Chole Jodi Jabi Dure Sharthopor | Tarun | Bangla Lyrical Video | Soundtek

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ส.ค. 2017
  • ♦Please SUBSCRIBE:
    bit.ly/Soundtek
    Song : Chole Jodi Jabi Dure Sharthopor | চলে যদি যাবি দূরে স্বার্থপর
    Artist : Tarun | তরুন
    Lyric & Tune : Tarun ( Zahid Husain )
    Label : Soundtek
    ♦Best of Soundtek:
    bit.ly/41BestofSoundtek​
    Best of Asif:
    bit.ly/BestofAsif​
    Best of Momtaz:
    bit.ly/BestofMomtaz​
    Bangla Movies:
    bit.ly/SoundtekMovies​
    © Soundtek 2023
    ** WARNING ** This content's Copyright reserved for Soundtek, Bangladesh. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited from this material. Legal action will be taken against those who violate the Copyright of the following material presented!
    For any queries, contact us:
    Soundtek Electronics Ltd.
    Managing Director: Sultan Mahmood Babul
    Email: bdsoundtek@gmail.com
    #Soundtek
  • เพลง

ความคิดเห็น • 791

  • @jayosanalex1494
    @jayosanalex1494 3 หลายเดือนก่อน +46

    কেউ কি শুনছেন ২০২৪ এ এসে পছন্দের শিল্পীর পছন্দের গানটি। খুবই মিস করি রেডিও ফূর্তির ফেলে আসা কালজয়ী এই গান গুলো। তরুণের এই গান দিয়েই তরুণকে সবসময়ই গান প্রেমীদের বাঁচিয়ে রাখবে চিরদিন💙

    • @user-bh2uy7gc7b
      @user-bh2uy7gc7b 3 หลายเดือนก่อน +2

      চমৎকার দিন ছিল সেই সময়।
      যখন এফএম রেডিওতে গান গুলো চলতো😢😢😢😢

    •  2 หลายเดือนก่อน

      ji sunsi onekbar , ajo suni

    • @md.sadiqurrahman470
      @md.sadiqurrahman470 หลายเดือนก่อน +1

      shunchi 13 April 2024 e. Amar guitar shekhar por prothom tola gaan. Love it.

    • @faridayesmin6545
      @faridayesmin6545 หลายเดือนก่อน

      অসাধারণ একটি গান।২০২৪ এসে যখন আবার গানটি পেলাম কতোবার যে শুনেছি,,,,,,,,

    • @jahidurtanvir6948
      @jahidurtanvir6948 29 วันที่ผ่านมา

      এখনো শুনতাছি। সেদিন তরুন ভাইয়ার সাথে দেখা হলো এলিফ্যান্ট রোডে।

  • @sajaldas973
    @sajaldas973 5 ปีที่แล้ว +489

    একতরফাভাবে তাকে যখন ভালবাসতাম ঐ সময় আমার সঙ্গী ছিল এই গানটা । আজকে সে আমার জীবনসঙ্গী কিন্তু এখনও পর্যন্ত হৃদয়ে গেঁথে আছে গানটি এবং মনে করিয়ে দেয় সেই সব দিনগুলির কথা ।

    • @riyanmohiuddin5074
      @riyanmohiuddin5074 5 ปีที่แล้ว +7

      There is no better feeling than this.

    • @nilavarenicesong7628
      @nilavarenicesong7628 5 ปีที่แล้ว +5

      Tnx

    • @rashedulhasanchowdury248
      @rashedulhasanchowdury248 4 ปีที่แล้ว +20

      U r lucky Yarr...but Ami pai ni r tare...!!!tabuo she Amar e ace r thakbe... Ajibon...🙏🙏🙏

    • @ismailmahmud3596
      @ismailmahmud3596 4 ปีที่แล้ว +4

      এই গান টার মূল সিংগার এর ইউটিউব চ্যানেল অর পেজ লিংক টা দেওয়া যাবে প্লিজ??

    • @Justwatch19811
      @Justwatch19811 4 ปีที่แล้ว +2

      khub sundor life,

  • @experiencemore5535
    @experiencemore5535 4 หลายเดือนก่อน +24

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে চড়ে গানটি দল বেঁধে গেয়েছিলাম। সেই দিনগুলো আজও এই গানটি শুনলে মনে শীতল হাওয়া বয়ে দিয়ে যায়। মাঝেমাঝে গানটি শুনে ভাবতে থাকি মানুষের জীবন কতই বিচিত্র দৃশ্যে! সেই দিনের মানুষগুলো আজ কেউ পাশে নেই- যে যার জীবন ব্যস্ততার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। কেউ কারোর দিকে খবর নেয়া সময় থাকে না-ভাবতেই চোখের জল ছলছল করে ঝড়ে পড়ে। জীবন আসলেই অদ্ভুত!

    • @samamun8716
      @samamun8716 หลายเดือนก่อน

      সত্যিই তাই

    • @user-nk6mx9xv3x
      @user-nk6mx9xv3x หลายเดือนก่อน

      চোখে পানি টপ টপ পরতে তাকলো

    • @toha64
      @toha64 หลายเดือนก่อน +1

      কত ব্যাচ??

  • @mkmizan0416
    @mkmizan0416 5 ปีที่แล้ว +203

    একটা গান এতটা সুন্দর কিভাবে হয়?? সেই ২০০৭ সাল থেকে গানটা শুনি, আজ ২০১৯....
    তরুণ ভাই, আপনি এই গানটা দিয়ে চির অমর হয়ে থাকবেন।

  • @abdurrazzak5905
    @abdurrazzak5905 ปีที่แล้ว +217

    🥰বৃষ্টি🥰 তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়।😇😇 স্মৃতি রেখে গেলাম।ও যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে, তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা🥰🥰🥰

    • @Sagorsimi.youtube.54
      @Sagorsimi.youtube.54 ปีที่แล้ว

      ভালোবাসা

    • @pranabeshdhar9525
      @pranabeshdhar9525 ปีที่แล้ว +2

      Shotti opurbo...

    • @Nk.agro87
      @Nk.agro87 11 หลายเดือนก่อน

    • @cycletoy6283
      @cycletoy6283 10 หลายเดือนก่อน

      একটা গান শোনার জন্য প্রিয়ো মানুষটিকে পাবো না এটা কোন কথা হলো বোকার মত।😊

    • @mominmir3694
      @mominmir3694 10 หลายเดือนก่อน

      😢😢😢😢😢

  • @shefalibegum4983
    @shefalibegum4983 3 ปีที่แล้ว +84

    কতবার আর কতদিন শুনলে মন জুড়াবে জানিনা।সেই ছাত্র জীবন থেকে শুরু।আজ চাকুরি করি,সন্তান আছে। তবুও সময় পেলে শুনি।পাশাপাশি ট্রেপের আরও একটি কালজয়ী সৃষ্টি আনলাকি থার্টিনটাও শুনি।
    জয়হোক বাংলাদেশের সমৃদ্ধ সঙ্গীত ভাণ্ডারের

    • @nahidsohag4347
      @nahidsohag4347 8 หลายเดือนก่อน

      দারুন বলেছেন, আমার মনের কথা টা ভাই, আপনাকে ধন্যবাদ

    • @user-mr8oz7ki3b
      @user-mr8oz7ki3b 7 หลายเดือนก่อน

      সহমত ভাইয়া

    • @user-tc8ux2rb9q
      @user-tc8ux2rb9q 6 หลายเดือนก่อน

      ❤❤ অভিনন্দন ভাই। আমার আজও এই গান সংগি

  • @mdnomantalukdar1030
    @mdnomantalukdar1030 2 ปีที่แล้ว +145

    তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটি গাওয়া হতো না💔

  • @M.M1185
    @M.M1185 11 หลายเดือนก่อน +18

    মোহাম্মদপুর থেকে মতিঝিল প্রতিদিনের যাত্রা , আর এই পুরো সময়টাতে স্বার্থপর শুনতে থাকা আমি❤ কি অদ্ভুত কথাগুলো।
    বিশেষ করে জানি না কিভাবে হলো পরিচয়

  • @zillurrahman8096
    @zillurrahman8096 3 ปีที่แล้ว +22

    সারাজীবন আমার ভালবাসার চিরসবুজ প্লে লিস্টে থাকবে এই গান। ধন্যবাদ ট্র‍্যাপ।আমার জীবনের সবচেয়ে বিরহময় কিন্তু সবচেয়ে সুন্দর স্মৃতিময় সময়গুলোতে আমাকে সংগ দেয়ার জন্য। ❤️

  • @tajimahmed3392
    @tajimahmed3392 2 ปีที่แล้ว +11

    লিরিক, মিউজিক, কম্পোজিশন, ভয়েজ, বেজ পার্ট & সাউন্ড এক কথায় অসাধারন, এত আগের রেকর্ডিং তবুও সাউন্ড কোয়ালিটি ১০০%

    • @linajahmed4950
      @linajahmed4950 9 หลายเดือนก่อน

      কতো সালের গান এটা?

  • @hosseinahmed433
    @hosseinahmed433 หลายเดือนก่อน +8

    ১০ বছর সম্পক এবং ৫ বছর সংসার।
    আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছি ইউরোপ পরিবার নিয়ে।
    সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি।
    সাগর, ডাবলিন, আয়ারল্যান্ড

    • @BrokenHeart-sj7iv
      @BrokenHeart-sj7iv 17 วันที่ผ่านมา

      এডভেটাছ দিলা নাকি 😂

    • @najmulhasanrashel
      @najmulhasanrashel 10 วันที่ผ่านมา

      Ma Sha Allah

  • @hosseinahmed433
    @hosseinahmed433 หลายเดือนก่อน +2

    ২০১০ - ২০২৪ সাল
    ০৬-০৪-২০২৪ এখন ও শুনি তরুণ শিল্পী গানটি
    সেই পছন্দ পুরনো দিনের গান টি
    এভাবে গানটি যতই শুনি ততই পুরনো দিনের ২০১০ কুমিলা ইকোপার্ক কথা মনে পড়ে।

  • @gazireazahmed2044
    @gazireazahmed2044 5 วันที่ผ่านมา +1

    আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া 💙মন থেকে যাকে ভালবেসেছি তাকেই পেয়েছ💚প্রায় তিন বছর আমাদের সংসার জীবন🧡সবাই আমাদের জন্য দোয়া করবেন এ ভাবেই যেন সারাটা জীবন থাকতে পারি💝

  • @indranilroy1542
    @indranilroy1542 2 ปีที่แล้ว +39

    গানটা অনেক আগে থেকেই প্রিয় ছিল। কোনোদিন ভাবিনি গানের কথা গুলো সত্যি হয়ে যাবে! 💔🙂

  • @neonayer9083
    @neonayer9083 8 หลายเดือนก่อน +10

    কতবার আর কতদিন শুনলে মন জুড়াবে জানিনা।সেই ছাত্র জীবন থেকে শুরু তবুও সময় পেলে শুনি।জয়হোক বাংলাদেশের সমৃদ্ধ সঙ্গীত ভাণ্ডারের

  • @SardarAndCong
    @SardarAndCong 3 ปีที่แล้ว +52

    বাংলা ব্যান্ড সঙ্গীতের সর্বকালের সেরা পাঁচটি গানের মধ্যে একটা। ধন্যবাদ সাউন্ডটেককে তরুণ মুন্সির এই অসাধারণ গানটি আপলোড করার জন্য।

  • @sajalbepari9947
    @sajalbepari9947 หลายเดือนก่อน +4

    2024 সালেও গানটি শুনলে দশম শ্রেণির সেই প্রথম প্রেমের কথা মনে পরে যায়।
    আপনি এখন কতো সালে শুনছেন প্রিয় গানটি?

  • @tumakchai4641
    @tumakchai4641 2 หลายเดือนก่อน +2

    চাওয়ার ছিলো অনেক চাইতে পারিনি
    বলবার ছিলো পুরোটা জুড়ে বলতে পারিনি
    তবু তুমি গান হয়ে বেঁচে থাকো হাজার বছর.....

  • @tarunmunshi4548
    @tarunmunshi4548 6 ปีที่แล้ว +240

    Thanks & Regards to Soundtek Family .Its a great pleasure .

    • @samirasanjikhan9611
      @samirasanjikhan9611 6 ปีที่แล้ว +5

      Tarun Munshi bhaia oshomvob valo lage gaanta.. Thank u

    • @tarunmunshi4548
      @tarunmunshi4548 5 ปีที่แล้ว +4

      Thanks

    • @sharifchowdhury4102
      @sharifchowdhury4102 5 ปีที่แล้ว +1

      Tarun Munshi ভাই আমি গান লিখি সুর করি। আপনার পরামর্ষ চাই।

    • @nmtulee
      @nmtulee 5 ปีที่แล้ว +2

      Vaia,
      Eta amar jonno geyesen mone hoy. Thank you...

    • @riazmia4641
      @riazmia4641 5 ปีที่แล้ว +3

      great song, champion.

  • @rezviexpress....6672
    @rezviexpress....6672 ปีที่แล้ว +11

    হৃদয় কতটা দিধ্স্ত হোলে এমন গানের জন্ম হয় ।আরএই বিধ্স্ত হৃদয় টা কত দামি ছিলো ।বুজল না ।

  • @SohelRana-pm5sg
    @SohelRana-pm5sg 11 หลายเดือนก่อน +11

    তার জন্য হাজারো ভালবাসা,রইল যাকে পাগলের মত ভালবেসে পাই নি,,,,সে চলে গেছে ১০ টি বছর,,মনে রয়েছে তার পায়ে ধরে পাগলের মত কেদেছিলাম,,,,৫ টি মাস হাসপাতালে ছিলাম,সবাই বলত পাগল হয়ে গেছি,তবে মালিকের রহমতে ভাল হয়েছি,,সে ভাল থাক,,,মালিকের কাছে একটাই চাওয়া,তার সাথে যেন দেখা না হয়,,,ভাল থাক গানটা

    • @kalimmridha
      @kalimmridha 5 หลายเดือนก่อน

      আপনার জন্য তার চেয়ে অনেক ভালো কিছু বরাদ্দ রেখেছেন মালিক। আমিন।ভালো থাকবেন সময় সব কিছুই ঠিক করে দেয়।

  • @hosseinahmed433
    @hosseinahmed433 หลายเดือนก่อน +2

    এই তো সেই ২০১০ সেই দিন পরিচয় তোমার সাথে এখন আমরা অনেক ভালো আছি ইউরোপ পরিবার নিয়ে ভালো জীবন কাটাইতেছি সব মিলে আলহামদুলিল্লাহ।
    আমার এখন ও মন চাই তোমার হাত দরে ২০১০ সেই পুরনো দিন কাটিয়ে চাই।
    যেখানে তোমার আমার ভালবাসা পথ চলা।
    বেঁচে থাকুক আমাদের সকল মানুষ ভালবাসা।

  • @zahidulmukul9471
    @zahidulmukul9471 10 หลายเดือนก่อน +8

    তরুন ভাই, আপনি অন্তরের দীর্ঘশ্বাস, হৃদয়ের দেয়ালের লেখা অনায়াসেই বুঝতে পেরেছেন। আপনার জন্য কতজনের অতীত স্মৃতি হেলুসিনেশন হয়ে দেখা দিবে....💔

    • @rubelautos
      @rubelautos 4 หลายเดือนก่อน

      অতীত স্মৃতি হেলুসিনেশন হয়ে দেখা দিবে....

  • @hosseinahmed433
    @hosseinahmed433 2 หลายเดือนก่อน +3

    চলে যদি যাবি ..........
    এই গানটি আমি ২০১০ শুনি
    আলহামদুলিল্লাহ আমার ভালবাসা মানুয কাছে পেয়েছি।
    আমি এখন পরিবার নিয়ে ইউরোপ থাকি।
    সাগর, ডাবলিন, আয়ারল্যান্ড

  • @basicallyshetai7952
    @basicallyshetai7952 5 ปีที่แล้ว +48

    যখন প্রেম করেছি তখন একটু প্রেমিকার সাথে যোগাযোগ বিছিন্ন হলেই চিল্লায়ে গানটা গাইতাম মনে হতো তখন এটা আমার মনের ক্ষত স্থানের মলম আজকে আমি যাকে ভালোবেসেছি তাকেই পেয়েছি তবুও গানটা শুনলে সেই পিছনের সেই বিরহের যায়গাতেই চলে যাই। ধন্যবাদ তরুণ মুন্সি ভাই আপনাকে, আপনার প্রতিটা গানই আমার কাছে চিরসবুজ মনে হয়। বেচে থাকুক এইসব গান আজীবন।

  • @redwansiddiqueearifofficial
    @redwansiddiqueearifofficial 4 หลายเดือนก่อน +8

    হাইস্কুলে উঠতেই সহপাঠীর প্রেমে পড়ে ছিলাম ২০০১ সালে। তারপর থেকেই জীবনটা এলোমেলো হয়ে যায়। সবকিছুই পালটে গেছে, কিন্তুু? নিজেকে শেষ অবধি পালটাতে পারিনি। খুব মনে পড়ে সেই চেনা জনপদ, সেই তোমার চারপাশ, তোমার জন্য পাগলামি করা আর আমার দুঃস্বপ্নের স্নৃতিচারণ। দুজনেই আজ দুর প্রবাসে তবে, ভিন্ন মেরু ভিন্ন মহাদেশ। ভালো থাকার কোন সত্তা নেই আমার আজ তবে,ভালো থাকার নিছক চেষ্টা বৈকি...!!

    • @najmulhasanrashel
      @najmulhasanrashel 10 วันที่ผ่านมา

      2003 to 2024 still feeling the same thing right now...

  • @md.arifbillah8026
    @md.arifbillah8026 ปีที่แล้ว +7

    হাজার বছর গান দিয়ে বেঁচে থাকতে দু'একটা গানও অনেক সময় যথেষ্ট। আনলাকি থার্টিন এবং স্বার্থপর গানদুটো এমনি নিদর্শন। যতই শুনি, পিপাসা মেটেনা।

  • @rumaany8769
    @rumaany8769 9 หลายเดือนก่อน +2

    TH-cam তোমাকে অনেক ধন্যবাদ। এত ভালোবাসা ও ভালোলাগার গান গুলো আবার শুনতে পারবো জানা ছিল না।

  • @muhammadmahbuburrahmanrati6323
    @muhammadmahbuburrahmanrati6323 5 ปีที่แล้ว +41

    গানটা এখন জীবনের একটা অংশ হয়ে গেছে!😊

  • @himaloyy
    @himaloyy ปีที่แล้ว +7

    Every line of this song reminds me you. I don’t know why but I can't stop loving you and love this song. when you left me, those pain after many years is still aching my heart. পাথরের বুকে ফুল কেন ফোটালি? 🥺🖤

  • @ahwh6508
    @ahwh6508 2 หลายเดือนก่อน +2

    এত সুন্দর গান অথচ লাইক অনেক কম .কিভাবে এত সুন্দর হয় একটি গান

  • @sixfiverobin3242
    @sixfiverobin3242 6 ปีที่แล้ว +22

    কিছু কিছু কথা যা মুখের ভাষায় প্রকাশ করা যায় না।যা প্রকাশ পায় গানে।সত্যিই অসাধারন।
    "আমারি সীমনায় সে তো তোর ছায়া।"
    (এখনো..............)

  • @enamulsynoviapharmaplc6218
    @enamulsynoviapharmaplc6218 ปีที่แล้ว +6

    আহা! কী লিরিক! কী গায়কী!
    বাংলাদেশের ব্যান্ডের জয় হোক

  • @rahmanmoti
    @rahmanmoti 2 หลายเดือนก่อน +3

    আমাকে কেন জোছনা দেখালি?...❤♪
    এই মাঝরাতে গানটা শুনতে শুনতে জীবনে জোছনার আশা করছি। কী একটা অনুভূতি!!

  • @takvirulislam1935
    @takvirulislam1935 2 ปีที่แล้ว +15

    এই গানটা কত হাজারবার শুনেছি তার হিসেব নেই।।। এই গানটা শুনলে পুরনো স্মৃতি ফিরে আসে

  • @azmirhosenminhaz6040
    @azmirhosenminhaz6040 2 ปีที่แล้ว +10

    পৃথিবীর সেরা একটি গান ❣️✌️

  • @tareqsony3757
    @tareqsony3757 2 ปีที่แล้ว +22

    যাকে ভালোবেসে আসছি ১৬ বছর পর ১ মাসের জন্য হলেও সে আমাকে স্বপ্ন দেখিয়েছিল। কিন্ত আবার চলে গেছে। খুব প্রিয় এই গানটি এখন সবসময়ই শুনি।

    • @kimiyaakther2701
      @kimiyaakther2701 ปีที่แล้ว

      গানটা আসলে খুব সুন্দর যতবার সুনি ততই ভালো লাগে

  • @arshohag9848
    @arshohag9848 ปีที่แล้ว +9

    গানটি যতবার'ই শোনি! সেই স্বার্থপর কে ভিষণ মিস করছি🥲 যেখানে থাকো ভালো থাক😍

    • @user-sx9ug2lw3l
      @user-sx9ug2lw3l หลายเดือนก่อน

      ছেলে বলে তাদের জন্য শুভ কামনা করি।
      মেয়ে হলে 😢😢

  • @Rashi89287
    @Rashi89287 ปีที่แล้ว +27

    ভালোবেসে তাকে পেলাম না,ভালোবাসা হারানো,খুব কষ্টদায়ক,যে হারায় সেই একমাত্র বুঝে

    • @aljamanbipu
      @aljamanbipu ปีที่แล้ว

      যার যায় সেই বুঝে,হাড়ানোর যন্ত্রণা 😔

    • @yousufahmed5281
      @yousufahmed5281 หลายเดือนก่อน +1

      ওপারের মানুষ গুলো জানতে চায় না যে তারা চলে গেলে এপরের মানুষটা কিভাবে বাঁচবে.....
      চলে যদি যাবি দূরে স্বার্থপর,
      আমাকে কেন জোছনা দেখালি

  • @MirzaShakil
    @MirzaShakil 6 ปีที่แล้ว +53

    Finally!!! best sound Quality Sharthopor Song in TH-cam :)

  • @kajolsutradhar923
    @kajolsutradhar923 3 ปีที่แล้ว +7

    মনে আছে এখনো , পুরা একটা পূজার ৫ দিন কাটিয়ে দিয়েছি এই একটি গান শুনে I কি দিন ছিলো ! এমন গান আর কোনোদিন তৈরী করা সম্ভব না I

    • @shohandrive5043
      @shohandrive5043 2 ปีที่แล้ว

      আমার সেইম ভাই। ঈদের 3 দিন শুধু এই গান শুনে কাটিয়েছিলাম আহ কি দিন ছিলো।

  • @zillurrahman8096
    @zillurrahman8096 3 ปีที่แล้ว +8

    ২০০৬ থেকে ফোনের প্লে লিস্টের অবিচ্ছেদ্য অংশ এই গানটি। একটা সময় ছিল যখন এই গানটি ছিল জীবনের একটি অংশ। আমাদের নাইন্টিস কিডস দের জন্য এক আবেগের জায়গা এই গান। আমরা প্রেম বিরহে যেমন এই গান শুনে একা কেদেছি তেমনি বন্ধুদের আড্ডায়ও কোরাসে গেয়েছি এই গান।
    এত বছর পরেও অবাক হয়ে ভাবি এই সুন্দর একটা গান কিভাবে এত আগে হয়েছিল। কই প্রযুক্তির উন্নতি তো আমাদের আর এমন গান দিল না। এখন তো কোন গান শুনে আর প্রেয়সীকে হারানোর বেদনা অনুভব করা যায় না।

  • @raselmahmudapple-hh8nr
    @raselmahmudapple-hh8nr ปีที่แล้ว +4

    আহ্ গান রে কলিজাটা ফেটে যায়
    আমার বুকে যে কষ্ট দিয়ে চলে গেছে আল্লাহ্ তার মঙ্গল করুক।
    ভালো থাকুক সে তার মত জানি আর কোনদিন পাবো না

  • @RashedKhan-os9og
    @RashedKhan-os9og ปีที่แล้ว +6

    সত্যি সেই আমার পাথরের মত বুকে ভালোবাসা দিয়ে ফুল ফুটিয়ে ছিল, যখনই আমার বুকের ফুলটা দিন দিন পরিপূর্ণ হচ্ছিল তখন সেই স্বার্থপরের মত ধোকা দিয়ে চলে গেল 😢😢😢 আল্লাহ যা করে বান্ধান ভালোর জন্যই করে সেই চলে যাওয়াতে বুঝতে পারলাম সেই ছিল প্রকৃত পক্ষে ছলনাময়ী, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি সুখে আছি।

  • @hoeswannarideme
    @hoeswannarideme 2 ปีที่แล้ว +59

    Lyrics :
    চলে যদি যাবি দূরে স্বার্থপর,
    আমাকে কেন জোছনা দেখালি
    হবি যাদি নাও ভাসিয়ে দেশান্তর,
    পাথরের বুকে ফুল কেন ফুটালি (২)
    ও আমারি সীমানায় সেতো তোর ছায়া,
    ও সেখানে করে বিচরন দুখের নিবাশ।
    ও রাখিস কি খবর
    তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা।
    চলে যদি যাবি দূরে স্বার্থপর,
    আমাকে কেন জোছনা দেখালি?
    জানিনা কোন প্রহরে হয়েছিলো যে পরিচয়,
    কি পেলাম কি হারালাম সেতো এক সংশয়।
    নিরবে আড়াল থেকে করেছি সব অভিনয়,
    সেই তুমি হারালে ঠিকি সেকি নয় বিস্ময়।
    ও আমারি সীমানায় সেতো তোর ছায়া,
    ও সেখানে করে বিচরন দুখের নিবাশ।
    ও রাখিস কি খবর
    তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা
    চলে যদি যাবি দূরে স্বার্থপর,
    আমাকে কেন জোছনা দেখালি?
    আড়ালে অন্তরালে বসে যতবার ভেবেছি,
    শূন্যতারি হাহাকার একাকী শুনেছি।
    তোমারি আঁখি পটে আকাশের নীল এঁকেছি,
    সেতো বিবর্ন হবে কখনো ভাবিনি।
    ও আমারি সীমানায় সেতো তোর ছায়া,
    ও সেখানে করে বিচরন দুখের নিবাশ।
    ও রাখিস কি খবর
    তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা।
    চলে যদি যাবি দূরে স্বার্থপর,
    আমাকে কেন জোছনা দেখালি
    হবি যাদি নাও ভাসিয়ে দেশান্তর,
    পাথরের বুকে ফুল কেন ফুটালি
    ও আমারি সীমানায় সেতো তোর ছায়া,
    ও সেখানে করে বিচরন দুখের নিবাশ।
    ও রাখিস কি খবর
    তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা।
    আমাকে কেন জোছনা দেখালি?
    আমাকে কেন জোছনা দেখালি?
    আমাকে কেন জোছনা দেখালি?
    আমাকে কেন জোছনা দেখালি?
    আমাকে কেন জোছনা দেখালি?
    আমাকে কেন জোছনা দেখালি?
    আমাকে কেন জোছনা দেখালি?
    আমাকে কেন জোছনা দেখালি?

    • @borhan4u
      @borhan4u 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤

    • @akashahmed1846
      @akashahmed1846 4 หลายเดือนก่อน

  • @sirajrana5527
    @sirajrana5527 4 ปีที่แล้ว +13

    এত মিষ্টি সুরের গান যে বারবার শুনতে মন চায়।আমার পছন্দের এটি একটি উন্যতম গান।।

  • @dutimukti
    @dutimukti 3 ปีที่แล้ว +13

    হ্নদয় স্পর্শ করা একটি গান। ❤️
    কতবার শুনেছি বলতে পারবোনা।
    গানটি যতই শুনি ততই ভালো লাগে।

  • @omairij
    @omairij 5 ปีที่แล้ว +18

    কোথায় যেন টেনে নিয়ে যায় গানটা......অসাধারণ !

  • @TheNomanp
    @TheNomanp ปีที่แล้ว +10

    2007 থেকে 2022 এখনো শুনি।
    আহা সেই ছোট বেলার কত কথা

  • @ShahinAcc
    @ShahinAcc ปีที่แล้ว +5

    সত্যি বলছি
    অনেক কষ্ট আর আবেগ জড়ানো একটা গান।
    😭😭😭

  • @mahedisiplo8451
    @mahedisiplo8451 2 ปีที่แล้ว +7

    তরুণ ভাই এর গানটা আমার জীবনের ভালবাসার সময় গুলো গেথে আছে...আজও ভুলতে পারিনা প্রথম প্রেমের স্মৃতি। সামান্য একটা কথার কারণে আমার ৬ বছরের তিলেতিলে গড়া ভালবাসা সাথে ছলনা করে অন্যএর হাত ধরে চলে গেল।এখনো মনে পরে আমার....।

  • @mehdihasan9374
    @mehdihasan9374 ปีที่แล้ว +5

    এমন এক ভালোবাসা দিছো আমাকে,যা আমি কাউকে বলবো বলতে পারি নাই 😓💔💔

  • @shifatabid9514
    @shifatabid9514 2 ปีที่แล้ว +8

    গানটা ২০১৭ সালে খুব শুনতাম কারনটা ছিলো ভালো লাগতো তাই
    ২০২১ এ শুনি কারনটা হলো স্বার্থপর মানুষটা চেড়ে চলে গেছি

  • @saikatpaul1289
    @saikatpaul1289 5 ปีที่แล้ว +10

    Eisob gan konodin purono hobena.
    Kotha, sur, music arrangement osadharon.

  • @mdkayes6685
    @mdkayes6685 2 ปีที่แล้ว +4

    জীবনের সাথে গানের কি মিল
    সার্থপর সার্থের কথা ভেবে আমাকে
    জোছনা দেখিয়ে বিদায় অন্য কারো
    জোছনা হয়ে গেছে

  • @zakirhossain4207
    @zakirhossain4207 2 ปีที่แล้ว +7

    এত শুনি গানটা,,তবুও বিরক্ত আসেনা💔💔

  • @ncsp2017
    @ncsp2017 2 ปีที่แล้ว +6

    নিজের সাথে প্রতিটা ছন্দের মিল পাচ্ছি 🥺🥺

  • @aklasbsl9064
    @aklasbsl9064 2 ปีที่แล้ว +6

    স্বার্থপর
    আসলেই তুই অনেক বড় স্বার্থপর।
    তোকে না দেখলে জীবনে স্বার্থপর মানুষই চিনতাম না।
    অসংখ্য ধন্যবাদ স্বার্থপর মানুষ চেনানোর জন্য😢

    • @mdasadkhan6549
      @mdasadkhan6549 ปีที่แล้ว

      valo basar manus ke sartho por bolte ney

  • @EnamulHoquemithu
    @EnamulHoquemithu ปีที่แล้ว +4

    এক সময় এই গান গুলো শুনে নিজেকে স্বান্তনা দিতাম।এখন আর ঐ মানুষ টা নেই কিন্তু এই গানগুলো শুনলে এখনো পুরনো স্মৃতি গুলো হৃদয়ে দাগ কেটে দেয়।

  • @mdbacchu6195
    @mdbacchu6195 ปีที่แล้ว +5

    যত,,বার,,শুনি,,,সাতপরের,কথামনে,,পড়ে,, যাই

  • @farabirht0018
    @farabirht0018 ปีที่แล้ว +3

    গানটা শোনে অনেক পিছনে চলে গেলাম আহ্ কি বেদনা

  • @fahimrahul8884
    @fahimrahul8884 หลายเดือนก่อน +1

    তুমি তো অন্তরালেই আছো,
    সবসময় থাকবে🥀

  • @sifataliprodhan2126
    @sifataliprodhan2126 ปีที่แล้ว +3

    ধন্যবাদ তোমাকে, তুমি নেই বলেই এত সুন্দর গান শোনা হয়❤️

  • @mdnazemuddinnazem210
    @mdnazemuddinnazem210 6 หลายเดือนก่อน +4

    যাকে রূপ দেখে ভালোবেসেছো সময়ের সাথে সাথে রূপের পরিবর্তন হবে, যাকে গুণ দেখে ভালোবেসেছো সময়ের সাথে সাথে তার গুণগত মানও পরিবর্তন হবে।
    এই পরিবর্তনগুলো যে তুমি দেখছো,
    এটা হলো তোমার পরিবর্তন।
    না হলে তুমি আমার মত অন্ধ ভালবেসে যেতে।
    নাজিম💔

    • @mdnazemuddinnazem210
      @mdnazemuddinnazem210 4 หลายเดือนก่อน

      1:21 আমার কমেন্ট টা আমি পড়তে এলাম।।।
      আমার মানুষটি আর আমার নেই

  • @anuproymridul
    @anuproymridul ปีที่แล้ว +15

    সেরা গান🔥, আমার প্রিয় কয়েকটা গানের একটি🖤!!
    একসময় গানটা খুব বেশি গাইতাম! যদিও আমার জীবনে কোনো স্বার্থপর ছিলো না, থাকলে আরো একটু ফিল নিতাম এই আরকি...🥱😅
    -চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেনো জোছনা দেখালি?
    বুকে লাগে ভাই, আমারে জোছনা দেখাইতেই আসে নাই তবুও কেমন কেমন খারাপ লাগে গানটা শুনলে। কিন্তু যারা একসাথে জোছনা দেখেও হারাই গেছে...
    আহা্‌, কেমন লাগবে তাদের🥱।।
    Moral of the story: Women☕ ;
    getch ;
    return 0 ;
    }

  • @user-pb6xb2vg7t
    @user-pb6xb2vg7t ปีที่แล้ว +4

    ১৮ বছর আগে থেকে প্রিয় এই গান টা😊

  • @fakrulhasanponir9594
    @fakrulhasanponir9594 3 ปีที่แล้ว +3

    এটা শুধু একটা গান নয় এটা একটা ফিলিংস..💔💔💔💔💔💔💔

  • @rahmanmoti
    @rahmanmoti 2 หลายเดือนก่อน +2

    আমার জীবনের চরম একটা বাস্তবতার পর আমার বন্ধুর ছোটবোন আমাকে মানসিকভাবে অনেক সাপোর্ট দিয়েছিল। তার প্রতি আমার অনুভূতি হয়তো কাজ করতে শুরু করেছিল সেটা আদৌ ভালোবাসার পর্যায়ে গিয়েছিল জানি না। তাকে কিছু বলার জন্যও ভাবিনি তবে একটা অনুভূতি কাজ করত এটা বুঝতাম। তার কিছুদিন পরেই তার বিয়ে হয়ে যায় এখন দেশের বাইরে আছে। ভালো আছে।
    গানটা শুনতে শুনতে কেন জানি মনে পড়ল তার কথা।

  • @fantasyluxurious4811
    @fantasyluxurious4811 ปีที่แล้ว +7

    হারিয়ে গিয়েছো,
    কিন্তু আজীবন তোমার অপেক্ষায় আমি।😊

    • @mdasadkhan6549
      @mdasadkhan6549 ปีที่แล้ว

      kumar roysen akhono jodi na tha ken labney

  • @tanvirahmedminar4063
    @tanvirahmedminar4063 6 ปีที่แล้ว +25

    Tarun bhai, you are such a wonderful musician! Hats off to you for such a wonderful piece! !

  • @m.hasanriyad1751
    @m.hasanriyad1751 2 ปีที่แล้ว +5

    একতরফা ভাবে ভালবাসি, সে চায় দূরত্ব তৈরী করতে। আর আমি নিয়ত ছুটে মরি তাকে ছোঁয়ার অভিপ্রায়ে। জানিনা এর শেষটা কোথায়! শেষটা কি! তবুও ভালবাসি।

  • @mdpiash2459
    @mdpiash2459 3 ปีที่แล้ว +10

    অবাক লাগে এই গানের ভিউ মাত্র 2লাখ এর বেশি, চিরতরুণ একটা গান...

  • @user-fj9xd1ze3k
    @user-fj9xd1ze3k 4 หลายเดือนก่อน +3

    Valobashai bertho hoye onek e ei gan shune... Amio vhai bertho.... Icca hole ekta like diyen abr ashbo gan ta sunte... 😊💔

    • @msstranger2362
      @msstranger2362 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤

  • @thetargaryenwolf604
    @thetargaryenwolf604 2 ปีที่แล้ว +3

    এই গান টা যে আমার প্রথম ভালোবাসার মানুষকে কত বার নিজে গেয়ে শুনিয়েছি হিসাব নাই।যখনই গান শুনতে চাইতো এই গানটা না শুনালে ফোন রাখতো না।এই গানটা না শুনালে রাত শেষ হয়ে ভোর হয়ে গেলেও ফোন কাটতো না।

    • @remonahmed
      @remonahmed ปีที่แล้ว

      আহা ভালোবাসা

  • @shakilrahmanafid5675
    @shakilrahmanafid5675 9 หลายเดือนก่อน +2

    Still enjoying this masterpiece from CUET Bangabandhu hall ROOM B-312 Date:27-8-2024

  • @mdrajib4703
    @mdrajib4703 6 ปีที่แล้ว +35

    This song is great...amr life partner amr shathe teen bochor shongshar kre chole gheche.bina karone...kalke amr meyetar prothom jonmmodin..meyeta k dekhi na ajke ak mash.

    • @srkneon1138
      @srkneon1138 6 ปีที่แล้ว +1

      Md Rajib vai. Ami apnk santona dite parlam na. Kintu obossoi akdin manus tar vul bujte parbe

    • @tanverakanda9483
      @tanverakanda9483 5 ปีที่แล้ว

      so sad

    • @yeasinht5351
      @yeasinht5351 5 ปีที่แล้ว

      Rajib vai apnak santona dibar moto vasa amr nai..

    • @faliroy2559
      @faliroy2559 4 ปีที่แล้ว

      vi manus onek sarthopor

    • @MDARIF-gx2yt
      @MDARIF-gx2yt 2 ปีที่แล้ว

      rajib i am soory

  • @cntubehat8384
    @cntubehat8384 2 ปีที่แล้ว +3

    বাংলাদেশের আফুটা শিল্পীদের গানের ভিউ অনেক হয়,কিন্তু ভালো গান খুবই কম মানুষ শোনে আফসোস এটাই!

  • @hossananwar1916
    @hossananwar1916 6 ปีที่แล้ว +12

    আমি আগেও এই গানটা শুনতাম এখনো শুনি ধন্যবাদ তরুন ভাই কে

  • @TheChtDiary
    @TheChtDiary 2 ปีที่แล้ว +1

    এইগানটা ভিউ যতই কম হোক, প্রত্যেকের মোবাইলে কোন না কোন সময় স্থান পেয়েছে।
    পৃথিবীর প্রত্যেক ভাঙা হৃদয়ে মানুষদের অন্যরকম করে অনুভব করাবে গানটা।
    আর আমি যতবার শুনছি ততোবারই একটা চাপাকান্না অনুভব করছি।
    ভালবাসা ট্রেপ ব্যান্ড❤️❤️❤️

  • @MdAZAD-xf7zs
    @MdAZAD-xf7zs 2 ปีที่แล้ว +3

    আমার জাতীয় সংগীত, তরুন ভাই কে অনেক ধন্যবাদ

  • @minhajulislammoon2988
    @minhajulislammoon2988 ปีที่แล้ว +2

    কোথায় হারিয়ে গেল প্রিয় ব্যান্ড
    ♥ The Trap ❤️

  • @MasiatBiva-km7dh
    @MasiatBiva-km7dh ปีที่แล้ว +1

    Nostalgic... Mon kharap ar song... Luv u...

  • @kawser-gx9nf
    @kawser-gx9nf ปีที่แล้ว +4

    না পাওয়া মানুষের আর্তচিৎকার হাসান ভাই,,😭😭

  • @mahbuburrahman9090
    @mahbuburrahman9090 2 ปีที่แล้ว +7

    Undoubtedly The Trap created one of the best Bangla band Guitar Intro of all time in this song.

  • @robinroychowdhury8392
    @robinroychowdhury8392 3 หลายเดือนก่อน +2

    ২০০৭ সালের গান আর এখন সকাল ০২:৩০মি ২৬-০২-২০২৪ইং যতই শুনি মন ভরে না।

  • @rabiul910
    @rabiul910 6 ปีที่แล้ว +16

    Sweet 90's Will never come back...... never never never

    • @edwardripon.
      @edwardripon. ปีที่แล้ว

      Eai gaan ea 90 kothai pelen?

    • @nahidsohag4347
      @nahidsohag4347 8 หลายเดือนก่อน

      সহমত

  • @hosseinahmed433
    @hosseinahmed433 หลายเดือนก่อน +1

    আমাকে কেন জোছনা দেখাইলি
    কেন জোছনা .....................
    ২০১০ কুমিল্লা ইকোপার্ক ভালবাসা মানুষ সাথে কত আড্ডা মেরেছি। কিন্তু তাকে জীবন সঙ্গী করে কাছে পেয়েছি।
    আলহামদুলিল্লাহ এখন পরিবার নিয়ে ইউরোপ দেশ আয়ারল্যান্ড বসবাস করছি।
    আল্লাহ কাছে শুকরিয়া।
    সাগর, ডাবলিন, আয়ারল্যান্ড থেকে ।

  • @theradicalvoicer
    @theradicalvoicer ปีที่แล้ว +23

    -গত ০৮-১২-২০২১ তাকে হারিয়ে ছিলাম।
    - আজ ১ বছর হলো আজকে তাকে ছাড়া 💔🥀। ভালো থেকো প্রিয় 🖤

  • @shetollahiry
    @shetollahiry ปีที่แล้ว +2

    মানুষ একা বাঁচতে পারে না.....কত কষ্ট আর সহ্য করব। স্বার্থপরের মতো চলে গেলে ভুল বুঝে।

  • @user-qf3vk5qr3d
    @user-qf3vk5qr3d ปีที่แล้ว +2

    সময়টা আজ 2020 একা একা বসে কষ্টে দিন গুলো মনে করি তখন এই গানটা শুনি।আর আমার জীবনের কথা গুলো মিলে যায় 😥😥 ধন্যবাদ ভাই এই গানটা শোনার জন্য 🌸🌻

  • @shiblysadiquebadhon7192
    @shiblysadiquebadhon7192 6 ปีที่แล้ว +19

    This song just reveals the thought of my heart.........& I am really thankful to that person who sang this song with such feelings to execute it so well........

  • @azmirhosenminhaz6040
    @azmirhosenminhaz6040 2 ปีที่แล้ว +3

    যখন সে ছেড়ে চলে গিয়েছিলো তখন থেকে এই গানটা আমার সম্বল। কত হাজারবার যে গানটা শুনেছি হিসাব নাই। সে আজ হারিয়ে গেছে অদূর দূরে। এই গানটায় সে আমার কাছে বারবার ফিরে আসে। সে যানতো এটা আমার প্রিয় গান। যদি সে কখনো গানটা শুনতে আসে তাহলে হয়তো সে আমাকে এখানে খুজে পাবে। এই ছাড়া আমাকে খুজে পাওয়ার আর কোন পথ তার কাছে নেই।
    💘

  • @momins-topic4470
    @momins-topic4470 5 ปีที่แล้ว +5

    অসাধারণ একটা গান , এরকম কম্পোজিশন খুব কম হয় আমাদের দেশে।

    • @abdullahal-mamun2398
      @abdullahal-mamun2398 4 ปีที่แล้ว +1

      হ বারে মামু।

    • @abdullahal-mamun2398
      @abdullahal-mamun2398 4 ปีที่แล้ว +1

      রেগুলার শুনি। তারপরও বিরক্ত আসে না।

  • @anamulhoque1815
    @anamulhoque1815 5 ปีที่แล้ว +13

    What a tremendous song this is!!! Just think as a reality.

  • @ahammadkawsar986
    @ahammadkawsar986 2 ปีที่แล้ว +3

    এই গানটা শুনতে গেলে আমি সানগ্লাস পরে নেই
    যেনো কেউ চোখের পানি না দেখে!

  • @sheikhjaberalmamun9935
    @sheikhjaberalmamun9935 5 ปีที่แล้ว +14

    Masterpiece, it's an evergreen song.

  • @mahfuzul_haque_ifty
    @mahfuzul_haque_ifty 3 ปีที่แล้ว +2

    জেমস এর পদ্মপাতার জল
    আর চলে যদি যাবি দূরে স্বার্থপর, সম্ভবত এক জনের ই লেখা,ধন্যবাদ গীতিকার এমন গান লেখার জন্যে।

    • @youmeandnature
      @youmeandnature 2 ปีที่แล้ว +2

      সেই সাথে সরলতার প্রতিমাও তরুন মুন্সী ভাই এরই গান

  • @sagorjs8215
    @sagorjs8215 หลายเดือนก่อน

    মনে পড়ে গেল সেই অতীতের ভালোবাসার মানুষ কে,,,,তাকে এখনো অনেক ভালোবাসি

  • @tawhidakhan3916
    @tawhidakhan3916 ปีที่แล้ว +3

    এই গানের কথা যখন বুঝতাম না , তখন থেকে শুনতে ভাল লাগে ,, এখন তো আরোও বেশি ভাল লাগে

  • @md.soheldewan814
    @md.soheldewan814 ปีที่แล้ว +1

    যার নীল আকাশের জমিনে নীল বেদনারা আজও জমে, তার জন্যই কেবল এ অমর লিরিক।।