Soumodeep Amar bondhu chilo , 2015 te college Street e mess charar pore Amar mobile hariye jay , sey theke ar jogajog ney . Aj ami video dekhe obak . Onek din pore bondhu ke dekhlam . Thank u shibaji da 🙏🙏🙏
মানতেই হবে .. আমাদের সবাইকে আনন্দ দেয়ার জন্য আপনারা কতো কষ্টোই না করে থাকেন। এই দুর্বিষহ বাস জার্নি আপনাদের তো সারা জীবন মনে থাকবেই, আমাদেরও মনে থাকবে। ভাবলেই শিউরে উঠছি। আপনাদের দুজনের জন্যই রইলো অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আর ভালোবাসা। ভালো থাকবেন 🙏
কি বিচিত্র অভিজ্ঞতা অর্জন করলেন এই বাস ভ্রমণে,তবে দুই জন প্রবাসীর সান্নিধ্য এবং আতিথেয়তা সত্যিই মুগ্ধ করেছে। যাই হোক দত্ত বাবু কে বলি কষ্ট করলেন কেষ্ট মিলবেই, অর্থাৎ সফরের বাকি টা খুবই ভাল অভিজ্ঞতা নিয়েই দেশে ফিরবেন। অনেক অনেক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।
এইভাবে আফ্রিকার বুকে দুই বঙ্গতনয় যেভাবে সংগ্রাম করে আমাদের আফ্রিকা ঘুরে দেখাচ্ছে সত্যিই আপনাদের স্যালুট ভালো থাকুন আনন্দে থাকুন আমাদের আনন্দ প্রদান করুন ❤❤
আপনারা এমনি একটা ইউটিউবার যাদের ব্লগ দেখা মানেই, কিছুটা অন্যমনস্ক হয়ে যাওয়া নতুন কিছু জানতে পারা আর একগুচ্ছ ভালো লাগা, ভালো তো লাগলোই,আর এটা ও মনে হলো, কতো কষ্ট সাধ্য আপনাদের এই পথ চলা, আপনাদের অগুনিত গুনমুগ্ধ কতো আয়েস করে ব্লগ দেখে, কিন্তু তার পিছনে যে আপনাদের অমাসিক পরিশ্রম সেটা আমাদের মতো সাধারণ মানুষ আন্দাজ করতে পারি না। শুধু আপনারা ফিল করতে পারেন। তাই বুঝি লাখ লাখ ইউটিউবের মধ্যে আপনারাই সেরার সেরা।
খুব সুন্দর লাগলো। ❤❤❤ এই অভিজ্ঞতা অর্জন কজন করতে পারে, এটাই আসল প্রাপ্তি। খুব খুব ভালো থাকুন আর নিজেদের শরীরের সুস্থ রাখুন। 🎉❤অনেক ভালোবাসা আপনাদের জন্য রইল ❤❤❤❤
ভ্রমণ তো অভিজ্ঞতা সঞ্চয় করে। সবাই বেড়াতে গেলে বাড়ির আরামে থাকতে চায় কিন্তু এই রকম সাধারণ মানুষের সঙ্গে মিশে সেই জায়গা কে দেখা অনেক সুন্দর অভিজ্ঞতা। তবে এই টি দেখতে দেখতে আপনার ঐ মন্তব্য অজান্তেই হেসে ফেললাম "চরম ধৈর্যের পরীক্ষা" অসাধারণ অসাধারণ ভালো লাগলো। ধন্যবাদ শুভকামনা রইল।
আমার দেখা সেরা ভিডিও যেকোনো ভ্রমনের । এত যেন সিনেমা বা একটা বনফুলের ছোট গল্পের মত , একটা ছোট্ট লাইফ চেঞ্জিং জার্নি। দারুন। মনে হয়না আর কোনো চ্যানেল এভাবে দুনিয়া কে দেখায়। ভালো থাকবেন শিবাজি দা আর পৃথ্বী দা।
বাসজার্নিটা সত্যিই খুব কষ্টকর তবে উগান্ডা যেটুকু দেখলাম মনে হচ্ছে খুব সুন্দর দেশ প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ... পরবর্তী পর্বে আপনার চোখে এক্সপ্লোর করব শিবাজী দা❤
শিবাজী তোমার মত হয়তো বড় ব্লগার না আমি কিন্তু সত্যি কথা বলতে ব্লগারদের জীবনী সকলেই ভাবে খুব আনন্দের । তাই হেটার্সদের কথা এড়িয়ে আগে এগোতে থাকো ।আমরা তো তোমাদের সঙ্গে আছি ব্যাস।
দারুণ লাগলো।এতো ভেতরের ছবি দেখাচ্ছো.....অসাধারণ লাগছে। সাধারণ মানুষের জীবন যাত্রার এমন চিত্র দেশটাকে চিনতে শেখায়... আমার দারুন লাগে।বিশ্বাস করবে কি না জানি না,একটা সেকেন্ড ও স্কিপ করতে পারি না। তোমাদের অশেষ ধন্যবাদ!
According to me, Soumyadip's hospitality was the wholesome part of the video. And eitai ekjon real content creator er prapti. Shibaji Sir, Prithwijit Sir prithibeer jei prantei jaak Bangalee ra sobsomoy tader buke tene ney seita Bangladeshi e hok ba West Bengal thekei hok.🌸
দাদা, আপনাদের মাধ্যেমে গোটা দুনিয়া দেখতেছি। এই জন্য আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আপনাদের এই চলার পথ মসৃণ হোক। এই কামনাই করি চিরন্তন। আপনাদের জন্যই অনলাইনে আসা। আপনাদের জন্য শুভ কামনা।
এত কষ্ট করে আপনারা বাস journey করলেন দেখে ভালো লাগল। আরো আপনাদের ধৈর্য,আর আপনাদের মুখের হাঁসি। যা কিন্তু 👌।এটা র জন্যই আপনাদের কে আমাদের ভালো লাগে।যাক আর কিছু বলবো না। ভালো থাকবেন।👍👍
Bus journey টা বেশ কষ্টকর । আর corruption কোথায় নেই ! তবে ওদের ধৈর্য রাখার ক্ষমতা অপরিসীম । যাইহোক ইস্কন মন্দির দেখে ভাল লাগল । চতুর্দিকে এত প্রেমের ধারা তবু তো হিংসা কমে না ।😢
শিবাজী দা আর পৃথ্বিজীৎ দার ব্লগ এর আশা এ রোজ থাকি۔۔۔ তোমাদের সাথে আমরাও ঘুরে নিতে পারি কত্ত অভিজ্ঞতা হয়۔۔ আজকের বাস যাত্রা সত্যি ই স্মরণীয় থাকবে۔ আমি ব্যাঙ্গালোরে থাকি۔۔۔ বাপের বাড়ি সোদপুরে۔۔ তোমাদের সাথে সাক্ষাৎ করার ইচ্ছে রইলো۔ খুব ভালো লাগে তোমাদের ব্লগ۔ পরের ব্লগ তাড়াতাড়ি আসুক۔۔ 💐তবে সুদীপ্ত দা,জবা ও রামবাবু কে খুব মিস করলাম۔
এত কষ্টের পরেও হাসিমুখে ভিডিও করা বোধ হয় শুধু এনাদের পক্ষেই সম্ভব । পান্থ ও পর্যটক এর মধ্যে ফারাক আজ স্পষ্ট করে দিলেন এই দুই বন্ধু । অসাধারণ উপভোগ করলাম ।
Explorer Shibaji চ্যানেল এর গুণগ্রাহী ও অনুগামী সকল দর্শকের একেবারে মনের কথাটা বলেছেন। অন্য সব travel blogger দের প্রতি সম্পূর্ণ সম্মান ও শুভেচ্ছা রেখেও বলি শিবাজী ও পৃথ্বীজিৎ এর presentation যে ম্যাজিক তৈরী করে (ওদের ক্যামেরা, এডিটিং এবং শিবাজীর হাসিমুখে অবিরাম ধারাবিবরণী) সেটা অন্য কোনো travel blog এ পাই না (এটা অবশ্যই আমার ব্যক্তিগত মত)।
ভিডিওটা দেখতে দেখতে আমি আপনাদের দুজনের কথা ভাবছিলাম এই যে এতো কষ্ট করে আমাদের জন্য তৈরি করলেন। সত্যি অনেক মজা পেলাম। সুস্থ থাকুন। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।
Nairobi r Iskcon Mandir dekhe sotti e mon ta juriye gelo ❤...r bus journey ta kintu sotti e khub kostokor chilo apnader jonno😢 ...but Uganda jetuku dekhlam monehochhe khub e sundor...waiting for next episode ❤❤
আমার একটা বক্তব্য আছে দাদা, সময় পেলে পড়ে দেখবেন। যখন আপনি দেশের মধ্যে কোন জায়গার ওপর বা journey এর ওপর travel ভিডিও বানান, সেটা কিন্তু বেশি উপভোগ করি। আমার দেশ টা এত বড় , এত বৈচিত্র্যময় যে বাইরের ভিডিও তেমন excitment তৈরি করেনা। আপনার দেশের মধ্যেকার এদিকের ওদিকের, পপুলার, অফবিট জায়গার ভিডিও র আশাতে থাকি দাদা। দেশে ফিরে আসুন। বক্তব্য একান্ত ই আমার ব্যক্তিগত এবং আমার মনের। তাই বললাম। ভুল মনে হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন।
তোমাদের নাইরোবি থেকে উগান্ডা আসার ব্লগটা দেখে মনে হোলো আমরা ভারতের কোন গ্রাম্য শহরের বাসে যাত্রা করছি। আমাদেরও বেশ ভাল একটা অভিজ্ঞতা হোলো। তোমাদের ধৈর্যকে সাধুবাদ জানাই। ভাল থেকো আর আমাদের এমন ভিডিও উপহার দিও।
Sotti, hats off to you both!❤ Explorers duo anek kosto kore amader samne 'positivity' tule dhorar jonno! Emon journey r abhigyota apnader sathe amrao anubhob korlam..Prithwijit er sathe ekmot local manushder asim dhorjyo dekhe! Era by nature shantipriyo sohishnu bolei hoy toh Europeans ra colonise korte perechhilo. Ps. Jaihok pet bhore lunch e bangali khabar kheyechhilen tai rokkhe..Somya ke anek suvechha!
দাদা আপননদের শুভ কামনা রইল । আমি বাংলাদেশ থেকে দেখি প্রতিদিন অপেক্ষা করি কখন আপানাদের বিডিও আসবে । অনেক অনেক শুভ কামনা রইল । দাদা আরো কিছু ভালো বিডিও আশা করব দাদা ধন্যবাদ ।❤
Africa r etokichu dekhte r jante parchi ei dujon manush er jonnoi❤️ Prithwijit uncle r shibaji uncle chaliye jao erokom e, eram e youtube diyei onek jaiga ghora hocche❤️❤️❤️
Thanks for showing the 1st Uganda series though it was not comfortable at all. Landscapes and natural beauty is almost like our Bangla!! Best wishes from Sylhet.
এত কষ্ট করতে গেলে পাগলা হয়ে যাব, আপনাদের খুব ধৈর্য, ঐ হাসি মুখ, তার মধ্যে আমাদেরকে আনন্দ দিলেন, জানিনা কৌশিক একা কি করতো, আরো অনেক ভালো ভালো ভিডিও দিন, বেষট অফ লাক
আমি একজন পশুপ্রেমী।খানিকটা কট্টর বলা যেতে পারে। অ্যাম্বোসেলি তে গিয়ে আপনাদের যে অনুভব হয়েছে তা অতন্ত্য সাধুবাদ যোগ্য। এক্সটিক মীট বলে সত্যি কিছু হয়না।ওটা শুধুই অকারণ ধরিত্রীর সহবাসিন্দাদের ধ্বংসলীলায় অংশগ্রহণ মাত্র।ধন্যবাদ।
এইরকম বাস জার্নির অভিজ্ঞতা সত্যিই যদি আমাদের ভারতবর্ষে হতো তাহলে কন্টাক্টর ড্রাইভার তো মার খেতেই সঙ্গে পুলিশ ও বাদ যেত না আর এইরকম পয়েন্টে পয়েন্টে চেকিং মনিপুর রাজ্যে পাবেন আর মাংস খাওয়া ওটা যে যার ব্যক্তিগত ব্যাপার এই সম্পর্কে ভিডিওতে বেশি মন্তব্য না করাই ভালো
Wow, this bus journey from Nairobi to Uganda Jinja looks absolutely incredible! 😍 It's amazing to see the breathtaking landscapes and cultural experiences along the way. Thanks for taking us along on this adventure, Explorer Shibaji! 🚌🌍 #TravelGoals
Soumodeep Amar bondhu chilo , 2015 te college Street e mess charar pore Amar mobile hariye jay , sey theke ar jogajog ney . Aj ami video dekhe obak . Onek din pore bondhu ke dekhlam . Thank u shibaji da 🙏🙏🙏
মানতেই হবে .. আমাদের সবাইকে আনন্দ দেয়ার জন্য আপনারা কতো কষ্টোই না করে থাকেন। এই দুর্বিষহ বাস জার্নি আপনাদের তো সারা জীবন মনে থাকবেই, আমাদেরও মনে থাকবে। ভাবলেই শিউরে উঠছি। আপনাদের দুজনের জন্যই রইলো অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আর ভালোবাসা। ভালো থাকবেন 🙏
শত কষ্টের মধ্যে ও হাসি মুখে সবাই কে আনন্দ দিয়ে যাচ্ছেন তা সত্যি বলতে আপনার কাছে সবাই কৃতজ্ঞ থাকবে এবং থাকবো।💙💙🙏🙏
কি বিচিত্র অভিজ্ঞতা অর্জন করলেন এই বাস ভ্রমণে,তবে দুই জন প্রবাসীর সান্নিধ্য এবং আতিথেয়তা সত্যিই মুগ্ধ করেছে।
যাই হোক দত্ত বাবু কে বলি কষ্ট করলেন কেষ্ট মিলবেই, অর্থাৎ সফরের বাকি টা খুবই ভাল অভিজ্ঞতা নিয়েই দেশে ফিরবেন। অনেক অনেক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।
ইসকন মন্দির খুব সুন্দর!!🙏। বাস থেকে 'ভোর' হওয়ার দৃশ্যটা খুব ভালো লাগলো ❤ 💖 ভালো থাকবেন আপনারা Explorer Shibaji ar Pritthwijeet 💕💕
পার্শ্ব একাদশী তিথির এমন পবিত্র দিনে ISKCON NAIROBI'র ভগবান শ্রী কৃষ্ণ দর্শনে চোখ ও মন জুড়লো ।
রাধে রাধে হরে কৃষ্ণ 🌸🙏🏽
সৌমদীপকে একটা স্পেসাল ধন্যবাদ।
আপনাদের কাজ গুলো খুব ই মনোরঞ্জক।
দারুন দেখলাম বাস জার্নি দুপুরের খাওয়া টা খুব সুন্দর ছিল।পৃথ্বী জিতদার কথা গুলো শুনতে ভালোই লাগে এত কিছু দেখানোর জন্য ধন্যবাদ
উগান্ডা খুব সবুজ..আর শঙ্করের কথা মনে করিয়ে দিলেন..পরের ভিডিওর অপেক্ষায় রইলাম..অনেক ধন্যবাদ আপনাদের..খুব ভালো থাকুন❤❤❤❤
সবটাই ভিষন সুন্দর কিন্তু উগান্ডা যে কোনদিন এভাবে সুন্দর করে পড়া বোঝানোর মতো দেখতে পাব সেটাই ভাবিনি। খুব ভালো লাগলো খুব ভালো থেকো তোমরা❤❤
এইভাবে আফ্রিকার বুকে দুই বঙ্গতনয় যেভাবে সংগ্রাম করে আমাদের আফ্রিকা ঘুরে দেখাচ্ছে সত্যিই আপনাদের স্যালুট ভালো থাকুন আনন্দে থাকুন আমাদের আনন্দ প্রদান করুন ❤❤
আপনারা এমনি একটা ইউটিউবার যাদের ব্লগ দেখা মানেই, কিছুটা অন্যমনস্ক হয়ে যাওয়া নতুন কিছু জানতে পারা আর একগুচ্ছ ভালো লাগা, ভালো তো লাগলোই,আর এটা ও মনে হলো, কতো কষ্ট সাধ্য আপনাদের এই পথ চলা, আপনাদের অগুনিত গুনমুগ্ধ কতো আয়েস করে ব্লগ দেখে, কিন্তু তার পিছনে যে আপনাদের অমাসিক পরিশ্রম সেটা আমাদের মতো সাধারণ মানুষ আন্দাজ করতে পারি না। শুধু আপনারা ফিল করতে পারেন। তাই বুঝি লাখ লাখ ইউটিউবের মধ্যে আপনারাই সেরার সেরা।
❤️❤️❤️
অন্য রকম অভিজ্ঞতা। তবে এই ভাবে পৃথিবীর পথে চললে সব রকম অভিজ্ঞতার জন্য তৈরি থাকলে ঘোরার আনন্দ ঠিক থাকে। ভাল লাগল।
আমাদের আনন্দ দেওয়ার জন্য আপনারা কত কষ্ট করছেন। আমি একজন Iskcon devotee, তাই নাইরোবি ইসকন মন্দির খুব ভালো লাগলো। হরে কৃষ্ণ
এই জার্নির অভিজ্ঞতা যে শিবাজি সুন্দর হাসি দিয়ে উপস্থাপন করছে তাতেই শিবাজি আমার মন কেড়ে নিয়েছে।পৃথ্বী দা বেশ কষ্ট করে সহ্য করেছে।
বাংলাদেশের বগুড়া জেলা থেকে। আপনাদের নিয়মিত দর্শক। খুব ভালো লাগে আপনাদের সব ভিডিও গুলো। এগিয়ে যান। ভালো থাকেন। ❤️❤️
দুর্দান্ত লাগলো, আপনাদের ধৈর্য্য মারাত্মক, ওই বাস journey দেখেই কেঁদে ফেলেছি, কিভাবে পারলেন প্রায় 20 ঘন্টা ওই journey ,
সত্যিই আপনারাই পারেন ।
কিছু বলার নেই। শুধু 'hats off to shibajit ' duo .
অসাধারণ বাস জার্নির অভিজ্ঞতা শেয়ার করলাম। অতীতে কোচবিহারে কলকাতা বাস জার্নির কিছু তিক্ত অভিজ্ঞতা আছে এরকম। যাক, তাহলে বিদেশেও এমন হয়। আমরা একা না।
খুব সুন্দর লাগলো। ❤❤❤
এই অভিজ্ঞতা অর্জন কজন করতে পারে, এটাই আসল প্রাপ্তি। খুব খুব ভালো থাকুন আর নিজেদের শরীরের সুস্থ রাখুন। 🎉❤অনেক ভালোবাসা আপনাদের জন্য রইল ❤❤❤❤
সত্যিই অসাধারণ অভিজ্ঞতা 🤗আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ❤❤
আপনাদের ভ্রমণের মাধ্যমে আফিক্রার বনের প্রাণী থেকে নগর জীবনের কথা subalternদের জীবন বৈচিত্রের ভাষা দাঢ্যভাবে ফুটে উঠেছে।
এটাই আসল ভ্রমণ।। এটাই অরিজিনাল।। ঘোরাঘুরি। আমি এটাই পছন্দ করি। কোচবিহার থেকে দেখি।
ভ্রমণ তো অভিজ্ঞতা সঞ্চয় করে। সবাই বেড়াতে গেলে বাড়ির আরামে থাকতে চায় কিন্তু এই রকম সাধারণ মানুষের সঙ্গে মিশে সেই জায়গা কে দেখা অনেক সুন্দর অভিজ্ঞতা। তবে এই টি দেখতে দেখতে আপনার ঐ মন্তব্য অজান্তেই হেসে ফেললাম "চরম ধৈর্যের পরীক্ষা" অসাধারণ অসাধারণ ভালো লাগলো। ধন্যবাদ শুভকামনা রইল।
এখানে ISCON এর মন্দির দেখে সত্যিই আনন্দিত হলাম । ধন্যবাদ আপনাদের দেখানোর জন্য।
আমার দেখা সেরা ভিডিও যেকোনো ভ্রমনের । এত যেন সিনেমা বা একটা বনফুলের ছোট গল্পের মত , একটা ছোট্ট লাইফ চেঞ্জিং জার্নি। দারুন।
মনে হয়না আর কোনো চ্যানেল এভাবে দুনিয়া কে দেখায়।
ভালো থাকবেন শিবাজি দা আর পৃথ্বী দা।
বাসজার্নিটা সত্যিই খুব কষ্টকর তবে উগান্ডা যেটুকু দেখলাম মনে হচ্ছে খুব সুন্দর দেশ প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ... পরবর্তী পর্বে আপনার চোখে এক্সপ্লোর করব শিবাজী দা❤
শিবাজী তোমার মত হয়তো বড় ব্লগার না আমি কিন্তু সত্যি কথা বলতে ব্লগারদের জীবনী সকলেই ভাবে খুব আনন্দের । তাই হেটার্সদের কথা এড়িয়ে আগে এগোতে থাকো ।আমরা তো তোমাদের সঙ্গে আছি ব্যাস।
অজানাকে জানা ও অচেনাকে চেনার আগ্রহ আপনাদের ভিডিও দেখে আরও বেড়ে গেল😊
দারুণ লাগলো।এতো ভেতরের ছবি দেখাচ্ছো.....অসাধারণ লাগছে। সাধারণ মানুষের জীবন যাত্রার এমন চিত্র দেশটাকে চিনতে শেখায়... আমার দারুন লাগে।বিশ্বাস করবে কি না জানি না,একটা সেকেন্ড ও স্কিপ করতে পারি না। তোমাদের অশেষ ধন্যবাদ!
According to me, Soumyadip's hospitality was the wholesome part of the video. And eitai ekjon real content creator er prapti. Shibaji Sir, Prithwijit Sir prithibeer jei prantei jaak Bangalee ra sobsomoy tader buke tene ney seita Bangladeshi e hok ba West Bengal thekei hok.🌸
একদম ঠিক 🙏
একটি খুব ঝুঁকিপূর্ণ বাস যাত্রা. আপনি মহান স্থিতিস্থাপকতা দেখিয়েছেন
দাদা, আপনাদের মাধ্যেমে গোটা দুনিয়া দেখতেছি। এই জন্য আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আপনাদের এই চলার পথ মসৃণ হোক। এই কামনাই করি চিরন্তন। আপনাদের জন্যই অনলাইনে আসা। আপনাদের জন্য শুভ কামনা।
আফ্রিকা সম্পর্কে কোনো ধারণা ছিলো না আপনারা ভিডিও দেখে ভালো আইডিয়া হলো ।অনেক ধন্যবাদ।
এত কষ্ট করে আপনারা বাস journey করলেন দেখে ভালো লাগল। আরো আপনাদের ধৈর্য,আর আপনাদের মুখের হাঁসি। যা কিন্তু 👌।এটা র জন্যই আপনাদের কে আমাদের ভালো লাগে।যাক আর কিছু বলবো না।
ভালো থাকবেন।👍👍
এত কষ্ট হাসি মুখে সহ্য করার জন্য ধন্যবাদ।শুধু আমাদের জন্য।তোমাদের সেলাম ঠুকলাম।
Bus journey টা বেশ কষ্টকর । আর corruption কোথায় নেই ! তবে ওদের ধৈর্য রাখার ক্ষমতা অপরিসীম । যাইহোক ইস্কন মন্দির দেখে ভাল লাগল । চতুর্দিকে এত প্রেমের ধারা তবু তো হিংসা কমে না ।😢
টেবিলের আলামত দেখে খুবই ভালো লাগলো। পরদেশে এরকম আয়োজন আসলেই মজাদার। চালিয়ে যান। বাংলাদেশ থেকে।
আপনাদের সঙ্গেই যেন পথ পাড়ি দিলাম -চিন্তায় ভাবনায়-পরিশেষে স্বস্তি।শুভেচ্ছা রইল আপনাদের জন্য।ভালো থাকবেন।
ভীষন ভালো লাগলো। আপনি সত্যিই একজন ট্রাভেলার। এই ভাবেই নতুন নতুন দেশ ভ্রমণ করুন ও আমদের দেখান।😊😊😊
একেই বলে আসল পর্যটক। জনগণের সঙ্গে মিশে যাওয়া। সাবাস।
শিবাজী দা আর পৃথ্বিজীৎ দার ব্লগ এর আশা এ রোজ থাকি۔۔۔ তোমাদের সাথে আমরাও ঘুরে নিতে পারি কত্ত অভিজ্ঞতা হয়۔۔ আজকের বাস যাত্রা সত্যি ই স্মরণীয় থাকবে۔ আমি ব্যাঙ্গালোরে থাকি۔۔۔ বাপের বাড়ি সোদপুরে۔۔ তোমাদের সাথে সাক্ষাৎ করার ইচ্ছে রইলো۔ খুব ভালো লাগে তোমাদের ব্লগ۔ পরের ব্লগ তাড়াতাড়ি আসুক۔۔ 💐তবে সুদীপ্ত দা,জবা ও রামবাবু কে খুব মিস করলাম۔
Iskon mandir khub bhalo laglo 🙏
Bus journey horrible 😢😢
Total presentation of the video wonderful 👍
Thank you 💐
Eta Expect Korini.....But Notification Dekhe Anonde Ullashito Lagche... Awesome ❤...& Thank You So Much Dada 😊
বাপ রে বাপ কি দুর্দান্তু bus journey অভিঘ্যতা ।আপনাদের প্রণাম ।
খাওয়ার খুব অসুবিধা হচ্ছে দাদা ৷ ইস্কন মন্দির খুবভালো দেখালেন ৷ হরেকৃষ্ণ
এত কষ্টের পরেও হাসিমুখে ভিডিও করা বোধ হয় শুধু এনাদের পক্ষেই সম্ভব । পান্থ ও পর্যটক এর মধ্যে ফারাক আজ স্পষ্ট করে দিলেন এই দুই বন্ধু । অসাধারণ উপভোগ করলাম ।
I think Prithwijit mentioned your name in this vlog .. saying Tathagatha ...a regular comment giver n sincere subscriber .
Explorer Shibaji চ্যানেল এর গুণগ্রাহী ও অনুগামী সকল দর্শকের একেবারে মনের কথাটা বলেছেন। অন্য সব travel blogger দের প্রতি সম্পূর্ণ সম্মান ও শুভেচ্ছা রেখেও বলি শিবাজী ও পৃথ্বীজিৎ এর presentation যে ম্যাজিক তৈরী করে (ওদের ক্যামেরা, এডিটিং এবং শিবাজীর হাসিমুখে অবিরাম ধারাবিবরণী) সেটা অন্য কোনো travel blog এ পাই না (এটা অবশ্যই আমার ব্যক্তিগত মত)।
Sab milie akta adbhut abhigyata holo,darun laglo, amra base kore dakshin bharat gechilam seita mone pore gelo,mone holo amio sei base achi 👌👌👍
বাস জার্নি দুঃসহ হলেও এটাও একটা অভিজ্ঞতা বটে 👌 As usual, enjoyed the video 💯
ভিডিওটা দেখতে দেখতে আমি আপনাদের দুজনের কথা ভাবছিলাম এই যে এতো কষ্ট করে আমাদের জন্য তৈরি করলেন। সত্যি অনেক মজা পেলাম।
সুস্থ থাকুন। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।
অসাধারণ। ভ্রমণের কিছু অস্বাভাবিক কষ্ট থাকেই, যাই হোক আমারা আপ্লুত, ধন্যবাদ 🙏
কুরুক্ষেত্র যুদ্ধ সমাপন।
হয়তো সেই যুদ্ধটা সহজ ছিল।
আপনাদের সাহস কে কুর্নিশ জানাই
Wow খুব সুন্দর এই ইসকনের মন্দির। এত তাড়াতাড়ি ভিডিও আসবে ভাবতে পারিনি।খুব ভালো লাগলো।
এত কষ্টের মাঝেও হাসিমুখে ভিডিও করে গেলেন আমাদের জন্য, বেশ দুর্দান্ত
আপনাদের কষ্টর মধ্যে,দারু ভাবে ভিডিও টা আমাদের দিলেন। খুব ভালো লাগলো ❤️❤️❤️
Anek dhonyobad apnader..eto kosteo hasimukh..mon bhore jachhe..Bhalo thakben..🙏🙏
অসাধারণ দেখাচ্চেন দাদারা। আমরাও খুব উপভোগ করছি।❤❤❤
Bus jatrar kasto niye Jinjai pouchhonota bhaloi laglo. Dhanyabad.
আপনারা কি করে এত ধৈর্য্য রেখেছেন। Hats off.
Nairobi r Iskcon Mandir dekhe sotti e mon ta juriye gelo ❤...r bus journey ta kintu sotti e khub kostokor chilo apnader jonno😢 ...but Uganda jetuku dekhlam monehochhe khub e sundor...waiting for next episode ❤❤
প্রবাসী ভারতীয় যুগলের অতিথি আপ্যায়ন দেখে মন ভরে গেল ❤️
দারুন লাগলো এই ভিডিও টা। পারে র ভিডিওর অপেক্ষায় রইলাম।
আমার একটা বক্তব্য আছে দাদা, সময় পেলে পড়ে দেখবেন।
যখন আপনি দেশের মধ্যে কোন জায়গার ওপর বা journey এর ওপর travel ভিডিও বানান, সেটা কিন্তু বেশি উপভোগ করি। আমার দেশ টা এত বড় , এত বৈচিত্র্যময় যে বাইরের ভিডিও তেমন excitment তৈরি করেনা।
আপনার দেশের মধ্যেকার এদিকের ওদিকের, পপুলার, অফবিট জায়গার ভিডিও র আশাতে থাকি দাদা। দেশে ফিরে আসুন।
বক্তব্য একান্ত ই আমার ব্যক্তিগত এবং আমার মনের। তাই বললাম। ভুল মনে হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন।
এত কষ্ট করেও আপনার মুখে যে হাসিটা দেখলাম, তা অতুলনীয়। অবশ্য বাসে আসার যে অভিজ্ঞতা, তা্ আমাদের মনে এক চিরকালীন সম্পদ ।
Shivaji sir, Ami apnar videor opekkhay thaki... Love from Charaideo (The historical place, upcoming UNESCO world heritage site), Assam ❤
তোমাদের নাইরোবি থেকে উগান্ডা আসার ব্লগটা দেখে মনে হোলো আমরা ভারতের কোন গ্রাম্য শহরের বাসে যাত্রা করছি। আমাদেরও বেশ ভাল একটা অভিজ্ঞতা হোলো। তোমাদের ধৈর্যকে সাধুবাদ জানাই। ভাল থেকো আর আমাদের এমন ভিডিও উপহার দিও।
Eta ki holo... 2 দিনে 2 টো Vlog..
Sabbas Shibaji Da ❤
Back to back blog,darun,hats off apnader ai durbisaho kasto karar jonyo,eder kei bale sotti koreTraveller,who travel অরণ্যে the world for enjoyment👍
এটাই প্রকৃত এডভেঞ্চার ❤🇧🇩
এই রকম অভিজ্ঞতা বেড়াতে বেড়িয়ে বেশ ভাল ই লাগে। অবশ্য হাতে সময় না থাকলে বেশ বিপদ।
দাদা, অপেক্ষায় ছিলাম নতুন ব্লগের জন্য, আপনাদের দুজনের উপস্থাপন সত্যিই মনোমুগ্ধকর ❤❤ ভালোবাসা রইলো, চট্টগ্রাম থেকে।
Video ta dekhte dekhte oe Nepal er bus journey r kotha mon e pore gelo....darun laglo video ta 👍👍👍
How is this even possible?? Consecutive 2 days and 2 vlogs.....amazing 😮
Wow" Nice Video Dada 🥰 Onek Enjoy Karlam 😊
Very hard and painful bus journey, thanks to shibaji da and prithijit da for this blog.
Darun experience holo ai bus bus journey te amrao feel korlam.thanks shibaji babu o prithi ji babu.
Sotti, hats off to you both!❤ Explorers duo anek kosto kore amader samne 'positivity' tule dhorar jonno!
Emon journey r abhigyota apnader sathe amrao anubhob korlam..Prithwijit er sathe ekmot local manushder asim dhorjyo dekhe! Era by nature shantipriyo sohishnu bolei hoy toh Europeans ra colonise korte perechhilo.
Ps. Jaihok pet bhore lunch e bangali khabar kheyechhilen tai rokkhe..Somya ke anek suvechha!
😊🙏
ইস্কনের মন্দিরটা বেশ ভালো লাগলো। তবে বাস যাত্রার অভিজ্ঞতা বাপ রে!
দাদা আপননদের শুভ কামনা রইল । আমি বাংলাদেশ থেকে দেখি প্রতিদিন অপেক্ষা করি কখন আপানাদের বিডিও আসবে । অনেক অনেক শুভ কামনা রইল । দাদা আরো কিছু ভালো বিডিও আশা করব দাদা ধন্যবাদ ।❤
Bap re baap...ki journey....paa komor ses hoe jabe...apnader dujon ke salute... ei jonnyoi valo lage Explorer Shibaji
যাকে বলে তথৈবচ বাসযাত্রা 😂। ভালো থাকবেন দাদারা ❤️🙏
Khub bhalo laglo.
18/19 ঘন্টা bus journey.. তাও ঐ বাস!! সেও তো এক বন্য অভিজ্ঞতা দাদা! আমি তো দীঘা গাড়িতে যেতেই হাঁপিয়ে যাই.. 😢
Africa r etokichu dekhte r jante parchi ei dujon manush er jonnoi❤️
Prithwijit uncle r shibaji uncle chaliye jao erokom e, eram e youtube diyei onek jaiga ghora hocche❤️❤️❤️
As a Traveler please tell something about the socioeconomic conditioms of the local people of these African countries. love your journey in Africa .
Dekhlam dada..sotti Asojjhokor..
Eto koshto kore amader ananda dicchen. Anek dhonnobad.
Nairobi to Jinja trip was truely Ginger...
ধৈর্য্যং ধৈর্য্যং - বাপরে বাপ যাকে বলে একবাস ধৈর্য্য 😮
Sadharon ar songa misha jaoa, ata darun amar monar moto, thank's Shibaji Da & Prithijit Da.
Thanks for showing the 1st Uganda series though it was not comfortable at all. Landscapes and natural beauty is almost like our Bangla!! Best wishes from Sylhet.
এত কষ্ট করতে গেলে পাগলা হয়ে যাব, আপনাদের খুব ধৈর্য, ঐ হাসি মুখ, তার মধ্যে আমাদেরকে আনন্দ দিলেন, জানিনা কৌশিক একা কি করতো, আরো অনেক ভালো ভালো ভিডিও দিন, বেষট অফ লাক
অক্সিজেন বলতে সবাই বলে O2 আমি বলি একপ্লোজার শিবাজীর ভিডিও❤❤
আমার দেখা বাংলার সেরা ট্রাভেল ব্লগার
journey was so pathetic and you were exhausted, i feel that. Sir ,you are looking so cool in that condition. Superb, Ms dhoni of bengali
শিবাজী বাবু আপনার রসিকতা ও খুব আনন্দ দায়ক। সুস্থ থেকে এভাবেই আনন্দ দিয়ে রান সবাইকে।দুজনে খুব ভালো থাকুন।
আমি একজন পশুপ্রেমী।খানিকটা কট্টর বলা যেতে পারে। অ্যাম্বোসেলি তে গিয়ে আপনাদের যে অনুভব হয়েছে তা অতন্ত্য সাধুবাদ যোগ্য। এক্সটিক মীট বলে সত্যি কিছু হয়না।ওটা শুধুই অকারণ ধরিত্রীর সহবাসিন্দাদের ধ্বংসলীলায় অংশগ্রহণ মাত্র।ধন্যবাদ।
Ekdom thik bolechen
MANIKJOR.SATTY.ASHDARON.KUB.BAlO.LAGLO
Eter porer episode Nilnader utsaw pachhi na , please send link 🙏🙏🙏
এইরকম বাস জার্নির অভিজ্ঞতা সত্যিই যদি আমাদের ভারতবর্ষে হতো তাহলে কন্টাক্টর ড্রাইভার তো মার খেতেই সঙ্গে পুলিশ ও বাদ যেত না আর এইরকম পয়েন্টে পয়েন্টে চেকিং মনিপুর রাজ্যে পাবেন আর মাংস খাওয়া ওটা যে যার ব্যক্তিগত ব্যাপার এই সম্পর্কে ভিডিওতে বেশি মন্তব্য না করাই ভালো
Chicken, Mutton,Fish.......all part of the ANIMAL KINGDOM..... remember?
দুরন্ত অভিজ্ঞতা। মাঝে মাঝে বিদেশে এরকম অভিজ্ঞতাও দরকার আছে।
Wow, this bus journey from Nairobi to Uganda Jinja looks absolutely incredible! 😍 It's amazing to see the breathtaking landscapes and cultural experiences along the way. Thanks for taking us along on this adventure, Explorer Shibaji! 🚌🌍 #TravelGoals
Iskon mandir dekhe mon vore galo, aj ekadashi tithite khub ananda pelam. 🙏🙏
Please visit Turkey 🇹🇷 and Sri Lanka 🇱🇰 once
Darun laglo video ta. Nairobi to. Jinza bus journy ta to fabulous chilo. Waiting for your next video jinja sight seen. ❤❤❤❤.