কাঁকড়ার ঝাল রান্না + জ্যান্ত কাঁকড়া কাটার সবচেয়ে সোজা পদ্ধতি | Bong Eats Bangla

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • কাঁকড়ার ঝাল-পাতলা ঝোল, কিন্তু বেশ টানটান ঝাল। প্রায় হুবহু ঠাম্মার রেসিপি। শুধু একটা জিনিসটা ঠাম্মা দিত না কিন্তু আমরা গত কয়েকবছর হলো দিচ্ছি - সামান্য সর্ষে বাটা। বেশ একটা ঝাঁঝ হয়। দিয়ে দেখতে পারো। যারা কাঁকড়া কাটতে ভয় পাও, তাদের জন্যে রইল জ্যান্ত কাঁকড়া কাটার সবচেয়ে সহজ পদ্ধতি।
    📌To follow this recipe in English, click here: • 🦀Kakrar Jhal-a spicy B...

ความคิดเห็น • 571

  • @NasrinSultana-oo9hr
    @NasrinSultana-oo9hr ปีที่แล้ว +130

    মনে হয় না কোনোদিনই কাকড়া খাওয়ার সাহস জোগাতে পারব..... কিন্তু বাপু খুব মন দিয়ে দেখেছি... এক সেকেন্ড ও স্কীপ করি নি🤭🤭🤭

    • @rafiuddin9157
      @rafiuddin9157 ปีที่แล้ว +2

      কেনো?

    • @NasrinSultana-oo9hr
      @NasrinSultana-oo9hr ปีที่แล้ว +1

      @@rafiuddin9157 ভয় হয়

    • @rafiuddin9157
      @rafiuddin9157 ปีที่แล้ว +1

      @@NasrinSultana-oo9hr কিসের ভয়?

    • @bananirajib1633
      @bananirajib1633 ปีที่แล้ว +4

      কেন? ভীষণ টেস্টী। আমরা প্রায়শই খাই।

    • @ahmedtashin
      @ahmedtashin ปีที่แล้ว +1

      খুব টেস্টি

  • @samritachakraborty1149
    @samritachakraborty1149 2 ปีที่แล้ว +289

    Recipe ta English channel a aagei dekhe niyechilam purota. Banglay abar dekhlam..shudhu matro bangla commentry ta shunbo bole🙂❤️

  • @barshaguria
    @barshaguria 2 ปีที่แล้ว +69

    ভালোবাসার মতো ইল্লজিক্যাল এ মহাজগতে কিচ্ছু নাই আর। তবু, কিছু তো এমন থাকে, যার জন্য মাখনের মতো মস্তিষ্ক গলতে থাকে কোথাও কোথাও.... চায়ের মধ্যে ঝুপ করে ডুবে যায় বিস্কুট...
    প্রথম তোমাদের যে ভিডিওটা দেখেছিলাম, সেটা ছিল ভোগের খিচুড়ি। বেশ কয়েক বছর আগে সেসব। অতি সাধারণ রেসিপি (ডোন্ট মাইন্ড), কিন্তু ওই যে হয়না, ছোটখাটো ব্যাপার নজরমিনারে ধরা পড়ে.... আরে এঁরা ফোড়নে শুকনা লঙ্কাটা ভেজে কড়াইয়ের একপাশে সরিয়ে তেলে তেজপাতাটা দেয়.. আরে এঁরা টমেটোটা দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিচ্ছে তো!! আরে কি দারুন ব্যাপার,, এঁরাও গুঁড়া মশলা উষ্ণ জলে ('উষ্ণ গরম জলে' বলছে না, থ্যাঙ্কফুলি 😆) গুলে নিচ্ছে!! তবে তো এঁরা আনাড়ি নন। এবং, ক্যলিনারি ব্যাপারটা এঁরা যে কেবল অগ্রজ'র থেকে মন দিয়ে শিখেছেন, তাই-ই নয়,, সেটাকে অনেক বছর ধরে আত্মস্থ করেছেন.... অভ্যাস করেছেন... (এবং, যখন জানতামও না তোমরা বাঙাল, তখন এসব দেখেই আঁচ করতাম,, এঁরা নির্ঘাৎ বাঙাল। এবং কি যে প্রীতির উদয় হত মগজে!! দুনিয়া এই ব্র‍্যাকেটের লেখাটুকু পড়লে আমায় রেসিস্ট ইত্যাদি বলবেন, কিন্তু মিথ্যা বলে লাভ নেই,, এখনও জাজমেন্টালপনা সবটুকু ছেড়ে পুষ্পপত্রের তুলসিপাতা হয়ে উঠতে পারিনি)।
    এই যে তোমরা বললে,, এই আঁচ কমিয়ে ঢাকা দিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষানো, এবং এতে যতটা ধৈর্য ও সময় দিলে একটা দুপুরজাগানো রান্না হতে পারে,, এই যে বললে পিঁয়াজগুলো 'চেয়ে চেয়ে থাকবে',, এবং আরও সেইসব অজস্র সূত্র,, অজস্র ইল্লজিক্যাল ডোপামিন ও অক্সিটোসিনের ফুডগ্যাজম্ ঐতিহ্য,, সেইসমস্ত মিলিয়ে মিশিয়ে................... তারপর আর খেই নেই কিছু.... যেমন হয় আর কি,, ভালোবাসায়.....
    সলিডারিটি.... লভ্.... রেসপেক্ট...... ❤️🙏
    ও হ্যাঁ... ওই শিল কাচানোর সুপুরিফুলের খোলাটা.…. ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @ishitachakravarty2705
      @ishitachakravarty2705 2 ปีที่แล้ว +3

      Thik moner kotha gulo bollen didi ❤️❤️❤️

    • @soltanaakter3132
      @soltanaakter3132 ปีที่แล้ว +1

      অত সুন্দর ভাষায় আপনি কথা গুলো বললেন, সত্যিই অপূর্ব অপূর্ব!

    • @elixiroflife9636
      @elixiroflife9636 ปีที่แล้ว

      bangal ta shune bhalo laglo😊

    • @aritramondal2520
      @aritramondal2520 3 หลายเดือนก่อน

      aha ki pranjol vasha.....comment na kore parlam na......mon vore gelo pore.....ghoti hoeo prochhonno galagali ta gilei shudhu fellam na besh tarie upobhog o korlam......cullinary unnasikota ta asole valobasar i ekta pith bole bujhi ekhon.

  • @sangramghosh3846
    @sangramghosh3846 2 ปีที่แล้ว +25

    এই 'চেয়ে চেয়ে থাকবে' উক্তিটা আমার ঠাকুমা আর মায়ের বাঁধা বুলি 😁😁

  • @trishanath5297
    @trishanath5297 2 ปีที่แล้ว +103

    Bong Eats এর ভক্ত আমি অনেক দিনের। কিন্তু নিজের মাতৃ ভাষায় এসব রান্না শেখার অনুভূতি একদম অন্য রকমের... ঠিক যেমনভাবে মা, দিদিমার থেকে আমরা ধরে ধরে রান্নার সব কিছু বুঝে নেওয়ার চেষ্টা করি, একদম অমন❤️

  • @reshmichoudhury670
    @reshmichoudhury670 2 ปีที่แล้ว +10

    যা যা মশলা দিলেন সব একসাথে কাঁকড়ার মধ্যে দিয়ে (আলু সহ) মাখিয়ে কড়াইতে অল্প তেল দিয়ে পুরোটা ঢেলে ঢাকা দিতে হবে। মাঝে মাঝে একটু নাড়লেই চলবে, কোনো জল দেওয়ার দরকার নেই। একবার চেষ্টা করে দেখবেন। আমি ভীষণ কাঁকড়া ভালোবাসি আর অনেক রেসিপি ট্রাই করার পর ফাইনালি এটাই বেস্ট মনে হয়েছে।

  • @torymostafa635
    @torymostafa635 2 ปีที่แล้ว +16

    এতো সুন্দর করে বর্ননা করলে! মনে হচ্ছিলো বিভূতির কোনো মজার ছোট গল্প পড়ছে কেউ।
    ভালো লাগলো বেশ।

  • @k.1161
    @k.1161 2 ปีที่แล้ว +121

    The person who is narrating the instructions speaks amazing Bengali! I love the fact that you have translated the word 'recipe'. This is how language should sound! Absolutely pure and perfect! I'm a polyglot and believe it or not but at times I watch your videos to improve my Bengali! Greetings from the United Kingdom!

    • @guccitaeberry
      @guccitaeberry ปีที่แล้ว +5

      ikr. even as a native bengali i am amazed. the narration is beautiful and soothing.

  • @redwanzaman8554
    @redwanzaman8554 2 ปีที่แล้ว +25

    বাংলায় রান্না শেখাটা দারুন লাগছে। প্লিজ বাংলায় আরো রেসিপি চাই।

  • @arundhutibarman5843
    @arundhutibarman5843 2 ปีที่แล้ว +27

    রান্নার সাথে voice-over শুনতে ছুটে ছুটে আসা...💌

  • @ritusreedas3077
    @ritusreedas3077 ปีที่แล้ว +4

    সব থেকে ভালো লাগলো, অনভিজ্ঞ হাতের.....................কম কষ্ট পাবে সত্যিই,রান্না তো অনেকেই করে কিন্তু এতো নিখুঁত করে কেউ ভেবে দেখে না,, অনেক ভালবাসা তোমাদের বং ইটস্ ❤❤❤

  • @fat_batman
    @fat_batman 2 ปีที่แล้ว +53

    The way you have narrated the whole recipe, it felt as if my elder brother is teaching me how to cook. ❤️

  • @aniruddhasarkar2433
    @aniruddhasarkar2433 2 ปีที่แล้ว +8

    আমি নিরামিষাশী, জানি কোনোদিন এই রান্নাটা আমি করবো না, তাও গোগ্রাসে video টা দেখে ফেললাম, ঠিক যেমন করে আপনাদের বাকি video গুলো usually দেখি। ইংরিজি channel টার fan বহু দিন ধরে, কিন্তু বাংলা channel টা is just on another level...

  • @bhaswatibose6025
    @bhaswatibose6025 2 ปีที่แล้ว +6

    অসাধারণ রান্না। অসাধারণতর রন্ধন কৌশল বর্ণনা। আরেকটি জিনিস আমার খুব মজার লাগলো, সাধারণত এই ধরনের রান্না শেখানোর আসরে, উপস্থাপক , দর্শকদের আপনি করে বলেন। এখানে তুমি করে বলার মধ্য দিয়ে একটা খুব সুন্দর আপনভাব ফুটে উঠেছে। আরো একটা কথা মনে পড়ল। আমাদের বাড়িতে অনেক দিনের পুরনো একটা রান্নার বই আছে। সম্ভবত বিপ্রদাস মুখোপাধ্যায়ের লেখা। আদ্যন্ত সাধুতে লেখা বইটিতে, লেখক কিন্তু সবসময় পাঠককে তুমি বলে সম্বোধন করেছেন এবং প্রতিটি রান্নার শেষে বলা আছে - "পাঠক একবার রাঁধিয়া খাইয়া দেখো।' আমার মনে হচ্ছিল শুনতে শুনতে, অনুষ্ঠানের শেষে হয়তো এইরকমই একটি অন্তিম ইন্সট্রাকশন আমাদের জন্য অপেক্ষা করছে। 😀

  • @abhishekdutta9908
    @abhishekdutta9908 2 ปีที่แล้ว +7

    আমি তোমার কথা শুনি আর মন দিয়ে রান্না দেখি।আমিও অনেক সময় নিয়ে মসলা কষি।তাতে রান্নার মাত্রা আলাদা হয়।❤🥰❤🥰।তোমাদের রান্নায় মশলার পরিমাপ গুলো আমার বুঝতে খুব সাহায্য করে। ❤❤❤❤

  • @tridiphalder9434
    @tridiphalder9434 2 ปีที่แล้ว +2

    সারা জীবন কাঁকড়া খেলাম। এরকম ব্রাশ নিয়ে কোনো দিন পরিষ্কার করতে হয়নি।

  • @nadiamishu5149
    @nadiamishu5149 2 ปีที่แล้ว +21

    কলকাতার বাংলা কি মিষ্টি 😍 মনে হয় কোন সাহিত্য পাঠ শুনছিলাম এতক্ষন❤️

    • @noobplayer8557
      @noobplayer8557 2 ปีที่แล้ว

      Sotti jante na

    • @kartik4969
      @kartik4969 2 ปีที่แล้ว +6

      উনি মিষ্টি করে বলছেন বলেই মিষ্টি। পৃথিবীর সব ভাষাতেই/ডায়ালেক্টেই মিষ্টতা, ঝাল, নোনা রকমফের আছে। কলকাতা, ঢাকা, সিলেট, চিটাগাং ডাজন্ট ম্যাটার।

    • @sAM859
      @sAM859 11 หลายเดือนก่อน +1

      ​@@kartik4969 ei Chittagong aar chottogram ki ek ??

    • @kartik4969
      @kartik4969 11 หลายเดือนก่อน

      @@sAM859হ্যা

    • @moniroy5335
      @moniroy5335 11 หลายเดือนก่อน

      ​@@sAM859yes same

  • @Kichusundormuhurterdairy
    @Kichusundormuhurterdairy 2 ปีที่แล้ว +3

    Kakra khai na aamra tobuo tomader rannar uposthaona ta eto sundor like na diye parlam na 👍👌👌

  • @puja.karmakar
    @puja.karmakar 2 ปีที่แล้ว +20

    Saptarshi dada , I am getting addicted to this bengali voiceover. It would have been so nice if you had started a bengali podcast , like kobita paath, golpo sonano... Can you start pls?

  • @Modhumita_Kundu
    @Modhumita_Kundu 2 ปีที่แล้ว +9

    অসম্ভব সুন্দর। এমন উপস্থাপনা সত্যি প্রশংসার যোগ্য। 😊♥️

  • @bratatimondal6172
    @bratatimondal6172 2 ปีที่แล้ว +2

    Ranna ta to opurboi hoache...sathe apnar kotha gulou ekdom thik thak chilo.....taaaiiii hoy amadero barite.....

  • @antaramajumder5290
    @antaramajumder5290 2 ปีที่แล้ว +6

    কি সাবলীল, তোমার আমার বাড়ির গল্প। সত্যি, বেলা দুটোর পরও ঠেলে স্নানে পাঠানো যায়না আমাকে। কিন্তু রবিবারের মাংসের গন্ধটা আমাকে খুব প্রপেল করে।
    অভিনন্দন এবং অনেক অনেক সাফল্যের কামনা রইল। আরো বড় হয়ে উঠক এই বাংলা চ্যানেলটা।❤️❤️❤️

  • @manonitaroy2626
    @manonitaroy2626 2 ปีที่แล้ว +2

    Bong eats a dekhei ei channel a uki jhuki marchhi kokhon upload hobe. Finally master moshai esechhen😊. Tobe sorse batar use ta besh interesting laglo. Try korte hobe.

  • @susnigdhaghosh6316
    @susnigdhaghosh6316 2 ปีที่แล้ว +1

    মা এক আলাদা মানুষ, কী জানি কোথা থেকে শিখেছে লাউ কাকড়া বা চিতে কাকড়ার ঝাল।! তবে যতই ভালো চ্যানেলের রেসিপি দেখে করিনা কেনো মা এর হাতের স্বাদ আসে না, মনে হয় সব দিয়েছি তবুও কিছু একটা মিসিং।।।

  • @piyankamondal2064
    @piyankamondal2064 ปีที่แล้ว +2

    আমার প্রিয় রেসিপি কাঁকর ভিডিও দেখে তো খেতে ইচ্ছা করছে আর 🤤🤤গন্ধ শুকলে মনে হয় থাকতে পারতাম

  • @sumansaha5364
    @sumansaha5364 2 ปีที่แล้ว +1

    Saptarshi Da o insia di , tomra prothome kankrar porishkar korar somoi shell ta bad dile , kintu ranna sheshe serve korar somoi oi dimbakriti shell ta fire elo ki kore jhole ?

  • @uddiptachoudhury4704
    @uddiptachoudhury4704 2 ปีที่แล้ว +1

    dekhe mne hche jdi beche uthe kamre dhore🤣🤣

  • @debikamitra7839
    @debikamitra7839 2 ปีที่แล้ว +3

    Tomaader golpo kore kore ranna shekhaano khub bhalo laage…. Thanks to both of you….

  • @reshmamukherjee6123
    @reshmamukherjee6123 2 ปีที่แล้ว +1

    Ki sundor kotha bolo go tumi.... bong eats e age e dekhe6i recipe ta but audio ta sonar jonno sudhu second time dekh6i....

  • @debikamitra7839
    @debikamitra7839 2 ปีที่แล้ว +2

    Saptarshi khub bhalo laaglo tumi 40 minute laage moshla koshte janale boley…. Amader maa thakuma dee haathher rannar shaad eyi jonno e hoye…. Slow cooking💕

  • @rezahaider1282
    @rezahaider1282 2 ปีที่แล้ว

    সবই ঠিক ছিল। কিন্তু আমরা যারা বাংলাদেশী তারা খাবারে চিনি খাই না। যেকোনো ঝাল ঝাল খাবারে চিনিটা আমাদের জন্য বিষ। তারপরও সব থেকে ভালো লেগেছে তোমার উপস্থাপনা এবং ভিডিওগ্রাফি। ধন্যবাদ তোমাদের। কখনো সময় পেলে এদিকে এসো। চুই ঝাল দিয়ে খাসির মাংস খাওয়াবো তোমাদের। জাস্ট ফিদা হয়ে যাবা। আর এটা তো জানোই বাংলাদেশের খাবার মানেই হলো জিভে জল আসা।

  • @eeshaforyou
    @eeshaforyou 2 ปีที่แล้ว

    কাঁকড়া গুলোর যা দশাসই চেহারা, দেখেই ভয় লাগে। You should win an award just for handling these creatures.

  • @dipjoybhattacharjee2004
    @dipjoybhattacharjee2004 ปีที่แล้ว +1

    Amar to dekhei jeno nake shundor gondho lagche, ahaha eto jeno puro omrito.... 🤤😋

  • @liam7666
    @liam7666 2 ปีที่แล้ว +4

    এতো সুন্দর বাংলা অনেক দিন পর শুনলাম। মন ভরে গেলো ❤️

  • @debarshisinha
    @debarshisinha ปีที่แล้ว +3

    যাদের বেলা দুটোর আগে ঠেলে ঠেলে স্নানে পাঠানো যায় না .. . 😅😅😅😍

  • @DrBrunoRecipes
    @DrBrunoRecipes 2 ปีที่แล้ว +7

    Very delicious 😋 Greetings from Scotland 😊 Have a great day everyone 🌻

  • @mohitjaiswal3176
    @mohitjaiswal3176 2 ปีที่แล้ว +2

    Saptarshi da, tomar Bangla commentary just onobodhho! Ami ekhon bari'r theke onek dure, Rome e thaaki, ebong maa er haather ranna miss korlei, tomra dujon come to my rescue. Much love! ❤️

  • @gourabmajumdar
    @gourabmajumdar ปีที่แล้ว +2

    একটা নতুন পদ্ধতি দেখে খুব ভালো লাগলো, যেকোনো রান্নার চ্যানেলে - রান্নার শেষে এভাবে গরম ভাতের সাথে বেরে খায়না, কিন্তু এই অভিনব পদ্ধতি টা সত্যিই মন কেড়েছে 👍🏼👍🏼👍🏼👍🏼
    A 2 Z পুরো ভিডিওটা অসাধারণ হয়েছে 🔥🔥🔥🔥👍🏼

  • @akashahamed172
    @akashahamed172 ปีที่แล้ว +3

    কখনো কাঁকড়া খাইনি
    আজ রান্না দেখে খেতে মন চাইতাছে

  • @pallabibiswas6300
    @pallabibiswas6300 2 ปีที่แล้ว +1

    Sobi to chele kakra kinechen....😃

  • @rajadolai1241
    @rajadolai1241 10 หลายเดือนก่อน +1

    যা লাগেনা খেতে - কড় কড় করে 🤤🤤🤤🤤

  • @chayanmitraful
    @chayanmitraful ปีที่แล้ว +1

    বলার ভঙ্গি এবং রান্নার পদ্ধতি অসামান্য, খুবই ছোটবেলায় খেয়েছিলাম, এত details মনে ছিল না, অনেক ধন্যবাদ আপনাদের এবং শুভকামনা

  • @soumikbiswas4604
    @soumikbiswas4604 2 ปีที่แล้ว +3

    অপূর্ব ভয়েসওভার।

  • @koushiksarkar1002
    @koushiksarkar1002 2 ปีที่แล้ว

    দাদা তোমার রান্না দেখে আমারও পেট মোচড় দিচ্ছে।তবে কাকড়া টা আমরা রাজবংশীরা আমচুর আর গোটা রসুন দানা দিয়ে হালকা তেল মশলা আর শেষে গরম মশলা দিয়ে করি। বাজি রাখতে পারি একবার সেই রান্না আমার মার হাতের খেলে সারাজীবন মনে থাকবে।

  • @sue7135
    @sue7135 2 ปีที่แล้ว +7

    Best part is your wife eating. Gets my mouth watering and remembering my mother’s cooking of crabs. Good job guys.

  • @JesminKitchen
    @JesminKitchen ปีที่แล้ว +1

    অনেক সুন্দর করে কেটে ধুয়ে রান্নার আয়োজন দেখলাম ভীষণ ভালো লাগলো একদম সহজ করে শিখিয়ে দেয়ার জন্য ট্রাই করবো ধন্যবাদ 👍👌❤️

  • @চাঁদকুমারী-য৬চ
    @চাঁদকুমারী-য৬চ ปีที่แล้ว +1

    রান্না অনেক সুন্দর হয়েছে কিন্তু আমি খাবো না কারণ আমি কাকড়া খাইনা 😁😌

  • @sangitabasudey7252
    @sangitabasudey7252 2 ปีที่แล้ว +1

    Aaj sokal 1st tomader English Channel tar video dekhlam . Abar akhn bangla channel er notification dekhe ba dekhe thakte parlam na. Bengali bole kotha bangla commentary er sathe dekhe ro bhalo lage.. ❤️❤️❤️

  • @SRSharekrishna-fv4ew
    @SRSharekrishna-fv4ew 20 วันที่ผ่านมา +1

    Hebbi hoyece vai
    Ajke ami ranna korbo

  • @whissywhassy
    @whissywhassy หลายเดือนก่อน

    আমার মা যখন বেঁচে ছিলেন তখন তাঁর তৈরি কাঁকড়ার ডালনা হলে সত্যিই সেদিন অতি উৎসাহে স্নান সেরে ফেলতাম..দারুণ নস্টালজিক ছিল ভিডিওটা..❤❤❤❤

  • @asiskumarmallik
    @asiskumarmallik หลายเดือนก่อน

    আমরাও ভীষণ খাই কাঁকড়া তবে আমরা কিন্ত পেঁয়াজ দিইনা। সাধারনত খুলনা জেলার দক্ষিনান্চলের লোকেরা পেঁয়াজ টা কম খায়। আর তা বাদে একটা কারন আছে পাবলিকলি বললামনা।
    আপনারটা বেশ ভালো হয়েছে

  • @amarrannaghor69
    @amarrannaghor69 21 วันที่ผ่านมา

    👍 খুব সুন্দর হয়েছে অসাধারণ রেসিপি
    🔔🛎️🛎️🛎️🛎️

  • @kankananagchowdhury5459
    @kankananagchowdhury5459 2 ปีที่แล้ว +1

    Soptorshi da apni darun bolen ☺☺☺ ar insiya di apni darun sundor kore ranna koren

  • @URBIBANERJEE
    @URBIBANERJEE 2 ปีที่แล้ว +1

    Sokale English channel ei recipe ta dekhlam. Kintu bangla te dekhar ar shonar moja tai alada! Khub bhalo laglo saptarshee da tomar kotha gulo...

  • @sanchitamukherjee8959
    @sanchitamukherjee8959 ปีที่แล้ว +1

    খুব মনোগ্রাহী উপস্থাপনা, রান্নাও তেমনি দৃষ্টিনন্দন। আর শেখানোর মধ্যে রয়েছে নির্ভেজাল আন্তরিকতা। আপনাদের শ্রীবৃদ্ধি কামনা করি। আর নিজেকে প্রস্তুত করি রান্নাটা একদিন সাহস করে, করেই ফেলার...😄😄😄👍🙏

  • @johnwick11106
    @johnwick11106 2 ปีที่แล้ว +1

    Bro, tomar kotha amar khub valo lagse. Karon tumi khub norom kore, simple vabe kotha bolo. Best of luck brother, 🤞🤞🤞

  • @shreyadas5854
    @shreyadas5854 2 ปีที่แล้ว +4

    শেষের কথা গুলো দারুণ ❤️

  • @123rimidas
    @123rimidas 5 หลายเดือนก่อน

    খুব ভালো হয়েছে অসাধারণ কখনো খাইনি যদি কখনো পুকুরে পাই তো অবশ্যই আপনার রান্নার এটা ট্রাই করবো না আমি কাঁকড়া কাটতে পারি জ্যান্ত খুব খুব ভালো লাগলো

  • @123rimidas
    @123rimidas 5 หลายเดือนก่อน

    খুব ভালো হয়েছে অসাধারণ কখনো খাইনি যদি কখনো পুকুরে পাই তো অবশ্যই আপনার রান্নার এটা ট্রাই করবো না আমি কাঁকড়া কাটতে পারি জ্যান্ত খুব খুব ভালো লাগলো

  • @kpchannel4964
    @kpchannel4964 2 ปีที่แล้ว +1

    Dada tomar kotha bole bojhano ta khub sundor ❤recipe Ta Khub Valo..👍

  • @Banishorts123
    @Banishorts123 6 หลายเดือนก่อน

    আমরাও এইভাবেই কাঁকড়া রান্না করি। ঝোল ঝোল করে। ভাতে মেখে খাই। তবে আপনার থাম্মার মতই সর্ষে টা দি না। আর আলুর সাথে ফুলকপি ও দি। নাও দিতে পারেন। খুব ভালো লাগে খেতে। ❤
    একদম এইভাবেই খাই। কি যে ভালো লাগে❤

  • @momitabiswash3432
    @momitabiswash3432 ปีที่แล้ว

    ভাইয়া আমাদের দেখাদেখি এটা খাইতে বলেন আপনি আপনি তো খুব পচা,
    যাইহোক ভিডিওটা খুব সুন্দর হয়েছে।
    নেক্সট এরকম ভিডিও আরো চাই।

  • @sreeparnamarik7588
    @sreeparnamarik7588 ปีที่แล้ว

    কাঁকড়া রান্না হলে আমার ভাত খেতে সময় লাগে পাক্কা ২ ঘণ্টা।
    আমি এতো লোভী কাঁকড়া খেতে ইচ্ছে হলেই তোমাদের এই রেসিপি টা দেখি বাংলা চ্যানেল এ 🦀

  • @taniachatterjee4319
    @taniachatterjee4319 2 ปีที่แล้ว

    কাঁকড়া র ঘিলু টা বাড়ি তে মা কে দেখি ফেলে দেয়। এটা নাকি পেট এর গন্ডগোল করে?
    আর দাদা , জ্যান্ত কাঁকড়া কাটার জায়গা তে ক্যামেরার ফোকাস টা একটু গন্ডগোল করছিল। আর একটু ভালো ভাবে দেখতে পেলে আমার মত নিতান্তই আনাড়ি নবীন রাধুনী, যারা তোমাদের ভিডিও দেখেই রান্না করে তারা একটু বাড়তি কনফিডেন্স পেতো আর কি।

  • @snehatintin
    @snehatintin ปีที่แล้ว +1

    ভালো হয়েছে, overall video টি।

  • @kiram4429
    @kiram4429 ปีที่แล้ว

    আমার তো তোমার কথাগুলো শুনেই জিবে জল চলে আসলো। রেসিপি বানানো দেখে তো আমারও পেটে ইঁদুর দৌড় দিল। এই লোভ সামলানো দায়। নজর পরতে বাধ্য।

  • @shohagshohag4908
    @shohagshohag4908 ปีที่แล้ว

    Voice ta Google Google lagche
    Jai houk osadharon test..but salt ektu kom kom mne hoyeche...😘🇧🇩🇧🇩🇧🇩

  • @jyotirindradas6430
    @jyotirindradas6430 2 ปีที่แล้ว

    ছাপোষা গৃহস্থ বাড়ির রান্না এটা নয়।
    very much troublesome

  • @kakalibiswas3981
    @kakalibiswas3981 ปีที่แล้ว

    তোমরা শুধু রাঁধো-ই না....
    চুল ও বাঁধো 😁😁😁
    ( রান্না পদ্ধতি বলা শুনে মনে হলো ।
    ফ্ললেস পরিবেশনা 💚💚💚)

  • @d013ishanipandit3
    @d013ishanipandit3 2 ปีที่แล้ว

    ভালো কাঁকড়া শীতকাল এ পাওয়াযায়. পুরুষ কাঁকড়ার thake স্ত্রী কাঁকড়া ভালো কারণ স্ত্রী কাকড়ার ঘি Basi

  • @chandrasrimitra5833
    @chandrasrimitra5833 ปีที่แล้ว

    আমিও এইভাবে রান্না করি।খালি জিরে গুঁড়ো দিই না।আর সর্ষে বাটা দিলে অসাধারণ লাগে।

  • @PallaviBhattacharya94
    @PallaviBhattacharya94 2 ปีที่แล้ว

    Maer kakra ranna mone pore gelo...Acha jodi kichu mone na koren ektu bolte parben apnara ki mixer grinder use koren. Ami eka thaki amar hand blender e onek kichu hoy abar hoyna. Jemon piyaj bata, tomato puree, ar large quantity bata hoye jaye kintu posto bata kora osombhob. Palak paneer korte giye dekhlam hand blender e palak ekdom mihi hoy na. Tai Jodi kono mixer grinder bolte paren jekhane posto bata kora jay abar dry spice grind kora jaye. Thanks a lot....Oh are thank you for the various breakfast recipes... Jhal sooji, sandwich..Next iche ache egg torka banano apnader channel theke.

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 2 ปีที่แล้ว

    কাকরা দিয়ে ঝাল রেসিপি আমার অনেক পছন্দের খুব ভালো লাগলো ভিডিওটা দেখে

  • @kkar2950
    @kkar2950 2 ปีที่แล้ว

    ধেত... এত করার দরকার পড়ে না। আমার শাশুড়ি মা তো বটির কাঠ টা দিয়ে ঠুকেই মেরে দেন... অবশ্য আমি ওদের ধারে কাছেও যাই না।

  • @singerbappibdofficial
    @singerbappibdofficial ปีที่แล้ว

    রান্নাটা খুব ভালো লাগছে,,, তাই সাবক্রাইব করলাম🥰🥰 এবং আমিও ট্রাই করো রান্নাটা নিজে করার

  • @EhsanHabib
    @EhsanHabib 4 หลายเดือนก่อน

    যাক এটা শুনে ভালো লাগলো যে পেঁয়াজ ভেজে ভালো ভাবে গলাতে ৪০ মিনিট লাগে তোমাদের ও, আমি ভাবতাম আমি কেনো তারাতারি করতে পারি না, শেফ দের মত

  • @dipabhunia33
    @dipabhunia33 ปีที่แล้ว

    কাঁকড়া কি ভাবে ছাড়ায় দেখে তো মনে হয় না তো উপর খোলা কেই রানা করে আমার জানা ছিলো না আচ্ছা তুমি কি জানো কাঁকড়া কি দিয়ে ধরে 🐸 কি বা সাপ

  • @durba-718
    @durba-718 2 ปีที่แล้ว +1

    100/100! Darun hoeche. Kotha gulo bishesh highlights

  • @arghyaadhikari1990
    @arghyaadhikari1990 5 หลายเดือนก่อน

    নেপথ্যে উক্তি ,"কাঁকড়া কারোর গোলাম নয়....." আর সামনে কাঁকড়ার হাত ফসকে গুটি গুটি পায়ে পালিয়ে যাওয়ার দৃশ্য, just ❤❤❤❤

  • @krishnabiswas5719
    @krishnabiswas5719 ปีที่แล้ว

    দাদা তুমি পৃথিবীর প্রথম রাধুনী রান্নার সময় মাছের কষ্টের চিন্তা করো।

  • @MunmunBhowmik-s6l
    @MunmunBhowmik-s6l 9 วันที่ผ่านมา

    ও কাঁকড়া রেসিপি টা যা জোস হয়েছে, দারুন 😊😊😊

  • @nayanasday3999
    @nayanasday3999 2 ปีที่แล้ว

    আপনার বাড়ির সবার পেটে মোচড় দিচ্ছে না আমাদেরও দিচ্ছে 😅 চার পাঁচ বছর কাঁকড়া খাওয়া হয় না প্রায়

  • @ShibenduSharma
    @ShibenduSharma ปีที่แล้ว +2

    Was feeling like somebody telling me a story. Hats off to your narration brother. 🫡🫰👌

  • @DipankarNaskar
    @DipankarNaskar 6 หลายเดือนก่อน

    কাঁকড়া রান্নার অসাধারণ রেসিপি।
    আজই এটা দেখে, ঠিক এইভাবে রান্নাটা করা হল।
    দুর্দান্ত খেতে হয়েছিল।
    সর্ষে বাটাটা স্পেশাল একটা পাঞ্চ দিয়েছিল পুরো রান্নাতে, আর কাঁকড়া পরিষ্কার করা, কাটা ও ভাজার অংশে আপনার narration অসাধারণ বললেও কম বলা হয়।
    আরেকবার ধন্যবাদ জানিয়ে চ্যানেলটা সাবসক্রাইব করলাম।
    ❤❤❤

  • @sushobhanbar576
    @sushobhanbar576 2 ปีที่แล้ว +1

    আমাদের মতো রান্না করে অফিস করা লোকেদের জন্য পারফেক্ট চ্যানেল ❤❤

  • @sayantanpal1769
    @sayantanpal1769 ปีที่แล้ว

    মাঝে মাঝে ভাবি, কি এমন পূণ্য করলে আপনার বাড়িতে জন্মানো যেত!

  • @payelsarkar6092
    @payelsarkar6092 2 หลายเดือนก่อน

    রান্নার মতোন কথাগুলো ও খুব সাজানো। এক সেকেন্ড ও স্কিপ করা যায় না ❤

  • @sushmapai4808
    @sushmapai4808 2 ปีที่แล้ว

    Bangla channel ta howar por silent English version ta dekhte ichchei kore na. Saptarshi eto shundor bole, ranna shekhar moja tai alada hoye jaay

  • @Drawingfantacy
    @Drawingfantacy 2 ปีที่แล้ว +2

    Sunte r dekhte darun lage ❤️❤️❤️❤️❤️❤️

  • @123rimidas
    @123rimidas 5 หลายเดือนก่อน

    খুব ভালো হয়েছে অসাধারণ কখনো খাইনি যদি কখনো পুকুরে পাই তো অবশ্যই আপনার রান্নার এটা ট্রাই করবো না আমি কাঁকড়া কাটতে পারি জ্যান্ত খুব খুব ভালো লাগলো

  • @joydas7871
    @joydas7871 2 ปีที่แล้ว +1

    Khub khide peye gelo abar.....😋😋😋😋

  • @123rimidas
    @123rimidas 5 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো কাঁকড়ার রেসিপিটি যদি কখনো আমাদের পুকুরে পাই তো অবশ্যই ট্রাই করবো আপনার এই রেসিপি অল্প অল্প জ্যান্ত কাঁকড়া কাটার অভিজ্ঞতা আছে

  • @priyankahaldar2972
    @priyankahaldar2972 หลายเดือนก่อน

    আপনার এই বলার ধরন বেশ গল্পের মতো শুনতে লাগে , সাথে রান্না দেখতেও বেশ ভালো লাগে

  • @sinthiasaha8519
    @sinthiasaha8519 2 ปีที่แล้ว

    Commentry ta shune amr ja kosto lglo ..haire....r khawa hbena🤣🤣🤣

  • @Pekhampakhi
    @Pekhampakhi 2 ปีที่แล้ว

    Ei 1st time apnar video dekhlam akhon baje rat 1.15 ..... Darun laglo. Sob theke valo laglo apnar kotha gulo. Ami akdom ghoti barir meye r biye hoache bangal bari te. Apnar bhasah gulo ba Kotha bolar dhoron ta vison valo. Kothao jano nijer bhasar choya pelam. (Ghoti)

  • @NSDOdiaVlogs
    @NSDOdiaVlogs ปีที่แล้ว +1

    Yummy 🤤😋😋 testy ❤️👌🙏👍👍👍 super 🥰👌🙏👍👌👌

  • @gayatritanti2372
    @gayatritanti2372 2 ปีที่แล้ว

    Love from Assam. Khub sundar hoyechhe

  • @mdmofijul6971
    @mdmofijul6971 ปีที่แล้ว

    আরে পাগলা আমার সাথে যোগাযোগ করিস রে ভাই আমি শিখিয়ে দিবানি কি ভাবে কাটতে হয়।

  • @diablo6520
    @diablo6520 2 ปีที่แล้ว

    দাদা কখনো মাটির চুলোর কয়লাতে দিয়ে কখনো দেশি কাঁকড়া খেয়েছ যদি না খাও ট্রাই করতে পারো মাটির চুলোয় রান্নার পরে যে কয়লাগুলো থাকে সেগুলোতে জীবিত কাঁকড়া গুলো ছেড়ে কতক্ষণ রেখে দিলে কাঁকরাগুলো হয়ে আসে তারপর যা খেতে লাগে কি বলবো

  • @aninditaguha9922
    @aninditaguha9922 2 ปีที่แล้ว

    Amar maa vison valo kakra ranna korto. Sei swad hoyto amar hate asbena. Tobu recipe ta dekhe ekdin banate try korbo. Ekta prosno maa to jaynto kakra charato ami parbo na. J vabe apnara process ta dekhalen, ete kakarar saad er kono poribartan hoyna to??