advaitavedanta3249 2 ปีที่แล้ว +5

    রবীন্দ্রসঙ্গীতের স্বর্ণযুগের স্বর্ণকন্ঠ শিল্পীদের অন্যতম শিল্পী সাগর সেন। শত শত প্রণাম এই প্রয়াত শিল্পীকে। উনি ওনার গানের মধ্য দিয়ে বাঙালীর হৃদয়ে চিরদিনের জন্য স্থান করে নিয়েছেন।

  • @sebaksaha9734
    @sebaksaha9734 2 ปีที่แล้ว +3

    এই গানগুলো যত শুনি ততই ভালো লাগে।

  • @mahuabhowmik6635
    @mahuabhowmik6635 2 ปีที่แล้ว +16

    God Gifted Voice

  • @vewzalation
    @vewzalation 2 ปีที่แล้ว +4

    আমি যখন একা তখনই সাগর সেনকে আমার দরকার হয়।

  • @EkhlasurRahman-w3k
    @EkhlasurRahman-w3k 11 หลายเดือนก่อน +1

    Excellent presentation indeed!

  • @gautamkumarghosh4700
    @gautamkumarghosh4700 6 หลายเดือนก่อน

    কৃতজ্ঞতা কারাভান ক্লাসিক চ্যানেলকে। 🙏

  • @amritalaha7147
    @amritalaha7147 ปีที่แล้ว +2

    Khub valo lage oner gaan.

  • @debasisnag7462
    @debasisnag7462 2 ปีที่แล้ว +1

    কোথায় গেলো সেই সব অপূর্ব গলা

  • @kanikalahiri3850
    @kanikalahiri3850 2 ปีที่แล้ว +1

    Osadharon gaan. Sune mon bhore gelo .

  • @mitrachowdhury3723
    @mitrachowdhury3723 ปีที่แล้ว +1

    👌🏿 অপূর্ব কন্ঠস্বর 👌🏿

  • @mainakgupta682
    @mainakgupta682 2 ปีที่แล้ว +22

    Voice of God ❤️

  • @asokekundu1778
    @asokekundu1778 ปีที่แล้ว

    Bhagoban pradattya Pratibha . Shilpi ke amar pranam janai.

  • @shyamalkumarrong6764
    @shyamalkumarrong6764 ปีที่แล้ว +1

    কবিগুরুর গানের জন্য বোধ হয় , সাগর সেনের জন্ম। সাগর সেনের কণ্ঠে গুরুদেবের বাউল আঙ্গিক গান দারুন লাগে।

  • @reshmahossain5482
    @reshmahossain5482 ปีที่แล้ว +2

    My favorite singer and my favorite song .Thanks Carvaan Classic Radio Show .

  • @sunirkumarsardar1784
    @sunirkumarsardar1784 2 ปีที่แล้ว +2

    Caravan classic ke dhanyobad

  • @bablukumarmandal7206
    @bablukumarmandal7206 ปีที่แล้ว

    Rabindra sangeet namaste 🙏 to Sagar sen.

  • @kuhelibasukar6838
    @kuhelibasukar6838 2 ปีที่แล้ว +2

    উঃ, অপূর্ব।

  • @nuruzzaman5631
    @nuruzzaman5631 2 ปีที่แล้ว +2

    Proud west bengal and Bangladesh for Shagar sen.

    • @monoranganghosh8790
      @monoranganghosh8790 2 ปีที่แล้ว

      এক ভিন্ন স্বাদের সংগীত পরিবেশন, যা রাবীন্দ্রিক ভাবধারার অমিয় প্রকাশ। সাগর সেনের কন্ঠ যেন রবীন্দ্রসংগীতের জন্য স্রষ্টার দান।