Khalid | Sorolotar protima | Tumi Akasher Buke | সরলতার প্রতিমা | তুমি আকাশের বুকে | Music Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 866

  • @আরিয়ানইভু
    @আরিয়ানইভু 10 หลายเดือนก่อน +343

    খালিদ স্যারের মৃত্যুর খবর শুনে কে কে শুনতে আসছেন 😓😭

  • @alimbhuiayanbd
    @alimbhuiayanbd 10 หลายเดือนก่อน +100

    বাংলা ব্যান্ড সংগীতের জাতীয় সংগীতের গায়ক আজ বহূদূরে পরপারে চলে গেছেন। আল্লাকে উনাকে মাফ করে জান্নাত দিক।

    • @GMSelim-gk8mx
      @GMSelim-gk8mx 8 หลายเดือนก่อน

      আমার প্রিয় শিল্পী

  • @abantikachakraborty8300
    @abantikachakraborty8300 4 ปีที่แล้ว +734

    একটা সময় ছিল যখন বিকেলে বারান্দায় বসে এই গান টানা ১৫/২০ বার না শুনে আমার দিন পার হতনা....কলেজ লাইফ... কোথায় গেল সেই দিনগুলো...

  • @saymonahmed1273
    @saymonahmed1273 2 ปีที่แล้ว +77

    স্কুল লাইফের অনেক স্মৃতির কথা মনে পড়ে গেল। বিকাল বেলা ইসলামীয়ার মাঠে বসে এই গান কতো বার গাইতাম সব বন্ধু বান্ধব মিলে। সেই দিন গুলো সত্যিই অনেক সুন্দর ছিল। সেই দিন গুলোর কথা আজও ভুলতে পারিনা। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো যে যেখানেই থাকো না কেন। বেঁচে থাকলে দেখা হবেই একদিন না একদিন। ইনশাআল্লাহ

  • @john9227
    @john9227 10 หลายเดือนก่อน +44

    কে বলে উনি আর নেই!! এই তো আছেন আমাদের হৃদয়ে।❤

  • @abdulhannangazi2424
    @abdulhannangazi2424 ปีที่แล้ว +50

    প্রত্যেক প্রেমিকের উচিৎ তার প্রেমিকাকে এই গানটা উৎসর্গ করা..!🖤

  • @mdmahmudulhasanrifat8775
    @mdmahmudulhasanrifat8775 ปีที่แล้ว +131

    এই গান গুলোর জন্যই এখনো জীবন্ত লাশ গুলো পৃথিবীতে বেঁচে আছে,,,,,, ,😢
    কৃতজ্ঞতা তাদের প্রতি যারা এই গান গুলো শুনতে আসে🙃 কারণ তারা এক বিশেষ ধরনের মানুষ

    • @RaisulIslamEstiak
      @RaisulIslamEstiak ปีที่แล้ว +2

      Jara sottie kokhono kawke valobesheche tader e kebol ei gaan hridoy chuye jay

    • @farhanaalam8169
      @farhanaalam8169 ปีที่แล้ว +2

      ভাই একমাত্র নামাজ এবং সুন্নাহ জানা মানা এবং তার উপর মানুষকে দাওয়াত দেওয়াটাই এখন আমাদের মূল অক্সিজেন হতে পারে।

    • @jubidajarin9461
      @jubidajarin9461 10 หลายเดือนก่อน +2

      উনি আর নেই। 😢😢😢

  • @Neba-Tinku
    @Neba-Tinku 10 หลายเดือนก่อน +42

    বিদায় খালিদ হাসান 💔🥹।
    সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’ অসম্ভব সুন্দর এসব গানগুলোর স্রষ্টার চিরবিদায় 💔🥹
    ওপারে ভালো থাকবেন 💔💔

    • @kanizfatematani3242
      @kanizfatematani3242 10 หลายเดือนก่อน +1

      এ গান দিয়ে আমার রিলেশন শুরু হয়

    • @Neba-Tinku
      @Neba-Tinku 10 หลายเดือนก่อน

      @@kanizfatematani3242 A perfect song for the couple

  • @ishtiquejafrin-td3mt
    @ishtiquejafrin-td3mt 10 หลายเดือนก่อน +23

    শিল্পীর মৃত্যু নেই! দেহাবসান হয় মাত্র।
    খালিদ ভাই বেঁচে থাকবেন তাঁর সৃষ্টির মাঝে বিচরণ করবেন কোটি কোটি সংগীত প্রেমীর হৃদয়ে তারুণ্যের হৃদয়ে।

  • @jannatunferdousi7683
    @jannatunferdousi7683 ปีที่แล้ว +28

    এই গানটি শুনলে কেনো যেনো মনের ভেতরটা শূন্য লাগে... কোনো মূল্যবান কিছু যেনো হারিয়ে
    ফেলেছি জিবন থেকে যা আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয়..

  • @Md.AmdudullahKhanRakib
    @Md.AmdudullahKhanRakib 7 หลายเดือนก่อน +9

    এমন একদিন ছিলো, এই গান না সুনলে মনে হতো, আজ বুঝি আমার heart বন্ধ হ'য়ে যাচ্ছে!! অসাধারণ ছিল,আরও উনার কিছু গান যা এখনো সুনি। ভালো থেকো খালিদ ভাই,মহান "আল্লাহ" যেন তুমাকে জান্নাতুল ফেরদৌসের নসিব করেন,আমিন।

  • @AyanAlviMamun
    @AyanAlviMamun 3 ปีที่แล้ว +36

    যুগের সাথে তাল মিলিয়ে হাজারো গান আসবে,আসবে নাহ আর ফিরে এমন গান!😢
    গানের কথা পবিত্র,
    গানের কথায় না হারিয়ে পারা যায় নাহ!
    প্রিয় মানুষের কে নিয়ে সে কি অভিমান, অভিযোগ💐

    • @Maishaislam347
      @Maishaislam347 ปีที่แล้ว

      গান টা কত সালের?

  • @ResalatRahman
    @ResalatRahman ปีที่แล้ว +4

    তরুণ মুনশি'র (The Trap) লেখা এবং সুর করা এক অনবদ্য সৃষ্টি এই গান। সম্ভবত ২০০০ সালে প্রথম শুনি, তখন থেকে এখন অব্দি এই গানের মোহ একটুও কাটেনি। কত যে মধুর স্মৃতি এই গানের সাথে, শুনলেই নস্টালজিয়ায় ভেসে যাই।

    • @asaduzzamanrana9187
      @asaduzzamanrana9187 ปีที่แล้ว

      Bhai aktu bodh hoy vul hosse..sur ta jwel babu korese..liric torun Munshi.

    • @ResalatRahman
      @ResalatRahman ปีที่แล้ว

      @@asaduzzamanrana9187 না ভাইয়া, আমার মনে হয় ভুল হচ্ছে না। অনেক বছর আগে একটা মিউজিক শো তে পার্থ বড়ুয়া উল্লেখ করেছিলেন এটার সুর এবং কথা তরুন মুনশি'র, তরুন মুনশি নিজেও একটা সাক্ষাৎকারে বলেছিলেন এই গানের কথা এবং সুর তাঁর করা। ভিডিওর মধ্যে ২৭ সেকেন্ডে লেখা আছে "Lyrics & Tune: Tarun Munshi, Music: Jewel Babu", তার মানে সুর এবং কথা তরুনের করা, সঙ্গীতায়োজন জুয়েল বাবুর। ভিডিওর ডেসক্রিপশনে অবশ্য লেখা সুর জুয়েল বাবুর, যেই তথ্যটা আসলে ভুল। তরুন মুনশি অবশ্য সেই সাক্ষাৎকারে বলেছিলেন টেকনিক্যাল কারনে জুয়েল বাবুর নাম এই গানের সাথে জড়িয়ে যায়, মুল গান এবং সুর তারই করা, জুয়েল বাবু শুধু প্রোডাকশনে/রেকর্ডিংয়ে ছিলো।

  • @sarwarhossain3041
    @sarwarhossain3041 ปีที่แล้ว +20

    সেই ২০০৬-২০০৭ সালে বিশব্বিদ্যালয়ের স্মৃতিতে ফিরে নেয় এই গানটি।

  • @mdsafik1561
    @mdsafik1561 4 ปีที่แล้ว +130

    সেই 90দশক থেকে 2020 এ এসে শুনছি 100বছর পরেও গাইটি জনপ্রিয় হয়ে থাকবে।অসাধারণ একটি গান।💕💕💕💕💕💕💕👍

    • @movirgoppo
      @movirgoppo 3 ปีที่แล้ว

      Hm. Boro vai

    • @abidalam003
      @abidalam003 3 ปีที่แล้ว

      কত সালের গান একটু বলতে পারবেন
      বললে উপকার হত।

    • @mhmr7815
      @mhmr7815 2 ปีที่แล้ว +1

      @@abidalam003 1997

    • @sahedabegum9420
      @sahedabegum9420 2 ปีที่แล้ว

      Ai gan ta 1 st kkhn release hoi janen?
      Bolben?

    • @khanbhai-jl1mg
      @khanbhai-jl1mg 2 ปีที่แล้ว

      @@mhmr7815 আমার তো মনে হয় আরো পরের গান এটা

  • @ilsmehrab
    @ilsmehrab 2 ปีที่แล้ว +140

    গানটা প্রায় শুনি।
    তাই কমেন্ট করে রেখে গেলাম।
    পরে লাইক দেখে বুঝব যে গানটা এখনো কত মানুষের হৃদয়ে লাগে।🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

    • @ayeanfunzone6082
      @ayeanfunzone6082 10 หลายเดือนก่อน

      Mara gieasen uni.....😢😢😢😢😢

  • @filmwala4u
    @filmwala4u ปีที่แล้ว +16

    আমার প্রিয় মানুষের জন্য ছিল এই গানটি,সেই ১৮ বছর আগের কথা.. আমি জানতাম সে আমার কখনই হবে না,কিন্তু সে ছিল আমার প্রেমে বিভর আমি ও ছিলাম তার পাগল প্রেমিক, এই গান টি আমাদের ভালোবাসার ভবিষ্যতে স্রিতি হয়ে বেচে থাকবে....তখন তার হাত ধরে এই গানটি বহুবার শুনিয়েছি..জাতে বহু বছর পড়ে ও এই গানটি শুনলে আমাদের ভালো বাসার কথা মনে পড়ে তার... বেচে থাকুক সব ভালোবাসা💕😔😞😥

  • @shortsking47259
    @shortsking47259 4 ปีที่แล้ว +45

    গানটা শুনলে চোখের সামনে পুরোনো দিনের স্মৃতি ভেসে উঠে...❤❤❤

    • @abidalam003
      @abidalam003 3 ปีที่แล้ว

      কত সালের গান একটু বলতে পারবেন
      বললে উপকার হত।

  • @riyadchy4027
    @riyadchy4027 ปีที่แล้ว +9

    সোনালী দিন গুলোর কথা মনে পরলে অনেক খারাপ লাগে। বয়স বাড়ছে বুড়ো হচ্ছি গানগুলো এখনো চির তরুন। ক্যাসেট এর কাভার এখনো চোখের সামনে ভাসে যখন গান গুলো শুনি।উয়ি মিস ইউ খালিদ ভাই

  • @iftekharrohan9798
    @iftekharrohan9798 3 ปีที่แล้ว +252

    বাবার প্রিয় গান,,,
    আজ বাবা নেই ৯ বছর,,,
    আমার মা এই গান টা শুনে এখনো কাদে,

    • @abidalam003
      @abidalam003 3 ปีที่แล้ว +3

      কত সালের গান একটু বলতে পারবেন
      বললে উপকার হত।

    • @iftekharrohan9798
      @iftekharrohan9798 3 ปีที่แล้ว +10

      সম্ভবত 1997 এর দিকের,,,,
      আমি শুনতেছি 2007 থেকে,,,

    • @sobujrjsobuj8529
      @sobujrjsobuj8529 3 ปีที่แล้ว

      আমার ও বাবা নাই

    • @RunaAkter-be8wg
      @RunaAkter-be8wg 2 ปีที่แล้ว

      So sad 😔😔😔

    • @mhmr7815
      @mhmr7815 2 ปีที่แล้ว +2

      @@iftekharrohan9798 amra 90,s kid ei gaan gulor kotha mone rakhi. Akhonkar chele meyera eigula sunbeona.

  • @sanzidaakter973
    @sanzidaakter973 10 หลายเดือนก่อน +26

    তার মৃত্যুর খবর শুনে আসলাম।এই গানটা ভীষণ প্রিয়!!! কে কে মৃত্যুর খবর শুনে আসলেন???

  • @jubayerhasan9395
    @jubayerhasan9395 5 หลายเดือนก่อน +2

    গানের মধ্যে যেন বাস্তবিক কিছু জিনিস খুজে পাওয়া যায়।
    খালেদা ভাই হয়তো আর এই পৃথিবীতে আসবে না। কিন্তু থেকে যাবে তার এই গান প্রতি বাঙালীর মাঝে।
    বিনম্র শ্রদ্ধা ভাই 🖤

  • @nazranaprapti4485
    @nazranaprapti4485 3 ปีที่แล้ว +39

    ১/২বছরের মধ্যে বিশাল একটা transformation ঘটে গেলো। এই গানটা আমি আমার প্রিয় মানুষকে শুনতে বলেছিলাম বছরখানেক আগে। গানটা সে শুনেছিলো আর বলেছিলো আমি তার "সরলতার প্রতিমা"। আগামীকাল ৫জানুয়ারি তার জন্মদিন। সে আমার জীবনে আজ নেই, কিন্তু এই গানটা আছে। তার কথা মনে হলেই গানটা শুনি। তার জন্মদিনে সরাসরি তাকে চাইলেও শুভেচ্ছা জানাতে পারবোনা। কিন্তু এইগানের কমেন্টবক্সে তো শুভেচ্ছাটা জানানোই যায়। তাইনা? জানি সে এই শুভেচ্ছা কখনো দেখবেনা। কখনো জানবেনা আমি তার জন্মদিনে তার জন্য শুভকামনা করেছি। এই না জানিয়ে ভালোবাসার মধ্যেও একটা আনন্দ আছে, লুকানো চাপানো মিষ্টি আনন্দ! আল্লাহ তোমাকে ভালো রাখুক। তুমি বেঁচে থাকো। ব্যস্ততায় ঘেরা যান্ত্রিক জীবনের কষাঘাতে জর্জরিত হয়ে মরে যেওনা। তোমার জীবনের মুল্য অনেক। কখনো যদি সেই মুল্যবান জীবনে এই মূল্যহীন মানুষটার কথা মনে পড়ে খবর দিও। আমি সব ভুলে ছুটে যাবো তোমার বুকে। শুভজন্মদিন প্রিয় মানুষ।
    ইতি
    তোমার অপ্রিয় কেউ❤️

    • @shakilkhan4311
      @shakilkhan4311 3 ปีที่แล้ว

      আপনার মনের আশা পূরণ হউক!দোয়া করি

    • @mdalrajib4865
      @mdalrajib4865 2 ปีที่แล้ว +1

      আল্লাহ আপনাকে অনেক ভাল রাখুক এবং আপনার আশা পূর্ণ হোক। আপনার লেখনি ওটা অনেক সুন্দর হয়েছে ভাইয়া। বুঝতে পারছি আপনার ভিতর অনেক কষ্ট। ভাই এখন বর্তমানে মনে করেন পাস্ট ইজ পাস্ট নিজের জীবনটাকে দার কারণ।

    • @farinsarkar4258
      @farinsarkar4258 2 ปีที่แล้ว +1

      এভাবেই সবাইকে সবাই দুর থেকে শুভেচ্ছা জানিয়ে যায়।

    • @touhidurrahmantarif5103
      @touhidurrahmantarif5103 2 ปีที่แล้ว

      So sad

    • @robindas2727
      @robindas2727 2 ปีที่แล้ว

      Happy birthday 🎂🎉🎉🎉🎂

  • @shawonhasnatsrabon9253
    @shawonhasnatsrabon9253 10 หลายเดือนก่อน +9

    -সাউন্ডটেক এবার লক্ষ লক্ষ ভিউ এর জন্য প্রস্তুত থাকেন আপনারা, অনেকে জানতোই না গানের ভোকাল কে মৃত্যুর খবর শুনে হাজির হবে খালিদ সাহেবের গান টা শুনতে😪😪

    • @bunty1989
      @bunty1989 9 หลายเดือนก่อน

      apnar sathea ami akmot.

  • @NushratJahan-w2v
    @NushratJahan-w2v 7 วันที่ผ่านมา +1

    রয়েছো তুমি বহুদূরে! আমাকে রেখে ছলনায়...

  • @vagabondshow5252
    @vagabondshow5252 4 ปีที่แล้ว +63

    তুমি আকাশের বুকে বিশালতার উপমা
    তুমি আমার চোখতে সরলতার প্রতিমা
    আমি তোমাকে গড়ি ভেঙ্গে চুড়ে শতবার
    রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
    এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
    লাগে না লাগে না জোড়া
    লাগে না লাগে না জোড়া
    আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে
    থমকে সে যাবে জীবন ও গতি সে কি তোমার অজানা
    রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
    এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
    লাগে না লাগে না জোড়া
    লাগে না লাগে না জোড়া
    শ্রাবন বেলায় তোমার কথা ভেবে বিষন্ন এ মন
    আশার পথে দিয়েছি পাড়ি, যেথা তোমার বিচরন
    রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
    এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
    লাগে না লাগে না জোড়া
    লাগে না লাগে না জোড়া
    তুমি আকাশের বুকে বিশালতার উপমা
    তুমি আমার চোখতে সরলতার প্রতিমা
    আমি তোমাকে গড়ি ভেঙ্গে চুড়ে শতবার
    রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
    এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
    লাগে না লাগে না জোড়া
    লাগে না লাগে না জোড়া।

  • @istyeakhossain2107
    @istyeakhossain2107 10 หลายเดือนก่อน +62

    উনি আজকে সন্ধ্যা ৭:১৫ তে মারা গেছেন। উনি জান্নাতবাসী হন, এই দোয়া রইলো।

    • @shakib0892
      @shakib0892 10 หลายเดือนก่อน +1

      18 march

    • @toyobamohsin9197
      @toyobamohsin9197 10 หลายเดือนก่อน

      Amin

    • @AyesFacts1
      @AyesFacts1 9 หลายเดือนก่อน +1

      আষাঢ় পথে দিয়েছি পাড়ি, যেথা তোমার বিচরণ😢😢
      সেই এমপি থ্রি প্লেয়ার টার কথা মনে পড়ে গেলো। আর সেই সাথে তোমার পায়ের নুপুরের আওয়াজ ও হাল্কা এক পশলা বৃষ্টি।

  • @shafinazbintemonower9085
    @shafinazbintemonower9085 ปีที่แล้ว +13

    One day I was listening to this song with speaker at midnight, and my father came to my room and started to sing this song. It was such a good moment. From that time it became my favourite song i just love to hear it. The lyrics (এ হৃদয় ভেঙে গেলে লাগে না লাগে জোড়া) is so true. Anyways, this song will always remind me of my father.❤

  • @GMSelim-gk8mx
    @GMSelim-gk8mx 3 หลายเดือนก่อน +1

    ভালোবাসা বলে কিছু নাই। স্মৃতি, আবেগ, না পাওয়ার কিছু কাল্পনিক মুহূর্ত

  • @apurbolivebd
    @apurbolivebd 10 หลายเดือนก่อน +3

    মৃত্যুর খবর শুনে সাথে সাথে সেই ছোটবেলার অতীত আবার শুনতে এলাম
    আজ সত্যি সত্যি হারিয়ে গেলো নিমিষেই 😢

  • @তৃণমূলকংগ্রেসেরসাপোর্টারঐ

    খালিদ মৃত্যু পরে কে কে গানটি শুনতে এসেছেন লাইক দিয়েন যান 😢

    • @RahatR-g1b
      @RahatR-g1b 9 หลายเดือนก่อน +1

      Ami 😢😢😢 😊

    • @nitymoychakma5785
      @nitymoychakma5785 5 หลายเดือนก่อน

      Kemne morse

    • @nitymoychakma5785
      @nitymoychakma5785 5 หลายเดือนก่อน

      Kobe 😢😢😢
      Ami sotti janina

  • @HridoyDey-eu2zr
    @HridoyDey-eu2zr 7 หลายเดือนก่อน +2

    এই একটা গান যে গান শুনতাম ২০১০ এর দিকে তখন বয়স আমার ৯ বছর, তা ও দাদার ফোনে শুনেছিলাম, তখন তেমন কিছুই বুঝি না লিরিক্স, আর ২০২৯ থেকে প্রতি রাতে গান'টা আমার শুনতে হয়, তা না হলে ঘুম'ই আসে না আমার, মিস করি খালিদ ভাইকে, স্বর্গে থাকুক সে! 💙

  • @sobuj6097
    @sobuj6097 2 ปีที่แล้ว +8

    তুমি আকাশের বুকে বিশালতার উপমা
    তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা
    আমি তোমাকে গড়ি ভেঙ্গেচুরে শতবার
    রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
    এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
    লাগে না, লাগে না জোড়া
    লাগে না, লাগে না জোড়া
    আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে
    থমকে সে যাবে জীবন গতি, সে কি তোমার আজানা?
    রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
    এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
    লাগে না, লাগে না জোড়া
    লাগে না, লাগে না জোড়া
    শ্রাবণ বেলায় তোমার কথা ভেবে বিষণ্ণ এ মন
    আশার পথে দিয়েছি পাড়ি, যেথা তোমার বিচরণ
    রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
    এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
    লাগে না, লাগে না জোড়া
    লাগে না, লাগে না জোড়া
    তুমি আকাশের বুকে বিশালতার উপমা
    তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা
    আমি তোমাকে গড়ি ভেঙ্গেচুরে শতবার
    রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
    এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
    লাগে না, লাগে না জোড়া
    লাগে না, লাগে না জোড়া

  • @shafiulalam944
    @shafiulalam944 11 หลายเดือนก่อน +9

    অনেক বছর পর ২০২৪ এসে গানটা শুনলাম, আহা আমার সোনালি দিন।

  • @monajjinmunshi1842
    @monajjinmunshi1842 3 ปีที่แล้ว +16

    তাকে ঘৃণাতে রাখিনা, প্রার্থনাতেও না!যে ছেড়ে গেছে, সমস্ত অধিকার গল্প মুছে ফেলেই ছেড়ে গেছে, সে আমার কেউ না!😑শুধু অনুভূতি অনুভবে আমাকে কুঁড়ে কুঁড়ে শেষ করতাছে করুক, এটাই বুঝি আমার প্রাপ্য ছিল ,!💔 i2M😑

  • @Nazmunnaher5936Ss
    @Nazmunnaher5936Ss หลายเดือนก่อน +2

    সময়,স্মৃতি, ভালোবাসা, মধ্যে রাত খুব আপনএকজন, গান শুনে মনে পড়ে

  • @khaledmdali6839
    @khaledmdali6839 9 หลายเดือนก่อน +4

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন | আত্মার মাগফিরাত কামনা করছি

  • @rezowanrafi
    @rezowanrafi 26 วันที่ผ่านมา

    ভাংঙ্গা হৃদয়ে এ গানটার লিরিক্স এতোটা শ্রুতিমধুর … ❤

  • @asharafeee5asharaf392
    @asharafeee5asharaf392 3 ปีที่แล้ว +9

    হৃদয় ছুয়ে যায়, যত শুনি বারেবার, অতীতগুলো সামনে পরিস্কার দেখতে পাই।

  • @mohammedshohrab639
    @mohammedshohrab639 14 วันที่ผ่านมา +1

    Favourite song. Onek sunchiii

  • @mhraju5324
    @mhraju5324 10 หลายเดือนก่อน +5

    এই বাংলার মানুষ আপনাকে কখনো ভুলতে পারবে না 😢

  • @arafatalif4960
    @arafatalif4960 3 ปีที่แล้ว +21

    Even after 💯 years, it will give me same vibe ❤ ... This song is Legendary...🔥

  • @enamulhasan1254
    @enamulhasan1254 4 ปีที่แล้ว +60

    কৌশিক ভাইয়ের উচিত WIND OF CHANGE খালিদ ভাই কে দিয়ে সরলতার প্রতিমা গাওয়ান, লিজেন্ড গান, যত যেই এই গান কভার করুক খালিদ ভাইয়ের ধারে কাসেও যায়তে পারবে না

    • @SaurabhSikdar
      @SaurabhSikdar 3 ปีที่แล้ว +2

      ঠিক ❤️

    • @shafinahmed9946
      @shafinahmed9946 3 ปีที่แล้ว

      আসলেই

    • @sarwar_s
      @sarwar_s 2 ปีที่แล้ว +3

      Coke studio bangla te korle valo hobe 👍👍

    • @GoWithAnup
      @GoWithAnup 10 หลายเดือนก่อน

      আর গাইবে না খালিদ ভাই😢

    • @shahidshope473
      @shahidshope473 10 หลายเดือนก่อน

      Ar gaibena..

  • @MDRatul-fy9pd
    @MDRatul-fy9pd 9 หลายเดือนก่อน

    খালিদ ভাই ছিলেন অসাধারণ একজন কন্ঠ শিল্পী। কত কেঁদেছি তার গান শুনে। আজ তিনি নেই, ভাবতে কষ্ট হয়।

  • @MdRehan-c6t
    @MdRehan-c6t หลายเดือนก่อน +1

    😊গান জখন থেকে গাওয়া শুরু করলাম আর ভালবাসা শুরু হলো গানের প্রতি ঠিক তখন থেকেই বন্ধুদের সাথে ছাদে আড্ডা দেওয়ার সময় বন্ধুত্বের রিকোয়েস্ট এই গানটা অনেক গাইতাম ❤

  • @javedmamun
    @javedmamun 7 ปีที่แล้ว +82

    ‘You are the instance of greatness in the sky
    You are a bashful one in my eyes
    I make you hundred times by breaking you
    You remain so far leaving me in a hoaxes
    Do you know
    If this heart once broken down
    It cannot be restored
    Is that unseen to you
    If I cannot see your shadow in-between me
    You remain so far leaving me in a hoaxes
    Do you know
    If this heart once broken down
    It cannot be restored
    During the rainy day I crossed the limit
    With gloomy mind where you wandered
    You remain so far leaving me in a hoaxes
    Do you know
    If this heart once broken down
    It cannot be restored
    You are the instance of greatness in the sky
    You are a bashful one in my eyes
    I make you hundred times by breaking you
    You remain so far leaving me in a hoaxes
    Do you know
    If this heart once broken down
    It cannot be restored…

  • @Abdulkader-v8g
    @Abdulkader-v8g 2 หลายเดือนก่อน +2

    গানটি ভিষণ পছন্দের, এমন কোন দিন নাই যেদিন রাতে গানটি শুনিনা, যখন বউ ঘুমিয়ে যায় তখন বারান্দায় বসে হেডফোনে গানটা শুনি আর চোখ বেয়ে পানি পরে, তার সাথে প্রথম দেখা বন্ধুর বড় ভাইয়ের বিয়েতে, ১৯৯৪ সাল, তখন আমার বয়স ১৯,
    তারপর তার সাথে ৭ বছরের সম্পর্ক, সে আজ অন্যকারো, আজ আমার বয়স ৫৮..
    ৩ সন্তানের বাবা, আজো তাকে খুব মনে পরে, সেই সময়ের কথা মনে পরলে আজো চখে পানি ছলছল করে,

  • @mdfaruk-ko6jw
    @mdfaruk-ko6jw 3 ปีที่แล้ว +2

    আহ কি ভালোবাসা দিয়ে গাণটা লিখেছেন
    masterpiece song 🤗💕❤️

  • @atiqurrahman7560
    @atiqurrahman7560 6 หลายเดือนก่อน

    হঠাৎ কোনো কারণ ছাড়াই কান্না আসে, রাত যত গভীর হয় বুকের ভেতরটা চেপে ধরে?? আজ ১১ বছর পরেও এমন হয় আমার, তোমারও কি এমন হয়? একটা শব্দ, একটা আওয়াজ, একটা ডাক শুনিনা কত বছর হয়।

  • @sslibraryandcomputer
    @sslibraryandcomputer ปีที่แล้ว

    খালিদের অসাধারণ গানটি খালিদ কে মনে রাখার মত করে দিয়েছে......বহু বছর থেকেই গানটি শুনছি...... হয়তো আরও ১০০ বছর বা তার চেয়েও বেশী সময় ধরে গানটি থেকে যাবে

  • @muslimmasud468
    @muslimmasud468 2 ปีที่แล้ว +4

    আহ জীবন ২৫ এ মৃত্যু ৭৫ এ দাফন 🌸🙂
    আমার জন্মের আগেই আমার অনুভূতির প্রকাশ পেয়েছে এই গানে 🙃
    সরলতার প্রতিমা 😊 ধন্যবাদ 🖤🌸

  • @akashdeb1988
    @akashdeb1988 หลายเดือนก่อน +1

    আমার যৌবনের প্রঘম ভালোবাসা ছিলো সরলতা প্রতিমা।আজকে একটা স্মৃতি রেখে যাচ্ছি যখন বৃদ্ধ হবো তখন ও শুনে যাবো প্রিয়া খালেদ ভাইয়ের গান।কেউ উনার গান শুনতে আসলে আমার এই কমেন্টে একটা লাইক দিয়ে যাবেন নোটিফিকেশন দেখে আবার শুনতে আসবো।।মিস ইউ খালেদ ভাই🥺

  • @simpletuberbd
    @simpletuberbd 9 หลายเดือนก่อน

    এই গানটা গেয়ে শুনিয়েছি তাকে কতবার মনে নেই। আমার জীবনের অন্যতম সেরা একটা গান।
    ভালো থাকুক পরপারে এই গুণী শিল্পী।

  • @sharifsumon5732
    @sharifsumon5732 วันที่ผ่านมา

    অনেক সুন্দর একটি গান, কিছু বলার প্রয়োজন নেই ❤❤❤❤

  • @Brothersagro7813
    @Brothersagro7813 3 ปีที่แล้ว +6

    স্কুল জীবনে প্রথম যেদিন গান টা শুনি, তারপর থেকে আজ অবধি যতবার শুনেছি ততই ভালো লাগে!

  • @SardarAndCong
    @SardarAndCong 7 ปีที่แล้ว +8

    অসংখ্য ধন্যবাদ তরুন মুন্সীর কথা সুরের দারুণ এই গানটির মিউজিক ভিডিও নতুন করে নির্মাণ করার জন্য।

  • @randomboysltd
    @randomboysltd 10 หลายเดือนก่อน

    স্কুল লাইফে একটা সময় কেটেছে আপনার গাওয়া সরলতার প্রতিমা আর যদি হিমালয় হয়ে দুঃখ আসে এই গান দুটু শোনে।
    বিকেলবেলা প্রায়ই খানেপাড়া মাঠে বসে ৫/৬ বার করে শোনতাম এইগান গুলো।
    যেখানেই থাকবেন ভালো থাকবেন।
    বিদায় খালিদ হাসান।❤️

  • @sagorhossain6754
    @sagorhossain6754 ปีที่แล้ว +9

    এই গানটা শুনলেই আত্না কেপে উঠে😑💔
    সর্বপ্রথম তাহার ফেসবুক স্টোরি'তে গানটা শুনি।তারপর থেকে এইগান শুনলেই তার কথাই চোখে ভেসে উঠে 🧠💔

  • @mufazzalhossain3043
    @mufazzalhossain3043 3 ปีที่แล้ว +3

    তার শেষ কথা ছিলো"ভালো থেকো"।সেই থেকে আর ভালো থাকা হলো না আমার।
    ভাঙা হৃদয়ের প্রতিটি কনায় তার উপস্থিতি বর্তমান

  • @delowarhossain4169
    @delowarhossain4169 ปีที่แล้ว +2

    ২০ বছর আগে ফুলার রোডে বসে এ গান যে কত গেয়েছি , কত আডডা দিয়েছি তার হিসাব নাই।
    এখনও সময় পেলে গানটা মন দিয়ে শুনি।

  • @jubayerhasan9395
    @jubayerhasan9395 5 หลายเดือนก่อน

    সেই ২০১৯ থেকে
    ইউটিউবে গান শুনতে আসলেই , সাজেস্ট এ আসে আর প্রতি বারেই আমি গান শুনি।
    যত শুনি তত মুগ্ধতায় হারিয়ে যাই।
    এই হলো আগেকার গানের শক্তি ,তাদের রুচি।
    এখনকার গানের মধ্যে এসব খুজে পাওয়া মহা মুশকিল।

  • @abirahmed5043
    @abirahmed5043 6 หลายเดือนก่อน +1

    সে সত্যিই বিশালতার উপমা ❤
    স্মৃতি রেখে গেলাম

  • @Mrbaharuddin-rj8cs
    @Mrbaharuddin-rj8cs 5 หลายเดือนก่อน

    আমি কেন যেন জানিনা এই গানটি আমার এত প্রিয় তা বলে শেষ করতে পারবো না। প্রত্যেকটা কথা এবং সুর কলিজায় গিয়ে লাগে। আল্লাহ তুমি ওনাকে বেহেস্ত নসিব কর। কিছু কিছু মানুষ বেঁচে থাকে তার কর্মে।

  • @tfudgdudgxg-xm5on
    @tfudgdudgxg-xm5on 10 หลายเดือนก่อน +1

    আমি যখন এডওয়ার্ড কলেজ,পাবনা। পড়াশোনা করতাম, তখন মকবুল ভিলায় থাকতাম। এই গানটা প্রায়ই শোনা হতো। সেই ২০০২ সালের ঘটনা। স্মৃতি সত্যি বড় মধুর কষ্ট দেয়।।

  • @-scaryride-2965
    @-scaryride-2965 3 ปีที่แล้ว +11

    2021...... listening anyone??? ❤️
    one of my fv song! ❤️
    .
    Ami buzi na aisob gan kno vairal hoy naa 💞 atooo meaningful gan ai zuge paua zay na r zabeo na❤️
    .
    Legendary Singer 💞💞💞❤️

    • @jannatullshrabonitunna1045
      @jannatullshrabonitunna1045 3 ปีที่แล้ว

      🙋🏻‍♀️ 2019-2021!!!

    • @him9831
      @him9831 3 ปีที่แล้ว

      মানে টা যদি বুঝিয়ে দিতেন

  • @MdloukmanHossain-r9b
    @MdloukmanHossain-r9b 5 หลายเดือนก่อน

    হৃদয় শীতল করা সুর, শুনলে অন্য রকম অনুভূতি কাজ করে।

  • @creations98
    @creations98 10 หลายเดือนก่อน +12

    খালিদ ভাই আর নেই আমাদের মাঝে । 😢

  • @Rabiul_Stoic
    @Rabiul_Stoic 9 หลายเดือนก่อน

    সরলতার প্রতিমা'কে আর পাওয়া হলো না আমার। ভালো থাকুক সে। তাঁর জন্য শুভকামনা সবসময়। বিশ্ববিদ্যালয় জীবনে এসে সবচেয়ে বড় ধাক্কা তাঁর কাছে থেকেই পেয়েছি আমি 😢

  • @ahsanhabibhridoy6048
    @ahsanhabibhridoy6048 10 หลายเดือนก่อน +3

    খুবই কষ্ট পেয়ে গানটি শুনতে এসেছি

  • @mdbabu7667
    @mdbabu7667 9 หลายเดือนก่อน

    সেই ছোটো বেলা থেকে খালিদ ভাইয়ের ৯০ দশকের শেষের
    দিকে কি দুর্দান্ত গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম আমরা ভাগ্যবান আমাদের সময় সব জনপ্রিয় গান শুনতে পেয়েছি
    উপাড়ে ভালো থাকবেন প্রিয় খালিদ ভাই ❤

  • @ArifHawlader-c8c
    @ArifHawlader-c8c 6 หลายเดือนก่อน +1

    দারুন গান আগ্রহ নিয়ে সুনলাম

  • @amirhamzaleon2076
    @amirhamzaleon2076 3 ปีที่แล้ว +5

    এই গানটা আমি প্রথম শুনি আমার একটা বিশেষ রাতে।সেদিন আমি পুরাই অবাক । আমার ভালোবাসার মানুষটা সেদিন আমাকে শুভেচ্ছা জানিয়েছিলো এভাবে " সবশেষে একটাই সরলতার প্রতিমা হয়ে থাকো । " সেদিন আমি বুঝতে পারলাম আমি তার কাছে সরলতার প্রতিমা।ব্যাস সে রাতে।আমি কেঁদেছি অনেক খুশিতে কারন আমি তার প্রতিমা সে এখন অবদি আমাকে বলেনি সে আমাকে ভালোবাসে কি না ! কিন্তু সে আমায় সেদিন সরলতার প্রতিমা উপাধি দিয়েছিলেন।মৃত্যুর আগে শেষ ইচ্ছে ! তাহার মুখ থেকে ভালোবাসি শুনতে চাই ।ভালোবাসি প্রিয় । আমি তোমার সরলতার প্রতিমা হয়েই থাকতে চাই । তোমার স্রোতসিনী হয়ে থাকতে চাই।
    ~নীরা'-'🖤

  • @zohanrahmanakash2186
    @zohanrahmanakash2186 7 วันที่ผ่านมา +1

    যখনই একজনকে না পাওয়ার গল্পটা মনে হয়, তখনই গানটা শুনতে চলে আসি। 😅

  • @AimanAiman-q1k
    @AimanAiman-q1k 10 วันที่ผ่านมา +2

    manal my love

  • @debla3778
    @debla3778 3 หลายเดือนก่อน

    Ei gaan gulor valo laga sesh hobena.. many many thanks amader eto shundor gaan upohar dewar jonno ❤️

  • @Nazmulhossain-dx8lr
    @Nazmulhossain-dx8lr 4 ปีที่แล้ว +7

    সেই 90দশক থেকে 2020 এ এসে শুনছি 30 বছর পরেও গাইটি জনপ্রিয় হয়ে থাকবে। অসাধারণ একটি গান

    • @abidalam003
      @abidalam003 3 ปีที่แล้ว

      কত সালের গান একটু বলতে পারবেন
      বললে উপকার হত।

  • @tahminaakter3440
    @tahminaakter3440 ปีที่แล้ว +5

    এ হৃদয় ভেঙে গেলে জান কি তা লাগেনা লাগেনা জোড়া😢😢😢😢

  • @adnanpronoy
    @adnanpronoy 6 หลายเดือนก่อน

    আমি কোনো মুখোশ পরিনি " আমি কিছুই আড়াল করিনি..!
    আমি শুধু ভালোবেসেছি " প্রেমের বাজি ধরিনি...! 🙂
    🎭 ধোকাবাজ ছিলি তুই " আমি শুধু ভালবেসেছি প্রেমের বাজি ধরে নি....💔
    ❤️‍🔥 প্রিতু 💔

  • @mstkamarjahan7
    @mstkamarjahan7 3 หลายเดือนก่อน

    খালিদ আমার ইয়ারমেট ছিল,সে প্রায়শ:ই ক্যাম্পাসে গান করতো তার মৃত্যুর পর অন্য বন্ধুদের পোস্টে জানলাম। আমি আগে জানতাম না। এমনকি আমি তার মৃত্যুর আগে তার গান পর্যন্ত শুনিনি।মৃত্যুর পর সার্চ দিয়ে প্রথম গান শুনলাম। বন্ধু যেখানে থাক তোমার আত্মা শান্তিতে থাকুক।জান্নাতুল ফেরদৌস নসীব হোক।

  • @piashahmed8547
    @piashahmed8547 2 หลายเดือนก่อน +2

    কিছু গান কখনো পুরনো হয় না এসব কাল জয় গান যুগের পর যুগ জনপ্রিয় থেকেই যাবে আমি শুনতেছি আমার ছেলে মেয়ে শুনবে আমার নাতি প়্তিরা শুনবে 2050 সালের জন্য কমেন্ট করে গেলাম যে যে আমার মত প্রিয় এই গানটা শুনতে আসবেন

  • @robinhossain1424
    @robinhossain1424 10 หลายเดือนก่อน

    সে যে হৃদয় পথের রোদে
    একরাশ মেঘ ছড়িয়ে
    হারিয়ে গেল নিমিষেই.😔😔😔

  • @mdtito1081
    @mdtito1081 10 หลายเดือนก่อน

    প্রিয় খালিদ ওপারে ভালো থাকবেন😢 আপনার জন্য সবসময় আমাদের ভালোবাসা দোয়া থাকবে

  • @NazminBegum-g4r
    @NazminBegum-g4r หลายเดือนก่อน

    যে দিন পাঁচ বছরের প্রেমের কাছে হেরে গিয়েছিলাম আমি, সে দিন খুব কেঁদেছিলাম সাথে সঙ্গী ছিলো এই গানটা😂😂😂 আর আইয়ুব বাচ্চুর সেই তুমি কেনো এতো অচেনা হলে। গান দুটি শতো বার শুনেছিলাম সেদিন রাত দিন।।।।।

  • @Suptasharma-c3u
    @Suptasharma-c3u ปีที่แล้ว +3

    সে দিন এখনও মনে পরে গীটার বাজিয়ে শুনাতে এই গানটা হেডফোন লাগিয়ে চুপ করে শুনতাম 🥀খুব মিস করি..( শুভ্র)🖤

  • @rakibhassan8763
    @rakibhassan8763 2 หลายเดือนก่อน

    দিন যত যাচ্ছে গানটা ততোই মনের ভিতর ঘেতে যাচ্ছে ❤

  • @rahsan7689
    @rahsan7689 ปีที่แล้ว +3

    ভালোবাসার প্রকাশ অতুলনীয় ❤

  • @ziaurrahman9256
    @ziaurrahman9256 10 หลายเดือนก่อน

    উনার গান গুলো আমার এক রুমমেট শুনতো,
    পরে গান গুলো আমারো খুব ভালো লেগে যায়।
    এত ভালো লাগে যে প্রায় সময় একাকী থাকলে শুনতাম। ভালো লাগতো। মৃত্যু সবাইকে বরণ করতে হবে একদিন৷ তারাদের দেশে তুমি ভালো থেকো তুমি খালিদ।

  • @kazitaha9191
    @kazitaha9191 7 หลายเดือนก่อน

    তুমি আকাশের বুকে...বিশালতার উপমা...❤️
    তুমি আমার চোখেতে...সরলতার প্রতিমা...❤️
    আমি তোমাকে গড়ি...ভেঙেচুড়ে শতবার...🥰
    রয়েছ তুমি বহুদূরে...আমাকে রেখে ছলনায়...😢
    এ হ্রদয় ভেঙে গেলে জানো কি তা...😶
    লাগেনা লাগেনা জোড়া...লাগেনা লাগেনা জোড়া...😭

  • @sujansamaddar256
    @sujansamaddar256 6 หลายเดือนก่อน +1

    ভালোবাসা উৎসর্গ করা হইলো আকাশে বাতাসে।। প্রিয় মানুষ টা সুখি হোক

  • @rakibop6281
    @rakibop6281 10 หลายเดือนก่อน

    তুমি আকাশের বুকেবিশালতার উপমা
    তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা
    আমি তোমাকে গড়ি ভেঙেচুরে শতবার
    রয়েছ তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
    এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা
    লাগে না লাগে না জোড়া
    লাগে না লাগে না জোড়া
    আমারই পথে তোমার ছায়া পড়লে আড়াল করে
    থমকে সে যাবে জীবন গতি সেকি তোমার অজানা
    রয়েছ তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
    এই হৃদয় ভেঙে গেলে জানো কি তা
    লাগে না লাগে না জোড়া
    লাগে না লাগে না জোড়া
    শ্রাবণ বেলায় তোমার কথা ভেবে বিষণ্ন এই মন
    আসার পথে দিয়েছি পাড়ি যেথা তোমার বিচরণ
    রয়েছ তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
    এই হৃদয় ভেঙে গেলে জানো কি তা
    লাগে না লাগে না জোড়া
    লাগে না লাগে না জোড়া
    তুমি আকাশের বুকে বিশালতার উপমা
    তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা
    আমি তোমাকেই গড়ি ভেঙেচুরে শতবার
    রয়েছ তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
    এই হৃদয় ভেঙে গেলে জানো কি তা
    লাগে না লাগে না জোড়া
    লাগে না লাগে না জোড়া

  • @abdussalamkafi2965
    @abdussalamkafi2965 ปีที่แล้ว +1

    আজও মনে দাগ কাটে গানগুলো শুনলে, ফিরে যাই সেই অতীতে.....

  • @Mahruf4
    @Mahruf4 ปีที่แล้ว +1

    একজনকে মন থেকে ভালোবেসে ছিলাম ❤ তাকে পেলাম না। এতো নিখুঁত গান এসব গান শুনলে কার না মনের মানুষের কথা মনে পরবে,,, ছয় বছর পরও তাকে আমি ভুলতে পারিনি,, যাই হোক আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করে আলহামদুলিল্লাহ। দোয়া রইলো আমার মনের মানুষ জন্য। আল্লাহ যেনো তাকে সব সময় ভালো রাখে আমিন। 😊

  • @numanrashid1384
    @numanrashid1384 ปีที่แล้ว +2

    তুমি আকাশের বুকে বিশালতার উপমা💙
    তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা😊

  • @mdashrafulislamMitho-og6id
    @mdashrafulislamMitho-og6id 4 หลายเดือนก่อน

    অনেক স্মৃতিময় গানটা আামর সাথে জরিয়ে আছে কত সত বার যে গানটা শুনেছি তা আমি নিজেও যানি না একটা ব্যাপার আছে গানটায় 😪

  • @jubidajarin9461
    @jubidajarin9461 10 หลายเดือนก่อน +2

    মানুষটাকে আমার অসম্ভব ভালো লাগে। মনে হচ্ছে আমার প্রিয়জন হারায় গেছে।

  • @advocatearifhossain
    @advocatearifhossain 4 ปีที่แล้ว +4

    কোথায় হারিয়ে গেল খালিদ ভাই, আমরা কি এমন আরো কিছু সুর শ্রষ্ঠা গান পাবো না?

    • @abidalam003
      @abidalam003 3 ปีที่แล้ว

      কত সালের গান একটু বলতে পারবেন
      বললে উপকার হত।

  • @Ashok_BD
    @Ashok_BD 10 หลายเดือนก่อน

    খালিদ ভাইয়ের এই সরলতা প্রতিমা গানটা নিয়ে বেশ স্মৃতিচারণ আছে আমার। তখনকার সময় ডিভিডি প্লেয়ারে ভিসিডি গোল্ড ডিস্কে কয়েকটিবার অ্যালবামটা আমি কিনেছিলাম। আমার বন্ধুরা আমার কাছ থেকে ক্যাসেটটি চেয়ে নিয়েছে কিংবা চুরি হয়েছিল কয়েকবার। যতদূর মনে পড়ে সাউন্ডটেক ব্যানারে সরলতা প্রতিমা শিরোনামে এই অ্যালবামটি ছিল ব্যান্ড শিল্পীদের মিক্স একটি অনবদ্য উপহার।

  • @yeaminofficial2482
    @yeaminofficial2482 7 หลายเดือนก่อน

    এই গান শুনলে
    ভিতরে আবারো সব এলোমেলো হয়ে যায়। চোখে পুরোনো স্মৃতি ভাষে চোখে জল আসে 😢

  • @msbartho231
    @msbartho231 8 หลายเดือนก่อน

    শিল্পি খালিদ মারা গেছে কিন্তুু তার গাওয়া গানগুলো প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত বেচে থাকবে,, এমন ভয়েস আর পাওয়া যাবেনা সত্যি খালিদ ভাই আলাদা একটা ভয়েস নিয়ে জন্মেছিলো

  • @tareequlislam464
    @tareequlislam464 หลายเดือนก่อน

    কলেজ লাইফে অনেক বার শুনেছি। বাট এই প্রথম এর অর্জিনিয়াল ভার্সন দেখলাম ❤️‍🩹