অনেকেই আফ্রিকা সিরিজের জন্য অপেক্ষা করছেন, আগেও বলেছি আবার বলছি, বেড়ানোর সময় ভিডিও বানানো অসম্ভব কষ্টকর, তবুও চেষ্টা করব, এখন আমরা কেনিয়ায়, এখানে আসার আগে গিয়েছিলাম মিজোরাম, মিজোরাম এর সিরিজ শেষ হলে আসবে আফ্রিকার সিরিজ। Please ধৈর্য্য হারাবেন না, এখন বেড়ানো আর শুট চলছে। আফ্রিকার ছোট ছোট রিল এর জন্য আমার আর পৃথ্বীর ইনস্টাগ্রাম একাউন্ট ফলো করতে পারেন। ভালো থাকবেন সকলে।
2 দিন এর মধ্যে 2 টো ট্রিপ, প্রচুর পরিশ্রম। এর জন্যই বাংলাদেশে এর খাবার por আপনারা এখনও lean and lanky, Na hole normal package tourist der 5 din e 5 kg weight bere jeto.
অসাধারণ ।খুব ভালো ।আমার বাবা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন ।ষাটের দশকে প্রায় এক বছর আইজলে ছিলেন ।বাবার অন্যতম প্রিয় শহর ছিল আইজল ।বাবার কাছে অনেক গল্প শুনেছিলাম।আজ আপনাদের চোখ দিয়ে দেখলাম ।বাবা আজ আর আমাদের মধ্যে নেই,থাকলে দেখাতে পারতাম তার প্রিয় শহর এখন দেখতে কেমন হয়েছে । দুজনে ভালো থাকবেন ।🙂
মুগ্ধ হলাম ! সত্যি !এতো সবুজ! মনে হচ্ছে যেনো শুধু মোবাইলে দেখেই শরীরের রক্তে,অক্সিজেন শতভাগ বা শতগুণ বেড়ে গেলো! সদা হাস্যময় ও সদাশয়, মিজোরামের মিজো-কূল দীর্ঘজীবী হোক॥ আপনাদের প্রচেষ্টার শুধুই সাধুবাদ দিলে কম বলা হয়! খুবই উপভোগ্য এক পরিবেশনা! অনেক ধন্যবাদ আপনাদের 👌👍॥
প্রথমেই আপনাদের বন্ধুত্ব যে 50 বছরের দিকে যাচ্ছে তার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। দ্বিতীয়ত মিজোরাম এ যে গাড়িতে হর্ন বাজানো হয় না সেটা সত্যিই শিক্ষণীয় বিষয়। এছাড়া আবার একটা অসাধরন ভিডিও দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।
আফ্রিকার অপেক্ষায় ছিলাম, পেলাম নর্থইস্ট ইন্ডিয়া| এই জায়গার ভিডিও পেয়ে অনকে বেশি ভালোলাগলো, অনকে দিনের অপেক্ষায় ছিলাম নর্থইস্ট এর ভিডিও এর জন্য, কমেন্ট ও করেছিলাম কয়েকবার| অনকে ধন্যবাদ
Wish I could understand whatever you’re saying. But your expressions says a lot! We hope that you had a great time here. Thank you for visiting our state. Loved the content!!
খুব ভালো লাগলো সবুজে ঘেরা 'মিজোরাম'-'আইজল',---পর্ব,😊😊"ঝোলনা ব্রিজ"--'থেকে ড্রোন দর্শন অপূর্ব সুন্দর লাগলো 😊😊Explorer Shibaji ar Pritthwijeet অসাধারণ একটি উপস্থাপনা 🙏💕💕🙏
মিজোরাম সম্বন্ধে একটা ভুল আতঙ্কের ধারণা মনের মধ্যে বাসা বেঁধেছিল। আপনাদের ভিডিও এর মধ্যে দিয়ে আইজল কে দেখে অভিভূত। অপূর্ব। দারুন। পরের পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
ওয়াও, মিজোরাম আইজোল টুরের এই ভিডিও অবশ্যই মহর্ষি শিবাজির সেরা! 🌿🏞️ তার অন্বেষণা দক্ষতা এবং বিস্তৃত জ্ঞান আমাদের মতামত ভ্রমণ উপভোগ করার জন্য সত্যিই এই ভিডিওটি অপরিস্কার করা হয়েছে! 🎥👍
Dada Bombay গেছিলাম আপনার দেখানো ব্লগের সাথে পুরো মিলে গেছে।আপনার কোনো জায়গা সম্পর্কে ভালোমন্দ সব কথা এক্কেবারে মিলে যায়।আমি অনেক।জায়গায় গেছি আপনার ব্লগ অনুসরণ করে।
Prithijit dar hasi ta ekdom uttam kumar er moton chilo...wow aap naraz church tour korlay en taholay..... Onek onek dhonnobad..... Praise the Lord.... Amen....
শিবাজীদা তোমার ভিডিওটার সব সবুজের মুগ্ধতাটুকু মনের মনিকোঠায় রেখে দিলাম। খুব সুন্দর। সত্যি বলতে কি মানব সভ্যতা নামক জিনিসটার চরম অসভ্যতা নর্থ ইস্ট ভারতে এখনও তেমন ভাবে পৌঁছাতে পারে নি বলেই এখানকার প্রকৃতি তার নিজস্বতাটুকু বাঁচিয়ে রাখতে পেরেছে। তোমরা দুজন খুব খুব ভালো থাকো আর এভাবেই এগিয়ে চলো।
I lived there for 2.6 years as a program management consultant from Ministry of Electronics and Information Technology-Govt of India .I have collection of amazing pictures and videos of Mizoram.
Aizawl, the silent city of India Thank you for the information in your video Best of luck For your growing TH-cam family and your upcoming exploration 😊😊😊
শিবাজী ও পৃথ্বিজিৎ আমার দুই ভাই, তোমাদের ভিডিও দেখে নতুনের স্বাদ পাই। সবাই কী আর বেড়াতে পারে পরিস্থিতি এক নয়, তোমাদের মাধ্যমে দেখা সেটাও আনন্দময়। সবুজে সবুজে আইজল হর্ণের শব্দ নাই, এসব কী আর জানা ছিল সমৃদ্ধ হলাম তাই। তোমরা খুব ভালো থেকো পরিবার কে নিয়ে, আমরাও সময় কাটাবো নতুন ভিডিও পেয়ে।
শিবাজী তোমাদের দুজনকে একটা বিগ স্যলউট। যত তোমাদের ব্লগ গুলো দেখছি কেবল মনে হচ্ছে আমিও তোমাদের সঙ্গী হয়ে যাই। বেনারস শহর টা কত change হয়ে গেছে এখন কত সুন্দর দেখতে লাগছে। আর আইজল দেখে তো just পাগল হয়ে গেলাম। খুব ভালো থেকো। ❤
I am from Bangladesh.Very often,I watch your channel.I found your channel during searching Nainital vlogs.After then,I follow your videos.Since long,I was searching for Mizoram vlogs.There are some vlogs in Hindi,but donot understand completely.Your video quality & presentation is too much good.Best of luck.❤
Solomon's Temple is also known as the Taj Mahal of Mizoram/North East.. Due to my office work I am a frequent traveller to Aizawl. .at least 2 times in 45 days...so enjoyed this..
Unforgettable experience. Thank you Shibaji and Prithwijit for the priceless memories. Hope to join you again some day, somewhere. Travel safe and God bless!
Aijwal dekha to holoi.....but at the end of the it is you and prithwijit....and your friendship that wins our hearts.Tumhari jodi salamat rahein.....jai aur veeru ki tarah.
I just came back to Kolkata from Aizawl few days ago, else would have met you personally. I and my family watch all of your videos whole heartedly 😊 Don't miss Reiek village and trekking to Reiek Tlang and if you have time try visiting Hmuifang or Thenzawl! 👍
অপূর্ব সুন্দর খুব ভালো লাগলো। আমি 1974 সালে হ্যায়ার সেকেন্ডারী পাশ করে স্কটিশ চার্চ কলেজ এ ভর্তি হই । সেই সময় চার জন মিজোরাম থেকে পড়তে আসে একজন আমাদের ডিপার্টমেন্টে ছিল ওর নাম কে চন থরমা। ওর বাড়ি আইজল ছিল। কলেজের পর ও অনেক দিন যোগাযোগ ছিল। পুরো ইংরেজি ভাষায় কথা বলতো। নতুন করে সব মনে পড়ল। খুব ভালো থেকো তোমরা। ❤❤
Shivaji da ebong prithiraj da tomader video khub bhalo lage khub khub..... onek anondo kori amra tomader video dekhe . sob video tomar dekhi amra . Ebong tomar KENIYa tour er video r jonno opekhay roilam
Mizoram এর famous road discipline আর perfect ambient music এর সাথে drone shot গুলো দারুণ লাগলো। But Aizwal এর landing টা সেরকম রোমাঞ্চকর লাগলো না। এক দিন এই চ্যানেলে lukla এয়ারপোর্ট এর ল্যান্ডিং দেখতে চাই । 😊
দাদা আমি উত্তরপূর্ব ভারতের একটি ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকে বলছি। যদি কখন ও সুযোগ হয় তাহলে একবার উত্তরপূর্ব ভারতের সবকটি রাজ্য ঘুরে যাবেন। আশা রাখছি সুবজ শ্যামলে ঘেরা আমাদের উত্তরপূর্ব ভারত আপনাদের ভালো লাগবে। নমস্কার জানাই আপনাদের দুজন কে 🙏🙏🙏।
আপনারা সত্যি ভাগ্যবান। সাথে আমরাও। আপনাদের চোখে দেখছি না জানা না দেখা অনেক কিছু। মনে হয় এখনি বেরিয়ে পড়ি অদেখা গুলো দেখতে। ভালো থাকবেন শিবাজিদা। আপনার চোখ দিয়ে অনেক কিছু দেখার আছে। আর পৃথ্বী দা তো তুলনাহীন। কেমন যেন একাত্ম হয়ে গেছে সবার সাথে। চিয়ার্স with ❤
একমাত্র বাঙালি রা ছাড়া, পূর্ব ভারতের সব জাতিই সুশৃঙ্খল। খুব খুব ভালো লাগলো মিজোরামের প্রথম পর্ব। পরের পর্বের অপেক্ষায় রইলাম ভাই। ভালো থেকো তোমরা ।❤️❤️❤️❤️❤️
Ami Aizawl theke Kolkata phirei dekhi ei video. Ashadharon! City r bairer sobuj is particularly refreshing after the rains. Gato 15 bachhor ami okhane kaaje jai...love it! Thank you for presenting the northeast with so much heart ❤️
Explorer Shibaji & Travel with Koushik এই দুটো চ্যানেল ছাড়া কোনো অন্য কোনো ট্রাভেল ভ্লগ আমি দেখিনা। আজকেই ভাবছিলাম দুজনেই নর্থইস্টে গেছে কিন্তু মিজোরাম বা আইজল যায়নি কেনো? অবাক করে দিয়ে আমার মনের কথা পড়ে নিয়ে আজকে ভিডিও হলো অবশেষে মিজোরামের। অনেক অনেক ধন্যবাদ।
Asadharon laglo.Apricot blossoms dekhe chokh juriye galo ki sundorvr sada r golapi ful..Ghore bose sob deka hoye galo. Very much grateful to you.Apnara bhalo thakben.
অসাধারণ.... খুব খুব খুব সুন্দর। দাদা, আপনাদেরকে আমার ত্রিপুরাতে একবার আসার জন্য অনুরোধ করছি আর আমন্ত্রণ জানাচ্ছি --- আগেও অনুরোধ করেছিলাম। দাদা, আপনাদের চোখে আর আপনাদের ভাষায় আমি আমার এই ছোট্ট ত্রিপুরা রাজ্যকে উপভোগ করতে চায়।
❤❤দাদা তোমার এই ভিডিও ঠিক অমল দত্তর ডায়মন্ড গোলের কথা মনে করিয়ে দিল।। যখন কেনিয়া ভিডিও কবে আসবে নিয়ে আমাদের পেট ফুলছে।। তখন আইজল সত্যিই eye জল করে দিল😢😢😢।।।♥️♥️♥️
মিজোরাম এত সুন্দর আগে জানা ছিল না। ইচ্ছে জাগছে, যখন সুযোগ হবে এখানে অবশ্যই বেড়াতে যাব। বাংলাদেশের এত কাছে অথচ আমাদের বাই রোড তো দূরের কথা প্লেনেও এখানে যাবাএ অপশন নাই। BTW, ব্রীজ দুলছে আর শিবাজি বাচ্চা ছেলের মতন এত খুশি হচ্ছে, যা দেখে বেশ লাগল ❤❤
সত্যি আমাদের ভারতবর্ষে মতো এতো সুন্দর সুন্দর রাজ্য থাকতে বাইরের দেশের যাওয়ার কথা ভুলেই যাবে। ভিডিও দারুন হয়েছে।হোন না বাজানো ব্যাপার আমি সোশ্যাল মিডিয়া দেখেছি।ভিউ নিয়ে কোন কথা হবে না যাস্ট অসাধারণ।
আমার বাবা মা আপনার ভিডিও খুব পছন্দ করেন, Covid অর্থাৎ 2020 থেকে আপনার ভিডিও ওনারা দেখেন। আমি তাদের থেকেই আপনার চ্যানেল এর কথা শুনি। তারপর থেকে আমিও আপনার Travel Vlog এর ফ্যান হয়ে যাই। আপনার ভিডিও গুলোর সাথে ছোটবেলা তে দেখা আকাশ বাংলা চ্যানেল এর চলো যাই show র অনেক resembles পাই, আপনার ভিডিও দেখে বেশ Nostalgic হয়ে পড়ি। Thank you so much 😊
দাদা, তোমার বাচনভঙ্গি এতটাই সুন্দর,আর এত ভালো ভাবে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দাও,মনে হয় যেন তোমাদের সঙ্গে আমরা ও ঘুরছি।আর পৃথ্বীজিতদার কথা তো বলার অপেক্ষা রাখেনা,এত্ত মজাদার মানুষ!যার সান্নিধ্যে সম্পূর্ণ জার্নিটায় একটা আলাদা মাত্রা যোগ হয়। দারুন! দারুন ! তোমাদের যাত্রা শুভ হোক। ভালো থেকো দাদা। আরো নতুন অধ্যায়ের অপেক্ষায় রইলাম।
আপনার ব্লগ আমার খুব ভালো লাগে। ❤ । আমি ২০১৭ তে আইজল গেছিলাম অফিসের কাজে, ১৫ দিন মত ছিলাম ওখানে , কয়েকটি জায়গায় গেছিলাম, তবে খুব ভালো করে ঘোরাঘুরি করতে পারি নি। খুবই সুন্দর জায়গা, একদম ছবির মত। যাইহোক আপনার এই ব্লগগুলো দেখে আমার বেড়ানোর হয়ে যাবে।❤
কেনিয়ার বদলে মিজোরাম 😊, সবুজ দেখে চোখ জুড়িয়ে গেল অসাধারণ অসাধারণ, শহরের ছবি তো অপূর্ব, ভীষণ ভীষণ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভ রাত্রি।
অনেকেই আফ্রিকা সিরিজের জন্য অপেক্ষা করছেন, আগেও বলেছি আবার বলছি, বেড়ানোর সময় ভিডিও বানানো অসম্ভব কষ্টকর, তবুও চেষ্টা করব, এখন আমরা কেনিয়ায়, এখানে আসার আগে গিয়েছিলাম মিজোরাম, মিজোরাম এর সিরিজ শেষ হলে আসবে আফ্রিকার সিরিজ। Please ধৈর্য্য হারাবেন না, এখন বেড়ানো আর শুট চলছে। আফ্রিকার ছোট ছোট রিল এর জন্য আমার আর পৃথ্বীর ইনস্টাগ্রাম একাউন্ট ফলো করতে পারেন। ভালো থাকবেন সকলে।
Wish you good luck and happy journey.
❤❤❤❤❤
2 দিন এর মধ্যে 2 টো ট্রিপ, প্রচুর পরিশ্রম। এর জন্যই বাংলাদেশে এর খাবার por আপনারা এখনও lean and lanky, Na hole normal package tourist der 5 din e 5 kg weight bere jeto.
Sobure meoya e fale, so apnara sabdhane ghurun r njoy korun,apnara kenya r vdo r jonyo wt korbo
safe journey
অসাধারণ ।খুব ভালো ।আমার বাবা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন ।ষাটের দশকে প্রায় এক বছর আইজলে ছিলেন ।বাবার অন্যতম প্রিয় শহর ছিল আইজল ।বাবার কাছে অনেক গল্প শুনেছিলাম।আজ আপনাদের চোখ দিয়ে দেখলাম ।বাবা আজ আর আমাদের মধ্যে নেই,থাকলে দেখাতে পারতাম তার প্রিয় শহর এখন দেখতে কেমন হয়েছে । দুজনে ভালো থাকবেন ।🙂
মুগ্ধ হলাম ! সত্যি !এতো সবুজ! মনে হচ্ছে যেনো শুধু মোবাইলে দেখেই শরীরের রক্তে,অক্সিজেন শতভাগ বা শতগুণ বেড়ে গেলো!
সদা হাস্যময় ও সদাশয়,
মিজোরামের মিজো-কূল দীর্ঘজীবী হোক॥
আপনাদের প্রচেষ্টার শুধুই সাধুবাদ দিলে কম বলা হয়! খুবই উপভোগ্য এক পরিবেশনা! অনেক ধন্যবাদ আপনাদের 👌👍॥
প্রথমেই আপনাদের বন্ধুত্ব যে 50 বছরের দিকে যাচ্ছে তার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। দ্বিতীয়ত মিজোরাম এ যে গাড়িতে হর্ন বাজানো হয় না সেটা সত্যিই শিক্ষণীয় বিষয়। এছাড়া আবার একটা অসাধরন ভিডিও দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।
শিবাজী দা মিজোরাম আর কৌশিক দা মেঘালয়😍❤️,,এখন ইউটিউবে শুধু নর্থইস্ট চলবে🤩🎉❤️❤️
Bardik da o meghalaya Kolkata takhe bike a
Aizawl's traffic discipline is another level.❤️
Nice to see our neighbor Mizoram ❤❤ Best wishes from Bangladesh
আফ্রিকার অপেক্ষায় ছিলাম, পেলাম নর্থইস্ট ইন্ডিয়া| এই জায়গার ভিডিও পেয়ে অনকে বেশি ভালোলাগলো, অনকে দিনের অপেক্ষায় ছিলাম নর্থইস্ট এর ভিডিও এর জন্য, কমেন্ট ও করেছিলাম কয়েকবার| অনকে ধন্যবাদ
Another wonderful vlog. Photography of nature is at its peak. Exploration of another beautiful place of North East. Magnificent views.
Amio tai 😂
Wish I could understand whatever you’re saying. But your expressions says a lot! We hope that you had a great time here. Thank you for visiting our state. Loved the content!!
Thank you! 😃
মানুষ কতটা Down to Earth হলে পর এত্তো ভালোবাসা পায়💖💖 আপনারা অনবদ্য স্যার । like 'গুপী-বাঘা'💫💫
খুব ভালো লাগলো সবুজে ঘেরা 'মিজোরাম'-'আইজল',---পর্ব,😊😊"ঝোলনা ব্রিজ"--'থেকে ড্রোন দর্শন অপূর্ব সুন্দর লাগলো 😊😊Explorer Shibaji ar Pritthwijeet অসাধারণ একটি উপস্থাপনা 🙏💕💕🙏
দাআআআরুন লাগলো। বিশেষ করে আপনার দ্রোন শট গুলো। এত অপূর্ব প্রকৃতি নিজেরা গেলেও খালি চোখে বা ক্যামেরা দিয়ে দেখতে পেতাম না। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
মিজোরাম সম্বন্ধে একটা ভুল আতঙ্কের ধারণা মনের মধ্যে বাসা বেঁধেছিল। আপনাদের ভিডিও এর মধ্যে দিয়ে আইজল কে দেখে অভিভূত। অপূর্ব। দারুন। পরের পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
প্রথমে ভারত পরে বিদেশ...দাদা ক্ষতি নেই ...খুব ভালো লাগলো... অসাধারণ 😊
@@jinnatarabegum9112 Muslim hoye sidur lagaw?
ওয়াও, মিজোরাম আইজোল টুরের এই ভিডিও অবশ্যই মহর্ষি শিবাজির সেরা! 🌿🏞️ তার অন্বেষণা দক্ষতা এবং বিস্তৃত জ্ঞান আমাদের মতামত ভ্রমণ উপভোগ করার জন্য সত্যিই এই ভিডিওটি অপরিস্কার করা হয়েছে! 🎥👍
Dada Bombay গেছিলাম আপনার দেখানো ব্লগের সাথে পুরো মিলে গেছে।আপনার কোনো জায়গা সম্পর্কে ভালোমন্দ সব কথা এক্কেবারে মিলে যায়।আমি অনেক।জায়গায় গেছি আপনার ব্লগ অনুসরণ করে।
International series এর মাঝখানে একটু ভারত ঘুরিয়ে দেখানোর সুন্দর প্রচেষ্টা তোমাদের দাদা।
সকল দেখেছেন রানী সেজে আমার জন্মভূমি।❤😊
Prithijit dar hasi ta ekdom uttam kumar er moton chilo...wow aap naraz church tour korlay en taholay..... Onek onek dhonnobad..... Praise the Lord.... Amen....
অনেক ধন্যবাদ দাদা। আইজল শহর আমার মনের খুব কাছের একটি জায়গা। পুরোনো স্মৃতি আবার ফিরে এলো। পরের পর্বের অপেক্ষায় রইলাম 😊😊😊😊
Seriously mesmerised… kokhono vabini Mizoram jabo kintu ei porbo dekhe ekhini jete ichche hochche… thanks to you both 🙏
অপরূপা আইজল 👌👌আপনার ভিডিও গুলো অসাধারণ । আপনাদের ভ্রমণের আনুমানিক খরচ সম্বন্ধে জানতে পারলে ভালো হয় ।আপনাদের ভিডিও গুলো দেখে ঐ সব জায়গাগুলো বেড়াবার এত লোভ হয় যে বলার অপেক্ষা রাখে না ।ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏🙏
শিবাজীদা তোমার ভিডিওটার সব সবুজের মুগ্ধতাটুকু মনের মনিকোঠায় রেখে দিলাম। খুব সুন্দর। সত্যি বলতে কি মানব সভ্যতা নামক জিনিসটার চরম অসভ্যতা নর্থ ইস্ট ভারতে এখনও তেমন ভাবে পৌঁছাতে পারে নি বলেই এখানকার প্রকৃতি তার নিজস্বতাটুকু বাঁচিয়ে রাখতে পেরেছে।
তোমরা দুজন খুব খুব ভালো থাকো আর এভাবেই এগিয়ে চলো।
I lived there for 2.6 years as a program management consultant from Ministry of Electronics and Information Technology-Govt of India .I have collection of amazing pictures and videos of Mizoram.
সত্যি কি সবুজ দেখালেন আইজলের পথে।কি অসাধারণ আইজলের চাঙমারীর জনজীবন পথ ঘাট।দারুন লাগলো আইজল।সুস্থ ও ভলো থাকবেন ধন্যবাদ ।
Aizawl, the silent city of India
Thank you for the information in your video
Best of luck
For your growing TH-cam family and your upcoming exploration 😊😊😊
অসম্ভব ভালো লাগলো প্রথম পর্ব । আমাদের উত্তর পূর্ব ভারত সত্যিই শ্যামলা। অসাধারণ সুন্দর জায়গা।
আইজল শহরটা বেশ সুশৄঙ্খল। শহরের চারপাশের সবুজ প্রকৃতি সত্যিই অতুলনীয়।
শিবাজী ও পৃথ্বিজিৎ
আমার দুই ভাই,
তোমাদের ভিডিও দেখে
নতুনের স্বাদ পাই।
সবাই কী আর বেড়াতে পারে
পরিস্থিতি এক নয়,
তোমাদের মাধ্যমে দেখা
সেটাও আনন্দময়।
সবুজে সবুজে আইজল
হর্ণের শব্দ নাই,
এসব কী আর জানা ছিল
সমৃদ্ধ হলাম তাই।
তোমরা খুব ভালো থেকো
পরিবার কে নিয়ে,
আমরাও সময় কাটাবো
নতুন ভিডিও পেয়ে।
Drone shots were just Supeerrb !
The only state in India which have not been to yet is Mizoram. Seems to be a beautiful place like Meghalaya.
শিবাজী তোমাদের দুজনকে একটা বিগ স্যলউট। যত তোমাদের ব্লগ গুলো দেখছি কেবল মনে হচ্ছে আমিও তোমাদের সঙ্গী হয়ে যাই। বেনারস শহর টা কত change হয়ে গেছে এখন কত সুন্দর দেখতে লাগছে। আর আইজল দেখে তো just পাগল হয়ে গেলাম। খুব ভালো থেকো। ❤
I am from Bangladesh.Very often,I watch your channel.I found your channel during searching Nainital vlogs.After then,I follow your videos.Since long,I was searching for Mizoram vlogs.There are some vlogs in Hindi,but donot understand completely.Your video quality & presentation is too much good.Best of luck.❤
দারুণ এপিসোড !!! অপূর্ব প্রকৃতি !!! শিবাজি দা শুরুতেই একটা ধামাকা দিলো !! দারুণ !!
Solomon's Temple is also known as the Taj Mahal of Mizoram/North East..
Due to my office work I am a frequent traveller to Aizawl.
.at least 2 times in 45 days...so enjoyed this..
Solomon temple is not known as the Taj Mahal of Mizoram. KV Paradise is known as Taj Mahal of Mizoram.
অসাধারণ একটি ভিডিও, এত সবুজের সমারোহ যা সবাইকে মুগ্ধ করে। আইজল সিটি আমার পছন্দের একটি শহর। সত্যিকার অর্থে একটি ভালো ভিডিও।
Unforgettable experience. Thank you Shibaji and Prithwijit for the priceless memories. Hope to join you again some day, somewhere. Travel safe and God bless!
Thank you VC😊❤
Aijwal dekha to holoi.....but at the end of the it is you and prithwijit....and your friendship that wins our hearts.Tumhari jodi salamat rahein.....jai aur veeru ki tarah.
I just came back to Kolkata from Aizawl few days ago, else would have met you personally. I and my family watch all of your videos whole heartedly 😊 Don't miss Reiek village and trekking to Reiek Tlang and if you have time try visiting Hmuifang or Thenzawl! 👍
অপূর্ব সুন্দর খুব ভালো লাগলো। আমি 1974 সালে হ্যায়ার সেকেন্ডারী পাশ করে স্কটিশ চার্চ কলেজ এ ভর্তি হই । সেই সময় চার জন মিজোরাম থেকে পড়তে আসে একজন আমাদের ডিপার্টমেন্টে ছিল ওর নাম কে চন থরমা। ওর বাড়ি আইজল ছিল। কলেজের পর ও অনেক দিন যোগাযোগ ছিল। পুরো ইংরেজি ভাষায় কথা বলতো। নতুন করে সব মনে পড়ল। খুব ভালো থেকো তোমরা। ❤❤
The views were amazing and the drone shots were breathtaking 😍 Wonderful video as always 👌💚
Darun laglo...
অন্তত একবার Mizoram যাওয়ার খুব ইচ্ছে ❤পরের পর্বের অপেক্ষায় রইলাম 😍
Shivaji da ebong prithiraj da tomader video khub bhalo lage khub khub..... onek anondo kori amra tomader video dekhe . sob video tomar dekhi amra . Ebong tomar KENIYa tour er video r jonno opekhay roilam
Mizoram এর famous road discipline আর perfect ambient music এর সাথে drone shot গুলো দারুণ লাগলো। But Aizwal এর landing টা সেরকম রোমাঞ্চকর লাগলো না। এক দিন এই চ্যানেলে lukla এয়ারপোর্ট এর ল্যান্ডিং দেখতে চাই । 😊
আইজল to darun ekta jayga.ekdam mone holo dekhe kono poster card dekchi.
Khub bhalo laglo 1st part ta
দাদা আমি উত্তরপূর্ব ভারতের একটি ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকে বলছি।
যদি কখন ও সুযোগ হয় তাহলে একবার উত্তরপূর্ব ভারতের সবকটি রাজ্য ঘুরে যাবেন।
আশা রাখছি সুবজ শ্যামলে ঘেরা আমাদের উত্তরপূর্ব ভারত আপনাদের ভালো লাগবে।
নমস্কার জানাই আপনাদের দুজন কে 🙏🙏🙏।
আপনারা সত্যি ভাগ্যবান। সাথে আমরাও। আপনাদের চোখে দেখছি না জানা না দেখা অনেক কিছু। মনে হয় এখনি বেরিয়ে পড়ি অদেখা গুলো দেখতে। ভালো থাকবেন শিবাজিদা। আপনার চোখ দিয়ে অনেক কিছু দেখার আছে। আর পৃথ্বী দা তো তুলনাহীন। কেমন যেন একাত্ম হয়ে গেছে সবার সাথে। চিয়ার্স with ❤
একমাত্র বাঙালি রা ছাড়া, পূর্ব ভারতের সব জাতিই সুশৃঙ্খল। খুব খুব ভালো লাগলো মিজোরামের প্রথম পর্ব। পরের পর্বের অপেক্ষায় রইলাম ভাই। ভালো থেকো তোমরা ।❤️❤️❤️❤️❤️
বাংলায় বাঙালিরা সুশৃঙ্খল, হিন্দুস্থানীরা এসে আমাদের জায়গাটা খারাপ করছে।
জানি না কোনদিন আইজল মিজোরাম যেতে পারবো কিনা। আপনার চ্যানেলে দেখে মন প্রাণ ভরে গেল। আরো সুন্দর জায়গা দেখার অপেক্ষায় রইলাম।
অবশ্যই হিট হবে এপিসোড টা,,, এক্সাইটমেন্ট চরম❤❤❤
Ami Aizawl theke Kolkata phirei dekhi ei video. Ashadharon! City r bairer sobuj is particularly refreshing after the rains. Gato 15 bachhor ami okhane kaaje jai...love it! Thank you for presenting the northeast with so much heart ❤️
Hi Shivaji and Preetajit, As you are already in north east India. It would be worth your journey to visit other neighbouring states too.
Explorer Shibaji & Travel with Koushik এই দুটো চ্যানেল ছাড়া কোনো অন্য কোনো ট্রাভেল ভ্লগ আমি দেখিনা। আজকেই ভাবছিলাম দুজনেই নর্থইস্টে গেছে কিন্তু মিজোরাম বা আইজল যায়নি কেনো? অবাক করে দিয়ে আমার মনের কথা পড়ে নিয়ে আজকে ভিডিও হলো অবশেষে মিজোরামের। অনেক অনেক ধন্যবাদ।
Shibaji sir North east er por South India hok , okhaner rich culture ar diversity r upor apnar ekta detailed vlog chai
Asadharon laglo.Apricot blossoms dekhe chokh juriye galo ki sundorvr sada r golapi ful..Ghore bose sob deka hoye galo. Very much grateful to you.Apnara bhalo thakben.
অসাধারণ.... খুব খুব খুব সুন্দর।
দাদা, আপনাদেরকে আমার ত্রিপুরাতে একবার আসার জন্য অনুরোধ করছি আর আমন্ত্রণ জানাচ্ছি --- আগেও অনুরোধ করেছিলাম।
দাদা, আপনাদের চোখে আর আপনাদের ভাষায় আমি আমার এই ছোট্ট ত্রিপুরা রাজ্যকে উপভোগ করতে চায়।
নিশ্চয় যাবো❤
দূরন্ত লাগলো, এত সবুজ, পরিচ্ছন্ন জায়গা সত্যি দেখেনি, সবাই বিদেশ করে আমার ভারতবর্ষ এতো সুন্দর, দারুণ লাগলো দাদা।
আফ্রিকার আগে আইজল, আমরা তো পিছিয়ে পড়ছি।
দূর্গা পূজার থিমের জন্য "থলোমনস টেম্পল" একদম ঠিকঠাক ভাবনা হতেই পারে ....
মিজোরাম পর্ব ১ জমে ক্ষীর ....
পরের পর্বের অপেক্ষায় হচ্ছি অস্থির....
বুম্বা চক্রবর্তী
বরানগর
❤❤দাদা তোমার এই ভিডিও ঠিক অমল দত্তর ডায়মন্ড গোলের কথা মনে করিয়ে দিল।। যখন কেনিয়া ভিডিও কবে আসবে নিয়ে আমাদের পেট ফুলছে।। তখন আইজল সত্যিই eye জল করে দিল😢😢😢।।।♥️♥️♥️
আমি ভালোবাসি explorers Shivaji তার কারণ এই chanel শুধু ভ্রমনমূলক নয় শিক্ষা মূলক ও বটে ❤❤❤
Darun video. Khub sundar jaiga Aizawl. Thanks amader aai sundar jaiga dekhanor janya.
মিজোরাম এত সুন্দর আগে জানা ছিল না। ইচ্ছে জাগছে, যখন সুযোগ হবে এখানে অবশ্যই বেড়াতে যাব। বাংলাদেশের এত কাছে অথচ আমাদের বাই রোড তো দূরের কথা প্লেনেও এখানে যাবাএ অপশন নাই। BTW, ব্রীজ দুলছে আর শিবাজি বাচ্চা ছেলের মতন এত খুশি হচ্ছে, যা দেখে বেশ লাগল ❤❤
উম্মাহ আপা বাংলাদেশী রা কি মিজোরাম এ যাওয়ার পারমিশন নেই ?
Video ta darun laglo ar ki oporup sundor jaiga ❤❤
সত্যি আমাদের ভারতবর্ষে মতো এতো সুন্দর সুন্দর রাজ্য থাকতে বাইরের দেশের যাওয়ার কথা ভুলেই যাবে। ভিডিও দারুন হয়েছে।হোন না বাজানো ব্যাপার আমি সোশ্যাল মিডিয়া দেখেছি।ভিউ নিয়ে কোন কথা হবে না যাস্ট অসাধারণ।
Vishon sundor jaygata sudhu charidik sobuj r sobuj darun.
সম্পূর্ণ সবুজে মোড়া মিজোরাম দেখে মন ভরে গেল। কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য😍💓।
অসাধারণ এত সুন্দর জায়গা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি অচিরেই মিজোরাম যেতে হবে। ধন্যবাদ শিবাজী
খুব সুন্দর জায়গা। এত সবুজ আগে কোথাও দেখেছি বলে মনে হয় না । খুব ভালো লাগলো 👌👌
শেষ পর্যন্ত "জলে" গেলেন শিবাজিদা আর পৃথীজিৎ দা।।😊😊। আবার ও অসাধারণ একটা পরিবেশনা। অনেক ধন্যবাদ।
Aizawl khub sundar jaiga video ta khub bhalo laglo.
আইজল অসাধারণ সুন্দর শহর।দারুণ লাগলো ভিডিও।
আপনাদের সব ভিডিও গুলো প্রায় দেখেছি। কিন্তু আইজল এই ভিডিও তে এত সবুজ পাহাড় আর ওই দোলনা ব্রিজ্ দেখে চোখ যুরিয়ে গেলো।
আমার বাবা মা আপনার ভিডিও খুব পছন্দ করেন, Covid অর্থাৎ 2020 থেকে আপনার ভিডিও ওনারা দেখেন। আমি তাদের থেকেই আপনার চ্যানেল এর কথা শুনি। তারপর থেকে আমিও আপনার Travel Vlog এর ফ্যান হয়ে যাই। আপনার ভিডিও গুলোর সাথে ছোটবেলা তে দেখা আকাশ বাংলা চ্যানেল এর চলো যাই show র অনেক resembles পাই, আপনার ভিডিও দেখে বেশ Nostalgic হয়ে পড়ি। Thank you so much 😊
ভিডিওটা দেখবার পর এটাই বলতে চাই যে মিজোরামের প্রেমে পড়ে গেলাম।।ধন্যবাদ shibaji da ar prithhiraj da ❤️
Vikramaditya sir , has been my trainer , good to see VC sir exploring places . Send greetings from my side.
চোখ জুড়ানো আর মন ভরানো দৃশ্য!!!
খুব ভালো লাগলো। আইজল এত সুন্দর তা জানা ছিলনা । আপনাদের সাথে আমরাও দারুন উপভোগ করলাম।
দাদা,
তোমার বাচনভঙ্গি এতটাই সুন্দর,আর এত ভালো ভাবে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দাও,মনে হয় যেন তোমাদের সঙ্গে আমরা ও ঘুরছি।আর পৃথ্বীজিতদার কথা তো বলার অপেক্ষা রাখেনা,এত্ত মজাদার মানুষ!যার সান্নিধ্যে সম্পূর্ণ জার্নিটায় একটা আলাদা মাত্রা যোগ হয়। দারুন! দারুন ! তোমাদের যাত্রা শুভ হোক। ভালো থেকো দাদা। আরো নতুন অধ্যায়ের অপেক্ষায় রইলাম।
Ami 2018 e gieychilam..darun jaiga..anek ke promote korechi jabar jannya.khub sundor jaiga.dekhey bhalo laglo.
ঘোষবাবুর কাজাখস্তান দেখে মুগ্ধ হয়ে গেছি। আমার মনে হয় আপনাদের ওখানে যাওয়া উচিত। তাহলে আরও অনেক কিছু দেখতে পাবো।
দুই বন্ধু ভিডিও আমার খুবই ভালো লাগলো ধন্যবাদ দাদা তোমার কেমন আছো 👍👍👍👍👍👍
আপনার ব্লগ আমার খুব ভালো লাগে। ❤ । আমি ২০১৭ তে আইজল গেছিলাম অফিসের কাজে, ১৫ দিন মত ছিলাম ওখানে , কয়েকটি জায়গায় গেছিলাম, তবে খুব ভালো করে ঘোরাঘুরি করতে পারি নি। খুবই সুন্দর জায়গা, একদম ছবির মত। যাইহোক আপনার এই ব্লগগুলো দেখে আমার বেড়ানোর হয়ে যাবে।❤
Thank You for staying and featuring our guest house 🏠 Safe travels ✈️
এক কথায় অসাধারণ। যেমন চোখের আরাম লাগলো, তেমনি প্রাণের আরাম পেলাম👌👌
আমি আসামের মেয়ে | তাই mijoram খুব কাছের মনে হচ্ছে |ভীষণ ভালো লাগছে |❤❤❤
Mon bhore galo... Vabini hathat Aizawl er video pabo khub happy darun laglo... 🥰🥰🥰🥰
Shibaji da ijol tour ta asadharan khub sundar laglo video ta
চমৎকার ..... অনেক উপভোগ করলাম ভিডিওটি শিবাজী
Nice video apnader sathe anek bhalo jaygay dekhechi thanks
কেনিয়ার বদলে মিজোরাম 😊, সবুজ দেখে চোখ জুড়িয়ে গেল অসাধারণ অসাধারণ, শহরের ছবি তো অপূর্ব, ভীষণ ভীষণ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভ রাত্রি।
এক কথায় অসাধারণ....... আর কোনো কথা হবেনা।
I was there last year. It was so good experience at Aizawl.
Osadharan laglo Aizawl city view ta darun laglo
অসাধারণ লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের
আইজল অসাধারণ!!! আপনাদের ভিডিওর মানও আগের থেকে অনেক ভালো হয়েছে। মনে হয় নতুন ক্যামেরার জন্যই সেটা হয়েছে।
Mon vore gelo. Aro egiye Jan sibaji da.
Prithwijit da mone hy Eken Babu dekhchilen... Osadharon video
সত্যি কি সুন্দর জায়গা। চোখ জুড়িয়ে গেল সবুজের সমারহে। 😊
Mone pore jyi "Ami ek jajabor." Awesome.
দাদা বলবার কোন ভাষা নেই,অসাধারণ লাগল। ভাল থাকবেন। নমস্কার।